ডাউনলোড করে নিন সবকালের সেরা উপন্যাস “পদ্মা নদীর মাঝি” |
- ডাউনলোড করে নিন সবকালের সেরা উপন্যাস “পদ্মা নদীর মাঝি”
- কেন এতো আলোচিত *পরান*? | Eid Special Poran Movie Review Bangla
- Canva Pro Invitation লিংক, 30 দিনের জন্য [July & August Updated]
ডাউনলোড করে নিন সবকালের সেরা উপন্যাস “পদ্মা নদীর মাঝি” Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি । অন্যদিনের থেকে সম্পূণ ভিন্ন একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আজকে একটি পিডিএফ বুক শেয়ার করতে যাচ্ছি । আর বইটির নাম হলো “পদ্মা নদীর মাঝি” । আশা করছি সকলে আজকের আটিকেলটি পড়বেন ।
‘পদ্মা নদীর মাঝি’ বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ট উপন্যাস । এই উপন্যাসের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় । মানিক বন্দ্যোপাধ্যায় দুটি উপন্যাস লিখে বাংলা সাহিত্যের একটি সিংহাসন দখল করেছেন । উপন্যাস দুটির মধ্যে একটি হলো ‘পদ্মা নদীর মাঝি’ এবং অন্যটি হলো ‘পুতুল নাচের ইতিকথা’ । তিনি ৫০টিরও বেশি উপন্যাস লিখেছেন । তার মধ্যে ‘পদ্মা নদীর মাঝি’– এই উপন্যাসটি শ্রেষ্ঠ । তো চলুন একনজরে লেখকের পরিচয় জেনে নিই । লেখক পরিচিতি: এই উপন্যাসের লেখকের নাম মানিক বন্দ্যোপাধ্যায় । কিন্তু তাঁর প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় । তাঁর পিতার নাম হিরহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম নীরাদাসুন্দরী দেবি । তিনি ১৯০৮ সালে বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন । গণিত বিভাগের ছাত্র হলেও বন্ধুদের সাথে বাজি ধরে অতসীমামী নামক গল্প রচনা করেন এবং বিচিত্রা পত্রিকায় সেটি প্রকাশিত হয় । সেখান থেকেই তাঁর সাহিত্য চচা শুরু হয় । ৫০টিরও বেশি নোভেল লিখেছেন তিনি । ১৯৫৬ সালের ৩রা ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন । Book review:: বইয়ের নাম :: পদ্মা নদীর মাঝি বই ডাউনলোড ::
| |
কেন এতো আলোচিত *পরান*? | Eid Special Poran Movie Review Bangla Posted: একটা সিনেমার সফলতা কোথায় ? দর্শকের হাসিতে নাকি কান্নায়? আমার মনে হয় গল্পের বাস্তবতায়। যদিও অনেকেই ইতিমধ্যে ধারণা করেছেন ২০১৯ সালের বরগুনার রিফাত মিননি নির্ণয়ন কান্দনে নির্মিত হয়েছে এই সিনেমা। সিনেমার গল্প নিয়ে কথা বলা যাক।
ঠিক সেই সময় গল্পে এন্ট্রি হয় লক্ষ্মী ছেলে সিফাতের। লেখাপড়ায় মেধাবী এই ছেলেটার সরলতার প্রেমে পড়ে যাই অনন্যা। ভালোবেসে ফেলেন সিফাত ও। একা হয়ে পড়ে এলাকার ত্রাস বলে পরিচিত নোমান, তবে এতটা সহজেই কি নোমান ছেড়ে দিবে অনন্যা আর সিফাত কে? আপনার কি মনে হয়?
পরান সিনেমাটি কিন্তু প্রেমের গল্প আপনার আমার আশেপাশের গল্প তবুও এই সিনেমা রেখে এক মুহূর্ত ও আপনি উঠতে পারবেন না গ্যারান্টি। প্রতিটি দৃশ্যই আপনাকে অবাক হতে হবে। এখানেই নির্মাতার সার্থকতা। এবার আসি শুরুতেই যেই বাস্তবতা নিয়ে কথা বলছিলাম সেই বিষয়ে। সমাজের আরেকটি কালো অধ্যায় এই সিনেমায় অবলীলায় দেখানো হয়েছে ক্ষমতার অপব্যবহার, যুগ যুগ ধরেই রাজনৈতিক নেতা প্রশাসনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের ক্ষমতায় যখন অপরাধের পাহাড় জমতে শুরু করে, কিন্তু কেউ দেখেও যেন দেখে না। আজকের এই সিনেমাকে দুই ভাগে ভাগ করে আলোচনা করব। একশন সিম কিংবা ইমোশনাল সিন নিজের সঙ্গেই যেন নিজে পাল্লা দিয়ে অভিনয় করছিলেন শফিকুল রাজ। আবার ইমোশনাল সিন আসলে তখন আপনার রাগ হবে না তখন আপনার চোখে পানি চলে আসবে। তার প্রত্যেকটি এক্সপেকশনে কিন্তু অভিনয় ছিল ঠিক তিনিও যখন পর্দায় এসেছেন তাকেও ভালোবেসেছেন দর্শক আবার তার করুন দৃশ্যে কিন্তু পানি ঝরেছে চোখের অনেকের। তবে অনেক দর্শক তো মানে হল থেকে বের হয়ে চোখের পানি মুছছিলেন। তারা ইয়াস রোহানকে নিয়ে কথা বলছিল এবং বলছিল ইয়াস রোহানকে আর কিছুক্ষণ পর্দায় থাকলে হয়তো ভালো লাগতো যাইহোক সিনেমাটি দেখে আমি নিজেও গুজবংশ নিয়ে বের হয়েছি। একটি দৃশ্য ছিল যখন রাজ আর অপুর যেখানে তারা দুজন দুজনের সাথে পাল্লা দিয়ে অভিনয় করছিলেন। এছাড়াও সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো হয়েছে, রাজের এন্ট্রি সিন বা রাজ যখন এন্ট্রি করছিলেন বা প্রেমের সিনে বা তাদের ইমোশনাল সিনে। এছাড়াও আলাদা করে যদি কিছু আমরা বলি তাহলে সিনেমার গান নিয়ে বলতেই হয়। কারণ অসাধারণ কিছু গান রয়েছে সিনেমার মধ্যে। আপনি কিন্তু ঘরে বসেও দেখলেও গান টানবেন না আপনার মানে হল থেকে মানুষ যখন বের হচ্ছিল তখন আমরা দেখছিলাম লাস্টের গানটি গুনগুন করে গাইতে গাইতে মানুষজন বেরোচ্ছে। ১০০ তে ১০০ দিতে পারেননি হচ্ছে বিদ্যা সিনহা মিম, যার স্ক্রিন টাইমিং সবচেয়ে বেশি ছিল অর্থাৎ তাকে সুযোগ সব চাইতে বেশি দেয়া হয়েছে কিন্তু তিনি কাজে লাগিয়েছেন অনেক কম। শুরুতেই মিমকে ফাস্ট স্টেপে অনন্যা চরিত্রে ঠিক ফেলা যাচ্ছিল না, ঠিক বস ছিলেন না তবে সেকেন্ড ধাপে গিয়ে মিম আসলে দেখিয়ে দিয়েছেন তিনি স্টাডি করেই সেটে এসেছেন। আমাদের এই বাংলা সিনেমাতে বা বিভিন্ন কনটেন্টে কিন্তু একটা সমস্যা থাকে আমার মনে হয় এই মেকাপের দিকে নির্মাতাদের আরও মনোযোগ দেওয়া উচিত। তবে মিমকে কিন্তু অন্যান্য সিনে খুবই সুন্দর লেগেছে তিনি একটা পর্যায়ে নিজেকে অনন্যা বানিয়ে ফেলেছিলেন। এছাড়াও সাউন্ডের সমস্যা কোথাও যেন থেকেই যাচ্ছে জানিনা আসলে আমরা সিনেমা যে হলে দেখি সেটার অসুবিধা কিনা। আরেকটু সমস্যা ছিল হচ্ছে কালারে, একই দৃশ্যে দু’রকম কালার দেখা গেছে। ঠিক যেন দেখে আশ মেটে না এরকম একটা অবস্থা। সব শেষ বলতে চাই সিনেমা হিট নাকি ফ্লপ সেটা বিচার করতে আমরা বসে নেই, সিনেমা দেখবেন কি দেখবেন না সেটা ও আপনাদের সিদ্ধান্ত। আর একটা কথা বিশেষ ভাবে বলতে চাই সিনেমা অবশ্যই টিকিট কেটে হলে গিয়ে ই দেখবেন। তাহলেও হয়তো বাংলা সিনেমা ফিরে পাবে তার গৌরবের সোনালী অধ্যায়। আজ এ পর্যন্তই একটা কথা বলে দিতে চাই এতক্ষণ যা বলেছি সব কিন্তু আমার ব্যক্তিগত মতামত।
আমি আবারও কথা দিচ্ছি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমি আরো একটি সিনেমার রিভিউ নিয়ে হাজির হবো সে পর্যন্ত trickbd এর সঙ্গেই থাকবেন। The post কেন এতো আলোচিত *পরান*? | Eid Special Poran Movie Review Bangla appeared first on Trickbd.com. | |
Canva Pro Invitation লিংক, 30 দিনের জন্য [July & August Updated] Posted: Howdy Everyone, Expiration Details Premium Account এর Features সমূহ
Instruction 1.প্রথমে এই Invitation Link এ Click করুন
2. আপনার Email/Gmail যেকোন একটা দিয়ে Sign Up করে নিন যদি এর আগে থেকে Canva Account না থাকে আর যদি আগে থেকেই Canva Account থাকে তবে ঐ Gmail/Email দিয়ে Log in করে নিন
3.ব্যস Canva Pro Activate হয়ে যাবে, আগামী August 06, 2022 পর্যন্ত
4.শুধুমাত্র 30দিনের জন্য Canva Premium Featuresগুলো উপভোগ করতে পারবেন
Conclusion এই Postটি আপনি Bookmark করে Save করে রাখতে পারেন, কারণ 30দিন পরপর Invitation Link Change করে দিব এই Post এর, যার কারণে কোন Binning Process ছাড়াই এক Click এই Canva Pro Use করতে পারবেন। আর Invitation Link Error পেলে অবশ্যই Comment Section এ জানাবেন
Bye The post Canva Pro Invitation লিংক, 30 দিনের জন্য [July & August Updated] appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments