টেক আপডেট, ৩য় সপ্তাহ (৯ জুুলাই ২০২২ – ১৬ জুলাই ২০২২) |
- টেক আপডেট, ৩য় সপ্তাহ (৯ জুুলাই ২০২২ – ১৬ জুলাই ২০২২)
- C/C++ প্রোগ্রামিং এর জন্য জনপ্রিয় ৩ টি কম্পাইলার রিভিউ, যার মাধ্যমে আপনি আপনার সমস্ত কাজ করতে পারবেন
- ফেসবুক গ্রুপে নিজের নাম হাইড করে পোস্ট করবেন যেভাবে!!
- ফ্রিল্যান্সিং করতে যেয়ে প্রতারিত হচ্ছেন না তো?(পার্ট-২)
- এক ক্লিকে ছিবি Edit করুন Mobile Lightroom presets একদম ফ্রী
- Wondershare Filmora x Premium download for free , A popular video editing software for pc
টেক আপডেট, ৩য় সপ্তাহ (৯ জুুলাই ২০২২ – ১৬ জুলাই ২০২২) Posted: আসসালামু আলাইকুম। এই সপ্তাহে বেশ ইন্টেরেস্টিং কিছু ঘটনা ঘটেছে। যার মধ্যে আছে বিশ্বজুড়ে যার আলোচনা এখন চলছে- জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম কিছু ছবি প্রকাশিত হয়েছে। উইন্ডোজের রিলিজ শিডিউলে আবারো পরিবর্তনের পরিকল্পনা চলছে, এমনকি উইন্ডোজ ১২ আসার সম্ভাবনা আছে ২০২৪ সালে! স্মার্টফোনের জগতে রিসেন্টলি অনেক বেশি হাইপ তোলা নাথিং ফোন (1) লঞ্চ হয়েছে। নতুন ফ্লেক্স নিচ্ছে ক্রোমওএস। ফেসবুকে যুক্ত হচ্ছে এক অ্যাকাউন্টে পাঁচটি পর্যন্ত প্রোফাইল যুক্ত করার ফিচার। অ্যান্ড্রয়েড ১৩ আসতে যাচ্ছে শীঘ্রই। এবং আরো ইন্টেরেস্টিং নিউজ থাকছে এই সপ্তাহে। JWST টেলিস্কোপের প্রথম কিছু ছবি প্রকাশিত১২ জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) এর মাধ্যমে তোলা প্রথম কিছু পূর্ণ রঙিন ছবি প্রকাশিত হয়েছে। ক্যারিনা নেবুলা, গ্যালাক্সি গ্রুপ স্টিফেন'স কুইনটেট, সাউদার্ন রিং নেবুলা, WASP-96 b এবং SMACS 0723 এর ছবি রয়েছে এর মধ্যে। লঞ্চ হলো Nothing Phone (1)স্মার্টফোন মার্কেট এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, যেটা কাইন্ড অফ বোরিং। মিড বাজেটের কম্পিটিশনে টিকে থাকতে কোম্পানিগুলো কমবেশি একই রেসিপি ফলো করছে। যেখানে ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই-এর নতুন প্রতিষ্ঠা করা নাথিং এখানে কিছুটা হলেও ব্যতিক্রমী কিছু করতে পেরেছে। মূলত মিড বাজেট স্পেকের সাথে প্রিমিয়াম এস্থেটিক, সাথে কিছু নাইস টু হ্যাভ এক্সট্রা ফিচারসেট নাথিংকে কম্পিটিশনের বাকিদের থেকে একটু আলাদা করেছে, এবং তার সাথে অবশ্যই এর মার্কেটিং ও রিলিজের আগে হাইপ তুলতে পারার সফলতা। গরিলা গ্লাস ৫-এর প্রটেকশনসহ 6.55″ FHD+ 120 Hz OLED ডিসপ্লে, SD 778G+ SoC-র সাথে 8 GB অথবা 12 GB র্যাম, 4500 mAh ব্যাটারীর সাথে 33 W ফাস্ট চার্জিং ও 15 W ওয়ারলেস চার্জিং সমর্থন, ক্যামেরাতে 50 MP Sony IMX766 মেইন সেন্সর, সাথে 50 MP Samsung JN1 আল্ট্রাওয়াইড সেন্সর ও 16 MP Sony IMX471 সেলফি ক্যামেরা, IP53 স্প্ল্যাশ রেজিস্টেন্স নিয়ে স্পেকের দিক থেকে অন্যান্য মিড বাজেট স্মার্টফোনগুলো থেকে নাথিংয়ে থাকছে না বিশেষ কোন চমক। তবে নাথিংয়ের বিশেষত্ব এর সবদিকে সমান বেজেল, উন্নত হ্যাপটিক মোটর, ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট ও ৪ বছর পর্যন্ত সিক্যুরিটি আপডেট, এক্সটেরিয়র ও ইউআই এস্থেটিক এবং অবশ্যই এর রেয়ার প্যানেলের গ্লিফস লাইটিংয়ে। ভারতে স্মার্টফোনটির 8/128 ভ্যারিয়েন্ট, 8/256 ভ্যারিয়েন্ট ও 12/256 ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে ₹32,999, ₹35,999 ও ₹38,999। এর সাথে QC 3.0 সমর্থিত চার্জার ব্যবহার করতে বলা হয়েছে, চার্জার হিসেবে নাথিং Power (45W) এর দাম ₹2499। তবে শুরুতে সীমিত সময়ের জন্য ₹1000 ডিসকাউন্ট থাকছে সবগুলো ভ্যারিয়েন্ট ও চার্জারে। রিলিজ হয়েছে Linux Mint 21 এর Beta সংস্করণLinux Mint 21 এর বিটা সংস্করণ রিলিজ হয়েছে। 21 সংস্করণটির কোডনেম "Vanessa"। জনপ্রিয় এই অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণটির বেজ হিসেবে থাকছে উবুন্টুর সর্বশেষ এলটিএস রিলিজ, উবুন্টু ২২.০৪। ডেস্কটপ হিসেবে Cinnamon 5.4, Mate 1.26 ও Xfce 4.16 এডিশনের সাথে এটি এসেছে। Bluetooth এর জন্য Blueberry-র পরিবর্তে থাকছে Blueman। ফাইল ম্যানেজারে আরো বেশি ফর্মেটের থাম্বনেইল সমর্থন যুক্ত হয়েছে। থাকছে নতুন ওয়ালপেপার, Mint-X ও Mint-Y সিরিজের থিমে প্রারম্ভিক GTK4 সমর্থন এবং আরো ইম্প্রুভমেন্টস। এক অ্যাকাউন্টে সর্বোচ্চ ৫টি প্রোফাইল যুক্ত করার ফিচার আসছে ফেসবুকেবন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন বা সহকর্মীদের জন্য ফেসবুক প্রোফাইলকে আলাদা রাখতে চাইলে হয়ত সামনে আর আলাদা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না, কেননা একটি অ্যাকাউন্টের সাথে সর্বোচ্চ আরো ৪টি অতিরিক্ত প্রোফাইল যুক্ত করার ফিচার আসতে যাচ্ছে ফেসবুকে। শুরুতে পরীক্ষার অংশ হিসেবে কিছু ইউজার ফিচারটি পাচ্ছেন। অতিরিক্ত অ্যাকাউন্টগুলোতে প্রকৃত নাম বা পরিচয় যুক্ত করার বাধ্যবাধকতা থাকছে না। সূত্র: টেকস্পট AMD Epyc Genoa সিরিজের সর্বোচ্চ ৯৬ কোরের সিপিইউ-এর ডিটেইলস স্প্রেডশিট লিক হয়েছেগত বছরের শেষদিকে Geona কোডনেমসহ AMD Epyc সিরিজের চতুর্থ জেনারেশন প্রসেসরের অ্যানাউন্স করেছিলো, কী-নোট অনুযায়ী যাতে সর্বোচ্চ ৯৬টি পর্যন্তু কোর থাকবে TSMC 5 nm নোড ব্যবহার করে Zen 4 আর্কিটেকচারে। লিকার Yuuki Ans Geona সিরিজের ১৮টি মডেলের কিছু তথ্য সম্বলিত স্প্রেডশিট প্রকাশ করেছে। মডেলভেদে ১৬ থেকে ৯৬টি পর্যন্ত কোর এবং প্রতিটিতে কোরসংখ্যার দ্বিগুণসংখ্যক থ্রেড থাকছে। লিক হওয়া স্প্রেডশিটে মডেলগুলোর বেজ ক্লক স্পিড, TDP ও L3 Cache সম্বন্ধীয় তথ্য রয়েছে। পিসি ও ম্যাকের জন্য ক্রোম ওএসের নতুন সংস্করণ ক্রোমওএস ফ্লেক্স নিয়ে আসলো গুগলপিসি কিংবা ম্যাককে ক্রোমবুকে পরিণত করতে চাইলে নতুন সমাধান নিয়ে এসেছে গুগল- ক্রোমওএস ফ্লেক্স, যেটি বিশেষ করে তৈরি হয়েছে পুরনো ডিভাইসগুলোর জন্য। ২৯৫টি ডিভাইসের জন্য এটি অফিসিয়ালি সার্টিফাইড হয়েছে, এর বাইরে আরো ডিভাইসে ব্যবহারযোগ্য হতে পারে। ক্রোমওএসের ফাংশনালিটি জনপ্রিয় ডেস্কটপ ওএসগুলোর থেকে কম হলেও জটিলতামুক্ত এক্সপ্রেরিয়েন্স ও পুরনো হার্ডওয়্যার থেকে বেটার পারফর্মেন্স এনে দেয়া এর আকর্ষণ। আরো দেখুন: টেকরাডার গুগল প্লে হাইড করতে যাচ্ছে অ্যাপ পার্মিশন সেকশন, বিকল্প ডেভেলোপার প্রদত্ত বিবরণএটা আমাকে ইউটিউব থেকে ডিজলাইক সংখ্যা হাইড করে রাখার ঘটনা মনে করিয়ে দিচ্ছে। এবছর এপ্রিলে তারা প্লে স্টোরে Data Safety একটি সেকশন ইন্ট্রিডিউস করে যেখানে ডেভেলোপার প্রদত্ত ইউজার ডাটা সংগ্রহ ও ব্যবহার বিষয়ক তথ্য প্রদর্শিত হয়। তবে এর পরিবর্তে এখন App Permissions সেকশনটি আর প্রদর্শিত হবে না। প্রাইভেসি কনসার্ন থেকে গুগলের এই মুভটিকে অন্তত প্রশ্নবিদ্ধ বলতেই হয়। সোর্স: arsTECHNIA ডেভেলোপমেন্ট সাইকেল নিয়ে নতুন চিন্তা করছে মাইক্রোসফট, উইন্ডোজ ১২ আসতে পারে ২০২৪ সালে?মাইক্রোসফট অফিসিয়ালি না বললেও উইন্ডোজ ১০ রিলিজের পর জোরেশোরেই শোনা যাচ্ছিলো এটিই হবে শেষ উইন্ডোজ ভার্সন, তবে ৬ বছরের বেশি বিরতি দিয়ে হলেও শেষবধি উইন্ডোজ ১১ ঠিক-ই এসেছে। উইন্ডোজ ১১ আসার পর থেকে উইন্ডোজ ১০ ও ১১ উভয়টি বাৎসরিক ভিত্তিতে ফিচার আপডেট এডপ্ট করেছে, যেখানে আগে উইন্ডোজ ১০ বছরে দুটি ফিচার আপডেট পেতো। যাইহোক, উইন্ডোজ সেন্ট্রালের রিপোর্ট অনুযায়ী মাইক্রোসফট ১ বছর পরপর ফিচার আপডেটের সাথে ৩ বছর পরপর মেজর ভার্সন রিলিজ আনার পরিকল্পনা করছে। সে হিসেবে উইন্ডোজের পরবর্তী মেজর রিলিজ হবে ২০২৪ সালে। অবশ্য এটি উইন্ডোজ ১২ নামেই হবে এমন কিছু বলা হয়নি। সোর্স: টেকস্পট অ্যান্ড্রয়েড ১৩-র সর্বশেষ বিটা ভার্সন রিলিজ হয়েছে, চূড়ান্ত রিলিজ হতে পারে দ্রুতইকয়েক সপ্তাহের মধ্যেই অ্যান্ড্রয়েড ১৩-র চূড়ান্ত রিলিজের দেখা মিলতে পারে। ইতোমধ্যেই, ১৩ জুলাই গুগল রিলিজ করেছে এর ৪র্থ ও সর্বশেষ বিটা। অ্যান্ড্রয়েড ১২ ভার্সনে ব্যাপক নতুনত্ব আসার পর অ্যান্ড্রয়েড ১৩ তুলনামূলক ছোটখাট পরিবর্তনের সাথে আসছে। বিবিধ উন্নয়ন ও ট্যাবলেট ফিচার ফোকাস থাকছে এখানে। ২২ জুলাই শুরু হচ্ছে নিয়নবাতি টেক কনটেস্টনিয়নবাতিতে বেশ কিছু কনটেস্ট ইতোপূর্বে আয়োজন হয়েছে, এবং তার ধারাবাহিকতায় ২১ জুলাই থেকে শুরু হচ্ছে আমাদের নতুন কনটেস্ট 'নিয়নবাতি টেক কনটেস্ট'। প্রতিবারই আমরা চেষ্টা করি আমাদের কনটেস্টগুলো আকর্ষণীয় করতে এবং এবারের কনটেস্টকেও চেষ্টা করেছি পূর্বের কনটেস্টগুলো থেকে আরো সুন্দর করে সাজাতে। নিয়নবাতি টেক কনটেস্টে থাকছে ৩টি অংশ: » টেক আর্টিকেল একটি নিয়নবাতি পরিবেশনা The post টেক আপডেট, ৩য় সপ্তাহ (৯ জুুলাই ২০২২ – ১৬ জুলাই ২০২২) appeared first on Trickbd.com. |
Posted:
App Review DETAILS Name:Dcoder, Compiler IDE:Code &Programming on mobile Download: 10M Genre:Language Reffer Code: yasirycs Price: Free Rating: 3.7/5 Size:15-30MB যারা নিয়মিত প্রোগ্রামিং, html ইত্যাদি প্রেকটিস করেন তারা হয়ত বেশিরভাগ কাজ পিসিতে করেন। কিন্তু আপনি চাইলে আপনার সকল কাজ আপনার ফোনেই করতে পারেন। যেহেতু আমার ফোন সারাদিন আমার হাতেই থাকে সেহেতু প্রোগ্রামিং এবং প্রয়োজনীয় সকল অ্যাপস আমি আমার হাতের কাছেই রাখি। অনেকে হয়ত ভাবেন ফোন এর মধ্যে প্রোগ্রামিং করে তেমন মজা নেই বা সবকিছু করা যায় না । কিন্তু কথাটি একদম সঠিক নয় ফোন আপনি প্রোগ্রামিং থেকে শুরু করে সবকিছুই করতে পারবেন। টেকনোলজী এত উন্নত হয়েছে যে এখন আমরা সকল কাজ আমাদের ফোনেই করতে পারি। প্রোগ্রামিং এর লাইব্রেরী ফাইল একসেস, গ্রাফিক্স ফাইল একসেস থেকে শুরু করে অ্যানিমেশন, এডিটিং সবকিছুই ফোন এর মধ্যে করা যায়। ফোন এর মধ্যে মাল্টিটাস্কিং করে যে মজা পাই আমি সেটি আর কোথাও পাওয়া যায় না। ফোন এর মধ্যে প্রোগ্রামিং করতে আমি মূলত ৩ টি IDE বা কম্পাইলার ব্যাবহার করি। এবং এই ৩ টি কম্পাইলার থাকলে আপনি আপনার প্রায় সব কাজ করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোন দিয়েই।
DETAILS Name:cxxdroid Download: 1M Genre:Language Price: Free Rating: 4.3/5 Size:15-30MB এই অ্যাপটি হচ্ছে মূলত একটি অফলাইন ide এবং এর মাধ্যমে আপনি খুব আরামসে কাজ করতে পারবেন। এর কম্পাইলার টি খুব দ্রুত কাজ করে এবং আপনি কোনো প্রোগ্রাম রা। করার সাথে সাথে সেটি দ্রুত ফলাফল দিবে যেখানে অনলাইন কম্পাইলার গুলোর মধ্যে অনেক সময় লাগে এইসব কাজ করতে। এই অ্যাপটির প্রিমিয়াম ভার্সনটি খুবই প্রিয়িমাম। আপনি কোনো লাইব্রেরী ফাংশন বা কোনো কিছু টাইপ করার সময় এটি আপনাকে শো করবে আপনি কি লিখতে চাচ্ছেন বা আপনার ফলাফল কি হতে পারে। এর সাজেশন গুলো খুবই একুরেট। লেপটপ এর কম্পাইলার গুলোতে সাধারণত এই ফিচারগুলো দেখা যায়। এখানে কোডিং করে আপনি পিসি পিসি একটা ফিল পাবেন। তাছাড়া অ্যান্ড্রয়েড এর মধ্যে এভলেবেল সব কম্পাইলার গুলোর মধ্যে এটি একমাত্র কম্পাইলার যে কিনা গ্রাফিক্স সাপোর্ট করে । আপনি যদি গ্রাফিক্স এর কাজ করতে চান আপনার কম্পাইলার দিয়ে তবে এই কম্পাইলার টি আপনার জন্য। আমি অনেক ঘাটাঘাটি করেছি কিন্তু এর মত আর কোনো কম্পাইলার দেখিনি যেখানে আমি গ্রাফিক্স এর কাজ করতে পারব। কিন্তু এখানে একটি সমস্যা হল graphics.h এই হেডার ফাইলটি যুক্ত করা যাইনি এই কম্পাইলার এর মধ্যে। ফলে আমার আবারও অনেক ঘাঘটি করতে হয়েছে । এই কম্পাইলার এর প্রিমিয়াম ভার্সন টির কোনো মোড apk আমি পাইনি তবে একটি ট্রিক ইউস করে সব ফিচার আনলক করতে সক্ষম হয়েছিলাম। এখানে আপনি আরামসে আপনার সব কাজ করতে পারবেন কিন্তু আপনার যদি আরেকটু ফিচার এর দরকার পড়ে তার জন্য নেক্সট কম্পাইলার টির রিভিউ দিচ্ছি। DETAILS Name:TurboCdroid Download: 1M Genre:Language Price: Free Rating: 4.0/5 Size:15-30MB
আমি আজকে যে তিনটি কম্পাইলার এর কথা বললাম আপনার যদি উইন্ডোজ না থেকে তবে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এই ৩ টি কম্পাইলার দিয়ে আপনার প্রায় সকল কাজ করে ফেলতে পারবেন। আপনি যদি হার্ড লেভেলের প্রোগ্রামার হতে চান তাহলে এই নেই সেই নেই, বিভিন্ন টুলস, সমঞ্জাম ইত্যাদির অজুহাত না দিয়ে এখনি কাজে লেগে পড়ুন। বিগিনার বা মিড লেভেলের প্রোগ্রামার হলেও আপনি আপনার যাবতীয় সব কাজ অ্যান্ড্রয়েড এর মধ্যেই করতে পারেন। বর্তমানে অ্যান্ড্রয়েড খুব পাওয়ারফুল os এবং ভবিষ্যতে আশা করি পিসির আরো অনেক কাজ ফোনের মাধ্যমেই করতে পারব। কমেন্ট করতে ভুলবেন না আপনার কোন কম্পাইলার টি বেশি ভাল লেগেছে। Tested Device Device: Samsung J6 The post C/C++ প্রোগ্রামিং এর জন্য জনপ্রিয় ৩ টি কম্পাইলার রিভিউ, যার মাধ্যমে আপনি আপনার সমস্ত কাজ করতে পারবেন appeared first on Trickbd.com. |
ফেসবুক গ্রুপে নিজের নাম হাইড করে পোস্ট করবেন যেভাবে!! Posted: আসসালামু আলাইকুম প্রিয় ট্রিক বিডি মেম্বারগন। কেমন আছেন সবাই । আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দুঃখিত আমি আমার ছোট মামার বিয়ে উপলক্ষে,, একটা প্রত্যন্ত এলাকাতে এসেছি যেখানে নেটওয়ার্ক খুব দুর্বল তাই আপনাদেরকে সময়মত পোষ্ট উপহার দিতে পারিনি, বিষয়টির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ,, চেষ্টা করব নিয়মিত পোস্ট করার জন্য। আজকের পোষ্টের বিষয়বস্তু হচ্ছে আপনি চাইলে আপনার ফেসবুক গ্রুপে নিজের নাম হাইড করে পোস্ট করতে পারবেন যাতে কেউ বুঝতে না পারে যে সেই পোস্টটি আপনি করেছেন। বর্তমানের সময়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া এর যুগ। বিশেষ করে তরুণ প্রজন্মরা এই সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করে থাকে। আর অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে মেয়েরা বেশি সাইবার বুলিং এর শিকার হয়। তাই সোশ্যাল মিডিয়াতে সাইবার বুলিং বন্ধ করার জন্য ফেসবুক নিয়ে এসেছে, দারুন একটি ফিচার। এখন চাইলে যে কেউ নিজের নাম হাইড করে পোস্ট করতে পারবেন, কেউ জানতেই পারবে না। শুধুমাত্র গ্রুপের এডমিন এবং মডারেটররা দেখতে পাবেন আপনার আসল আইডি। আর যাদের নিজস্ব গ্রুপ রয়েছে তারা তাদের নিজের গ্রুপে কিভাবে এই ফিচারটি চালু করবেন দেখতে হলে পুরো পোস্টটি দেখুন প্রথমে আপনি ফেসবুক অ্যাপে আপনার নিজস্ব গ্রুপ ওপেন করুন তারপরে সবার উপরে সেটিং দেখতে পাবেন এরপরে এখানে ক্লিক করার পরে আপনি Group setting লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন। এরপর আপনি স্ক্রোল করে নিচে আসবেন Anonymous posting লেখাটিতে আপনি ক্লিক করবেন। এরপরে আপনি অন করে দিবেন anonymous posting তারপর save করে দিবেন। এরপরে আপনি বেরিয়ে এসে সরাসরি পোস্ট করার জায়গাতে যাবেন আপনি দেখতে পাবেন anonymous posting এখানে টান দিয়ে অন করে নিবেন। এরপরে আপনি I want to post anonymously লেখাটিতে ক্লিক করবেন এরপরে আপনি যেকোনো কিছু পোস্ট করতে পারেন। লেখা শেষ হলে ok করবেন তারপর এইরকম পেজ আসলে post এ ক্লিক করবেন। এই দেখুন আমার পোস্ট হয়ে গিয়েছে কিন্তু আমার নিজের নাম দেখাচ্ছে না। তাই এরপর থেকে আপনারা চাইলে এভাবে পোস্ট করতে পারেন আর নিজের প্রাইভেসি গোপন করতে পারবেন। তো এই ছিল বিস্তারিত। ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। আল্লাহ হাফেজ। যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকেThe post ফেসবুক গ্রুপে নিজের নাম হাইড করে পোস্ট করবেন যেভাবে!! appeared first on Trickbd.com. |
ফ্রিল্যান্সিং করতে যেয়ে প্রতারিত হচ্ছেন না তো?(পার্ট-২) Posted: আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই। আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভালো আছেন। যারা আমার এই পোস্ট এর প্রথম পার্ট টি দেখেন নি তারা এই লিংক এ যেয়ে দেখে আসতে পারেন। গত পর্বে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং এর কয়েকটি ভয়ংকর প্রতারণার দিক সম্পর্কে বিস্তারিত বলে ছিলাম। এই পর্বে আমি আরো কয়েকটি দিক সম্পর্কে জানিয়ে দিবো। এবং পোস্ট টি কমপ্লিট করে দেওয়ায় চেষ্টা করবো ইনশাআল্লাহ। গত পর্বে আমি চাকরির বেপার টি ভালোমত বিস্তারিত বলে ছিলাম। এবার আমি তার পর থেকে লেখা শুরু করছি। তো আপনার মাথায় হয়তো ততদিনে ঢুকেই যাবে যে আপনি আপনার কোর্স শেষ করে কাজ শুরু করলেই আপনি মাস শেষে লাখপতি হয়ে যাবেন। আর না করতে পারলেও তো ক্ষতি নেই। কারন তারা আপনাকে মাস প্রতি টাকা দিবে সে কথা তো বলেছেনও। এখন আপনার মাথায় থাকবে শুধু টাকা আর ফ্রিল্যান্সিং। এবং আপনি হয়তো মনে খুবই ছটফট ছটফট করবেন আর কোনো কথা না ভেবেই কোনো একটা দামী কোর্স এ এনরোল করে ফেলবেন। এখন আপনি 5-6 মাস যাবৎ কোর্স করলেন। মার্কেপ্লেস এ ঢুকলেন। কিন্ত দেখা গেলো যে আপনি ফ্রিলান্সিং করতে পারছেন না। আপনি হয়তো এমনটা ভাবতে পারেন যে কিছু স্টুডেন্ট রা খুবই দূর্বল থাকে তারাই কোর্স শেষে ফ্রিলান্সিং করতে না পেরে প্রতিষ্ঠান কে দোষ দেয়। আমি একটা প্রতিষ্ঠান থেকে কোর php এর একটা কোর্স করেছিলাম। 4 মাসের কোর্স ছিল সেটা। কিন্ত কোর্স শেষ এ দেখা গেলো যে আমাদের মধ্যে কেউ ই php ডেভলপার হয়ে উঠতে পারেনি। একটা প্রজেক্ট করতে বলা হয়েছিল যা আমরা কেউ ই কমপ্লিট করে দিতে পারিনি। আমি প্রজেক্ট টা কমপ্লিট করার অনেক চেষ্টা করেছিলাম। কিন্ত পরবর্তীতে কঠিন একটা বাগ (প্রোগ্রামিং এ কোনো ভুল হলে সেই ভুল কে বাগ বলা হয় ) প্রবলেম এ পড়েছিলাম। তো আমি তখন আমার টিম মেট দের ব্যাপার টা জানাই ভালোমত বুঝিয়েও দেই। তারা সবাই সেই প্রবলেম টা সলভ করার চেস্টা করে। বাট কেউ ই সেই প্রবলেম টি কমপ্লিট করে দিতে পারলনা। পরবর্তীতে আমাদের ইন্সট্রাক্টর কে অনেক অনেক রিকোয়েস্ট করার পরেও সে বলে কোর্স এ থাকা ভিডিও গুলো পুনরায় ফলো করতে। তাই নিজের প্রজেক্ট বাদ দিয়ে অন্যদের খোঁজ খবর নিতে শুরু করলাম। নিয়ে দেখলাম যে সকলেই আমার মত কোনো বাগ সমাধান নিতে যেয়ে আটকে গেছে। ততদিনে প্রজেক্ট সাবমিট করার লাস্ট ডেট ও শেষ হয়ে গেছে। এইভাবে আমাদের পুরো ব্যাচের php ডেভলপার হবার স্বপ্ন স্বপ্নই থেকে গেলো। আজ তাহলে এই পর্যন্তই থাক। আপনারা সকলেই ভাল থাকুন। সুস্থ থাকুন। আর এই এই পোষ্টের তৃতীয় পর্বের জন্যে অপেক্ষা করুন। আর আমার পরবর্তী পোস্ট টি কিসের উপর চান সেটি আমাকে জনিয়ে দিন কমেন্টে, জিমেইল এ, অথবা টুইটারে। The post ফ্রিল্যান্সিং করতে যেয়ে প্রতারিত হচ্ছেন না তো?(পার্ট-২) appeared first on Trickbd.com. |
এক ক্লিকে ছিবি Edit করুন Mobile Lightroom presets একদম ফ্রী Posted: আসসালামু আলাইকুম |
Wondershare Filmora x Premium download for free , A popular video editing software for pc Posted: আসসালামু আলাইকুম, আমাদের নতুন আর্টিকেলে স্বাগতম. প্রতিটি ব্লগ আর্টিকেলে, আমরা আপনার সাথে কিছু জ্ঞান বা কিছু দরকারী কৌশল শেয়ার করার চেষ্টা করি যাতে আপনি কিছু শিখতে পারেন, বা আপনার জ্ঞান বাড়াতে পারেন। এই আর্টিকেলে আমরা আপনাকে “Wondershare filmora x” নামে একটি দরকারী কিন্তু পেইড ভিডিও এডিটিং সফ্টওয়্যার শেয়ার করতে যাচ্ছি। এটি একটি উচ্চ মানের শক্তিশালী ভিডিও এডিটিং টুল এবং এটি “Adobe Premiere pro” এর বিকল্প সফ্টওয়্যার হিসেবেও ব্যবহৃত হয়। Wondershare filmora কোম্পানি তাদের নিজস্ব ভিডিও এডিটিং সফটওয়্যারের 2 সংস্করণ চালু করেছে। প্রথম সংস্করণটি হল “Wondershare filmora IX” এবং দ্বিতীয়টি হল “Wondershare filmore x“। যদিও সমস্ত সংস্করণের একটি বিনামূল্যের সংস্করণ রয়েছে, তবে বিনামূল্যের সংস্করণে অনেক ধরনের সমস্যা রয়েছে এবং এতে ওয়াটারমার্ক বা অন্যান্য সমস্যা রয়েছে। কিন্তু এই আর্টিকেলে, আমরা আপনাকে বিনামূল্যে প্রিমিয়াম সংস্করণ শেয়ার করতে যাচ্ছি এবং আপনি এই সফ্টওয়্যারটির বিনামূল্যে সংস্করণ ব্যবহার করা থেকে মুক্তি পাবেন। তো চলুন শুরু করি……………… What is Filmoraফিলমোরা ওয়ান্ডারশেয়ার কোম্পানির শক্তিশালী ভিডিও এডিটিং সফটওয়্যার। এটির লক্ষ লক্ষ ব্যবহারকারী রয়েছে এবং বেশিরভাগ ব্যবহারকারী এই সফ্টওয়্যারটির বিনামূল্যে সংস্করণ ব্যবহার করছেন। ব্যবহারকারীরা এটি নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। আমি আশা করি আপনি এই সফ্টওয়্যারটি ব্যবহার করে হতাশ হবেন না। Features of Filmora Xপ্রফেশনালভাবে ভিডিও সম্পাদনা করার জন্য এই সফ্টওয়্যারটিতে অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে। আপনি যদি এর বৈশিষ্ট্যগুলির একটি তালিকা তৈরি করার চেষ্টা করেন তবে তালিকাটি এত বড় হয়ে যাবে। তাই আমি এই সফটওয়্যারের মূল বৈশিষ্ট্যগুলো দিচ্ছি। এই সফটওয়্যারের কিছু বৈশিষ্ট্য হল- VFX– আপনি যদি VFX-এ কাজ করেন বা আপনার ভিডিওতে কিছু VFX যোগ করতে হয়, তাহলে আমি আপনাকে এই সফটওয়্যারটি ব্যবহার করার পরামর্শ দিই। আমি আশা করি এটি আপনাকে হতাশ করবে না। Green Screen – আপনি যদি Green Screen এ কাজ করেন বা আপনি Green Screen দিয়ে ভিডিও তৈরি করেন এবং আপনাকে আপনার ভিডিও থেকে সবুজ রং বাদ দিতে হয়, তাহলে এই শক্তিশালী টুলটি আপনাকে অনেক সাহায্য করতে পারে। আপনি Green Screen এর offset, tolerance, thickness সব এড জাস্ট করতে পারবেন ।
Simple editing Interface– ভিডিও এডিটিং ইন্টারফেসটি ব্যবহার করা সহজ এবং সমস্ত toolsআপনার সামনে রয়েছে। আপনার এটি খুঁজে বের করার দরকার নেই এবং এটি আপনার সময় বেশি ব্যয় করবে না!! Video stabilization- যে ভিডিওগুলি হাতে রেকর্ড করা হয় বা আপনি চলমান অবস্থায় ভিডিও রেকর্ড করেন এবং আপনার ভিডিও সঠিকভাবে স্থিতিশীল না হয় তবে এই ভিডিও editing tool আপনাকে আপনার ভিডিওকে স্থিতিশীল করতে সাহায্য করতে পারে। Imporing Video– সম্পাদনার জন্য এটিতে ভিডিও import করা খুব সহজ। আপনি এক্সপ্লোরার থেকে এটিতে আপনার ভিডিও টেনে আনতে এবং ড্রপ করতে পারেন৷ Color Correction– ভিডিও এডিটিং এর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ টুল। ভিডিওগুলি বিভিন্ন ধরণের ডিভাইস এবং বিভিন্ন জায়গায় রেকর্ড করা হয়। তাই সেখানে রঙ আলাদা দেখায় এবং এটি আপনার ভিডিওগুলিকে এত ভাল করে না। এই টুলটি আপনাকে আপনার ভিডিওর রঙের ভুল সংশোধন করতে সাহায্য করতে পারে। Color Grading- পেশাদার ভিডিও তৈরির জন্য, কখনও কখনও আপনাকে কিছু রঙ পরিবর্তন করতে হবে বা কখনও কখনও আপনাকে আপনার ভিডিওর কিছু রঙ হাইলাইট করতে হবে। ভালো ভিডিও তৈরির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই টুলটি এখন আপনার সাহায্যের জন্য ফিলমোরাতে রয়েছে। Detaching Audio- কিছু ক্ষেত্রে আপনাকে আপনার ভিডিও থেকে অডিও আলাদা করতে হতে পারে। ফিলমোরাতেও এই টুল রয়েছে। আপনি এই সফ্টওয়্যার থেকে অডিও সামান্য সম্পাদনা করতে পারেন. Audio Effects- ফিল্মোরাতে কিছু বিল্ট ইন অডিও ইফেক্ট রয়েছে। তাই আপনাকে বেশিরভাগ সময় ইন্টারনেট থেকে অডিও ইফেক্ট ডাউনলোড করতে হবে না। Effects– এই সফ্টওয়্যারটিতে আপনার ভিডিওগুলিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য built in অনেক ভিডিও ইফেক্ট রয়েছে Problems of free version ফ্রি সংস্করণের সমস্যা wodershare filmora এর ফ্রি ভার্সনের অনেক সমস্যা আছে। মূল সমস্যাটি হল ওয়াটারমার্ক। কেউ চায় না যে তার ভিডিওগুলিতে অন্যদের ওয়াটারমার্ক থাকে। কিন্তু ফিলমোরার ফ্রি ভার্সনে রয়েছে ওয়াটারমার্কের সমস্যা। এটা খুবই বিরক্তিকর।
বিনামূল্যে সংস্করণে, আপনি কিছু অসাধারন ইফেক্টস এবং অনেক ধরনের এডিটিং টুল ব্যবহার করতে পারবেন না যা খুবই গুরুত্বপূর্ণ।
ফ্রি সংস্করণে ভিডিও রেন্ডারিং খুব ধীর। ফ্রি ভার্সনেও অনেক সমস্যা আছে। ফ্রি সংস্করণের সমস্যাগুলি দেখতে সময় নষ্ট করবেন না, আপনার সময়কে ব্যবহার করুন ফ্রি সংস্করণের সমস্যাগুলি সমাধান করতে এবং প্রিমিয়াম সংস্করণ পেতে। Installing premium versionতো চলুন প্রিমিয়াম ভার্সন ইন্সটল করা শুরু করি। প্রথমে এই ডাউনলোড অপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করুন- আর ইনস্টল করে ফেলুন আপনার কম্পিউটারে….. আর্টিকেলটি ভালো লাগলে আমার ওয়েবসাইট টি ভিজিট করবেন – developsbd.com The post Wondershare Filmora x Premium download for free , A popular video editing software for pc appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments