Search box..

মাত্র ২০০ টাকায় ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করুন । ( ফেব্রুয়ারি মাসের বিশেষ অফার )

মাত্র ২০০ টাকায় ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করুন । ( ফেব্রুয়ারি মাসের বিশেষ অফার )


মাত্র ২০০ টাকায় ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করুন । ( ফেব্রুয়ারি মাসের বিশেষ অফার )

Posted:

আসসালামু আলাইকুম ।

দেখতে দেখতে চলে এলো নতুন বছরের ফেব্রুয়ারি মাসের শহীদ দিবস । যা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন ।

আর এই দিন টা তে আরেকটু আনন্দ বাড়াতে আমি চলে এসেছি BengaliBlog এর পক্ষ থেকে ডোমেইন হোস্টিং অফার । যা চলবে সীমিত সময়ের জন্য ।

চলুন শুরু করি এবং আগে একটি প্রশ্ন টেবিল তৈরি করে নেই এতে আপনাদের ও বুঝতে সহজ হবে এবং আমারো লিখতে সহজ হবে ।

প্রশ্ন শিরোনামঃ


১. এটা কেমন অফার / কেমনে কি 😁😁 ?
২. অফার কত দিন চলবে ?
৩. হোস্টিং সার্ভিস কেমন হবে ?
৪. রিনিউ চার্জ কত পরবর্তী মাস থেকে ?
৫. Promo Code কি ?
৬. কিভাবে ডোমেইন হোস্টিং অর্ডার করবো এবং পেমেন্ট করবো ?

এটা কেমন অফার / কেমনে কি 😁😁 ?


১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে Buyhostbd দিচ্ছে অসাধারণ ছাড় এ ডোমেইন হোস্টিং প্যাকেজ । এখানে আপনি আনলিমিটেড হোস্টিং প্যাকেজ কিনলে একটি ডোমেইন ফ্রী পাবেন । এবং সবচেয়ে বড় কথা হলো প্রথম মাসের জন্য আপনি মাত্র ২০০ টাকা দিয়ে এই প্যাকেজ কি কিনতে পারবেন ।

অফার কত দিন চলবে ?

যেহেতু এটা ফেব্রুয়ারি মাস এবং আমাদের মাতৃভাষা জয়ের মাস তাই এই সুপার অফার টি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে থাকবে এবং এই ডোমেইন হোস্টিং প্যাকেজ টি অফার করছে Bengali Blog Official Team. তাদের ওয়েবসাইটের সকল ভিজিটর দের জন্য ।।

হোস্টিং সার্ভিস কেমন হবে ?

Buyhostbd তাদের ওয়েব হোস্টিং সার্ভার আগের চেয়ে ২x বেশি উন্নত করেছে । তাদের হোস্টিং সার্ভার United States এবং Singapore এর । আমি আগেও তাদের সার্ভিস ব্যবহার করেছি । অনেক হেল্পফুল এবং বর্তমানেও ব্যবহার করি ।

রিনিউ চার্জ কত পরবর্তী মাস থেকে ?

প্রথম মাসে আপনারা BengaliBlog.Xyz এর পক্ষ থেকে Unlimited Hosting এবং একটি .Xyz Domain মাত্র ২০০ টাকায় নিতে পারবেন । এবং পরবর্তীতে মাস থেকে শুধু হোস্টিং রিনিউ ফি ৩০০ টাকা চার্জ হবে । অথবা আপনারা বাস্যরিক প্যাকেজ ও নিতে পারবেন এই প্রমো কোডের মাধ্যমে ।

Promo Code কি ?


Promo Code : BengaliBlog.Xyz ( কপি করে নিন )

উপরের প্রমো কোডটি ব্যবহার করলে ২৯৯ টাকা ডিসকাউন্ট পাবেন । এই কোড টি কোথায় ব্যবহার করবেন তা নিচের টিউটোরিয়াল এ দেখাবো । দেখানো সিস্টেম এ শুধু প্রমো কোডটি কাজ করবে । অন্য কোনো প্যাকেজ এ কাজ করবে না ।

কিভাবে ডোমেইন হোস্টিং অর্ডার করবো এবং পেমেন্ট করবো ?

আসুন এবার দেখি কিভাবে ডোমেইন হোস্টিং অর্ডার করবেন । তো প্রথমে নিচের লিংকে ক্লিক করুন ।

Link : BuyHostBD.com

নিচের মত আসবে ।

এখন উপরে দেখানো 3 Dot Menu তে ক্লিক করুন ।

এখন Hosting এ ক্লিক করুন ।

এবার Web Hosting এ ক্লিক করুন ।

এখন নিচে এসে Pro Ultimate Package টি তে আসুন ।


এখন Monthly Order এ ক্লিক করুন ।

এখন আপনার পছন্দের নাম দিয়ে .xyz সিলেক্ট করে চেক করুন ।

দেখুন এই নামে নেয়া যাবে । তাই available দেখাচ্ছে । ( আমি আপনাদের দেখানোর জন্য এরকম নাম দিলাম )

এবার নিচে এসে Continue এ ক্লিক করুন ।


উপরের মত মার্ক করুন । নিচে আসুন ।


এখন Continue লেখাতে ক্লিক করুন ।


এই তিন টা আইটেম থাকবে শুধু । বেশী থাকলে সেগুলো রিমুভ করে দিন ।


আমাদের টোটাল ৪৯৯ টাকা । এখন উপরের মত Promo Code দিয়ে Validate Code লেখাতে ক্লিক করুন ।

দেখুন প্রমো কোডের ফলে আপনি ২৯৯ টাকা ড

ছাড় পেয়েছেন । এবার নিচে আসুন ।


CheckOut লেখাতে ক্লিক করুন ।


এখন আমাদের রেজিস্ট্রেশন করতে হবে । এই পেইজে মত তথ্য চাইবে সকল কিছু সঠিকভাবে দিন । নিচে আসুন ।


এখন আপনার পেমেন্ট মেথড রকেট বা বিকাল দিন ।


এখন Complete Order এ ক্লিক করুন । সবকিছু ঠিকঠাক থাকলে নিচের মত আসবে ।


কিভাবে পেমেন্ট করবেন , কোন নাম্বার এ করবেন , আপনার রেফারেল নাম্বার সহ পেমেন্ট করার নিয়ম বলে দেয়া হয়েছে । উক্ত নিয়মে পেমেন্ট করে আবার এই পেজ এ ফিরে আসুন ।


এখন আপনি যে নাম্বার হতে টাকা পাঠিয়েছেন সেই নাম্বার টি প্রথম বক্সে লিখুন এবং পেমেন্ট করার পর বিকাশের কনফার্ম মেসেজ এ আপনাকে TrxID দিবে ওইটা কপি করে ২য় বক্সে দিয়ে Submit করুন ।

ব্যাস হয়ে গেল অর্ডার । এখন ৩০ মিনিটের মধ্যে আপনার ডোমেইন হোস্টিং প্যাকেজ চালু হয়ে যাবে এবং আপনি আপনার কাজ শুরু করতে পারবেন ।

তো বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে । আজ আর লিখছি না । কোনো প্রশ্ন থাকলে তা করতে পারেন । আর যদি এই আর্টিকেল টি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে তাদেরও পড়ার সুযোগ করে দিবেন ।

আরো পড়ুনঃ

Google Scholar কি ? সার্চ করুন আরো সহজে

গানের কপি লিরিক্স ওয়েবসাইট তৈরি করে ইনকাম করুন।

Telegram থেকে ইনকাম করুন খুব সহজ উপায়ে।
ধন্যবাদ সবাইকে 🥳🥳।।

The post মাত্র ২০০ টাকায় ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করুন । ( ফেব্রুয়ারি মাসের বিশেষ অফার ) appeared first on Trickbd.com.

Blogger-এর জন্য নিয়ে নিন একটি সুন্দর Sitemap

Posted:

আস-সালামু ‘আলায়কুম। প্রথমেই বলে রাখি, আমার ক্রেডিট এই পোস্টটা লিখা, সাইটম্যাপের না। আর সত্যি বলতে আমি যেখান হতে এই সাইটম্যাপটা পেয়েছিলাম সেই সাইটের Direct Link দিতে চেয়েছিলাম। কিন্তু সেই সাইটটা অনেক আগে Visit করেছিলাম। তাই Linkটা পাওয়া আমার পক্ষে অসম্ভব। আর এমনিতেও TrickBD-তে সম্ভবত প্রায় সবাই-ই কোথাও হতে পাওয়া Sitemap করে। যাই হোক, Sitemapটা সাদামাটা এবং Minimal Design-এর হওয়াতে Share করলাম।

Sitemap টার Demo দেখতে এখানে ক্লিক করুন। আর অন্যদের মতো আমি এখানে Script তুলে দিয়ে Copy-র ব্যাঘাত ঘটাতে চাই না। কারণ Code-এর মধ্যে Ad চলে আসে আর Copy করতে সমস্যা হয়। আপনারা নিচে ক্লিক করে Code Copy বা Download করে নিতে পারবেন।

 

View Code

Download Text File

 

আপনি চাইলে Sitemap-টির Background Color-গুলোসহ আরো অনেককিছুই পরিবর্তন করতে পারবেন। এই Sitemapটি আমার ৩টি ব্লগের মধ্যে ২টিতে Show করেছে, একটিতে করেনি। কাজেই আপনার ব্লগে কাজ করতেও পারে, নাও পারে। চেষ্টা করে দেখুন। আশা করি সাইটম্যাপটা ভালো লাগবে। আর বেশিকিছু বলার নেই। আস-সালামু ‘আলায়কুম।

The post Blogger-এর জন্য নিয়ে নিন একটি সুন্দর Sitemap appeared first on Trickbd.com.

ফ্রিতেই Download করুন storyblocks, lovepik ও vecteezy এর Contentগুলো(Stock Images, Illustration etc.)

Posted:

Howdy Everyone
Storyblocks,Lovepik,Vectezzy সবগুলোই হল Premium Content provider Site। এই সকল সাইট এ আপনি Stock Images, Illustration Stock Videos, Audio এবং বিভিন্ন Templates পেয়ে যাবেন যা কিনা Premium Subscription এর মাধ্যমে কিনতে হয়। আজকে কিছু Site Link Share কব যা দিয়ে storyblocks, lovepik ও vecteezy এর সকল Premium contentগুলো Freeতেই Download করতে পারবে।

🤑 storyblocks – lovepik – vecteezy এর Price Planগুলো দেখে নিন:-

🔰VecteezyOfficial Site 🔰

এই সাইটটি মূলত Image, Audio, Video, Logo এবং Premium Software যেমন Adobe premier/After Effects এর Template
Provide করে থাকে। এর Official Site এ Visit করলেই সব দেখতে পাবেন, তবে Download করতে Subscription করা লাগবে।

বিনা Subscription এ যেভাবে File Download করবেন
Gif Tutorial(1)

🔗 Linkhttps://mlbbstories.com/
-Ads Blocker ব্যবহার করতে পারেন বিরক্তিকর Ads থেকে মুক্তি পেতে

 

🔰StoryBlocksOfficial Site🔰

এই সাইটটি StoryBlocks এর Alternative। তবে Collection এ ভিন্নতা আছে অবশ্যই। এখানেও Same Image, Audio, Video, Logo এবং Premium Software এর Template পেয়ে যাবেন

বিনা Subscription এ যেভাবে File Download করবেন
🔄Same as Gif Tutorial(1)

🔗 Linkhttps://story.ddpanda.net/
-Ads Blocker ব্যবহার করতে পারেন বিরক্তিকর Ads থেকে মুক্তি পেতে

 

🔰LovepikOfficial Site 🔰

এই সাইটটি অনেক Premium Service দিলেও আমরা শুধুমাত্র Images, Vectors, ও Illustrations এইগুলো
Download করতে পারব

কোন Subscription ছাড়া যেভাবে File Download করবেন
🔄Same as Gif Tutorial(1)

🔗 Linkhttps://story.ddpanda.net/lovepik
-Ads Blocker ব্যবহার করতে পারেন বিরক্তিকর Ads থেকে মুক্তি পেতে

 

🏁 Conclusion
Ads Blocker ব্যবহার করতে পারেন,
কারণ সকল premium Content এর Download link ShortLink এর পাবেন😞
আর Resolution Pure থাকবে (Checked🚧)

Bye
Contact Me On Telegram[@sakib0152]

The post ফ্রিতেই Download করুন storyblocks, lovepik ও vecteezy এর Contentগুলো(Stock Images, Illustration etc.) appeared first on Trickbd.com.

আপনার ব্লগ সাইট এর জন্য তৈরি করে নিন অসাধারন HTML সাইটম্যাপ পেজ।

Posted:

হ্যালো ট্রিকবিডি বাসী কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাই। আজ আর বেশি কথা বলবো না সরাসরি মূল টপিক নিয়ে আলোচনা করবো।

আজ আমাদের টপিক ব্লগার ওয়েবসাইটে HTML সাইটম্যাপ পেজ তৈরি নিয়ে। এর আগেও ট্রিকবিডিতে HTML সাইটম্যাপ তৈরি করা নিয়ে পোস্ট করা হয়েছে তবুও আপনাদের মাঝে নতুন স্টাইল এর আকর্ষনীয় ও সুন্দর ডিজাইন এর অন্যরকম ফ্রেশ ও রেসপন্সিভ সাইটম্যাপ নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে।

সাইটম্যাপ দুই প্রকার।

(১) এক্সএমএল সাইটম্যাপ।
(২) এইচটিএমএল সাইটম্যাপ।

আজকে আমরা এক্সএমল সাইটম্যাপ কি? এইচটিএমএল সাইটম্যাপ কি? এসব নিয়ে আলোচনা করবো না। আজ আমরা ব্লগসাইট এর জন্য খুব সহজেই কিভাবে একটি এইচটিএমএল সাইটম্যাপ পেজ তৈরি করতে হয় তা দেখাবো। আপনি যদি আপনার ওয়েবসাইটে এরকম অসাধারন রেসপনসিভ সাইট ম্যাপ পেজটি তৈরি করতে চান তাহলে পুরো প্রসেস টি মনোযোগ সহকারে দেখতে থাকুন….

তার আগে এখান থেকে ডেমো দেখে আসা যাক।

এখানে ক্লীক করে ডেমো দেখে আসুন

কিভাবে ব্লগে এইচটিএমএল সাইটম্যাপ(Html Sitemap) যোগ করবেন

 

  • প্রথমে আপনার ব্লগারের ড্যাশবোর্ড ওপেন করুন মেনু বারে ক্লীক করে পেজ অপশন বেছে নিন।

  • (+) আইকনে ক্লীক করে একটি নতুন পেজ খুলুন।

  • পেজ এর টাইটেল দিন।

  • Compose মুড থেকে Html মুডে ক্লীক করুন

  • নিচের কোড গুলো Paste করুন এবং www.techtunebn.com এর জায়গায় আপনার ব্লগের url দিন।

  • যদি সব কিছু ঠিক থাকে তবে Publish ক্লীক করে পেজটি পাবলিশ করে দিন।

<script type=’text/javascript’>
var postTitle = new Array();
var postUrl = new Array();
var postPublished = new Array();
var postDate = new Array();
var postLabels = new Array();
var postRecent = new Array();
var sortBy = “titleasc”;
var numberfeed = 0;
function bloggersitemap(a) { function b() { if (“entry” in a.feed) { var d = a.feed.entry.length; numberfeed = d; ii = 0; for (var h = 0; h < d; h++) { var n = a.feed.entry[h]; var e = n.title.$t; var m = n.published.$t.substring(0, 10); var j; for (var g = 0; g < n.link.length; g++) { if (n.link[g].rel == “alternate”) { j = n.link[g].href; break } } var o = “”; for (var g = 0; g < n.link.length; g++) { if (n.link[g].rel == “enclosure”) { o = n.link[g].href; break } } var c = “”; if (“category” in n) { for (var g = 0; g < n.category.length; g++) { c = n.category[g].term; var f = c.lastIndexOf(“;”); if (f != -1) { c = c.substring(0, f) } postLabels[ii] = c; postTitle[ii] = e; postDate[ii] = m; postUrl[ii] = j; postPublished[ii] = o; if (h < 10) { postRecent[ii] = true } else { postRecent[ii] = false } ii = ii + 1 } } } } } b(); sortBy = “titledesc”; sortPosts(sortBy); sortlabel(); displayToc();
}
function sortPosts(d) { function c(e, g) { var f = postTitle[e]; postTitle[e] = postTitle[g]; postTitle[g] = f; var f = postDate[e]; postDate[e] = postDate[g]; postDate[g] = f; var f = postUrl[e]; postUrl[e] = postUrl[g]; postUrl[g] = f; var f = postLabels[e]; postLabels[e] = postLabels[g]; postLabels[g] = f; var f = postPublished[e]; postPublished[e] = postPublished[g]; postPublished[g] = f; var f = postRecent[e]; postRecent[e] = postRecent[g]; postRecent[g] = f } for (var b = 0; b < postTitle.length – 1; b++) { for (var a = b + 1; a < postTitle.length; a++) { if (d == “titleasc”) { if (postTitle > postTitle[a]) { c(b, a) } } if (d == “titledesc”) { if (postTitle < postTitle[a]) { c(b, a) } } if (d == “dateoldest”) { if (postDate > postDate[a]) { c(b, a) } } if (d == “datenewest”) { if (postDate < postDate[a]) { c(b, a) } } if (d == “orderlabel”) { if (postLabels > postLabels[a]) { c(b, a) } } } }
}
function sortlabel() { sortBy = “orderlabel”; sortPosts(sortBy); var a = 0; var b = 0; while (b < postTitle.length) { temp1 = postLabels; firsti = a; do { a = a + 1 } while (postLabels[a] == temp1); b = a; sortPosts2(firsti, a); if (b > postTitle.length) { break } }
}
function sortPosts2(d, c) { function e(f, h) { var g = postTitle[f]; postTitle[f] = postTitle[h]; postTitle[h] = g; var g = postDate[f]; postDate[f] = postDate[h]; postDate[h] = g; var g = postUrl[f]; postUrl[f] = postUrl[h]; postUrl[h] = g; var g = postLabels[f]; postLabels[f] = postLabels[h]; postLabels[h] = g; var g = postPublished[f]; postPublished[f] = postPublished[h]; postPublished[h] = g; var g = postRecent[f]; postRecent[f] = postRecent[h]; postRecent[h] = g } for (var b = d; b < c – 1; b++) { for (var a = b + 1; a < c; a++) { if (postTitle > postTitle[a]) { e(b, a) } } }
}
function displayToc() { var a = 0; var b = 0; while (b < postTitle.length) { temp1 = postLabels; document.write(“”); document.write(‘<div class=”post-archive”><h4>’ + temp1 + ‘</h4><div class=”ct-columns”>’); firsti = a; do { document.write(“<p>”); document.write(‘<a ” href=”‘ + postUrl[a] + ‘”>’ + postTitle[a] + “”); if (postRecent[a] == true) { document.write(‘ – <strong><span>New!</span></strong>’) } document.write(“</a></p>”); a = a + 1 } while (postLabels[a] == temp1); b = a; document.write(“</div></div>”); sortPosts2(firsti, a); if (b > postTitle.length) { break } }
}
</script>
<script src=”https://www.techtunebn.com/feeds/posts/summary?alt=json-in-script&max-results=9999&callback=bloggersitemap” type=”text/javascript”></script>

 

যদি কোড কপি করতে কোন সমস্যা হয় তবে কোড গুলো এখান থেকে কপি করে নিতে পারেন।

আশা করি সাইটম্যাপ টি আপনার ভালো লেগেছে। এরকম হাজারো অসাধারন পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।

আমার ব্লগ সাইট থেকে একবার ঘুরে আসার দাওয়াত রইলো। আমার ব্লগ সাইট – টেকটিউনবিএন

The post আপনার ব্লগ সাইট এর জন্য তৈরি করে নিন অসাধারন HTML সাইটম্যাপ পেজ। appeared first on Trickbd.com.

[FREEFIRE PC] কীভাবে পিসিতে ফ্রিফায়ার গেম খেলবেন?�� ফুল টিউটোরিয়াল বানিয়ে ফেললাম ��। কিমাপ্পিং, ভার্সন, ইমুলাটর নেম, ডাউনলোড লিঙ্ক?? MUST SEE��

Posted:

আমি এর আগেও একটি পোস্ট করেছিলাম,😏

যেটাতে বলেছিলাম ” কিভাবে ফ্রিফায়ার গেম পিসিতে খেলবেন? বাসিক জিনিস নিয়ে আলোচনা করেছি…কিন্তু এতে কেও কিচ্ছু বুঝতে পারে নি…তাই আমাকে অনেকেই একটি টিউটোরিয়াল বানাতে বলেছিলেন 😍

এই দেখুন

 

 

 

আমি গেম খেলা, পড়ালেখা আবার ইউটিউব এর ভিডিও বানানো, গতকালকেও একটা ভিডিও বানাইলাম ৪৩ সেকেন্ডের মাত্র  এসব নিয়ে কাজ করতে গিয়ে ট্রিকবিডীতে তেমন পোস্ট করার সময় পায় না। তার জন্য আমি দুঃখিত😣

এখন আমি যদি ডাইরেক্ট লিঙ্ক দেয় তাহলে অনেকেই গালাগালি শুরু করবে…

কিন্তু কি করব বলেন?🙄

ভিডিওটি ২০ মিনিটের হয়ে গেছে

সেটা নিয়ে পোস্ট করতে আমার সারাদিন চলে যাবে তারপরও বুঝাতে পারব কিনা সেটারও কোনো গারেন্টি দিতে পারব না

তাই ভিডিওটি ডাইরেক্ট ট্রিকবিডীতে দিয়ে দিলাম

 

১/প্রথমে ডাউনলোড করে নিন মেমু প্লেয়ার ৭.২.৭

২/ ফোলো ভিডিও❤

 

আপানারা দেখে নিন , কোনো সমস্যা হলে ট্রিকবিডিতে কমেন্ট করুন। না করতে পারলে এই ভিডিওটি ইউটুবে গিয়ে দেখুন আর কমেন্ট করুন

 

আমাকে যদি রিপর্ট দিতে চান তাহলে, আগে পোস্টটি ভালো করে পরুন

 

MY CHANNEL.. SUBSCRIBE ME

আমি Flame R , Jonny Gaming , Hyzon তাদের মতো কন্টেন্ট বানোর চেস্টা করছি…তাই আমাকে প্লিজ একটু সাপর্ট করবেন।

ধন্নবাদ

বিঃদ্রঃ আমি কম্পিউটার দিয়ে টাপিং করছি , তাই অনেক বানান ভুল হয়ে গেছে, সেগুলা ঠিক করতে পারছি না। যেমনঃ ধন্নবাদ😂

 

The post [FREEFIRE PC] কীভাবে পিসিতে ফ্রিফায়ার গেম খেলবেন?😐 ফুল টিউটোরিয়াল বানিয়ে ফেললাম 😍। কিমাপ্পিং, ভার্সন, ইমুলাটর নেম, ডাউনলোড লিঙ্ক?? MUST SEE🎇 appeared first on Trickbd.com.

মধ্য শাবানে (১৫ শাবান) কি রোযা রাখা বা কোন আমল সম্পর্কে ইসলামের সঠিক বক্তব্য কি? এ সংক্রান্ত হাদিসটি দুর্বল নাকি এসব সাধারণ মানুষের বানানো?

Posted:

আসসালামু আলাইকুম।
সামনে  শাবান মাস। 
এখন এটা জানা জরুরি হয়ে পড়েছে মধ্য শাবানে (১৫ শাবান) কি রোযা রাখা যাবে; এ সংক্রান্ত হাদিসটি দুর্বল নাকি এসব বানোয়াট?  ফেতনা থেকে বাঁচতে হলে জানতে হবে।  [যেহেতু আজকের এই লেখা টি আমার ব্লগ (Readme2Know) এবং ওয়েবসাইটে পূর্বপ্রকাশিত সেজন্য কেউ কপি করিয়া বোকামি করিবেন না ]  
((এক ভাই এই বিষয়ে প্রশ্ন করেছেন ))
যার প্রশ্নটি ছিল এরকম::
হাদিস শরীফের একটি দুর্বল বর্ণনায় পাওয়া যায় “অর্ধ শাবানের রাত্রিতে তোমরা কিয়ামুল লাইল পালন কর এবং দিনে রোযা রাখ”
উক্ত হাদিস যয়ীফ (দুর্বল) জানার পরেও আমলের ফযিলতের বিবেচনা থেকে সে হাদিস গ্রহণ করা কি আমাদের জন্য জায়েয হবে? উল্লেখ্য, সে নফল রোযাটি আল্লাহ্‌র জন্য ইবাদত হিসেবে পালিত হয়; যেমনিভাবে কিয়ামুল লাইলও ইবাদত হিসেবে পালিত হয়। আর এটি তো জাল নয়, জয়ীফ মাত্র হতেও তো পারে যে হাদিসটা সঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর সম্ভাবনা তো রয়েছে।
উপরোক্ত প্রশ্নের উত্তরে, বর্তমান বিশ্বের প্রখ্যাত আলেমগণ দুইভাবে উত্তরটা দিয়েছেন। আলিমগণ বলেন:
এ বিষয় উত্তরে‌ প্রথম কথা:
মধ্যবর্তী শাবানে নামায পড়া, রোযা রাখা ও ইবাদত করার ব্যাপারে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলো যয়ীফ (দুর্বল) শ্রেণীর হাদিস নয়; বরং মাওযু (বানোয়াট) ও বাতিল শ্রেণীয় হাদিস,এ বিষয়ে আপনাকে পড়াশোনা করে জানতে হবে যে কোন হাদিস কিভাবে আসলো । এমন হাদিস গ্রহণ করা ও এর উপর আমল করা জায়েয নয়; সেটা ফযিলতের হোক কিংবা অন্য ক্ষেত্রে হোক। জয়ীফ হলেও সেটা আমলে নিয়ে আসা আলোচনা সাপেক্ষ। কিন্তু বানোয়াট / মাউজু পর্যায়ের হাদীসগুলো নিঃসংকোচে পরিত্যাজ্য।
এ বিষয়ে উদ্ধৃত রেওয়ায়েতগুলো বাতিল হওয়ার ব্যাপারে বহু আলেম তাদের মতামত তাদের লিখিত গ্রন্থের ব্যক্ত করেছেন এবং বলে দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ইবনুল জাওযি তাঁর রচিত ‘আল-মাওযুআত’ গ্রন্থে (২/৪৪০-৪৪৫), ইবনুল কাইয়্যেম তাঁর রচিত ‘আল-মানার আল-মুনিফ’ গ্রন্থে (১৭৪ নং থেকে ১৭৭), আবু শামা আস-শাফেয়ি তাঁর রচিত ‘আল-বায়িছ আলা ইনকারিল বিদা ওয়াল হাওয়াদিছ’ গ্রন্থে (১২৪-১৩৭), আল-ইরাক্বি তাঁর রচিত ‘তাখরিজু ইহইয়ায়ি উলুমিদ দ্বীন’ গ্রন্থে (নং-৫৮২) এবং শাইখুল ইসলাম ‘মাজমুউল ফাতাওয়া’ গ্রন্থে (২৮/১৩৮) এ বর্ণনাগুলো বাতিল হওয়ার ব্যাপারে আলেমদের ঐক্যমত উদ্ধৃত করেছেন।
তাছাড়া আপনি আরও লক্ষ্য করুন,
শাইখ বিন বায (রহঃ) মধ্য শাবানের রাত্রি (শবে বরাত) উদযাপনের হুকুম সম্পর্কে বলেন: নামায কিংবা অন্যান্য ইবাদতের মাধ্যমে মধ্য শাবানের রাত্রি উদযাপন করা এবং ঐ দিনে বিশেষ রোযা রাখা: অধিকাংশ আলেমের নিকট গর্হিত কাজ এবং নব্য আবিষ্কৃত একটা আমল অর্থাৎ এক কথায় যাকে বলে বিদাআত। পবিত্র শরিয়তে এর পক্ষে কোন দলিল নেই।
উপরোক্ত আলেম আরও বলেন: মধ্য শাবানের রাত (শবে বরাত) এর ব্যাপারে কোন সহিহ হাদিস নেই। এ বিষয়ে উদ্ধৃত সকল হাদিস মাওযু (বানোয়াট) ও যয়ীফ (দুর্বল); যেগুলোর কোন ভিত্তি নেই।
ইসলামী শরীয়াতে এই রাত্রির কোন বিশেষত্ব নেই; এ রাতকে কেন্দ্র করেই / এ রাত্রে উপলক্ষে তেলাওয়াত, বা বিশেষ কোন নামায,বা সমাবেশ। হ্যাঁ, কোন কোন আলেম যে বিশেষত্বের কথা বলেছেন সেটা দুর্বল অভিমত। আর আপনি দলিল-প্রমাণ পাওয়ার পর অধিকাংশ আলেমের মতামত উপেক্ষা করে, গুটিকয়েক মতামত এবং দলিল ছাড়া মতামতের প্রতি কেন আপনি একমত হবেন?
 অতএব, এ রাতে বিশেষ কোন ইবাদত করা জায়েয নয়। এটাই সঠিক। আল্লাহ্‌ই সর্বজ্ঞ।
[ফাতাওয়া ইসলামিয়্যা (৪/৫১১)]
এ বিষয় উত্তরে‌ দ্বিতীয় কথা::
যদি আমরা মেনেও নিই যে, এ সংক্রান্ত হাদিসগুলো মাওযু (বানোয়াট) নয়; হাদীসটি আপনার প্রশ্ন অনুযায়ী যয়ীফ (দুর্বল):
তাহলে এ বিষয়ে আলেমগণের বিশুদ্ধ অভিমত হচ্ছে যয়ীফ (দুর্বল) হাদিসের উপর সাধারণভাবে আমল না করা; এমনকি যদি সেটা আমলের ফযিলতের ক্ষেত্রে হয় কিংবা উৎসাহপ্রদান ও নিরুৎসাহিত করণের ক্ষেত্রে হয় তবুও। সহিহ হাদিসে যা পাওয়া যায় সেটা গ্রহণ করাই একজন মুসলিমের জন্য যথেষ্ট। তাছাড়া এ রাতকে ও দিনকে বিশেষত্ব প্রদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যেমন জানা যায় না; তাঁর সাহাবীবর্গ থেকেও জানা যায় না।
আল্লামা আহমাদ শাকির (রহঃ) বলেন: “… রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যা সাব্যস্ত হয়েছে; ‘সহিহ হাদিস’ হিসেবে কিংবা ‘হাসান হাদিস’ হিসেবে; সেটা ছাড়া যা সহিহ সাব্যস্ত হয়নি সেটা দিয়ে কারো দলিল দেয়ার অধিকার নেই।[আল-বায়িছ আল-হাছিছ (১/২৭৮)]
আল্লাহ্‌ই  সর্বজ্ঞ।
উক্ত ২ মত মিলে আমার মতামত: 
আমরা সব সময় সহিহ হাদিসের নাই, সুন্নাত নয় এমন বিষয়  আমল করতে , ও তা প্রচার করতে যতটা চেষ্টা করি, এর তুলনায়
যা সহীহ হাদীসে রয়েছে,  বা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাহা আমল করতে বা প্রচার করতে সিকি ভাগও আমরা চেষ্টা করি না। অথচ এটা করলেই ভালো হতো।
(প্রিয় পাঠক, আজকের ব্লগ সম্পর্কে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করুন  ও কোন প্রশ্ন থাকলে মন্তব্য যুক্ত করুন।)

যেহেতু আজকের এই লেখা টি  আমার ব্লগ (Readme2Know Link) এবং  ওয়েবসাইটে পূর্বপ্রকাশিত সেজন্য কেউ  কপি করিয়া বোকামি করিবেন না -- ওয়েবসাইট থেকে কোনো কিছু কপি করলে ওয়েবসাইট  অটোমেটিক্যালি আপনার পোষ্টের রিপোর্ট করবে যার ফলে ইউটিউব এর মত অটোমেটিক্যালি কপিরাইট স্ট্রাইক  বা কোনো ক্ষতি হয়ে গেলে আমি দায়ী নই। তবে কেউ ট্রিকবিডি থেকে এই পোষ্টের লিংক শেয়ার করতে  পারেন বা আমার ব্লগের লিংক আপনারা আপনাদের ওয়েবসাইটে শেয়ার করতে পারেন সে বিষয়ে কোনো  নিষেধাজ্ঞা নেই. আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সেই দোয়া রেখে আজকের মত বিদায়.   ইনশাল্লাহ পরবর্তীতে কোন টিউটোরিয়াল বা ব্লগে আবারও দেখা হবে . 

The post মধ্য শাবানে (১৫ শাবান) কি রোযা রাখা বা কোন আমল সম্পর্কে ইসলামের সঠিক বক্তব্য কি? এ সংক্রান্ত হাদিসটি দুর্বল নাকি এসব সাধারণ মানুষের বানানো? appeared first on Trickbd.com.

airdrop কি? কিভাবে সঠিক airdrop বুঝে অনলাইন কাজ করবেন?

Posted:

airdrop কী?

Airdrops মূলত Cryptocurrency ব্যবহারকারীদের মধ্যে বিনামূল্যে Coin বা Token অফার এর আরেকটি নাম।
Crypto Airdrops একটি BlockChain প্রকল্প যা Crypto সম্প্রদায়ের মধ্যে ফ্রি Coin বা Token বিতরণ করে। এই Token বা Coin মূলত আমাদের মাঝে বণ্টন করে দেয়। ফলে এই টোকেন বা কয়েন আমরা এক্সচেঞ্জ করে বিকাশ নেই। মূলত এই ভাবে আমাদের ইনকাম হয়।

কেন airdrop দেওয়া হয়?

Cryptocurrency ব্যবসায়ীরা বাজারে নতুন অবস্থা একটি টোকেন তৈরী করে তারা এই টোকেন দিয়ে ব্যবসা শুরু করতে চায়। আর এই ব্যবসার শুরু জন্য তাদের টোকেন বাজার জাত করতে airdrop দেয়। মূলত এই ভাবে আমরা airdrop কাজ করে থাকি। আমি একজন ব্লগার আমি ফাইবারে Cryptocurrency ব্লগ লেখালেখি করে জানতে পারি এই কারেন্সি রহস্য।

কিভাবে সঠিক airdrop বুঝে অনলাইন কাজ করবেন?

কিভাবে সঠিক airdrop খুজে কাজ করবেন।সঠিক airdrop খুজতে হলে আপনাকে মার্কেট সম্পর্কে ভাল করে জানতে হবে বা মার্কেট এনালাইস করতে হবে। Cryptocurrency বেশিভাগ ফেইক airdrop থাকে ফলে অনেকে কাজ করে না আবার যারা airdrop সম্পর্কে ভাল জ্ঞান বা মার্কেট সম্পর্কে ইনালাইছ করতে পারে তাড়া মূলত airdrop থেকে মাসে ২০০-৩০০ ডলার ইনকাম করতে পারে। ক্রিপ্টো কারেন্সির সাথে এখন মোটামুটি সবাই পরিচিত অন্তত বিটকয়েন সম্পর্কে জানেনা এমন কেও মনে হয় না আছে। সঠিক ভাবে জেনে বুঝে কাজ করলে ইনসাআল্লাহ মাসে প্রচুর ইনকাম করতে পারবেন। কিছু দিন আগে একটা airdrop দিয়েছিলো SFP টোকেন নামে এই airdrop থেকে সবাই ১০০-২০০০ ডলার প্রযর্ন্ত অনেকেই ইনকাম করেছে। airdrop কাজ করতে হলে আমাদের লেগে থাকতে হবে। ভাল ইনকাম করতে হলে কারো না কারো সাপোর্ট দরকার যে আপনাকে ১০০% airdrop শেয়ার করা হতে পেমেন্ট পাওয়া প্রযর্ন্ত হেল্প করবে। এই ধরনের মানুষের সাথে কিছু দিন কাজ করতে হবে পরে আস্তে আস্তে সব গুলা তোমারা বুঝতে পারবেন।

যা যা লাগবে airdrop কাজ করতে হলে


এয়ার্ড্রপ এ কাজ করতে হলে আপনার যা যা লাগবে
*Telegram account
*Trust wallet account
* Twitter account
*coinbase account
* coingecko account
* currency converter
এইসব কিছু হলেই সর্বপ্রথম আপনি airdrop কাজ শুরু করতে পারেন পরে আস্তে আস্তে সবগুলা বুঝে নিতে পারবেন কিভাবে কোনটাতে কাজ করতে হবে এবং কোনটা আপনার প্রয়োজন হবে এগুলো হচ্ছে মূলত প্রথম দরকার হয়।

কিভাবে airdrop হতে পেমেন্ট নিবেন?


এয়ার্ড্রপ এ কাজ করতে হলে ধৈর্য ধরে থাকতে হবে এয়ার্ড্রপ একটা নির্দিষ্ট থাকে যে টাইম শেষে এয়ার্ড্রপ কয়েন গুলা সবার মাঝে ভাগ করে দেয়া হয় এভাবেই এয়ার্ড্রপ থেকে পেমেন্ট পাওয়া হয় আর এই কয়েনগুলা কিছু গুলা এক্সচেঞ্জার সাইট রয়েছে সেগুলোতে এক্সচেঞ্জ করে আপনার টুকেন গুলো বিক্রি করে আপনি টাকা বিকাশে নিতে পারেন এভাবে মূলত এয়ার্ড্রপ সবগুলো সাইট থেকেই আপনারা পেমেন্ট পাবেন এভাবে তাই আপনাদেরকে এয়ার্ড্রপ ধৈর্য ধরে কাজ করতে হবে। আর যেকোনো ধরনের এখানে যোগাযোগ করুন হেল্প এর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব যেকোনো ধরনের হেল্প করার জন্য। আর আমার একটাঅনলাইন আর্নিং ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন সেখানে অনেক ধরনের টিউটোরিয়াল ভিডিও রয়েছে আপনাদের শিক্ষনীয় ভিডিও দেখলে আপনাদের অনেক উপকার হবে।

The post airdrop কি? কিভাবে সঠিক airdrop বুঝে অনলাইন কাজ করবেন? appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments