Search box..

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা।

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা।


বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা।

Posted:

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সথে সম্প্রতি প্রকাশিত হওয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা নিয়ে আলোচনা করবো। এই আলোচনার একদম শীর্ষস্থান দখল করে আছে জাপান। কারণ ২০২২ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হলো জাপানের পাসপোর্ট। তো চলুন দেখে নেওয়া যাক সেই তালিকাটি।

জাপানের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য হিসাবে রেট করা হয়েছে


হেনরি অ্যান্ড পার্টনার্স, ইংল্যান্ডের জার্সিতে সদর দফতরে একটি পরামর্শক সংস্থা নিয়মিতভাবে “পাসপোর্ট শক্তি” হিসাবে ভিসা ছাড়া বিদেশে ভ্রমণ করতে পারে এমন দেশগুলির সংখ্যার উপর জরিপ পরিচালনা করে। 2022 সালের জানুয়ারীতে পরিচালিত সর্বশেষ জরিপ ফলাফল অনুসারে, “জাপানের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী”, এবং এটি চালু করা হয়েছিল যে জাপান এমন একটি দেশ যেটি ভিসা ছাড়াই শুধুমাত্র একটি পাসপোর্ট নিয়ে সবচেয়ে বেশি দেশে ভ্রমণ করতে পারে … বর্তমানে 192টি দেশ রয়েছে যেখানে জাপানি নাগরিকদের ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি রয়েছে। 2019 সালের হিসাবে, ভিসা ছাড়াই 190টি দেশে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছিল, তবে 2020 সালে ব্রাজিল 191টি দেশে যুক্ত হয়েছিল এবং 2021 সালে ওমানকে 192টি দেশে ভ্রমণের অনুমতি দেওয়ার জন্য যুক্ত করা হয়েছিল … জাপান টানা চার বছর ধরে শীর্ষ পাসপোর্ট র‌্যাঙ্কিং জিতেছে এবং বিশ্বে সবচেয়ে বেশি সম্মানিত।
এই পৃষ্ঠাটি বিশ্বজুড়ে সর্বশেষ পাসপোর্ট র‌্যাঙ্কিং এবং জাপানি নাগরিকরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারে এমন দেশগুলির পরিচয় দেয়৷

[সর্বশেষ সংস্করণ] বিশ্ব পাসপোর্ট র‌্যাঙ্কিং
জরিপটি 199টি দেশ ও অঞ্চলকে কভার করেছে। আইএটিএ (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন) ডাটাবেসের উপর ভিত্তি করে, হেনরি অ্যান্ড পার্টনার্স সারা বিশ্বের পাসপোর্ট এবং ভ্রমণের অবস্থার উপর একটি সমীক্ষা চালায়। সর্বশেষ ফলাফল হল ১ম স্থানে জাপান/সিঙ্গাপুর (১৯২টি দেশ), ২য় স্থানে জার্মানি/কোরিয়া (১৯০টি দেশ), ৩য় স্থানে ইতালি/স্পেন/ফিনল্যান্ড/লাক্সেমবার্গ (১৮৯টি দেশ) এবং ৪র্থ স্থানে অস্ট্রিয়া/অস্ট্রিয়া। নেদারল্যান্ডস, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স (188 দেশ) এবং প্রধানত ইউরোপীয় দেশগুলি তালিকাভুক্ত। এশিয়ায়, হংকং 18 তম (171 দেশ), তাইওয়ান 32 তম (145 দেশ), চীন 64 তম (80 দেশ) এবং উত্তর কোরিয়া 104 তম (39 দেশ)। বিশ্বজুড়ে সর্বশেষ পাসপোর্ট র‌্যাঙ্কিং নিম্নরূপ। (জানুয়ারী 2022 অনুযায়ী)
[h3]এই তালিকার ভেতরে বাংলাদেশের অবস্থান হচ্ছে ১০৩ নম্বরে। বাংলাদেশের মানুষ ভিসা ছাড়া শুধু মাত্র পাসপোর্ট নিয়ে ৪০ টি দেশে ভ্রমণ করতে পারে।[/h3]
বিশ্ব পাসপোর্ট র‌্যাঙ্কিং তালিকা
র‌্যাঙ্কিং / দেশের নাম (ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে এমন দেশের সংখ্যা)
1. জাপান (192)
1. সিঙ্গাপুর (192)
2. জার্মানি (190)
2. দক্ষিণ কোরিয়া (190)
3. ইতালি (189)
3. স্পেন (189)
3. ফিনল্যান্ড (189)
3. লুক্সেমবার্গ (189)
4. অস্ট্রিয়া (188)
4. নেদারল্যান্ডস (188)
4. সুইডেন (188)
4. ডেনমার্ক (188)
4. ফ্রান্স (188)
5. আয়ারল্যান্ড (187)
5. পর্তুগাল (187)
6. আমেরিকা (186)
6. যুক্তরাজ্য (186)
6. সুইজারল্যান্ড (186)
6. নিউজিল্যান্ড (186)
6. নরওয়ে (186)
6. বেলজিয়াম (186)
7. অস্ট্রেলিয়া (185)
7. কানাডা (185)
7. গ্রীস (185)
7. চেক প্রজাতন্ত্র (185)
7. মাল্টা (185)
9. স্লোভাকিয়া (182)
8. হাঙ্গেরি (183)
8. পোল্যান্ড (183)
9. লিথুয়ানিয়া (182)
10. এস্তোনিয়া (181)
10. স্লোভেনিয়া (181)
10. লাটভিয়া (181)
11. আইসল্যান্ড (180)
12. মালয়েশিয়া (179)
13. লিচেনস্টাইন (178)
14. সাইপ্রাস (176)
15. সংযুক্ত আরব আমিরাত
16. চিলি (174)
16. মোনাকো (174)
16. রোমানিয়া (174)
17. ক্রোয়েশিয়া (173)
17. বুলগেরিয়া (173)
18. হংকং (171)
19. আর্জেন্টিনা (170)
20. সান মারিনো (169)
20. ব্রাজিল (169)
21. অ্যান্ডোরা (168)
22. ব্রুনাই (166)
23. বার্বাডোস (161)
24. ইসরাইল (159)
24. মেক্সিকো (159)
25. সেন্ট কিটস এবং নেভিস (157)
26. বাহামা (155)
27. উরুগুয়ে (153)
27. ভ্যাটিকান সিটি (153)
28. সেশেলস (152)
29. সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস (151)
30. অ্যান্টিগুয়া এবং বারবুডা (150)
30. কোস্টারিকা (150)
30. ত্রিনিদাদ ও টোবাগো (150)
31. মরিশাস (146)
31. সেন্ট লুসিয়া (146)
32. তাইওয়ান (145)
33. ডমিনিকা (144)
33. গ্রেনাডা (144)
33. ম্যাকাও (144)
34. পানামা (142)
35. ইউক্রেন (141)
35. প্যারাগুয়ে (141)
36. সার্বিয়া (135)
36. ভানুয়াতু (135)
36. পেরু (135)
37. এল সালভাদর (134)
38. গুয়াতেমালা (133)
38. হন্ডুরাস (133)
39. কলম্বিয়া (131)
39. সামোয়া (131)
39. সলোমন দ্বীপপুঞ্জ (131)
40. টোঙ্গা (129)
40. ভেনিজুয়েলা (129)
41. নিকারাগুয়া (127)
41. টুভালু (127)
42. উত্তর মেসিডোনিয়া (125)
43. কিরিবাতি (123)
43. মন্টিনিগ্রো (123)
44. মার্শাল দ্বীপপুঞ্জ (122)
45. মোল্দোভা (120)
46. ​​রাশিয়া (119)
46. ​​পালাউ (119)
47. বসনিয়া ও হার্জেগোভিনা (117)
47. মাইক্রোনেশিয়া (117)
48. জর্জিয়া (115)
49. আলবেনিয়া (114)
50. তুরস্ক (110)
51. দক্ষিণ আফ্রিকা (104)
52. বেলিজ (101)
53. কাতার (97)
54. কুয়েত (95)
55. পূর্ব তিমুর (93)
56. ইকুয়েডর (91)
57. নাউরু (89)
58. ফিজি (88)
58. মালদ্বীপ (88)
59. গায়ানা (87)
60. বতসোয়ানা (86)
61. জ্যামাইকা (85)
62. বাহরাইন (84)
63. পাপুয়া নিউ গিনি (82)
64. ওমান (80)
64. চীন (80)
65. বেলারুশ (79)
65. বলিভিয়া (79)
65. সৌদি আরব (79)
65. থাইল্যান্ড (79)
66. নামিবিয়া (78)
67. সুরিনাম (77)
67. লেসোথো (77)
68. কাজাখস্তান (75)
69. এস্বাতিনী (74)
70. মালাউই (73)
71. কেনিয়া (72)
71. তানজানিয়া (72)
72. ইন্দোনেশিয়া (71)
72. জাম্বিয়া (71)
72. তিউনিসিয়া (71)
73. ডোমিনিকান প্রজাতন্ত্র (70)
74 আজারবাইজান (69)
75. গাম্বিয়া (68)
76. উগান্ডা (67)
77. কেপ ভার্দে (66)
77. ফিলিপাইন (66)
78. আর্মেনিয়া (65)
78. জিম্বাবুয়ে (65)
79. ঘানা (64)
79. কিউবা (64)
79. মরক্কো (64)
80. কিরগিজস্তান (63)
80. সিয়েরা লিওন (63)
81. মোজাম্বিক (62)
82. বেনিন (61)
82. মঙ্গোলিয়া (61)
82. রুয়ান্ডা (61)
83. ভারত (60)
83. সাও টোমে প্রিন্সিপে (60)
84. মৌরিতানিয়া (59)
84. তাজিকিস্তান (59)
85. বুরকিনা ফাসো (58)
86. উজবেকিস্তান (57)
86. গ্যাবন (57)
87. আইভরি কোট (56)
87. সেনেগাল (56)
88. নিরক্ষীয় গিনি (55)
88. মাদাগাস্কার (55)
89. গিনি (54)
89. মালি (54)
89. টোগো (54)
89. ভিয়েতনাম (54)
90. কম্বোডিয়া (53)
90. কমোরোস (53)
90. চাদ (53)
90. নাইজার (53)
90. ভুটান (53)
91. আলজেরিয়া (52)
91. মিশর (52)
91. গিনি-বিসাউ (52)
91. মধ্য আফ্রিকা (52)
91. জর্ডান (52)
91. তুর্কমেনিস্তান (53)
92. বুরুন্ডি (51)
93. অ্যাঙ্গোরা (50)
93. ক্যামেরুন (50)
93. লাওস (50)
94. লাইবেরিয়া (49)
95. কঙ্গো প্রজাতন্ত্র (48)
95. হাইতি (48)
96. জিবুতি (47)
97. মায়ানমার (46)
98. ইথিওপিয়া (45)
98. নাইজেরিয়া (45)
99. দক্ষিণ সুদান (44)
100. ইরিত্রিয়া (43)
101. ইরান (42)
101. কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (42)
102. শ্রীলঙ্কা (41)
102. সুদান (41)
102. লেবানন (41)
103. কসোভো (40)
103. বাংলাদেশ (40)
103. লিবিয়া (40)
104. উত্তর কোরিয়া (39)
105. নেপাল (37)
105. প্যালেস্টাইন (37)
106. সোমালিয়া (34)
107. ইয়েমেন (33)
108. পাকিস্তান (31)
109. সিরিয়া (29)
110. ইরাক (28)
111. আফগানিস্তান (26)
পাসপোর্ট র‌্যাঙ্কিং জরিপ পরিচালনাকারী হেনরি অ্যান্ড পার্টনার্সের প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান কারিন বলেন, “র‍্যাঙ্কিং শুধুমাত্র ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে এমন দেশের সংখ্যার সমীক্ষা নয়, বরং প্রতিটি দেশের কূটনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক অবস্থানগত সম্পর্ক।” আমাদের যত বেশি দেশ আছে, তত বেশি আমরা একটি সহযোগিতামূলক এবং বন্ধুত্বপূর্ণ কূটনীতি গড়ে তোলার চেষ্টা করছি"।
2022 সালের জানুয়ারী পর্যন্ত, 68টি দেশ এবং অঞ্চল জাপানে প্রবেশ করার সময় ভিসা থেকে অব্যাহতিপ্রাপ্ত। অন্যান্য দেশের তুলনায়, জাপানে কম অবৈধ অভিবাসী রয়েছে এবং এমনকি বিদেশে ভ্রমণের সময়ও ভাল আচরণের নাগরিক হিসাবে মূল্যায়ন করা হয়।
তো বন্ধুরা আজকের আর্টিকেলটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। খোদা হাফেজ।

The post বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা। appeared first on Trickbd.com.

[Two Posts In One] মসজিদে এসি না ব্যবহার করার নির্দেশ | দিনে এতবার কারেন্ট চলে যাচ্ছে কেন? | Most Requested ) আপনার YouTube ভিডিও তে মাত্র ১০০ টাকায় ১০০০ ভিউস নিবেন?

Posted:


অর্থনৈতিক সংকট এড়াতে এলাকাভিত্তিক লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছে সরকার। লোকসান ঠেকাতে বন্ধ রাখা হচ্ছে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।

কুমিয়ে আনার চিন্তা ভাবনা করা হচ্ছে অফিস ব্যাংক, সপ্তাহে ১ দিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প এছাড়াও রাত আটটার পর বন্ধ রাখা হবে দোকানপাট।

সেই সঙ্গে মসজিদগুলোতে ও এসি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এসবের মাঝে জনমনে এক প্রশ্ন লোডশেডিং এর এই যন্ত্রনা আর কতদিন ধরে চলবে? আর কেনই বা সরকার বাধ্য হচ্ছে লোডশেডিং করতে? কি কারন রয়েছে এর পিছনে?

খরচ কমাতে গত ১৯ তারিখ থেকেও সাময়িক বন্ধ রাখা হয়েছে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যে যুদ্ধ রাশিয়া ইউক্রেন শুরু করেছিল সেই  যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে গোটা বিশ্বে।

যুদ্ধে না জড়িয়েও বিশ্বের সিংহ ভাগ দেশে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে যুদ্ধের।

শুধু বাংলাদেশেই নয় ভারত শ্রীলংকা পাকিস্তান শহ ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশগুলো প্রায় একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

অস্ট্রেলিয়া গত দুই সপ্তাহ ধরে রেশনিং করছে বিশ্ববাজারে জ্বালানিতেলের একটা সংকট চলছে এখন।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। সরবরাহ জেনে দেখা দিয়েছে সমস্যা।

তাই সাময়িক দুর্ভোগ শর্তেও নেয়া হয়েছে কঠোর কিছু সিদ্ধান্ত।

দেশের বৃহৎ স্বার্থে এবং পৃথিবীর এই দুর্যোগপূর্ণ সময়ে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেছে বাংলাদেশ সরকার।

তবে এসবের মাঝেও যতটুকু দুর্ভোগ কমানো যায় তার পূর্ণ চেষ্টা করা হচ্ছে। আর এ কারণে কোন এলাকায় কখন লোডশেডিং হবে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে।

এছাড়া সপ্তাহে একদিনের জন্য পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত ও নেয়া হয়েছে। বন্দর এলাকাতে সপ্তাহে দুই দিনও বন্ধ রাখা হতে পারে পেট্রোল পাম্প।

দেশে বিদ্যুতের চাহিদা অনুযায়ী উৎপাদনে সক্ষমতা তৈরি হওয়ায় চার বছর ধরে কোন লোডশেডিং হয়নি।

কিন্তু গত দুইদিন ধরে দিনে সাড়ে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহে বারোশো মেগাওয়াট এর বেশি ঘাটতি হচ্ছে।

গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেয়া হয়েছে।

বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বলেছেন ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে গ্যাসের দাম কয়েক গুণ বেড়ে যাওয়াই আন্তর্জাতিক খোলা বাজার বা স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হচ্ছে না।

আর সেই কারণেই বিদ্যুৎ উৎপাদন কমানো হয়েছে, গ্যাসভিক বিদ্যুৎ কেন্দ্র গুলো ১০ হাজার মেগাওয়াট এর বেশি বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে।
এই কেন্দ্রগুলোতে এখন অর্ধেকেরও কম বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

এছাড়াও কর্মকর্তারা বলছেন জ্বালানি তেলের দাম ও বিশ্ববাজারে অনেক বেশি হওয়ায়। পেট্রোলিয়াম কর্পোরেশনকে দিনে ১০০ কোটি টাকারও বেশি লোকসান দিতে হচ্ছে।

সেজন্য তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরো দমে চালানো হচ্ছে না।

দিনে আমাদের যত চাহিদা তার তুলনায় অন্তত ২৫০ মিলিয়ন ঘন ফুড এলএনজি কোন সরবরাহ করছে পেট্রো বাংলা।

গত ২৯ জুন দেশে গ্যাস সরবরাহ ছিল ৩১৭৪ মিলিয়ন ঘন ফুট তাতে আমদানি করা গ্যাস অর্থাৎ এলএনজি ছিল ৮৪৪ মিলিয়ন ঘনফুট।

এরপর প্রতিদিনই গ্যাস সরবরাহ একটু একটু করে কমানো হয়েছে, আগে গ্যাসের সংকট সৃষ্টি হলে পেট্রোল বা কয়েল চালিত বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন বাড়ানো হতো।

কিন্তু এবার তা হতে দেখা যাচ্ছেনা তার কারণ হিসেবে বলা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি।

উৎপাদনে বিগনো ঘটায় সারাদেশে কমবেশি লোডশেডিং হচ্ছে।
সরকারের তরফ থেকে বলা হচ্ছে এইটি ফোর্স লোডশেডিং অর্থাৎ কেন্দ্রীয় উৎপাদন বাড়ালে লোডশেডিং এর প্রয়োজন পড়তো না। তারপরও করা হচ্ছে।

খোদ রাজধানীতে এতদিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিলো, সেখান থেকেও সরে আসা হয়েছে।

ঢাকা দুই বিদ্যুৎ বিতরণ কোম্পানি জানিয়েছে। সবমিলিয়ে তাদের প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুতের মত ঘাটতি হচ্ছে।

ঘাটতি মিটাতে এলাকা ভেদে ত্রিশ মিনিট করে লোডশেডিং করা হচ্ছে।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি এর সূত্র মতে তাদেরকে প্রতিদিন ১২০ থেকে ১৫০ মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে।

ঢাকা পাওয়ার সাপ্লাই কোম্পানি ডিস্কো জানিয়েছে তাদের ঘাটতির পরিমাণ ১৫০ থেকে ১৭৫ মেগাওয়াট এর মত।

বিভিন্ন এলাকায় আধ ঘন্টার মত লোড সেটিং করে তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

ঢাকার বাইরের লোডশেটিং এর পরিস্থিতি তুলনামূলক বিশাল খারাপ, অনেক এলাকায় প্রায় চার-পাঁচ ঘণ্টার মতো বিদ্যুৎ থাকছে না।

মানুষের মনে প্রশ্ন এখন একটাই লোডশেডিং এর এই যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যাবে কবে?

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় কোন সুসংবাদ দিতে পারছে না এখনি। জনগণের কাছে দুঃখ প্রকাশ করে তাদেরকে ধৈর্যধারণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

ফেসবুক পোস্টে নজরুল হামিন বলেন গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, এতে অনেক জায়গাতেই বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

গ্যাস সারবরাহ স্বাভাবিক হলে, বিদ্যুৎ উৎপাদন পুনরায় স্বাভাবিক হবে।

যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য ও সরবরাহ অন্যান্য সব দেশের মত আমাদেরকেও সমস্যায় ফেলেছে। এই পরিস্থিতিতে আপনাদের সামরিক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
*
*
*

তো চলুন এবার কথা বলি ইউটিউব এর ব্যাপারে।

কিছুদিন আগে আমি একটা পোস্টে বলেছিলাম মাত্র ১০০ টাকার ও কম খরচ করে কিভাবে youtube এ ১০০০ ভিউস কেনা যায়। এই বিষয়ে একটা পোস্ট করব তার মতামত চেয়েছিলাম।

তো আপনারা অনেকেই কমেন্ট সেকশনে বলছিলেন ভাই দ্রুত ইউটিউব এই পোস্টটা চাই, তো সময় স্বল্পতার কারণে হয়তোবা পোস্টটা নিয়ে আসতে একটু লেট হয়ে গেল আশা করছি আপনারা এটা মানিয়ে নিবেন।

তো যেমনটা প্রমিস করেছিলাম মাত্র ১০০ টাকা দিয়ে কিভাবে ইউটিউবে ১০০০ ভিউস। কিনতে পারবেন সেটা নিয়েই আজকে আলোচনা করব। তো বেশি কথা বলে কি আর লাভ হবে চলুন শুরু করি।

তো এক হাজার ভিউস ১০০ টাকায় কিনতে হলে  আমাদেরকে একটি গুগল ফোমসে ভিজিট করতে হবে।
এবং সেখানে ভিজিট করে চাইলেই আমরা ১০০ টাকায় এক হাজার ভিউস কিনে নিতে পারব আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে।

এনি ওয়ে গাইজ আপনি আপনার টিকটক ,ডেলিমেশন এইরকম প্ল্যাটফর্মেরও ভিউজ নিতে পারেন। এই ফর্মস ব্যবহার করে।

তো প্রথমে https://forms.gle/fYLRbqR38xdAe4Jo6 এই লিংকে ক্লিক করে গুগল ফ্রম এ ভিজিট করুন।
এরপর একটি ফর্মস ওপেন হবে আপনাদের মাঝে তো এটি ফিলাপ করে সাবমিট করবেন।

প্রথমে আপনার ইমেইল এড্রেসটি দিয়ে দিবেন- এক্সাম্পল- *******@gmail.com

এরপর আপনি কোন সার্ভিসটা নিতে চান সেটা সিলেক্ট করবেন লাইক- youtube ভিউজ টিক টক ভিউস, অর, ডেলিমোশন, ভিউস যেটি পছন্দ আর কি।

তারপর একটু নিচে গেলে দেখতে পারবেন সিলেক্ট ইওর পেমেন্ট মেথড। তো ওখানে নগদ এবং রকেটটা এভেলেবেল আছে যে কোন একটা সিলেক্ট করবেন আপনার সুবিধামতো।

এরপর নিচে একটা নাম্বার দেয়া আছে ওটা কপি করবেন এরপর আপনার নগদ কিংবা রকেট থেকে সেন্ড মানি করবেন।

সেন্ড মানি করার পর দেখবেন আপনার ফোনে একটি মেসেজ চলে এসেছে মেসেজের ট্রানজেকশন আইডিটি কপি করবেন।

ট্রানজেকশন আইডিটি কপি করার পর আরেকটু নিচে তাকালে দেখবেন। লেখা আছে প্লিজ প্রোভাইড ইওর ট্রানজেকশন আইডি।
তো আপনি সিমপ্লি ওই ট্রানজেকশন আইডিটি পেস্ট করে দিবেন ওই বক্সের মধ্যে।

ব্যাস আপনার মোটামুটি কাজ শেষ এবার নিচে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন।

তো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে লিঙ্কটি দিয়েছিলেন মানে যেই ভিডিওর লিংকটি দিয়েছিলেন ওটার ভিউজ বাড়তে শুরু করে দিবে।

মোটামুটি ১-৪ ঘন্টা পর্যন্ত সময় লেগে থাকে ভিউজ আসতে।
আরেকটি ভালো ব্যাপার হচ্ছে আপনি ১০০০ এর জন্য পেমেন্ট করছেন কোন কোন সময় এক হাজার ভিউজের অনেক বেশি এসে থাকে।

এবং সবচাইতে মজার ব্যাপার হলো আপনি ভিউ এর সঙ্গে প্রায় ৪০-৫০ ঘণ্টার মতো ওয়াচ টাইম ফ্রি পাবেন যেটা সত্যি আউটস্ট্যান্ডিং।

যদিও ওয়াচ টাইম কমও আসতে পারে সেটা আপনার ভিডিওর টাইম এর উপর ডিপেন্ড করবে, আপনার ভিডিও যদি পাঁচ মিনিটের বেশি হয় তাহলে – ১০- ১৫ ঘন্টা ওয়াচ টাইম পাবেন।

আর আপনার ভিডিও যদি- ২০ মিনিটের উপরে হয় তাহলে ৪০ থেকে ৫০ ঘন্টার মত ওয়াচ টাইম পাবেন।
আশা করছি পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন।❤

ওয়ার্নিং- আপনারা একটা ভিডিও একবারই পেমেন্ট করে সাবমিট দিবেন।
এক ভিডিও লিংক দুইবার সাবমিট করলে ভিউস আসতে কিন্তু প্রবলেম করবে।

তো ভিউয়ার, এই পোস্টটি করার উদ্দেশ্য শুধুমাত্র আপনাদের উপকারের জন্যই। যদিও এরকম পোস্ট অনেকে নেগেটিভ ভাবে নেয়।

তো আশা করছি আপনারা এই পোস্টের নিচে খারাপ কোন মন্তব্য করবেন না। 🥰


YouTube Monetization Offer
৪০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১০০০ সাবস্ক্রাইবার নিন মাত্র ৩০৯০ টাকায়। ১০০% সেভ ওয়ে।✅
Contract Facebook: profile.php?id=100082805889874

আমি আবারও কথা দিচ্ছি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আরেকটি পোস্ট নিয়ে হাজির হবো সে পর্যন্ত TrickBD এর সঙ্গেই থাকুন।

The post [Two Posts In One] মসজিদে এসি না ব্যবহার করার নির্দেশ | দিনে এতবার কারেন্ট চলে যাচ্ছে কেন? | Most Requested ) আপনার YouTube ভিডিও তে মাত্র ১০০ টাকায় ১০০০ ভিউস নিবেন? appeared first on Trickbd.com.

YouTube Vanced এর Alternative ৫ টি App (Ad-Free YouTube এর Best Experience)

Posted:

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

আজকের এই পোস্টে আমরা দেখবো YouTube Vanced এর মতো ৫ টি Ad-Free YouTube দেখার App। এগুলোতে YouTube Vanced এর মতো Sponsor block setting ও রয়েছে।

শুধু তাই নয়, এগুলোতে আরো অনেক ফিচার রয়েছে। এমন ফিচারও রয়েছে যেগুলো YouTube Vanced এও দেওয়া নেই। প্রতিটি App ই আলাদা আলাদা ভাবে Develop করা হয়েছে।

তাই সবগুলোই যে ভালো লাগবে তার Guarantee আমি দিতে পারবো না। তবে এটা অবশ্যই বলতে পারবো YouTube Vanced যেদিন Globally একেবারে বন্ধ হয়ে যাবে সেদিন এগুলোর একটা হলেও অবশ্যই কাজে দিবে।

আপনারা চাইলে পোস্টটি Save বা Bookmark করে রাখতে পারেন। In Future কাজে লাগতেও পারে। সবার তো আর YouTube Premium কেনার সামর্থ্য নেই।

আর তাছাড়া YouTube Premium ই হোক বা Original YouTube App, দুটোতেই YouTube Vanced এ যেসকল Features রয়েছে তা কখনো Apply করা হবে বলে আমার সন্দেহ আছে।

YouTube Vanced কে এত বছর ধরে Developer রা Develop করতে করতে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল যাকে হার মানানো আমার মতে অন্য কোনো App এর কাছে মুশকিল। তবুও যেহেতু YouTube Vanced বন্ধ হয়ে যাচ্ছে তাই আমাদের একটি হলেও বিকল্প ব্যবস্থা গ্রহন করতে হবে।

তাই এই পোস্টটি দেওয়া। এখনো YouTube Vanced ভালোই চলছে। আমি নিজেও ব্যবহার করি। তার সাথে আমার পরিচিত অনেককেই আমি Install করে দিই YouTube Vanced। কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারনে বিকল্প ব্যবস্থা গ্রহন যে করতে হবে তা তো আর সবার অজানা নেই।

তাই চলুন শুরু করে দেওয়া যাক আজকের পোস্টটি। প্রতিটি App এরই লিংক আমি দিয়ে দিবো। শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন আগে। তারপর কমেন্ট করবেন মনে চাইলে।

(5) APP NAME : VUETUBE

APP LINK : https://vuetube.app/install/

এটি একটি সাধারন একটি Application। App টি একেবারে নতুন। আস্তে আস্তে Update করা হচ্ছে। ভবিষ্যতে অনেক কিছুই Add করা হবে আশা করা যায়।

App টি অত্যন্ত Lite হওয়ায় আপনার ফোনে ভালোভাবেই চলবে বলে আশা করছি। এখানে App টির Ui খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনি Customize করতে পারবেন এর Theme, Colour গুলো।

এছাড়াও এখানে Ui Tweaker নামে একটি Option আছে যেখানে আপনি এর Navbar, Thumbnail, Fullscreen, Radius, Components ইত্যাদি Customize করতে পারবেন।

এছাড়াও এখানে 2K, 4K, 8K VIDEO PLAYBACK এর Option পেয়ে যাবেন যদি Video টি 2K বা 4K বা 8K তে Play করার Option থাকে। যদি Video টি 2K বা 4K বা 8K Resolution এর হয়ে থাকে তবে অবশ্যই পারবেন Play করতে।

নিচে App টির কিছু Screenshots দিয়ে দিচ্ছিঃ

(4) APP NAME : SKYTUBE

APP LINK : https://skytube-app.com/

এই App টি আগের App টি থেকে অনেকটাই Advanced। এখানে আপনি আরো অনেকগুলো Extra Feature পেয়ে যাবেন যা আগের App এ পাবেন না।

শুরুতেই বলে দিই এখানে ৩ টি Video Player রয়েছে App টির ভেতরে। Default, Legacy (unsupported), Official।

Screen Rotation আছে Auto, Landscape, Portrait, Sensor। এখানে আরো একটি ফিচার আছে এর নিচেই। যার নাম No Video Gestures, এর মাধ্যমে আপনি Volume Control, Brightness Control, Forward/backward এ 2 tap control সবই Disable করে ফেলতে পারবেন।

এরপরের ফিচারটি হলো immersive mode যা আপনার navigation bar কে hide করে দিবে video play করার সময়।

এছাড়াও আপনি Content Location, Switch Volume/Brightness Gesture, Try Newer Video Formats এর Option ও পেয়ে যাবেন।

এছাড়াও এখানে Video Blocker Feature রয়েছে। আরো রয়েছে Channel Filter Mode, Channel Blacklist/Whitelist, Video Language Filter (যার মাধ্যমে যেকোনো ভিডিওতে অশ্লীল ভাষায় গালিগালাজ থাকলে তা বন্ধ করতে পারবেন) ইত্যাদি।

এছাড়াও এখানে Sponsor Block Feature আছে। যার মধ্যে রয়েছে Sponsor, self promotion, interaction reminder, non-stop music section, endcards/credits, preview/recap, filler সবকিছুই বন্ধ করার বা Skip করার Feature।

এগুলোর মাধ্যমে আপনি ডাউনলোড করে ভিডিও দেখে যে মজা পান সেই মজাই পেয়ে যাবেন ডাউনলোড করা ছাড়াই। যা আমার মতে একটি অনেক ভালো উপায়।

এছাড়াও আপনি Import/export করতে পারবেন সেসব Settings গুলো যেগুলো আপনি এই App এ Apply করেছেন Already।

এখানে আবার ৩ টি Privacy Feature ও রয়েছে। তার ভেতরে আছে No search history, No playback status, Clear playback status।

এছাড়াও এখানে Highest Resolution এর Video মানে (2K, 4K, 8K পর্যন্ত) Video Play করার Option রয়েছে।

আরো আছে Download করার Feature তবুও SD CARD এ। জি আপনি এই Application টির মাধ্যমে যেকোনো Video ই আপনার মূল Internal/External SD Card এ Download করতে পারবেন।

Video Quality নিয়ে অনেকগুলো Settings + options পাবেন। আরো আছে এখানে Default Tab Change করার Option। আরো রয়েছে যেকোনো Tab Hide করার Option।

আরো আছে A-Z বা Alphabetically Channel Sort করার Option। বুঝতেই তো পারছেন YouTube Vanced এর মতোই এখানে ফিচারে একদম ভরিয়ে দেওয়া হয়েছে।

আমার কাছে অসম্ভব পরিমানে ভালো লেগেছে App টি। আশা করছি কারো না কারো অবশ্যই ভালো লাগবে App টি।

নিচে App টির কিছু Screenshots দিয়ে দিচ্ছিঃ

(3) APP NAME : LIBRETUBE

APP LINK : https://github.com/libre-tube/LibreTube/releases/tag/v0.4.1

শুরুতেই বলে রাখি এটি একটি Open Source Application। তাই এখানে Hide করার মতো কিছুই নেই। সর্বপ্রথম আমি কথা বলবো এর Ui নিয়ে।

মাখনের মতো Smooth Ui এর। আর Theme টাও দেখতে খুবই সুন্দর। আগের App এর মতো এত এত Feature এ ঠাসা না হলেও এর Simple & Smooth Ui আপনাকে মুগ্ধ করবেই।

আবার এমন যে না এখানে Feature একেবারেই নেই। যদি তাই হতো তবে এটাকে তৃতীয় স্থানে রাখতাম না। এই App টিরও অনেক বিশেষত্ব রয়েছে।
সেগুলো নিয়েই আলোচনা করা যাক।

App টিতে ঢোকার শুরুতেই এর Clean Ui আপনার নজর কেড়ে নিবে। এরপর আপনি যদি Settings Option এ যান তবে আরো অনেক Feature এর দেখা পাবেন।

general settings এ গিয়ে আপনি related content বন্ধ করে দিতে পারবেন। মানে ধরুন আপনি অপূর্বের একটা নাটক দেখলেন। এরপরই আপনি Homepage এ গেলে দেখবেন আপনাকে অপূর্বের আরো নাটক suggest করেই যাচ্ছে।

এটাই YouTube এর Algorithm। যাই হোক, এই Algorithm টাই এই Option এর মাধ্যমে বন্ধ করতে পারবেন।

এরপর আসি এর Appearance বা Ui Customization এর কাছে। এখানে আপনি শুরুতেই Default ভাবে Pinkish একটি Theme দেখতে পারবেন। যা আপনি একেবারে White/Black করে নিতে পারবেন।

এছাড়াও এখানে White/Black ছাড়াও Resting Red, Blissful Blue, Yeeting Yellow, Groovy Green, Pleasurable Purple নামের ৫টি Colour Accents আছে যা আমার কাছে অনেক Cool মনে হয়েছে।

অনেক সুন্দর Vibe দেয় এর Colour Accent। আপনি চাইলে এর Icon গুলোও Change করতে পারবেন।

Default, Lost Legacy, Glib Gradient, Fashionable Fire, Trendy Torch, Silly Shaped, Flying Flame, Boosted Bird নামের মোট ৮ টি Icon রয়েছে।

আপনি চাইলে Default Tab Change করতে পারবেন। Trending Tab Hide করতে পারবেন। Navigation Bar Hide/Lock করা, Grid Columns, Subtitle/Caption Style Change করতে পারবেন।

এবার আসি এর Sponsor Block Settings এ। এখানে অনেক Feature পাবেন।

Sponsor, Notification, Unpaid/Self Promotion, Intercation Reminder (Like, Comment, Subscriber চাওয়া), Intermission/Intro (ভিডিওর শুরুতে ইন্ট্রো),

End Cards/Credits, Filler Tangent/Jokes (কোনো Serious Video তে যদি এমন কিছু থাকে), Music/Non-Music, Preview/Recap এগুলো সব Block/Skip করতে পারবেন বা পাল্টাতেও পারবেন।

এছাড়াও Audio/Video Settings এ Autoplay, Autopause, Seekbar preview, Auto Fullscreen, Preloading ইত্যাদি Change করতে পারবেন।

এছাড়াও Search, Video History Pause/Mute/Delete/Resume/Hide করতে পারবেন। Video Format (MP4/MKV) যেকোনো একটা যা আপনি চান সেটায় set করতে পারবেন।

এখানে Data Saving Mode, Downloader সবই রয়েছে। Downloader এর মাধ্যমে সরাসরি Internal/External Storage এ Download করতে পারবেন Video।

নিচে App টির কিছু Screenshots দিয়ে দিচ্ছিঃ

(2) APP NAME : SONGTUBE

APP LINK : https://github.com/SongTube/SongTube-App/releases/tag/6.4.5+1200

এটা আমার দেখা অন্যান্য App গুলোর মধ্যে সবচেয়ে Smooth, Clean ও Easy একটি Application। এর Clean Ui আপনাকে মুগ্ধ করবেই।

এতটা Clean & Smooth Ui আমি খুব কমই দেখেছি। সত্যিই প্রশংসার দাবিদার এদের Developer রা। এবার আসা যাক এর Main Homepage বা Home Tab গুলোতে।

এখানে আপনি Home Tab এ পাবেন আলাদা আলাদা ৫ টি Tab। যার ভেতরে রয়েছে Home, Channels, Downloads, Music, Library Tab।

এটি একটি All In One Application যার ভেতরে আপনি Download করা Audio + Video তো দেখতে পারবেনই তার সাথে YouTube Video ও দেখতে পারবেন।

এর ভেতরে তেমন বেশি Feature নেই। এর Clean Ui + Easy To Use হওয়ার কারনে এটা Recommended থাকবে। বিশেষ করে তাদের জন্যে যাদের এত Feature এর প্রয়োজন হয়না।

অনেকেই আছেন যারা শুধু Ad Free Youtube এর experience টা চান। তেমন Feature না থাকলেও চলে। তাদের জন্যেই এই App টি।

Basic Feature যেমনঃ Picture In Picture, Autoplay Videos, Text Correction, Enable/Disable Watch History, Theme, Accent Colour, Blur Ui, Download Features গুলো পেয়ে যাবেন।

তবে এর Accent Colour, Theme আপনাকে মুগ্ধ করতে বাধ্য। দেখতে এতটা সুন্দর লাগে যা বলার বাইরে। অনেক সুন্দর Aesthetic Vibe দেয় এর Theme গুলো। ভালো লাগবে আশা করছি।
এটিও একটি Open Source App।

নিচে App টির কিছু Screenshots দিয়ে দিচ্ছিঃ

(1) APP NAME : NEWPIPE

APP LINK : https://github.com/polymorphicshade/NewPipe/releases/tag/v0.23.1_r1

আগের App গুলো না চিনলেও এই App টিকে হয়তোবা অনেকেই চিনে থাকবেন। অনেকেই মনে করেন YouTube Vanced এর সাথে Head To Head Comparison এ এই App টিকে Alternative হিসেবে বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

তাই না? হ্যাঁ, আপনি ভুল কিছু ভাবছেন না অবশ্য। কেননা এখানে YouTube Vanced এ থাকা Feature গুলো তো আছেই তার সাথে এর চেয়েও বেশি অনেক কিছুই আছে।

শুরু করি এর Simple Ui দিয়ে। মাত্র ৩ টি Homepage Tab এর মধ্যে দিয়ে এর Ui শুরু। এরপর বাম দিকে Slide করলে দেখতে পারবেন আরো কিছু Options।

Trending, Subscriptions, What’s New, Bookmark Playlists, Downloads, History, Settings এই Option গুলো পাবেন।

এত কিছুতে না গিয়ে Settings এই চলে যাই। প্রথমেই বলি Video Resolution নিয়ে। 2K, 4k, 8k Video Play করতে পারবেন Best Resolution এ।

এছাড়াও আপনি চাইলে External Video Player এর মাধ্যমে Video Play করতে পারবেন। শুধু Video ই না, Audio ও Play করতে পারবেন External Audio Player এর মাধ্যমে।

App Switch এ Minimize করার সময় Background, popup player এ switch করতে পারবেন। main player Fullscreen এ play করতে পারবেন।

Autoplay করতে পারবেন। resume playing করতে পারবেন। volume/brightness gesture ও রয়েছে। এছাড়াও আরো কিছু video + audio features রয়েছে।

এই Application টির মাধ্যমেও আপনি Internal/External SD Card এ Video Download করতে পারবেন। এর Theme- Appearance ও Change করতে পারবেন।

Watch History Resume/Delete/Stop করতে পারবেন অবশ্যই। এছাড়াও Main Page Content, 18+ Content বন্ধ করা, Comment, Thumbnails বন্ধ করা থেকে শুরু করে অসংখ্য ফিচার রয়েছে।

তাছাড়া Sponsor Block Feature তো আছেই। আরো Extra Feature হিসেবে Local Player, Force Auto Fullscreen, Disable Error Reporting, Show Dislike Count Option ও রয়েছে।

তো Overall এখানে প্রচুর Features রয়েছে। এখন বাকীটা আপনার উপর আপনি যে App ই চান Download করে ব্যবহার করা শুরু করে দিতে পারেন। এটিও একটি Open Source App।

নিচে App টির কিছু Screenshots দিয়ে দিচ্ছিঃ

প্রতিটি App ই Stable + Feature এ ভরা। Similar Features ই বেশি। তবে কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। আশা করছি App গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

ভালো লাগলে অবশ্যই জানাবেন আমাকে। পরবর্তী পোস্টের জন্যে যদি কোনো Recommendations থাকে তবেও জানাতে পারেন।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো পোস্টে।
This is 4HS4N
Logging Out…

The post YouTube Vanced এর Alternative ৫ টি App (Ad-Free YouTube এর Best Experience) appeared first on Trickbd.com.

MOVIE DOWNLOAD নিয়ে আর নয় হয়রানি | যে কোন মুভি/সিরিজ ডাউনলোড করুন সহজ উপায়ে

Posted:

আসসালামু আলাইকুম
➤ট্রিকবিডিবাসী আশা রাখছি সকলে ভালো আছেন।


তো চলুন পোস্টে শুরু করা যাক

Okay

😌

যেসব জনগন শুধু মুভি দেখতে ভালবাসে- কিন্তু ডাউনলোডের ঝামেলা পছন্দ করে না তাদের জন্য খুব উপকারি হবে আশা করছি

এর জন্য শুধু আপনার Telegram থাকা লাগবে

তাহলেই কোন ঝামেলা ছাড়াই যখন যে মুভি চান দেখতে ও ডাউনলোড করতে পারবেন।


ওকে স্কিনশট ফলো করুন

➤Telegram এ একটা নতুন গ্রুপ খুলে নিন। আগের থাকলেও চলবে

➤Group এর নামের উপর ক্লিক দেন

➤Group Type এ গিয়ে Private থেকে Public করেন


➤এবার Administrator এ যান

➤Add Admin

➤ Search করে বট এড করে নিন

@ShizukiRobot




➤এবার যে মুভি ডাউনলোড করতে চান। গ্রুপে Name দিয়ে send করেন

➤Qulity Selecte করেন



➤বট এর pm এ গেলে Start Click দেন

➤এখন Play / Download করতে পারেন

কোন সমস্যা হলে আমাদের গ্রুপে জয়েন হয়ে নিবেন

⤵⤵

Solution Extra🇧🇩

—————————————————-
⬇

Telegram Channel

⬇

Join Telegram



—————————————————
—————————————————

আল্লাহ হাফিজ

The post MOVIE DOWNLOAD নিয়ে আর নয় হয়রানি | যে কোন মুভি/সিরিজ ডাউনলোড করুন সহজ উপায়ে appeared first on Trickbd.com.

মেসেঞ্জার এর নতুন ফিচার Restrict mode সম্পর্কে জেনে নিন।

Posted:

আসসাামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে বেশ ভালো আছেন।

    
    

আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আপনার ফোনের মেসেঞ্জার অ্যাপ এ নতুন যে ফিচার টি যুক্ত হয়েছে সেই ফিচার টি নিয়ে।

    
    

যদিও এই ফিচার টির অলরেডি দুই মাস হয়ে গেছে। তাই এখন আর ইহাকে নতুন ফিচার বলা যাচ্ছে না। তবুও এখনও অনেকে আছেন যাঁরা ফিচার টি সম্পর্কে এখনো জানেন না। তাদের জন্যই এই পোষ্ট টি করা।

    
    

Restrict Mode

Restrict mode এমন একটি ফিচার যার মাধ্যমে আপনি কারো থেকে বিরক্ত হওয়া থেকে মুক্তি পাবেন। পোস্ট পড়ার পর ভালোমতই বুঝতে পারবেন যে আপনি হয়তো মনে মণে এই ফিচার টি ই খুজতেছেন।

    
    

মনে করেন আপনার কোনো আত্মীয় আপনাকে বেশি বেশি মেসেজ পাঠিয়ে বিরক্ত করতেছে। কিন্তু আপনি তাকে ব্লক ও করতে পারছেন না কারন সে আপনার আত্মীয় হয়।

    
    

এমন একটা পরিস্থিতি তে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার প্রয়োজন হচ্ছে Restrict mode এর।

    
    

এই মোড এ তাকে ব্লক করতে হবেনা আবার আপনি বিরক্ত ও হবেন না। সেটা কিভাবে হবে তা নীচে স্ক্রীন শট এর মাধ্যমেই জানিয়ে দিচ্ছি।

    
    

এর জন্য প্রথমে আমি আমার ফোনের মেসেঞ্জার অ্যাপ টি ওপেন করলাম। মনে করি নীচে লাল বর্ডার এর মধ্যে যে আইডি টি রয়েছে সেই আইডি থেকে আমাকে বিরক্তিকর মেসেজ পাঠাচ্ছে।


এখন আমি এই আইডি কে Restrict করবো। এর জন্য আমাকে এই আইডি এর চ্যাট এ ঢুকতে হবে। এর পর নীচের দেখানো i বাটনে ক্লিক করতে হবে।


এরপর কিছুটা নীচে নামলেই আপনি Restrict Mode পেয়ে যাবেন।


Restrict Mode এ ক্লিক করে মোড টি অন করতে হবে। আমি অলরেডি অন করে ফেলেছি।


এরপর আমি যেই আইডি কে Restrict করলাম সেই আইডি টে ঢুকলাম, আইডি তে কোনো প্রভাব পড়েছে কি না দেখার জন্যে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যেই আইডি থেকে আমাকে Restrict করা হয়েছে সেই আইডি আমার সামনেই এখনও আমার সামনেই আছে। অর্থাৎ কোনো প্রভাব পড়েনি।


আইডি এর চ্যাট এ ঢুকলাম। আমাদের পূর্বের ম্যাসেজ গুলো দেখতে পাই।


এখন আমি আরো কিছু ম্যাসেজ দিয়ে দিলাম। দেখি সেটা তার কাছে পৌঁছায় কী না।


তো আমি আমার আগের আগের আইডি তে যেয়ে দেখলাম আমার Restrict করা আইডি টি এখানে নেই। এখন আমার Restrict করা আইডি টি দেখার জন্য প্রথমে নীচে উপরের দেখানো প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে।


এরপরে নীচে প্রাইভেসি অপশন এ ক্লিক করুন।


এরপর তৃতীয় অপশন টি টে ক্লিক করুন।


এইখানে আপনি যেই আইডি গুলোকে Restrict করেছেন সেই আইডি গুলোকে দেখতে পাবেন। আমি আমার restrict করা আইডি তে ক্লিক করলাম।


এইখানে আমাকে ওই আইডি থেকে করা পরবর্তি টেক্সট গুলো দেখা যাচ্ছে। এখন আপনি চাইলে নীচের দেখানো অংশে তাকে unrestrict করতে পারেন।


আমার Restrict করা আইডি টি পুনরায় unrestrict হয়ে গেছে। এখন এই আইডি থেকে আমাকে মেসেজ করলে আবার সবার সামনেই চলে আসবে। এবং আমিও আগের মতই রিপ্লাই করতে পারবো।

আজ তাহলে এই পর্যন্তই থাক। আপনারা সকলেই ভাল থাকুন। সুস্থ থাকুন। আর কোনো সমস্যা হলে আমাকে জানান। আর আমার পরবর্তী পোস্ট টি কিসের উপর চান সেটি আমাকে জনিয়ে দিন কমেন্টে, জিমেইল এ, অথবা টুইটারে।
জিমেইল: marufkhan1215@gmail.com
Twitter: 1215maruf

The post মেসেঞ্জার এর নতুন ফিচার Restrict mode সম্পর্কে জেনে নিন। appeared first on Trickbd.com.

C++ এ কীভাবে for loop ব্যবহার করবেন?

Posted:

আজকের Tutorial এ আমরা শিখবো কীভাবে আপনি C++ Programming এ for loop use করবেন

 

প্রথমে আলোচনা করা যাক loop নিয়ে

অনেকেই জানেন না যে loop কী?loop আসলে এমন একটা প্রোগ্রাম যেটা Use করে আমরা যেকোনো প্রোগ্রাম কে বার বার চালাতে পারি।এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।আর প্রোগ্রামিং এ Loop অনেক উপকারি।

 

এবার আলোচনা করা যাক for loop নিয়ে।

C++ এ ৩টি loop আছে যেগুলো হলো: while,do while,for।এই loop গুলোর মধ্যে for loop অনেক কাজের।যেমন: C++ এ Array এর সব index এর value একবারে দেখতে for loop  use করা যেতে পারে।এছাড়াও for loop এর অনেক use রয়েছে।

 

এবার আলোচনা করা যাক for loop কিভাবে কাজ করে।

for loop প্রথমে একটি int variable initialize করে এবং তারপর দেখে কখন loop টি বন্ধ হবে এবং variable এর value এক এক করে বাড়তে থাকে।এর ব্যাতিক্রম ভাবেও for loop বানানো যায় তবে সাধারনত এভাবেই বানানো হয়।

 

এখন for loop এর Format টি দেখা যাক।

 for([initialize variable];[condition];[value changing system]){ }  

এখন এর একটি উদাহরণ দেখা যাক।

for(int i = 0;i<4;i++){ }

এখানে প্রথমে i নামের একটি variable initialize করা হয়েছে।যার Datatype int এবং এর পরে i<4 দ্বারা বোঝানো হয়েছে যে যতক্ষণ i এর value 4 এর থেকে কম থাকবে ততক্ষণ loop চলবে।আর i++ দ্বারা বোঝানো হয়েছে প্রতিবার i এর value এক করে বৃদ্ধি পাবে।

নিচে একটি ছবির মাধ্যমে তা বোঝানো হলো:

এবার আমরা একটি কোড দেখে নেই যেখানে for loop use করা হয়েছে:

#include  using namespace std;  int main() {     for (int i = 0;i<4;i++){         cout<<i<<endl;     }      return 0; } 

এখানে আগের মতই for loop কাজ করছে এবং প্রতিবার i এর value এক করে বৃদ্ধি পাচ্ছে।প্রথমে i এর value 0 এবং i<4 হওয়া পর্যন্ত value এক করে বৃদ্ধি পাবে।এখানে endl ব্যবহার করা হয়েছে যাতে প্রতিটি সংখ্যা একটি নতুন লাইন এ শো করে।

তাই এই কোড এর Output হবে:

 

আজকে এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন।কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।

সবাই ভালো থাকবেন।আল্লাহ হাফেজ।

Visit করতে পারেন আমারা Website Zubayer Tech

 

The post C++ এ কীভাবে for loop ব্যবহার করবেন? appeared first on Trickbd.com.

How to use proxy on Android or Windows Browser

Posted:

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই?

আজকের পোস্ট টপিকঃ কিভাবে (Android) এবং (Windows) Browser – এ Proxy ব্যবহার করবেন?
মূলত (Browser) এ Proxy ব্যবহার করার জন্য আপনাদের অবশ্যই Extension এর সহায়তা নিতে হবে, অর্থাৎ Extension ব্যাবহার করতে হবে। Android – এ (Chrome) Browser – এ Extension সাপোর্ট করে না অর্থাৎ ব্যবহারের সুযোগ নেই সেটা আমরা সকলেই জানি।

আচ্ছা কেন? Proxy ব্যবহার করা হয় বা করবেন তা নিয়ে একটু আলোচনা করি।

মূলত BDIX Speed Bypass এবং বিভিন্ন Restricted Site Access নেয়ার ক্ষেত্রে Proxy খুব বেশি কাজে আসে, এবং এটা অনেকটাই কার্যকরী, এছাড়াও প্রক্সি এর আরো বিশাল ব্যবহার রয়েছে।

আচ্ছা BDIX কি? সেটা জেনে নেই।
BDIX এর পূর্ণরূপ হল  Bnagladesh Internet Servics Exchage. BDIX এক ধরনের ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করে যার মাধ্যমে আপনি খুব সহজেই তাদের ভার্চুয়াল সার্ভার থেকে যে কোন ফাইল অনেক কম সময়ে অনেক দ্রুত গতিতে ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে আপনার Wifi কিংবা Internet এর Speed যতোই কম হোক না কেন আপনি সে Speed কে BDIX Proxy এর মাধ্যমে Bypass করতে পারবেন।

অর্থাৎ ধরে নেন আপনার Wifi এর Normally Download Speed – 250/500kbps এখন Proxy ব্যবহার করলে আপনার Internet Speed 700bps to 4.5MBps++ পর্যন্ত বেড়ে যেতে পারে। আরও একটু ডিটেইলস্ এ বলি, যদি আপনার সেই Internet provider এর BDIX Connectivity থাকে তাহলে BDIX Server গুলো থেকে তার চেয়ে অনেক বেশি স্পীডে ফাইল ডাউনলোড করতে পারবেন।  সেক্ষেত্রে যদি ১০ এমবি স্পীড এর কোন BDIX Server থেকে আপনি কোন ফাইল ডাউনলোড করেন তাহলে আপনার স্পীড আসবে Average এ 1MB যা অবশ্যই যে কোন ইউজার এর জন্য সুবিধাজনক।

আচ্ছা BDIX নিয়ে অনেক বকবক করলাম, কিভাবে Android Browser – এ Proxy ব্যবহার করবো সেটা দেখে নেয়া যাক।
অবশ্যই যেসব ব্রাউজারে এক্সটেনশন সাপোর্ট করে সেসব ব্রাউজার ব্যবহার করতে হবে, আমরা সকলেই জানি অ্যান্ড্রয়েডে ক্রম ব্রাউজারে এক্সটেনশন সাপোর্ট করে না। সে ক্ষেত্রে প্লে স্টোর থেকে এক্সটেনশন সাপোর্ট করে এরকম একটি ব্রাউজার ডাউনলোড করে নিলেই হবে।

যে ব্রাউজারগুলো অ্যান্ড্রয়েডে এক্সটেনশন সাপোর্ট করে সেরকম তিনটি ব্রাউজারের লিংক আমি নিচে দিয়ে দিলাম।

Play Store Link:

উপরের তিনটি ব্রাউজার থেকে যেকোনো একটি ব্রাউজার ইন্সটল করে নিলেই হবে।

ব্রাউজার ইনস্টল হয়ে গেলে আমাদের (Chrome Web Store) থেকে একটি এক্সটেনশন ডাউনলোড করতে হবে।
Extension name: FoxyProxy Standard

যেমন আমি এক্সটেনশন টি Kiwi ব্রাউজারে ইন্সটল করব সেক্ষেত্রে আমি লিংকটিতে প্রবেশ করব এবং এড টু ক্রোম (Add to chrome) বাটনে ক্লিক করব।

Add to Chrome বাটনে ক্লিক করার পর আমাদের এক্সটেনশনটি ব্রাউজারে অ্যাড হয়ে যাবে, এতোটুকু করলেই আমাদের কাজ মোটামুটি শেষ।

তারপরে আমরা সবগুলো ট্যাব বন্ধ করে নিব এবং নতুন একটি ট্যাব খুলে নেব।

ট্যাব খোলা হয়ে গেলে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করব এবং একদম নিচের দিকেই আমরা এডকৃত এক্সটেনশনটি দেখতে পারবো, তারপর সেখানে ক্লিক করব।

ক্লিক করার পর Foxy Proxy ওপেন হয়ে যাবে এবং কিছুটা এরকম দেখাবে।

তারপর options এ ক্লিক করব, FoxyProxy এর ইন্টারফেস টা কিছুটা এরকমভাবে ওপেন হয়ে যাবে।

তারপর এড নিউ প্রক্সিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের মতো এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনার ব্রাউজারটি অবশ্যই ডেস্কটপ মোডে করে নিতে হবে তা না হলে আপনি সম্পূর্ণ পেজটি দেখতে পারবেন না।

উপরের ছবির মত একটি ফর্ম দেখতে পাবেন, ফর্মে মার্ক করে দেয়া ইনফরমেশন গুলো ফিলাপ করে সেভে ক্লিক করলেই আপনার প্রক্সি টি কাজ করা শুরু করে দেবে।

কিন্তু এখন কথা হল প্রক্সি আপনি কোথায় পাবেন?
প্রক্সি বিভিন্ন ওয়েবসাইটে ফ্রিতে পাওয়া যায় এবং কিছু কিছু ওয়েবসাইট থেকে প্রিমিয়াম প্রক্সি কেনা যায়।
ফ্রিতে প্রক্সি পেয়ে যাবেন এরকম একটি ওয়েবসাইটে এর লিংক আমি নিচে দিয়ে দিলাম।

ProxyDB Website Link: ProxyDB

এই ওয়েবসাইট থেকে প্রক্সি নিয়ে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, তাছাড়া এপ্রক্সির মাধ্যমে আপনারা BDIX Speed বাইপাস করতে পারবেন। সে ক্ষেত্রে আপনি যে ISP এর কাছ থেকে ইন্টারনেট নিয়েছেন সে ISP চেক করে নিতে হবে, চেক করা খুবই সিম্পল প্রসেস – speedtest.net ওয়েবসাইটটিতে প্রবেশ করলেই আপনাকে নিচের ছবির মত আপনার কাঙ্খিত ISP এবং যে সার্ভারের আওতায় আছেন তা শো করবে।

আপনি চাইলেই আপনার ISP অনুযায়ী ProxyDB তে ঢুকে সেখান থেকে Socks4 / Socks5 দুটির যেকোনো একটি প্রক্সি নিয়ে ব্যবহার করতে পারবেন।

চলুন প্রক্সি ডিবিতে ঢোকা যাক এবং একটি প্রক্সি নিয়ে ব্যবহার করে দেখা যাক।

ধরুন আমি Socks4 সিলেক্ট করে রিফ্রেস করে নিলাম, তারপর যেকোনো একটি প্রক্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম নিচের মত একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর সেখান থেকে প্রক্সির আইপি পর্ট সেগুলো কপি করে রাখবেন এবং যে প্রটোকলটি সিলেক্ট করেছেন সেটি খেয়াল রাখবেন।

প্রথমেই আমাদের ব্রাউজার ওপেন করে তারপর এক্সটেনশন টি ওপেন করে নিতে হবে, তারপর options এ ক্লিক করতে হবে।
তারপর সেই ফর্ম এ পর্যাপ্ত ইনফরমেশন যেমন IP, Port, Protocol এগুলো দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে।

সেভ বাটনে ক্লিক করলে এরকম নিচের মত একটি ইন্টারফেস শো করবে।

তারপর এখানে Disable Proxy অপশনে ক্লিক করলেই আমাদের তৈরি করা সকল প্রক্সি গুলো এখানে দেখাবে, সেখান থেকে তৈরিকৃত প্রক্সিটি সিলেক্ট করলেই আমাদের তৈরিকৃত প্রক্সিটি রান হয়ে যাবে।

এখন আপনি ব্রাউজারের যে কোন কিছু ব্রাউজ করলেই সেটি সেই প্রক্সির থ্রো ব্রাউজ হবে।

How to use on Desktop?

আপনারা চাইলে ঠিক এরকম ভাবেই, Chrome, Microsoft Edge, Firefox ইত্যাদি ডেক্সটপ ব্রাউজারে, FoxyProxy এক্সটেনশনের মাধ্যমে প্রক্সি ব্যবহার করতে পারবেন। প্রসেস একেবারেই সম্পূর্ণ একই।

 

আশা করি সকলেই বুঝতে পেরেছেন, এখনো যদি বুঝতে কারো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করুন, সাহায্য করার চেষ্টা করব।

Bye! 🙂

The post How to use proxy on Android or Windows Browser appeared first on Trickbd.com.

Microsoft Word_এ PDF ফরমেটের ফাইল এডিট করুন।

Posted:

সাধারণত আমরা PDF ফরমেটের ফাইলগুলি এডিট করার জন্য বিভিন্ন ধরনের পিডিএফ এডিট করার প্রোগ্রাম ব্যবহার করে থাকি। বিশেষ করে Adobe Reader বা Acrobat নামক একটি অ্যাপের ব্যবহার করে থাকি। যেটিতে এডিট করতে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকতে হয়। এছাড়াও আরো অন্যান্য অনেক অ্যাপ আছে যেগুলি দিয়ে আসলে ফ্রিতে পিডিএফ এডিট করা যায় না। যদিও বর্তমান সময়ে এই সমস্যাটা কোন বড় একটা সমস্যা না। তবে এর জন্য আগে খুব সমস্যায় পড়তে হতো। বর্তমান সময়ে পিডিএফ এডিট করার অনেক ফ্রি এবং প্রিমিয়াম সার্ভিস রয়েছে। আমাদের টপিকের টাইটেল অনুযায়ী আমরা তেমনি একটি সার্ভিস নিয়ে কথা বলব। সেটি হলো কম্পিউটারের জনপ্রিয় একটি প্রোগ্রাম Microsoft Word এর মাধ্যমে পিডিএফ ফরমেটের ফাইল এডিট করার বিষয় নিয়ে।

PDF এডিট করাঃ
PDF ফরমেটের ফাইল হচ্ছে ছবির কয়েকটি ফরমেটের মধ্যে একটি ফরমেট। যে ফরমেটে মূলত ডকুমেন্ট টাইপের ফাইল স্থির হয়ে থাকে। PDF এর পূর্ণরূপ হচ্ছে Portable Document File. অনেকসময় আমাদের পিডিএফ ফরমেটের ফাইল এডিট করার প্রয়োজন পড়ে অর্থাৎ ফাইলের লেখা বা কোন অবজেক্ট এর যদি কোন পরিবর্তন করার প্রয়োজন পড়ে তাহলে তা এডিট করতে হয়। সাধারণত পিডিএফ এডিট করার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি যা উপরে বলেছি। আমরা আজকে এই টপিকের মাধ্যমে জানবো যে কিভাবে যেকোন পিডিএফ ফাইল মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে এডিট করা যায়।

Microsoft Word_এ PDF ফাইল এডিট করাঃ
সাধারণত সকল কম্পিউটারেই মাইক্রোসফটের তৈরি করা Word নামক প্রোগ্রামটি ইনস্টল করা থাকে। কারণ কম্পিউটারের মধ্যে লেখালেখি করার জন্য এটি একটি জনপ্রিয় সফটওয়্যার। আগে এটির মাধ্যমে এটির ফাইলকে অর্থাৎ ডক ফাইলকে পিডিএফে রূপান্তর করা যেত। এখন আপডেট ভার্সনগুলিতে ডক ফাইলকে রূপান্তর করা ছাড়াও যেকোন পিডিএফ ফাইলগুলিকে এডিটও করা যায়। এখন আপনি যদি কোন পিডিএফ ফাইলকে এডিট করতে চান তাহলে আপনার কম্পিউটারের অ্যাপ লিস্ট থেকে Word নামক অ্যাপটি ওপেন করুন।

উপরোল্লিখিত পিডিএফ ফাইলটিকে আমরা ওয়ার্ডের মাধ্যমে এডিট করব। এই জন্য ফাইলটি যে লোকেশনে আছে সেটি দেখে নিন।

ওয়্যার্ড অ্যাপটি ওপেন করার পর যে পিডিএফ ফাইলটি এডিট করতে চান সেটিকে এই ওয়ার্ড অ্যাপের মধ্যে ওপেন করতে হবে। এর জন্য ওয়ার্ডের ফাইল অপশন থেকে Open বাটনে ক্লিক করুন। তারপর Browse বাটনে ক্লিক করুন।

তারপর যে ডায়ালগ বক্সটি আসবে সেটিতে আপনার পিডিএফ ফাইলটি কোথায় রয়েছে সে লোকেশনে গিয়ে সেটিকে সিলেক্ট করে উপরের স্ক্রিনশটের মত Open বাটনে ক্লিক করুন।

তারপর দেখবেনে কম্পিউটার স্ক্রিনে উপরের স্ক্রিনশটের মত একটি সতর্কতামূলক বার্তা বা ম্যাসেজ চলে আসবে। এখানে আপনি শুধু Ok বাটনে ক্লিক করবেন।

কিছুক্ষণ অপেক্ষা করুন আর দেখুন আপনার কাঙ্ক্ষিত পিডিএফ ফরমেটের ফাইলটি ওয়ার্ড অ্যাপের মধ্যে ওপেন হয়ে গিয়েছে। এইবার আপনি চাইলে আপনার মত করে পিডিএফ ফাইলটি এডিট করে নিতে পারেন।

এডিট করা সম্পন্ন হয়ে গেলে এইবার এটিকে চাইলে ডক অর্থাৎ ওয়্যার্ড ফরমেটের সংরক্ষণ বা সেভ করতে পারেন। আবার চাইলে আগের মত পিডিএফ ফরমেটেও সংরক্ষণ বা সেভ করতে পারেন। এর জন্য File মেন্যুতে ক্লিক করে Save বাটনে ক্লিক করুন। সংরক্ষণ করার লোকেশন সেট করা হয়ে গেলে এটিকে যে নামে সংরক্ষণ করতে চান সে নাম দিয়ে এইবার স্ক্রিনশটে উল্লেখিত বা চিহ্নিত Save as type ড্রপ ডাউনে ক্লিক করে PDF লেখাটি সিলেক্ট করে Save বাটনে ক্লিক করুন৷ তাহলে আপনার ফাইলটি আগের মত পিডিএফ ফরমেটে তৈরি হয়ে যাবে।

Word এর মধ্যে PDF নিয়ে কিছু কথাঃ
এখানে আপনি টেক্সট সম্বলিত পিডিএফ ফরমেটের ফাইল এডিট করতে পারবেন।
এখানে আপনি ছবি যুক্ত পিডিএফ ফরমেটের ফাইল এডিট করতে পারবেন।
এখানে আপনি গ্রাফ বা চার্ট আকারের পিডিএফ এডিট করতে পারবেন।
যেকোনো পিডিএফ ফরমেটের ফাইল ওয়্যার্ডে ওপেন করার এর ফরমেটিং এর দিকে ভালো করে লক্ষ্য রাখবেন। কারণ অনেক সময় পিডিএফ ফাইলে যে ফর্মেটিং বা সজ্জা করা থাকে তা উলটপালট হয়ে যেতে পারে।
এই পদ্ধতি অনুসরণ করে OCR এর কাজও করতে পারেন।

যেকোনো Word ভার্সনে পিডিএফ এডিট করা যাবে কিনা?
আমরা সকলেই জানি Microsoft Word এর এই পর্যন্ত অনেক ভার্সন রিলিজ হয়েছে। যার বর্তমান সর্বশেষ ভার্সন হচ্ছে ২০২১ এর ভার্সন যা নিয়ে আমি ইতিমধ্যে একটি পোস্ট করেছি আপনি চাইলে দেখে নিতে পারেন – Microsoft Office Program এর সর্বশেষ ভার্সন ২০২১ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। মূলত এই কাজটি আপনি মাইক্রোসফট এর ২০১৩ ভার্সন থেকে শুরু করে এর পরবর্তী ভার্সনগুলি দিয়ে করতে পারবেন। এই কাজটি স্মুথলি করতে চাইলে চেষ্টা করবেন মাইক্রোসফট ওয়্যার্ডের সর্বশেষ ভার্সনটি ব্যবহার করতে। তাহলে আপনি এর একটি ভালো ফলাফল পাবেন।

অবশেষে বলতে হয় আজকের টপিকের মূল বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। এখন আপনি শুধু বিষয়টি একটু ভালো করে লক্ষ্য করলেই হয়। তাহলে আপনাকে আর ওয়্যার্ডের মধ্যে পিডিএফ ফাইলকে এডিট করতে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post Microsoft Word_এ PDF ফরমেটের ফাইল এডিট করুন। appeared first on Trickbd.com.

২০২২ সালের এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস (PDF) Download করুন

Posted: 20 Jul 2022 11:03 PM PDT

Download HSC 2022 & 2023 SHORT SYLLABUS PDF

২০২২ সালের এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস পিডিএফ ফরমেট ডাউনলোড করুন

2022 সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে। তাই আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে এবং শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস টি ডাউনলোড করতে পারবেন।
যেহেতু অনেক শিক্ষার্থী তাদের এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করতে চাচ্ছে। তাই আপনাদের জন্য আমাদের আজকের এই পোস্টটি করা হলো। কারণ এখান থেকে খুব সহজেই আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করা যাবে।
২৭ মে ২০২১ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়। তাই আমি বলব দেরি না করে এখনি আপনাদের এই সিলেবাস টি ডাউনলোড করে নেয়া উচিত।

২০২২ সালের এইচএসসি শর্ট সিলেবাস

আপনি কি 2022 সালের এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করতে চাচ্ছেন? তবে আমি বলব যে আপনি সঠিক জায়গায় অবস্থান করছেন কারণ আমাদের এখান থেকে আপনাদের সিলেবাস ছবি এবং পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করতে পারবেন।

এইচ এস সি নতুন সংক্ষিপ্ত সিলেবাস 2022

এইচএসসি নতুন সংক্ষিপ্ত সিলেবাস আগের 30% সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে। এবং এই 70% সিলেবাসে আপনাদের 2022 সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সুতরাং আমরা বলতে পারি যে এই সংক্ষিপ্ত সিলেবাস টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটি ডাউনলোড করে সিলেবাস অনুযায়ী আপনাদের পড়াশোনা চালিয়ে যান।
আপনাদের সুবিধার্থে আমাদের এখানে প্রতিটি বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসের ডাউনলোডের লিংক দেয়া হয়েছে। তাই আপনি এই লিংকে ক্লিক করলেই আপনার সিলেবাস গুলো ডাউনলোড হয়ে যাবে।

এইচএসসি পরীক্ষার শর্ট সিলেবাস PDF ডাউনলোড করুন

এইবছর এইচএসসি পরীক্ষায় প্রায় 12 লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে। তাই প্রতিটি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসে প্রকাশ করা হলো।
📕 পড়াশোনা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপুর্ণ তথ্য, পিডিএফ কালেকশন ও MCQ টেস্ট সহ সবকিছু একই সাথে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । JOIN TELEGRAM CHANNEL 
তাহলে আজ এই পর্যন্তই।  ভালো থাকুন সুস্থ থাকুন আর মন দিয়ে পড়াশোনা করুন।  😊

The post ২০২২ সালের এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস (PDF) Download করুন appeared first on Trickbd.com.

কিভাবে খুব সহজেই একটি মেয়ের ছবি আঁকবে ?

Posted:

নতুনদের/বাচ্চাদের জন্য ধাপে ধাপে কীভাবে একটি মেয়ের আঁকতে হয়

আজ আমরা পেন্সিলের সাহায্যে একটি মেয়ের স্কেচ তৈরী করবো। যদিও বাচ্চাদের এবং নতুনদের জন্য একটি মেয়ে স্কেচ তৈরী করা কঠিন,কিন্তু আমরা বাচ্চাদের জন্য এটি সহজ করে আঁকবো । আমরা মেয়ের ছবি আঁকার টিউটোরিয়ালটিকে যতটা সম্ভব সহজ করে তুলব। আমরা ধীরে ধীরে একটি মেয়ে আঁকার সমস্ত ধাপ ব্যাখ্যা করবো করি। এখন, আঁকা শুরু করা যাক।

প্রথমত, আমরা মেয়েটির স্কেচ তৈরি করব। তারপর আমরা পেন্সিল দিয়ে মেয়েটিকে রঙ করব। আমরা প্রতিটি অংশ আঁকার ধাপের সংখ্যা সহ অঙ্কনটি দেখাব। যাতে বুবাচ্চাদের বুঝতে সহজ হয়, চলো ছোট্ট বন্ধুরা মেয়েটির স্কেচ তৈরী করা যাক।

কিভাবে বাচ্চাদের জন্য ধাপে ধাপে একটি মেয়ের স্কেচ তৈরী করবেন সম্পূর্ণ টিউটোরিয়াল:

আসুন সময় নষ্ট না করে মেয়েটিকে আঁকতে শুরু করি, ছোট বন্ধুরা।

মেয়ের স্কেচ তৈরী করবেন সম্পূর্ণ টিউটোরিয়াল

মেয়ে আঁকার প্রয়োজনীয় উপকরণ:

একটি মেয়ের ছবি তৈরি করার জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণগুলি এখানে রয়েছে৷

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • পেন্সিল শার্পনার
  • ইরেজার
  • টিস্যু পেপার

আরো পড়ুন – Simple easy village drawing

1. মেয়ের চুল এবং ডান হাতের আকৃতি তৈরি করুন।

প্রথমে আমরা সাদা কাগজ নেব। আমরা সাদা কাগজের চারপাশে সমানভাবে মার্জিন আঁকব। তারপরে আমরা বাঁকা রেখার সহজে মেয়েটির চুলের আকার তৈরি করব। আমরা বাঁকা রেখার দিয়ে চুলের পাশে ডান হাতের অংশটি আঁকব।

2. পোশাকের আকৃতি তৈরি করুন।

পোশাকের নকশা তৈরি করতে, কোমর থেকে উপরের দিকে চুলের ডান পাশে পোশাকটি আঁকুন। তারপর ডান এবং বাম উভয় দিক থেকে মেয়েটির কোমর থেকে নিচের দিকে পোশাকের নকশা তির্যক রেখা তৈরি করুন। দুটি বাঁকা লাইন দিয়ে শার্টের পোশাকের অংশ নকশা করুন।

3. মেয়েটির পা, জুতা এবং মোজা আঁকুন।

মেয়েটির পা পোশাকের নীচে তিনটি সরল রেখার সহজে আঁকবো। তারপর, পায়ের গোড়ালিতে মোজা।পায়ের গোড়ালির নিচে জুতা আঁকুন ।

4. চুলে রঙ করুন।

আমরা চুলে রঙ করার জন্য পেন্সিল ব্যবহার করব। যতটুকু চুলের আকৃতি আছে , পেন্সিল দিয়ে সেই অংশে হালকা রঙ করুন। চুলের আকৃতি ভালোভাবে বোঝার জন্য চুলের প্রান্তে রঙ করুন।

5. মেয়ের চুল ঘন করুন।

এবার টানা রেখার উপরে পুনরায় রেখা আঁকুন। চুল ঘন এবং সূক্ষ্ম করার জন্য খুব। আপনি যত বেশি সূক্ষ্ম রেখা আঁকবেন, মেয়েটির চুল তত সুন্দর দেখাবে।

6. মেয়ের হাত এবং পায়ে রঙ করুন।

মেয়েটির হাত ও পায়ে রঙ করার জন্য, আমরা হালকা হলুদ রঙ ব্যবহার করব। হাত ও পায়ে হলুদ রং খুবই হালকা করে দেব।

7. মোজা, জুতা এবং চুলের ডানদিকে পোশাকটি রঙ করুন।

আমরা চুলের ডান পাশের পোশাকটি গাঢ় কালো করব। এবং আমরা জুতা গাঢ় কালো রং দেব। আর মোজাতে সাদা রঙ করবো।

8. পোশাকের নকশা রঙ করুন।

আমরা মেয়েটির পোশাককে তির্যক নকশার রেখা পেন্সিল দিয়ে গাঢ় কালো রঙ দিয়ে মোটা করব। প্রতিটি তির্যক লাইনে একই কাজ করুন। আর পোশাকের নিচের অংশে দুটি বাঁকা লাইনের মাঝখানে কালো এবং সাদা রঙ করুন।

9. মেয়েটির ছবি হাইলাইট করুন।

মেয়েটির ছবির চারপাশে ভাল করে দেখুন, এবং খুব হালকা সব লাইন গুলো মোটা করুন। রেখা গুলো মোটা করলে প্রতিটি অংশ খুব সুন্দর বোঝা যাবে, অর্থ্যাৎ হাইলাইট হয়ে যাবে। হাইলাইট করার পর,মেয়েটির ছবি অঙ্কন এবং রঙ সম্পন্ন হবে। খুব সহজ এবং সরল ভাবে।

দেখুন আমাদের মেয়ে বাচ্চাদের জন্য আঁকা প্রায় সম্পূর্ণ। আমাদের ওয়েবসাইটে এই ধরনের আরো অনেক অঙ্কন ধারণা আছে. এবং আরো অনেক ছবি পরে আসবে। তাই আপনারা সবাই আমাদের ব্রাউজারে এই ওয়েবসাইটটিকে বুকমার্ক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল Draw With Pappu সাবস্ক্রাইব করুন।

এরকম আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে আস্তে পারেন – Draw With Pappu

The post কিভাবে খুব সহজেই একটি মেয়ের ছবি আঁকবে ? appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments