Search box..

যেখানে লুকিয়ে আছে সোনার তৈরি শহর (দ্য সিটি অফ গোল্ড)

যেখানে লুকিয়ে আছে সোনার তৈরি শহর (দ্য সিটি অফ গোল্ড)


যেখানে লুকিয়ে আছে সোনার তৈরি শহর (দ্য সিটি অফ গোল্ড)

Posted:

পৃথিবী একটি রহস্যময় গ্রহ। মানুষ এখন পর্যন্ত পৃথিবী থেকে বহু দূরে অবস্থিত চাঁদ কে জয় করতে পেরেছে। এমনকি মঙ্গল গ্রহে থাকার মতো চিন্তাভাবনাও করতেছে। কিন্তু পৃথিবীতে থেকেও পৃথিবীর অনেক রহস্য মানুষের কাছে অজানাই রয়ে গেছে। তেমনি একটি বড় রহস্যময় জায়গার নাম হল অ্যামাজন।

যেখানে লুকিয়ে আছে সোনার শহর (দ্য সিটি অফ গোল্ড)

অ্যামাজন রেইন ফরেস্ট

দক্ষিণ আমেরিকায় অবস্থিত এই জঙ্গলকে পৃথিবীর সবথেকে বড় রেইন ফরেস্ট বলা হয়। এখানে রয়েছে ৪০,০০০ প্রকৃতির উদ্ভিদ আড়াই মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ প্রায় দেড় হাজার প্রজাতির পাখি আর প্রায় বারো শো প্রজাতির নানান ধরনের প্রাণী । মানুষ অ্যামাজনে প্রবেশ করলেও অ্যামাজনে এমন এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের পদচিহ্ন পড়েনি এখন পর্যন্ত।

অ্যামাজন বন হলো অ্যামাজন নদির অববাহিকায় অবস্থিত পৃথিবীর সবথেকে বড় নিরক্ষীয় বন যা দক্ষিণ আমেরিকার উত্তরভাগ এ অবস্থিত নয়টি দেশের অন্তর্ভুক্ত। এর আয়তন প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার। অ্যামাজন বন অত্যন্ত দুর্গম প্রাচীনকাল থেকেই অভিযাত্রীরা অ্যামাজনে যাত্রা করে মূলত স্বর্ণ-রৌপ্য এবং ধন-দৌলতের খোঁজে।

এলডোরাডো

পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করতেন বিশাল এই বনের মধ্যেই লুকিয়ে আছে এলডোরাডো নামক এক গুপ্ত শহর যা পুরোপুরি সোনায় মোড়ানো এবং সোনা দিয়ে তৈরি। এই ভ্রান্ত ধারণা এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে যেখানে বলা হয়েছে এলডোরাডো নামক এই গুপ্ত শহরটি পাহারা দেয় একশ্রেণির বিশেষ নারী যোদ্ধারা যাদেরকে গল্পে অ্যামাজন বলে অভিহিত করা হয়েছে। তাছাড়া নানা রুপকথায় আছে এই এলডোরাডো শহর পাহেরা দিচ্ছে এক ধরনের কালো লোমশ জাগুয়ার।

সোনার শহর (দ্য সিটি অফ গোল্ড)

দ্য সিটি অফ গোল্ড

পর্তুগিজ ফ্রান্স এবং স্প্যানিশ অভিযাত্রীরা অভিযানের নামে এই এলডোরাডো শহর আবিষ্কারের জন্য কিন্তু কেউই এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি। শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম আর সেই নাম অনুসারেই এই জঙ্গলের নাম করা হয় অ্যামাজন।

দ্য সিটি অফ গোল্ড

দ্য সিটি অফ গোল্ড

অ্যামাজন কে রেইনফরেস্ট বলা হলেও এর অর্থ এই না যেখানে সারা বছর বৃষ্টি হয়।  বরং রেইনফরেস্ট বলা হয় এখানকার আর্দ্রতা ও বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার জন্য। এই জঙ্গলে আছে ১২০ ফিট উঁচু গাছ। এবং নানান প্রজাতির বৈচিত্র্যময় প্রাণীর সমাহার। এই জঙ্গলের ইকোসিস্টেম এতটাই শক্তিশালী যে তা মিলিয়ন বছর ধরে টিকে আছে। পৃথিবীর শতকরা ২০% অক্সিজেনের সাপ্লাই আসে এই অ্যামাজন জঙ্গল থেকে এই কারণে অ্যামাজন কে বলা হয় পৃথিবীর ফুসফুস।

 

আর্টিকেলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন

নিত্যনতুন টেক নিউজ পেতে ভিজিট করতে পারেন  bdtechdiary.com  

The post যেখানে লুকিয়ে আছে সোনার তৈরি শহর (দ্য সিটি অফ গোল্ড) appeared first on Trickbd.com.

মুখে বলে বাংলা লিখুন খুব সহজেই আপনার কম্পিউটারে কোন অ্যাপ ছাড়াই bangla voice typig in pc

Posted:

আসসালামু আলাইকুম

শা করি সবাই ভাল আছেন । ট্রিকবিডিতে আপনাদের কে স্বাগতম।আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই বাংলা লিখতে পারবেন আপনার কম্পিউটারে কোন অ্যাপ ছাড়াই।আপনারা সবাই জানেন এন্ড্রয়েড মোবাইলে গুগল কীবোর্ড ব্যবহার করে অথবা রিদ্মিক কিবোর্ডে গুগোল ভয়েস টাইপিং অফশন অন করেই বাংলা লেখা যায় কিন্তু আপনার কম্পিউটারে এধরনের কোন অ্যাপ ব্যবহারের সুযোগ নেই। তাই আজ দেখাবো কিভাবে কোনরকম অ্যাপ ছাড়াই আপনি খুব সহজেই বাংলা লিখতে পারবেন শুধুমাত্র মুখে বলার মাধ্যমে।

তো এর জন্য লাগবেঃ

  •  গুগল ক্রোম সফটওয়্যার
  •  যদি ডেক্সটপ হয় তবেএক্সটার্নাল মাইক্রোফোন।

 শুরুতেই আপনারা ছবিতে দেখানো পদ্ধতিতে কাজ করুন

 ১। প্রথমে আপনার ল্যাপটপ অথবা ডেক্সটপের গুগল ক্রোম সফটওয়্যারটি সফটওয়্যারটি ওপেন করুন

 

 ২।এরপর অ্যাড্রেস বার এ লিখুন docs.google.com।এন্টার দিন।

৩।blank document এ ক্লিক করুন 

৪।এখান থেকে tools প্রবেশ করুন।

 দেখুন ভয়েস টাইপিং লেখা।ক্লিক করুন অথবা ctrl+shift+s এ চাপ দিন ।

৫।বাংলা সিলেক্ট করুন।

allow তে ক্লিক করুন।

৬।এবার মুখে বলুন আর দেখুন লেখা হয়ে যাচ্ছে।

এভাবে আপনি আপনার কম্পিউটারের সাহায্যে খুব খুব সহজেই বাংলা লিখতে পারবেন কোন রকম সফটওয়্যার ছাড়াই 

আর আপনার প্রতিটি মুহূর্তের লেখা সব আপনার গুগল ড্রাইভে ডকুমেন্ট ফাইল হিসেবে সেভ হয়ে যাবে। এখান থেকে কপি করে আপনি মাইক্রোসফট ওয়ার্ড এ ব্যবহার করতে পারবেন অথবা যেকোনো জায়গায় পেস্ট করে দিতে পারবেন।

 বিঃ দ্রঃ ভয়েস টাইপিং এর ব্যাপারে অনেক পোষ্ট ট্রিকবিডিতে এর আগেই আছে যেগুলো সব অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের মাধ্যমে । কিন্তু  কম্পিউটারের ভয়েস টাইপিং এর কোন পোস্ট ট্রিকবিডিতে নেই সেজন্য এই পোস্টটি করা।

যাদের উপকারে আসবে তারা ধন্যবাদ জানাতে ভুলবেন না।
কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।প্রয়োজনে ইমেইল করুন।
আমার ইমেইলঃabidperves24@gmail.com।ধন্যবাদ

The post মুখে বলে বাংলা লিখুন খুব সহজেই আপনার কম্পিউটারে কোন অ্যাপ ছাড়াই bangla voice typig in pc appeared first on Trickbd.com.

শিক্ষা জীবনে সফল হবার পাঁচটি অভ্যাস, পরিবর্তন করে দিবে আপনার ক্যারিয়ার

Posted:

ছাত্র জীবনে সফল হবার পাঁচটি অভ্যাস 

শিক্ষাজীবনে সফলতা বলতে আপনি কি মনে করেন?

অনেক ছাত্র আছে যারা কলেজে যায়,  কলেজ শেষে বাড়ি ফিরে এবং তারপর বাকী সময়টুকু ফেসবুক কিংবা অন্য কোন কাজে অতিবাহিত করে। এভাবে কলেজের জীবন শেষ।

তারপর সফলতা আর ব্যর্থতার মাপকাঠিতে কেউ হয় আত্মবিশ্বাসী, কেউ হয় হতাশ। কিন্তু বাস্তবতা হলো, কলেজের ব্যাক বেঞ্চাররাও সফল হতে পারে। এখন প্রশ্ন হলো, কিভাবে?

উত্তরটা খুব সহজ। তা হলো– অভ্যাস।

এই একটি বিষয়ই একজন ছাত্রকে নিয়ে যেতে পারে ইতিহাসের স্বর্ণ অধ্যায়ের কাছাকাছি। কেননা এর মধ্যেই আছে, অধ্যবসায়, শিক্ষাগত দায়বদ্ধতা, অন্যের কাছ থেকে নিজের কাজ বুঝে নেওয়া, নিজের গোল সেট করা, টাইম ম্যানেজমেন্টের মত গুরুত্বপূর্ণ সব বিষয়।

এখানে মজার কথা হলো, আমরা সবাই এই বিষয়গুলো সম্পর্কে জানি, কিন্তু মেনে চলতে পারি না। কারণ এসবের বেনিফিট গুলো আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি না।

যুক্তরাজ্যের কর্ণারস্টোন ইউনিভার্সিটির প্রফেশনাল ও গ্রাজুয়েট স্টাডিজ ডিভিশন গবেষণা করেছেন ঠিক এসব বিষয় নিয়ে বিস্তারিতভাবে। তারা এই গবেষণার এমন কিছু বিষয় দেখিয়েছেন যা একজন ছাত্রকে কলেজে ভালো প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরী করবে এবং তার ক্যারিয়ার গোলকেও মজবুত করবে।

আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আজকের অনুপ্রেরণায়।

 

১) কমিটমেন্ট (Commitment)

একাডেমিক স্টাডিতে একটা কমিটমেন্ট রাখার অভ্যাস করুন। এই কমিটমেন্টটা হতে হবে রেগুলার ক্লাস আর অ্যাসাইনমেন্টের উপর। এই দুটো বিষয়ই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে।

এই কমিটমেন্ট রক্ষা করতে পারেন তিনটি কাজের মাধ্যমে। সেগুলো হলো–

  • ক্লাস থেকে সর্বোচ্চটুকু নেওয়া
  • অ্যাসাইনমেন্টের মাধ্যমে নতুন চিন্তা-ভাবনার জন্ম দেওয়া।
  • কার্যকরী উপায়ে পড়া ও লেখার অভ্যাস গড়ে তোলা।
  • শিক্ষককের কাছ থেকে সাহায্য নেওয়া।

 

ভিনসেন্ট টিনটো একজন স্বনামধন্য গবেষক যিনি হায়ার স্টাডিজ নিয়ে গবেষণা করছেন। তিনি বলেন, একাডেমিক ইন্টিগ্রেশন অর্থ্যাৎ একাডেমিক কার্যাবালির সাথে নিজেকে লেগে থাকতে হবে। অন্যভাবে বলতে গেলে, একজন সফল শিক্ষার্থী তার একাডেমীকে গুরুত্ব দেয় এবং সেখান থেকে সর্বোচ্চটুকু নেওয়ার চেষ্টা করে।

অন্যদিকে, ব্র্যাক্সটন এন্ড লিন ঝরে পড়ার কারণ হিসেবে এই একাডেমিক ইন্টিগ্রেশনের অভাবকেই দায়ী করেন। একাডেমীর অধীনে বিভিন্ন ওয়ার্কশপ, লাইব্রেরী, শিক্ষকদের রিসার্চ পেপার সংগ্রহ করে আপনি বেস্ট ইন্টিগ্রেশন করতে পারেন।

২) নেটওয়ার্কিং (Networking

ভিনসেন্ট টিনটো তার এই বিষয়ক গবেষণায় আরো জোর দেন "সোশ্যাল ইন্টিগ্রেশন"- এর উপরে। তিনি বলেন, অন্য সবার সাথে কানেকশন তৈরী করার ক্ষমতা স্টুডেন্টদের একজনকে আরেকজনের অধীনে নিয়ে যায় যা তাদের হাইয়ার স্টাডিতে সাহায্য করে। এর ফলে তারা সম্পর্কের গুরুত্ব বুঝতে পারে এবং অন্যের সহযোগিতা নিয়ে সাফল্য অর্জন করতে পারে।

আপনি জেনে থাকবেন হয়ত, হায়ার স্টাডিতে যারা কাজ করেন তারা ক্লাস, অ্যাসাইনমেন্ট নিয়ে অতিরিক্ত চাপে থাকেন। কিন্তু তাদের টিম মেম্বাররা তাদেরকে সাপোর্ট দিলে তারা কাজের উৎসাহ পান।

তাই কানেকশন তৈরী করার অভ্যাস রপ্ত করুন। এতে করে আপনি নিজে অনেক দুরূহ পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন।

 

৩) গোল নির্ধারণ (Set Your Goal)

পড়তে পড়তে ক্লান্ত, কিংবা অতিরিক্ত টেনশনে থেকে নিজেকে মেইনটেইন করার একটি মোক্ষম উপায় হলো– নিজের গোল নির্ধারণ করা এবং সেই গোল সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে ধীরে সুস্থে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া।

কারণ, আপনি যখন বুঝবেন কি করতে হবে তখন আপনার কাজ সহজ হয়ে যাবে এবং আপনি অনুপ্রাণিত হবেন।

কেইন বেইন বলেন, মানুষের মাঝে মোটিভেশন দুই ধরণের থাকে।

  • ইন্টারনাল যেমনঃ নিজের ডিগ্রি শেষ করা কিংবা কোন ইচ্ছে পূরণ
  • এক্সটার্নাল যেমনঃ নতুন চাকুরি পাওয়া, সামাজিকতা রক্ষা করা ইত্যাদি।

 

তিনি আরো বলেন, সফল ছাত্রছাত্রীর ভেতরে ক্লাসে উপস্থিত হবার একটা গভীর মোটিভেশন নিহিত থাকে।

তাই আপনার উচিত, নিজের গোলকে ডিফাইন তথা সংজ্ঞায়িত করে নিজের ক্লিয়ার কনসেপ্ট তৈরী করে ক্লাসে নিয়মিত উপস্থিত হওয়া।

৪) অভিজ্ঞতা (Experience)

কলেজ স্টুডেন্ট থেকে সফল মানুষ হতে সবচেয়ে যেটি বেশি উপকার করে থাকে তা হল অভিজ্ঞতা অর্জন। একজন প্রাপ্ত বয়স্ক ছাত্র তার কাজের সুবাদে, পরিবারের সুবাদে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারে।

কিন্তু সে যদি কিছু অভিজ্ঞতা ছাত্রজীবনের একদম শুরু থেকে অর্জন করা শুরু করতে থাকে তাহলে তার পরবর্তী জীবনের অভিজ্ঞতা আরো পোক্ত হয়ে যাবে। এই ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা অর্জনের অভ্যাসটাও তাদের সফলতায় ভূমিকা রাখতে পারে।

কিন্তু কিভাবে অভিজ্ঞতা অর্জন করবেন?

সবসময় নিজের জানা বিষয়কে নতুনভাবে জানার চেষ্টা করুন। এতে করে আপনি নতুন বিষয়ের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন। ফলে আপনার জ্ঞানের পরিধিও বাড়বে, আপনি অভিজ্ঞও হয়ে উঠবেন।

একইসাথে নতুন বিষয় আপনার জানার আগ্রহকে বাড়িয়ে তুলবে। বেইন বলেন, এই ধরণের কানেকশন জানার আগ্রহকে মেইনটেইন করে যা সফলতার জন্যে খুবই কার্যকরী।

৫) টাইম ম্যানেজমেন্ট (Time Management)

একজন প্রাপ্ত বয়স্ক ছাত্র শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে যে চ্যালেঞ্জটা ফেস করেন তা হলো– পড়ার জন্যে পর্যাপ্ত সময় বের করা। তারা কাজের ব্যালেন্স করতে চেষ্টা করেন কিন্তু কখনো তা হয়ে উঠে না। তাই ছাত্রছাত্রীদের সময় কিংবা ওয়ার্ক ব্যালেন্স একটি প্রধান বিবেচনার বিষয়।

আপনার শিডিউল অন্য সবার থেকে আলাদা হতে পারে কিন্তু একটা নির্দিষ্ট রুটিন ও স্পেসিফিক ব্লক টাইম বের করে আপনি অন্যদের মত বেনিফিটেড হতে পারেন।

আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সেই শিডিউল বলে দিতে পারেন যাতে আপনার শিডিউলে কোন ব্যাঘাত না ঘটে। এছাড়াও বন্ধুদের সাথে স্টাডি শিডিউলের একটা টাইম অ্যাডজাস্ট করতে পারেন।

এই টাইম মেইনটেইনের শিডিউল আপনার শেখার ভিত্তিকে আরো মজবুত করবে। কেননা আপনি টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে সময়ের পারফেক্ট ইউজ করতে পারবেন।

এসকল অভ্যাসের কোনটি শুরু করছেন আজ থেকে, জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আমাদের। আপনার কমেন্টই পারে আরো দশটা ছাত্রছাত্রীকে সেই অভ্যাসে অনুপ্রাণিত করতে।

The post শিক্ষা জীবনে সফল হবার পাঁচটি অভ্যাস, পরিবর্তন করে দিবে আপনার ক্যারিয়ার appeared first on Trickbd.com.

সাফল্যের শিখরে পৌছানো মানুষদের যে উক্তিগুলো বদলে দিবে আপনার জীবন

Posted:

জীবন বদলে দেওয়া অনুপ্রেরণামূলক উক্তি 

বিশ্ববিখ্যাত দার্শনিক, চিন্তাবিদ এবং সফল মানুষদের কথামৃত আমাদের পথ নির্দেশিকা হিসেবে কাজ করে। তাঁরা তাদের দীর্ঘ জীবনে নানান চড়াই উতরাই, বাক-প্রতিবদ্ধকতা পার করেছেন। সমৃদ্ধ করেছেন নিজেকে, সমাজকে দেশকে।

বলা হয়ে থাকে, একটি সুন্দর কথা মহামূল্যবান হীরার থেকেও দামী। হতাশা, গ্লানি, ব্যর্থতা যখন চারপাশ হতে ঘিরে ধরে- তখন আমাদের মনে আশার মশাল জ্বালাতে পারে মূল্যবান কিছু আশা জাগানিয়া কথা, জীবনকে নানান এঙ্গেল থেকে পর্যবেক্ষণ করা বিখ্যাতদের সহজ সরল উক্তিগুলো।

তাদের চিন্তা চেতনাগুলো অনুসরণ করে আমরা আমাদের জীবনে সফলকাম হতে পারি সহজেই।

তেমনি ১৫ জন সফল মানুষদের বিভিন্ন অনুপ্রেরণামূলক উক্তি নিয়ে আমাদের আজকের আলোচনা। চলুন জেনে আসা যাক বিখ্যাত ব্যক্তিরা সফলতা, ব্যর্থতা আর জীবন নিয়ে কি ভেবছিলেন আর পাথেয় হিসেবে আমাদের জন্য কি বলে গেছেন।

ব্রায়ান ট্রেসি একজন বিশ্বখ্যাত মোটিভেশনাল স্পীকার। শুধু তাই নয় তিনি একজন দুর্দান্ত লেখক, সেলফ ডেভেলপমেন্ট ও পারফর্মেন্স কোচ । তার লেসন অনুসরণ করে শত শত মানুষ জীবনে সফলতা পেয়েছেন।

সাফল্যের মূলমন্ত্র কি? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন-

"সাফল্যের মূলমন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা।" 

– ব্রায়ান ট্রেসি

 


নেপোলিওন হিল একজন আমেরিকান লেখক। যিনি দেখিয়েছেন আপনি নিজেই আপনাকে সাহায্য করতে সমর্থ। আমরা অনেক স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম করি গুটিকয়েক। নিজের স্বপ্ন আর লক্ষ্যকে কিভাবে লালন করতে হবে সে সম্পর্কে নেপোলিওন হিল বলেছেন-

নেপোলিওন হিল একজন আমেরিকান লেখক। যিনি দেখিয়েছেন আপনি নিজেই আপনাকে সাহায্য করতে সমর্থ। আমরা অনেক স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম করি গুটিকয়েক। নিজের স্বপ্ন আর লক্ষ্যকে কিভাবে লালন করতে হবে সে সম্পর্কে নেপোলিওন হিল বলেছেন-

"নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে।"

– নেপোলিওন হিল

"এই সমস্যার সমাধান আমার দ্বারা সম্ভব হবে না"-  এরকম কথা আমরা হরহামেশা বলি। ন্যূনতম চেষ্টা না করে আমরা মাথায় হাত দিয়ে বসে পড়ি অথচ এই বিশ্বে কোনো সমস্যাই স্থায়ী নয়। বিশ্বখ্যাত সর্বকালের সেরা কমেডিয়ান চার্লি চ্যাপলিন এ সম্পর্কে বলেছেন-

"এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না।" 

– চার্লি চ্যাপলিন

 


 

আমরা যা করবো বলে স্বপ্ন দেখি তা কি বাস্তবে রুপ দিতে পারি। আজ যা বলছি কাল হয়তো তা ভুলে যাই আর শেষে নিজেকে দোষ দিই। আপনি সত্যিকার অর্থেই যখন কোন স্বপ্ন দেখবেন তা বাস্তবায়ন করার আগে স্বস্তি পাবেন না। এ সম্পর্কে এ পি জে আব্দুল কালাম বলেন-

 

"স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না।" 

– এ পি জে আব্দুল কালাম

 


 

দরিদ্র পরিবার থেকে উঠে আসা পৃথিবীর সফল মানুষদের মধ্যে আব্রাহাম লিংকন অন্যতম । তিনি  দুনিয়ার সবচেয়ে শক্তিশালী কথাটি তিনি বলেছেন। আর তা হলো-

"যার মা আছে, সে কখনও গরীব নয়।"

– আব্রাহাম লিংকন

 


 

একজন সফল উদ্যোক্তা, সফল ব্যবসায়ী এবং সফল মানুষ বিল গেটস। সাফল্য সম্পর্কে তার যুগান্তকারী উক্তিটি হলো-

 

"সাফল্য অনেকটা উস্কানি দেয়া শিক্ষকদের মত।

এটা দক্ষ ও বুদ্ধিমান লোকদের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনো হারবে না।" 

 বিল গেটস

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত আর সফল মানুষটি হলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি বলেন-

 

"দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন। আপনি যদি সেটি না পারেন, তাহলে বুঝতে হবে আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না।" 

– মার্ক জাকারবার্গ

 


আমরা যা করি বা প্রতিনিয়ত যা করছি তা কি ভালোবেসে করছি? কিংবা যা করছি তাতে সফল হতে পারছি না কেনো?  অ্যাপল কম্পিউটারের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক এ সম্পর্কে বলেছেন-

 

"আপনি যা করছেন, যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা আপনার হাতের কাছে পৌঁছবেই। 

কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন; যে আসলেই আপনি কি করতে চাচ্ছেন।" 

– স্টিভ ওজনিয়াক

 


 

পৃথিবীর সেরা দার্শনিকদের মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দ। লক্ষ্যের দিকে কিভাবে এগিয়ে যাবেন, এ সম্পর্কে তিনি বলেছেন-

 

"জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না।" 

– স্বামী বিবেকানন্দ

 


 

পৃথিবী বদলে দেওয়া যুগান্তকারী এক ভাবনার বাস্তবায়নকারী ড. মুহাম্মদ ইউনূস। বেশির ভাগ মানুষই জানে না কেন সে কাজ করছে। আপনার গন্তব্য কোথায়, আপনি কি করতে চান, কিভাবে করতে চান এ সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে সফলতার ছোয়া পাওয়া খুব কঠিন। এ বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের যা বলেছেন সেটি আমরা অনুসরণ করতে পারি।

 

"যদি আমরা একটি কাঙ্ক্ষিত সমাজ কিংবা বিশ্বের কল্পনা করতে না পারি, তাহলে তা কখনোই সত্যি হবে না। সে জন্য আমাদের একটি গন্তব্য দরকার, একটি নির্দেশনা দরকার।

তুমি যদি জানো যে তোমাকে কোথায় যেতে হবে, তাহলে তুমি অবশ্যই সেখানে পৌঁছাতে পারবে। তোমার প্রযুক্তি, যোগাযোগ ক্ষমতা তোমাকে সেখানে নিয়ে যাবে।" 

– ড. মুহাম্মদ ইউনূস

অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রাচীন ভারতীয় পন্ডিত চাণক্য। প্রাচীন ভারতের বিখ্যাত  তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি। জ্ঞান সাধানার তাপসী এই মানুষটি বলেন-

"যারা পরিশ্রমী, তাদের জন্যে কোনকিছুই জয় করা অসাধ্য কিছু নয়। শিক্ষিত কোন ব্যক্তির জন্যে কোন দেশই বিদেশ নয়। মিষ্টভাষীদের কোন শত্রু নেই।"

– চাণক্য 

 


 

জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ বলেছেন-

 

কৌতুহল আমাদের সবারই আছে, কিন্ত কৌতুহল মেটানোর জন্যে প্রয়োজনীয় পরিশ্রমটি আমরা করি না। করতে চাই না।

– হুমায়ূন আহমেদ

 


 

হাজার বছরের শ্রেষ্ট বাঙালি শেখ মুজিবুর রহমান বলেছেন-

 

"মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে।" 

– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

 


 

ভালো চিন্তা আপনা্র সুস্বাস্থ্য নিশ্চিত করবে, সুস্বাস্থ্য আপনাকে দীর্ঘায়ু করবে। মহাত্মা গান্ধী বলেছেন-

 

"ভাল চিন্তা করুন, কারন আমাদের চিন্তা এক সময় প্রতিজ্ঞায় পরিণত হয়।" 

– মহাত্মা গান্ধী

 


 

সুচিন্তা নিয়ে আমাদের গৌতম বুদ্ধ বলেন-

 

"চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুগমন করে।

আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মত অনুসরন করে।" 

– গৌতম বুদ্ধ 

The post সাফল্যের শিখরে পৌছানো মানুষদের যে উক্তিগুলো বদলে দিবে আপনার জীবন appeared first on Trickbd.com.

SEO কি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি ?

Posted:

এসইও SEO কি ” সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী?”

এসইও হ’ল “সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন”। সহজ কথায় বলতে গেলে এর অর্থ হ’ল লোকেরা যখন গুগল, বিং এবং অন্যান্য অনুসন্ধান ইঞ্জিনগুলিতে আপনার ব্যবসায়ের সাথে সম্পর্কিত পণ্য বা পরিষেবাগুলি অনুসন্ধান করে তখন এটির দৃশ্যমানতা বাড়ানোর জন্য আপনার সাইটের উন্নতি করার প্রক্রিয়া। অনুসন্ধানের ফলাফলগুলিতে আপনার পৃষ্ঠাগুলি যত ভাল দৃশ্যমান হবে ততই আপনার দৃষ্টি আকর্ষণ করা এবং সম্ভাব্য এবং বিদ্যমান গ্রাহকদের আপনার ব্যবসায়ের প্রতি আকর্ষণ করার সম্ভাবনা তত বেশি।

এসইও SEO কীভাবে কাজ করে?

গুগল এবং বিংয়ের মতো অনুসন্ধান ইঞ্জিনগুলি ওয়েবে পৃষ্ঠাগুলি ক্রল করতে বট ব্যবহার করে, সাইট থেকে অন্য সাইটে গিয়ে those পৃষ্ঠাগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং একটি সূচীতে রাখে। কোনও দৈত্য গ্রন্থাগারের মতো সূচীটির কথা চিন্তা করুন যেখানে কোনও গ্রন্থাগারিক আপনি যে সময়ে সন্ধান করছেন ঠিক কী খুঁজে পেতে সহায়তা করতে কোনও বই (বা একটি ওয়েব পৃষ্ঠা) তুলতে পারে।
এরপরে, অ্যালগরিদমগুলি সূচীতে পৃষ্ঠাগুলি বিশ্লেষণ করে শত শত র‌্যাঙ্কিং ফ্যাক্টর বা সিগন্যালকে বিবেচনা করে অর্ডার পৃষ্ঠাগুলি প্রদত্ত কোনও প্রশ্নের জন্য অনুসন্ধানের ফলাফলগুলিতে প্রদর্শিত হবে determine আমাদের গ্রন্থাগারের সাদৃশ্যগুলিতে, গ্রন্থাগারক গ্রন্থাগারের প্রতিটি একক বই পড়েছেন এবং আপনার প্রশ্নের উত্তরগুলির মধ্যে কোনটি ঠিক থাকবে তা বলতে পারেন।
আমাদের SEO সাফল্যের কারণগুলি ব্যবহারকারীর অভিজ্ঞতার দিকগুলির জন্য প্রক্সি হিসাবে বিবেচনা করা যেতে পারে। কোনও ওয়েবসাইট বা ওয়েব পৃষ্ঠা অনুসন্ধানকারীকে তারা কী সন্ধান করছে তা ঠিক কীভাবে দিতে পারে তা অনুসন্ধানের বটগুলি ঠিক কীভাবে অনুমান করে।
প্রদত্ত অনুসন্ধানের বিজ্ঞাপনগুলির মতো নয়, আপনি উচ্চতর জৈব অনুসন্ধান র‌্যাঙ্কিং পেতে অনুসন্ধান ইঞ্জিনগুলিকে অর্থ প্রদান করতে পারবেন না, যার অর্থ এসইও বিশেষজ্ঞদের কাজ করতে হবে। আমরা এখানে এসেছি
আমাদের এসইও উপাদানগুলির পর্যায় সারণী ছয়টি প্রধান বিভাগে উপাদানগুলি সংগঠিত করে এবং এসইওর সামগ্রিক গুরুত্বের ভিত্তিতে প্রতিটি ওজন করে। উদাহরণস্বরূপ, সামগ্রীর গুণমান এবং কীওয়ার্ড গবেষণা সামগ্রী সামগ্রী অপ্টিমাইজেশনের মূল কারণ এবং ক্রল্যাবিলিটি এবং গতি গুরুত্বপূর্ণ সাইট আর্কিটেকচার উপাদান।
নতুন আপডেট হওয়া এসইও পর্যায় সারণীতেও টক্সিনগুলির একটি তালিকা রয়েছে যা এসইও সেরা অনুশীলন থেকে বিরত থাকে। এগুলি শর্টকাট বা কৌশলগুলি যেগুলি যখন ইঞ্জিনগুলির পদ্ধতিগুলি খুব কম পরিশীলিত ছিল সেদিন ফিরে উচ্চমানের গ্যারান্টি দিতে যথেষ্ট ছিল। এবং, তারা এমনকি অল্প সময়ের জন্য এমনকি কমপক্ষে আপনার ধরা না পড়ার জন্যও কাজ করতে পারে।
আমরা তিনটি মূল কুলুঙ্গির পিছনে এসইও সাফল্যের কারণগুলিকে গভীরভাবে ডাইভ করে একটি ব্র্যান্ড নিউ নিউস বিভাগ পেয়েছি: স্থানীয় এসইও, সংবাদ / প্রকাশনা এবং ইকমার্স এসইও। যদিও আমাদের সামগ্রিক এসইও পর্যায় সারণি আপনাকে সেরা অনুশীলনগুলির সাথে সহায়তা করবে, এই প্রতিটি নিশের জন্য এসইওয়ের সংক্ষিপ্তসারগুলি জেনে আপনি আপনার ছোট ব্যবসা, রেসিপি ব্লগ এবং / অথবা অনলাইন স্টোর অনুসন্ধানের ফলাফলগুলিতে সফল হতে পারবেন।
অনুসন্ধানের অ্যালগরিদমগুলি প্রাসঙ্গিক, প্রামাণিক পৃষ্ঠাগুলি এবং ব্যবহারকারীদের একটি দক্ষ অনুসন্ধানের অভিজ্ঞতা সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই বিষয়গুলি বিবেচনায় রেখে আপনার সাইট এবং সামগ্রীকে অপ্টিমাইজ করা অনুসন্ধানের ফলাফলগুলিতে আপনার পৃষ্ঠাগুলিকে উচ্চতর স্থান দিতে সহায়তা করতে পারে।

কেন বিপণনের জন্য এসইও গুরুত্বপূর্ণ?

এসইও হ’ল ডিজিটাল বিপণনের একটি মৌলিক অংশ কারণ লোকেরা প্রতি বছর ট্রিলিয়ন মিলিয়ন অনুসন্ধান চালায়, প্রায়শই পণ্য ও সেবা সম্পর্কিত তথ্য সন্ধানের বাণিজ্যিক অভিপ্রায় নিয়ে। অনুসন্ধান প্রায়শই ব্র্যান্ডগুলির জন্য ডিজিটাল ট্র্যাফিকের প্রাথমিক উত্স এবং অন্যান্য বিপণন চ্যানেলের পরিপূরক। আপনার প্রতিযোগিতার তুলনায় বৃহত্তর দৃশ্যমানতা এবং অনুসন্ধান ফলাফলগুলিতে উচ্চতর র‌্যাঙ্কিংয়ের ফলে আপনার নীচের লাইনে কোনও উপাদান প্রভাব ফেলতে পারে।
তবে, অনুসন্ধানের ফলাফলগুলি বিগত কয়েক বছর ধরে ব্যবহারকারীদের আরও সরাসরি উত্তর এবং তথ্য দেওয়ার জন্য বিকশিত হচ্ছে যা ব্যবহারকারীদের অন্য ওয়েবসাইটে চালিত না করে ফলাফলের পৃষ্ঠায় রাখার সম্ভাবনা বেশি।
এছাড়াও নোট করুন, অনুসন্ধান ফলাফলগুলিতে সমৃদ্ধ ফলাফল এবং নলেজ প্যানেলের মতো বৈশিষ্ট্যগুলি দৃশ্যমানতা বাড়াতে এবং ফলাফলগুলিতে সরাসরি আপনার সংস্থা সম্পর্কে আরও তথ্য সরবরাহ করতে পারে।
মোটকথা, এসইও হোলিস্টিক মার্কেটিং ইকোসিস্টেমের ভিত্তি। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইট ব্যবহারকারীরা কী চান, আপনি তখন সেই প্রচারটি আপনার প্রচারণা (প্রদত্ত এবং জৈব) জুড়ে, আপনার ওয়েবসাইট জুড়ে, আপনার সামাজিক মিডিয়া বৈশিষ্ট্যগুলিতে এবং আরও অনেক কিছুতে প্রয়োগ করতে পারেন।

আমি কীভাবে এসইও (SEO) শিখতে পারি?

ইঙ্গিত: 15 ই জুন এসএমএক্স অ্যাডভান্সডে আপডেট হওয়া আমাদের 2021 এসইও পর্যায় সারণীর জন্য প্রস্তুত থাকুন!
এসইওতে সহায়ক ডাইভের জন্য, আমাদের এসইও উপাদানগুলির পর্যায় সারণী আপনাকে অন-পৃষ্ঠায় এবং অফ-পেইজ এসইওর জন্য প্রয়োজনীয় উপাদানগুলি, এবং “টক্সিনস” বা আঘাত করতে পারে এমন কৌশলগুলি সহ আপনার প্রয়োজনীয় সমস্ত মূল ধারণাগুলির সাথে পরিচয় করিয়ে দেবে আপনার র‌্যাঙ্কিং।
সারণী এবং সহিত প্রতিবেদন অনুসন্ধানের তিনটি কুলুঙ্গিটিও দেখায়:
  • স্থানীয় এসইও (local SEO)
  • প্রকাশনা / সংবাদ এসইও (Publishing/News SEO)
  • ইকমার্স এসইও (Ecommerce SEO)
এসই ও ফ্যাক্টরগুলির পর্যায় সারণী এসইও-তে এই গাইডের ভিত্তি হিসাবে কাজ করে। একসাথে, এই সংস্থানগুলি আপনাকে এসইও সম্পর্কে জানতে এবং সাফল্যের জন্য আপনার কৌশল অবহিত করতে সহায়তা করবে।
SEO এর জন্য অনুসন্ধান ইঞ্জিন ল্যান্ডের গাইড
আমাদের এসইও বিষয়গুলির পর্যায় সারণীর সহযোগী হিসাবে, অনুসন্ধান ইঞ্জিন ল্যান্ডের এসইও-তে অনুসন্ধানের জন্য অনুসন্ধানের জন্য অনুকূলিতকরণের মৌলিক পদক্ষেপগুলি আপনাকে নিয়ে যায় যাতে আপনি আপনার সাইটে জৈব ট্র্যাফিক চালানোর জন্য একটি কৌশল বিকাশ করতে পারেন।
নীচের গাইডে, আমরা এই বিষয়গুলি আরও গভীরতার সাথে ব্যাখ্যা করি এবং অনুসন্ধান ইঞ্জিন অপ্টিমাইজেশনের বিশেষজ্ঞদের কৌশলগত পরামর্শগুলি হাইলাইট করি যা আপনার ওয়েবসাইটকে জৈব অনুসন্ধান থেকে আরও দর্শনার্থী পেতে সহায়তা করবে।
  • অধ্যায় 1: অনুসন্ধান ইঞ্জিন সাফল্যের কারণগুলির ধরণ: এগুলি হ’ল- এবং অফ-পৃষ্ঠা উপাদান যা আপনার অনুসন্ধানের র‌্যাঙ্কিংকে প্রভাবিত করতে পারে। আমরা এড়াতে এসইও এবং বিষাক্ত এসইও কৌশলগুলিতে কুলুঙ্গি নিখরচায় দেখুন।
  • দ্বিতীয় অধ্যায়: সামগ্রী এবং অনুসন্ধান ইঞ্জিনের সাফল্যের কারণগুলি: অনুসন্ধান ইঞ্জিনগুলি এবং আপনার লক্ষ্যযুক্ত শ্রোতাদের পছন্দ করবে এমন উচ্চমানের সামগ্রী তৈরি করতে এই উপাদানগুলিকে মনে রাখবেন।
  • অধ্যায় 3: সাইট আর্কিটেকচার এবং অনুসন্ধান ইঞ্জিনের সাফল্যের কারণগুলি: আসুন পর্দার আড়ালে চলে আসুন এবং আপনার সাইটের এমন দিকগুলি দেখুন যা অনুসন্ধান ইঞ্জিনগুলিকে ব্যবহারকারীর অভিজ্ঞতা অ্যাক্সেস এবং প্রভাবিত করতে সহজ করে।
  • অধ্যায় 4: এইচটিএমএল কোড এবং অনুসন্ধান ইঞ্জিনের সাফল্যের কারণগুলি: এইচটিএমএল ট্যাগ এবং কাঠামোগত ডেটা আপনার সাইটে তথ্য সংগঠিত করতে এবং অনুসন্ধান ইঞ্জিনগুলিকে আপনার সামগ্রী বুঝতে সহায়তা করে।
  • অধ্যায় 5: ট্রাস্ট, কর্তৃপক্ষ, দক্ষতা এবং অনুসন্ধানের র‌্যাঙ্কিং: আপনার ব্যবহারকারীরা কীভাবে আপনার সাইটের সাথে যুক্ত থাকে তেমনি এর খ্যাতি এবং কর্তৃত্বও অনুসন্ধান ইঞ্জিনগুলিকে এটি নির্ধারণ করতে সহায়তা করে যে এটি ব্যবহারকারীদের দেখানোর উপযুক্ত কিনা।
  • অধ্যায় 6: লিঙ্ক বিল্ডিং এবং অনুসন্ধান ইঞ্জিনগুলিতে র‌্যাঙ্কিং: কেন লিঙ্কগুলি এখনও গুরুত্বপূর্ণ এবং তারা আপনার সামগ্রী সম্পর্কে অনুসন্ধান ইঞ্জিনগুলিকে কী বলে।
  • অধ্যায় 7: ব্যক্তিগতকরণ এবং অনুসন্ধান ইঞ্জিনের র‌্যাঙ্কিংস: এটি ব্যবহারকারীর দ্বারা নির্দিষ্ট উপাদান যেমন অবস্থান এবং অভিপ্রায়, যা ব্যবহারকারীরা ফলাফলকে প্রভাবিত করতে পারে।
  • অধ্যায় 8: টক্সিনস এবং সার্চ ইঞ্জিন স্প্যাম দণ্ড: এসইও “শর্টকাটগুলি” থেকে সাবধান থাকুন। এই কৌশলগুলি ব্যবহার করে ধরা পাওয়ার ফলে ম্যানুয়াল অ্যাকশন জরিমানার ফলস্বরূপ বা আপনার সাইটটিকে অনুসন্ধান সূচী থেকে তালিকাভুক্ত করা যেতে পারে।
  • অধ্যায় 9: অনুসন্ধানে উদীয়মান ভার্টিকালগুলি: ভয়েস, স্থানীয়, চিত্র এবং ভিডিও অনুসন্ধান ব্যবহারকারীরা কী সন্ধান করছেন তা খুঁজে পাওয়ার জন্য নতুন উপায়ে উপস্থাপন করে। যদিও তারা প্রত্যেকে ব্র্যান্ডের জন্য সংখ্যক সুযোগ সরবরাহ করে, তারা এখনও SEO এর মৌলিক নীতির উপর ভিত্তি করে।

দৈনিক এসইও নিউজ এবং বিশেষজ্ঞ এসইও পরামর্শ

আমাদের সম্পাদকীয় কর্মীদের প্রতিদিনের সংবাদ কাহিনী ছাড়াও, সার্চ ইঞ্জিন ল্যান্ড বিশেষজ্ঞ অবদানকারীদের থেকে দৈনিক নিবন্ধগুলি প্রকাশ করে যা এসইও ইস্যুগুলিকে মূলত ইন-দ্য ট্র্যাঞ্চস দৃষ্টিকোণ থেকে আচ্ছাদন করে।
অতি সাম্প্রতিক এসইও নিউজ গল্প এবং বিশেষজ্ঞ কলামগুলির জন্য এসইও চ্যানেলটি ব্রাউজ করুন। অনুসন্ধান ইঞ্জিন ল্যান্ডের দৈনিক ইমেল নিউজলেটার অনুসন্ধান সন্ধানের বিপণন সংবাদ এবং একচেটিয়া বিশ্লেষণ এবং অন্তর্দৃষ্টি বিশিষ্ট বৈশিষ্ট্য পেতে সাইন আপ করুন।
আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকেন,সুস্থ থাকেন,খোদাহাফেজ।

The post SEO কি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি ? appeared first on Trickbd.com.

আপনি কি জানেন আপনি আপনার messenger এর সকল মেসেজ HTML ফাইল এ download করতে পারেন? না জানলে এখনি দেখে নিন পোস্টটা

Posted:

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেকদিন পর আজকে পোস্ট লিখতে বসলাম। চলুন শুরু করা যাক।

তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের মেসেন্জারের সব মেসেজ HTML ফাইলে ডাওনলোড করতে পারবেন। অনেকেই পদ্ধতিটা জানেন, যারা জানেন না তাদের জন্য আজকের পোষ্টটা।

আচ্ছা যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

আপনি প্রথমে আপনার মোবাইলের ফেসবুকের সেটিং এ যান।

সেটিং থেকে access your information সিলেক্ট করুন।

তারপর download your information অপশনে ক্লিক করুন।

তারপর ম্যাসেজেস বাদে সব অপশান থেকে টিক মার্ক তুলে দিন।

create file অপশনে ক্লিক করেন।

এরপর pending দেখাবে

ব্যাস, আপনার কাজ শেষ। এবার কিছুক্ষন পরে আপনি ফেসবুক থেকে এরকম একটা নোটিফিকেশন পাবেন। এখানে ক্লিক করবেন।

তারপর এইখান থেকে ডাওনলোড করে নিবেন।

এভাবে আপনি আপনার ফোনের মেসেন্জারের সব মেসেজ HTML ফাইলে ডাওনলোড করতে পারবেন।

তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই।
মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।

আর নিত্য নতুন ট্রিক্স এবং free fire সম্পর্কিত যেকোন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইভ করে সাথেই থাকুন।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।



The post আপনি কি জানেন আপনি আপনার messenger এর সকল মেসেজ HTML ফাইল এ download করতে পারেন? না জানলে এখনি দেখে নিন পোস্টটা appeared first on Trickbd.com.

Telegram Bot Making tutorial basic to Advanced..Part-3 ( What is Api & How do find my Api Id…?)

Posted:

































কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন


আজকের বিষয় API কি এবং কিভাবে আমি আমার Api Id এবং এবং Api Hash খুঁজে পাবো…?


1 ➜ API কি‌ এবং API এর উদাহরণ …?






API এর পূর্ণরূপ হলো Application Programming Interface । আপনি যখন আপনার মোবাইল ফোনে কোনও অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, অ্যাপ্লিকেশনটি ইন্টারনেটে সংযুক্ত হয় এবং একটি সার্ভারে ডেটা প্রেরণ করে। সার্ভারটি সেই ডেটাটি পুনরুদ্ধার করে, এর ব্যাখ্যা করে, প্রয়োজনীয় ক্রিয়া সম্পাদন করে এবং আপনার ফোনে এটি আবার প্রেরণ করে। অ্যাপ্লিকেশনটি সেই ডেটাটির ব্যাখ্যা করে এবং আপনাকে পাঠযোগ্য উপায়ে যে তথ্য চেয়েছিল সেগুলি আপনাকে উপস্থাপন করে। এটি একটি API যা – API এর মাধ্যমে এগুলি ঘটে ।

২ ➜ কিভাবে আমি আমার Api Id এবং এবং Api Hash খুঁজে পাবো…?






প্রথমে আমাদের এই ওয়েবসাইটে যেতে হবে


MyTelegram.org




এখন আমাদের Telegram Phone Number টি দিয়ে NEXT এ Click করতে হবে





এরপর Confirmation Code চাইবে ।





এই Confirmation Code পাওয়া জন্য Telegram App এ যেতে হবে .





এখন Telegram Message Check করে , এই Verification Code টি কপি করে রাখতে হবে





আবার পূর্বের Website এ ফিরে এসে Copy করা Verification Code টি Submit করে Sign In এ Click করতে হবে




এরপর আমাদের Api Development Tool এ Click করতে হবে





এখন আমাদের এই Form টি পূরণ করতে হবে App title এ myapi দিন এবং Short Name এ myapi দিন ব্যাস আর কোন কিছু পূরণ করতে হবে না যে গুলো ফাঁকা থাকবে সেগুলো ফাকাই রাখুন





এখন Create Application এ Click করুন ব্যাস আপনার Api Id & Api Hash তৈরি হয়ে গেল





এখন আপনাদের এই Api Id & Api Hash সুরক্ষিত রাখতে হবে । কারন যে কেউ আপনার Api Id এবং Api Hash দিয়ে আপনার অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে পারে ।


৩ ➜ . বিস্তারিত জানতে এবং Telegram Bot বিষয়ে Help পেতে আমাদের Telegram Community তে জয়েন হতে পারেন


For Bot Making Help Join Hear



আজ এখানেই শেষ করলাম , আমি মনে করি API এর বিষয়ে এই পোস্টটি যথেষ্ট । যদি বুঝতে সমস্যা হয় বলবেন । আপনারা হয়তো ভাবছেন Api Id & Api Hash এর কাজ কি…? পরবর্তীতে আপনি নিজেই বুঝতে পারবেন এগুলার কাজ কি । পরবর্তীতে পার্টে জানাবো Heroku কি এবং এর কাজ কি ..? সবাই ভালো থাকবেন ভালোর দলে থাকবেন ।


যেকোনো Premium Android or Pc Software , Account , Course , Bin , Premium Account , Netflix , Amazon Prime Other & WordPress , Blogger Tamplate , Bot Making Help লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সবকিছু Free

PremiumAppsAccountFree Join Hear

The post Telegram Bot Making tutorial basic to Advanced..Part-3 ( What is Api & How do find my Api Id…?) appeared first on Trickbd.com.

রিসেলার হোস্টিং দিয়ে হোস্টিং কোম্পানি তৈরি – বিস্তারিত | হোস্টিং কোম্পানী পার্ট – ৪ (Start Your Own Hosting Business)

Posted:

আসসালামু আলাইকুম।  আশা করি সবাই অনেক  ভালো আছেন।  আমরা ওয়েব হোস্টিং টিউটোরিয়াল সিরিজ এর চতুর্থ পর্বে চলে এসেছি। পূর্বের পর্বগুলোতে আমরা ওয়েব হোস্টিং কি ওয়েব হোস্টিং বিজনেস কি, কেন, কিভাবে করতে হবে, হোস্টিং ব্যবসার পরিসর এবং শুরুতে  রিসেলার হোস্টিং কেন ব্যবহার সে সম্পর্কে   জেনেছি। এই পর্বে আমরা দেখব কিভাবে রিসেলার হোস্টিং অর্ডার করার মাধ্যমে নিজস্ব ওয়েব হোস্টিং বিজনেস তৈরি করা যায়।

ওয়েব হোস্টিং ব্যবসা শুরুর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সফটওয়্যার সেতাপ করার প্রয়োজন হয়। যার সবগুলোই আমরা এই টিউটোরিয়াল সিরিজ এ কভার করার চেষ্টা করব  ইনশাআল্লাহ। তো চলুন দেখে নেয়া যাক কিভাবে রিসেলার হোস্টিং অর্ডার করে সবকিছুর অ্যাক্সেস পাবেন।

রিসেলার হোস্টিং কোথায় নিবেন?

অফেক্স হোস্টিং (Ofaex.com)  ওয়েবসাইট থেকে আমরা রিসেলার ওয়েব হোস্টিং সার্ভিস অর্ডার করবো। ২০১৮ সালে যাত্রা শুরু করা এই ওয়েব হোস্টিং কোম্পানিটি নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা ওয়েব হোস্টিং কোম্পানি হিসেবে স্বীকৃতি পাবার যোগ্য। কারণ অফেক্স এর রয়েছে অত্যন্ত শক্তিশালী হোস্টিং সার্ভার, দক্ষ জনবল, সর্বাধুনিক ও সর্বশেষ প্রযুক্তি সমৃদ্ধ নেটওয়ার্ক ইনফ্রাসট্রাকচার, প্রভৃতি।

অফেক্স প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্যন্ত উচ্চ গতি সম্পন্ন হোস্টিং সার্ভিস সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়ে আসছে। তাদের বিভিন্ন ক্যাটাগরিতে লিনাক্স ও উইন্ডোজসহ প্রায় সব ধরণের ওয়েব হোস্টিং প্যাকেজ রয়েছে। এর মধ্যে লিনাক্স শেয়ার্ড হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস হোস্টিং উল্লেখযোগ্য। এছাড়া স্বল্প মূল্যে ডেডিকেটেড সার্ভার ও ম্যানেজড হোস্টিং সার্ভিসও প্রদান করছে।

অফেক্স কেন অন্যান্য ওয়েব হোস্টিং কোম্পানি থেকে ভালো?

অফেক্স এর রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের সম্পূর্ণ নিজস্ব মালিকানাধীন অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন  ওয়েব সার্ভার। এতে অফেক্স শুধু নিজেরাই নয়; বরং এই ওয়েব সার্ভার গুলো বিশ্বের অন্যান্য কিছু হোস্টিং কোম্পানিও তাদের গ্রাহকদের ওয়েবসাইট হোস্ট করার কাজে ব্যবহার করছে।

আপনি যদি রিসেলার হোস্টিং ব্যবহার না করতে চান তাহলে অফেক্স থেকে ম্যানেজড ভিপিএস সার্ভার বা ডেডিকেটেড সার্ভার নিয়ে ওয়েব হোস্টিং বিজনেস করতে পারেন। ম্যানেজড হোস্টিং এ আপনি ফ্রী সিপ্যানেল ডাব্লু এইচ.এম (cPanel WHM) প্যানেল পাবেন; যা মাত্র ৪২৫০ টাকা থেকে শুরু। (আপনারা যদি নিজস্ব সার্ভার এ ওয়েব হোস্টিং সার্ভার সেটাপ করার টিউটোরিয়াল চান তাহলে কমেন্ট এ জানান অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।)

আপনি যদি আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য VPS (Virtual Private Server) হোস্টিং নেয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে অফেক্স আপনাকে সবচাইতে সাশ্রয়ী মূল্যে সর্বোৎকৃষ্ট মানের ভিপিএস হোস্টিং সেবা দিতে সক্ষম।

অফেক্স তাদের ভিপিএস প্যাকেজসমূহ অত্যন্ত সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের কাছে বিক্রি করছে। আপনি ইচ্ছে করলে প্রতি মাসে সর্বনিম্ন ৮৪৫ টাকা পরিশোধ করে তাদের এসএসডি ভিপিএস সার্ভার (SSD VPS Server) নিতে পারবেন। এছাড়াও এনভিমি সার্ভার (NVMe VPS Server) মাত্র ১০১৫ টাকায় কিনে নিতে পারেন।

অফেক্স ওয়েব হোস্টিং সার্ভিসের পাশাপাশি ওয়েবসাইট ডেভলপমেন্ট সার্ভিস, ইমেইল হোস্টিং, ডোমেইন রেজিস্ট্রেশন, ডোমেইন রিসেলার, ওয়েব সিকিউরিটি সার্ভিসেস, ব্যাকআপ সার্ভিস, সিইও টুলস, ভিপিএন, প্রভৃতি সেবা প্রদান করে থাকে।

যেহেতু আমরা রিসেলার হোস্টিং নিয়ে কাজ করবো, চলুন দেখে নেই কিভাবে অর্ডার করে সেটাপ করবেন।

স্টেপ ওয়ানঃ

প্রথমেই আপনি রিসেলার হোস্টিং পেজ এ চলে যান এখানে আপনি চারটি প্যাকেজ দেখতে পারবেন আপনি যদি সর্বনিম্ন প্যাকেজটি নেন তাহলে ক্রমান্বয়ে পরবর্তী প্যাকেজগুলোতে খুব সহজেই আপডেট করে নিতে পারবেন। আমি প্যাকেজগুলোর বৈশিষ্ট্যসহ মূল্য তালিকা নিচে উল্লেখ করলাম।

লাইটঃ ৪২৫ টাকা প্রতিমাস বা ৫১০০ টাকা প্রতি বছর।

  • 10GB SSD Storage
  • 10 cPanel Accounts
  • 1 Core vCPU Processor
  • 1 GB Guaranteed RAM
  • 0.3 TB Premium Bandwidth
  • Free SSL Certificates
  • Unmetered Bandwidth
  • Unlimited Websites

স্টার্টআপঃ ৪৬৫ টাকা প্রথম মাস, পরবর্তি মাস থেকে ৯৩০ টাকা। অথবা ১১,১৬০ টাকা প্রতি বছর।

  • 25GB SSD Storage
  • 25 cPanel Accounts
  • 1 Core vCPU Processor
  • 2 GB Guaranteed RAM
  • 0.5 TB Premium Bandwidth
  • Free SSL Certificates
  • Unmetered Bandwidth
  • Unlimited Websites

প্রোফেশনালঃ  ৮৪৮ টাকা প্রথম মাস, পরবর্তি মাস থেকে ১৬৯৫ টাকা। অথবা ২০,৩৪৮ টাকা প্রতি বছর।

  • 50GB SSD Storage
  • 50 cPanel Accounts
  • 2 Core vCPU Processor
  • 3 GB Guaranteed RAM
  • 1 TB Premium Bandwidth
  • Free SSL Certificates
  • Unmetered Bandwidth
  • Unlimited Websites

প্রিমিয়ামঃ ১২৭৩ টাকা প্রথম মাস, পরবর্তি মাস থেকে ২৫৪৫ টাকা। অথবা ৩০,৫৪০ টাকা প্রতি বছর।

  • 100GB SSD Storage
  • 75 cPanel Accounts
  • 3 Core vCPU Processor
  • 4 GB Guaranteed RAM
  • 1.5 TB Premium Bandwidth
  • Free SSL Certificates
  • Unmetered Bandwidth
  • Unlimited Websites

এগুলোর মধ্যে থেকে আপনার পছন্দমত যেকোনো একটি প্যাকেজ বাছাই করে নিন এবং “Get Started” বাটনে ক্লিক করুন। আমি এখানে স্টার্টআপ প্যাকেজ টি অর্ডর  করবো।

স্টেপ টুঃ

এখানে আপনাকে ডোমেইন নির্বাচন করে দিতে হবে।  আপনার যদি আগে থেকে কোন ডোমেইন না থাকে তাহলে ১ নম্বর অপশনটি সিলেক্ট করে নতুন একটি ডোমেইন রেজিস্টার করতে পারেন। অথবা আপনার যদি আগে থেকে অন্য কোন কোম্পানির কাছে ডোমেইন রেজিস্টার করা থাকে এবং আপনি যদি সেই ডোমেইনটি  অফেক্স এর আন্ডারে ট্রানস্ফার করে নিতে চান, তাহলে ২ নম্বর অপশনটি সিলেক্ট করে ট্রান্সফার করতে পারবেন। সবশেষে আপনি যদি রেজিস্টার বা ট্রান্সফার না করে নিজস্ব ডোমেইন ব্যবহার করতে চান তাহলে ৩ নম্বর অপশনটি সিলেক্ট করে আপনার ডোমেইন নাম ইনপুট করে “Use” এ ক্লিক করুন।

স্টেপ থ্রীঃ

পরবর্তী ইন্টারফেসে আপনি কনফিগারেশন অপশন পাবেন।

১ নম্বর চিহ্নিত অপশনটিতে আপনি যাচাই করে নিতে পারেন কারেন্সি বিডিটি করা আছে কিনা, অর্থাৎ বাংলাদেশি টাকায় আছে কিনা।

২ নম্বর চিহ্নিত অংশ  আপনি যে প্যাকেজ টি সিলেক্ট করেছেন সেই প্যাকেজটির বৈশিষ্ট্য গুলো পুনরায় দেখতে পারবেন।

৩ নম্বর চিহ্নিত অপশনটিতে আপনি বিলিং সাইকেল নির্বাচন করতে পারবেন। এখানে আপনি মাসিক, বার্ষিক, অর্ধবাষিক এরকম কিছু অপশন পাবেন।

৪ নম্বর চিহ্নিত চেকবক্সে আপনি নির্বাচন করে দিতে পারবেন WHMCS অর্থাৎ আপনার যদি WHMCS লাইসেন্স প্রয়োজন হয় তাহলে এই অপশনটি তে টিক মার্ক করে দিতে পারেন। WHMCS লাইসেন্স এর জন্য আপনাকে প্রতি মাসে অতিরিক্ত ১২৭৫ টাকা পে করা লাগবে। তবে আমি এখানে WHMCS লাইসেন্স অর্ডার করছি না।

৫ নম্বর চিহ্নিত অপশনে আপনি পেইড এসএসএল সার্টিফিকেট কিনে নিতে পারেন। তবে এখন এটির কোন দরকার নেই, আপনি হোস্টিং এর সাথে ফ্রী  SSL Certificate পেয়ে যাবেন।

সবকিছু ঠিকঠাক থাকলে আপনি কন্টিনিউ অপশন এ ক্লিক করবেন।

বিশেষ দ্রষ্টব্যঃ এখানে অর্ডার সামারি তে প্যাকেজটির প্রাইস ৯৩০ টাকা দেখতে পাচ্ছি, যেটা অরিজিনাল প্রাইস। তবে প্রথম মাসের ডিসকাউন্ট টি পেতে আমরা পরবর্তী  পেজ এ প্রমো কোড এপ্লাই করতে পারব 😉

স্টেপ ফোরঃ

আপনি কি কি অর্ডার করতে চাচ্ছেন অর্থাৎ আপনার কার্টে কি কি প্রোডাক্ট রয়েছে তা আপনি এই ইন্টারফেসে দেখতে পারবেন। আপনার কাছে যদি কোন কুপন থাকে তাহলে সেটাও এখানে এপ্লাই করতে পারবেন।  এখানে দেখা যাচ্ছে একটি কুপন কোড অটোমেটিকালি  এপ্লাই হয়ে গেছে, যার ফলে আমরা ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে গেছি অর্থাৎ ৯৩০ টাকার হোস্টিং প্যাকেজ টি এখন অর্ডার সামারি তে মাত্র ৪৬৫ টাকা দেখাচ্ছে।

আপনার সুবিধার জন্য নিচে দুইটি ডিস্কাউন্ট কুপন দিলাম। রিসেলার হোস্টিং এর পাশাপাশি অন্যান্য যেকোন হোস্টিং এ এই কুপন দুইটি ব্যবহারযোগ্য।

  • 50MON  (মাসিক বিলিং এ ৫০% ছাড় পেতে এই কুপন টই ব্যবহার করতে পারেন।
  • MCYC30 (মাসিক বিলিং এর ওপরে যেকোন বিলিং এ ৩০% ছাড় পেতে এই কুপন টই ব্যবহার করতে পারেন। )

স্টেপ ফাইভঃ

এই স্টেপে  আপনাকে আপনার ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে রেজিস্টার করে নিতে হবে।

যদি আপনার আগে থেকেই কোন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে “Already Registered” অপশনে ক্লিক করে লগইন করে নিতে পারেন। এরপর নিচে আপনি তিনটি পেমেন্ট মেথডের মাধ্যমে যেকোনো একটি ব্যবহার করতে পারেন।

আমারপে  পেমেন্ট গেটওয় এর মাধ্যমে আপনি বিকাশ, রকেট, নগদ, ডেবিট ক্রেডিট কার্ড, দিয়ে পেমেন্ট করতে পারবেন।

পেপ্যাল পেমেন্ট গেটওয় এর মাধ্যমে আপনি পেপাল এবং ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

এছাড়াও তৃতীয় অপশনটি দিয়ে আপনি বিটকয়েন এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

সবশেষে আপনাকে টার্মস এবং কন্ডিশনস এক্সেপ্ট করে কমপ্লিট অর্ডার এ ক্লিক করতে হবে।

স্টেপ সিক্সঃ

এই ধাপে আপনি অটোমেটিক পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনার ইনভয়েস টই পেইড দেখাবে।

স্টেপ সেভেনঃ

এরপর আপনি ক্লায়েন্ট এরিয়া তে চলে আসবেন। ক্লায়েন্ট এরিয়া  এর আপনার প্রোডাক্ট পেজ এ আপনি রিসেলার প্যাকেজ টির সব অপশন দেখতে পারবেন। এখানে থেকে সিপ্যানেল বা WHM প্যানেল এ সহজেই লগিন করতে পারবেন। এছাড়াও আপনি ইমেইল এ সব তথ্য পেয়ে যাবেন।

সিপ্যানেল ইন্টারফেসঃ

সি-প্যানেল হল লিনাক্স kernel এর অপারেটিং সিস্টেম CentOS, CloudLinux, এবং Red Hat এ ব্যবহারিত ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল।

WHM ইন্টারফেসঃ

WHM ও ওয়েব হোস্টিং এর একটি এপ্লিকেশন কিন্তু এটা Cpanel মত কাজ একই উপায়ে কাজ করে না! WHM এর প্রাথমিক কাজ হলো বিভিন্ন সার্ভার টুলস এবং ফাংশনে সার্ভার এডমিনিস্ট্রেটরস এবং রিসেলারদের এক্সেস দেয়া।

আলহামদুলিল্লাহ, আমরা আজকের পুরো পর্ব টি শেষ করে ফেলেছি। আশা করছি আমি আপনাদের পুরো অর্ডর প্রসেস টি ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ পরবর্তি পর্বে আমরা WHMCS বিলিং সিস্টেম সেটাপ করা সম্পর্কে বিস্তারিত জানবো।  যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট এ জানাতে ভুলবেন না যেন 😒😒 আল্লাহ হাফেজ।


যেকোন পরিস্থিতিতে আমারri সাথে যোগাযোগ করতে পারেনঃ

ফেসবুক, টুইটার, রেড্ডিট, ইন্সটা –  @MrOxidane

হোস্টিং রিলেটেড ফেসবুক গ্রুপ – BD Web Hosting Solutions

ওয়েব হোস্টিং এর সবগুলো টিউটোরিয়াল পেতে ভিজিট করুন – প্রযুক্তিরসাথে ডটকম

ওয়েব হোস্টিং অফারঃ

অফেক্স এ ৫ জিবি সিপ্যানেল ওয়েব হোস্টিং ১০০ টাকা মাস অথবা ৮০০ টাকা প্রথম বছর, কুপনঃ CST800 >>

অফেক্স এ ১০ জিবি রিসেলার ওয়েব হোস্টিং মাত্র ৪২৫ টাকা মাস >>

অফেক্স ওয়েব হোস্টিং অ্যাফিলিএট মার্কেটিং এ ৩০% কমিশন, অ্যাফিলিএট রেজিস্ট্রেশান এ ফ্রী ৮৫ টাকা >>

The post রিসেলার হোস্টিং দিয়ে হোস্টিং কোম্পানি তৈরি – বিস্তারিত | হোস্টিং কোম্পানী পার্ট – ৪ (Start Your Own Hosting Business) appeared first on Trickbd.com.

ফেসবুকে হা হা রিএ্যাক্ট দেওয়া বন্ধ করুন। আপনার অজান্তে ফেসবুকে হা হা রিএ্যাক্ট দিয়ে জাহান্নামি হচ্ছেন।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

ফেসবুকে হা হা রিএ্যাক্ট দেওয়া বন্ধ করুন

এক ভাই প্রশ্ন ছিল কাউকে নিয়ে ঠাট্রা বা হাসাহাসি করা সম্পর্কে ইসলাম কি বলে….?আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই আপনি অতন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আজকাল দেখা যায়, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে এটির ব্যবহার অনেক বেশি দেখা যায়। ধরুন কেউ একটি কমেন্ট করেছেন, কেউ একটি পোস্ট করেছেন, তাকে তাচ্ছিল্য করবার জন্য আমরা হা হা রিএ্যাক্ট দিয়ে থাকি।

তারমানে বিদ্রুপ করে থাকি, যদি রসিকতা করে মজা করে আমরা এরকম কোন রিয়াক্ট করে থাকি, যার সঙ্গে করছি, যার পোষ্টে মন্তব্যে হাহা রিয়েক্ট দিয়েছি। জাস্ট আনন্দের জন্য মজা করার জন্য, এবং তিনি নিজেও এটা নিয়ে মজা করেছেন, এ টাকে মজার ছলে নিয়েছেন তাহলে তো সেটি ভিন্ন বিষয়। কিন্তু তাকে তাচ্ছিল্য করার জন্য বিদ্রুপাত্মক ভাবে এটি করি, তাহলে ইসলামের দৃষ্টিতে এটা হারাম কাজ এবং সম্পূর্ণ নাজায়েজ একটি কাজ।

আল্লাহ রাব্বুল আলামীন, পবিত্র কোরআনুল কারিমে সূরা হুজরাতে অতন্ত্য স্পষ্ট ভাষায় বলেছেনঃ তোমাদের কেউ যেন অন্য কাউকে নিয়ে বিদ্রুপ না করে ঠাট্টা না করে।( সূরা হুজুরাত আয়াত ১১)

হযরত আবু বকর (রাঃ) অসুস্থ হলে একটি কবিতা পড়তেন, যার ভাবার্থ এই, প্রতিটি ব্যক্তিকে নিজ পরিবারে সুপ্রভাত বলা হয়, অথচ মৃত্যু তার জুতার ফিতার চাইতেও অতি নিকটে। মানুষ যেকোন সময় আল্লাহর ডাকে সাড়া দিতে হতে পারে। কেউ জানে না কখন, কোথায় কিভাবে আল্লাহ তাকে তলব করবেন। মহান আল্লাহ তায়ালা বলেন →কেউ জানে না, আগামীকাল সে কি উপার্জন করবে, আর কেউ জানে না, কোন স্থানে সে মারা যাবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও সম্যক। (সূরা লুকমান আয়াত ৩৪)

এ কারণে কারো কথা নিয়ে, কারও কাজ নিয়ে বা কারও অসুস্থতা ও মৃত্যু নিয়ে ট্রল করা বা বিদ্রপ করতে নেই। সে ব্যক্তি কাফের হলেও না। একদিন আমাদের রাসুল (সাঃ) এর পাশ দিয়ে একটি জানাজা যাচ্ছিল অর্থাৎ লাশ যাচ্ছিল। তখন তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। এসময় একজন বলছিল জানাজাটি একজন ইহুদির। নবী করীম (সাঃ) তাকে ধমক দিয়ে বলেছিলেন সে কি মানুষ নয়। (বুখারি হাদিস নাম্বারঃ ১৩১২)

দেখুন মহানবী (সাঃ) একজন অমুসলিমের মৃত্যুতেও কিভাবে সহমর্মিতা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আর আমরা এখন অনেকেই নোংরা মন-মানসিকতার কারণে নোংরা রাজনীতি করতে গিয়ে হিংসার বশীভূত হয় অপর মুসলমানকে নিয়ে কুৎসা রটনা করছি প্রতিনিয়ত। রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেন→ তোমরা কারো প্রতি খারাপ ধারণা থেকে বিরত থাকো। কেননা কারো প্রতি খারাপ ধারণা করা সবচেয়ে বড় মিথ্যা। তোমরা অন্যের দোষ অন্বেষণ করোনা, গোয়েন্দাগিরি করোনা, পরস্পর হিংসা করো না, একে অন্যের প্রতি বিদ্বেষভাব পোষণ করো না, এবং পরস্পর বিরোধী লিপ্ত হয়োনা। বরং তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। (সহিহ বুখারি হাদিস নাম্বার ৬০৬৪)

মুসলমানদের ইজ্জত এবং সম্মান লুণ্ঠন করাকে নষ্ট করাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন। নবী করীম (সাঃ) বিদায় হজের ভাষণে বলেছিলেন, যে এই জায়গা এই মাস এই সময়টা যেরকম আল্লাহর কাছে সম্মানিত, তেমনি ভাবে একজন মানুষের ইজ্জতও এরকম আল্লাহর কাছে সম্মানিত। কাউকে কোনভাবেই তাচ্ছিল্য বা বিদ্রুপ করা যাবে না।

আজকাল ফেসবুকে হাহা রিয়েক্ট দেওয়াটা একটা নরমাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যারা আল্লাহর প্রতি ঈমান রাখেন। যারা আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটি বিশ্বাস রাখেন। যারা বান্দার ছোট-বড় প্রত্যেকটা বিষয়ই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটি বিশ্বাস রাখেন তারা কখনোই বিদ্রূপাত্মক ভাবে কোন পোষ্টে বা কোন কমেন্টে হাহা রিয়েক্ট দিতে পারেন না।

অথচ আমরা কিন্তু এটাকে দোষোণীয় মনে করি না। বরং এটাকে অনেকে মনে করেন, যে এটা আমাদের ফেসবুকীয় বৈধ কর্মকান্ডের মধ্য থেকে একটা কাজ বা একটা রুটিন ওয়ার্ক। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ দয়া করে এই কাজটি থেকে বেরিয়ে আসুন। কাউকে নিয়ে বিদ্রুপ করে কোনভাবে হাহা রিয়েক্ট দিবেন না।

একজন ঈমানদারকে আপনি কষ্ট দিলেন।তিনি হয়তো এমন কিছু বললেন, যেটি হয়তো আপনার নিকট গ্রহণযোগ্য নয়, তখন সম্ভব হলে সুন্দর ভাষায়, মার্জিত ভাষায় যুক্তিনির্ভর ভাবে আপনি গঠনমূলকভাবে আপনি তার বক্তব্য খন্ডন করুন তাকে বোঝানোর চেষ্টা করুন। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে আপনি এড়িয়ে যান। কিন্তু তাকে নিয়ে বিদ্রুপ করে তাকে হাসির পাত্র বানিয়ে আপনি নিজে গুনাহগার হচ্ছেন।

তিনি হয়তো একটু ভুল করেছেন, একটি ত্রুটি করেছেন আপনি কিন্তু তার চাইতেও আরেকটি ত্রুটি করলেন, আরেকটি বড় ভুল করলেন। যদি বেশি ভয়ানক হতে পারে। বান্দার হক নষ্ট করার মতো বিষয় হতে পারে, বান্দার হক নষ্ট করলে কিয়ামতের দিন আপনার আমলনামা থাকে কিন্তু সাওয়াব কেটে নেওয়া হবে। অতএব ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ কাউকে নিয়ে হাসাহাসি তামাশা বিদ্রুপ করা এটি ইসলামে সম্পূর্ণ হারাম কাজ। কোন অবস্থাতেই কাউকে নিয়ে হাসাহাসি করা ব্যঙ্গ বিদ্রুপ করা ইসলামের দৃষ্টিতে কোনোভাবেই জায়েজ নয়।

আল্লাহ সুবাহানাহু তায়ালা আমাদেরকে সব ধরনের হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর আল্লাহ তায়ালা কখনো মাফ করবেন না, আপনি যদি কোন বান্দার হক নষ্ট করেন। তাই এই কাজটিকে এই অপরাধীকে ছোট পাপ হিসেবে দেখলে হবে না। এটি আল্লাহর নিকট অনেক বড় পাপের সমান। আল্লাহ সুবহানাতায়ালা সকল ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমীন।

Trickbd তে অনেকেই পোস্ট কতে চান কিন্তু করতে পারছেন না। আপনারা Ictbn.Com ওয়েবসাইটে পোস্ট করতে পারেন।এখানে একাউন্ট করলেই author।এখানে প্রতি পোস্টের জন্য ৫-৫০ টাকা পর্যন্ত দেওয়া হয়।পোস্টের মানের উপর ভিত্তি করে। ICTBN.Com

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

The post ফেসবুকে হা হা রিএ্যাক্ট দেওয়া বন্ধ করুন। আপনার অজান্তে ফেসবুকে হা হা রিএ্যাক্ট দিয়ে জাহান্নামি হচ্ছেন। appeared first on Trickbd.com.

[Repost] ডাউনলোড করে নিন লেটেস্ট লাইফ টাইম এক্টিভেটেড IDM বা Internet Download manager Pro 38.6 । No crack no patch এর ঝামেলা।

Posted:

আবারো আপনাদের সামনে হাজির হলাম IDM 6.38 বা  Internet Download Manager সাথে লাইফটাইম অ্যাক্টিভেশন লাইসেন্স। এতে লাগছে না কোনো Crack বা  patch। এখন থেকে চিরতরে IDM এর অ্যাক্টিভেশনের ঝামেলা থেকে মুক্তি পান

 

 এর আগেও আমি ২ বার ফাইল দিয়েছিলাম তবে অনেকেই ডাউনলোড করতে সমস্যা ফেস করতেছে ইস্যু করায় সবার জন্য রিপোস্ট আশা করি উপকার হবে। কোনো প্রকার ইস্যু পেলে কমেন্টে জানান আমি আছি তাৎক্ষনিক সেবা নিয়ে । 

 আপনাদের যদি পিসি সফটওয়্যার  বা কম্পিউটার জনিত কোন সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নিশ্চিত সাহায্য করবো। এছাড়াও পরের পোস্টে কোন সফটওয়্যার এর ফুল ভার্সন চান  তা আমাকে কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই পরের কোন পোস্টে নতুন কোন সফটওয়্যার  নিয়ে ততদিন ভালো থাকুন, সুস্থ থাকু্‌ ঘরে থাকুন।

 

 যে কোন সমস্যায় ফেসবুকে মেসেজ করতে পারেন

 ফেসবুকে আমি

 

 

The post [Repost] ডাউনলোড করে নিন লেটেস্ট লাইফ টাইম এক্টিভেটেড IDM বা Internet Download manager Pro 38.6 । No crack no patch এর ঝামেলা। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments