Search box..

ব্লগার ওয়েবসাইটের মেটা থিম কালার চেঞ্জ করার উপায়।

ব্লগার ওয়েবসাইটের মেটা থিম কালার চেঞ্জ করার উপায়।


প্রথমেই বাকি ২ টি কোড আগে দিয়ে দিন।

  • এই কোডটি দারা আপনারা লেখার নিচে অন্য ধরনের আর্নডারলাইন করতে পারবেন।
  • Code
    Ex : Trickbd


    আপনি বলবেন এতো ছোট কোড কেন ? ভাই এই কোড ছোট হলেউ কাজ কিন্তু বড়।

  • এই কোড ধারা আপনারা আলাদা ভাবে লেখা কাটতে পারবেন
  • Code

    Ex: Hi Guys
    এখন আসল কোডে আসা যাক।
    আপনাদের Ex.. দিলে বুঝতে পারবেন আমি কি রকম কোড শেয়ার করবো।

    Hi Guys

    এবার নিস্চই বুঝেছেন।আমি কিছু কালারের কোড দেবো।সব কালার দিতে পারবো না এই পোষ্টে পরের পোষ্ট দিয়ে দেবো।
    1 | Blue
    code

    ex :

    Text

    2 | Red
    Code

    Ex :

    Text

    3 | Orange
    Code

    Ex:

    Text

    আর কোনো কালার কোড লাগলে কমেন্ট করবেন।আর আমি পরের পার্টে আর 5 টি কোড দেবো।আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন।আর টিরিকবিডির সাথে থাকবেন।

    The post কিভাবে Background কালার এর ভেতর খেলা লেখবেন?এবং ভিন্ন প্রকার Backgroun Color Codes & Others 2 Code appeared first on Trickbd.com.

    ব্লগার ওয়েবসাইটের মেটা থিম কালার চেঞ্জ করার উপায়।

    Posted:

    ব্লগার মেটা কালার চেঞ্জ করার উপায়।

    আসসালামু আলাইকুম।আজ আমি ব্লগার এর একটি বিষয় নিয়ে আলোচনা করবো।আপনার এটি জানা উচিত।যদি জেনে থাকেন ইতোমধ্যে,তবে আমি বলবো এই পোস্টটি শুধুমাত্র বিগীনার দের জন্য।আজকের আলোচনার বিষয়টি হচ্ছে :-

    • Meta Theme Color Change

    Meta Theme Color Change

    প্রথমেই শুরু করি মেটা থিম কালার চেঞ্জ করা দিয়ে।আপনি হয়তো অনেক ওয়েবসাইট ভিজিট করার সময়,স্ক্রল করার সময় লক্ষ্য করে থাকবেন যে ব্রাউজার এর অ্যাড্রেস বার এর অংশ এবং স্ট্যাটাস বার এর কালার চেঞ্জ হয়ে যায়।একেক ওয়েবসাইট এর ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে।

    চাইলে এখন আপনিও আপনার ব্লগার সাইটের মেটা থিম কালার চেঞ্জ করতে পারবেন আমার দেখানো নিচের কয়েকটি স্টেপ ফলো করে।

    1. প্রথমে যাবেন ব্লগার ড্যাশবোর্ড এ।
    2. তারপর যাবেন Themes এ।
    3. এখন ড্রপডাউন মেনু থেকে Edit HTML মোড এ ক্লিক করুন।

    4. তারপর head এবং head closing ট্যাগ এর মাঝে যেকোনো জায়গায় নিচের কোডটি পেস্ট করে দিন।আপনি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো।
    • এখন Save করে দিন এবং আপনার সাইট ভিসিট করে দেখুন,আপনার ওয়েবসাইটের মেটা থিম কালার চেঞ্জ হয়ে আপনার দেয়ার কালার হয়ে গেছে।



    আরো পড়ুন :

    ছাত্র বয়সে টাকা ইনকাম করার উপায়।

    মোবাইল দিয়ে প্রফেশনাল কার্টুন ভিডিও বানান।

    ব্লগার ওয়েবসাইট অন্য জিমেইল এ ট্রান্সফার করার উপায়।

    The post ব্লগার ওয়েবসাইটের মেটা থিম কালার চেঞ্জ করার উপায়। appeared first on Trickbd.com.

    দুনিয়ার সবচেয়ে কঠিন ৪ টি প্রশ্ন! যে প্রশ্ন করে হযরত ওমর (রা.) কে বিপদে ফেলতে চেয়েছিল ইহুদিরা!

    Posted:

    আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

    দুনিয়ার সবচেয়ে কঠিন ৪ টি প্রশ্ন!

    পবিত্র কোরান এমন একটি ধর্ম গ্রন্থ যেখানে সকল প্রশ্নের উত্তর রয়েছে। তবে এটা জানত না এক ইয়াহুদী ধর্মযাজক। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.) তালা আনহু কে বিপদে ফেলার জন্য ধর্মযাজক আশ্চর্যজনক চারটি প্রশ্ন করেন আর বলেন যদি এই চারটি প্রশ্নের উত্তর দিতে পারেন তবে আমি ইসলাম কবুল করব আর না পারলে ইসলামের নামে উল্টাপাল্টা কথা ছড়িয়ে দেব। হযরত ওমরকে করে আশ্চর্যজনক চারটি প্রশ্ন আসলে কি বা এর উত্তর কি হবে সব জানাবো এই আর্টিকেলে ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করা যাক।

    ইসলামী খেলাফতের তখন স্বর্ণযুগ চলছে ফারুকে আজম আমীরুল মু’মিনীন হযরত ওমর (রা.) তালা আনহু ছিলেন তখন খলিফা। তৎকালীন পরাশক্তি পারস্য, রোমসহ প্রায় অর্ধেক পৃথিবী মুসলমানের প্রদানত। ইসলামের এই বিজয়কে থামাতে একের পর এক কূটকৌশল সাজাতে ব্যস্ত ইহুদিরা। তেমনি এক অপকৌশলের অংশ হিসেবে কয়েকজন ইহুদি ধর্ম যাজক হযরত ওমর (রা.) তালা আনহু এর দরবারে এলেন তারা খলিফাকে প্রস্তাব দিল যে তারা চারটি প্রশ্ন করবে। এই প্রশ্ন গুলোর উত্তর আসমানী কিতাব থেকে নিতে হবে।

    সেটা হোক তাওরাত, যাবুর, ইঞ্জিল অথবা কোরআন থেকেই হোক উত্তর আসমানী কিতাব থেকেই হতে হবে। বলে রাখা ভাল প্রশ্নগুলোর উত্তর আসমানী কিতাব সমূহ উল্লেখ আছে। মুসলমানদের কেউ এর উত্তর দিতে পারলে যাজকরা সবাই ইসলাম গ্রহণ করবে। কিন্তু যদি কেউ এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারেন তবে যাজকরা ইসলামী খেলাফতের সর্বত্র এই পরাজয়ের কথা ছড়িয়ে দেবে যার পরিণতিতে ইসলামী খেলাফতের ভাবমর্যাদা চরম সংকটের সম্মুখীন হবেন। আমীরুল মু’মিনীন হযরত ওমর (রা.) তালা আনহু তাদের শর্তে রাজি হলেন তাঁরা চারটি প্রশ্ন করল।

    প্রথম প্রশ্নঃ দুজন জমজ ভাই যারা একসঙ্গে জন্মগ্রহণ করে ও পরবর্তীতে একই সঙ্গে মারা যায় কিন্তু তাদের উভয়ের বয়সের মধ্যে 100 বছরের পার্থক্য এরা কোন দুই ভাই এদের মাঝে বয়সের পার্থক্য কেন…?

    দ্বিতীয় প্রশ্নঃ পৃথিবীর একটি স্থান যেখানে সূর্যের কিরণ মাত্র একবারই পড়েছিল এর আগে কখনো সেখানে সূর্যের আলো পরেনি ভবিষ্যতে পড়বেও না কোন জায়গায় এটি….?

    তৃতীয় প্রশ্নঃ একটি কবর তার ভেতরে একটি লাশ কিন্তু কথা হল এই কবরে ও প্রাণ আছে তার ভেতরকার লাশটির ও প্রাণ আছে ওই কবরটি লাশকে নিয়ে ঘুরে বেড়ায় একসময় লাশটা কবর থেকে বের হয়ে আসে এটি কোন কবর ও কোন লাশ…?

    চতুর্থ প্রশ্নঃ একটি কারাগারের ভেতর একজন বন্দী। বন্দীটি সেখানে কোন প্রকার শ্বাস-প্রশ্বাস নিতে না পারলেও দিব্যি বেঁচে থাকে। এটি কোন কারাগারে বন্দিটিই বা কে….?

    আমীরুল মুমিনীন ওমর ফারুক (রা.) তালা আনহু এই বিচিত্র প্রশ্নগুলো শুনে প্রখ্যাত সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসউদকে ডেকে পাঠালেন। তিনি ছিলেন আসমানী কিতাব সমূহের গবেষক ও বিশারদ,বিজ্ঞফাকি এবং মুফাসসিরে কুরআন। হযরত ইবনে মাসউদ খলিফার কাছ থেকে প্রশ্ন গুলো মনোযোগ দিয়ে শুনলেন শুনে বললেন আমিরুল মুমিনীন আপনি কোন চিন্তা করবেন না তারা এখনই তাদের উত্তর পেয়ে যাবে। অতঃপর তিনি প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন।

    প্রথম প্রশ্নের উত্তরঃ এই দুই ভাই হলেন ইহুদিদের নবী হযরত উযায়ের আলাই সাল্লাম ও উনার ভাই তারা দুজন একই সঙ্গে জন্মগ্রহণ করেন।একদিন উযায়ের আলাই সাল্লাম এক জনমানবহীন প্রান্তর অতিক্রম করছিলেন। প্রাণশূণ্য খাখা ময়দান দেখে তিনি বললেন হে আল্লাহ এরকম স্থান কি কখনো আবাদ হতে পারে। এ কথা বলার কিছুক্ষণ পর তিনি এক গাছের তলায় ঘুমিয়ে গেলেন। আল্লাহপাক তাঁর স্বীয় কুদরত দেখানোর জন্য নবীকেই বেছে নিলেন। তিনি উযায়ের প্রাণ নিয়ে নিলেন। 100 বছর নবী উযায়ের আলাই সাল্লাম প্রাণহীন ভাবেই ঘুমিয়ে রইলেন। তাই উনার বয়স আর ভারলে না তারপর ঘুম থেকে উঠে নবী দেখলেন সেই প্রান্তর জনমানুষের কোলাহলে ভরপুর। সেখানে আবাদ হয়ে গেছে পরবর্তীতে নবী উযায়ের ও উনার ভাই একই দিনে মারা যান। উল্লেখ্য সেই জায়গাটি ছিল বাইতুল মুকাদ্দাসের
    এলাকা তথা জেরুজালেম।

    দ্বিতীয় প্রশ্নের উত্তরঃ সেই স্থানটি হলো নীল নদের ওপর ভেসে ওঠে রাস্তা বনী। ইসরাঈলদের নিয়ে নীলনদ পার হবার সময় হযরত মুসা আলাই সালাম পানিতে তার লাঠি দ্বারা আঘাত করেছিলেন। তখন আল্লাহ পাকের কুদরতে পানির ওপর ১২টি রাস্তা ভেসে উঠেছিল। পরবর্তীতে ফেরাউন ও তার দলবল নীলনদ পার হতে গেলে রাস্তাটি ডুবে যায়। এই রাস্তাটিতে মাত্র একবার সূর্যের কিরণ পতিত হয়েছিল। ওই রাস্তাটি আর কখনো বাসবেও না আলো কখনো পড়বেনা।

    তৃতীয় প্রশ্নের উত্তরঃ সেই কবর হলো হযরত ইউনুস আল্লাহ সালামকে গিলে ফেলা মাছটি আর লাশ হলেন হযরত ইউনুস আলাইহিস সাল্লাম।মাছটিও জীবিত ছিল নবীও জীবিত ছিলেন। পরে হযরত ইউনুস আলাইহিস সাল্লাম সেখান থেকে পরিত্রান লাভ করেন।

    চতুর্থ প্রশ্নের উত্তরঃ সেই বন্দীটি হচ্ছে মায়ের গর্ভে থাকা বাচ্চা। মায়ের গর্ভে থাকা শিশুটির কোন প্রকার শ্বাস-প্রশ্বাস নিতে না পারলেও আল্লাহ তাআলার অসীম দয়ায় সুস্থভাবে বেঁচে থাকে আমিরুল মু’মিনীন হযরত ওমর (রা.) তালা আনহু হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর উত্তর শুনে অত্যন্ত আনন্দিত হলেন তাঁর জ্ঞানের গভীরতা প্রশংসা করলেন। আর ইসলামী খেলাফতের মান-মর্যাদা ধূলায় মিশিয়ে দেবে আকাঙ্ক্ষায় আশা পাদ্রীরা এই উত্তর শুনে চমকে গেলো। লজ্জায় তাদের মাথা নত হয়ে এলো। কুরআনের অসমতায় অভিভূত হয়ে তারা সবাই হযরত ওমর (রা.) তালা আনহু এর হাতে ইসলাম কবুল করলেন। শুধুমাত্র এই ঘটনাই নয় ইসলামের শক্তিকে থমকে দেবার জন্য এমন ঘটনা অনেক ঘটেছে। তবে দিনশেষে ইসলামের বিজয় হয়েছে। আলহামদুলিল্লাহ প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা ইয়াহুদীদের পরাজয়ে আপনারা কে কতটুকু আনন্দিত হয়েছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে।

    আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

    The post দুনিয়ার সবচেয়ে কঠিন ৪ টি প্রশ্ন! যে প্রশ্ন করে হযরত ওমর (রা.) কে বিপদে ফেলতে চেয়েছিল ইহুদিরা! appeared first on Trickbd.com.

    Opera mini with VPN. android

    Posted:

    আসসালামুআলাইকুম

    বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?
    আশাকরি সকলে ভালো আছেন । আর ভালো না হলে কেউ ট্রিকবিডি ভিজিট করতে আসে না।
    তো যাই হোক আর কথা না বাড়িয়ে এবার মূল কথায় এগুনো যাক।

    আজকে আমি আপনার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য হাজির হলাম, সেটি হচ্ছে ওপেরামিনি উইথ ভিপিএন। ভিপিএন চেনে না এমন মানুষ মনে হয় বাংলাদেশি নেই। ফ্রী ফায়ার ব্যান্ড হওয়ার পর থেকে এটা একটা কমন অ্যাপস হয়ে গেছে। এখন এটা সবার ফোনেই অ্যাভেলেবল। কিন্তু আজ আমি আপনার সঙ্গে যে অপেরা মিনি উইডথ ভিপিএন নিয়ে কথা বলব সেটা ফ্রি ফায়ার খেলার জন্য না। এটা শুধুমাত্র আপনার ওয়েবসাইটে কাজ করবে। যে ওয়েবসাইটগুলো বাংলাদেশ থেকে ব্লক করা আছে সেগুলো আনব্লক করতে পারবেন। এবং ভিপিএন চালু করলে আপনার ফোনের স্পিড অনেক কমে যায়। এখানে সেটা ভোগ করতে হবে না। এখানে আপনি আপনার ফোনের নেট স্পিড অনেক ভাল পাবেন।

    আমরা অনেকেই অনলাইনে অনেক কাজ করি। যা ভিপিএন ছাড়া করা যায় না। তাদের জন্য আজকের এই অ্যাপসটি। এই ওপরামিনি টা তে ভিপিএন সংযুক্ত করা আছে। তাই যারা অনলাইনে কাজ করে তাদের জন্য সুবিধা অনেক। তাদেরকে আর বাড়তি কোন ভিপিএন অ্যাপ ডাউনলোড করতে হবে না।

     

     

    প্রথমে নিচের লিঙ্ক থেকে অপেরা মিনি টি ডাউনলোড করে নিন।

    https://play.google.com/store/apps/details?id=com.opera.browser
    তারপরে দেখুন সবার নিচের ডান সাইডের থ্রি ডট চিহ্ন আছে।
    ওখানে ক্লিক করুন এবং দেখুন ভিপিএন নামে একটা অপশন আছে। ওখানে ক্লিক করে আপনি কানেক্ট করে নিন।
    এখন ব্রাউজ করে দেখুন ঠিকঠাক কাজ করছে নাকি। হানডেট পার্সেন্ট ঠিক কাজ করবে। কারণ আমি নিজেই ব্যবহার করি।
    তাহলে বন্ধুরা আজ আমি আর কথা বলবো না। আজকে এ পর্যন্তই দেখা হবে আরেকদিন।

    আসসালামু আলাইকুম

     

    The post Opera mini with VPN. android appeared first on Trickbd.com.

    কিভাবে Background কালার এর ভেতর খেলা লেখবেন?এবং ভিন্ন প্রকার Backgroun Color Codes & Others 2 Code

    Posted:

    আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমি আজ কিছু কোড শেয়ার করবো যে কোড কোড গুলো আপনাদের অনেক ধরকার হয়তো।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।

    [hot post]জাভা ইউজাররা নিয়ে নিন মজাদার একটি শিক্ষনিয় ফাইটিং জাভা গেম।

    Posted:

    ট্রিকবিডিতে সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।আমিও অনেক ভালো আছি।আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটি বক্সিং জাভা গেম।

    আমি আগেই টাইটেলে বলেছি যে এই গেমটি একটি মজাদার এবং শিক্ষনিয় ফাইটিং জাভা গেম।।এই গেমটি অনেক ভালো,,কিন্তু ট্রিকবিডিতে দেখলাম এরকম একটি ভালো গেম নিয়ে কেউ পোস্ট করেনি.,তাই পোস্টটি করলাম।আপনারা হয়তো জানেন মানুষ মাত্রই ভুল হয়।আর আমিও একজন মানুষ আমার পোষ্টে যদি কোন ভুল ক্রুটি হয়।তাহলে কমেন্টে গালা গালি না করে ভুলটা ধরিয়ে দিবেন।

    গেমটি সম্পর্কে: গেমটিতে আমার কাছে যে জিনিসটি সবচেয়ে ভালো লেগেছে তা হল এই গেমটির ইংরেজি শব্দগুলো,,,কারন এখানে আমরা খেলার পাশাপাশি যারা ইংরেজী বানানে দুর্বল তারা এই ইংরেজী বানানগুলো দেখে দক্ষ হতে পারব।এখানে আপনাকে শত্রুকে আঘাত করতে হলে ইংরেজী বানানগুলো সঠিকভাবে টাইপ করতে হবে।যেটা কিনা খুবই মজাদার।

    *তো অনেক কথা বললাম এবার গেমটির বিস্তারিত দেখে নেওয়া জাক *

    গেম ডিসক্রিপশন:-



    Game Name: Txt Fighter

    Game Size: 460 Kb

    Game Version: 0.8.9

    Game Type: .jar

    Game Vendor: Connect2Media

    Game ScreenSize: 240*320

    গেমটির Description তো দেখে নিলেন।এখন চলুন গেমটির কয়েকটি Screenshot দেখে নেয়া যাক।




















    যেভাবে খেলবেন:খেলা শুরু হওয়ার আগে আপনাকে কিছু দিকনির্দেশনা দিবে.. এগুলো আপনাকে ঠিকভাবে মানতে হবে।এই খেলাটির মেইন বিষয় হল ইংরেজী বানান।খেলা শুরু হলে আপনার সামনে দুটি ইংরেজী শব্দ আসবে।এই দুটি শব্দের মধ্যে আপনাকে একটি শব্দের বানান সঠিকভাবে করতে হবে।যখনি আপনি অক্ষরগুলো টাইপ করবেন তখনি একটি করে অক্ষর সাদা হবে।আর বানান সম্পর্ন হলে আপনি শত্রুকে আঘাত করতে পারবেন।এভাবে পরপর আপনার কাছে ইংরেজী শব্দগুলো আসবে এবং আপনাকে এগুলো সঠিকভাবে টাইপ করে মারতে হবে।আর এর জন্য আপনাকে সময় দেয়া হবে,, সেই সময়ের মধ্যেই আপনাকে সবকিছু করতে হবে।

    আশা করি গেমটি আপনাদের ভালোই লেগেছে।তো আপনারা গেমটি খেলতে থাকুন।গেমটিতে অনেক লেভেল আছে।গেমটি একটি ফাইটিং গেম এবং অনেক মজার গেম।তাই ভাবলাম আপনাদের সাথেও গেমটা শেয়ার করি। তাহলে গেমটা ডাউনলোড করে খেলতে থাকুন।নিচে ডাউনলোড লিঙ্ক দেয়া হল:-

    Download Game

    আজকে এই পর্যন্তই।দেখা হচ্ছে পরবর্তী পোস্টে।ততক্ষন পর্যন্ত ভালো থাকুন… সুস্থ থাকুন… ট্রিকবিডির সাথেই থাকুন।ধন্যবাদ।

    The post [hot post]জাভা ইউজাররা নিয়ে নিন মজাদার একটি শিক্ষনিয় ফাইটিং জাভা গেম। appeared first on Trickbd.com.

    উপায়ে ১৭ টাকা রিচার্জ এ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক! শর্ত প্রযোজ্য

    Posted:

    আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি বাসি।

    কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।

    আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

    হঠাৎ কিছুদিন ধরে একটু সাময়িক ব্যস্ততার জন্য কোন পোস্ট করতে পারেনি এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

    তো বেশি কথা না বলে পোস্ট শুরু করতে চাই।

    আপনারা সকলেই জানেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে থাকে।

    এগুলোর মধ্যে উপায় অন্যতম একটি।

    উপায় ক্যাশ আউট চার্জ কম।

    আবার উপায়ের ব্ল্যাক চেইন প্রযুক্তি থাকায়,

    টাকাপয়সা হারানোর কোন চিন্তা নাই।

    তাই বর্তমান সময়ে উপায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করছে।

    উপায় তার গ্রাহকসেবা কে আকৃষ্ট করার জন্য,

    প্রত্যেকদিন নতুন সব অফার নিয়ে আসছে,

    তাই এই স্বাধীনতার মাসে,

    17 টাকা রিচার্জ করলে পাচ্ছেন 17 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

    অফারটি কিছু নির্দিষ্ট গ্রাহকের জন্য প্রযোজ্য।

    সকলে পাবেন না, যাদের ফোনে এরকম এসএমএস এসেছে শুধুমাত্র তারাই এই অফারটি পেতে পারেন

    দেরি না করে এখনি যারা এসএমএস পেয়েছেন তারা অফারটি নিয়ে নিন।

    সীমিত সময়ের জন্য অফারটি প্রযোজ্য

    সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রিকবিডির সঙ্গেই থাকবেন ।

    আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন পোস্ট নিয়ে।

    The post উপায়ে ১৭ টাকা রিচার্জ এ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক! শর্ত প্রযোজ্য appeared first on Trickbd.com.

    বিকাশ থেকে নিয়ে নিন 15 টাকা রিচার্জ এ 10 taka ক্যাশব্যাক। অফারটি সকলে পাবেন।

    Posted:

    Hello trickbd users!

    আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো বরাবরের মত আজকে আরেকটা নতুন পোস্ট নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে।

     

    দেশীয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ সকলের কাছেই পরিচিত। তারা তাদের প্রচারণার স্বার্থে সবসময় নতুন নতুন অফার দেওয়ার চেষ্টা করে। তো আজকে হাজির হয়েছি বিকাশ এরই একটা নতুন অফার নিয়ে।

     

    বিকাশ এর এই অফার এ যেকোনো বিকাশ ব্যাবহার কারি বিকাশ অ্যাপ থেকে নিজ নম্বর এ 15 টাকা রিচার্জ করলেই পাবেন 10 taka Cashback। Cashback পরবর্তী কার্যদিবস এর মধ্যে পাবেন। এমন বলা হলেও অনেকে এর আগেই পাচ্ছেন। অফারটি শুধু মাত্র একজন বিকাশ গ্রাহক তার নম্বর এ একবারই নিতে পারবেন।

     

    বিস্তারিত প্রুফ লাইভ চ্যাট এর –

     

    অফারটি আজকে 17/03/2022 থেকে 19/03/2022

    পর্যন্ত কার্যকর থাকবে। আশা করি আপনারা সবাই নিতে পারবেন।

    তো আজকের পোস্ট এইখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা অফারটি পাবেন তারা অবশ্যই কমেন্ট এ জানাবেন এবং এই পোস্ট টি আপনার বন্ধুদের মাঝে share করবেন। ধন্যবাদ।

     

    The post বিকাশ থেকে নিয়ে নিন 15 টাকা রিচার্জ এ 10 taka ক্যাশব্যাক। অফারটি সকলে পাবেন। appeared first on Trickbd.com.

    Envato Elements ডাউনলোড [পর্ব 23]

    Posted:

    Envato Elements ডাউনলোড সিরিজের আজকে 22 তম পর্ব। Envato Elements ডাউনলোড পর্ব চলবে আনলিমিটেড পর্ব পর্যন্ত । সুতরাং চিন্তা না করে ডাউনলোড করতে থাকুন আর শেয়ার করতে থাকুন । তাহলে চলুন শুর করা যাক। তার আগে জেনে নেওয়া যাক

    Envato Elements কি?

    Envato Elements হলো জনপ্রিয় একটি Tools শেয়ারিং সাইট । যেখানে Content Creator/Graphics Designer দের জন্য প্রয়োজনীয় Copyright Free Photos, Stock Videos, Music, Graphics Template সহ অন্যান্য সব টুলসের ভান্ডার রয়েছে ।

    কিন্তু এটা প্রিমিয়াম ওয়েব সাইট তাই Subscription কিনে ইউজ করা লাগে। তাই অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও ইউজ করতে পারেন না। যারা গত পর্ব মিস করেছেন তারা নিম্নের লিংক থেকে দেখে নিতে পারেন।

    গতপর্বঃ

    Envato Elements ডাউনলোড [পর্ব 22]

    1. Acrony Software and Saas Theme

    Version: 2.0.0

    • Update DEMO CONTENT Importer.
    • Fixed Issues about demo content missing.
    • Style fixing.
    • WordPress version compatability.
    • Update Required Plugins.
    • Improve Performance.
    • Remove Unwanted Plugins & Extensions.

    OVERVIEW

    Acrony is a Responsive WordPress Theme based on Bootstrap. It's easy to use and navigate as well. Compatible with Desktop, Laptop, tablet, mobile or any device. Acrony is a simple and clean design, will give your business / Marketing professional looks. Smooth TRANSITION and Effect increase the beauty of your site. It's good for Any Marketing Company, Business, Agency, blog even for a personal portfolio.

    FEATURES :

    • WordPress 4.9.x compatible
    • Homepage 4 Options
    • KingComposer Page Builder
    • 600+ Google Fonts included
    • Unique and Creative Design
    • Cross Browser Compatible
    • Free Icon Fonts
    • Easy Theme options
    • Well Commented Code
    • W3C 100% Valid Code
    • One Click Demo Importer Easiest and fastest way to build your website
    • Top Notch Support
    • Ipad and Iphone friendly
    • Online Documentation

    FILE INCLUDED :

    • HTML Files
    • Supporting CSS, JS files
    • Documentation in HTML

    2. WoodMart – Multipurpose WooCommerce Theme

    WoodMart WooCommerce WordPress Theme

    WoodMart is a premium theme optimized for creating WooCommerce online stores that provide a super-fast interface for the ultimate user experience

    Compatible with the latest version of WordPress 5.8+ and WooCommerce 6+

    Business, Marketplace, Retail

    "If you build it, they will come"

    'WoodMart' is a premium WordPress theme​ designed from the ground up for building supreme WooCommerce online stores​ of any kind. Focussed on user experience​ first WoodMart uses a powerful AJAX tech​ to give users a very fast and seamless online shopping interface​ without the need to constantly refresh pages.

    Build any kind of online store ​you can imagine and start earning that passive revenue stream​ you have been thinking about with 'WoodMart' for WordPress​ and never look back.

    All-In-One eCommerce Solution

    WoodMart WooCommerce theme doesn't require tons of plugins to run your online store. The most important features come out of the box and you don't need to purchase anything extra. Wishlist, compare, product swatches, AJAX filters, built-in slider and other features will save you from installing at least 10-20 unnecessary plugins. Use our quick setup wizard and run your online store in a few clicks.

    Theme Settings Panel

    With a powerful Theme Settings Panel ​that allows you to change a plethora of Theme Settings with a single click​, you don't need any coding experience​. Without the need for multiple plugins to power it WoodMart is smart, lean and fast,​ so you can get on with business. The Theme Settings panel gives you a graphical interface to make simple changes quickly and easily.

    Fully Customizable

    Everything has been tweaked and developed to respond to your customization requests​ with a minimum of fuss so what you are left with is a highly customizable website that can adapt to your change requests​ easily and quickly.

    Change up your fonts, update your colour palette ​to meet your brand guidelines​, update your swatches to show multiple product variations​ – it's all accessible from the familiarity of the intuitive WordPress dashboard​.

    Optimized for Google Page Speed

    Website performance is one of the key factors for Google rankings starting from 2021. With the WoodMart WordPress theme, you don't need to fight with slow websites anymore. We spent hundreds of hours experiencing and implementing the best practice techniques in speed optimization and performance field. WoodMart has a unique mechanism to load CSS and JS files only on pages where they are needed. And it will reduce the total page size by 2-3 times compared to other WordPress themes.

    Responsive Design

    Of course WoodMart features a completely responsive design​ that manipulates itself​ to best suit the device it is being viewed on. This means you can carry on with the best part like listing items for sale​creating a killer shop​ and leaving the technical stuff up to the developers.

    We guarantee that your website will display fluidly across every device​ type you can think of without any extra effort on your part – laptops, PCs, smartphones​ and tablets​ – have been carefully thought out and included in this smart website theme design​.

    Retina Ready

    We've also made sure that your new website​ will display with the highest possible pixel density​ as per users device. If that happens to be a retina ready device​ then that display will light up with colors that are simply out of this world.

    Make the most of your photography with this retina ready theme for WordPress​, you won't regret it.

    SEO Optimization

    SEO is like the hottest buzzword​ of the decade but put simply it means that your website needs to be coded a certain way so that Search Engines like Google and Bing​ can find the right stuff it needs to, to rank your page correctly​.

    This means clean code​, well designed, and support for almost all popular SEO plugins that give you more control over use of the right metadata​ in the right place, and being free of bloat​.

    Powerful AJAX

    AJAX​ or Asynchronous Javascript and XML​, is a group of techniques used in web development which allows a web page to communicate with a server without reloading the page. This is best witnessed when searching through products. You know you haven't got an AJAX powered site​ when every category change or product swatch update you make the whole page flickers and reloads.

    Not with WoodMart. Using the best tech available we have gotten away from that problem with galleries of products of any kind with stacks of possible types and kinds that simply update as you select them. It provides your customers with the kind of experience you'd expect in a leading marketplace online today​. Live up to their expectations with WoodMart for WordPress​ – simple.

    Over 70 Demo Websites. 370 Premade Sections

    great website​ should have a nice supply of demo layouts to get you started and we recognized this from the outset and went out hard from the gate with over 70 stunning layouts for you to choose from. You can use our theme for any kind of store including furniturefashion, clothing, electronics, watches, glasses, sport, shoes, jewellery, cosmetics and a lot of others. Our theme is also suitable for corporate and magazine websites and you can use it without WooCommerce.

    With our extensive templates library for Elementor and WPBakery you can prototype your pages blazing fast. Take sections from different demos and pages and combine them in new creative and eye-catching pages. Don't waste your time configuring everything from scratch. Just import a few sections and write your texts. You can find sections for any needs and in tons of different styles.

    Advanced Variable Products

    Being able to apply multiple product variables and swatches to products​ in your store is a must. WoodMart is optimized by allowing you to have one listing but show many colours​ for instances, or a certain product that has multiple sizes, types, styles, purposes.

    This gives your shop so much more depth​ with every product being able to have multiple attributes and variations​, and as soon as they are added to your Cart they appear, no page reloads, no refresh necessary. Once you've tried it there's no looking back.

    Drag & Drop Header Builder!

    A great user experience often starts with an awesome header design, and as silly as that may sound to some it is often overlooked. With the next iteration of WoodMart we release a powerful 'Drag & Drop' header builder that gives you complete control over designing your headers. Drag blocks into place, label them, update background images, colours, borders, padding you name it. All with a simple GUI that anyone can use to build something really unique.

    3. Crate – Minimalist WordPress Theme

    Minimalist WordPress Theme crafted and built with passion from our team, if you're looking for a clean and simple minimalist theme, Crate is the right choice for you.

    Feature list

    • Live Customizer
    • Translatable ready, po-mo files included
    • One click demo importer
    • Portfolio with fancybox gallery
    • Fully Responsive
    • Retina Ready
    • SEO optimized
    • Valid HTML5 / CSS3
    • Theme Options
      • General
      • Header
      • Footer
      • Style
      • Portfolio
      • Portfolio Item
      • Blog
    • Grid Blog Supports
    • Portfolio 2-3-4 Columns
    • Alternative Portfolio Style
    • Masonry Portfolio
    • About Me Page
    • Mobile Menu
    • Sidebar widgets
    • Made with debug mode on
    • Demo Files Included (XML)
    • Blog with sidebar
    • 404 Page
    • Contact Form 7
    • Advanced Custom Fields
    • WordPress 3.9+ Ready
    • Amazing Documentation
    • Excellent Customer Support
    • And much more…

    4. Kera – Fashion Elementor WooCommerce Theme

    Kera – Fashion Elementor WooCommerce Theme

    Kera rocks a handy mobile menu that will take your shoppers to their desired product effortlessly. In total, you receive a whopping three hundred pages and get to benefit from the one-click demo content import. Enjoy the multiple contents now and have an eCommerce page up in close to no time.

    FEATURES:

    • 2+ Unique & Beautiful Home Pages Design
    • WordPress 5.8+ Ready
    • WooCommerce 6.1 Ready
    • Revolution Slider 6.5 Ready
    • Compatible with Elementor
    • WOOF – WooCommerce Products Filter 2.1.x Ready
    • Font Awesome Version 5 Ready
    • Font Simple Line Icons Ready
    • One Click Demo Installation
    • Catalog mode
    • Modern minimalist design
    • Optimize design for mobile
    • Mega main menu
    • Vertical Menu
    • Custom CSS & JS in Theme Settings
    • Products carousel, latest posts carousel
    • Grid view and list view for shop page
    • Product Quick View supported
    • Search Product AJAX supported
    • Product Wishlist supported
    • Product Compare supported
    • Instagram Element supported
    • MailChimp For WordPress supported
    • Powered by Redux framework
    • Social icon links
    • Error 404 page included
    • Flexible Theme Options
    • High Speed & Performance
    • Customized for Online Store
    • SEO Optimized
    • RTL Language Support
    • Cross Browser Compatible
    • Free Lifetime Updates
    • Compatible with PHP 8

    5. Omnivus – IT Solutions & Services WordPress Theme

    Omnivus – IT Solutions & Services WordPress Theme

    OVERVIEW

    Omnivus – IT Solutions and Services Company WordPress Theme which is perfectly suitable for the Agency, Marketing, Consulting, start-up, IT Solutions, and Services Company related to any business website. This eye-catching template is looking gorgeous for its clean and smooth design. This theme is easily customizable, fully responsive and support all modern browser and device. Build your own website with our awesome Omnivus – IT Solutions and Services Company WordPress Theme.

    FEATURES :

    • Font Awesome (5.x.x) Latest
    • Fully Responsive Bootstrap Based (3.x) Latest
    • Clean, Modern & Beautiful Design
    • Clean and unique design
    • 4 Unique Homepage
    • 5 Unique Header Style
    • 3 Footer Style
    • 4 Footer Copyright Style
    • Google Fonts
    • 100% Valid Code
    • Elementor Page Builder
    • Unlimited customization
    • Contact From 7
    • 3000+ Font Icon
    • One Click Demo Import
    • MailChimp Intigrated
    • Unlimited Adddon Style
    • Lifetime Support
    • Powerful Options Panel
    • Responsive Design
    • Drag and Drop Page Builder
    • Professional Support
    • Well Documented
    • Very Smooth Transition Effects
    • Super Easy To Customize
    • Extensive Documentation
    • Ipad and Iphone friendly

    FILE INCLUDED :

    • WordPress Theme Files
    • Dummy Content
    • Online Documentation Link

    6. Londres – Stylish Multi-Concept WordPress Theme

    All-In-One Theme packaged with premium plugins, unlimited customizability built-in mega menu, full WooCommerce design integration, unique portfolios styles, robust admin, Visual Page Builder, 17 pre-made layouts and much more!

    Theme Features

    • One Click Demo Import
    • Tons of Pre-Designed Pages Available
    • Ready for WordPress 5.8+ Tested and Approved
    • Revolution Slider Included (Save 29$)
    • WP Bakery Page Builder Included (Save 64$)
    • Ultimate VC Addons Included (Save 26$)
    • Cube Portfolio Included (Save 19$)
    • 100% Responsive Layout
    • Retina Ready
    • Tons of Header / Menu Options
    • Sticky Nav
    • Mega Menu Built In
    • WooCommerce compatible
    • Unlimited Colors & Styles
    • Advanced Footer Options
    • Clean & Modern Design
    • Multiple Premium Slider Options
    • Built with HTML5 & CSS3
    • Compatible with Many Popular Plugins
    • Cross-Browser Compatibility FireFox, Safari, Chrome, Edge, IE10, IE11
    • Child Theme Compatible – includes basic child theme!
    • Advanced Customization / Theme Options
    • One Click Import/Export theme options
    • Multiple Blog Designs
    • Advanced Blog Options
    • Advanced Search Options with AJAX Results!
    • Multi-Lingual / RTL Ready
    • Multiple Portfolio Designs
    • 10 Built-in Custom Widgets
    • Photo gallery with pop-up and full screen support
    • Popular Plugin Design Integration
    • WPML Ready
    • Translation ready with po/mo files
    • Google Web Fonts, System
    • Integrated Font Awesome icons
    • Built-in Social Feeds
    • SEO Optimized
    • Unlimited Sidebars, Left / Right
    • Custom Page / Post Options
    • Google Page Speed Optimized
    • Advanced Typography Options
    • Excellent Customer Support
    • Frequent updates with new features
    • Google Map Integrated
    • Mail-Chimp Newsletter Integrated
    • Twitter Integrated
    • Support videos from any major services (YouTube, Vimeo)
    • Support audio from any major services (SoundCloud)

    7. Shane – Personal Portfolio Template

    Shane – Personal Portfolio HTML Template is for many purpose. It's creative, minimal and clean design. It has all of the features of the business website. It's suitable for any startup business, companies, agencies, and freelancers which need a professional way to showcase their projects and services with 100% super responsive experience.

    Full Features

    • – Fully Responsive HTML5
    • – CSS3 Animations
    • – SEO optimized
    • – Mobile Navigations
    • – Fully Responsive to all devices
    • – Developer Friendly Coding
    • – Sticky Navigation
    • – Very Well Documented
    • – Free Updates

    Editing Template

    In order to edit the file, you need to have Code Writer program installed on your system. Just open files in code writer and edit them.

    8. Brayn – Creative Portfolio Elementor WordPress Theme

    Brayn is a WordPress Theme for Creative, Agency, or Artist who want to showcase their work in professional way. Brayn comes with "Ajax like" transitions, custom skins and many more. Build your content beautifully with Elementor visual page builder.

    Features

    • WordPress 5+
    • Elementor visual page builder
    • 11 custom elementor widget, +4 custom Entrance Animation
    • One click demo import
    • "Ajax Like" page transitions, could be enabled/disabled in customizer setting
    • Easy turn off/on some sections of the site
    • Responsive
    • Elementor: Masonry gallery
    • Elementor: Metro gallery
    • Elementor: Image Slide gallery
    • Custom skin, change the color as you want!
    • Font and Typography settings
    • Blog archive 4 listing style
      1. Column
      2. Column minimal
      3. Staggered
      4. Classic
    • Customizer api
    • Compatible with contact form 7 plugin
    • .pot file included for translation
    • Documentation

    9. The Next Mag

    The Next Mag is an indispensable news & magazine template with a clean, modern design suitable for everyone who wants to share their stories about today's ever-changing technology, the latest breaking news or the hottest products.

    Check out all the demos to pick out the one that suits you best or build one by yourself. This is what The Next Mag is all about: the best news and magazine template for you to start sharing your stories today!

    Full Theme Features:

    • Powerful by BKNinja Composer Plugin: Build homepage content by select, drag & drop modules into the sections. The theme supports a lot of modules in each sections and can be combined. So, the layout you can create is unlimited.
    • Various of beautifully designed demos that can be easily imported within 1 Click
    • Compatible with the Latest WordPress version
    • Mega Menu: Displays posts in a category menu item beautifully with the Mega Menu option.
    • Ajax Load Posts: Load the next posts without reloading the whole page. Keep your readers read more and more!
    • Ajax Login + Social Login: Keep your reader login without redirect to the wordpress login page
    • Sticky Sidebar
    • Fully Responsive: The theme displays great on all screen size. Also has an option to hide sidebar when in responsive layout.
    • SEO Optimized: Rich snippet for post and reviews, also support Google Authorship.
    • Multiple Blog Layouts
    • Integrated Review System: Easy to add review to a post with summary (can include Pros and Cons list).
    • Google Web Fonts
    • Custom Color: Choose any color scheme you want for your site. It's unlimited
    • Powerful Theme Options: Powerful yet easy to use Theme Options.
    • Translation Ready: The theme comes with .pot file so you can translate it into any language you want.
    • Advanced Post Options: Post options are individual per post meaning they only affect the post you set them on. They will override theme options which allows you to have a unique post outside of your global settings.
    • Post Layout: There are 17 Post Layouts that you can select for your Post.
    • Post format: Standard, Gallery, Video
    • Gallery Format
    • Video Format: Youtube, Vimeo video
    • Post Review Options
    • Related Post Section and Same Category Section: Supports various layouts for each section that can be selected for an individual post
    • Sidebar can be selected for each Post
    • Customizable Header: The theme has included 9 Header Types. There are a lot of options that you can easy to create an unique Header for your purpose.
    • Sticky Header: Sticky Header can be turn on/off
    • Sidebar: Unlimited sidebar with the intergrated Custom Sidebar Generator. You can choose a specific sidebar for each WordPress default templates:Category, Tag, Author, Index, Search, etc. You can also choose between 2 locations for sidebar (left or right).
    • Advanced Categories Options
      • 13 Layout for the Featured Area
      • 14 category layouts, options are individual per category meaning they only affect the category you set them on. This option will be added more in the future update
      • Pagination: there are 3 paginations supported: Ajax Load More, Ajax Pagination and the default WordPress Pagination
      • Sidebar:
        1. Sidebar: Sidebar can be selected for the category page
        2. Sidebar Position: You can switch the sidebar postion to be left or right
        3. Sticky Sidebar: Can be enabled/disabled
      • Category Color: Unlimited Color for the category
      • Featured Image
    • Logo And Favicon Upload
    • Cross-browser Compatible: Chrome, Safari, Firefox, Internet Explorer 9+.
    • Built-in Related Posts and Same Category Posts.
    • Built-in Social Sharing
    • Well documentation.
    • And Much More…

    10. TMusers – bbPress Forum Member Directory For Elementor

    bbPress is the most popular WordPress forum plugin. Unfortunately, there is no built-in member directory on bbPress. TMusers allow you to create beautiful member directories in a few clicks. You can also create single-member cards to use anywhere you want.

    4 Custom Elementor Widget: TMusers comes with 4 fully customizable Elementor Widget; V-Card, H-Card, T-Card, User table.

    Fully Customizable: Play with the rich set of customization options to create unique directories which fit perfectly to your site design.

    Grid Layouts: Pure CSS responsive grid layouts are fast and don't cause javascript compatibility issues with 3rd party plugins.

    Custom Meta Field Support: You can add custom user meta fields which are added by 3rd party plugins to V-Card and User Table widgets. You can also enable/disable any profile field you want.

    Exclude/Include Members: You can exclude specific users from the directory or include users to the directory individually.

    User Friendly: Search box, Pagination, Sorting… Your users will be able to find what they are looking for with ease.

    Custom Role Names: You can edit bbPress role names from plugin settings.

    Custom Avatars: The plugin is compatible with the Basic User Avatars plugin. The plugin allows the members to upload custom avatars.

    এগুলোই ছিলো আজকের মত। আরো অনেক থিম আছে, ইউটিউব অপেনার্স আছে, ইন্ট্রো আছে, আরো অনেক কিছু আছে । আগামীতে আপনার কোনটা লাগবে কমেন্টস করতে পারেন আমি আপলোড করে দেবো ।

    ধন্যবাদ সবাই, আজকের মত বিদায় । আল্লাহ্‌ হাফেজ ।

    Don't forget to connect with me with all of my social media:

    Facebook

    Instagram

    Twitter

    লিখেছেনঃ MH Mamun

    The post Envato Elements ডাউনলোড [পর্ব 23] appeared first on Trickbd.com.

    ওয়েবসাইট বা ব্লগ থেকে ইনকাম করার কয়েকটি উপায় সম্পর্কে জেনে নিন

    Posted:

    অনেকেরই ওয়েবসাইট বা ব্লগ রয়েছে। কেমন হয় যদি সেই ওয়েবসাইট বা ব্লগ থেকে প্রতি মাসে ভালো একটা ইনকাম আপনার পকেটে আসে। আপনার ওয়েবসাইটটি যদি ভালোভাবে এসইও করা থাকে এবং রেংকিংয়ে থাকে, তাহলে আপনি প্রতিমাসে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা ইনকাম করা কোন ব্যাপার না।

    এরকম অনেক ওয়েবসাইটের মালিক আছে যারা প্রতিমাসে এর থেকেও বেশি ইনকাম করতেছে। তাহলে চলুন জেনে আসি কিভাবে একটি ওয়েবসাইট বা ব্লগ থেকে ইনকাম করা যায়…

    • এডভার্টাইজিং এর মাধ্যমে:
    আপনার ওয়েবসাইটে যদি কোন ধরনের কপিরাইট কনটেন্ট না থাকে, সেক্ষেত্রে আপনি গুগল এডসেন্সের এডভেটাইজ ব্যবহার করে প্রতিমাসে ভালো ইনকাম করতে পারবেন।

    এই ক্ষেত্রে অবশ্যই আপনার ওয়েবসাইটে ভালো পরিমান ভিজিটর থাকতে হবে। আপনার ওয়েবসাইটের ভিজিটর না থাকলে আপনার কোন ইনকামই হবে না। আপনার ওয়েবসাইটে যদি ১৫ থেকে ২০ টা আর্টিকেল থাকে, তাহলেই আপনি এডসেন্স এর জন্য এপ্লাই করতে পারবেন।

    • অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে:
    পৃথিবীর যত বড় বড় ওয়েবসাইটের আছে, তাদের বেশিরভাগই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করে। আপনার ওয়েবসাইট যে ক্যাটাগরির, সে ক্যাটেগরির পণ্য আপনি আপনার ওয়েবসাইটে মার্কেটিং করবেন। যদি আপনার লিঙ্ক থেকে কেউ ওই পণ্য কিনে তাহলে আপনার অ্যাফিলিয়েট একাউন্টে কমিশন যুক্ত হবে।

    আপনি চাইলে ফিজিক্যাল (পোশাক, ইলেকট্রনিক্স ইত্যাদি) ও ডিজিটাল (ডোমেইন, হোস্টিং ইত্যাদি) দুই ধরনের প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। তবে একটু মেনু হোস্টিং ওয়েবসাইটগুলো সবচেয়ে বেশি কমিশন দিয়ে থাকে (৫০% পর্যন্ত)।

    আপনি চাইলে আলাদা একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন, যেটার মধ্যে শুধুমাত্র অ্যাফিলিয়েট প্রডাক্টগুলো থাকবে।

    • ওয়েবসাইটে নিজেদের এডভেটাইজের অংশে:
    অনেক সময় গুগল এডসেন্সের অ্যাপ্রভাল পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটের একটা অংশ নিজেদের এডভেটাইজ দেওয়ার জন্য রাখতে পারেন।

    সেই অংশে আপনি বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে, সেই কোম্পানির বিভিন্ন পণ্যের এডভেটাইজ করতে পারেন। এতে করে কিন্তু গুগল এডসেন্স এর তুলনায় সেখান থেকে ভালো একটা ইনকাম আসবে।

    আপনাদের নিজেদের যদি কোন প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে সেটার এডভেটাইজ ও আপনি এই জায়গায় করতে পারবেন।

    • স্পনসর্ড আর্টিকেল:
    আপনার ওয়েবসাইটটি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির কোম্পানিগুলো আপনাকে তাদের প্রোডাক্টের এক বা একাধিক আর্টিকেল আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে বলবে। এবং এর বিনিময়ে আপনাকে ভালো পরিমাণ রেভিনিউ দিবে।

    তবে উল্টাপাল্টা কোন পণ্যের এডভেটাইজ করতে যাবেন না, এতে কিন্তু আপনার ওয়েবসাইটের ভিজিটর কমে যেতে পারে।

    • পেইড রিভিউ:
    আপনার ওয়েবসাইটটি যদি ভালো রেংকিং করে, তাহলে অনেক কোম্পানি আছে যারা তাদের প্রোডাক্টের রিভিউ আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে বলবে। তার বিনিময়ে তারা আপনাকে টাকা দিতে।

    চেষ্টা করবেন আপনার ওয়েবসাইটের ক্যাটাগরির সাথে মিলিয়ে পণ্যের রিভিউ দেওয়ার জন্য।

    • ডিজিটাল পণ্যের ওয়েবসাইট:
    আপনি চাইলে ডিজিটাল পণ্য (যেমন: ডোমেইন ও হোস্টিং) নিয়ে আলাদা একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। এবং সেগুলো বিক্রি করে প্রতিমাসে ভালো ইনকাম করতে পারবেন।

    তবে এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাকে অবশ্যই ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। এবং আপনার কাস্টমারদের ২৪ ঘন্টা সাপোর্ট দিতে হবে।

    • ই-বুক বিক্রি করে:
    অনেক লেখকের আছে এবং পাবলিকেশন কোম্পানি আছে যারা তাদের বইগুলো ই-বুক আকারে পাবলিশ করে। আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে তাদের বইগুলো যদি বিক্রি করে দেযন, সেক্ষেত্রে তারা আপনাকে ভালো পরিমাণ কমিশন দেবে।

    • অনলাইন কোর্স বিক্রি:
    বর্তমান যুগ অনলাইন যুগ, এখন আর মানুষ অফলাইনে কোর্স করতে চায়না। বর্তমানে বেশিরভাগ মানুষই অনলাইনে তাদের প্রফেশনাল কোর্স গুলো করতে চায়। তাই আপনি যদি কোন বিষয়ে দক্ষ হন, তাহলে নিজেই ভিডিও তৈরি করে বা আর্টিকেল লিখে সে কোর্সগুলো বিক্রি করতে পারেন।

    অথবা আপনি কোন ব্যক্তি থেকে কোর্স কিনে সেগুলো আবার পুনরায় বিক্রি করতে পারবেন। তবে সেই ব্যক্তি থেকে অবশ্যই অনুমতি নিয়ে নিবেন।

    • ই-কমার্স ওয়েবসাইট এর মাধ্যমে:
    আপনার যদি ই-কমার্স বা অনলাইন শপিং বিষয়ে ধারনা থাকে, সেক্ষেত্রে আপনি নিজের একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন। এবং সেখান থেকে পণ্য বিক্রি করে ভালো পরিমাণে আয় করতে পারবেন।

    • গ্রাফিক্স এবং ইমেজ বিক্রি:
    আপনার কাছে যদি ভালোভালো ভিডিও ইমেজ থাকে তাহলে সেগুলো বিক্রি করেও ইনকাম করতে পারবেন।

    তবে এর জন্য আলাদা একটি ওয়েবসাইট তৈরি করাই ভালো।

    • ওয়েবসাইট ট্রাফিক বিক্রি:
    বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটের জন্য আপনার থেকে আপনার ভিজিটরদের ধার নিতে পারে। মানে হচ্ছে আপনার আর্টিকেল এর মধ্যে কোন এক জায়গায় সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের কোন একটি প্রমোশন লিংক প্রোভাইড করে দেওয়া, যেটাকে আমরা ব্যাকলিংক বলি।

    এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তবে আপনার ওয়েবসাইটে অবশ্যই ভিজিটর থাকতে হবে।

    পরিশেষে, আপনি যে ক্যাটাগরির ওয়েব সাইট তৈরি করুন না কেন, আপনার ওয়েবসাইটে অবশ্যই ভাল কনটেন্ট লিখুন। এবং আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসুন। তা না হলে উপরের ইনকাম করার কোন একটি অপশন ই আপনার কাজে আসবেনা।

    সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

     

    অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশ

    আমার ফেসবুক প্রোফাইল

    The post ওয়েবসাইট বা ব্লগ থেকে ইনকাম করার কয়েকটি উপায় সম্পর্কে জেনে নিন appeared first on Trickbd.com.

    ইউটিউব থেকে আয় করার কয়েকটি পদ্ধতি সম্পর্কে জেনে নিন

    Posted:

    আমাদের মধ্যে অনেকেরই ইউটিউব চ্যানেল আছে। অনেকেই অনেক ভাল ভাল কনটেন্ট ইউটিউব এর জন্য তৈরি করেন। ইউটিউব কিন্তু আপনার নিজের ক্যারিয়ারের একটি অংশ হতে পারে।

    ইউটিউব থেকে কিন্তু আপনি কয়েকটি অনেক ভাল আয় করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে জেনে আসি…

    • গুগল এডসেন্স মনিটাইজেশন:
    আপনার ইউটিউব চ্যানেলের যদি ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম হয়, তাহলে আপনি ইউটিউব এর মনিটাইজেশন সিস্টেমের জন্য আবেদন করতে পারবেন।

    আপনার চ্যানেলে যদি মানসম্মত ভিডিও থাকে এবং ইউটিউব কমিউনিটি গাইডলাইন এবং কপিরাইট স্ট্রাইক না থাকে, তাহলে আপনি এডসেন্স দ্বারা আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন।

    আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হলে, আপনার চ্যানেলের ভিডিওতে গুগল অ্যাডসেন্স দ্বারা এড সরবরাহ করা হবে এবং তার বিনিময়ে আপনাকে গুগল আপনাকে টাকা দিবে।

    • অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে:
    আপনার চ্যানেলের যদি ভিউয়ার থাকে এবং যথেষ্ট সাবস্ক্রাইব থাকে, তাহলে আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেও ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন।

    আপনি যদি আপনার চ্যানেলে বিভিন্ন প্রোডাক্ট এর রিভিউ দেন। এবং সেই প্রোডাক্ট এর অ্যাফিলিয়েট লিংক ডিসক্রিপশন এ দিলে, সেখান থেকে যদি কেউ সেই প্রোডাক্টটা কিনে তাহলে আপনার অ্যাফিলিয়েট একাউন্টে টাকা জমা হবে। এভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেও ইউটিউব চ্যানেল থেকে অনেক আয় করতে পারবেন।

    তবে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন এ অবশ্যই প্রোডাক্ট এর সরাসরি লিংক দিবেন। উল্টাপাল্টা কোন লিংক দেবেন না, তাহলে কিন্তু চ্যানেল সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে।

    • সুপার চ্যাটের মাধ্যমে:
    আপনার যদি গেমিং চ্যানেল হয়, সেক্ষেত্রে আপনি ইউটিউব এর সুপার চ্যাট অপশনটি ব্যবহার করে, আপনার সাবস্ক্রাইবারদের থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন।

    • নিজের পণ্য বিক্রি করে:
    আপনার যদি কোন দোকান বা প্রোডাক্ট থাকে, তাহলে সেটার রিভিউ দিয়েও আপনি ইউটিউব এর মাধ্যমে আয় করতে পারবেন।

    কারণ ইউটিউবে বর্তমানে রিভিউ চ্যানেল গুলো অনেক ভালো চলতেছে। সেই সাথে যেহেতু এটা আপনার প্রোডাক্ট, তাই আপনার প্রোডাক্ট বিক্রি হলেও আপনার লাভ হবে।

    • লাইসেন্স বিক্রি করে:
    আপনার ভিডিও এর লাইসেন্স যদি অন্য কেউ কিনতে চায়, সেক্ষেত্রে আপনি সে ভিডিও লাইসেন্স বিক্রি করেও ইউটিউব থেকে আয় করতে পারেন।

    তবে ইন্টারটেনমেন্ট ক্যাটাগরির চ্যানেলগুলোর ভিডিওর লাইসেন্স বেশি বিক্রি হয়।

    • চ্যানেল মেম্বারশিপ এর মাধ্যমে:
    ইউটিউব এর একটি ফিচার হলো চ্যানেল মেম্বারশিপ। আপনি আপনার চ্যানেল মেম্বারশিপে একটি নির্দিষ্ট পরিমাণে এমাউন্ট যুক্ত করতে পারেন। যার ফলে কেউ যদি আপনার চ্যানেল মেম্বারশিপ এ যুক্ত হতে চাইলে ওই নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তিনি আপনাকে দিতে হবে।

    আপনি চাইলে জয়েন হওয়া মেম্বারদের আপনি আলাদা কোন কিছু শিখাতে পারেন। কোর্স ও গেমিং ক্যাটাগরির চ্যানেলগুলোতে বেশি মেম্বার যুক্ত করা যায়।

    • স্পন্সরশীপের মাধ্যমে:
    আপনার চ্যানেলের যদি ভালো পরিমাণ সাবস্ক্রাইবার এবং ভিউয়ার থাকে, সেক্ষেত্রে আপনি চাইলেই স্পন্সরশীপের মাধ্যমে ইনকাম করতে পারেন।

    তবে আপনার চ্যানেল যে রিলেটেড, ওই রিলেটেড স্পন্সরশীপের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। তা না হলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। এতে আপনার চ্যানেলের রেংকিং কমে যাবে।

    সবচেয়ে বেশি স্পনসর্শিপ পাওয়া যায় ইন্টারটেইনমেন্ট ও রিভিউ চ্যানেলগুলোতে।

    মানুষকে ধোকা দেওয়ার মতো কোন ধরনের স্পনসর্শিপ নিবেন না, এতে করে আপনার চ্যানেলের রেংকিং কমে যাবে। কোন স্পনসর্শিপ নেওয়ার আগে সেটা অবশ্যই ভেরিফাই করে নিবেন।

    সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

     

    পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক ।ই-পাসপোর্ট চেক ২০২২

    আমার ফেসবুক প্রোফাইল

    The post ইউটিউব থেকে আয় করার কয়েকটি পদ্ধতি সম্পর্কে জেনে নিন appeared first on Trickbd.com.

    Post a Comment

    0 Comments