ইউটিউবসহ যেকোন ভিডিও লেখায় রুপান্তর করুন এক ক্লিকে || How to Convert YouTube or Any video to text file by online 2021 |
- ইউটিউবসহ যেকোন ভিডিও লেখায় রুপান্তর করুন এক ক্লিকে || How to Convert YouTube or Any video to text file by online 2021
- ডাউনলোড করে নিন সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা A Quiet Place Part II বাংলা সাবটাইটেল সহ!
- blast আপনার admission exam এর জন্য দরকারী 25+ টি বইয়ের Pdf নিয়ে নিন এই মেগা পোস্টে part 2
- জনপ্রিয় এনিমে সিরিজ Demon Slayer এর উপর ভিত্তি করে বানানো NezukoOs কাস্টম রম রিভিউ
- ছোট্ট এই দোয়াটি পড়লে শরীরে যেকোনো ব্যাথা দূর হবে ইনশাআল্লাহ।
- Poco X3 ডিভাইসের LegionOs কাস্টম রম রিভিউ
- আপনার ডিভাইসের জন্য Gcam নিয়ে নিন একদম সহজে, এবার আর কারো কাছে লিংক খুঁজতে হবে না
- ভবিষ্যতে যেমন হবে আপনার ‘প্রিয়’ ফেসবুক
- Li-fi কি! এবং এটা কিভাবে কাজ করে? | How Does LiFi Work?
Posted: আসসালামু আলাইকুম,আজ আপনাদের সাথে সেয়ার করব কিভাবে ইউটিউব ভিডিও কে কনভার্ট করে লেখা এ রুপান্তর করবেন । আমরা ইউটিউব ভিডিও কে অডিও তে রুপান্তর করতে পারি, ছবিতে রুপান্তর করতে পারি, কিন্তু লেখায় কি রূপান্তর করতে পারি ? আজ আমি দেখাবো ইউটিউব সহ যেকোন ভিডিও অনলাইনের মাধ্যমে লেখায় রূপান্তর করবেন । আর যারা youtube-এর কোন কনটেন্ট কপি করতে চান তাদের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ। ইউটিউব লিংকের মাধ্যমে ভিডিও আপলোড করে কিছুক্ষণের মধ্যে লেখাই কনভার্ট হবে । Full Post টা পড়বেন । আপনাদের সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক, প্রয়োজনীয়তা:
এখন, 1. প্রথমে স্ক্রিনশটে দেখানো এই ওয়েবসাইট এ ক্লিক করুন।
2. গুগোল অথবা যেকোনো ইমেইল দিয়ে একাউন্ট করে নিন। আমি টেম্পোরারি মেইল টা ব্যবহার করেছি।
3. একাউন্ট করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে ট্রানস্ক্রিপশন এ ক্লিক করুন।
4. তারপর আপলোড এ ক্লিক করে পাবলিক লিংক সিলেক্ট করুন।
5. এখন আপনি ইউটিউব বা যে ভিডিওটি কনভার্ট করতে চাচ্ছেন তার লিংকটা পেস্ট করুন এবং ইম্পর্ট এ ক্লিক করুন।
6. এখান থেকে ভিডিওটি যে ভাষায় কথা বলেছে সে ভাষা টি সিলেক্ট করে নিন, যদি বাংলা ভাষায় কথা বলে তাহলে বাংলা সিলেক্ট করুন যদি ইংলিশে কথা বলে ইংলিশে সিলেক্ট করে ট্রান্সক্রাইবে ক্লিক করুন।
7. একটু ওয়েট করার পর আপনার ফাইল রেডি হবে তারপরে এখানে ক্লিক করুন।
8. এখন কনভার্টকৃত লেখা গুলো দেখার জন্য এখানে ক্লিক করুন।
9. দেখুন ভিডিও থেকে লেখায় রূপান্তর হয়েছে ।
10. লেখাগুলো সিলেক্ট করে কপি করতে পারেন।
11. এখান থেকে সাবটাইটেল, টেক্সট ডকুমেন্ট, ওয়ার্ড পিডিএফ এবং আরো বিভিন্ন ফাইলে সেভ করে রাখতে পারবেন । আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে ডাউনলোড এ ক্লিক করুন। 12. প্রথম ভিডিওটা যত বড় হোক আপনি ফ্রিতে সেটা কনভার্ট করতে পারবেন । কিন্তু পরবর্তী ভিডিও কনভার্ট করতে গেলে আপনার মিনিটের প্রয়োজন হবে আর এখান থেকে আপনি মিনিট কালেক্ট করতে পারবেন । কোথাও শেয়ার করতে হবেনা জাস্ট ক্লিক করলেই আপনার মিনিট গুলো দিয়ে দিবে, এ মিনিট দিয়ে আপনি পরবর্তী ভিডিও কনভার্ট করতে পারবেন । মিনিট শেষ হয়ে গেলে আপনি টেম্পোরারি ইমেইল দিয়ে আবার একটা অ্যাকাউন্ট খুলে কনভার্ট করতে পারেন ।
Help Menu:কোন কিছুর প্রয়োজন হলে বা কোন কিছু জানার থাকলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার Help Desk. আমার আগের পোষ্ট গুলি মিস করে থাকলে এখান থেকে দেখতে পারেন
Contact me on FacebookContact me on YouTubeধন্যবাদ।The post ইউটিউবসহ যেকোন ভিডিও লেখায় রুপান্তর করুন এক ক্লিকে || How to Convert YouTube or Any video to text file by online 2021 appeared first on Trickbd.com. |
ডাউনলোড করে নিন সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা A Quiet Place Part II বাংলা সাবটাইটেল সহ! Posted: আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি A Quiet Place Part II এর হালকা রিভিউ ও ডাউনলোড লিংক।সাথে যারা পার্ট ১ দেখেন নি তাদের জন্যও পার্ট ১ এর ডাউনলোড লিংক দেব। তো চলুন শুরু করা যাক।
Movie: A Quiet Place Part II
Imdb Rating: 7.8/10 Personal Rating: 8/10 Google Users: 93% Liked this Film Director: John Krasinski Box office: $195 million Budget: $61 million ***No Spoiler***A quiet place এর প্রথম অংশের সাফল্যের পর দ্বিতীয় অংশ রিলিজ হয় ২০২০ সালের ৮ই মার্চ নিউইয়র্ক সিটিতে এবং ২০২১ সালে ২৮ মে আমেরিকায়। ৯৭ মিনিটের এই সিকুয়েল এর কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে হলিউডের অন্যতম সেরা সিকুয়েল। প্রথম পার্ট দেখে আপনার এক্সপেকটেশন যদি তুংগে থাকে তাহলেও আপনি হতাশ হবেন না। হরর, সারভাইভাল ড্রামা, সাই-ফাই সবকিছুর দারুন একটা মিক্সচার বলা যায় “A quiet Place”। “Part-1” এ প্রথম ৪৫-৫০ মিনিট আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই বোরিং লেগেছিল। যদিও সেটা “Character development”, ” Emotional bonding” তৈরী করার জন্যই সময় নিয়েছিলো। সেখানে দেখিয়েছিলো একজন বাবা তার বাচ্চাদের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিভিন্ন কলা-কৌশল রপ্ত করাচ্ছেন। শব্দ করলে যে বিপদ আসতে পারে সেটার একটা রহস্য ছিল প্রথম পার্টে। সেটার প্রয়োগ করে তারা বাচতে পারবে কিনা সেটাই দেখানো হয়েছে পার্ট-২ এ। কিন্তু দ্বিতীয় পার্টে তেমন কোনো রহস্য ছিলো না। কিন্তু স্নায়ুবিক উত্তেজনা সৃষ্টির মূহুর্ত(tensed moment) দারুণভাবে তৈরী করা হয়েছে। যেটা আপনার হৃদস্পন্দনের গতি হঠাৎ করে বাড়িয়ে দেবে। প্রথম পার্টে আমরা দেখেছিলাম কীভাবে তারা সার্ভাইব করে টিকেছিলো।এবার মুভির শুরুতেই দেখানো হবে কিভাবে এই ঘটনার সুত্রপাত হয়েছিলো।ক্রিয়েচার দের হামলার প্রথম ঘটনা থেকে মুভির গল্প শুরু হবে। এরপর আবার প্রথম পার্টের জায়গায় মানে ঘটনার ৪৭৪ তম দিনে ফিরে যাবে গল্প যেখানে এখনো সার্ভাইব করে টিকে আছে পরিবার টি। কিন্তু আর কতদিন এভাবে থাকবে তাই তারা সিদ্ধান্ত নেয় এগিয়ে যাবার হয়তো কোন সাহায্য পাবে এই আশায়। কিন্তু তারা কি পারবে এই প্রতিকূল অবস্থায় এগিয়ে যেতে?যেখানে পদে পদে লুকিয়ে আছে মৃত্যু আশংঙ্কা! প্রথম পার্টের মতো এখানেও সাসপেন্স বিল্ড করেছে চমৎকার ভাবে। আগের পার্টের মতো বেশ কিছু শ্বাসরুদ্ধকর কিছি সীন রয়েছে। পরিচালক এমনভাবে স্ক্রীনপ্লে সাজিয়েছে যে আপনি খুব সহজেই নিজেকে কানেক্ট করতে পারবেন সাথে গা হিম করা বিজিএম তো রয়েছেই। আর মুভিতে যারা অভিনয় করেছে তাদের প্রত্যেকের অভিনয়ই চমৎকার ছিলো। একটা আতংকিত পরিবার যেখানে সাহায্য করার কেউ নেই, এমন সিচুয়েশনে সবাই যেনো হয়ে উঠে একেকটা যোদ্ধা। প্রথম পার্ট যাদের কাছে ভালো লেগেছে তারা নিঃসন্দেহে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। প্রথম পার্টের মান ভালোভাবেই রাখতে পেরেছে মুভির দ্বিতীয় এই পার্ট টি। আর যারা সার্ভাইভাল মুভি পছন্দ করেন তাদের জন্য এই দুই পার্টের মুভি মাস্টওয়াচ।
অভিনয়, টেকনিক্যাল এসপেক্ট বরাবরের মতোই ভালো ছিলো। “Cillian Murphy” এর ফ্যান যারা আছেন তাদের জন্য দারুন একটা পাওয়া। ডায়লগ যেহেতু কম তাই সাব বা ডাব দেখার দরকার হবেনা। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট পুরাই অন্য লেভেলে নিয়ে গেছে সিনেমাটকে। যারা পার্ট-১ পছন্দ করেছিলেন তাদের আশা করি বলা লাগবে না পার্ট-২ দেখার জন্য। কিন্তু যারা আটা ময়দা মাখা ভূত দেখে নতুন কিছু খূঁজছেন তাদের অবশ্যই “A quite Place” এর দুইটা পার্ট দেখা উচিত।
Download Links [ A Quiet Place Part 2 (2021)]480p (420 MB):Direct Download Link (English Only) Unofficial Hindi Dubbed (Dual Audio) Unofficial Hindi Dubbed (Dual Audio) Server 2 720p (1.1 GB): 1080p (1.4 GB): Bangla Subtitle: Click here A Quiet Place Part II বাংলা সাবটাইটেলের সাথে শুধু ইংলিশ অডিও তে দেখতে সাজেস্ট করবো। কারণ ডুয়াল অডিও তে হিন্দি ডাবিং আন অফিশিয়াল, যা সবার ভালো নাও লাগতে পারে। আর আন অফিশিয়াল ডুয়াল অডিওতে বাংলা সাবটাইটেল ও মেলার সম্ভাবনা খুবই কম। তাই অনলি ইংলিশ বাংলা সাবটাইটেলের সাথে দেখুন। বাকিটা আপনাদের ইচ্ছা। Download Links [ A Quiet Place Part 1 (2018) ]480p (300 MB) : 720p (945 MB): 1080p (2.66 GB): 4k (5.27 GB) : Download Link Here Bangla Subtitle: Click Here Alternative Subtitle
Download Link Credits : Mlwbd, Filmybro, GDToT, hubdrive
ডাউনলোড করার জন্য যেসব লিংকে গুগল একাউন্টে লগিন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে গুগল একাউন্টে লগিন করে নিবেন।কোনো ডাউনলোড লিংক কাজ না করলে বা লোড পড়লে অন্য সার্ভার ট্রাই করবেন। ডাউনলোড লিংকে যাওয়ার পর অন্য পেইজে নিয়ে গেলে পুনরায় আগের পেইজে ফিরে এসে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আর যাদের গুগল একাউন্টে লগিন করলে ড্রাইভ হ্যাক হওয়ার ভয় আছে তারা এই লিংকে ক্লিক করে পোস্টটি পড়ে নিবেন।আশা করছি ভয় কেটে যাবে। আমি ইউজারদের কথা বিবেচনা করেই লিংক দিয়ে থাকি।কাজেই কোনো হ্যাকিং লিংক প্রোভাইড করার প্রশ্নই আসে না। আমার অন্যান্য পোস্টঃ Dirilis Ertugrul Bangla Download Link Kurulus Usman Bangla All Episodes Link Windows 7 Ultimate Cracked Download Charlie (2015) Download Link With Bangla subtitle Pure Action Movie Raid Redemption
আজকে এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। The post ডাউনলোড করে নিন সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা A Quiet Place Part II বাংলা সাবটাইটেল সহ! appeared first on Trickbd.com. |
blast আপনার admission exam এর জন্য দরকারী 25+ টি বইয়ের Pdf নিয়ে নিন এই মেগা পোস্টে part 2 Posted: হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেকদিন পর আজকে পোস্ট লিখতে বসলাম। চলুন শুরু করা যাক। তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে আপনার প্রয়োজনীয় অনেকগুলা পিডিএফ বইেএর লিঙ্ক শেয়ার করবো। আপনার যেকোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসব বই অনেক কাজে আসবে। তাই দেরী না করে এখনই দেখে নিন আপনার দরকারি বইটা এখানে আছে কিনা। আমার গত পোষ্ট এ আমি আপনাদেরকে এরকম অনেকগুলো বইয়ের লিঙ্ক শেয়ার করেছিলাম। আজকে বাকি লিঙ্কগুলো শেয়ার করতেছি। চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই। 23)Retina GK: 31)Full dagano book series: 32)Barrons Cliffs toefl: 35)English master book 2020: তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই। আশা রাখি বইগুলো আপনাদের কাজে দিবে। মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিয়েন। কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান। তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ । The post blast💥 আপনার admission exam এর জন্য দরকারী 25+ টি বইয়ের Pdf নিয়ে নিন এই মেগা পোস্টে😍 part 2 appeared first on Trickbd.com. |
জনপ্রিয় এনিমে সিরিজ Demon Slayer এর উপর ভিত্তি করে বানানো NezukoOs কাস্টম রম রিভিউ Posted:
Custom Rom Review ##ব্যাটারি ১৫ পারসেন্ট এর নিচে গেলে পবজি খেলার সময় লেগ করে যা miui তে ছিল না। • Completely rebase rom, start from scratch. It’s a whole new rom technically with far less bugs. New beginnings if you may. • Completely open sourced the rom. Official and unofficial are the same now. • June SP • Open sourced for roms with 0 ethics to cherry pick
The post জনপ্রিয় এনিমে সিরিজ Demon Slayer এর উপর ভিত্তি করে বানানো NezukoOs কাস্টম রম রিভিউ appeared first on Trickbd.com. |
ছোট্ট এই দোয়াটি পড়লে শরীরে যেকোনো ব্যাথা দূর হবে ইনশাআল্লাহ। Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন । দোয়াটি পড়লে শরীরে যেকোনো ব্যাথা দূর হবেপ্রিয় পাঠক আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। দোয়াটির আমলে আপনার শরীরের যেকোনো ব্যাথা নিবারণ হবে ইনশাআল্লাহ। আপনার শরীরের যেই স্থানে ব্যাথা হবে, সেই স্থানে হাত দিয়ে এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার দেহের ব্যাথা ভালো হয়ে যাবে। এই দোয়াটি কয়েকটি সহীহ হাদিসে উল্লেখ্য রয়েছে। দোয়াটি এসেছে সহীহ মুসলিম শরীফে হাদিস নাম্বার ২২০২, তিরমিজি ২০৮০,আবূ দাউদ ৩৮৯১। প্রিয় পাঠক এই দোয়াটি আমল করার কিছু নিয়ম রয়েছে। আর্টিকেলের শেষে আমরা তা বলে দিবো। তাঁর আগে কিছু কথা না বললেই নয়। আপনি যদি মন থেকে চান যে আপনার শরীরের ব্যাথা দূর হোক বা আপনার শরীরে কোনো ব্যাথা না হোক তাহলে আজকের আমলের পাশাপাশি এই কাজ গুলো আপনাকে করতে হবে। ১ নাম্বারঃ বাহিরের ভাজাপোড়া খাওয়া যাবেনা এবং বাসায় রান্নার তেল হিসেবে সয়াবিন বা পাম ওয়েল এ জাতীয় তেল খাওয়া বাদ দিতে হবে। রান্নায় সব সময় খাঁটি সরিষার তেল অর্থাৎ ঘানি ভাঙ্গা সরিষার তেল ব্যবহার করতে হবে। আর যাদের অর্থনৈতিক সামর্থ্য রয়েছে তাঁরা অলিভ অয়েল ব্যবহার করবেন। হয়তো অনেকে ভাবতে পারেন এটার সাথে ব্যাথার সম্পর্ক কি তাঁদেরকে বলবো সম্পর্ক আছে বলেই বলা হয়েছে। এ নিয়ে অন্য একটি আর্টিকেলে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ২ নাম্বারঃ নামাজ ধীরস্থিরভাবে পড়বেন। নামাজে কখনো তাড়াহুড়ো করবেন না। বিশেষ করে রুকু সিজদা দীর্ঘ করবেন। ৩ নাম্বারঃ নিয়মিত ব্যায়াম করবেন এবং প্রতিদিন সকালে বা বিকালে আধা ঘন্টা করে হাঁটবেন। সেটা সম্ভব না হলে বাসায় ভিতরে যে সহজ ব্যায়াম গুলো করা যায় সেগুলো করবেন। এ নিয়ে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে অনেক ব্যায়াম ভিডিও পেয়ে যাবেন। ৪ নাম্বারঃ অযথা রাত জগতে পারবেন না। রাত ১০টা থেকে ১১টার মধ্যে অবশ্যই বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়বেন। ৫ নাম্বারঃ আজকে আমরা যে দোয়া ও আমলটি বলবো এই আমলটি করবেন (যখন ব্যাথা হবে)। আর ব্যাথা যদি বেশি হয় তাহলে এই আমলের পাশাপাশি একজন দক্ষ চিকিৎসকের শরণাপন্ন হবেন। তাহলে চালুন জেনে নেই আমাদের আজকের দোয়া সম্পর্কেঃ হজরত উসমান বিন আবুল আস আস-সাকাফী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি নবী করীম (সাঃ) এর নিকট মারাত্মক ব্যাথা নিয়ে উপস্থিত হলাম যা আমাকে প্রায় অকেজো করে দিয়েছিল। তখন নবী করীম (সাঃ) আমাকে বলেন → তুমি তোমার বাম হাত ব্যাথার স্হানে রেখে সাতবার এই দোয়াটি পড়ো। দোয়াটি পড়ার যে নিয়ম তা হলোঃ রাসূল (সাঃ) বললেন → যে স্থানে তোমার ব্যাথা হচ্ছে সেখানে তোমার ডান হাত রেখে তিনবার বিসমিল্লাহ বলো। তারপর বাম হাত ব্যাথার স্থানে রেখে সাতবার আজকের উক্ত দোয়াটি পড়তে বলেছেন।( আহমাদ ১৭৪৪৯ শুরুহুল ইমান হাদিস:১৫৮, আত তহাবিয়াহ ৭০) অর্থাৎ প্রথমে বিসমিল্লাহ তিনবার। তারপর দোয়াটি সাতবার পড়বেন। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি The post ছোট্ট এই দোয়াটি পড়লে শরীরে যেকোনো ব্যাথা দূর হবে ইনশাআল্লাহ। appeared first on Trickbd.com. |
Poco X3 ডিভাইসের LegionOs কাস্টম রম রিভিউ Posted:
Custom Rom Review আমি miui ইউজার, কারণ আমার হেভি কাস্টোমাইজ করা রম ভাল লাগে। Miui তে থাকা অবস্থায় কোনো ইস্যু ফেইস করিনি, যা ছিল সেগুলো একটু গুতাগুতি করলেই ফিক্স হয়ে যায়। Aosp রমে আসার কোনো ইচ্ছেই ছিল না, শুধু একটি কারণে এখানে আসি এবং সেটি হল গুগল ফটো। আমার ডিভাইস কে pixle হিসেবে ডিটেক্ট করে এবং আনলিমিটেড বেকাপ এর সুবিধা পাচ্ছি🥲। Aosp এর অনেক রম ট্রাই করেছি এবং সবশেষে এখন Legionos এই রোমের মধ্যে আছি। এই রোমের ব্যাটারি ব্যাকআপ বলতে গেলে আমার তেমন ভাল লাগে নি। কারণ miui সহ অন্যান্য রম এর মধ্যে ৯-১৪ ঘণ্টা SOT পেতাম যা এখানে ৮ ঘণ্টার মধ্যেই সীমাবদ্ধ। এর ui, transition সব কিছুই একদম স্মুথ এবং পারফেক্ট, কোনো lag নেই ,ডিফল্ট অ্যাপ হিসেবে গুগল ক্যামেরা গো ছিল এবং ছোট খাট কিছু ফাইল ম্যানেজার, মিউজিক প্লেয়ার এবং ব্রাউজার ছিল। এই রোমের ভেনিলা ভার্সন আছে যেখানে Gapps ইন্সটল করা যায় ইজিলি। আমি Gapps ভার্সনটি ইন্সটল করেছি এবং ইন্সটল শেষে একদম লাইট ছিল অ্যাপটি, কোনো এক্সট্রা অ্যাপ ছিল না। এর কাস্টোমাইজেশনের কথা কি বলব একদম জোশ এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে। এতে সহজেই মেজিস্ক ইন্সটল করা যায় এবং খুব সহজেই Anx ক্যামেরা ইন্সটল করা যায়। এতে অল্প কিছু ইস্যু পেয়েছি সেগুলো উল্লেখ করছি। ##ব্যাটারি ১৫ পারসেন্ট এর নিচে গেলে পবজি খেলার সময় লেগ করে যা miui তে ছিল না।
IMPORTANT The post Poco X3 ডিভাইসের LegionOs কাস্টম রম রিভিউ appeared first on Trickbd.com. |
আপনার ডিভাইসের জন্য Gcam নিয়ে নিন একদম সহজে, এবার আর কারো কাছে লিংক খুঁজতে হবে না Posted:
GCAM Review এই পোস্ট নিয়ে কিছু বলার নেই খুবই শর্ট একটি পোস্ট। ফেসবুক এ ঢুকলেই দেখা যায় সবাই জিকেম বা গুগল কেমেরার লিংক নিয়ে লেগে আছেন, অনেকে ইনবক্স এ চিল্লাইতে থাকে অনেকে জিকেন জীকেম করে লিংক শেয়ার দিতে থাকে। কিন্তু টেলিগ্রামে বট থাকতে এত কষ্ট কিসের? টেলিগ্রামে এমন এক বট আছে যেখানে আপনি আপনার ডিভাইসের আপনার মডেল অনুযায়ী যিকেম পাবেন এবং এতে থাকছে xml এর সুবিধাও। এর জন্য আপনাকে বট এর লিংক এ গিয়ে স্ক্রিনশট এর মত ফলো করতে হবে ব্যাস কাজ শেষ। The post আপনার ডিভাইসের জন্য Gcam নিয়ে নিন একদম সহজে, এবার আর কারো কাছে লিংক খুঁজতে হবে না appeared first on Trickbd.com. |
ভবিষ্যতে যেমন হবে আপনার ‘প্রিয়’ ফেসবুক Posted: সবাইকে সালাম, কোথায় চলেছে ফেসবুক? আগামী পাঁচ বছরে কেমনই বা হবে সামাজিক যোগাযোগের এই সাইটটি? ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এই প্রশ্নের উত্তরে বলেছেন, আগামী পাঁচ বছরে ফেসবুক হয়ে দাঁড়াবে মূলত ভিডিও দেখার ওয়েবসাইট। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস। জাকারবার্গ প্রতিদিন একই টি-শার্ট পরেন কেন? এই প্রশ্নেরও উত্তর দিতে হয় তাঁকে। জাকারবার্গ বলেন, খাওয়া-পরার চিন্তা নিয়েই তিনি পড়ে থাকতে চান না, তাঁর আরও গুরুত্বপূর্ণ কাজ থাকে। The post ভবিষ্যতে যেমন হবে আপনার 'প্রিয়' ফেসবুক appeared first on Trickbd.com. |
Li-fi কি! এবং এটা কিভাবে কাজ করে? | How Does LiFi Work? Posted: অনেক রিকুয়েস্ট পাওয়ার পর আজকে আমরা কথা বলতে চলেছি লাই ফাই এর সম্পর্কে সবার প্রথমে দেখে নেওয়া যাক যে এই লাইফাই অর্থাৎ লাইট ফেরটিলিটি কিভাবে কাজ করে। খুব সুন্দর ভাষায় বললে লাইফাই হলো লাইট বেস্ট ওয়াইফাই ওয়াইফাই তে যেমন রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ডেটা ট্রান্সমিট করা হয় লাইফাই এর ক্ষেত্রে ডেটা ট্রান্সমিট করার জন্য লাইটকে ব্যবহার করা হয়। আর যখনই আমরা ইলেকট্রিকের ফুলোকে বন্ধ করে দিই তখন লাইট টাও বন্ধ হয়ে যায় খুবই সিম্পল ব্যাপার আমার এটাও জানি যে ডিজিটাল দুনিয়াতে সবকিছু ০ আর ওয়ানের ওপরেই নির্ধারিত হয়। তাই এক্ষেত্রে বাল্বের মধ্যে দিয়ে যদি কোন কারেন্ট ফ্লও না হয় তাহলে সেটা জিরো হবে। এবং যখন বাল্বের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লও হবে সেটা ওয়ান হবে। আর এই ডাটা সেটকেই রিসিভার ইন্ড এ রিসিভ করে ওয়াইফাই কে চালানো সম্ভব। আপনার মনে হতে পারে যে আপনার ঘরের লাইট বাল্ব কে যদি বারবার ফ্লিকার করানো হয় তবে ঘরের মধ্যে আপনার তো অসুবিধা হতে পারে? এক্ষেত্রে ইন্টারনেট থেকে যে কানেকশনটা আপনার বাড়িতে আসবে সেটা প্রথমে একটা মডেম এর মধ্যে যাবে এবং মডেম থেকে একটা এলইডি ড্রাইভার এর মধ্যে যাবে যেটা আপনার বাড়ির এলইডি লাইট কে কন্ট্রোল করবে। এবার রিসিভার ইন্ড এ ওই লাইট সিগন্যালকে ইলেকট্রিক সিগনালে কনভার্ট করা হবে এবং সেটাকে আপনার কম্পিউটারের মধ্যে দেওয়া হবে যা সাহায্যে আপনার কম্পিউটার ইন্টারনেট কানেকশন টা পেয়ে যাবে এটাই হলো লাইফাই এর সিম্পল ডায়াগ্রাম। তবে আমাদের কাছে ওয়াইফাই থাকা সত্ত্বেও আমাদের লাইফাইয়ের দরকারটা কেন পরল? প্রধানত এর পিছনের তিনটে কারণ আছে একটা হল আমাদের ডেটার প্রয়োজন ধীরে ধীরে বেড়েই চলেছে। তাই সবকিছু কে ওয়ারলেস হওয়া দরকার আর তৃতীয়তঃ ইন্টার্নেট অফ থিংস মানে আগে আমরা শুধু কম্পিউটার আর মোবাইলেতে ইন্টারনেট কে ব্যবহার করতাম কিন্তু বর্তমানে আমাদের ঘড়ি থেকে শুরু করে টিভি ফ্রিজ সবকিছুতেই ইন্টারনেট এর দরকার হয়। আর এর পর এমনও দিন আসতে চলেছে যে বাড়ির তালা চাবি ও ইন্টারনেটের সঙ্গেই কানেক্ট থাকবে। তবে ধরুন যদি আপনার বাড়ির ওয়াইফাই এর সাথে দুটো কিংবা তিনটা ডিভাইস কানেক্টেড থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না যে ওয়াইফাই স্পিড কম না ফাস্ট। কিন্তু যদি আপনি কোন পাবলিক প্লেসে যান যেখানে ওয়াই-ফাই এর এক্সেস সবাইকে দেওয়া হয়েছে যেমন কোন রেলস্টেশন স্টেডিয়াম কিংবা বড় কোন বিল্ডিং-এ তখন আপনি বুঝতে পারবেন যে ওই ওয়াইফাই টা অত বেশি ক্লায়েন্টকে একসাথে হ্যান্ডেল করতে সেই ভাবে সমর্থ নয়। ক্লায়েন্ট বেড়ে গেলে স্পিড ড্রপ হয়ে যায় এ ছাড়াও ওয়াইফাই সিকিউরিটি সিস্টেম খুব একটা বেশি ভালো নয়। আর যেহেতু আপনি দেখতেও পাবেন না যে কে আপনার ওয়াইফাই ইউজ করছে তাই একে হ্যাক করা তুলনামূলকভাবে ইজি। তো লাইফাই এর কথা যখন আমরা প্রথম শুনি তখন আমাদের কে কি বলা হয়? আমাদের বলা হয় যে প্রত্যেকটা ডিভাইস অনেক বড় একটা থ্রো পুট পাবে মানে ডাটা ট্রান্সফার এবং রিসিভ করার জন্য অনেক বড় পাইপলাইন থাকবে প্রত্যেকটা ডিভাইসের কাছে। তবে বাস্তবটা এর থেকে অনেক বেশি আলাদা ২০১৭ তে যখন প্রথম কিছু লাইফাই ডিভাইস আসে তখন দেখা যায় এদের স্পিড অনেক কম। মাত্র ৪৩এমবিপিএস এর কাছাকাছি। তবে বর্তমানে গিগাবিটের লাইফাই পাওয়া যায় কিন্তু তার দাম অনেক অনেক বেশি এছাড়া আরও একটা সমস্যা আছে যে ইন্টারনেট ব্যবহার করতে গেলে আপনাকে লাইট জ্বালিয়ে রাখতে হবে। আর আগে যে ওয়াইফাই পাওয়া যেত সেগুলো সিম্প্লেক্স ছিল মানে হয় আপনাকে ডাটা সেন্ড করতে হবে নয়তো রিসিভ করতে হবে কিন্তু বর্তমানে ডুপ্লেক্স ওয়াইফাই পাওয়া যায় যার সাহায্যে ডেটা সেন্ড এবং রিসিভ একসাথেই করা সম্ভব। এই সমস্ত কারণে লাইফাই কে যতটা সাকসেসফুল হবে বলে মনে করা হয়েছিল। এই টেকনোলজিটা সেটা করতে পারেনি।
The post Li-fi কি! এবং এটা কিভাবে কাজ করে? | How Does LiFi Work? appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments