Search box..

Microsoft Office 365 01 মাসের জন্য ফ্রিতেই [Bin Updated]

Microsoft Office 365 01 মাসের জন্য ফ্রিতেই [Bin Updated]


Microsoft Office 365 01 মাসের জন্য ফ্রিতেই [Bin Updated]

Posted:

Howdy Everyone,
Office 365 Microsoft এর সবচেয়ে দামি একটি Product কারণ অন্যান্য Office 2016, 2013, 2020 এর চেয়ে Office 365তে অনেক নতুন Features Include করা হয়েছে। $150 Pay করা লাগবে যদি Lifetime উপভোগ করতে চান। কীভাবে ১ মাসের জন্য Purchase করবেন তা Share করা হল Instruction Section এ।

 

 

যা যা থাকছে এই Plan এ-

•Up to 6 TB of cloud storage (1 TB per person).
•Works on Windows, macOS, iOS & Android.
•Advanced security for email & files.
•Premium productivity apps.

 

⁙⁘Instruction⁘⁙

1. প্রথমে VPN এ USA Server Connect করুন

2. তারপর এই Link এ প্রবেশ করে “Try 1 Month” এ Click করুন

(Old ScreenShot)

 

3. Create Account এ Click করে নতুন Outlook Account Create করে নিন

(Old ScreenShot)

 

4. এবার Change এ Click করে Country Kenya Select করুন এবং Confirm এ Click করুন

(Old ScreenShot)

 

5. “Next” এ click করে Payment Add করে নিন।
B!n- 5154620020xxxxxx Date- 02/26 দিয়ে Namso Gen থেকে CC generate করে ঐ Payment Page এ বসান

(Old ScreenShot)

 

6. Address এর জন্য

▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱
STREET: Street 6xx (replace xx with number)
CITY: NEW YORK
State: NEW YORK
POSTAL CODE: 10080
▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱

এই Info. ব্যবহার করতে পারেন। এবং Next এ Click করুন

(Old ScreenShot)

 

7. Subscribe এ Click করলেই Office 365 family Activate হয়ে যাবে।

(Old ScreenShot)

 

 

 

⁙⁘Conclusion⁘⁙
Officie 365 family এর মেয়াদ 30দিন পর্যন্ত। আর অবশ্যই নতুন Outlook Account এ Try করবেন, আর আপনি Office 365 Account দিয়ে Pc ও Mobile এ উভয় জায়গায়ই Appগুলো চালাতে পারবেন

 

 

Bye✌
Keep In Touch With Me Through
Telegram 

The post Microsoft Office 365 01 মাসের জন্য ফ্রিতেই [Bin Updated] appeared first on Trickbd.com.

বিনা মূল্যে ল্যাপটপ-কম্পিউটার সার্ভিসিং

Posted:

রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে চলছে 'ফ্রি সার্ভিস ফেস্ট'। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ উৎসবে যেকোনো প্রতিষ্ঠান থেকে কেনা এসার, আসুস, অ্যাভিটা, গিগাবাইট, এইচপি, লেনেভো ও এমএসআই ব্র্যান্ডের ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার বিনা মূল্যে মেরামত করা যাবে। ১৩ এপ্রিল পর্যন্ত এই সার্ভিসিং সুবিধা পাওয়া যাবে। কম্পিউটারের ওয়ারেন্টি মেয়াদ শেষ হলেও বিনা মূল্যে এই সুবিধা মিলবে।

মেরামতের জন্য নির্দিষ্ট বুথে ল্যাপটপ জমা দিচ্ছেন একজন ক্রেতা

 

গতকাল সোমবার বিসিএস কম্পিউটার সিটিতে এ উৎসব শুরু হয়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কম্পিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মযহার ইমাম চৌধুরী বলেন, ক্রেতারা সরাসরি নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা নিতে চান। এ জন্য শীর্ষস্থানীয় সব নির্মাতা প্রতিষ্ঠানকে নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, দ্রুত ও স্বচ্ছন্দে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার মেরামতের সুযোগ দিতে বিসিএস কম্পিউটার সিটিতে বিভিন্ন ব্র্যান্ডের আলাদা স্টল চালু করা হয়েছে। ফলে আগ্রহীরা সহজেই নির্দিষ্ট ব্র্যান্ড প্রতিষ্ঠানের সেবা নিতে পারবেন। উৎসবে বিনা মূল্যে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার মেরামতের সুযোগ মিললেও যন্ত্রাংশ পরিবর্তনের প্রয়োজন হলে অর্থ দিতে হবে।

উৎসবের প্রধান সমন্বয়ক মোহাম্মাদ জাহেদ আলী ভূঁইয়া বলেন, বিসিএস কম্পিউটার সিটিতে দেশে প্রযুক্তিপণ্য বাজারজাত করা ৯৫ শতাংশ প্রতিষ্ঠানেরই বিক্রয়কেন্দ্র রয়েছে। ক্রেতাদের সরাসরি ব্র্যান্ড প্রতিষ্ঠান থেকে মানসম্মত সেবা পাওয়ার সুযোগ দিতেই এ আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিএস কম্পিউটার সিটির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমানসহ অংশগ্রহণকারী ব্র্যান্ড প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Courtesy: ProthomAlo

The post বিনা মূল্যে ল্যাপটপ-কম্পিউটার সার্ভিসিং appeared first on Trickbd.com.

৫ হাজার টাকার মধ্যে ৩ স্মার্টফোন

Posted:

ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি পড়ালেখা ও বিনোদনের জন্য স্মার্টফোনের বিকল্প নেই বললেই চলে। তবে ইচ্ছে থাকলেও সবার পক্ষে দামি স্মার্টফোন কেনা আর হয়ে ওঠে না। বাংলাদেশে কম দামেই পাওয়া যাচ্ছে ভালো মানের স্মার্টফোন। আজ দেখে নেওয়া যাক ৫ হাজার টাকার নিচে ৩ স্মার্টফোনের খোঁজ।

ওয়ালটন প্রিমো ই টুয়েলভ

ওয়ালটন প্রিমো ই টুয়েলভ

দেশি প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটনের তৈরি 'ওয়ালটন প্রিমো ই টুয়েলভ' মডেলের স্মার্টফোন পাওয়া যাচ্ছে পাঁচ হাজার টাকার মধ্যে। পাঁচ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ১.৪ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর। দামে কম হলেও মালি টি-৮২০ গ্রাফিক্স সুবিধার স্মার্টফোনটিতে রয়েছে এক গিগাবাইট র‍্যাম, আট গিগাবাইট ধারণক্ষমতা, যা ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। সামনে–পেছনে দুই ও পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরাসহ স্মার্টফোনটিতে দুই হাজার মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। তিনটি রঙে বাজারে আসা স্মার্টফোনটির রেজল্যুশন ৪৮০ বাই ৮৫৪ পিক্সেল। কিনতে গুনতে হবে ৪ হাজার ৪৯০ টাকা।

ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি পড়ালেখা ও বিনোদনের জন্য স্মার্টফোনের বিকল্প নেই বললেই চলে। তবে ইচ্ছে থাকলেও সবার পক্ষে দামি স্মার্টফোন কেনা আর হয়ে ওঠে না। বাংলাদেশে কম দামেই পাওয়া যাচ্ছে ভালো মানের স্মার্টফোন। আজ দেখে নেওয়া যাক ৫ হাজার টাকার নিচে ৩ স্মার্টফোনের খোঁজ।

আইটেল এ২৩ প্রো

আইটেল এ২৩ প্রো

পাঁচ হাজার টাকার মধ্যেই অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা ফোরজি প্রযুক্তির স্মার্টফোন বাজারজাত করছে আইটেল। পাঁচ ইঞ্চি স্ক্রিনের 'আইটেল এ২৩ প্রো' মডেলের স্মার্টফোনটিতে একসঙ্গে দুটি ফোরজি সিম ব্যবহার করা যায়। ১.৪ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসরে চলা স্মার্টফোনটিতে আরও রয়েছে এক গিগাবাইট র‍্যাম এবং আট গিগাবাইট ধারণক্ষমতা, যা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। সামনে–পেছনে দুই ও ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে স্মার্টফোনটিতে। দুটি রঙে বাজারে আসা স্মার্টফোনটির দাম ৪ হাজার ৯৯০ টাকা।

 

ম্যাক্সিমাস পি৭ প্লাস

ম্যাক্সিমাস পি৭ প্লাস

কম দামে বড় স্ক্রিনের স্মার্টফোন বাজারজাত করছে ম্যাক্সিমাস। ৫.৪৫ ইঞ্চি স্ক্রিনের 'ম্যাক্সিমাস পি৭ প্লাস' মডেলের স্মার্টফোনটির রেজল্যুশন ৪৮০ বাই ৯৬০। ১.৩ গিগাহার্টজ কোয়াড–কোর প্রসেসরে চলা স্মার্টফোনটিতে রয়েছে এক গিগাবাইট র‍্যাম এবং আড়াই হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সামনে–পেছনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধার স্মার্টফোনটির ধারণক্ষমতা আট গিগাবাইট, যা ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। অ্যান্ড্রয়েড আট অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটির দাম ৪ হাজার ৯০০ টাকা।

 

 

The post ৫ হাজার টাকার মধ্যে ৩ স্মার্টফোন appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments