Search box..

[May Update] Canva Pro Invitation লিংক, 01 মাসের জন্য

[May Update] Canva Pro Invitation লিংক, 01 মাসের জন্য


[May Update] Canva Pro Invitation লিংক, 01 মাসের জন্য

Posted:

Howdy Everyone,
ইউটিউবার, ওয়েব ডিজাইনারদের জন্য সবচেয়ে দরকারী একটি Tool হচ্ছে Canva. আপনিও ওদের Website এ ঘুরে এসে Premium featureগুলো দেখে নিতে পারেন। আসলে Canva একটি গ্রাফিক ডিজাইনের প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদেরকে সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, উপস্থাপনা, পোস্টার, এবং অন্যান্য ভিজ্যুয়াল সামগ্রী তৈরি করতে দেয়।

 

Feature of this Premium Account —> (information by Wikipedia)

  • Unlimited downloads: কোন Cost ছাড়াই Unlimited Download করুন
  • Canva design tool: Design সম্পর্কে Idea না থাকলেও খুব সহজে Canva ব্যবহার করতে পারবেন
  • High-quality stock photos: 60 million royalty free images রয়েছে আপনার ডিজাইনের জন্য
  • Font collection:  1,000 custom fonts , যা আপনার Text কে সুন্দর ভাবে উপস্থাপন কররতে সাহায্য করবে
  • Custom design elements: আপনি আপনার নিজের  fonts, logos, graphic elements, images আপলোড করেও Design করতে পারবেন।
  • Brand kit: একটা Team create করে সবাই একসাথে Design করতে পারেন
  • Publishing assistant:  সরাসরি Facebook, Twitter, Instagram, etc site এ Publish করতে পারেন আপনার design
  • Background removal:  খুব সহজেই ছবির Background remove করতে পারবেন
  • Animation: এনিমেশন text তৈরী করতে canva-র বিকল্প নেই

 

 

🍁 Instruction 🍁

1.প্রথমে এই Invitation Link এ Click করুন

 

 

2. আপনার Email/Gmail যেকোন একটা দিয়ে Sign Up করে নিন যদি এর আগে থেকে Canva Account না থাকে আর যদি আগে থেকেই Canva Account থাকে তবে ঐ Gmail/Email দিয়ে Log in করে নিন

 

 

3.ব্যস Canva Pro Activate হয়ে যাবে

 

 

4. 19 June, 2022 পর্যন্ত Canva Premium Featuresগুলো উপভোগ করতে পারবেন

 

 

 

 

Bye⚡
Contact Me On-
Telegram [Discussion Group] [Telekit]

The post [May Update] Canva Pro Invitation লিংক, 01 মাসের জন্য appeared first on Trickbd.com.

কোমর ব্যাথা? কোমর ব্যাথা কেনো হয়? কোমর ব্যাথা থেকে বাঁচতে কি করবেন?

Posted:

Back Pain কি? কেনো হয় Back Pain?
Back Pain থেকে বাঁচার উপায় কি?

🟢🟢Back Pain বা কোমর ব্যাথা কি?
🔴🔴সহজ ভাষায় Back Pain কি জানুনঃ
মূলত কোমরের কারণেই কোমর ব্যথা হয়। এখন আপনি নরমালি চিন্তা করে দেখুন তো আপনার পেছনে কোমরে হাত দিয়ে সেখানে লম্বা একটা মেরুদন্ড আছে, মানে কিছু হাড় আছে এবং এই হাড়গুলোই কিন্তু আপনাকে ধরে রাখছে।আপনি একটা কঙ্কাল নিয়ে চিন্তা করেন, একটা মানুষ যখন মারা যায় বা একটা মানুষের কঙ্কাল যখন আমরা দেখি তার কোমরের মেরুদন্ড ছাড়া আর কিন্তু কিছু থাকে না সেখানে।তাহলে এই মেরুদন্ড তো একটা পিলারের মতো তাই না।
এই পিলারটাকে ধরে রাখার জন্য আল্লাহ বেশ কিছু মিরাকেল করেছেন।যেমন-
👉পিলারের মধ্যে কিছু লিগামেন্ট দিয়েছেন এটাকে ধরে রাখার জন্য
👉আপনার পিঠের দিকে কিছু মাংসপেশি দিয়েছেন আবার পেটের দিকে কিছু মাংসপেশি দিয়েছেন।
👉একটি বিল্ডিং যখন তোলা হয়,এই বিল্ডিং এর চারদিকে কিন্তু সুন্দরভাবে সাপোর্ট দেওয়া হয় বা কোনো গাছ বা ইলেকট্রিক পিলার যাতে উড়ে যেতে না পারে সেজন্য তার তিনদিকে বা চারদিকে রশি দিয়ে সাপোর্ট দেওয়া হয় যাতে কোনোদিকে সরে যেতে না পারে।
👉আমাদের মেরুদন্ডটার সাপোর্ট দেওয়ার জন্য জিনিসগুলো আছে পেটের ও পিঠের মাংসগুলোতে।এখন এই জায়গাগুলো যদি দুর্বল থাকে তাহলে আপনার মেরুদন্ডতে তো প্রবলেম হবেই।
👉আমরা প্রায়ই বলি “শিক্ষাই জাতির মেরুদণ্ড ও সেই মেরুদন্ডকে সোজা রাখতে হবে”। কিন্তু মেরুদন্ড সোজা হলই বিপদ!! কারণ আমাদের মেরুদন্ড কিন্তু সোজা না।আপনি যদি আপনার ঘাড়,পিঠ,কোমরের কথা চিন্তা করেন।তাহলে দেখবেন যে,মেরুদন্ডটির আকার কিন্তু কার্ভ বা বাকা আকৃতির।কোমরের দিকে কিন্তু একটু বাঁকা থাকে।এটা যদি কোনো কারণে সোজা হয়ে যায়,তখনই বিপদ হয়।তার মানে আপনার পেট,পিঠের মাংসপেশির কোনো দু্র্বলতার কারণে বেশিরভাগ সময় দেখা যায় মেরুদন্ডটা সোজা হয়ে যায় ও এর ফলেই কোমর ব্যাথা হয়।
👉মেরুদন্ডের হাড়গুলো একটির উপর আরেকটি বসানো থাকে।মাঝখানে কিন্তু একটি চাকতি থাকে।এর ফলে একটির সাথে অন্যটি লেগে ক্ষয় হয়ে যায় না।মেরুদন্ড সোজা হয়ে গেলে বা নড়াচোড়াতে কোনো সমস্যা থাকলে (আপনি ভারী জিনিস তুলতে গিয়ে বা আঘাত পেলে) চাকতি যদি সামনে চলে আসে তখনই সমস্যাগুলো উদ্ভূত হয়।কারণ অনুভূতিবাহী স্নায়ুগুলো এগুলোর মধ্য দিয়ে যায়।আর এই নার্ভগুলে যতদূর গিয়েছে ততদূর পর্যন্ত ব্যাথা হবে।যেমন-বেকসাইডের মাংসপেশি,হিপের মাংসপেশি,থাই এর পেছনের মাংসপেশি,পায়ের পেছন দিকের মাংসপেশিতে ব্যাথা হয়।
⚫⚫Back Pain এর লক্ষণঃ

👉প্রথম দিকে এ ব্যথা কম থাকে এবং ক্রমান্বয়ে তা বাড়তে থাকে।

👉অধিকাংশ ক্ষেত্রে চিৎ হয়ে শুয়ে থাকলে এ ব্যথা কিছুটা কমে আসে। কোমরে সামান্য নড়াচড়া হলেই এ ব্যথা বেড়ে যায়।

👉ব্যথার সঙ্গে পায়ে ব্যথা নামতে বা উঠতে পারে, হাঁটতে গেলে পা খিঁচে আসে বা আটকে যেতে পারে, ব্যথা দুই পায়ে বা যে কোনো এক পায়ে নামতে পারে। কোমরের মাংসপেশি কামড়ানো ও শক্ত ভাব হয়ে যাওয়া।

👉প্রাত্যহিক কাজে, যেমন- নামাজ পড়া, তোলা পানিতে গোসল করা, হাঁটাহাঁটি করা ইত্যাদিতে কোমরের ব্যথা বেড়ে যায়।

⛔⛔ব্যথার সময় আর যা হয়

👉প্রথমে কোমরে অল্প ব্যথা থাকলেও ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে। অনেক সময় হয়তো রোগী হাঁটতেই পারে না।

👉ব্যথা কখনও কখনও কোমর থেকে পায়ে ছড়িয়ে পড়ে। পায়ে ঝিনঝিন ধরে থাকে।

👉সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে সমস্যা হতে পারে।

👉পা অবশ ও ভারী হয়ে যায়। পায়ের শক্তি কমে যায়।

👉মাংসপেশি মাঝে মধ্যে সংকুচিত হয়ে যায়।

🔵🔵কি কি কারণে কোমরে ব্যাথা হতে পারে?
👉অতিরিক্ত ওজন
👉লম্বা সময় ধরে সামনে ঝুকে বসা
👉পেছনে সাপোর্ট ছাড়া চেয়ারে বসা
👉ব্যায়াম না করা
🔴🔴কোমর ব্যাথা যাতে না হয় সেজন্য কি করবেন?
👉সঠিক খাদ্যাভাস মেনে জীবনযাপন করা।শরীরের অতিরক্ত ওজন কমানো।
👉বসার সময় সোজা হয়ে বসা।সামনে ঝুকে যাতে না বসেন সেদিকে খেয়াল রাখা
👉পেছনে সাপোর্ট আছে(কাঠের চেয়ার হলে সবচেয়ে ভালো হয়) এরকম চেয়ারে বসা
👉দীর্ঘ সময় ধরে চেয়ারে না বসে কিছু সময় পর পর উঠে হাটাহাটি করা।
👉নিয়মিত খেলাধুলা করা ও হাটাহাটি করা
👉একজন ডাক্তারের পরামর্শ মতো সঠিক ব্যায়মের মাধ্যমে মাংসপেশী শক্তিশালী করা।

🎯🎯ব্যাথা খুব বেড়ে গেলে বা সতর্কতার জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত🎯🎯

🚫🚫সতর্কতাঃ কখনই ইন্টারনেটের তথ্য অনুযায়ী নিজের বা অন্য কারো চিকিৎসা করার চেষ্টা করবেন না।এগুলো পড়বেন নিজের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য যাতে ডাক্তারকে আপনার সমস্যাটি জানাতে ও ডাক্তারের পরামর্শ সহজে বুঝতে পারেন আপনি।সর্ব অবস্থায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন🚫🚫

The post কোমর ব্যাথা? কোমর ব্যাথা কেনো হয়? কোমর ব্যাথা থেকে বাঁচতে কি করবেন? appeared first on Trickbd.com.

Android এর 5 টি মজার Adventure Games (Part-4)

Posted:

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি।

কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই।

এটা হচ্ছে 5 টি Best Adventure Games এর ৪র্থ পর্ব। এর আগের ১ম পর্ব, ২য় পর্ব ও ৩য় পর্ব আপলোড করা হয়েছে এবং এছাড়াও অন্যান্য বিভিন্ন টপিকে আমি এর আগে অনেকগুলো গেমিং রিলেটেড পোস্ট করেছি। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন।

এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন।

যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই পোস্টটি অবশ্যই যারা Adventure Type Games পছন্দ করেন তাদের জন্যেই করা। সবগুলো গেমের Concept আলাদা আলাদা। ভিন্নতা আছে এদের গেমপ্লে, গ্রাফিক্স ইত্যাদিতে।

বিশ্বাস করবেন কি না জানি না তবে এই গেমগুলো আমাকে Android Games এর প্রতি অন্য নজরে তাকাতে বাধ্য করেছে।

প্রত্যেকটা গেমেরই Sound Effects + Graphics + Gameplay এক কথায় অসাধারন। এখানে প্রত্যেকটি গেমই এক একটি Masterpiece।

শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি ভিন্ন কিছুর স্বাদ পাবেন আশা করছি।

তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।

 

5) Game Name : Nood Climbers

Game Developer : Noodlecake

Game Size : 106 MB

Required OS : 5.0+

Game Type : Offline

Game Released Date : October 8, 2019

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

Noodlecake একটি অসাধারন গেম ডেভেলপমেন্ট কোম্পানি। তারা অনেক সুন্দর সুন্দর গেম বানায়। তারা সহজের চেয়ে কঠিন গেমগুলো বেশি বানায়।

তাদের প্রত্যেকটি গেমের গ্রাফিক্সই খুব ভালো। তবে এই গেমটি গ্রাফিক্স এর দিক থেকে সেরা না হলেও Gameplay ও Difficulty এর দিক থেকে অনেক গেমকেই টক্কর দিতে সক্ষম।

এটি আমার খেলা one of the most hardest brain game। গেমটি খেলে প্রচন্ড মজা পেয়েছি। আসলে গেমটিতে আপনি একটি ক্যারেক্টার পাবেন আর সাথে কিছু বড় বড় dot পাবেন।

ক্যারেক্টারের দুই হাত ও দুই পা আপনাকে সেই ডট গুলোর সাথে লাগিয়ে উপরে বা আশে পাশে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কালো ডটের মধ্যে দেখিয়ে দেওয়া পজিশনে রাখতে হবে।

যারা getting over it গেমটি খেলেছেন তারা গেমটি কতটা hard & frustrating। একই স্টুডিও এই গেমটিকেও তৈরি করেছে। তারা সহজের চেয়ে কঠিন গেম তৈরি করতে বেশি পছন্দ করে।

এই পোস্টে আমি আরো কঠিন গেম দিবো। যদি আপনাদের এই ধরনের কঠিন গেমস খেলতে ভালো লাগে তবে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ পরের পোস্টে এমন গেমস দিতে।

যাই হোক, এই গেমটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ব্রেইনকে ট্রেইন করানো। এই গেমটি আপনাকে নতুন করে চিন্তা করতে শিখাবে। তার সাথে আপনার ব্রেইনকে মাল্টিটাস্কিং এ সহায়তা করবে।

আপনি যখন নিজেই গেমটি খেলতে থাকবেন তখনই আস্তে আস্তে বুঝে যাবেন। প্লে-স্টোরে গেমটি ৫০ হাজার বারের মতো ডাউনলোড করা হয়েছে।

গেমটির কিছু ফিচারের কথা নিচে উল্লেখ করা হলোঃ

• Charmingly simple and funny visual style!

• A climbing mechanic that's both silly and satisfying

• Collect over 200 risqué accessories and customizations

• Easily share your silliest outfits and poses with friends

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

4) Game Name : Swordigo

Game Developer : Touch Foo

Game Size : 52 MB

Required OS : 4.1+

Game Type : Offline

Game Released Date : February 27, 2014

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

Adventure Games এর কথা বলছি আর Swordigo এর কথা বলবো না তা কি করে হয়। প্লে-স্টোরের খুবই জনপ্রিয় একটি গেম এটি।

হয়তোবা অনেকেই এই গেমটি সম্পর্কে জানেন। আবার অনেকেই হয়তোবা জানেন না। যারা জানেন না তারা জেনে নিন। কারন এত কম সাইজের ভিতরে এত সুন্দর গেম খুব কমই পাবেন।

এটি একটি Action + Adventure + Casual Type Offline Game যেখানে আপনি Storymode এর সাথে Sword Fighting, Magic ইত্যাদি দেখতে পাবেন।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ মিলিয়ন বা ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭ লক্ষ ৬৩ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★।

তবে কিছুদিন আগেও এর রেটিং 4.7 ★ ছিলো। হয়তোবা কোনো নতুন আপডেটের কারনে গেমটির রেটিং কমে যায়। তবে চিন্তার কোনো কারন নেই। প্লে-স্টোরে রেটিং হাফ ডাউন করেই। এটা নতুন কিছু না।

যাই হোক, গেমটিতে আপনি শুরুতেই একটি স্টোরিমোড দেখতে পারবেন। আর সেই স্টোরিমোডেই নানা ধরনের মিশন পাবেন গেমটিতে এগিয়ে যাওয়ার মতো।

একের পর এক সেই সব Mission Complete করে আপনাকে গেমটিতে এগিয়ে যেতে হবে। এটি একটি Open world 2D Game যেখানে আপনি যেখানে ইচ্ছা যেতে পারবেন। একের অধিক Mission নিয়ে একসাথে খেলতে পারবেন।

আমি অবশ্যই সাজেস্ট করবো গেমটির Mod version download করে খেলার জন্যে। তা না হলে মজা পাবেন না। কারন গেমটিতে প্রচুর Upgrades রয়েছে।

পদে পদেই আপনি বিভিন্ন ধরনের Health, Attack, Heal, Magic ইত্যাদি বিভিন্ন ধরনের Upgrades এর সম্মূখীন হবেন এবং সেগুলো আপনার বাধ্যতামূলক লাগবেই।

আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে। নিচে গেমটির কিছু ফিচারের কথা উল্লেখ করা হলোঃ

A GREAT ADVENTURE :
• Explore a magical realm of dungeons, towns, treasures and devious monsters.
• Gain experience and level up your character.

MAGIC AND SWORDS :
• Find powerful weapons, items and spells to defeat your enemies.
• Venture into gloomy caves and dungeons to discover powerful hidden swords.

SIDE-SCROLLER PLATFORMER GAME :
• Fluid and challenging platforming gameplay designed specifically for mobile devices.
• Precise touch controls optimized for smartphones and tablets.
• Customize the controls to your preference.

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ


3) Game Name : Super Starfish

Game Developer : Protostar

Game Size : 116 MB

Required OS : 5.1+

Game Type : Offline

Game Released Date : July 24, 2018

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

এটি একটি Simple কিন্তু অনেক সুন্দর একটি গেম। গেমটিতে আপনি বিভিন্ন ধরনের Starfish, Galaxy, Planets, Black Hole, Milkyway ইত্যাদি এগুলো দেখতে পারবেন।

গেমটির গ্রাফিক্স খুবই সুন্দর। আপনাকে Starfish এর Character Play করতে হবে। আপনাকে বিভিন্ন ছোট-বড় Planet কে এড়িয়ে সামনে এগিয়ে যেতে হবে। তা না হলে যদি কোনো Planet এর সাথে সংঘর্ষ হয় তবে Game Over হয়ে যাবে।

গেমটিতে আপনি ৩০টির মতো Colourful Starfish পেয়ে যাবেন। যেগুলোর Colour আলাদা আলাদা রকমের এবং গেমটির Animation + Graphics এর সাথে অনেক মিল খায়।

তাই দেখতে অনেক সুন্দর লাগে। গেমটিতে অনেক Relaxing আর Pleasing Sound Effects + Music ব্যবহার করা হয়েছে।

গেমটির আরো কিছু ফিচারের কথা নিচে উল্লেখ করা হলোঃ

• Simple, intuitive gameplay for everyone. Try it now!

• Explore the cosmos and discover mesmerising new zones!

• Master your swimming style and score huge combos!

• Customize and grow your very own aquarium in space!

• Over 30 colourful Starfish to collect and add to your aquarium. Can you find a super rare Starfish?

• Compete with your friends and share your discoveries!

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

2) Game Name : Alto’s Adventure

Game Developer : Noodlecake

Game Size : 75 MB

Required OS : 5.0+

Game Type : Offline

Game Released Date : February 10, 2016

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

যারা Alto’s Odyssey গেমটি খেলেছেন তারা হয়তোবা এই গেমটিকে চিনে থাকবেন। এই গেমটি Alto’s Odyssey গেমটির দুই বছর আগে Release করা হয়।

এই গেমটির বিপুল পরিমানের Success এর পর Alto’s Odyssey গেমটিকে তৈরি করে লঞ্চ করা হয় প্লে-স্টোরে। আর দুটি গেমই প্লেয়ারদের কাছে অনেক ভালো লেগেছে আর অনেক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।

তাই তো গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ করা হয়েছে ৬ লক্ষ ৩৫ হাজার বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।

গেমটি অনেকগুলো Awards + Achievement অর্জন করতে পেরেছে। যেমনঃ

“A piece of interactive art”
– WIRED

“One of the best mobile games”
– The Verge

“Alto’s Adventure demands your attention”
– IGN

“Best Looking Video Games of 2015”
– TIME

বুঝতেই পারছেন গেমটি কতটা ভালো। এই গেমের গ্রাফিক্স এতটাই সুন্দর ও স্মুথ যে বেশিরভাগ মানুষই এই গেমের গ্রাফিক্স এর অনেক বড় ফ্যান।

এই গেমে আপনি সকাল, বিকাল, সন্ধ্যা, রাত সবধরনের Scenery ই দেখতে পারবেন। সেগুলো এমন Smoothly Change হবে যে আপনি বুঝতেই পারবেন না।

আর গেমটির সাউন্ড এফেক্টস + মিউজিক নিয়ে তো কোনো কথাই হবে না। Absolutely One Of The Best। খুবই Calming & Relaxing Sound Effects + Music পাবেন গেমটিতে।

হাল্কা মিউজিক + সাউন্ড এফেক্টসের কারনে গেমটি অনেক মানুষের কাছেই অনেক পছন্দের। নিচে গেমটির আরো কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ

• Fluid, graceful and exhilarating physics-based gameplay

• Procedurally generated terrain based on real-world snowboarding

• Fully dynamic lighting and weather effects, including thunderstorms, blizzards, fog, rainbows, shooting stars, and more

• Easy to learn, difficult to master one button trick system

• Chain together combos to maximize points and speed

• Test your skills with 180 handcrafted goals

• Discover six unique snowboarders, each with their own special attributes and abilities

• Challenge your friends. Compete for best high score, best distance, and best trick combo!

• Acquire the wingsuit from Izel's workshop for an entirely new gameplay dynamic

• Beautifully minimalist and evocative visual design

• Original music and handcrafted audio for an ambient and immersive experience (headphones recommended!)

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

1) Game Name : Oddmar

Game Developer : Mobge L.t.d.

Game Size : 503 MB

Required OS : 4.1+

Game Type : Offline

Game Released Date : January 16, 2019

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

এটি আমার দেখা One Of The Best High Graphics Adventure Game যেখানে অনেক সুন্দর Storyline এর সাথে আছে অসাধারন Gameplay + Control।

গেমটি প্লে-স্টোরে রিলিজ এর পর থেকেই অনেক জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে Mobile Gamers দের কাছে।

গেমটি এখন পর্যন্ত প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ করা হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার+। সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।

গেমটির গ্রাফিক্স অনেক ভালো। এত সুন্দর গ্রাফিক্স তবুও কি ৫০০ Mb এর ভিতরে আজকাল অনেক Rare হয়ে গিয়েছে 😅। কেননা এখন একটি 2D Game এর পিছনেই 1-2 GB Data + Space খরচ করতে হয়।

সেখানে এই গেমটি 500 MB এর ভিতরে যা যা offer করছে তা আপনি গেমটি খেললেই বুঝতে পারবেন।

গেমটির সাউন্ড এফেক্টস আরো সুন্দর। অনেক Calming + Relaxing Sound Effects + Music ব্যবহার করা হয়েছে গেমটিতে।

এখানে প্রচুর Missions এর সাথে প্রতিটি লেভেলের জন্যেই আলাদা আলাদা লোকেশন পেয়ে যাবেন। সেগুলোতে Graphics + Gameplay সত্যিই অসাধারন। গেমটি খেললে খেলতেই মনে চাইবে।

আমার অনেক পছন্দের একটি গেম। রিলিজের পর থেকেই গেমটি আমি খেলে এসেছি। আমাকে এই গেমের গ্রাফিক্স, কন্ট্রোল, গেমপ্লে কোনো কিছুই নিরাশ করেনি। আশা করছি আপনাদের কাছেও গেমটি ভালো লাগবে।

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন।

পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার।

আরো একটা কথা। আগের পোস্টগুলোতে অতিরিক্ত স্ক্রিনশট দেওয়ার বিষয়টা বিবেচনায় নিয়ে এসে এবার থেকে যত কম স্ক্রিনশট দেওয়া যায় ততটাই চেষ্টা করবো।

যদি কারো বিরক্তির কারন হয়ে থাকি তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। যাই হোক, এই পোস্টে যতগুলো স্ক্রিনশট দিয়েছি সেগুলো কি ঠিক আছে নাকি জানাবেন।

তাহলে এতগুলোই দিবো। আর আগের পোস্টগুলোতেও আমি বলেছি যে স্ক্রিনশট আপনাদের এটা দেখার জন্যে দিই যেন আপনারা বুঝতে পারেন গেমটির ভিতরে আছে টা কি।

আমি আপনাদের মূল্যবান Data + সময় কোনোটাই Waste করতে চাই না। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে?

আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই।

তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..

The post Android এর 5 টি মজার Adventure Games (Part-4) appeared first on Trickbd.com.

ঈদের খুশি বেশি করতে Gp সিমে ১৫ টাকা রিচার্জ করে নিয়ে নিন ১৪ টাকা ক্যাশব্যাক.!(শর্ত প্রযোজ্য)

Posted:

ঈদের খুশি বাড়তি করতে Grameenphone নিয়ে এসেছে এক ফাটাফাটি এক অফার। যে সকল gp সিমের গ্রহকরা গত ৩০ দিন ধরে MyGp অ্যাপ ব্যবহার করেনি সে গ্রাহকরা এখন MyGp অ্যাপ এ ঢুকলে পাচ্ছেন ১৫ টাকা রিচার্জ এ ১৪ টাকা ক্যাশব্যাক অর্থাৎ যে কোনো পেমেন্ট মাধ্যমে ১ টাকা পেমেন্ট করতে হবে.!

 

অফারটি শুধু মাত্র MyGp অ্যাপ এই নিয়া যাবে এবং অফারতি একবারেই নিতে পারবেন।

 

অফারটি নিতে MyGp অ্যাপ এ ঢুকলে দেখতে পাবেন ১৪ টাকা ক্যাশব্যাক পেতে ১৫ টাকা রিচার্জ করুন! তা তে ক্লিক করুন

 

তার পর Continue তে ক্লিক করুন।

তার পর কিসের মাধ্যমে মোবাইল রিচার্জ করার পেমেন্ট করবেন তা সিলেষ্ট করে দিয়ে Continue তে ক্লিক করুন এবং এবং লেনদেন সম্পন্ন করে নিন।

তার পর যে মাধ্যমে পেমেন্ট করবেন সেটা থেকে ১ টাকা কেটে নিয়ে আপনার জিপি সিমে ১৫ টাকা রিচার্জ চলে আসবে.!

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post ঈদের খুশি বেশি করতে Gp সিমে ১৫ টাকা রিচার্জ করে নিয়ে নিন ১৪ টাকা ক্যাশব্যাক.!(শর্ত প্রযোজ্য) appeared first on Trickbd.com.

আসতে চলেছে এলোন মাস্ক এর তেসলা ফোন যা Iphone কেও প্রতিযোগিতায় হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে!!!

Posted:

আসতে চলেছে এলোন মাস্ক এর তেসলা ফোন যা Iphone কেও প্রতিযোগিতায় হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে!!!

এলোন মাস্ক এর নাম তো আমরা সবাই ই শুনেছি কম বেশি , বর্তমান বিশ্বের অন্যতম সেরা ধনী দের তালিকায় নাম লিখিয়েছেন যিনি তার কর্মফল দিয়ে । তার তৈরী গাড়ি পৃথীবি খ্যাত , এখন তিনি আনতে চলেছেন তার কোম্পানির মোবাইল ফোন যার অসাধারন ফিচার্স সমূহ আই ফোন কেউ হারিয়ে দিতে সক্ষম। এ সম্পর্কে তিনি এখনো অফিসিয়ালি খুব কমই জানিয়েছেন । তবে এখনো পর্যন্ত আমরা যে তথ্য জানতে পেরেছি তাতেই এটা বলা যায় এখনো পর্যন্ত স্মার্টফোনের জগতে এটা বেস্ট মোবাইল হতে চলেছে ।তো চলুন জেনে নেই কি কি ফিচার্স থাকবে এতে ? কেমন হতে পারে এর দাম, আর কেমন হতে চলেছে মার্কেটপ্লেসে এর অবস্থান …… জেনে নেই বিস্তারিত।
ফিচার্স সমূহ
আগেই বলেছি এর দুর্দান্ত অসাধারন ফিচার্স এখনি তুমুল ঝড় তুলেছে মার্কেটে । এতে যা যা ফিচার্স থাকবে তার একটু বর্ণনা নিচে দেওয়া হলো-
ব্যাটারি- আমরা যখনি কোনো ফোন কিনি আগেই খেয়াল করি এই ফোন টিতে ব্যাটারি ব্যাক আপ কতক্ষন পাব । কিন্তু এই তেসলা ফোনে থাকছে না ব্যাটার-ই । তার মানে এইটা ভেবেন না যে এই ফোন ব্যাটারি ছাড়া চলবে । এটি চলবে সোলার পাওয়ার এ । এতে যে ব্যাটারি থাকবে তার পাওয়ার থাকবে মোটামুটি । কিন্তু এর একটি অন্যতম বৈশিষ্ট হচ্ছে এতে চার্য সিস্টেম হিসেবে থাকছে সোলার পাওয়ার । অর্থাৎ এতে আলো পড়লেই এতে চার্য হবে । তাই থাকছে না চার্জ দেওয়ার ঝামেলাও ।
ইন্টারনেট- এই ফোনে ইন্টারনেট চালানোর জন্য এটি অলরেডি তেসলা কোম্পানির স্টারলিংক প্যাকেজের সাথে যুক্ত । যারা স্টার লিংক সম্পর্কে জানেন না তাদের বলছি এটি তেসলা কোম্পানির স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবস্থা । এই ব্যাবস্থায় নেট স্পিড নিয়ে আপনার কোনো কম্প্লেইন ই থাকবে না। আপনি যদি মঙ্গল গ্রহেও যান সেখানেও আপনি ফুল স্পিড ইন্টারনেট পাবেন ।
কল এবং অন্যান্য কানেকশন- আমরা সবাই ই জানি যেকোনো ফোনে নেট ও কল সংযোগ আসে সিম থেকে । বাট এই ফোনে কোনো সিম ও লাগবে না । এটি সরাসরি স্টার লিংক এর স্যাটেলাইট এর সাথে কানেক্টেড থাকবে । তাই সিম এর ঝামেলাও নেই । তবে সিম লাগানোর অপশন ও আছে।
অপরেটিং সিস্টেম – এতে থাকছে লেটেস্ট এন্ড্রয়েড ভার্শন android 12 ।
ক্যামেরা – ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ক্যামেরা, এর ক্যামেরা আপনাকে হতাশ করবে না । এর ফ্রন্ট ক্যামেরা ১২মেগা পিক্সেল এবং ব্যাক ক্যামেরাও তাই। মেগা পিক্সেল কম ভেবে এর ক্যামেরার কোয়ালিটি খারাপ ভাববেন না । আইফোনের ক্যামেরার সম্পর্কে সবার মোটামুটি ধারনা আছে, এর ক্যামেরাও কিন্তু ১৩ মেগা পিক্সেল এর বাইরে যায় না । তাও এর কোয়ালিটি অনেক ভালো । এটাই তেমন্ ই।
অন্যান্য হার্ড ওয়ারস- screen size -6.67 inches
র্যাম রম পাচ্ছেন ৬/১২ জিবি । ব্লুটুথ ৫.০
এই ফোন সম্পর্কে আর একটি তথ্য যা আপনাকে না দিলেই নয়, এই ফোন আপনার ব্রেইন এর সাথে কানেক্টেড থাকবে । এটা শুনে অনেকেই ফেক বা গুজব ভাবতে পারেন , কিন্তু এটা সত্যিই । এছাড়া তেসলা কোম্পানি নিজেই বলেছিল ওনারা ব্রেইন এর সাথে কানেক্টেড এক ধরনের চিপ বানানো নিয়ে রিসার্চ করছে , মানুষের ব্রেইন থেকে মেমরি যেন ডাউনলোড করা ও তার প্রসেসিং নিয়ে তারা রিসার্চ করছে । তাই এটা সত্যি হলেও হতে পারেন ।

ফোনের স্পেসিফিক্যাশন সম্পর্কে আপাতত এতটুকুই তথ্য আছে ।
এর রিলিজ ডেট এখনো জানানো হয় নি। তবে ধারনা করা হচ্ছে এটি ২০২৪ সালের দিকে বের হবে ।
এর দাম নিয়ে এখনো পর্যন্ত অনেক কনফিউশন ছিল বাট রিসেন্টলি এর দাম জানানো হয়েছে । আমেরিকান ডলারে এর দাম প্রায় ৳৮০০-১২০০ যা বাংলাদেশি টাকাতে প্রায় ৬৯৩৩৬.৯৫-৮৬৬৭১.১৯ টাকা হতে পারে । এটিকে ফিউচার লুকিং ফোন হিসেবে বলা হচ্ছে । অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল যে এলন মাস্ক একটি ফিউচার লুকিং ফোন নিয়ে কাজ করছে যার কিছু তথ্য জানা গিয়েছে যা এখানে দিলাম । এর ডিজাইন ও চমৎকার , আর অন্যান্য সব কিছুই অসাধারন । এটি বাংলাদেশে কবে আসবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায় নি । এটি রিয়েলি কবে রিলিজ হবে সেটাও এখনো নিশ্চিত না আর বাংলাদেশে আসার কথা তো অনেক দূরে ।
তো বন্ধুরা আজ এ পর্যন্ত ই । এরকম লেটেস্ট নিউজ ও পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন নিয়মিত ।
যদি ভালো লেগে থাকে আর্টিকেল টি তাহলে আমার ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন- Developsbd

এ ধরনের আরো তথ্য পেতে ভিজিট করুন developsbd.com

The post আসতে চলেছে এলোন মাস্ক এর তেসলা ফোন যা Iphone কেও প্রতিযোগিতায় হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে!!! appeared first on Trickbd.com.

ওয়াপকিজে আসল নতুন সিস্টেম || Policy page creator ||

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ওয়াপকিজের একটি নতুন সিস্টেম policy page creator নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

ওয়াপকিজ ইন্টারনেটের ওয়েবসাইট জগতের এক সেবকের নাম বলা যেতে পারে । ওয়াপকিজ নতুনদের জন্য অনেক সুবিধা দিয়েছে । আর কিছুদিন পর পর বিভিন্ন ধরনের ব্যাবস্থা চালু করছে । এখন আমরা ওয়াপকিজের যে বিষয়টির সাথে পরিচিত হতে যাচ্ছি সেটি হলো Policy page creator ।

policy page হলো একটি ওয়েবসাইটের কয়েকটি সাধারণ পেজ যেগুলোতে সাইটের পরিচয় সম্পকিত কিছু তথ্য দেওয়া থাকে । এরকম কিছু পেজ হলো :- About us,Contact us,Privacy policy ইত্যাদি ।

ওয়াপকিজ এই পেজগুলোর কোডগুলো সহজেই পাওয়ার ব্যাবস্থা তৈরি করেছে । আপনাকে আর কষ্ট করে লিখতে হবে না । তো চলুন শিখে নেওয়া যাক ।

» প্রথমে সাইটের Panel mod এ যান । Webmaster tool এ একটি নতুন অপশন পাবেন । সেটি হলো Policy page creator । ঐ জায়গাতে ক্লিক করবেন ।

» তারপরের পেজের ফরমটি পূরণ করুন । ফরমটিতে Site name, site link, email ইত্যাদি দিতে বলা হয়েছে । তারপর Submit করুন ।

» তারপর privacy policy কোড পাবেন । কপি করতে পারেন ।

» আরও পাবেন Contact us & about us এর কোড ।

» সবশেষে পাবেন Dmca পেজের কোড ।

তাহলে দেখুন কত সহজেই পেজগুলোর কোড পেয়ে যাবেন ।

The post ওয়াপকিজে আসল নতুন সিস্টেম || Policy page creator || appeared first on Trickbd.com.

ছবি থেকে অনুবাদ করুন, শনাক্ত করুন, পণ্য খুঁজুন, যেকোন কিছুর তুলনা করুন এছাড়াও আরো অনেক কিছু করুন।

Posted:

আজকে আমি আপনাদের সামনে গুগল মামার একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছি। আসলে গুগল মামার তুলনাই হয় না। গুগল মামা আমাদের মত তার ভাগিনাদের তথ্যপ্রযুক্তিতে যে কতভাবে সাহায্য করে যাচ্ছে তার কোন হিসাব নাই। এইটা বলার কারণ হচ্ছে গুগল মামার অনেক ধরণের সাহায্যকারী সার্ভিস রয়েছে। কিন্তু সেগুলো আমাদের অনেকের কাছেই অজানা। অজানার কারণেই আমরা হতভাগা ভাগিনারা গুগল মামার সার্ভিসগুলো থেকে বঞ্চিত হচ্ছি। তো চলুন বেশি কথা না বলে মামার অনেক হেল্পফুল একটি সার্ভিস নিয়ে আলোচনা করা যাক।

গুগল মামা একটি অ্যাপ তৈরি করেছে যার নাম Google Lens যাকে নিয়েই মূলত আজকের এই বকবক। এই একটি অ্যাপের মাধ্যমে আপনি গুগলের অনেক সার্ভিস ভোগ করতে পারবেন। এক কথায় বলতে পারেন একের ভিতর সব। এটি গুগলের একটি “দৃষ্টিভিত্তিক কম্পিউটিং ক্ষমতা সম্পন্ন” প্রোগ্রাম। এই প্রোগ্রামটি আপনি কী দেখতে চাচ্ছেন তা বুঝে নেয় তারপর তা থেকে বিশ্লেষন করে আর এই বিশ্লেষনের সাহায্য নিয়ে আপনি অনুবাদ করতে পারবেন, যেকোন কিছু শনাক্ত করতে পারবেন, পণ্য খুঁজতে পারবেন, ছবিতে থাকা টেক্সট কপি করতে পারবেন, তুলনা করতে পারবেন, একই ধরণের বিষয় বের করতে পারবেন, জায়গা বা লোকেশন খুঁজে নিতে পারবেন, কিউআর এবং বার কোড স্কেন করা সহ আরো অনেক কিছু করতে পারবেন অর্থাৎ একটি অ্যাপের মাধ্যমেই আপনি অনেক কিছু করতে পারবেন। এছাড়াও অ্যাপটির সাহায্যে আপনি আপনার চারপাশে যা কিছু দেখছেন তার আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন। আর মজার বিষয় হলো অ্যাপটির সাইজও অনেক কম দুই থেকে তিন এমবির মধ্যে। তার উপর হলো গুগলের তৈরি করা একটি অ্যাপ। যদিও আমি এখানে চেষ্টা করেছি মোটামুটি অ্যাপটি সম্পর্কে আপনাদের ধারনা দিতে। তারপরও অ্যাপটি সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে গুগল মামার নিজের বকবকানি দেখতে পারেন।

অ্যাপটি ব্যবহার করতে হলে তো অবশ্যই আপনাকে আপনার মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। অ্যাপটি আপনার মোবাইলের ক্যামেরার সাহায্যে অথবা মোবাইলে থাকা ছবি থেকে উপরোল্লিখিত কাজ সম্পাদন করে থাকে। তো অ্যাপটি উপরোল্লিখিত কাজগুলি কিভাবে সম্পাদন করে থাকে তা আমরা এখন নিচ থেকে কিছু স্ক্রিনশটের মাধ্যমে দেখে নিব।

অ্যাপটিতে আপনি দুইটি পদ্ধতিতে কাজ করতে পারবেন। একটি হলো ক্যামেরার সাহায্য নিয়ে। আর অন্যটি হলো আপনার মোবাইলের গ্যালারিতে থাকা ছবি নিয়ে। ঠিক স্ক্রিনশটটি খেয়াল করলে বুঝতে পারবেন।

আমরা প্রথমে এখানে ক্যামেরার পদ্ধতিটা দেখে নেই। তার জন্য ক্যামেরা অপশনটিকে ফুল স্ক্রিন করতে Search with your camera লেখাটিতে ড্রাগ করে নিচে টান দিতে পারি অথবা সেখানে ক্লিক করতে পারি। ক্যামেরাটি ফুল স্ক্রিন হওয়ার পর ঠিক উপরের স্ক্রিনশটের মত আসবে। এখানে দেখুন ক্যামেরার নিচ দিয়ে Translate, Text, Search, Homework, Shopping, Places, Dining নামের কিছু অপশন দেখতে পাবেন। এইগুলো ব্যবহার করেই মূলত আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে বা জানতে পারবেন।

এইবার দ্বিতীয় পদ্ধতি দেখবো যেটির মাধ্যমে আপনি আপনার মোবাইলে থাকা ছবি থেকে উপরের স্ক্রিনশটের মত Translate, Text, Search, Homework, Shopping, Places, Dining নামের কিছু অপশন দেখতে পাবেন। ঠিক ক্যামেরার অপশনের মত এটিতেও আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে বা জানতে পারবেন।

অ্যাপটির মাধ্যমে ক্যামেরার সাহায্যে অথবা মোবাইলে থাকা ছবি থেকে দুইটি মাধ্যমেই উপরের স্ক্রিনশটের মত টেক্সট কপি করতে পারবেন।

উপরের স্ক্রিনশটের মত জুতা বা যেকোন পণ্যের মোবাইলে থাকা ছবি বা ক্যামেরার সাহায্যে এর মূল্য তালিকা জানতে পারবেন। (তবে হ্যাঁ এই বিষয়ের উপর পোস্টের শেষের দিকে কিছু কথা বলে রেখেছি দেখে নিয়েন।)

যদি কখনো কোন গণিতের ব্যাখ্যা নিয়ে সমস্যার সম্মুখীন হোন। সেক্ষেত্রে উপরের স্ক্রিনশটের মত ক্যামেরার সাহায্যে বা মোবাইলে থাকা ছবি থেকে তার সমাধান বের করে নিতে পারবেন।

কোন গাছ বা পশুপাখি সম্পর্কে জানতে চাইলে ঠিক উপরের স্ক্রিনশটের মত ক্যামেরা বা মোবাইলে থাকা ছবির সাহায্য নিয়ে তা জেনে নিতে পারবেন।

বিদেশী ভাষার পাঠ্য বই, ব্যানার, কার্ড যেকোন লিখিত আকারের কিছু যদি না বুঝতে পারেন তা যদি অনুবাদ করে বুঝতে চান তাহলে তাও করতে পারবেন ঠিক উপরের স্ক্রিনশটের মত ক্যামেরা বা মোবাইলে থাকা ছবি থেকে।

উপরের স্ক্রিনশটের মত যেকোন ধরনের কিউআর বা বার কোড স্ক্যান করে ক্যামেরা বা মোবাইলে থাকা ছবি থেকে এর ভিতরে থাকা তথ্য জানতে পারবেন।

উপরের স্ক্রিনশটের মত খাবারের মেনুও বের করতে পারবেন ক্যামেরা বা মোবাইলে থাকা ছবি থেকে। এইভাবে আরো অনেককিছু করতে পারবেন গুগলের এই ছোট্ট অ্যাপটি দিয়ে।

কিছু কথা ছবি থেকে আপনি যেকোন টেক্সট কপি এবং অনুবাদের পাশাপাশি সেখানে চালিয়ে শুনতে পারবেন, অনুবাদকৃত ফাইল ডাউনলোড করতে পারবেন এবং শেয়ারও করতে পারবেন। এছাড়াও ফাইল বেদে আরো অনেক অনেক অপশন পাবেন। আর হ্যাঁ অনুবাদের বিষয়ে একটু বলে নেই। আপনি অবশ্যই যে ভাষায় অনুবাদ করতে চান সেই ভাষাটি ডাউনলোড করে নিবেন। অর্থাৎ আমি এখানে বাংলা ভাষার কথা বলতে চাচ্ছি। যেহেতু আমরা অন্য ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করব। সেহেতু বাংলা ভাষাটি ডাউনলোড করে নিব। যদি কেউ ভাষা ডাউনলোড করার অপশন খুঁজে না পান তাহলে জানাবেন। আশা করি অ্যাপটি যখন ব্যবহার করবেন তখন হয়তো আরো অনেক অনেক ফিচারের সাথে পরিচিত হবেন যেগুলো সম্পর্কে আমি এখানে কোন আলোচনা করিনি। আরেকটি কথা না বললেই নয়। কথাটি হলো যেহেতু অ্যাপটি একটি অনুসন্ধান বা সার্চ ক্যাটাগরির অ্যাপ তাই এটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

বলে রাখা ভালো আপনি হয়তো দেখে থাকবেন গুগল ক্রোম ব্রাউজার যখন সার্চ করতে যাবেন তখন ঠিক উপরের স্ক্রিনশটের মত ডান পাশে একটি ছোট ক্যামেরার আইকন। আসলে এটি কিন্তু আমাদের আজকের বিষয়ের সাথে জড়িত। অর্থাৎ এটিই হলো Google Lens আপনি চাইলে এখান থেকেও এটি উপরের ন্যায় ব্যবহার করতে পারেন। এছাড়াও নির্দিষ্ট কয়েকটি মডেলের অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরা অ্যাপেও এই Lens-এর সুবিধা পাবেন।

Lens-এর শপিং রেজাল্ট নিয়ে একটু কথা বলতে হয়। আপনি উক্ত অ্যাপের মাধ্যমে যদি কোন কিছুর শপিং রেজাল্ট দেখতে চান তাহলে সেটি কয়েকটি নির্দিষ্ট দেশের দেখতে পারবেন। দেশগুলোর তালিকা হলো – অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চিলি, কলম্বিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপিন্স, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, টার্কি, সংযুক্ত আরব আমিরশাহী, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। অতএব কেউ আবার শপিং রেজাল্ট নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়বেন না।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post ছবি থেকে অনুবাদ করুন, শনাক্ত করুন, পণ্য খুঁজুন, যেকোন কিছুর তুলনা করুন এছাড়াও আরো অনেক কিছু করুন। appeared first on Trickbd.com.

Android এর 5 টি Best High Graphics Adventure Games (Part-3)

Posted:

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি।

কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই।

এটা হচ্ছে 5 টি Best Adventure Games এর ৩য় পর্ব। এর আগের ১ম পর্ব ও ২য় পর্ব আপলোড করা হয়েছে এবং এছাড়াও অন্যান্য বিভিন্ন টপিকে আমি এর আগে অনেকগুলো গেমিং রিলেটেড পোস্ট করেছি। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন।

এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন।

যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই পোস্টটি অবশ্যই যারা Adventure Type Games পছন্দ করেন তাদের জন্যেই করা। সবগুলো গেমের Concept আলাদা আলাদা। ভিন্নতা আছে এদের গেমপ্লে, গ্রাফিক্স ইত্যাদিতে।

বিশ্বাস করবেন কি না জানি না তবে এই গেমগুলো আমাকে Android Games এর প্রতি অন্য নজরে তাকাতে বাধ্য করেছে।

প্রত্যেকটা গেমেরই Sound Effects + Graphics + Gameplay এক কথায় অসাধারন। এখানে প্রত্যেকটি গেমই এক একটি Masterpiece।

শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি ভিন্ন কিছুর স্বাদ পাবেন আশা করছি।

তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।

5) Game Name : XON EP1 + EP2 + EP 3+ EP4

Game Developer : imagoFX

Game Size : 30 MB

Required OS : 2.3+

Game Type : Offline

Game Released Date : 2014-2015-2016

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

গেমটির সাইজ অনেক কম দেখে মনে হতে পারে গেমটি বেশ ছোট বা স্পেশাল কিছুই নেই। গেমে ঢুকে ৫ মিনিট ঘুরেও এমনটা লাগতে পারে।

তবে গেমটি যখন আপনি মনোযোগ দিয়ে খেলতে যাবেন তখনই বুঝতে পারবেন এই গেমটিতে Explore করার মতো অনেক কিছুই আছে।

গেমটির Graphics One Of The Best বলা চলে। কারন এই গেমটিতে আপনি Reality এর Feel পাবেনই পাবেন। কেননা এখানে প্রত্যেকটা Object এর Shadow, Texture ইত্যাদি এত সুন্দর করে দেওয়া আছে যে আমি এর গ্রাফিক্স এ মুগ্ধ না হয়ে থাকতে পারিনি।

গেমটির কন্ট্রোল + Movement অনেক Fast। আস্তে হাটা ও দৌড়ে যাওয়া বা জোড়ে হাটার মতো আলাদা আলাদা Control System পেয়ে যাবেন এখানে।

এছাড়াও গেমটির Sound Effects অসাধারন। বাড়তি কোনো Music নেই। তবে আশেপাশের পরিবেশের যে Sound Effects গুলো আছে যেমনঃ পানির শব্দ, পাখির শব্দ, বাতাসের মৃদু শব্দ ইত্যাদি এগুলো অনেক Accurately ভাবে দেওয়া আছে।

এই গেমটি নিয়ে অনেক দিন ধরেই পোস্ট দিবো দিবো ভেবেও দেওয়া হচ্ছিলো না। এত কম সাইজের ভিতরে এত সুন্দর গ্রাফিক্স এর গেম সত্যিই প্রশংসনীয়।

গেমটির Episode-1 Playstore এ Free তে পেয়ে যাবেন। তবে বাকী যে Episodes 2, Episodes 3, Episodes 4 আছে সেগুলো আপনাকে Purchase করতে হবে যেগুলোর মূল্য ১৫০ টাকা।

আপনার যদি টাকা না থাকে তবুও কোনো সমস্যা নেই 😁। আমি উপরে লিংক দিয়ে দিয়েছি কোথায় গেলে আপনি পাবেন ফ্রি তে গেমটিকে। আশা করছি কোনো অসুবিধা হবে না।

যাই হোক, গেমটির প্রত্যেকটি Episode ই অসাধারন। এখানে অনেক Mystery আছে solve করার মতো। আপনি যতই গেমটি খেলবেন ততই এর গভীরে যাবেন আর দেখতে থাকবেন একের পর এক Mystery আছেই।

শেষ আর হচ্ছে না। Developer রা এই গেমটিকে এত নিখুত ভাবে ডিজাইন করেছে যে এর প্রশংসা না করে থাকতে পারছি না। সত্যিই প্রশংসার দাবীদার এই গেমগুলো।

এটি একটি First Person Camera এর Game। এর মানে হচ্ছে আপনি Real Life এ যেমন আপনার চোখ দিয়ে সবকিছু দেখেন সেভাবেই এখানে সবকিছু দেখতে পারবেন।

কোনো Object এর একেবারব কাছে গেলেও দেখতে পারবেন সেখানে কোনো ফাটল নেই Pixel এ। Almost Accurate ভাবেই সবকিছু ডিজাইন করা আছে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে।

কারন আমি অনেক গেমেই দেখেছি Zoom করলে বা কোনো Object এর কাছে গেলেই Pixel গুলো দেখা যায় যা একবার Notice করলে পুনরায় আর আগের মতো করে দেখা যায় না।

তাই আমি অবশ্যই সাজেস্ট করবো সবাইকেই একবার হলেও গেমটিকে খেলে দেখতে। এমন অসাধারন গেম খুব কমই পাওয়া যায়।

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

4) Game Name : Finding Dory Keep Swimming

Game Developer : Disney Publishing Worldwide

Game Size : 179 MB

Required OS : 4.2+

Game Type : Offline

Game Released Date : 18 June, 2016

Game Version : 1.1

Game Link : Pdalife

Disney এর Finding Dory Movie টা দেখেননি এমন লোকের সংখ্যা খুব কমই পাওয়া যাবে। বাচ্চা থেকে শুরু করে বড় প্রায় সকলেই এই মুভিটি দেখেছেন। Disney এর One of the most beautiful animation + story আছে এই মুভিটিতে।

মুভিটি Hollywood এ অনেক Hit পায় এবং অনেক Milestone Cross করে এবং অনেক Awards ও পায়।
সেই মুভিটির উপরই Based করে এই গেমটিকে তৈরি করা হয়েছে।

গেমটি আপনি Playstore এ পাবেননা। কারন গেমটি প্লে-স্টোরে আর নেই। গেমটি একবারই লঞ্চ করা হয়েছিল। এরপর আর কোনো আপডেট আসেনি গেমটার।

কিন্তু কোনো আপডেট না আসাতেও গেমটি একেবারে Perfect ভাবেই Design + Develop করা হয়েছে।

আমি গেমটি Almost সম্পূর্ণ খেলে দেখেছি। আর কয়েকটা লেভেল বাকী আছে। এরপরই Over দিয়ে দিবো। গেমটি এতটাই Addictive যে আমি এক বসাতেই গেমটি প্রায় সম্পূর্ণ খেলে ফেলি।

গেমটিতে আপনি Full Commentary এর সাথে অতুলনীয় Disney-র অসাধারন গ্রাফিক্স ও Storyline দেখতে পারবেন।

গেমটি বাচ্চা, বড় সবাই খেলতে পারবেন। এই গেমটিকে একটি পারফেক্ট এডভেঞ্চার টাইপ গেমের উদাহারন বলা চলে। কেননা এখানে Dory এর নিজের Family কে খোজার যে Adventure টা আছে তা এখানে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলায় হয়েছে।

সমুদ্রের বিভিন্ন রঙের ও Shape এর সুন্দর সুন্দর মাছের যে অতুলনীয় দৃশ্য মনকে ছুয়ে যায় তা এখানে অনেক সুন্দর ভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। গেমটিতে আপনি Movie এর প্রায় সকল দৃশ্যই দেখতে পাবেন।

মাছের Aquarium থেকে শুরু করে মাছের সমুদ্রের সম্পূর্ণ চিত্র একদম Clearly এখানে দেওয়া আছে। কোনো Details ই Miss দেওয়া হয়নি। সব কিছুই Accurately দেওয়া আছে।

গেমটিতে আপনি HD QUALITY GRAPHICS এর সাথে HIGH QUALITY VOICE OVER COMMENTARY ও দেখতে পারবেন।

আর গেমটি Funny Type ভাবে Present করা হয়েছে। এখানে Commentary + voice over + storyline সবকিছুই অনেক হাস্যরসিকভাবে দেখানো হয়েছে।

Disney এর এমন অনেক অনেক ভালো গেমই রয়েছে যা এখন আর Playstore এ নেই। আপনারা চাইলে আমি সেগুলো নিয়েও পোস্ট দিতে পারি। তবে আমাকে জানাতে হবে।

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

3) Game Name : Rayman Fiesta Run

Game Developer : Ubisoft Entertainment

Game Size : 241 MB

Required OS : 3.0+

Game Type : Offline

Game Released Date : 16 Feburary, 2019

Game Version : 1.4.2

Game Link : Rexdl/Revdl/Pdalife (For Mod)

Ubisoft Entertainment এর আরো একটি Masterpiece। গেমটি আপনি Playstore এ পাবেন না। আমি লিংক দিয়ে দিয়েছি কোথায় পাবেন।

যাই হোক, এটি আমার একটি Favourite Adventure Game। গেমটিতে অনেক সুন্দর গ্রাফিক্স এর সাথে সাথে মজার সাউন্ড এফেক্টস + মিউজিক।

মিউজিক ও সাউন্ড এফেক্টস গুলো আপনাকে 90’s এর Old Classic Cartoons গুলোর কথা স্মরন করিয়ে দিবে।

তখনকার সময়ের টিভিতে দেখা Tom And Jerry এর মতো বিভিন্ন Cartoons গুলোতে যেমন একটা Classic Music এর Feel পাওয়া যেতো সেটা আপনি এই গেমটিতে পাবেন।

আর গেমটির গ্রাফিক্সও অনেক ভালো। 2D + 3D দুইভাবেই গেমটির গ্রাফিক্সকে ডিজাইন করা হয়েছে। গেমটি প্লে-স্টোরে ছিল একটা সময়। তখন গেমটি অনেক জনপ্রিয় ছিলো।

গেমটিতে আপনি অনেক সুন্দর সুন্দর লেভেল + লোকেশন পেয়ে যাবেন। গেমটিতে আছে ৭৫ টিরও বেশি লেভেল। ৪ টি Festive World। ৩ টি Epic Boss সহ ভালো Storyline।

আপনাকে Jump করে, দৌড়িয়ে, Fight করে গেমটিতে এগিয়ে যেতে হবে। গেমটিতে আপনি Action + Adventure দুটিই পেয়ে যাবেন। আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে।

গেমটির আরো কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ

✔ PARTY ALL NIGHT LONG :

☑ More than 75 levels welcome you for the Fiesta!

☑ Bounce on sausages and make your way through 4 new festive worlds

☑ Beat all 3 new epic bosses to reach the dreaded Land of the Livid Dead Island!

☑ Collect Lums to get awesome rewards and power-ups

✔ DISCOVER RAYMAN'S AMAZING NEW POWERS :

☑Rayman could jump, fly, punch and run up the walls

☑ he can now slide, swim or shrink on the fly into a tiny hero

☑ Unleash the power of the Super Punch!

✔ BEWARE OF THE INVASION! :

☑ Play all the levels you thought you knew in a totally different way

☑ Avoid new traps and defeat even fiercer enemies
Get ready for more great challenges!

✔ ENJOY GORGEOUS GRAPHICS :

☑ Rayman Jungle Run was pretty… Rayman Fiesta Run looks absolutely delicious!

☑ Immerse yourself into the Fiesta thanks to the increased depth of field

☑ And if you like great lightings, Rayman has put a brand new disco ball up for you!

✔ CHALLENGE YOUR FRIENDS :

☑ Share your activities, post your achievements on Facebook, and follow your friends on the world map.

 

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

2) Game Name : Trials Frontier

Game Developer : Ubisoft Entertainment

Game Size : 97 MB

Required OS : 4.1+

Game Type : Offline

Game Released Date : May 22, 2014

Game Version : 7.9.4

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

এটি একটি Bike Stunt + Bike Racing Adventure Game। এখানে আপনি শুরুতেই Storymode পাবেন। Ubisoft এর One of the best game এটি।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার। গেমটি প্লে-স্টোরে রিভিউ করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশি এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.0 ★।

আমি মনে করি এই গেমটি At Least 4.6 ★ তো Deserve করেই। কেননা এই গেমের গ্রাফিক্স + গেমপ্লে দুটিই অসাধারন।

গেমটিতে Stoymode + প্রচুর Missions পেয়ে যাবেন। গেমটিতে অনেক ভালো ভালো Bike Stunts আছে। তার সাথে এর Racing Tracks গুলোও অসাধারন।

এখানে আপনি Multiplayer Mode ও পেয়ে যাবেন। আর তার সাথে পাবেন PVP Game Mode ও। এছাড়াও গেমটিতে আছে ২৫০+ Unique Race – Tracks।

তার সাথে আছে ১৫+ Wicked Bikes। আর সেই সাথে এখানে আপনি ২৫০+ Challenging Missions ও পেয়ে যাবেন।

গেমটি নিয়ে বলার মতো অনেক কিছুই আছে। কিন্তু এত কিছু বললে পোস্ট অনেক বড় হয়ে যাবে। তবুও কিছু কথা তো বলাই যায়।

কেননা এই গেম সেটা Deserve করে। গেমটি ২০১৪ সালে রিলিজ করা হয়। রিলিজের পর থেকেই গেমটি অনেক হিট পায়। কেননা গেমটিতে ডেভেলপাররা অনেক সুন্দরভাবে ডেভেলপ করতে পেরেছে।

এছাড়াও গেমটির গ্রাফিক্সে এখন পর্যন্ত কোনো খুত বা ত্রুটি আমি লক্ষ্য করিনি। গেমটির সাউন্ড এফেক্টস অনেক ভালো। গেমটি আপনি একবার শুরু করলে খেলতেই মনে চাইবে।

অনেক Addictive একটি গেম। তাছাড়া গেমে আপনি বিভিন্ন Upgrades তো পাবেনই। তার সাথে Characters ও পেয়ে যাবেন ভিন্ন ভিন্ন রকমের।

যারা Bike Racing / Bike Stunts এই ধরনের গেম পছন্দ করেন তাদের জন্যেই এই গেমটি দিয়ে রাখছি। আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে।

গেমটির আরো কিছু ফিচারের কথা নিচে উল্লেখ করা হলোঃ

✔ PHYSICS-BASED GAMEPLAY :
Trials Frontier brings the critically acclaimed Trials brand of physics-based gameplay to mobile! Control your bike with extreme accuracy, and shift your weight backward or forward for better landings, wheelies and stunts!

✔ MULTIPLAYER / PvP GAME MODES :
Monthly Ranked Seasons await you in the Bunker – where you race against Riders from around the world to rank higher up the Leaderboards and win exclusive new Rewards!

✔ 250+ UNIQUE RACE-TRACKS :
Hundreds of truly trailblazing Tracks to race on – with new tracks added every month!

✔ 15+ WICKED BIKES :
Tier I, II and III bikes, Legendary bikes, Crazy bikes and some of the biggest motorcycle brands await you in the Frontier! Collect and build bikes in the Garage – each with unique speed and handling!

✔ PERFECTED GHOST RACING! :
Race Ghosts of players on the Leaderboards of any Track! Learn how to perform epic stunts and break world records from the best riders in the Frontier!

✔ 250+ CHALLENGING MISSIONS! :
With more than 50 hours of story-driven gameplay in 10 gorgeous environments, you'll want to take your bike out for a spin in the Frontier and get racing!

 

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ


1) Game Name : Rayman Adventures

Game Developer : Ubisoft Entertainment

Game Size : 34 MB (ভিতর থেকে কিছু Data Download হবে)

Required OS : 4.4+

Game Type : Offline

Game Released Date : December 2, 2015

Game Version : 3.9.95

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

এটি Rayman Adventures এর Original Game। এটিই সর্বপ্রথম রিলিজ করা হয়। এরপর এই গেমের Success দেখে আরো অনেকগুলো গেমসই রিলিজ করা হয় এই Series এর।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭ লক্ষ ৫২ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।

গেমটিতে আছে অনেক সুন্দর স্টোরিলাইন + গ্রাফিক্স। এই গেমের গ্রাফিক্সের কোনো তুলনাই হয়না। 2D + 3D দুই ধরনের গ্রাফিক্সেরই দেখা এখানে পাবেন।

গেমটি একটি Action + Adventure Type Game। এখানে আপনি আগের গেমটির মতোই Action, Fight, Run, Jump ইত্যাদি দেখতে পারবেন। গেমটিতে আপনি আগের গেমটির মতোই Smooth control দেখতে পাবেন ও যেকোনো ডিভাইসেই অনায়াসেই গেমটি খেলতে পারবেন।

তাহলে ভিন্নতা কোথায়? ভিন্নতা আছে। গেমটিতে আছে 55 টির মতো Playable Characters যেগুলো নিয়ে আপনি খেলতে পারবেন। সাথে আছে ২০০+ অসাধারন গ্রাফিক্সে ভরা লেভেল।

গেমটিতে আছে 7 টি World যেখানে আপনি আলাদা আলাদা লোকেশন + স্টোরিলাইন দেখতে পাবেন। গেমটিতে আরো আছে 50 টি Various incrediball families আর ৩২০ টি Unique Incrediballs।

এছাড়াও গেমটির বাকী ফিচারগুলো নিয়ে নিচে বলা হলোঃ

AN EPIC PLATFORMER!
· An exciting mix of timeless adventures and breathtaking visuals!
· Over 55 playable characters – play as Rayman, Barbara, Globox, or Teensie!
· Run, swim, hover, and take giant flying leaps as you dash through 200+ gorgeous levels!
· Jump into the action – battle Minotaurs, Bandits, and many other monsters!

EXPLORE VAST WORLDS!
· Explore 7 extraordinary worlds in this action-packed Rayman 2D platformer!
· Grow your Sacred Tree to unlock new adventures, and soar above the competition!

MEET THE INCREDIBALLS!
· Collect Incrediballs with 3 Special abilities – Seekers, Inhalers, and Protectors!
· Feed the Incrediballs, and make music with them in the Beatbox Mode!
· Complete more than 50 various Incrediball families!
· Seek and collect over 320 unique Incrediballs!

Run through various mysterious lands, haunted medieval castles, and the mythical worlds of Olympus, and unravel their hidden secrets!

 

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন।

পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার।

আরো একটা কথা। আগের পোস্টগুলোতে অতিরিক্ত স্ক্রিনশট দেওয়ার বিষয়টা বিবেচনায় নিয়ে এসে এবার থেকে যত কম স্ক্রিনশট দেওয়া যায় ততটাই চেষ্টা করবো।

যদি কারো বিরক্তির কারন হয়ে থাকি তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। যাই হোক, এই পোস্টে যতগুলো স্ক্রিনশট দিয়েছি সেগুলো কি ঠিক আছে নাকি জানাবেন।

তাহলে এতগুলোই দিবো। আর আগের পোস্টগুলোতেও আমি বলেছি যে স্ক্রিনশট আপনাদের এটা দেখার জন্যে দিই যেন আপনারা বুঝতে পারেন গেমটির ভিতরে আছে টা কি।

আমি আপনাদের মূল্যবান Data + সময় কোনোটাই Waste করতে চাই না। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে?

আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই।

তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..

The post Android এর 5 টি Best High Graphics Adventure Games (Part-3) appeared first on Trickbd.com.

Bkash এ ৩০৳ মোবাইল রিচার্জ করলেই ১৫৳ ক্যাশব্যাক [ সবাই পাবে ]

Posted:

মোবাইল রিচার্জ বিকাশ করলেই আকর্ষণীয় ক্যাশব্যাক! বিকাশ গ্রাহকেরা অ্যাপে ও *247# ডায়াল করে ৩০ টাকা মোবাইল রিচার্জ করলেই পাচ্ছেন ১৫ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
তাই রিচার্জ করুন আজই!

অফারের মেয়াদ :
৪ থেকে ৭ মে, ২০২২ পর্যন্ত।

অফারের বিস্তারিত

যাদের ক্ষেত্রে প্রযোজ্য : সকল বিকাশ গ্রাহক

মেয়াদ : ৪ থেকে ৭ মে, ২০২২ পর্যন্ত

অফার বিস্তারিত :
বিকাশ অ্যাপের মাধ্যমে গ্রাহকের নিজ মোবাইল নাম্বারে ৳৩০ রিচার্জে ৳১৫ ক্যাশব্যাক

*247# ডায়াল করে গ্রাহকের নিজ মোবাইল নাম্বারে ৳৩০ রিচার্জে ৳৫ ক্যাশব্যাক

ক্যাশব্যাক লিমিট : একবার উপভোগ করা যাবে

মোবাইল রিচার্জ সম্পন্ন হওয়ার পরদিন গ্রাহকের বিকাশ একাউন্টে ক্যাশব্যাক প্রদান করা হবে।

শর্তাবলি :

অফারটি উপভোগ করতে একবারেই নির্দিষ্ট এমাউন্টের টাকা (৩০ টাকা) শর্তাবলিতে উল্লিখিত উপায়ে ( বিকাশ অ্যাপ অথবা *247# ডায়াল করে) মোবাইল রিচার্জ করতে হবে।
মোবাইল রিচার্জ সম্পন্ন হওয়ার পরবর্তী কর্মদিবসের মধ্যেই গ্রাহকের একাউন্টে ক্যাশব্যাক প্রেরণ করা হবে।
মোবাইল রিচার্জ সম্পন্ন হওয়ার পর ক্যাশব্যাক পেতে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস সচল থাকতে হবে।
কোনো অজানা কারণ বা সিস্টেম ইস্যুতে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হলে বিকাশ ক্যাম্পেইন শেষ হওয়ার ৭ দিন পর ১বার ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে। সব উপায়ই যদি ব্যর্থ হয়, তাহলে গ্রাহক ক্যাশব্যাক অফারের জন্য আর অন্তর্ভুক্ত বিবেচিত হবেন না।
বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের সময়কাল কিংবা শর্তাবলির পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক ক্যাশব্যাক সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
সফল লেনদেন সাপেক্ষে গ্রাহককে পরবর্তীতে এসএমএসের মাধ্যমে অবগত করা হতে পারে।
MNP ব্যবহারকারী গ্রাহকেরা 'bKash Offer' বা 'bKash' থেকে প্রেরিত এসএমএসের পরিবর্তে 01729024149; 01847417292; 01969999111 কিংবা 01552146194 নাম্বার থেকে এসএমএস পেতে পারেন।

আরও নতুন কিছু জানতে ভিজিট

Tahercoxbd.com

The post Bkash এ ৩০৳ মোবাইল রিচার্জ করলেই ১৫৳ ক্যাশব্যাক [ সবাই পাবে ] appeared first on Trickbd.com.

🎉 ঈদ অফারঃ BDIX Hosting এর সাথে ফ্রি ডোমেইন ১ বছরের জন্য মাত্র ৮৮৮ টাকায় | ২০০ গুন গতি সম্পন্ন হোস্টিং

Posted:

ঈদ মোবারক! সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন।
আজকে ঈদের দিনে নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ একটি সংবাদ নিয়ে। বিশেষ করে যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন এবং যাদের ডোমেইন হেস্টিং প্রয়োজন হয়।
কারণ, BDIX Web Hosting কোম্পানি দিচ্ছে ঈদ উল ফিতর উপলক্ষে ২ জিবি NVMe SSD BDIX Connected Hosting মাত্র ৮৮৮ টাকায় এবং সাথে ১ বছরের জন্য একটি ডোমেইন (.xyz) ফ্রি। আমি মনে করি যারা ছোট পরিসরে ওয়েবসাইট বিশেষ করে বাংলাদেশ ভিত্তিক ব্লগ, ই-কমার্স সাইট বানাতে চাচ্ছেন বা চালান তাদের জন্য এটি বেস্ট ডিলস। কারন BDIX Hosting হওয়ার কারনে বাংলাদেশ থেকে ভিজিটররা পাবে ২০০ গুন সুপার ফাস্ট স্পিড এবং পারফরম্যান্স।

🎉 এই অফারের বিস্তারিত জানতে এই লিংকে যান

অথবা,

📂 কুপনঃ EIDMUBARAK

🛒 অর্ডার লিংকঃ Order Now

Bdix Hosting

আপনি কেনো BDIX Hosting ব্যবহার করবেন আপনার ওয়েবসাইটের জন্য

খুব সহজে বললে, আপনার টার্গেট যদি বাংলাদেশি ভিজিটর হয় তবে আপনার BDIX হোস্টিং নেওয়া উচিত। যেমন বাংলাদেশ ভিত্তিক ই-কমার্স, ব্লগ বা নিউজ পেপার, বিভিন্ন ধরনের সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান।

BDIX সার্ভারে সাইট হোস্ট করলে বিশ্বের অন্য যেকোনো দেশ থেকে স্বাভাবিক ভাবেই সবাই ব্রাউজ করতে পারবে তাই এ বিষয়ে চিন্তার কারণ নেই।

এছাড়া BDIX Hosting এর যেসব সুবিধা রয়েছেঃ

১। বাংলাদেশের ISP নেটওয়ার্ক ব্যবহারকারীরা ২০০ গুণ বেশি দ্রুতগতিতে ব্রাউজ করতে পারবে।

২। লেটেন্সি কম থাকে বিধায় খুব দ্রুত ট্রাফিক রাউটিং হয়।

৩। প্রতিটা ইন্টারনেট প্রভাইডার এমনকি মোবাইল অপারেটর গুলিতে ও বিডিআইএক্স এর এক্সট্রা Bandwidth Speed থাকে যার ফলে আপনি সর্বোচ্চ গ্রাহকের কাছে পৌছাতে পারবেন সাইটের স্পিড ধরে রেখে।

৪। গ্লোবাল নেটওয়ার্ক স্পিড ১০০ এমবিপিএস থাকলে ও বিডিআইএক্স ১জিবিপিএস পর্যন্ত থাকে। যেই জন্য খুব দ্রুত ওয়েবসাইট লোড হয়।

৫। গ্লোবাল ইন্টারনেট যেকোনো কারনে সমস্যা হলেও বিডিআইএক্স হোস্টিং এ রাখা আপনার সাইট স্বাভাবিক থাকবে। স্বাভাবিক স্পীডেই ভিজিট হবে।

ধন্যবাদ মনোযোগ দিয়ে পোস্টটি পড়ার জন্য। কোনো ভুল ত্রটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন।

The post 🎉 ঈদ অফারঃ BDIX Hosting এর সাথে ফ্রি ডোমেইন ১ বছরের জন্য মাত্র ৮৮৮ টাকায় | ২০০ গুন গতি সম্পন্ন হোস্টিং appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments