পড়ে নিন একটি মোটিভেশনাল গল্প যার শিক্ষা হয়তো আপনার জীবনে কাজে লাগবে |
- পড়ে নিন একটি মোটিভেশনাল গল্প যার শিক্ষা হয়তো আপনার জীবনে কাজে লাগবে
- সামাজিক একটা ভুতের গল্প ।
- আইএমডিবি রেটিং এ সেরা ৫-টি সিনেমা | ইতিহাস এর সেরা ৫ সিনেমা- রিভিউ।
- ঘরে বসে অনলাইনে কোরবানীর পশু বিক্রি করবেন যেভাবে!!
পড়ে নিন একটি মোটিভেশনাল গল্প যার শিক্ষা হয়তো আপনার জীবনে কাজে লাগবে Posted: Hello what’s up guys কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন । সবাইকে স্বাগতম আজকের একটি নতুন পোস্টে । টাইটেল আর thumbnail দেখে already বুঝে গেছেন আজকের টপিক কি । আশা করি পোস্টটি শেষ পর্যন্ত দেখবেন । তো বেশি কথা না বলে আজকের পোষ্ট শুরু করা যাক গল্পের নাম : ক্লান্তি হাসিখুশি ষোড়শী আফরার জীবনটা হঠাৎ হতাশায় ভরে যাচ্ছে। জীবনকে অনেক সহজ করেই দেখতো সে। কিন্তু যতই বড় হচ্ছে জীবনটা ক্রমাগত কঠিন থেকে কঠিনতর হচ্ছে। চারপাশের পরিবেশ, মানুষগুলোও যেনো প্রতিনিয়ত বদলে যাচ্ছে। আফরা তেমন কিছুই চায়নি, শুধু চেয়েছিলো সবার মন রক্ষা করে চলতে। এসব করতে করতে মেয়েটা কখন যে নিজ সত্ত্বাকেই হারিয়ে ফেলেছিলো, টের-ই পায়নি। যতদিনে পেয়েছিলো ততদিনে হতাশা তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছিলো এবং আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছিলো। আফরার জীবনের অন্যতম লক্ষ্য ছিলো বাবা-মায়ের স্বপ্নকে পূরণ করা। সে জন্য নিজের সব শখ, ভালো লাগাকে বিসর্জন দিয়েছিলো, বলি দিয়েছিলো নিজ স্বপ্নকে। বাবা-মায়ের স্বপ্নকেই নিজ লক্ষ্য হিসেবে ধরে নিয়ে, সবকিছু বাদ দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করেছিলো। কিন্তু এর ফলস্বরূপ ভালো ফলাফল পেয়েছিলো কি-না জানা নেই তবে সহপাঠীদের কাছে নিজের নামের সাথে আঁতেল উপাধি ঠিক ই পেয়েছিলো। একসময় তো বন্ধুমহলে টেকা দায় হয়ে গেলো। নামের সাথে কামলা, আবুল, ক্ষ্যাত ইত্যাদি বিশেষণ যোগ হতে লাগলো। কিন্তু জীবনের আসল মানে এখনও বোঝা বাকি ছিলো আফরার। অনেক বড় একটি ধাক্কা অপেক্ষা করছিলো তার জন্য। নিজের বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যখন সে অনেক স্বপ্ন নিয়ে জাতীয় একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলো তখন সে বুঝেছিলো সে কতটা পিছিয়ে আছে, বুঝেছিলো চারপাশে কত মেধা আর প্রতিযোগিতা। সে তুলনায় সে কিছুই না। এলাকাভিত্তিক এবং জাতীয় কয়েকটা প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতা, পরীক্ষায় পরপর ব্যর্থতার পর নিজেকে আবার অনেক ক্ষুদ্র মনে হতে শুরু করলো আফরার। সে উপলব্ধি করলো নিজ বিদ্যালয়েও সে একেবারে সামনের শ্রেণির নয়, বর্তমানে মাঝামাঝি অবস্থানে রয়েছে আর জাতীয় তাই আর কিছু না ভেবেই একটা চিঠি লিখে দাদার ঘুমের ঔষধ এর পাতাটা লুকিয়ে নিয়ে এসে সবগুলো একসাথে খেয়ে নিয়ে মহাঘুমের ব্যবস্থা করে ফেললো আফরা। কিন্তু এ কাজেও ব্যর্থ হলো মেয়েটি। হাসপাতালের বিছানায় কয়েকদিন পর তার ঘুম ভাঙলো । তবে এর ফলে লাভই হলো। মানুষের কাছে তার জীবনের গুরুত্ব বুঝতে পারলো। কিছু সত্যিকারের বন্ধুরও পরিচয় পেলো যারা ঘুমন্ত আফরাকে দেখে কেঁদে বুক ভাসিয়েছিলো আর সদ্য জাগ্রত আফরাকে অনেক বকে দিলো, ভবিষ্যতে এমন কিছু করলে খবর আছে বলে হুমকিও দিলো। এর পাশাপাশি তারা সবসময় সব পরিস্থিতিতে আফরার পাশে আছে বলে আশ্বস্তও করলো। নিজেকে আগের মতো আর ব্যর্থ, ক্ষুদ্র, মূল্যহীন মনে হলো না আফরার। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে সে নতুনভাবে ফিরে পাওয়া এ জীবন নিয়ে ভাবতে লাগলো। এবং এবার সে জীবনের আসল মানে বুঝতেও পারলো। জীবনটা তার নিজের সুতরাং এ জীবনকে তার নিজের মতো করে বাঁচতে হবে, নিজের মতো করে ঢেলে সাজাতে হবে। অন্যের মন রক্ষার জন্য অনাকাঙ্ক্ষিত জিনিস দিয়ে জীবনকে সাজালে অন্যের মন বা সফলতা কোনোটাই পাওয়া যায় না। নিজেকে, নিজের জীবনকে, চাওয়া-পাওয়াকে ভালোবাসলে, গুরুত্ব দিলে, সম্মান করলে অন্যরাও তা করবে। সফলতাও ধরা দিতে বাধ্য হবে। এবার থেকে সে অন্যের মন জয়ের জন্য নয়, নিজের জন্য বাঁচার সিদ্ধান্ত নিলো। The post পড়ে নিন একটি মোটিভেশনাল গল্প যার শিক্ষা হয়তো আপনার জীবনে কাজে লাগবে appeared first on Trickbd.com. |
Posted: হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। চলুন শুরু করা যাক। আমার আজকের এই পোস্টে থাকবে আমার লেখা একটি ভৌতিক কাহিনী। আত্মারামের ঘটকালি ঘটনাটা ১৯৯৯ সালের।আমি তখন সদ্য রেলে স্টেশন মাস্টারের চাকরি নিয়ে সলপ স্টেশনে এসেছি।আমি জানি আপনি সলপ স্টেশনের নাম আগে শোনেন নি।না শোনারই কথা।এই স্টেশনের বিশেষত্ব হল এখানে দিনে দু বার একটি ট্রেনই থামে।এই ট্রেনটি হলো গাজীপুর থেকে রাজশাহী গামী লোকাল ট্রেন।সলপ স্টেশন সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। সিরাজগঞ্জ জেলায় মোট চারটি রেল স্টেশন রয়েছে।এর মধ্যে একটি সলপ স্টেশন।যেহেতু ট্রেন থামে না তাই এখানে কদাচিৎ যাত্রী ওঠা নামা করে।আর তাই আমার কাজও নেই বললেই চলে। এ ঘটনার পর ৭ বছর পেড়িয়ে গেছে।বিলকিসকে বিয়ে করেছি।এখন আমি রাজশাহী স্টেশনে কর্মরত আছি।সলপ স্টেশনে আমার আর ফিরে যাওয়া হয় নি।আত্মারামেরও আর দেখা পাই নি। আজ এ পর্যন্তই আপনাদের যদি এসব কাহিনী ভালো লাগে তাহলে আমি আরো অনুপ্রেরণা পাব । তাই আপনারা চাইলে কমেন্টে আমাকে উৎসাহ দিয়ে কমেন্ট করতে পারেন । ধন্যবাদ গল্পটা পড়ার জন্য। তো তাহলে আমার আজকের পোস্ট আমি এখানেই শেষ করছি। আশা করছি পোস্টটি আপনার বিন্দুমাত্র হলেও উপকার করবে। সবাইকে ধন্যবাদ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য। মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিয়েন।
আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি [—>profile link] The post সামাজিক একটা ভুতের গল্প । appeared first on Trickbd.com. |
আইএমডিবি রেটিং এ সেরা ৫-টি সিনেমা | ইতিহাস এর সেরা ৫ সিনেমা- রিভিউ। Posted: ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবি। বিশ্বের সব সিনেমা নিয়ে রেটিং দেয়ার মুক্তখাতা এই সাইটটি। দর্শকের ভোটেই নির্ধারিত হয় সিনেমাগুলোর অবস্থান। বিশ্বের সবচেয়ে বড় অনলাইন চলচ্চিত্রের তথ্যভান্ডার থেকে দর্শকের ভোটে নির্বাচিত হওয়া বিশ্বের সেরা ৫ সিনেমা নিয়ে আজকের আয়োজন।
গত ১২ বছর ধরে, আইএমডিবির তালিকায় সেরা অবস্থান ধরে রেখেছে এই সিনেমাটি। বিখ্যাত এই মুভিটি নির্মাণ করেছে ফ্রাংক। সিনেমাটি জেলখানা থেকে ই মুক্তির কাহিনী। এখানে যেন বলা হচ্ছে জীবন থেকে বাঁচো। আশায় বাঁচো। কখনো হাল ছেড়ে দিও না, সিনেমাটির আইএমডিবি রেটিং ৯ দশমিক ২
সিনেমাটির রেটিং ৯.২ মার্কিন অপরাধজগতের কাহিনী নিয়ে নির্মিত এই সিনেমার মূল চরিত্র ইতালি থেকে আসা কল লিওনি। সর্বকালের সেরা সিনেমা এই গডফাদার ইতিহাসের অন্যতম শক্তি শালী চরিত্রগত ধরে অভিনয় করেন মার্লোন ব্র্যান্ডো। আর এই চরিত্রটির জন্য অস্কার জয় করেন তিনি।
সিনেমাটি আইএমডিবি রেটিংয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এর রেটিং ৯ ২০০৮ সালে মুক্তি পাই #TheDarkKnight সিনেমাটি।
দ্য গডফাদার সিনেমার ধারাবাহিকতাই। ১৯৭৪ সালে মুক্তি পায় দ্য গডফাদার ২।
সিনেমাটি আইএমডিবি রেটিং এ সেরা ৫ এর মধ্যে পঞ্চম। সেইসাথে আজকের মত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ঠিক আগামীকাল। The post আইএমডিবি রেটিং এ সেরা ৫-টি সিনেমা | ইতিহাস এর সেরা ৫ সিনেমা- রিভিউ। appeared first on Trickbd.com. |
ঘরে বসে অনলাইনে কোরবানীর পশু বিক্রি করবেন যেভাবে!! Posted: আসসালামুয়ালাইকুম প্রিয় Trickbd এর সকল সদস্যগণ। কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পোস্টে দেখাবো কিভাবে আপনি বাসায় বসে অনলাইনে আপনার কোরবানীর পশু বিক্রি করবেন। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। আমাদের মুসলিম সম্রদায় এর প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ। মুসলমানদের ২ টি ঈদ আছে। এইগুলো হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা । ঈদুল আযহা সবচেয়ে বেশি প্রাধান্য, আল্লাহ্ এর তাকওয়া অর্জন এর জন্য প্রতি ঈদুল আযহা তে কোরবানী করতে হয়, সামর্থবান ব্যক্তিদের। কোরবানী এর জন্য সুস্থ সবল পশু আল্লাহর নামে উৎসর্গ করতে হয়। বর্তমানে সবকিছু ডিজিটাল হয়ে গেছে এখন আর মানুষ হাটে গিয়ে পশু কিনে না তারা অনলাইনে গরু কিনে নিজের পছন্দ মতো। অনেকে জানেন না কিভাবে অনলাইনে নিজের পশু গুলোর বিজ্ঞাপন দিবেন। আজকের পোস্ট টি দেখলে আপনারা পারবেন। বর্তমানে বাংলাদেশে অনেক ইকমার্স সাইট আছে যেমন: দারাজ,বিক্রয় ডট কম, কিউকম, আলেশামার্ট, ইত্যাদি। তবে অনলাইনে পশু এর অ্যাড দেওয়ার জন্য, বিক্রয়.কম সবচেয়ে জনপ্রিয়। প্রথমে আপনারা প্লে স্টোর থেকে বিক্রয়.কম এর অ্যাপটি ইনস্টল করে নিবেন। বা চাইলে এই লিংক থেকে ডাউনলোড করতে পারেন। এরপর নাম্বার বা Gmail দিয়ে অ্যাকাউন্ট খুলে নিবেন। আমরা সবাই কমবেশি জানি একাউন্ট কিভাবে খোলে তাই বিস্তারিত বললাম না। প্রথমে অ্যাপস টি ওপেন করুন এরপর এই ( +) আইকণে ক্লিক করুন এরপর আপনি, দেখতে পারবেন “অন্য ক্যাটাগরিতে বিক্রি করুন” এইটাই ক্লিক করুন। এরপর “পোষা প্রাণী ও জীবজন্তু” সিলেক্ট করুন এরপরে “গবাদি পশু” সিলেক্ট করুন। তারপরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনি আপনার ঠিকানা আপডেট করুন। স্কিনশটে দেখানো জায়গায় ক্লিক করুন লোকেশন এড করতে হলে ওপরে দেখানো লেখায় ক্লিক করবেন। এরপর আপনার কোরবানী এর পশুর ছবি আপলোড করুন স্ক্রিনশট এ দেখানো জায়গা তে ক্লিক করে। এরপর আপনি বিস্তারিত লিখে পোস্ট করুন সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে আপনার পোষ্ট পাবলিস হয়ে যাবে। আর যদি পোস্ট করার পরে এই রকম কোনো কিছু আসে সেটা স্কিপ করে চলে আসবেন। কারন বিক্রয়.কম অ্যাপসে ফ্রি তে বিজ্ঞাপন দেওয়া যায়। আপনার পোস্ট পাবলিস হয়ে গেলে আপনার ইমেইলে একটি এসএমএস যাবে এভাবে আপনি ঘরে বসে আপনার কোরবানীর পশু বিক্রি করতে পারবেন অনলাইনে। ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে। যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকেThe post ঘরে বসে অনলাইনে কোরবানীর পশু বিক্রি করবেন যেভাবে!! appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments