জেনেনিন কিভাবে আমাদের দেশের সিম অন্য সব দেশে ব্যাবহার করবেন। |
- জেনেনিন কিভাবে আমাদের দেশের সিম অন্য সব দেশে ব্যাবহার করবেন।
- [New] Avira Prime Pack 3 মাসের জন্য ফ্রিতেই (Avira Phantom VPN //Avira Anti Virus //Password Manager & many more)
- ওয়েবসাইট হ্যাকিং এর শিকার হলাম, কিভাবে Fix করলাম, কি ধরনের হ্যাকিং?আপনি কিভাবে বাচবেন এর থেকে? বিস্তারিত সব.. [WordPress Redirect Hack Malware]
- সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পাঁচটি মোবাইল অ্যাপ |রিভিউ!
- এক নজরে পদ্মা সেতুর সকল গুরুত্বপুর্ণ তথ্য
- ২০ টি অসাধারন Fully Working Telegram Bots যা আপনার কাজকে আরো অনেক সহজ করে দিবে ( Telegram Users Must See! )
- ফেসবুক এর নতুন আপডেট সহ কিছু তিতা ও সত্য কথা।
- Freeware, Free Software, Open Source, Shareware ও Trialware সহ ইত্যাদির মধ্যে পার্থক্য কী?
জেনেনিন কিভাবে আমাদের দেশের সিম অন্য সব দেশে ব্যাবহার করবেন। Posted: আসসাামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে বেশ ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজীর হলাম খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে যা হয়তো আপনারা অনেক আগের থেকেই জানার চেষ্টা করছেন। বাংলাদেশের সিম অন্য কোনো দেশে ব্যাবহার করার জন্য আপনাকে প্রথমে আপনার সিম কার্ডের ইন্টার ন্যাশনাল রোমিং অন করতে হবে। যাঁরা জানেন না যে ইন্টারন্যাশনাল রোমিং কাকে বলে তাঁরা জেনে নিন। ইন্টার ন্যাশনাল রোমিং হচ্ছে যেই পদ্ধতিতে বাংলাদেশের সিম অন্য কোনো দেশে ব্যাবহার করা যায় সেই পদ্ধতি কে ইন্টারন্যাশনাল রোমিং পদ্ধতি বলে। একটা সময় কিছুটা এমন ছিলো যে, আমাদের দেশে শুধুমাত্র গ্রামীণ সিম এ এই সুবিধা টি দেওয়া হতো। কিন্ত এখন আমাদের দেশে প্রায় সকল অপারটরের সিম গুলোতে এই সুবিধা টি দেওয়া হয়।
উপকারিতা: অপকারিতা: যা যা প্রয়োজন: যেভাবে রোমিং অন করবেন: তো এইভাবে আপনি রোমিং পদ্ধতি টি ব্যাবহার করতে পারবেন। আর এই সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমি প্রতিটি সিম কোম্পানির রোমিং লিঙ্ক গুলো দিচ্ছি সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক। আপনারা সকলেই ভাল থাকুন। সুস্থ থাকুন। আর কোনো সমস্যা হলে আমাকে জানান। আর আমার পরবর্তী পোস্ট টি কিসের উপর চান সেটি আমাকে জনিয়ে দিন কমেন্টে, জিমেইল এ, অথবা টুইটারে। The post জেনেনিন কিভাবে আমাদের দেশের সিম অন্য সব দেশে ব্যাবহার করবেন। appeared first on Trickbd.com. | |
Posted: Howdy Everyone, Avira Antivirus চিনে না বর্তমানে এমন লোক পাওয়া দুঃস্কর। আমরা সবাই Avira সম্পর্কে জানি । আজকে মূলত Avira Prime Pack এর ব্যবস্থা করে দিব 3 মাসের জন্য কোন Credit Card ছাড়াই। এর Subscription Costটা দেখে নিতে পারেন-
➤যা যা থাকছে এই Prime Pack এ-
➤যেভাবে 3 মাসের জন্য Prime Trail Packটা নিবেন-
প্রথমে এই Giveway Page এ প্রবেশ করুন
এরপর Mark করা Option এ Real Gmail/Mail দিবেন কেননা Prime Activation Mail যাবে তাই
এবার Mail বক্স Check করুন
scroll Down করে “Accept & Install” এ Click করুন।
এরপর Software Install Page এ Redirect করা হবে। Install(install on this device) এ Click করুন।
এবার Softwareটি Download & install করে নিন As usual
ব্যাস, Enjoy করতে থাকুন Avira Prime Pack For 92Days
Conclusion
Bye Contact With Me Through: The post [New] Avira Prime Pack 3 মাসের জন্য ফ্রিতেই (Avira Phantom VPN //Avira Anti Virus //Password Manager & many more) appeared first on Trickbd.com. | |
Posted: আসসালামু আলাইকুম, Problem I Have faced……তো আমার ওয়েবসাইটটি হলো- developsbd Understanding the problemপ্রবলেমটা খুবই সহজ ছিল তবুও বুঝতে সময় লাগছিল। এটা প্রাথমিকভাবে মনে হয়েছিল ডোমেইনের মেয়াদ শেষ অথবা হোস্টিং এর মেয়াাদ শেষ। তো আমি প্রথমেই চেক করি এবং হোস্টিং এর মেয়াদ রয়েছে কিনা। তো আমি দেখলে আমার ডোমেইন এবং হোস্টিং উভয়েরই মেয়াদ রয়েছে। তখন ভাবলাম আমার হোস্টিং প্রোভাইডারদের সমস্যা কিন্তু পরবর্তীতে যখন বুঝতে পারলাম এটা ওয়েস্টিং এর কোন প্রবলেম নয় তখন ভাবার চেষ্টা করছিলাম সমস্যাটা কোথায় এবং পরিশেষে বুঝতে পারলাম ওয়েবসাইটটি হ্যাক হয়েছে। Which type of hackআমরা সাধারণত হ্যাকিং বলতেই বুঝি ওয়েবসাইটটি পুরোপুরি হাতিয়ে নেওয়া। কিন্তু বিষয়টা আসলে এমন না। যারা মোটামুটি পিএইচপি স্ক্রিপ্ট নিয়ে কাজ করি অথবা ওয়েব ডেভেলপমেন্টের সাথে মোটামুটি সম্পর্কযুক্ত তারা হয়তো বা বুঝি যে সি প্যানেল থেকে PHP my admin সেটিং এ আপনার ওয়েবসাইটের লিংক এটা আমি প্রাথমিকভাবে জানতাম না। য এটা সি প্যানেলের এ কেউ একজন আমার ওয়েবসাইটে মাই এসকিউএল ইঞ্জেক্ট (mysql injecting) করে php my admin থেকে ওয়েবসাইটের ইউআরএলটি চেঞ্জ করে অন্য একটি ওয়েবসাইটের লিংক দিয়ে দেয় এবং যখন আমি আমার ওয়েবসাইটে প্রবেশ করেছিলাম তখন সেটা ওই ওয়েবসাইটে এই ডাইরেক্ট হচ্ছিল। How to fixএখন প্রশ্ন আসে কিভাবে সমস্যাটি সমাধান করব তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে সমস্যাটি সমাধান করব প্রথম ক্ষেত্রে আমার তো জানা ছিল না সমস্যাটা কোথায় তাই আমার এত সময় লেগেছিল সমস্যা সমাধান করতে আসলে সমস্যাটা সমাধান করতে সময় মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে যেহেতু আমি বুঝতেই পারিনি সমস্যাটা কোথায় তাই আমার এত বেশি সময় লেগেছিল তো সমস্যাটা সমাধান করার জন্য সিম্পল ভাবে যেভাবে আমি দেখিয়েছি সি প্যানেল থেকে পিএইচপি মাই এডমিন প্যানেলে ঢুকবেন এবং তারপর ক্লিক করবেন সেখানে আপনি দেখতে পাবেন সাইট ইউ আর এল সেখানে আপনার ওয়েবসাইটের লিংক থাকার কথা কিন্তু যদি না থাকে তাহলে বুঝবেন আপনার ওয়েবসাইটি কেউ হ্যাক করেছে এবং আপনার ডোমেইনের জায়গায় অন্য স্প্যাম ডোমেন বসিয়ে রেখেছে সিম্পল ভাবে ওটার এডিটে ক্লিক করুন এবং স্পাম ডোমেনের লিংকটি কেটে দিয়ে আপনার ডোমেইনের লিংকটি দিন। এবং আপনার সমস্যার সমাধান হয়ে গেল।
তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ওয়েবসাইট হ্যাক হওয়ায় আমার অভিজ্ঞতা । যদি আর্টিকেল টি ভালো লেগে থাকে আমার ওয়েবসাইট টি ভিজিট করবেন এরকম ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ফোন আপডেটস এবং টেক নিউজ এর জন্য । Love more – Top 3 most used, famous and premium video editor for android,Ways to rank blogs or articles on Googlewordpress redirect hack malware(solved) 2022 strategy..The post ওয়েবসাইট হ্যাকিং এর শিকার হলাম, কিভাবে Fix করলাম, কি ধরনের হ্যাকিং?আপনি কিভাবে বাচবেন এর থেকে? বিস্তারিত সব.. [WordPress Redirect Hack Malware] appeared first on Trickbd.com. | |
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পাঁচটি মোবাইল অ্যাপ |রিভিউ! Posted: আসসালামু আলাইকুম , আজকের
এই অ্যাপের সাহায্যে আপনারা ওয়েদার জানতে পারবেন প্রতিদিন । আর আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে অবশ্য। আর তাছাড়া আপনারা পূর্ব পাশ দেখতে পারবেন বাতাসের আদ্রতা শহ আরো অনেক ফিউচার এখানে পেয়ে যাবেন যেটা আমাদের ফোনে ডিফল্ট অবস্থায় থাকে না।
আপনারা যারা অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে যারা হচ্ছে একটা এমন একটা অ্যাপ খুঁজছেন অনেকদিন থেকে যে এপ্লিকেশনের সাহায্যে আপনি গ্রাফিক্স ডিজাইন এর কাজ করবেন আপনি। আপনারা যারা ই-কমার্স বিজনেস করেন, বা আপনাদের নিজেদের ছবিতে, ডিজাইন করতে চান মূলত ট্রাফিক্স ডিজাইনের যে বেসিক কাজগুলো। যেটা আপনারা টেমপ্লেটের মাধ্যমে করতে চান তারা চাইলে এই অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই এই কাজগুলো করতে পারেন। খুবই ইজিলি আপনারা এই টেমপ্লেটগুলো কাস্টমাইজ করে আপনারা এই ডিজাইন গুলো মেঘ করে নিতে পারেন, ঠিক আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজেশন করে।
অনেকে হয়তো ভাই আপনার ব্যাপারে জানেন না আপনাদের একাধিক ফেসবুক পেজ রয়েছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি তে লগইন করলে আপনার পেজটা চলে আসবে। দেন পেজের অ্যাক্সেস নিয়ে আপনি এখান থেকে পেজের কনটেন্ট গুলো আছে সেগুলো এনালাইস করতে পারবেন। কত ভিউজ হলো কি কমেন্ট আসলো সবকিছুই আপনি ওই অ্যাপটি থেকে চেক করতে পারবেন। এছাড়াও এই অ্যাপটির সাহায্যে আপনি চাইলেই ভিডিও আপলোড করতে পারবেন। এবং কমেন্ট সেকশন গুলো চেক করতে পারবেন, এবং মেসেজগুলোও এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। যেটা ফেসবুকের মেইন অ্যাপ থেকে দেখা অনেকটাই ঝামেলা পূর্ণ মনে হয় অনেকের কাছে। এর পাশাপাশি ভিডিও আপলোড করতে পারছেন, লাইভ করতে পারছেন, লাইক করতে পারছেন কমেন্ট করতে পারছেন এইসব সুবিধাগুলো তো রয়েছেই।
এই অ্যাপ্লিকেশনে আপনার বিভিন্ন ধরনের লাট পেয়ে যাবেন। কাস্টম লাট আপনার এপ্লাই করতে পারবেন। পাশাপাশি যে ফিল্টার গুলো দেয়া আছে সেগুলো সত্যিই চমৎকার। বিশেষ করে সিনেমাটিক ভিডিও তৈরির ক্ষেত্রে। পাশাপাশি এখানে কিছু টাইটেল এনিমেশন রয়েছে, যেগুলো আমরা নরমালি সিনেমাটো গ্রাফিকের ক্ষেত্রে বা সিনেমাটিক ভিডিওর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আর এছাড়াও ট্রানজেকশন আপনার বিভিন্ন ইফেক্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন খুব ইজিলি।
অনেক পুরনো একটা অ্যাপ ,আর আপনারা যদি ইউটিউবে একটু সার্চ করেন যে নোভা লাঞ্চার সেটআপ দেন আপনার অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। যেই ভিডিওগুলো দেখে খুব সহজেই আপনারা আপনাদের নিজেদের স্মার্ট ফোনে নভা লাঞ্জার সেটআপ করে নিতে পারেন খুবই সহজে। তো গাইস এই ছিল আমাদের আজকের পোস্ট কোন অ্যাপটি আপনাদের কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার পোস্ট আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাইবেন কমেন্ট সেকশনে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে পোস্টটি শেয়ার করে দিতে পারেন আপনার ফেসবুক ফ্রেন্ডের কাছে। আর লাইক দিয়ে উৎসাহিত করতেই পারেন। কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী পোস্টের অনুপ্রেরণা।
আজকের মত এখানে ই শেষ করছি আশা করছি খুব শিগগিরই নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি সেই পর্যন্ত সাথেই থাকুন ট্রিকবিডির ধন্যবাদ। The post সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পাঁচটি মোবাইল অ্যাপ |রিভিউ! appeared first on Trickbd.com. | |
এক নজরে পদ্মা সেতুর সকল গুরুত্বপুর্ণ তথ্য Posted: আসসালামু ওয়ালাইকুম চলুন আজ আমরা দেখে আসি এক নজরে পদ্মা সেতু। আমি আপনাকে পদ্মা সেতু তে যাওয়ার কথা বলছি না । বলছি পদ্মা সেতুর সম্পর্কে সকল গুরুত্বপুর্ণ তথ্য। পদ্মা সেতু আমাদের বড় একটি অর্জন । তাই এটা নিয়ে পরিক্ষায় বিভিন্ন প্রশ্ন আস্তে পারে। আপনারা যেনো পদ্মা সেতু সম্পর্কে সকল প্রশ্নের উত্তর দিতে পারেন সেজন্য আমি এখন এক নজরে পদ্মা সেতু নিয়ে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উপস্থাপন করছি।
এক নজরে পদ্মা সেতু নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নঃ ■ পদ্মা সেতুর প্রকল্পের নাম কী? উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। ■ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর৷ ৬.১৫ কি.মি. (৩.৮২ মাইল। ■ পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার (জাজিরা ও মাওয়া) ? উত্তরা দুই প্রান্তে ১৪ কি.মি.। ■ পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত? উত্তরঃ ৩৮৩ ফুট। ■ পদ্মা সেতুর ধরন কেমন? উত্তরঃ দ্বিতলাবিশিষ্ট। ■ পদ্মা সেতুর পিলার সংখ্যা কত? উত্তরঃ ৪২ টি। ■ পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী? উত্তরঃ চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। ■ পদ্মা সেতুর নির্মাণ কাজ কর শুরু হয় কবে থেকে? উত্তরঃ ৭ ডিসেম্বর ২০১৪ সালে। ■ পদ্মা কত টি জেলার সাথে সংযোগ হয়েছে? উত্তরঃ ২১ টি জেলা। ■ পদ্মা সেতুর স্পান কতটি? উত্তরঃ ৪১ টি। ■ ৪১ তম স্প্যান কত তারিখে বসানো হয়? উত্তরঃ ১০ ডিসেম্বর ২০২০। ■ ৪১ তম স্প্যান বসানো কত নং পিলারের উপর? উত্তরঃ ১২-১৩ নং ■ পদ্মা সেতু হবার জন্য দেশে জিপিও বাড়বে কত? উত্তরঃ ১.২% ■ পদ্মা সেতু কোন যন্ত্রালনো কাজ করে? উত্তরা৷ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রালয়। ■ পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে কত তারিখে? উত্তর ১৬ ডিসেম্বর ২০২২। ■ পদ্মা সেতুর প্রস্থ কত? উত্তরঃ ১৮.১০ মিটার বা ৫৯.৪ ফুট। ■ পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা কত? উত্তরঃ ২৬৪ টি। ■ পদ্মা সেতুর পরিচালক কে? উত্তরঃ মোঃ শফিদুল ইসলাম। ■ সবগুলো স্প্যান বসাতে সময় লাগে মোট? উত্তরঃ ৩৮ মাস। ■ পদ্মা সেতুর বিশ্বের কততম সেতু? উত্তরঃ ১১ তম। ■ পদ্মা সেতুর ডিজাইনার কে? উত্তরঃ AECOM ■ পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা কত? উত্তরঃ রিখটার ফেল ৯। ■ পদ্মা সেতু প্রতিটি স্প্যানের ওজন কত? উত্তরঃ ৩১৪০ টন। ■ পদ্মা সেতুর অবস্থান কতটি জেলা নিয়ে? উত্তরঃ ৩ টি জেলা নিয়ে। (মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর ।) ■ কত তারিখে পদ্মা সেতু উদ্ধোধন করা হবে? উত্তরঃ ২৫ জুন ২০২২।
আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন সুস্থ থাকুন। The post এক নজরে পদ্মা সেতুর সকল গুরুত্বপুর্ণ তথ্য appeared first on Trickbd.com. | |
Posted: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন। এই পোস্টে আমি ২০ টি অসাধারন টেলগ্রাম বটের কথা বলবো যেগুলো পুরোপুরি কার্যকরী এবং উপকারী বট। প্রতিটি বটই আমি নিজে টেস্ট করেছি। তাই এই কথা বলতে পারছি। শুরুতেই বলে দিই পোস্টটি বড় হতে পারে। তাই ধৈর্য্য ধরে পড়তে পারলে পড়বেন। আর ভালো না লাগলে কোনো বাজে কমেন্ট করার প্রয়োজন নেই। বলে রাখা ভালো এখানে কোনোটাই এমনভাবে সাজানো হয়নি যাতে মনে হতে পারে একটা আরেকটার থেকে ভালো। আমি শুধু মাত্র ক্রমিক নম্বর অনুসারে সাজিয়েছি। সবগুলো Telegram bot ই আমি নিজে Test করেছি এবং সবগুলোই ভালো কাজ করে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পোস্ট। 20) BOT NAME : Reverse Image SearchBot Username : @LCxRvsImgSrch_botএই Bot এর কাজ হচ্ছে image এর আসল সোর্সকে খুজে বের করা। অন্যান্য Bot থেকে এটাকে special করে তুলে এক দিয়ে। সেটা হচ্ছেঃ এই Bot এর মাধ্যমে আপনি ৭ টি ওয়েবসাইট থেকে একসাথে সার্চ রেজাল্ট দেখায়। বটটি ব্যবহার করতে হলে আপনাকে শুধু বটকে সে ছবিটি পাঠাতে হবে যেটির সোর্স সম্পর্কে আপনি জানতে চান। সাথে সাথে আপনাকে বট গুগল,বিং,ইয়ান্ডেক্স সহ মোট ৭টি ওয়েবসাইটের সার্চ রেজাল্ট দিবে। অনেক কাজের একটি বট। স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে : 19) BOT NAME : Translator BotBot Username : @TranslatorDR_Botএই Bot এর মাধ্যমে খুব সহজেই যেকোনো ভাষা থেকে অন্য যেকোনো ভাষায় ১ সেকেন্ডেরও বা তার কম সময়ে ট্রান্সলেট করতে পারবেন। সবচেয়ে আকর্ষনীয় দিকটি হলো এখানে অনেক ভাষার Option আছে। আমি আশা করি এটা অনেকেরই উপকারে আসবে। স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে : 18) BOT NAME : Temp mailBot Username : @TempMail_org_botযাদের Temporary Mail এর প্রয়োজন পড়ে তাদের জন্যে এই Bot টি অনেক উপকারে আসবে। বেশি কিছুই করতে হবে না। Bot এর Start এ ক্লিক করুন। তারপর আপনাকে একটি Temporary mail দেওয়া হবে। সেটি আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি নতুন Mail চান তবে ( + Generate New) আইকনে ক্লিক করলেই নতুন Mail আপনাকে দিয়ে দিবে। স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে : 17) BOT NAME : Video Downloader BotBot Username : @VideoDownloadBotনামের সাথে কাজের মিল আছে। আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আমি কিসের কথা বলছি। হ্যাঁ, এই বটের মাধ্যমে আপনারা বিভিন্ন সাইটের ভিডিও লিংক কপি পেস্ট করে সেসব ভিডিও ডাউনলোড করতে পারবেন। চিন্তা করবে না। ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন। আশা করি Bot টি উপকারে আসবে। স্ক্রিনশট দিয়ে দিচ্ছি বটটির কাজ সম্পর্কে : 16) BOT NAME : Image To Text Bot1) Bot Username : @the_ocr_bot | |
ফেসবুক এর নতুন আপডেট সহ কিছু তিতা ও সত্য কথা। Posted: আসসাামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে বেশ ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম ফেসবুক এর নতুন যে আপডেট টি এসেছে সেটি নিয়ে। এবং এই আপডেট এর প্রেরিপেক্ষিতে কিছু টা পূর্বের ইতিহাস এবং কিছু তিতা ও সত্য কথা লিখে পোস্ট করা। ফেসবুকে আসলে দেখা যাচ্ছে যে ফেইসবুক ধীরে ধীরে তার আগের রূপে ফিরে যাওয়ার চেষ্টা করছে। কারন ফেসবুক এ ধীরে ধীরে ইউজার কমতে থাকা শুরু করতেছে। যাঁরা নতুন ইউজার তারা হয়তো খুবই ছটফট করে Facebook I’d খুলছে আর ইউজ করছে। কিন্তু যাঁরা পুরাতন তাদের মধ্যে বেশির ভাগই ফেইসবুক চালানো ছেড়ে দিচ্ছে। আর এর কারন টাও হয়তো বুঝিয়ে বলা লাগবেনা। আপনারা সকলেই হয়তো জানেন আজকাল ফেসবুক এ কী অবস্থা। যাই হোক এখন আপডেট টা জেনে নেওয়া যাক। Facebook এ আগে ছিল নিউজ ফীড বা হোম বাটন। কিন্ত এখন হোম আর ফীড দুটো আলাদা হয়ে গেছে। আজকাল ফেইসবুক থেকে মহিলা ইউজার এর সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রেই কমে যাচ্ছে। বাংলাদেশ ইন্ডিয়া সহ পুরো পৃথিবী তেই নারী ইউজার কমে যাচ্ছে। তারা এখন আর ফেসবুক কে নিরাপদ মনে করছে না। কারন ফেসবুক এ অনেক জায়গায় মহিলাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে। এবং তাঁরা স্প্যামিং এর শিকার হচ্ছে। ফেইসবুক এর যাত্রা শুরু প্রায় 20 বছর পূর্বে মানুষ যেনো একজন অপরজনকে অনলাইনে ইন্টারনেট এ যোগাযোগ করতে পারে সেই উদ্দেশ্যে। এটা ছিল এক রকমের কলেজ প্রজেক্ট যার মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রী রা একজনে অপরজনের সাথে যোগাযোগ করতে পারে। পরবর্তি তে এটাকে গ্লোবালি করা হয়। এর পর থেকে যেনো পুরো পৃথিবী এর লোকজন ইহার সাথে কানেক্ট হতে পারে সেই উদ্দেশ্যে।এতে ফেসবুক কর্তপক্ষ সফল ও হয়। ফেইসবুক লঞ্চ হয় আর লোকেরা প্রোফাইল ক্রিট করা শুরু করে। তখন ফেইসবুক টাইমলাইন ও ছিলো না। পরবর্তি তে টাইমলাইন যুক্ত করা হয়। এরপর ফেসবুক পুরো দুনিয়ার ছড়িয়ে পড়ে। পরিণত হয় কোম্পানি তে। অন্য সফটওয়ার গুলো কেনার পর ইহা পরিণত হয় গ্রুপ অব কোম্পানি তে। এরপর মেটাতে। তাছারা পেজ খোলা গ্রুপ খোলা সহ শত শত ফিচার তো আছেই। একটা ওয়েবপেজ থেকে শুরু করে পৃথিবীর বড়ো বড়ো টেক কোম্পানি গুলোর মধ্য একটি হচ্ছে ফেসবুক। যার জন্য অবশ্যই সাধনা করতে হয়েছে ফেসবুক কে। সকল ধরনের কনটেন্ট। সকল ধরনের অডিও ভিডিও পিকচার। ব্যাবহার করার সুযোগ করে দিতে হয়েছে ইউজার দের কে। Meme থেকে শুরু করে সকল ধরনের রাজনৈতিক, ব্যাবসায়িক, কৌতুক, ছবি বা নাটকের ছোটো অংশ, ইসলামিক ও অন্যান্য ধর্মীয় ভিডিও, TikTok video, হ্যাকিং, প্রোগ্রামিং, কী নেই এই ফেসবুক এ? কিন্ত এখন বেপার টা এমন হয়ে গেছে যে, ফেইসবুক এ এই সব কিছু মিলিয়ে এক পাতিল খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন যার ই সময় কাটেনা। সে কিছুক্ষন ফেইসবুক এ ঢুকে খিচুড়ি খেয়ে আসে। এই বেপার টির জন্যেই এখন ফেইসবুক এ আপডেট নিয়ে আসা হয়েছে। এখন ফ্রেন্ড দের পোস্ট, গ্রুপের পোস্ট, পেজ এর পোস্ট সবকিছুঁই আলাদা আলদাভাবে দেখতে পারবেন ফীড এ। ইহা ছাড়াও ফেইসবুক এ আরো কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার। যেগুলো আপডেট এনে ঠিক করা দরকার। যা আমি নিচে উল্লেখ করলাম। এই ফেসবুক যদিও আমাদের কে প্রাইভেসী অপশন টি দিয়ে রেখেছে। তবুও এখনো 60% ইউজার ফেইসবুক এ প্রাইভেসি অপশন টি ব্যাবহার করতে পারেন। আর এর থেকেও বড় সমস্যা হচ্ছে Deafult ভাবে সমস্ত প্রাইভেসি পাবলিক ও ফ্রেন্ডস করা থাকে। ফেসবুক এর উচিত এখানে আপডেট এনে ডিফল্ট ভাবে সমস্ত প্রাইভেসী প্রাইভেট করে দেওয়া। এবং সকলের প্রোফাইল লক করে দেওয়া। অন্য একটি হচ্ছে আমাকে কে লাইক কমেন্ট করে সেটা আমি আমার অ্যাকটিভিটি লগ এ দেখতে পাই। কিন্তু কে আমার ছবি গুলো ডাউনলোড করছে এবং কোথায় ব্যাবহার করছে সেটা আমরা কখনো জানতে পারিনা। এইখানে এমন টা করা উচিত যে কেউ যেনো অনুমতি ছাড়া কোনো প্রকারের ছবি ডাউনলোড করতে না পারে স্ক্রীন shot দিতেও না পারে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আপনারা সকলেই ভাল থাকুন। সুস্থ থাকুন। আর কোনো সমস্যা হলে আমাকে জানান। আর আমার পরবর্তী পোস্ট টি কিসের উপর চান সেটি আমাকে জনিয়ে দিন কমেন্টে, জিমেইল এ, অথবা টুইটারে। The post ফেসবুক এর নতুন আপডেট সহ কিছু তিতা ও সত্য কথা। appeared first on Trickbd.com. | |
Freeware, Free Software, Open Source, Shareware ও Trialware সহ ইত্যাদির মধ্যে পার্থক্য কী? Posted: Freeware (ফ্রিওয়্যার), Free Software (ফ্রি সফটওয়্যার), Open Source (ওপেন সোর্স), Shareware (শেয়ারওয়্যার), Trialware (ট্রায়ালওয়্যার), Adware (অ্যাডওয়্যার), Nagware (নাগওয়্যার) সহ ইত্যাদির মতো শর্তাবলী প্রায়শই আমরা বিভিন্ন প্রোগ্রাম বা সফটওয়ারে ব্যবহার করতে দেখে থাকি। কেউ কি বলতে পারবেন যে এগুলোর মানে কি? যদিও জানেন তাহলে কি সত্যিই বলতে পারবেন ফ্রিওয়্যার এবং ফ্রি সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি? আমি নিশ্চিত কিছু সংখ্যক ব্যক্তি ছাড়া বাকি কেউই তেমন এগুলো সম্পর্কে বলতে পারবেন না। যদিও অনেক সময় এগুলো আপনার চোখে পড়েছে। কিন্তু কখনোই আপনি এগুলো নিয়ে ঐভাবে চিন্তা করেন নাই। যার কারণে আসলে শব্দগুলি পরিচিত হওয়ার পরও আমরা অনেকেই এগুলো সম্পর্কে বিস্তারিত জানি না। সুতরাং, আজকের এই টপিকে আমরা চেষ্টা করব এই শব্দগুলির বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরার জন্য। প্রোগ্রাম বা সফটওয়ারে ব্যবহৃত শর্তাবলীর নামঃ Freeware (ফ্রিওয়্যার): যেকোন ফ্রিওয়্যার প্রোগ্রাম বা সফটওয়ারের মালিকানা তার ডেভেলপারের উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয়ে থাকে। ডেভেলপার চাইলে যেকোন সময় কোন ফ্রিওয়্যার প্রোগ্রাম বা সফটওয়্যার থেকে প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবে পরিবর্তন করতে পারেন। এছাড়াও যেকোন ফ্রিওয়্যার প্রোগ্রাম বা সফটওয়ার সোর্স কোড ছাড়াই সকলের কাছে শেয়ার হয়ে থাকে। যার ফলে যে কেউই চাইলেই কিন্তু এটিকে নিজের মত করে কাস্টমাইজেশন করতে পারে না। ফ্রিওয়্যার প্রোগ্রাম বা সফটওয়্যার লাইসেন্সের আওতায় রেখে ফ্রিতে ব্যবহারের জন্য সকলের কাছে উন্মুক্ত করা হয়। যার কারণে যে কেউ চাইলে একে অপরের সাথে এটি ফ্রিতে শেয়ার করতে পারে তবে বিক্রি করতে পারে না। কিছুকিছু ক্ষেত্রে লক্ষ করলে দেখা যায় লাইসেন্সের কারণে বিক্রি করা তো দুরে থাক, একে অপরের সাথে শেয়ারও করতে পারে না অর্থাৎ শেয়ার করার অনুমতি দেওয়া হয় না। Crippleware (ক্রিপলওয়্যার): এখন আপনি বলতে পারেন কোনো প্রোগ্রাম বা সফটওয়্যারের গুরুত্বপূর্ণ ফিচার বা ফাংশন যদি ব্যবহার করার অনুমতি না দিয়ে থাকে তাহলে শুধু শুধু কেন এগুলোর কিছু ফিচার বা ফাংশন ব্যবহারের অনুমতি দিয়ে এটিকে উন্মুক্ত করা হয়। আসলে এগুলোর ডেভেলপার মূলত এগুলোর প্রচারের জন্য এই কাজটি করে থাকে। যাতে করে আপনি এগুলোর লিমিটকৃত ফিচার বা ফাংশনগুলি ব্যবহারের পর প্রয়োজনের কারণে টাকা দিয়ে গুরুত্বপূর্ণ ফিচার বা ফাংশনগুলি ব্যবহার করেন। Donationware: Free Software: Open Source: Shareware বা Trialware: সুতরাং মূলত এটি ট্রায়াল ভিত্তিতে উন্মুক্ত করা হয় যাতে করে একজন ব্যবহারকারীকে আকর্ষণ করতে পারে এবং পরবর্তীতে এটি বিক্রি করতে পারে। এছাড়াও কিছু শেয়ারওয়্যার ‘Liteware’ হিসাবে উন্মুক্ত করা হয়। ‘লাইটওয়্যার’ প্রোগ্রামগুলিতে নির্দিষ্ট কিছু ফিচার রাখা হয়।পরবর্তীতে প্রোগ্রামটির সম্পূর্ণ সংস্করণ ক্রয় বা আপগ্রেড করার পরেই ব্যবহারকারী চাইলে সম্পূর্ণ ফাংশন অ্যাক্সেস করতে পারে। তখন সেটি লাইটওয়্যার থেকে ফুল ফিচারযুক্ত একটি একটি প্রিমিয়াম অ্যাপে রূপান্তর হয়। Adware: Bundleware: Spyware: Nagware: Malware: ম্যালওয়্যার অপারেটিং সিস্টেমের একদম গভীরে লুকিয়ে থাকতে পারে। এমনকি সম্পূর্ণরূপে এটিকে রিমুভ করার বা সরানোর পরেও সে নিজেকে পুনরায় ইনস্টল করতে সক্ষম হয়। তাই এটিকে চাইলে ব্যবহারকারী সহজে রিমুভ করতে পারে না। ভাইরাস, ট্রোজান, ইত্যাদি সবই ম্যালওয়্যার হিসাবে বিবেচিত প্রোগ্রাম। Scareware: আর তখনই যারা না বুঝে থাকে তারা বার্তায় দেখানো প্রোগ্রাম ডাউনলোড এবং ইনস্টল করে ফেলে। একবার যখন ডাউনলোড এবং ইনস্টল হয়ে যায় প্রোগ্রামটি মিথ্যা ভাইরাস সতর্কতা প্রদর্শন করে এবং তাকে সংক্রমণ (কাল্পনিক) অপসারণের জন্য ‘সম্পূর্ণ সংস্করণ’ ক্রয় করার নির্দেশ দিয়ে থাকে। শেষ পর্যন্ত যদি একজন ব্যবহারকারী পুরো বিষয়টি যে মিথ্যে। তা না বুঝে থাকে তখনই সফটওয়্যারটি ক্রয় করে থাকে এবং টাকা নষ্ট করে ধোঁকার সম্মুখীন হয়। Abandonware: অবশেষে আজকের টপিকের উপর আলোচনা করতে করতে একদম শেষপ্রান্তে চলে এসেছি। আশা করি বিষয়টি সম্পর্কে অনেকেই একদম নতুন করে জেনেছেন। আর অনেক জ্ঞানী ভাইরা আছেন যারা আগে থেকে জেনে থাকবেন। এখন কথা হচ্ছে যে আমি কি আমার এই টপিকে কোন “-Ware” ভিত্তিক শব্দ মিস করেছি কিনা? উপরোল্লিখিত ওয়্যারগুলো সম্পর্কে আমার ব্যাখ্যার মধ্যে কোন ভুল ত্রুটি আছে কিনা? যদি থেকে থাকে তাহলে তো আপনাদের জন্য কমেন্ট বক্স আছে কি বলেন। এই বলে আমি আমার আজকের টপিকটি এখানেই শেষ করলাম। আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন। সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন। The post Freeware, Free Software, Open Source, Shareware ও Trialware সহ ইত্যাদির মধ্যে পার্থক্য কী? appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Inbox too full? Subscribe to the feed version of Trickbd.com in a feed reader. | |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
2 Comments
Simple and Easy Drawing Tutorial 👇
ReplyDeleteGirl Drawing Easy
Also Read, 😒
Chennai Express Full Movie Download Filmywap
CourseLinkFree.in plays a crucial role in promoting free education by curating courses from reputable providers and making them easily accessible. The platform ensures that learners from all walks of life can access the knowledge they need to succeed without worrying about the cost. This commitment to free education is what sets CourseLinkFree.us apart from other online learning platforms
ReplyDelete