এফিলিয়েট মার্কেটিং কি? কোন কোন মাধ্যম ব্যবহার করে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করা যায়? |
- এফিলিয়েট মার্কেটিং কি? কোন কোন মাধ্যম ব্যবহার করে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করা যায়?
- MyGp gaming premier Leaugue প্রিমিয়াম গেইম কিভাবে খেলবেন? ১০ হাজার কয়েন ফ্রীতে নিয়ে নিন।
- ডায়াবেটিস থেকে বাঁচার জন্য কয়েকটি সেরা উপায়
- [hot post] জাভাতে খেলুন Brain Challenge 3 নামে দারুন একটি বুদ্ধির গেম।
- ক্লাউড হোস্টিং নিন ফ্রী তে — বাংলাদেশে প্রথম পে অ্যাস ইউ গো Cloud Hosting
- Wapkiz এ সহজে শিখুন CSS প্রথম পব
- শিক্ষা জীবনে কিভাবে সফল হবেন!!
- ডাউনলোড করে নিন উত্তরবিডি / ই হেল্পবিডি সাইটের পেইড থিম | সাথে ইনকাম করার সুযোগ। (Don’t Miss)
- [Hot] ফ্রি ফায়ারের মতো জাভা গেম এখনি ডাউনলোড করে নিন।[Dont_Miss_Java_User]
- ভার্চুয়াল Ram (Virtual Ram) কি? ভার্চুয়াল Ram কিভাবে কাজ করে এবং এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে জেনে নিন
এফিলিয়েট মার্কেটিং কি? কোন কোন মাধ্যম ব্যবহার করে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করা যায়? Posted:
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এই আর্টিকেলটিতে আমি কথা বলবো এফিলিয়েট মার্কেটিং কি, কিভাবে এফিলিয়েট মার্কেটিং ব্যবহার করে আপনারা আয় করতে পারবেন তা নিয়ে শর্টকাটে বিস্তারিত। আমি জানি এ নিয়ে এর আগেও অনেক পোস্ট করা আছে। কিন্তু আমার এ বিষয় নিয়ে পোস্ট করার খুব ইচ্ছা ছিল। তাই পোস্টটি করলাম। আশা করছি আপনারা কিছু হলেও জানতে পারবেন। আমি সবসময় যারা জানে না তাদের জানানোর জন্যেই পোস্ট করি। আশা করছি কেউ নেগেটিভ কমেন্ট করবেন না। তো চলুন শুরু করা যাক। আপনার কি একটি অনলাইন প্ল্যাটফর্ম আছে যার মাধ্যমে আপনি আয় করতে চান? হতে পারে সেটি ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম, টুইটার কিংবা আপনার নিজেরই কোনো ওয়েবসাইট। আপনি চাইলে এমন বহু অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বড় অংকের ইনকাম করতে পারবেন। এতে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। খুব সহজেই আপনি দৈনিক ভালো অংকের ইনকাম করতে পারবেন। তো এ কাজটি কিভাবে করতে পারবেন? এফিলিয়েট মার্কেটিং এর সাহায্যে। এই আর্টিকেলে আপনি জানতে পারবেন এফিলিয়েট মার্কেটিং কি? এফিলিয়েট মার্কেটিং করে কিভাবে টাকা ইনকাম করা যায়? এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি এফিলিয়েট মার্কেটিং নিয়ে সহজ ভাষায় সবকিছু বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো এফিলিয়েট মার্কেটিং কি?
এফিলিয়েট মার্কেটিং কি?এফিলিয়েট মার্কেটিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি অন্য কোনো প্রতিষ্ঠানের প্রোডাক্ট, সার্ভিস ইত্যাদি বিক্রি করে দিবেন এবং তার বিনিময়ে আপনাকে সেই প্রতিষ্ঠানটি নির্দিষ্ট পরিমানের কমিশন প্রদান করবে। বিষয়টি যদি আপনি একবার ভালোভাবে বুঝতে পারেন তবে আপনার কাছে খুবই সহজ মনে হবে। একটি উদাহারনের মাধ্যমে বোঝানো যাক। আপনি হয়তোবা অ্যামাজন এফিলিয়েটের কথা শুনেছেন। বর্তমানে ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন বড় বড় ওয়েবসাইটগুলো অ্যামাজন এফিলিয়েটের মাধ্যমে দৈনিক ভালো অংকের টাকা আয় করছে। আপনি চাইলে আপনিও পারবেন তাদেরই মতো করে আয় করতে। এর জন্যে আপনার দরকার হবে একটি অনলাইন প্ল্যাটফর্ম। হতে পারে সেটা আপনার নিজের ইউটিউব চ্যানেল কিংবা নিজস্ব কোনো ওয়েবসাইট। আপনার যদি এ দুটির মধ্যে কোনোটিও না থাকে তবুও কোনো সমস্যা নেই। আপনার যদি ফেসবুক, টুইটার কিংবা ইন্সটাগ্রাম এর মতো প্ল্যাটফর্মে নিজের পেজ কিংবা একাউন্ট করা থাকে তবুও আপনি এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করতে পারবেন। আমরা জানতে পারলাম এফিলিয়েট মার্কেটিং কি এবং কোন কোন মাধ্যম ব্যবহার করে এফিলিয়েট মার্কেটিং এর সাহায্যে আয় করা যায়। কিন্তু আমরা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারিনি। শুধু এটা বুঝতে পারলাম যে আমাদের নিজস্ব কোনো অনলাইন প্ল্যাটফর্ম থাকলে আমরা এফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারবো। এখন আমরা জানবো সবগুলো প্ল্যাটফর্ম এর বিস্তারিত সম্পর্কে। যেসব প্ল্যাটফর্ম এর কথা বলা হলো সেগুলো থেকে কিভাবে আয় করা যায় সে সম্পর্কে আরো বিস্তারিত আমরা জানবো। তো চলুন এবার জানা যাক এফিলিয়েট মার্কেটিং ব্যবহার করে কিভাবে আয় করা যায়?
কিভাবে এফিলিয়েট মার্কেটিং করে আয় করবেন?এফিলিয়েট মার্কেটিং শুরু করতে হলে প্রথমেই আপনাকে একটি অনলাইন প্ল্যাটফর্ম বেছে নিতে হবে যেখানে আপনি প্রোডাক্ট কিংবা সার্ভিস অন্যদের কাছে বিক্রি করতে পারবেন। আপনি চাইলে একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করেও এই কাজটি করতে পারবেন। কোন কোন প্ল্যাটফর্ম বেশি সুবিধাজনক ও লাভজনক এফিলিয়েট মার্কেটিং এর জন্যে এবং সেগুলো কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত নিচে তুলে ধরা হলোঃ ইউটিউবঃআপনার কি একটি ইউটিউব চ্যানেল আছে? তবে আপনার জন্যে আছে সুখবর। আপনার ইউটিউব চ্যানেলে যদি ভালো পরিমানে অডিয়েন্স থাকে তবে আপনিও অন্যান্য বড় বড় ইউটিউবারদের মতো বিভিন্ন এফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। এর জন্যে আপনার ইউটিউবের ভালো পরিমানে অডিয়েন্স দরকার হবে। আপনি চাইলে অ্যামাজন এর মতো বড় বড় প্রতিষ্ঠানের সাহায্যে এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। সম্প্রতি আমাদের দেশেও ১০ মিনিট স্কুলও তাদের এফিলিয়েট প্রোগ্রাম চালু করেছে। এখান থেকে প্রতিদিনই প্রচুর মানুষ ভালো পরিমানে কমিশন পাচ্ছে ও টাকা আয় করছে। তাদের নিজস্ব এফিলিয়েট মার্কেটারদের বোনাসসহ বিভিন্ন টি-শার্ট ও নানান ধরনের সুযোগ সুবিধা প্রদান করে। আপনি চাইলে গুগলে গিয়ে কিংবা তাদের ফেসবুক পেজে গিয়েও এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে বেশিরভাগই বড় বড় প্রতিষ্ঠানগুলো ভালো অডিয়েন্স আছে এমন ইউটিউব চ্যানেলকে বেশি প্রাধান্য দেয় তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্যে। তাই আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে এবং সেখানে বড় ধরনের অডিয়েন্স থাকে তবে এটাই আপনার জন্যে একটি সুবর্ন সুযোগ এক্সট্রা কমিশনের মাধ্যমে টাকা উপার্জনের।
ব্লগিং :বর্তমানে ব্লগিং একটি ভালো মাধ্যম টাকা উপার্জনের। আপনার যদি নিজস্ব একটি ব্লগিং ওয়েবসাইট থাকে তবে আপনিও এফিলিয়েট এর মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। ইউটিউবের মতো ভালো ট্রাফিক আছে এমন ব্লগিং ওয়েবসাইটগুলোকেও সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে। এছাড়াও আপনি যদি একটি ওয়েবসাইটকে ভালোভাবে দাড় করাতে পারেন তবে আপনি এডসেন্স এর মাধ্যমেও টাকা উপার্জন করতে পারবেন। আপনার ওয়েবসাইটে ইউটিউবের মতো যত বেশি অডিয়েন্স বা ট্রাফিক থাকবে আপনার জন্যে ততই লাভবান হওয়ার সুযোগ আছে।
টুইটার :আপনার কি নিজস্ব টুইটার একাউন্ট আছে? তবে আপনার জন্যে এই সুযোগটি হাত ছাড়া করার মতো নয়। আপনি চাইলে আপনার টুইটার একাউন্টের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোডাক্ট প্রমোট করতে পারবেন এবং সেখান থেকে ভালো অংকের টাকা কমিশন আকারে পাওয়ার সুযোগ ও সম্ভাভবা দুটিই আছে। এক্ষেত্রেও আপনার প্রয়োজন পড়বে ভালো অডিয়েন্স এর। ইন্সটাগ্রাম :বর্তমানে ইন্সটাগ্রাম এর কথা জানে না এমন লোকের সংখ্যা খুবই কম। বিশেষ করে যারা ইন্টারনেটে নিয়মিত সময় ব্যয় করে তাদের কাছে ইন্সটাগ্রাম একটি অনেক বড় প্ল্যাটফর্ম। আপনার যদি একটি ইন্সটাগ্রাম একাউন্ট থেকে থাকে এবং সেখানে ভালো পরিমানে ফলোয়ার থাকে তবে আপনার জন্যে একটি সুবর্ন সুযোগ হতে পারে এফিলিয়েট মার্কেটিং। বর্তমানে প্রচুর মানুষ তাদের ইন্সটাগ্রাম প্রোফাইলের মাধ্যমে দৈনিক হাজার হাজার টাকা উপার্জন করছে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে। অ্যামাজন, ই-বে, শেয়ার এ সেল, শপিফাই, রাকুতেন, ফাইভার ইত্যাদি এর মতো বড় বড় এফিলিয়েট প্রোগ্রামগুলো থেকে অনেকেই প্রতিদিন প্রচুর পরিমানে অর্থ উপার্জন করছে। আপনি চাইলে আপনি নিজেও পারবেন। ফেসবুক :ফেসবুকে একাউন্ট নেই এমন মানুষ বর্তমানের অনলাইনের দুনিয়ায় খুজে পাওয়া মুশকিল। আপনার যদি নিজস্ব ফেসবুক পেজ কিংবা প্রোফাইল যা-ই থাকুক এবং সেখানে আপনার পরিচিত মানুষের সংখ্যা বেশি থাকে কিংবা আপনার ফলোয়ার থাকে তবে আপনার জন্যে টাকা ইনকাম করার অনেক বড় সুযোগ হবে এফিলিয়েট মার্কেটিং। বর্তমানে প্রচুর স্টুডেন্টস ১০ মিনিট স্কুলের এফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে তারা ফেসবুকের মাধ্যমেই দৈনিক ভালো পরিমানের টাকা উপার্জন করছে। আপনার যদি বিশ্বাস না হয় তবে গুগল করে দেখতে পারেন কিংবা ফেসবুকের বিভিন্ন গ্রুপে গিয়েও দেখতে পারেন। আমরা জানতে পারলাম কোন কোন প্ল্যাটফর্ম এর মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং করে আয় করা যায়। এবার আমরা জানবো কোন কোন এফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে কি কি বিক্রি করে আয় করা যায় এ সম্পর্কে বিস্তারিত। অ্যামাজন এফিলিয়েটস :আপনি হয়তো অ্যামাজন এফিলিয়েটস এর কথা শুনেছেন। এটা কিভাবে কাজ করে? অ্যামাজন এফিলিয়েটস এর মাধ্যমে আপনি অ্যামাজন এর বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে সেখান থেকে নির্দিষ্ট পরিমানে কমিশন নিতে পারবেন। আপনি আপনার ইউটিউব অথবা নিজস্ব ওয়েবসাইট থাকলে সেখান থেকে অ্যামাজন এফিলিয়েটস এর মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে টাকা আয় করতে পারবেন। এ সম্পর্কে আরো জানতে হলে অ্যামাজন এফিলিয়েটস এর ওয়েবসাইটে গিয়েই দেখে আসতে পারেন। টাকা কিভাবে তুলবেন এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি আপনার ব্যাংক একাউন্ট কিংবা পেপাল একাউন্ট (যদি থাকে) এড করে একটি একাউন্ট খুলে নিবেন। সেখানে আপনার টাকা এড হবে এবং সেখান থেকে আপনি আপনার টাকা তুলতে পারবেন। ১০ মিনিট স্কুল :আমাদের দেশের সবচেয়ে বড় এফিলিয়েট মার্কেটিং এর একটি প্ল্যাটফর্ম। আপনার যদি অ্যামাজন এফিলিয়েটস এর ব্যাপারটা একটু কঠিন মনে হয় তবে এটা আপনারই জন্যে। আপনি যদি ১০ মিনিট স্কুল এফিলিয়েট লিখে গুগলে সার্চ করেন তবেই আপনার কাংখিত ফলাফল পেয়ে যাবেন। তাদের ওয়েবসাইটে ঢুকে আপনাকে নিজস্ব তথ্য দিয়ে একাউন্ট তৈরি করতে হবে। তারা এতটাই সিরিয়াস যে আপনাকে তারা নিজেরা কল দিয়ে সবকিছু বিস্তারিত বুঝিয়ে দিবে। ১০ মিনিট স্কুল এফিলিয়েটস এর মাধ্যমে আপনারা বিভিন্ন বই, কোর্স এগুলো বিক্রি করে কমিশন পেতে পারেন। তারা বিভিন্ন বোনাস ও টি-শার্ট এর মতো প্রচুর সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। এখানে আপনি বিকাশ কিংবা নগদের সাহায্যে আপনার টাকা আয় করে তুলে নিতে পারবেন। ই-বে :ই-বে অ্যামাজন এফিলিয়েটস এর মতোই অনেকটা কাজ করে। এখানে আপনি ই-বে এর বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলে এবং সে প্রোডাক্টের লিংক আপনার নিজস্ব প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করার মাধ্যমে সেখান থেকে নির্দিষ্ট পরিমান কমিশন আয় করতে পারবেন। প্রথমেই আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হবে এবং সেখানে আপনার পেমেন্ট মেথড মানে আপনি কিভাবে আপনি আপনার পেমেন্টটি নিতে চাচ্ছেন সেটির ডিটেইলস দিয়ে সে মাধ্যমে টাকা নিতে পারবেন। আপনি চাইলে আপনার ব্যাংক একাউন্টটি এড করে দিয়ে সেই ব্যাংক এর মাধ্যমে টাকা নিতে পারবেন। এখানে প্রচুর পন্য রয়েছে। আপনি আপনার পছন্দ মতো যেকোনো পন্যটি বিক্রি করে কমিশন আয় করতে পারবেন।
শেয়ার এ সেলস :এটি একটি অন্যতম প্ল্যাটফর্ম এফিলিয়েট মার্কেটিং এর জন্যে যা গত দুই দশক ধরে চলে আসছে। এটিও অনেকটা অ্যামাজন ও ই-বে এর মতো কাজ করে। এখানে আপনাকে প্রথমেই একাউন্ট তৈরি করে নিতে হবে এবং পেমেন্ট মেথড যুক্ত করে দিতে হবে। এরপর তাদের বিভিন্ন ক্যাটাগরি থেকে আপনার পছন্দমতো পন্যটি বেছে নিয়ে সেটি আপনার প্ল্যাটফর্ম এর মাধ্যমে বিক্রি করতে পারবেন এবং সেখান থেকে ভালো পরিমানে টাকা উপার্জন করতে পারবেন। গত দুই দশক ধরে চলে আসায় এটি অনেক বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম হিসেবে মার্কেটারদের কাছে পরিচিতি লাভ করেছে।
এফিলিয়েট মার্কেটিং নিয়ে শেষ কথা, আমরা জানতে পারলাম এফিলিয়েট মার্কেটিং কি এবং এফিলিয়েট মার্কেটিং ব্যবহার করে কিভাবে কোন কোন মাধ্যমে টাকা আয় করা সম্ভব। আপনি আপনার ইন্টারনেটের বোরিং সময়কে একটু কাজে লাগিয়ে নিজের টাকা ইনকামের ভালো একটি পথ তৈরি করতে পারবেন এই এফিলিয়েট মার্কেটিং এর সাহায্যে। আপনাকে শুধু একটু বুদ্ধি খাটাতে হবে এবং তার সাথে একটু পরিশ্রম করতে হবে। আস্তে আস্তে আপনি প্রচুর পরিমানের অর্থ এখান থেকে উপার্জন করতে পারবেন। শুধু প্রয়োজন হবে ধৈর্য্য, সাহস, বুদ্ধি ও একটু পরিশ্রম। আপনি যদি এগুলো দিতে পারেন তবে আপনার জন্যে টাকা ইনকাম করে ১০০% সহজ হয়ে যাবে। শুরুটা আপনাকেই করতে হবে। শেষটা আপনি আপনার পরিশ্রমের মাধ্যমেই দেখে নিতে পারবেন। আমাদের এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন এমন ধরনের আর্টিকেল পাওয়ার জন্য। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। বিঃদ্রঃ এটা কোনো কপি পেস্ট করা পোস্ট নয়। আমি বিভিন্ন পোস্ট পড়ে তার উপর ভিত্তি করে নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। তাই কেউ এটা বলতে পারবেন না যে আমি অমুক জায়গা থেকে কপি পেস্ট করে লাগিয়ে দিয়েছি। আমার পূর্বের ৮৫টি পোস্ট দেখলেই বুঝতে পারবেন আমি নিজের ভাষায় পোস্ট লিখি। কপি পেস্ট করতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। ধন্যবাদ। ট্রিকবিডির সাথেই থাকুন। This is 4HS4N Logging Out….. The post এফিলিয়েট মার্কেটিং কি? কোন কোন মাধ্যম ব্যবহার করে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করা যায়? appeared first on Trickbd.com. | ||
MyGp gaming premier Leaugue প্রিমিয়াম গেইম কিভাবে খেলবেন? ১০ হাজার কয়েন ফ্রীতে নিয়ে নিন। Posted: হ্যালো বন্ধুরা, কিন্তু এখন সেই ফ্রীতে খেলার গেইমটি উঠিয়ে দিয়েছে মাইজিপি। এখন শুধু প্রিমিয়াম গেইমগুলো আছে৷ আর এই প্রিমিয়াম গেইমগুলো কেলতে আপনাদের কয়েন দরকার। তাই আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা কয়েন পাবেন। কয়েন পািয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন। ★১. মাইজিপি এপের ভিতর প্রবেশ করুন। ★২. offer অপশনে ক্লিক করে অফারে যান। ★৩. এখানে আমি ৫৭ টাকায় ২ জিআি অফারটিতে ক্লিক করলাম, তারপর দেখুন নিচে লেখা আছে, এই লেখাটা যে অফারগুলোতে থাকবে, তার থেকে যেকোনো একটা অফার কিনলেই আপনি ১০০০০ কয়েন ফ্রীতে পাবেন। ★ আমি এই অফারটি কেনার পর আমার একাউন্টে ১০০০০ কয়েন যোগ হয়েছে। নিচের স্ক্রিনশটে দেখুন আমার একাউন্টে ৯,৬০০ কয়েন রয়েছে। আমি ৪০০ কয়েন দিয়ে নিচের দেখানো ঐ প্রিমিয়াম গেইমটি আনলক করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। The post MyGp gaming premier Leaugue প্রিমিয়াম গেইম কিভাবে খেলবেন? ১০ হাজার কয়েন ফ্রীতে নিয়ে নিন। appeared first on Trickbd.com. | ||
ডায়াবেটিস থেকে বাঁচার জন্য কয়েকটি সেরা উপায় Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে ডায়াবেটিস থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।
১. খাবারের পরিমাণ কমান ২. শারীরিক অনুশীলন করুন আপনি যদি নিয়মিত শারীরিক অনুশীলন করেন তাহলে তা নানাভাবে আপনার স্বাস্থ্যের উপকার ৩. ওজন কমান শরীরের ওজন যদি ৪. সকালের নাস্তা গুরুত্ব দিন সকালের নাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার। এটি কখনোই বাদ দেওয়া ঠিক নয়। সকালের নাস্তায় ৫. ফ্যাটযুক্ত খাবার ফাস্ট ফুড দোকানের ৬. মিষ্টি পানীয় বাদ ৭. স্বাস্থ্যকর খাবার আপনি যদি বিকালের ৮. মানসিক ৯. ভালোভাবে ঘুমান The post ডায়াবেটিস থেকে বাঁচার জন্য কয়েকটি সেরা উপায় appeared first on Trickbd.com. | ||
[hot post] জাভাতে খেলুন Brain Challenge 3 নামে দারুন একটি বুদ্ধির গেম। Posted: Trickbdতে সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।আমিও অনেক ভালো আছি।আজ আপনাদের জন্য নিয়ে আসলাম বুদ্ধি দিয়ে খেলার মতো দারুন একটা জাভা গেম। যেভাবে খেলবেন:খেলা শুরু হওয়ার আগে আপনাকে কিছু দিকনির্দেশনা দিবে.. এগুলো আপনাকে ঠিকভাবে মানতে হবে।আমি প্রথমেই বলেছি এটি একটি বুদ্ধির গেম।আপনাকে বুদ্ধি দিয়েই এই গেমটি খেলতে হবে।তবে যেহেতু এটি একটি জাভা গেম তাই বুদ্ধি দিয়ে খেলতে গেলেও আপনাকে কিছু না কিছু টিপতে হবে।তো আমি আগেই বলেছি যে এই গেমে একটি লেভেলের সাথে আরেকটি লেভেলের মিল নেই।এই গেমে আপনাকে কিছু বলা হবে অর্থাৎ কিছু লেখা থাকবে সেই লেখা পড়ে আপনাকে বুঝতে হবে যে আপনাকে কী করতে বলা হয়েছে।তো সেই নির্দশনা অনুসারে আপনাকে বুদ্ধি খাটিয়ে 2,4,6 এবং 8 এর মধ্যে যখন যেটা টেপার দরকার তখন সেটা টিপতে হবে। আশা করি গেমটি আপনাদের ভালোই লেগেছে।তো আপনারা গেমটি খেলতে থাকুন।গেমটিতে অনেক লেভেল আছে।গেমটি একটি বুদ্ধির গেম এবং অনেক মজার গেম।তাই ভাবলাম আপনাদের সাথেও গেমটা শেয়ার করি। তাহলে গেমটা ডাউনলোড করে খেলতে থাকুন।নিচে ডাউনলোড লিঙ্ক দেয়া হল:- আজকে এই পর্যন্তই।দেখা হচ্ছে পরবর্তী পোস্টে।ততক্ষন পর্যন্ত ভালো থাকুন… সুস্থ থাকুন… ট্রিকবিডির সাথেই থাকুন।ধন্যবাদ। The post [hot post] জাভাতে খেলুন Brain Challenge 3 নামে দারুন একটি বুদ্ধির গেম। appeared first on Trickbd.com. | ||
ক্লাউড হোস্টিং নিন ফ্রী তে — বাংলাদেশে প্রথম পে অ্যাস ইউ গো Cloud Hosting Posted: ক্লাউড ওয়েবসাইট হোস্টিং — বাংলাদেশে এই প্রথম পে অ্যাস ইউ গো সুবিধায় ব্যবহার করতে পারবেন পরবর্তী প্রজন্মের ক্লাউড হোস্টিং সার্ভিস সাইনাপ এ কোন চার্জ নেই, তাই এখনি অর্ডর করে নিজেই পরখ করে দেখতে পারেন এই ক্লাউড হোস্টিং সার্ভিস ও এর ফিচার সমূহ। ক্লাউড হোস্টিং এ ততটুকুর জন্যই পেমেন্ট করতে হবে যতটুকু রিসোর্স আপনার ওয়েবসাইট ব্যবহার করছে। ক্লাউড হোস্টিং কেনো ব্যবহার করবেন?আপনি যা ব্যবহার করবেন ঠিক ততটুকুর জন্য প্রযোজ্য মূল্য আপনাকে প্রতি মাস শেষে ইনভয়েস আকারে পাঠিয়ে দেয়া হবে। অর্থাত, আর থাকছে না ওভার পেমেন্ট এর সমস্যা। অনেক সময় দেখা যায় ৫ জিবি হোস্টিং কিনে রেখেছেন ২/৩ হাজার টাকা দিয়ে, কিন্তু আপনার প্রকৃত ব্যবহার হচ্ছে ২০০ বা ৩০০ এম্বি। এধরনের সমস্যা দূরীকরণেই কাজ করবে আমার হোস্টার এর ক্লাউড হোস্টিং। এক্ষেত্রে আপনি প্রতিমাসে ঠিক ততটুকুই পে করবেন যতটুকু স্টোরেজ, ব্যন্ডউইথ, বা ডোমেইন আপনি ব্যবহার করছেন। ক্লাউড হোস্টিং এর সুবিধা কী?সাথে আরো থাকছে র্যম, সিপিইউ এর পরিমাণ বেছে নেয়ার সুবিধা। এছাড়াও যে ফিচার গুলো থাকছেঃ
ক্লাউড হোস্টিং কি ফ্রী?জ্বী, ক্লাউড হোস্টিং আপনি সম্পূর্ণ ফ্রী তে অর্ডর করতে পারেন। বর্তমানে কোন সেটাপ ফি বা ফিক্সড চার্জ নেই। তবে আপনার ওয়েবসাইট চালু রাখতে পরবর্তী মাস থেকে ব্যবহৃত রিসোর্স এর জন্য পেমেন্ট করতে হবে। প্রতি মাসে পে করতে না চাইলে আপনি অ্যাডভান্স অ্যাড ফান্ড করে রাখতে পারেন এবং সেটা অটোমেটিক ভাবে ভিবিষ্যত ইনভয়েসে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। চলুন দেখে নেই অর্ডর করার পদ্ধতি।
ক্লাউড হোস্টিং সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। এবিষয়ে বা অন্য কোন টপিক এ টিউটোরিয়াল প্রয়োজন হলে কমেন্ট এ জানাবেন, ধন্যবাদ The post ক্লাউড হোস্টিং নিন ফ্রী তে — বাংলাদেশে প্রথম পে অ্যাস ইউ গো Cloud Hosting appeared first on Trickbd.com. | ||
Wapkiz এ সহজে শিখুন CSS প্রথম পব Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে Wapkiz site এ CSS manage করা ও CSS কি তা শেখাতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন । আমরা এই ইন্টারনেট জগতে সবকিছু ঘেটাঘেটি করেই শিখেছি । যেমন আমরা মোবাইলে ইনকাম করতে পারতাম না । কিন্তু আস্তে আস্তে তা শিখে গেছি । ঠিক সেভাবে আমরা wapkiz এ CSS শিখব । তার আগে আমাদেরকে ভালোভাবে জানতে হবে যে CSS এর কাজ কী? -> CSS এর কাজ মূলত Html কে সংক্ষিপ্ত রুপ দেওয়া । যেমন ধরুন আমাকে ওয়েবসাইটের প্রায় প্রতিটি ক্ষেত্রে Background রঙিন করতে হচ্ছে । তাহলে আমি যদি প্রতিটি ক্ষেত্রে Html ব্যাবহার করি তাহলে লিখতে লিখতে হাতে ব্যাথা ধরে যাবে । যদি একটি CSS এ রঙ ধরে করতে থাকে হলে ব্যাবহারটা অনেক সহজে হয়ে যাবে । আমরা প্রথমে Wapkiz থেকেই CSS শেখার চেষ্টা করি । ওয়াপকিজ যে আমাদেরকে কতকিছু দিয়েছে তা আমরা কাজে লাগাতে পারছি না । ওয়াপকিজে CSS তৈরি করা সহজ । আমাদেরকে মাথা ঘামিয়ে করা লাগবে না । শুধু নিদিষ্ট অপশনে আপনি যা চান তা সেলেক্ট করতে হবে । তো আজ যেহেতু প্রথম পব । আমি শুধু CSS তৈরি করাটা শেখাব । পরবতীতে ব্যাবহার নিয়ে আলোচনা করব । ১। প্রথমে সাইটের Panel mod এ যান এবং তারপর css style theme অপশনে ক্লিক করুন । ২। একদম শেষের দিকে এসে Add new with generator অপশনে ক্লিক করুন । ৪। তাছাড়া বডার সাইয ইচ্ছামতো 1px/2px ইত্যাদি ব্যাবহার করতে পারেন । ৫। Font color আপনি রঙ বা রঙের কোড দিতে পারেন । যেমন আমি white দিয়েছি । তাছাড়া Font width টি নরমাল বা বোল্ড বা ইটালিক করতে পারেন । আজ এতটুকুই । পরবতী পবে এর কাজ সম্পকে বণনা করা হবে । The post Wapkiz এ সহজে শিখুন CSS প্রথম পব appeared first on Trickbd.com. | ||
শিক্ষা জীবনে কিভাবে সফল হবেন!! Posted: আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি বাসি। কেমন আছেন সবাই । আশা করি ভাল আছেন সকলে। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে চলে এলাম আপনাদের মাঝে, ভিন্ন একটি বিষয় নিয়ে ভিন্ন একটি পোস্ট নিয়ে। এত বেশি দেরী না করে শুরু করা যাক। আমাদের সবার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, শিক্ষাজীবন। ছোটবেলা থেকে আমরা সকলেই শিক্ষা এর সাথে যুক্ত। কিন্তু অনেকেই পড়াশোনা এর ব্যাপারে সঠিক নিয়ম জানে না, এর ফলে কঠোর পরিশ্রমের ফলে ও সঠিক ফলাফল পাওয়া যায় না। এর ফলে আমাদেরকে অনেক কথা শুনতে হয়, এমনকি নিজের কাছেও খারাপ লাগে। আজকে আমি আপনাদের কাছে এমন কিছু টিপস শেয়ার করব, যার ফলে শিক্ষা জীবনে অনেক উন্নতি করা সম্ভব। প্রথমতঃ পড়তে হবে এ প্লাস পাওয়ার জন্য না,, কারণ বর্তমানে বাংলাদেশের প্রায় 80 শতাংশ ছেলে মেয়ে, এ প্লাস পাওয়ার জন্য পড়াশোনা করে। মনে করে এ প্লাস পেলে সব কিছু সম্ভব ভালো করা। তাদের ধারনা টা ভুল,। এর ফলে তারা ঠিকই এ প্লাস পাই কিন্তু তারা তাদের মনের বিকাশ ঘটাতে পারে না। তারা সঠিক শিক্ষা লাভ করতে পারে না। তাই প্রথমত এ প্লাস এর চিন্তা বাদ দিতে হবে। তুমি নিজে যতটুকু পারবে ততটুকু দিয়ে চেষ্টা করে যাবে। দেখবে একদিন সফলতা তোমার দ্বারপ্রান্তে চলে এসেছে। দ্বিতীয়তঃ একটানা বেশিক্ষণ পড়া যাবেনা । কারন একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে ছাত্র-ছাত্রীরা যখন কোন একটা বিষয় নিয়ে বেশিক্ষণ পড়াশোনা করতে যায় বা মাথা ঘামায়, ঠিক তখন সেই বিষয়টা বিরক্তি এর কারণ হয়ে দাঁড়ায়। এজন্য সঠিকভাবে পড়া হয়না। এজন্য পড়ার ফাঁকে বিরতি এর দরকার। যদি তুমি এক ঘন্টা কোন বিষয়ে পড়ো, তখন সে বিষয়টি পড়ার পরে একটু বিরতি নিতে হবে। সেই বিরতির সময় টুকু তুমি যা খুশি তা করতে পারো যেটা তোমার ইচ্ছা। দেখবে কিছুক্ষণ পরে আবার নতুনভাবে তুমি উদ্দীপনা পাবে,, পড়াশোনা এর জন্য। তৃতীয়তঃ পড়াশোনা এর সময় বাইরের কেউ ডিস্টার্ব যেন না করে। অথবা কেউ এসে গল্প করতে লাগল বা কথা বলতে লাগলো, পড়া এর সময়, ঠিক তখনই আমাদের মাথায় চিন্তা আসে, এখন না পড়লেও চলবে পরে পড়া যাবে। কিন্তু এই ধারণাটি ভুল। যখন কেউ এসে ডিস্টার্ব করবে বা পড়াশোনা এর সময় আসবে, তখন তাকে পড়াশোনা এর সময়ে আসতে নিষেধ করতে হবে। তাহলে দেখা যাবে নিজের পড়াটা ভালোভাবে হচ্ছে। চতুর্থতঃ পড়া এর সময় ফোন বা কম্পিউটার এর আশেপাশে থাকা যাবে না, এতে আমাদের মাইন্ডে অন্য চিন্তা আসে, তখন পড়তে ইচ্ছা হয় না ফোন বা কম্পিউটার এর দিকে আমাদের চিন্তা চলে যায়, এর ফলে আমাদের পড়াটা হয়না। যতটুকু সময় পড়ার দরকার সেই সময়টুকু ফোন বা কম্পিউটার থেকে দূরে থাকতে হবে। পঞ্চমতঃ যতটা সম্ভব জোরে পড়া উচিত। কারন অনেকেই দেখা যায় মনে মনে পড়ে, এতে তাদের 65 শতাংশ পড়া হয়। বাকি 35% পড়া সঠিকভাবে হয় না। যতটা সম্ভব জোরে পড়ার চেষ্টা করতে হবে । পড়া হবেই ১০০%। তো ধন্যবাদ সবাইকে । ভালো থাকবেন। সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ট্রিকবিডি এর সঙ্গেই থাকবেন। The post শিক্ষা জীবনে কিভাবে সফল হবেন!! appeared first on Trickbd.com. | ||
ডাউনলোড করে নিন উত্তরবিডি / ই হেল্পবিডি সাইটের পেইড থিম | সাথে ইনকাম করার সুযোগ। (Don’t Miss) Posted: হ্যালো ঠিক বাসি কেমন আছেন সবাই? আশা করি অনেক ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায়। অনেকদিন পর ট্রিকবিডিতে লিখতেছি। তাই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমি আপনাদের মাঝে আমার দুইটি সাইটের পেইড থিম শেয়ার করবো এবং সেই সাথে অনলাইন থেকে মোবাইল দিয়ে কিভাবে টাকা ইনকাম করবেন সেটিও আপনাদের মাঝে তুলে ধরবো। উত্তরবিডি / ই- হেল্পবিডি সাইটের থিমবন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ন ফ্রিতে আমার সাইটের থিমটি শেয়ার করতেছি। থিমটি ফিচার অনেক এবং ইউজার ফ্রেন্ডলি এছাড়াও থিমটি ব্যবহার করে আপনি সহজেই গুগল এডসেন্স এপ্রুভ পাবেন। প্রথমেই এখান থেকে ডেমো দেখে আসুন তারপর পছন্দ হলে আপনার সাইটে ব্যবহার করবেন। আশা করি আপনার থিমটি ভালো লেগেছে। যদি থিমটি ভালো লেগে থাকে তাহলে নিচে ডাউনলোড লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিবেন। অনলাইন থেকে মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২২অনেকেই আছেন মোবাইল দিয়ে অনলাইন থেকে হাজার – হাজার টাকা ইনকাম করতেছেন। আবার অনেকেই আছেন যারা কি না অনলাইন থেকে একটি পয়সায়ও এখন পযন্ত ইনকাম করতে পারেননি। তো যারা অনলাইন থেকে ইনকাম করছেন বা ইনকাম করতে পারছেন না তাদের সকলের জন্য আমি সামান্য কিছু ইনকামের ব্যবস্থা রেখেছি চাইলে আপনারা এই কাজটি করতে পারেন। প্রশ্ন হলো কাজ টি কি?উত্তরঃ কাজ হলো প্রশ্ন এবং উত্তর করা ( খুবই সহজ একটি কাজ) কিভাবে এবং কোথায় কাজ করবেন?বর্তমানে আমার দুইটি সাইটে কাজ চালু আছে একটি হলো Uttorbd.xyz এবং Ehelpbd.xyz
যেহেতু পেমেন্ট আমি নিজে করবো সুতারাং পেমেন্ট নিয়ে কোন ভয় নাই। আমি এর আগেও আপনাদেকে নিয়ে কাজ করেছি এবং সকলকে পেমেন্ট করেছি। আর একটা কথা জানিয়ে রাখি, আমি খুব শিগ্রই যারা একদমই অনলাইন থেকে আয় করতে পারছেন না তাদেরকে নিয়ে বড় একটা আয়ের সোর্স শেয়ার করবো ইনশাআল্লাহ। এবং সেখান থেকে প্রতি মাসে সর্বনিম্ন ৬০০০ থেকে ২০০০০ টাকা আয় করা যাবে। তাই আপনারা সকলেই ট্রিকবিডিতে একটিভ থাকবেন৷ এবং আমার জন্য দোয়া করবেন। থিম ডাউনলোড লিংক: থিমটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। আমার ছোট ব্লগ সাইট: চাইলে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সকলকে। যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমি। The post ডাউনলোড করে নিন উত্তরবিডি / ই হেল্পবিডি সাইটের পেইড থিম | সাথে ইনকাম করার সুযোগ। (Don’t Miss) appeared first on Trickbd.com. | ||
[Hot] ফ্রি ফায়ারের মতো জাভা গেম এখনি ডাউনলোড করে নিন।[Dont_Miss_Java_User] Posted: আসসালামু আলাইকুম ।আশা করি সবাই ভালো আছেন।আমি যে আজ গেইমটি সম্পর্কে বলবো সেটি 80% ফ্রি ফায়ারের মতো। Game Informetionএটি অনেক সুন্দর একটি গেই।আর খারাপ লাগার বিষয় একটি তাহ হলো এখানে মাএ 8 লেভেল পর্যন্ত আছে।এটি আপনি গুলি,বোম ও মারতে পারবেন।এখানে আপনি মানুষ,রোবাটির ডোরোন,আর শেষ লেভেলে একটি বড় রোবট এর সাথে খেলতে পারবেন।এখানে গাড়িতেউ চরতে পারবেন।এখানে একে অপরকে গুলি করতে পারবেন যেমন ফ্রি ফায়ারে আছে। প্রথম ওপেন করে New Game এ ক্লিক করে Level 1 সেলেক্ট করেলেই গেম শুরু হবে। | | আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর টিরিকবিডির সাথে থাকবেন। The post [Hot] ফ্রি ফায়ারের মতো জাভা গেম এখনি ডাউনলোড করে নিন।[Dont_Miss_Java_User] appeared first on Trickbd.com. |
Posted: Ram শব্দটির সাথে আমরা প্রায় সবাই পরিচিত। বর্তমানে ভার্চুয়াল Ram শব্দটি অনেক বেশি ভাইরাল হচ্ছে। অনেকেই ভার্চুয়াল Ram সিস্টেমকে নতুন বলে, কিন্তু এটা নতুন কোন টেকনোলজি না। আগে আপনাকে ভার্চুয়াল Ram ব্যবহার করতে হলে, আপনার স্মার্ট ফোনকে রুট করতে হতো। আগের পুরোনো মোবাইলে মোবাইল কোম্পানিগুলো এই পারমিশনটা ব্লক করে রাখত, যার ফলে এই সিস্টেমটা ব্যবহার করতে হলে, অবশ্যই ফোনকে রুট করতে হতো। কিন্তু বর্তমানে মোবাইল কোম্পানিগুলো এই পারমিশনটা অনেক মোবাইলেই ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছে। তাহলে চলুন ভার্চুয়াল Ram সম্পর্কে জেনে নিই… • ভার্চুয়াল Ram (Virtual Ram) কি? • ভার্চুয়াল Ram কিভাবে কাজ করে: আপনার মোবাইল বা কম্পিউটার এর ফিজিক্যাল Ram যখন তার সীমা অতিক্রম করে ফেলে, তখন আপনার ডিভাইস তার নিজের প্রয়োজন অনুযায়ী আপনার হার্ডডিস্ক থেকে কিছু অংশ Ram হিসেবে ব্যবহার করে। • ভার্চুয়াল Ram এর সুবিধা: • ভার্চুয়াল Ram এর অসুবিধা: যে কোনো কিছুরই ভালো এবং খারাপ দিক আছে, তাই বলে সেই জিনিসটা ব্যবহার করা ছেড়ে দিবেন, এটা হবে বোকামির কাজ। আপনার ডিভাইসের যদি ভার্চুয়াল Ram ডিফল্ট ভাবে থাকে, সেক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারেন। এটা আপনার ডিভাইসকে সামান্য হলেও ফাস্ট করতে সাহায্য করবে। আশা করি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
অনলাইনে বাসের টিকিট কাটার নিয়মThe post ভার্চুয়াল Ram (Virtual Ram) কি? ভার্চুয়াল Ram কিভাবে কাজ করে এবং এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে জেনে নিন appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments