Search box..

আপনার পিসিকে একটি এফটিপি সার্ভারে কনভার্ট করুন | SETUP FTP ON WINDOWS

আপনার পিসিকে একটি এফটিপি সার্ভারে কনভার্ট করুন | SETUP FTP ON WINDOWS


আপনার পিসিকে একটি এফটিপি সার্ভারে কনভার্ট করুন | SETUP FTP ON WINDOWS

Posted:

আসসালামু আলাইকুম!

আজকে দেখাব কিভাবে ইজি প্রসেসে আপনার পিসিতে এফটিপি সেটআপ করবেন. এবং একই নেটওয়ার্কের আওতায় থাকা যে কোন ডিভাইস দিয়ে অ্যাক্সেস এবং ইনস্ট্যান্ট ডাউনলোড করবেন।

  1. এর জন্য প্রথমে কন্ট্রোল প্যানেলে যেতে হবে (উইন্ডোজের সার্চ বারে লিখে সহজেই খুঁজে পেতে পারেন). এরপর বাকি প্রসেস স্ক্রিনশট ফলো করুন
  2. এরপর এফটিপি সার্ভার টা এনাবল করে বের হয়ে আসুন…
  • এরপর উইন্ডোসের সার্চ বারে IIS লিখে সার্চ করুন
  • যে কোন একটা নাম এবং পিসিতে থাকা ডিস্কটি-কে  সিলেক্ট করুন.   যেই  ডিক্সটা এফটিপিতে রূপান্তর করতে চাচ্ছেন

  • আমাদের কাজ শেষ…  এখন আপনার পিসির নেটওয়ার্ক আইপি দিয়ে যেকোন ডিভাইস দ্বারা অ্যাক্সেস করতে পারবেন, সিলেক্ট করা  ড্রাইভটি 

  •   ঠিক এরকম 


  • আশা করি বোঝাতে পেরেছি… না  বুঝে থাকলে ভিডিওটি দেখুন  

  • ধন্যবাদ। ভালো থাকুন…….আল্লাহ হাফেজ।।

The post আপনার পিসিকে একটি এফটিপি সার্ভারে কনভার্ট করুন | SETUP FTP ON WINDOWS appeared first on Trickbd.com.

কিছু Interesting Youtube URL Tips & Tricks

Posted:

Howdy Everyone,

Youtube.com একটি বড় Media Based Platform, যেখানে আমরা প্রতিননিয়ত Browse করি কিছু শেখার জন্য বা বিনোদনের জন্য। আজ কিছু Tips & Tricks Share করব এই youtube URl নিয়ে।

#01 Link to Any Part of a Video

Video-র যেকোন Point এ দেখতে চাইলে Simply Link এর শেষে =second add করে দিন। অর্থাৎ youtube.com/watch?v=UJN9_3mwN-U এই Link এর শেষে youtube.com/watch?v=UJN9_3mwN-U=60 লিখে Browser এ Paste করলে Video ঐ 60 sec পর Start হবে।

এইভাবে কাউকে Video-র কোন অংশ থেকে দেখতে হবে তা Link এর মাধ্যমে বলে দিতে পারবেন।

 

#02 Loop a Video Infinitely

একটা Videoকে বারবার Loop Wise Run করাতে চাইলে ঐ Video Link এর Start Point এ Youtube.com এর জায়গায় youtuberepeater.com লিখলেই হয়ে যাবে।

অর্থাৎ youtube.com/watch?v=UJN9_3mwN-U এই Link এর শুরুতে youtuberepeater.com/watch?v=UJN9_3mwN-U এইরকম ভাবে লিখলেই Videoটি Repeated ভাবে চলতে থাকবে।

 

#03 Bypass Age Restrictions

অনেক Videoতে Age Restriction থাকার কারণে Video দেখা যায় না সেটা Bypass করতে চাইলে Video Link এর শুরুতে nsfw Add করলেই কোন age Restriction Show করবে না

অর্থাৎ youtube.com/watch?v=UJN9_3mwN-U এই Link এর শুরুতে nsfwyoutube.com/watch?v=UJN9_3mwN-U এইভাববে লিখলে Restriction Bypass করা যাবে।

 

#04 Skip the Intro

এইটা অনেকটা 01 নং এর মত। Video-র প্রথম Intro Part Skip করতে পারেন Video Link এর শেষে &start=30 লিখে।

যেমন: youtube.com/watch?v=UJN9_3mwN-U এই Link এর শেষে youtube.com/watch?v=UJN9_3mwN-U&start=30 এইভাবে লিখলে Intro Bypass করা যাবে।

 

#05 Jump Straight to Your YouTube Subscriptions

youtube.com/feed/subscriptions  এই Link এরর সাহায্যে আপনি আপনার Subscribe করা Channel এর Content গুলো Easily Browse করতে পারবেন।

 

#06 Grab the Thumbnail of Any Video

যেকোন Videoর Thumbnail Collect করতেে Visit করুন: img.youtube.com/vi/[VideoID]/maxresdefault.jpg

এখানে [Video ID] হল যেকোন Videoর Link এ v= পর যে Code দেয়া থাকে সেটা।

 

#07 Make a GIF from a YouTube Video

Youtube এর যেকোন Videoকে Gif আকারে দেখতে এবং Gif Edit করতে just Video Link এর Start এ gif add করলেই হয়ে যাবে।

Demo:
এই Video Linkকে
youtube.com/watch?v=UJN9_3mwN-U

এইভাবে লিখলে
gifyoutube.com/watch?v=UJN9_3mwN-U
gifs.com এ redirect কররে দিবে।

 

 

#08Mix Music From YouTube Videos

For Fun Purpose আপনি Youtube এর যেকোন 2টা Musicকে একসাথে Mix করে এবং Customizable Tool Use করে Dj Song Create করতে পারবেন।

Visit This Link: https://youtube-dj.com/

 

 

Conclusion


উপরের প্রত্যেকটি Link Tricks Try করবেন, নতুন Interesting কিছু জানতে পারববেন।

Join Telegram@sakib015 

The post কিছু Interesting Youtube URL Tips & Tricks appeared first on Trickbd.com.

১ এমবির‌ও কম সাইজে প্রয়োজনীয় দুইটি Android App. যা আপনার কাজে লাগবে।

Posted:

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

এই পোস্টে আমি আপনাদের এমন দুইটি অ্যাপের কথা বলবো যেগুলো Useful , প্রয়োজনীয় কিন্তু এই অ্যাপগুলোর সাইজ ১ এমবির‌ও কম।

App – 1

এটা মূলত একটা ব্রাউজার, যেটাতে Incognito মোড রয়েছে, সাথে আরো কিছু ফিচার।

যারা এখনো Incognito মোড সম্পর্কে জানেন না তারা আসলেই নরমাল ইউজার।

যদি আপনার Chrome, Firefox, Opera এসব ব্রাউজার খুব একটা পছন্দ না। আপনি খুব‌ই লাইট ওয়েট ব্রাউজার পছন্দ করেন, আর সাথে আপনি ব্রাউজারে যা কিছু Search করেন, যা কিছু দ্যাখেন, ঐসব History যেন ব্রাউজার Save না করে। তাহলে এরজন্য রয়েছে,

Dolphin Zero Incognito Browser

মাত্র ৫০০ কেবি। এটা খুব‌ই লাইট ওয়েট অ্যাপ যেটা বেসিক্যালি অটোমেটিক ডিলিট করে আপনার Browsing History, Phone Data, Password, Web Cookies, Cach & Data

আর একটার গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্রাউজার Duck Duck Go সার্চ ইঞ্জিন ব্যাবহার করে। এটা এমন একটা সার্চ ইঞ্জিন যেটা আপনার History, আপনি কি সার্চ করেন, ইন্টারনেটে কি দ্যাখেন, এসব Track করে না। যার ফলে মানে এই ব্রাউজার খুব Useful এবং Safe একটি ব্রাউজার।

App – 2

বর্তমানে সবচেয়ে বড় Social Media App হলো Facebook

ফেসবুক অফিশিয়াল যে অ্যাপ রয়েছে সেটা অনেক বড় সাইজের, ইন্সটল করার পর অ্যাপের সাইজ আরো বেড়ে যায়, অনেক বেশি মোবাইল ডেটাও ব্যবহার করে।

যদি আপনার ফোনে স্টোরেজ কম থাকে, এমবি বেশি খরচ হয়, তাহলে এই অ্যাপ আপনার জন্য‌। যার নাম হলো :

Slim Social

এই অ্যাপ আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, আর এই অ্যাপের যে সাইজ তা মাত্র ৪০০ কেবি। এত কম সাইজে এই অ্যাপ আপনাকে ফেসবুক অফিশিয়াল যে অ্যাপ রয়েছে তা পুরো সেম অভিজ্ঞতা পাবেন।

মানে যে অভিজ্ঞতা ফেসবুক অফিশিয়াল অ্যাপ আপনাকে দেয় সেম সেই এক‌ই অভিজ্ঞতা এই অ্যাপ আপনাকে দেবে, এবং এটা ফাস্ট কাজ করে, 2G নেটওয়ার্কেও ব্যবহার করতে পারবেন।

ফোনে জায়গা কম থাকলে এটা ব্যবহারযোগ্য, ফোনের এমবি খরচ কম হবে।

এছাড়াও আপনি আপনি এতে কাস্টমাইজ করার সুবিধা পাবেন। যা খুবই হেল্পফুল হবে আপনার জন্য। এতে এমন কিছু ফিচার পাবেন যা ফেসবুক অফিশিয়াল অ্যাপেও নেই।

যদি আপনি অ্যাপগুলো ব্যবহার করতে চান তাহলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

Dolphin Zero Incognito Browser

Slim Social

Extra Tips : ডার্ক ওয়েব কি ? ডার্ক ওয়েবে কি কি কাজ হয় ? জানতে নিচের নীল লেখায় ক্লিক করুন।

ডার্ক ওয়েব কি ?

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। 🙂

The post ১ এমবির‌ও কম সাইজে প্রয়োজনীয় দুইটি Android App. যা আপনার কাজে লাগবে। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments