অনলাইনে জিডি করার নিয়ম – Online GD 2022 |
- অনলাইনে জিডি করার নিয়ম – Online GD 2022
- বাংলাদেশের যে কোন Mobile Number এর তথ্য বের করুন কোন App ছাড়াই। নাম্বারটি ব্যবহারকারীর নাম, ঠিকানা, পেশা ইত্যাদি সকল তথ্য জানতে পারবেন একদম ফ্রিতে।
- অনলাইনে ইনকামের নামে প্রতারণা থেকে সাবধান থাকেন।
- কোনো রকমের Controller ছাড়া Remote এর সাহায্যে খেলার মতো ১০টি অসাধারন Android TV Games!
- ইউটিউব, ইনস্টাগ্রাম এর নতুন আপডেট। এবার আর্নিং হবে আগের চেয়ে তিন গুণ।
- (Wi-Fi Adapter) কম্পিউটার এর জন্য ভালো মানের Wi-Fi Adapter ১ বছর ব্যাবহার করে Review
- Array কী?
- মাত্র ৫০ টাকায় .info ডোমেইন কিনুন
- (লিমিটেড অফার) . info ডোমাইন কিনুন মাত্র ২৫ টাকায় এবং সাথে ১০ বছরের নবায়ন সুবিধা
- °হাওয়া°ট্রেলারেই বাজিমাত? | Hawa Trailer Review
অনলাইনে জিডি করার নিয়ম – Online GD 2022 Posted: বর্তমান সময়ে বিভিন্ন কারনে আমাদের জিডি ( GD- General Diary) বা সাধারণ ডায়েরি করার প্রয়োজন পড়ে। পূর্বে সাধারণ ডায়েরি (General Diary) করার জন্য থানায় যেতে হলেও এখন আপনি চাইলে ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্ট ফোনের সাহায্য অল্প সময়ে কাজটি করে নিতে পারবেন।এই আর্টিকেলটি পড়লে আপনি ঘরে বসেই অনলাইনে জিডি করার নিয়ম ( Online GD) জানতে পারবেন। এতে আপনার সময় যেমন বেচে যাবে অন্যদিকে থানায় যাওয়ার ঝামেলাও পোহাতে হবেনা।তাহলে চলুন জেনে নেওয়া যাক অনলাইন জিডি করার নিয়মঃ– জিডি (GD) যার পূর্ণরুপ General Diary বা সাধারণ ডায়েরি, যেটো কোন বিষয়ের সাধারণ ডায়েরি কে বুঝায়। এই আইনে পুলিশের সাহায্য পেতে একটি বিবরণ লিখিত ভাবে থানায় জমা দিতে হয়। প্রাপ্ত বয়ষ্ক যেকোন লোক বিনামূল্যে এটি করতে পারবেন। জিডি বা সাধারণ ডায়েরি কেন করবেন? জিডি বিভিন্ন কারনে করা হয়ে থাকে যেমনঃ জীবনের বা সম্পদের নিরাপত্তার অভাব বোধ করলে মানে কেও হুমকি দিলে,কোন ব্যাক্তি বা পরিবারের বিরুদ্ধে অপরাধ সংগঠনের আশঙ্কা থাকলে,কোন কিছু চুরি হলে,মুল্যবান কোন নথিপত্র, ডকুমেন্টস, সার্টিফিকেট, আইডি কার্ড বা পরিচয় পত্র, চেকবই, লাইসেন্স, ক্রেডিট বা ডেবিট কার্ড হারিয়ে গেলে জিডি করা যায়। এছাড়াও কেও কারো প্রাণনাশের হুমকি দিলে,কেও হারিয়ে গেলে বা বাড়ি থেকে কেও পালিয়ে গেলেও জিডি করা জুরুরি। কেননা সন্দেহভাজন কোন ঘটনা ঘটার আশঙ্কায় বা কিছু হারানোর জন্য জিডি করার ফলে ওই ঘটনা ঘটার পর দোষী ব্যক্তিদের এবং হারানো জিনিস খুজে পেতে জিডির কোন বিকল্প নেই। যেহেতু জিডি করতে কোন খরচ নেই তাই সবারি উচিত উপরের কারণগুলো যদি কারো সাথে ঘটে থাকে তবে অবহেলা না করে জিডি করা। বিশেষ করে মোবাইল হারালে বা ছিনতাই হলে অবশ্যই জিডি করা উচিত যাতে ওই মোবাইল দিয়ে কোন অপরাধ সংগঠিত হলে সেই দোষ যেন আপনার উপর এসে না পড়ে।
জিডি করতে কত টাকা লাগে? লোকে বলে টাকা ছাড়া নাকি থানায় জিডি হয়না কিন্তু মনে রাখবেন কোন সরকারি সেবা পাওয়া আপনার অধিকার এবং এর জন্য কোন প্রকার টাকা-পয়সার প্রয়োজন নেই। এর পরেও যদি কোন প্রকার টাকার দাবি করে তবে সংশ্লিষ্ট কর্তপক্ষকে অবহিত করুন। সুতরাং নিজের অধিকার সম্পর্কে সচেতন হোন,দুর্নীতি মুক্ত দেশ গড়ুন। আপনাদের জন্য নিচে জিডির একটি নমুনা কপি সংযুক্ত করা হলো। জিডির একটি নমুনা কপি: কোথায় বা কোন থানায় জিডি করবেন? যে থানায় জিডি করবেন –
জিডিতে কি কি উল্লেখ করতে হয়? জিডিতে যেসব বিষবস্তু উল্লেখ করতে হয়-
জিডি কেন গুরুত্বপূর্ণ? কোন আপরাধ সংগঠনের বিরুদ্ধে আইনি সহায়তাকারী সংস্থার সাহায্য পাওয়ার এটি প্রথম পদক্ষেপ এবং প্রতিরোধমূল্যক ব্যাবস্থা । জিডি করতে দেরি হলে অভিযোগের সত্যতা সম্পর্কে সন্ধেহ জোরালো হবে অন্যদিকে জিডি সময়মত করলে অভিযোগের সত্যতা জোরালো হবে। অনলাইনে জিডি করার নিয়ম? অনলাইনে জিডি করার জন্য প্রথমেই অনলাইন জিডির অফিসিয়াল মোবাইল অ্যাপ থেকে রেজিষ্ট্রেশন করে নিতে হবে। বিদ্রঃ আপনার মোবাইলে পূর্বে অনলাইন জিডি অ্যাপটি Install করে থাকলে Uninstall করে নিবেন। প্লেস্টোর থেকে অনলাইন জিডি অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করে নিবন্ধন বাটনে ক্লিক করি- নিবন্ধন করার জন্য আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্ম তারিখ দিতে হবে, পরের ধাপে নিজের নাম,নাম্বার, ছবি এবং আরো কিছু তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পর্ন করতে হবে। এবার জিডি করার জন্য লগিন করে নিতে হবে- এখন থেকে ডকুমেন্টস এ ক্লিক করুন – তারপর যেহেতু পরিক্ষার মূল সনদপত্র হারিয়েছে তাই সার্টিফিকেট এর উপর ক্লিক করুন- শনাক্তকরণ তথ্য যদি থাকে তবে দিতে পারেন বা সার্টিফিকেটের কোন ছবি থাকলে যেটি যোগ করে দিতে পারেন। সম্পূর্ণ ধাপগুলি শেষ হলে এখানে এসে Agree with terms and Conditions এ টিক চিহ্ন দিয়ে পরবর্তী ধাপে গেলে আপনার দেওয়া নাম্বারে নিচের মত ওটিপি যাব। এখানে ওটিপি বসিয়ে আপডেট এ ক্লিক করুন। দেখুন আপনার তথ্য প্রণয়ন সম্পর্ন হয়েছে এবং সাথে আপনাকে জিডি ট্রাকিং এর জন্য একটি কোড ( JOO9AW) দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনার জিডির বর্তমান অবস্থা জনতে পারবেন। অ্যাপ থেকে জিডির আপডেট জানতে অপেক্ষামান আবেদন এ ক্লিক করে দেখতে পারবেন। আবেদন গ্রহন করতে সময় নিতে পারে, আমার আবেদনটি গ্রহণ করতে ২০ ঘন্টার মত নিয়েছিল। প্রিন্ট অপশন থেকে জিডির কপিটি প্রিন্ট করে নিতে পারবেন। সব শেষে যখন থানা কতৃক আবেদনটি গ্রহণ করবে তখন আবেদনটি গৃহীত আবেদনের তালিকায় দেখতে পারবেন এবং আবেদনটি ওপেন করলে নিচের দিকে সেই থানার ডিউটি অফিসারের সাক্ষর,নাম,পরিচয় পেয়ে যাবেন। এখন এই কপিটি প্রিন্ট দিয়ে আপনি কাজে লাগাতে পারেন। এর পরেও যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় তবে এখান থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। যোগাযোগের জন্যঃ Hotline : +৮৮০১৭৫৫ ৬৬ ২৩ ৬৬ Email :gd@police.gov.bd মনে রাখবেন
পোস্ট টি প্রথম প্রকাশিতঃ Tunes71.com The post অনলাইনে জিডি করার নিয়ম – Online GD 2022 appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু ওয়ালাইকুম। আশাকরি মহান আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। চলার পথে নানান সময়ে আমাদের যোগাযোগ করতে হয় নানা জনের সাথে। হয়তো আমরা কাউকে চিনি আবার কাউকে চিনি না। এমন অনেক সময় আসে যখন আমরা যার সাথে যোগাযোগ করছি বা লেনদেন করছি তার সঠিক পরিচয় জানাটা হয়ে উঠে খুবই জরুরি একটা ব্যাপার। তখন আমরা সাহায্য নিয়ে থাকি TrueCaller এর মতো বিভিন্ন App এর। তবে এই সব মাধ্যমে বেশির ভাগ সময়ে বড়জোর আমরা শুধু মাত্র তার নামটিই জানতে পারি। তাই আজকের পোষ্টে আপনাদের দেখাবো কিভাবে কোন App ছাড়া আপনি বাংলাদেশের যে কোন ফোন নাম্বার এর বিষয়ে সকল তথ্য সংগ্রহ করতে পারবেন, একদম ফ্রিতে। যেমন নাম্বারটি কে চালাচ্ছে, কোথায় ব্যবহার করছে, সে কি কাজ করে, তার ঠিকানা ইত্যাদি সকল তথ্য। তো চলুন আর দেরি না করে কিভাবে আপনি একটি মোবাইল নাম্বারের সকল তথ্য পেতে পারেন কোন এপ ছাড়া তা দেখায়। এর জন্য প্রথমেই আপনাকে একটি সাইটে যেতে হবে যেখানে আপনি যে নাম্বারটির বিষয়ে জানতে চাচ্ছেন তা খোজ করবেন। প্রথমে এখানে ক্লিক করে সেই সাইটে প্রবেশ করুন। এখন আপনি যে নাম্বারটির তথ্য জানতে চান, তা Search Box এ লিখে Trace Button এ ক্লিক করুন। এখন আপনি মানুষ নাকি Robot তা প্রমাণ করতে Start Verification Process লিখা বাটনে ক্লিক করে Continue করুন। এখন আপনি যে নাম্বারটি খোজ করেছেন সেটি দেখতে পাবেন, তার উপর ক্লিক করুন। তা হলেই এই নাম্বার এর বিষয়ে সকল তথ্য দেখতে পাবেন। আপনি আপনার জানা নাম্বার গুলোর সম্পর্কে তথ্য যোগ করে এই সাইট থেকে প্রতি নাম্বারের জন্য ১ টাকা করে পেতে পারেন। আপনি চাইলে এখানে ক্লিক করে আমার রেফারে যুক্ত হতে পারেন। আশা করি পোষ্ট টি ভালো লেগেছে। The post বাংলাদেশের যে কোন Mobile Number এর তথ্য বের করুন কোন App ছাড়াই। নাম্বারটি ব্যবহারকারীর নাম, ঠিকানা, পেশা ইত্যাদি সকল তথ্য জানতে পারবেন একদম ফ্রিতে। appeared first on Trickbd.com. |
অনলাইনে ইনকামের নামে প্রতারণা থেকে সাবধান থাকেন। Posted: আজকাল সবাই ইনকামের জন্য App/Website এ ঝাপাইয়া পরতেছেন। তাই তাদের জন্য এই পোস্ট। বিঃদ্রঃ নতুন নতুন ইন্টারনেট ব্যাবহারকারি যারা এসব নতুন নতুন দেখতেছে তারাই এগুলো করতেছে আর প্রতারিত হচ্ছে। তো প্রথমেই বলি এসবে ইনকাম বলতে কিছুই না 99.5% Website/Application স্কাম করে আর যেগুলো আসলেই টাকা দেয় তাদের সামর্থ্য হয়ে উঠেনা আহামরি টাকা দেয়ার। বেশি হলে ১০০-২০০ ইনকাম করতে পারবেন। কিভাবে বুঝবেন যে ওয়েবসাইটটি Fake নাকি Real: ১.যেকোনো ওয়েবসাইটে বা এ্যাপে ইনকাম করার আগে গুগলে সার্চ করে বিভিন্ন ব্লগ চেক করবেন। ইউজারদের বিভিন্ন রিভিউ পাবেন যে আসলেই টাকা দেয় কিনা। ২.ওয়েবসাইট বা এ্যাপের কোনো কমিউনিটি আছে কিনা তা জানতে হবে।কারন Trusted হলে অবশ্যই তাদের কমিউনিটি থাকবে। ফেসবুকে গ্রুপ চেক করবেন। আর যারা ইনকাম করে তারা টাকা পেয়েছে কিনা এসব সহজেই দেখতে পারবেন। ৩.এরা প্রোমোশনের জন্য কয়েকজনকে টাকা দেয় যাতে তারা সবাইকে বলে বা বিভিন্ন জায়গা পোস্ট করে। তাই গ্রুপে রান্ডম ইউজারদের পার্সোনালি নক করে জিগ্যেস করতে পারেন যে সে টাকা পায় কিনা। ৪.সবথেকে একটা ব্যাপার বেশি খেয়াল করতে হবে যে তারা কতদিন ধরে সার্ভিস দিচ্ছে! ২/৩ মাস হলেও রিস্ক থেকে যায় ৫.ফেক ওয়েবসাইট হলে অবশ্যই আপনাকে লোভনীয় অফার করবে। যেমনঃ ৫০০টাকা প্রতিদিন ইনকাম করুন ,মাসে ১৫হাজার টাকা ইনকাম করু ইত্যাদি। Free Advice: সময় নষ্ট না করে যা করতেছেন তাই করুন। পড়ালেখা করলে পড়ালেখা। এরপর যদি আসলেই টাকার খুব প্রয়োজন হয় তাহলে পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারেন। (কোনো কাজই ছোট নয়) অথবা যেকোনো স্কিল ডেভেলপমেন্ট করেন। যেটা আপনাকে লং-টার্ম ইনকামের সুযোগ দিবে আর ওটা পকেট মানি না শুধু। The post অনলাইনে ইনকামের নামে প্রতারণা থেকে সাবধান থাকেন। appeared first on Trickbd.com. |
কোনো রকমের Controller ছাড়া Remote এর সাহায্যে খেলার মতো ১০টি অসাধারন Android TV Games! Posted: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন। পূর্বে আমি Android TV এর সেরা কিছু Apps নিয়ে পোস্ট করেছিলাম। তখন সেই পোস্টগুলোতে বলেছিলাম যে Android TV এর ভালো কিছু Games নিয়েও পোস্ট করবো। আজকের এই পোস্টে আমি সেইসব Games নিয়ে লিখছি যেগুলো Games খেলতে আপনাকে টাকা + Game Controller কোনোটাই লাগবে না। আমি ভেবেছিলাম এটার দুইটা পার্ট বের করবো। কিন্তু ভাবলাম না থাক। এক পর্বেই সবগুলো নিয়ে পোস্ট করে দিচ্ছি। সবার আগে বলে নিই Android Smartphone Games গুলোর সাথে Android TV এর games গুলোকে Compare করবেন না। কারন processor, ram, rom সবদিক দিয়েই দুটি আলাদা Device। বর্তমানে Smartphone এর জন্যে যেসকল Games বানানো হয়েছে বা হচ্ছে সেগুলোর ধারে কাছেও কিন্তু Android TV এর Games গুলো নেই। কারন ঐসব Heavy Gaming এর উদ্দেশ্যে TV বানানো হয়নি। তবে এখানে Playstore এ থাকা যেসব Games রয়েছে সব গেমই আপনারা Smoothly খেলতে পারবেন। কারন এগুলো 1 GB Ram, 8 GB Rom, Not Too Heavy Processor এগুলো দিক বিবেচনা করেই তৈরি করা হয়েছে। তাই প্রতিটি গেমই কম সাইজের + খুবই Smoothly চলবে। যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। তাই এত বেশি expectations রাখবেন না। তবে এখানে আমি যে গেমগুলোর কথা বলবো প্রতিটি গেমসই এক কথায় অসাধারন। আপনি আমার কথা বিশ্বাস করবেন না এটাই স্বাভাবিক। তবে আপনি যদি নিজে গেমগুলো খেলে দেখেন তবেই বুঝতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। (10) GAME NAME : RALLY FURY – EXTREME RACINGGAME DEVELOPER : REFUEL GAMES PTY LTDGAME SIZE : 149 MBGAME VERSION : 1.94UPDATED : JUN 8, 2022REQUIRED OS : ANDROID 4.4 AND UPএটি আমার দেখা one of the most realistic games for tv এর মধ্যে একটি। কেননা এই গেমটি বড় স্ক্রিনে আপনি almost realistic graphics এর স্বাদ পাবেন। আর remote দিয়ে control করাও খুবই সহজ। এখানে single player + multiplayer দুটিই রয়েছে। গেমটির control ও বেশ smooth। গেমটির Graphics আমাকে ভিষণ মুগ্ধ করেছে। তার সাথে এর Smooth control আপনাকেও মুগ্ধ করবে। গেমটির Android Smartphone Version ও রয়েছে। চাইলে সেটিও Check out করতে পারেন। কম সাইজের ভিতরে ভালো একটি গেম এটি। যেহেতু Racing Type Game এটি তাই এখানে প্রচুর Missions পেয়ে যাবেন। সাথে পাবেন ১০০ টিরও বেশি Race Event + Locations। রাত ও দিন উভয় ধরনের সময়েরই লোকেশন রয়েছে। Test Track, Green Fields, The Circuit, Alpine Mountain, Desert Canyon, Tropical Beach ৬ ধরনের লোকেশন পেয়ে যাবেন আলাদা আলাদা রকমের। Car গুলো সম্পূর্ণ Customizable। A, B & S Level এর ভালো ভালো Car রয়েছে। paint, wheel rim color, boost flame and underglow lighting সহ সবকিছুই ইচ্ছামতো customize করতে পারবেন। engine, acceleration, handling, nitro boost and tires upgrade করতে পারবেন প্রতিটি Car এরই। আর এখানে Drift টাও অনেক Smooth। সাথে আরো রয়েছে Nitro boost। asphalt, dirt, sand, and snow প্রতিটি Location এই অত্যন্ত Realistic Graphics রয়েছে গেমটিতে। Gamepad এর support ও রয়েছে। in case আপনি TV Remote দিয়ে control করতে চান না। আমার কাছে তো গেমটি বেশ ভালোই লেগেছে। আশা করছি আপনাদের কাছেও গেমটি ভালোই লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন। গেমটির কিছু Screenshots নিচে দিয়ে দিচ্ছিঃ 9) GAME NAME : CROSSY ROADGAME DEVELOPER : HIPSTER WHALEGAME SIZE : 88.55 MBGAME VERSION : 4.10.0UPDATED : JANUARY 26, 2022REQUIRED OS : ANDROID 5.0 AND UPএই গেমটি আমার পছন্দের একটি গেম। Pixelated Graphics এর ভেতরে এই গেমটি এত ভালোভাবে Develop করা হয়েছে যে গেমটি আপনাকে Addicted করে তুলবে। যারা একটু Hard & Challenging Type Game পছন্দ করেন তাদের কাছে ওই গেমটি ভালো লাগবে বলে আশা করছি। গেমটিতে আপনি শুরুতেই একটি Chicken এর Character নিয়ে Play করবেন যেটি Road বা রাস্তা Cross করছে বা পাড় করার চেষ্টা করছে। Huge Traffic, River Side, Train Line ইত্যাদির মধ্যে দিয়ে আপনাকে Character টিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। Why did the Chicken cross the road? এই Joke গুলোর উপর Based করেই Game টি Design করা হয়েছে। Funny একটি Game হলেও গেমটি অনেক Hard ও বটে। গেমটিতে Chicken Character ছাড়াও 150 retro-styled, pop art inspired characters রয়েছে। Gameplay Simple & Smooth। আপনার Remote এর Button Press করার সাথে সাথেই Response করবে Character। গেমটির Mobile Android Version ও রয়েছে। গেমটি Playstore এ ১০ কোটিবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে এবং Mobile এ Playstore এ Rating রয়েছে 4.2 ★ যা ৪০ লক্ষাধিক রিভিউ এর পরে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন ধরনের Location রয়েছে। Mod Version ও ডাউনলোড করে খেলতে পারেন। গেমটি সম্পূর্ণ Offline। আশা করছি গেমটি ভালো লাগবে। গেমটির কিছু Screenshots নিচে দিয়ে দিচ্ছিঃ 8) GAME NAME : FAST LIKE A FOXGAME DEVELOPER : WAYBEFORE_GAME SIZE : 60.34 MBGAME VERSION : 1.4.6UPDATED : AUGUST 31, 2019REQUIRED OS : ANDROID 4.2 AND UPএটি একটি Running Type Game। গেমটির Gameplay + control বেশ Smooth। গেমটির Mobile Version ও রয়েছে। এটি মূলত ৯-১২ বছর বয়সী বাচ্চাদের জন্যেই তৈরি করা হয়েছে playstore এর মতে। তবে আপনি আপনার বোরিং টাইম পাস করতেও গেমটি খেলতে পারবেন। এটি Action, Adventure, Casual, Single Player Type Game। গেমটিতে একটি শেয়ালের ক্যারেক্টার নিয়ে আপনাকে দৌড়িয়ে খেলতে হবে। বিভিন্ন Obstacles পাড় করতে হবে এবং Mission Complete করতে হবে। গেমটি অনেক ধরনের আলাদা আলাদা Location, Tracks পেয়ে যাবেন। গেমটির Soundtrack বেশি ভালো লেগেছে আমার কাছে। কেননা এর Soundtrack হচ্ছে upbeat soundtrack যা আপনাকে calm music এর feel দিবে। এখানে geometry + vector based graphics রয়েছে যা retro style এ তৈরি করা হয়েছে। তাই একটু ভিন্ন কিছুর স্বাদ পাবেন বলে আশা করা যায়। বিশেষ করে যারা retro style based games পছন্দ করেন তাদের কাছে গেমটি ভালো লাগবেই। গেমটির কিছু Screenshots নিচে দিয়ে দিচ্ছিঃ
7) GAME NAME : SUPER PHANTOM CATGAME DEVELOPER : VEEWO GAMESGAME SIZE : 74.37 MBGAME VERSION : 1.162UPDATED : JUNE 12, 2017REQUIRED OS : ANDROID 4.0.3 AND UPSuper Mario কারা কারা খেলেছেন? একই Concept এর উপর Based করে এই গেমটিকে তৈরি করা হয়েছে। Super Simple & Smooth Control এর পাশাপাশি এর retro style graphics আপনাকে মুগ্ধ করবে। কেননা গেমটি খেলা খুবই সহজ। আর এর Gameplay, Sound, Graphics সবই ভালো। Super Mario Type Vibe দেয় গেমটি। যারা 90’s এর retro type games গুলো খেলেছেন তারা এই গেমটির মজা বুঝবেন। নতুন এবং পুরাতন generation কে একত্রে করে গেমটিকে Design করা হয়েছে। এটি একটি Story Mode Game। গেমটিতে রয়েছে প্রচুর Challenges, Characters, Locations, Power Ups ইত্যাদি।
গেমটির কিছু Screenshots নিচে দিয়ে দিচ্ছিঃ 6) GAME NAME : ORBIA – TAP & RELAXGAME DEVELOPER : JOX DEVELOPMENT LLCGAME SIZE : 40.35 MBGAME VERSION : 1.091UPDATED : JANUARY 25, 2022REQUIRED OS : ANDROID 4.0 AND UPএটিও একটি Simple Game। তবে গেমটি আপনি যতই খেলবেন এবং সামনের লেভেলে এগিয়ে যাবেন ততই গেমটি কঠিন হতে থাকবে। এই গেমটির Sound Effects, Environmental Graphics সবকিছুই আপনার মনকে শান্ত করে দিবে। কারন নামের মতোই খুবই Relaxing একটি গেম এটি। আপনাকে শুধু Tap করে করে সামনের লেভেলে এগিয়ে যেতে হবে। গেমটির গ্রাফিক্স সত্যিই অনেক সুন্দর। আপনাকে মুগ্ধ করবেই। আমিও গেমটি অনেক দিন ধরেই খেলবো খেলবো করে খেলিনি। কিন্তু যখন Install করে খেলা শুরু করলাম তখন দেখি আমাকে কেউই থামাতে পারছে না। আমি আমার মতো এগিয়ে যাচ্ছি। মানে গেমটি অনেক Addictive। তাই তো প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ৫০ লক্ষাধিকবারেরও বেশি এবং সেই সাথে গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ২ লক্ষ ১৬ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.5 ★। গেমটি সত্যিই খুবই ভালো। গেমটি Award ও জিতেছেঃ ◆ Google Play Awards: Most Casual 2018 ◆ গেমটির কিছু Screenshots নিচে দিয়ে দিচ্ছিঃ 5) GAME NAME : JUMP DRIVE : GET AWAYGAME DEVELOPER : NO SIX FIVEGAME SIZE : 97.11 MBGAME VERSION : 1.2.8UPDATED : MAY 7, 2022REQUIRED OS : ANDROID 5.1 AND UPএটি একটি নতুন Concept এর উপর Based একটি Game। Game টির Control একদম Easy। Orbia Game টির মতোই এর Control System। Remote এর “Ok” Button এ Press করে করেই আপনাকে গেমে এগিয়ে যেতে হবে। গেমটিতে আপনি একটি Jetpack নিয়ে খেলবেন। গেমটির Design খুবই সুন্দর। গেমটির Graphics যে কাউকে মুগ্ধ করবে। এটি একটি Universal App with HD and 4K UHD optimized graphics। গেমটির Mobile Version ও রয়েছে। তবে Gameplay এর দিক থেকে Android TV & Android Smartphone দুটি ক্ষেত্রেই এর gameplay আলাদা রকমের। Android TV তে গেমটি Horizontal ভাবে আপনাকে খেলতে হবে আর Android Smartphone এ Vertical Mode এ খেলতে হবে। আমার খেলা one of the best games এর ভেতর এটাকে আমি রাখবো। কেননা এই গেমের Concept, Gameplay, Control সবই আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। গেমটির কিছু Screenshots নিচে দিয়ে দিচ্ছিঃ 4) GAME NAME : SHINE RUNNERGAME DEVELOPER : VECTOR UNITGAME SIZE : 30.14 MBGAME VERSION : 1.5.1UPDATED : DECEMBER 18, 2015REQUIRED OS : ANDROID 4.0.3 AND UPএটি একটি পুরোনো গেম হলেও গেমটি বর্তমানের অনেক গেমকেই হার মানাবে। যারা Riptide GP গেমটি খেলেছেন তাদের কাছে এই গেমটি ভালো লাগবে। গেমটি একটি যত পারেন Destruction ঘটান Type গেম। মানে এটি একটি Action Type Racing Game। এখানে in game character নিয়ে race করলে আপনি অনেক মজা পাবেন। গেমটির Boat Physics, Environments, Locations, Generous HD Visuals সবকিছু মিলিয়ে গেমটিকে অসাধারন এক পর্যায়ে নিয়ে গিয়েছে যা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে ২০১৫ সালের গেম হিসেবে। গেমটির কিছু Screenshots নিচে দিয়ে দিচ্ছিঃ 3) GAME NAME : MOUSEBOTGAME DEVELOPER : VECTOR UNITGAME SIZE : 38.14 MBGAME VERSION : 2021.08.28UPDATED : AUGUST 28, 2021REQUIRED OS : ANDROID 4.4 AND UP3D Graphics এর ভেতরে এই List এ আমার কাছে সবচেয়ে Best Game গুলোর মধ্যে এটিই মনে হয়েছে। আপনি নিজে খেললেই বুঝতে পারবেন আমি কি বলছি। গেমটিতে আপনি একটি Robot Mouse নিয়ে খেলবেন। আপনাকে বিভিন্ন Mouse Traps থেকে বেচে সামনে এগিয়ে যেতে হবে। আর Cheese খেতে হবে যা Mouse এর প্রিয় খাদ্য বলে আমরা জানি (tom & jerry reference basically)। যাই হোক, গেমটিতে আছে ৮৮ টি challenging mazes filled with traps and obstacles. Hilarious cartoon destruction! যা আপনাকে অনেক আনন্দ দিবে। Funny একটি গেম এটি। এখানে বিভিন্ন রকমের নতুন নতুন Ability ও রয়েছে। Transform হওয়া থেকে শুরু করে epic piles of cheese collect করা, নতুন skin, accessories ইত্যাদি নিয়ে mouse customization, cartoon visuals ইত্যাদি অনেক কিছুই থাকছে গেমটিতে। Android TV, Android Smartphone দুটি Platform এই গেমটি খেলতে পারবেন। তবে যারা Android TV তে খেলবেন তাদেরকে বলছি অনেক মজা পাবেন গেমটি খেলে। গেমটির কিছু Screenshots নিচে দিয়ে দিচ্ছিঃ
2) GAME NAME : BEACH BUGGY RACINGGAME DEVELOPER : VECTOR UNITGAME SIZE : 88.98 MBGAME VERSION : 2022.07.13UPDATED : JULY 13, 2022REQUIRED OS : ANDROID 5.0 AND UPAndroid Platform এ এটি একটি অত্যন্ত জনপ্রিয় একটি গেম। গেমটির অসাধারন 3D & Smooth Gameplay আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এখানে বিভিন্ন ধরনের Character, Cars, Upgrades, Powerups, Race Tracks, Split Screen Multiplayer পেয়ে যাবেন নিয়ে খেলার মতো। গেমটির Race Tracks, 3D Visuals সবকিছুই এক কথায় অসাধারন। 3D Graphics Settings Customize তো করতে পারবেনই তার সাথে পাচ্ছেন সবকিছুরই Customization। গেমটি এই পর্যন্ত Playstore এ ১০ কোটিবারেরও বেশিবারের মতো ডাউনলোড করা হয়েছে। তার সাথে গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ২০ লক্ষাধিকবারেরও বেশিবার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★। বড় স্ক্রিনে গেমটি খেললে দারুন মজা পাওয়া যায়। আশা করছি গেমটি আপনাদের কাছে ভালো লাগবে। গেমটির কিছু Screenshots নিচে দিয়ে দিচ্ছিঃ 1) GAME NAME : BADLANDGAME DEVELOPER : HYPEHYPE INC.GAME SIZE : 180 MBGAME VERSION : 3.2.0.81UPDATED : APRIL 8, 2022REQUIRED OS : ANDROID 4.1 AND UPএটিও Android Platfrom এর একটি অত্যন্ত জনপ্রিয় গেম। এর Music, Gameplay, Control সবকিছুই খুবই সুন্দর যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। গেমটি প্রচুর Awards ও জিতেছে। যেমনঃ ★ 5/5 – AppSmile এটি একটি Casual Type Adventure Game। এই গেমের সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে গেমের Sountrack + Graphics। এই গেমের Sound খুবই Calming & Relaxng। যে কারো Mood ভালো করে দিতে পারে এই গেমের sound (আমি মনে করি)। আপনি যদি Earphone কানে দিয়ে গেমটি Full Volume এ খেলেন তবে এক অন্যরকমের Feel পাবেন। গেমটির গ্রাফিক্স খুবই অপটিমাইজড। গেমটির কন্ট্রোল খুবই সহজ। আপনাকে Tap করে করে এগিয়ে যেত হবে। অনেকটা Flappy Birds গেমের মতো। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে মোট ১ কোটিবারেরও বেশিবার। গেমটির রিভিউ সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে এবং সে রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★ বর্তমানে। একসময় গেমটির অনেক ভালো ছিলো। এখন যে খারাপ তা বলছি না। গেমের Developer রা ভালোভাবে Gamer দের কথা শুনেই এই গেমটিকে Develop করে যাচ্ছে। ভবিষ্যতে আরো ভালো কিছু দেখা যাবে বলে আশা করা যায়। এছাড়াও গেমটিতে Multiplayer আছে যাতে একসাথে ৪ জন মিলে খেলতে পারবেন ২৩ টিরও বেশি ইউনিক লেভেলের ভেতরে। ভবিষ্যতে আরো এড করা হবে বলে জানিয়েছেন ডেভেলপাররা। আপনি নিজে নিজের লেভেল তৈরি করে খেলতে পারবেন। Android Tv তেও খেলার ব্যবস্থা আছে (যদি আপনার থাকে। আমি খেলে দেখেছি। Tv তে খেলার Experience + মজাটাই আলাদা)। এছাড়াও আপনি আলাদা Controller দিয়েও গেমটি খেলতে পারবেন। গেমটির কিছু Screenshots নিচে দিয়ে দিচ্ছিঃ
আশা করছি এগুলোর ভেতরে একটা গেম হলেও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর যদি এমন পোস্ট চান তবেও জানাতে পারেন। যদি ভালো না লাগে তবে বাজে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। কেননা আমিও মানুষ। ভুল আমার দ্বারা হবে এটাই স্বাভাবিক। পরবর্তী পোস্ট কি নিয়ে চান সেটিও চাইলে জানাতে পারেন। আমি চেষ্টা করবো যদি পারি তবে ঐ টপিক বা বিষয়ের উপর পোস্ট করতে। প্রতিটি গেমেরই Android Smartphone Version রয়েছে। তাই এই Post কে আপনি Android TV + Android Smartphone Games দুটির Review হিসেবেই ধরে নিতে পারেন। ট্রিকবিডির সাথেই থাকুন।ধন্যবাদ। এখনের মতো আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো পোস্টে। THIS IS 4HS4N The post কোনো রকমের Controller ছাড়া Remote এর সাহায্যে খেলার মতো ১০টি অসাধারন Android TV Games! appeared first on Trickbd.com. |
ইউটিউব, ইনস্টাগ্রাম এর নতুন আপডেট। এবার আর্নিং হবে আগের চেয়ে তিন গুণ। Posted: আসসাামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে বেশ ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুবই ভালো একটি নিউজ যা শুনে আপনারা সকলেই চমকে উঠবেন। এই আপডেটে শুধু ইউটিউবার রাই নয়। ভিউয়ার ও সাধারণ ইউজার রাও পাবেন খুব ভালো মানের ফেসালিটি। আসলে এই আপডেট টি মূলত যাঁরা অনলাইনে বিজনেস করতেছেন বা বিজনেস করার কথা চিন্তা করছেন তাদের জন্য। এখন থেকে আর দারাজ বা আজকের ডিল এর মত কোনো অনলাইন বিজনেস সাইট এর সাথে যোগাযোগ রাখতে হবে না। এই আপডেটের পর যদি আপনার কোনো YouTube channel থাকে। অথবা কোনো ইনস্টাগ্রাম আইডি থাকে। তাহলে আপনি খুব সহজেই আপনার ছোটো ও বড়ো উভয় ধরনের বিজনেস কেই অনলাইন বিজনেস এ কনভার্ট করতে পারবেন। জি এমন টাই হবে পুরো পৃথিবীতে। আপনি আপনার ইউটিউব চ্যানেল এর মাধ্যমে করতে পারেন অনলাইন বিজনেস। কোনো third party ওয়েবসাইট এর সাহায্য ছাড়া। আপনারা হয়তো অনেকেই জানেন যে আজকাল চিন জাপান সহ কয়েকটি দেশে অনলাইন লাইভ বিজনেস হয়ে থাকে। যা আমাদের দেশের লাইভ বিজনেস এর মতো নয়। তাদের লাইভ বিজনেস কিছুটা এমন হয় যে ক্রেতা লাইভ চলাকালীন বিক্রেতা কে জানিয়ে অর্ডার ও পেমেন্ট করে দেয়। এবং বিক্রেতা ও সেই ক্রেতার জন্য কোন প্রোডাক্ট টি পাঠাচ্ছে সেটা লাইভ চলাকালীন চেক করে প্যাকেজিং করে দেয়। এবং পার্সেল এর জন্য পাঠিয়েও দেয়। এতে ক্রেতা বা বিক্রেতা প্রোডাক্ট এ কোনো সমসসা পেলে লাইভ চলাকালীন সেটা সমাধান করতে পারে। ঠিক এমন ই একটি বিজনেস প্রক্রিয়া চালু করতে যাচ্ছে ইউটিউব। যেখানে আপনি লাইভ এ থেকেই ইউটিউবেই অনলাইন বিজনেস করতে পারবেন। এমন কী ইউটিউবেই প্রোডাক্ট অর্ডার ও পেমেন্ট o করতে পারবেন। ইহা এশিয়া মহাদেশের মধ্য প্রথমে ইন্ডিয়া তে তারপর বাংলাদেশ সহ অনান্য দেশ গুলোতেও আসবে। কাজ সঠিক ভাবে চলতে থাকলে আমরা কয়েক মাসের মধ্যেই আপডেট নিউজ পাবো। আর ইনস্টাগ্রাম এ তো অনেকই অলরেডি বিজনেস করতেছে। মেটা কোম্পানি একটি ব্লগে নিশ্চিত করেছে যে ইন্ডিয়া ও তার আসে পাশের দেশ গুলোতে প্রোডাক্ট buy sell এর জন্য ইনস্টাগ্রাম এর ডাইরেক্ট মেসেজে পেমেন্ট সিস্টেম যুক্ত হবে। তো ইউটিউব instragram থেকে সেল হাওয়া প্রডাক্ট থেকে তাঁরা কিছু কমিশন ও নিতে পারে। এতে তাদের ও লাভ হবে এমন কী সেলার দের ও লাভ হবে। এবং আমি আগেও বলেছিলাম যে আমাদের সাধারন মানুষের ও লাভ হবে। সেটা কিভাবে হবে অনেকে তো বুঝেই গিয়েছেন। আমরা লাইভে প্রডাক্ট বাছাই করে চেক করে কিনতে পারবো। এবং আমাদের অনলাইন পেমেন্ট ও ঝুঁকিমুক্ত হবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আপনারা সকলেই ভাল থাকুন। সুস্থ থাকুন। আর কোনো সমস্যা হলে আমাকে জানান। আর আমার পরবর্তী পোস্ট টি কিসের উপর চান সেটি আমাকে জনিয়ে দিন কমেন্টে, জিমেইল এ, অথবা টুইটারে। The post ইউটিউব, ইনস্টাগ্রাম এর নতুন আপডেট। এবার আর্নিং হবে আগের চেয়ে তিন গুণ। appeared first on Trickbd.com. |
(Wi-Fi Adapter) কম্পিউটার এর জন্য ভালো মানের Wi-Fi Adapter ১ বছর ব্যাবহার করে Review Posted: আসসালামু আলাইকুম কম্পিউটার এর জন্য Wi-fi adapter কিনতে চাচ্ছেন? প্রায় এক বছর আগে আমি একটা Wi-Fi adapter কিনেছিলাম। মনে করেছিলাম Tp-link এর টা কিনব কিন্তু ওইটার দাম ছিলো অনেক প্রায় ১২০০ টাকা। আবার ১৫০/২০০ টাকায় adapter পাওয়া যায় আগুল বেশি দিন টিকে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম Tanda নিয়ে দেখি। মনে করলাম রিভিউ টা দিলে আপনারা উপক্রিত হবেন। বি দ্র.. আমি কখনো review করি নাই। তাই তেমন ভালো নাও লাগতে পারে। সাধারণত যা লাগে কিনলে কিরকম স্পিড পাওয়া যাবে এগুলোই আলোচনা করা হয়েছে। আমি আগে Charger cable দিয়ে নেট use করতাম। এতে অনেক সমস্যা হতো। Wi-Fi adapter Model: w311mi Price update 450tk Net speed খুবই ভালো charger cable দিয়ে যেমন পেতাম তেমন। কখনো disconnect হয়নাই। কোনো সমস্যা নাই। এটি আপনার মোবাইল এর হটস্পট অন করেও ব্যাবহার করতে পারবেন। এই রিসিভার দিয়ে YouTube এ ভিডিও দেখতে পারবেন Smoothly এবং ইন্টারনেট এ যাবতীয় কাজ অনায়াসেই করা সম্ভব।
বাকি নেট স্পিড নিচের ভিডিও দেখেনিবেন। https://youtu.be/rD6kRQaq2XUahttps://youtu.be/rD6kRQaq2XUhttps://youtu.be/rD6kRQaq2XU The post (Wi-Fi Adapter) কম্পিউটার এর জন্য ভালো মানের Wi-Fi Adapter ১ বছর ব্যাবহার করে Review appeared first on Trickbd.com. |
Posted: আজকে আমরা শিখবো Array কী
Array কী? Array এর মানে হলো Collection of elements of the same type. অর্থাৎ একই টাইপ এর অনেক ডাটার কালেকশন। Array কিভাবে কাজ করে? Programming Language এ আমরা Variable এ যেকোনো Data Store করতে পারি।কিন্তু Array একটি Data Structure যা অনেকগুলো Data কে একসাথে Store করে এবং এগুলোকে index দ্বারা Access করা যায়। নিচে একটি ছবির মাধ্যমে বুঝে নেয়া যাক Array কিভাবে কাজ করে: একটি array যদি {1,3,5,2,4} হয় তাহলে [0] index use করে 1 এবং [2] index use করে 5 কে access করা যাবে।উপরের ছবিতে indexing কিভাবে করা হয় তা দেখতে পারবেন। Array এর উপকারিতা কী? মনে করুন একটি স্কুলের 1000 Students এখন প্রত্যেকের marks store করতে হলে আপনাকে 1000টি variable বানাতে হবে।কিন্তু Array ইউস করে একটি Array এর মধ্যে 1000টি Mark Store করতে পারবেন।এতে করে আর আপনাকে 1000line code লিখতে হবে না।এছাড়াও Array এর অনেক উপকারিতা রয়েছে।
আজ এ পর্যন্তই আসা করি Array সম্পর্কে জানতে পেরেছেন।Next Tutorial গুলোতে আমরা C++ ও Javascript এ কিভাবে Array Use করতে হয় তা জানবো।
সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ। The post Array কী? appeared first on Trickbd.com. |
মাত্র ৫০ টাকায় .info ডোমেইন কিনুন Posted: আসসালামু আলাইকুম, আশা করি প্রিয় প্রিয়, যদি পোষ্টটি পছন্দ হয় কম মূল্যে টপ লেভেলের ডোমেইন কিনে নিন সীমিত সময়ের মধ্যে।অনেকেই হয়তো অবাক হবেন যে মাত্র ৫০ টাকায় টপ লেভেলের ডোমেইন কে দিবে, তাও আবার ১ বছরের জন্য? কিন্তু অবাক করা বিষয় হলেও সত্যি যে ৫০ টাকায় আপনি বাংলাদেশী হোস্ট ও ডোমেইন কোম্পানী থেকে বিকাশ, নগদ কিংবা ব্যাংক বা রকেটে পেমেন্ট করে এটি (.info) রেজিস্টার করতে পারেন।তবে পরের বছর রিনিউ একটু বেশি লাগবে।আমরা সকলেই জানি, টপ লেভেল ডোমেইনগুলোতে গুগল এডসেন্স পাওয়া যায়।আর আমাদের ব্লগিং এর মূল টার্গেট সবার কম বেশি গুগল এডসেন্সের উপরেই।আর টপ লেভেলের ডোমেইন বলতে .com, .net, .org আরো কিছু আছে এইগুলোকেই বুঝি।আমরা সাধারণত এইসব ডোমেইনই ব্লগিং কিংবা ই কমার্স সাইটের জন্য কিনে থাকি।অনেকে .xyz এইটাও নেয়, এটি মূল্য বর্তমানে ১০০ কিংবা ৯৫ টাকার মতো পড়বে।এই লেভেলের ডোমেইনেও এডসেন্স পাওয়া যায়, আমিও আল্লাহর রহমতে দুইটা সাইটে পেয়েছি। .info এইটা দিও আপনি এডসেন্স পাবেন, যদি আপনার কনটেন্ট বা পোস্ট ইউনিক থাকে।এই ডোমেইনটা যারা গুগল এডসেন্স পেয়ে সাইট সেল করে দিতে চান, তাদেরকে বলবো নেওয়ার জন্য কারণ পরের বছর এর রিনিউ ফি পড়বে ২ হাজার টাকার মতো।বর্তমানে একটা অফার থাকার কারণে এর মূল্য মাত্র ৫০ টাকা।আপনি চাইলে এটি কিনে হোস্ট ছাড়াও কিছু দিন রেখে দিতে পারবেন। আপনি চাইলে এই কোম্পানি থেকেও হোস্টিং নিতে পারেন।এরা বিগত ৬ বছর ধরে সার্ভিস দিয়ে আসছে।আমিও গত ১ বছর ধরে তাদের সার্ভিস নিয়ে সন্তুষ্ট।যার কারণে আপনাদের মাঝে আজকের পোস্ট করা। The post মাত্র ৫০ টাকায় .info ডোমেইন কিনুন appeared first on Trickbd.com. |
(লিমিটেড অফার) . info ডোমাইন কিনুন মাত্র ২৫ টাকায় এবং সাথে ১০ বছরের নবায়ন সুবিধা Posted: আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি. info ডোমাইন কিনতে ৩০০-৫০০ টাকা লাগে এবং সেটা পরের বছর রিনিউ করতে ১০০০ টাকার মতো লাগে। অফারটি প্রভাইড করছে Dhakaitclub.com। অফারটির অসুবিধাঃডোমাইন একটিভ হতে ৩ দিন লাগবে। (শুধু এই অফারের ক্ষেত্রে) অফারটি নেওয়ার উপায়ঃপ্রথমে এই লিংকে গিয়ে আপনার পছন্দের নামে ডোমাইন সার্চ দেন। ডোমাইনটি একটিভ হতে ৩ দিন সময় লাগবে(শুধু এই অফারের ক্ষেত্রে) কোন সমস্যা হলে Dhakaitclub এর ফেসবুক পেজ / অথবা সাপোর্ট টিকিটে মেসেজ করুন। ধন্যবাদ The post (লিমিটেড অফার) . info ডোমাইন কিনুন মাত্র ২৫ টাকায় এবং সাথে ১০ বছরের নবায়ন সুবিধা appeared first on Trickbd.com. |
°হাওয়া°ট্রেলারেই বাজিমাত? | Hawa Trailer Review Posted:
টেইলারের শুরুতেই যেটা দেখা যায় সেটা হচ্ছে কয়েকজন মাঝি একজন রহস্যময় নারীকে ঘিরে জিজ্ঞাসাবাদ করছেন। কে তিনি কোথা থেকে এলেন হয়তোবা এই রহস্যময় নারীকে নিয়েই গল্প এগোতে থাকে হাওয়ার। এখন এই শুরুতেই সবথেকে বেশি যেটা আপনার নজর কাড়বে সেটা হচ্ছে অসাধারণ মেকআপ স্কেল। হ্যাঁ শুরোই ফ্রেমেই হয়তো দেখা যাচ্ছে চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ,সোহেল মন্ডল, নাসির উদ্দিন খান ,সুমন আনোয়ার ,এই কয়েকজনকে যে সুন্দর মেকআপ দেওয়া হয়েছে তাদেরকে আর মঝি ভাবতে কোন বাধা থাকে না। এরপরে আরও একটা জিনিস নজর কাড়বে সেটা হচ্ছে পুরো ট্রেলার জুড়ে আঞ্চলিক ভাষার খুব দারুণ ব্যবহার। সুমন আগেই গণমাধ্যমে বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন এটি একটি আঞ্চলিক চলচ্চিত্র হতে যাচ্ছে। সেক্ষেত্রে খুব দারুণ ব্যবহার করা হবে ভাষার আঞ্চলিক ভাষার। এবং যদি অভিনয়ের কথা বলতে চাই তাহলে চঞ্চল চৌধুরীর বোধহয় আরো একবার প্রমাণ করতে যাচ্ছেন, যে তিনি একজন জাত অভিনেতা তার যে পাত্রে রাখা হবে তিনি সেই পাত্রের আকারে ধারণ করবেন। আলাদা করে একজনের কথা বলতে চাই তিনি হলেন নাজিফা তুসি, শুরুতেই এক রহস্যময় নারীর কথা বলছিলাম সেই চরিত্র কিন্তু নাজিফা তুসি কে দেখানো হয়েছে। এবং তিনি এক লুকেই কিন্তু কাবু করেছেন। শুরুতে তার যে একটা লুক দেখানো হয়েছে, কোন ডায়লগ নেই কিন্তু ভীত সন্ত্রস্ত একটা নির্বাক চোখে তার তাকিয়ে থাকাতেই যেন শত গল্প লুকানো আছে। নাজিফা তুসি হয় তো সেই অসাধারণ একটি কাজ হয়তো আমাদের উপহার দিতে চাচ্ছেন। এছাড়াও সিনেমায় দুটি বিষয় হিরোর মত কাজ করেছে, একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আরেকটি হচ্ছে সিনেমাটোগ্রাফি। বাংলা সিনেমা নিয়ে আমাদের যে শত বছরের আক্ষেপ এটা বোধ হয় এবার ঘুচতে চলেছে। কামরুল হাসানের অসাধারণ কিছু সমুদ্রের ফ্রেম কিন্তু আমাদের ট্রেলার এই দেখিয়েছেন। গভীর নীল জলরাশি আর অন্ধকার সমুদ্রের যে মিল বন্ধন তা কিন্তু দুর্দান্ত কিছু ক্যামেরার কার সাজিতে তিনি ট্রেলারে ফুটিয়ে তুলেছেন। সেই সাথে অসাধারণ কাজ করেছেন হচ্ছে যিনি ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন, তিনি রহস্যময় একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করেছেন তার নামটি আমি বলতে চাই রাশেদ শরীফ। তিনি খুব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন চরিত্রগুলোর ডায়লগ চলছে ।এবং সেই সাথে খুব নিচু ভাবে একটা সুর কিন্তু চলতে থাকে যেটা একই সাথে রহস্যময় এবং খুব একটা শান্তি শান্তি দিচ্ছে। আবার মনে হচ্ছে অশুভ কিছু রং হয়তো আভাস দিচ্ছে, এখানেই একটা দুর্দান্ত কম্বিনেশন আমার কাছে মনে হয়েছে। এবার এসে কাহিনী প্রেডিকশনে। যেমন আমরা বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে দেখেছি নির্মাতা বলেছেন যে আটজন মাঝি গভীর সমুদ্রে আটকা পড়েন, এবং তাদেরকে ঘিরে এবং আরো একজন রহস্যময় নারী বেদেনি কে ঘিরে সিনেমার গল্পটা গড়ে ওঠে। সুমন আরও একটা কথা বলেছেন সমুদ্র পানির সম্পর্ক প্রতিশোধের গল্প হচ্ছে “হাওয়া” বুঝতেই পারছেন বাংলা সিনেমার ইতিহাসে আমরা ভিন্ন কিছু পেতে যাচ্ছি। সিনেমার গান নিয়ে কিন্তু আলাদা করে প্রশংসা করতে হয় সাদা সাদা কালা কালা গানটি কিন্তু মুক্তির পরেই অভাবনীয় সাড়া ফেলে দিয়েছে, এই গানের লিরিক্স এবং কম্পোজিশন করেছেন হাসি মাহমুদ। এই গান থেকে কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি হয়তো আরো কিছু সুন্দর সুন্দর গান আসতে যাচ্ছে *হাওয়াতে* যদিও মেঘদল হাওয়াকে ডেডিকেট করে একটি গান ইতোমধ্যে মুক্তি দিয়েছে। এ হাওয়া নামে যে গানটি এটিও দর্শক প্রিয়তা অর্জন করেছে। যেহেতু এই গানের গান চিত্র ও কিন্তু হাওয়ার ছবি ব্যবহার করা হয়েছে। সবশেষ বলতে চাই **হাওয়ার** ট্রেলার মুক্তির অনেকদিন হয়ে গেল এফেক্ট কিন্তু কমে যায়নি, তাই আজকের এই আলোচনা আমি খুবই এক্সাইটেড আশা করছি । আমার মত আপনারাও ফাস্টে ফার্স্ট শো দেখতে যাবেন। ২৯ জুলাই কিন্তু সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে হাওয়া। তোর দুইটি টেইলার অলরেডি মুক্তি পেয়েছে নিচে দেখে নিন।
The post °হাওয়া°ট্রেলারেই বাজিমাত? | Hawa Trailer Review appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Inbox too full? Subscribe to the feed version of Trickbd.com in a feed reader. | |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments