বাংলাদেশের সেরা ৫টি ট্রাষ্টেড ওয়েবহোষ্টিং কোম্পানি (বিস্তারিত তথ্যসহ) |
- বাংলাদেশের সেরা ৫টি ট্রাষ্টেড ওয়েবহোষ্টিং কোম্পানি (বিস্তারিত তথ্যসহ)
- নতুন ট্রিক, জিপি সিমে আবারো আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালান ২০২২||নতুন ভিপিএন||সবার চলবে|
- কুফর ও কাফিরের পরিচয় এবং এর পরিণতি
- জানেন কি…? অলৌকিক ঘটনা আর কারামত কি…? দেখুন যেভাবে বুঝবেন কোনটি কারামত ও অলৌকিক!
- Envato Elements ডাউনলোড [পর্ব 24]
- নিয়ে নিন 115 প্রকার “King” Style Names
- Facebook.com এর অরিজিনাল Css নিন একদম Free
- সাবধান!! সতর্কতামূলক পোস্ট!!
- ইন্টারনেট (Internet) কি? ইন্টারনেট কিভাবে কাজ করে জেনে নিন
- বিশ্বের সবচেয়ে ভালো ৫ টি হোস্টিং (Hosting) কোম্পানি সম্পর্কে জেনে নিন
বাংলাদেশের সেরা ৫টি ট্রাষ্টেড ওয়েবহোষ্টিং কোম্পানি (বিস্তারিত তথ্যসহ) Posted: আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন, আজ অনেকদিন পরে লিখতে বসলাম । সম্প্রতি দেখা যায় সারা বিশ্বে সেরা সেরা কিছু ওয়েবহোষ্টিং কোম্পানি নিয়ে অনেক পোষ্ট আছে, কিন্তু বাংলাদেশি ভালো কিছু হোষ্টিং কোম্পানীর সেরকম লিষ্ট করা নেই । অনেকেরই এটা জানা প্রয়োজন আছে বলে আমি মনে করি । রিসেন্টলি অনেক কাজেই ডোমেইন হোষ্টিং প্রয়োজন হয় । সময়টাই এমন বর্তমানে যে ডোমেইন হোষ্টিং ছাড়া ডিজিটাল ডিজিটাল লাগে না । এজন্য বাংলাদেশি মানুষ হিসেবে, বাংলাদেশী ৫টি সেরা ওয়েব হোষ্টিং কোম্পানী চিনে রাখা খুবই জরুরী । তো চলুন, এবার শুরু করা যাক… আমি মূলত এই ৫টি কোম্পানীকে বিভিন্ন দিক থেকে যাচাই বাছাই করে তারপরে সিলেক্ট করেছি । সার্ভিস, সাপোর্ট, সার্ভার আপটাইম, সাপোর্ট প্রতিনিধির ব্যবহার, সার্ভিসের মূল্য তফাৎ এগুলোর উপর নির্ভর করে এই ৫টি কোম্পানীকে সেরা বলে আখ্যায়িত করা যায় ।
এই ছিলো বাংলাদেশের সেরা ৫টি ওয়েব হোষ্টিং কোম্পানীর লিষ্ট । এই লিষ্টটা একটি ট্রাষ্টেড কোম্পানীর জন্য যা যা লাগে সেই নিয়ম মেনে তৈরি করা হয়েছে । এটি কোন মনগড়া বা পার্সোনাল কোন মতামত নয় । ওয়েব হোষ্টিং কোম্পানীর জন্য যা যা লাগে উপরোক্ত কোম্পানী ৫টি সমস্ত নিয়ম মেনে চলে । তাছাড়াও বাংলাদেশের ৮০% আইটি নির্ভরশীল মানুষ উপরোক্ত ৫টি কোম্পানীর সাথে জড়িত এবং পরিচিত । এবং বাংলাদেশের ৮০%+ ওয়েবসাইট উপরোক্ত ৫টি কোম্পানীর হোষ্টে হোষ্ট হয়েছে । চাইলে তাদের সার্ভার আইপিগুলো দিয়ে যাচাই করে দেখতে পারেন । আমার রিসার্সমতে ৮০% + সাইট এই কোম্পানীগুলোর আন্ডারে হোষ্ট হচ্ছে । তাই এই ৫টি কোম্পানীকে বাংলাদেশের সেরা ৫টি ওয়েব হোষ্টিং কোম্পানী বলা যেতেই পারে । বর্তমান সময়ে নামি বেনামি ওয়েব হোষ্টিং কোম্পানীর ছড়াছড়ি কিন্তু আমরা বাঙালি কেবল অফার দেখেই লুটে পড়ি, কিন্তু কোম্পানীর অবস্থান বা ভবিষ্যৎ পরিধি না যেনেই যত্রতত্র অফার দেখেই লুফে নিই । ফলে, পরবর্তীতে বিভিন্ন রকম ঝামেলা বা কোম্পানী উধাও হয়ে গেছে, সাপোর্ট পাচ্ছেন না, ওয়েবসাইট ডাউন বিভিন্ন সমস্যায় ভূগি । কেউই আমরা যাচাই বাছাই করি না । যার জন্য প্রতারণা সহ, বিভিন্ন ডাটা হ্যাকিং, ইনফরমেশন লিকিং, এমনকি সাইবার হ্যারেজমেন্ট এর মতোও বাজে প্রতারণার স্বিকার হই । ওয়েব হোষ্টিং মানে সেখানে আপনার অনেক দামী ইনফরমেশনও থাকতে পারে বা এমনও ইনফরমেশনও থাকতে পারে যা কখনো কোটি টাকা দিলেও ফিরে পাবার মতো না । তাই, আসুন আমরা সঠিক কোম্পানী হতে ওয়েব হোষ্টিং নিয়ে নিশ্চিন্ত থাকি । যত্রতত্র কোম্পানী হতে হোষ্টিং বা ডোমেইন না কেনাই উত্তম । প্রতারণার হাত থেকে নিজে বাচুন, অন্যকে বাচান ।
আশা করি সকলে বুঝতে পেরেছেন । তবুও কোন ভুল হলে ক্ষমা করবেন । শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার আহব্বান করছি । (Information collected from: Own source.) The post বাংলাদেশের সেরা ৫টি ট্রাষ্টেড ওয়েবহোষ্টিং কোম্পানি (বিস্তারিত তথ্যসহ) appeared first on Trickbd.com. | ||
নতুন ট্রিক, জিপি সিমে আবারো আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালান ২০২২||নতুন ভিপিএন||সবার চলবে| Posted: আসসালামু আলাইকুম. আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এবারে কাজ শুরু করিঃ- Vpn 2 নিচের মত দেখালে আপনার ফ্রি নেট চলবেঃনোটঃ১ম বার,২ য় বার ও তৃতীয় বারেও কানেক্ট না হতে পাড়ে…।কানেক্ট হবেই বার বার চেষ্টা করুন. যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!! MixTuneBD.con সবাইকে ধন্যবাদ।আজকের মতো এখানেই বিদায় নিলাম,হাজির হবো আরও নিত্য নতুন টিপস নিয়ে আমি আসিফ। The post নতুন ট্রিক, জিপি সিমে আবারো আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালান ২০২২||নতুন ভিপিএন||সবার চলবে| appeared first on Trickbd.com. | ||
কুফর ও কাফিরের পরিচয় এবং এর পরিণতি Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে কুফরের পরিচয় ও কাফিরের পরিচয় সম্পকে বলতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।
কুফরের পরিচয় :-> কুফর শব্দটির আভিধানিক অথ হলো অস্বীকার করা, অবিশ্বাস করা, অকৃজ্ঞতা প্রকাশ করা, গোপনা করা বা ঢেকে রাখা ইত্যাদি । ইসলামি পরিভাষায় কুফর বলতে বোঝায় আল্লাহ তায়ালার দেওয়া দীন ও ইসলামের মৌলিক বিষয়ের যে কোন একটির প্রতি অবিশ্বাস করাকে কুফর বলে । কুফর হলো ইমানের বিপরীত । কারণ ইসলামের মৌলিক বিষয়গুলোর সবগুলোর প্রতি বিশ্বাসের নাম হলো ইমান । আর ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি কোন একটির প্রতি অবিশ্বাস করা হলো কুফর । কাফিরের পরিচয় :-> যে ব্যাক্তি কুফরে লিপ্ত হয় অথাৎ ইসলামের মৌলিক বিষয়গুলোর কোন একটিতে অস্বীকার করে তাকে বলা হয় কাফির । কাফিরের আভিধানিক অথই হলো অবিশ্বাসকারী । মানুষ অনেকভাবে কাফির হতে পারে । কিছু নমুনা নিচে তুলে ধরা হলো :~ ১। আল্লাহ তায়ালার অস্তিত্ব অস্বীকার করা । যেমন আল্লাহ নেই এমন কথা বলা । ২। আল্লাহ তায়ালার গুণাবলি মেনে না নেওয়া । যেমন আল্লাহ আমাদের রিজিকদাতা বা খাদ্য দেয় না এমন কথা বলা । ৩। ইমানের মৌলিক সাতটি বিষয়ে স্বীকার না করা । যেমন : ফেরেশতা,আখিরাত, তকদির ইত্যাদি । {এগুলো নিয়ে পরবতী আটিকেলে আলোচনা করা হবে} ৪। ইসলামের মৌলিক ইবাদতগুলো স্বীকার না করা । যেমন : সালাত,সাওম, হজ ইত্যাদি । ৫। হালাল দ্রব্যকে হারাম এবং হারাম দ্রব্যকে হালাল মনে করা । যেমন : গরুর গোশত খাওয়া হালাল । কিন্তু গরুর গোশতকে হারাম মনে করা না খাওয়া । আবার মদ,জুয়া ইত্যাদি খারামকে হালাল মনে করা । ৬। ইচ্ছাকৃতভাবে কাফিরদেরকে অনুকরণ বা অনুসরণ করা । তাদের ধমীয় চিহ্ন ব্যাবহার করা । ৭। ইসলামের কোন গুরুত্বপূণ বিষয় উপহাসমূলক দৃষ্টিতে দেখা বা ঠাট্টা করা । || উল্লিখিত কাজগুলো করার মাধ্যমে মানুষ কাফির হয়ে যেতে পারে । তাই এরকম কাজ থেকে আমাদের সবারই বিরত থাকা উচিত । || কুফরের অনেক কুফল রয়েছে । যেমন :- ১। অন্যের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ । ২। নিজের প্রতি হতাশা সৃষ্টি । ৩। অনৈতিক কাজের প্রতি প্রসার ঘটা । ৪। মৃত্যুর পর জাহান্নামে অবস্থান । ইত্যাদি । তো আজ এতটুকুই ছিল । সবাইকে ধন্যবাদ আমার আজকের আটিকেলটি পড়ার জন্য । The post কুফর ও কাফিরের পরিচয় এবং এর পরিণতি appeared first on Trickbd.com. | ||
জানেন কি…? অলৌকিক ঘটনা আর কারামত কি…? দেখুন যেভাবে বুঝবেন কোনটি কারামত ও অলৌকিক! Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । অলৌকিক ঘটনা আর কারামত কি…?প্রিয় ভাই ও বোনেরা অলৌকিক ঘটনা প্রকাশ হওয়ার দুটি পরিভাষার নাম মুজিজা ও কারামত। তবে সব অলৌকিক ঘটনাই আবার মুজিজা বা কারামত নয়। কেননা মুজিজা বা কারামত কোন ব্যক্তির ইচ্ছাশক্তিতে সংঘটিত হয় না আর মুজিজা ও কারামত একব্যক্তি থেকেও প্রকাশ পায় না চাইলেও কেউ এই মুজিজা বা কারামত প্রকাশের সামর্থ্য নাই তাহলে প্রশ্ন হল অলৌকিক ঘটনা দেখলে কি তা বিশ্বাস করতে হবে। না অলৌকিক কোনো ঘটনা ঘটতে দেখলেই তা বিশ্বাস করা যাবেনা। আজকের আর্টিকেলে জানিয়ে দেবো কোনটি অলৌকিক ঘটনা ও কোনটি কারামত আর কোনগুলো ভন্ডামি অনেকেই এগুলোকে পুঁজি করে অনেক রকম ভন্ডামি করে থাকেন। মানুষকে ধোকা দিয়ে থাকেন। তাই চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। চাইলেই নবী-রাসূল কিংবা আল্লাহর প্রিয় বান্দারা অলৌকিক ঘটনা ঘটিয়ে দেয় না বরং আল্লাহ তায়ালা একক সত্তাকে মানুষের সামনে প্রমাণ করতে অকাট্য দলিল বা প্রমাণ স্বরূপ তার শ্রেষ্ঠত্বের নিদর্শন মানুষের সামনে নবী-রাসূলকে আল্লাহর প্রিয় বান্দাদের মাধ্যমে জানান দেন। যেহেতু নবুয়ত ও রেসালাতের দরজা বন্ধ অর্থাৎ খাতামুন্নাবীঈন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর পর কেয়ামতের আগে আর কোন নবী রাসূলের আগমন ঘটবে না তাই মুজিজা নামে কোন অলৌকিকতাও প্রকাশ পাবে না। তবে যুগে যুগে কেয়ামত পূর্ব পর্যন্ত আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দাদের পৃথিবীতে পাঠাবেন। যারা আল্লাহর জমিনে তার দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের নিয়োজিত রাখবে। তাদের তারা বিশেষ অলৌকিকতা প্রকাশ পেতে পারে। যদি তা প্রকাশ পায় তবে তা কারামত হিসেবে সাব্যস্ত হবে। কারামত প্রকাশের যেহেতু মানুষের ইচ্ছাশক্তির কোন মূল্য নেই তাই এই কথা সবসময় বিশ্বাস রাখতে হবে যে কারামত শুধুমাত্র আল্লাহ তায়ালার ইচ্ছা স্বাধীন। তিনি যখন চাইবেন তখন তা ক্ষেত্রবিশেষে প্রকাশ পাবে। হতে পারে আল্লাহ তায়ালা তার একক সত্তাকে প্রমাণস্বরূপ তার কোন বান্দার প্রতি কারামত দান করবেন। আল্লাহ তা’আলা চাইলে তার দ্বীনের কার্যকারিতা প্রকাশ ও কঠিন পরিস্থিতিতে থেকে তার প্রিয় বান্দাদের প্রতি এহসান করতে কারামত দান করতে পারেন। মানুষকে গোমরাহী থেকে মুক্ত করতে কিংবা শয়তানের গভীর প্ররোচনা থেকে বিরত রাখতে ইলাম আমল সচ্ছ ইমান ও তাকওয়ার অধিকারী ব্যক্তির মাধ্যমে কারামত দান করতে পারেন। দুনিয়ার শ্রেষ্ঠ মোজেজা হল পবিত্র কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমকে বাদ দিয়ে অন্য কোন উপায়ে কারামত খোঁজার উপায় নেই। যদি কোরআন সুন্নাহ এর পদ বাদ দিয়ে কোন ব্যাক্তি কারামত হাসিল করছেন কিংবা কারামত পেয়েছেন বলে প্রকাশ করে থাকে তবে ধরে নিতে হবে তার চরম মিথ্যাচার ও ভণ্ডামী। উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে কুরআন সুন্নাহের আমল বাদ দিয়ে যদি কোন ব্যক্তির পানির উপর দিয়ে হেঁটে বেড়ায় তবু তাকে বিশ্বাস করা যাবে না। এ সম্পর্কে ইমাম শাফেঈ যথার্থই মন্তব্য করেছেন। হযরত ইউনুস ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি একবার ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহিকে বলেন হে ইমাম শাফি আমাদের বন্ধু লাইসে ইবনে সাদ কি বলেছে তুমি কি তা জানো সে বলেছে যদি তুমি কোনো ব্যক্তিকে দেখো যে সে পানি উপরি ভাগ দিয়ে নিজের ইচ্ছামত হেঁটে চলে যাচ্ছে তবু তাকে বিশ্বাস করো না। ইমাম শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি বলেন এ বিষয় সম্পর্কে উত্তম জ্ঞান অর্জন করেছেন। অতঃপর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যদি তুমি কাউকে কোন অবলম্বন ব্যতীত ইচ্ছামত আকাশে উড়তে দেখো তবুও ওই ব্যক্তিকে বিশ্বাস করো না। সুতরাং কুরআন-সুন্নাহ ব্যতীত কোন ব্যক্তির বিশেষ কোনো ক্ষমতা বা অলৌকিক ঘটনাকে বিশ্বাস করে তার প্রতি আনুগত্য করা কোন মুমিন মুসলমানের কাজ নয়। ওই ব্যক্তির আনুগত্য করা উচিত হবে না। কেননা মুমিন মুসলমানের জ্ঞান কুরআন সুন্নাহ এর মধ্যেই সীমাবদ্ধ। এমন কোনো জ্ঞান নেই যা পবিত্র কুরআনুল কারীম কিংবা বিশ্বনবীর হাদীসে নেই। মনে রাখতে হবে মানুষকে দেখানোর জন্য কোন যুগে মোজেজা বা কারামত প্রকাশ পায়নি।বরং মানুষের ঈমানকে মজবুত করতে আল্লাহ ও তাঁর প্রিয় রাসূলের সঙ্গে সুসম্পর্ক গভীর করতেই মোজেজা বা কারামত প্রকাশিত হয়। সাহাবায়ে কেরামের কোন কারামত প্রকাশ না পাওয়ায় তার অন্যতম প্রমাণ কারণ আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের বিশ্বাস ভালোবাসা ও একনিষ্ঠতা এত বেশি ছিল যে তাদের কারামত প্রকাশ হওয়ার কোনো প্রয়োজনই ছিল না। এমনিতেই তাদের ঈমানের একনিষ্ঠতা ছিল অনেক বেশি। পরিশেষে বলা যায় আল্লাহর যেসব প্রিয় বান্দারা ইখলাসের দিক থেকে বেশি এগিয়ে আল্লাহ তায়ালা প্রয়োজনের প্রেক্ষিতে তাদের মাধ্যমে কারামত প্রকাশ করে থাকেন। এ কারণে সাধারণ আবেদের তুলনায় আলেমদের মাঝে আল্লাহর কারামত বেশি প্রকাশ করেছেন। এটা নিয়ে কারামত প্রকাশ হওয়া ব্যক্তির প্রতি আশ্চর্য হওয়ার কিছু নেই। এতে ওই ব্যক্তির কোন বিশেষত্ব নেই। কারণ কারামত প্রকাশ হওয়ার প্রধান কারণ হলো তাওহীদ ও রিসালাতের শ্রেষ্ঠত্ব ও সত্যতা প্রমাণ করা। এখন কোন নবী রাসুলের নেই তাই মোজেজা আর ঘটবে না। তবে কারামত সত্যি তবে কারামত কখনো আল্লাহ তাআলার কুদরতকে অতিক্রম করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক সত্তিকারের কারামত চেনার তৌফিক দান করুন এবং সকল প্রকার ভন্ডামি থেকে আমাদের হেফাজত করুন আমীন। প্রিয় ভাই ও বোনেরা কারামত নিয়ে আপনার এলাকাতেও কি ভণ্ডামি চলে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি The post জানেন কি…? অলৌকিক ঘটনা আর কারামত কি…? দেখুন যেভাবে বুঝবেন কোনটি কারামত ও অলৌকিক! appeared first on Trickbd.com. | ||
Envato Elements ডাউনলোড [পর্ব 24] Posted: Envato Elements ডাউনলোড সিরিজের আজকে 24 তম পর্ব। Envato Elements ডাউনলোড পর্ব চলবে আনলিমিটেড পর্ব পর্যন্ত । সুতরাং চিন্তা না করে ডাউনলোড করতে থাকুন আর শেয়ার করতে থাকুন । তাহলে চলুন শুর করা যাক। তার আগে জেনে নেওয়া যাক Envato Elements কি?Envato Elements হলো জনপ্রিয় একটি Tools শেয়ারিং সাইট । যেখানে Content Creator/Graphics Designer দের জন্য প্রয়োজনীয় Copyright Free Photos, Stock Videos, Music, Graphics Template সহ অন্যান্য সব টুলসের ভান্ডার রয়েছে । কিন্তু এটা প্রিমিয়াম ওয়েব সাইট তাই Subscription কিনে ইউজ করা লাগে। তাই অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও ইউজ করতে পারেন না। যারা গত পর্ব মিস করেছেন তারা নিম্নের লিংক থেকে দেখে নিতে পারেন। গতপর্বঃ 1. Travlio – Travel Booking WordPress ThemeTravlio is a WordPress tour, hotel booking theme developed for travel agencies and tour operators of any size. Travlio is a WordPress theme based on a true fast and flexible booking engine – BA Book Everything plugin. You no longer need any shopping plugins to manage your tours. Magic one-click "Demo Setup" feature helps you get started with the plugin in minutes! Features
Regular License: $55 2. Ultimate Pricing Plan Switcher Addon for ElementorThis is a pricing table creating a widget for the Elementor Page Builder. The widgets allow you to create a unique style advanced nice looking month/year pricing plan switching on your site. This add-on support lots of customization Elementor controls to easily customize the pricing table. Features
Plugin Requirements
Regular License: $14 3. UltimateYou – Health Coach Elementor Template KitUltimateYou Health Coach Elementor Template Kit is professionally designed for quickly and easily creating websites for your business using the Elementor Page Builder plugin for WordPress. This kit has been optimized for use with the free Hello Elementor theme but may be used with most themes that support Elementor. It has 100% responsive design and tested on all major handheld devices. This kit requires the Elementor Pro upgrade for some templates and features (not included) Template Kit includes:
Features
Regular License: $29 4. Universal – Animation Icons (MOGRT)This Motion Graphics Template *MOGRT for Premiere Pro
5. Vasia – Multipurpose eCommerce WordPress ThemeVasia is comes with integration for the WooCommerce, Elementor, Mailchimp and WPForms Lite plugins. One of the things that make this stunning theme so favorable is how easy it is to use and customize for users of all experience levels. Creating and editing page with Elementor page builder quickly and easily. Purchase and checkout conveniently with WooCommerce. WPForms Lite help create your WordPress forms by using drag & drop form builder. Blog and blog posts are displayed beautifully and lively on homepage and blog page. Large images and banner with promotion text are shown in slider with Slideshow. Types of products are displayed in slider in each tab or per row. Instagram, Testimonials and social icons, links on Header, Footer also help connect with your customers more effectively. Overview
WooCommerce Supports
Pages
Extra plugins
Regular License: $28 6. Vento – Event Organizer Elementor Template KitVento is is an Elementor Template Kit for quickly and easily creating websites for your business using the Elementor Page Builder plugin for WordPress. This is not a WordPress theme. Template Kits contain page content for Elementor page builder. This kit has been optimized for use with the free Hello Elementor theme but may be used with most themes that support Elementor. Templates
Font Used
Required plugins installed with kit
Regular License: $24 7. The Tunnel ! AE Project FileThe Tunnel!
Regular License: $24 8. Fast Instagram PromoFast Instagram Promo 3D Gallery. Stylish Slideshow for your Instagram Photos
Regular License: $20 9. YouTube Subscribe PackFeatures
Regular License: $16 10. Mobile App PresentationPerfect for mobile app promo, app presentation, startup project, corporate apps, web presentation, sale promotion and many more. Description
Sound Regular License: $28 এগুলোই ছিলো আজকের মত। আরো অনেক থিম আছে, ইউটিউব অপেনার্স আছে, ইন্ট্রো আছে, আরো অনেক কিছু আছে । আগামীতে আপনার কোনটা লাগবে কমেন্টস করতে পারেন আমি আপলোড করে দেবো । ধন্যবাদ সবাই, আজকের মত বিদায় । আল্লাহ্ হাফেজ । Don't forget to connect with me all of my social media: লিখেছেনঃ MH Mamun The post Envato Elements ডাউনলোড [পর্ব 24] appeared first on Trickbd.com. | ||
নিয়ে নিন 115 প্রকার “King” Style Names Posted: আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমি মানুষ মানুষ মাএ রই ভুল দয়া করে কোনো ভুল হলে মাফ করবেন।আমি আজ 115 প্রকার King Style Names নিয়ে এসেছি যেগুলো আপনি ফেসবুকের নাম,ফ্রি ফায়ারের নাম,ইন্সটাগেরামের নাম দিতে পারেন তো যে ইচ্ছা সেটা নিচে থেকে কপি করে নিন। The post নিয়ে নিন 115 প্রকার “King” Style Names appeared first on Trickbd.com. | ||
Facebook.com এর অরিজিনাল Css নিন একদম Free Posted: | আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমি মানুষ আর মানুষ মাত্র রই ভুল কোনো ভুল হলে মাফ করে দেবেন।তো পোষ্টের কথায় আসা যাক। | আমি আজ ফেসবুকের অরিজিনাল Css Share করবো।তো শুরু করা যাক।নিচে আমি ফেসবুকের Css দিচ্ছি কপি করে নেবেন। <br /><br /> window._cstart=+new Date();function envFlush(a){function b(b){for(var c in a)b[c]=a[c]}window.requireLazy?window.requireLazy(["Env"],b):(window.Env=window.Env||{},b(window.Env))}envFlush({"ajaxpipe_token":"AXhLleo3nt0Lv8Uu9_E","timeslice_heartbeat_config":{"pollIntervalMs":33,"idleGapThresholdMs":60,"ignoredTimesliceNames":{"requestAnimationFrame":true,"Event listenHandler mousemove":true,"Event listenHandler mouseover":true,"Event listenHandler mouseout":true,"Event listenHandler scroll":true},"isHeartbeatEnabled":true,"isArtilleryOn":false},"shouldLogCounters":true,"timeslice_categories":{"react_render":true,"reflow":true},"sample_continuation_stacktraces":true,"dom_mutation_flag":true,"gk_requirelazy_mem":true,"gk_instrument_object_url":true,"stack_trace_limit":30,"timesliceBufferSize":5000,"show_invariant_decoder":false,"compat_iframe_token":"AQ6Leqlre9okPE9-oqY","isCQuick":false});__DEV__=0;CavalryLogger=window.CavalryLogger||function(a){this.lid=a,this.transition=!1,this.metric_collected=!1,this.is_detailed_profiler=!1,this.instrumentation_started=!1,this.pagelet_metrics={},this.events={},this.ongoing_watch={},this.values={t_cstart:window._cstart},this.piggy_values={},this.bootloader_metrics={},this.resource_to_pagelet_mapping={},this.initializeInstrumentation&&this.initializeInstrumentation()},CavalryLogger.prototype.setIsDetailedProfiler=function(a){this.is_detailed_profiler=a;return this},CavalryLogger.prototype.setTTIEvent=function(a){this.tti_event=a;return this},CavalryLogger.prototype.setValue=function(a,b,c,d){d=d?this.piggy_values:this.values;(typeof d[a]==="undefined"||c)&&(d[a]=b);return this},CavalryLogger.prototype.getLastTtiValue=function(){return this.lastTtiValue},CavalryLogger.prototype.setTimeStamp=CavalryLogger.prototype.setTimeStamp||function(a,b,c,d){this.mark(a);var e=this.values.t_cstart||this.values.t_start;e=d?e+d:CavalryLogger.now();this.setValue(a,e,b,c);this.tti_event&&a==this.tti_event&&(this.lastTtiValue=e,this.setTimeStamp("t_tti",b));return this},CavalryLogger.prototype.mark=typeof console==="object"&&console.timeStamp?function(a){console.timeStamp(a)}:function(){},CavalryLogger.prototype.addPiggyback=function(a,b){this.piggy_values[a]=b;return this},CavalryLogger.instances={},CavalryLogger.id=0,CavalryLogger.getInstance=function(a){typeof a==="undefined"&&(a=CavalryLogger.id);CavalryLogger.instances[a]||(CavalryLogger.instances[a]=new CavalryLogger(a));return CavalryLogger.instances[a]},CavalryLogger.setPageID=function(a){if(CavalryLogger.id===0){var b=CavalryLogger.getInstance();CavalryLogger.instances[a]=b;CavalryLogger.instances[a].lid=a;delete CavalryLogger.instances[0]}CavalryLogger.id=a},CavalryLogger.now=function(){return window.performance&&performance.timing&&performance.timing.navigationStart&&performance.now?performance.now()+performance.timing.navigationStart:new Date().getTime()},CavalryLogger.prototype.measureResources=function(){},CavalryLogger.prototype.profileEarlyResources=function(){},CavalryLogger.getBootloaderMetricsFromAllLoggers=function(){},CavalryLogger.start_js=function(){},CavalryLogger.start_js_script=function(){},CavalryLogger.done_js=function(){};CavalryLogger.getInstance().setTTIEvent("t_domcontent");CavalryLogger.prototype.measureResources=function(a,b){if(!this.log_resources)return;var c="bootload/"+a.name;if(this.bootloader_metrics[c]!==void 0||this.ongoing_watch[c]!==void 0)return;var d=CavalryLogger.now();this.ongoing_watch[c]=d;"start_"+c in this.bootloader_metrics||(this.bootloader_metrics["start_"+c]=d);b&&!("tag_"+c in this.bootloader_metrics)&&(this.bootloader_metrics["tag_"+c]=b);if(a.type==="js"){c="js_exec/"+a.name;this.ongoing_watch[c]=d}},CavalryLogger.prototype.stopWatch=function(a){if(this.ongoing_watch[a]){var b=CavalryLogger.now(),c=b-this.ongoing_watch[a];this.bootloader_metrics[a]=c;var d=this.piggy_values;a.indexOf("bootload")===0&&(d.t_resource_download||(d.t_resource_download=0),d.resources_downloaded||(d.resources_downloaded=0),d.t_resource_download+=c,d.resources_downloaded+=1,d["tag_"+a]=="_EF_"&&(d.t_pagelet_cssload_early_resources=b));delete this.ongoing_watch[a]}return this},CavalryLogger.getBootloaderMetricsFromAllLoggers=function(){var a={};Object.values(window.CavalryLogger.instances).forEach(function(b){b.bootloader_metrics&&Object.assign(a,b.bootloader_metrics)});return a},CavalryLogger.start_js=function(a){for(var b=0;b আর কোনো সমস্যা হলে Import external css এ গিয়ে নিচের Url বসিয়ে দেবেন। Url : http://facebook.com/style.css কিভাবে Css বসাবেন? প্রথমে ওয়াকিজ.com এ গিয়ে আপনার সাইটে পেনেল এ জান তার পর একটু নিচের Css Style Theme ক্লিক করবেন।তার Edit Full Css এ ক্লিক করে উপরের Css কোডটি বসিয়ে দিন। Wapkiz.com >your site panel > Css Style Theme > Import external css ক্লিক করে উপরের Url বসে সাবমিট করলে Facebook.com এর মতো Css হয়ে যাবে। The post Facebook.com এর অরিজিনাল Css নিন একদম Free appeared first on Trickbd.com. |
Posted: আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি বাসি। কেমন আছেন। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকেও চলে এলাম নতুন একটি বিষয় নিয়ে। আজকের প্রশ্নের কোনো বিষয়বস্তু হলো সকলকে সাবধান করার জন্য। তাই পোস্টটি সকলে মনোযোগ দিয়ে পড়বেন। বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে, অথবা আমাদের সকলকে ইনবক্সে জানানো যাচ্ছে, এনআইডি কার্ড ছাড়াই বিকাশ ,রকেট ,নগদ ,উপায়, একাউন্ট করে দেওয়া হবে। আমরা অনেকেই এই ফাঁদে পা দিয়ে আমাদের ব্যক্তিগত মোবাইল নাম্বার, শেয়ার করে দিচ্ছি প্রতারকদের হাতে। তারা যদিও আমাদের এইসব নাম্বারগুলোতে একাউন্ট করে দেয়,, কিন্তু এগুলো সবগুলো অন্যের এনআইডি কার্ড দিয়ে তৈরি করা হয়,, এর ফলে এটা অনেকটা বিপদজনক একটা বিষয়। যেকোনো সময়ে আমাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এমনকি এসবের জন্য আপনার জেল জরিমানা হতে পারে। তাই সকলে সাবধান থাকবেন। আর কখনো এভাবে কাউকে নাম্বার শেয়ার করবেন না। এর ফলে আপনি নিজে বিপদে পড়বেন এবং অনেক ক্ষতির সম্মুখীন হবেন। যদি এরকম কোন এসএমএস বা টেক্সট পেয়ে থাকেন কারো কাসে তাহলে সাথে সাথে সেই ব্যক্তিকে ফেসবুক থেকে ব্লক করে দিবেন, অথবা যদি কোন গ্রুপ থেকে এরকম কোন তথ্য পান তাহলে সেই গ্রুপে রিপোর্ট করে দিবেন সুতরাং নিজে নিরাপদ থাকুন এবং অন্যকে নিরাপদ রাখুন। ধন্যবাদ সবাইকে,, trickbd এর সাথেই থাকুন। ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। The post সাবধান!! সতর্কতামূলক পোস্ট!! appeared first on Trickbd.com. | ||
ইন্টারনেট (Internet) কি? ইন্টারনেট কিভাবে কাজ করে জেনে নিন Posted: বর্তমান সময়ে ইন্টারনেট চালায় না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। প্রতিদিন আমাদের বিভিন্ন কাজে ইন্টারনেট অ্যাক্সেস করা লাগে। এছাড়া কোন কাজকে সহজেই এবং তাড়াতাড়ি করার জন্য ইন্টারনেট অবশ্যই জরুরি। আমাদের জীবনকে খুব সহজ করেছে এই ইন্টারনেট। আপনারা কি জানেন ইন্টারনেট আসলে কি? তাহলে চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেই… • ইন্টারনেট (Internet) কি? ইন্টারনেট হলো আধুনিক টেলিযোগাযোগের একটি নেটওয়ার্ক, যার মাধ্যমে বেতার সংযোগ ব্যবহার করে কম্পিউটার বা ইন্টারনেট এক্সিসেবল ডিভাইসগুলোকে World Wide Web (WWW) এর সাথে যুক্ত করে। WWW হলো ইন্টারনেটের তথ্য গ্রহণ করার পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করে হাইপারটেক্সট লিংক (Hypertext link) এর মাধ্যমে ইন্টারনেটে থাকা সকল তথ্য বা ডকুমেন্টকে একটি আরেকটির সাথে যুক্ত করে দেয়। হাইপারলিংক ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারকারীরা আরো একধাপ এগিয়ে তথ্য তাড়াতাড়ি খুঁজতে পারে। আমরা ওয়ার্ল্ড ওয়াইড কয়েকটি সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত আছি। যার ফলে আমরা পুরো বিশ্বের সকল তথ্য ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করতে পারছি। • ইন্টারনেট কিভাবে কাজ করে: ইন্টারনেট হলো এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক যেটা, একটি কম্পিউটারকে আরেকটি কম্পিউটারের সাথে যুক্ত করেছে। ইন্টারনেট সঠিকভাবে কাজ করার জন্য অবশ্যই তার গ্লোবাল নেটওয়ার্ক এর সাথে কেবল বা বেতার তরঙ্গ ব্যবহার করে সংযুক্ত থাকতে হবে। তারপরে গ্লোবাল নেটওয়ার্কে (Global Network) যুক্ত থাকা সকল সার্ভার থেকে, আমাদের কম্পিউটারের রাউটার অথবা সার্ভার তথ্য সংগ্রহ করে নেয়। আর এই ভাবেই ইন্টারনেট কাজ করে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ফেসবুক থেকে টাকা আয় করার উপায়The post ইন্টারনেট (Internet) কি? ইন্টারনেট কিভাবে কাজ করে জেনে নিন appeared first on Trickbd.com. | ||
বিশ্বের সবচেয়ে ভালো ৫ টি হোস্টিং (Hosting) কোম্পানি সম্পর্কে জেনে নিন Posted: আমাদের যাদের ওয়েবসাইট আছে তারা অবশ্যই হোস্টিং এর সাথে পরিচিত। কারন একটি হোস্টিং ছাড়া কখনোই একটি ওয়েবসাইট তৈরি করা সম্ভব নয়। হোস্টিং মূলত একটি ওয়েবসাইটের মূল সার্ভার হিসেবে কাজ করে। যেখানে একটি ওয়েবসাইট এর সকল ধরনের ডেটা (ইমেজ, ভিডিও, ফাইল এবং অন্যান্য তথ্য) স্টোর/জমা করা থাকে। তাই অবশ্যই একটি ওয়েবসাইটের হোস্টিং ভালো হতে হয়। তা না হলে পরবর্তীতে সেই ওয়েবসাইটটি নিয়ে অনেক ঝামেলায় পড়তে হবে। তাহলে চলুন জেনে আসি বিশ্বের ১০টি ভালো হোস্টিং প্রোভাইডার সম্পর্কে… • ব্লুহোস্ট (Bluehost): সুবিধা সমূহ: • ড্রিমহোস্ট (DreamHost): সুবিধা সমূহ: • হোস্টগেটর (Hostgator) সুবিধা সমূহ: • গ্রীনগীকস (GreenGeeks): সুবিধা সমূহ: • সাইটগ্রাউন্ড (SiteGround): সুবিধা সমূহ: উপরের হোস্টিং গুলো সম্পর্কে আরো ভালোভাবে জানতে, সেই হোস্টিং গুলোর ওয়েবসাইটে ভিজিট করুন। এই হোস্টিং গুলোর সার্ভিসসমূহ আমার থেকে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
কানাডা জব ভিসা 2022 | কানাডা ওয়ার্ক পারমিট ভিসাThe post বিশ্বের সবচেয়ে ভালো ৫ টি হোস্টিং (Hosting) কোম্পানি সম্পর্কে জেনে নিন appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments