১০ মিনিট স্কুলের ১৯ টি কোর্স সম্পূর্ণ ফ্রি |
- ১০ মিনিট স্কুলের ১৯ টি কোর্স সম্পূর্ণ ফ্রি
- ভাইরাল গান গুলো । যেগুলি কোথাও শুনেছেন, খুব ভালো লেগেছে, কিন্তু পুরো গানটি কখনও খুজে পাননি।
- Android এর ৫ টি ভিন্ন Category এর মজাদার কিছু Games (Part-2)
- kaspersky Anti-Virus 01 বছরের জন্য ফ্রিতেই
- IELTS Course by Munzereen Shahid Promo Codes – 10 Minute School
- [Must Read] গুগল ক্লাউড শেল কি? কিভাবে গুগল ক্লাউড শেল দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এর ইনফরমেশন হ্যাক করবেন? [OSINT]
- Make Excel Result Sheet By One Click
- কেন রসায়নকে রসায়নবিজ্ঞান বলা হয় না?
- Android এর ৫ টি ভিন্ন Category এর High Graphics Games (Part-1)
- সকল মৌলের ইলেক্ট্রন বিন্যাস শিখুন সহজে [৫ম ও সবশেষ পব]
১০ মিনিট স্কুলের ১৯ টি কোর্স সম্পূর্ণ ফ্রি Posted: আসসালামু-অলাইকুম, রবি ১০ মিনিট স্কুল সম্পর্কে কমবেশি সবাই জানেন।এটি একটি শিক্ষামূলক সংগঠন যার প্রতিষ্ঠাতা আইমান সাদিক।এদের নিজশ্য ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ রয়েছে যার মাধ্যমে তারা বিভিন্ন শিক্ষা মূল্যক ভিডিও বা কোর্স করিয়ে থাকেন। আজ আমরা সেই ১০ মিনিট স্কুলের ১৯ টি কোর্স সম্পূর্ণ ফ্রিতে ডাওনলোড করার উপায় সেয়ার করবো। ১০ মিনিটের স্কুলের যে ১৯ টি কোর্স সম্পূর্ণ ফ্রি ডাওনলোড করতে পারবেনঃ
Course Link: Enroll Now The post ১০ মিনিট স্কুলের ১৯ টি কোর্স সম্পূর্ণ ফ্রি appeared first on Trickbd.com. |
ভাইরাল গান গুলো । যেগুলি কোথাও শুনেছেন, খুব ভালো লেগেছে, কিন্তু পুরো গানটি কখনও খুজে পাননি। Posted: 06 May 2022 02:13 AM PDT আসসালামুয়ালাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন । আর সবাইকে ঈদের শুভেচ্ছা ।
ঈদ মোবারক।
———মূল পোস্ট——–
একটা অনুষ্ঠানে গেলাম, একটা গান বাজছে খুবই ভালো লাগলো । টিকটকের একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক ভালো লেগেছে । ইঊটিউবের একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক, একটা দোকানে বাজছে, আমার প্রচন্ড পছন্দ হলো । কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও গানটি (গুলো) খুজে পেলাম না।
উপরের ঘটনা কারো সাথে ঘটেনি এমন লোক পাওয়া আজ মুশকিল । আমি চাই না যে আমি যে সমস্যায় পড়েছি আমার প্রিয় ট্রিকবিডি পরিবারের কোন মেম্বার সেটা ফেস করুক।
তাই আমি অনেকভাবে খুজে খুজে আমার প্রিয় গানগুলি খুজে একটি ইউটিউব প্লেলিস্ট তৈরি করেছি। প্লেলিস্ট টা আমি পাব্লিক করে দিয়েছি। আপনারা ইউটিউবে গিয়ে ( Music_col_mahmud ) লিখে সার্চ দিলে প্লেলিস্ট পেয়ে যাবেন। প্লেলিস্ট টি আপনিও অ্যাড করে রাখতে পারেন । আমি রেগুলার প্লেলিস্ট টি আপডেট করি। আর আমি আপনাদের সাথে প্লেলিস্ট এর collaborate লিঙ্কটি শেয়ার করতে চাই, ( এর মাধ্যমে আপনি আপনার ফেভারিট গানটি যোগ করতে পারবেন ) যাদের লাগবে বলতে পারেন।
Direct link : https://cutt/ly/nGF1vPv
===== যেভাবে প্লেলিস্ট অ্যাড করবেন =====
লিঙ্ক এ ক্লিক করার পর এখানে ক্লিক করে অ্যাড করে নিবেন ।
===== That’s it. =====
যেহেতু ইউটিউব অনলাইন প্লাটফর্ম তাই আপনারা গানগুলি ডাউনলোড করে রাখতে পারেন । কিছু ভিডিও ইউটিউবে ডাউনলোড করা যায় না ।
আশা করি সবাই ডাউনলোড করতে পারবেন । আর যারা পারেন না তারা নিচের অংশ পড়তে পারেন ।
========== ডাউনলোড পদ্ধতি START ==========
====== Android ======
প্রথমে এখানে ক্লিক করে অ্যাপ টি ডাউনলোড করে নিন । link : https://cutt.ly/snaptubevip ডাউনলোড করে ইন্সটল করে নিন । ইন্সটল করে রেখে দিন অ্যাপ এ আর কিছুই করা লাগবে না ।
এবার যে গানটি ডাউনলোড করতে চান সেই গানটি তে চলে যান । ( ইউটিউব অ্যাপ এ ) শেয়ার এ ক্লিক করে দিন।
এরপর এমন আসার কথা
আপনার পছন্দসই কোয়ালিটি সিলেক্ট করে দিন । এরপর ডাউনলোড শুরু হয়ে যাবে। বি দ্রঃ আমার আগে থেকে অ্যাপ টি ডাউনলোড করা আছে এজন্য সরাসরি ডাউনলোড হচ্ছে, কিন্তু আপনার বেলায় first time ডাউনলোড না হয়ে কিছু পারমিশন চাইতে পারে সব এলাও করে দিবেন । তারপর শেয়ার বাটন এর প্রসেস আবার ট্রাই করবেন তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে ।
===== That’s it. =====
===== PC =====
প্রথমে এখানে ক্লিক করে অ্যাপ টি ডাউনলোড করে নিন। link : https://cutt.ly/4kvip ডাউনলোড করা zip file টি extract করে নিন। password: 123 installer file টি normally ইন্সটল করে নিন। next next … patch ফাইল টি extract করে ৬৪ বা ৩২ run করুন patch বাটন এ ক্লিক করুন
এবার সবকিছু ক্লোজ করে দিন।
start menu তে এবার অ্যাপ টি দেখতে পাবেন এটি run করুন। Open হতে একটু সময় নিতে পারে, ওয়েট করবেন।
এরপর যে গানটি ডাউনলোড করতে চান সেটি প্লে করুন।
Address bar থেকে লিঙ্কটি কপি করে নিন।
এবার 4k Video Downloader app এ গিয়ে প্লাস আইকন ( psate link ) এ ক্লিক করুন। এবার Download Playlist অথবা Download Clip এ ক্লিক করুন । Download Playlist = পুরো প্লেলিস্ট ( কয়েক GB ) Download Clip = শুধুমাত্র একটি ভিডিও
আমি একটিমাত্র ভিডিও ডাউনলোড করব তাই Download Clip এ ক্লিক করলাম।
এবার কোয়ালিটি ও সাবটাইটেল সিলেক্ট করে দিয়ে Download বাটনে ক্লিক করুন।
ডাউনলোড শুরু হয়ে গেছে।
অনেককে দেখেছি ডাউনলোড হওয়ার পর ফাইল খুজে পায় না। ফাইল টি যেখানে পাবেন।
My PC তে ক্লিক করে explorer ওপেন করে বাম পাশে Videos এ ক্লিক করলে 4K Video Downloader ফোল্ডার টি দেখতে পাবেন । এই ফোল্ডারে ভিডিও ডাউনলোড হবে। ===== That’s it. =====
বি দ্রঃ PC ইউজার রা সাধারনত advanced ইউজার হয়ে থাকেন তাই এক্কেবারে step by step দেখালাম না ।
========== ডাউনলোড পদ্ধতি END ==========
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কারো কোন প্রব্লেম হলে কমেন্ট করুন। যত তারাতারি সম্ভব রিপ্লাই দিব ইনশাআল্লাহ্ ।
———- END OF MESSAGE ———-
The post ভাইরাল গান গুলো । যেগুলি কোথাও শুনেছেন, খুব ভালো লেগেছে, কিন্তু পুরো গানটি কখনও খুজে পাননি। appeared first on Trickbd.com. |
Android এর ৫ টি ভিন্ন Category এর মজাদার কিছু Games (Part-2) Posted: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি। চিন্তা করে দেখলাম অনেক দিন ধরেই ভিন্ন Category এর কিছু গেমস একসাথে দিয়ে কোনো পোস্ট করা হয়না। একটি Category এর উপরই শুধু পোস্ট দিয়ে আসছি গত কয়েকদিন ধরে। তাই ভাবলাম কয়েকটা আলাদা আলাদা Category এর পোস্ট একসাথে করে দেই। যদি এই রিলেটেড আরো পর্ব চান তবে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আরো পোস্ট করতে। এছাড়াও অন্যান্য বিভিন্ন টপিকে আমি এর আগে অনেকগুলো গেমিং রিলেটেড পোস্ট করেছি। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন। যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবগুলো গেমের Concept আলাদা আলাদা। ভিন্নতা আছে এদের গেমপ্লে, গ্রাফিক্স ইত্যাদিতে। বিশ্বাস করবেন কি না জানি না তবে এই গেমগুলো আমাকে Android Games এর প্রতি অন্য নজরে তাকাতে বাধ্য করেছে। প্রত্যেকটা গেমেরই Sound Effects + Graphics + Gameplay এক কথায় অসাধারন। এখানে প্রত্যেকটি গেমই এক একটি Masterpiece। শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি ভিন্ন কিছুর স্বাদ পাবেন আশা করছি। তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।
5) Game Name : Adventure Bay – Paradise FarmGame Developer : GAMEGOS Game Size : 156 MB Required OS : 4.4+ Game Type : Simulation, Farming, Single Player, Stylized Game Released Date : February 12, 2022 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data ) এই গেমটি এই বছরের ফেব্রুয়ারি মাসে রিলিজ করা হয় প্লে-স্টোরে। গেমটি আমার দেখা one of the best farming simulator type game এর ভেতরে আছে। এই গেমের Graphics, Animation সবকিছুই আমাকে মুগ্ধ করেছে। এর আগে আমি প্রচুর Farming Simulator Type Games খেলেছি। কিন্তু এতটা সুন্দর ভাবে সবকিছু খুব কম গেমেই পেয়েছি। এই গেমের Animation Quality আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। এখানে যে 2D Graphics এর সৌন্দর্য্যটা রয়েছে তা আপনি বর্তমানে খুব কম গেমের ভিতরেই দেখতে পারবেন। গেমটির Storyline থেকে এর Animation, Controls, Graphics, Characters সবকিছুই আমার কাছে খুবই ভালো লেগেছে। গেমের Concept টিও আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি গেমটি যখন নিজে থেকে শুরু করবেন তখন আপনার মুখ থেকে একটা শব্দই বের হবেঃ Wow!। মানে এখানে Clouds, Sea, Trees, Bush, Crops, Water, Boat মানে প্রত্যেকটি Object এত সুন্দর ভাবে Design করা হয়েছে যেন সেগুলো Live দেখছি এমনটা মনে হয়। ঝড়নার বয়ে চলা থেকে আকাশের মেঘ প্রত্যেকটি জিনিসেরই এনিমেশন এত সুন্দর করে করা হয়েছে যেন মনে হবে কোনো এনিমেশন মুভি দেখছি। আর এখানে সবকিছুই জুম ইন বা জুম আউট করে দেখতে পারবেন। এতেও কোনো সমস্যা হবে না। আর গেমে অনেক কিছুই আপনি পেয়ে যাবেন (ফার্মিং এর ক্ষেত্রে যা যা দরকার হয় আর কি)। গেমটি প্লে-স্টোরে গত ২ মাসের ভিতরেই ডাউনলোড করা হয়ে গিয়েছে ৫ লক্ষাধিকবারেরও বেশি এবং গেমটি এই পর্যন্ত রিভিউ করা হয়েছে ৮ হাজার+ বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★। গেমটি এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। অনেক কিছুই রেগুলার আপডেটের মাধ্যমে এড করা হচ্ছে। আপনাকে নতুন এক এক্সপেরিয়েন্স দিবে গেমটি। গেমটির ফিচারগুলো নিচে দিয়ে দিলামঃ EXPLORE the wild tropical island and hunt for treasures with Lydia, Henry & their monkey friend Jojo. Will they become heroes or will they tend to their land and hay all day? Find out what exciting adventures await the trio! RESTORE Lydia’s old, big town; rebuild buildings, produce ingredients, gather resources to CRAFT useful materials that’ll aid you on your expeditions to mysterious locations! HARVEST crops, raise farm animals, catch fish and cook for yourself. Each farm animal is unique! Build your own FARM and family on a beautiful bay! Get on your ship and TRAVEL to exotic cove, help Lydia & Henry solve mysteries, uncover ancient ruins by completing quests! Every journey will be memorable! DISCOVER mythic treasures filled with gold and gems and see if the tales are true! Watch out for pirate kings and battle! TRADE and deliver orders for amazing rewards and expand your village by crossing the bridge! FOLLOW the story to learn more about Lydia, Henry and Jojo’s mysterious pasts! Make your own choices, shape their life & meet extraordinary game characters! ENJOY a funky & rich story along with breathtaking seaside scenery. Live the Caribbean dream! Adventure Bay will be your tropical second-home!
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ 4) Game Name : Angry Birds TransformersGame Developer : Rovio Entertainment Corporation Game Size : 475 MB Required OS : 4.4+ Game Type : Online Game Released Date : October 30, 2014 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data ) Angry Birds গেমটি খেলেননি বা এর নাম শুনেননি এমন লোক এখন হারিকেন নিয়ে খুজলেও পাওয়া যাবে না । এই গেমটি Transformers এর সাথে Collab করেই তৈরি করা হয়েছে। তাই এখানে আপনি Angry Birds আর Transformers এর সকল Characters এর Combination দেখতে পারবেন। এটি মূলত একটি Action, Arcade, Casual Type Single Player Game। এখানে আপনি প্রচুর পরিমানে Action দেখতে পারবেন। প্রচুর Uogrades ও পাবেন। আর Transformers এর Vehicle Change টাও এখানে করতে পারবেন। গেমটি অনেক পুরোনো হলেও অনেক জনপ্রিয় একটি গেম। কেননা গেমটি এখন পর্যন্ত ৫ কোটিবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে আর গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ১০ লক্ষাধিক+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.5 ★। তাহলে বুঝতেই পারছেন গেমটি কতটা ভালো। গেমটিতে আপনি Angry Birds এর Classic Original গেমটির মতো এখানে ভিন্ন Storyline দেখতে পারবেন। গেমটির গ্রাফিক্সও অনেক ভালো। আমার কাছে বেশ ভালোই লেগেছে। এটি একটি 3D Shooting Game। এখানে আপনি Target করে Shoot করতে পারবেন Running অবস্থায়। এখানে Original Angry Birds Characters যেমনঃ Chuck, Red ইত্যাদি এবং Original Transformers Characters যেমনঃ Optimus Prime, Bumblebee সহ আরো বিভিন্ন Character গুলোর Combination দেখতে পারবেন। গেমটিতে আরো যা যা পাচ্ছেনঃ COLLECT! Unlock a roster of heroes (and villains) with unique attacks and abilities! DESTROY! Leave the slingshot at home – this time you have some SERIOUS firepower! VEHICLES! Oh, yes! Car, truck, tank or plane – transform to dodge falling hazards! UPGRADES! Get stronger weapons and new abilities for every Transformer! TAG TEAM! Borrow a friend's character to unleash a devastating two-bot assault! TELEPODS! Scan 'em to unlock, revive or boost your bots!
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ |
kaspersky Anti-Virus 01 বছরের জন্য ফ্রিতেই Posted: Howdy Everyone, Windows Security-র জন্য কত কিছুই না করি আমরা। তন্মধ্যে Kespersky অন্যতম এর জনপ্রিয়তা এবং Security System এর তুলনা হয় না। ➤License features
➤System Requirements নিয়ে কোন ঝামেলা নাই, একটা Downloader দেয়া হবে যেটা আপনার Pc Config. অনুযায়ী Suitable Kespersky Total Security Softwareটা Download করে নিবে।তবুও তাদের Official Site থেকে Requirementsগুলা দেখে নিতে পারেন-
➤ Activation Code টি শুধুমাত্র 03টি Computer Device এ Use করা যাবে। আমি Already একটা Device এ Use করতাছি, বাকি 02টা Device Available Only.
↭ ↭ ↭ ↭ ↭ ↭ ➤ Bonus Method: Kespersky Total Security Pack এর 92দিনের জন্য….. যেভাবে Activate করবেন 92 দিনের জন্য-i.প্রথমে একটা Pre-Activated kaspersky-Total-Security SOftware Download করে নিন ii.এরপর যথা নিয়মে Install করুন Note-
Any Problem!! Chief? The post kaspersky Anti-Virus 01 বছরের জন্য ফ্রিতেই appeared first on Trickbd.com. |
IELTS Course by Munzereen Shahid Promo Codes – 10 Minute School Posted: যারা বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তবে IELTS পরীক্ষা নিয়ে চিন্তিত, তাদের জন্য টেন মিনিট স্কুল নিয়ে এলো IELTS কোর্স! ব্যস্ততার কারণে আর নয় পিছিয়ে পরা! IELTS পরীক্ষার সকল টিপস ও ট্রিক্স শিখে নিন মুনজেরিন আপুর কাছে! কোর্সে থাকছেঃ ৫০টি রেকর্ডেড ক্লাস ইন্টারেক্টিভ প্র্যাক্টিস ম্যাটেরিয়াল প্রত্যেক ক্লাসের সাথে নোট IELTS পরীক্ষার সকল কমন টপিক
IELTS পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি তাহলে দেরী নয়, আজই ভর্তি হয়ে যান! Special Promo code for IELTS Course by Munzereen Shahid:Special Promo code : IELTS400 নিচের লিংকে গিয়ে কোর্স টি Enroll করো এবং উপরের স্পেশাল প্রোমো কোড টি দিয়ে জিতে নাও নিশ্চিত ৪০০ টাকা ডিস্কাউন্ট!! The post IELTS Course by Munzereen Shahid Promo Codes – 10 Minute School appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু আলাইকুম! আজকের এই পোস্ট-এ আপনাকে স্বাগতম। আশা করছি পুরো পোস্ট-টি মনোযোগ এবং ধৈর্য সহকারে পড়বেন। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন। আজকে আমি গুগলের ক্লাউড শেল নিয়ে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো সাথে কিভাবে এটি সেটআপ এবং কি কাজে ব্যবহার করবেন তা নিয়েও কথা বলবো। তো চলেন বেশি বকবক না করে মূল আলোচনা শুরু করি। গুগল ক্লাউড শেল কি?গুগল ক্লাউড শেল হচ্ছে Debian এর উপর ভিত্তি করে তৈরী একটি অনলাইন ব্যাশ শেল। এটি একটি গুগলের ক্লাউড সেবা। এর মাধ্যমে আমরা চাইলেই আমাদের ব্রাউজার এর মাধ্যমে ব্যাশ শেল ব্যবহার করতে পারি। এটা পেইড এবং ফ্রী দুইভাবেই ইউজ করা যায়। ফ্রী প্যাকেজে গুগল 1.7 গিগাবাইট র্যাম এবং 5 গিগাবাইট হোম ডিরেক্টরি প্রদান করে থাকে। এটি 2008 সালের এপ্রিলে রিলিজ করা হয়। এটি তৈরী করতে ব্যবহার করা হয় C, Java, C++, Python, Go এবং Ruby. গুগল ক্লাউড শেল এর যে ইডিটর সেটা Eclipse Theia এর উপর ভিত্তি করে তৈরী। Eclipse Theia হচ্ছে IDEs তৈরি করার জন্য একটি ফ্রি এবং ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক। কেন গুগলের ক্লাউড শেল ব্যবহার করবেন?এর সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে আপনি যেকোনো জায়গা থেকে আপনার ব্রাউজারের মাধ্যমে একটি লিনাক্স ভার্চুয়াল মেশিনে অ্যাক্সেস করতে পারবেন। ক্লাউড শেল ব্যবহার করে আপনি গিটহাব থেকে লিনাক্স এর হ্যাকিং টুল ক্লোন করে ব্যবহার করতে পারবেন। আপনার কোন টুল থাকলে ডিবাগ/টেস্ট করতে পারবেন অথবা নতুন টুল ডেভেলপ করতে পারবেন। এগুলোর জন্য আপনাকে বাড়তি কোন অ্যাপ বা অন্য কিছু ইনস্টল করতে হবে না। আপনার মোবাইলে থাকা ব্রাউজার দিয়েই সব করতে পারবেন। তবে যারা পিসি’তে উইন্ডোজ ইউজ করে এবং চায় উইন্ডোজ-এ লিনাক্স এর একটু ফিল নিতে তাদের জন্যও এটি অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। কিভাবে গুগল ক্লাউড শেল সেটআপ করবেন?গুগল ক্লাউড শেল সেটআপ করার জন্য প্রথমে আপনি আপনার ব্রাউজারটি ওপেন করুন। (গুগল ক্রোম রিকমন্ডেড) অবশ্যই ব্রাউজারটি আপডেটেড এবং একটি জিমেইল অ্যাকাউন্ট লগইন করে নিবেন। প্লে-স্টোর থেকে Hacker’s Keyboard – টি ইনস্টল করে নিন। ইনস্টল হয়ে গেলে কিবোর্ড সেটআপ করে নিন। কিবোর্ড অ্যাপ সেটিংস থেকে Keyboard mode portrait থেকে Full 5-row layout – টি সিলেক্ট করে নিন। কিবোর্ড সেটআপ করা হয়ে গেলে তারপর নিচে দেওয়া গুগল ক্লাউড শেল – এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। Google Cloud Shell – Official Website লিংকে প্রবেশ করলে নিচের ছবির মতো ইন্টারফেস দেখতে পারবেন। Go to console – এ ক্লিক করুন। তারপর কান্ট্রি বাংলাদেশ এবং টার্মস অফ সার্ভিস এ চেক মার্ক করে Agree and continue – ক্লিক করুন। তারপর নিচের মতো ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে CREATE PROJECT – এ ক্লিক করুন। তারপর এখানে আপনার প্রজেক্ট এর নাম লিখুন এবং Location এর জায়গায় যেমনটা আছে ঐভাবেই রেখে CREATE – এ ক্লিক করুন। প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেলে এইবার পরের ধাপে টার্মিনালে রুট পারমিশন দিতে হবে। রুট পারমিশন দেওয়া থাকলে সহজেই প্যাকেজ ইনস্টল করতে পারবেন। টার্মিনালে রুট পারমিশন দেওয়ার জন্য বামপাশের কোণায় থাকা হ্যামবার্গার আইকনে ক্লিক করুন। তারপর বামপাশের লিস্ট থেকে IAM & Admin – এ ক্লিক করুন। তারপর IAM – এ ক্লিক করুন। IAM – এ ক্লিক করলে নিচের মতো ইন্টারফেস দেখতে পারবেন। ডানপাশে মার্ক করা পেন্সিল আইকনে ক্লিক করুন। পেন্সিল আইকনে ক্লিক করার পর + ADD ANOTHER ROLE – এ ক্লিক করুন। তারপর Select a role – বক্সে থাকা ছোট্ট আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর অনেকগুলো অপশন এর লিস্ট দেখতে পারবেন। নিচের দিকে স্ক্রল করুন। দেখবেন Compute Engine – নামে অপশন পাবেন ঐটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ডানপাশে Compute Admin – নামে আরেকটা অপশন দেখতে পারবেন ঐটা তে ক্লিক করুন। তারপর নিচের ছবির মতো সব ঠিকঠাক থাকলে SAVE – এ ক্লিক করে দিন। সেভ অপশনে ক্লিক করার পর নিচের মতো একটি ইন্টারফেস পাবেন। ডানপাশের উপরে থাকা থ্রি-ডট মেনু তে ক্লিক করুন। তারপর Activate Cloud Shell – এ ক্লিক করুন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন। কিছুক্ষণের মধ্যে আপনার ক্লাউড শেল টার্মিনালটি ওপেন হবে। টার্মিনাল ওপেন হলে প্রথম কমান্ড লিখুন – ➩ sudo passwd তারপর Enter প্রেস করলে নিচের মতো নতুন একটি পাসওয়ার্ড সেট করতে বলবে। আপনি আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড টাইপ করুন। পাসওয়ার্ড টাইপ করার সময় আপনার পাসওয়ার্ডটি দেখা যাবে না কিন্তু ঠিকই টাইপ হবে তাই আপনার মতো আপনি টাইপ করতে থাকুন। Retype new password – এখানে মাত্র টাইপ করা পাসওয়ার্ডটি আবার টাইপ করে কিবোর্ড থেকে Enter – চাপুন। এই গেলো আমাদের ক্লাউড শেলটিকে রুট পারমিশন দেওয়ার প্রসেস। আমাদের শেলটি এখন রুট পারমিশন পেয়ে গেছে। এখন আমাদের শেলটি পুরোপুরি তৈরী গিটহাব থেকে হ্যাকিং টুল ক্লোন বা কোন প্যাকেজ ইন্সটল করার জন্য। চলুন আপনাদের একটি ইন্সট্রাগাম OSINT – টুল ইন্সটল করে দেখাই। তার আগে একটু OSINT সম্পর্কে ধারণা দিতে চাই যারা জানেন না তাদের উদ্দেশ্যে।OSINT কি?OSINT – এর ফুল মিনিং হচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স। এটি হচ্ছে অসংখ্য টুলস এর কালেকশন যেগুলো ব্যবহার করে ইটারনেটে পাবলিকলি এ্যাভেইলেবল ডাটা সংগ্রহ করা যায়। সহজ কথায় যেসব ডাটাগুলো পাবলিক করা থাকে সেগুলো সহজেই খুব কম সময়ের মধ্যেই OSINT টুলস এর মাধ্যমে বের করা সম্ভব। একজন হ্যাকার যখন কাউকে টার্গেট করে তখন সে সর্বপ্রথম তার টার্গেট এর তথ্য সংগ্রহ শুরু করে। এই তথ্য সংগ্রহ করতে তারা OSINT ব্যবহার করে থাকে। এমন অনেক ডাটা ইন্টারনেটে আছে যেগুলো পাবলিক করা কিন্তু আমাদের চোখের সামনে পড়ে না বা আমরা দেখতে পাই না এমন ডাটা OSINT দিয়ে বের করা যায়। তবে এর থেকে প্রাপ্ত সমস্ত ডাটা পুরোপুরি সঠিক নাও হতে পারে। এর জন্য একজন হ্যাকারকে বুদ্ধিমত্তার সাথে ডাটা বেছে নিতে হয়। উদাহরণ হিসেবে একটি OSINT টুল ওয়েবসাইট এর লিংক নিচে দিয়ে দিচ্ছি যার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার ইমেইল/জিমেইল টি কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েবসাইটে ব্যবহৃত হয়েছে। তাছাড়া আপনার জিমেইল এর প্রোফাইল ছবি, শেষ কবে আপডেট করেছেন। (কিছু ইনফরমেশন দেখতে আপনাকে সাইন ইন করতে হতে পারে।) আপনার জিমেইল দিয়ে যদি LinkedIn অ্যাকাউন্ট করা থাকে তাহলে সেটা দেখতে পারবেন, তবে যদি চান লিংকড-ইন প্রোফাইল কি কি ইনফরমেশন দিয়ে খুলেছেন তাহলে আপনাকে পে করতে হবে। Email Lookup – Osint Tool Website এরকম অসংখ্য টুলস আছে যেগুলো ব্যবহার করে ইনফরমেশন গ্যাদার করা যায়। আশা করি বুঝেছেন OSINT কি এবং কিভাবে কাজ করে। ইন্সটাগ্রাম OSINT যেটা Osintgram নামে পরিচিত। এটার কাজ হচ্ছে একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে তথ্য বের করা। শুধুমাত্র ইউজারনেম দিয়ে যেকোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এর তথ্য বের করা যায়। তবে অবশ্যই আপনার টার্গেট করা অ্যাকাউন্টটি পাবলিক হতে হবে। যদি প্রাইভেট করা থাকে তাহলে শুধুমাত্র সেই অ্যাকাউন্ট এর ফুল এইচডি প্রোফাইল পিকচারটি পাবেন সাথে অল্প কিছু তথ্য। তবে যদি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টি পাবলিক করা থাকে তাহলে যে তথ্যগুলো পেতে পারেন তার একটা লিস্ট স্ক্রিনশট আকারে দিয়ে দিলাম। কিভাবে Osintgram আপনার ক্লাউড শেল – এ ইন্সটল করবেন?তো এর জন্য আপনাকে আবারও ক্লাউড শেল এর অফিশিয়াল সাইটে প্রবেশ করতে হবে। Google Cloud Shell – Official Website তারপর Go to console – এ ক্লিক করে দিন এবং একটু অপেক্ষা করুন। নিচে দেখবেন আপনার ক্লাউড টার্মিনালটি ওপেন হবে। এবার টার্মিনালে নিচের দুইটি কমান্ড দিন। প্রথমে প্যাকেজগুলো আপডেট করতে কমান্ড দিন ➩ sudo apt update তারপর একটু অপেক্ষা করুন। প্যাকেজগুলো আপডেট হয়ে গেলে এবার আপগ্রেড করার পালা। আপগ্রেড করতে কমান্ড দিন ➩ sudo apt upgrade তারপর আবার কিছুক্ষণ অপেক্ষা করুন যতক্ষণ না সকল প্যাকেজ আপগ্রেড হয়। আপগ্রেড কমান্ড দেওয়ার পর যদি ডাটাবেস নিয়ে কোন কুয়েশ্চন আসে তাহলে প্রথমে 1 এবং তারপর 4 ইনপুট করে এন্টার করে দিবেন। এবার আমাদের কয়েকটি প্যাকেজ ইনস্টল করতে হবে। Osintgram – টুলটি রান করানোর জন্য আমাদের লাগবে Python3 এবং Nano প্যাকেজটি ইনস্টল করতে হবে ফাইল ইডিট করার জন্য। প্রথমে ন্যানো ইন্সটল করার জন্য কমান্ড দিন ➩ sudo apt install nano তারপর পাইথন ইনস্টল করার জন্য কমান্ড দিন ➩ sudo apt install python3 এখন Pip ইন্সটল করার জন্য কমান্ড দিন ➩ sudo apt install python3-pip প্যাকেজ ইনস্টল পর্ব শেষ। এবার গিটহাব থেকে Osintgram টুল ক্লোন করার পালা। নিচের গিট লিংকটি কপি করে টার্মিনালে পেস্ট করে এন্টার করে দিন। ➩ git clone https://github.com/Datalux/Osintgram.git অল্প কিছুক্ষণ অপেক্ষা করুন টুলটি ডাউনলোড হওয়ার জন্য। ডাউনলোড হয়ে গেলে টুলটির ভেতরে প্রবেশ করার জন্য কমান্ড দিন ➩ cd Osintgram তারপর আমাদের requirements ইনস্টল করতে হবে। এর জন্য কমান্ড দিন ➩ pip3 install -r requirements.txt কিছুক্ষণ অপেক্ষা করুন। ইন্সটল এর শেষে কোন এরর আসলে উপেক্ষা করে পরের ধাপগুলো অনুসরণ করুন। ইনস্টল সম্পন্ন হলে এবার আমাদের config ডিরেক্টরি তে যেতে হবে। এর জন্য কমান্ড দিন ➩ cd config কনফিগ ডিরেক্টরি তে আসার পর যদি ls লিখে এন্টার দেন তাহলে এখানে দুইটা ফাইল পাবেন। Osintgram – টুল ব্যবহার করার জন্য আপনাদের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে। অবশ্যই ফেক অ্যাকাউন্ট ব্যবহার করবেন। অ্যাকাউন্ট না থাকলে টেম্প-মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিন। এখন দুইটা ফাইল থেকে আমাদের একটি ফাইল ইডিট করতে হবে। ইডিট করে আমাদের ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির ইউজারনেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে। আপনি যদি এ বিষয়ে নতুন হন তাহলে এত্ত কিছু বুঝতে হবে না আপনার। আপনি জাস্ট config ডিরেক্টরি তে আসার পর কমান্ড দিন ➩ nano credentials.ini
উপরের কমান্ডটি দিয়ে এন্টার করলে আপনার সামনে একটি ইডিটর ওপেন হবে। এবার আপনার কাজ হচ্ছে ইউজারনেম এর জায়গায় আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এর ইউজারনেম এবং পাসওয়ার্ড এর জায়গায় আপনার অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড লিখে দিন। টাচ করলে কার্সর আসবে না তাই কিবোর্ড এর ডানপাশে নিচে থাকা চার’টা অ্যারো কি এর সাহায্যে ন্যাভিগেট করতে হবে। নিচে আসার জন্য ডাউন অ্যারো, রাইট সাইডে যাওয়ার জন্য রাইট অ্যারো কি প্রেস করুন। লেখা হয়ে গেলে প্রথমে ctrl চাপুন তারপর x চাপুন এবং তারপর y – ক্লিক করুন। এবার কিবোর্ড থেকে এন্টার চাপুন। তারপর কনফিগ ডিরেক্টরি থেকে বের হয়ে আসতে কমান্ড দিন ➩ cd .. এবার পালা মেইন টুলটি রান করানোর। মেইন টুলটি রান করানোর জন্য কমান্ড দিন python3 main.py (your victim instagram username) ➩ python3 main.py tusharbaichanai main.py – এর পরে আপনার ভিক্টিম এর ইন্সটাগ্রাম ইউজারনেম দিন। তারপর এন্টার করলে টুলটি অটোমেটিক আপনার দেওয়া ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লগইন করে নিবে। এখন কোন কমান্ড এর কি কাজ সেটা দেখতে কমান্ড দিন ➩ list এবার আপনারা নিচের মতো কমান্ড লিস্ট দেখতে পাবেন এবং কোন কমান্ড টাইপ করলে কি ইনফরমেশন পাওয়া যাবে সেগুলো বিস্তারিত দেখতে পারবেন। এখন আপনাদের যে ইনফরমেশন দরকার সেটার কমান্ড টাইপ করে এন্টার করুন। উদাহরণ হিসেবে আমি আমার ভিক্টিম এর প্রোফাইল পিকচারটি দেখতে চাচ্ছি তাই আমি কমান্ড দিলাম ➩ propic এন্টার করার সাথে সাথে ভিক্টিম এর প্রোফাইল পিকচারটি output ডিরেক্টরিতে সেভ হয়ে যাবে। তেমনি ভাবে যদি ➩ info লিখে এন্টার করেন তাহলে ভিক্টিমের প্রোফাইলের নিম্নোক্ত তথ্যগুলো দেখতে পারবেন। লিংকে ক্লিক করলে প্রোফাইল পিকচার দেখতে পারবেন এবং এটা প্রাইভেট অ্যাকাউন্টেও দেখা যাবে। আউটপুট ডিরেক্টরিতে যাওয়ার জন্য কমান্ড দিন ➩ cd output তারপর আউটপুট ডিরেক্টরিতে কিছু সেভ হয়েছে কিনা সেটা দেখার জন্য কমান্ড দিন ➩ ls ls কমান্ড দিলে ডিরেক্টরিতে কি কি আছে সব দেখতে পারবেন। এখন আউটপুট ডিরেক্টরিতে যে পিকচার বা ইনফরমেশন সেভ হয়েছে সেগুলো কিভাবে অ্যাক্সেস করবেন চলুন দেখে নেই।টার্মিনালের উপরের দিকে লক্ষ্য করলে দেখবেন Open Editor – লেখা আছে, ঐখানে ক্লিক করুন। তারপর ডানদিকে থ্রি-ডটস মেনুতে ক্লিক করুন এরপর লিস্ট থেকে Download অপশনে ক্লিক করে দিন। দেখবেন পুরো টুলস-ই-জিপ ফরমেটে আপনার ইন্টারনাল মেমোরিতে ডাউনলোড হয়ে যাবে। Osintgram – All কমান্ড লিস্টউপরের ছবিতে দেখানো বামপাশের কমান্ডগুলো ব্যবহার করে আপনি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট এর তথ্য বের করতে পারবেন। যেমন ধরুন আপনি যদি info কমান্ডটি লিখে এন্টার করেন তাহলে আপনার ভিক্টিম এর অ্যাকাউন্ট এর সমস্ত তথ্য দেখতে পারবেন যেটা আমরা সাধারণত একটি প্রোফাইলে ঢুকে দেখতে পাই না। তেমনিভাবে যদি fwersemail লিখে এন্টার করেন তাহলে আপনার ভিক্টিমকে যারা ফলো করেছে তাদের ইমেইল দেখতে পারবেন। এভাবে আপনি চাইলে সমস্ত কমান্ডগুলো অ্যাপ্লাই করতে পারেন এবং তথ্য দেখতে পারেন। তবে আবারও বলছি যে, শুধুমাত্র পাবলিক করা ডাটাগুলো আপনি পাবেন এবং কিছু তথ্য পুরোপুরি সঠিক নাও হতে পারে। আপনাকে আপনার মস্তিষ্ক দিয়ে যাচাই করে নিতে হবে কোনটি সঠিক তথ্য বা আপনার কোনটি গ্রহণ করা উচিত। বিঃদ্রঃ টুলটি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে ব্যবহার করবেন। এটির মাধ্যমে আপনার দ্বারা সংঘটিত হওয়া কোন অনৈতিক কাজের ভার টুল এর মালিক, ট্রিকবিডি নিবে না।মানুষ মাত্রই ভুল হয়। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে সহজে বোঝানোর। তারপরও যদি ভুল হয়ে থাকে আশা করছি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পোস্ট- এ কোন ভুল থাকলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আমি ভুল স্বীকার করে নিতে দ্বিধাবোধ করবো না ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। বুঝতে বা আমার লেখায় কোন ভুল-ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লেখাটি পড়ার জন্য। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক। ফেসবুকে আমিপ্রথম প্রকাশিত হয় – kih-lagbe.blogspot.com The post [Must Read] গুগল ক্লাউড শেল কি? কিভাবে গুগল ক্লাউড শেল দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এর ইনফরমেশন হ্যাক করবেন? [OSINT] appeared first on Trickbd.com. |
Make Excel Result Sheet By One Click Posted: স্কুল, কলেজর শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর তাদের রেজাল্ট দেওয়ার দরকার হয়। আমরা অনেকেই হাতে লিখে নম্বর পত্র বা রেজাল্টশীট তৈরি করে থাকি। আসলে এটা কতটুকু Standard তা আপনি নিজেকে প্রশ্ন করলেই বোঝতে পারবেন। মূলত এটা মোটেও মানসম্পন্ন নম্বরপত্র হয় না। কোন শিক্ষার্থীর অভিভাবক দেখলে তা শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষকে প্রশ্নবৃদ্ধ করে। আসুন জেনে নেই কেন বা কিভাবে একটি সুন্দর স্বচ্ছ Standard মানের Excel Result Sheet নম্বর পত্র তৈরি করবেন। আপনাদের সুবিধার জন্য একটি ডেমো ফাইলের লিংক নিচে দেওয়া হলো। চাইলে ডাউনলোড করে Practice করতে পারেন। কেন Excel দিয়ে Result Sheet তৈরি করবেন?Excel ব্যবহার করে স্কুল কলেজের শিক্ষার্থীদের নম্বর পত্র বা রেজাল্টশীট তৈরি করলে তা মান সম্পন্ন হয়। যে কেউ দেখলে তা মূল্যায়ন করে। এর ফলে স্কুলে এবং শিক্ষকের সুনাম বয়ে আনে। একজন অভিভাবক তার সন্তানকে ভাল মানের স্কুল দিতে চায়। বেস্ট স্কুল বাছাইয়ের ক্ষেত্রে স্কুলের বিভিন্ন কারিকোলাম, নিয়মশৃঙ্খলাকে বিবেচনা করা হয়, তার মধ্যে Standard মানের নম্বর পত্র একটি। Excel দিয়ে Result Sheet তৈরি করেত আরেকটি বড় সুবিধা হলো- সময় কম লাগে। উদাহরণ হিসাবে (হিসাবের ক্ষেত্রে): যদি একটা কাজ দশ জনে ৫ ঘন্টা যাবত করে, সেই একই কাজ Excel ব্যবহার করে করলে মাত্র একজনে তা ৫ ঘন্টারও কম সময়ে করে দিতে পারবে। তাহলে বলা যায় Excel একটি সময় বাচানোর Software. কিভাবে Excel দিয়ে Result Sheet তৈরি করবেন?শিক্ষার্থীর চাহিদা অনুসারে Excel Sheet নিবেন এবং নির্দিষ্ট সেল পয়েন্টে প্রাপ্ত শিক্ষার্থীর নম্বর বসাবেন। তারপর সেই প্রাপ্ত নম্বরগুলোকে যোগ করতে হবে। যোগ করা শেষ হলে প্রত্যের সাবজেস্ট ভিত্তিক তাদের গ্রেড ও জিপিএ বের করতে হবে। নিচে গ্রেড/জিপিএ বের করা সূত্র দেখুন- তারপর গড় নম্বর বের করে। সাবজেস্ট-এর উপর ভিত্তিকরে গড় নম্বর এর উপর সিজিপিএ বের করতে হবে। বেসিক কাজ গুলো শেষ হলে Excel VLOOKUP এর সাহায্যে এক পেজ হতে অন্য পেজে ডাটা স্থানান্তর করতে হবে। ডাটা ভিউ করার জন্য কলাম নম্বর খেয়াল রাখতে হবে। Excel VLOOKUPএটি একটি খুবই জনপ্রিয় Excel এর ফাংশন ব্যবহার করে অতি সহজে শিক্ষার্থীদের রেজাল্টশীট তৈরি করা যায়। মনে রাখবেন, এক শীট থেকে অন্য শীটে ডাটা বা তথ্য Excel VLOOKUP এর সাহায্যে নেওয়ার সময় কলাম যেন ভুল না হয়। নিচের দেখুন- মার্কশীট বা নম্বর পত্র তৈরি করা খুবই কষ্টকর হয়ে যেতে পারে যদি কেউ সু-নির্দিষ্ট নিয়ম কানুন না জানে। স্কুল, কলেজর শিক্ষক কিংবা যারা কম্পিউপারের কাজ করেন তাদের কষ্ট ও সময় বাচানোর জন্য আজকের এই আর্টিকেল। যাহার Excel ব্যবহার করে নিজে নিজের নম্বর বা শিক্ষার্থীদের নম্বরপত্র তৈরি বা Excel expert হতে চান তারা চাইলে ডেমো ফাইল দিয়ে Practice করতে পারেন। নিচে দেখুন- এই ধরনের আর্টিকেল পেতে trickbd-এর সাথেই থাকুন। ধন্যবাদ । The post Make Excel Result Sheet By One Click appeared first on Trickbd.com. |
কেন রসায়নকে রসায়নবিজ্ঞান বলা হয় না? Posted: পদার্থবিজ্ঞান বা জীববিজ্ঞানের সাথে 'বিজ্ঞান' শব্দটি যুক্ত করলেও রসায়নের বেলায় কিন্তু আমরা সচারচর তা করিনা। কেন করিনা, এটা কিন্তু একটু চিন্তা করলেই বোঝা যায়, আমিও কারণটা ভাবনায় পেয়েছিলাম, আমার ভাবনা ঠিক কিনা নিশ্চিত হওয়ার জন্য গুগল করলাম। প্রথমে যে রেজাল্টগুলো পেলাম, তাতে অন্য একজনের 'ভাবনায় পাওয়া' আনুমানিক উত্তর দেয়া হয়েছে, যেটা ঠিক যথার্থ মনে হলো না। যাইহোক, পঞ্চম রেজাল্টে পাওয়া উত্তরটা আমার ভাবনার সাথে মিলেছে। এখানে অবশ্যই অন্য কারো লেখা কপি করা হয়নি, শুধু কনফার্ম হওয়ার জন্য দেখছিলাম। এখন চলুন একটু চিন্তা করি, পদার্থবিজ্ঞান আর জীববিজ্ঞানের সাথে 'বিজ্ঞান' যোগ না করলে কোন ক্ষতি ছিলো কিনা। আলবৎ ছিলো, কারণ পদার্থের সংজ্ঞা আমরা বাচ্চাকালেই পড়েছি, যার আকার আছে, আয়তন আছে, বল প্রয়োগে বাঁধা দান করে তা-ই পদার্থ, মানুষজন যতই তাকে অপদার্থ বলুক না কেন। জীবের সংজ্ঞাও সহজে দিতে পারি, যার জীবন আছে, তা-ই জীব। তাহলে কমপ্লেক্স বা কম্পাউন্ডে যাওয়ার কোন দরকার নেই, সিম্পলি পদার্থ আর জীব বললে তা বিজ্ঞানের কোন শাখা বোঝায় না, তাই আমাদের পদার্থবিজ্ঞান কিংবা জীববিজ্ঞান বলতে হয়। পদার্থবিজ্ঞান বললে আমরা বুঝি বিজ্ঞানের একটা শাখা, যেখানে পদার্থের আচরণ, বল, শক্তি এবং বল ও শক্তির সাথে পদার্থের অন্তঃক্রিয়া নিয়ে কথা বলা হয়, আবার জীববিজ্ঞান বললে বুঝি বিজ্ঞানের একটা শাখা, যেখানে জীব আর জীবনের আলোচনা হয়। তো আমরা দেখছি জীব আর জীববিজ্ঞান কিংবা পদার্থ আর পদার্থবিজ্ঞান ব্যাপারগুলো একদম-ই আলাদা কিছু বোঝায়। কাজেই আমাদের এক্ষেত্রে অন্তত ফর্মাল কথাবার্তায় বিজ্ঞান শব্দটা যোগ করতেই হয়। কিন্তু রসায়নের কথা যদি বলি, তাহলে রসায়ন হলো বিজ্ঞানের যে শাখায় আমরা পদার্থের গঠন, ধর্ম এবং পরিবর্তন নিয়ে কথা বলি। এখানে কিন্তু বিজ্ঞান না বললে কোন সমস্যা হচ্ছে না, কারণ রসায়নের সংজ্ঞাতেই আমরা বলে দিয়েছি এটা বিজ্ঞানের একটা শাখা। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে, রসায়নবিজ্ঞান বললে সমস্যা আছে কী? তো না, বিশেষ কোন সমস্যা নেই, আমি কখনোই শুনিনি যে রসায়নবিজ্ঞান বলার অপরাধে কারো সাজা হয়েছে, তবে কিনা, এটা একরকম বাহুল্যদোষের মত ব্যাপার হয়ে যায়, কী দরকার বাড়তি কথা কিংবা কলমের কালি খরচের! ব্যাপারটা যে শুধু পদার্থ, রসায়ন বা জীববিজ্ঞানের বেলায় খাটে, তা কিন্তু একদমই না! যেমন, উইকিপিডিয়া থেকে আমি একটা চার্টের স্ক্রিনশট দিলাম, দেখা যাচ্ছে, বিজ্ঞানের যে শাখাগুলোতে বিজ্ঞান শব্দটা না বললে বুঝতে অসুবিধে, সেখানেই আসলে এটা জুড়ে দেয়া হয়। আবার এটা যে শুধু বাংলা ভাষার বেলাতেই এমনও না! ইংরেজিতে আমরা Physics, Chemistry বা Biology কোনটার বেলাতেই Science যোগ করি না, তবে অন্য অনেক শাখার সাথেই কিন্তু Science বলতে হয়। একটি নিয়নবাতি পরিবেশনা দেখতে পারেন: পদার্থবিজ্ঞান ও রসায়নের মৌলিক পার্থক্য The post কেন রসায়নকে রসায়নবিজ্ঞান বলা হয় না? appeared first on Trickbd.com. |
Android এর ৫ টি ভিন্ন Category এর High Graphics Games (Part-1) Posted: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি। চিন্তা করে দেখলাম অনেক দিন ধরেই ভিন্ন Category এর কিছু গেমস একসাথে দিয়ে কোনো পোস্ট করা হয়না। একটি Category এর উপরই শুধু পোস্ট দিয়ে আসছি গত কয়েকদিন ধরে। তাই ভাবলাম কয়েকটা আলাদা আলাদা Category এর পোস্ট একসাথে করে দেই। যদি এই রিলেটেড আরো পর্ব চান তবে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আরো পোস্ট করতে। এছাড়াও অন্যান্য বিভিন্ন টপিকে আমি এর আগে অনেকগুলো গেমিং রিলেটেড পোস্ট করেছি। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন। যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবগুলো গেমের Concept আলাদা আলাদা। ভিন্নতা আছে এদের গেমপ্লে, গ্রাফিক্স ইত্যাদিতে। বিশ্বাস করবেন কি না জানি না তবে এই গেমগুলো আমাকে Android Games এর প্রতি অন্য নজরে তাকাতে বাধ্য করেছে। প্রত্যেকটা গেমেরই Sound Effects + Graphics + Gameplay এক কথায় অসাধারন। এখানে প্রত্যেকটি গেমই এক একটি Masterpiece। শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি ভিন্ন কিছুর স্বাদ পাবেন আশা করছি। তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।
5) Game Name : Freeze!Game Developer : Frozen Gun Games Game Size : 35 MB Required OS : 4.0.3+ Game Type : Offline Game Released Date : November 21, 2012 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data ) এটি একটি Action, Arcade, Casual Type Game যেখানে আপনাকে আপনার বুদ্ধি খাটিয়ে প্রত্যেকটি লেভেল পার করতে হবে। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ৫০ লক্ষাধিক বারেরও বেশি। গেমটি রিভিউ করা হয়েছে ২ লক্ষ ৪২ হাজার+ বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★। এটি আমার দেখা one of the hardest game। গেমটির Control System একটু আলাদা। আপনাকে আপনার মোবাইল এর Screen কে Touch করে Rotate করে বা ঘুরিয়ে প্রথমবার একটু জটিল মনে হলেও এক দুইটা লেভেল খেললেই আপনি এর Control Easily বুঝে যাবেন কোনো সমস্যা ছাড়াই। গেমটির প্রত্যেকটি লেভেলই অত্যন্ত কঠিন। আপনার ঘাম ঝড়ে যাবে এতটা কঠিন এই গেম। আপনার মস্তিস্ককে রীতিমতো ট্রেইন করিয়ে ছাড়বে এই গেমটি। গেমটির Sound Effects আপনাকে Horror কোনো Movie এর Feel দিবে। আর গেমটা বাহ্যিক দিক থেকে Horror Type এর মনে হলেও গেমটিতে Horror এর তেমন কিছুই নেই। শুধু এর Concept টা একটু ভীতিকর মনে হতে পারে। গেমটি অনায়াসেই যেকোনো ডিভাইসেই খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।গেমটির ফিচারগুলো নিচে উল্লেখ করা হলোঃ * use intuitive touch screen control to turn our hero's cell * take on lasers, deadly traps, and cruel opponents * unique style of illustration and collage just looks really good * wonderful gloomy soundtrack from trance master Karl Lukas * leaderboards & achievements – who can escape the prison worlds the fastest? (Google Play Games, Google+)
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ 4) Game Name : Fluffy Fall : Fly Fast To Dodge The Danger!Game Developer : WHAT (Games) Game Size : 72 MB Required OS : 4.4+ Game Type : Offline Game Released Date : January 10, 2018 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data ) এটি একটি Cute Type এর Game যেটি Action + Arcade + Single Player + Stylized Category গুলোতে পড়ে। গেমটির মূল Concept + Control দুটিই খুব সহজ। তবে গেমটি কঠিনও আছে অনেক। আপনাকে বিভিন্ন Object, Traps ইত্যাদিকে Dodge করে গেমটিতে এগিয়ে যেতে হবে। আপনাকে Screen এর বিভিন্ন পাশে এই গেমের In game character টিকে Rotate করে চারপাশে Traps, Dangers থেকে বাচিয়ে রাখতে হবে। এভাবেই গেমটি নিজে নিজে এগিয়ে যাবে। প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার। গেমটির প্লে-স্টোরে রিভিউ সংখ্যা রয়েছে ৪ লক্ষ ১৮ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.6 ★। গেমটিতে যে Cute Character গুলো আছে সেগুলোর নাম হচ্ছে Fluffy। এমন ৬০টিরও অধিক Fluffy নিয়ে আপনি খেলতে পারবেন গেমটিতে। তবে যেহেতু সেগুলো কিনতে হয় তাই আমি সাজেস্ট করবো অবশ্যই এর Mod version টি download করে খেলার জন্যে। গেমটির কিছু ফিচারের কথা নিচে উল্লেখ করা হলোঃ • Amazing 3D animation meets accessible gameplay that's popular with kids, but still has enough fast arcade action to give anyone a rush. • Dodge screen-blurring ice blocks, escape flames and blaze past loads of other dangers that can harm your adorable Fluffy. • Collect Gold to unlock more than 60 cool Fluffies and find the cute little puff that suits you the best. এখানে 3D Animation + Beautiful Graphics এর যে সুন্দর Combination আছে আর তার সাথে এর Music + Control সবদিক দিয়েই গেমটিকে অনেক ভালো পজিশনে দাড় করিয়েছে। আমার এই গেমটি অনেক পছন্দের একটি গেম। গেমটি অনেক Challenging। বারে বারে fail করলেও আবারো খেলতে মনে চায় বলে এই গেমটি আমার খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও গেমটি ভালো লাগবে। নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
3) Game Name : Smash HitGame Developer : Mediocre Game Size : 57 MB Required OS : 2.3 + Game Type : Offline Game Released Date : March 5, 2014 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data ) এটি আমার সবচেয়ে Favourite একটি গেম। এই ৫ টি গেমের ভিতরে সবচেয়ে ভালো লাগার গেম এটি আমার। কেননা এই গেমে মাত্র 57 MB এর ভিতরে আপনি যে সুন্দর + Realistic Graphics + Sound পাবেন তা আপনি অন্য ৫ টা গেমে পাবেন বলে মনে হয় না। এই গেমের Concept খুবই সহজ। এখানে আপনাকে গেম নিজে নিজেই সামনে এগিয়ে নিয়ে যাবে। আপনাকে শুধু সামনে আসা Obstacles গুলোকে পার করতে হবে। আর সেই Obstacles গুলো হচ্ছে শুধু কাচ। হ্যাঁ, এই গেমটি সম্পূর্ণ কাচের উপর তৈরি করা হয়েছে। চারপাশে যা দেখবেন সবই কাচের। আর এই কন্সেপ্টটিই এই গেমটি Unique করে তুলেছে অন্যান্য গেমগুলোর থেকে। আপনি Google Playstore এ এমন Game আর দুইটা খুজে পাবেন না। এই গেমটা এতটাই Unique। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৪০ লক্ষাধিকবারেরও বেশি। আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★। Android এর one of the best high graphics game এটি আমার মতে। আপনার কি রাগ উঠে প্রচন্ড? সামনে যা-ই দেখেন তা ই ভাঙতে মনে চায়? কিংবা আপনার কি কাচ ভাঙতে ভালো লাগে বা কাচ ভাঙার শব্দ আপনার ভালো লাগে? তবে এই গেমটি আপনারই জন্য। কেননা এখানে কাচ ভাঙার Sound যা আছে তা একদম ১০/১০ পাওয়ার যোগ্য এতটাই Realistic। আর এর গ্রাফিক্সও চোখ বন্ধ করে ১০/১০ দেওয়া যায় এতটাই সুন্দর এর গ্রাফিক্স। এই গেম আপনি একবার শুরু করলে আর শেষ হওয়ার নামই নিবে না। আমি অবশ্যই সাজেস্ট করবো গেমটির mod version download করে খেলতে। তা না হলে ball ফুরিয়ে যাবে যেগুলো দিয়ে আপনি কাচগুলো ভাঙবেন। আর balls ফুরিয়ে গেলেই game over। আর balls অনেক তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তাই অবশ্যই mod version টি ডাউনলোড করে খেলবেন। আর আপনি এই গেমটিকে অনেক উপভোগ করবেন এর গেরেন্টি আমি দিচ্ছি। গেমটিতে আরো যা যা পাচ্ছেনঃ * Smash your way through a beautiful futuristic dimension, smashing obstacles and targets in your path and experiencing the best destruction physics on mobile devices. * Musically synchronized gameplay: music and audio effects change to suit each stage, obstacles move to each new tune. * Over 50 different rooms with 11 different graphic styles, and realistic glass breaking mechanics in every stage.
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ 2) Game Name : Endless Nightmare 1Game Developer : 707 Interactive : Fun Epic Casual Games Game Size : 133 MB Required OS : 5.0+ Game Type : Offline Game Released Date : April 30, 2020 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data ) এখন যে দুটি গেমের কথা বলবো দুটি গেমই আপনার গায়ের লোম দাড় করিয়ে আপনার ঘাম ঝড়িয়ে দিবে। কারন দুটি গেমই Horror Type Game। দুটি গেমসই একই ডেভেলপার দ্বারা তৈরি করা হয়েছে। আমার খেলা one of the best high graphics horror games এই দুটি। আপনাকে সত্যিকারের hollywood horror movie এর feel দিবে দুটি games ই। আর যারা জানেন না, 707 Interactive games এই কোম্পানিটি অনেক অসাধারন ভালো ভালো গেমস তৈরি করে। তাদের প্রত্যেকটা গেমেরই Graphics Quality এতটাই High যে ভালো ভালো Mobile ও Hang করে বসে। এতটাই Realistic তাদের গেমগুলোর Graphics। এক কথায় Masterpiece। একদম Reality এর Feel দেয়। আপনার যদি সাহস থাকে তবে আপনি এই দুটি গেমস অবশ্যই খেলে দেখবেন না হলে অনেক বড় কিছু মিস করে যাবেন। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ৫০ লক্ষাধিক বারেরও বেশিবার আর গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭০ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.5 ★। এখানে আপনি Mystery, Horror, Action সবকিছুই দেখতে পাবেন। এই গেমটির কথা বেশি কিছু বলবো না আর। আমি এই গেমের সকল ফিচারস এর কথা নিচে উল্লেখ করে দিচ্ছি। দেখে নিবেন। ★ Investigate: Adventure start! Explore each area, open locked doors, search for clues, solve brain teasers, disclose the mystery, you may find some strange things, but they are useful, figure out who is the murderer! ★ Listen: Don’t just rely on your eyes! Listen carefully to the sounds around you. You may meet a mad woman likes horiffic clown, do not scream, she will make noises when approaching. ★ Escape: Hide and seek, even if you are discovered by the horrible mad woman, you may get goosebumps, but don’t be afraid, you still have a chance to outlast. Run! ★ Hide: You can find a hiding place, hide in closet or under table. Don’t be seeked by her, or you will dead by daylight, find a road to survival. ★ Strategy: Attract her by breaking vases or cups, then take the chance to explore other areas. Don’t forget the rules of survival and use strategy, find a road to survive and find her identity. ★ Attack: Don’t want to hide anymore? Collect parts of the taser gun to assemble and make her pacify, become a killer! ★ Leave: Find out the murderer and survive to escape from the horror house. Game Features: ★ Attractive scary story, creepy case, horrific truth, experience the thrill of solving a case! ★ Collect various items to help you discover clues and explore the truth! ★ Avoid and eliminate the horrible evil woman, exciting and fun! Remember hide and seek! ★ 3D design and exquisite graphics, give you the most realistic visual horror experience! ★ Scary music, creepy sounds and atmosphere with jumpscares, please wear headphones for a better experience! ★ Multiple difficulty modes, improve your guts! ★ First person adventure game, do not dead by daylight! ★ Dog is your best friend, he can help you find clues and protect you! ★ Get free rewards from the wheel!
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ 1) Game Name : Endless Nightmare 2Game Developer : Game Size : 256 MB Required OS : 5.0+ Game Type : Offline Game Released Date : December 13, 2021 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data ) উপরের গেমটির মতোই এই গেমটিও একটি Horror Type Action Game। এই গেমটি আগের গেমটির Successor যা গত বছরের ডিসেম্বর মাসেই রিলিজ করা হয়। আর এত অল্প সময়েই গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়ে গিয়েছে ১০ লক্ষবারেরও বেশিবার। আর গেমটিকে রিভিউ করা হয়েছে ২১ হাজার+ বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে আগের গেমটির মতোই 4.5 ★। আগের গেমটিতে শুরুতে কোনো Action না দেখা গেলেও এই গেমে আপনি শুরু থেকেই বিভিন্ন ধরনের Guns নিয়ে Action করতে পারবেন। দুটি গেমই আপনি যদি খালি ঘরে কানে Earphone দিয়ে Full volume এ খেলেন তাহলে আপনি ভয় পেতে বাধ্য। আর গেমগুলো আপনাকে Hollywood movie এর Feel দিয়েই ছাড়বে। এখানে প্রতিটা Concept, Graphics, Controls সবকিছুই এতটা নিখুত ভাবে দেওয়া হয়েছে যে গেমগুলোকে Masterpiece না বলে অন্য কিছু বললেও অপমান হবে। গেমটির বাকীসব ফিচার নিচে দিচ্ছিঃ * Exploration: Search the scary rooms in hospital carefully, collect the useful items and clues. * Investigation: According to the items and clues you explored in scary rooms, solve free puzzles, find the hidden secrets of the creepy hospital and infer the truth. * Hiding: Be careful of the dangers in creepy hospital, there are many scary ghosts everywhere. If you can't beat them, please hide in cabinet and wait for them to leave. * Strategy: If you meet the powerful boss, use your strategy to get rid of him. * Attack: Knife and guns are added to the game, you can collect them to kill creepy ghosts! Of course the parts of guns can be upgraded, the weapon will be more powerful after upgrading! If you are not good at shooting, you can use knife to assassinate mad ghosts from behind. Weapons can pacify you and loss the horror! * Learning: You will obtain more skills by learning talents! It will greatly increase the chances of survival. Game Features: * Complex plots and case, use your wisdom and strategy to find the creepy truth! * Exploring with the first-person perspective, testing logical reasoning ability, and discovering the horror secrets hidden in the hospital! * Rich gameplay, talents, weapons, inference, battles, the game has everything you want! * Take up your weapons! You can show accurate marksmanship to kill horror ghosts! * Creepy music and sounds effect, please wear earphone to experience the scary atmosphere! * Progress can be saved, experience the real thriller! * Play without internet! You can play it everywhere!
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন। পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার। আরো একটা কথা। আগের পোস্টগুলোতে অতিরিক্ত স্ক্রিনশট দেওয়ার বিষয়টা বিবেচনায় নিয়ে এসে এবার থেকে যত কম স্ক্রিনশট দেওয়া যায় ততটাই চেষ্টা করবো। যদি কারো বিরক্তির কারন হয়ে থাকি তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। যাই হোক, এই পোস্টে যতগুলো স্ক্রিনশট দিয়েছি সেগুলো কি ঠিক আছে নাকি জানাবেন। তাহলে এতগুলোই দিবো। আর আগের পোস্টগুলোতেও আমি বলেছি যে স্ক্রিনশট আপনাদের এটা দেখার জন্যে দিই যেন আপনারা বুঝতে পারেন গেমটির ভিতরে আছে টা কি। আমি আপনাদের মূল্যবান Data + সময় কোনোটাই Waste করতে চাই না। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে? আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই। তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। The post Android এর ৫ টি ভিন্ন Category এর High Graphics Games (Part-1) appeared first on Trickbd.com. |
সকল মৌলের ইলেক্ট্রন বিন্যাস শিখুন সহজে [৫ম ও সবশেষ পব] Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে বিজ্ঞানের একটি বিষয় [মৌলের ইলেক্ট্রন বিন্যাস] নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন । এই পবটি ইলেক্ট্রন বিন্যাসের ৫ম এবং শেষ পব । এই পবে ধনাত্মক ও ঋণাত্মক আয়নের ইলেক্ট্রন বিন্যাস শিখব । অন্যান্য পবগুলো যথাক্রমে নিচে দেওয়া হলো । আমরা একটা বিষয় শিখে নিব । ধনাত্মক (+) আয়নে মৌলের ইলেক্ট্রন ইলেক্ট্রন কমে যায় এবং ঋণাত্মক (-) আয়নে ইলেক্ট্রন বেড়ে যায় । যেমন:- আয়রন বা Fe এর ইলেক্ট্রন সংখ্যা 26 । এখন যদি Fe2+ এরকম লেখা হয় তবে ইলেক্ট্রন কমে যাবে । 2+ রয়েছে তাই এর ২টি ইলেক্ট্রন কমে যাবে । অথাৎ 24 টি হবে । আমরা মনে করি প্লাস চিহ্ন রয়েছে বলে হয়তো বেড়ে যাবে । কিন্তু না । আসলে বাড়ে না বরং কমে যায় । আর মাইনাস চিহ্ন থাকলে বেড়ে যাবে । এখন এটির ইলেক্ট্রন বিন্যাস শিখব । প্রথমে এই Fe2+(26) দিয়েই শেখা যাক । এজন্য প্রথমে আমরা Fe(26) এর ইলেক্ট্রন বিন্যাস করে নিব । এখন যে বিষয়টি আমরা দেখব সেটি ইলেক্ট্রন কতটি কমবে । 2+ রয়েছে তাই দুটি কমবে । অথাৎ 24 টি হবে । আমাদেরকে মনে রাখতে হবে যে ধনাত্মক আয়নে ইলেক্ট্রন শেষ কক্ষপথের শেষ অরবিটাল থেকে ত্যাগ করে । মনে রাখতে হবে শেষ অরবিটাল থেকে যাবে না । আবার 24টি ইলেক্ট্রনের বিন্যাস করলেই হবে না । শেষ কক্ষপথের শেষ অরবিটাল থেকে ইলেক্ট্রন কমিয়ে দিতে হবে । আয়রনের শেষ কক্ষপথের শেষ অরবিটাল 4s । অথাৎ 4s থেকে দুটি কমিয়ে দিতে হবে । দেখা যাবে যে 4s এ কোন ইলেক্ট্রনই থাকবে না । তাই 4s লিখবও না । আবার ঋণাত্মক আয়নে ইলেক্ট্রন শেষ অরবিটালে যুক্ত হবে । শেষ কক্ষপথে নয় । যেমন Fe2- এর ক্ষেত্রে শেষ অরবিটাল 3d । অথাৎ 3d তে যুক্ত হবে । তো আজ এতটুকুই ছিল । সবাইকে ধন্যবাদ । The post সকল মৌলের ইলেক্ট্রন বিন্যাস শিখুন সহজে [৫ম ও সবশেষ পব] appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments