Search box..

কাঁচা আম খাওয়ার উপকারিতাগুলো জেনে নিন।

কাঁচা আম খাওয়ার উপকারিতাগুলো জেনে নিন।


কাঁচা আম খাওয়ার উপকারিতাগুলো জেনে নিন।

Posted:

সালামু লাকু

 কে ছে বা? 
 আশা করি সবাই ভালোই আছেন
…………………….…………..…….…………………. …………..…..…..…………………….…………..…….…………………….………..…..…..
 প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি পোস্ট
নিয়ে হাঁজির হয়েছি। আমি রেগুলার ট্রিকবিডি তে পোস্ট
পাবলিশ করি, এবং ভবিষ্যতেও করবো। কিন্তু একটা কথা হলো
আপনার যদি পোস্ট টি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে
থাকবেন অথবা কোনো মন্তব্য বা পরমর্শের জন্য কমেন করে
জানাতে পাবেন। ……….………..…………….……………….……………… …….……….…………………………..………………………………………….……. ………………………………..………………..………………….……….…..
যাই হোক আজকের পোস্টের মূল বিষয় হলোঃ কাঁচা আম খাওয়ার উপকারিতাগুলো জেনে নিন।

তো চলুন বিস্তারিত পোস্টে চলে
যায়।
বিস্তারিত পোস্টঃ 

বিস্তারিত পোস্টঃ

আজকের বিষয় হলো,কাঁচা আম খাওয়ার উপকারিতা।আম কম বেশি প্রায় সবাই পছন্দ করে থাকে। আমাদের আশেপাশে এমন লোক খুজেই পাওয়া যাবে না যে আম পছন্দ করে না। আমরা সবাই পাকা আম পছন্দ করে থাকি। তবে পাকা আম এর পাশাপাশি কাঁচা আমেও কিন্তু প্রচুর পরিমান পুস্টিগুন রয়েছে। কাঁচা আম এর নাম শুনলেই মুখে জ্বল চলে আসে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব,এই কাঁচা আম এর উপকারিতা গুলো।
 কাঁচা আম লবন দিয়ে খেতে অনেকে পছন্দ করে থাকে। পাকা আম তো আমরা অনেকেই খেয়ে থাকি। কাঁচা পাকা উভয় আমে ই পুস্টিগুন রয়েছে। তবে আজকে আপনাদের জানাব,কাঁচা আম খাওয়ার উপকারিতা। কথা না বাড়িয়ে শুরু করা যাক,কাঁচা আম খাওয়ার উপকারিতাগুলোঃ 

১) ক্যান্সার প্রতিরোধ করেঃ
কাঁচা আমে পাকা আমের তুলনায় অনেক বেশি গুনে ভিটামিন-সি বৃদ্ধমান আছে। এবং অ্যান্টিঅক্সিডেন্ট এর মাত্রা ও কাচা আমে বেশি রয়েছে। যা ক্যান্সার প্রতিরোধ করতে প্রচুর ভুমিকা পালন করে এই কাঁচা আম।
২) স্ট্রকের সমস্যাঃ
কাঁচা আম স্ট্রকের সমস্যা দূর করে। কাঁচা এর সাথে চিনি,জিরা,লবন এগুলা মিশিয়ে খেলে স্ট্রক এর ঝুকি অনেক গুন কমে যায়। ও ঘামাচি ও রোধ হয়।
৩) ঘাম কমায়ঃ
কাঁচা আম এর জুস খেলে ঘাম কমে যায়। যাদের অতিরিক্ত ঘাম হয়ে থাকে,তারা এই কাঁচা আমের জুস খেলে অনেক গুন কমে যায় ঘাম।
৪) এনার্জি প্রদান করেঃ
কাঁচা আম প্রচুর এনার্জি প্রদান করে থাকে। যাদের শরীরে এনার্জির মাত্রা কম তারা প্রচুর কাঁচা আম খেতে পারেন।
৫) লিভারের সমস্যায়ঃ
লিভারের সমস্যার ভাল একটু কার্যকারী হলো এই কাঁচা আম। লিভার ভাল রাখতে কাঁচা আম প্রচুর ভুমিকা পালন করে থাকে।
৬) মাড়ির রক্ত পড়া প্রতিরোধ করেঃ

কাঁচা আমে এমন কিছু উপাদান রয়েছে,যা মাড়ির রক্ত পড়া সমস্যা ভাল ভুমিকা রাখে। আমাদের সবার কাঁচা আম খেতে হবে।

৭) ওজন কমায়ঃ

কাঁচা আম এ চিনির পরিমান কম থাকে,যার ফলে ওজন কমাতে প্রচুর ভুমিকা পালন করে। ক্যালরি খরচে সাহায্য করে এই কাঁচা আম।

৮) পেটের সমস্যাঃ

কাঁচা আম পেটের সমস্যা দূর করে থাকে।অনেক সময় আমাদের পেটের সমস্যা হয়ে থাকে। ডায়রিয়া, আমাশয়,বদহজম এই সমস্ত সমস্যায় কাঁচা আম খেলে ভাল উপকার পাওয়া যায়।

৯) পানির ঘাটতি রোধ করেঃ

এই গরমে আমাদের শরীরে প্রচুর পরিমান পানির ঘাটতি দেখা দেয়৷ কাঁচা আম খেলে পানির ঘাটতি অনেকটা কমে যায়।

১০) এসিডিটির বিরুদ্ধে যুদ্ধ করেঃ

অনেকে এসিডিটি সমস্যায় ভুগছেন, যাদের এই সমস্যা আছে তারা কাঁচা আম খেলে ভাল উপকার পাবেন।

১১) যকৃতের জন্যঃ

কাঁচা আমে প্রচুর পরিমান আয়রন বৃদ্ধমান থাকে।যা যকৃতের স্বাস্থ রক্ষায় প্রচুর পরিমান ভুমিকা পালন করে।

১২) কোষ্ঠকাঠিন্য দূর করেঃ

কাঁচা আম হলো ফাইবার সমৃদ্ধ। যাদের এই কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে,তারা কাঁচা আম খেলে ভাল ফল পাবেন।

১৩) ভিটামিন-সি বৃদ্ধমানঃ

কাঁচা আমে প্রচুর পরিমান ভিটামিন-সি বৃদ্ধমান রয়েছে। ভিটামিন-সি এর ঘাটতি পুরন করে থাকে এই কাঁচা আম।

……..….………….…….…………………….…… …………..…….……………….…………………..…… .………………..…...……….………….…………………. ……………..…….…………………….………..…..…..

তো আজ এই পর্যন্তই। আজকের পোস্টটি এখানেই শেষ করছি। এই পোস্টটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পোস্ট টি সম্পর্কে আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা ট্রিকবিডির কমেন্ট সেকশনে জানাবেন। এবং পোস্টটি তে লাইক দিতে ভুলবেন না। সবার সুসাস্থ্য কামনা করে আজকে এখানেই পোস্ট টি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।

ন্যবা




The post কাঁচা আম খাওয়ার উপকারিতাগুলো জেনে নিন। appeared first on Trickbd.com.

টিকটক ডিলিট করবেন কিভাবে? টিকটক অ্যাকাউন্ট মুছে দিন একদম সহজেই।

Posted:

সালামু লাকু

 কে ছে বা? 
 আশা করি সবাই ভালোই আছেন
…………………….…………..…….…………………. …………..…..…..…………………….…………..…….…………………….………..…..…..
 প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি পোস্ট
নিয়ে হাঁজির হয়েছি। আমি রেগুলার ট্রিকবিডি তে পোস্ট
পাবলিশ করি, এবং ভবিষ্যতেও করবো। কিন্তু একটা কথা হলো
আপনার যদি পোস্ট টি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে
থাকবেন অথবা কোনো মন্তব্য বা পরমর্শের জন্য কমেন করে
জানাতে পাবেন। ……….………..…………….……………….……………… …….……….…………………………..………………………………………….……. ………………………………..………………..………………….……….…..
যাই হোক আজকের পোস্টের মূল বিষয় হলোঃ টিকটক ডিলিট করবেন কিভাবে? টিকটক অ্যাকাউন্ট মুছে দিন একদম সহজেই।
তো চলুন বিস্তারিত পোস্টে চলে
যায়।
বিস্তারিত পোস্টঃ 

বিস্তারিত পোস্টঃ

বর্তমানে বিনোদনমূলক সোশ্যাল সাইটগুলোর তালিকায় টিকটকের অবস্থান একদম প্রথম দিকে, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। বিলিয়নের পর বিলিয়ন ডাউনলোড হওয়া এই অ্যাপটির হাজার হাজার ভিডিও ক্রিয়েটরের প্রতিনিয়ত আপলোড করতে থাকা নানান ধরনের ভিডিও আপনাকে এক মুহূর্তের জন্যও বোর হতে দেবে না।
কিন্তু, বিতর্ক যেন জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই টিকটকের পিছু কোনোভাবেই ছাড়ছে না। কিছুদিন পরপরই উল্লেখযোগ্য সব অভিযোগ হাজির হচ্ছে টিকটকের বিরুদ্ধে যেমন: আপত্তিকর ভিডিও, ইউজারদের তথ্য পাচার কিংবা ইউজারদের উপর চাইনিজদের গোয়েন্দাগিরি ইত্যাদি! এধরনের অভিযোগের পাশাপাশি নানান কারণের বেশ কিছু দেশে একাধিকবার টিকটক ইতোমধ্যে ব্যান করে দেয়া হয়েছে। সুতরাং, এই সামগ্রিক অবস্থায় অনেক টিকটক ইউজারই টিকটক ব্যবহারে আগ্রহ হারিয়ে ফেলছেন কিংবা মুছে দিতে চাচ্ছেন তাদের টিকটক অ্যাকাউন্ট। তাই, কিভাবে আপনি টিকটক অ্যাকাউন্ট রিমুভ করতে পারেন, রিমুভ না করেও সাময়িক দূরে থাকতে পারেন বা রিমুভ করলেও আরো নানান যে বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এ সবকিছু আজকের লেখায় আমি বর্ণনা করবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক! 

ডাটা না হারিয়ে কিভাবে টিকটক পার্মানেন্টলি রিমুভ করা যায়

আমরা জেনে নেব সবটাই কিন্তু তার আগে খুব জরুরি যে
কয়েকটি বিষয় আমাদের না জানলেই নয়, চলুন সেগুলো জেনে
নেয়া যাক?

টিকটক ডিলেট করলে যা যা হবে

কোনো সোশ্যাল সাইটই তার কোনো ইউজারকে এমনি এমনি
যেতে দিতে চায় না, টিকটকও এর ব্যতিক্রম নয়। সুতরাং, এখান
থেকে সরে আসার আগে আপনার জেনে নেয়া উচিত যে এর
ফলে যা যা হবে:
  • ১. একবার অ্যাকাউন্ট রিমুভ করে দিলে পরবর্তীতে আপনি আর কখনো ওই অ্যাকাউন্ট দিয়ে টিকটকে প্রবেশ করতে পারবেন না।
  • ২. আপনি যত ভিডিও আপলোড করেছেন সেসবগুলোই হারিয়ে যাবে চিরতরে।
  • ৩. টিকটকে আপনার কেনা কোনো সার্ভিস বা পণ্যের কোনো রিফান্ড পাবেন না।
  • ৪. আপনার অ্যাকাউন্টে স্টোর করা নেই এমন ইনফরম্যাশন (যেমন: চ্যাট) পাবলিকলি ভিজিবল থাকবে। 

আমি টিকটক থেকে কেবল সাময়িক বিরতি নিতে চাই

আপনি যদি পার্মানেন্টলি অ্যাকাউন্ট রিমুভ না করে কেবল সাময়িক একটি বিরতি নিতে চান সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনি অ্যাকাউন্টটি ডিএক্টিভেট করে দিতে পারেন। যখন আপনি ডিলেট বাটন চাপবেন, টিকটক আপনার অ্যাকাউন্টটি ৩০ দিনের জন্য প্রথমে ডিএক্টিভেট করে রাখে। এই ৩০ দিন আপনার অ্যাকাউন্ট সবার কাছে অদৃশ্যমান
থাকবে, আপনি চাইলেই এর মধ্যে যেকোনো সময় পুনরায় সাইন ইন করে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। 

আপনার টিকটক ডাটা ডাউনলোড করে নিন

আপনি যদি টিকটক বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আপনার জন্য আমার প্রথম সাজেশন থাকবে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টের ডাটা ডাউনলোড করে রাখুন। এর মধ্যে আপনার পার্সোনাল প্রোফাইল, আপনার একটিভিটি, আপনার বিভিন্ন অ্যাপ সেটিংস ইত্যাদি অন্তর্ভুক্ত। ডাটা ডাউনলোড করা একদমই ঝামেলাবিহীন একটি কাজ। চলুন ধাপে ধাপে দেখ নিই কিভাবে করবেন কাজটি:
  • ১. প্রথমে অ্যাপে প্রবেশ করে নীচে ডানদিকের কর্নারে প্রোফাইল ট্যাবে যান।
  • ২. পরবর্তী পেইজের উপরে ডানদিকের থ্রি ডট আইকনে প্রেস করুন।
  • ৩. এবার Privacy and Safety অপশনে যান।
  • ৪. অতঃপর, Personalization and Data তে ক্লিক করুন।
  • ৫. এরপর ট্যাপ করুন Download Your Data অপশনে।
  • ৬. পরিশেষে, পরবর্তী পেইজে Request Data File এ ক্লিক করুন।

আপনার রিকুয়েস্ট করা টিকটক ডাটা রেডি হয়ে গেলে অ্যাপ আপনাকে এলার্ট করবে এবং তখন ঠিক এখানে ফিরে এসেই আপনি সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন।

মনে রাখবেন, ডাউনলোড ফাইল রেডি হবার চারদিনের মধ্যে টিকটক থেকে এটি নামিয়ে নেবেন, নাহয় টিকটক থেকে তা রিমুভ করে দেয়া হবে।

পার্মানেন্টলি ডিলেট করুন টিকটক

সব জানাশোনা শেষ। এবার খাস বাংলায় টিকটক পুরোপুরি মুছে দেয়ার উপায় জেনে নেয়া যাক!

  1. ১. টিকটকে প্রবেশ করুন এবং নিচের দিকে ডানে থাকা প্রোফাইল ট্যাবে প্রবেশ করুন।
  2. ২. স্ক্রিনের উপরেরদিকে থাকা থ্রি ডট মেন্যুতে যান।
  3. ৩. এরপর Manage my account এ ট্যাপ করুন।
  4. ৪. অতঃপর নিচেরদিকে থাকা Delete account অপশনে ট্যাপ করুন।
  5. ৫. এরপর আপনাকে ভ্যারিফাই করতে হবে যে আপনিই ডিলেট করতে চাইছেন, অন্য কেউ অসদুপায়ে ডিলেট করছে না।
  6. ৬. পরবর্তী পেইজে টিকটক অ্যাকাউন্ট ডিলেট সংশ্লিষ্ট সমস্ত তথ্য দেখাবে, সেগুলো পড়ে নিয়ে Delete account প্রেস করুন।
  7. ৭. পরিশেষে, আবারও Delete চেপে অ্যাকাউন্টের ডিলেট হয়ে যাওয়া নিশ্চিত করে দিন। 

টিকটক অ্যাকাউন্ট মুছে দিন একদম সহজেই

আজকের লেখায় আমরা একদম সহজে কিভাবে টিকটক অ্যাকাউন্টের ডাটা এবং আপলোড করা ভিডিও না হারিয়ে অ্যাকাউন্টটি রিমুভ করা যায় সে সম্বন্ধে জানতে পারলাম।

এছাড়াও রিমুভ করলে কি কি বিষয় খেয়াল রাখতে হবে তাও জেনে নিলাম, ফলে সাময়িকভাবে ডিয়েক্টিভেট করতে চাইলে আমরা সেটিও করতে পারি। 

আশা করছি আজকের আর্টিকেলটি টিকটক ইউজারদের জন্য হেল্পফুল হবে। টিকটক ডিলেট করা সম্পর্কিত যেকোনো মতামত জানাতে পারেন এই লেখার কমেন্টে, আর অন্যান্য ইউজারদেরকে টিকটক ডিলেটের উপায় সম্বলিত সহজ এই আর্টিকেলটি সম্বন্ধে জানাতে লেখাটি শেয়ার করে দিন আপনার সোশ্যাল মিডিয়ায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন; এই প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি।

……..….………….…….…………………….…… …………..…….……………….…………………..…… .………………..…...……….………….…………………. ……………..…….…………………….………..…..…..

তো আজ এই পর্যন্তই। আজকের পোস্টটি এখানেই শেষ করছি। এই পোস্টটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পোস্ট টি সম্পর্কে আপনাদের আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা ট্রিকবিডির কমেন্ট সেকশনে জানাবেন। এবং পোস্টটি তে লাইক দিতে ভুলবেন না। সবার সুসাস্থ্য কামনা করে আজকে এখানেই পোস্ট টি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।

ন্যবা


The post টিকটক ডিলিট করবেন কিভাবে? টিকটক অ্যাকাউন্ট মুছে দিন একদম সহজেই। appeared first on Trickbd.com.

দেখে নিন কিভাবে deploy করবেন বাংলাদেশের প্রথম telegram userbot Ridogram

Posted:

Hello Trickbd users! কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো বরাবরের মত চলে এসেছি আজকে নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়েআশা করি আপনাদের ভালো লাগবে।

আজকে আপনাদের সাথে আলোচনা করবো Ridogram কিভাবে deploy করবেন সেটা নিয়ে।

Ridogram কি সেটা আর বলার অপেক্ষা রাখে না। Ridoxin ভাই এর পোস্ট থেকে হয়তো আপনারা এতি মধ্যেই জেনেছেন এটি কি এবং এর ব্যাবহার সম্পর্কে। এখনো পোস্টটি যারা দেখেন নি তারা এই লেখাটির উপর ক্লিক করলে পোস্টটি দেখতে পারবেন

তো মূল পোস্ট শুরু করা যাক। এই অসাধারণ টেলিগ্রাম userbot টি কিভাবে deploy করবেন সেটি নিয়েই আজকে আমাদের আলোচনা।

Ridogram deploy এর জন্যে যা যা লাগবে:

  1. GitHub account
  2. Heroku account
  3. Telegram compulsory
  4. একটু ধৈর্য্য।

GitHub, Heroku এই একাউন্ট গুলো কিভাবে খুলবেন আমি এইখানে বলবো না। আমি ধরে নিচ্ছি যে এই একাউন্ট গুলো কিভাবে খুলতে হয় সে সম্পর্কে আপনাদের ধারণা আছে। এরপরও আমি উপরে direct signup link দিয়ে দিয়েছি যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়।

তো প্রথমে আমাদের এই লিংক এ গিয়ে আমাদের টেলিগ্রাম যে ফোন নম্বর দিয়ে খোলা সেটা enter দিতে হবে।

এরপর আমাদের telegram app এ একটা otp যাবে সেটা এইখানে দিলেই আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে।

এই ধাপে আপনি আপনার টেলিগ্রাম অ্যাপ্লিকেশন এর জন্যে যেকোনো একটা name এবং short name দিবেন। আমরা এইখানে দুইটাই Ridogram ব্যাবহার করছি। এরপর প্ল্যাটফর্ম chosse করবেন Android কিংবা Desktop এবং enter click দিবেন।

সবকিছু ঠিক থাকলে আপনাকে আরেকটি পেজ এ নিয়ে যাবে যেইখানে আপনি আপনার TELEGRAM API এবং TELEGRAM HASH দেখতে পারবেন। আপনি এই দুইটা কপি করে একটা নোটপ্যাড এ রেখে দিবেন কারণ এটি পরবর্তী সময় লাগবে।

এরপর আপনি GitHub এ যাবেন এবং এই লিংক এ ক্লিক করে Ridogram এর repo তে যাবেন এবং repo টা fork করে নিবেন। অবশ্যই star দিতে ভুলবেন না।

যারা স্মার্টফোন ইউজার আছেন তারা লিংক এ গিয়ে chrome browser এর desktop mod on করে নিলেই fork option দেখতে পারবেন। Fork করা হয় গেলে। আমাদের string session generate করতে হবে এর জন্যে নিচের দিকে এসে run on repl.it অথবা এই লিংক এ ক্লিক করলে আপনাকে string session generate করার পেজ এ নিয়ে যাবে

এই পেজ এ গিয়ে run লেখার উপর ক্লিক করবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখবেন যে কিছু কোড generate হবে এবং আপনার কাছে Telegram API I’d চাইবে। এই খানে আপনার Telegram API I’d দিয়ে enter দিবেন। এরপর Telegram API HASH চাইবে। TELGRAM API HASH দিয়ে ENTER এর পর আপনার টেলিগ্রাম অ্যাপ এ কোড যাবে একটা সেটা আপনি এইখানে দিবেন এবং ENTER দিবেন। ( অনেকের TWO FACTOR AUTHENTICATION on করা থাকে সেই ক্ষেত্রে two factor authentication এর পাসওয়ার্ড চাইলে দিবেন)। এইবার দেখবেন আপনার টেলিগ্রাম এর saved messages এ একটা session generate হয়েছে নিচের ছবির মত। ঐটা কপি করে নিবেন এবং নিজের নোটপ্যাড এ রেখে দিবেন।

এই পর্যন্ত যদি আপনি আসতে পারেন তার মানে আপনার ৮০% কাজ শেষ হয়ে গিয়েছে। এইবার heroku একাউন্ট করা হয়ে গিয়ে থাকলে এই লিংক এ ক্লিক করুন অথবা GitHub এ আপনার fork করা repo থেকে deploy on Heroku button এ ক্লিক করুন। এরপর আপনাকে এই পেজ এ নিয়ে যাবে।

এইখানে আপনি আপনার Heroku App এর জন্যে যেকোনো একটা unique app name select করবেন। App name ঠিক ভাবে সিলেক্ট করলে আপনার app name এর পাশে সবুজ চিহ্ন দেখাবে।

এরপর আপনার Api id, API HASH , String session সেগুলো চাইবে এবং Timezone চাইবে। Timezone দিবেন Asia/Dhaka। এরপর deploy button এ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ না আপনার অ্যাপ deploy হয় এবং নিচের মত দেখাই।

 

এরপর এই পেজ থেকে manage app et click করবেন।

এরপর উপরের দিকে resources এর অপশন পাবেন। সেইখান এ ক্লিক করবেন এবং    Free dynos এর ঐখান থেকে worker টা on করে নিবেন ছবির মত করে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন ১/২ মিনিট এর মত। এরপর   আপনার টেলিগ্রাম এর যেকোনো messgae এ গিয়ে .afoot লিখে send করবেন। দেখবেন Ridogram আপনাকে welcome করছে।

তো আপনি এই পর্যন্ত চলে এসছেন মানে আপনি সফল ভাবে Ridogram deploy করেছেন। এইবার এটি ব্যাবহার করে মজা নিন। এই লিংক থেকে এটি ব্যাবহার করার কমান্ড গুলো দেখতে পারবেন। অথবা সাপোর্ট গ্রুপ এ usage লিখে ENTER দিলে কমান্ড গুলো দেখাবে।

Ridogram support group

Ridogram channel

আমার লেখা না বুঝে থাকলে ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখেও deploy করতে পারেন।

ইউটিউব টিউটোরিয়াল

তো এই ছিল আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবার হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন এবং Trickbd এর সাথেই থাকবেন। ধন্যবাদ।

The post দেখে নিন কিভাবে deploy করবেন বাংলাদেশের প্রথম telegram userbot Ridogram appeared first on Trickbd.com.

কিভাবে নিজের ওয়েবসাইট এ ট্রাফিক বাড়াবেন!!

Posted:

আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি মেম্বারস

কেমন আছেন সবাই ,আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন।

আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আপনাদের মাঝে একটি দারুন ট্রিক শেয়ার করতে চলে এলাম।

ওয়েবসাইট খুলে বসে থাকি আমরা অনেকেই, কিন্তু

নতুন ওয়েবসাইট হওয়ার জন্য

আমাদের ওয়েবসাইট মানুষের কাছে পরিচিত পায় না।

অনেক ভাল কনটেন্ট তৈরি করার পরেও ওয়েবসাইট

এর রিচ বাড়ে না।

আজকে আমি আপনাদের কিছু টিপস শেয়ার করার চেষ্টা করব

যেগুলো আপনি প্রয়োগ করে আপনার ওয়েবসাইটটি কে

গ্রো করতে পারবেন।

প্রথমত

একটি ওয়েবসাইট খোলার পরে ভালোমতো ট্যাগ ইউজ করতে হবে।

মানুষ সাধারণত গুগলে সার্চ করে এমন ট্যাগ ইউজ করতে হবে।

এর ফলে নিজের ওয়েবসাইট এ দেওয়া ট্যাগ

গুলো মানুষ সার্চ করতে থাকলে আস্তে আস্তে ভিজিটর বাড়বে।

দ্বিতীয়তঃ

SEO করতে হবে।

SEO= search engine optimization

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এর মাধ্যমে

ওয়েবসাইট এ ভিজিটর বাড়ানো সম্ভব।

এবং সব সময় চেষ্টা করতে হবে ইউনিক কন্টেন্ট তৈরি করার।

তৃতীয়তঃ

কখনো কোন পোস্ট চুরি করা বা কপি করা যাবে না।

এর ফলে গুগোল আপনার ওয়েবসাইটে স্ট্রাইক দিতে পারে।

এবং আপনার ওয়েবসাইটটিকে বন্ধ করতে পারে।

সুতরাং কখনো কপি পোস্ট করবেন না।

যদিও কপি পোস্ট করার চেষ্টা করেন তবে কিছু কিছু বিষয় পরিবর্তন করে

লিখতে হবে।

চতুর্থতঃ

পোস্ট গুলোর লিংক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে হবে।

বর্তমানে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে ফেইসবুক বেশি ব্যবহার করে থাকে।

সুতরাং আপনার পোস্টগুলোর লিংক কপি করে

আপনি ফেসবুকে বিভিন্ন গ্রুপে বা প্রোফাইলে পোস্ট করতে পারেন

এর ফলে আস্তে আস্তে আপনার ওয়েবসাইটের রিচ বাড়তে থাকবে।

এবং ইউনিক কন্টেন্ট তৈরি করতে থাকলে আস্তে আস্তে আপনার ওয়েবসাইটে

ট্রাফিক তৈরি হবে।

এবং গুগল অ্যাডসেন্স পাওয়ার পর থেকে

স্বাধীন মত ইনকাম করতে পারবেন।

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

যদি কারো টেক রিলেটেড কোন বিষয়ে হেল্প লাগে আমাকে জানাবেন।

আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন।

ট্রিকবিডি এর সাথেই থাকবেন।

The post কিভাবে নিজের ওয়েবসাইট এ ট্রাফিক বাড়াবেন!! appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন GD Sharer পিএইচপি স্ক্রিপ্ট

Posted:

আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd-র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে। আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।

টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে আলোচনা করছি। তাহলে চলুন শুরু করা যাক।

আমরা জানি, গুগল ড্রাইভের প্রতিদিন ডাউনলোড অ্যাক্সেস সীমিত। একটা ফাইল এক দিনে ৫০ থেকে ১০০ বার ডাউনলোড করলে সেটি ২৪ ঘণ্টার জন্য লিমিট হয়ে যায়জায়। এবং ঘন্টা পরে আবার ব্যবহার করা যেতে পারে। গুগল ড্রাইভ শেয়ার এমন একটি স্ক্রিপ্ট যেখানে এই স্ক্রিপ্টের সাহায্যে আপনি আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন।

গুগল ড্রাইভ শেয়ারের জন্য গুগল -এ লগইন অনুমতির অ্যাক্সেস প্রয়োজন, এই অনুমতি অ্যাক্সেস শুধুমাত্র গুগল ড্রাইভ অ্যাক্সেস পাওয়ার জন্য। এই অ্যাক্সেস ১০০% নিরাপদ কারণ, এখানে গুগল এর ভেরিফাই API ব্যবহার করা হয়।

ফিচারঃ

  • Shared Files
  • Upload File
  • Download File
  • Upload Link
  • Copy Drive
  • JWPlayer Google Drive movies
  • Player & Download Pages Available
  • Option For Bulk Links Generation

প্রথমে, ← https://drive.google.com/file/d/1giJ6fnmWxIcUsj_Mxj3qeWeFeMYk_q0f/view?usp=sharing ← এই .লিংকটি.কপি করে নিয়ে যেকোনো ব্রউজারে যেমনঃ- Chrome , UC-browser ইত্যাদিতে সার্চ করলেই ফাইলটি পেয়ে যাবেন ।

আজকে এই পর্যন্তই!

আর, কোন ভুল হলে আমাকে মাফ করে দিবেন ধন্যবাদ!

 

এটা নিয়ে কারো কোন সাহায্য লাগলে আমাকে টেলেগ্রামে মেসেজ দিতে পারেন। @rahimsix

The post ডাউনলোড করে নিন GD Sharer পিএইচপি স্ক্রিপ্ট appeared first on Trickbd.com.

(r1d3x0r) টেলিগ্রাম দিয়েই IP Address, MAC Address Trace করুন এবং Timer Photo, Restricted Content ডাউনলোড থেকে শুরু করে মোট ৬১ টা Features যেভাবে ব্যবহার করবেন দেখে নিন।

Posted:

প্রিয় ট্রিকবিডির ব্যবহারকারী এবং ভিজিটর,
আশা করছি বর্তমান পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে মায়াবী পৃথিবীর অপরূপ সুন্দরতা উপভোগ করছেন।
আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেই বিষয়টা হলো

"Telegram এর মাধ্যমে কীভাবে IP Address, MAC Address Trace করবেন, Timer Photo Save করবেন এবং Restricted Content Download সহ আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন Features"

আজকাল Telegram Account নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল; বিশেষ করে যাদের টেকনোলোজির উপর প্রেম রয়েছে, মুভি দেখতে ভালোবাসে আরও খেয়াল করলে দেখা যায় বিভিন্ন কলেজের বা শিক্ষা প্রতিষ্ঠান গুলোও আজকাল ছাত্রছাত্রীদের Telegram এর মাধ্যমে তথ্য শেয়ার করে।
আজকে আমরা সেই Telegram ব্যবহার করেই ভিন্ন কিছু কিভাবে করা যায় যেটাই দেখবো এবং সেটা খুবই সহজেই।

আপনারা হয়তো অনেকেই Telegram Bot এর কথা শুনেছেন যে Bot গুলো দিয়ে Download করা যায়, File Zip/Unzip করা যায়, Temporary Email ব্যবহার করা যায় এবং আরও বিভিন্ন কাজ করা যায় Telegram Bots গুলো দিয়ে, তবে আজকে আমরা Telegram এর এই Bots গুলোর বিষয় কথা বলবো না, আমরা আজকে UserBot নিয়ে আলোচনা করবো।

আমরা অনেকেই হয়তো UserBot এর বিষয় জানি আবার বেশীরভাগ মানুষই জানি না তার কারণ হলো বাংলাদেশের তৈরি কোনো UserBots ছিলো না; কয়েকটা UserBots আছে যেগুলো ভারতের তৈরি, তাই ভাবলাম বাংলাদেশের একটা UserBot তৈরি করা যাক এবং আল্লাহুর রহমতে সেটা সফল ভাবে Develop করতে পেরেছি, আজকে যে UserBot এর বিষয় আলোচনা করবো তার নাম হলো Ridogram, আপনারা Github Repository তে গেলে দেখতে পারবেন লেখা আছে Made By Bangladesh এবং Ridogram ই হলো বাংলাদেশের তৈরি সর্বপ্রথম টেলিগ্রাম ইউজারবট।

Ridogram কে Release করা হয় ২৬ শে মার্চ ২০২২ সালে, আপাতত এই UserBot এ রয়েছে ৬১ টা Features, যা আমি নিচে উল্লেখ করছি।

Afoot, Ping, Account Restriction Check, ID Name, Username, Bio, DP Change, Remove All DPS From Account, Username and Name History Check, Show Basic User Information, Profile Picture Download and Blurred, Ban Member, Ban All Members From Group, Kick Member, Kick All Members From Group, Recovered Delete Messages From Group, Covid - 19 Information, Self Destruct Media Download, Telegraph Image Upload, Message Translate, Text To Speech, Secret Message, Message Bombing, Calculator, Strong Password Generate (Randomly), Find The IP Address Of The Target Website, IP Address Trace, Phone Number Trace, Delete All Message From Me, Single Message Delete, Delete All Messages, Domain Information Gather, Show Wikipedia Page, Good Morning Wish, Good Afternoon Wish, Good Evening Wish, Good Night Wish, Email Validator, Time Of A Specific Country, Text To QR Code And QR Code Scanner, Shorten URL, Username Validation, Image To PDF, Currency Information, Google Search, Webpage Screenshot, Zipcode Information Gather, TV Show Information Gather, Quotly, Dictionary, Fake Data Generate, Carbon, Credit Card Number Check, Ridogram Server Speedtest, Weather Update, Automatic Update, Admin module for finding the list of admins in public and private groups, Auto Reaction, Public Group and Public Channel data collection methods, Restricted Content Download method for Public Group and Private Group, PM Protection, AFK Notification, Azan Time, MAC Address Trace

আশা করছি এই Features গুলো আপনাদের কাজে আসবে; সব গুলো Features এর ব্যবহার আপনাদের দেখানো সম্ভব না তবে কিছু কিছু Features এর ব্যবহার আমি দেখাবো।

Afoot

সর্বপ্রথম দেখাই Afoot আসলে কি; Afoot হলো এমন এক প্রক্রিয়া যা দ্বারা আপনি বুঝতে আপনার আপনার বট’টি সক্রিয় আছে কী, এই জন্য আপনাকে Command দিতে হবে

.afoot


এখন Enter মারার পর নিচের মতো একটা শুভেচ্ছা বার্তা পাবেন যা দ্বারা বুঝতে পারবেন আপনার বট Alive

PM Protection

Telegram এ Username জানলেই আপনাকে যে কেউ Message করতে পারবে এবং আপনার আইডিতে স্প্যামও করতে পারে, কিন্তু আপনি Ridogram ব্যবহার করে সেটার নিরাপত্তা দিতে পারবেন।
সেটার জন্য আপনাদের Command দিতে হবে

.guardon
  PM Protection On হয়ে গেলে নিচের মতো Notification পাবেন  এখন যদি আমাকে কোনো Unknown ID থেকে Message করে তবে একটা Auto Reply যাবে এবং আমার অনুমতির জন্য অপেক্ষা করতে বলে ব্লক করে রাখবে তাকে   

Self Destruct Photo

আপনারা যারা Telegram ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে Self Destruct Photo Save/Forward/Screenshot/Screenrecord করা যায় না; কিন্তু Ridogram ব্যবহার করে আপনি কয়েক সেকেন্ডেই সেটা সেভ করে নিতে পারবেন, সেটার জন্য Self Destruct Photo এর Reply তে Command দিতে হবে
.sdmd

আর আপাতত এই Feature Ridogram ছাড়া আর কোনো UserBots এ নেই

এখন আপনার Telegram ID এর Saved Message এ দেখান সেই Self Destruct Photo টি Save হয়ে গিয়েছে

Find The IP Address Of The Target Website

আপনারা যারা Ethical Hacking এর সাথে যুক্ত আছেন তাদের Information Gathering করার জন্য খুবই Basic বিষয় হচ্ছে Website টির IP টা আগে খুঁজে বার করা, আপনি সেটা Ridogram ব্যবহার করে কয়েক Seconds এ বার করতে পারবেন তার জন্য Command দিতে হবে

.hh targetdomain


এখন দেখুন Target Website এর IP Address পেয়ে গিয়েছি আমরা

Trace IP Address

আপনারা অনেকেই IP Address Trace করার জন্য Termux এ বিভিন্ন Commands Run করিয়ে কাজটা করে থাকেন আবার অনেক সময় অনেক Tools এ Limitation দেওয়া থাকে বা Log Create হয় কিন্তু Ridogram ব্যবহার করে IP Trace করলে কোনো Log Create হবে না বা Limitation নেই এটার কোনো, এটার জন্য Command দিতে হবে

.iptrace targetip


এখন দেখুন IP এর সকল Information চলে এসেছে আমাদের কাছে

Trace MAC Address

আপনারা অনেকেই হয়তে জানেন Media Access Control Address (MAC) আসলে কি, যারা একদম নতুন Hacking এ তারা IP Address Change করেই Secured ভাবে কিন্তু তারা MAC Change করতে জানে না বা করে না এই MAC Address দ্বারাই Attacker কে সহজেই খুঁজে বের করতে পারে প্রশাসন, তো আপনারা চাইলে যেকোনো MAC Address এর Vendors Details বার করতে পারবেন Ridogram ব্যবহার করে তার জন্য Command দিতে হবে

.mvi targetmac


এখন দেখুন আমাদের Target MAC Address এর সকল Information চলে এসেছে

আরও অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ Hacking Tools আছে এই UserBot এর, সকল কিছু দেখানো সম্ভব না; এই বট তৈরি করতে যেকোনো সাহায্য বা সমস্যার সমাধান পেতে জয়েন করুন আমাদের Official Support Group এ

Support Group: Click Here

এই বট যেভাবে বানাবেন তার বাংলায় ভিডিও টিউটোরিয়াল দেওয়া হলো

Follow me on Github

সর্তকতাঃ অন্য UserBot গুলোতে Database ব্যবহার হয় এতে আপনি আপনার Inbox এ কার সাথে কথা বলছেন Approved করে তার একটা Log Create হয় যা Malicious Command ব্যবহার করে Database Hijack করে নেওয়া যায়, কিন্তু Ridogram এ কোনো Database Connection নেই, Ridogram Safe and Secured.

ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় মানুষকে ভালো রাখুন সবসময় পজিটিভ থাকুন সকল সময় মোটিভেট থাকুন; ধন্যবাদ।

The post (r1d3x0r) টেলিগ্রাম দিয়েই IP Address, MAC Address Trace করুন এবং Timer Photo, Restricted Content ডাউনলোড থেকে শুরু করে মোট ৬১ টা Features যেভাবে ব্যবহার করবেন দেখে নিন। appeared first on Trickbd.com.

একটি রাউটারে দুইটি আলাদা ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করুন!

Posted:

টিপিলিংক রাউটার দিয়ে যারা ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাদের জন্য আমার আজকের এই পোস্ট। যদিও উপরের টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের পোস্টের বিষয়বস্তু। তারপরও আবার বলে নেই। আজকের পোস্টের বিষয়বস্তু হচ্ছে যারা ওয়াইফাই ব্যবহার করেন টিপিলিংক রাউটারের মাধ্যমে। তারা কিভাবে একটি রাউটারের মধ্যে একদম আলাদা আলাদা দুইটি ওয়্যারলেস নেটওয়ার্ক লাইন তৈরি করবেন। তো চলুন এই বিষয় নিয়ে নিচে থেকে বিস্তারিতভাবে জানা যাক।

চলুন আগে জেনে নেই একটি রাউটারে দুইটি ওয়্যারলেস নেটওয়ার্ক লাইন তৈরি করার সুবিধা কি? আপনি যখন একটি ওয়াইফাই লাইন নেন তখন অবশ্যই অনেকেই এই একটা লাইনের আওতায় ওয়াইফাই বা ইন্টারনেট ব্যবহার করে থাকে। তখন আপনার ওয়াইফাই এর যে গতি থাকে তা সকল ব্যবহারকারীদের মধ্যে ভাগ হয়ে যায়। যারফলে আপনার ইন্টারনেট এর গতি কমে যায়। তো এইক্ষেত্রে যতি আপনি নেটওয়ার্কটি ভাগ করে নিতে পারেন। তাহলে আপনি একা শুধু একটা নেটওয়ার্ক ব্যবহার করবেন। আর বাকী যত ব্যবহারকারী রয়েছে তারা আরেকটা নেটওয়ার্ক ব্যবহার করবে। এতে করে আপনার ওয়াইফাই রাউটারের অধীনে যতজন ব্যবহারকারী থাকুক না কেন, আপনি আপনার ইন্টারনেটের গতি ভালো পাবেন।

দুইটি নেটওয়ার্ক করার ফলে আপনার ওয়াফাইয়ের প্যাকেজটি যদি ২ এমবিপিএস এর হয়। তাহলে তা দুই ভাগ করার ফলে এক একটা নেটওয়ার্ক ১ এমবি করে হবে। তো এখান থেকে আপনি একটি নেটওয়ার্ক ব্যবহার করবেন যার গতি থাকবে ১ এমবি। আর অন্য নেটওয়ার্কটি বাকী সবাই ব্যবহার করবে যার গতিও থাকবে ১ এমবি। অর্থাৎ আপনি একা ১ এমবি ব্যবহার করবেন। আর বাকী সবাই ১ এমবি ব্যবহার করবে।

এতক্ষণতো নেটওয়ার্ক ভাগের সুবিধা সম্পর্কে জানলাম। এইবার চলুন এই নেটওয়ার্ক কিভাবে দুইভাগ করবেন তা জেনে নেই। প্রথমে আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটারের যেকোন একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর যেহেতু আমি এখানে টিপিলিংক রাউটারের বিষয়ে বলতেছি সেহেতু টিপিলিংকয়ের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য উক্ত http://192.168.0.1/ লিংকটিতে ক্লিক বা কপি করে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর যে পেজটি আসবে সেখানে আপনাকে আপনার রাউটারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে।

আমি প্রথমত আমার মূল ওয়্যারলেস নেটওয়ার্কটি দেখিয়ে নেই। উপরের স্ক্রিনশটটি দেখুন এখানে আমার মূল নেটওয়ার্কটির নাম হচ্ছে Mahbub Pathan এই নেটওয়ার্কটির পাশাপাশি আমি আরেকটি নাম দিয়ে আরেকটি নেটওয়ার্ক তৈরি করব যা আপনারা পুরো পোস্টটি দেখলে বুঝতে পারবেন।

আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর ঠিক উপরের স্ক্রিনশটের মত আসবে। এখানে আপনাকে Guest Network লেখাটিতে ক্লিক করতে হবে। এখানে গেস্ট নেটওয়ার্ক এরিয়ায় দেখুন Disable করা আছে। আপনি এটিকে Enable করে দিন। তারপর Network Name এর বক্সে আপনি আপনার ইচ্ছেমত একটি নাম দিন। Max Guests Number এর জায়গায় আপনি কতজনকে একসাথে ব্যবহার করতে দিতে চান তার সংখ্যা লিখুন। এরপর আপনি যদি পাসওয়ার্ড সেট করতে চান সেইক্ষেত্রে Security বক্সের Disable Wireless Security লেখাটিতে ক্লিক করে ড্রপডাউন লিস্টে থাকা WPA/WPA2 – Personal লেখাটিতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন পাসওয়ার্ড সেট করার জন্য একটি বক্স এসেছে। এখানে আপনাকে Wireless Password এর বক্সে আপনার ইচ্ছেমত পাসওয়ার্ড বসিয়ে নিচের Save বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ এখন আপনার ওয়াইফাই নেটওয়ার্কটি দুই ভাগে ভাগ হয়ে গেছে।

এটির প্রমাণ দেখতে আপনার মোবাইলের সেটিংসে গিয়ে ওয়াফাই এর ড্যাশবোর্ডে গিয়ে দেখুন দুইটি নেটওয়ার্ক দেখাচ্ছে। একটি হচ্ছে আপনার আগের অর্থাৎ প্রথমটি। আর আরেকটি হচ্ছে এখন আপনি যেটি তৈরি করলেন সেটি। এখন আপনি ইচ্ছে করলে দুইটি ব্যবহার করতে পারেন। অথবা একটি আপনি ব্যবহার করেন এবং অন্যটি বাকী সবাইকে ব্যবহার করতে দিন। আর ইন্টারনেট গতিতে সবার থেকে এগিয়ে থাকুন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, যেহেতু আমরা এখানে দুইটি নেটওয়ার্ক তৈরি করেছি সেহেতু এখানের প্রথম নেটওয়ার্কটির উপর আরেকটি কাজ আপনাদের দেখাবো আশা করি উপকৃত হবেন। তাই সেটি দেখতে নজর রাখুন।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post একটি রাউটারে দুইটি আলাদা ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করুন! appeared first on Trickbd.com.

Wapka তে Blog সাইট তৈরী করুন | How To make Wapka Blog Site (Part – 1)

Posted:

আসসালামু আলাইকুম।
আজকে থেকে আপনাদের আমি একটি ওয়াপকা blog সাইট তৈরী করে দেখাবো।
আশা করি এটা দেখে আপনারা নিজে ব্লগ সাইট তৈরী করতে পারবেন। আজকে প্রথম পর্বে কিভাবে একাউন্ট খুলবেন আর কিভাবে সিম্পল ব্লগ তৈরী করবেন দেখাব পরবর্তীতে অন্যান্য বিষয়ে।

অনেকেই ভাবতেছেন ওয়াপকা নিয়ে আমি এত পোস্ট কেন?
ওয়াপকা নিয়ে আমি খুবই আগ্রহী 😊
ওয়াপকা ওয়েবডিজাইন করে মাশা আল্লাহ ভালো পরিমাণে ইনকাম করতেছি।

আপনারা যেকোন ওয়াপকা সাইট বানাতে চাইলে আমাকে ইনবক্স করতে পারেন।

ওয়াপকা বিশেষ ক্যাটাগরিঃ
১- Blog site
২- QnA site
৩- Download site

Blog সাইট আর qna সাইটটিই বেশি চলে।
তাই আপনাদের ব্লগ করে দেখাবো। আর QnA সাইট নিতে চাইলে আমায় মেসেজ দিতে পারেন।

তো চলুন প্রথম কাজ শুরু করি।

প্রথমে আমরা এই লিংকে যাবো।
আর রেজিস্ট্রেশন করবো।

Wapka.org


এখানে যাবার পর get স্তারতেদ

এরপর এখানে আপনার ইউজার নেইম, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রার করে নিন।

একাউন্ট খুলা শেষ এখন আমাদের ওয়েবসাইট খুলতে হবে। তাই এখানে ক্লিক করুন

আপনার সাইটের নাম দিন।

এখানে আপনাদের থিম দেওয়া হবে একটা download site আরেকটা blog আপনারা blog select করবেন।

থিম সিলেক্ট হবার পর সাইট ভিজিট করে দেখুন
এমন আসবে।

বাস হয়ে গেল সিম্পল ব্লগ।
আপনারা এটাও ইউজ করতে পারবেন।
কিন্তু আমি অন্য একটা ডিজাইন কি করে করবো?
সেটাই দেখাবো পরবর্তী পোস্ট থেকে।

সাইটটি কেমন ডিজাইন করলে ভালো হবে বা আপনারা কেমন ডিজাইন চান কমেন্টে জানাবেন।

আজ এই পর্যন্তই।
আমাদের কাছে আছে স্পেশাল কিছু ওয়াপকা থিম এছাড়াও আপনাদের মন মত ডিজাইন করে দেওয়া যাবে। কেও কিনতে চাইলে এখনি ইনবক্স করুন নিচে

ওয়েবসাইট কিনতে মেসেজ ফেইসবুকঃTawhid Hridoy

ওয়েবসাইট কিনতে জয়েন টেলিগ্রামঃHridoymini Web Sell

আমাদের সাইটঃ BDBoighor.com

The post Wapka তে Blog সাইট তৈরী করুন | How To make Wapka Blog Site (Part – 1) appeared first on Trickbd.com.

Top 5 High Graphics Shooting Games On Android!

Posted:

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এই টপিকে আরো একটি পোস্ট করেছি। চাইলে সেই পোস্টটিও দেখে নিতে পারেন আমার প্রোফাইলে গিয়ে।

এটা তার ২য় পর্ব বলতে পারেন। এই পোস্টে আমি কথা বলবো এমন ৫ টি অসাধারন শুটিং গেমস নিয়ে যেগুলোর গ্রাফিক্স ও গেমপ্লে সবকিছুই আপনাকে মুগ্ধ করতে বাধ্য।

তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।

5) Game Name : Unkilled

Game Developer : MADFINGER GAMES

Game size : 432 MB

Required OS : 5.0+

Game Link : Playstore

এটি একটি জনপ্রিয় গেম। অনেকেই হয়তোবা এই গেমটির নাম শুনেছেন। এটি একটি Zombie Type FPS Game। আপনাকে Zombie মেরে লেভেল আপ করতে হবে গেমের ভেতরে এটাই এই গেমের মূল উদ্দেশ্য।

গেমটি অনলাইনে খেলতে হবে। কিন্তু আপনি চাইলে যে কোনো Mod game downloading website থেকে এর mod version টি ডাউনলোড করে খেলতে পারবেন।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড হয়েছে মোট ১ কোটি বারেরও বেশি। প্লে-স্টোরে এর রিভিউ আছে ৭ লক্ষ ২৮ হাজারেরও বেশি এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★ এ।

যদিও এটি একটি অনেক পুরাতন গেম (২০১৫ সালে রিলিজ হয়েছিল) কিন্তু এই গেমের Graphics, Control, Gameplay খুবই ভালো। যারা Zombie Killing Games পছন্দ করেন তারা অবশ্যই Try করে দেখবেন।

গেমটিতে Online PVP Multiplayer Mode ও পাবেন। আপনার ডিভাইস যত ভালো হবে আপনি ততই ভালোভাবে Smoothly Game খেলতে পারবেন High Graphics এ।

গেমটিতে LSAT machine gun, SAIGA-12K shotgun, and the M24 sniper rifle সহ মোট ৫ টি ক্লাসের ৪০ টির উপর Weapons আছে। এটি একটি Award Winning গেম। যারা জানেন না তাদের জন্যে বলে দিলাম। আশা করছি গেমটি ভালো লাগবে।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

 

 

4) Game Name : Battle Forces

Game Developer : Shooting Games For Everyone

Game size : 356 MB

Required OS : 6.0+

Game Link : Playstore

 

গেমটির প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে ১০ লক্ষাধিকেরও বেশি। রেটিং + রিভিউ + কবে রিলিজ হয়েছে এসব তথ্য হাইড করে রাখা হয়েছে প্লে-স্টোরে।

তাই এ নিয়ে কোনো তথ্য দিতে পারছি না বলে আন্তরিক ভাবে দূঃখিত। যাই হোক, গেমটি এক কথায় অসাধারন। একটানা অনেক্ক্ষণ সময় ধরে খেলেছি এবং খুবই ভালো লেগেছে গেমটি আমার কাছে।

গেমটির Graphics + Details + Controls + Gameplay + Sound সব দিক দিয়েই বেশ ভালোই লেগেছে আমার কাছে। গেমটিকে মোট ৮ ভাবে খেলতে পারবেন।

✔ RANDOM
✔ DEATHMATCH
✔ CAPTURE THE POINT
✔ KILLING FREE
✔ LAST STAND
✔ KING OF HELL
✔ HEADHUNT
✔ MAYHEM

আপনার ডিভাইস এর উপর নির্ভর করে আপনি কেমন Quality পাবেন গেমটিতে। ভালো ডিভাইস হলে Max Settings এ খেলতে পারবেন এবং এটাই Recommended।

কেননা এই গেমে প্রতিটা details ই অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা High Settings এ না খেললে ভালো লাগবে না। বাকীসব কিছু আপনি স্ক্রিনশট দেখলেই বুঝে যাবেন।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

 

3) Game Name : Forward Assault

Game Developer : Blayze Games, L.L.C

Game size : 359 MB

Required OS : 4.4+

Game Link : Playstore

 

গেমটি প্লে-স্টোরে ১ কোটি বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে। গেমটির রিভিউ সংখ্যা হচ্ছে ৩ লক্ষ ৫৫ হাজার+ এবং প্লে-স্টোরে এর রেটিং হচ্ছে 3.9 ★। না, এটা মোটেই কোনো খারাপ গেম না। এই গেমের Graphics + Control + Gameplay + Location সবকিছুই অনেক ভালো।

গেমটিতে DEATHMATCH, ELIMINATION, DEFUSE, RANKED DEFUSE মোট ৪ ধরনের গেম মোডে খেলতে পারবেন। এখানে মোট ২১টি ভিন্ন রকমের Location পাবেন খেলার জন্য! এখানে মোট ৫টি সার্ভার আছে। সেগুলো হচ্ছেঃ USA/CA, SOUTH AMERICA, EUROPE 1, EUROPE 2, ASIA।

গেমটিতে কোনো detail ই miss করা হয়নি। প্রত্যেকটি detail ই almost accurate ভাবে দেওয়া হয়েছে। যেমনঃ Shoot করার সাথে সাথে দেয়াল, কাচ ভাঙা অথবা Gun দিয়ে Zoom করলে Texture খারাপ না হয়ে যাওয়া ইত্যাদি।

এক কথায় গেমটি অসাধারন। শুধু আপনার ইন্টারনেট কানেকশন ভালো হওয়া লাগবে নয়তো Disconnect জনিত Issue পাবেন। আর Device ভালো হওয়া লাগবে না হলে high graphics এ খেলতে পারবেন না।

Gameplay তে অনেক smooth experience পেয়েছি আমি। এ নিয়ে কোনো Complaint নেই আমার। বাকীটা আপনার নিজের উপর।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

 

2) Game Name : Critical Ops

Game Developer : Critical Force LTD

Game size : 623 MB

Required OS : 5.0+

Game Link : Playstore

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে মোট ৫ কোটিবারেরও বেশি। গেমটিকে রিভিউ করা হয়েছে ২০ লক্ষাধিক বারেরও বেশি। গেমটির রেটিং হচ্ছে 4.2 ★। গেমটিকে রিলিজ করা হয় ২০১৫ সালের অক্টোবর মাসে।

গেমটির গ্রাফিক্স নিয়ে বেশি কিছু বলবো না। আপনারা নিজেরা খেললেই বুঝতে পারবেন। আমি বলবো গেমটির Gameplay এর কথা। আমার বর্তমান মোবাইলের প্রসেসর খুব একটা ভালো না।

Helio G35 Processor এ Max Settings এ এত Smooth Gameplay পাবো তা আশা করিনি। এক কথায় মাখনের মতো গেম-প্লে করতে পেরেছি। অন্যান্য গেমে হাল্কা পাতলা Lag দিলেও এই গেমে একটু ঐ সমস্যার শিকার হতে হয়নি।

গেমটি Recommended থাকবে সবার জন্যেই।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

 

1) Game Name : Infinity Ops : CYBERPUNK FPS

Game Developer : Azur Interactive Games, Limited

Game size : 443 MB

Required OS : 4.4+

Game Link : Playstore

এই ৫ টি গেমের ভেতর সব দিক থেকে এই গেমটিকে এগিয়ে রাখবো। আমার দেখা সবচেয়ে বেস্ট শুটিং গেম এই ৫ টির ভিতরে। প্রথমতো যারা জানেন না, এই গেমটি ২০১৮ সালের এপ্রিল মাসের ১৮ তারিখ রিলিজ করা হয় প্লে-স্টোরে। তাই গেমটিকে এতটাও পুরোনো বলা চলে না।

যখন এই গেমের Beta version release করা হয়েছিল তখন Gamer দের কাছে এক ঝড় বয়ে গিয়েছিল। মনে আছে আমার সেদিনগুলোর কথা। YouTube এ গেই গেম নিয়ে প্রচুর ভিডিও তৈরি হয়েছিল। কারন ঐ সময়ে এমন গেম খুব কমই ছিল।

এই গেমটির Graphics Max Settings দিয়ে না খেলতে পারলে আপনি এই গেমের মজা বুঝবেন না। অসাধারন Graphics + Gameplay। যদিও আমার G35 Potato Processor এ একটু Laggy ছিল Experience টা, তবুও আমার কাছে অনেক ভালোই লেগেছ। আমার এমনটা নয় যে আমি এই গেম প্রথমবারের মতো খেলেছি।

Beta version থেকেই খেলে আসছি। কিন্তু মাঝখানে অনেকটা দীর্ঘ দময় ধরে খেলা হয়ে উঠেনি। তাই আবার খেলতে পেরে একটু ভিন্ন ভিন্ন লেগেছ এই আরকি।
এই গেমে আপনি Giant Robot নিয়েও খেলতে পারবেন যা সব গেমেই থাকে না। গেমটিতে আপনি আসমান, জমীন সবই Clearly দেখতে পারবেন 😁😁

যাদের ভালো Device আছে তাদের জন্যে Must Recommended থাকবে এই গেমটি। আর যারা জানেন না তাদের জন্যে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আমার করা গেমপ্লে এর। বাকীটা আপনি নিজেই বুঝে নিন।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

অবশেষে বলবো, এই পোস্টটি গতকালই দেওয়ার কথা ছিল। কিন্তু লিখার সময় পাইনি। এই ধরনের আরো গেমস নিয়ে আসবো ইনশাল্লাহ। কেউ আবার কমেন্টে Pubg, Freefire, Call of duty এর কথা বইলেন না। এগুলো নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। একটু Trend থেকে বেড়িয়ে এসে ভিন্ন কিছু করুন। এতটুকুই বলার ছিল। আশা করছি এ নিয়ে কোনো নেগেটিভ কমেন্ট পাবো না।

ধন্যবাদ।
ট্রিকবিডির সাথেই থাকুন।
This is 4HS4N
Logging Out….

The post Top 5 High Graphics Shooting Games On Android! appeared first on Trickbd.com.

[Namaj] আসুন জেনে নেই_ নামাজ পড়ার সঠিক নিয়ম এবং কখন কোথায় কী করতে হবে

Posted:

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন আমিও ভালো আছি

আলোচনার বিষয় হল নামাজ পড়ার সঠিক নিয়ম এবং নামাযের কোথায় কোথায় কি সকল দোয়া পড়তে হয়


চলুন শুরু করা যাক:-


নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তাই নামাজ সম্পর্কে হযরত মুহাম্মদ সাঃ এরশাদ করেন-তোমরা সেভাবে নামায আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো (বুখারী)।

১.অজু:-

নামাজের জন্য উত্তমরূপে অজু করা। অজু করা ফরয ।যা ব্যতীত নামাজ হবে না।

২. নামাজের স্থান:-

যে স্থানে নামাজ পড়বেন তা হতে হবে পবিত্র,মসজিদে নামাজ পড়তে না পারলে নামাজের জন্য পবিত্র স্থান নির্বাচন করতে হবে।

৩. কেবলা মুখী:-

নামাজের জন্য কেবলামুখী হওয়া আবশ্যক। সমস্ত মুসলিম উম্মার কেবলা পবিত্র মক্কা বায়তুল্লাহ।

৪. নিয়ত:-

নিয়ত হচ্ছে মনের সংকল্প। যখন নামাজের জন্য প্রস্তুতি নেবেন তখনই নামাজের নিয়ত হয়ে যাবে।ইমামের নিয়তে হবে- 'আনা ইমামু লিমান হাজারা ওয়া মাই ইয়াহজুরু।' উপস্থিত এবং যারা জামাআতে শামিল হবেন আমি সবার ইমাম।জামাআতে নামাজের ক্ষেত্রে মুক্তাদি বলবেন- 'ইকতাদাইতু বিহাজাল ইমাম' আমি ইমামের ইকতিদা করছি।

৫. তাকবীরে তাহরীমা:-

যে তাকবীর মাধ্যমে দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড মানুষের জন্য নিষিদ্ধ হয়ে যায় সে তাকবীর “আল্লাহু আকবার” বলে নামাজ শুরু করা। উভয় হাতকে কানের লতি বরাবর উঠিয়ে নাভির উপর হাত বাধা এবং চোখের দৃষ্টিকে সেজদার স্থানে স্থির রাখা।

৬. সানা পড়া:-

অনেকগুলি ছানা রয়েছে তার মধ্যে যেকোনো একটি পরলেই হবে। এটাকে দোয়া ই ইস্তেফতাহ বলা হয়। এক নিয়তে একবারই পড়তে হয়।

৭. সূরা ফাতিহা পড়া:-

আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়ে আমিন পড়া।

৮. সূরা মিলানো:-

সূরা ফাতিহা পড়ার পরে পবিত্র কুরআন মাজিদের যেকোনো একটি সূরা পড়তে হবে।

৯. রুকু:-

সূরা মিলানোর পর আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া।মাথাকে পিঠ সমান্তরালে রাখা। উভয় হাতের আংগুল দিয়ে হাটুকে ধরা। তারপর কমপক্ষে তিনবার রুকুর তাসবিহ পড়া।

১০. রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো:-

সামি আল্লাহ হুলিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়ানো। ইমাম বা উভয়ই একাকী দোয়াটি পাঠ করবে।

১১. সেজদা:-

অতঃপর আল্লাহ হু আকবার বলে সেজদায় যাবে এবং সেজদার তাসবিহ অন্তত তিনবার পাঠ করবে। উল্লেখ্য-হাতের আঙ্গুলগুলো মিলিত এবং প্রসারিত হয়ে কেবলামুখী হয়ে থাকবে। সেজদা হবে সাতটি অঙ্গের উপর, যেমন নাক সহ কপাল, উভয় হাতের তালু, উভয় হাটু এবং উভয় পায়ের আংগুলের ভেতরের অংশ।

১২.সেজদা থেকে ওঠা:-

আল্লাহু আকবার বলে সেজদা থেকে মাথা উঠানো, বাম পা বিছিয়ে দিয়ে তার উপরে বসবে এবং ডান পা খারা অবস্থায় রাখতে হবে। দুহাত উভয় রান ও হাঁটুর সংযোগস্থলে রাখা। দুই সিজদার মধ্যে দোয়া পাঠ করা।
এভাবে দুটি সেজদা পূর্ণ করতে হবে।

১৩.তাশাহুদ বা বৈঠক:-

দুই রাকাত বিশিষ্ট নামাজ(ফজর ,ঈদ ,জুমা )পূর্ণ হওয়ার পর তাশাহুদ, দরুদ ,দোয়া পরা। হাত উভয় রান ও হাঁটুর সংযোগস্থলের উপর রাখা। ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে দোয়া ও আল্লাহর নাম উল্লেখ করার সময় তাওহীদের ইশারা করা।
তিন বা চার রাকাত বিশিষ্ট নামাযে শুধুমাত্র তাশাহুদ পড়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বাকি নামায আদায় করে তাশাহুদ দরুদ ও দোয়া পাঠ করতে হবে। প্রকাশ থাকে যে, ফরজ নামাজের বেলায় পরবর্তী এক বা দুই দুই রাকাতের সময় সূরা ফাতিহা পড়ার পর অন্য কোন সুরা পড়ার প্রয়োজন হবে না। কিন্তু সুন্নত নামাজের সময় চার রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে।

১৪.সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করা:-

তাশাহুদ দরুদ এবং দোয়া মাসুরা পড়ার পর সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ করা। লক্ষণীয়, পরিপূর্ণ ভাবে নামাজ আদায় করতে সানা, রুকু ,সেজদা ,তাশাহুদ, দরুদ , দোয়া গুলো মুখস্ত রাখতে হবে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ

The post [Namaj] আসুন জেনে নেই_ নামাজ পড়ার সঠিক নিয়ম এবং কখন কোথায় কী করতে হবে appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments