ঈদে ডাবল অফার ! ১০জিবি ওয়েব হোষ্টিং কিনলেই পাচ্ছেন টোটাল ২০জিবি হোষ্টিং সাথে .Com ডোমেইন ফ্রি |
- ঈদে ডাবল অফার ! ১০জিবি ওয়েব হোষ্টিং কিনলেই পাচ্ছেন টোটাল ২০জিবি হোষ্টিং সাথে .Com ডোমেইন ফ্রি
- [Hot post 💥] ফ্রিতে নিয়ে নিন গুগল গিফট Card কোড!! USA, CA কান্ট্রির।
- নিয়ে নিন Crunchyroll এবং Pureflix এর Premium Accounts
- 🌛সবাইকে ঈদের শুভেচ্ছা🌜আসুন ঈদুল ফিতর নামাজের নিয়ম গুলা জেনে নেই!
- আসুন ঈদের নামাযের প্রস্তুতি নেই।
- Android এর 5 টি Best Adventure Games (Part-2)
- VideoScribe 3.6.1169 PRO Edition ; হয়ে যান একজন Whiteboard Animator
ঈদে ডাবল অফার ! ১০জিবি ওয়েব হোষ্টিং কিনলেই পাচ্ছেন টোটাল ২০জিবি হোষ্টিং সাথে .Com ডোমেইন ফ্রি Posted: আসসালামু আলাইকুম বন্ধুরা, ১০জিবি ওয়েব হোষ্টিং কিনলেই পাচ্ছেন এক্সট্রা ১০জিবি বোনাস+ সাথে .Com ডোমেইন ফ্রি । এই প্যাকেজটি পাবেন মাত্র ৯৯৯ টাকায় । (মেয়াদ ১বছর) । প্যাকেজটির পুর্নাঙ্গ বর্ননা নিচে দেওয়া হলো । * 10GB+10GB(Bonus), Total 20GB NvME/SSD Storage তো বন্ধুরা, আশা করি প্যাকেজটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন । তো যারা প্যাকেজটি নিতে আগ্রহী তারা ভিজিট করুন https://apikhost.com আরও একটি কথা, অফার শুধু এখানেই শেষ নয়,উক্ত কোম্পানী হতে .COM ডোমেইন নিতে পারবেন মাত্র 499 টাকায় (প্রমো কোড ব্যবহার করুনঃ COM499) । অর্ডার করতে কোন সমস্যা, বা বুঝতে অসুবিধা হলে উক্ত কোম্পানীর লাইভ চ্যাট, ম্যাসেন্জার, ফোন কলে যোগাযোগ করুন । ধন্যবাদ সবাইকে । কোন ভুল হলে ক্ষমা করবেন । The post ঈদে ডাবল অফার ! ১০জিবি ওয়েব হোষ্টিং কিনলেই পাচ্ছেন টোটাল ২০জিবি হোষ্টিং সাথে .Com ডোমেইন ফ্রি appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
[Hot post 💥] ফ্রিতে নিয়ে নিন গুগল গিফট Card কোড!! USA, CA কান্ট্রির। Posted: আসসালামুআলাইলুমকেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন, আল্লাহর অশেষ রহমতে। সবাইকে প্রথমে জানায়, পবিত্র মাহে রমজানের, ঈদের অনেক অনেক, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের টপিক টা অনেকটা ভিন্ন হতে চলেছে, কারন আজকে আমি আপনাদের জন্যা নিয়ে এসেছি ফ্রিতে গুগল প্লে গিফ্ট কার্ড এর কম্বো!!! হ্যা সত্যিই পড়েছেন। এখন আপনাদের মনে অনেকেরই অনেক রকমের চিন্তা ভাবনা আস্তে পারে। যে সত্যিই এটা কিভাবে সম্ভভ? নাকি আমি অন্যা অথরদের মত ফেক ক্লিক বেইট পোস্ট দিলাম?, উত্তর হচ্ছে না, এটা একদম সত্যা। এবং এটা দিলে আমার লাভ কি? এখানে আমার তেমন কোন লাভ নেই, আমি শুধু আমার কাছে যা আছে, যা জানি, তা সবার মাঝে সেয়ার করছি। আমার কাছে, ১০০+ লিগ্যাল গিফট কার্ড রয়েছে (USA) কান্ট্রির। যা USA mail দিয়ে খুব সহজেই রিডিম করে নিতে পারবেন। এখন আপনারা বলতে পারেন আমি চাইলে ত সেল দিতেই পারি বা রিডিম করে নিতে পারি, তাহলে ফ্রিতে দিচ্ছি কেন? আসলে, এখন বাংলাদেশি মেইল দিয়ে USAঊশা এর গিফট কার্ড রিডিম করতে সমস্যা। তাই ভাবলাম, ১০-১২ দিনে, প্রতিদিন ৮-১০ টা ফ্রিতে গিফট কার্ড দিব অ্যাপ এর মাধ্যামে। এখন অনেকেই ভাবতে পারেন অ্যাপ এর মাধ্যামে কেন? তাহলে কি এটা Earning অ্যাপ? না, এটা সাধারণ অ্যাপ, কারন website সারভার ইসু হলেও যাতে আপনারা রিডিম করে নিতে পারবেন। আর অ্যাপ এর admin panel আমার কন্ট্রোলে, সুতরাং অ্যাপটা অনেক লং টাইম থাকবে, সার্ভার ইস্যু হলে কোন আপডেট ছাড়াই ফিক্স করে দেব। এটা একটা ছোট ভালোবাসা ট্রিকবিডির ফ্যানদের জন্যা।ট কার্ড রয়েছে (USA) কান্ট্রির। যা USA mail দিয়ে খুব সহজেই রিডিম করে নিতে পারবেন। এখন আপনারা বলতে পারেন আমি চাইলে ত সেল দিতেই পারি বা রিডিম করে নিতে পারি, তাহলে ফ্রিতে দিচ্ছি কেন? আসলে, এখন বাংলাদেশি মেইল দিয়ে USAঊশা এর গিফট কার্ড রিডিম করতে সমস্যা। তাই ভাবলাম, ১০-১২ দিনে, প্রতিদিন ৮-১০ টা ফ্রিতে গিফট কার্ড দিব অ্যাপ এর মাধ্যামে। So stay with this App and Enjoy Daily Free Gift Card. If anything unclear Go and watch my video, And subscribe to support me.
Youtube Video Link So, Install app Gift Card Redeem +The post [Hot post 💥] ফ্রিতে নিয়ে নিন গুগল গিফট Card কোড!! USA, CA কান্ট্রির। appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
নিয়ে নিন Crunchyroll এবং Pureflix এর Premium Accounts Posted: আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন । আজকের Post এ আমি আপনাদের সাথে Share করতে যাচ্ছি জনপ্রিয় Anime Streaming Site Crunchyroll এবং সাথে Movie Streaming Site Pureflix এর কিছু Premium Accounts। Crunchyroll Premium Accounts
Pureflix Premium Accounts
বিজ্ঞপ্তিঃ English Word Checker Tool Grammarly এর Premium Accounts পেতে এখানে Click করুন এবং Popular Movie Streaming Site Zee5 এর Premium Accounts পেতে এখানে Click করুন এ ছাড়া HOICHOI, ULLU, ALT-Balaji ইত্যাদি Site এর Premium Account পেতে Visite করতে পারেন আমার ছোট্ট Blog Site TrickWebBD তে… The post নিয়ে নিন Crunchyroll এবং Pureflix এর Premium Accounts appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
🌛সবাইকে ঈদের শুভেচ্ছা🌜আসুন ঈদুল ফিতর নামাজের নিয়ম গুলা জেনে নেই! Posted: সবাইকে ট্রিকবিডি এর পক্ষ হতে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারকমজানের এক মাস রোজা ও আল্লাহ্র অন্যান্য ইবাদত বেশী বেশী পালন করার খুশিতে উক্ত মাস শেষ হলে শাওয়াল মাসের প্রথম তারিখে মুসলমানগণ যে আনন্দ-উৎসব উদযাপন করে, তা-ই ঈদুল ফিতর। এই দিন সকাল বেলা ময়দানে গিয়ে জামায়াতের সহিত সশব্দে অতিরিক্ত ছয় তাকবীর ও সরবে কিরআত পাঠ-সহকারে দুই রাকআত ওয়াজিব নামাজ পড়তে হয় বছরে দুইবার ঈদের নামাজ পড়তে হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে অনেকেই ঈদের নামাজের নিয়মগুলো ভুলে যায়। তাই সবার সুবিধার্থে ঈদের নামাজ পড়ার নিয়মগুলো তুলে ধরা হলো- ঈদের দুই রাকাত নামাজে অতিরিক্ত ছয় তাকবির দিতে হয়। প্রথম রাকাতনাওয়াইতু আন্ উছাল্লিয়া লিল্লাহি তা'য়ালা রাকআতাই সালাতিল ঈদিল্ ফিত্রি মা'আ সিত্তাতি তাক্বীরাতি ওয়াজিবুল্লাহি তা'য়ালা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি- আল্লাহু আকবর। উচ্চারণঃ আল্লাহ তাআলার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সঙ্গে এই ইমামে পিছনে আদায় করছি বলে নিয়ত বাঁধতে হয়। প্রথমেই- তাকবিরে তাহরিমা- 'আল্লাহু আকবার' বলে নিয়ত বাঁধার পর ছানা পড়বেন উচ্চারণ- সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা ঝাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক। তারপর ইমামের উচ্চস্বরে তাকবির বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরাও তাকবির বলবেন। প্রথম ও দ্বিতীয় তাকবির বলার সময় উভয় হাত কান বরাবর ওঠিয়ে ছেড়ে দিবেন। তৃতীয় তাকবিরের সময় উভয় হাত কান বরাবর ওঠিয়ে না ছেড়ে হাত বাঁধবেন। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা এবং অন্য সুরা মিলিয়ে রুকু, সিজদা করবেন; মুসল্লিরাও ইমামের সঙ্গ রুকু সিজদা করবেন। দ্বিতীয় রাকাত:ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা ও অন্য সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তিন তাকবির প্রথম রাকাতের মতোই আদায় করবেন। অতপর রুকু-সিজদা করার পর অন্যান্য নামাজের মতোই সালাম ফিরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করবেন।The post 🌛সবাইকে ঈদের শুভেচ্ছা🌜আসুন ঈদুল ফিতর নামাজের নিয়ম গুলা জেনে নেই! appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আসুন ঈদের নামাযের প্রস্তুতি নেই। Posted: মুসলমানদের বড় দুইটি ধর্মীয় উৎসব ঈদ। একটি হলো ঈদুল ফিতর আর আরেকটি হলো ঈদুল আযহা। মহান আল্লাহ তালার প্রতি শুকরিয়া স্বরূপ আমরা দুইটি ঈদেই ২ রাকাত বিশিষ্ট নামায আদায় করে থাকি। আমরা যেমন প্রতিনিয়ত ৫ ওয়াক্ত নামায আদায় করে থাকি আর এইগুলোর নিয়ম বলতে গেলে প্রায়ই একই। তাই আমরা এগুলোর নিয়মকানুন ভুলি না। কিন্তু ঈদের নামায যেহেতু বছরে ২ বার আসে। তাই এটির নিয়মকানুন ভুলাটাই স্বাভাবিক। তাই যারা আমার মত ভুলে গিয়েছেন তাদের জন্যই আমার আজকের এই পোস্ট। যাতে করে আমরা সঠিকভাবে ঈদের নামাযটি আদায় করতে পারি। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসা যাক। আমরা মূলত এখানে হানাফী মাযহাবের নিয়ম অনুযায়ী ঈদের নামাযের নিয়ম দেখব। কারণ আমাদের দেশের অধীকাংশ মুসলিমই হানাফী মাযহাবের অনুসারী। ঈদের নামায একাকী আদায় করা যায় না। তাই সর্বপ্রথম আপনাকে কাতারবদ্ধভাবে দাড়িয়ে জামাতে শরীক হতে হবে। প্রত্যেক নামাযেরই নিয়ত করতে হয়। ঈদের নামাযের নিয়ত করা ফরজ। তাই আপনি মনে মনে নিয়ত করবেন যে, আমি দুই রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামায আদায় করার জন্য কাতারবদ্ধ হয়েছি। উল্লেখ্য যে, আপনি যদি আরবি নিয়ত পারেন তাহলে সেভাবেও বলতে পারেন। আবার ইচ্ছে করলে বাংলায়ও বলতে পারেন এখানে কোন সমস্যা হবে না। নিয়ত করার পর ইমাম যখন “আল্লাহু আকবর” বলবে তখন আপনিও “আল্লাহু আকবর” বলে কান পর্যন্ত হাত তুলে নিয়ত বেঁধে নামায শুরু করে দিবেন। তারপর অন্যান্য নামাযের ন্যায় মনে মনে “সানা” পড়বেন। প্রথম রাকাতে ৩টি তাকবীর দিতে হবে। তাই “সানা” পড়া শেষ হলে ইমাম ৩ বার তাকবীর দিবেন ইমামের সাথে আপনিও তিনটি তাকবীর (আল্লাহু আকবর) দিবেন। এই তিনটি তাকবীরের মধ্যে প্রথম তাকবীরে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। অর্থাৎ নিয়ত বাঁধার মত হাত বাঁধবো না। দ্বিতীয় তাকবীরেও ঐ একই কাজ করবেন। তৃতীয় তাকবীরের সময় হাত নাভির নিচে বাঁধবেন। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন। তারপর অন্য কোনো সূরা পড়বেন। এরপর অন্যান্য নামাযের ন্যায় রুকু সিজদা আদায় করে ইমাম সাহেব প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। এইবার শুরুতে ইমাম সাহেব সূরা ফাতিহা ও অন্য সূরা পড়বেন। তারপর রুকুতে যাওয়ার পূর্বে ইমাম প্রথম রাকাতের মত তিনটি তাকবীর দিবেন। পূর্বের মত প্রথম তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরের সময়েও কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিব। (১ম রাকাতের ৩য় তাকবীরের মত হাত বাঁধব না। বরং হাত ছেড়ে দিব)। এরপর ইমাম সাহেব চতুর্থ তাকবীর বলবেন। এটি হচ্ছে রুকুতে যাওয়ার জন্য তাকবীর। চতুর্থ তাকবীর শুনার সাথে সাথে রুকুতে চলে যাবেন। এরপর বাকি সকল নিয়মকানুন অন্যান্য নামাযের মতই। আর এইভাবেই ইমামকে অনুসরণ করে ঈদের ২ রাকাত নামায শেষ করবেন। নামায শেষ হওয়ার পর ইমাম দুইটি খুৎবা দিবেন। এই খুৎবা চলাকালীন আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে। কেননা খুৎবা শুনা ওয়াজিব। আশা করি উপরোক্ত বিষয়টি মনোযোগ সহকারে পড়ে থাকলে আপনার আর ঈদের নামায আদায় করতে গেলে ভুল হবে না। তাই চেষ্টা করবেন অন্তত ঈদের নামাযে যাওয়ার পূর্বে এই আর্টিকেলটি পড়ে যেতে। উল্লেখ্য যে, উক্ত বিষয়টি সম্পর্কে লিখতে বসে আমি ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুসরণ করেছি। আর হ্যাঁ আমি উক্ত বিষয়ের উপর একটি অ্যানিম্যাশন ভিডিও আমার চ্যানেলে পাবলিশ করেছি। আপনি যদি চান ভিডিওটি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে অথবা এই লিংকে https://youtu.be/fJCWlcr-DhU গিয়ে ভিডিওটি দেখতে পারেন। তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন। সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন। The post আসুন ঈদের নামাযের প্রস্তুতি নেই। appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Android এর 5 টি Best Adventure Games (Part-2) Posted: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি। কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই। এটা হচ্ছে 5 টি Best Adventure Games এর ২য় পর্ব। এর আগের ১ম পর্ব আপলোড করা হয়েছে এবং এছাড়াও অন্যান্য বিভিন্ন টপিকে আমি এর আগে অনেকগুলো গেমিং রিলেটেড পোস্ট করেছি। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন। যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পোস্টটি অবশ্যই যারা Adventure Type Games পছন্দ করেন তাদের জন্যেই করা। সবগুলো গেমের Concept আলাদা আলাদা। ভিন্নতা আছে এদের গেমপ্লে, গ্রাফিক্স ইত্যাদিতে। বিশ্বাস করবেন কি না জানি না তবে এই গেমগুলো আমাকে Android Games এর প্রতি অন্য নজরে তাকাতে বাধ্য করেছে। প্রত্যেকটা গেমেরই Sound Effects + Graphics + Gameplay এক কথায় অসাধারন। এখানে প্রত্যেকটি গেমই এক একটি Masterpiece। শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি ভিন্ন কিছুর স্বাদ পাবেন আশা করছি। তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।
5) Game Name : Ninja TobuGame Developer : CerebralFix Game Size : 77 MB Required OS : 5.1+ Game Type : Offline Game Released Date : October 4, 2016 Game Version : 1.8.7 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) এটি একটি Platformer Type Ninja Action-Adventure Game যেখানে আপনাকে Swipe করে ও বিভিন্ন Gesture এর মাধ্যমে উপরে উঠতে হবে। আপনি যতই উপরে যাবেন ততই Enemy, Traps ইত্যাদির সম্মুখীন হবেন। গেমটি আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও গেমটি আসলে কিছুটা হলেও কঠিন আছে। আপনি ইচ্ছা করলে এর Mod version টিও ডাউনলোড করে খেলতে পারবেন। গেমটিতে Slow Motion ও আছে। এখানে বিভিন্ন Game Modes আছে। আপনি Mission Type অথবা Endless Type সহ আরো নানান ধরনের Game Mode এ খেলতে পারবেন গেমটি। প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৪০ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★। গেমটির গ্রাফিক্স ৭৭ MB অনুযায়ী একদম পারফেক্টই মনে হয়েছে আমার কাছে। কেননা এখানে আপনি দিন ও রাতসহ নানান ধরনের লোকেশন পাবেন। সাথে Enemy Movement সহ বিভিন্ন ধরনের Traps যেগুলো নিজে নিজে Move করে এগুলো আপনাকে খেলতে অনেক মজা দিবে। যারা কম সাইজের ভিতরে এই ধরনের গেম পছন্দ করেন তারা গেমটি অবশ্যই ডাউনলোড করে দেখতে পারেন। নিরাশ হবেন না আশা করছি। এখানে অনেকগুলো Ninja Character পাবেন নিয়ে খেলার জন্যে। গেমটির কন্ট্রোল + গেমপ্লে সবকিছুই আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনি যেকোনো মোবাইলেই অনায়াসেই গেমটি খেলতে পারবেন কোনো ল্যাগ বা সমস্যা ছাড়াই। নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
4) Game Name : Hungry DragonGame Developer : Ubisoft Entertainment Game Size : 139 MB (ভিতর থেকে Extra কিছু Data Download হবে Skins, Locations এগুলোর জন্যে। বেশি না Almost 200 MB এর মতো) Required OS : 4.4+ Game Type : Offline Game Released Date : August 29, 2018 Game Version : 4.0 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) শুরুতেই বলে রাখি গেমটির Mod version ডাউনলোড করে না খেললে এর মজা উপভোগ করতে পারবেন না। Ubisoft Entertainment আমার One of the most favourite gaming company। ছোটবেলা থেকেই Gameloft এর সাথে সাথে তাদেরও প্রচুর গেমস খেলে বড় হয়েছি। তাদের প্রতিটা গেমেরই গ্রাফিক্স + অপটিমাইজেশন অনেক ভালো হয়। এই গেমটি একটি Action + Arcade + Adventure Type Game। গেমটিতে আপনি Dragon কে কন্ট্রোল করবেন এবং বিভিন্ন কীটপতঙ্গ থেকে শুরু করে মানুষসহ বিভিন্ন প্রানীকে খেয়ে Dragon কে বাচিয়ে রাখবেন। এখানে আপনি বড় থেকে ছোট প্রচুর Dragons পেয়ে যাবেন নিয়ে খেলার মতো। সাথে ছোট Dragon এর বাচ্চা নিয়েও খেলতে পারবেন। এছাড়াও গেমটিতে অনেক Special Attacks, Skills সহ অনেক ধরনের Power Ups দেখতে পারবেন। সেগুলো নিয়ে খেলতে তো পারবেনই তার সাথে সেগুলো Upgrade ও করতে পারবেন। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৩ লক্ষ ৩১ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★। গেমটি At least 4.5 ★ রেটিং পাওয়ার যোগ্য। গেমটিতে লোকেশন এর কোনো অভাব হবে না। এটি একটি Open world Game। এখানে আপনি প্রচুর জায়গা পাবেন ঘুরাঘুরি করার মতো। আর এখানে প্রচুর প্রানী দেখতে পারবেন। গেমটির মিউজিক ও সাউন্ড এফেক্টস গুলোও খুব ভালো। অনেকেই হয়তোবা বলতে পারেন যে গেমটি যদি Mod version download করেই খেলি তাহলে লাভটা কি? মজাটা পাবো কোথায়? তাদের জন্যে বলবো এটি একটি open world type game হওয়ায় এখানে অনেক কিছুই আপনি পেয়ে যাবেন explore করার মতো। আর এখানে enemy, traps সহ এত কিছু আছে যে আপনি সারাদিনে খেলে শেষ করতে পারবেন না। অসাধারন একটি গেম। নিচে গেমটির কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ RELEASE THE DRAGONS : • Collect ferocious flying fire-breathing Dragons, each unique in their own way • Unlock crazy Costumes to fly faster, burn bigger, and eat more • Equip exotic Pets and weird creatures to boost your power • Level up and train by feasting on townsfolk, monsters and other delicious prey
FEEDING FRENZY : • Fly through, explore and destroy a world of villages, forests, hills, and Goblin City! • Smash through obstacles to access hidden areas in the world • Feed on more for a higher score – Hungry Dragons are never satisfied!
FEEL THE BURN : • Activate Fire Rush and release an inferno incinerating all in your path! • Roast a medieval feast of monsters, soldiers, trolls, witches, and much more
UNLEASH THE LEGEND : • Evolve and train Legendary Dragons – strange hybrid monsters and dinosaurs • Unlock epic special powers – the more you train, the crazier the power! • Become a legend by competing in Legendary Leagues to defeat friends and foes!
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
3) Game Name : Hungry Shark WorldGame Developer : Ubisoft Entertainment Game Size : 133 MB Required OS : 5.0+ Game Type : Offline Game Released Date : May 4, 2016 Game Version : 4.7.0 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) Ubisoft Entertainment এর আরো একটি Masterpiece এই গেমটি। পূর্বের গেমটির মতোই একই কনসেপ্ট এর উপর Based করে বানানো হয়েছে এই গেমটিকে। কিন্তু এই গেমটিতে পূর্বের গেমটির থেকেও আরো অনেক কিছুই বেশি পাবেন। যেমনঃ গেমটিতে আপনি ৩৮ টির মতো Shark এর Species দেখতে পারবেন আর সেগুলো নিয়ে খেলতে পারবেন। যেহেতু এটিও একটি Open World Game তাই এখানে আপনি প্রচুর Location পাবেন Explore করার মতো। গেমটিতে আপনি Pacific Islands, frozen Arctic Ocean, exotic Arabian Sea আর এখন South China Sea ও দেখতে পারবেন। আরো নতুন নতুন লোকেশন এড করা হবে। গেমটি রেগুলারলি আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন অনেক কিছুই যুক্ত করা হচ্ছে। গেমটিতে আপনি 3D Graphics এর অনেক সুন্দর ব্যবহার দেখতে পারবেন। গেমটিতে আপনি ১০০টিরও বেশি ভিন্ন ধরনের Creatures পাবেন যেগুলো আপনার Shark Character খেয়ে বেচে থাকবে যেখানে আপনি Whales, submarines সহ অনেক কিছুই দেখতে পাবেন। আমি অবশ্যই সাজেস্ট করবো গেমটি Mod version download করে খেলার জন্যে। কারন এখানে কেনার মতো ও আপগ্রেড করার মতো অনেক কিছুই আছে। mod version না খেললে আসল মজা পাবেননা। গেমটি open world হওয়ায় এখানে দেখার মতো অনেক কিছুই আছে। গেমটির মিউজিক ও সাউন্ড এফেক্টসও অসাধারন। গেমটি প্লে-স্টোরে Highest ১০ কোটিবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে আর গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ২০ লক্ষাধিকেরও বেশি। আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★। রেটিং দেখে Judge করবেন না। গেমপ্লে অসাধারন। আপনাকে হতাশ করবে না। বাকী যেসকল ফিচার আছে গেমটির সেগুলো নিচে দিয়ে দিচ্ছিঃ 38 SPECIES OF SHARKS : HUGE OPEN WORLDS : FEAST FOR YOUR EYES : SURVIVAL OF THE HUNGRIEST : SMASHING SHARK SWAG : SUPER SKINS : MANIC MISSIONS & BADASS BOSSES : HELPFUL PREDATORY PETS : SUPERSIZED MEAL DEAL : EXTINCTION MODE : SPLASH PASS SEASON 2 :
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
2) Game Name : Once Upon A TowerGame Developer : Pomelo Games Game Size : 54 MB Required OS : 5.0+ Game Type : Offline Game Released Date : September 20, 2017 Game Version : 42 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) এই গেমটির কন্সেপ্ট একটু ভিন্ন। এখানে আপনি গেমের শুরুতেই একটি Dragon ও বিভিন্ন Character দেখতে পারবেন। গেমের শুরুতেই Story mode play হবে। যেখানে ভিন্ন একটি কন্সেপ্ট দেখায় যা আমাদের পড়ে ও শুনে আসা রাজা রানীর কাহিনী এর সম্পূর্ণ বিপরীত। এখানে আপনাকে একজন Princess কে Tower থেকে বাচিয়ে মুক্ত করতে হবে কারন তার Knight/Prince Dragon এর হাতে শুরুতেই মারা যায় বাচাতে আসার সময় । গেমটির Funny Concept টা আমাকে হাসিয়েছে। মানে ভেবে দেখুন আমাদের সচরাচর শুনে আসা কাহিনীর সম্পুর্ন বিপরীত গল্প এখানে। Princess নিজেই নিজেকে বাচায়। কার হাত থেকে? Tower ও Dragon এর হাত থেকে। কিভাবে? গেমটিতে আপনাকে একটি মেয়ে ক্যারেক্টার এবং একটি Hammer দেওয়া হবে। আপনাকে সেই Hammer দিয়ে Tower এর নিচের দিকে বিভিন্ন Guards, Traps, Enemies ইত্যাদিকে মেরে মেরে Mission Complete করতে হবে। গেমের গ্রাফিক্স + গেমপ্লে + কন্ট্রোল + কন্সেপ্ট সবকিছুই আমার কাছে বেশ ভালোই লেগেছে। কেননা একটু ভিন্ন কিছুর স্বাদ পেলে মাঝে মাঝে মন্দ হয় না। গেমটিতে অনেক Upgrades পাবেন।তাই mod version download করে খেলার জন্যে সাজেশন রইলো। গেমটিতে আরো যা যা পাচ্ছেনঃ Enemies that get harder and nastier as you descend. A roguelike structure where every adventure is different: if you fail you have to start over again from the top of the castle. Different princesses to free from the tower! Different power-ups to make your princesses stronger. Tons of action!
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ 1) Game Name : Hungry Shark RevolutionGame Developer : Ubisoft Entertainment Game Size : 121 MB Required OS : 4.4+ Game Type : Offline Game Released Date : February 22, 2013 Game Version : 9.2.0 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) অনেকেই হয়তোবা ভাবতে পারেন একবার তো Hungry Shark Game দিলামই। আবার কেন দিচ্ছি? আসলে এই গেমটি পূর্বের গেম থেকে একেবারেই ভিন্ন। একই Concept এর উপর Based করে তৈরি করা হলেও গেমটি আগেরটি থেকেও বেশি জনপ্রিয়। কিভাবে বলছি? গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭০ লক্ষাধিকবারেরও বেশি আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★। গেমটির রিভিউ সংখ্যা দেখে হয়তোবা বুঝতেই পারছেন গেমটি কতটা জনপ্রিয়। এই গেমটির গ্রাফিক্স আগেরটির থেকে আরো ভালো। এটিও একটি Open world action-adventure type game যেখানে আপনাকে একটি ক্ষুধার্থ হাঙরের ক্ষুধা মিটাতে হবে এবং তাকে বাচিয়ে রাখতে হবে সমুদ্রের বিভিন্ন প্রানীকে খেয়ে। এই গেমটি আগের গেমটির থেকেও অনেক আগে রিলিজ করা হয়েছে। এই গেমটির সফলতা দেখে ডেভেলপাররা আরো দুইটি গেম তৈরি করেছে। গেমটির গ্রাফিক্স অনেক সুন্দর। অবশ্যই আপনি 3D Graphics এর দেখা পাবেন। তার সাথে অনেক Smooth control + amazing gameplay তো সাথে থাকছেই। অবশ্যই সাজেস্ট করবো এর Mod version টি download করে খেলার জন্যে। কারন এখানে প্রচুর upgrades আছে। আর এখানে shark পাবেন প্রচুর buy & equip করার জন্যে। গেমটির বাকী ফিচার গুলো নিচে উল্লেখ করা হলোঃ • Unlock more than a dozen unique sharks and other fantastic creatures • Explore an open world both above and below the waves • Enjoy awsome 3D graphics and sound effects • Discover and devour mysterious creatures of the deep • Recruit Baby Sharks to boost your predatory powers • Equip awesome accessories like Lasers, Jetpacks and Top Hats! • Find and collect sunken Bonus Objects • Sink your teeth into loads of challenging missions • Activate Gold Rush to survive longer and score higher • Take part in regular in-game events and win limited edition prizes • Attack with intuitive touch or tilt controls • Play offline wherever you are – no Wi-Fi needed! • Synchronize your game easily across Android devices
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন। পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার। আরো একটা কথা। আগের পোস্টগুলোতে অতিরিক্ত স্ক্রিনশট দেওয়ার বিষয়টা বিবেচনায় নিয়ে এসে এবার থেকে যত কম স্ক্রিনশট দেওয়া যায় ততটাই চেষ্টা করবো। যদি কারো বিরক্তির কারন হয়ে থাকি তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। যাই হোক, এই পোস্টে যতগুলো স্ক্রিনশট দিয়েছি সেগুলো কি ঠিক আছে নাকি জানাবেন। তাহলে এতগুলোই দিবো। আর আগের পোস্টগুলোতেও আমি বলেছি যে স্ক্রিনশট আপনাদের এটা দেখার জন্যে দিই যেন আপনারা বুঝতে পারেন গেমটির ভিতরে আছে টা কি। আমি আপনাদের মূল্যবান Data + সময় কোনোটাই Waste করতে চাই না। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে? আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই। তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। The post Android এর 5 টি Best Adventure Games (Part-2) appeared first on Trickbd.com. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
VideoScribe 3.6.1169 PRO Edition ; হয়ে যান একজন Whiteboard Animator Posted: Howdy Everyoneআজকে আমার আলোচনার বিষয় হচ্ছে How to Create Whiteboard Animation Videos With VideoScribe বুজতেই পাড়ছেন। না বুজলেআমিই বলে দিচ্ছি, Whiteboard animation তৈরি করার অসাধারণ একটি সফটওয়্যার হচ্ছে Sparkol কোম্পানির এই VideoScribe. প্রেজেন্টেশন থেকে শুরু করে হোয়াইটবোর্ড এনিমেশন ভিডিও বানাতে এই সফটওয়ারের কোন জুরি নেই। এটা দিয়ে খুব সহজে এই কাজ গুলা যায়। এমনকি YOUTUBE এ এই software দিয়ে Video content creat করে এখন 1 MILLION subscriber অর্জন করতে সক্ষম হয়েছে ” জীবনমুখী সমস্যা ” channel টি। তো আর দেরি কিসের !!!!
এর Features-সমূহ :-1. Right click to preview an image
2. Customize our images by changing their colors
3. Export your video straight to PowerPoint & Many More……4. Use guidelines to get the perfect finish 5. Edit your default scribe timings 6. Flip an image 7. Lock background elements 8. Change the drawing hand or upload your own! 9. Add your own logo Download Instruction# এই Direct Link এ Click করে Fileটি Download করে নিন। # Download করার পর Normally Install করে নিন যেভাবে Software Install করে থাকেন। (এইটা Silent Activated Software)
ConclusionInstall এরপর WhiteBoard Error Problem দেখা দিলে Wifi/Internet Connection Off করে Softwareটি Open করুন।
আপনার উপকারে আসলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন ,আল্লাহ হাফেজ। The post VideoScribe 3.6.1169 PRO Edition ; হয়ে যান একজন Whiteboard Animator appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments