Search box..

ফ্রিল্যান্সিং করতে যেয়ে প্রতারিত হচ্ছেন না তো?(পার্ট-৪)

ফ্রিল্যান্সিং করতে যেয়ে প্রতারিত হচ্ছেন না তো?(পার্ট-৪)


ফ্রিল্যান্সিং করতে যেয়ে প্রতারিত হচ্ছেন না তো?(পার্ট-৪)

Posted:

যারা আমার এই পোস্ট এর আগের পর্ব গুলো টি দেখেন নি তারা নিচের লিংক গুলো তে যেয়ে দেখে আসতে পারেন।

পর্ব ১

পর্ব ২

পর্ব ৩

গত পর্ব গুলোতে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং এর কয়েকটি ভয়ংকর প্রতারণার দিক সম্পর্কে বিস্তারিত বলে ছিলাম। এই পর্বে আমি আরো কয়েকটি দিক সম্পর্কে জানিয়ে দিবো। এবং পোস্ট টি কমপ্লিট করে দেওয়ায় চেষ্টা করবো ইনশাআল্লাহ।

গত পর্বে আমি ভালোমতো বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা অধিকাংশ লোকজন ই ফ্রিলান্সিং সেক্টর এ প্রতারিত হয়ে যাচ্ছেন। এই পর্বে আমি জানিয়ে দিবো কিভাবে এই প্রতারিত লোকদের মধ্যে দিয়ে এদেশে প্রতিনিয়ত প্রতারক তৈরী হচ্ছে। আর হয়তো এই পর্বেই আমি আমার পোস্ট টি কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ।

যদি গত পর্বের সাথে আপনার জীবনের মিল থেকে থাকে তাহলে ধরে নিলাম আপনি উক্ত কোর্স থেকে পরিপূর্ণ স্কিল ডেভলপ করতে না পারলেও আপনি এইটুক অন্তত শিখে নিয়েছেন যে তারা আপনাকে কিভাবে প্রতারিত করেছে। এবং সাধারণ ভাবে মানুষ কিভাবে কিভাবে প্রতারিত হয়ে থাকে।

যারা প্রতারিত হয়েছে তাদের মাথায় অনেক ভাবেই ঘুরপাক খাবে যে কিভাবে তার ফ্রিলান্সিং এ তার নিজের খরচ উঠিয়ে নেওয়া যায়।

সেখান থেকেই তারা শুরু করে তাদের নিজের প্রতারক ব্যাবস্থা। তারা নিজেরা নিজেদের মতো ফেসবুক পেজ গ্রুপ তৈরী করে নিবে খুবই আকর্ষণীয় ও মার্কেটিং রিলেটেড। আর এইসব গ্রুপের প্রতিটা পোস্ট ই থাকবে মার্কেটিং রিলেটেড। যা আপনাকে ফ্রিলান্সিং এ আগ্রহ প্রকাশ করতে বাধ্য করবে।

কিছু কিছু ক্ষেত্রে তারা নিজেদের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল ও খুলতে ভুল করেন না। আর আপনাকে বেসিক কিছু শিখানোর যে পরিমাণ স্কিল প্রয়োজন হয় সেটা তারা ইউটিউব গুগল থেকেই শিখে নয়।

এবার তাহলে আপনার পালা। আপনি ও তাদের মতো বড়ো বড়ো বিজ্ঞাপন দেখবেন বড়ো বড় কোর্স কিনবেন। কোর্স শেষে আপনিও হবেন প্রতারিত।

তো এতক্ষন এ হয়তো আমি আপনাদেরকে ভালোমতই বুঝাতে পেরেছি যে কিভাবে ফ্রিলান্সিং এ এই প্রতারক চক্র টি কাজ করে। এইভাবে দিনের পর দিন মাসের পর মাস প্রতারক চক্র চলতেই থাকে আর মানুষ প্রতারিত হতেই থাকে।

আপনারা যদি এর থেকে বাঁচার উপায় চান বা সঠিক গাইডলাইন পেতে চান তাহলে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই পরবর্তী পোস্টে জানিয়ে দিব।

আর এই পোষ্টের আগামী পর্ব আসতে পারে আবার না ও আসতে পারে। আসলেও হয়তো এতে আপনাদেরকে প্রতারনা থেকে বাঁচার উপায় অথবা সঠিক গাইডলাইন আসতে পারে।

আজ তাহলে এই পর্যন্তই থাক। আপনারা সকলেই ভাল থাকুন। সুস্থ থাকুন। আর আমার পরবর্তী পোস্ট টি কিসের উপর চান সেটি আমাকে জনিয়ে দিন কমেন্টে, জিমেইল এ, অথবা টুইটারে।
জিমেইল: marufkhan1215@gmail.com
Twitter: 1215maruf

The post ফ্রিল্যান্সিং করতে যেয়ে প্রতারিত হচ্ছেন না তো?(পার্ট-৪) appeared first on Trickbd.com.

প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপমানের শাস্তি কতটা ভয়াবহ?

Posted:


এক অতিশয় বৃদ্ধ নাম তার আবু আফরাক ইহুদি ধর্মের অনুসারী , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখনই তার বয়স ১২০ বছর দাড়ি চুল সব পেকে সাদা ধবধবে হয়ে গেছে সেই কবেই।

বুড়োও জানে তার একটা কবরে চলে গেছে বহু আগে যে কোনদিন যেকোনো সময় তার পরপারে ডাক চলে আসতে পারে। ইহুদি গোষ্ঠীর রক্তের সাথে মিশে আছে ইসলামের প্রতি বৈরিতা সুযোগ পেলেই ইসলামকে বধ করবে এমন এক অবস্থা।

শুধু কি ইসলাম এবং মুসলমান? আল্লাহর কত নবীর রক্ত যে রঞ্জিত হয়েছে এই বর্বর গোষ্ঠীর হাতে তার সঠিক হিসাব আল্লাহই ভালো জানেন।

বৃদ্ধ আবু আফাকের কেন ইসলামের সুমহান দাওয়াত পৌঁছেছে?

কিন্তু সে ইসলাম গ্রহণ তো করবে দূরের কথা রাসুল সাঃ এর মদিনায় আগমন এবং মদিনাকে ইসলামী রাষ্ট্রের রূপান্তরিতকরণে তার ভেতরটা দগ্ধ হয়ে গেছে।

সেজন্য ভয়াবহ অগ্নিকুণ্ডে প্রতিমুহূর্তে প্রচলিত হচ্ছে কিভাবে ইসলামের জ্বলন্ত দীপশিখা কে নিজের মুখের ফুৎকারে নেভাতে পারবে, এটা ভেবেই তার দিন কাটে।

বার্ধক্য তার দেহের বল কেড়ে নিয়েছে তরবারি নিয়ে লড়াই করার সামর্থ্য এখন আর নেই হ্যাঁ ইহুদিরা লড়াই করেছেই বা কবে ওদের অভ্যাস হলো আগুন জ্বালিয়ে দেয়া জনগণকে উত্তেজিত করে ফ্যাসাদ সৃষ্টি করে শুকৌশলে ওরা কেটে পড়ে।

এরপর গ্যালারিতে বসে মজা করে এবং খেলা দেখে আর হাততালি বাহবা দিয়ে স্টেডিয়াম জমিয়ে রাখে প্রচারের কাজটাও ভালই সারতে পারে ওরা রাখে থার্ড পার্টির ভূমিকা।

সবকিছুর আড়ালে থেকে যারা শুধুই কল কাটি নেড়ে যায় অবিরাম।

ইহুদি আবু আফাকের ভাষণ দেয়ার যোগ্যতা ছিল তার কাব্য প্রতিভা ছিল জাহিলি যুগে কাব্য সাহিত্যে বামদের দখল ছিল বেশ উল্লেখযোগ্য পরিমাণে ইসলামের বিপক্ষে সে তার এই যোগ্যতাকেই কাজে লাগালো।

ইহুদি আবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে দ্রোহের আগুন উসকে দিল লোকজনকে ইসলাম ধ্বংস করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করার জন্য সাধ্যমত প্ররোচিত করতে লাগলো।

যদিও তারা মুসলিমদের সাথে জিম্মা চুক্তিতে আবদ্ধ ছিল কিন্তু বর্বর ইহুদী গোষ্ঠী এসব চুক্তি চুক্তির থোরাই কেয়ার করতো এক্ষেত্রে তার মুক্ত চিন্তার আহ্বানকে অনেকেই পছন্দ করলো অল্পদিনে সে তার সমমনা এক ঝাঁক ফ্যান পেয়ে গেল।

ইসলামের প্রতি বিদ্বেষ মূলক যে কাব্যই তার ভেতর থেকে উদ্ধৃত হতো তাতে বিরুদ্ধবাদীদের লাইক রিএক্টেভ ভরে যেত বদর যুদ্ধে মুসলিমদের অভাবিত ও অপ্রত্যাশিত সাফল্য দেখে ইহুদি আবু আফাকের বিদ্বেষ ও জালা আরো বেড়ে গেল।

যখন সে জানতে পারলো ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হারিস ইবনে সুয়াইদ ইবনে সামিককে হত্যা করেছেন তখন সে খুললাম খোলাই তার বেইমানি ওনিফা কে প্রকাশ করে ফেলল সকলের সামনে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অপমানমূলক ও উচ্চারণ অযোগ্য জঘন্য শব্দ কবিতা বৃদ্ধি করতে লাগলো।


বেঁচে আছি আমি বহুদিন তবু দেখি নাই কভু এমন সমাবেশ অথবা জনগোষ্ঠী যারা সমবেত টেইলার বংশধরদের চেয়েও বেশি বিশ্বস্ত তাদের উদ্যোগ ও জোটের প্রতি ভূপতিত করেছিল যারা পর্বতসমূহ ও কভু করেনি বশ্যতার কারো। এক আরোহী এসে বিভক্ত করেছে তাদের দুই ভাগে সমস্ত প্রকার জিনিসকে হালাল-হারাম বলে। মাননী হার তোমরা দুব্বার যশ ও রাজশ শক্তির কাছে করনি শির নত তোমরা সম্রাট দুবরার কাছে।

আল্লাহর রাসূলের সাহাবী সেলিম ইবনে উমাইর রাদিয়াল্লাহু তা’আলা আনহু যখন আবু আফাকের এহেন আস পর্দার কথা জানতে পারেন। তখন তিনি বলেন আমি মানত করে নিজের উপর অপরিহার্য করে নিলাম।
আমি এই জাহান্নামের কুকুর কে নিজহাত হত্যা করব যদি হত্যা করতে না পারি তাহলে তার সামনে আঘাতে প্রতিঘাতে নিজের শাহাদাতের সুখা পান করব।

সানিম ইবনে উমাইর রাদিয়াল্লাহু তা’আলা আনহু ছিলেন অনেক বড় বুজুর্গ, নিজ গোত্রে তিনি বাক্কা নামে পরিচিত ছিলেন বাক্কা শব্দের অর্থ আল্লাহর ভয়ে যার চোখ থেকে সর্বদা অশ্রু ঝরে।

বুজুর্গ হওয়া সত্বেও আল্লাহর রাসূলের ডাকে তার সঙ্গে জিহাদের ময়দানে তিনি শরীক থাকতেন সর্বাগ্রে তাঁর নফল ইবাদত বন্দেগীর ব্যস্ততা কখনই তাকে দিনের পথে জীবন উৎসর্গ করা মহান খেদমত থেকে দূরে সরিয়ে রাখে নি।

সালিম ইবনে ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহু ছিলেন বদরী সাহাবী, যাদের ব্যাপারে মহান আল্লাহ দুনিয়াতেই ক্ষমার ঘোষণা দিয়েছেন সালি ম ইবনে লাইলাতুল আকাবায় অংশগ্রহণকারীদের ও অন্তর্ভুক্ত ছিলেন।

তাবুক ছাড়া বদর পরবর্তী প্রায় সবগুলো যুদ্ধেই তিনি বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেছেন তিনি ছিলেন সেই মহান ৭ সাহাবীর অন্যতম যাদের ব্যাপারে পবিত্র কুরআনের সূরা তাওবার ৯২ নম্বর আয়াতটি নাযিল হয়েছে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে বের হওয়ার উদ্যোগ নিচ্ছেন তখন তারা সাতজন সাহাবী এসে রাসুলুল্লাহ সাঃ এর কাছে আবেদন জানান হে আল্লাহর রাসূল আমাদের জন্য বাহনের ব্যবস্থা করে দিন।

তারা দরিদ্র ছিলেন তাই নিজেদের পক্ষে বাহনের ব্যবস্থা করা সম্ভবপর ছিল না কিন্তু দারিদ্র্যের কারণে জিহাদ থেকে পিছিয়ে থাকবেন এটাও কিছুতেই মেনে নিতে পারছিলেন না।

সিরত পাঠকারীদের অজানা নয় তাবুকের যুদ্ধের সময় মুসলমানদের অবস্থা কি করুন ছিল কুরআন মাজিদের যুদ্ধকে গাজোয়াতুল উসরা তথা কঠিন যোদ্ধা বলে ও অভিহিত করা হয়েছে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছেও তখন এই পরিমাণ সামর্থ্য ছিল না অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হৃদয়ে উত্তর দিলেন আমার কাছে তো এই পরিমাণ সামর্থ্য নেই যা দিয়ে তোমাদের জন্য বাহনের ব্যবস্থা করব বাধ্য হয়ে তারা তখন ফিরে গেলেন।

কুরআন মাজীদে বর্ণিত হয়েছে ফেরার সময় তাদের অবস্থা ছিল আল্লাহর পথে খরচ করতে না পারে দুঃখে তাদের অন্তর বিকৃত হয়ে দুচোখ থেকে অশ্রুত ধারা প্রবাহিত হচ্ছিল।

সালিম ইবনে ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহুর যুগে ইন্তেকাল করেন।

সালিম ইবনে উমর রাদিয়াল্লাহু তা’আলা আনহু এরপর থেকে প্রতীক্ষার প্রহর গুনতে লাগলেন তিনি অপেক্ষায় ছিলেন কোন সুযোগ পাওয়া মাত্রই এই নরাধম রসূল দ্রোহী ইহুদি আফাকের ভোগলীলা সাঙ্গ করবেন।

এক রাতের কথা গ্রীষ্মের তাপদাহে সকলের অবস্থা কাহিল আফাকের জন্য অবস্থা আরো সুখ কঠিন গ্রীষ্মের তাপদাহে অতিষ্ঠ হয়ে ঘরে আর থাকতে না পেরে বোনো আমর ইবনে আউফ গোত্রের প্রাঙ্গণে এসেই শুয়ে পড়ল।

সালিম ইবনে ওমেন রাদিয়াল্লাহু তা’আলা আনহু তো বহুদিন ধরে পায়চারি করছেন সুযোগের অপেক্ষায় ছিলেন তার ইহুদি আফাক সর্বদাই তার সম্মাননা ফ্যানদের দারা পরিবেষ্টিত থাকতো।

গোত্রী ও নিরাপত্তা বাহিনীর সর্বদা তার নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল কারণ তারা জানত তারা দশ জন মিলে ইসলামের বিরুদ্ধে যা না করতে পারবে এক আফাক তার জবান এবং কলম দিয়ে তার চেয়ে কয়েক গুণ বেশি করতে পারবে।

সালিম ইবনে ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহু এজন্য অনেকদিন খুঁজে ফিরেও গেরিলা এটাক করার মুক্ষম কোন সুযোগ পাচ্ছিলেন না গ্রীষ্মের তাপ দেহ সেদিন তার জন্য সুযোগ বের করে দিল।

মধ্যরাত বুড়ো আবু আফাক গভীর ঘুমে বিভোর নিরাপত্তা রক্ষীরা ও যে যার মত ঘুমাচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতির বাইরে রাত দুপুরে গেরিলা অ্যাটাক হতে পারে এটা তারা খুনাখোর ভাবেনি।

তাছাড়া তারা মুসলিমদেরকে শান্তি গামী হিসেবেই জানে মুসলিমদের সঙ্গে তাদের জিম্মা চুক্তি ও করা আছে সব মিলিয়ে নিঃসংকচে তারা ঘুমাচ্ছে।

এই সুযোগে সালিম ইবনে ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহু পা টিপে টিপে বুড়ো আফাকের সজ্জার কাছে এসে পৌঁছলেন, টার্গেট রেঞ্জের মধ্যে আসা মাত্রই অযথা কালক্ষেপণ না করে রসূল দ্রোহী আবু আফাকের কলিজা বরাবর তরবারির ফালাটা ঢুকিয়ে দিলেন।

আবু আফাক আক্রান্ত শক্তিতে চিৎকার করে উঠল কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লো আবু আফাকের চিৎকার শুনে নিরাপত্তা কর্মীরা তড়িঘড়ি করে ছুটে এল কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে।

তারা চারিদিকে মশাল জ্বালিয়ে আক্রমণকারীকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও কারো দেখা পেল না অতঃপর তারা আবু আফাককে কবরস্থ করল।

পরবর্তী দিনগুলোতেও তাদের অনুসন্ধান জারি থাকলো পরিশেষে নিরাশ হয়ে তারা জানালো যদি কোন ভাবে জানতে পারতাম কে এই মহান কবিকে হত্যা করেছে, তাহলে আমরা হত্যাকারীকে কোন কথা ছাড়াই হত্যা করে ফেলতাম।

আশ্চর্যের ব্যাপার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কোন ট্রাইব্যুনালে বসান নি সালিম ইবনে ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহুর থেকে কোন জবাবদিহিতা ও তলব করেননি হয়তো তার নিরাপত্তার জন্য।

ইহুদিরা হত্যাকারী কে চিহ্নিত করতে পারলে এই কোবির বদলে সালিম রাদিয়াল্লাহু তা’আলা আনহু কেউ হত্যা করে ফেলবে। এই আশঙ্কায় হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসম্মুখে এই অপারেশনের মহানায়কের নাম প্রকাশ করেননি।

কোন কোন বর্ণনা থেকে জানা যায় এই গুপ্ত হত্যা পরিচালনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে নির্দেশ দিয়েছিলেন।


YouTube Monetization Offer
৪০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১০০০ সাবস্ক্রাইবার নিন মাত্র ৩০৯০ টাকায়। ১০০% সেভ ওয়ে।✅
Contract Facebook: https://www.facebook.com/profile.php?id=100082805889874

আমি আবারও কথা দিচ্ছি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আরেকটি পোস্ট নিয়ে হাজির হবো সে পর্যন্ত trickbd এর সঙ্গেই থাকবেন। ❤

The post প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপমানের শাস্তি কতটা ভয়াবহ? appeared first on Trickbd.com.

Pc তে মাউস পয়েন্টার হাইলাইট করুন কোনো সফটওয়্যার ছাড়া সহজ পদ্ধতিতে

Posted:

আসসালামু আলাইকুম 

যারা স্ক্রিন ভিডিও করেন অথবা যারা প্রজেক্ট বা অনলাইন ক্লাস করায় তাদের মাউস পয়েন্টার হাইলাইট করা খুবি প্রয়োজন। 

আজ কোনো সফটওয়্যার ছাড়া কিভাবে মাউচ পয়েন্টার হাইলাইট করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব।

নিচের Link থেকে মাইচ এর File গুলো Download করে নিন।

Mouse Pointer Highlight 

ফাইলটি ডাউনলোড হয়ে গেলে এটাকে Extract করে রাখবেন।

এরপর আপনার Pc তে Search option এ গিয়ে লিখবেন Mouse Setting এখানে ক্লিক করে দেখবেন additional নামে একটা সেটিংস আছে সেখানে ক্লিক করবেন। এরপরে pointer এ ক্লিক করে দেখবেন অনেক মাউস আইকন দেখা যাচ্ছে ওইখানে Browse নামের option এ ক্লিক করে আপনার Extract করা ফাইল্টি Add করে apply করে দিন। ok আপনার কাজ শেষ।

 

বুঝতে অসুবিধা হলে ভিডিও টি দেখে নিবেন

ফ্রী তে আপনার Photo editing করতে চাইলে আমাদের চেনেল টি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন।

ধন্যবাদ

The post Pc তে মাউস পয়েন্টার হাইলাইট করুন কোনো সফটওয়্যার ছাড়া সহজ পদ্ধতিতে appeared first on Trickbd.com.

6টি প্রোগ্রামিং ভাষা আপনার শেখা উচিত নয় (এবং এর পরিবর্তে কী শিখতে হবে)

Posted:

একটি নতুন প্রোগ্রামিং ভাষা শেখা প্রায়ই একটি গুরুত্বপূর্ণ যাত্রা। আপনি একজন নবাগত বা একজন পাকা প্রোগ্রামার হোন না কেন, আপনি যা শিখবেন তার ক্ষেত্রে আপনি সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

নতুন কিছু শেখা মানে আপনার সময় উৎসর্গ করা। এবং শুধুমাত্র আপনার সময় নয়, আপনার শক্তি এবং আপনার সম্পূর্ণ স্বয়ং। অন্য শর্তে বলি দিতে হয়।

এই ক্ষেত্রে, আপনাকে আপনার গবেষণা করতে হবে এবং আপনি যা শিখতে চান তা নিয়ে ইচ্ছাকৃত হতে হবে। নীচে ছয়টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে যা শেখার বিষয়ে আপনার বিবেচনা করা উচিত নয়। আমি আপনাকে বলব কেন প্রতিটি ক্ষেত্রে।

What Is Programming? [Beginner's Edition in 2022] - Codingem

1. Objective-C

পৃথিবী বিকশিত হচ্ছে তাই প্রোগ্রামিং ও হচ্ছে । বিশাল প্রযুক্তি সংস্থাগুলি প্রোগ্রামিং ভাষার বিকাশের জন্য প্রচুর বিনিয়োগ করছে।

এটি বর্তমান ভাষার ত্রুটিগুলি দেখে এবং আরও দক্ষ নতুন ভাষা তৈরি করে করা হয়।

এই বিবর্তনের মূলে রয়েছে অবজেক্টিভ-সি। এটি আইওএস এবং ম্যাকোএসের প্রাথমিক ভাষা ছিল। অ্যাপল তার ত্রুটিগুলি পর্যবেক্ষণ করেছে এবং ভবিষ্যতের জন্য অনুরূপ তবে আরও ভাল কিছু তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। আর তখনই সুইফটের জন্ম হয়।

সুইফ্ট তৈরি ও চালু করা হয়েছিল WWDC 2014-এ। এটিকে অবজেক্টিভ-সি এর মডেল করা হয়েছে যা এটিকে আরও ভাল সংস্করণ করে। এটি তৈরির পর থেকে, এটি অবজেক্টিভ-সি-এর চেয়ে বেশি ট্র্যাকশন অর্জন করেছে।

অ্যাপল আইওএসের জন্য সুইফটকে পছন্দের ভাষা হিসাবে ঘোষণা করেছে। তারা এটিকে জনপ্রিয় করছে এবং ধীরে ধীরে অবজেক্টিভ-সি এর তুলনায় এর চাহিদা বাড়ছে ।

What to learn instead—Swift

অবজেক্টিভ-সি  ধীরে ধীরে  নিম্নের দিকে ধাবমান  হচ্ছে এমন একটি ভাষা। আপনি সুইফটের সাথে অনেক ভালো আছেন। অ্যাপল তাদের সমস্ত পণ্যে সুইফটকে প্রাথমিক ভাষা করার পরিকল্পনা করেছে।

নিচে সুইফট ওভার অবজেক্টিভ-সি এর সুবিধাগুলি দেখানো একটি চিত্র।

Image credit – google.com

2. Java

জানুয়ারী 2022 অনুযায়ী TIOBE র‌্যাঙ্কিং অনুযায়ী, জাভা তৃতীয় জনপ্রিয় ভাষা হিসেবে স্থান পেয়েছে।

Image Credit: TIOBE

আপনি যখন একটি নতুন প্রোগ্রামিং ভাষা শেখার কথা ভাবেন তখন কি তৃতীয় হওয়া মানে কিছু? বেশিরভাগেরই উত্তর হবে হ্যাঁ, এই ধরনের র‌্যাঙ্কিংয়ে তৃতীয় হওয়াটা উপেক্ষা করার মতো কিছু নয়।

তবে আসুন আরও সমালোচনামূলকভাবে এর মুখোমুখি হই। যদি এটি বছর আগে হয় উত্তর হ্যাঁ হবে, কিন্তু 2022 হিসাবে, উত্তর সত্যই না. জাভা এখন বুড়ি হয়ে গেছে। এটি যতটা মিষ্টি হোক, চলুন বর্তমান ডিভাদের তাদের সুযোগ দেওয়া যাক। তাদের এটা প্রাপ্য.

জাভার ডাউনসাইডগুলো অনেক আগে থেকেই জানা। নতুন প্রোগ্রামিং ভাষা এই সমস্যার সমাধান করেছে এবং অনেক বেশি দক্ষ।

বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এর অ্যাপ্লিকেশন ছিল java তে। কিন্তু গুগল কোটলিনের জন্য জাভা বাদ দিচ্ছে। 2019 সালে তারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরির জন্য পছন্দের ভাষা হিসাবে কোটলিনকে ঘোষণা করেছিল ।

What to learn instead—Kotlin or Scala

কোটলিনকে 2019 সালে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলির জন্য পছন্দের ভাষা হিসাবে ঘোষণা করা একটি ছোট এচিভমেন্ট নয়। এর অর্থ ভবিষ্যতের ভাষা নিয়ে ডেভেলপারদের বিশাল পরিকল্পনা রয়েছে।

আপনি এমন একটি ভাষা শিখতে চান যা ভবিষ্যতের প্রমাণ এবং এর জনপ্রিয়তা ভবিষ্যতে কেবলমাত্র বাড়বে। উল্টোদিকে নয়।

3. HTML and CSS

HTML এবং CSS খুবই জনপ্রিয় ভাষা। বেশিরভাগ নতুন প্রোগ্রামাররা অন্ধভাবে এই ভাষাগুলিতে ডুব দেয়। নীচে স্ট্যাক ওভারফ্লো থেকে একটি স্ক্রিনশট রয়েছে যা এই দুটি ভাষার জনপ্রিয়তা দেখাচ্ছে।

Image credit –stackoverflow.com

তারা জাভাস্ক্রিপ্ট থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। জাভাস্ক্রিপ্টের বিপরীতে, এই ভাষাগুলি শুধুমাত্র ফ্রন্টএন্ড।

দ্বিতীয় র‌্যাঙ্কিং মানে কি এই ভাষাগুলো শেখা উচিত? একেবারে না.

বেশিরভাগ নতুন প্রোগ্রামাররা এই ভাষাগুলিকে তারা শিখে নেওয়া প্রথম ভাষাগুলির মধ্যে বেছে নেয় এবং শেষ পর্যন্ত তাদের সময়ের জন্য সবচেয়ে বেশি পায় না। এটি কারণ তারা তাদের গভীরে যায় এবং বিপুল পরিমাণ সময় বিনিয়োগ করে।

শেখার জন্য একটি প্রোগ্রামিং ভাষা বেছে নেওয়ার সময় বিবেচনা করার সবচেয়ে বড় বিষয় হল আপনি কীভাবে ভাষা ব্যবহার করার পরিকল্পনা করছেন। ব্যবহার মানে আপনি ভাষা দিয়ে কী অর্জন করার পরিকল্পনা করছেন বা ভাষা আয়ত্ত করার পর আপনার উদ্দেশ্য কি।

HTML এবং CSS হল ফ্রন্ট-এন্ড ভাষা। গভীরে যাওয়া এবং সেগুলিতে প্রচুর পরিমাণে সময় বিনিয়োগ করা আপনাকে আপনার সময়ের জন্য সর্বোচ্চ সুবিধা দেয় না।

এই সময়টি এমন একটি ভাষা শেখার জন্য ব্যবহার করা যেতে পারে যা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাকে আরও ভালভাবে পরিবেশন করতে পারে। একটি ভাষা যার সিনট্যাক্স ব্যাকএন্ডেও ব্যবহার করা যেতে পারে। এমন একটি ভাষা যার সাথে গভীরে যাওয়ার যোগ্য এবং আপনি যে উদ্দেশ্যটি চেয়েছিলেন তা দক্ষতার সাথে পূরণ করতে পারে এবং আপনাকে আরও দিতে পারে৷

What to learn instead—Javascript

যে সকল জনপ্রিয় ওয়েবসাইটগুলি তাদের ফ্রন্ট এন্ড এ জাভাস্ক্রীপ্ট ব্যবহার করে তা নীচে একটি স্ক্রিনশট রয়েছে৷ জাভাস্ক্রিপ্ট নি:সন্দেহে অত্যন্ত উপযোগি যখন এটি ফ্রন্টএন্ডে আসে।

image source = wikipedia

সরাসরি জাভাস্ক্রিপ্টে যাওয়ার তুলনায় এইচটিএমএল এবং সিএসএসের গভীরে যাওয়া একজন নবাগত বা নবীনদের জন্য অনেক সুবিধার হতে পারে না।

এইচটিএমএল এবং সিএসএস এর বেসিকগুলি শেখা ক্ষতি করে না। এটি একটি প্রোগ্রামার উপকৃত হতে পারে। এই ভাষাগুলির সাথে গভীরভাবে যাওয়া ঠিক নয়।  জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করা  অনেক ভাল।

4. PHP

আপনি যখন ব্যাকএন্ডের কথা ভাবেন তখন বেশিরভাগ নতুন ডেভেলপার পিএইচপি শেখার দিকে ধাবিত হয়। ব্যাকএন্ড সহ ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এটি এইচটিএমএল এবং সিএসএসের সাথে জনপ্রিয় হয়েছে।

পিএইচপি একটি ব্যাকএন্ড বা সার্ভারসাইড ভাষা। অনেক নতুন ডেভেলপার ই এটি শিখতে যায় যখন  সার্ভার-সাইড ভাষা শেখার প্রসঙ্গ আসে কারণ এতে জাভার মতো ভাষার তুলনায় সহজ।

পিএইচপি এর পরিচিত ত্রুটি রয়েছে। উদাহরণস্বরূপ, যেকোনো ভাষায় যতটা স্কেলিং করা সম্ভব, পিএইচপি স্কেল করার জন্য আরও কঠোর পরিশ্রমের প্রয়োজন। কারণ এটি ডায়নামিকভাবে টাইপ করা হয়। প্রেক্ষাপটের উপর নির্ভর করে, কোডের একই অংশ ভিন্নভাবে আচরণ করতে পারে।

এটি আধুনিক সার্ভার-সাইড প্রোগ্রামিং ভাষার সুবিধারও অভাব রয়েছে। আরেকটি নেতিবাচক দিক হল যে আপনি যখন ডেস্কটপ এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এর কথা ভাবেন তখন এর প্রসঙ্গ ই আসে না।

What to learn instead — Python, Javascript, or Go

পিএইচপি শুধুমাত্র একারনে খারাপ নয় যে এটি ভবিষ্যতের ভাষা নয়। আপনি একটি আধুনিক ভাষা সঙ্গে অনেক বেসি সামনজস্য। এটি জিনিসগুলিকে আরও কঠিন করে তোলে এবং একটি প্রকল্পকে জটিল করতে পারে।

একজন ডেভেলপার হিসাবে, আপনি সর্বোচ্চ লিভারেজ এবং দক্ষতা চান। অন্যথায়, আপনি আপনার বেশিরভাগ সময় ব্যয় করতে পারেন এমন প্রতিবন্ধকতাগুলি ঠিক করতে যা একটি আধুনিক ভাষা দিয়ে নির্বিঘ্নে স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করা হবে।

পিএইচপি শেখার সময় ব্যয় করা আপনাকে আপনার সময়ের জন্য সর্বাধিক সুবিধা দেবে না। এটি শুধুমাত্র একটি ব্যাকএন্ড ভাষা। ব্যাকএন্ড ব্যতীত অন্যান্য ব্যবহারের জন্য ব্যবহার করতে পারেন এমন আরও আধুনিক ভাষার সাথে আপনার সময় ব্যয় করা আপনার আরও উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

5. C

 

TIOBE সূচক থেকে, জানুয়ারী 2022 অনুযায়ী C দ্বিতীয় জনপ্রিয় ভাষা হিসাবে স্থান পেয়েছে। এটি পাইথনের পরে দ্বিতীয়।

কিন্তু জনপ্রিয়তার মানে কি এটা ভবিষ্যতের জন্য ভালো? বৈজ্ঞানিক এবং উত্পাদন কারণে, সম্ভবত হ্যাঁ। তবে একটু গভীরে ভাবা  যাক।

2020 সালের মে মাসে, এটি পাইথনকে ছাড়িয়ে এক নম্বর স্থানে উঠেছিল। নিচে ইমেজ আছে

Image Credit: TIOBE Index May 2020

ভবিষ্যতে এটি মূল্যবান হবে কিনা তা নির্ধারণ করতে, 2020 সালে এর হঠাৎ উত্থানের কারণ কী তা আমাদের জানতে হবে। C কেন প্রথম স্থানে উঠে এসেছে তার সম্ভাব্য কারণ সম্পর্কে নীচে TIOBE CEO-এর একটি মন্তব্য রয়েছে।

"Java and C were already very close in April, but this month C surpasses Java again. The last time C was number one was back in 2015. We can only guess why C is number one again. One of the reasons might be the Corona virus. This might sound silly but some programming languages really benefit from this situation. Examples are Python and R in the data sciences area because everybody is searching for an antidote for the virus. But also embedded software languages such as C and C++ are gaining popularity because these are used in software for medical devices." — Paul Jansen, CEO TIOBE

ঠিক আছে, বুঝেছি. C হল মাইক্রোওয়েভ, ফ্রিজ ইত্যাদির মতো বেশিরভাগ গৃহস্থালির যন্ত্রপাতিতে ব্যবহৃত ভাষা। অন্য কথায়, IoT পরিপক্ক হওয়ার সাথে সাথে এটি একটি প্রত্যাবর্তন করতে পারে।

এখন জনপ্রিয় হওয়ার অর্থ এই নয় যে এটি ভবিষ্যতে জনপ্রিয় হবে। এটা বাতিল করা অত্যন্ত কঠিন। একই সময়ে, এটি প্রধান ত্রুটিগুলি বহন করে যা আধুনিক ভাষাগুলির দ্বারা সমাধান করা হয়েছে।

What to learn instead—Rust or Ruby

হার্ডওয়্যারও পরিবর্তিত হচ্ছে তাই C এর উপস্থিতি সম্পূর্ণরূপে নির্ভর করা যাবে না। আমি বুঝতে পারি এটি বেশিরভাগ ভাষার জননী কিন্তু শীঘ্র বা পরে আমরা এটি থেকে দূরে চলে যাবো।

C++ এর সমস্যার সমাধান করে না এটি শুধুমাত্র এক্সটেনশন যোগ করে। এটি অপ্রয়োজনীয় ওভারহেড তৈরি করে। টেসলা আসলে তাদের অপারেটিং সিস্টেমের জন্য C++ এর চেয়ে C পছন্দ করেছে।

C vs Rust বেশ বিতর্কিত। যাই হোক না কেন, Rust হল একটি আধুনিক ভাষা যা C/C++ এর বাধাগুলি সমাধান করার জন্য ডিজাইন করা হয়েছে এবং অপ্টিমাইজ করা হলে সমানভাবে দ্রুত হবে। এটিতে লাইব্রেরিও রয়েছে যা এটিকে বৈচিত্র্যময় এবং ব্যবহার করা সহজ করে তোলে।

ruby একটি আধুনিক ভাষা। গতি সর্বত্র গুরুত্বপূর্ণ, একটি স্টার্ট-আপ পরিস্থিতিতে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি দ্রুত সরাতে চান তবে রুবি একটি ভাল বিকল্প।

6. C++

TIOBE সূচকে, C++ চতুর্থ জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা হিসেবে স্থান পেয়েছে।

ভালো র‌্যাঙ্কিংয়ে কাউকে ভালো চিন্তা না করে ভাষায় ঝাঁপিয়ে পড়া উচিত নয়।

C এর বিপরীতে যা ছোট ডিভাইস, চিকিৎসা ডিভাইস এবং গৃহস্থালীর আইটেমগুলিতে ব্যবহৃত হয়। C++ বেশিরভাগ GUI-ভিত্তিক অ্যাপ তৈরির জন্য ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়েব ব্রাউজার, গেমস ইত্যাদি।

এটি C++ কে দূর করা সহজ করে তোলে কারণ আরও ভাল আধুনিক ভাষা রয়েছে যা অনেক সহজে এবং আরও দক্ষতার সাথে কাজটি করতে পারে।

What to use instead—Rust or Ruby

মজিলা তাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য C++ এর ডাউনসাইডে বিরক্ত হওয়ার পরে Rust তৈরি করেছিল।

তারা এমন একটি ভাষা তৈরি করেছে যা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে তারা যে সমস্যার সম্মুখীন হয়েছিল তার সমাধান করবে।

এটির সৃষ্টির পর থেকে, Rust এর জনপ্রিয়তা ক্রমশ বেড়েছে এবং আরও প্রোগ্রামাররা এটিকে ভালোবেসে এবং গ্রহণ করছে। সংক্ষেপে, এটি C++ এর খারাপ দিকগুলিকে সম্বোধন করে এবং এটি একটি আধুনিক ভাষা

C++ vs Rust বিতর্কিত হতে পারে কিন্তু যখন এটি পৃথক ভাষা এবং ভবিষ্যত প্রক্ষেপণের ক্ষেত্রে আসে, তখন C++ এর উপর Rust-এর উপরে রয়েছে।

Rust বা Ruby – দুটিই এমন ভাষা যেগুলির প্রতিযোগিতা কম হলেও বেতন সবচেয়ে বেশি। কোডিং নোমাডস থেকে, রুবি হল সর্বোচ্চ অর্থ প্রদানকারী প্রোগ্রামিং ভাষা। এটি ইনডিড এবং গ্লাসডোর থেকে প্রাপ্ত গড় থেকে।

 

পুরো আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ । এখানে শুধুমাত্র আমার ব্যাক্তিগত মতামত বলা হয়েছে  এবং এখানে জনপ্রিয় কিছূ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নিয়ে সমালোচনা করা হয়েছে । কারো যদি দ্বিমত থাকে জানাতে পারেন কিন্তু খারাপ মন্তব্য করবেন না।

ভালো লাগলে আমার ওয়েবসাইট টি ভিজিট করুন – develosbd.com

information source – develosbd.com

6 Programming Languages You Should Not Learn(and its alternate)

Artificial intelligence | what is artificial intelligence 

 

 

The post 6টি প্রোগ্রামিং ভাষা আপনার শেখা উচিত নয় (এবং এর পরিবর্তে কী শিখতে হবে) appeared first on Trickbd.com.

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার নতুন আপডেট প্রকাশ !!

Posted:

আসসালামু আলাইকুম ট্রিকবিডি

মেম্বারগণ কেমন আছেন সবাই।

আশা করছি আল্লাহর অশেষ রহমতে

সকলে ভালো আছেন।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমরা প্রায় সকলেই জানি, দেশে ভয়াবহ বন্যার কারণে

২০২২ সালের এসএসসি এবং এইচএসসি

পরীক্ষা পেছানো হয়েছিল।

কিন্তু আজকে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি

সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন আগামী ১৫ই সেপ্টেম্বর

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে নভেম্বরে।

সাধারণত এসএসসি পরীক্ষা শেষ হওয়ার

প্রায় দুই থেকে তিন মাস পরে

এইচএসসি পরীক্ষা শুরু হয়

কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী

সেই সময়টি কমানো হয়েছে।

তাই এসএসসি পরীক্ষা শেষ হলেই

এইচএসসি পরীক্ষা শুরু হবে।

শিক্ষা বোর্ড থেকে আগামী এক সপ্তাহের মধ্যে

পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায়

শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে প্রায়

২০ লাখ ২২ হাজার এর মত।

তাই শিক্ষার্থীরা এখনো

তোমাদের কাছে দুই মাস সময় রয়েছে।

এই দুই মাস সময়ের মধ্যে নিজেকে

তৈরি করে ফেলো পরীক্ষার জন্য।

এই ছিল বিস্তারিত,,

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post এসএসসি এবং এইচএসসি পরীক্ষার নতুন আপডেট প্রকাশ !! appeared first on Trickbd.com.

জনপ্রিয় দুটি এন্ড্রয়েড অ্যাপ, আপনার একবার হলেও ব্যবহার করা দরকার।

Posted:

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

এন্ডয়েড ফোনের জন্য প্রয়োজনীয় দুইটি অ্যাপের কথা জানাবো আজকে। যা আপনার একবার হলেও কাজে লাগবে।

App-1 যদি আমি বলি আপনি একটা ইয়ারফোন দিয়ে দুইটা আলাদা আলাদা গান শুনতে পারবেন। মানে ইয়ারফোনের যে দুইটা স্পিকার রয়েছে আপনি চাইলে ঐ দুইটা আলাদা স্পিকারে আলাদা গান শুনতে পারবেন।

এটা সম্ভব, এক‌টা ফোনেই সেই ইয়ারফোন লাগানো থাকবে। এবং একটা ফোনে একটা ইয়ারফোন কিন্তু দুইটা স্পিকারে দুই রকম আলাদা গান। শুধু যে হেডফোনেই শুনতে পারবেন এরকমটা নয় আপনি হেডফোন ছাড়াও ফোনের স্পিকারে এক সাথে দুইরকম গান শুনতে পারবেন।

এর জন্য আপনার একটা অ্যাপস দরকার হবে, যেটা প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপের নাম:

SplitCloud Double Music Player এই অ্যাপ ব্যবহার করা খুবই সহজ। অ্যাপ চালু করে হেডফোনের প্রথম স্পিকারে কোন মিউজিক শুনতে চান সেটা বেছে নিন, দ্বিতীয় স্পিকারে কোন মিউজিক শুনতে চান সেটা বেছে নিয়ে প্লে করুন। এটা হেডফোন ছাড়াও ব্যবহার করা যাবে। মিউজিক প্লে করুন। App-2 যদি আপনার স্মার্টফোনে অযথা Notifications, Ads, App Recommended News, এসবের জন্য বিরক্ত হয়ে যান। যদি আপনি কাস্টমাইজ করতে চান আপনার ফোনের নোটিফিকেশন সিস্টেমকে তাহলে আপনার জন্য রয়েছে এই অ্যাপ। এই অ্যাপের আরেকটা ভালো বিষয় হলো আপনার ব্লক, বন্ধ করা নোটিফিকেশন এই অ্যাপে সেভ হবে, এবং নোটিফিকেশন হিস্টোরি হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন : কোনো প্রয়োজনীয় নোটিফিকেশন যদি ভুল করে আপনি নিজে রিমুভ করে পরে যখন আপনার মনে পড়বে যে আরে ঐ নোটিফিকেশন টা দেখা দরকার ছিলো, ওটা কোনো কাজের নোটিফিকেশন ছিলো হয়তো, তখন আপনি ঐ নোটিফিকেশন এই অ্যাপে দেখতে পাবেন। আর এই অ্যাপ আপনার ব্যক্তিগত কোনো তথ্য সংরক্ষণ করে কোথায় শেয়ার করে না।

এই অ্যাপের সাহায্য আপনি যেকোনো পার্টিকুলার অ্যাপের জন্য নোটিফিকেশন কাস্টমাইজ করতে পারবেন, আপনার কোনো পছন্দের অ্যাপকে প্রায়োরিটি দিতে পারবেন, অথবা এমন কোনো অ্যাপস ইন্সটল করা আছে আপনার ফোনে যেগুলো ফালতু নোটিফিকেশন, অ্যাডসগুলো আপনি বন্ধ করতে চান, ব্লক করতে চান, তাহলে এসব করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে।

অ্যাপের নাম:

Spren Notification Manager, Blocker – AI Powered

এই অ্যাপের ব্যবহার‌ও সহজ। অ্যাপ চালু করে নিচের দেখানো দুইটা লেখায় টিক চিহ্ন দিয়ে Google এ Sign in না করে Skip এ ক্লিক করুন। তারপর সেটিং এর আইকনে ক্লিক করুন এবার ব্যাক বোতামে ক্লিক করে ওপরের নোটিফিকেশন আইকনে ক্লিক করুন। Hide Content নামের অপশন টা চালু করে দিন। এখন অ্যাপ রুলস এ গিয়ে যেসব অ্যাপের নোটিফিকেশন চান সেগুলো চালূ করুন। আর যেসব অ্যাপের নোটিফিকেশন চান না সেগুলো অফ করুন।

আপনার কাজ শেষ। এখন আর কোনো ফালতু অ্যাড আপনাকে বিরক্ত করবে না। অ্যাপগুলো ভালো লাগলে, ব্যবহার করে দেখতে চাইলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

SplitCloud Double Music

Spren Notification Manager, Blocker – AI Powered

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। 🙂

The post জনপ্রিয় দুটি এন্ড্রয়েড অ্যাপ, আপনার একবার হলেও ব্যবহার করা দরকার। appeared first on Trickbd.com.

শেয়ারড ডাউনলোড সাইটের লিংক পরিবর্তন হওয়ার ফলে লিংক কাজ না করলে করণীয়।

Posted:

আমাদের এই পৃথিবীতে কত ধরণেরই না মানুষ রয়েছে। এই মানুষের মধ্যে এক একজন থেকে এক একজনের দিকে লক্ষ্য করলে দেখা যায় অনেক ভিন্নতা রয়েছে। বিভিন্ন ভিন্নতার মধ্যে পছন্দ নামক একটি বিষয় রয়েছে। মানুষ বিভিন্ন বিষয় পছন্দ করে থাকেন কেউ এটা, কেউ বা আবার অন্যটা। এর মধ্যে একটি পছন্দ হলো বিনোদনের বিষয়। আমরা অনেকেই আছি বিনোদন উপভোগ করতে পছন্দ করি। যেহেতু বর্তমান যুগ ডিজিটাল যুগ আর এই যুগে বিনোদন আমরা ইন্টারনেটের সাহায্যে উপভোগ করার সুযোগ পেয়ে থাকি। ইন্টারনেট থেকে বিনোদন উপভোগ করতে গিয়ে আমরা অনেক সময় কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো এইরকম একটা সমস্যা নিয়ে আমাদের আজকের এই টপিক।

আমাদের টপিকটি হলো মূলত আমরা যারা মোটামুটি বিনোদন পাড়ার লোক তারা সকলেই ফ্রিতে কোন বিনোদনমূলক ফাইল উপভোগ করতে ঐগুলো ডাউনলোড করতে কিছু গুগল ড্রাইভ শেয়ারড ডাউনলোড সাইটের সাহায্য নেই। কিন্তু প্রায় সময় এই সাইটগুলিতে একটা বিষয় লক্ষ্য করা যায় যে, এগুলোর ডোমেইন নেম এর এক্সটেনশনটি পরবর্তীত হয়ে থাকে। যা বিভিন্ন কারণে হয়ে থাকে, বিশেষ করে কপিরাইটের কারণে। যেহেতু তারা কপিরাইট ফাইল শেয়ার করে থাকে। এছাড়াও আরো বেশকিছু কারণ রয়েছে। যেটা মূলত ওয়েব বিশেষজ্ঞরা আশা করি বুঝতে পেরেছেন। যার ফলে এই সাইটগুলির লিংক অনেক সময় কাজ করে না এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড করতে পারি না।

ডাউনলোড লিংকের সমস্যাঃ

বিশেষ করে কিছু বিনোদনমূলক সাইট রয়েছে যারা বিনোদনমূলক ফাইলগুলি বিভিন্ন ধরণের গুগল ড্রাইভ শেয়ারডমূলক সাইটে আপলোড করে সেই লিংক তাদের সাইটে প্রকাশ করে থাকে। কিন্তু উপরে আমরা এই শেয়ারড সাইটগুলির যে সমস্যার কথা বলেছিলাম অর্থাৎ সাইটগুলির ডোমেইন নেম এক্সটেনশন পরিবর্তীত হওয়ার ফলে ডাউনলোড লিংকগুলি কাজ করে না। যদিও এই সমস্যা সবসময় হয় না। তবে প্রায় সময় হয়ে থাকে। এখন যদি আপনি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে কী করবেন চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।

আমি এখানে একটি সাইট দিয়ে উদাহরণ দিচ্ছি। গুগল ড্রাইভে ফাইল শেয়ারের কয়েকটি জনপ্রিয় শেয়ারড সাইটের মধ্যে একটি হলো Gdtot এটির ডোমেইন নেম এক্সটেনশন দেখবেন প্রায় সময় পরিবর্তীত হয়ে থাকে। এইরকম এই ক্যাটাগরির সব সাইটেরই হয়ে থাকে। তো এগুলোতে যখন কোন ব্যক্তি কোন ফাইল আপলোড করে থাকে তখন এগুলোর লিংক থাকে একরকম এবং ঐ লিংকগুলি তারা আমাদের মাঝে শেয়ার করে থাকে। কিন্তু ডোমেইন নেম পরিবর্তনের ফলে সেগুলোর লিংক পরিবর্তীত হয়ে যাওয়ার ফলে যে লিংক শেয়ার করা হয়ে থাকে সেটি আর কাজ করে না।

যেমন উপরের স্ক্রিনশটটি লক্ষ্য করলে বুঝতে পারবেন। শেয়ার করা লিংক থেকে ফাইল ডাউনলোড করতে গিয়ে দেখা যাচ্ছে যে ডাউনলোড করা যাচ্ছে না সাইট ডাউন দেখাচ্ছে। এর কারণ হচ্ছে ডোমেইন নেম এক্সটেনশন পরিবর্তনের কারণে। স্ক্রিনশটে চিহ্নিত এক্সটেনশন (.pl) নেমটি মনে রাখুন।

ডাউনলোড লিংক সমস্যার সমাধানঃ

যদি আপনি কোন ফাইল ডাউনলোড করতে গিয়ে উপরোল্লিখিত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনাকে যা করতে হবে তা হলো উক্ত সাইটটির ডোমেইন নেম বা ওয়েব অ্যাড্রেস লিখে গুগল সার্চে সার্চ করতে হবে। করার পর উপরের স্ক্রিনশটের মত আপনার কাঙ্ক্ষিত অনুসন্ধানকৃত ফলাফল চলে আসবে। এখানে আপনাকে উক্ত সাইটে ভিজিট করতে হবে তাই তার জন্য সাইটের নামের উপর ক্লিক করুন।

সাইটটিতে প্রবেশ করার পর ঠিক উপরের স্ক্রিনশটের মত দেখতে পাবেন। এখানে চিহ্নিত এক্সটেনশন নেমটি লক্ষ্য করুন। আর আগে যে উপরে বলেছিলাম এক্সটেনশন নেমটি মনে রাখতে সেটির সাথে এটি মিলিয়ে দেখুন। কী বুঝলেন দুটির মধ্যে প্রার্থক্য রয়েছে। যার কারণে এই লিংক কাজ করতেছে না, ডাউন দেখাচ্ছে। এখন আপনার কাজ হচ্ছে এই এক্সটেনশন (.sbs) নেমটি ভালো করে দেখে নেওয়া।

আপনাকে এখন যা করতে হবে তা হলো যে লিংকটি কাজ করতেছে না। সেটির সার্চবারে গিয়ে পূর্বের এক্সটেনশন (.pl) নেমটি পরিবর্তন করে নতুন এক্সটেনশন (.sbs) নেমটি বসিয়ে আবার লিংকটিতে ভিজিট করুন।

আর দেখুন উপরের স্ক্রিনশটের মত আপনার কাঙ্ক্ষিত ফাইলটি চলে এসেছে। এখন এটি ডাউনলোড করার উপযোগী হয়ে গিয়েছে। আপনি এখন আপনার ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। আর এইভাবেই যদি কখনো কোন সাইটের লিংকের পরিবর্তন হয়ে থাকে তখন আপনি সহজে উপরোল্লিখিত পদ্ধতি অনুসরণ করে ডাউনলোডের সমাধান করে নিতে পারেন।

অভিজ্ঞ ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু কথা……..
প্রথমে বলে নেই আশা করি আমার কথাগুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে এইসব ট্রিকস এবং টিপস বিষয়ক ফোরাম সাইট বা ব্লগ গুলি তৈরি করার একমাত্র লক্ষ্য হচ্ছে যার চোখে যেটা সমস্যা হয়ে ধরা দিয়েছে বা সমস্যা মনে হয়েছে এবং সেটার সমাধান খুঁজে পেয়েছে। তারা সেটা অন্যদের সাথে শেয়ার করার জন্য। যার লক্ষ্যে আমরা সকলেই চেষ্টা করি সুযোগ অনুযায়ী তা করার হোক সেটা সহজ বা কঠিন বিষয়। কিন্তু অনেকেই আছেন বিষয়গুলি আগে থেকে জেনে থাকেন এবং বিভিন্ন ধরনের কথা বলে থাকেন নিজেকে অভিজ্ঞ ব্যক্তি হিসেবে জাহির করার জন্য। আমি আপনার উদ্দেশ্যে বলব, আপনি আগে থেকে জেনে থাকলে ভালো কথা এটিকে এড়িয়ে যান। যিনি বিষয়টি জানেন না তার জন্যই মূলত এই টপিকটি। আশা করি বুঝতে পেরেছেন।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post শেয়ারড ডাউনলোড সাইটের লিংক পরিবর্তন হওয়ার ফলে লিংক কাজ না করলে করণীয়। appeared first on Trickbd.com.

TELEGRAM PREMIUM | নিয়ে নিন টেলিগ্রাম এর প্রিমিয়াম ভার্সন একদম বিনামূল্যে

Posted:

আসসালামু আলাইকুম
➤ট্রিকবিডিবাসী আশা রাখছি সকলে ভালো আছেন।


তো চলুন পোস্টে শুরু করা যাক

Okay

😌

আপনারা নিশ্চয় টেলিগ্রাম সম্পর্কে অবগত এবং প্রায়শই ব্যাবহার করেন। Messaging, File Share Etc অনেক কাজ করে থাকেন
টেলিগ্রাম এ অনেক ফিচার্স থাকায় ব্যবহার করেও অনেক কাজ সহজেই সম্পুর্ন করা যায়।



তবে এতোদিন ফ্রি সার্ভিস ব্যাবহার করা গেলেও বেশ কিছু ফিচার্স ব্যাবহার করতে এখন টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রাইব করতে হবে।

Setting থেকে প্রিমিয়াম এ গেলেই দেখতে পারেন



Telegram Premium Sticker – Reaction



কিন্তুু আমরা ত ফ্রিতেই প্রিমিয়াম ব্যাবহার করবো

😑🐸

এবার ডাউনলোড + ইন্সটল করার সময়
➤Telegram V8.8.4
➤Primium Modified Safe Version

Download From Mdrive


Telegram Premium

Download From Telegram


Telegram Premium

—————————————————-
⬇

Telegram Channel

⬇

Join Telegram



—————————————————
—————————————————

আল্লাহ হাফিজ

The post TELEGRAM PREMIUM | নিয়ে নিন টেলিগ্রাম এর প্রিমিয়াম ভার্সন একদম বিনামূল্যে appeared first on Trickbd.com.

ফ্রিল্যান্সিং করতে যেয়ে প্রতারিত হচ্ছেন না তো?(পার্ট-৩)

Posted:

যারা আমার এই পোস্ট এর আগের পর্ব গুলো টি দেখেন নি তারা নিচের লিংক গুলো তে যেয়ে দেখে আসতে পারেন।

পর্ব ১

পর্ব ২

গত পর্ব গুলোতে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং এর কয়েকটি ভয়ংকর প্রতারণার দিক সম্পর্কে বিস্তারিত বলে ছিলাম। এই পর্বে আমি আরো কয়েকটি দিক সম্পর্কে জানিয়ে দিবো। এবং পোস্ট টি কমপ্লিট করে দেওয়ায় চেষ্টা করবো ইনশাআল্লাহ।

গত পর্বে আমি আমার প্রতারিত হবার একটি ঘটনা শেয়ার করেছিলাম। এই পর্বে আমি তার পরের স্তর থেকে শুরু করছি।

তো অধিকাংশ কোর্স বিক্রেতাই আপনার থেকে কোর্স বিক্রি করে যাবে শুধুই টাকা কামানোর উদ্দেশ্যে। কোনো কোর্স শেষে আপনার স্কিল আপনাকে নিজেকেই তৈরী করে নিতে হবে।

এই স্কিল ডেভেলপমেন্ট এর জন্য আপনাকে বছর এর বছর (সর্বনিম্ন 4000 ঘণ্টা) শুধুমাত্রই নিজের স্কিল ও প্রজেক্ট ডেভলপমেন্ট এর কাজে ব্যয় করতে হবে। তবেই তো আপনি হয়ে উঠতে পারবেন একজন প্রকৃত ফ্রিল্যান্সার।

আর কোর্স শেষে ভুলেও তাদের কাছে জানাবেন না যে আপনি কাজ পাচ্ছেন না।(মানে আপনি যদি জানান তাহলে) তাহলে তারা আপনাকে খুবই খারাপ ভাবে অপমান করবে। আপনাকে দূর্বল ঘোষিত করবে। এবং আপনি কাজ না পাওয়ায় সম্পুর্ণ দোষ টাই আপনার উপর চাপিয়ে দিবে।

যেমন টা আমার বেলায় ও হয়েছিল। তাছাড়া আপনি যদি বেশি ঝগড়া করার চেস্টা করেন তাহলে তারা আপনাকে ব্লক করে দিবে।

আমি আমার নিজের ব্যাপারে বললাম ই তাছাড়া এমন অনেক অনেক লোক আমাকে তাঁর এই প্রতারণার গল্প টি শেয়ার করেছে। যা পোস্টে লিখে বুঝানোর অনুমতি নেই। অথবা সম্ভব নয়।

আমার পোষ্টের সাথে আপনার গল্প মিলে গেলে ধরে নিবেন যে আপনি অলরেডি প্রতারিত হয়ে গেছেন। কম্পিউটার কিনলেন ইন্টারনেট কিনলেন কোর্স করলেন। কিন্তু কোনো টাকা ইনকাম করে পরিবার কর এখনও দিতে পারছেন না।

আর এই ফ্রিলান্সিং এ বেশিরভাগই থাকে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিারের সন্তান রা। আপনারা শুধুমাত্র খেয়ে পড়ে বাঁচার জন্যই কোর্স ইনরোল করে থাকেন। বাট আপনারাই হয়ে যান প্রতারণার শিকার।

আর আপনারা অনেকে এই প্রতারণার শিকার হয়েই একদিন হয়ে উঠেন প্রতারক।
সেটা কিভাবে হন তা না হয় পরের পোস্টেই বললাম।

আজ তাহলে এই পর্যন্তই থাক। আপনারা সকলেই ভাল থাকুন। সুস্থ থাকুন। আর এই এই পোষ্টের পরবর্তী পর্বের জন্যে অপেক্ষা করুন। আর আমার পরবর্তী পোস্ট টি কিসের উপর চান সেটি আমাকে জনিয়ে দিন কমেন্টে, জিমেইল এ, অথবা টুইটারে।
জিমেইল: marufkhan1215@gmail.com
Twitter: 1215maruf

The post ফ্রিল্যান্সিং করতে যেয়ে প্রতারিত হচ্ছেন না তো?(পার্ট-৩) appeared first on Trickbd.com.

আমি যে কাজ গুলো করে অনলাইন থেকে প্রতি মাসে ১৫ হাজার টাকা আয় করি [আপনিও পারবেন]

Posted:

আস সালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই ছোট আর্টিকেল থেকে অনলাইন থেকে আয় করার টিপস & ট্রিকস খুজে পাবেন।

আমি কিভাবে অনলাইন থেকে টাকা আয় করি?

আমি অনলাইন থেকে ০৩ টি ছোট উপায়ে টাকা আয় করে থাকি আর সেগুলো হলো –

  • গুগল এডসেন্স একাউন্ট বিক্রি করে
  • ওয়েবসাইট বানিয়ে
  • অনলাইনে ফ্লাক্সিলোড করে

তবে আজকে আলোচনা করবো গুগল এডসেন্স একাউন্ট বিক্রি করে কত টাকা আয় করা সম্ভব? & কিভাবে গুগল এডসেন্স পাবেন এই বিষয়টি নিয়ে।

গুগল এডসেন্স পাওয়ার জন্য আমি যে পদক্ষেপ গ্রহন করি?

আমি মূলত ব্লগ সাইট & প্রশ্নোত্তর সাইটে গুগল এডসেন্স এপ্রুভ করিয়ে লোকাল মার্কেট প্লেসে বিক্রি করে থাকি।

ব্লগ সাইটে গুগল এডসেন্স পাওয়ার জন্য কি কি করি?

  1. প্রথমে সাইটটি সুন্দর ভাবে ডিজাইন করে থাকি
  2.  ব্লগ সাইটে কিছু পেজ যোগ করি (About Us, Contact Us, Privacy policy)
  3. সুন্দর ভাবে ৫/৭ টি ইউনিক আর্টিকেল পাবলিশ করি
  4. বিভিন্ন ওয়েবসাইট থেকে কিছু ব্যাকলিংক করি
  5.  ভিজিটরের জন্য অপেক্ষা করি
  6.  যখন কিছু ভিজিটর আসতে থাকে তখন গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করি
  7. ২৪ ঘন্টা থেকে ১০ দিনের মধ্যে এডসেন্স এপ্রুভ হয়ে যাই।

আমার ব্লগ সাইট থেকে ধারনা পেতে- ব্লগ সাইটটি ঘুরে আসতে পারেন (https://tipsbongo.xyz)

প্রশ্নোত্তর সাইটে গুগল এডসেন্স পাওয়ার জন্য কি কি করি?

আমি এখন পর্যন্ত যত গুলো এডসেন্স এপ্রুভ ওয়েবসাইট সেল করেছি তার মধ্যে প্রশ্নোত্তর ওয়েবসাইট বেশি ছিলো। কারন এখানে খুব সহজেই এডসেন্স এপ্রুভ পাওয়া যাই।

  1. প্রশ্নোত্তর সাইটে এডসেন্স পাওয়ার জন্য অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি থিম রাখতে হবে।
  2. ব্লগ সাইটের মত এখানেও কিছু পেজ রাখতে হবে
  3. ৫০০ থেকে ১০০০ এর মত প্রশ্ন & উত্তর করতে হবে
  4. কিছু ব্যাকলিং করতে হবে।
  5. সাইটের বাউন্স রেট ২০% এর নিচে থাকতে হবে
  6. দৈনিক ১০/১৫ টি ভিজিটর থাকতে হবে।

উপরের এই বিষয় গুলে মেনে আমি এডসেন্স এর জন্য এপ্লাই করি & আমি সাকসেস।

আমার বর্তমানে ১৫ টি প্রশ্নোত্তর সাইট রয়েছে।

আরও বেশি ধারনা পাবেন আমার প্রশ্নোত্তর সাইট-টি ঘুরে আসলে।

আপনাদের বুজার সুবিধার্তে ২ টি সাইটের লিংক দিলাম।

(২ টার বেশি লিংক দেওয়ার জন্য ট্রিকবিডির কাছে ক্ষমা পার্থী। ক্ষমা করবেন।)

আমি প্রতিটি সাইটের জন্য কত টাকা ইনভেস্ট করি?

ব্লগ সাইটের জন্য ২৫০ টাকা মাত্র

  • ডোমেইন – ৯৯ টাকা
  • হোস্টিং- ১৫০ টাকা

ব্লগ সাইট বিক্রি করে থাকি – ৭৫০০ টাকা থেকে ৯০০০ টাকা

প্রশ্নোত্তর সাইটের জন্য ৭৫০ টাকা

  • ডোমেইন – ৯৯ টাকা
  • হোস্টিং – ১৫০ টাকা
  • ইউজার পেমেন্ট – ৫০০ টাকা

প্রশ্নেত্তর সাইট বিক্রি করি ৭০০০ টাকা থেকে ৮০০০ টাকা।

এডসেন্স পাওয়ার পর কোথায় বিক্রি করি?

এডসেন্স + ওয়েবসাইট সেল করার জন্য বর্তমানে অনেক গ্রুফ আছে। সেখানে বিক্রি করি & ডিল করি এডমিন এর মাধ্যমে।

আমি মাসে কত গুলো ওয়েবসাইট এডসেন্স এপ্রুভ করিয়ে থাকি?

আমার টার্গেট থাকে ৩ টি এডসেন্স এপ্রুভ করানো প্রতিমাসে। তবে অনেক সময় কম- বেশি হয়ে থাকে।

বোনাস পোস্ট-

যারা ওয়েবসাইট বানাতে পারেন না কিন্তু ওয়েবসাইট থেকে এডসেন্স এপ্রুভ করিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছেন তারা চাইলে আমাকে দিয়ে ওয়েব সাইট বানিয়ে নিতে পারবেন।

আর যারা এখন পযন্ত অনলাইন থেকে এক পয়সাও ইনকাম করতে পারেন নাই তারা চাইলে ছোট ছোট প্রশ্নোত্তর করে টাকা আয় করতে পারবেন। ছোট ছোট প্রশ্ন উত্তর করে টাকা আয় করার জন্য এই সাইটে কাজ করতে পারেন। – https://itaskbd.xyz/

এছাড়াও আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে অনলাইন ইনকাম বিষয়ক বিভিন্ন হেল্প নিতে পারেন।

আমার ফেসবুক আইডি – https://www.facebook.com/nasim.parvez360

The post আমি যে কাজ গুলো করে অনলাইন থেকে প্রতি মাসে ১৫ হাজার টাকা আয় করি [আপনিও পারবেন] appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments