রবি সিমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট!! |
- রবি সিমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট!!
- কি-বোর্ডের শর্টকাট কি ব্যবহার করে ব্রাউজারের এক্সটেনশন ওপেন করুন। বাড়িয়ে নিন আপনার প্রোডাক্টিভিটি।
- যে কোন অ্যাপ বা সাইটে টোকেন ক্লেইম করার জন্য মোবাইলে টাইমার ক্লক সেট করবেন যেভাবে।
- [ব্যবসায়িক আইডিয়া] ৫ থেকে ১০ হাজার টাকার মধ্যে কি কি ব্যবসা করা যেতে পারে চলুন জেনে নিই
- গ্রাফিক্স ডিজাইন (Graphics Design) কি? গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা গুলো জেনে নিন
রবি সিমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট!! Posted: আসসালামু আলাইকুম প্রিয় ট্রিকবিডি মেম্বার। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। তাই আজকে আপনাদের জন্য নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। তো বেশি দেরি না করে শুরু করা যাক। বর্তমানে বাংলাদেশের ৫ টি টেলিকম প্রতিষ্ঠান রয়েছে। এসব টেলিকম প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রামীণফোন, রবি ,বাংলালিংক ,এয়ারটেল ,টেলিটক, স্কিটো সিম গুলো লক্ষ্য করা যায়। বাংলাদেশে অনেকদিন ধরে ফ্রি ইন্টারনেট অফার বন্ধ রয়েছে। তবুও বর্তমানে কিছু কিছু সিম কোম্পানি ফ্রি ইন্টারনেট অফার প্রদান করছে। এগুলোর মধ্যে রবি অন্যতম একটি টেলিকম প্রতিষ্ঠান। বাংলাদেশের রবির প্রায় সাড়ে 5 কোটি গ্রাহক রয়েছে। রবি সব সময় তার গ্রাহকসেবা কে আকৃষ্ট করার জন্য বিভিন্ন রকম লোভনীয় অফার প্রদান করে থাকে। রবি সব সময় কম টাকার মধ্যে ইন্টারনেট প্রদান করে থাকে, এর ফলে মানুষ রবি সিমের প্রতি আকৃষ্ট হচ্ছে বেশি। বর্তমান সময়ে রবি একটি ইন্টারনেট অফার প্রদান করছে, যার মাধ্যমে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। অনেকে হয়ত জানেন আবার অনেকেই হয়তো জানেন না,,, *১২১*১০২০৩০*১# কোডটি ডায়াল করার পরে ফ্রি এমবি পাওয়া যাবে। আপনাদের সুবিধার জন্য স্ক্রিনশট এড করে দিলাম। দেখুন আমি কোডটি ডায়াল করলাম তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে আপনার ফোনে একটি কনফার্মেশন এসএমএস আসবে সেখানে দেখা যাবে আপনি এমবি পেয়েছেন। আর এই এমবির জন্য আপনাকে কোন টাকা চার্জ করা হবে না। যতবার ডায়াল করবেন ততবার 1mb করে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এটার নির্দিষ্ট কোনো লিমিটেশন নেই, আপনি যতবার কোড ডায়াল করবেন ততবার ফ্রি ইন্টারনেট পেয়ে যাবেন। অনেক সময় দেখা যায় আমাদের জন্য এই 1mb অনেক মূল্যবান হয়ে দাঁড়ায়। তাই ফ্রিতে হলেও এই 1mb আমাদের জন্য অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তো বন্ধুরা এই ছিল বিস্তারিত। ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। যদি পোস্টের কোথাও ভুল ত্রুটি থাকে ধরিয়ে দেবেন শুধরে নেওয়ার চেষ্টা করব। যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকেভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। The post রবি সিমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট!! appeared first on Trickbd.com. |
কি-বোর্ডের শর্টকাট কি ব্যবহার করে ব্রাউজারের এক্সটেনশন ওপেন করুন। বাড়িয়ে নিন আপনার প্রোডাক্টিভিটি। Posted: আমরা যারা অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্টিভ কাজ করে থাকি তারা প্রায় সকলেই কাজের সুবিধার্থে বিভিন্ন ধরনের ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে থাকি। তার মধ্যে কিছু এক্সটেনশন আমরা একদম প্রায়শই ব্যবহার করে থাকি। তাই আপনি যদি এ সকল এক্সটেনশনের জন্য কি-বোর্ড শর্টকাট সেট করে রাখেন তাহলে আপনি খুব সহজেই কি-বোর্ডের মাধ্যমেই এ সকল এক্সটেনশন গুলো খুব অল্প সময়ে এবং সহজে ওপেন করতে পারবেন, যেখানে মাউস দিয়ে বারবার ওপেন করা একটু সময়ের ব্যাপার। আর আপনি যে ব্রাউজার ই ব্যবহার করেন না কেন, আজকের টপিকে প্রায় সকল ব্রাউজারেই কিভাবে এক্সটেনশনে জন্য শর্টকাট কি সেট করবেন তা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে চলুন মূল টপিকে যাওয়া যাক।
ক্রোম ব্রাউজারে এক্সটেনশন শর্টকাট ব্যবহারের নিয়ম (How to Set a Keyboard Shortcut for a Chrome Extension):
ফায়ারফক্স ব্রাউজারে এক্সটেনশন শর্টকাট ব্যবহারের নিয়ম (How to Set a Keyboard Shortcut for a Firefox Extension):
ক্রোমিয়াম বেইজড ব্রাউজার মাইক্রোসফট এজ এবং ব্রেভ ব্রাউজারে এক্সটেনশন শর্টকাট ব্যবহার করার জন্য ক্রোম ব্রাউজারে ক্ষেত্রে দেখানো স্টেপ গুলো ফলো করুন।
Also Check: Fake NID Card Maker BD
আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছে। কোন কিছু না বুজে থাকলে অবশ্যই কমেন্ট করবনে অথবা আমার সাথে যোগাযোগ করবেন। আর ভাল কিছু পেতে পোষ্টে কমেন্ট করে টিউনারদের উৎসাহিত করুন। Signing Out… আল্লাহ্ হাফেজ।The post কি-বোর্ডের শর্টকাট কি ব্যবহার করে ব্রাউজারের এক্সটেনশন ওপেন করুন। বাড়িয়ে নিন আপনার প্রোডাক্টিভিটি। appeared first on Trickbd.com. |
যে কোন অ্যাপ বা সাইটে টোকেন ক্লেইম করার জন্য মোবাইলে টাইমার ক্লক সেট করবেন যেভাবে। Posted: আসসালামু আলাইকুমআশা করি আপনি ও আপনার পরিবারের সকলেই সুস্থ্য ওভালো আছেন। অনলাইন জ্ঞান অর্জনে ও বিতরণে ট্রিকবিডির সঙ্গেই থাকুন। বরাবরের মতই অপ্রাসঙ্গিক কথা না বলে মূলে আলোচনায় চলে যাচ্ছি। অনলাইনে আমরা যারা খুব ছোট পরিমানে মাসে ইনকাম করে থাকি তারা সাধারণত অ্যাপ থেকে ইনকাম, মাইনিং, এয়ারড্রপ, ইনভেস্টমেন্ট, নির্দিষ্ট সময় পর পর ক্লেইম করার ইত্যাদি কাজ করি। আজ দেখাবো নির্দিষ্ট সময় পরপর যেকোন অ্যাপ বা সাইটে টোকেন ক্লেইম করার জন্য টাইমার সেটিং ট্রিক্স। তো সর্বপ্রথম আমি একটি সাইট নির্বাচন করে নিচ্ছি যেটি দ্বারা আপনাদের সম্পূর্ণ ধারণা দিব। সাইটির নাম হচ্ছে Beastfi ইতিমধ্যে এই সাইটে আমার একটি একাউন্ট আছে আপনাদের যে কোন সাইটে থাকতে পারে সমস্যা নেই। এই সাইট থেকে প্রতি ৫ মিনিট পর পর 0.00763889 BSW ইনকাম করা যায় যেখানে 1 BSW এর দাম হচ্ছে 60৳। এখন প্রশ্ন হচ্ছে সারাদিন তো আর এই সাইটে বসে থেকে ৫ মিনিট পর পর ক্লেইম করা যাবেনা। এক দিকে এক সময় বিরক্তি আর অনেক দিন লেগে যাবে ৫ মিনিট পর পর না করতে পারলে। তাই আপনাদের একরম যে সাইট আছে তার জন্য টাইমার সেট করে নিন। টাইমার সেট করতে আপনাদের এই Google এর Clock এপ্লিকেশনটির প্রয়োজন পড়বে। প্লেস্টোর থেকে থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করুন। এখন আপনাকে এপের ভিতর কিছু সেটিং করে নিতে হবে তার জন্য স্ক্রিনশট ফলো করুন। প্রথমে ডানপাশের উপরে থ্রি ডট এ ক্লিক করুন এখন আপনি কত মিনিট পর পর ক্লেইম করবেন তা Snooze Length থেকে সেট করুন। আমি ৫ মিনিট পর পর করব তাই ৫+১=৬ মিনিট করে দিলাম। আপনি যত মিনিট পর পর ক্লেইম করবেন অবশ্যই তার সাথে ১ যোগ করতে হবে। Setting সেট করা হয়ে গেলে ব্যকে চলে আসুন তারপর + আইকনে ক্লিক করুন। এই এপ থেকে সর্বোচ্চ ৩০ মিনিটের Snooze টাইমার সেট করতে পারবেন আপনার ক্লেইমিং টাইম যদি এর বেশি হয় তাহলে নির্দিষ্ট সময় ব্যবধানে আলাদা Time দিয়ে একের অধিক এ্যালার্ম সেট করে নিলেই হবে। আপনি চাইলে আলাদা আলাদা একাউন্টের টাইমার এলার্ম এর জন্য সেই সাইটের নাম দিয়ে রিংটোন মেইক করে সেট করে দিতে পারেন এতে আপনার বুঝতে সুবিধা হবে কোন কাজটি আপনার করতে হবে। অনলাইনে আর্নিং ও এয়ার্ড্রপের কাজ করতে যারা আগ্রহী তাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি।The post যে কোন অ্যাপ বা সাইটে টোকেন ক্লেইম করার জন্য মোবাইলে টাইমার ক্লক সেট করবেন যেভাবে। appeared first on Trickbd.com. |
[ব্যবসায়িক আইডিয়া] ৫ থেকে ১০ হাজার টাকার মধ্যে কি কি ব্যবসা করা যেতে পারে চলুন জেনে নিই Posted: ব্যবসা হলো এমন একটি ইনকামের জায়গা, যেখানে আপনি যদি সঠিকভাবে কাজ করেন তাহলে কম সময়ে আপনি ভালো আয় করতে পারবেন। আপনি যদি সঠিক নিয়ম মেনে ব্যবসা শুরু করেন, তাহলে অবশ্যই আপনি সেটাতে সফল হবেন, ইনশাআল্লাহ। তবে আমাদের অনেকেরই যেহেতু প্রথম অবস্থায় ব্যাবসায়িক পুঁজি কম থাকে, তাই আজকের পোস্ট এর মাধ্যমে আপনাদের মাঝে কম টাকার (আনুমানিক ৫ থেকে ১০ হাজার টাকা) মধ্যে কিছু ব্যবসায়িক আইডিয়া শেয়ার করব। চলুন শুরু করি… • হোম-গ্রোন বেকারি: এছাড়া আমাদের দেশে প্রতিটি গলি গলিতে চায়ের দোকান আছে, আপনি চাইলে সেখানেও আপনার তৈরীকৃত পাউরুটি কিংবা কুকি বিক্রি করতে পারবেন। এগুলো বিক্রি করে আপনি আপনার ব্যবসাকে আরো প্রসারিত করতে পারবেন। • সুগন্ধি তৈরির ব্যবসা: বর্তমানে অর্গানিক সুগন্ধির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আপনি চাইলে সেগুলো আপনার বাসায় তৈরি করে আপনার এলাকার মধ্যে ব্যবসা শুরু করতে পারেন। • আয়রনিং বা ইস্ত্রির ব্যবসা: আপনি চাইলে কম খরচে একটি আয়রনিং বা ইস্ত্রির ব্যবসা করতে পারেন। এই ব্যবসায় খরচ অনেকটাই কম। আপনি আপনার এলাকার মধ্যে থেকেই এই ব্যবসা করতে পারবেন। • পরিবেশবান্ধব কাগজের ব্যাগ তৈরি: এছাড়া আপনি যদি পরিবেশবান্ধব ব্যাগ তৈরি করার একটি মেশিন কিনেন, তাহলে আপনি একদিনে প্রচুর পরিমাণে ব্যাগ তৈরি করতে পারবেন। এতে করে আপনার ব্যবসার প্রসার আরো বৃদ্ধি পাবে। আপনি চাইলে অনলাইনের মাধ্যমে হোলসেল এর অর্ডার নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। • সেলাইয়ের ব্যবসা: পরে যখন আপনার মূলধন বাড়বে, তখন আপনি চাইলে আপনার ব্যবসাকে বড় পরিসরে গার্মেন্টস সেক্টরে ও নিয়ে যেতে পারবেন। • ঘর সাজ-সজ্জার ব্যবসা: পরবর্তীতে যখন আপনার মূলধন পারবে তখন আপনি এই ব্যবসা বড় পরিসরে বাড়াতে পারবেন। আপনি চাইলে আপনার এলাকার মধ্যেও এ ব্যবসা করতে পারেন, অথবা বর্তমানে অনলাইনের মাধ্যমেও এ ব্যবসা করা সম্ভব। • আয়ুর্বেদিক ওষুধের ব্যবসা: তবে মনে রাখবেন, আপনার বিক্রিকৃত আয়ুর্বেদিক ওষুধ গুলো যেন সঠিক হয়। • হ্যান্ডিক্রাফট এর দোকান: আপনার মূলধন যদি কম থাকে সেক্ষেত্রে স্বল্প পরিসরের প্রথমে সে ব্যবসা শুরু করুন, পরে যখন মূলধন বাড়বে তখন আপনার ব্যবসা ও বাড়াতে পারবেন। আমি আজকের পোস্টের মাধ্যমে আপনাদের কম টাকায় ব্যবসা শুরু করার জন্য কিছু আইডিয়া শেয়ার করলাম। আশা করি পোস্টটি আপনাদের কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
অনলাইন ইনকাম কি? কিভাবে অনলাইন ইনকাম করা যায়The post [ব্যবসায়িক আইডিয়া] ৫ থেকে ১০ হাজার টাকার মধ্যে কি কি ব্যবসা করা যেতে পারে চলুন জেনে নিই appeared first on Trickbd.com. |
গ্রাফিক্স ডিজাইন (Graphics Design) কি? গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা গুলো জেনে নিন Posted: বর্তমানে যুব সমাজের মধ্যে বেশিরভাগ মানুষই চায় ফ্রিল্যান্সিং করতে। আপনি অনেকগুলো বিষয়ের মধ্যে যেকোনো একটি বা একাধিক কাজ শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। আজকে আমি কথা বলব গ্রাফিক্স ডিজাইন নিয়ে। তাহলে চলুন জেনে আসি… • গ্রাফিক্স ডিজাইন (Graphics Design) কি? টেক্সট, ছবি ও ধারণা থেকে তৈরি হওয়া ইমেজটি আমরা বিভিন্ন এডভেটাইস, ম্যাগাজিন, বই, ওয়েবসাইট এবং লোগো ইত্যাদিতে ব্যবহার করতে পারি। • গ্রাফিক্স ডিজাইন শিখতে কতদিন লাগবে: আর যদি আপনি গ্রাফিক্স ডিজাইন এর উপরে ডিপ্লোমা করতে চান সেক্ষেত্রে আপনার ৬ থেকে ৮ মাস বা ১ বছর লাগতে পারে। আর আপনি যদি কোন ধরনের ডিগ্রী অর্জন না করে শুধুমাত্র কাজ করার জন্য গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, সে ক্ষেত্রে আপনি বিভিন্ন কোচিং সেন্টারে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন। কোচিং সেন্টারে গ্রাফিক্স ডিজাইন কতদিনের শিখবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের উপরে নির্ভর করবে। তবে আপনি যদি ভাল কোন কোচিং সেন্টারে যুক্ত হয়ে গ্রাফিক্স ডিজাইন শিখেন, সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন। ফালতু সব কোচিং সেন্টারের যুক্ত না হয়ে, ভালো কোচিং সেন্টারে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। ফালতু কোচিং সেন্টারের যুক্ত হলে আপনার শুধু টাকা এবং সময় দুইটাই নষ্ট হবে, কিন্তু আপনি সঠিক কাজ শিখতে পারবেন না। • গ্রাফিক্স ডিজাইন শিখতে কি কি লাগে: কিন্তু আপনি যদি এডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লেটেস্ট টেকনোলজি ও প্রযুক্তি দিয়ে পিসি বিল্ড আপ করতে হবে। এ বিষয়টা নিয়ে আমি পরবর্তী কোন একটি পোস্টে আলোচনা করার চেষ্টা করব। • কি কি কাজে গ্রাফিক্স ডিজাইন ব্যবহার করা হয়: এছাড়া আরো অনেক কাজে গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা রয়েছে। • গ্রাফিক্স ডিজাইন এর প্রয়োজনীয়তা: এছাড়া আপনি যদি কোম্পানিতে চাকরি নাও পান, সেক্ষেত্রেও আপনি ফ্রিল্যান্সিং করে প্রতিমাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। কারণ ফ্রীলান্সিং জগতে গ্রাফিক্স ডিজাইনে আলাদা একটি গুরুত্ব রয়েছে। আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে (যেমন: ফাইবার, আপওয়ার্ক, freelancer.com ইত্যাদি) গিয়ে দেখতে পারেন গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা কতটুকু। বর্তমানে গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা অনেক বেশি, এবং ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। গ্রাফিক্স ডিজাইন নিয়ে অনেক কিছু লিখা যায়। কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কিছু সাধারণ ধারণা আপনাদের মাঝে উল্লেখ করলাম। গ্রাফিক্স ডিজাইন সেক্টরে প্রবেশ করার আগে অবশ্যই গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। এতে করে পরবর্তীতে আপনি ঝামেলায় পড়বেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ব্যাংক ড্রাফট কিভাবে করতে হয় | How to make a bank draftThe post গ্রাফিক্স ডিজাইন (Graphics Design) কি? গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা গুলো জেনে নিন appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments