Search box..

Whatsapp এর 5 টি নতুন ট্রিক। Whatsapp New update.

Whatsapp এর 5 টি নতুন ট্রিক। Whatsapp New update.


Whatsapp এর 5 টি নতুন ট্রিক। Whatsapp New update.

Posted:

আসসাামুআলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে বেশ ভালো আছেন।

    
    

আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম হোয়াটস অ্যাপ এর 5 টি নতুন ট্রিক নিয়ে।

    
    

আমরা সকলেই জানি যে আমাদের ফোনের Whatsapp অ্যাপ টি তে কিছুদিন আগেই একটি আপডেট এসেছে। কিন্ত এই আপডেট হবার পর আমাদের ফোনের Whatsapp অ্যাপ টি তে যে সমস্ত নতুন ফিচার সমুহ যুক্ত হয়েছে সেটার সম্পর্কে অনেকই অজানা। এমনি 5 টি ফিচার নিয়ে লিখেছি আজকের এই post এ।

    
    

ফিচার গুলো ব্যাবহার করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের Whatsapp অ্যাপ টি আপডেট করে নিতে হবে। এর জন্য আপনাকে যেতে হবে আপনার ফোনের গুগল প্লে স্টোরে। সেখানে যেয়ে Whatsapp লিখে সার্চ করুন। আমি Whatsapp business ব্যাবহার করি তাই Whatsapp বিজনেস লিখে সার্চ করেছি।

এখানে আপনি আপডেট এর অপশন টি পেয়ে যাবেন। আমার টা অলরেডি আপডেট করা আছে তাই আমার টায় আপডেট অপশন টি শো করছে না।


১. প্রথম ফিচার টি হচ্ছে কিছুটা এইরকম যে এতদিন আপনারা কোনো নাম্বার আপনার ফোনে সেভ না করলে সেই নম্বর টি তে Whatsapp এ মেসেজ দিতে পারতেন না। এখন থেকে সেটা পারবেন। কিভাবে করতে পারবেন সেটা নিচে খেয়াল করুন।

এর জন্য আগে আপনাকে যেতে হবে। আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার এ। জি। এই ট্রিক টি ইউজ করার জন্য আপনার গুগল ক্রোম ব্রাউজার প্রয়োজন। গুগল ক্রোম ব্রাউজার এর সার্চ অপশন এ যেয়ে লিখুন
wa.me/88
লিখে আপনি যেই নাম্বার টি তে মেসেজ করতে চান সেই নাম্বার টি লিখে go অপশন এ ক্লিক করুন।(ইন্ডিয়ান রা 88 এর বদলে 91 লিখবেন।) নীচে দেখানো পিকচার এর মত।

এরপর এইরকম একটি পেজ আসবে chat to continue এ ক্লিক করুন।

এরপর দেখলেন তো। সরাসরি আপনাকে Whatsapp এ নিয়ে এসেছে। আমি এখন চাইলে একে মেসেজ করতে পারি।


২. কোনো প্রকার applock ব্যাবহার না করেই আপনি আপনার ফোনের Whatsapp অ্যাপ কে পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখতে পারেন। এতে আলাদা কোনো অ্যাপ এর প্রয়োজন নেই।

এর জন্যে আপনাকে আপনার ফোনের Whatsapp অ্যাপ এ ঢুকে 3 ডট অপশন এ যেতে হবে।

এরপর setting এ ক্লিক করুন।

Accaount অপশন এ ঢুকুন।

প্রাইভেসি তে ক্লিক করুন নীচে নামুন।

নিচে finger Lock er অপশন দেখতে পাবেন। (যাদের ফোনে finger Lock নেই তারা under display পাবেন। যারা আন্ডার ডিসপ্লে পাবেন না। তারা পাশওয়ার্ড এর অপশন পাবেন। ) ক্লিক করুন।

এইখান থেকে এটা এনাবল করে দিন।

এখন আপনার finger confirm করুন।

এরপর immediately সিলেক্ট করুন।

এরপর Whatsapp থেকে বেড় হয়ে আবার ঢুকুন। দেখবেন finger print চাইবে।

৩. তৃতীয় অপশন টির জন্যে আপনার যেকোনো একজনের মেসেজে যেয়ে 3 dot এ ক্লিক করতে হবে।

এরপর dissapering message এ ক্লিক করুন।

Continue এ ক্লিক করুন।


২৪ ঘণ্টা সিলেক্ট করুণ। এরপর আপনি এই ব্যাক্তির সাথে যত চ্যাটিং করবেন সমস্ত চ্যাট 24 ঘণ্টার মধ্য ডিলিট হয়ে যাবে। যদি 90 দিন সিলেক্ট করেন। তাহলে প্রতিটি চ্যাট 90 দিন পরে ডিলিট অটোমেটিক ডিলিট হয়ে যাবে।



৪. Whatsapp এ আমরা Whatsapp camera দিয়ে কোনো ছবি তুলে কাউকে পাঠালে সেই ছবি নষ্ট হয়ে যায়। কিন্ত ছবি টা এখন থেকে document আকারে পাঠাতে পারবেন। এতে ছবি টা নষ্ট হয়ে যাবে না। ডকুমেন্ট আকারে পাঠানোর জন্য আপনাকে নিচের অপশন এ ক্লিক করতে হবে।


এখানে আপনি document অপশন টি পেয়ে যাবেন।


৫. Delete for everyone অপশন টি হয়তো আমরা সকলেই ইউজ করেছি। আপনি কাউকে একটি মেসেজ পাঠিয়ে ফেলার পর যদি চান মেসেজ টি আপনার এবং তার দুইজনের ফোন থেকেই ডিলিট হয়ে যাক। তাহলে আপনারা এই delete for everyone অপশন টি ব্যাবহার করে থাকেন। কিন্ত এইবার এই অপশন টি কে কিছুটা আপডেট করা হয়েছে। এর সময়সীমা আগে দুই ঘণ্টা ছিলো এখন দুই দিন করা হয়েছে। নিচে দেখুন আমি মেসেজ দিয়েছি দুপুর ২ টায় কিন্ত রাত 8 টায় ও আমি এই অপশন টি পাচ্ছি। নিচের ছবিতে খেয়াল করুণ।

    
    

আজকের পোস্ট টা তাহলে এইখানেই সমাপ্তি করি। এমনিতেই অনেক বড় হয়ে গেছে।আজ তাহলে এই পর্যন্তই থাক। আপনারা সকলেই ভাল থাকুন। সুস্থ থাকুন। আর কোনো সমস্যা হলে আমাকে জানান। আর আমার পরবর্তী পোস্ট টি কিসের উপর চান সেটি আমাকে জনিয়ে দিন কমেন্টে, জিমেইল এ, অথবা টুইটারে।
জিমেইল: marufkhan1215@gmail.com
Twitter: 1215maruf

The post Whatsapp এর 5 টি নতুন ট্রিক। Whatsapp New update. appeared first on Trickbd.com.

এবার °Facebook° কে নিয়ে টিকটকের এর মন্তব্য।

Posted:


ইন্টারনেট ভিত্তিক দুনিয়ায় এখন মানুষের হাতের মুঠোয় সব। হোক তা বিনোদন কিংবা যোগাযোগ। নানান মাধ্যমে নানান আপে লক্ষাধিক সব সুবিধায় গ্রাহককে বুঁদ করে রাখে সংশ্লিষ্ট কোম্পানি গুলি। সেইসাথে চলতে থাকে সূক্ষ্ম প্রতিযোগিতাও। এবারে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কে নিয়ে মন্তব্য করেছে টিকটক।

টিকটক এর গ্লোবাল বিজনেস সলিউশনের প্রেসিডেন্ট-ব্ল্যাং চাটলি আমেরিকান সংবাদ মাধ্যম সি এম বি সি কে বলেছেন। ফেসবুক কেবল সামাজিক মাধ্যম।

শুধু তাই নয় tiktok খোলসা করে বলেছে-মেটা বা ফেসবুকের সিইও মার্ক জুকারবার। ফেসবুক এবং ইনস্টাগ্রাম কে টিক টক এর মত করে তুলতে চাইলেও তারা facebook কে নকল করতে আগ্রহী নয়। কারণ tiktok সামাজিক নেটওয়ার্ক নাই বরং এটি একটি বিনোদন প্ল্যাটফর্ম

চাকলি – আরো বলেন ফেসবুক সামাজিক গ্রাফ ওপর ভিত্তি করে। তাদের সমস্ত এলগরিদম তৈরি করেছে। এটাই মূলত তাদের মূল যোগ্যতা যেটা আমাদের নয়। আমরা একটি বিনোদন প্ল্যাটফর্ম এটাই তাদের থেকে আমাদের সাথে একটি বিশাল পার্থক।

বিশ্বজুড়ে তরুণদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। চায়নার বাইটডান্স কোম্পানির অধীন টিক টক।

এদিকে মেটা মালিকানাধিন instagram একটি পরীক্ষা করছে- জানিয়ে কোম্পানিটির মুখপাত্র সিমকিং জানান-এই পরীক্ষাটি সীমিত সংখ্যক মানুষের কাছে চালু করা হয়েছে। এবং এটি সামাজিক ভিডিওর ক্ষেত্রে টিক টক এর সাথে প্রতিদ্বন্দিতা করার জন্য ফেসবুকের সাম্প্রতিক প্রচেষ্টা।

ফেসবুকের কর্মীসহ সিনিয়র এক্সিকিউট দের তাদের প্ল্যাটফর্মের অ্যালগরিদাম কে আরো বেশি টিক টক এর মত করার নির্দেশ দেয়া হয়েছে। কারণ সংস্থাটি বুঝতে পেরেছে যে-তাদের সংক্ষিপ্ত আকারের ভিডিও প্ল্যাটফর্ম। tiktok এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখে না।

অনেকদিন পর ছোট্ট একটি পোস্ট করলাম আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, আর কমেন্ট করবেন। শেয়ার করে বন্ধুদের সাথে ছড়িয়ে দিতে পারেন।


Hip hop + Sakura id sell op id Price  : 7k
🔰🔰ডিল যেভাবে করতে পারবেন🔰🔰
ফেস টু ফেস ও অনলাইন নিতে পারেন✅ Contract Facebook: Click here

আজকের মত এখানে ই শেষ করছি আশা করছি খুব শিগগিরই নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি সেই পর্যন্ত সাথেই থাকুন ট্রিকবিডির ধন্যবাদ।❤

The post এবার °Facebook° কে নিয়ে টিকটকের এর মন্তব্য। appeared first on Trickbd.com.

নিয়ে নিন CyberGhost Premium VPN 01দিনের জন্য Trial [PC Only]

Posted:

Howdy Everyone

CyberGhost এটা অনেক Famous একটা VPN এবং Paid VPN যারা বেশী ভাগ হ্যাকার তারা অনেকেই এই VPN টি ব্যবহার করে থাকে কারণ CyberGhost অনেক নিরাপদ কারণ তারা ইউজারদের কোনো তথ্য বিক্রি করে না।

 

CyberGhost VPN Feature’s:

  • 256-bit AES encryption.
  • 24/7 live chat support.
  • Automatic Kill Switch.
  • High-speed VPN.
  • Unlimited bandwidth & traffic.
  • Ad/malicious content blocking.
  • Over 3,700 global servers.
  • DNS & IP Leak Protection.
  • Many More…..

 

যেভাবে 24Hour Trial নিবেন:

~কোন Credit Card লাগবে না ~Tricksটা শুধু মাত্র PC Userদের জন্য, Android এ Already 07 দিনের Trial দিয়ে থাকে Card Apply করে যা Purchase করা লাগে।

i. প্রথমে এই Official Trial Link এ প্রবেশ করুন


ii. Start Your Free Trial এ Click করুন
iii. একটি .exe File Download হবে
iv. .exe File টি Download হয়ে গেলে, Fileটি Open করুন
v. এইবার Sign Up করলেই 24Hour Trial Activate হয়ে যাবে।

 

 

Conclusion
1 দিনের জন্য VPN আসলে সুবিধাজনক নাহ্ । তবুও Freeতেই দিচ্ছে যেহেতু Claim করা যেতেই পারে। তবে Offerটি শুধু PC Userদের জন্য।

 

Bye
Contact With Me Through:
TelegramTelegramYouTube

The post নিয়ে নিন CyberGhost Premium VPN 01দিনের জন্য Trial [PC Only] appeared first on Trickbd.com.

প্রশ্নোত্তর সাইটের থীম এডিট, প্লাগিন আপলোড, পেইজ তৈরি

Posted:

আসসালামু আলাইকুম,

আশা করি প্রিয়
ট্রিকবিডিবাসির সবাই ভালো
আছেন।আমিও আল্লাহর
রহমতে আর আপনাদের
দোয়ায় ভালো আছি।

প্রিয়,
ট্রিকবিডির জন্য আজকে একটা পোষ্ট
লেখতে বসলাম।জানি না
আপনাদের কেমন লাগবে…..??

যদি পোষ্টটি পছন্দ হয়
তাহলে অবশ্যই পোষ্টে
লাইক ও কমেন্ট করবেন।

প্রশ্নোত্তর সাইটের থীম ইডিট, পেইজ তৈরি, প্লাগিন আপলোড কিভাবে করবেন দেখে নিন।পোস্টটা একজন করতে রিকুয়েষ্ট করেছে, তাই করলাম।তবে এই বিষয়গুলো কম বেশি আমরা সকলেই জানি।যে কিভাবে থীম এডিট করতে হয়, প্রয়োজনীয় পেইজ তৈরি করতে হয় এবং সিপ্যানেলে কিভাবে প্লাগিন আপলোড করতে হয়।তাই যারা জানি তারা এই পোস্টটি এড়িয়ে চলি।অযথা নেগেটিভ মন্তব্য না করার অনুরোধ করছি।আমি একজনের অনুরোধে পোস্টটি করলাম, যা স্ক্রিনশটে দেখতে পারছেন নিশ্চয়।

এখন এইগুলো যারা জানুন, তাদের জন্য এই পোস্ট নয়।যারা একদম নতুন প্রশ্ন ও উত্তর সাইটে তাদের জন্যেই মূলত এই পোস্টটি লেখা।তাই ট্রিকবিডির সিনিয়র ভাইদেরকে বলবো ছোট ভাই মনে করে অনুপ্রেরণামূলক কমেন্ট করুন।যাতে ভবিষ্যতে ভালো কিছু করার এবং উপহার দিতে পারি প্রিয় ট্রিকবিডিতে।যদিও আমি তেছন কিছু জানি না।তাই আমার যতটুকু জ্ঞান আছে তা ট্রিকবিডির কাছে শেয়ার করবো।আর প্রচুর শেখার ইচ্ছা রয়েছে এর সিনিয়র অথোর ও বড় ভাইদের থেকে।আশা করি আপনারা সেই আগের ট্রিকবিডিকে আবার পুনরায় ফিরিয়ে দিবেন।কারণ বর্তমানে এটি আগের মতো আর নেই, অনেক কিছু বদলে গেছে।এখন আর কেউ ফ্রি নেট, ভালো টিপস শেয়ার করছে না।যার ফলে ট্রিকবিডি প্রচুর ভিজিটরসও হারাচ্ছে।এটি আমার ব্যক্তিগত মতামত পেশ করলাম আরকি, আপনার মতামতটিও মন্তব্যে দিবেন আশা করছি।
আমার মনে হয়, এই পোস্টে নতুন প্রশ্নোত্তর ওয়েবসাইটে যারা কাজ করেন তারা কিছু হলেও জানতে পারবেন।তো প্রথমেই কিভাবে আপনার সাইটে প্লাগিন আপলোড করবেন সেটা দেখাবো।
শুরুতেই চলে যান আপনার সিপ্যানেলে, এবার একটু নিচে দেখুন ফাইল ম্যানেজার রয়েছে।সেখানে ক্লিক করুন-
এখন ডেক্সটপ মুড অন করে নিন এবার নিচে স্ক্রল করে public html ফাইলে ক্লিক করুন এখন প্লাগিন ফাইলে আপনার কাংক্ষিত প্লাগিনটি আপলোড করে ফেলুন। তবে এখানেই কাজ শেষ নয়, এবার আপলোড করা ফাইলটির উপরে চাপ দিয়ে ধরে extract করে নিন।এখন আগের জিপ আকারের ফাইলটি ডিলেট করে দিন।কাজ শেষ আপনার প্লাগিন একটিভ হয়ে গেছে।এবার আপনি চাইলে আপনার ওয়েবসাইটে গিয়ে প্রশাসন মুডে বন্ধ অথবা চালুও করতে পারবেন।
তাহলে এবার কিভাবে পেইজ বা পৃষ্ঠা তৈরি করবেন।প্রথমে প্রশাসনে যান, তারপর পৃষ্ঠা বা page লেখায় ক্লিক করুন। এরপরে নিচের মতো ক্লিক করে পেইজটি তৈরি করে নিন। তাহলেই আপনার পৃষ্ঠাটি তৈরি করা হয়ে যাবে।
তো এখন প্রশ্নোত্তর সাইটের থীম কিভাবে ইডিট করবেন, সেটা বলি।যদিও অনেকেই এটি পারেন, একজন বলেছে পোস্টটি করতে তাই করলাম।আগের মতোই আপনার সিপ্যানেলে গিয়ে ফাইল ম্যানেজারে চলে যান।এবার ডেক্সটপ মুড অন করে পুনরায় public html এ যান।এরপর css ফাইলে চাপ দিয়ে ইডিট অপশন সিলেক্ট করে আপনার মন মতো ইডিট করে নিন এখান থেকেই।
আপনার যদি কোন ওয়েবসাইট থাকে, তাহলে তার এসইও চেক করে নিন এখুনি নিচের সাইট হতে তাও ফ্রিতে।এছাড়াও এই এসইও বঙ্গতে রয়েছে নানা রকম ফিচার যা আপনার ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয়।এখান থেকে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, আপনার আর্টিকেলটি কপিমুক্ত কিনা সেটিও জানতে পারেন খুব সহজেই।সাথে আরো আকর্ষণীয় ফিচার পাবেন ফ্রিতেই।একটা কথা বলা জরুরি এই এসইও বঙ্গ একটি বাংলাদেশী এসইও চেকার টুলস।
লিংকঃ এসইও বঙ্গ
তাহলে আজকে এখানেই বিদায় বলা, সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

The post প্রশ্নোত্তর সাইটের থীম এডিট, প্লাগিন আপলোড, পেইজ তৈরি appeared first on Trickbd.com.

Telegram App এর ২ টি অসাধারন Alternative যেগুলো আপনার অবশ্যই ব্যবহার করা উচিত! (Telegram Users Must See)

Posted:

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

Telegram নিয়ে এই পর্যন্ত আমি প্রচুর পোস্ট করেছি। অনেকদিন ধরে করা হয় না। তাই ভাবলাম একটা পোস্ট করেই ফেলি।

এই পোস্টে আমি ২ টি Telegram Alternative App এর কথা বলবো যেগুলোতে Telegram এর Official App এর থেকেও বেশি Features রয়েছে।

শুরুতেই বলে রাখি পোস্টটি অনেক বড় হতে পারে। যারা Feature গুলো সম্পর্কে জানতে চান তারা পড়ে নিতে পারেন। আর যাদের সময় বা ধৈর্য্য কোনোটাই নেই তারা Install করে নিজেরাই Try করে দেখেন।

এতটুকুই বলার ছিল। এরপরও যদি কোনো Complain করেন তবে আমার আর বলার কিছুই নেই। কারন আমি শুরুতেই বলে দিয়েছি সবকিছু। যাই হোক, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

2) APP NAME : PLUS MESSENGER

APP Link : Playstore

APP RATING : 4.2 ★

APP DOWNLOADS : 50 MILLION+

APP REVIEWS : 659K+

অনেকেই হয়তো এই এপ্লিকেশনটির সম্পর্কে জানেন। যারা জানেন না তাদের জন্যে তো অবশ্যই এই পোস্টটি। আমি এক এক করে সবগুলো ফিচারের কথা বলে দিবো। পোস্টটা লম্বা হতে পারে। তবে আশা করছি আপনারা নিরাশ হবেন না পড়ে। আমি আমার যথাসম্ভব ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো।

তো চলুন শুরু করা যাক।

১) Category :

Log in করার পরই আপনারা দেখতে পাবেন সুন্দর Interface এর একটি Homepage।
উপরে Search Option এর সাথে পাবেন Folder এর একটি Icon। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন Category এর একটি আলাদা Option আপনি পাচ্ছেন।

এটি টেলিগ্রামের ফোল্ডারদের মতো না এবং টেলিগ্রামের ফোল্ডারদের সাথেও Add হবে না। এটা আপনারা জন্যে আলাদা একটি Space তৈরি করবে আলাদাভাবে ব্যবহার করার জন্য। আপনাকে এই ক্যাটাগরিটি এক্সেস করতে হলে অবশ্যই এই আইকনের ক্লিক করতে হবে।

২) Inbox :

1) Go To First Message :

যেকোনো ইনবক্সে যাওয়ার পর আপনারা উপরের 3 dot menu তে ক্লিক করে বিভিন্ন Options পাবেন যা আপনাদের উপকারে আসার জন্যেই এখানে দেওয়া হয়েছে। সবচেয়ে কাজের যে Option টি আমার কাছে লেগেছে সেটি হচ্ছেঃ “Go To First Message” এর যে Option টি দেওয়া হয়েছে সেটি।

এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে একেবারে ইনবক্সের সেই প্রথম মেসেজে নিয়ে যাবে। অনেক Useful একটা Feature। যাদের গ্রুপ, চ্যানেল বা কারো ইনবক্সে প্রচুর মেসেজের কারনে একেবারে প্রথমে যেতে কষ্ট করে স্ক্রল করে করে যেতে হয় এই সমস্যায় ভুগছেন তাদের জন্যে অনেক বড় এক সমাধান।

অনেকেই এই Feature টির অভাববোধ করেন টেলিগ্রামের মূল এপ্লিকেশনে। কিন্তু এই এপ্লিকেশনটিতে আপনারা এই সুবিধাটা পাচ্ছেন।

2) Save To Cloud :

এই এপ্লিকেশনটিতে আপনারা একটি অসাধারন ফিচার পাচ্ছেন যা Telegram এর Original App এ নেই।

যেকোনো মেসেজকে এক ক্লিকেই আপনারা ক্লাইডে সেভ করে ফেলতে পারবেন। এটা করার জন্য মেসেজটি Select করুন এবং উপরে অনেকগুলো Icon দেখতে পাবেন মেসেজটি নিয়ে আপনি কি করতে চান সেটির জন্য। যেমনঃ Download, Cut, Copy, Paste, Share, Save To Cloud, Delete এগুলো।

আপনি Cloud এর আইকনে ক্লিক করবেন এবং মেসেজটি বা ফাইলটি যেটি আপনি সিলেক্ট করেছিলেন সেটি ক্লাউডে চলে যাবে।

তো এই ক্লাউডের Access কোথায় পাবেন?

Saved Messages এ গেলেই পেয়ে যাবেন আপনার কাংখিত ফাইলটি বা মেসেজটি। Telegram এ এই কাজটি করার জন্য আমাদেরকে File/Message টি সিলেক্ট করে শেয়ার করতে হতো Saved Messages এ।

এই কাজটাকে আরো সহজ করতে এই ফিচারটি এখানে দেওয়া হয়েছে।
অনেক উপকারী একটি ফিচার যা সবারই কাজে লাগবে।

3) Mark and Select To Do (Features) :

নামটা আমার নিজেরই দেওয়া। কিন্তু যাই হোক কাজগুলো আপনাদেরকে বুঝিয়ে দিলেই নামের কথা ভুলে যাবেন।

আপনি যেকোনো Chat কে App টির Homepage থেকে সিলেক্ট করার পর যেসব Option এখানে পাবেন Use করার জন্য তা Telegram এর Original App এ পাবেন না। এক এক করে বলছি।

যেকোনো Chat mark করে Select করার পর উপরে ডানদিকে 3 dot এ ক্লিক করার পর আপনারা মোট ৯ টি Option পাবেন সিলেক্ট করার জন্য।

Telegram এর Original App এ যে Option গুলো পাচ্ছেনঃ Pin, Add to Folder, Mark as Read, Delete from cache এই ৪টি। বাকী ৫ টি কি কি সেগুলোই বলছি।

1) Remove from Folder : যদি Chat টি কোনো নির্দিষ্ট ফোল্ডারে আপনি Save করে রাখেন তবে সেই ফোল্ডারটি থেকে Remove করে দিতে পারবেন।

2) Add To Favourites : যেকোনো এক বা একাধিক Chat কে Select করে Favourites এ Add করতে পারবেন।

3) Add To Homescreen : এই Option টি আপনারা অন্য টেলিগ্রাম এপ্লিকেশনগুলোতে পাবেন না। অনেকেই কোনো Group/Channel/Chat কে দ্রুত Access করতে চান বারে বারে Telegram App এ না ঢুকে।

আপনারা এই ফিচারটির মাধ্যমে ঐ Chat কে আপনাদের ফোনের Launcher এর Homescreen এ Add করে সহজেই Access করতে পারবেন যা অনেক Useful একটি ফিচার।

4) Add To Category : একটু আগে Category এর কথা যা বলছিলাম এখানে সেটিই করতে পারবেন। যেকোনো Chat কে সরাসরি আপনার তৈরি করা Category তে Add করতে পারবেন।

5) Copy Link : অনেক Useful একটি ফিচার। অনেকেই এই ফিচারটি খুজে থাকেন। Telegram Chat এ ঢুকা ব্যতিত সহজেই সরাসরি যেকোনো গ্রুপ/চ্যানেল এর লিংক কপি করতে পারবেন।

6) Select All Chats : এর মাধ্যমে সবগুলো Chat একেবারে এক এক করে সিলেক্ট না করে একেবারে সিলেক্ট করতে পারবেন। যদিও এ নিয়ে সবাই জানে তবুও এই গুরুত্বপূর্ণ ফিচারটিও টেলিগ্রামে দেওয়া নেই।

 

৩) New Secret Chat :

টেলিগ্রামে মেনুতে Dedicated এমন Option নেই। কিন্তু এই এপ্লিকেশনটিতে আপনারা এই সুবিধাটা পাচ্ছেন। এর মাধ্যমে নতুন কোনো Secret Chat খুব সহজেই Open করতে পারবেন।

৪) New Channel :

এটাও টেলিগ্রামে নেই। কিন্তু থাকাটা খুবই জরুরি ছিল। যাই হোক এটাও আপনারা এই এপ্লিকেশনটিতে পাচ্ছেন।

৫) Folders :

telegram এর original app এ folders এর access এর জন্যে settings এ যেতে হয়। কিন্তু মেনুতেই দিয়ে দিলে সুবিধা হতো আরো বেশি। এই এপ্লিকেশনটিতে সেই সুবিধাটা পাচ্ছেন।

৬) Categories :

Categories এর সেকশনটি এখান থেকেও এক্সেস করতে পারবেন।

৭) Download Themes :

এই Option টাতে ক্লিক করলেই আপনাকে Playstore এ নিয়ে যাবে একটি নির্দিষ্ট এপ্লিকেশন থেকে Themes Download করার জন্য। আমি এ নিয়ে আগেই পোস্ট দিয়ে রেখেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন।

৮) Theming :

Theming এ ঢোকার পর আপনারা সবচেয়ে বড় যে সুবিধাটা দেখতে পাবেন সেটি হচ্ছে সবকিছু সুন্দরভাবে Categorize করে দেওয়া। Telegram এ যেসব Colour গুলো পাওয়া যায়না এখানে সেসব প্রত্যেকটি Colour ই পাবেন Customize করার জন্য।

আপনাকে আলাদা আলাদা করে Colour select করতে হবে না। আপনি যেভাবে ইচ্ছা Colour Customization করতে পারবেন।

এরপরও আপনারা যদি Satisfied না হয়ে থাকেন তবে আপনাদের জন্য থাকছে আরো সুবিধা।

আপনি এখন থেকে আরো অনেক সহজেই Theme Customization করতে পারবেন।

এখানে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে দেওয়া আছে আপনার বোঝার সুবিধার্থে। যেমনঃ Screen Customize করার জন্যে এখানে আলাদা ভাবে সবগুলো Customization এর Options গুলো দেওয়া আছে। মোট ৬ টি Screen customization এর Options পাবেন।

কিন্তু এদের প্রত্যেকটির ভিতরে আবার আলাদা আলাদা করে সবকিছু সাজানো আছে দেখতে পাবেন। প্রত্যেকটা বিষয় এত সুন্দর ভাবে সাজানো আছে যে আপনি যদি Customization সম্পর্কে একটুও ধারনা না রাখেন তবুও আপনার সমস্যা হবে না।

৯) Chats Counters :

এই ফিচারটি বেশিরভাগ মানুষেরই কাজ করবে। বিশেষ করে তাদের জন্যে যারা আমার মতো প্রচুর Group/Channel/Chat এ একইসাথে Joined হয়ে আছেন। কিন্তু সব এলোমেলো ভাবে সাজানো। কতটা Group/Channel ইত্যাদি আছে বুঝতেই পারছেন না। সবকিছু একদম জগাখিচুরি লেগে গিয়েছে।

এই ফিচারটির মাধ্যমে আপনারা আপনাদের Telegram Account এ কতগুলো Group/Channel/Chat এ Join হয়ে আছেন সবগুলোর Countdown দেখতে পাবেন। এছাড়াও আপনার Hidden/Secret Chats সহ আপনি কতগুলো Group/Channel Manage করছেন সব Details ই এখানে পেয়ে যাবেন।

১০) General :

এখানে ৩ টি Option পাবেন।

1) আপনার Device এ থাকা Font টি Force করে ব্যবহারের জন্য।

2) আপনার ফোনের Default Emoji Force করে ব্যবহারের জন্য।

3) App Update কিভাবে চেক করা হবে সেটি Select করার জন্য।

এক কথা আপনার ইচ্ছামতো Gestures ব্যবহার করতে পারবেন ও পুরো Application টিকেই Customize করতে পারবেন। এসব ফিচার টেলিগ্রামে থাকলে কত যে উপকার হতো তা বলে বোঝানোর মত নয়। যাই হোক, টেলিগ্রামে নেই তো কি হয়েছে? এই এপ্লিকেশনটিতে তো পাচ্ছেনই।

১১) Messages :

এখানে আপনার নিজের মতো Customize করার ২০-৩০ টি নয় বরং ৫৯ টি Option পাচ্ছেন! সবগুলো নিয়ে বলতে গেলে পোস্ট প্রচুর বড় হয়ে যাবে আর আপনারা এমনেই না পড়ে চলে যান। এরপর আর পোস্টে যা পড়েন তা-ও পড়বেন না। তাই আমি এগুলোর স্ক্রিনশট দিয়ে দিবো শেষের দিকে। দেখে নিবেন।

১২) Navigation Drawer :

আপনারা এখানে ৬ টি Option পাচ্ছেন Navigation Drawer টি Customize করার জন্যে।

১৩) Profile :

এখানে পাচ্ছেন ৫ টি অপশন।

1) show full bio/info

2) shared media

3) enable ‘go to message’

4) show old media rows

5) show full screen avatar on single tap

 

১৪) Notifications :

এখানে আরো ১১ টি অপশন পাচ্ছেন আপনার ইচ্ছামতো পাল্টানোর জন্য।

১৫) Privacy And Security :

এখানে আরো ৯ টি অপশন পাচ্ছেন আপনার ইচ্ছামতো পাল্টানোর জন্য।

১৬) Shared Media :

এখানে আরো ৬ টি অপশন পাচ্ছেন আপনার ইচ্ছামতো পাল্টানোর জন্য।

১৭) এরপর Save Settings, Restore Settings, Reset Settings নামের ৩ টি Settings পাচ্ছেন Backup & Restore & Reset করার জন্য।

আপনি এ পর্যন্ত যেসব সেটিংস গুলো Customize করেছেন সেগুলো পুনরায় Access করার জন্যে এই ফিচারগুলো দেওয়া হয়েছে।

অথবা আপনি যদি কোনো সেটিংসে গোলমাল করে ফেলেন তবুও যেন আপনাকে ঝামেলা না পোহাতে হয় সেটির সমাধানও এখানে দেওয়া আছে।

এছাড়াও বাকী যেসব ফিচার থাকার কথা এখানে সবই আছে। আমি সব ফিচারগুলোর বিস্তারিত বর্ণনা করতে পারিনি বলে দূঃখিত। কারন আমার পক্ষে এত লিখা সম্ভব না।

এতে পোস্ট অনেক বড় হয়ে যাবে আর এক পোস্ট লিখতে লিখতে আমার কয়েক দিন বা সপ্তাহ লেগে যাবে। তাই এগুলো আপনারা নিজেরা ব্যবহার করে Explore করুন।
আমি যত Shortcut এ ব্যাখ্যা করতে পারি সে চেষ্টাই করি।

আমি প্রথমেই বলেছি এটি আমার দেখা সেরা Telegram Alternative গুলোর একটি। কারন এই App টিতে আমি অনেক ফিচারই পেয়েছি যা টেলিগ্রাম এর অফিশিয়াল এপ্লিকেশনটিতে এখনো এড করা হয়নি। আর ভবিষ্যতে করা হবেও নাকি সন্দেহ আছে।

এতক্ষন যা যা বললাম সবকিছুর প্রমান হিসেবে স্ক্রিনশটসঃ

 

(1) APP NAME : VIDOGRAM

APP Link : Playstore

APP RATING : 4.2 ★

APP DOWNLOADS : 10 Million+

App Reviews : 134k+

এই App টিও আমার দেখা সেরা টেলিগ্রাম App গুলোর মধ্যে একটি।
এটি একটি Unofficial App যা টেলিগ্রাম এর API ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এবার এক এক করে এর ফিচারগুলো সম্পর্কে কথা বলা যাক।

১) Log in করার পর প্রথমেই আপনারা দেখতে পাবেন এখানে সবকিছুই উলটো। সম্পূর্ণ Interface টাই মূল টেলিগ্রাম এপ্লিকেশন বা অন্যান্য যেসব টেলিগ্রাম এপ্লিকেশন আছে সেগুলো থেকে একেবারে ভিন্ন। অনেকটা ios এর মতো ui টা।

আমার কাছে এমনটা লেগেছে। Tabs গুলো নিচের দিকে দেওয়া। এটা আপনারা Change করতে পারবেন যদি আপনাদের ভালো না লাগে। এরপর দেখতে পাবেন Tabs গুলোর সাথে একটি Icon দেওয়া আছে প্রথমেই।

এখানে Tab করে Hold করে ধরে রাখলে আপনারা আলাদা একটি অপশন পাবেন। যার মাধ্যমে আপনারা দুটি কাজ করতে পারবেন।

1) Reorder Tabs

2) Edit Folders

এর মানে হচ্ছে আপনারা আপনাদের টেলিগ্রামে থাকা সকল Tab গুলোকে ও Folder গুলোকে যেভাবে ইচ্ছা সাজিয়ে নিতে পারবেন। এর জন্যে আপনাকে Settings এ গিয়ে কিছুই করতে হবে না। এখানেই সব সহজেই পেয়ে যাচ্ছেন।

এরপর আপনারা বাম দিক থেকে Slide করে Menu তে গেলে আরো অনেকগুলো Option দেখতে পাবেন।
এক এক করে সেগুলোরই বিস্তারিত বলছিঃ

২) Vidomeet :

এই ফিচারটির মাধ্যমে আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন টেলগ্রামের মাধ্যমেই। High Quality Video Conferencing এর জন্যেই এই প্ল্যাটফর্মটিকে তৈরি করা হয়েছে। আপনারা Google করলে আরো বিস্তারিত জানতে পারবেন।

৩) IPTV & Games :

কখনো কি ভেবে দেখেছেন টেলিগ্রামের মাধ্যমে লাইভ টিভি দেখতে পারবেন?
হয়তো অনেকেই ভেবে দেখেছেন আবার অনেকে ভেবে দেখেননি। ভাবার চিন্তা বাদ দিন। এখন থেকে এটাও সম্ভব। আপনারা এখন থেকে IPTV দেখতে পারবেন টেলিগ্রামের মাধ্যমেই।

এখানে Dedicated একটি IPTV এর জন্যে Option পাবেন যেখানে আপনারা প্রচুর চ্যানেল দেখতে পারবেন। তবে একটা কথা বলে দিই, এখানে বাংলাদেশি চ্যানেল নেই। ভারতীয় ও বিদেশি চ্যানেল পাবেন প্রচুর।

এবার আসি Games এর কথায়। IPTV ও Games এর Section টি একইসাথে পেয়ে যাবেন। এখানে মোট ৭ টি Category এর Games আপনারা পাবেন।

প্রত্যেকটি ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন গেমস আপনারা খেলতে পারবেন।

 

৪) Vidotheme :

অন্যান্য টেলিগ্রামের এপ্লিকেশনগুলোতে Theme Apply করতে হলে আপনাকে আলাদা এপ্লিকেশন ইন্সটল করতে হয় নয়তো Default ভাবে যে Theme গুলো থাকে সেগুলোও থাকে সীমিত পরিসরে।

কিন্তু এই এপ্লিকেশনটিতে আপনারা Themes এর জন্যে আলাদা একটি Store ই পেয়ে যাচ্ছেন যার মাধ্যমে আপনারা ইচ্ছামতো যেকোনো Theme Apply করে ব্যবহার করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর Theme আপনারা এখানে পেয়ে যাবেন।

Category করে খুব সুন্দরভাবে সবগুলো Theme এখানে দেওয়া আছে। আপনি আপনার ইচ্ছামতো Theme Apply করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।

এছাড়াও Theme Store এর সাথে আছে Stickers এর Store। Sticker Store এ অসংখ্য স্টিকার আপনারা পেয়ে যাবেন ব্যবহার করার মতো।

 

৫) Music :

এখানে Music এর জন্যেও আলাদা একটি Category দেওয়া আছে। আপনার Device এ থাকা সকল Music File গুলো ও আপনার Join হওয়া যেসব Music এর Channel ও Group গুলো আছে সবগুলোরই Access পেয়ে যাবেন এই একটি Telegram App এর মধ্যেই।

৬) Timeline :

Timeline এর বিষয়টা আমি আমার আগের পোস্টে বুঝিয়ে দিয়েছিলাম। যারা দেখেননি তারা আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। এখানে Timeline এর ফিচারটিও আপনারা পেয়ে যাবেন।

৭) Start live :

telegram এর Original App এ আমি অনেক দিন ধরে ব্যবহার করেও এই ফিচারটি পাইনি। যদি কেউ পেয়ে থাকেন তবে আমাকে জানাবেন। যাই হোক, আপনারা চাইলে Live Start করতে পারবেন এই এপ্লিকেশনটির মাধ্যমেই।

আর সেই লাইভ আপনারা চাইলে যেকোনো টেলিগ্রাম চ্যানেলে দেখাতে পারবেন share করার মাধ্যমে। এখানে শুধু Audio দিয়েও লাইভে যাওয়ার অপশন রয়েছে। লাইভে যাওয়ার সময় ভিডিওর Quality কেমন হবে সেটিও Select করতে পারবেন।

এই কথাটা ডেটা ইউজারদের কথা ভেবে বলছি। যে লাইভ ভিডিওটি আপনি করবেন সেটি Sd Card এ Save ও করতে পারবেন সেই Option ও এখানে পেয়ে যাবেন।

৮) Call History :

আপনি কার কার সাথে কথা বলেছেন সেগুলো দেখতে পারবেন। এই ফিচারটি অন্যান্য এপ্লিকেশনে দেখা যায় না। কিন্তু এটা একটা জরুরি ফিচার বলে আমি মনে করি।

৯) Username Finder :

আপনাকে কেউ কিভাবে এপ্লিকেশনটির মাধ্যমে খুজে পাবে সে জন্য একটি Username Set করে রাখতে পারবেন।

১০) Special Contacts :

আপনার যদি Special কেউ থাকে টেলিগ্রামে যার উপর আপনি নজরদারী করতে চান। যেমনঃ সে কখন টেলিগ্রাম আসলো, কখন চলে গেলো, আপনার মেসেজ পড়লো কি পড়লো না, কখন প্রোফাইল পিক চেঞ্জ করলো, কখন ইউজারনেম পাল্টালো ইত্যাদি এসব কিছুই Monitor করতে পারবেন।

আমি উপদেশ দিবো কাউকে Stalk করার জন্যে এই ফিচারটি ব্যবহার করবেন না। আমার দায়িত্ব ছিল বলে দেওয়া তাই বলে দিলাম।

১১) Online Contacts :

আপনার Contacts এর কে কে Online এ আছে সেগুলো এখানে দেখতে পাবেন। ফেসবুকের ফিচারটিই দেওয়া হয়েছে বলতে পারেন।

এরপর আসি Vidogram Settings এ। এখানে আপনারা অনেক ফিচার পাবেন।

১২) Privacy :

এখানে Privacy এর জন্যে কয়েকটা ফিচার দেওয়া আছে। এ নিয়ে বিস্তারিত বলার মতো কিছুই নেই।

১৩) Display :

এখানে যেসব ফিচার আপনারা পাচ্ছেন সেগুলো হচ্ছেঃ

1) Display vidomeet icon in main page –

Vidommet icon টি যদি আপনার vidogram app এর homepage এ দেখতে চান তবে এই অপশনটি enable করে দিন।

 

2) Display iptv & games icon in main page –

iptv ও games এর icon টি যদি আপনার vidogram app এর homepage এ দেখতে চান তবে এই অপশনটি enable করে দিন।

 

3) display livestream icons in groups –

livestream এর icon টি যদি আপনার vidogram app এর homepage এ দেখতে চান তবে এই অপশনটি enable করে দিন।

4) display vidogram call icon in chat – Vidogram call এর icon টি যদি আপনার vidogram app এর homepage এ দেখতে চান তবে এই অপশনটি enable করে দিন।

5) display telegram call icons in chat – telegram call এর icon টি যদি আপনার vidogram app এর homepage এ দেখতে চান তবে এই অপশনটি enable করে দিন।

6) display timeline icon in main page – timeline এর icon টি যদি আপনার vidogram app এর homepage এ দেখতে চান তবে এই অপশনটি enable করে দিন।

7) display nearby icon in main page – nearby এর icon টি যদি আপনার vidogram app এর homepage এ দেখতে চান তবে এই অপশনটি enable করে দিন।

8) round avatar – আপনি যদি গোলাকার Avatar ব্যবহার করতে চান তাহলে এই অপশনটি enable করে দিন।

9) tap avatar to open profile page –

Avatar এ ক্লিক করে profile page open করার অপশনটি enable করতে ব্যবহার করুন এই ফিচারটি।

এসব ফিচার ছাড়াও আপনারা কিছু Fonts পাবেন এখানে ব্যবহার করার জন্য। আপনার Device এর Font ছাড়াও অন্যান্য কিছু Font পাবেন ব্যবহার করার জন্য। সেগুলো কেমন দেখায় তাও এখানে Preview করে দেখানো আছে।

১৪) Messaging :

messaging এর জন্যে মোট ৮ টি ফিচার পাবেন। এগুলো হচ্ছেঃ

1) Voice mode – Normal Mode সহ আরো ৭ টি Mode পাবেন।

2) drawing – আকাআকির সখ আছে? এই ফিচারটিও আপনারই জন্যই।

3) show gifs in full screen – gif file গুলোকে full screen এ দেখতে চাইলে এই অপশনটিকে enable করে রাখতে পারেন।

4) show gif as video – gif ফাইলকে যদি gif হিসেবে না পাঠাতে চান তবে এই ফিচারটি ব্যবহার করতে পারেন।

5) confirmations while sending stickers – আপনি যদি দূর্ঘটনাবসত কাউকে stickers পাঠিয়ে কোনো সমস্যায় না পড়তে চান তবে যেকোনো stickers পাঠানোর সময় আগে যেন একটি Confirmation message show করে এটা set করা রাখতে পারবেন।

6) confirmations while gif – আপনি যদি দূর্ঘটনাবসত কাউকে gif পাঠিয়ে কোনো সমস্যায় না পড়তে চান তবে যেকোনো gif পাঠানোর সময় আগে যেন একটি Confirmation message show করে এটা set করা রাখতে পারবেন।

7) confirmations while voice – আপনি যদি দূর্ঘটনাবসত কাউকে Voice পাঠিয়ে কোনো সমস্যায় না পড়তে চান তবে যেকোনো Voice পাঠানোর সময় আগে যেন একটি Confirmation message show করে এটা set করা রাখতে পারবেন।

8) Speech To Text – আপনারা এই এপ্লিকেশনটির মাধ্যমে Speech To Text করে ব্যবহার করতে পারবেন

১৫) Inbox :

আপনারা চাইলে Inbox এ Voice Record করার সময় Chat এ Voice Lock করে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখানে Go to first এর অপশনের মাধ্যমে যেকোনো ইনবক্সের প্রথম মেসেজগুলোতে যেতে পারবেন এক ক্লিকেই।

এতক্ষন যা যা বললাম সবকিছুর প্রমান হিসেবে স্ক্রিনশটসঃ

তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন App দুটি কেমন। একেবারে যতটা In depth details দেওয়া যায় তা দেওয়ার। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
THIS IS 4HS4N
LOGGING OUT…

The post Telegram App এর ২ টি অসাধারন Alternative যেগুলো আপনার অবশ্যই ব্যবহার করা উচিত! (Telegram Users Must See) appeared first on Trickbd.com.

গেমিং ল্যাপটপের জগৎকে এক অন্যমাত্রায় যুক্ত করছে আসুসের যেই গেমিং সিরিজটি!

Posted:

কাজের প্রয়োজনীয়তার পাশাপাশি কিন্তু শখের ব্যাপারটিও রয়েছে, বিশেষ করে যারা গেমিং অথবা এনিমেশন এর কাজ করার কথা ভাবছে,  তাদের জন্য একটু ভালো মূল্য এবং উচ্চ ক্ষমতার ডিভাইস  রয়েছে অনেক। রেগুলার ব্যবহার থেকে শুরু প্রফেশনাল গেমিং কিংবা এমিশন তৈরি প্রত্যেক ইউজার এর কথা মাথায় রেখেই তাইওয়ানিজ টেক জায়ান্ট প্রতিষ্ঠান, আসুস বাজারে এনেছে  Asus ROG Zephyrus G14। মোটামুটি সহনীয় পর্যায়ের দাম এবং সক্ষমতার দিক দিয়ে মোটামোটি বেশ ভালো সাড়া ফেলেছে এই ডিভাইস ইতোমধ্যেই। এর অন্যতম কারন মোটামুটি ৮ থেকে ১০ ঘন্টা ব্যবহার করতে পারবেন, এবং এটি সহজে বহনযোগ্যও বটে। এছাড়া Asus ROG Zephyrus G14 আসুসের এই গেমিং সিরিজটির ভেরিয়েন্ট বা মডেলগুলোর বর্তমান বাজারমূল্য জানতে এখানে ভিজিট করতে পারেন: https://mcsolution.com.bd/laptop/asus/rog-zephyrus/g14/ 

চলুন এইবার জেনে নেওয়া যাক কেন এটি বাজেট সেরা বলে আখ্যায়িত করা হয় এবং কি বিশেষ ফিচার এই গেমিং সিরিজটিতে 

প্রসেসর

আসুসের এই সিরিজটিতে ভেরিয়েন্ট এবং প্রাইজ ভেদে ব্যবহার করা হয়েছে ভিন্ন ভিন্ন প্রসেসরও। এতে পর্যায়ক্রমে ব্যবহার করা হয়েছে Ryzen 7 4800HS থেকে শুরু করে Ryzen 9 5900HS পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে উল্লেখিত এবং বহুল পরিচিত গেমিং ল্যাপটপ ভেরিয়েন্টি হচ্ছে Asus ROG Zephyrus G14 GA401Q ভেরিয়েন্টি যেটি আসছে Ryzen 7 5800HS প্রসেসর এর সঙ্গে। চলুন এ প্রসেসর সম্পর্কে কিছু তথ্য জানা যাক। রাইজেনের এই প্রসেসরটি অতি পরিচিত এবং জনপ্রিয় ল্যাপটপ ইউজারদের কাছে,  এই প্রসেসরটির বেস ফিক্রোয়েন্সি রয়েছে 2.8GHz যা সবর্চ্চো 4.4GHz পর্যন্ত পৌছাতে পারে এবং প্রসেসরটির কোর সংখ্যা ৮টি এবং এর থ্রেড সংখ্যা রয়েছে ১৬টি। প্রসেসরটিতে L3 Cache রয়েছে 16MB

ডিসপ্লে

আসুসের এই সিরিজটিতে শুধু শক্তিশালি প্রসেসরই নয় এই ট্রেন্ডকে ধরে রাখতে এতে মূল্য বা ভেরিয়েন্ট এর উপর ভিত্তি করে দেওয়া হয়েছে FHD, QHD, WQHD এর মত প্রসেসর। এছাড়াও এই সিরিজটিতে দেওয়া হয়েছে হাই রিফ্রেশরেট সক্ষমতা যেটি 120Hz এবং 144Hz। প্রতিটি ডিসপ্লেতে প্রধান করা হয়েছে প্রায় 400nits+ এর উজ্জ্বলা যেটি যথেষ্ট বললে ভুল হবে না।  যদি বাজেট এর দিক থেকে বিবেচনা করেন তবে এই বাজেট এই ডিসপ্লে এর থেকে ভালো অপশন বা বিকল্প নেই বলে আমি মনে করি। এই সমস্ত কারনে একে বাজেট ফ্রেন্ডলি গেমিং সিরিজ বলে অ্যাখায়িত করা হয়। তবে মানুষ মাত্র আর একটু বেশি  এতে যদি OLED ডিসপ্লে তবে এই সিরিজ জনপ্রিয়তা আরো অধিক পরিসরে বেড়ে যেত বলে আমি মনে করি

গ্রাফিক্স

আসুসের এই G14 গেমিং সিরিজটিতে তারা কোনো দিক থেকে কম রাখে নি। যেমনি এর প্রসেসর এবং ডিসপ্লে দুইটি সেকশনই খুব ভালো কম্বিনেশন অফার করেছে তেমনি এর গ্রাফিক্স সেকশনও কমতি রাখে নাই। এই সিরিজটি প্রাইস বা মূল্যর উপর ভিত্তি করে পর্যায়ক্রমে ব্যবহার করা হয়েছে Radeon™ RX 6700S, GeForce GTX1660Ti, RTX2060, RTX3050Ti এর মত গ্রফিক্স সিস্টেম এবং আরো রয়েছে হাইয়ার রেঞ্জের RTX3060। এই গ্রাফিক্স সিস্টেমগুলিকে আবার নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। এই গ্রাফিক্সগুলি পূর্ব থেকেই ভালো পারর্ফম করে আসছে বিশেষ করে nvdia এর সর্বশেষ প্রকাশিত RTX সিরিজ যেটা আসার পর ইউজার চিন্তা ভাবনাকেই বদলে গ্রাফিক্সটির দুর্দান্ত পারর্ফমেন্স দ্বারা। আর এই RTX সিরিজ যদি রাইজেনের সাথে হয় তাহলে তো সোনাই সোহাগা বললে ভুল হবে না। কারন বিগত কিছু বছরে যারা গেমার বা স্ট্রিমিং করেন তাদের ব্যবহার অভিজ্ঞতাই তারা এই কম্বিনেশনটিকে খুব ভালো রেটিং দিয়েছে এবং বর্তমানে যাদের মোটামোটি এই ফিল্ডে ধারনা আছে তাদের বেশিরভাগই এই কম্বিনেশন নিজে করে নেওয়া জন্য স্বপ্ন দেখে থাকেন। বাজেটের তুলনায় আসুস এর এই গেমিং ল্যাপটপ সিরিজটি এক কথায় সতিই অসাধারণ 

আমার মতামত: 

২০২২ সালে এসে যদি আপনি এই প্রশ্নটি করেন যে কোন গেমিং ল্যাপটপ টি আমার ক্রয় করা উচিত? তবে পরামর্শমূলক গেমিং ডিভাইস রয়েছে অনেক তবে তাদের মধ্যে Asus ROG Zephyrus G14 এই সিরিজটিকে সেরা বলে অ্যাখ্যা দেওয়া যৌতিক বলে আমি মনে করি । এর পেছনে অনেক কারন রয়েছে এর মধ্যে বিশেষ একটি কারন হচ্ছে সিপিউ এবং গ্রাফিক্স এর কম্বিনেশন যা এই রেঞ্জে থাকা অন্যন্য মডেলের অনেক শক্তিশালি এবং সুলভ মূল্যের। আপনি আপনার বাজেট এর উপর ভিত্তি করে সেরা ভেরিয়েন্ট বেছে নিবেন যা আপনি পে করতে সক্ষম তবে অবশ্যই ক্রয়ের পূর্বে ওই রেঞ্জে অন্যান্য মডেলের স্পেসিফিকেশন এবং বাজেট ভালো বিবেচনা করে নিবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার মতামতটি নিচের কমেন্ট বক্স এ জানান।

The post গেমিং ল্যাপটপের জগৎকে এক অন্যমাত্রায় যুক্ত করছে আসুসের যেই গেমিং সিরিজটি! appeared first on Trickbd.com.

বিনামূল্যে Intro Sound Effects ডাউনলোড করুন।

Posted:

ভিডিও শেয়ারিংয়ের জন্য এখন জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইউটিউব। শুধু শেয়ারিংয়ের জন্য না অনলাইনে টাকা ইনকাম করার একটি জনপ্রিয় মাধ্যম বলা যায় এটিকে। আর এর জন্য অনেকেই বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকেন। আর কন্টেন্ট তৈরি করার জন্য কতকিছুই না করা লাগে। যার মধ্যে একটি ধাপ হচ্ছে Intro Sound Effects এটি মূলত একটি ভিডিও, মিউজিক, ফিল্ম বা অন্য কোন মাল্টিমিডিয়া প্রোডাকশন প্রজেক্টের ভূমিকা বা শুরুর সঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ইন্ট্রো সাউন্ড ইফেক্টগুলি মূলত ভিডিওগুলিতে সুন্দর অনুভূতি দেয় এবং ভিডিওগুলির ভূমিকাকে আরও আকর্ষণীয় করে তোলে৷ কিন্তু সমস্যা হচ্ছে আপনি চাইলে কিন্তু সহজে ফ্রিতে ইন্ট্রো সাউন্ড ইফেক্টস খুঁজে পাবেন না। তাই বলে কী আপনি বসে থাকবেন? কখনোই না। কারণ আমি আজকে আপনাদের সাথে যে টপিকটি শেয়ার করতে যাচ্ছি এটির মাধ্যমে আপনি সহজে আপনার পছন্দের ইন্ট্রো সাউন্ড ইফেক্টস খুঁজে পাবেন।

আজকের টপিকে আমি আপনাদের সামনে ফ্রিতে ইন্ট্রো সাউন্ড ইফেক্টস ডাউনলোড করার ওয়েবসাইটের তালিকা নিয়ে হাজির হয়েছি। যেগুলোতে আপনি বিভিন্ন ক্যাটাগরির সাউন্ড ইফেক্টস যেমন ন্যাচারাল, হিউম্যান, ইন্সট্রামেন্টাল ও টেকনোলজি সহ ইত্যাদি ধরনের সাউন্ড ইফেক্টস পাবেন। আপনি এগুলো থেকে ফ্রিতে সাউন্ড ইফেক্টস ডাউনলোড করে আপনার ব্যক্তিগত এবং বাণিজ্যিক প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের টপিকের মূল বিষয়বস্তু দেখা যাক। অর্থাৎ নিচে থেকে ফ্রিতে ইন্ট্রো সাউন্ড ইফেক্টস ডাউনলোড করার সেরা কিছু সাইট সম্পর্কে জানা যাক।

ফ্রি’তে Intro Sound Effects ডাউনলোড করার সেরা ওয়েবসাইটঃ
আমরা এখানে ফ্রি’তে Intro Sound Effects ডাউনলোড করার সেরা কিছু সাইট নিয়ে আলোচনা করব। যেগুলো থেকে আপনি আপনার মিউজিক, ভিডিও এবং অন্যান্য মাল্টিমিডিয়া প্রোডাকশনের জন্য ফ্রি রয়্যালটি মুক্ত ৫ থেকে ১০ সেকেন্ড অথবা এর অধিক সময়ের সাইন্ড ইফেক্টস ডাউনলোড করতে পারবেন।

Pixabay.com
mixkit.co
soundeffectsplus.com
soundgator.com
pacdv.com
SoundJay.com
FiftySounds
AvnishParker.com

Pixabay:

Pixabay হল একটি জনপ্রিয় ওয়েবসাইট যেখান থেকে আপনি ফ্রি’তে ইন্ট্রো সাউন্ড ইফেক্ট ডাউনলোড করতে পারবেন। এটি থেকে আপনি ফ্রিতে হাই কোয়ালিটির মিউজিক, ভিডিও এবং ছবি বা পিকচার ডাউনলোড করতে পারবেন। যেগুলো আপনি রয়্যালিটি মুক্ত হিসেবে যেকোন কিছুতে ব্যবহার করতে পারবেন। এখানে আপনি মিউজিক্যাল, সিটি, ফিল্ম, পিপলস ও হরর সহ বিভিন্ন ক্যাটাগরির সাউন্ড ইফেক্টস পাবেন।

আপনি চাইলে এখানে ক্যাটাগরি এবং ডুরেশন বা সময়কালের উপর ভিত্তি করে অর্থাৎ ফিল্টার করে ইন্ট্রো সাউন্ড ইফেক্টস ডাউনলোড করতে পারবেন। এছাড়াও বিল্ট-ইন প্লেয়ার থাকার কারণে আপনি চাইলে যেকোন ফাইল ডাউনলোড করার পূর্বে চালু করে শুনে তারপর পছন্দ হলে ডাউনলোড করতে পারবেন।

mixkit:

mixkit.co ইন্ট্রো সাউন্ড ইফেক্ট ফ্রিতে ডাউনলোড করার একটি অনলাইন পরিষেবা। এটি থেকে প্রায় ৪৬টি সম্পূর্ণ ফ্রি ইউটিউব এবং পডকাস্ট ইন্ট্রো সাউন্ড পাবেন। যেগুলো আপনি ফ্রিতে ডাউনলোড এবং ব্যবহার করতে পারবেন। এটিতেও বিল্ট-ইন প্লেয়ার থাকার কারণে আপনি সাউন্ড ইফেক্টস ডাউনলোড করার পূর্বে শুনতে পারবেন তারপর আপনার পছন্দমতো ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে যেকোন ক্যাটাগরির ইন্ট্রো সাউন্ড ডাউনলোড করতে পারবেন। কেননা এখানে ট্রানজিশন, নেচার, ট্রান্সপোর্ট, টেকনোলজি, অ্যানিম্যালস, ওয়ারফেয়ার সহ বিভিন্ন ক্যাটাগরিতে সাউন্ড ইফেক্টস রয়েছে।

Soundeffectsplus:

ফ্রিতে ইন্ট্রো সাউন্ড ইফেক্টস পেতে soundeffectsplus.com সাইটে ভিজিট করুন। তাদের ভাষ্যমতে তারা প্রায় ৫০০০ এর উপরে সাউন্ড ইফেক্টস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে এসেছে যা আপনি এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবেন। আপনি এখান থেকে ক্যাটাগরি ভিত্তিক যেমন অ্যামবিয়েন্ট, ইলেক্ট্রনিকস, অকাসটিকস, হিপহপ সহ আরো অনেক ধরনের সাউন্ড ইফেক্টস ডাউনলোড করতে পারবেন।

Soundgator:

soundgator.com একটি ডেডিকেটেড ওয়েবসাইট যেখানে আপনি বিনামূল্যে সাউন্ড ইফেক্ট খুঁজে পেতে পারেন। এখান থেকে আপনি চাইলে কোনো অ্যাট্রিবিউশন ছাড়াই ফ্রি’তে বাণিজ্যিক এবং ব্যক্তিগত প্রজেক্টে ইন্ট্রো সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারেন। নেচার, হিউম্যান, ইন্ডাস্ট্রিয়াল, ট্রানজিশন, ভয়েস ও ডোমেস্টিক সহ আরো অনেক ধরনের ক্যাটাগরির চমৎকার সাউন্ড ইফেক্টস পাবেন। এছাড়াও আপনি প্রচুর পরিমানে এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ক্লিপ খুঁজে পেতে পারেন যা আপনি আপনার মিউজিক এবং ভিডিও প্রজেক্টগুলিতে ব্যবহার করতে পারেন। এটি থেকে আপনি যেকোন সাউন্ড ইফেক্টস WAV এবং MP3 উভয় ফর্মেটে ডাউনলোড করতে পারবেন।

Pacdv:

ফ্রি’তে ইন্ট্রো সাউন্ড ইফেক্ট ডাউনলোড করার জন্য আরেকটি সাইট হচ্ছে pacdv.com ওয়েবসাইট। এখান থেকে আপনি আপনার বিভিন্ন ধরনের প্রজেক্টের জন্য বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এখানে আপনি ওয়ার্ম, লাভিং, আপলিফটিং, ব্র্যাভ এবং এনার্জেটিক সহ বিভিন্ন ক্যাটাগরির সাউন্ড ইফেক্টস ডাউনলোড করতে পারবেন। এটিতে বিল্ট-ইন প্লেয়ার সুবিধা থাকায় আপনি চাইলে কোন সাউন্ড ইফেক্টস আগে চালু করে শুনে পছন্দ হলে তারপর ডাউনলোড করতে পারেন।

SoundJay:

রয়্যালটি-মুক্ত সাউন্ড ইফেক্ট ডাউনলোড করার জন্য SoundJay.com আরেকটি ওয়েবসাইট। এটিতে ভিজিট করে আপনি ইন্ট্রো সাউন্ড ইফেক্টের পাশাপাশি মিউজিক ট্র্যাক, প্রকৃতির সাউন্ড, ট্রান্সপোর্টেশন সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং হিউম্যান সাউন্ড ইফেক্ট ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। WAV এবং MP3 অডিও ফরম্যাটে আপনার প্রিয় ইন্ট্রো সাউন্ড ডাউনলোড করতে পারবেন এখান থেকে।

FiftySounds:

FiftySounds হল ফ্রি’তে ইন্ট্রো সাউন্ড ইফেক্ট ডাউনলোড করার জন্য আরও একটি ওয়েবসাইট। এখান থেকে আপনি ফ্রি সাউন্ড ইফেক্টস এর পাশাপাশি আপনি চাইলে প্রিমিয়াম সাউন্ড ইফেক্টসও ডাউনলোড করতে পারেন। আপনি এটির সংরক্ষণে থাকা ফ্লোরেন্স, ব্রাসেলস, স্টেপিং বিয়ন্ড, হামবুর্গ, স্টকহোম, ওয়ারশ মতো ইত্যাদি ধরনের ইন্ট্রো মিউজিক ডাউনলোড করতে পারেন। এটিতে সিনেমাটিক, পপ, কর্পোরেট, চিলড্রেন, অ্যাম্বিয়েন্ট এবং আরও অনেক ধরনের সাউন্ড ইফেক্টের বিভিন্ন ধরণের ক্যাটাগরি রয়েছে। অন্যান্য সাইটের মত এটিতেও বিল্ট-ইন প্লেয়ার থাকার কারণে আপনি চাইলে যেকোন ফাইল ডাউনলোড করার আগে শুনে নিতে পারবেন। কিন্তু মনে রাখবেন আপনি এখান থেকে ডাউনলোডকৃত সাউন্ড ইফেক্ট যদি আপনার কোন বাণিজ্যিক বা অ-বাণিজ্যিক প্রজেক্টে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই সেখানে অ্যাট্রিবিউশন উল্লেখ করে দিতে হবে।

AvnishParker:

ফ্রিতে ইন্ট্রো সাউন্ড ডাউনলোড করার আমাদের আজকের টপিকের উল্লেখিত তালিকার সর্বশেষ সাইটটি হচ্ছে AvnishParker.com ওয়েবসাইট। এখান থেকে আপনি কুইক টেক লোগো ইন্ট্রো, কর্পোরেট লোগো ইন্ট্রো, সিম্ফোনিক লোগো ইন্ট্রো, পার্টিকেল লোগো স্টিং, সাসপেন্স লোগো ইন্ট্রো, স্লাইডশো লোগো ইন্ট্রো সহ ইত্যাদি ধরনের সাউন্ড ইফেক্টস ডাউনলোড করতে পারবেন। এই সাউন্ড ইফেক্টগুলি আপনি আপনার বাণিজ্যিক ও ব্যক্তিগত প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। এখান থেকে MP3 বা FLAC অডিও ফর্মেটে ডাউনলোড করতে পারবেন। এখানে রয়্যালটি-মুক্ত সাউন্ড ইফেক্টস ছাড়াও বিভিন্ন ধরনের ভিডিও টেমপ্লেট এবং গ্রাফিক্সের এলিমেন্ট পাওয়া যায়।

তো এই ছিল মূলত আমাদের আজকের টপিক। বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আশা করি এই পোস্টটি আপনাকে ফ্রিতে সহজে ইন্ট্রো সাউন্ড ইফেক্ট খুঁজে পেতে সাহায্য করবে।

তথ্যসূত্র : ইন্টারনেট।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post বিনামূল্যে Intro Sound Effects ডাউনলোড করুন। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments