Search box..

[Hot] ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন বিস্তারিত পোস্ট এ

[Hot] ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন বিস্তারিত পোস্ট এ


[Hot] ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন বিস্তারিত পোস্ট এ

Posted:

পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনে ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ২৫ জুন এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র ও দাখিলের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা ২৪ জুন অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী বলেন, বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের দিন গোটা জাতি উৎসবে মাতবে। এজন্য ওই দিনের পরীক্ষা এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

অন্য সব পরীক্ষা নির্ধারিত রুটিন অনুযায়ী আয়োজন করা হবে।

আগামী ১৫ জুন এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। ৬ জুলাই পর্যন্ত চলবে এ পরীক্ষা। এ বছর এসএসসি-সমমান পরীক্ষায় বসবে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। সারা দেশে তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ

The post [Hot] ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন বিস্তারিত পোস্ট এ appeared first on Trickbd.com.

অনেক দিন কোনো Facebook Group এর Admins রা Inactive থাকলে, Group এর কী হতে পারে? – জেনে নিন

Posted:

Facebook Groups এ নতুন পরিবর্তনঃ কোনো Group এ সব Inactive Admins যদি থাকে, যারা Group Manage করে না, কোনো post, comment করে না…, Facebook সেরকম Group চিহ্নিত করে, সেইসব Group এর active members দের admin invitation পাঠাতে পারে।

তাই আপনি যদি কোনো Group এর Admin হয়ে থাকেন, নিজের Group টি অন্তত সপ্তাহে 1 বার visit করে দেখুন যে, Members দের Admin team এ invite করার Process টি শুরু হয়েছে কি না…, যদি শুরু হয়ে থাকে, Stop this process এ click করুন।
বিস্তারিতঃ https://www.facebook.com/help/411405543789836
আমাদের Social Networking Sites গুলোতে Join বা Follow করে পাশে থাকুনঃ https://linktr.ee/technotepad

The post অনেক দিন কোনো Facebook Group এর Admins রা Inactive থাকলে, Group এর কী হতে পারে? – জেনে নিন appeared first on Trickbd.com.

Termux দিয়ে কিভাবে একটি ওয়েবসাইটের Vulnerability খুজে বের করবেন চলুন দেখে আশা যাক ।

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে একটি ওয়েবসাইটের vulnerability খুজে বের করবেন। আমি জানি না কতটা কার্যকর কিন্তু মনে হয়েছে অনেক টা কার্যকর। vulnerability খুজার জন্য মূলত পিসি ব্যবহার করা হয়। মোবাইল দিয়ে তেমন কিছু দেখছি না। কিন্তু এইটা আমার কাছে ভালো হয়ে হয়েছে তাই আপনাদের কাছে শেয়ার করছি ।

Website vulnerability কি?

  • Access your results from anywhere and everywhere
  • An automated web scanner that thinks like a hacker
  • Configurable log file retention
  • Detailed Crawler coverage report
  • Ensure complex scans will complete automatically and successfully
  • Fix vulnerabilities while locking hackers out
  • Identify threats unseen by other black-box scanners
  • Interpret IIS 7 rewrite rules automatically
  • Launch a scan quicker than before
  • Real time Crawler status (number of crawled files, inputs discovered, etc.)
  • Replace manual intervention with scanner intelligence
  • Re-scan without re-configuring
  • Scan status included in report
  • Support for custom HTTP headers in automated scans
  • Use WVS 8 as a true security scanning workhorse

তো আর কথা না বাড়িয়ে কাজে চলে আশা যাক।

প্রথমে আমরা termux কে আপডেট করে নিবো।

pkg update -y

তারপর termux কে আপগ্রেড করে নিবো।

pkg upgrade -y

এখন আমরা python2 প্যাকেজটি ডাউনলোড করবো।

pkg install python2

এখন আমরা github থেকে মেইনটুলসটি ডাউনলোড করবো।

git clone https://github.com/TechnicalMujeeb/TM-scanner.git

ডাউনলোড হলে আমরা ls দিয়ে ইন্টার করবো।

তারপর আমরা টুলসটির ভিতরে প্রবেশ করবো।

cd TM-scanner

এখন আমরা সব গুলো ফাইলকে পারমিশন দিবো।

chmod +x *

এখন আমরা কিছু প্যাকেজটি ইনস্টল করবো।

sh install.sh

এখন আমরা মেইন টুলসটি রান করবো ।

python2 tmscanner.py

দেখতে পাচ্ছেন কত গুলো অপশন আছে। আমি আপনাদের দেখানোর জন্য ১৭ নাম্বার টুলসটি নিলাম এবং ইন্টার করলাম।

তারপর বলবে যে আপনি কোন সাইটির দুর্বলতা খুঁজবেনঃ সেই সাইটের নাম দিবেন এবং ইন্টার করবেন।

দেখতে পাচ্ছেন চলেছ আসবে। তার কোন পোর্টটি ওপেন আছে। সার্ভিস কি সেটাও দিয়ে দিছে।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

 

The post Termux দিয়ে কিভাবে একটি ওয়েবসাইটের Vulnerability খুজে বের করবেন চলুন দেখে আশা যাক । appeared first on Trickbd.com.

My gp অ্যাপ এ ফিরে আসলে বিশেষ ক্যাশব্যাক!!

Posted:

আসসালামুয়ালাইকুম প্রিয় Trickbd এর সকল সদস্যগণ।

কেমন আছেন সবাই।

আশা করছি ভালোই আছেন সবাই।

আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আজকে আমি আপনাদের জন্য একটি

বিশেষ পোস্ট নিয়ে হাজির হয়েছি।

পোস্টটি হলো

My gp অ্যাপ অনেকদিন ব্যাবহার না করে

আবার my Gp

তে ফিরে

আসলে

বিশেষ ক্যাশব্যাক।

আমরা বাঙালি সব সময় চেষ্টা করি ফ্রি জিনিস

পাওয়ার😄😄

আর গ্রামীণফোন সিম আমরা প্রায় সবাই ইউজ

করে থাকি।

আমরা জানি এই সিম

প্রচুর টাকা কাটে

তবুও এই সিম এর নেটওয়ার্ক ফার্স্ট আর ইন্টারনেট

সুবিধা ভালো টাই আমরা এটা ইউজ করি।

এখন সময়

সুযোগ এর সৎ ব্যাবহার করা 😄😄

যারা my gp

অ্যাপ ইউজ করেন না তারা

এখনি অ্যাপ টি ইন্সটল করুন

তারপর দেখতে পাবেন

এমন একটি লেখা।

তারপর আপনি ক্যাশব্যাক এর ওই লেখাতে ক্লিক

করবেন

তারপর আপনি রিচার্জ করতে নিচের

Ss দেখুন।

রিচার্জ এ ক্লিক করবেন।

এরপর রিচার্জ অ্যামাউন্ট লিখবেন ২৫টাকা

এরপর

আপনি যেই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইউজ করেন

সেটা সিলেক্ট করবেন আমি বিকাশ ইউজ করি

তাই এটা দিলাম।

বিকাশ একাউন্ট নাম্বার দিবেন

এরপর

ভেরিফিকেশন আসবে ওইটা বসিয়ে নিবেন এসএমএস আসার পর

তুলে দিবেন

পিন নম্বর দিবেন রিচার্জ হয়ে যাবে।

এই দেখুন

ক্যাশব্যাক পেয়েছি।

তো এই ছিল বিস্তারিত।

(বি.দ্র. প্রথমে আগে my gp অ্যাপ দেখে নিবেন আপনি এই

ক্যাশব্যাক পাবেন কিনা , না দেখে রিচার্জ করলে পাবেন না।

আর অবশ্যই my gp অ্যাপ দিয়ে রিচার্জ করতে হবে)

ধন্যবাদ সবাইকে পোস্ট টি মনোযোগ সহকারে গ্রহণ করার জন্য।

আল্লাহ্ হাফেজ

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং Trickbd এর সাথেই থাকবেন।

The post My gp অ্যাপ এ ফিরে আসলে বিশেষ ক্যাশব্যাক!! appeared first on Trickbd.com.

গুগলে এই কিওয়ার্ডগুলো সার্চ করার সঙ্গে সঙ্গে ঘটবে অনাকাঙ্ক্ষিত ঘটনা | Google Funny Keyword

Posted:

আমরা সবাই জানি পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে গুগল । প্রতিদিন অসংখ্য ভাষার বিভিন্ন সাইটে কাজ করা হয় । এই গুগোল কে ব্যবহার করে । তবে কিছু কিছু শব্দ বা বাক্য রয়েছে যে গুলো লিখে সার্চ করলে গুগোল বেশ অদ্ভুত আচরণ শুরু করে ।

গুগলের এমন অদ্ভুত আচরণ কোন কারিগরি ত্রুটি নয় । বরং ব্যবহারকারীদের সঙ্গেই কিছু মজা করার জন্যই গুগোলের প্রোগ্রামাররা এগুলো তৈরি করে রেখেছে । আবার কিছু কিছু কিবোর্ড । এর পেছনে রয়েছে বিশেষ কোনো উপলক্ষ বা ঘটনা।

মূলত ব্যবহারকারীদের চমক কিংবা আনন্দ দেওয়ার জন্য সাবস্ক্রাই কিউ আর তৈরি করে হয়েছে বলা হয় স্টার এক ।

গুগলের সবচেয়ে পুরাতন do a barrel roll এই বাক্যগুলি লিখে সার্চ দিলে সার্চ রেজাল্টে পাতাগুলি একেবারেই ৩৬০ ডিগ্রী ঘুরেই । আবার আগের জায়গায় পৌঁছে যাবে সত্যি খুবই মজার ।

১৯৯৮ সালে আলোর মুখ দেখে ছিল গুগোল । তার পর অনেকটা কাটা ছেড়ার ঘষামাজা করে আজকে  এঅবস্থানে এসেছে তারা । তবে কেমন ছিল একদম শুরুর দিকে সেই সময় সার্চ ইঞ্জিনটি এরকম কোন কখনো কৌতূহল জাগে ।

তবে ঝটপট গুগোল সার্চ দিন Google In 1998 । এইটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে গুগোল আপনাকে নিয়ে হাজির হবে ১৯৯৮ সালে গুগোল হোম পেজে।

zerg rush এই শব্দটি লিখে রেজাল্টের পেজে হানা দেবে । ছোট ছোট ইংরেজি ও বর্ণ আর , এক এক করে আপনার সব সার্চ ধ্বংস করে দিতে থাকবে।

তবে আপনি চাইলে বাঁচাতে পারেন আপনার মূল্যবান সার্চ রেজাল্ট মাউথ । কাউসার হানাদার এ উপরে নিয়ে বারবার ক্লিক করে শেষ করে দিতে পারেন জিরো বাহিনীকে ।

হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে দোটানায় পড়ে গেছেন ভাবলেন টস করে এর মীমাংসা হোক । টস করার জন্য কয়েন পাচ্ছেন না । চিন্তা নেই গুগোল আপনার জন্য এই কাজ করে দেবে  toss a coin লিখে সার্চ দিলে টস  ঝামেলা মিটিয়ে নিতে পারেন।

সার্চ রেজাল্ট থেকে কয়েনের মতো ছক্কার মিটিয়ে মতই গুগোল লুডু থেকে শুরু করে । যেকোনো প্রয়োজনে ছক্কা হারিয়ে গেলে তারাতা হিসাবে গুগোল হাজির হতে পারে যার জন্য আপনাকে লিখতে হবে roll a die এটাই ।

ও হ্যাঁ, আমার একটা

হিপহপ

আইডি আছে টাকার অভাবে বিক্রি করবো।🥺 দাম মাত্র ৫ হাজার! কোন বড়লোক বান্দা যদি কিনতে চাও তাহলে
https://www.facebook.com/toune.raihan এই লিংকে ক্লিক করে আমার ফেসবুকে মেসেজ দিও ❤
থুক্কু আমার ফেসবুক আইডিতে মেসেজ দিও কারণ ফেসবুক তো মার্ক জুকারবার্গ এর আমার নয় 😫

আমার কাছে নরমাল আইডি ও আছে কম টাকায় প্যারা নাই চিল নক দিও 😃

আজকের মত এ পর্যন্তই পরবর্তী পোস্টে দেখা হবে আজকের মত আল্লাহ হাফেজ ❤❤

The post গুগলে এই কিওয়ার্ডগুলো সার্চ করার সঙ্গে সঙ্গে ঘটবে অনাকাঙ্ক্ষিত ঘটনা | Google Funny Keyword appeared first on Trickbd.com.

আপনার WordPress সাইটে Copy Past বন্ধ করে ফেলুন, কেউ আর আপনার সাইট থেকে কোন কন্টেন্ট/লেখা Copy করতে পারবে না।

Posted:

আসসালামু ওয়ালাইকুম।
আশা করি আল্লাহ্‌ সকলকে ভালো রেখেছেন।


আজকের পোষ্ট এ আপনাদের দেখাবো কিভাবে আপনার WordPress সাইট থেকে যে কোন কন্টেন্ট/পোষ্ট/লেখা Copy করা প্রতিরোধ করবেন।


কোন ব্যক্তি আপনার সাইট থেকে কোন কন্টেন্ট/লেখা Copy করতে পারবে না।


এর জন্য আপনার প্রয়োজন হবে WP Content Copy Protection & No Right Click নামের একটি Plugin

Download Link : এখানে ক্লিক করে WP Content Copy Protection & No Right Click Plugin ডাউনলোড করে ফেলুন

Click Here To Download WP Content Copy Protection & No Right Click Plugin


এখন আপনার সাইট থেকে Copy বন্ধ করতে Admin Account এ লগিন করার পর Plugin মেনুতে থাকা Add Plugin এ ক্লিক করুন।

এখন Upload Plugin এ ক্লিক করার পর Choose File এ ক্লিক করুন।

এখন আপনার স্টোরেজ থেকে WP Content Copy Protection & No Right Click zip ফাইল টি সেলেক্ট করে Install Now এ ক্লিক করুন।

এখন ২০/৩০ সেকেন্ড সময় লাগবে ফাইল টি Upload হতে।
File Upload কমপ্লিট হলে Active Plugin লিখাতে ক্লিক করুন।

এখন থেকে আর কেউ আপনার সাইটের কোন কন্টেন্ট কপি করতে পারবে না।

আশা করি পোষ্ট টি আপনার ভালো লেগেছে এবং Plugin টি আপনার উপকারে আসবে।

ধন্যবাদ।

The post আপনার WordPress সাইটে Copy Past বন্ধ করে ফেলুন, কেউ আর আপনার সাইট থেকে কোন কন্টেন্ট/লেখা Copy করতে পারবে না। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments