Search box..

Xiaomi Redmi 9 Power (কম দামের সেরা Android Phone এখন বাংলাদেশে)

Xiaomi Redmi 9 Power (কম দামের সেরা Android Phone এখন বাংলাদেশে)


Xiaomi Redmi 9 Power (কম দামের সেরা Android Phone এখন বাংলাদেশে)

Posted:

আস সালামু আলাইকুম।কেমন আছেন সকলে?আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন।আমিও অনেক ভালো আছি।আমরা বাংলাদেশের মানুষ দু-একজন ছাড়া কেউই বিলাসবহুল জীবনযাপন করতে পারিনা।আমাদের এই রোগ-শোকের দেশে বিলাসবহুল জীবনযাপন করা যে কতটা কষ্টকর তা আমরা বাংলাদেশীরা খুব ভালো করেই জানি।তাই অন্যান্য দেশের মানুষের মতো অতো উন্নত মানের ফোন অর্থাৎ যার ক্যামেরা অত্যাধিক হাই কোয়ালিটি সম্পন্ন,র‍্যাম বেশি এই ধরনের ফোন আমরা ব্যাবহার করতে পারিনা।তো আমাদের মতো মানুষের জন্য ‘Xiaomi’ একটি নতুন ফোন ‘Launch’ করেছে।আমি আপনাদের মাঝে আজকে সেই ফোনের বিষয়ে কথা বলবো।তো চলুন শুরু করা যাক।


এই হলো সেই ফোন যার বিষয়ে আমরা কথা বলবো।আগেই বলে রাখি ফোনটি দেখতে এত সুন্দর যে দেখে মনে হতে পারে ফোনটির দাম অনেক তাই পুরো পোস্ট না পড়েই অনেক জন চলে যাবেন।কিন্তু যারা পুরো পোস্ট পড়বেন না তারা পরে পস্তাবেন।তাই বলি পোস্টটি আগে সম্পূর্ণ পড়ুন।

এই হলো ফোনের পিছনের অংশ।যাতে রয়েছে ‘Quad 48+8+2+2 Megapixel’ এর ক্যামেরা.

এবার আসি ফোনের সামনের অংশ।যার গ্লাস ‘Gorilla Glass 3’ এবং ডিসপ্লে ‘6.53 inches’।

এবারে একে একে ফোন বিষয়ে বিস্তারিত তথ্য দেখা যাক।

First Release:December 22, 2020

Colors:Mighty Black, Fiery Red, Electric Green, Blazing Blue

এবার আসি ফোনের এর দামে যার ‘Official Price’ হলো:

ফোনটির ‘Unofficial ও International’ Price হচ্ছে:

Back Camera:

Front Camera:

Battery:

ABOUT PHONE:

Android Verson:10 (MIUI 12)

Network :2G, 3G, 4G

SIM:Dual Nano SIM

WLAN:dual-band, Wi-Fi direct, Wi-Fi hotspot

Bluetooth:v5.0, A2DP, LE

GPS:A-GPS, GLONASS, BDS

Weight:198 grams

Ram:4/6

Rom:64/128

Processor:Octa core, up to 2.0 GHz

GPU:Adreno 610

Chipset:Qualcomm Snapdragon 662 (11 nm)

Loudspeaker:(stereo speakers), 24-bit/192kHz audio

Sensors:Fingerprint, Accelerometer, Proximity, E-Compass

[বি:দ্র:ফোনটির ‘Fingerprint’ অন্যান্য ‘Xiaomi’ এর মতো পিছনে না সাইটে দেওয়া।]

উপরে আপনারা ফোনের সকল Details দেখে থাকলে এখন আসি আমার কথাই।এত সুন্দর ফোন তাও আবার ‘Xiaomi’ এর মতো কোম্পানির যার Ram 4 GB,Rom 64 GB,Camera 60 Megapixel,Android verson 10,6000 mAh Battery আর এই ফোনের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনের ‘Fast Charging System’ যা ’18W’ এর।’6000 mAh’
Battery হওয়া সত্ত্বেও এত তারাতারি ফোনে চার্জ ওঠে কল্পনার বাইরে।

আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে।আর এমন পোস্ট ভালো লাগারই কথা।নিয়মিত এমন সুন্দর সুন্দর পোস্ট একমাত্র ট্রিকবিডিতেই পাওয়া সম্ভব।তাই নিত্যনতুন সকল প্রযুক্তি ও অন্যান্য বিষয়ে আপডেট পেতে নিয়মিত ট্রিকবিডিতে ভিজিট করুন।ট্রিকবিডির সাথে থাকার জন্য ধন্যবাদ।সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফেসবুকে আমি:For any problem

The post Xiaomi Redmi 9 Power (কম দামের সেরা Android Phone এখন বাংলাদেশে) appeared first on Trickbd.com.

Local PC থেকে RDPতে File Transfer Process

Posted:

Accessing Local Files and Folders on Remote Desktop Session

Howdy Everyone,
RDP থেকে PC তে এবং PC থেকে RDPতে File Transfer Process নিচে Share করা হল। Methodটা Slow কিন্তু এটাই একমাত্র উপায়।

⬇ Instruction ⬇

1. প্রথমে Computer/PC তে RDP Search করে Open করে নিন
(যদি RD Client Softwareটি Install না থাকে তবে Softwareটি Download করে Install করে নিন
Download From- Softonic)

 

 

2. এবার আপনার RDP এর Ip Address ঐ Rd Clien Software এ Paste করে দিন

 

 

3.Port Auto Add হবে, Don’t Worry ! Connect এ Click করুন

 

4. Yes এ Click করে Wait করুন, কিছুক্ষণ পর RDP Open হবে

 

5. এবার Local PC এ যেকোন File Folder এ গিয়ে ঐ File এ Right Click করে Copy করে নিন

 

 

6. এখন RDP এর যেকোন Folder এ গিয়ে Right Click করে Paste করে দিন

 

 

7.ব্যস transfer Complete……সময় লাগে কিছুটা কিন্তু এইটাই একমাত্র Way !!!

 

 

🔳 Tutorial:-

 

 

Bye⚡
Contact Me On-
Telegram [Discussion Group] [Telekit]

The post Local PC থেকে RDPতে File Transfer Process appeared first on Trickbd.com.

বাংলাদেশের সেরা ওয়েব হোস্টিং কোম্পানি || হোস্টিংনেই বেস্ট চিপ ওয়েব হোস্টিং প্রোভাইডার

Posted:

বাংলাদেশের সেরা ওয়েব হোস্টিং কোম্পানির সেরা সব অফার নিয়েঃ HostingNei

 

 

HostingNei দিচ্ছে .COM/.NET ৮৫০/১২০০ টাকায়।

 

10 জিবি + ফ্রি. com ১৮০০টাকা ।

৫ জিবি pure NVMe SSD ১৪০০ টাকা ।

২ জিবি ওয়েব হোস্টিং মাত্র ১০০০ টাকা

এবং ১ জিবি হোস্টিং ৮০০ টাকা!

 

✔প্রতিটি হোস্টিং প্যাকেজে রমজান উপলক্ষ্যে চলছে ৩০% ডিস্কাউন্ট

✔মাসিক পেমেন্ট সুবিধা

 

☞ কেনো আমাদের কাছে থেকে হোস্টিং কিনবেন?

২ বছরের অভিজ্ঞতা এবং সফলতার সাথে আমরা সার্ভিস দিয়ে আসছি।

 

বাংলাদেশ এর নির্ভরশীল ডোমেইন এবং হোষ্টিং কোম্পানি HostingNei [ Best Cheap Web Hosting Provider ]

 

✔ 𝗛𝗢𝗦𝗧𝗜𝗡𝗚 𝗙𝗘𝗔𝗧𝗨𝗥𝗘𝗦:

 

🔘NVMe SSD Strong

🔘 FREE https:// SSL Certificate.

🔘Lite Speed Web server 20X Speed

🔘 cPanel Ram 2Gb/4gb

🔘 Entry Processes 20

🔘 CloudLinux OS

🔘 CloudFlare CDN

🔘 WordPress LiteSpeed Cache

🔘 Unlimited Email Accounts

🔘 cPanel Hosting

🔘 99.9% uptime commitment

🔘 24/7 Support

 

✔ DOMAIN 𝗙𝗘𝗔𝗧𝗨𝗥𝗘𝗦:

 

🔘 Easy Setup

🔘 Instant Activation

🔘 DNS Management

🔘 Full Domain Control Panel

 

Next Year Renewal Prices List:

 

10 জিবি +. com ১৮০০+৯৫০ টাকা

৫ জিবি হোস্টিং ১৪০০ টাকা

২ জিবি হোস্টিং ১০০০ টাকা

১ জিবি হোস্টিং ৮০০ টাকা

➤ কেনা ও রিনিউ প্রাইস সেইম!

 

Com Domain ৮৫০ tk

.Com Renewal Prices ৯৫০ tk

 

.Net Domain ১২০০ tk

.Net Renewal Prices ১৬৫০ tk

 

➤ Business Email: Start-Up 70 tk per month ( 1 Address)

 

রিসেলার হোস্টিং!

25 GB Disk Space

250 GB Bandwidth

25 Free cPanel Account

Yes PHP, MySQL, Perl

Yes MySQL Database(s)

Yes phpMyAdmin

Unlimited MySQL Database(s)

Unlimited FTP Account(s)

Unlimited E-mail Account(s)

Softaculous One-Click Installer

cPanel/WHM Control Panel

Free SSL Certificate

Yes Private Name Server’s

এছাড়াও পাচ্ছেন ভিপিএস,ডেডিকেটেড সার্ভার

 

বিস্তারিত জানতে যোগাযোগ করুন :+8801830844335 [Hot Line]

 

পেমেন্টের সাথে সাথেই সার্ভিস এক্টিভেশন।

HostingNei এ bKash/Nagad/

 

এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

ফেসবুক পেইজ লিংকঃ হোস্টিংনেই

 

#hostingprovider

#hostingservice

#HostingOffers

#hostingtips

#hosting

#hostingsolutions

#hostingplans

#sharedhosting

#hostingnei

The post বাংলাদেশের সেরা ওয়েব হোস্টিং কোম্পানি || হোস্টিংনেই বেস্ট চিপ ওয়েব হোস্টিং প্রোভাইডার appeared first on Trickbd.com.

[পর্ব ৩৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আলী জাভান:-প্রথম গ্যাস লেজারের উদ্ভাবক]

Posted:


আসসালামু আলাইকুম

আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।

আমার আগের সব পর্ব:-
ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ১
ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ২

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৩

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৪

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৫

ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।পর্ব ৬

[পর্ব ৭] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[নাসির আল দীন আল তুসি:-ত্রিকোণমিতির স্রষ্টা,জিজ-ইলখানি উপাত্তের উদ্ভাবক]

[পর্ব ৮] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবুল ওয়াফা:-ত্রিকোণমিতির মূল স্থপতি]

[পর্ব ৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু মারওয়ান/ইবনে জহুর:-পরভূক জীবাণু বিজ্ঞানের প্রতিষ্ঠাতা,পরীক্ষামূলক সার্জারির জনক, পরীক্ষামূলক শারীরবৃত্তীয়, মানুষের ব্যবচ্ছেদ, অটোপস এর অগ্রদূত]

[পর্ব ১০]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল মাওয়ার্দি:-বিশুদ্ধতম গণতন্ত্রের প্রবক্তা]

[পর্ব ১১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল জাজারি:-মধ্যযুগের শ্রেষ্ঠ প্রযুক্তিবিদ]

[পর্ব১২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবুল কাসিম আল জাহারাবী:-অপারেটিভ/আধুনিক সার্জারীর জনক]

[পর্ব১৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আব্বাস ইবনে ফিরনাস:-বিমানের জনক,প্রথম যিনি উড়েছিলেন আকাশে]

[পর্ব ১৪]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল-কিন্দি:-ফার্মাকোলজির অগ্রদূত, পেরিপ্যাটেটিক দর্শনের জনক,সাংকেতিক বার্তার পাঠোদ্ধারকারী,সাইকোথেরাপি ও সংগীত থেরাপির অগ্রদূত]

[পর্ব ১৫]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ফাতিমা আল ফিহরি:-বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যে নারী]

[পর্ব ১৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল-খৈয়াম:-বাইনমিয়েল থিওরেমের প্রথম আবিষ্কারক,এনালিটিক্যাল জ্যামিতির জনক]

পর্ব ১৭]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[জাকারিয়া আল রাযি:-আরবীয় চিকিৎসাশাস্ত্রের প্রাণপুরুষ]

[পর্ব ১৮]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল ফারাবি:-অ্যারিস্টটলের পর দর্শনের সেকেন্ড মাস্টার,পদার্থ বিজ্ঞানে শূন্যের অবস্থান নির্ণয়কারী]

[পর্ব ১৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল জারকালি:-সূর্যের সর্বোচ্চ উচ্চতার গতি প্রমাণকারী]

[পর্ব ২০] ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আলী ইবনুল-আব্বাস আল-মাজুসী:-ধাত্রীবিদ্যা এবং পেরিনেটোলজি এর অগ্রদূত]
[পর্ব ২১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে তোফায়েল:-প্রথম দার্শনিক উপন্যাস রচয়িতা]

[পর্ব ২২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল বালখি:-যিনি সর্বপ্রথম দেহ ও আত্মা সম্পর্কিত রোগসমূহকে সফলভাবে আলোচনা করেছিলেন]

[পর্ব ২৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ছাবেত ইবনে কোরা:-স্টাটিক্সের প্রতিষ্ঠাতা]

[পর্ব ২৪]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু কামিল:-এলজাব্রায় প্রথম উচ্চতর পাওয়ার ব্যবহারকারী]

[পর্ব ২৫]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আলী ইবনে সাহল রাব্বান আত তাবারী:-চিকিৎসা বিশ্বকোষ এর অগ্রদূত]

[পর্ব ২৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।

[পর্ব ২৭]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে ইউনুস:-ঘড়ির পেন্ডুলাম আবিষ্কারক]

[পর্ব ২৮]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল মাহানী]

[পর্ব ২৯]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ইবনে বাজা]

[পর্ব 30]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[ফজলুর রহমান খান:-স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের আইনস্টাইন,Father of tubular designs]

[পর্ব ৩১]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবু সাহাল আল কুহি:-অঙ্কনে ব্যবহৃত কম্পাসের উদ্ভাবক]

[পর্ব ৩২]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আবদুর রহমান আল-সুফি:-তিনিই প্রথম Andromeda কে গ্যালাক্সি হিসেবে চিহ্নিত করেন]

[পর্ব ৩৩]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আল কারাজী]

[পর্ব ৩৪]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[হাবাশ আল-হাসিব আল-মারওয়াজী]

[পর্ব ৩৫]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[উলুঘ বেগ]

42.আলী জাভান(প্রথম গ্যাস লেজারের উদ্ভাবক)

আলী জাভান হচ্ছেন একজন ইরানী মুসলিম পদার্থবিদ এবং উদ্ভাবক,যিনি প্রথম গ্যাস লেজার প্রযুক্তির উদ্ভাবক।লেজার প্রযুক্তির মাধ্যমে বিশ্ববিজ্ঞানে তাঁর অবদানটি ব্যাপকভাবে স্বীকৃত।

আলী জাভান ২৬ ডিসেম্বর ১৯২৬ সালে তেহরানে জন্মগ্রহণ করেছিলেন।তিনি আলবার্জ উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং এক বছর ধরে তেহরান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্সে তাঁর বিশ্ববিদ্যালয় পড়াশোনা শুরু করেন।

১৯৪৮ সালে নিউইয়র্ক সফরকালে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি স্নাতক কোর্সে অংশ নিয়েছিলেন।
স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি না পেয়ে জাভান ১৯৫৪ সালে কলম্বিয়াতে পদার্থবিদ্যায় পিএইচডি অর্জন করেছিলেন, টাউনস তাঁর থিসিস উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

১৯৫৫ সালে জাভান Radiation Laboratory তে পোস্ট ডক্টরাল হিসাবে নিয়োগ পান এবং নোবেল পুরষ্কার প্রাপ্ত পদার্থবিদ Townes এর সাথে পারমাণবিক ঘড়ির গবেষণা নিয়ে কাজ করেন।এছাড়াও তামা এবং থ্যালিয়ামের মতো পরমাণুর hyperfin কাঠামো বুঝতে মাইক্রোওয়েভ অ্যাটম বিম স্পেকট্রোমিটার ব্যবহার করেছেন।

তিনি 1957 সালে theory of a three-level laser এর উপর একটি তত্ত্ব প্রকাশ করেন।

তিনি 1958 সালে বেল টেলিফোন ল্যাবরেটরিতে যোগদান করেন।1960 সালে বেল ল্যাবরেটরিতে কাজ করার সময় ইতিহাসে প্রথমবারের মতো, একটি গ্যাসের লেজার মেশিন থেকে একটি অবিচ্ছিন্ন লেজার লাইট বীম বেরিয়ে আসে।আর এভাবেই জাভান বিশ্বের প্রথম গ্যাস লেজার আবিষ্কার করেছিলেন।

1960 সালের 13 ডিসেম্বর জাভান এবং তার বেল ল্যাবস সহকর্মীরা একটি টেলিফোন কল করতে লেজার লাইট বিম ব্যবহার করেছিলেন, ইতিহাসে প্রথম যে কোনও টেলিফোন কথোপকথন সংক্রমণ করার জন্য কোনও লেজার বিম ব্যবহার করা হয়েছিল।

এখন এই প্রযুক্তিটি টেলিযোগাযোগ, ইন্টারনেট ডেটা ট্রান্সমিশন, হলোগ্রাফি, বার-কোড স্ক্যানার, মেডিকেল ডিভাইস এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে প্রয়োগ করা হবে।

১৯৬৬ সালে আলী জাভান এবং থিওডোর মাইমানকে রাষ্ট্রপতি জনসন তাদের কাজের সম্মান জানিয়ে একটি নগদ অর্থ পুরষ্কার দেন।

জাভান ১৯৬১ সালে MIT(Massachusetts Institute of Technology) তে পদার্থবিজ্ঞান এর সহযোগী অধ্যাপক হিসাবে নিযুক্ত হোন এবং লেজার প্রযুক্তির ওপর দেশের প্রথম বৃহৎ আকারের গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেন।

পরের চার দশক তিনি পরমাণু, আণবিক এবং অপটিক্যাল পদার্থবিদ্যায় অগ্রগতি অর্জনে ব্যয় করেন।

জাভান আলোর গতি সঠিকভাবে পরিমাপের জন্য প্রথম পদ্ধতিটিও
বিকশিত করেন এবং উচ্চ-রেজোলিউশন লেজার বর্ণালী সম্পর্কিত ক্ষেত্রটি চালু করে।এছাড়াও ডপলাল এফেক্ট,মাইকেলসন-মর্লি এক্সপেরিমেন্ট ইত্যাদী বিষয়ে পরবর্তীতে গবেষণা করেছিলেন।

এছাড়াও বিজ্ঞানের ক্ষেত্রে তাঁর অন্যান্য অবদান কোয়ান্টাম পদার্থবিজ্ঞান এবং বর্ণালী সম্পর্কিত ক্ষেত্রে রয়েছে।

আলী জাভান তার কাজের জন্য নিজের জীবনে বহু পুরুষ্কার ও সম্মান পেয়েছেন।এর মধ্যে রয়েছে

১.Sigma Xi এর সদস্যপদ

২.National Academy of Sciences Fellow
৩.American Academy of Arts and Sciences Fellow
৪.নিয়ন এবং হেলিয়াম ব্যবহার করে প্রথম ধারাবাহিক অপটিক্যাল লেজারের ধারণা এবং বিকাশের জন্যFranklin Institute থেকে Stuart Ballantine Medal
৫.1966 – Fanny and John Hertz Foundation Medal
৬.1966 – Guggenheim Foundation Fellowship
৭.1975 – Frederic Ives Medal of the Optical Society of America
৮.1979 – Humboldt Foundation Fellowship
৯. 1993 সালে তাকে পদার্থবিজ্ঞানের লেজারের ওপর 30 বছরেরও বেশি সময় গবেষণার জন্য Albert Einstein World Medal.
১০.2006 – Inducted into the National Inventors Hall of Fame
১১.2011 – SPIE Fellow
১২.2012 – First member of Eurasian Academy
১৩.2007 সালে ডেইলি টেলিগ্রাফের তালিকায় জাভানকে শীর্ষ 100 লিভিং জিনিয়াসের মধ্যে 12 নম্বরে স্থান দেওয়া হয়েছিল।

জাভান 12 সেপ্টেম্বর 2016 এ মৃত্যুবরণ করেন।

The post [পর্ব ৩৬]ইতিহাসের সেরা কিছু মুসলিম বিজ্ঞানী আর তারা যে কারনে বিখ্যাত।[আলী জাভান:-প্রথম গ্যাস লেজারের উদ্ভাবক] appeared first on Trickbd.com.

মেসওয়াক করার উপকারিতা, ইসলামের আলোকে জেনে নিন।

Posted:

আসসালামুআলাইকুম।আশা করি সবাই অনেক ভাল আছেন।প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে আরেকটি আর্টিক্যাল নিয়ে হাজির হলাম।টাইটেল দেখে অনেকে হয়তো বুঝে গেছেন, আজকে কোন বিষয় আপনাদের মাঝে লিখতে যাচ্ছি। আজকের বিষয় হলো,মেসওয়াক করার উপকারিতা, ইসলামের আলোকে। মেসওয়াক শুধু দাঁত পরিস্কার করার জন্য করা হয় না। মেসওয়াক করার অনেক উপকারিতা আছে। আজকের আর্টিক্যাল পড়লে খুব সহজে জানতে পারবেন মেসওয়াক করার উপকার গুলো।মাসওয়াক করা ইসলামের একটি বিধান।এই মেসওয়াক করার মাঝে দুনিয়া ও আখিরাতের অনেক কল্যান নিহিত রয়েছে। দাত পরিস্কার ছাড়াও এই মেসওয়াক এর ব্যাপক উপকারীতা আজিকে আপনাদের মাঝে শেয়ার করব। চলছে রমযান মাস,তাই সেহরির সময় বা ইফতার এর আগে আমাদের মেসওয়াক করতে হয়। মেসওয়াক করার উপকারীতা গুলো আজকে জানলে,আশা করি সবাই মেসওয়াক করবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ

১) মেসওয়াক করলে, মৃত্যুর যন্ত্রনা সহজ হয়ে যায়।

২)জান্নাতের মর্যাদা বেড়ে যায়।

৩) তাড়াতাড়ি আত্না বের হয়।

৪) মৃত্যুর সময় কালিকা শাহাদাৎ মনে হয়।

৫) শয়তন সন্তুষ্ট হয় না।

৬) আমাদের প্রভু সন্তুষ্ট হয়।

৭) ফেরেস্তারা প্রসংশা করে।

৮) ইবাদাত এর শক্তি বৃদ্ধি পায়।

৯) চোখের দৃষ্টি বেড়ে যায়।

১০) দাঁত সাদা ও উজ্জ্বল হয়।

১১) চেহারা অনেক সুন্দর হয়।

১২) ক্ষুদা দূর হয়ে যায়।

১৩) শরীর এর রঙ উজ্জল হয়ে যায়।

১৪) যাদের শরীরে পশম ও চুল নেই, মেসওয়াক করার ফলে গজায়।

১৫) কাশি দূর হয়ে যায়।

১৬) যৌনশক্তি বৃদ্ধি হয়।

১৭) মুখের জড়তা দূর হয়।

১৮) চুলের গোড়া শক্ত হয়ে যায়।

১৯) যুদ্ধে জয় হয়।

২০) দুনিয়া থেকে পাক -পবিত্র অবস্থায় বিদায় হয়।

২১) ফেরেস্তা বলতে থাকে, তারা নবীদের অনুসারী। যারা মেসওয়াক করেন।

২২) সন্তান নেক হয়।

২৩) স্বামী ও স্ত্রী একে অপরের প্রতি সন্তুষ্ট থাকে।

২৪)যারা মেসওয়াক করে, তাদের জন্য বেশি নেকী লেখা হয়।

২৫) সহজে প্রয়োজন মেটে।

২৬) মাল বৃদ্ধি পায়।

২৭) শরীরের আদ্রতা দূর হয়ে যায়।

২৮) চাহিদা পরিচ্ছন্ন হয়ে যায়।

২৯) কন্ঠ অনেক সুন্দর হয়।

৩০) দাঁতের মাড়ি অনেক শক্ত হয়।

৩১) পাকিস্থলি ঠিক থাকে।

৩২) পিঠ মজবুত হয়।

৩৩) জ্ব্রর থাকলে কমে।

৩৪) সব ব্যাথা দূর হয়।

৩৫) শরীর ইবাদাত এর দিকে শক্তিশালী হয়।

৩৬) শয়তান দূর হয়।

৩৭) জ্ঞান বাড়ে।

৩৮) স্মৃতিশক্তি বাড়ে।

৩৯) অন্তর পরিস্কার হয়।

৪০) বাকশক্তি সুন্দর হয়।

৪১) মস্তিষ্ক ঠান্ডা থাকে।

৪২) মুখের দুর্গন্ধ দূর হয়।

৪৩) মাথা ব্যাথা দূর হয়।

৪৪) দাঁতের পীড়া ব্যাথা দুর হয়।

৪৫) সচ্ছলতা বয়ে আনে।

মেসওয়াক করার ইসলামের আলোকে উপকারীতা গুলো জানলেন। সবার উচিৎ নিয়মিত মেসওয়াক করা।

টেকনিক্যাল বিষয়ে যাবতীয় ভিডিও ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ

Youtube Channel

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী আর্টিক্যাল এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

The post মেসওয়াক করার উপকারিতা, ইসলামের আলোকে জেনে নিন। appeared first on Trickbd.com.

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য তৈরি করা সেরা গ্রাফিক্সের অসাধারণ কিছু মাইন্ড ব্লোয়িং গেম ।༼Mega Game Review : 3 with mod apk , +Java suggestion༽

Posted:

অগ্রিম ঈদ মোবারক

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে

শা করছি ভালোই আছেন। মহান আল্লাহ্’র অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব, অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য তৈরি করা সেরা গ্রাফিক্সের কয়েকটি অসাধারণ মাইন্ড ব্লোয়িং গেম। আশা করি , এখানে দেওয়া সবগুলো গেম‌ই আপনার ভালো লাগবে। সাথে জাভা ইউজারদের জন্য হালকা তবারকের (😂 ) ব্যবস্থা আছে।

অনেক গেম হওয়ার কারণে সবগুলো গেম সম্পর্কে বেশি বিস্তারিত লিখতে পারছিনা। আশা করছি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।গেম খেলতে গিয়ে যাতে করে আপনাকে in-app purchase সম্পর্কিত সমস্যায় পড়তে না হয় সেজন্য গেম গুলোর mod apk link দেওয়া হয়েছে। আপনি ইচ্ছে করলে গেমের মোড ভার্সন ডাউনলোড করতে পারবেন। তবে এতে গেমের আসল মজা আর থাকেনা। যাই হোক, সেটা আপনার ব্যাক্তিগত ব্যাপার। জাভা ইউজারদের জন্য দেওয়া গেম গুলো এক‌ই না হলেও , পাশাপাশি যায় এমন পর্যায়ের । এবার তাহলে গেম গুলোর দিকে নজর দেওয়া যাক……!!


5⃣ . Flow free

“ফ্লো ফ্রি” একটি অসাধারণ সংযোগ ধাঁধা গেম, যেখানে আপনাকে রঙিন বিন্দু’র একপ্রান্তের সাথে বুদ্ধি খাটিয়ে অন্যপ্রান্তের সংযোগ ঘটাতে হবে। সবগুলো লাইন সঠিকভাবে মেলাতে পারলে একেকটা লেভেল শেষ হবে।



 

Developer : Big duck game LLC

Update on :2021-01-25
File size : 13.94 megabite

Click for download [ play store ] 

Click for mod apk ( RevD1 )

Try for Java { Dedomil }


4⃣. PARKour fun

এটি একটি অসাধারণ in-app-parchase বিহীন কার পার্কিং গেম। আপনাকে এখানে একটি গাড়িকে কোন প্রকার বাঁধার সাথে সংঘর্ষ না ঘটিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যস্থলে পৌঁছুতে হবে। প্রতিবার সংঘর্ষের জন্য আপনাকে ১৫ সেকেন্ড সময় জরিমানা করা হবে। গেমটির চমৎকার গ্রাফিক্স ডিজাইন আপনাকে মুগ্ধ করবেই।


Developer : pixbox studies

RequiresAndroid : 4.1+

Update on :2019-02-13
File size : 84 megabite

3⃣ . JT sniper

এটি একটি অসাধারণ শ্যুটিং গেম। গেমটির প্রথম ভার্সন jhonney trigger গেমটি ব্যাপকভাবে সফলতা অর্জন করায় নির্মাতা প্রতিষ্ঠান এর দ্বিতীয় ভার্সন তৈরি করে। বর্তমানে এই গেমটিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই গেমে আপনাকে একাই বিভিন্ন মিশন পরিচালনা করতে হবে। যেমন : অপহৃত শিশুকে উদ্ধার করা, নির্দিষ্ট কিছু ব্যাক্তিকে হত্যা করা, বসের সাথে লড়াই করে জয়ী হ‌ওয়া ইত্যাদি।


Developer : Saygame

Updateon : 2020-01-25

File size : 79.93 megabite

Click for download [ play store ]

Click for mod apk ( Android 1 )

Try for Java { Dedomil }


2⃣ . Epic race 3d

বিখ্যাত টিভি শো ” American Ninja warrior ” তো অনেকেই দেখেছেন । দেখে হয়তো ভেবেছেন , ” ইশ্ ! আমিও যদি একবার ট্রাই করতে পারতাম “। সেটা আপনার পক্ষে আদৌও সম্ভব না হলেও , এই গেমটি কিন্তু আপনাকে সে সুযোগ দিচ্ছে । গেমটিতে অসংখ্য চ্যালেঞ্জিং স্ট্যান্ড রয়েছে , যা কমপ্লিট করে একেকটা লেভেল শেষ করতে হয় ।


Developer : Good job game

Updateon : 2021-04-14

File size : 51.6 megabite

Click for download [ play store ]

Click for mod apk ( Android1 )

Try for Java { Dedomil }


1⃣ . Rush hou r 3d

এন্ড্রয়েড মোবাইল এর জন্যে কম মেগাবাইটের মধ্যে আমার দেখা সবচেয়ে সেরা রেসিং গেম এটি । বিশেষ করে , গেমটির গ্রাফিক্স খুবই মনোমুগ্ধকর । তাছাড়া গেমটি প্লেয়িং বা কন্ট্রোলিং সিস্টেম খুবই ভালো । চমৎকার কিছু গাড়ির সাথে রেসিং-এ আশা করি আপনার ভালোই সময় কাটবে ।


Developer : Good job game

Updateon : 2021-04-14

File size : 109.2 megabite

Click for download [ play store ]

Click for mod apk ( happymodpro )

Try for Java { Dedomil }



༼Mega Game Review : 1༽

༼Mega Game Review : 2༽

আমার লেখা অন্যান্য পোস্ট  

⬆ Click ⬆

মানুষ ভূলের উর্দ্ধে নয়। তাই ভূলত্রুটি হলে দয়া করে ক্ষমা করবেন। পোস্ট টি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেনআপনার একটি ভালো মন্তব্য আমাকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা যোগায়পর্যাপ্ত  পরিমাণে সাড়া পেলে , শীঘ্রই সিরিজের চতুর্থ পর্ব নিয়ে হাজির হবইনশাআল্লাহ !
YouTube

 জীবন হোক কর্মময় , নিরন্তর ছুটে চলা । চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য কবর তো পড়েই আছে ! “

– হযরত আলী ( রা: )

The post অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য তৈরি করা সেরা গ্রাফিক্সের অসাধারণ কিছু মাইন্ড ব্লোয়িং গেম ।༼Mega Game Review : 3 with mod apk , +Java suggestion༽ appeared first on Trickbd.com.

ইংলিশ স্পোকেন বাংলা কোর্স নিয়ে নিন ফ্রীতে

Posted:

Hello👋

কেমন আছেন সবাই….
তো আজকে আবারো স্পোকেন ইংলিশ এর বাংলা কোর্স নিয়ে এলাম।

কোর্স সম্পর্কে


-> কোর্স টি ই-শিখন এর
-> কোর্স টি তে সর্বমোট ২৫টা ফোল্ডার আছে
-> প্রতিটি ফোল্ডার এ ২-৩ টা করে ভিডিও রয়েছে
-> কোর্স টির মূল্য জানতে পারি নি

কোর্স ডাউনলোড


কোর্স টি দেখুন অথবা ডাউনলোড করুন

ধন্যবাদ সবাইকে
আর হ্যা এমন আরো রিসোর্স পেতে যুক্ত হতে পারেন আমাদের সাথে

The post ইংলিশ স্পোকেন বাংলা কোর্স নিয়ে নিন ফ্রীতে appeared first on Trickbd.com.

আমাদের এই মহাবিশ্ব কতবড়? রহস্যময় নীহারিকা কি?

Posted:

আমাদের এই মহাবিশ্ব খুবই রহস্যময়। আমাদের এই মহাবিশ্ব এতটাই বিশাল যে, এটা যদি আমরা আমাদের কল্পনার দ্বারা পরিমাপ করতে যাই তারপরও এ মহাবিশ্বের শেষ হয় না। এখানে রয়েছে অসংখ্য গ্রহ-নক্ষত্র, নেবুলা, অ্যাস্ট্রয়েড গ্যালাক্সি, লোকাল গ্রুপ, ব্ল্যাকহোল সহ অনেক কিছু, যেগুলো কোনোটি পৃথিবীর চেয়ে কয়েকশো কোটি গুণ বড়, এবং যেগুলো হাজার হাজার কোটি আলোকবর্ষ দূরে রয়েছে। বিজ্ঞানীরা মহাবিশ্বের এক অণু পরমাণু সম্পর্কেও জানতে পারেনি। যদিও আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমরা এই মহাবিশ্ব সম্পর্কে অনেকটাই এখন ধারণা করতে পারি। এই মহাবিশ্বের এতগুলো রহস্যের মধ্যে নীহারিকাও একটি অন্যতম রহস্য। আজকে আমরা কথা বলবো এই নীহারিকাকে নিয়ে। আমরা জানার চেষ্টা করব নীহারিকা কি এবং এর গঠন এবং এর সৃষ্টি নিয়ে।

রাতের আকাশ দেখেছে কিন্তু অবাক হয় নি, এমন মানুষ দুনিয়াতে একটিও হয়তো নেই। বহু আলোকবর্ষ দুরের মিটিমিটি করে জ্বলা নক্ষত্র প্রাচীনকাল থেকেই মানুষকে হাতছানি দিয়ে ডেকেছে। মানুষ দেখেছে অনেক ধরনের জ্যোতিষ্কই। কিছু স্হির আলোকবিন্দু(নক্ষত্র) কিছু স্হানপরিবর্তনশীল আলোকবিন্দু (গ্রহ), আবার এই বুঝিকোন নক্ষত্র মাটিতে খসে পড়ছে (উল্কা), আবার কিছু হয়তোবা কুয়াশার মতো ছোট স্হানজুড়ে বিস্তৃত। এই ছোট স্হানজুড়ে বিস্তৃত অংশ গুলোই মুলত নীহারিকা ব নেবুলা। ব্যাতিক্রম হচ্ছে, অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। কারন, একে দেখতে অনেকটা নীহারিকার মতোই আবছা জ্যোতিষ্কের মতো লাগে। এমনকি আগে অ্যান্ড্রোমিডাকে নীহারিকাই মনে করা হতো, নাম দেয়াছিলো অ্যান্ড্রোমিডা নীহারিকা। প্রযুক্তির উন্নতিতে আজ আমরা জানতে পেরেছি তা নীহারিকা নয়, গ্যালাক্সি। আজকে জেনে নেয়া যাক, নীহারিকা সম্পর্কে কিছু তথ্য।


নীহারিকা কি?

– নেবুলা মুলত গ্যাস ও ধূলার সমন্বয়ে সৃষ্ট এক সুবিশাল মহাজাগতিক মেঘ। নেবুলার নির্দিষ্ট কোন আকৃতি নেই। শুন্য মাধ্যমের তুলনায় এ অন্ঞ্চলের ঘনত্ব বেশি। নেবুলার তাপমাত্রা থাকে অনেক বেশি। কারন, এদের ভেতরে ও আশেপাশে থাকা নক্ষত্র থেকে বিকিরিত তাপেই এরা উত্তপ্ত হয়। যদি নেবুলার আশেপাশে নক্ষত্র না থাকতো তবে এরা ঠান্ডা থাকতো, খুবই ঠান্ডা। নীহারিকার রং হয় অনক ধরনের তবে লক্ষনীয় রং হলো, লাল, নীল, কমলা, সবুজ। মহাশুণ্যের সবচেয়ে সুন্দর জ্যোতিষ্ক এরা৷


নীহারিকার গঠন উপাদান

নীহারিকা প্রধানত গ্যাস, ধুলা ও প্লাজমা দ্বারা গঠিত। অধিকাংশ নেবুলা ই ৯০% হাইড্রোজেন, ৯% হিলিয়াম, এছাড়া বাকি ১% হিসেবে রয়েছে কার্বন, নাইট্রোজেন, ম্যাগনেশিয়াম, সালফার,ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম। নীহারিকাগুলো মুলত অবস্হিত আন্তঃনাক্ষত্রিক শুন্যস্হানে। তাহলে আন্তঃনাক্ষত্রিক মাধ্যম বা ইন্টারস্টেলার মিডিয়াম কি সে বিষয়ে আগে একটু দেখা যাক।

নেবুলার সৃষ্টি হয় কিভাবে?

আগেই দেখেছি আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে থাকে অনেক গ্যাস ও ধুলা। কোন ভাবে মহাকর্ষ টানের মাধ্যমে যখন সেগুলো কাছাকাছি আসে তখন কাছাকাছি আসা সেসব গ্যাসের সম্মিলিত আকর্ষন আরো শক্তিশালী হয়। ফলে সেগুলো আরো বেশি পরিমান পদার্থকে আকর্ষন করতে থাকে, সংকুচিত করতে থাকে। এভাবো পদার্থ যতো কাছাকাছি আসে, আকর্ষন কতোই বাড়ে, এভাবে বাড়তে বাড়তে অনেক বিশাল পরিমান গ্যাসীয় অন্ঞ্চলের সৃষ্টি হয় যাকে নেবুলা বলে৷ আবার, নক্ষত্রের বিস্ফোরনে এর পৃষ্ঠের সকল পদার্থ মহাশুন্যে নিক্ষিপ্ত হয়েও নেবুলার সৃষ্টি করে। নীহারিকাই হলো নক্ষত্রের একমাত্র জন্মস্হান৷ নীহারিকার গ্যাস ও ধুলাই মহাকর্ষীয় টানে সংকুচিত হয়ে নক্ষত্রের জন্ম দেয়। আবার সেই নক্ষত্রই মৃত্যুর সময় নেবুলা সৃষ্টি করে, আবার সেই নেবুলা থেকেও আবার সৃষ্টি হয় নক্ষত্র। এভাবেই নীহারিকার জগতে চলতে থাকে ভাঙ্গা গড়ার খেলা।

নীহারিকা অনেক প্রকারের হয়ে থাকে। কিছু নীহারিকা নিজস্ব আলো দেয়, কিছু নীহারিকাকে অন্ধকার দেখায়, কিছু বা আবার গোলাকৃতি। প্রধানত নীহারিকে চারভাগে ভাগ করা যায়। এদের সম্পর্কে নিচে জেনে নেয়া যাকঃ

The post আমাদের এই মহাবিশ্ব কতবড়? রহস্যময় নীহারিকা কি? appeared first on Trickbd.com.

পদ্মা নদীর মাঝি: লিজেন্ডারি বাংলা মুভি। “আমারে নিবা মাঝি লগে” এই মুভি থেকেই টেমপ্লেট নেয়া হয়েছে। সাথে রিভিউ + লিংক

Posted:


মুভি: পদ্মা নদীর মাঝি

সাল: ১৯৯৩

আইএমডিবি রেটিং: ৮.২

পার্সোনাল রেটিং: ৯.৫

আমরা অনেকেই হয়তো উচ্চমাধ্যমিকে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পদ্মানদীর মাঝির পড়েছি। ১৯৯৩ সালে এই উপন্যাসের উপর ভিত্তি করে মুভি নির্মাণ করেছিলেন গৌতম ঘোষ। ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনার মুভি ছিল এটি।

মুভিটা অনেক পুরনো হলেও বর্তমান সমাজের অনেক ছেলেমেয়ে পোস্টের স্থিরচিত্রের সাথে পরিচিত বিভিন্ন রকম মিমস এর কল্যানে। ‌‌

আমিও তাদের মধ্যে একজন যে কিনা মিমস্ এর কল্যাণে পদ্মা নদীর মাঝি মুভি সম্পর্কে জানতে পেরেছি।

যথারীতি মিমস দেখার পর আগ্রহ জেগে উঠলো সম্পূর্ণ মুভি টা দেখার। যেই কথা সেই কাজ। সাথে সাথে দেখা শুরু করে দিলাম।

বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাসের অন্যতম মাস্টারপিস বলা যেতে পারে এই মুভি কে। সকলের অভিনয় এতটাই সাবলীল এবং মনমুগ্ধকর ছিল যে তা ভাষায় প্রকাশ করার মতো না।

কপিলা এবং কুবের সবচাইতে বিখ্যাত ডায়লগ এর মধ্যে হচ্ছে “আমারে নিবা মাঝি লগে”!

নদীর সাথে এই বাংলার মানুষের গভীর সম্পর্ক খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পদ্মার পাড় কে কেন্দ্র করে জেলে এবং সাধারণ মানুষের সংগ্রামী জীবন আপনার মনে রোমাঞ্চকর পরিস্থিতির সৃষ্টি করবে।

সেইসাথে উপন্যাসে যত সুন্দর করে প্রকৃতির বর্ণনা দেয়া হয়েছে মুভিটির পরিচালক ঠিক একই রকম প্রকৃতির মনমুগ্ধকর সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।

মুভিতে অভিনয় কৃত একাধিক অভিনেতা-অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে।

যারা এখনো এই মাস্টারপিস মুভি দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন।

লিংক: Click Here

The post পদ্মা নদীর মাঝি: লিজেন্ডারি বাংলা মুভি। "আমারে নিবা মাঝি লগে" এই মুভি থেকেই টেমপ্লেট নেয়া হয়েছে। সাথে রিভিউ + লিংক appeared first on Trickbd.com.

মহাকাশে কতদূর পর্যন্ত গেলে পৃথিবী আমাদেরকে তার কেন্দ্রের দিকে আর আকর্ষণ করবে না?

Posted:

যারা বিজ্ঞানপ্রেমী, তাদের মাথায় হয়তো এই প্রশ্নটা একবার এসেছে যে, আমাদের পৃথিবীর মহাকর্ষীয় বল কতদূর পর্যন্ত বিস্তৃত? বা কতদূর পর্যন্ত গেলে পৃথিবী আমাদেরকে আর তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে না। আজকে এখানেই আমি কথা বলব।

সিম্পলি বেসিক জিনিসটা দেখা যাক। যদি পৃথিবী থেকে আমরা কোন দুরত্বে একটি বস্তু রাখি তবে তার প্রতি পৃথিবীর যে অভিকর্ষ বল প্রযুক্ত হবে তার মান, F= GMm/R^2..
এখানে, M= পৃথিবীর ভর, m= বস্তুর ভর, R= তাদের মধ্যকার দুরত্ব।

এখন, পৃথিবীর ভর ও বস্তুর ভর উভয়েই অপরিবর্তনীয়। আর, মহাকর্ষীয় ধ্রুবক G ও অপরিবর্তনীয়। সুতরাং, উপরোক্ত সূত্রকে লিখা যায়, F propertional to 1/R^2.. অর্থ্যাৎ, এ আকর্ষণ তাদের মধ্যকার দুরত্বের বর্গের ব্যাস্তানুপাতিকভাবে কমে।

এবার, ধরুন কোন একটু বস্তু, ধরি চাঁদ। এখন যে দুরত্বে আছে, যদি আমরা তাকে দ্বিগুণ দুরত্বে কল্পনা করি তবে তার উপর প্রযুক্ত পৃথিবীর অভিকর্ষ বল বর্তমান অপেক্ষা ৪ ভাগের ১ ভাগ হয়ে যাবে৷ যদি ৪ গুন দুরত্ব করি তবে ১৬ ভাগের ১ ভাগ হয়ে যাবে। এভাবে যতোই দুরত্ব বৃদ্ধি করবো গ্র্যাভিটি ততোই কমবে৷ কিন্তু লক্ষ্য করুন, এ আকর্ষন কিন্তু কখনোই শূণ্য হচ্ছে না! চাঁদকে যদি বিশাল দুরত্বে কল্পনা করা হয় তবে তার প্রতি পৃথিবীর আকর্ষন দুরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক ভাবে কমবে, হয়তো সে মান 0.0000000000…….. 1 নিউটন পরিমান হবে। কিন্তু একদম ০ হবে না! একটি মান থাকবেই। সুতরাং, পৃথিবী তথা মহাবিশ্বের সকল বস্তুরই এ গ্র্যাভিটি অসীম দুরত্ব পর্যন্ত বিস্তৃত। কিন্তু সে অসীম দুরত্ব কতো তা অনির্ণেয়।

(আপনি উপরোক্ত সূত্রে বস্তুর ভর যেকোনটা ধরে, মান বসিয়ে ক্রমেই দুরত্বের মান টা বৃদ্ধি করে হিসাব করুন৷ তাহলেই দেখবেন দুরত্ব বৃদ্ধি করলে আকর্ষণ কমবে। কিন্তু তা শূন্য হচ্ছে না। সুতরাং, পৃথিবীর গ্র্যাভিটি অসীম দুরত্ব পর্যন্ত বিস্তৃত। কিন্তু তার প্রাবল্য একটি নির্দিষ্ট দুরত্ব পর্যন্তই বিস্তৃত)

The post মহাকাশে কতদূর পর্যন্ত গেলে পৃথিবী আমাদেরকে তার কেন্দ্রের দিকে আর আকর্ষণ করবে না? appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments