কিভাবে নিজে নিজেই ফ্রী ফায়ার এবং পাবজি তে LKR মেথড কাজে লাগিয়ে, অর্ধেকেরও কম দামে ডায়মন্ড এবং ইউসি পার্সেস করবেন। |
- কিভাবে নিজে নিজেই ফ্রী ফায়ার এবং পাবজি তে LKR মেথড কাজে লাগিয়ে, অর্ধেকেরও কম দামে ডায়মন্ড এবং ইউসি পার্সেস করবেন।
- ঈদের দিন রয়েছে ১৩ টি সুন্নত। জেনে নিন বিষয়গুলো:
- সকল মৌলের ইলেক্ট্রন বিন্যাস শিখুন সহজে [৩য় পব]
- Android এর Top 5 High Graphics First Person Adventure Games (Part-1) Must See!
- Android এর Top 5 Best Sniper Shooting Games (Part-2)
- সকল মৌলের ইলেক্ট্রন বিন্যাস শিখুন সহজে [পব ২]
- Smart launcher 6. Best launcher review for Android (Premium unlocked)
Posted: আসসালামু আলাইকুম, তো এই ঈদে আপনাকে আরো খুশী করার জন্য আজকের এই পোস্ট। তো আজ আমি দেখাবো সম্পূর্ণ লিগাল উপায়ে আপনি নিজে নিজেই কিভাবে অর্ধেকেরও কম টাকা খরচ করে গেম কারেন্সি টপ আপ করতে পারেন। তো এই মেথড টি সম্পূর্ণভাবে কাজে লাগাতে হলে কি কি থাকা দরকার? ১। আপনার একটা ডুয়েল কারেনসি সাপোর্ট করে এরকম একটি কার্ড। তো এবার বলি শ্রীলংকার জিমেইল আপনি কিভাবে পাবেন? যেভাবে করবেন- আপনার জিমেইল একাউন্ট খোলা হয়ে গেলে https://pay.google.com/ জিমেইল একাউন্টে লগইন করা হয়ে গেলে নিচের মত আসবে নট নও তে ক্লিক করবেন। এরপর একটা ব্ল্যাংক পেজ পাবেন তো উপরের কর্নারে থ্রি ডট এর মত একটা অপশন আছে ওখানে ক্লিক করবেন ঠিক নিচে দেখানো হলো। তো আপনি থ্রি ডট এ ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন তার মধ্যে থেকে আপনি সেটিং নামে অপশনটিতে ক্লিক করবেন। এবার একটু উপরে খেয়াল করলেই দেখবেন জিমেইল আপডেট নামে একটা অপশন আছে, ওখানে আপনি টিক মার্ক দিয়ে সেভ এ ক্লিক করবেন। এবার একটু খেয়াল করলেই দেখবেন কান্ট্রি অ্যান্ড Region নামে একটা অপশন আছে ওখানে ক্লিক করবেন। এবার ক্রিয়েট এ নিউ প্রফাইল অপশনে ক্লিক করুন এবার শ্রীলংকা কান্ট্রি খুঁজে বের করে সিলেক্ট করুন। এবং কন্টিনিউ করুন। এরপর আমি যেমন যেমন দিয়েছি সব কয়টা তে কলম্বো দিন। এবার আপনি নিচে দেখতে পারবেন পেমেন্ট প্রফাইল নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করে নতুন যে শ্রীলংকার পেমেন্ট প্রফাইল ক্রিয়েট করলেন ওইটা সিলেক্ট করবেন। মোটামুটি আপনার শ্রীলংকার ইমেইল নিয়ে যে ঘাপলা ছিল এটা সলভ করে ফেলছেন যাইহোক এখন আপনার কাজ হল। আপনার কার্ডটি অ্যাড করে নেওয়া। যে দুইটি পার্সেস করলে সব চাইতে লাভজনক হবে এই ট্রিক্স খাটিয়ে- ফ্রী ফায়ার এ ৫৬০০ ডায়মন্ড কেনার জন্য আপনার লাগবে 4034LKR তো এখন কথা হচ্ছে যাদের মাস্টারকার্ড নেই তারা কি করবেন? তো সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ The post কিভাবে নিজে নিজেই ফ্রী ফায়ার এবং পাবজি তে LKR মেথড কাজে লাগিয়ে, অর্ধেকেরও কম দামে ডায়মন্ড এবং ইউসি পার্সেস করবেন। appeared first on Trickbd.com. |
ঈদের দিন রয়েছে ১৩ টি সুন্নত। জেনে নিন বিষয়গুলো: Posted: ঈদের দিন রয়েছে ১৩ টি সুন্নত। জেনে নিন বিষয়গুলো: ১. অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। [বায়হাকী, হাদীস নং-৬১২৬] ২. মিসওয়াক করা। [তাবয়ীনুল হাকায়েক-১/৫৩৮] ৩. গোসল করা। [ইবনে মাজাহ, হাদীস নং-১৩১৫] ৪.শরীয়তসম্মত সাজসজ্জা করা। [বুখারী, হাদীস নং-৯৪৮] ৫. সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। [বুখারী, হাদীস নং-৯৪৮, মুস্তাদরাকে হাকেম, হাদীস নং -৭৫৬০] ৬. সুগন্ধি ব্যবহার করা। [মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৭৫৬০] ৭. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া। তবে ঈদুল আযহাতে কিছু না খেয়ে ঈদের নামাযের পর নিজের কুরবানীর গোশত আহার করা উত্তম। [বুখারী, হাদীস নং-৯৫৩, তিরমিজী, হাদীস নং-৫৪২, সুনানে দারেমী, হাদীস নং-১৬০৩] ৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া। [আবু দাউদ, হাদীস নং-১১৫৭] ৯. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। [দারাকুতনী, হাদীস নং-১৬৯৪] ১০. ঈদের নামায ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা। [বুখারী, হাদীস নং-৯৫৬, আবু দাউদ, হাদীস নং-১১৫৮] ১১. যে রাস্তায় ঈদগাহে যাবে, সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরা। [বুখারী, হাদীস নং-৯৮৬] ১২. পায়ে হেঁটে যাওয়া। [আবু দাউদ, হাদীস নং-১১৪৩] ১৩. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়তে থাকাঃ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ বাংলায়: আল্লাহু আকবার আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তবে ঈদুল আযহায় যাবার সময় পথে এ তাকবীর আওয়াজ করে পড়তে থাকবেন। [মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-১১০৫] আল্লাহ তায়ালা আমাদের উক্ত সুন্নতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। (আমীন) সত্যের সন্ধানে প্রতিদিন প্রতিক্ষণ, আমাদের এই পথ চলা সব সময় ইসলামিক পোস্ট পেতে বিজিট করুন ইসলামিক সাইট www.OurislamBD.Com The post ঈদের দিন রয়েছে ১৩ টি সুন্নত। জেনে নিন বিষয়গুলো: appeared first on Trickbd.com. |
সকল মৌলের ইলেক্ট্রন বিন্যাস শিখুন সহজে [৩য় পব] Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে বিজ্ঞানের একটি বিষয় [মৌলের ইলেক্ট্রন বিন্যাস] নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন । মৌলের ইলেক্ট্রন বিন্যাস শেখার এটি ৩য় পব । ১ম পবে অরবিটালগুলো সাজানো শিখিয়েছিলাম । ২য় পবে মৌলের ইলেক্ট্রন বিন্যাসের জন্য অরবিটালগুলোর ধারণ ক্ষমতা কতটুকু তা শিখিয়েছিলাম । আজকের এই ৩য় পবে কিছু ব্যাতীক্রম ইলেক্ট্রন বিন্যাস শিখব । চলুন শুরু করা যাক । এই পবে যেটি শেখাতে চাচ্ছি সেটা হলো ইলেক্ট্রন বিন্যাসের শেষে অরবিটালগুলো কক্ষপথ অনুযায়ী সাজানো । আমরা শিখেছিলাম পরমাণুর ইলেক্ট্রনগুলো কিছু বৃত্তাকার অথবা উপবৃত্তার কক্ষপথে ঘোরে । এই কক্ষপথ নিদিষ্ট । অনেক ক্ষেত্রে দেখা যায় ইলেক্ট্রন একটি কক্ষপথে পূণ না হয়ে অন্য কক্ষপথে চলে যায় । এটি কেন হয় তাও ব্যাখ্যা করতে পারব এই পবের আলোচনা থেকে । তো দেরি না করে চলুন শুরু করি । -> আমরা প্রথমে জেনে নেই ইলেক্ট্রন বিন্যাস থেকে কততম কক্ষপথে ইলেক্ট্রন যাচ্ছে বা আছে তা কীভাবে বুঝব ?? = হ্যাঁ আমরা সহজেই বুঝতে পারব । অরবিটালের ক্রম সংখ্যা দেখেই বলে দিতে পারব যে ইলেক্ট্রন কততম কক্ষপথে আছে । যদি 1s হয় তবে বুঝতে পারলাম এটি প্রথম কক্ষপথ । যদি 4s হয় তাহলে বুঝব চতুথ কক্ষপথ । কারণ s অরবিটালের আগে 4 রয়েছে । এভাবে 3p থাকলে বলব তৃতীয় কক্ষপথ । তবে মনে রাখতে হবে ২য় ও ৩য় কক্ষপথে একাধিক অরবিটাল থাকতে পারে । যেমন :- দ্বিতীয় কক্ষপথে অরবিটালসমূহ (2s 2p),তৃতীয় কক্ষপথের (3s 3p 3d) । তো প্রথমে আমরা পটাশিয়াম-১৯ বা K(19) এর ইলেক্ট্রন বিন্যাস দেখে নিই । ইলেক্ট্রন 3s ও 3p তে যাওয়ার পর 3d তে না প্রবেশ করে চতুথ কক্ষপথে চলে গেছে । আবার, স্ক্যানডিয়াম-২১ বা Sc(21) এর ইলেক্ট্রন বিন্যাস করলে দেখা যায় ইলেক্ট্রন 3s 3p তে যাওয়ার পর 4s এ ইলেক্ট্রন পূণ হয়ে 3d তে প্রবেশ করেছে । এর কারণ পরবতীতে বিশ্লেষণ করা হবে । তবে আমরা লেখার সময় অরবিটালের ক্রমানুসারে 4s এ আগে ইলেক্ট্রন দিব । পরে 3d তে দিব । তবে তা সাজিয়ে লিখব । 3d আগে লিখব ও পরে 4s লিখব । পরবতী অন্যান্য মৌলের ক্ষেত্রেও একইভাবে লিখব । অরবিটালের ক্রমানুসারে ইলেক্ট্রন বিন্যাস করব তবে কক্ষপথ অনুযায়ী তা সাজিয়ে লিখব । তো আজ এতটুকুই ছিল । সবাইকে ধন্যবাদ । The post সকল মৌলের ইলেক্ট্রন বিন্যাস শিখুন সহজে [৩য় পব] appeared first on Trickbd.com. |
Android এর Top 5 High Graphics First Person Adventure Games (Part-1) Must See! Posted: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি। কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই। এটা হচ্ছে Top 5 High Graphics Adventure Games এর ১ম পর্ব। এছাড়াও অন্যান্য বিভিন্ন টপিকে আমি এর আগে পোস্ট করেছি। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন। যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পোস্টটি অবশ্যই যারা High Graphics Adventure Type Games পছন্দ করেন তাদের জন্যেই করা। সবগুলো গেমের Concept কিন্তু প্রায় একই। কিন্তু ভিন্নতা আছে এদের গেমপ্লে, গ্রাফিক্স ইত্যাদিতে। বিশ্বাস করবেন কি না জানি না তবে এই গেমগুলো আমাকে Android Games এর প্রতি অন্য নজরে তাকাতে বাধ্য করেছে। এত সুন্দরও যে Android Games এর Graphics হতে পারে তা আমি এই গেমগুলো না খেললে জানতাম না। হ্যাঁ, এর আগেও আমি বিভিন্ন ক্যাটাগরিতে অনেক High Graphics এর Games খেলেছি। তবে এত সুন্দর করে Feel পাইনি। প্রত্যেকটা গেমেরই Sound Effects + Graphics + Gameplay এক কথায় অসাধারন। এখানে প্রত্যেকটি গেমই এক একটি Masterpiece। শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি ভিন্ন কিছুর স্বাদ পাবেন। তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।
5) Game Name : Returner 77Game Developer : Fantastic, Yes Game Size : 871 MB Required OS : 4.4+ Game Type : Offline Game Released Date : April 11, 2018 Game Version : 1.0 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) গেমটি প্লে-স্টোরে Paid। তাই Pdalife Website থেকে ফ্রি তে ডাউনলোড করতে হবে আপনাকে। এই গেমটির মূল Concept Space, Galaxy, Alien এসবকে ঘিরে তৈরি করা হয়েছে। গেমটির গ্রাফিক্স এক কথায় অসাধারন। এটি একটি Exploration type adventure game। এখানে আপনি Stoymode ও পাচ্ছেন। গেমটিতে আপনি Puzzle Solve করে করে এগিয়ে যাবেন। এখানে Explore করার মতো প্রচুর জায়গা আছে। 3D Realistic Graphics এর সাথে অনেক সুন্দর একটি Storyline আপনি পেয়ে যাচ্ছেন। গেমটির Overall Environment Highly Detailed ভাবে ডেভেলপ করা হয়েছে। গেমটিতে আছে Beautiful Dynamic Sound। আপনি যদি Earphone ব্যবহার করে গেমটি খেলেন তাহলে গেমটির আসল মজা উপভোগ করতে পারবেন। গেমটির প্লে-স্টোরে মূল্য দেওয়া আছে বাংলাদেশী টাকায় ৪৯০ টাকা। তবে আমি বলবো গেমটি এত টাকা দিয়ে কিনলেও Worth it হবে। কেননা গেমটিতে এত সুন্দর গ্রাফিক্স + প্রত্যেকটি Object এর Details এত সুন্দর করে দেওয়া আছে যে এর প্রশংসা না করে থাকতে পারছি না। গেমটিতে Live Action Video Clips এর সাথে Story Mode পাচ্ছেন। One of the best first person games মনে হয়েছে আমার কাছে। গেমটির আরো কিছু ফিচার এর কথা নিচে উল্লেখ করা হলোঃ
গেমটির স্ক্রিনশট বেশি মনে হলেও আমি যথেষ্ট কম দিতে চেষ্টা করেছি। কারন গেমটিতে দেখার ও দেখানোর মতো অনেক কিছুই আছে। নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ Game Developer : Noodlecake Game Size : 619 MB Required OS : 4.2+ Game Type : Offline Game Released Date : January 25, 2017 Game Version : Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) এটিও একটি Exploration type adventure game। এখানে আপনি Stoymode ও পাচ্ছেন। গেমটিতে আপনি Puzzle Solve করে করে এগিয়ে যাবেন। এখানে Explore করার মতো প্রচুর জায়গা আছে। Game টির একটি Android TV Version ও আছে Playstore এ। আপনার যদি বাসায় একটি Android TV থেকে থাকে তবে অবশ্যই গেমটি খেলে দেখবেন। বড় স্ক্রিনে এক অসাধারন স্বাদ পাবেন গেমটির। তবে এর জন্যে আপনার একটি Gamepad এর প্রয়োজন হতে পারে কন্ট্রোল করার জন্যে। যাই হোক, এই গেমের গ্রাফিক্স এক কথায় অসাধারন ও অতুলনীয়। কেননা এই গেমে প্রত্যেকটি Object এর Details + Shadow সবকিছুই অনেকটাই Accurate ভাবে দেওয়া আছে। কোনো কিছুরই Over Exposed Brightness, Contrast, Shadow না। সবকিছুই Accurate ভাবে দেওয়া। NoodleCake কোম্পানিটি সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন। তারা অসাধারন সব গেম তৈরি করে যেগুলোর গ্রাফিক্স + সাউন্ড এফেক্টস অসাধারন হয়। এই কোম্পানিটি Alto’s Odyssey, Getting Over it সহ ৪৯ টি গেম Android Platform এ Release করেছে। অনেক বড় একটি কোম্পানি। তাদের প্রত্যেকটি গেমই অতুলনীয়। এই গেমটি ও তার ব্যতিক্রম নয়। এখানে আপনি অনেক সুন্দর গ্রাফিক্স এবং পাজল ও মিশন দেখতে পাবেন ও খেলতে পারবেন। গেমটিতে আছে অনেক সুন্দর গ্রাফিক্স সহ অসাধারণ গেম প্লে। আপনাকে স্ক্রিনে ট্যাপ করে ধরে রেখে অথবা হোল্ড করে গেমটিকে কন্ট্রোল করতে হবে। গেমটিতে আপনি বিভিন্ন ধরনের Mystery পাবেন যা আপনাকে একে একে solve করতে হবে। এখানে আপনি Time Machine নিয়েও খেলতে পারবেন, যেকোনো সময়ে অতীতে যেতে পারবেন। গেমটির কন্সেপ্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি গেমটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। গেমটির কিছু ফিচার এর কথা নিচে উল্লেখ করা হলোঃ • All the original Myst Ages plus bonus Rime Age • Full Myst gameplay and interaction • Dynamic environments – rippling water, falling rain, waving trees • Haunting Myst music score and dynamic 3D sounds • Simple navigation – touch and hold to move, swipe to turn • Advanced navigation – run, move backward, invert look, & more • "Interaction Guides" demonstrate how to interact with objects • “Bookmark” feature to save & restore progress • realMyst Hint Guide – get past that one puzzle that’s got you stumped
গেমটির স্ক্রিনশট বেশি মনে হলেও আমি যথেষ্ট কম দিতে চেষ্টা করেছি। কারন গেমটিতে দেখার ও দেখানোর মতো অনেক কিছুই আছে। নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ 3) Game Name : ShadowmaticGame Developer : Triada Studio Games Game Size : 298 MB Required OS : 4.4+ Game Type : Offline Game Released Date : February 26, 2017 Game Version : 1.4.3 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) এই গেমটির Concept একটু ভিন্ন। একে Adventure Type বলাটা ঠিক হবে না। এটা Puzzle Type একটি গেম। তবে এই গেমটির গ্রাফিক্স অনেক ভালো। এই গেমে আপনাকে বিভিন্ন Object দেওয়া হবে যেগুলোর Shadow বা ছায়াকে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে Rotate করে একটি জীব বা বস্তুর Shape এ নিয়ে আসতে হবে। গেমটিতে আপনি ১০০ টিরও বেশি লেভেল ও ১২ টিরও বেশি Environment পাবেন খেলার মতো। এখানে Arcade Mode & Hints এর জন্যে আলাদা Option পাবেন। গেমটির আরো কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ
গেমটির স্ক্রিনশট বেশি মনে হলেও আমি যথেষ্ট কম দিতে চেষ্টা করেছি। কারন গেমটিতে দেখার ও দেখানোর মতো অনেক কিছুই আছে। নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ 2) Game Name : The Last AdventurerGame Developer : DormRoom Game Size : 255 MB Required OS : 4.4+ Game Type : Offline Game Released Date : August 7, 2021 Game Version : 1.21 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) আমার দেখা One Of The Best High Graphics Game With Beautiful Graphics Details। গেমটির সবচেয়ে আকর্ষনীয় ও ভালো দিক হচ্ছে এর Graphics + Details। এক কথায় Masterpiece। গেমটির গ্রাফিক্স এ কোনো Detail ই Miss করেনি এর ডেভেলপাররা। এখানে প্রত্যেকটি Object যেমন Trees, Buildings, Shadows, Gun, Grass, Bus, Car, Sky ইত্যাদি সবকিছুরই Details একদম Accurate। গেমটি পুরাই সবুজে ঘেরা। গেমের চারপাশে আপনি শুধু সবুজই সবুজ পাবেন। গেমটি একটি Zombie Type Shooting Game। তবে এখানে Adventure + Free World Exploration পাবেন। গেমটিতে একটি সমস্যা হচ্ছে আপনি যদি একবার কোনো Zombie এর হাতে মারা যান তবে আপনাকে গেমটি পুনরায় শুরু করতে হবে। Graphics এর দিক দিয়ে গেমের কোনো তুলনা হবে না। গেমটির গ্রাফিক্স এর সাথে এর সাউন্ডও অসাধারন। আপনাকে Lofi Music এর Feel দিবে। এছাড়াও আপনাকে অনেক শান্ত ও নিরব এবং এমন এক সুন্দর জায়গার Feel দিবে যে আপনার মনে হবে আপনি গেমটির ভিতরেই আছেন। আপনাকে Relax Feel করাবে এর সাউন্ডট্র্যাক। গেমটিকে এই দিকগুলো থেকে প্রশংসা করা যায় অনেক। This is basically a masterpiece। তবে কিছু Bugs + Problems আছে যা Fix করা একান্ত প্রয়োজন। গেমটির ফিচারগুলো হচ্ছেঃ – Beautiful Visuals গেমটির স্ক্রিনশট বেশি মনে হলেও আমি যথেষ্ট কম দিতে চেষ্টা করেছি। কারন গেমটিতে দেখার ও দেখানোর মতো অনেক কিছুই আছে। নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ 1) Game Name : Sarju : First Person Puzzle GameGame Developer : Reactor Heart Game Size : 174 MB Required OS : 4.4+ Game Type : Offline Game Released Date : September 11, 2020 Game Version : 0.43 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) এই গেমটি Masterpiece এর সত্যিকার উদাহারন। এই গেমটিতে আমার দেখা Android Games এর সবচেয়ে ভালো ও Accurate Graphics মনে হয়েছে। এখানে Shadow Area থেকে শুরু করে গেমের Ingame Gameplay তে কোনো ত্রুটিরই দেখা আমি পাইনি। Accurate Graphics + Detail এর কথা আর কি বলবো। গেমটির Detail এর প্রেমে পড়ে গিয়েছি আমি। পানির যে Waterdrop + Sunny Shadow Effects গুলো আছে তা এত সুন্দর ডিটেইল এর মাধ্যমে গেমটিতে Portray করা হয়েছে যে মনে হবে আপনি বাস্তবিক কিছু দেখছেন। অনেকটাই বাস্তবের মতোই Feel দেয়। আর এর সাউন্ডট্র্যাক এর তো কোনো জবাবই নেই। পুরাই মাস্টারপিস একটা। ২ নং ও এই ১ নং এই দুটি গেমটি অবশ্যই খেলে দেখবেন যদি আপনি ভিন্ন কিছুর স্বাদ পেতে যান।
গেমটির স্ক্রিনশট বেশি মনে হলেও আমি যথেষ্ট কম দিতে চেষ্টা করেছি। কারন গেমটিতে দেখার ও দেখানোর মতো অনেক কিছুই আছে।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন। পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার। আরো একটা কথা। আগের পোস্টগুলোতে অতিরিক্ত স্ক্রিনশট দেওয়ার বিষয়টা বিবেচনায় নিয়ে এসে এবার থেকে যত কম স্ক্রিনশট দেওয়া যায় ততটাই চেষ্টা করবো। যদি কারো বিরক্তির কারন হয়ে থাকি তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। যাই হোক, এই পোস্টে যতগুলো স্ক্রিনশট দিয়েছি সেগুলো কি ঠিক আছে নাকি জানাবেন। তাহলে এতগুলোই দিবো। আর আগের পোস্টগুলোতেও আমি বলেছি যে স্ক্রিনশট আপনাদের এটা দেখার জন্যে দিই যেন আপনারা বুঝতে পারেন গেমটির ভিতরে আছে টা কি। আমি আপনাদের মূল্যবান Data + সময় কোনোটাই Waste করতে চাই না। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে? আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই। তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। The post Android এর Top 5 High Graphics First Person Adventure Games (Part-1) Must See! appeared first on Trickbd.com. |
Android এর Top 5 Best Sniper Shooting Games (Part-2) Posted: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি। কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই। এটা হচ্ছে top 5 best sniper shooting games for android এর ২য় পর্ব। ১ম পর্বসহ অন্যান্য বিভিন্ন টপিকে আমি এর আগে পোস্ট করেছি। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন। যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পোস্টটি অবশ্যই যারা Shooting + Sniping Type Games পছন্দ করেন তাদের জন্যেই করা। সবগুলো গেমের Concept কিন্তু একই। কিন্তু ভিন্নতা আছে এদের স্টোরিলাইন, গেমপ্লে, গ্রাফিক্স ইত্যাদিতে। তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।
5) Game Name : Sniper HonorGame Developer : 707 INTERACTIVE : Fun Epic Casual Games Game Size : 98 MB Required OS : 5.0+ Game Type : Offline Game Released Date : January 18, 2019 Game Version : 1.9.1 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ১ লক্ষ ১০ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★। গেমটিতে আপনি শুরুতেই একটি স্টোরিমোড দেখতে পারবেন। গেমটি খেলতে যাওয়ার সময় আপনি একটি Tamil অথবা Bollywood মুভির feel পাবেন কারন গেমটিতে এত দূর থেকে Sniper Shooting করে যে আপনাকে এমনই Feel দিবে। গেমটিতে Sniper Gun গুলোকে অনেক বেশি Zoom করা যায়। ১০ বিল্ডিং দূরের ঘরের ভিতর পর্যন্ত Zoom করে আপনাকে দেখাবে যা আমার কাছে বেশ মজার লেগেছে। গেমটির গ্রাফিক্সও বেশ ভালো। আপনি গেমটিতে Slow Motion Shot ও করতে পারবেন। এখানে Rifle, Shotgun, Pistols এর অনেক ভালো Collection দেখতে পারবেন। গেমটিতে প্রত্যেকটি লেভেলে আলাদা আলাদা লোকেশন এবং Target/Characters দেখতে পারবেন। গেমটি সম্পূর্ণ অফলাইন এবং এত কম সাইজের ভিতরে গেমটি আপনাকে অনেক কিছুই অফার করছে। আমি সাজেস্ট করবো গেমটির Mod version ডাউনলোড করে খেলতে। এখানে Zombie Shooting Action ও দেখতে পারবেন। গেমটির আরো অনেক ফিচার আছে। আপনি নিজে খেললেই বুঝতে পারবেন। নিচে গেমটির কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ ● Fun free to play on mobile without internet! ● The thrilling graphics, 3D design and sound, with breath-taking slow-motion shots! ● Collect the invincible sniper guns (rifle, shotgun, pistol) and special bullet from the world and put them in your kit! ● Excellent free game and level design to fully sniping experience the career as a sharpshooter! ● A variety of props to help you in battle, make the assassin easier! ● It’s completely free and offline! Join the battle at no cost, download the shooting game, start your adventure and experience it instantly! ● Biohazrd Alert: Prevent zombies from infecting and destroying them with fury! ● Multiple mission modes and different arenas with diverse awesome gameplay, such as rescue hostage, use your strategy to eliminate armoured opponent, shoot crazy cow to protect villagers etc. Survive in missions and experience the real battle in different arena maps! ● No wifi game, it can be experienced without internet – offline mode, play anywhere you want! ● Know about the amazing assassin stories, be a sharpshooter and enjoy the top sniping experience! ● Thrilling graphics, play this cool game online or offline! ● Upgrade your fury gun with gold! Make your weapon even better! ● Claim gems from gold piggy bank! ● Update different holiday events (Halloween, Christmas, New year etc.)!
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ 4) Game Name : Aim of Legend Sniper / Sniper Shooting Fun Games 3D (এই নামটি প্লে-স্টোরে দেওয়া আছে)Game Developer : GAMEXIS Game Size : 44 MB Required OS : 4.4+ Game Type : Offline Game Released Date : April 9, 2019 Game Version : 12.2 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ৫ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ২ লক্ষ ১৬ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.0 ★। গেমটি অনেক কম সময়েই অনেক বেশি ডাউনলোড ক্রস করতে পেরেছে। ২০১৯ সালের গেম হিসেবে এত কম সাইজের ভিতরে আপনি অনেক ভালো একটি গেম পাচ্ছেন। গেমটির গ্রাফিক্স আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে এত কম সাইজের ভিতরে এত সুন্দর গ্রাফিক্স খুব কমই দেখা যায়। গেমটির Characters + Guns + Skins + Shooting Effects + Animation + Control + Gameplay সবকিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি অবশ্যই সাজেস্ট করবো গেমটির Mod version download করে খেলার জন্য। কারন গেমটিতে আপনি অনেক Upgrades পাবেন। গেমটির কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
3) Game Name : Pure SniperGame Developer : Miniclip.com Game Size : 104 MB Required OS : 5.1+ Game Type : Offline Game Released Date : November 15, 2021 Game Version : 500124 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) প্লে-স্টোরে গেমটি ডাউনলোড হয়েছে ৫০ লক্ষাধিকবারেরও বেশি এবং গেমটি রিভিউ করা হয়েছে ২ লক্ষ ২৭ হাজার+ বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★। 100 MB এর ভিতর আপনি অনেক ভালো গ্রাফিক্স + গেমপ্লে পাচ্ছেন। গেমটির Characters + Guns + Skins + Shooting Effects + Animation + Control + Gameplay সবকিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে। গেমটিতে আপনি Slow Motion এ Shoot করতে পারবেন। গেমটিতে আপনি বিভিন্ন ধরনের Guns, Pistols, Bullets, Grenades পেয়ে যাবেন। গেমটিতে আপনি বিভিন্ন ধরনের Location + Characters পেয়ে যাবেন। গেমটির Gun shooting control বেশ Smooth। গেমটিতে আপনি ৪০০ এরও অধিক Mission পেয়ে যাবেন। গেমটি রেগুলার আপডেট করে নতুন নতুন Missions, Events, Guns ইত্যাদি নিয়ে আসা হচ্ছে। গেমটির কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
2) Game Name : Sniper LegacyGame Developer : T-Bully Game Size : 96 MB Required OS : 4.1+ Game Type : Offline Game Released Date : April 15, 2019 Game Version : 1.07.7 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) এটি একটি ভিন্ন ধরনের গেম। আগের Sniper গেমগুলোর মতো Same Concept এ তৈরি হলেও গেমটির মূল Concept অন্যান্য গুলোর থেকে একটু ভিন্ন। এখানে আপনি Jurassic World এর Adventure এর স্বাদ পাবেন। আপনাকে বিভিন্ন ধরনের Dinosaurs দেরকে Shoot করে Game টিতে Mission Complete করতে হবে। গেমটিতে আপনি T-Rex থেকে শুরু করে বিভিন্ন ধরনের Dinosaur গুলো দেখতে পারবেন। মজার ব্যাপার হলো আপনি যদি কোনো হিংস্র Dinosaur যেমন T-Rex কে Shoot করেন তখন সেটি আপনার দিকে তেড়ে আসবে। কিছুটা বাস্তবিক Feel দেয়। অন্যান্য গেমগুলোর থেকে এই গেমটা বেশি মজার + Addictive। Mod version টি অবশ্যই ডাউনলোড করে খেলবেন। কেননা এখানে বিভিন্ন ধরনের Guns, Skins, Upgrades আছে। গেমটিতে আপনি Story Mode ও পাবেন। আরো একটি কথা তো বলাই হয়নি। গেমটিতে আপনি X-Ray Vision পাবেন। সেটির মাধ্যমে Dinosaur এর ভিতরের Lungs, Liver, Heart ইত্যাদি দেখতে পারবেন আর সে জায়গায় Shoot করতে পারবেন। বাকীগুলো যদি ভালো না লাগে তবে এই গেমটি অবশ্যই খেলে দেখবেন। আমার কাছে অসাধারন লেগেছে গেমটি। গেমটির অন্যান্য ফিচারগুলো নিচে উল্লেখ করা হলোঃ
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ 1) Game Name : Sniper StrikeGame Developer : Mobile Gaming Studios, LTD Game Size : 131 MB Required OS : 5.0+ Game Type : Offline Game Released Date : November 27, 2017 Game Version : 500111 Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod) প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৫ লক্ষ ৩০ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★। গেমটির গ্রাফিক্স এক কথায় অসাধারন। গেমটিতে কোনো Detail এর কোনো ঘাটতি নেই। সমুদ্রের উত্তাল ঢেউ থেকে শুরু করে Slow Motion, Explosion, Enemy Running প্রত্যেকটা Detail ই অনেক সুন্দর ভাবে গেমটিতে দেওয়া আছে। বাকীগুলোর থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই গেমটি আমার। কেননা 100 MB এর ভিতরে এর চেয়ে ভালো Sniping Game আমি পাইনি। এখানে সবকিছুই আমাকে Gameloft এর Modern Combat Series এর Feel দিয়েছে। গেমটি Guns Collection + Graphics + Control + Gameplay + Skin + Character + Slow Motion সব দিক দিয়েই অসাধারন। গেমটির কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ ● Wipe out Elite Commanders and their henchmen with satisfying kill shots! ● Buddy up with allies to cover Delta Team and rescue hostages. ● Seek out online friends (and foes) and challenge them to LIVE sniper duels! ● Join forces with Clan friends to smash missions, and prepare for the ultimate showdown with the Elite Order. ● The more you win, the better you play – upgrade and engage in harder, faster challenges that will send you flying up the leaderboard!
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন। পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার। আরো একটা কথা। আগের পোস্টগুলোতে অতিরিক্ত স্ক্রিনশট দেওয়ার বিষয়টা বিবেচনায় নিয়ে এসে এবার থেকে যত কম স্ক্রিনশট দেওয়া যায় ততটাই চেষ্টা করবো। যদি কারো বিরক্তির কারন হয়ে থাকি তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। যাই হোক, এই পোস্টে যতগুলো স্ক্রিনশট দিয়েছি সেগুলো কি ঠিক আছে নাকি জানাবেন। তাহলে এতগুলোই দিবো। আর আগের পোস্টগুলোতেও আমি বলেছি যে স্ক্রিনশট আপনাদের এটা দেখার জন্যে দিই যেন আপনারা বুঝতে পারেন গেমটির ভিতরে আছে টা কি। আমি আপনাদের মূল্যবান Data + সময় কোনোটাই Waste করতে চাই না। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে? আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই। তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। The post Android এর Top 5 Best Sniper Shooting Games (Part-2) appeared first on Trickbd.com. |
সকল মৌলের ইলেক্ট্রন বিন্যাস শিখুন সহজে [পব ২] Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে বিজ্ঞানের একটি বিষয় [মৌলের ইলেক্ট্রন বিন্যাস] নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন । মৌলের ইলেক্ট্রন বিন্যাস শেখার এটি ২য় পব । ১ম পবে অরবিটালগুলো সাজানো শিখিয়েছিলাম । এই পবে মৌলের ইলেক্ট্রন বিন্যাস করা শিখব । তবে তার আগে যেটা শিখব সেটা হলো অরবিটালগুলোর ইলেক্ট্রনের ধারণ ক্ষমতা । SPDF অরবিটালগুলোর একেকটি একেক রকম । এরা কে কতটি ইলেক্ট্রন নিতে পারবে তা নিচের ছবিতে দেখানো হলো । এখন মৌলের ইলেক্ট্রন বিন্যাস শুরু করে দিন । গত পবে বলেছিলাম মৌলের ইলেক্ট্রন বিন্যাস করতে পারমাণবিক সংখ্যার প্রয়োজন হয় । পারমাণবিক সংখ্যা অনুযায়ী এবং অরবিটালের ধারণ ক্ষমতা অনুযায়ী অরবিটালে ইলেক্ট্রন দিতে হবে । চলুন কিছু নমুনা দেখে আসি । আমারা প্রথমে হাইড্রোজেনের ইলেক্ট্রন বিন্যাস দিয়েই দেখি । এর প্রতীক H এবং পারমাণবিক সংখ্যা ১ । H(1)–> 1s1 এভাবে হিলিয়াম(He) ও লিথিয়াম(Li) এর ইলেক্ট্রন বিন্যাস নিচের ছবিতে দেখানো হয়েছে । Na(11)–>1s2 2s2 2p6 3s1 ॥ আজ এতটুকুই ছিল । আরও কিছু ব্যাতীক্রম ধমী মৌলের ইলেক্ট্রন বিন্যাস নিয়ে পরবতী পাঠে আলোচনা করা হবে ॥ আপনারা চাইলে এগুলো অনুশীলন করতে পারেন । Mg(12),Cl(17),Al(13) The post সকল মৌলের ইলেক্ট্রন বিন্যাস শিখুন সহজে [পব ২] appeared first on Trickbd.com. |
Smart launcher 6. Best launcher review for Android (Premium unlocked) Posted: আসসালামুআলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। অনেকদিন থেকে কোন পোস্ট করা হয় না। মূলত কোন বিষয় নিয়ে পোষ্ট করব সেটার বিষয়বস্তুই খুঁজে পাইনা। তাই আজকে একটু ভিন্ন ধরনের পোস্ট নিয়ে এলাম। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি হোম লঞ্চার।
প্রথমে জানা যাক লাঞ্চার কি?
লাঞ্চার হচ্ছে আপনার নিজের মত করে আপনার ফোনের হোমপেজ সাজানোর অ্যাপ। যেখানে আপনি আপনার ইচ্ছামত হোমপেজ এবং অ্যাপ এর আকৃতি ,নাম, আইকন এবং অনেক কিছু। আর এই লাঞ্চার হচ্ছে প্রেমিয়াম মুড ভার্শন। আজ আমি আপনাদের সামনে যে লঞ্চার টা শেয়ার করব সেটা আমি অনেক দিন যাবত ব্যবহার করতেছি। এখানে আমি কোন প্রকারের ভাইরাস বা ম্যালওয়ারের সম্মুখীন হয়নি। তাই আমি জোর দিয়ে বলতে পারি যে এটা সম্পূর্ণ সেফ। একেকটা লাঞ্চার দিয়ে একেক রকম ভাবে আপনার হোমপেজে এবং অ্যাপ্লিকেশন পেজ সাজানো যায়। আজকে যে লঞ্চার নিয়ে লিখতে বসেছি সেটার ট্রেইলার নিচে দিলাম।
হোমপেজ: (ওয়ালপেপার আমার নিজের)
অ্যাপ্লিকেশন পেজ:
তাহলেতো ট্রেইলার দেখে নিলেন। তাহলে চলুন দেখব এবার এটা ফোনে ইন্সটল করার নিয়ম। প্রথমে আপনি নিচের লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর ওপেন করুন। তারপর যেসব পারমিশন চায় সব দিয়ে দিন। তারপর সেটিং এ ঢুকোন। তারপর ..default home app.. লিখে সার্চ দিন। দখুন নিচের মত আসবে।
তারপরে স্মার্ট লাঞ্চার সিলেক্ট করুন। কাজ শেষ।
তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে আরেকদিন। যদি বুজতে সমস্যা হয় তাহলে YouTube এ গিয়ে search দিয়ে দেকে নিন।অথবা কমেন্ট করুন।
ধন্যবাদ
The post Smart launcher 6. Best launcher review for Android (Premium unlocked) appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments