Search box..

How To Get 12 Month VPS Hosting (133$ Free) And Install Cyber Panel ( Business Idea – 3 )

How To Get 12 Month VPS Hosting (133$ Free) And Install Cyber Panel ( Business Idea – 3 )


How To Get 12 Month VPS Hosting (133$ Free) And Install Cyber Panel ( Business Idea – 3 )

Posted:

How To Get 12 Month VPS Hosting And Install Cyber Panel নিয়ে আমাদের আজকের পর্ব সাজানো হয়েছে তাহলে চলুন দেরী না করে শুরু করা যাকঃ-

 

How To Get 12 Month VPS Hosting And Install Cyber Panel আলোচনা শুরু করার আগে কিছু ব্যসিক জিনিস আপনার জানার প্রয়োজন আছে। যেমনঃ- 

VPS Hosting কি?

 

 

VPS = Virtual Private Server

 

Virtual Private Server টা হলো একটা ভার্চুয়াল মেশিন যা কিনা ইন্টারনেট হোস্টিং সেবা দেওয়ার জন্য বিক্রি করা হয়।

আর অন্যান্য হোস্টিং সার্ভিসের থেকে VPS Hosting এর মূল্য বেশী হয়ে থাকে সাধারণত। আর এটা অন্যান্য গুলোর থেকে ভালো পারফর্ম করে। যার ফলে আমি VPS Hosting টা কে পছন্দের তালিকায় শীর্ষে রেখেছি। 

What Is Cyber Panel:

 

 

 

Cyber Panel টা হলো ওয়েব হোস্টিং Control Panel সফটওয়্যার। এবং এর গ্রাফিকাল ইন্টারফেস রয়েছে পাশপাশি এটা অটোমেশন টুলস সরবরাহ করে থাকে। 

একটি ওয়েব সাইট হোস্ট করার প্রক্রিয়াটিকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে৷ এটি একটি  কাঠামো ব্যবহার করে একটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীকে টুলস এবং ফিচার গুলো নিয়ন্ত্রন করার ক্ষমতা দিয়ে থাকে।

 

 

 

আর এই CyberPanel ছাড়াও আপনি চাইলে CPanel, Plesk. Direct Admin, Webmin ব্যবহার করতে পারেন। 

তবে আমি CyberPanel সাজেস্ট করছি কারন এটা ফ্রি কোন এক্সটা চার্জের দরকার হয় না। আর আমার কাছে পার্সোনালি CyberPanel খুব পছন্দের। 

আশা করি VPS Hosting এবং CyberPanel সম্পর্কে ছোট খাটো ধারনা দিতে পেরেছি এবার চলুন আস্তে আস্তে মূল টপিকের দিকে যাওয়া যাক।

আমরা যেহেতু ওয়েবসাইট এবং এডসেন্স নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ওয়েবসাইট হোস্ট রাখতে হবে।

সেক্ষেত্রে আমাদের যদি পার্সোনাল হোস্টিং থাকে তাহলে তো কথাই নেই এর উপর যদি হয় তা ১ বছরের জন্য ফ্রি সাথে 40 GB Storage,  Unlimited Database, Unlimited Email, Unlimited Website Host তাহলে তো সোনায় সোহাগা তাই না। 

আপনার মাসিক যে হোস্টিং খরচ টা আসতো তা বেচে গেলো।

 

 

 

How To Get 12 Month VPS Hosting And Install Cyber Panel

একবছরের জন্য যদি এই ফ্রি সার্ভিস টি নিতে চাই তবে আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে।

 

  1. USA Number Verification
  2. Gmail Verification
  3. Card Verification 1 Time (1$)
 
নাম্বার ভেরিফিকেশনের জন্য আপনি Google Voice Number ট্রাই করতে পারেন যদি কাজ না হয় সেক্ষেত্রে পেইড নাম্বার ব্যবহার করতে হবে।
জিমেইল হলেই চলবে বাড়তি কিছু নিয়ে সমস্যা নেই।
আপনার একটা ইউ এস এর ব্যাংক একাউন্ট থাকতে হবে যেখানে ভার্চুয়াল কার্ড ও থাকে জাস্ট এক ডলার লোড করে নিলেই হবে।
 
ব্যাংকঃ Go2Bank/BlueBird/MoneyLion/Dave/Chime/Albert Etc আর এগুলো ক্রয় করা যায় একাউন্ট সো টেনশন নট।
 
এবার আমাদের প্রথম কাজ হলো নিচের লিংকে গিয়ে একাউন্ট করা। একাউন্ট করার সময় নাম্বার এবং কার্ড ভেরিফাই করে নিবেন সিম্পল স্টেপ। 
 
 

 

 
একাউন্ট খোলা থেকে শুরু করে নাম্বার এন্ড কার্ড ভেরিফাই হয়ে গেলে আমাদের কাজ শুরু এখন আমাদের সার্ভার বানাতে হবে এবং Cyber Panel ইন্সটল করতে হবে।
 
যেহেতু এটা অনেক লম্বা প্রসেস তাই স্ক্রিনশর্ট না দিয়ে সরাসরি ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি দেখে নিন আর সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। 
 

 

 
 
Download
 
 
তাহলের আশা করি আজকে আমরা হোস্টিং একবছরের জন্য রেডি করে ফেলেছি এবার ওয়েবসাইট বানানোর পালা এবং এডসেন্স ট্রিক এর পরবর্তী স্টেপ।
 
তাই সবাইকে নেক্সট পর্ব দেখার আমন্ত্রন জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি।
দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে অন্য কোন দিন।
চাইলে আমার ক্ষুদ্র ব্লগ থেকে ঘুরে আসতে পারেন নিচে লিংক।
লেখকঃ Cyber Prince

The post How To Get 12 Month VPS Hosting (133$ Free) And Install Cyber Panel ( Business Idea – 3 ) appeared first on Trickbd.com.

খুব সহজেই তৈরি করুন Qr code

Posted:

হ্যালো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।ট্রিকবিডির সাথে থাকলে ভালো থাকারই কথা।

আজকে আমরা qr code নিয়ে আলোচনা করবো এবং আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনিও নিজের একটি qr code তৈরি করে নিতে পারবেন।

qr code আবিষ্কার করেন ডেনসো ওয়েব।যিনি একজন জাপানি।এই qr code আমাদের জীবনকে সহজ করে দিয়েছে।কারণ এই কোডের মাধ্যমে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য স্টোর করে রাখতে পারবেন। qr কোডে আপনি সর্বোচ্চ ৭০৮৯ টি শব্দ স্টোর করে রাখতে পারবেন।তাহলে চিন্তা করুন আপনি কত শব্দ স্টোর করতে পারবেন।৭০৮৯ শব্দ কিন্তু নেহাত কম নয় তাও আবার ছোট্ট একটি কোডে।প্রযুক্তির সাথে সাথে তাল মিলিয়ে এখন দিন দিন qr code এর ব্যবহার বাড়ছে।

এখনকার সময়ে আপনি qr code এর মাধ্যমে যেকোনো টেক্সট,ইউআরএল,লোকেশান এবং কি বিজনেস কার্ডের তথ্য ও স্টোর করতে পারবেন।

qr code এর তথ্য জানতে আপনার স্ক্যানার এর প্রয়োজন হবে।এই স্ক্যানার আপনি মোবাইলে ব্যবহার করতে পারবেন।এরকম স্ক্যানার আপনি গুগল প্লেস্টোরে পেয়ে যাবেন।এছাড়া অনেক মোবাইলে ডিফল্টভাবে এখন স্ক্যানার থাকে।

আসুন এবার জেনে নি কিভাবে আপনি নিজের জন্য qr code তৈরি করবেন। এরজন্য আমরা qr code generator ব্যবহার করবো।প্রথমে এই লিঙ্কে যান QR code generator  এরপর আপনি generate qr code বাটনে ক্লিক করুন। এরপর আপনি নিচের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন

Qr code generator

 

এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন।আমরা যেহেতু এখন টেক্সট স্টোর করবো তাই text অপশনটি সিলেক্ট করলাম।আপনি ইচ্ছা করলে ওয়েবসাইটের ইউআরএল এবং কি বিজনেস কার্ডের তথ্যও স্টোর করতে পারবেন। বিজনেস কার্ডের তথ্যের জন্য vcard অপশন সিলেক্ট করবেন।আমরা এখন টেক্সট স্টোর করবো।

এখন আপনি নিচের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।

Create qr code

 

দেখতে পাচ্ছেন এখানে আমি trickbd is the best লিখেছি।আপনি এইখানে নিজের ইচ্ছামত যেকোন কিছু লিখতে পারেন।এখন আপনি আপনার মোবাইলের qr scanner দিয়ে এই কোডটি স্ক্যান করুন তাহলে আপনি trickbd is the best লিখাটি দেখতে পাবেন।আপনি ইচ্ছা করলে qr code এর কালার পরিবর্তন করতে পারবেন এবং নিজস্ব লগো ব্যবহার করতে পারবেন। এরপর আপনারা qr code টি save করে নিতে পারেন। অথবা আপনি ব্যবসায়িক কাজে ব্যবহার করার জন্য প্রিন্ট ও করে নিতে পারবেন।এতে করে আপনার ব্যবসায়িক ব্র্যান্ডিং বাড়বে।কারণ এখন দিন দিন ব্যবসায়িক এবং ব্যাক্তিগত কাজে এর ব্যবহার বাড়ছে। ওয়েবসাইটের ইউআরএল থেকে শুরু করে, রেস্টুরেন্টের খাবার মেনু,লোকেশন সবকিছুই ওখন qr code এর মাধ্যমে স্টোর করে রাখা হচ্ছে।

আজ এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন।আর ট্রিকবিডির সাথেই থাকুন।

The post খুব সহজেই তৈরি করুন Qr code appeared first on Trickbd.com.

লাইটরুমের প্রিসেট কপি পেস্ট এডিট শিখে নিন এই এক পোস্ট থেকে। [ Lightroom photo editing by preset ]

Posted:

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন?
আশা করি সবাই খুব ভালো আছেন।
আজ আমি আপনাদেরকে lightRoom এর preset কপি পেস্ট করা শিখিয়ে দেবো।
দয়া করে পোস্ট টি সম্পুর্ন পড়বেন। নাহলে কিছুই বুঝতে পারবেন না। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো।

তো বন্ধুরা, lightRoom এপটি যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে, তাহলে ইনস্টল করে নিন।
ইনস্টল করার জন্য প্রথমেই Google play store এ প্রবেশ করুন। তারপর LR লিখে সার্চ করুন এবং এপটি ইনস্টল করে নিন।

ইনস্টল করার পর এপটি ওপেন করুন ।
এপটি ওপেন করলেই নিচের স্ক্রিনশটের মত একটি পেইজ চলে আসবে। তারপর নিচে দেখানো স্ক্রিনশটের মতো + অপশনে ক্লিক করুন।
ক্লিক করার সাথে সাথেই আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনি যে ছবিটি ইডিট করতে চান সেটির উপর ক্লিক করে Add করুন।
Add করার পর আবার Google play store এ প্রবেশ করুন এবং LR free preset লিখে সার্চ করুন। তারপর যে এপটি আসবে সেটিকে ইনস্টল করুন। আপনারা এই এপটি ইনস্টল না করেও ইউটিউব থেকে ফ্রী প্রিসেট ডাউনলোড করতে পারবেন তবে আমি মনে করি এই এপটি থেকে ডাউনলোড করা খুবই সহজ হবে, তাই আমি এইভাবে দেখাচ্ছি।।
প্লে স্টোরে LR free preset লিখে সার্চ করলে যে এপটি সবে সেটিকে ইনস্টল করুন।

তারপর এপটিতে প্রবেশ করুন। এপটিতে প্রবেশ করলে এইরকম অনেক প্রিসেট দেখতে পাবেন।

এখান থেকে আপনার যে প্রিসেট টি পছন্দ হয় সেটির উপর ক্লিক করুন। এবং নিচের স্ক্রিনশটের মত ডাউনলোড অপশনে ক্লিক করুন।
ডাউনলোড করার পর যেভাবে আপনার ছবিটি লাইটরুমে এড করেছিলেন সেইভাবে এই প্রিসেট ছবিটাও এড করুন।

তারপর আবার লাইটরুমে প্রবেশ করুন। তারপর All Photos এ প্রবেশ করে আপনার প্রিসেটটির উপর ক্লিক করুন।
তারপর প্রিসেটটির উপরে (…) থ্রি ডট মেনুতে ক্লিক করুন।
থ্রি ডট মেনুতে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে Copy Settings অপশনে ক্লিক করুন।
তারপর এরকম কিছি অপশন আসবে, এখানের সবগুলো ঘর টিক মার্ক করে দেবেন শুধু [Crop] অপশনটি ছাড়া।
শুধু Crop অপশনটি ছাড়া আর সবগুলো মার্ক করে উপরে [√] টিক অপশনে ক্লিক করুন। তাহলেই দেখবেন সেটিংস কপি হয়ে যাবে। সেটিংস কপি হলে ফোনের স্ক্রিনে [Settings Coppied] এরকম লেখা আসবে।
কপে হয়ে গেলে back বাটনে ক্লিক করে ফিরে এসে আপনি যে ছবিটি ইডিট করতে চান সেটিতে ক্লিক করুন। তারপর এই ছবির উপরে (…) এরকম থ্রি ডট মেনু দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। থ্রি ডট মেনুতে ক্লিক করলে কিছু অপশন আসবে সেটাতে ক্লিক করলে দেখতে পাবে ন যে Paste Settings নামে একটি অপশন আছে সেটাতে ক্লিক করুন।
দেখুন আপনার ছবিটিতে প্রিসেট পেস্ট করা হয়ে গেছে। এবং আপনার ছবিটিকে দেখতে খুবই সুন্দর লাগছে।

ছবিতো সুন্দর হলো, এবার আসি যে কিভাবে ছবিটকে আপনার ফোনে সেইভ করবেন।
ছবিটি সেইভ করতে হলে প্রথমেই আপনাকে ছবির উপরে একটা শেয়ারের অপশন আছে, সেখানে ক্লিক করুন।
সেখানে ক্লিক করলেই নিচে দেখবেন যে [Save to device] নামে আরেকটি অপশন আছে। সেখানে ক্লিক করলেই অল্প একটু সময় লোডিং এর পরই নিচের স্ক্রিনশটের মত লেখা উঠবে [1 photo Exported successfully] এরকম লেখা আসলেই আপনার ফোনে ছবিটি সেইভ হয়ে যাবে।

তো বন্ধুরা , আজকের পোস্ট এই পর্যন্তই।
আশা করি পোস্ট টি খুবই ভালো লেগেছে।
যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে দয়া করে কমেন্টে জানিয়ে দেবেন। আমি ঠিক করে দেবো।
আর যদি এরকম আরো ছবি ইডিটের পোস্ট চান, তাহলে কমেন্ট করুন, আমি চেস্টা করবে আরো এররকম পোস্ট দিতে।

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন,
এবং ট্রিকবিডির সাথেই থাকবেন।
এই আশাতে আজ এখানেই শেষ করছি।
নমস্কার

The post লাইটরুমের প্রিসেট কপি পেস্ট এডিট শিখে নিন এই এক পোস্ট থেকে। [ Lightroom photo editing by preset ] appeared first on Trickbd.com.

ঘরে বসে মৃত্যু ব্যাক্তির জন্য মৃত্যু সনদ আবেদন করুন খুব সহজেই কোনো ধরনের ঝামেলা ছাড়াই বিস্তারিত পোস্ট এ.!

Posted:

মৃত্যু অবধারিত হলেও এই শব্দটি সম্ভবত কারো পছন্দ নয় আর একটি পরিবারে যখন প্রিয় কারোর জীবনাবসান হয়, সে সময় শোকসন্তপ্ত সদস্যদের মাথায় হয়ত অনেক কিছুই কাজ করে না। যেমন, সঠিক সময়ের মধ্যে মৃত্যু নিবন্ধন করা।

কিন্তু সেটি করতে হবে মৃত্যুর ৪৫ দিনের মধ্যে এবং মৃত্যু নিবন্ধন ওই পরিবারের বিভিন্ন কাজে যেমন দরকার তেমনি রাষ্ট্রীয় পর্যায়েও এর অনেক গুরুত্ব রয়েছে।

আর মৃত্যু নিবন্ধন এখন কোথাও যেতে হবে ঘরে বসে আপনি নিজেই অনলাইন এ আবেদন করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই শুধু মাত্র কয়েক টা ধাপ পার হয়ে এবং কিছু সঠিক তথ্য দিয়ে.?

যা যা লাগবে.!

  • যার মৃত্যু সনদ এর জন্য আবেদন করবেন তার অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে। (যে মৃত্যু ব্যাক্তি জন্ম নিবন্ধন নেই সে মৃত্যু সনদ এর জন্য আবেদন করতে পারবে আগে থার জন্ম নিবন্ধন করতে হবে তার পর মৃত্যু সনদ জন্য আবেদন করতে পারবে)
  • মৃত্যু ব্যাক্তি স্বামী বা স্ত্রীর জন্ম নিবন্ধন থাকতে হবে
  • মৃত্যু ব্যাক্তি স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয় পত্র থাকতে হবে
  • উপর এর তথ্য যদি থাকে মৃত্যু ব্যাক্তির তা হলে অনলাইন আবেদন করতে পারবেন

তো বিস্তারিত শুরু করা যাক।

প্রথমে এখানে ক্লিক করুন.!

মৃত্যু ব্যাক্তির জন্ম নিবন্ধন নাম্বার আর জন্ম তারিখ প্রদান করে অনুসন্ধান তে ক্লিক করুন।

তার পর নির্বাচন করুন তে ক্লিক করুন।

এখন

  • দেশ
  • বিভাগ
  • জেলা
  • উপজেলা
  • পৌরসভা/ ইউনিয়ন

সিলেষ্ট করে দিয়ে পরবর্তী তে ক্লিক করুন।
এখন

  • মৃত্যু ব্যাক্তির
    মৃত্যু তারিখ
  • কি ভাবে মৃত্যু
  • মৃত্যু ব্যাক্তির স্বামী বা স্ত্রীর জন্ম নিবন্ধন এর নাম্বার
  • মৃত্যু ব্যাক্তি স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয় পত্র এর নাম্বার
  • মৃত্যু ব্যাক্তি স্বামী বা স্ত্রীর বাংলা এবং ইংরেজি

তথ্য প্রদান করে পরবর্তী তে ক্লিক করুন।

মৃত্যু ব্যাক্তি যেখানে মৃত্যুবরন করেছে সে স্থান এর তথ্য প্রদান করুন এবং সঠিক ভাবে তথ্য প্রদান করা হলে পরবর্তী তে ক্লিক করুন।

এখন মৃত্যু ব্যাক্তি জন্য যিনি আবেদন করতেছেন তার তথ্য দিতে হবে।
যিনি আবেদন করতেছেন তার জন্ম নিবন্ধন এর নাম্বার এবং জাতীয় পরিচয় পত্র এর নাম্বার তার পর একটা ফোনে ✆ নাম্বার এবং যিনি আবেদন করতেছেন তার ঠিকানা এবং সব কিছু সঠিক ভাবে দিয়া হলে পরবর্তী তে ক্লিক করুন।

এখন কোথাও কোন তথ্য প্রদান করতে ভূল হয়েছে কি না তা ভালো ভাবে দেখে নিন ভূল থাকলে পূর্ববর্তী তে ক্লিক করুন আর সব কিছু সঠিক থাকলে সাবমিট এ ক্লিক করুন

তার পর আমার মৃত্যু ব্যাক্তি মৃত্যুবরন এর তারিখ প্রদান করে দিয়ে সাবমিট এ ক্লিজ করুন।

এখন মৃত্যু ব্যাক্তির মৃত্যু সনদ এর জন্য অনলাইন আবেদন করা হয়েছে এখন আবেদনপত্র প্রিন্ট তে ক্লিক করে প্রিন্ট করে নিন

তার পর আবেদনপত্র টি যে কোনো কম্পিউটার এর দোকানে গিয়ে প্রিন্ট করে নিয়ে আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দিবেন এবমগ পরবর্তী তে কি কি করতে হবে তারা বলে দিবে।

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ

The post ঘরে বসে মৃত্যু ব্যাক্তির জন্য মৃত্যু সনদ আবেদন করুন খুব সহজেই কোনো ধরনের ঝামেলা ছাড়াই বিস্তারিত পোস্ট এ.! appeared first on Trickbd.com.

অবিশ্বাস্য অফার মাত্র ৪৯৯৯ টাকায় নতুন অ্যান্ড্রয়েড ফোন..!! বিস্তারিত পোস্টে

Posted:

আসসালামুয়ালাইকুম

আমি 🇹 🇷 🇮 🇨 🇰 🇧 🇩 তে একদম নতুন।

নিজের ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের কিছু জানাতে এসেছি।

এবং এর মাঝেই আমার সামান্য টিপস আপনাদের জানানোর চেষ্টা করবো।

পোস্ট এ কোনো ভুল হলে দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না।

আমি কথা বেশি বাড়াবো না।

সরাসরি মূল কথায় আসি।

বর্তমান সময়ের সাথে পাল্লা দিতে আমাদের সবারই দরকার একটি স্মার্ট ফোন।

বর্তমানে প্রযুক্তির এতটাই বিকাশ ঘটছে যে একটি স্মার্ট ফোন ছাড়া মনে হয় সময় কাটেনা।

আর এখন বাংলাদেশ ডিজিটালাইজেশন হচ্ছে।

আর এই ডিজিটালাইজেশনের জন্য দরকার উন্নত প্রযুক্তি।

তেমনিভাবে স্মার্টফোন এমন এক ধরনের প্রযুক্তি যার মাধ্যমে আমরা বাড়িতে বসেই সারা পৃথিবীর সবকিছু জানতে পারি এবং বুঝতে পারি।

তাই বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সমৃদ্ধশালী তৈরি করেছে।

আর স্মার্ট ফোন ছাড়া মনে হয় এখন জীবনটাই চলে না।

তাই বর্তমানে অনেকেই আছেন স্মার্টফোন কিনবেন কিন্তু বাজেট কম এই নিয়ে চিন্তায় আছেন।

সমস্যা নাই , আজ আমি আপনাদের এমন একটি ফোন সম্পর্কে রিভিউ করব যার দাম মাত্র ৪৯৯৯ টাকা।

এবং এটি তৈরি করেছে বাংলাদেশের স্বনামধন্য স্মার্টফোন ব্র্যান্ড itel

এবং আমরা সব সময় জানি আইটেল আমাদেরকে সবসময়ই বেস্ট জিনিস প্রদান করে।

তাই এবার আইটেল বাংলাদেশের সবচেয়ে বড় টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোনের সমন্বয়ে একটি স্মার্টফোন নিয়ে এসেছে।

এবং এই ফোনটি লো বাজেটের মধ্যে অনেক বেশি সুবিধা দিতে সক্ষম।

ফোনটির নাম হচ্ছে Itel A23 pro

এই ফোনটি বর্তমানে দুইটি কালার ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে।

Specifications

✅Network Dual 4G VoLTE

✅Display 5" Display

✅RAM | ROM 1GB | 8GB

✅ Battery 2400 mAh

✅ OS Android 10 (Go edition)

✅ Processor Quad Core 1.4 GHz

✅ Camera Rear 2MP , Front VGA

✅USP Face Unlock

এবং এই ফোনটি আপনারা কিনতে পারবেন শুধুমাত্র গ্রামীণফোন কাস্টমার কেয়ার সেন্টার থেকে।

এবং এই ফোনের সঙ্গে পাচ্ছেন গ্রামীনফোনের পক্ষ থেকে 12 জিবি ইন্টারনেট ডাটা একদম ফ্রি।

Zee5 ,বাইস্কোপ ,সিনেমাটিক পাস পাওয়া যাবে 30 দিনের জন্য ফ্রিতে।

এবং ২৯৯ টাকা রিচার্জে ১০ জিবি এবং ২০০ মিনিট টকটাইম পাওয়া যাবে 30 দিন মেয়াদে।

এবং ফোনের সঙ্গে থাকছে একবছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।

তো যারা ফোন কিনতে চাচ্ছেন তারা চাইলে এই ফোনটি নিতে পারেন।

আগেই বলে রাখছি এটি একটি নরমাল ফোন।

শুধুমাত্র নরমাল ইউজের জন্য এটি ব্যবহার করতে পারবেন।

যদি হেবি ইউজের কথা চিন্তা করেন তাহলে মাত্র ৪৯৯৯ টাকার ফোনে এটি শুধুমাত্র বিলাসিতা।

হেভি ইউজ করতে হলে কমপক্ষে 10 থেকে 12 হাজার টাকা দামের ফোন কিনতে হবে আপনাকে।

তো যাদের নরমাল ব্যবহার করার জন্য ফোন দরকার তারা এটি
চাইলে নিতে পারেন।

ধন্যবাদ সবাইকে।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

এবং ট্রিক বিডির সাথেই থাকবেন।

যদি পোষ্টের যদি কোনো কথাও ভুল থাকে ধরিয়ে দেবেন শুধরে নেওয়ার চেষ্টা করবো।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post অবিশ্বাস্য অফার মাত্র ৪৯৯৯ টাকায় নতুন অ্যান্ড্রয়েড ফোন..!! বিস্তারিত পোস্টে appeared first on Trickbd.com.

একটি একাউন্ট থেকে অন্য একাউন্ট এ ব্লগার সাইট ট্রান্সফার করুন

Posted:

একটি গুগল একাউন্ট থেকে অন্য গুগল একাউন্ট এ আপনার ব্লগার ওয়েবসাইট ট্রান্সফার করুন।

আসসালামু আলাইকুম।যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ব্লগার সাইট একটি গুগল একাউন্ট থেকে আরেকটি গুগল একাউন্ট এ ট্রান্সফার করবেন।অথবা এভাবেও বলা যায় যে, কিভাবে আরো এডমিন অ্যাড করবেন আপনার সাইটে।আপনি একের অধিক এডমিন অ্যাড করতে পারবেন আপনার ব্লগার সাইটে।

মনে করুন,আপনি একটি ব্লগার সাইটের এডমিন।অর্থাৎ সাইটটি আপনার।এখন আপনি যদি সাইটটি বিক্রি করে দেন অথবা আপনার অন্য গুগল একাউন্ট এ কোনো কারণে ট্রান্সফার করে নিতে চান,তবে এই পদ্ধতি টি অনুসরণ করুন।অন্য একটি একাউন্ট এডমিন দেয়ার পর আপনার অ্যাকাউন্টটি চাইলে রিমুভ করে দিতে পারবেন।

এই পদ্ধতি টি হয়তো অনেকের জানা আছে।আবার যারা নতুন ব্লগিং করতেছে,তাদের অনেকেরই অজানা।আপনি আপনার ব্লগার ওয়েবসাইট বিক্রি করে দিলে আপনার গুগল অ্যাকাউন্ট টি সহ দিতে হয়। যার ফলে , আপনার অ্যাকাউন্টটিতে থাকা পার্সোনাল ডাটা গুলো চলে যায়।কিন্তু এই পোস্টটি পড়ার পর আপনি আপনার গুগল অ্যাকাউন্ট না দিয়েই ওয়েবসাইট একটি একাউন্ট থেকে অন্য একাউন্ট এ ট্রান্সফার করে দিতে পারবেন।

কিভাবে ব্লগার সাইট একটি একাউন্ট একাউন্ট থেকে আরেকটি একাউন্ট এ ট্রান্সফার করবো?

প্রথমে যাবেন ব্লগার ড্যাশবোর্ড এ

তারপর যাবেন সেটিংস এ

এখন খুঁজে বের করুন Permission সেকশন।এবং সেখানে Invite more authors অপশনে ক্লিক করুন।

যে গুগল একাউন্ট এ সাইটটি ট্রান্সফার করতে চান,সেটি ফাঁকা বক্সে লিখুন।তারপর Send বাটনে ক্লিক করুন।

মেইলের ইনবক্স চেক করে দেখুন একটি মেইল এসেছে।সেটির ভিতরে গেলে Accept Invitation বাটন পাবেন।ক্লিক করুন।

তারপর নিচের স্ক্রীনশট এর মত একটু পেজে নিয়ে যাবে।সেখানে Accept Invitation এ ক্লিক করুন।

আবারও,ব্লগার settings – Permission সেকশনে যান।সেখানে গিয়ে Blog Admins and authors অপশনে ক্লিক করুন।তারপর নিচের স্ক্রীনশট এর মত দেখতে পাবেন।সেখানে নতুন যে একাউন্ট টি আপনি ইনভাইট করেছেন,সেটির পাশে Author লেখা একটি ড্রপ ডাউন মেনু পাবেন।সেটিতে ক্লিক করুন

তারপর Admin সিলেক্ট করে দিন।

আপনার কাজ হয়ে গেছে।এখন Save বাটনে ক্লিক করে সেটিংস গুলো সেভ করে দিন।আপনি দেখতে পারবেন,আপনার সাইটের এখন ২জন এডমিন।

কিন্তু,আমি আগেই যেমন বলেছি,আপনি যদি আপনার ব্লগার সাইটটি বিক্রি করে থাকেন,তবে সাইটটি ট্রান্সফার করতে আবারও Blog Admins and authors অপশন থেকে যে অ্যাকাউন্টটি রিমুভ করতে চান সেটির পাশে x(ক্রস) অপশন পাবেন।সেটিতে ক্লিক করে অ্যাকাউন্টটি রিমুভ করে দিতে পারবেন।অথবা ড্রপডাউন মেনু থেকে অ্যাকাউন্টটি অথর করে দিতে পারেন।তারপর Save বাটনে ক্লিক করে সেভ করে দিবেন।

আশা করি,টিউটোরিয়াল টি আপনার কাজে দিবে।দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়াল এ। ততক্ষণ ব্লগার এবং এসইও টিপস পেতে ভিজিট করুন আমার নতুন Blogrtool.com ওয়েবসাইট।


আরো পড়ুন :

নতুনদের জন্য ব্লগার সাইটের কমপ্লিট এসইও টিউটোরিয়াল

কিভাবে ডোমেইন এবং পেজ অথরিটি বাড়াবেন।

কিভাবে হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক তৈরি করবেন।

The post একটি একাউন্ট থেকে অন্য একাউন্ট এ ব্লগার সাইট ট্রান্সফার করুন appeared first on Trickbd.com.

Tecno Spark 7 ফোনের সম্পুর্ণ বাংলা রিভিউ

Posted:

হ্যালো বন্ধুরা আশা সকলেই অনেক ভালো আছেন। আজকের পোস্টে আমি আপনাদের সাথে দারুন একটি কম দামি এন্ড্রয়েড ফোনের রিভিউ নিয়ে এসেছি। আজকের আমাদের রিভিউকৃত ফোন টি হলো Tecno Spark 7 . আর আপনারা সকলেই হয়তো জানেন Tecno Spark 7 ফোনটি প্রায় ৩ – ৪ মাস আগেই বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে।

তো আজকে আমি সেই ফোনটির ই সম্পুর্ন বাংলা রিভিউ নিয়ে হাজির হয়েছি।

Phone Info Shortly

এই ফোনটি ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ নিয়ে বাজারে লঞ্চ হয়েছে। এই ফোনটির দাম ১১,৯৯০ টাকা মানে ১২ হাজার টাকা। এই ফোনটি মূলতে গেমারদের কে টার্গেট করে বানিয়েছে টেকনো কোম্পানি। এটা জয়েন্ট ব্যাটারি ফোন। আর ফোনটির ব্যাটারি 6000mAh এর একটি পাওয়ারফুল বিশাল ব্যাটারি। ফোনটির পেছনে রয়েছে ডাবল ক্যামেরা সেট আপ। সাথে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। তো সব কিছু মিলে ফোনটি কেমন সেই বিষয় এ আমরা জানবো এই পোস্টে। তো চলুন পোস্ট টি শুরু করা যাক।

Designe

ফোনটির ডিজাইনে কিছু টা নতুনত্ব রয়েছে। আবার পুরোপুরি সব নতুন বা খুব সুন্দর তা বলবো না। যেমন আমরা অনেক ব্র‍্যান্ডেই দেখেছি রেয়ারে (পেছনে) বড় করে লেখা থাকে কোম্পানির নাম এটার ক্ষেত্রেও তাই। রেয়ারে বড় করে কোম্পানির নাম লেখা রয়েছে। তবে ফোনটির রেয়ারে ম্যাট ফিনিস রয়েছে যা আমার কাছে ভালো লেগেছে। এর ফলে ফোনটির রেয়ারে কোনো প্রকার স্ক্র‍্যাচ না পড়ার সম্ভবনা অনেক বেশি। তবে রেয়ার টি সম্পুর্ন প্লাস্টিকের তৈরি যেটা স্বাভাবিক।

Sides

ফোনটির ডান সাইডে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার অন – অফ বাটন। বাম সাইডে রয়েছে সিম এবং মেমোরি কার্ড স্লট। উপরের দিকে সম্পুর্ন ক্লিন। এখনে কিছু রাখা হয় নি। নিচের দিক টাতে রয়েছে মাইক্রো প্রাইম পোর্ট, চার্জিং স্লট, এবং ৩.৫ মি.মি. এর একটি ইয়ারফোন জ্যাক স্লট। এবার একটি প্রশ্ন হলো তাহলে স্পিকার কোথায়?

ফোনটির স্পিকার দেওয়া হয়েছে ঠিক সেলফি ক্যামেরার উপরে। মানে কথা বলার / শোনার স্পিকার টাই লাঊড স্পিকারে ব্যাবহার করা যাবে। এই ব্যাপার টা আমার কাছে ভালো লাগে নি। কোম্পানি চাইলে উপরের দিকে চার্জিং স্লট বা ইয়ারফোন জ্যাক স্লট দিয়ে নিচের দিকে স্পিকার দিতে পারতো।

Battery

ফোন টিতে ব্যাবহার করা হয়েছে 6000mAh এর বিশাল একটি ব্যাটারি। এবং ফোনটির বক্সে আপনারা পাবেন ১০ ওয়ার্টের একটি চার্জার। যা দিয়ে এই ফোনটি সম্পুর্ন চার্জ হতে প্রায় ৩ঃ৪৫+ সময় লেগেছে। তবে আমার মতে এখানে ১০ ওয়ার্টের জায়গায় এর বেশি দেওয়া উচিত ছিলো। কিন্তু এই বাজেটে এটাই ভালো। তবে আশা করা যায় ভবিষ্যতে এর থেকে ভালো টা পাবো আমরা। তবে একটি ভালো বিষয় এই ফোন টির ব্যাটারি থেকে খুব ভালো একটা ব্যাকআপ পাওয়া যাবে। ২ দিনের মতো অনায়াসে আপনি ব্যাক আপ পেয়ে যাবেন। তবে হ্যাভি ইউজার হয়ে থাকলে ১ দিনের মতো পাবেন।

Display

ফোনটির ডিসপ্লে হলো ৬.৫ ইঞ্চি HD+ রেজুলেশন এর একটি LCD panel যার ppi 270.

এই ডিসপ্লে এর কালার রিফ্লেকশন ভালোই ছিলো। ফোনটি তে অনেকটা ব্রাইটনেস পাওয়া সম্ভব। তবে আরেকটু ব্রাইটনেস থাকলে ভালো হতো। ফোনটি টাচ এর মোটামুটি ভালোই বলা যায়। তবে এর ডিসপ্লে কি দিয়ে প্রটেকশন করা হয়েছে তার কোনো তথ্য নেই। তাই আমার সাজেস্ট আপনি এই ফোনটি কিনে থাকলে একটি স্কিন প্রটেকশন ইউজ করুন

Gaming

এবারে হলো আসল বিষয়। গেমিং এটা কেমন পারফরম্যান্স দিয়েছে। এই ফোন টি কম দামি গেমিং ফোন ও বলা হচ্ছে। এই ফোনে পাবজি HD হাই কোয়ালিটি তে খেলা সম্ভব। হাই গ্রাফিক্স যেকোনো গেম এই ফোনে রাম করানো যাবে। কোনো ল্যাগ ছাড়াই। তবে খেলার সময় ফোনটা একটু গরম হলে কিছুটা ল্যাগি ল্যাগি ভাব পাওয়া যায়। তবে আপনি যদি গেম একটু লো কোয়ালিটি তে রাখেন তাহলে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। ফ্রি ফায়ার গেম তো বিন ঝামেলায় আরামসে খেলা যাবে। তো ফোনটির গেমিং দেখে আমার মনে হয়েছে যারা পাবজি / ফ্রি ফায়ার খেলেন তাদের অনায়াসে এই ফোনটি সন্তুষ্ট করতে পারবে। হ্যাভি ইউজেও ফোন বেশি গরম হয় না। এবং এরই সাথে ব্যাটারি ব্যাক আপ ও খুব ভালো পাবেন। যারা বেশিক্ষন গেম খেলেন তাদের জন্য এই ফোনটি একটি আদর্শ ফোন হতে পারে। এই বাজেটে গেমিং এবং পারফরম্যান্স এ সবাই সন্তুষ্ট হবে।

Camera

কথা বলা যাক এর ক্যামেরা নিয়ে। এর রেয়ারে ২ টি ক্যামেরা রয়েছে । ১ম ক্যামেরা ১৬ মেগা পিক্সেলের এবং ২য় টি Ai Sensor । এবং সামনে রয়েছে ৮ মেগা পিক্সেলের একটি ক্যামেরা। এ এবং ক্যামেরার ঠিক নিচেই রয়েছে ফ্ল্যাস লাইট। যাই হোক, মেইন ক্যামেরা দিয়ে অনেক ভালো ছবি তোলা সম্ভব। বাজেট অনুযায়ী ঠিক ঠাক আছে।

তো বন্ধুরা আশা করছি আজকের পোস্ট টি আপনাদের কাছে ভালো লাগবে। আর পোস্ট টি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন।

The post Tecno Spark 7 ফোনের সম্পুর্ণ বাংলা রিভিউ appeared first on Trickbd.com.

কম্পিউটারকে ভাইরাস থেকে সুরক্ষিত রাখার উপায়

Posted:

বর্তমানে কম্পিউটার গুলো আগের কম্পিউটার গুলো থেকে অনেক বেশি আধুনিক এবং সুরক্ষিত। তবে কম্পিউটার যত আধুনিক এবং সুরক্ষিত হচ্ছে, কম্পিউটারের ভাইরাসগুলোও ততটা শক্তিশালী হচ্ছে। কম্পিউটারকে ভাইরাস থেকে মুক্ত রাখতে হলে কিছু পদক্ষেপ নেওয়া অনেক জরুরী, চলুন সেগুলো জেনে নেই…

 

কম্পিউটার ভাইরাস থেকে বাঁচার উপায়:

• পাইরেটেড বা ক্র্যাক সফটওয়্যার ব্যবহার থেকে বিরত থাকুন। যদি ব্যবহার করাই লাগে, সেক্ষেত্রে একমাত্র ট্রাস্টেড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করুন।
• কম্পিউটারে এক্সটার্নাল ডিভাইস (যেমন: পেনড্রাইভ) ব্যবহার করার আগে সেটার মধ্যে কোন ধরনের ভাইরাস আছে কিনা সেটা স্ক্যান করে নিন।
• আপনি যদি উইন্ডোজ ১০ বা এর উপরের ভার্সন ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই সেটার মধ্যে ভিল্ট ইন উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাসটি সবসময় আপডেট রাখুন। আর যদি এর নিচের উইন্ডোজ হয় সেক্ষেত্রে ভালো কোম্পানির কোন এন্টিভাইরাস ব্যবহার করতে পারেন।
• কোন ওয়েবসাইটে প্রবেশ করার পরে বিভিন্ন এডভেটাইজ দেখতে পেলে, না জেনে সেগুলোতে ক্লিক করবেন না।
• অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লোভনীয় অ্যাপস বা বিভিন্ন অফারের অ্যাপস দেওয়া থাকে, সেগুলো না জেনে ডাউনলোড করবেন না।
• সোশ্যাল মিডিয়াতে বা যেকোন ক্ষেত্রে কেউ যদি আপনাকে কোন ফাইল পাঠায় সেটা স্ক্যান করা ছাড়া ওপেন করবেন না।
• ই-মেইলের মাধ্যমে অনেক সময় লোভনীয় অফার দেওয়া হয়, সেই অফারের লিংকগুলো ভেরিফাই ছাড়া ওপেন করবেন না।
• আপনার যদি উইন্ডোজ ডিফেন্ডার পছন্দ না হয়, সেক্ষেত্রে ভালো কোন কোম্পানির এন্টিভাইরাস ব্যবহার করতে পারেন। তবে বেশি ভারী এন্টিভাইরাস ব্যবহার করতে যাবেন না। এতে উল্টো আপনার কম্পিউটার স্লো হয়ে যাবে।

একমাত্র সচেতনতার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারকে ভাইরাসের আক্রমণ থেকে বাঁচাতে পারবেন।

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ফেসবুক প্রোফাইল
ফেসবুক পেইজ

The post কম্পিউটারকে ভাইরাস থেকে সুরক্ষিত রাখার উপায় appeared first on Trickbd.com.

Blogger, নাকি WordPress?? কোনটা দিয়ে আপনার ওয়েবসাইট শুরু করবেন

Posted:

যারা নতুন ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন তারা অনেক সময়ই দ্বিধায় পড়ে যান। ব্লগার, নাকি ওয়ার্ডপ্রেস কোনটা দিয়ে ওয়েবসাইট খুলব। কোনটা দিয়ে আপনি ওয়েবসাইট খুলবে সেটা জানার আগে আমরা আগে জেনে নিন ব্লগার এবং ওয়াডপ্রেস এর সুবিধাগুলো ও অসুবিধাগুলো…

Blogger এর সুবিধা ও অসুবিধা:
ব্লগার মূলত গুগলের একটি সার্ভিস। ব্লগারে আপনি ওয়েবসাইট খুললেন আপনাকে আলাদা করে কোন হোস্টিং নিতে হবে না। আপনি চাইলে ব্লগারে কোন প্রকার ডোমেইন যুক্ত না করেই গুগোল এডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তবে আমার সাজেশন থাকবে আপনি একটা ডোমেইন আপনার ওয়েবসাইটে যুক্ত করে নিন, এতে করে ওয়েবসাইটটা প্রফেশনাল লাগবে।

ব্লগার যেহেতু গুগলের সার্ভিস সেহেতু আপনি এখানে সর্বোচ্চ পরিমাণ সিকিউরিটি পাবেন। তবে ব্লগারের সবচেয়ে বড় অসুবিধা হলো, এটা যেহেতু গুগলের সার্ভিস, তাই গুগোল যেকোন সময় আপনার ওয়েবসাইট সাসপেন্ড করে দিতে পারবে।

এছাড়া ব্লগার এ সমস্ত সুবিধা গুলো সীমিত, যার কারণে আপনি অনেক ফিচার ব্যবহার করতে পারবেন না। তবে আপনি যদি ভালো কোডিং জানেন সেক্ষেত্রে কিছু ফিচার ব্যবহার করতে পারবেন। তবুও ওয়ার্ডপ্রেসের মত সুবিধা পাবেন না।

WordPress এর সুবিধা ও অসুবিধা:
ওয়ার্ডপ্রেস থেকে আপনি ওয়েবসাইট খুলতে হলে আপনাকে প্রথমে একটি হোস্টিং এবং ডোমেইন কিনে নিতে হবে। তবে কিছু কিছু কোম্পানি আপনাকে হোস্টিং এবং ডোমেইন ফ্রী দিবে। সেগুলো ব্যবহার না করাই ভালো, কারন এগুলো ভালো হয় না।

ওয়ার্ডপ্রেসে আপনি ওয়েবসাইট খুললেন আপনার অবশ্যই কিছু খরচ হবে। সেটা আপনার ওয়েবসাইটের উপর নির্ভর করবে, আপনি কি ধরনের ওয়েবসাইট খুলতে চাচ্ছেন।

ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করে খুব সহজে যেকোনো সার্চ ইঞ্জিনে খুব সহজেই seo করতে পারবেন। এছাড়া ওয়ার্ডপ্রেসে আপনি অনেকগুলো টুলস পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনার ওয়েবসাইটকে প্রফেশনাল ভাবে তৈরি করতে পারবেন। আপনি কোডিং না জানলেও বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করে আপনার ওয়েবসাইটকে অনেক সুন্দর করে তুলতে পারবেন।

ওয়ার্ডপ্রেস এর মধ্যে আপনি প্রচুর পরিমাণে সিকিউরিটি পেয়ে যাবেন। তবে সিকিউরিটিটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আপনি যদি আপনার ওয়েবসাইটে কোন হ্যাকিং টুলস বা এক্সটেনশন ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট হ্যাকিংয়ের থেকে অনেকটাই বেঁচে যাবে।

সবশেষে বলবো, আপনি যদি নতুন অবস্থায় ওয়েবসাইট শুরু করতে চান, কোন টাকা খরচ না করে, সেক্ষেত্রে আপনি ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন। আর যদি আপনি প্রফেশনাল মানের একটি ওয়েবসাইট তৈরি করতে চান, এবং যথেষ্ট ইনভেস্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করুন।

আর ব্লগারে ওয়েবসাইট খুললে পরবর্তীতে আপনি ওয়ার্ডপ্রেসে সেটা ট্রানস্ফার করতে পারবেন।

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

ফেসবুক প্রোফাইল
ফেসবুক পেইজ

The post Blogger, নাকি WordPress?? কোনটা দিয়ে আপনার ওয়েবসাইট শুরু করবেন appeared first on Trickbd.com.

Hotspot Shield Premium VPN একদম বিনামূল্যে। সময় থাকতে জলদি নিয়ে নিন।

Posted:

আস্সালামুআলাইকুম। 🙂
.
WELCOME TO TrickBD.Com.
.
আমি নাহিদুল ইসলাম সাগর। আশা করি সবাই ভালো আছেন। 🙂
.
যদিও সময়টা ভালো যাচ্ছে না, তবুও আল্লাহ তায়ালার কাছে এটাই চাওয়া সবাই যেন সুস্থ এবং নিরাপদে থাকে এই মহামারী থেকে।

তো মূল পোস্টে আসা যাক। 🙂

আজ আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে Hotspot Shield Premium VPN একদম বিনামূল্যে নিবেন।
.

” আমি বলবো জলদি নিয়ে নিন। কারণ, অফারটি আজ আছে কাল নাও থাকতে পারে “

😥
.
প্রথমেই Hotspot Shield Premium VPN সর্ম্পকে জানা যাক।
.
.
1
.
2
.
3
.
4
.
.
র্সবপ্রথম কথা। এটি একটি প্রিমিয়াম ভিপিএন। এমনকি এটার ফ্রী ৭ দিনের ট্রায়াল চালাতেও আপনাকে $ Dollar PAY করতে হবে সবার আগে।
.
.
5
.
কিন্ত আমি দেখাবো কিভাবে প্রিমিয়াম ফ্রী চালাবেন। আমার স্টেপ ফলো করুন।
.
প্রথমে Touch VPN Download করুন Play Store থেকে।
.
7
.
এবার UKRAINE Country Select করুন।

11
.
তারপর :
এই আমার দেয়া লিংকে যান : —–> এই লিংক <—–
.
এবার Gmail and PassWord দিয়ে Sign UP করুন। তবে আমি বলবো আসল Gmail ব্যবহার করতে। Fake Gmailও ব্যবহার করা যেতে পারে।

12
.
Go to Account Info
14
.

দেখুন আমরা সফল ভাবে Premium Plan পেয়ে গেছি।

😍
125
.
এবার Hotspot Shield Vpn APP Open করুন।
16
.
TouchVPN Disconnect করুন। তারপর লগইন করুন যে একাউন্ট বানালেন। 😍
.
10
.
1
.
1
.
14
.
1
.

বাংলাদেশের আইপিও পাবেন।

😍
14
.
4
.
দেখুন আমি Finland Connect করলাম।
47
.
আর এই যে লোকেশন। 😁
.
54
.
.
.
যত খুশি একাউন্ট বানাতে পারবেন। 😁
.
.

র্সবশেষে একটাই কথা বলবো অফারটি আজ আছে, কাল নাও থাকতে পারে। তাই সময় থাকতে নিয়ে নিন।

.
.
pc
.
মোবাইল, পিসি সব ডিভাইজে চলবে। 😍
.
তো আজকের পোস্ট এখানেই শেষ করছি। আশা করি কমেন্টে জানাবেন কেমন লাগেলো। 🥰
.
অফারটি সীমিত সময়ের জন্য হতে পারে তাই দ্রুত নিয়ে নিন। 😉
.
And Stay Tuned With : TrickBD.Com 😎
.
সবাইকে আমার নতুন সাইট ভিজিট করার অনুরোধ রইলো। 😃
.
আমার সাইট : TipsFCBD.Blogspot.Com 🙂

The post Hotspot Shield Premium VPN একদম বিনামূল্যে। সময় থাকতে জলদি নিয়ে নিন। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments