Search box..

JavaScript কি?এর কাজ কি?এর সুবিদা কি কি? Very Importent!

JavaScript কি?এর কাজ কি?এর সুবিদা কি কি? Very Importent!


JavaScript কি?এর কাজ কি?এর সুবিদা কি কি? Very Importent!

Posted:

আসসালামু আলাইকুম ।আশা করি ট্রিকবিডির সবাই ভালো আছেন।আজ আমি JavaSript নিয়ে আলোচনা করবো।

JavaScript কি?

JavaScript ইন্টারনেটে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ।JavaScript হল একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং বা ব্রাউজার স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ। JavaScript কে সংক্ষেপে “JS” বলা হয়।JavaScript একটি প্রোটোটাইপ ভিত্তিক স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ যাতে পরিবর্তনশীল, দুর্বল টাইপ এবং প্রথম শ্রেণীর ফাংশন আছে।JavaScript একটি পূর্ণাঙ্গ অবজেক্ট অরিয়েন্টেট ডায়নামিক ল্যাঙ্গুয়েজ। JavaScript এর অফিসিয়াল নাম 'ECMA' স্ক্রিপ্ট। এতে আছে ডেটা টাইপ, অপারেটর,গুরুত্বপূর্ণ কিছু অবজেক্ট (যেগুলো সব সময় আপনি ব্যবহার করতে পারবেন) আর ফাংশন বা মেথড।’Java’ আর ‘C’ প্রোগ্রামিং ভাষা থেকে বেশ কিছু সিনট্যাক্স নেওয়ায় যারা এসব ভাষায় পারদর্শী তাদের জন্য এটি শেখা তুলনামূলকভাবে সহজ।

JavaScript এর কাজ কি?

JavaScript একটি জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ, যা ওয়েব পেজের ইন্ট্রকটিভিটি ও ফাংশনালিটি বৃদ্ধি, ফরম ভেলিডেশন, ব্রাউজার নির্দেশ, সময় ও তারিখ নির্দেশ ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।
JavaScript ক্লায়েন্ট এবং সার্ভার উভয় দিকেই কাজ করতে পারে। JavaScript ইউজারের নিকট থেকে ডাটা নিয়ে প্রয়োজনীয় প্রসেস সম্পন্ন করে সার্ভারে প্রেরণ করে।

JavaScript এর সুবিধা কি?

  • JavaScript শক্ত-সমর্থ ভাষা এবং সরাসরি এইচটিএমএল(HTML) পেজে রান হয়।
  • JavaScript এর মাধ্যমে আপনি বিভিন্ন রকম interface তৈরী করতে পারবেন যেগুলো বিভিন্ন প্রকার JavaScript Event এ কাজ
    করবে।
  • drag-and-drop components অথবা বিভিন্ন রকম slider আপনি এই JavaScript দিয়ে তৈরী করতে পারবেন।
  • JavaScript এর প্রচুর ফ্রের্মওয়ার্ক রয়েছে।
  • JavaScript এর মাধ্যমে আপনি HTML Attribute এর Value পরিবর্তন করতে পারবেন।
  • JavaScript এর মাধ্যমে আপনি HTML Document এর Content কে পরিবর্তন করতে পারবেন।
  • সকল প্লাটফর্মের জন্য হাইব্রিড অ্যাপ্লিকেশন তৈরি করা যায় JavaScript দিয়ে।
  • JavaScript দিয়ে HTML Elements কে খুব সহজেই
    দেখাতে বা অদৃশ্য করতে পারবেন।
  • কোন একটি remote server এ request পাঠাতে পারবেন,কোন ফাইল download বা upload করতে পারবেন (AJAX এর মাধ্যমে) JavaScript এর
    মাধ্যমে।
  • CSS দিয়ে যে design করা হয়ে থাকে তা আপনি JavaScript দিয়ে পরিবর্তন করতে পারবেন।
  • আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।

    The post JavaScript কি?এর কাজ কি?এর সুবিদা কি কি? Very Importent! appeared first on Trickbd.com.

    HTML কি? HTML এর কাজ কি? HTML এর সুবিদা কি কি! সব জানুন Very Importent!

    Posted:

    আসসালামু আলাইকুম।
    আশা করি সবাই ভালো আছেন।

    HTML কি?

    HTML এর পূর্ণরূপ হলো Hyper Text Markup Language. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web:WWW) ডকুমেন্টের বিভিন্ন ধরণের উপাদান ও উপকরণ তৈরি করা, ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েব পেজে তথ্য উপস্থাপন ও ফরমেট করতে যে ল্যাংগুয়েজটি সবচেয়ে
    বেশি ব্যবহৃত হয় তা হলো HTML. HTML ল্যাংগুয়েজটি ব্যবহার করে প্রোগ্রামাররা ওয়েব পেজে লেখা, অডিও, ভিডিও, স্থির চিত্র, এনিমেশন ইত্যাদি সুন্দরভাবে উপস্থাপন করে।এটি ভিজুয়াল বেসিক C++ এর মত কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়। এটি এক ধরণের Script ল্যাংগুয়েজ।এই ধরণের ল্যাংগুয়েজ ব্যবহার করে মূলত ডকুমেন্টের স্ট্রাকচার নির্দেশ করা হয়। HTML থাকে ব্রাউজার কিভাবে বিভিন্ন অংশকে প্রদর্শন করবে তার নির্দেশ।এটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ থেকে অনেক সহজ।

    HTML এর কাজ কি?

    HTML এর প্রধান কাজ হলো কোন একটি ওয়েবসাইট তৈরি করা। ওয়েবসাইট তৈরি করা ছাড়াও বিভিন্ন ধরনের গেম ডেভেলপমেন্ট, নেভিগেশন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফরমেটিং এই কাজগুলি ও করা হয় HTML দিয়ে। HTML বিভিন্ন ধরনের tag এবং code এর মাধ্যমে কাজ করে। বিভিন্ন ধরনের ট্যাগ HTML এ ব্যবহার করার ফলে নির্দিষ্ট ওয়েব পেজটি কিভাবে ওয়েব ব্রাউজার দেখানো হবে সেটি
    নির্দেশ দেয়।বিভিন্ন ধরনের tag এর সাহায্যে ওয়েব পেজকে Colours, graphics, text, formating করা হয়। ট্যাগ এর মধ্যে থাকা বিভিন্ন ধরনের এলিমেন্ট নির্দিষ্ট ওয়েব পেজকে ইউজার এর সামনে attractive করতে সাহায্য
    করে।

    HTML এর সুবিধা কি?

  • HTML সহজে ব্যহার করা যায় এবং HTML দ্বারা তৈরীকৃত পেইজ সহজে লোড
    হয়।
  • HTML দিয়ে যেকোন ওয়েবপেইজের টেমপ্লেট তৈরি করা যায়।
  • HTML দিয়ে কোন পেইজের তথ্যকে খুব সহজে যেকোন স্থানে সরানো যায়।
  • HTML অধিকাংশ ব্রাউজারে সাপোর্ট করে।
  • HTML দিয়ে যেকোন টেক্সট এডিটরে এডিট করা যায়।পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে,তাই এটি খরচ সাশ্রয়ী।
  • HTML দিয়ে খুব সহজে আকর্ষনীয় ওয়েবপেইজ তৈরী করা যায়।সিনটেক্স সহজ তাই HTML শেখা সহজ।
  • HTML দিয়ে ওয়েব ফরম ডিজাইন করা যায় এবং বিভিন্ন ধরনের ফরমেটিং করা যায়।
  • Css, php, javascript, Asp, Jsp প্রভৃতি প্রোগ্রামিং টুলস সমর্থন করে HTML এ।
  • এই ছিল HTML।আশা করি পোষ্ট আপনার ভালো লেগেছে।আর কোনো সমস্যা হলে কমেন্ট এ বলতে পারেন।
    আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।

    The post HTML কি? HTML এর কাজ কি? HTML এর সুবিদা কি কি! সব জানুন Very Importent! appeared first on Trickbd.com.

    30 দিনের জন্য VirtualShield VPN Premium Bin For All Device [ দেখে নিন কিভাবে নিতে হবে ]

    Posted:



















    কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে VirtualShield VPN Premium এর Bin শেয়ার করবো । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন .


    ➜ VirtualShield Premium BIN Details





    💳 BIN VirtualShield Vpn 👑

    💳 Bin: 426638503289
    📆 EXP: RND
    🔐 CVV: RND
    🌐 IP : USA 🇺🇲
    🌐 ZIP : 10080

    🧬 Link : my.virtualshield.com/order
    🧬 CC-Gen : namso-gen.com

    ✅ Tested : True
    ✅ Credit : Bisnu Ray

    └➣ Premium Bins Store


    প্রথমে আমাদের , Us Server এ ভিপিএন কানেক্ট করে নিতে হবে , এরপর এই লিংকে যেতে হবে .


    VirtualShield Vpn Premium


    এখন আপনাকে Try Free For 30 Days এ Click করতে হবে ।




    এখন আমাদের Mail দিতে হবে ।





    এখন আমাদের First Name & Last Name দিয়ে , এরপর Card generate করার জন্য আমাদের , Namso-Gen.com থেকে Card Generate করে নিতে হবে [ এটা সবাই জানে এজন্য Screenshot দিলাম না ]

    এরপর আপনার কপি করা Card , Expire Date এবং Cvv Paste করতে হবে এবং Zip Code : 10080 দিয়ে ।





    Continue এ Click করুন





    এখন দেখুন আপনার VirtualShield VPN Premium হয়ে গেছে । এখন আপনার Password Setup করুন ব্যাস হয়ে গেলো





    ➜ যদি Binning & Carding ফ্রিতেই শিখতে চান তাহলে Join হতে পারেন


    Premium Network Team

    The post 30 দিনের জন্য VirtualShield VPN Premium Bin For All Device [ দেখে নিন কিভাবে নিতে হবে ] appeared first on Trickbd.com.

    নিয়ে নিন সর্বকালের সেরা RRR মুভির full রিভিউ ।

    Posted:


    Hello what’s up guys কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন । সবাইকে স্বাগতম আজকের একটি নতুন পোস্টে । টাইটেল আর thumbnail দেখে already বুঝে গেছেন আজকের টপিক কি । আশা করি পোস্টটি শেষ পর্যন্ত দেখবেন । তো বেশি কথা না বলে আজকের পোষ্ট শুরু করা যাক
    মুভি রিভিউ : RRR
    Director : এস.এস. রাজামৌলি
    Imdb রেটিং : 9.5
    personal rating : 9.9
    Cast : Ram Charan , jr NTR , অজয় দেবগান, আলিয়া ভাট, শ্রিয়া শারান
     
    আপনারা জানলে অবাক হবেন যে , এই মুভিটি বানাতে খরচ হয়েছে ৫০০ কোটি টাকা , আর প্রথম দিনেই এটি আয়  করেছে ২২৩ কোটি টাকা । এছাড়া RRR সিনেমাটি এক সপ্তাহের মধ্যেই ৫০০ কোটি টাকা আয় করে ফেলে।

    ১৯২০ সালের  ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তৈরি সিনেমাটি একশনধর্মী হওয়ার পাশাপাশি প্রেক্ষাপট সাপেক্ষে ইমোশনাল ও ক্লাসিক তামিল মুভির মতই সাবলীল….
     
    কাহিনী সংক্ষেপ : মুভির শুরুতে আমাদের এই মুভির প্রধান দুই চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় । একদিকে আমাদের দেখানো হয় রামকে , যে ইংরেজদের হাতে তার বাবা মার মৃত্যুর পর তার বাবার স্বপ্ন পূরণের জন্য ও প্রতিশোধ নেওয়ার জন্য ইংরেজ বাহিনীতে যোগ দিয়েছে । আর অন্যদিকে দেখানো হয় এই মুভির আরেক মূল চরিত্র ভিমকে , যার মূল উদ্দেশ্য হলো তার দলের মালি নামের একটি মেয়েকে ইংরেজদের হাত থেকে বাঁচানো । ইংরেজরা মূলত ওই মেয়েটির মা কে মেরে তাকে তুলে নিয়ে গেছে । তো একদিন একটি ছেলে আগুনে পুড়ে মারা যাচ্ছিল , তখন রাম ও ভিম একসাথে খুবই সাহসিকতার সাথে ছেলেটিকে  বাঁচায় । মূলত সেখানেই তাদের পরিচয় হয় । এবং তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায় । তারপর একদিন ভিম একটি ইংরেজ মেয়ের প্রেমে পড়ে যায় যার নাম ছিল জেনিফার । জেনিফার ভীমকে তার মহলে আসার জন্য আমন্ত্রণ করে । রাম ও ভীম সেখানে যায় ও খুব মজা করে । তারপর ভীম জেনিফারের সাথে ইংরেজদের মহলে প্রবেশ করার সুযোগ পেয়ে যায় । সেখানে  সে মালিকে আটক অবস্থায় দেখে । তারপর সে মালিকে সেখান থেকে মুক্ত করার পরিকল্পনা করতে থাকে । আর রামের উদ্দেশ্য অর্থাৎ তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য একটা উচ্চ পদের দরকার ছিল কিন্তু তাকে প্রমোশন দেয়া হচ্ছিল না । তো একদিন তার সেই সুযোগ এসে যায় । ইংরেজ রা ঘোষণা করে যে একটি স্বদেশী আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ‌। তাকে যে ধরতে পারবে তাকে বড় অফিসার বানিয়ে দেওয়া হবে।  আর এদিকে রামকে ঘটনাচক্রে একটি বিষাক্ত সাপে কামড়ায় । আর ভীম তাকে বাঁচায় । তো ভীম তাকে চিকিৎসা দিয়ে বিছানায় শুইয়ে রেখে মালিকে বাচাতে দলবল নিয়ে ইংরেজদের মহলে আক্রমণ করে । আর তখন রাম জেনে যায় যে , ইংরেজরা যে স্বদেশি কে খুজছে সে আর কেউ নয় , তার পরম বন্ধু ভীম । তখন সে বুঝতে পারছিলনা যে কি করবে ? তার বাবার স্বপ্ন পূরণ করবে নাকি বন্ধুত্ব রক্ষা করবে ? সে একদম ভেঙে পড়ে । কারণ সে যদি তার বন্ধু অর্থাৎ স্বদেশি কে ধরে ইংরেজদের হাতে তুলে দেয় তাহলে তার প্রমোশন হবে এবং তার বাবার স্বপ্ন পূরণ হবে । কিন্তু এতে তার বন্ধুত্ব চলে যাবে । অবশেষে সে ঠিক করে যে আপাতত সে বাবার স্বপ্ন পূরণের দিকেই চলবে । তাই সে ভীমের সাথে না চাইতেও অপারগ হয়ে বিশ্বাসঘাতকতা করে ভীমকে ইংরেজদের হাতে তুলে দেয় । এতে তার প্রমোশন হয় । তো একদিন ইংরেজরা ঠিক করে যে পুরো গ্রামের সামনে ভিমকে মারা হবে । আর মারার দায়িত্ব দেওয়া হয় রামকেই । তো রামেরও কিছুই করার নেই । সে শত কষ্ট হওয়া সত্ত্বেও ভিমকে খুব খারাপভাবে মারে । আর ভীম মনে করে রাম তাকে ধোকা দিয়েছে । তারপর ভীমের যখন আধমড়া অবস্থা , তখন রাম তাকে গোপনে বাচিয়ে চিকিৎসা করতে পাঠিয়ে দেয় । তখন রাম ঠিক করে এবার ভীমকে ইংরেজদের হাত থেকে  মুক্ত করবে । তাই সে পরিকল্পনা করে ভীমকে আর মালিকে মুক্ত করে দেয় কিন্তু তাকে মুক্ত করতে গিয়ে রাম নিজে ইংরেজদের হাতে ধরা পড়ে যায় । আর এদিকে ভীম মুক্ত হয়ে মালিকে নিয়ে চলে যাবার সময় রামকে খুব মারে । কারণ সে ভাবছিল যে রাম তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে । তো এইভাবে অনেকদিন কেটে যায় । এখন ভীম তার দলের সাথে পালিয়ে বেড়াচ্ছে আর রাম ইংরেজদের কারাগারে বন্দি । তার খুবই খারাপ অবস্থা । একদিন ভীম আর তার দল ইংরেজদের হাতে প্রায় ধরা পড়েই যাচ্ছিল তখনই রামের হবু স্ত্রী সীতা ভীম আর তার দল কে বুদ্ধি দিয়ে বাঁচিয়ে নেয় । সেখানেই ভীমের সাথে সীতার পরিচয় হয় ও ভীম সীতাকে গলার মালা দেখে চিনতে পারে । সেখানে সীতা ভীমকে রাম সম্পর্কে সবকিছু খুলে বলে , যে তার উদ্দেশ্য কি , কিভাবে রাম তার বন্ধুকে না চাইতেও ধোকা দিয়েছিল , আর এখন রাম ইংরেজদের কারাগারে বন্দি । আর এখন থেকে দুইদিন পর রামকে ফাসি দেওয়া হবে । তখন ভীম বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে । এটাও বুঝতে পারে রামের বন্ধুত্ব কতটা সত্যি আর খাটি ছিল । তখন সে সীতাকে প্রতিজ্ঞা করে যে রামের ফাসি হবার আগেই সে রামকে উদ্ধার করবে । তারপর ভীম জেনিফারের সাহায্যে ইংরেজদের মহলে প্রবেশ করে ও রামকে উদ্ধার করে । তারপর তারা দুজন মিলে সব ইংরেজদের মেরে ফেলে ওদের অস্ত্র নিয়ে ফিরে আসে এবং রাম ও সীতা এবং ভীম ও জেনিফার একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে ।
     

      এই মুভিটি আমি যা বলেছি তার থেকে অনেক সুন্দর । আসলে আমার রিভিউ পড়ে আপনি কিছুই বুঝতে পারবেন না । পুরো মুভিটি দেখলে বুঝতে পারবেন । তাই আমার রিকোয়েস্ট প্লিজ মুভিটি দেখে ফেলুন । আসলে সাউথ ইন্ডিয়ান মুভির সিনেম্যাটোগ্রাফি কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে তো প্রশ্ন তোলার কোনো প্রশ্নই আসে নাহ।মুভির একশন গুলো কিছু ক্ষেত্রে আরটিফিশিয়াল মনে হলেও তা খুব বেশি প্রভাবিত করেনি(Espected in South movies)। 

    তো আজকে এই পর্যন্তই । মানুষ মাত্রই ভুল হয় । তাই ভুল হলে ক্ষমা করে দিয়েন । আশা করি পোস্টটি সবার ভালো লেগেছে । কোনো কিছু না বুঝতে পারলে কমেন্টে জানান । আপনি চাইলে এই লিংক এ ক্লিক করে আমাদের ফেসবুক গ্রুপে join করতে পারেন । আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে  আমার সাথে যোগাযোগ করবেন । 

    The post নিয়ে নিন সর্বকালের সেরা RRR মুভির full রিভিউ । appeared first on Trickbd.com.

    Chrome ব্রাউজার দ্বারা কোন ওয়েবসাইটে ভিজিট এবং ফাইল ডাউনলোড না করতে পারার সমাধান।

    Posted:

    গুগলের তৈরি করা ইন্টারনেট ব্রাউজার Chrome বর্তমান সময়ে বেশ জনপ্রিয়। কম্পিউটার, মোবাইল সব ডিভাইসে এখন এর ব্যবহারকারীর সংখ্যা বেশি। কারণ হচ্ছে গুগল তাদের সফটওয়্যারটিতে প্রতিনিয়ত নিত্যনতুন ফিচার যুক্ত করে থাকে। বর্তমানে এই ব্রাউজারটির সিকিউরিটি সিস্টেমও বেশ শক্ত। যার ফলে কোন ওয়েবসাইটের যদি SSL সার্টিফিকেট না থাকে তাহলে আপনাকে সতর্ক করে দিবে। এছাড়াও কোন ফাইল ডাউনলোড করতে গেলে তা ক্ষতিকারক বলে আপনার ডাউনলোডের কার্যক্রমটি স্থগিত বা বন্ধ করে দিবে। আর এটি যেকোন ডিভাইসের ক্রোম ব্রাউজারে হয়ে থাকে। এখন আপনি যদি এইরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং এর সমাধান চাচ্ছেন তাহলে আপনার জন্যই আমার আজকের এই পোস্ট।

    আপনি যদি কোন ওয়েবসাইটে ভিজিট বা প্রবেশ করতে গিয়ে অথবা কোন ফাইল ডাউনলোড করতে গিয়ে বাধাগ্রস্থ হোন তাহলে তা ঠিক উপরের স্ক্রিনশটের মত আসবে।

    আবার আপনি যদি কোন সাইট থেকে কোন ফাইল ডাউনলোড করতে গেলেন ফাইলটি ডাউনলোড হওয়া শুরুও হলো। কিন্তু ডাউনলোডের শেষ পর্যায়ে গিয়ে দেখলেন সেটিকে ক্ষতিকারক ফাইল হিসেবে চিহ্নিত করে আপনার ডাউনলোডটি আটকিয়ে দিলো ঠিক উপরের স্ক্রিনশটের মত।

    এইরকম হয়ে থাকে মূলত উপরের স্ক্রিনশটের মত Chrome ব্রাউজারের সিকিউরিটি সিস্টেমের কারণে। কোন ওয়েবসাইটে প্রবেশে বাধা এবং আবার কোন ফাইল ডাউনলোড করাতে বাধা প্রদান করে থাকে। এখন এই সমস্যার সমাধান হলো আপনাকে গুগলের উক্ত ব্রাউজারের সিকিউরিটি সিস্টেমটি ডিজেবল বা বন্ধ করে দিতে হবে।

    সিকিউরিটি সিস্টেমটি ডিজেবল করতে আপনাকে আপনার কম্পিউটার বা মোবাইলের Chrome ব্রাউজারটি ওপেন করতে হবে। তারপর ব্রাউজারের ডানপাশের উপরের অংশে তিন ডট এর অপশন ক্লিক করে সেটিংসে ক্লিক করতে হবে। তারপর উপরের স্ক্রিনশটের মত দেখুন বামপাশে Privacy and Security নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে স্ক্রল করে গেলে Security নামক অপশন পাবেন এটিতে ক্লিক করুন।

    তারপর স্ক্রল করে নিচে যান নিচে গেলে ঠিক উপরের স্ক্রিনশটের মত আসবে। এখানে আপনাকে No Protection লেখাটিতে ক্লিক করতে হবে।

    তারপর দেখবেন উপরের স্ক্রিনশটের মত একটি ডায়ালগ বক্স আসবে। এখানে আপনাকে Turn off বাটনে ক্লিক করতে হবে।

    আর এইভাবে হয়ে গেল আপনার ক্রোম ব্রাউজারের সিকিউরিটি সিস্টেম ডিজেবল করা। এখন আপনি চাইলে যেকোন সাইটে প্রবেশ করতে পারবেন অথবা যেকোন সাইট থেকে যেকোন ধরনের ফাইল ডাউনলোড করতে পারবেন কোনরকম বাধা ছাড়াই।

    এখন আসি যদি আপনি এই সিকিউরিটি সিস্টেম ডিজেবল না করে বাধাগ্রস্থ ওয়েবসাইটে ভিজিট করতে চান তাহলে কিভাবে করবেন তা নিয়ে। যদি আপনি কোন বাধাগ্রস্থ ওয়েবসাইটে প্রবেশ করতে চান তাহলে যখন উপরের স্ক্রিনশটের মত আসবে। তখন আপনাকে Details বাটনে ক্লিক করতে হবে।

    ক্লিক করার পর উপরের স্ক্রিনশটের মত আসবে। এখানে Visit This Site লেখাটিতে ক্লিক করুন। আর দেখুন আপনি সহজে আপনার কাঙ্খিত ওয়েবসাইটে প্রবেশ করতে পেরেছেন।

    এইবার আসি ডাউনলোডের ব্যাপারে। ক্রোম যদি কোন ফাইলকে ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করে তাহলে আপনাকে উপরের পদ্ধতি অনুসরণ করে আগে সিকিউরিটি অপশন ডিজেবল করে নিতে হবে। তাহলেই আপনি চাইলে আপনার কাঙ্খিত ফাইল ডাউনলোড করতে পারবেন। অন্যথায় পারবেন না।

    বিঃ দ্রঃ ক্রোম ব্রাউজারের সিকিউরিটি অপশন ডিজেবল করার ক্ষেত্রে কম্পিউটার এবং মোবাইল উভয় ক্ষেত্রে একই পদ্ধতি। তাই আপনার যদি কম্পিউটার হয় তাহলে তো কোন কথাই নেই উপরোল্লিখিত পদ্ধতি অনুসরণ করবেন। আর যদি মোবাইল হয় তাহলেও উপরের কম্পিউটারের দেখানো পদ্ধতির মতই মোবাইলের ক্রোম ব্রাউজারের সিকিউরিটি ডিজেবল করে নিবেন।

    আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

    সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

    The post Chrome ব্রাউজার দ্বারা কোন ওয়েবসাইটে ভিজিট এবং ফাইল ডাউনলোড না করতে পারার সমাধান। appeared first on Trickbd.com.

    শুরু হয়ে গেলো Apex Legends Mobile এর নতুন Battle Pass Season: Cold Snap

    Posted:

     

    apex legends mobile cold snap

    আজ বাংলাদেশ সময়ে সকাল 7 টার সময়ে শুরু হয়ে গেলো Apex Legends Mobile এর দ্বিতীয় Battle Pass Season: Cold Snap.

    এই Battle Pass এর সাথে যুক্ত হয়েছে নতুন Character/Legend: Loba

    তার Passive Ability: কাছাকাছি Epic এবং Legendary Loot দেয়ালের ভিতর দিয়েও দেখতে পারা

    Tactical Ability: একটি আংটি ছুঁড়ে দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় Teleport হতে পারা

    Ultimate Ability: একটি লাঠি বসিয়ে দিয়ে Black Market তৈরি করা যার মাধ্যমে আশপাশের Loot একই জায়গায় দেখা যাবে এবং নেয়া যাবে।

    এছাড়াও এই Battle Pass এর সাথে যুক্ত হয়েছে Snow falls আবহাওয়া।

    Apex Legends Mobile - Cold Snap Patch Notes
    আরো যুক্ত হয়েছে নতুন Seasonal Shop আর নতুন Game Mode: LTM:

    নতুন ধরনের একটি Ordnanceও যুক্ত হয়েছে, যেটার নামঃ Frost Grenade: এর মাধ্যমে enemy freeze করে দিয়ে তার movement slow করে দেয়া যাবেঃ

    Apex Legends Mobile - Frost Grenade
    নিচ থেকে দেখে নিন Cold Snap Season এর Gameplay Trailer:

    ইচ্ছে করলে, Premium Battle Pass টি কিনে নিতে পারেন 799 Syndicate Golds কিনে যার মূল্য হবে 850 টাকার মতো। কোথা থেকে bKash এ Payment করে কিনতে পারবেন, তা জানার জন্যে আমাদের Facebook Page এ Message করুনঃ

    বিদ্রঃ একবার Premium Battle Pass কিনে Battle Pass এর Level 50 পূরণ করলেই আবার ফেরত পেয়ে যাবেনঃ 800 Syndicate Gods যা দিয়ে আবার নতুন Season এর Battle Pass কিনতে পারবেন। মানে একবার কিনলেই হবে Battle Pass…, প্রতি  Season এ টাকা খরচ করে কেনা লাগবে না।

    আমাদের Socials Networking Sites গুলোতে join বা follow করে Apex Legends Mobile এর Game friends/teammates খুঁজে নিনঃ https://linktr.ee/apexlegendsmobilebd

    The post শুরু হয়ে গেলো Apex Legends Mobile এর নতুন Battle Pass Season: Cold Snap appeared first on Trickbd.com.

    আমাদের ব্যাবহৃত মোবাইল ফোন গুলো কতটা নিরাপদ? আমাদের তথ্য চুরি করছে না ত?

    Posted:

    হ্যালো ভাই ব্রাদার্স 😍

    কেমন আছেন সবাই?
    আশা করি ভালো আছেন!

    আমরা প্রতিদিন আমাদের মোবাইল দিয়ে হাজার হাজার তথ্য আদান প্রদান করে থাকি।কিন্তু আপনি কি জানেন এই তথ্য গুলো মোবাইল কোম্পানি গুলো কি সংরক্ষণ করে? এই তথ্য গুলো কি তারা ব্যাবহার করতে পারে।আজকের পোস্টে এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো।


    মোবাইলের মধ্যে শাউমি ফোন গুলো সবথেকে বেশি বাজেট বান্ধব এটা মোটামুটি সবার জানা।কিন্তু এরা কি আদৌ আমাদের গোপনীয়তা রক্ষা করে।এই বিষয়ে আমাদের সন্দেহ থাকতেই পারে,এই পার্টে মূলত আলোচনা করবো শাওমি কোম্পানি নিয়ে।ব্যাক্তিগত ভাবে আমি ও একজন শাওমি ফোন ইউজার।

    আমরা জানি শাওমি একটি চীনা কোম্পানি। এর আমাদের তথ্যের গোপনীয়তা রক্ষা করার ক্ষেত্রে বিশ্বাস যোগ্য নয়। অবাক হওয়ার কিছু নাই, আইফোন ও গোগলের মত এরা ও একই কাজ করে। আপনি যদি খুব গুরুত্বপূর্ণ সরকারি চাকরি না করেন। মানে সরকারের খুব গুরুত্বপূর্ণ পদে না থাকেন তাহলে আপনার কোন সমস্যা হবে না। মোবাইল কোম্পানি থেকে ফেসবুক আরো বেশি তথ্য চুরি করে।

    কেন তারা আমাদের ডাটা গুলো সংরক্ষণ করে?
    প্রথম কথা হচ্ছে আপনি যদি বিশ্বাস করতে না চান যে মোবাইল কোম্পানি গুলো বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এর তথ্য ব্যাবহার করে না তাহলে আপনি এখন ও আদিম যুগে বাস করেন। পৃথিবীতে যত গুলো মোবাইল কোম্পানি আছে সব গুলোই তাদের পণ্যের ব্যাবহার বিশ্লেষণ করতে এবং তাদের মোবাইল ফিচার সফটওয়্যার আপগ্রেড করতে AI ব্যাবহার করে।তাদের মধ্যে অনেক কোম্পানি আমাদের ডাটা গুলো বিক্রি করে ও অনেক টাকা ইনকাম করে। মনে করুন আপনি একটা নতুন কোম্পানি তৈরি করলেন এখন আপনার কাছে যদি অনেক মানুষের ডাটা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্যাবসা টিক ভাবে করতে সামনে কি করা লাগবে।তাই তারা ডাটা গুলো এরকম কোম্পানি থেকে কিনে রাখে। এটা শুধু মাত্র উদাহরণ দিলাম।


    আমরা গুগলের সাথে সবাই পরিচিত । তারা আমাদের কল হিস্টোরি লোকেশন সব সময় তাদের সার্ভারে ব্যাক আপ করে রাখে। এগুলা থেকে রক্ষা পেতে চাইলে ইন্টারনেট সংযোগ ছাড়া ফোন ব্যাবহার করতে হবে।
    গত কয়েকবছর আগে শাওমির বিরোদ্ধে ব্যবহারকারীর ডেটা 'চুরি' করার এবং বেইজিংয়ে তাদের সার্ভারে ফেরত পাঠানোর অভিযোগ করেছে। আমি আগেই বলেছি শুধু শাউমি না সব কোম্পানি গুলো এই কাজটা করে থাকে। এখন আপনি যদি দেশের গুরুত্বপূর্ণ কোন পদ মানে সামরিক বাহিনীর,গোয়েন্দা সংস্থায় আছেন,আপনার তথ্য গুলো খুবই গুরুত্বপূর্ণ হয় তখন তাহলে আপনার সমস্যা হলে হতে পারে।তবে আমাদের মত আম জনতার জন্য এটা সমস্যা হবে না।

    কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

    JABER

    আমি চাই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে জানাবেন l ভাল লাগলে
    একটা লাইক দিয়ে কমেন্ট
    করবেন।



    The post আমাদের ব্যাবহৃত মোবাইল ফোন গুলো কতটা নিরাপদ? আমাদের তথ্য চুরি করছে না ত? appeared first on Trickbd.com.

    অ্যাপেলের প্রথম ফোন আইফোন ১ থেকে কতটা উন্নত আইফোন ১৩ | দেখুন অবাক হবেন।

    Posted:

    আসসালামু আলাইকুম,
    স্মার্টফোনের কথা বলতে গেলে বরাবরই গ্রাহক তালিকার পছন্দের শীর্ষে থাকে আইফোন। এই ফোনের দাম লাখ টাকারও বেশি তবুও বিশ্বে আইফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।


    2021 সালে সারা বিশ্বের সবথেকে বেশি বিক্রি হওয়া যে দশটি স্মার্টফোন রয়েছে তার মধ্যে সাতটি অ্যাপলের। আইফোন এখন মানুষের কাছে একটি আভিজাত্যের অংশ হয়ে দাঁড়িয়েছে।

    অ্যাপল আইফোন নামে এই যুগান্তকারী স্মার্ট ফোন প্রথম সবার সামনে নিয়ে এসেছিলেন Stip jokes.
    2007 সালের 9 জানুয়ারি মেক ওয়াল ইভেন্টে ফোনটি প্রকাশ করেন তিনি। যা বিশ্ব বাজারে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

    কিন্তু আজ থেকে ১৫ বছর আগের আইফোন 1 আর বর্তমান বাজারে রাজত্ব করা আইফোন 13 এর মধ্যে থাকা পার্থক্য গুলো অবাক করবে আপনাকে। প্রথম আইফোনে 2g কানেক্টিভিটি দিয়েছিল অ্যাপল।

    টাচস্ক্রিন আই পোটের সঙ্গে এই ডিভাইস ইন্টারনেট কমিউনিকেট এর ও মোবাইল হিসেবে ব্যবহার করা গিয়েছিল। মাত্র 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার হয়েছিল প্রথম আইফোনে।


    তাও সে ক্যামেরা ব্যবহার করে শুধুমাত্র ছবি তোলা যেত ভিডিও রেকর্ডিং এর সুযোগ ছিল না। প্রথম আই ফোনে কোন অ্যাপ স্টোর ছিলনা অর্থাৎ ফোন কেনার সময় যে যে অ্যাপ ইনস্টল ছিল তাই ব্যবহার করা যেত।

    সেই সময় আইফোনের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী ব্ল্যাকবেরি ও নোকিয়া ফোনে মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা থাকলেও আইফোন থেকে তা বাদ গিয়েছিল। এমনকি জন্মের পর থেকেই এখনো পর্যন্ত কোন আইফোনে স্টোরিজ বাড়ানোর সুযোগ পাওয়া যায়নি।

    আইফোনের প্রথম ফোনে ব্যাটারি খোলার কোনো সুযোগ ছিল না। অথচ তখনকার অন্যান্য সব ফোনে removal battery ব্যবহার করা হয়েছিল। অ্যাপল এখনো তাদের কোন ফোনে রিমুভাল ব্যাটারি ব্যবহার করেনি।


    2007 সালে অ্যাপল তাদের প্রথম ফোনের জন্য ব্লুটুথ হেডসেট তৈরি করেছিল। আইফোন এর সঙ্গে কানেক্ট করে এই হেডসেটের মাধ্যমে ভয়েস কল করা ও গান শোনার সুবিধা পাওয়া যেত। আইফোন টিতে ছিল ফোর জিবি স্টোরেজ।

    কন্টেক্স, ক্যামেরা, ভয়েস মেমো, স্টক্স, গুগল ম্যাপ, আবহাওয়া সেটিংস সহ মোট 15 টি অ্যাপ ব্যবহার করা যেত এটাতে। শুরুর সময় ফার্স্ট জেনারেশন অ্যাপল আইফোনের দাম ছিল 499 মার্কিন ডলার। বর্তমান সময়ে বাংলাদেশি টাকায় যা প্রায় 45 হাজার 500 টাকা।

    গত 14 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার স্ট্রিমিং ইভেন্টে বাজারে আনুষ্ঠানিকভাবে নতুন চারটি মডেলের আইফোন 13 সিরিজ উন্মুক্ত করা হয়েছে। আইফোনের বর্তমান মোবাইলগুলোতে চমক হিসেবে দ্রুতগতির প্রসেসর এ ফিফটিন বায়োনিক চিপ


    ব্যবহার করা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এর ক্যামেরা সিস্টেমে , আইফোন 13 খুব কম আলোতে ও পরিষ্কার ছবি তুলতে সক্ষম। 12 মেগাপিক্সেল এর ডুয়েল ক্যামেরার সঙ্গে থাকছে সেনসর্শিপ অপটিক্যাল ইমেজ স্টাবিলিজেশন প্রযুক্তি।

    এছাড়াও আইফোন 13 প্র এবং প্রো ম্যাক্স এ থাকছে প্রমোশন ডিসপ্লে । সেইসাথে স্ক্রিনের ব্রাইটনেস বেড়েছে 28 গুণ। উন্নত করা হয়েছে আইফোন 13 সিরিজের ব্যাটারিও। আইফোন টুয়েলভ মিনি চেয়ে 13 মিনি এর ব্যাটারি দেড় ঘন্টা বেশি টিকবে।

    গুঞ্জন শোনা যাচ্ছে চলতি বছরের সেপ্টেম্বর মাসে অ্যাপল লঞ্চ করতে পারে অ্যাপল আইফোন 14 সিরিজ। চারটি ভেরিয়েন্ট আসতে পারে এই সিরিজ আইফোন ফর্টিন। আইফোন 14 ম্যাক্স আইফোন 14 প্র এবং আইফোন 14 প্র ম্যাক্স বরাবরের মতো এবারও আসতে পারে বেশ কিছু পরিবর্তন।

    অ্যাপল ব্যাপকভাবে মিনি সংস্করণ তৈরি বন্ধ করে দেবে বলে মনে করছেন অনেকে। ধারণা করা হচ্ছে নতুন আইফোন 14 সিরিজের সম্ভাব্য চারটি মডেলই 6 জিবি ram থাকতে পারে। দ্রুত চার্জিং আইফোন 13 প্র সিরিজের দাম লাখ টাকা।

    কিন্তু সে তুলনায় চার্জিং পদ্ধতি একদম উন্নত নয় মাত্র 20 ওয়ার্ড চার্জিং সম্ভব। তবে আশা করা যাচ্ছে আইফোন 14 সিরিজ সেই দিকে উন্নত হবে।
    প্রিয় দর্শক প্রতিবেদনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

    The post অ্যাপেলের প্রথম ফোন আইফোন ১ থেকে কতটা উন্নত আইফোন ১৩ | দেখুন অবাক হবেন। appeared first on Trickbd.com.

    Post a Comment

    0 Comments