Search box..

আপনার পছন্দের ইউটিউব ভিডিওর ট্যাগ বের করুন এক ক্লিকেই।

আপনার পছন্দের ইউটিউব ভিডিওর ট্যাগ বের করুন এক ক্লিকেই।


আপনার পছন্দের ইউটিউব ভিডিওর ট্যাগ বের করুন এক ক্লিকেই।

Posted: 23 May 2022 06:32 AM PDT

আসসালামু আলাইকুম।

ইউটিউব ভিডিও ট্যাগ কিভাবে বের করবেন এক ক্লিকেই।

নোট: ট্রিকবিডিতে বেশ কয়েকটি মেথড দেখলাম ইউটিউব ভিডিও ট্যাগ বের করার, যেগুলো আমার কাছে খুব কমপ্লিকেটেড লাগলো। আমি এটি অনেকদিন ধরে ইউস করি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।

প্রথমে Play Store এ গিয়ে Tag You লিখে সার্চ দিন। এরপর নিচের এপটি ডাউনলোড করে ওপেন করুন।

ওপেন করার পর Get Tags From Url এ ক্লিক করুন।

এরপর আপনার ভিডিও লিংকটি পেস্ট করুন এখানে।

এরপর ভিডিওতে দেওয়া ট্যাগগুলো দেখতে পাবেন।



কপি করার জন্য উপরের দেখানো জায়গায় ক্লিক করুন।

এছাড়াও ভিডিও Rank করার জন্য এপটিতে আরো অনেক ফিচার আছে। এপটি ব্যবহার করলেই বুঝতে পারবেন।

The post আপনার পছন্দের ইউটিউব ভিডিওর ট্যাগ বের করুন এক ক্লিকেই। appeared first on Trickbd.com.

Free Fire Mod Apk | Auto Headshort | Rank Mod Workable (Root & Non Root)

Posted:

আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক অনেক শুভেচ্ছা। আসা করি সবাই অনেক ভালো আছেন।

আজকে নিয়ে এসেছি Free Fire এর Mod Apk. এটাতে কোনো ঝামেলা— ছাড়াই সব রকম Rank খেলতে পারবেন। তবে মনে রাখবেন Medkit Run on থাকলে ম্যাচ মেকিং এ একটু সমস্যা হয়। তবে ম্যাচের ভিতোর on থাকলে কোনো সমস্যা করে না কিন্তু দুঃখের বিষয় এটাতে মাঝে মাঝে হ্যাকার লবি আসবে। কারন আপনি হ্যাক ব্যাবহার করছেন তাই।

বলবো যে কোনো হ্যাকই সেইফ না। আর Free Fire এর হ্যাক এর ক্ষেত্রে গেমের– ভিতর সামান্য কিছু Update আসলেই আইডি চান্দের দেশে। এই হ্যাকটা আপনারা শুধু র‍্যাংক পুশ করার জন্য— ব্যাবহার করতে পারেন বা হ্যাকের মজা নেওয়ার জন্য।

এই হ্যাকটি আমার কাছে অন্য সব হ্যাকের থেকে একটু আলাদা লেগেছে–; সেফটির দিক দিয়ে। এই Mod টাতে ব্যান হওয়ার Chance আমার তেমন মনে হয় নি।

একটাই কথা বলবো হ্যাকটি নিজ দায়িত্বে ব্যাবহার করবেন।

হ্যাকটি Root/Non Root দুটোতেই চলবে।

প্রথমেই Mod Apk টি Download করে নিন।

Click Here

Free Fire এর main obb টি অবশ্যয় ডিলিট করে দিতে হবে। main obb দিয়ে গেম ওপেন হয় না। সেজন্য আপনারা–; Mod Apk টি Install করার পর। Apk টি Open করবেন এবং সেখানেই obb টি download হয়ে যাবে। Obb file download হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

Obb file download হয়ে যাওয়ার পর game restart করুন। তারপর গেম ওপেন করে নতুন account করে নিন। সেজন্য আপনি Faceboo/Twitter ব্যাবহার করতে পারেন। এখানে google কাজ করবে না 😞

বুঝতে কোনো প্রকার সমস্যা হলে একেবারে নিচে Video Tutorial দেওয়া থাকবে দেখে নিবেন।

Video :

কোনো সমস্যা হলে জানাবেন।

আল্লাহ হাফেজ

The post Free Fire Mod Apk | Auto Headshort | Rank Mod Workable (Root & Non Root) appeared first on Trickbd.com.

ওয়েবসাইট নিয়ে নতুন কাজ শুরু করতে চাচ্ছি। কিভাবে শুরু করবো? পার্ট – ৪ (শেষ পর্ব)

Posted:

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে ওয়েবসাইট নিয়ে নতুন কাজ শুরু করতে চাচ্ছি। কিন্তু কিভাবে শুরু করবো এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

একটি বিষয়কে বিস্তারিত ভাবে লিখে এক পোস্ট এর মাধ্যমে বলা প্রায় অসম্ভব। আর যদি তা হয় নতুন দে এর জন্য ব্লগিং তাহলে তো কথাই নেই। এক পোস্ট এ সব বিস্তারিত বোঝাতে গেলে একজন রাইটার এর প্রায় হাত ভেঙে যাওয়ার মতো অবস্থা হয় । তবে এক্সপার্ট দের খুব বেশি সমস্যা হয় না বলেই আমার মনে হয়।

তবে আমি যেহেতু আর প্রো লেভেলের রাইটার না তাই এক পোস্ট এ বিস্তারিত সব কিছু বোঝানো টা আমার কাছে অসম্ভব। তো এর জন্য এই পোস্ট এর টপিক টা কে আমি কয়েকটা পার্ট আকারে রূপ দিয়েছি। আর এর আগে আমাদের এই সাইটে এই টপিক এর উপর প্রথম ২ পার্ট পোস্ট করা আছে। আপনার দরকার হলে সেখান থেকে পড়ে নিতে পারেন। (নিচে আমি লিংক দিয়ে দিচ্ছি)।

আর আজকে এই টপিক এর ৩য় পার্ট। আমি জানি না কত টুকু লিখতে পারবো এই পার্টে। তবে চেষ্টা করবো আপনারা যাতে কিছু শিখতে পারেন এমন করে লিখার। তো চলুন আজকের টপিক স্টার্ট করি বেশি বকবক করবো না।

সর্বশেষ এই টপিক এর ৩য় পার্ট এ আমি আপনাদের সাথে একদম শেষে আলোচনা করেছিলাম সাইট ম্যাপ ও ওয়েবসাইট গুগলে সাবমিট করা নিয়ে। তো আজকের পোস্ট এ আমরা অন পেজ এসইও এবং অফ পেজ এসইও সম্পর্কে জানবো। আর আজকের এই পার্ট টি ই হবে এই টপিক এর লাস্ট পার্ট। এর পর এই টপিক এর আর্টিকেল আর দিবো না।

তো আজকের এই লাস্ট পার্ট এ কী ধামাকা অপেক্ষা করছে চলুন তা আমরা জেনে নেই।

অন পেজ এসইও

এসইও (Seo) এর সম্পূর্ণ মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization). আর অন পেজ এসইও এর মানে হলো ওয়েব সাইট এর ভেতরে এমন কিছু কাজ করা যার ফলে ওয়েব সাইট ভালো ভাবে গুগলে র‍্যাংক করে।

অর্থাৎ আপনি আপনার সাইটে যে নতুন আর্টিকেল লিখছেন, পেজ খুলছেন, কমেন্ট করছেন, ডিজাইন করছেন ইত্যাদি ওয়েব সাইটের ভেতরে করা সকল কাজই হলো অন পেজ এসইও এর আওতাভুক্ত।

তবে অন পেজ এসইও এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ২ টি। সর্ব প্রথম হলো ওয়েব সাইট টি কে সহজ লভ্য ভাবে ডিজাইন করা। সাইট কে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে খুব সহজেই যে কোনো ইউজার বা ভিজিটর সাইট এর সকল কিছু বুঝতে পারে।

অনেকেই ওয়েব সাইট অনেক বেশি ডিজাইন করে ফেলেন। ফলে ওয়েব সাইট এ পেজ লোডিং এ টাইম বেশি নেওয়া এর মতো ইত্যাদি আরো নানা সমস্যার দেখা দেয়৷ তো এই বিষয় টা অবশ্যই মাথায় রাখবেন।

আর ২য় বিষয় হলো আর্টিকেল রাইটিং। মূলত আর্টিকেল ই পারে একটা ওয়েব সাইট কে অনেক ভালো ভাবে গুগলে র‍্যাংক করতে এবং অন পেজ এসইও এর প্রায় ৬০% কাজ এটাই করে থাকে। তাই এই বিষয় টা এর দিকে সব থেকে বেশি নজর দেওয়া উচিত।

তবে একটি ভালো আর্টিকেল রাইটিং করতে গেলে কিছু নিয়ম মানতে হবে। তবেই সেটা এসইও ফ্রেন্ডলি হবে। কিভাবে ভালো মানের আর্টিকেল রাইটিং করা যায় তা বুঝাতে গেলে আলাদা আরো একটা আর্টিকেল এর প্রয়োজন হয়। তবে আমি এই পোস্ট এই আপনাদের সংক্ষিপ্ত আকারে হলেও ভালো করে বুঝানোর চেষ্টা করবো।

ভালো মানের এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম

ভালো মানের এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখার জন্য আমাদের কিছু জিনিস ফলো করতে হবে। নিম্নে সেগুলো দেওয়া হলোঃ

কি ওয়ার্ড রিসার্চ

একটি ভালো আর্টকেল লিখার জন্য একটি বড় হাত থাকে কি ওয়ার্ড রিসার্চ এর। আপনি আর্টিকেল লিখেন যাতে ভিজিটর হয়। কিন্তু এমন আর্টিকেল লিখলেন যাতে কোনো ভিজিটর ই নেই। তাহলে সেই আর্টিকেল কোনো কাজেই আসবে না।

আর ভিজিটর প্রয়োজন হলে আমাদের দরকার কি ওয়ার্ড রিসার্চ করা। কি ওয়ার্ড রিসার্চ করে পোস্ট করলে ভালো পরিমাণে গুগল থেকে ভিজিটর পাওয়া যায় ফলে সাইট অনেক ভালো র‍্যাংক করে।

টাইটেল

একটা আর্টিকেল এর সংক্ষিপ্ত রূপ হলো টাইটেল। একমাত্র টাইটেল ই পারে পুরো পোস্ট এ কি বিষয় এ আলোচনা করা হবে তা জানাতে। টাইটেল সব সময় মিডিয়াম রাখার চেষ্টা করবেন। বেশি বড় করবেন না আবার ছোট ও করবেন না। দুইটার মাঝা মাঝি রাখবেন। আর টাইটেল এ আপনার ফোকাস কি ওয়ার্ড সর্বোচ্চ ও সর্বনিম্ন একবার ব্যবহার করবেন।

মূল আর্টিকেল

মূল আর্টিকেল এ কয়েকটি বিষয় ফলো করতে হবে। নিচে সেগুলো দিলাম।

ফোকাস কি ওয়ার্ড

ফোকাস কি ওয়ার্ড একটি আর্টিকেল এ ব্যবহার করতেই হবে। না হলে কিন্তু কোনো কাজেই আসবে না। ফোকাস কি ওয়ার্ড প্রতি ১ হাজার শব্দে ৭ থেকে ১১ বার এর মতো ব্যবহার করতে পারেন। বেশি ব্যবহার করলে প্যানাল্টি খেতে পারেন।

আর ফোকাস কি ওয়ার্ড টি আর্টিকেল এর শুরুতেই (১৫০ শব্দ এর মধ্য) কমপক্ষে একবার, হেডিং বা সাবহেডিং এ, ইমেজ এর alt text ও caption এ ব্যবহার করবেন। এবং আর্টিকেল এর মাঝে মাঝে তো ব্যবহার করবেন ই।

ইমেজ

একটা আর্টিকেল কে সহজ লভ্য করতে ইমেজ অনেক সাহায্য করে। তবে সব ধরনের পোস্ট এই ইমেজ মানায় না। তো যে পোস্ট গুলোতে ইমেজ এর দরকার অবশ্যই সেগুলো তে ইমেজ ব্যবহার করবেন। অন্যর ওয়েব সাইট এর ইমেজ ডাইরেক্ট ব্যবহার করবেন না। কপি খেতে পারেন।

url লিংক

একটা পোস্ট এ ২ ধরনের লিংক ব্যবহার করা উচিত৷

১. ইন্টারনাল লিংকঃ এর মানে আপনার ওয়েব সাইট এর এই যে কোনো লিংক পোস্ট এ ব্যবহার করবেন।

২. এক্সট্রানাল লিংকঃ নিজের ওয়েব সাইট বাদে অন্য যে কোনো ওয়েব সাইট এর লিংক ব্যবহার করুন।

প্যারাগ্রাফ

একটা আর্টিকেল কে সুন্দর করে সাজানোর জন্য প্যারা আকারে লিখা উচিত। তবে প্যারা গুলো যেনো বেশি বড় বা একদম ছোট না হয়। চেষ্টা করবেন ১০০ থেকে ১৫০ শব্দ যে নো একটি প্যারাতে থাকে। তবে এর একটু কম বা বেশি হলে সমস্যা নেই।

তো মোটামুটি অন পেজ এসইও টা বুঝানো শেষ এবার পালা অফ পেজ এসইও।

অফ পেজ এসইও

অফ পেজ এসইও এর মানে হলো ওয়েব সাইট এর বাইরের কাজ। এখন কথা ওয়েব সাইট এর বাইরের আবার কী কাজ। ওয়েব সাইট এর বাইরেও অনেক কাজ থাকে।

যেমন, আর্টিকেল এর লিংক শেয়ার করা বিভিন্ন সোশ্যাল মিডিয়া তে কিংবা বিভিন্ন বড় বড় ওয়েব সাইট থেকে নিজের ওয়েব সাইট এ ভিজিটর আনা ইত্যাদি।

সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর আনা খুব সহজ। এর জন্য আপনার আর্টিকেল এর লিংক বা ওয়েব সাইট এর লিংক শেয়ার করুন সোশ্যাল মিডিয়া এর নিজের প্রোফাইল কিংবা অন্যর পেজ বা প্রোফাইল এর কমেন্ট এ।

আর বড় ওয়েব সাইট থেকে ভিজিটর আনার জন্য আপনাকে সেই ওয়েব সাইট কে টার্গেট করে, সেখানে একটি ব্লগ পোস্ট লিখতে হবে। এবং কায়দা করে যে কোনো একটা যায়গায় আপনার সাইটের লিংক দিয়ে দিবেন। ব্যস কাজ শেষ। তবে যদি একদম ছোট খাটো ওয়েব সাইট এ এই কাজ করেন তো প্যানাল্টি খেতে পারেন। তাই সাবধান

তো একটা পোস্ট এ বেশি কিছু লিখে বোঝানো সম্ভব না। তাও যত টুকু পারি চেষ্টা করেছি।

এই আরটিকেলটি সর্বপ্রথম প্রকাশ করা হয়েছে TempMail.CoM ওয়েবসাইটে।

তো বন্ধুরা আশা করি এই পোস্ট টি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম সব পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের এই ওয়েব সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

The post ওয়েবসাইট নিয়ে নতুন কাজ শুরু করতে চাচ্ছি। কিভাবে শুরু করবো? পার্ট – ৪ (শেষ পর্ব) appeared first on Trickbd.com.

দেখে নিন কিভাবে আপনার ফোনের ডেভলপার অপশন থেকে চালু করবেন টাচ পয়েন্টার l

Posted:

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। চলুন শুরু করা যাক।

আপনারা নিশ্চয় পোস্টের টাইটেল টি দেখে তারপর পোস্টে এসেছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার আপনাদের ফোনের টাচ পয়েন্টার অপশনটি চালু করতে পারেন। অনেকেই হয়তো এই বিষয়টি জানেন আবার অনেকেই জানেননা, যারা জানেননা পোস্টটি তাদের জন্য।

এই অপশনটি চালু করলে আপনি আপনার ফোনের যেখানেই ট্যাপ করবেন, সেখানেই ওই জায়গাটি একটি স্পট দেখা যাবে । মূলত অ্যান্ড্রয়েড টেন এর পরের ভার্সনের ফোনগুলোতে এই অপশনটি রয়েছে। আমি আমার স্যামসাং A21s ফোনটিতে কিভাবে এই অপশনটি চালু করা যায় তা আপনাদেরকে দেখাচ্ছি l অন্যান্য ফোনগুলোতে ডেভলপার অপশন চালু করে একটু খোঁজাখুঁজি করে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন l

তো প্রথমে ডেভলপার অপশন টি চালু করার জন্য ফোনের সেটিং এ চলে যান।

তারপর এই অপশনটিতে ক্লিক করুন ।

এখান থেকে তারপর এই সফটওয়্যার ইনফর্মেশন অপশনটিতে ক্লিক করুন।

এবার এই বিল্ড নাম্বার অপশনটিতে পাঁচ থেকে ছয় বার ক্লিক করুন, যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে ম্যাসেজ আসছে যে আপনি এখন ডেভলপার হয়ে গেছেন l

এবার আবার নতুন করে সেটিংস অপশনে ক্লিক করুন এবং এখন সেটিংস অপশনে একটু স্ক্রল করলেই সবার নিচে দেখতে পাবেন যে ডেভলপার অপশন নামে একটি নতুন অপশন চালু হয়ে গেছে।

এবার এই ডেভেলপার অপশন এ প্রবেশ করে একটু নিচের দিকে স্ক্রল করুন । এখানে show taps নামে যে বাটনটি দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।

ব্যাস আপনার কাজ শেষ। এবার ফোনের যেকোন জায়গায় ক্লিক করলেই আপনি যে জায়গায় ক্লিক করেছেন সেই জায়গাতে ফিঙ্গার ট্যাপ পয়েন্টার দেখতে পাবেন।

এভাবে যদি বিল্ড নাম্বার অপশনটি খুজে না পান তাহলে চাইলে আপনি আপনার ফোনের সেটিং এ সার্চ করেও এই অপশনটি খুজে পেতে পারেন।

তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই। আশা রাখি পোষ্টটা আপনাদের কাজে দিবে।

মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।
কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।

পোস্টটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে লাইক দিবেন

আমাদের সাথে থাকার জন্য আপনি আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন হতে পারেন l

আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।




The post দেখে নিন কিভাবে আপনার ফোনের ডেভলপার অপশন থেকে চালু করবেন টাচ পয়েন্টার l appeared first on Trickbd.com.

এখনি আপনার মোবাইলে থাকা play store প্লে স্টোর আপডেট করে নিন মাত্র এক মিনিটেই৷ এছারাও চেক করুন আপনার ফোনে ভাইরাস রয়েছে কিনা বিস্তারিত

Posted: 22 May 2022 07:47 PM PDT

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ট্রিকবিডি তে আরও একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম আমাদের আজকের বিষয় হচ্ছে কিভাবে আপনি আপনার প্লে স্টোর আপডেট করবেন।

আমরা কিন্তু সাধারণত বিভিন্ন ধরনের অ্যাপ আপডেট করে থাকি প্লে স্টোর থেকে কিন্তু আপনি কী কখনো প্লে স্টোর আপডেট করেছেন ? যদি আপডেট না করে থাকেন তাহলে পুরো পোস্ট দেখে এখনি আপডেট করে ফেলুন।

কেনো প্লে স্টোর আপডেট করবেন ?

অন্য যেকোন অ্যাপে আমরা নতুন ফিউচার পাওয়ার জন্য সেই অ্যাপ প্লে স্টোর থেকে আপডেট দিয়ে থাকি ঠিক সেই ভাবেই কিন্তু আপনি যদি প্লে স্টোর আপডেট করেন তাহলে নতুন ফিউচার দেখতে পারবেন।

এছাড়াও আপনার মোবাইল ফোন আগের থেকে স্পিড বেড়ে যাবে অনেক সময় প্লে স্টোর আপডেট না থাকার কারণে মোবাইল ফোন স্লো কাজ করতে পারে সেই জন্য চেষ্টা করবেন। সব সময় সব কিছুর আপডেট রাখার জন্য।

যেকোনো মোবাইল কিন্তু আপনি প্লে স্টোর আপডেট করতে পারবেন সহজে বোঝার জন্য আমি স্ক্রিনশট দিলাম আশাকরি সকলেই বুঝতে পারবেন কিভাবে প্লে স্টোর আপডেট করতে হয়।

সর্ব পথম আমাদের কাজ হচ্ছে প্লে স্টোরে প্রবেশ করা আশাকরি সকলের মোবাইল ফোনে প্লে স্টোর রয়েছে তো আপনার ফোন দিয়ে ঢুকার পর। উপরে যে একটা আইকন দেখা যাচ্ছে একটু লক্ষ করুন।

এটি কিন্তু আপনার জিমেল এই লোগো আশাকরি সকলের এই সিস্টেম রয়েছে এখন দেখতে পারবেন এই রকম এটা সেটিং নামের অপশন রয়েছে সব মোবাইল হয়তো একই সিস্টেম নাও থাকতে পারে
এখন থেকে আপনি সেটিং ক্লিক করে দিবেন।

তো এর পর আমাদের কাজ হচ্ছে নিচে থাকা স্ক্রিনশট এর মত একটু নিচে গেলে দেখতে পারবেন about নামের একটা অপশন রয়েছে। সকল মোবাইল এর সিস্টেম যেহত এক নয় তাই একটু ভালো করে খুজে দেখবেন।

এটি আসার পর আপনাকে এখানে ক্লিক করতে হবে তাহলে পরবর্তী কাজ গুলো করতে পারবেন। তো এর পর আমাদের কাজ হচ্ছে

প্লে স্টোর আপডেট করা এর জন্য আমি যে লাল দাগ দিয়ে দিচ্ছি এখানে আপনাকে ৩বার টাচ করতে হবে অর্থাৎ এখানে মোট তিনবার টাচ করলে কিন্তু অটোমেটিক ভাবে আপডেট হওয়া শুরু করবে।

আশাকরি এই ভাবে আপনি যেকোনো মোবাইল ফোনে থাকা প্লে স্টোর আপডেট করতে পারবেন।

এছাড়াও আরো একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে আপনার মোবাইল ফোনে যদি কোনো প্রকার ভাইরাস অ্যাপ থাকে মনে আপনার ফোন যদি এরকম কোনো অ্যাপ থাকে যেটা থেকে আপনার ফোনের ক্ষ্তি হতে পারে

সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন খুব সহজেই এর জন্য আপনাকে যা করতে হবে দেখিয়ে দিচ্ছি

আগের মত করে প্লে স্টোর এর হোম পেজ থেকে উপরের কোনায় ক্লিক করলে আবার এই রকম পেজ আসবে এখন থেকে আপনাকে play protect নামের যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন।

এর পর দেখতে পারবেন এই রকম আসবে

এখন থেকে আপনি দেখতে পারবেন আপনার ফোনে কত গুলি অ্যাপ রয়েছে সব অ্যাপ কিন্তু এখানে দেখতে পারবেন ও আপনার কোনো অ্যাপে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু স্ক্যান করে দেখতে পারবেন।

সব অ্যাপ একবারে চেক করার জন্য আপনি scan নামের অপশন তাই ক্লিক করুন যদি আপনার ফোনে কোনো ভাইরাস অ্যাপ থাকে তাহলে সেটি দেখবে

আশাকরি সবাই বুঝতে পেরেছেন কিভাবে এই কাজ গুলো করবেন যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যয় কমেন্ট করবেন।

আমি সাথে সাথে চেষ্টা করবো রিপ্লে সমাধান দেয়ার।

আরও পড়ুন:

অনলাইন থেকে টাকা আয়ের সবচেয়ে বিশ্বস্থ উপায়। দেখুন এবং আপনিও অনলাইন থেকে ইনকাম শুরু করে দিন ২০২২

Trickbd এর মত আমারও একটি ওয়েবসাইট রয়েছে যেখানে আমি চেষ্টা করি আমার জানা বিষয় গুলো আমার ওয়েসাইটে শেয়ার করার জন্য যদি চান তাহলে আমার ওয়েবসাইটে থেকে ঘুরে আসতে পারেন।

লিংক Tecnicalbd.com

দয়া করে কেউ এই পোস্টটি কপি করবেন না এটি অরজিনাল পোস্ট 🙂

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং Trickbd এর সাথেই থাকবেন নতুন কিছু জানার চেষ্টাই।

The post এখনি আপনার মোবাইলে থাকা play store প্লে স্টোর আপডেট করে নিন মাত্র এক মিনিটেই৷ এছারাও চেক করুন আপনার ফোনে ভাইরাস রয়েছে কিনা বিস্তারিত appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments