Search box..

কেমন ছিল অনন্ত জলিলের ১০০ কোটি টাকার সিনেমা °দিন দ্যা ডে° ? | Din – The Day Movie Bangla Review

কেমন ছিল অনন্ত জলিলের ১০০ কোটি টাকার সিনেমা °দিন দ্যা ডে° ? | Din – The Day Movie Bangla Review


কেমন ছিল অনন্ত জলিলের ১০০ কোটি টাকার সিনেমা °দিন দ্যা ডে° ? | Din – The Day Movie Bangla Review

Posted:

ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি। আর বিনোদনপ্রেমী মানুষদের কাছে আলাদা করেই ঈদ মানে নতুন সিনেমা।

ওটিটি এর জয়জয়কার এর মধ্যেই বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে। এখন বাংলা সিনেমা মুক্তি পেতে শুরু করেছে প্রেক্ষাগৃহে।

এবার ঈদেও মুক্তি পেয়েছে তিন বাংলা সিনেমা, যার মধ্যে আরো একটি নিয়ে আজ কথা বলব। বলছিলাম *দিন দ্যা ডে* সিনেমা নিয়ে।

শুরুতেই সিনেমার গল্প নিয়ে কথা বলি।
অ্যাকশন সিনেমা হল *দিন ন্দা ডে*বাংলাদেশের টিম অর্থাৎ প্রশাসনের একজন যোগ্য অফিসার নায়ক এ জে।
সেই সাথে তার স্ত্রী বর্ষ সরি ইন্ট্রোতে যেমনটা দেখেছিলাম তেমনটাই চলে এসেছে 🤣

যাইহোক সিনেমাতে তারা দুজন একই পেশায় নিয়োজিত, তবে *এযে* অর্থাৎ অনন্ত জলিল যার নাম সিনেমাতে *এজে*

তিনি মাদক বিরোধী এক অপারেশনে বিদেশ যান। কোন দেশ এটা জিজ্ঞেস করবেন না কারণ একবার আফগানিস্তান একবার ইরান একবার বাংলাদেশ,
একচুয়ালি কখন কোন দেশে ছিলেন এটা আমি গুলিয়ে ফেলেছি।

তবে তিনি যেখানেই যান সেখানেই একশান, যেখানে এযে সেখানেই একশান। মারদাঙ্গা এই অফিসার এক ভয়ংকর অপরাধী আবু খালিদকে ধরতে।
দুর্গম সব যাত্রাপাড়ি দেন। এভাবেই মূলত এগোতে থাকে সিনেমার গল্প। এর থেকে বেশী বলে দিলেই স্পয়লার দেয়া হয়ে যাবে।
বাকিটা না হয় আপনি সিনেমা হলে গিয়েই দেখে নিয়েন।

এই সিনেমার রিভিউ দিব দুই ভাগে ভাগ করে, ইতিবাচক দিক এবং নীতিবাচক দিক।

শুরুতেই ইতিবাচক দিক নিয়ে কথা বলা যাক।

সিনেমার লোকেশন গুলো খুবি সুন্দর ছিল যেহেতু ফরেন লোকেশন এ শুট করা হয়েছে তাই সিনেমার ৮০% দৃশ্য।
এজন্য মোটামুটি প্রত্যেকটি সিন ই আপনার দেখতে ভালো লাগবে।

ক্যামেরার কাজ ও বেশ ভালো হয়েছে টেকনোলজিতে নিশ্চিতভাবে কোন কার্পণ্য করেনি সিনেমা কর্তৃপক্ষ।
যেহেতু পুরো সিনেমার সঙ্গে পরিচালক সহ, অভিজ্ঞ একটি ইরানি টিম জড়িত ছিলেন।

সেই সাথে সিনেমার গানগুলি কিন্তু অসাধারণ হয়েছে।গানের কথা একটু এলোমেলো লাগতে পারে।
তবে সেসব যদি মাথা থেকে উড়িয়ে দেন তাহলে গানগুলি আসলে সুন্দর হয়েছে বিশেষ করে ইমরান আর আনিসার গাওয়া একটি গান আছে। তোকে রাখবো খুব আদরে। এক কথায় অসাধারণ হয়েছে গানটি।

সিনেমার প্রথম পোর্টাগনিষ্ঠ অনন্ত জলিল যিনি নায়ক তার বিগত সিনেমা গুলির তুলনায় বেস চেষ্টা করেছেন এই সিনেমায় তবে বোঝা গেছে বিশেষ করে অ্যাকশন সিন গুলোই তিনি ভালো করেছেন।

এছাড়া সিনেমায় যেসব বিদেশি অভিনয় শিল্পীরা ছিলেন তারাও ভালো অভিনয় করেছেন ইনফ্যাক্ট আমি বলবো একমাত্র তারাই অভিনয় করেছেন।

এবার আসি সিনেমার নেতিবাচক দিক নিয়ে। একটু সমালোচনা করা যাক।
অ্যাকশন থ্রিলার গল্প হলেও কোথাও কোন থিল খুঁজে পাবেন না।
শুরুতে আপনার মনে হবে বিরাট কিছু হয়তো একটা হতে যাচ্ছে। কিছুক্ষণ পর আপনার ভুল ভেঙ্গে যাবে।

পুরো সিনেমা জুড়ে কোন রহস্য নেই কোন অ্যাট্রাকশন নাই। দর্শককে হলে ধরে রাখার মতো কোনো বিনোদন ও নেই সিনেমায়।

গল্প একসময় বিরক্তি কর লাগতে শুরু করবে। তখনই যখন আপনি বুঝতে পারবেন বলিউডের সালমান খানের টাইগার এবং ঋত্বিকের ব্যাং ব্যাং সিনেমা থেকে বেশ ধরে ফেলার মত মিল পাওয়া যাচ্ছে।

যদিও সিনেমার শুরুতে বলা আছে যে গল্প কোথা থেকে নেওয়া নাই সম্পূর্ণ কাল্পনিক।

চিত্রনাট্য লেখা হয়েছে কোথাও দেখা যাচ্ছে নায়কের চুল বড় আবার কোথাও দেখা যাচ্ছে চুল ছোট।

কোন সিন থেকে কোন সিন চলে যাচ্ছে আর কোথায় বা ফ্লাশব্যাক হচ্ছে এটার হিসেব রাখা মুশকিল।
যাইহোক সিনেমা শেষ করতে হলে বেশ ধৈর্যের পরীক্ষা দিতে হবে তবে সেই ধৈর্যের ফল মিষ্টি হবে কিনা তা নিশ্চিত করে বলতে পারলাম না।

সিনেমার ডায়লগ নিয়ে আলাদা করে কথা বলতে চাই।
আমি জানিনা এই সিনেমার ডায়লগ কোন বিদেশি লিখেছেন কিনা। এবং সেটা গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে বইয়ের ভাষায় তারা কথা বলেছেন কিনা।
তবে শুদ্ধ ভাষায় কথা বলেননি এটি একদম নিশ্চিত
কিছু ডায়লগ তো হবুহু টাইগার জিন্দা হে থেকে বাংলা করে দিয়ে দিয়েছে।

ভয়াবহ সব ডায়লগ ডেলিভারি বিশেষ করে ভুলভাল ইংরেজিতে এক সময় প্রচন্ড হাস্যকর হয়ে দাঁড়ায় পতিটা সিন।
আমি জানিনা কি দরকার প্রতিটা দৃশ্যে ইংরেজি বাংলা মুখস্ত করে বাংলা বইয়ের ভাষায় ডেলিভারি করার?
তারা চাইলে তাদের যেটা সুবিধা হত সেভাবে কথা বলতে পারতেন।
এর মধ্যে আবার আফগানি ইরানি হিন্দি এসব ভাষা থাকতে পারে।
আমার সম্পূর্ণ জানা নেই তবে অসুবিধে নেই পুরো সিনেমায় বাংলা ও ইংরেজি সাবটাইটেল এর ব্যবস্থা করা হয়েছে। যাতে করে আপনার বুঝতে কোন অসুবিধা না হয়।

সিনেমায় খুব সম্ভবত ৯০% চরিত্রই বিদেশি যদিও তার দরকার কি ছিল আমি ঠিক জানিনা, আমাদের দেশে এত ভালো ভালো আর্টিস্ট আছেন।

এমনকি আমাদের দেশে জনপ্রিয় এবং অভিজ্ঞ অভিনেতার মিশা সওদাগর কিন্তু ছিলেন এই সিনেমায় তবে হার্ডলি দুটো কি তিনটে সিনে দেখা গেছে এর কারণ ও স্পষ্ট নয়।

যাই হোক বিদেশি চরিত্রগুলো স্বাভাবিকভাবেই তারা বাংলা কথা বলতে পারেন না। তবে জোর করে অডিয়েন্সের জন্য তাদের মুখে কখনো বাংলা কখনো ইংলিশ কখনো বিদেশী ভাষা এটা কিন্তু খুবই হাস্যকর দেখায়।

বিশেষ করে যারা ভয়েজ অভার দিয়েছেন। তারাও যদি একটু অভিজ্ঞ হতেন।
তাহলে ভুলভাল উচ্চারণে ভুলভাল কথা হয়তো শোনা লাগত না।

সিনেমার লুক নিয়ে আলাদা করে কথা বলতে চাই।
পুরো সিনেমায় একাধিক পোশাক এবং মেকআপ আর্টিস্ট ছিল।
কখনো কখনো অনন্ত জলিল এবং বর্ষা কে ভালো লেগেছে যার পরিমাণ খুবই কম। আবার কোথাও কোথাও একদম বাজে লেগেছে।

বিশেষ করে গানগুলা লোকের দিকে বিশেষ নজর দেয়া উচিত ছিল যেহেতু আমাদের বাংলা সিনেমার একটি আলাদা পরিচয় বহন করে কিন্তু এর গান গুলোই।
মেকআপ এর থেকেও বেশি বেনানান্না মান লেগেছে তাদের পোশাক।

সবশেষে সিনেমার টপ অভিনয় ছিল ২ অভিনেত্রীর অভিনয়।
অনন্ত জলিল এবং বর্ষা যাদের জন্য এত আয়োজন তারা ই হতাশ করেছেন দর্শককে।

আলাদা করে বলতে চাই বর্ষা কে নিয়ে তিনি অভিনেত্রী কিন্তু এত বছরেও ক্যামেরার সাথে সাবলীল হতে পারেননি।
ক্যামেরাই ফলস লুক এক্সপেক্টেশন লেস ডায়লগ ডেলিভারি। আরো যে ভুলভাল উচ্চারণ ছাড়াও তার বডি ল্যাঙ্গুয়েজে একেবারে কখনোই মনে হয় নাই তিনি এই সিনেমার জন্য ই চরিত্র।
যেটা খুবই হতাশা জনক।

একপর্যায়ে একটি দৃশ্এ একটি খুব আবেগময় দৃশ্য চলছিল, বর্ষা কাদছেন কিন্তু সেই মুহূর্তে পুরো হলের দর্শক হাসছেন।
এ থেকেই বুঝে নিতে পারেন কতটা বেমানান অভিনয় করেছেন এই অভিনেত্রী।

তাছাড়া সিনেমায় তাকে এত বড় একটি অফিসারদের চরিত্রে দেখানো হয়েছে অথচ সে রকম কোনো একটিভিটি তাকে দেখানো হয়নি।

একটা বিষয় বলে রাখা ভালো এই বিষয়টা কিন্তু আমাদের সমাজের কিন্তু একটা গতানুগতিক দিক কিন্তু প্রতিফলন করে কারণ নায়ক অনন্ত জলিল এবং বর্ষা তারা দুজনেই কিন্তু একই প্রফেশনে আছেন।

তারা দুজনই কিন্তু প্রশাসনের অফিসার, অথচ তাদের দুজনকে কিন্তু সমানভাবে স্কিন প্রেজেন্ট দেয়া হয়নি।
সমানভাবে কোন অপারেশনে তাকে দেখানো হচ্ছে না।

ইন ফ্যাক্ট এখানে দেখা যাচ্ছে এখানে বর্ষা অফিসার এর চেয়ে বেশি তিনি অনন্ত জলিলের স্ত্রী হিসেবে বেশি চিন্তিত যে তাকে যে পাওয়ারফুল ক্যারেক্টার দেয়া হয়েছে তিনি তাকে কিন্তু সেরকম কোনো দৃশ্যে দেখা যায়নি।

বরং তাকে অনন্ত জলিলের স্ত্রী বর্ষায় লেগেছে।

এবার আসি অনন্ত জলিলের অভিনয়।
আগেই বলেছি তিনি চেষ্টা করেছেন তবে খুব একটা পেরে উঠতে পারেননি।
তার মধ্যে কোথাও কোথাও নায়ক নায়ক ভাব আছে তবে সেটা কি ঠিক তুলে আনা যাচ্ছে না কেন যাচ্ছে না এটা আমার জানা নেই কারণ তিনি যথেষ্ট ওয়েলমেন্ট।

যাইহোক তিনিও আসলে রোবটের মত অভিনয় করেছেন। কোথাও কোথাও এক্সপ্রেশন আনার চেষ্টা করেছেন তবে শেষমেষ তা পুরাই হাস্যকর লেগেছে।

সবশেষ বলতে চাই ১০০ কোটি টাকা খরচ করে সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েও দর্শককে নতুন কিছু উপহার দিতে পারলো কিনা তা একটু সন্দেহজনক।

আপনি যাচাই করতে চাইলে দেখে আসতে পারেন, আমাদেরকে জানাতে পারেন আপনার কেমন লেগেছে *দিন দ্য ডে*বাই দ্যা ওয়ে সিনেমার নাম কেন দিন দ্যা ডে তা আমার জানা নেই আপনারা জানতে পারলে অবশ্যই আমাকে জানাবেন।


YouTube Monetization Offer
৪০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১০০০ সাবস্ক্রাইবার নিন মাত্র ৩০৯০ টাকায়। ১০০% সেভ ওয়ে।✅
Contract Facebook: https://www.facebook.com/profile.php?id=100082805889874

দেখা হচ্ছে পরবর্তী কোনো পোস্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ❤

The post কেমন ছিল অনন্ত জলিলের ১০০ কোটি টাকার সিনেমা °দিন দ্যা ডে° ? | Din – The Day Movie Bangla Review appeared first on Trickbd.com.

বিয়ে বাড়ি বা পিকনিকের জন্য নিয়ে নিন জনপ্রিয় সব গানগুলো যা সবার পছন্দ!!

Posted:

আসসালামুয়ালাইকুম প্রিয় মেম্বার গণ।

কেমন আছেন সবাই।

আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আপনাদের মাঝে একটা অন্য

টপিক নিয়ে পোস্ট করবো,,,

বিয়ে বাড়ি বা পিকনিকের জন্য স্পেশাল জনপ্রিয়

কয়েকটি গান নিয়ে বলবো যেইগুলো

শুনলে যে কেউ নাচতে বাধ্য হবে যদি তার

নাচার ইচ্ছা থাকে ।

বর্তমানের সময় টা হলো

পিকনিক বা বিয়েশাদী এর মৌসুম।

অনেক সময় দেখা যায় যে আমরা বিয়ে বাড়ি

কিংবা অন্যান্য অনুষ্ঠানের জন্য

সবার পছন্দের মত গান খুঁজি কিন্তু

দুর্ভাগ্যক্রমে তখন আমরা প্রয়োজনীয় গান গুলো

খুজে পাই না এর ফলে অনুষ্ঠানের আনন্দটাই থাকে না।

চিন্তা নেই আজকের পোস্ট টি দেখলে আপনিও পাবেন

সব জনপ্রিয় গান গুলো যেগুলো সবার কাছে সব

সময় পরিচিত এবং জনপ্রিয়।

প্রথমে এই নিয়ে

” লাইফস্টাইল ২ মিলিয়ন ”

ইউটিউব চ্যানেল একটি ভিডিও

প্রকাশ করে তাই ভাবলাম এই বিষয় নিয়ে

বাংলাদেশের সবচেয়ে বড় এই টেক রিলেটেড ওয়েবসাইট

ট্রিকবিডি তে একটা পোস্ট করি যাতে সবার কাজে

লাগে।

আর আমি প্রয়োজনীয় পোস্ট ছাড়া অপ্রয়োজনীয় পোস্ট।

করিনা।

যাইহোক মূল পোস্টে যাওয়া যাক।

বাংলাদেশে বিশেষ করে মিক্স গান গুলো

মানুষ বেশি পছন্দ করে

বিশেষ করে ভোজপুরি বা হারিয়ানি গান গুলো

নাচার জন্য পছন্দ করে থাকে।

এই গান এর লিস্ট প্রথমে আমি রাখতে চাই

Pawan sing এর জনপ্রিয় ভোজপুরি গান

১.Sajse sawar ke

এই গানটি বর্তমানে তরুণ প্রজন্মরা বেশি পছন্দ

করে নাচানাচির জন্য।

এখানে ক্লিক করে ডাউনলোড করুন

আমাদের লিস্টের দ্বিতীয়তে আছে আরেকটি ভোজপুরি

গান

২.Lolipop lagalu

এই গানটি মূলত এই গান এর বেস আর মিউজিক এর

জন্য জনপ্রিয় আপনারা এই গানটি অবশ্যই শুনেছেন।

এখানে ক্লিক করে ডাউনলোড করুন

আমাদের লিস্টের তৃতীয়তে আছে রাজস্থানি গান

৩.Le photo le

এই গানটি কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে

কারন রাজস্থানি গান মানেই এক্সট্রা বেস এবং সাউন্ড কোয়ালিটি

এখানে ক্লিক করুন

আমাদের চতুর্থ গানটিও রাজস্থানি গান

৪. Dj wala babu

এই গানটিও বিশেষ করে মেয়েদের কাছে বেশি পছন্দ

নাচা নাচি এর জন্য।

এখানে ক্লিক করুন

আমাদের লিস্টের ৫ নাম্বারে আছে বাংলাদেশী আইটেম

গান

৫.দেখনা ও রসিয়া

এই গানটি যখন ইউটিউবে আপলোড হয় ঠিক তখন

থেকেই নাচের জন্য বেশি পছন্দ করে থাকে বাংলাদেশের

প্রায় সবাই ।

ক্লিক করে ডাউনলোড করে নিন

আমাদের ছয় নাম্বারে আছে কাজী শুভ এর গান

৬. দিল দিওয়ানা

মূলত এই গানটি বিয়ে বাড়ীতে নাচের জন্য বেশি ব্যাবহার হয়।

ক্লিক করে ডাউনলোড করে নিন

আমাদের ৭ম গানটি কাজী শুভ এর আরেকটি গান

৭.বউ এনে দে

এই গানও অনেক বেশি জনপ্রিয়

এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন

আমাদের ৮ নাম্বারে আছে বাংলাদেশী dj আর্টিস্ট হাসান

এর গান

৮.দয়াল তোর লাইগা রে

এই গানটি শুনলে সত্যি বলতে যে কেউ নাচতে লাগবে

এই গানটি মূলত নাচানাচির জন্য পারফেক্ট।

এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন

আমাদের লিস্টের ৯ নাম্বারে আছে

৯.
May nagin nagin

এই গানটিও জনপ্রিয়তা ধরে রেখেছে

সেই ৫বছর আগে থেকে যখন এটি প্রকাশ করা হয়।

নাচার জন্য পছন্দ করে এই গানটি অনেকে

এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন

আমাদের লিস্টের সব শেষ গানটি হলো

টলিউড সুপারস্টার জিৎ এর বচ্চন সিনেমার গান

১০.সুন্দরী কমলা ।

এই গানটি বিয়ে বাড়ীতে প্রচুর জনপ্রিয় নাচার জন্য।

এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন

আমার মতে এই গান গুলো সব চেয়ে বেশি জনপ্রিয়।

আর আমার রেকমেন্ড থাকবে সব গান

ডাউনলোড করতে vidmet অ্যাপ ব্যবহার করবেন।

Vidmate download link

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post বিয়ে বাড়ি বা পিকনিকের জন্য নিয়ে নিন জনপ্রিয় সব গানগুলো যা সবার পছন্দ!! appeared first on Trickbd.com.

Android TV এর জন্যে ১০ টি অসাধারন কার্যকরী Apps! (না থাকলে এখনি ডাউনলোড করে নিন আর টিভি দেখার অভিজ্ঞতাকে আরো মজাদার করে তুলুন)

Posted:

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

Android TV নিয়ে এটা আমার প্রথম পোস্ট। Trickbd তে Android TV নিয়ে সবার আগে আমিই পোস্ট দিতে চেয়েছিলাম, কিন্তু কিছুদিন আগে দেখি একজন পোস্ট করে ফেলেছে।

তবুও যাই হোক, এমন পোস্ট সাধারনত আমরা দেখি না। তাই ভাবলাম করেই ফেলি। আমাদের দেশে প্রতিনিয়ত Android TV ব্যবহারকারী বাড়ছে।

আর কয়েক বছরের মধ্যে দেশের smart tv market অনেক বড় হবে আর প্রত্যেকের ঘরে ঘরেই Smart/Android TV থাকবে বলে আশা করা যায়।

আপনার কাছে যদি একটি Android TV পড়ে থাকে আর আপনি শুধু এতে সাধারন ডিশ টিভির চ্যানেল গুলোই দেখে থাকেন তবে আমি বলবো আপনি অনেক কিছুই Miss করছেন।

এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের এমন ১০ টি Android TV Apps নিয়ে পরিচিত করাবো যা দিয়ে আপনারা টিভিকে একটি Android Smartphone এর মতো ব্যবহার করতে পারবেন।

Android TV অবশ্য প্রায় Smartphone এর মতোই কাজ করে। এতে Smartphone এর প্রায় সব কাজই করা যায় শুধু Call, Camera এই কাজগুলো বাদে।

যাই হোক, এই Apps গুলো ভালো লাগলে আমাকে জানাবেন। আমি আরো একটি পোস্ট করবো ইনশাল্লাহ এমন Apps নিয়ে।

চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পোস্টে চলে যাওয়া যাক। তার আগে কিছু কথা বলে নিই। Android TV তে আপনি কোনো Link এ Click করে App Download করতে যেতে পারবেন না।

তাই Comment Section এ এসে Link কোথায়, Link কেন দিলাম না এসব বলবেন না। তাই আপনাকে খুজে নিতে হবে Search করে। আমি App এর নাম + স্ক্রিনশট দিয়ে দিবো যেন আপনি খুজে পান।

আশা করছি কোনো সমস্যা হবে না। তাহলে চলুন শুরু করা যাক।

10) APP NAME : SEND FILES TO ANDROID TV

Android TV এর সবচেয়ে useful apps গুলোর মধ্যে একটি এটি। এই App এর মাধ্যমে আপনি আপনার Smartphone/android phone থেকে Android tv তে এবং Android TV থেকে Smartphone/android phone এ যেকোনো File Transfer করতে পারবেন।

File Transfer হবে আপনার wifi এর মাধ্যমে। file অনেক দ্রুত transfer হবে। আমি 3 MBPS+ speed পেয়েছি। আপনার wifi এর speed এর উপর নির্ভর করে আপনি আরো ভালো speed পেতে পারেন।

আপনার tv তে যত space আছে (সাধারনত android tv গুলো 1 gb ram + 8 gb rom থাকে। যেখানে তেমন কোনো apps install করা না থাকলে প্রায় 3 gb এর মতো খালি থাকে) সেই অনুযায়ী file transfer করবেন।

এখানে আপনি Video, Audio, Apk, Zip, 7z, Image সহ যেকোনো ধরনের File ই Transfer করতে পারবেন খুবই সহজেই। আর এই App এর interface খুবই easy করে তৈরি করা হয়েছে।

App এ ঢুকতেই আপনি Send + Receive এর দুটি Option পাবেন। আপনি যা করতে চান তা ই করবেন। Send এ ক্লিক করে File Send করতে পারবেন আর Receive করে ফাইলটি receive করতে পারবেন।

তবে হ্যাঁ, আপনার ফোন ও android tv দুই জায়গাতেই app থাকতে হবে আর একটা দিয়ে send করবেন আর আরেকটি দিয়ে receive করবেন। অনেকটা Shareit এর মতোই তবে অনেক Easy।

APP SCREENSHOTS :

 

9) APP NAME : CRUNCHYROLL

Anime Lover / Anime Watcher যারা আছেন তাদের জন্যে সবচেয়ে Useful একটি App এটি। Android TV তে Anime Streaming করার একমাত্র App এটিই আছে যেটি খুব ভালোভাবেই কাজ করে।

যারা Android TV তে Space এর অভাবে Download করে Anime দেখতে পারছেন না বা Streaming করার জন্যে ভালো Application খুজছেন তারা এই Application টি Install করে দেখতে পারেন।

এখানে Subtitles + English Dubbed দুইভাবেই Anime দেখতে পারবেন (যদি English Dubbed Available থাকে আর কি)।

এখানে Popular, Newly Added, A-Z, বিভিন্ন Category তে সবকিছু সাজানো পেয়ে যাবেন। আর তাছাড়া Action, Adventure, Comedy, Drama, Fantasy, Music, Romance, Sci-Fi, Seinen, Slice of Life Etc প্রত্যেক Genre এরই Anime পেয়ে যাবেন।

যারা Crunchyroll কে চিনেন তাদের এত কিছু বলতে হবে না। আর যারা যানেন না তাদের জন্যেই বলে দিলাম।

 

APP SCREENSHOTS :

8) APP NAME : FACEBOOK WATCH

কেমন হয় যদি আপনি আপনার Facebook Id এর Videos গুলো আপনার বড় স্ক্রিনের Android TV তে দেখতে পান?

হ্যাঁ, এটি Facebook এর Official App। তাই আপনার Id হারানোর ভয় নেই। তবে এখানে আপনি আপনার Id এর Notification, Message, newsfeed ইত্যাদি ব্যবহার করতে পারবেন না।

তবে আপনার আইডির Facebook Watch Section এর Videos গুলো ঠিকই অনায়াসেই দেখতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।

তাছাড়া এখানে অনেক Feature Add করা হয়েছে যার মাধ্যমে আপনি আপনার Video দেখার Experience কে আরো ভালো করে উপভোগ করতে পারবেন।

এছাড়াও আপনি আপনার নিজের Upload করা Video গুলোও এখানে দেখতে পারবেন। তার সাথে News, Channels, Live videos ইত্যাদির জন্যে তো আলাদা করে Category দেওয়া থাকছেই।

APP SCREENSHOTS :

7) APP NAME : Logic Ui Browser

এই App নিয়ে বিস্তারিত বলার আগে বলে দিই Android TV Browser নিয়ে আমি দুইটি Apps দিচ্ছি এই পোস্টে। দুটির কাজ আলাদা রকমের। Specialty আছে বলেই দিচ্ছি।

এবার আসা যাক এই App এর বিশেষত্বতে। এই Application টি একটি Web Browser। তবে এর বিশেষত্ব হচ্ছে এই App টি আপনি আপনার ফোনের মাধ্যমে Control করতে পারবেন।

কিভাবে? Android TV তে App টি Install করে Open করে একেবারে নিচের দিকে Scroll করবেন। এরপর একটি QR Code দেখতে পারবেন। আপনার ফোন দিয়ে সেই QR Code টি Scan করলে আপনাকে একটি Ip Address দিবে।

সেই Ip Address এ ক্লিক করলেই আপনাকে Control System এ নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে আপনি web browser টি control করতে পারবেন।

উপর-নিচে, ডানে-বামে Scroll করা থেকে শুরু করে যেকোনো link এ আপনি মোবাইল দিয়ে Type করে যেতে পারবেন। অনেকের কাছেই Android Tv এর remote দিয়ে browse করাটা একটা ঝামেলার মনে হয়। তাই তাদের জন্যে এই app টি।

আশা করছি Application টি আপনাদের কাজে দিবে। App টির Speed ও খুবই Fast। যেকোনো Link এই অনেক দ্রুত ঢুকে যেতে পারে।

APP SCREENSHOTS :

 

 

6) APP NAME : FX FILE MANAGER

আপনার ফোনের File Manager এর মতো Android TV এর জন্যেও কি ভালো একটি File Manager খুজছেন? তবে এটিই আপনার Android TV এর জন্যে শ্রেষ্ঠ File Manager হবে বলে Guarantee দিচ্ছি।

এখানে আপনি যেসব Feauture পাবেন তা অন্য কোনো File Manager এ পাবেন না।
এখানে যা যা থাকছে তার বিস্তারিত বর্ণনা করছিঃ

(1) Search : App টি Install করে Open করলেই প্রথমেই Search Option টি পেয়ে যাবেন। যার মাধ্যমে আপনার Android TV এর System এ থাকা যেকোনো File কে খুজে পেতে পারবেন।

(2) More Option : Search Option এর নিচেই এটিকে খুজে পাবেন। এখানে থাকছে Refresh, Connect To Storage, Mount/Eject SD CARD, Filesystems, Home, Theme, Display As – Sections, Grid, Icon Changing Options গুলো।

(3) New Window : More option এর নিচেই এটিকে খুজে পাবেন। এখানে আপনি একসাথে অনেকগুলো Window খুলে একসাথে প্রচুর Multitasking করতে পারবেন। আবার চাইলে সেগুলো বন্ধও করতে পারবেন।

(4) Split View : এটিও Multitasking কাজে ব্যবহার করার একটি Feature। এর মাধ্যমে দুটি Window উপরে নিচে বিভক্ত হয়ে যাবে। এর মাধ্যমে আপনি দুটি Window তে আলাদা আলাদা রকমের কাজ করতে পারবেন।

(5) Close All : সকল Window এক এক করে Close না করে এটাতে Click করার সাথে সাথেই সব Window Close বা বন্ধ হয়ে যাবে।

এছাড়াও পাশের দিকে তাকালে আপনি Download, Main Storage, System, Recent, Cleaning Tools, Help, Upgrade এই Option গুলো দেখতে পারবেন।

এগুলোর এক একটির কাজ এক এক রকম। Main Storage এ গেলেই আপনি আপনার Android TV এর ফেতরে থাকা সকল files এর access করতে পারবেন।

system এ গেলে সম্পূর্ণ Android System এর Access পেয়ে যাবেন। recent এ গেলে একটু আগে যা যা কাজ করেছেন (যেমনঃ file delete করা, move করা, copy করা ইত্যাদি) এসব দেখতে পারবেন।

এরপর Settings এ গেলে আরো কিছু Options পেয়ে যাবেন। যেমনঃ

(1) theme

(2) appearance

(3) home screen

(4) opening files

(5) files management

(6) media management

(7) special folders

(8) thumbnails

(9) sequrity

(10) network

(11) web access

(12) fx connect

(13) fx textedit

(14) developer/root

(15) import/export

(16) system status

(17) language

(18) about fx

(20) privacy information

(21) error log

(22) build information ইত্যাদি।

যারা নিজের TV এ Advance ভাবে Customize করে বা Files নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে চান তাদের জন্যে এসব Features দেওয়া আছে। আপনি এক এক করে দেখে নিবেন। আমি শুধু Basic Feaure গুলোর Details বলে দিলাম।

APP SCREENSHOTS :

(5) APP NAME : DOWNLOADER

adm/idm কারা ব্যবহার করেছেন নিজেদের Android Smartphone এ? এই App টি অনেকটা ঐরকমই। আগেই বলেছিলাম আমি দুটি Browser দিবো। আমার কাছে Android TV এর সবচেয়ে Best বা সেরা Browser এটিই মনে হয়েছে।

আমি অনেক দিন ধরেই ব্যবহার করে আসছি Application টি। Application টি Install করে Open করতেই আপনি বিভিন্ন Options পেয়ে যাবেন। সবগুলোরই বিস্তারিত বলছি।

(1) Home : Default Home Screen এ থাকার Option এটি।

(2) Browser : এখানে Click করলেই আপনাকে আসল Browser এ নিয়ে যাবে। যেখানে আপনি যা ইচ্ছা Search দিতে পারবেন। অবশ্য এটা Home Screen এর Right Side বা ডান পাশেই থাকে।

(3) Files : আপনি এই Browser দিয়ে যা যা File Download করেছেন তার সবগুলোর Access এই Option এর মাধ্যমে পেতে পারবেন।

(4) Favourites : এটি মূলত একটি Bookmark Feature। এই Feature টির মাধ্যমে আপনি যেকোনো Web Page এর Bookmark রাখতে পারবেন। আর সেগুলোর Access এই Option এ এসে পেয়ে যাবেন।

(5) Settings : এখানে Browser টির কিছু Settings আছে যা আপনি নিজের ইচ্ছামতো পাল্টাতে পারবেন। যেমনঃ Download Folder Change করতে পারবেন, Apk Auto Install Change করতে পারবেন, Automatically Open Web Pages In Browser, Enable/Disable করতে পারবেন Javascript কে (FTP SERVER সহ বিশেষ কিছু Website এর জন্যে খুবই দরকারী একটি Feature)

(6) এরপর যেকোনো Website এ ঢুকে Browser এ 3 dot menu open করেও কিছু useful features পেয়ে যাবেন। যেমনঃ Add website to favourites, zoom in, zoom out, fullscreen mode, view browser controls, enable/disable javascript etc

এই App টি আমাকে কোনো কিছু Android TV দিয়ে Download করতে অনেক সাহায্য করেছে। বিশেষ করে যারা ftp server use করেন তাদের জন্যে এই app টি must recommended।

আর এর mouse-cursor টা super fast। একদম ঝড়ের গতিতে কাজ করে। তাই scroll করতে কোনো অসুবিধা হয়না। infact অনেক মজা পাওয়া যায় scroll করে।

APP SCREENSHOTS :

(4) APP NAME : VLC MEDIA PLAYER

Computer + smartphone এ যারা vlc ব্যবহার করে video দেখেন তাদের জন্যে সুখবর। কারন আপনি আপনার Android TV তেও ব্যবহার করতে পারবেন আপনার পছন্দের application টি।

এখানে Android Smartphone এর application এ যেসকল features আছে তার সবই এখানে হুবহু দেওয়া আছে। যেমনঃ

(1) media library folders

(2) auto rescan

(3) background/pip mode

(4) hardware acceleration

(5) playback history

(6) interface ( Settings থেকে এর ভেতরে থাকা সকল feature এর access পেয়ে যাবেন )

(7) subtitles ( Settings থেকে এর ভেতরে থাকা সকল feature এর access পেয়ে যাবেন )

(8) audio ( Settings থেকে এর ভেতরে থাকা সকল feature এর access পেয়ে যাবেন )

(9) advanced ( Settings থেকে এর ভেতরে থাকা সকল feature এর access পেয়ে যাবেন )

(10) lock

(11) sleep timer

(12) playback speed

(13) jump to time

(14) equalizer

(15) pop-up player

(17) repeat mode

(18) video information

(19) bookmarks

(20) a-b repeat

(21) save playlist

(22) digital audio output (passthrough)

যারা এই media player এ অভ্যস্ত তাদের জন্যে আর অসুবিধা হবে না আশা করছি।

 

APP SCREENSHOTS :

 

(3) APP NAME : SPOTIFY

ANDROID/IOS DEVICE এ যারা spotify use করে গান শুনেন তাদের জন্যে সুখবর। কারন এখন আপনি Android TV তেও যেকোনো Audio Song Background এ Play করতে পারবেন Official Spotify App এর মাধ্যমে।

এখানে আপনি Basic Features গুলো ব্যবহার করতে পারবেন। যেমনঃ Home, Search Option, Your Library, Account Info এগুলোই পাবেন।

আর বাকীটা যারা Spotify Use করেন তারা তো জানেনই। নতুন করে আর বলে দিতে হবে না আশা করছি।

APP SCREENSHOTS :

 

(2) APP NAME : MX PLAYER

Android Smartphone ব্যবহার করে আর Mx Player চিনে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে বলে আমি মনে করি।

কেননা Android এর সবচেয়ে ভালো Media Player Mx Player (At Least আমি এটিই মনে করি)। আর এই Mx Player এর সকল Features আপনি ব্যবহার করতে পারবেন আপনার Android TV তেও।

Literally, মোবাইলে থাকা Mx Player Application টির যত Features আছে প্রত্যেকটা Feature ই Android TV এর Mx Player এও দেওয়া হয়েছে।

একটা Feature ও বাদ দেওয়া হয়নি। মানে হুবহু সবই দেওয়া আছে। আমার কাছে VLC থেকে Mx Player ই অনেক সহজ ও ভালো মনে হয়। যারা VLC user আছেন তারা ক্ষেইপেন না আবার 😆

যাই হোক, এখানে আপনি বামে Click করে App Language, App Theme, Watch History, Equalizer, Network Stream, Local Network, Local Player Settings এসব পাবেন।

মূল App এর Interfage এর উপরের দিকে Resume, Search, Layout Options (যেখানে View Mode, Fields, Sort এগুলো থাকে), 3 dot option (যেখানে refresh, network stream, select, settings, help, create a new folder এগুলো থাকে) এসবই পাবেন।

আর আপনার device (android tv) তে থাকা সকল videos তো পাবেনই। যেকোনো video তে ঢুকে আপনার চিরচেনা সেই interfage ই দেখতে পারবেন যেখানে reverse,forward,play,resume, screen size changer সহ উপরের ডান পাশের 3 dot menu এর play, display,audio, subtitles, tools, help menu পেয়ে যাবেন।

এছাড়াও Settings option এ গিয়ে আপনার ইচ্ছামতো সবকিছুই Customize করে নিতে পারবেন অনায়াসেই। যারা অনেক আগে থেকেই Mx Player Use করেন তারা নিজেদের মতো সব ঠিক করে নিবেন। আর এত Details এ যাচ্ছি না।

APP SCREENSHOTS :

 

(1) APP NAME : YouTube

এটা নিয়ে তেমন বলার কিছুই নেই। সব Android TV তেই Default ভাবেই এই App টি দেওয়া থাকে। তবে একটা পরামর্শ দিচ্ছি। মেনে চললে আপনারই ভালো।

Google Play Store এ ঢুকে সকল Apps Update করে নিবেন YouTube সহ। এতে আপনার Device Slow হবে না। আর যারা জানেন না YouTube App এর কিছু বিশেষ Feature আছে তাদের জন্যে বলছি।

(1) Link With Wifi : YouTube App এর নিচের Settings Icon এ Click করে এই Option এ ঢুকে এরপর আপনার ফোনের Youtube App এর Cast Icon এ ক্লিক করলে আপনি আপনার Smartphone এর Youtube App থেকে যেকোনো ভিডিও আপনার Tv এর মাধ্যমে দেখতে পারবেন।

তবে আপনার টিভি ও মোবাইল একই Wifi এ Connected থাকা লাগবে।

(2) Link With TV Code : যাদের কাছে উপরের Option টি ঝামেলার মনে হচ্ছে তাদের জন্যে আরো একটি সহজ উপায় হচ্ছে এটি। আপনার ফোনের youtube app এর cast icon এ ক্লিক করে YouTube tv app এ দেওয়া code টি dial করলেই সাথে সাথে connect হয়ে যাবে আপনার দুটি ডিভাইস।

অনেকে বলতে পারবেন এটা তো আরে ঝামেলার। আসলে এমনটা না। অনেক সময় প্রথম option টা কাজ করে না। না করলে এর বিকল্প হিসেবে এটি ব্যবহার করতে পারেন যা আরো Secured।

(3) Restricted Mode : আপনার ঘরে যদি বড়দের সাথে বাচ্চারাও টিভি দেখে তবে এই option টি On করে রাখবেন। এরফলে কোনো inappropriate content টিভির পর্দায় আসবে না।

(4) preview with sound : এটা on থাকলে off করে নিতে পারেন। যারা জানেন না এটি কি কাজ করে তাদের উদ্দেশ্যে বলছিঃ এটি আপনি যখন কোনো ভিডিও দেখার আগে একটার পর একটা পাল্টান তখন ভিডিও automatic প্রথম কয়েক সেকেন্ড Play হয়। আর এই option টি on করে রাখলে সেই video টির sound ও play হয়।

যারা জানেন না কিভাবে এটি off করতে হয় তারা এই option টিতে গিয়ে click করলেই off হয়ে যাবে।

(5) autoplay : automatically next video যদি আপনি play না হয়ে যেতে চান তবে এটি off করে দিন। তাহলে ভিডিও আর নিজে নিজে প্লে হবে না।

আর বাকীসব তো আপনার জানা আছেই।

APP SCREENSHOTS :

 

 

তো এই ছিল আমাদের ১০ টি এপ্লিকেশন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই পোস্টটি লিখতে আমার ৩ ঘন্টারও বেশি সময় ব্যয় হয়। অনেক দিন ধরেই লিখবো লিখবো ভাবছিলাম তবুও লিখা হয়ে উঠেনি। তাই আশা করছি ভালো লাগলে পোস্টটিতে একটি লাইক দিবেন।

যে Screenshots গুলো দেখছেন এগুলো সবই আমার Android TV তে গিয়ে screen record করে ফোনে transfer করে সেখান থেকে বাছাই করে তোলা। তাই অনেক কষ্ট হয়েছে বলতে পারেন। তাই আশা করছি কষ্টের মূল্যটা না পেলেও কোনো নেগেটিভ কমেন্ট বা মন্তব্য পাবো না।

আজ এবারের মতোই আসি। পোস্টটা অনেক লম্বা হলেও যারা Android TV User বা নতুন কিনেছেন বা কিনবেন বলে পরিকল্পনা করছেন তাদের জন্যে। বিশেষ করে যারা জানেন না তাদের জন্যে। Android TV দিয়েও আপনি অনেক কিছুই করতে পারবেন।

Android TV এর আরো Apps নিয়ে পোস্ট দেখতে চাইলে আমাকে জানাতে পারেন + Android TV GAMES নিয়ে যদি কোনো পোস্ট চান তবে অবশ্যই জানাবেন। পরিকল্পনা আছে একটা পোস্ট দেওয়ার। এবারের মতো বিদায় নিচ্ছি।

This Is 4HS4N
LOGGING OUT….

The post Android TV এর জন্যে ১০ টি অসাধারন কার্যকরী Apps! (না থাকলে এখনি ডাউনলোড করে নিন আর টিভি দেখার অভিজ্ঞতাকে আরো মজাদার করে তুলুন) appeared first on Trickbd.com.

ডাউনলোড করুন GCam এর Most Stable version

Posted:

Howdy Everyone;

ফোনে খুব সুন্দর ছবি তোলার জন্যে GCam বা Google Camera'র বিকল্প নাই বললেই চলে।তবে সবাই যে সমস্যা টা ফেস করে সেটা হচ্ছে নিজের ফোনের জন্যে সঠিক GCam টি খুজে পায়না। পেলেও তা Stable হয় না। এখন পর্যন্ত Most Stable GCam Fileটি নিচে Share করা হল।

Download Link: Google Drive

 

 

Gcam Original Play Store Link: Official Link

 

 

# অনেকের Device এ Stable versionটা Crash Issueতে ভুগতে পারে তাই নিচের Server Link হতে Device Name অনুযায়ী Modটি Download করে নিবেন।

> GCam Mod Link:  celsoazevedo.com

 

Conclusion
এরপরও যদি সমস্যা face করেন তবে আপনার Device Name সহ নিচে Comment করুন App Link আমি Reply-এ দিয়ে দিব।এবার ধুমায়ে ফোটোগ্রাফী শুরু করে দিন! রাতকে দিন বানায় ফালান একদম এই ক্যামেরা দিয়ে!!

The post ডাউনলোড করুন GCam এর Most Stable version appeared first on Trickbd.com.

আপনার পিসির জন্য নিয়ে নিন সেরা কয়েকটি Desktop Gadget অ্যাপ।

Posted:

যারা বেশ অনেক বছর ধরে কম্পিউটার ব্যবহার করতেছেন অর্থাৎ পুরোনো ভার্সনের অপারেটিং সিস্টেম ব্যবহার করেছেন তারা হয়তো সবাই ডেস্কটপ গেজেটের সাথে পরিচিত আছেন। যেগুলো আসলে অনেক সুন্দর ছিল আমাদের ডেস্কটপকে যেমন সাজিয়ে তুলতো তেমনি অনেক কাজের কাজও হতো আমাদের। যা মূলত Microsoft এর অপারেটিং সিস্টেম Vista থেকে শুরু করে Windows 7 ভার্সন পর্যন্ত ছিল। কিন্তু পরবর্তী ভার্সন Windows 10 ভার্সন থেকে এই সুন্দর গেজেট সিস্টেমটি তুলে ফেলা হয়েছে। যার কারণে এখন আগের মত আর নতুন ভার্সনগুলিতে এই গেজেট সিস্টেমটি ব্যবহার করা যাচ্ছে না। তাই বলে কি আপনি বসে থাকবেন? না কখোনোই না। আপনি যদি পূর্বের মত নতুন ভার্সনগুলিতেও এই গেজেট সিস্টেমটি ব্যবহার করতে চান তাহলে পোস্টটি চালিয়ে যান। অন্যথায় এখানেই বন্ধ করতে পারেন।

আপডেট ভার্সনে গেজেট ব্যবহার করার পদ্ধতিঃ
যেহেতু Windows 10 অপারেটিং সিস্টেম থেকে এই গেজেট ব্যবহারের সমর্থন Microsoft কর্তৃপক্ষ উঠিয়ে নিয়েছে। সেহেতু আমাদের অন্য পন্থা অবলম্বন করে এই গেজেট সিস্টেমটি আমরা আমাদের Windows 10 অপারেটিং সিস্টেম সহ এর পরবর্তী সিস্টেমে ব্যবহার করব। এর জন্য আমাদের কিছু থার্ড পার্টি অ্যাপের স্মরণাপন্ন হতে হবে। তাই আমরা এখানে এখন সেরা কিছু গেজেট সিস্টেমের অ্যাপ নিয়ে আলোচনা করব।

8GadgetPack:

8GadgetPack এর মাধ্যমে আপনি আপনার Windows 10 অপারেটিং সিস্টেম বা এর পরবর্তী অপারেটিং সিস্টেমে অ্যাপ লঞ্চার, ক্লিপবোর্ড, সিপিইউ মিটার, ড্রাইভ মিটার, কারেন্সি, রিমাইন্ডার সহ ইত্যাদি ধরনের গেজেট ব্যবহার করতে পারবেন। এটিতে বলতে গেলে প্রায় সব গেজেটই সাপোর্ট করে। আপনি চাইলে অপ্রয়োজনীয় গেজেটগুলি এখান থেকে মুছে ফেলতে পারবেন। এটি আগের থেকে অনেক উন্নত করা হয়েছে।

Gadgets Revived:

Gadgets Revived এর সাহায্যে আপনি আপনার প্রয়োজনীয় গ্যাজেটগুলি বাছাই করে ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে গ্যাজেটস রিভাইভড ইনস্টলার ডাউনলোড করে ইনস্টল করে আপনি যে গ্যাজেটগুলি ইনস্টল করতে চান তা নির্বাচন করুন৷ এটিতে প্রায় ১৬ টিরও বেশি বিভাগে বিভক্ত করে গেজেট সাজানো হয়েছে। প্রতিটি বিভাগ একই গ্যাজেটের বিভিন্ন ধরণের ডিজাইন করে করা হয়েছে। এটিতে আপনি ক্লিপবোর্ড ম্যানেজার, ক্যালকুলেটর, মিউজিক রেডিও, কাউন্টার এবং টাইমারের মতো কিছু গুরুত্বপূর্ণ গ্যাজেট পাবেন।

Win10 Widgets:

Win10 Widgets টি অন্যান্য গুলি থেকে একটু আলাদা ধরনের। প্রধানত কারণ এটি আপনার সবচেয়ে প্রয়োজনীয় ব্যবহৃত গেজেট মিউজিক, ব্যাটারি, ওয়াইফাই এর মত গেজেটগুলি ব্যবহার করতে দেয়। এটিতে ওয়ালপেপারগুলি কাস্টমাইজ করা বা পর্দার আকার সামঞ্জস্য করার ফাংশনও রয়েছে৷ এটি Windows 10 থিমের সাথে খাপ খাওয়ানোর জন্য এর ডেভেলপাররা এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। এই টুলটি Rainmeter অ্যাপের সাথেও কাজ করে। আপনি একটি প্যাকেজে রেইনমিটার এবং Win10 উইজেট ইনস্টল করতে পারেন। এটিতেও আপনি প্রয়োজন অনুসারে প্রায় সবগুলি গেজেট ব্যবহার করতে পারবেন। আবার চাইলে অপ্রয়োজনীয়গুলি মুছে ফেলতে পারবেন।

Rainmeter:

Rainmeter হল সবচেয়ে বেশি ব্যবহৃত গ্যাজেট ইনস্টলারগুলির মধ্যে একটি এবং এতে অবিশ্বাস্য সংখ্যক অ্যাপ এবং গ্যাজেট রয়েছে৷ এটিতে কাস্টমাইজেশন এবং মিডিয়া ফাইল সংরক্ষণের জন্য অনেক ফাংশন আছে।

XWidget:

XWidget টি ডিজাইনার এবং ক্রিয়েটর সেক্টরের লোকদের কাছে বেশ জনপ্রিয়। কারণ এটিতে গ্রাফিক্সের জন্য চাহিদা রয়েছেে। এটি একটি উইজেট এডিটর। বিশেষ করে এর অ্যানিমেশন সম্বলিত গেজেটগুলির কারণে বেশ জনপ্রিয়।প্রতিটি সংস্করণের আপডেটে এর ব্যবহারকারীরা বেশ প্রশংসা করেছে। এক কথায় বলতে গেলে 8GadgetPack-এর প্রতিদ্ধন্ধী।

বলতে বলতে অনেকগুলো ডেস্কটপ গেজেটের কথা বলে ফেলেছি। এছাড়াও আরো অনেক ধরনের গেজেট রয়েছে। মনে রাখবেন একটি গ্যাজেট নির্বাচন করার সময় সব সময় সতর্ক থাকবেন। প্রয়োজনীয়গুলি গেজেট ইনস্টল করুন এবং সম্ভব হলে শুধুমাত্র প্রস্তাবিতগুলি ব্যবহার করুন৷ এলোমেলো বা অজানা গ্যাজেট ইনস্টলার কখনও কখনও আপনার সিস্টেমকে দুর্বল করে তুলতে পারে। এতে হ্যাকিংয়ের সম্ভাবনা থাকতে পারে।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post আপনার পিসির জন্য নিয়ে নিন সেরা কয়েকটি Desktop Gadget অ্যাপ। appeared first on Trickbd.com.

আইফোনের মতো নাইট ভিশন মোড ব্যবহার করুন আপনার মোবাইলের ক্যামেরায়

Posted:

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

যেমনটা প্রায় সবাই জানি যে আইফোনের Night Eye মোড ব্যবহার করে Low Light Condition এ ভালো ভাবে ক্যামেরা ব্যবহার করা যায়, ফ্ল্যাশলাইট অন না করেও।

এরকম নাইট ভিশন মোড আপনি অ্যান্ড্রয়েড ফোনেও ব্যবহার করতে পারবেন, এন্ড্রয়েড এ আইফোনের মতো অতোটাও ভালো ভাবে কাজ করবে না। কিন্তু যতটুকু কাজ করবে ততটুকু ব্যবহার উপযোগী।

আজকে যে ক্যামেরা অ্যাপের কথা বলবো এটা দিয়ে আপনি প্রায় আইফোনের মতো নাইট ভিশন মোড ব্যবহার করতে পারবেন যেসব ফোনের ক্যামেরা নাইট মোড সাপোর্ট করে না সেসব ফোনেও। তো এই জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে।

অ্যাপের নাম : Night Mode Camera Photo Video

এই অ্যাপের মাধ্যমে আপনি লো লাইট কন্ডিশনে আপনার ফোনের ক্যামেরাকে নাইট ভিশন ক্যামেরার মতো ব্যবহার করতে পারবেন। এবং ফ্ল্যাশ লাইট চালু না করেও খুব অল্প আলোয় ক্যামেরা দিয়ে দেখতে পাবেন। তাছাড়া অ্যাপটিতে আপনি পাবেন 20X Zoom এর সুবিধা, যা আমার অনেক ভালো লেগেছে।

আরো কিছু সুবিধা পাবেন: Auto Mode, Day Light, Fluorcent, Twilight, Cloudy Day এর মতো ক্যামেরা ফিল্টারের সুবিধা। পাশাপাশি ক্যাপচার করা ফটো/ভিডিও এডিটিং এর অপশন পেয়ে যাবেন, এডিটিং অপশনেও পেয়ে যাবেন দরকারী কিছু ফিচার।

Extra Tips: Camera Apps – সব চেয়ে ভালো মোবাইল ক্যামেরা অ্যাপ

আমি আপনাদের এই অ্যাপ ব্যবহার না করে ছবি তোলা এবং অ্যাপ ব্যবহার করে ছবি তোলার কিছু ফটো দেখাবো উদাহরণ হিসেবে

নরমাল ক্যামেরায় লো লাইট কন্ডিশনে কিছু ফটো:

অ্যাপ ব্যবহার করে ক্যামেরায় লো লাইট কন্ডিশনে তোলা কিছু ফটো:

দেখতে পাচ্ছেন তফাৎ কতোটা। এই অ্যাপ ব্যবহার করে কোনো ফ্ল্যাশ লাইট চালু না করেও কম আলোতে বা কম আলো রয়েছে এরকম জায়গার ফটো তুলতে এবং ভিডিও করতে পারবেন। জরুরি কথা : আগেই বলে রাখি এই অ্যাপ ব্যবহার করে আপনি শুধুমাত্র কম আলো রয়েছে এরকম জায়গার ফটো তুলতে এবং ভিডিও করতে পারবেন। একেবারে অন্ধকার রয়েছে যেসব জায়গায়, যেখানে একট‌ও আলো নেই পুরো অন্ধকার সেসব জায়গায় এই অ্যাপ ফ্ল্যাশলাইট ছাড়া অচল।

এবার এই অ্যাপের ব্যবহার কিভাবে করবেন সেটা দেখে নিন।

অ্যাপটা ওপেন করে যে জায়গায়, জিনিসের ছবি তুলবেন বা ভিডিও করবেন সে জায়গাতে যেন সামান্য পরিমাণে হলেও আলো থাকে, অন্তত ক্যামেরার নরমাল মোডে কিছুটা হলেও যেন দেখা যায় সেটা খেয়াল রাখবেন।

এই অ্যাপ ওপেন করে ক্যামেরার AMPL মোড এর পারসেন্টেন্স যত বাড়াবেন অল্প আলোতেও তত ভালো কোয়ালিটির ফটো এবং ভিডিও পাবেন।

AMPL মোডের পারসেন্টেন্স কম বেশি অবস্থায় ছবি:

54% AMPL এর ছবি

72% AMPL এর ছবি

আশা করি এই অ্যাপ সম্পর্কে আপনি সামান্য পরিমাণে হলেও ধারণা পেয়েছেন যে এই অ্যাপ আপনার কখন এবং কোন কাজে লাগবে। যদি আমার এই ছোট্ট পোস্ট আপনার কাছে একটুও হেল্পফুল বলে মনে হয়, তাহলে আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন, প্লিজ।

অ্যাপটি ভালো লাগলে অথবা একবার চেক করার জন্য ব্যবহার করে দেখতে চাইলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

Night Mode Camera Photo Video

আরোও পড়ুন : ছবি দিয়ে ভিডিও তৈরি করার এন্ড্রয়েড অ্যাপ

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। 🙂

The post আইফোনের মতো নাইট ভিশন মোড ব্যবহার করুন আপনার মোবাইলের ক্যামেরায় appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments