Search box..

কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস থিম এ সহজেই আইকন ফন্ট (Icon Font) যুক্ত করবেন

কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস থিম এ সহজেই আইকন ফন্ট (Icon Font) যুক্ত করবেন


কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস থিম এ সহজেই আইকন ফন্ট (Icon Font) যুক্ত করবেন

Posted:

আপনি কি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে আইকন ফন্ট যুক্ত করতে চান? সম্প্রতি আমাদের একজন পাঠক Contact Us এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং জিজ্ঞাসা করেছেন যে তাদের ওয়ার্ডপ্রেস থিমে আইকন ফন্ট যুক্ত করার সবচেয়ে সহজ উপায় কী?

আইকন ফন্টগুলি আপনাকে আপনার ওয়েবসাইটকে ধীর না করে ভেক্টর (Resizable) আইকন যুক্ত করতে দেয়।
এগুলো ওয়েব ফন্টের মতো লোড করা হয় এবং CSS ব্যবহার করে স্টাইল করা যায়।

এই টিউটোরিয়ালে, আমরা আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস থিম এ সহজে আইকন ফন্ট যোগ করতে হয়।

Thumbnail

 

আইকন ফন্ট (Icon Font) কি এবং কেন আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ব্যবহার করা উচিত?

Icon font demo

আইকন ফন্টগুলিতে অক্ষর এবং সংখ্যার পরিবর্তে প্রতীক বা চিত্রগ্রাম (Pictograms) থাকে। এই চিত্রগ্রাম (Pictograms) গুলো সহজেই ওয়েবসাইটের কন্টেন্টসগুলোতে যুক্ত করা যায় এবং CSS ব্যবহার করে আকার পরিবর্তন করা যায়। চিত্র ভিত্তিক আইকনগুলির তুলনায়, ফন্ট আইকনগুলি অনেক দ্রুত যা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের গতিতে সহায়তা করে।

আইকন ফন্টগুলি সাধারণত ব্যবহৃত হয় কমন আইকন প্রদর্শন করতে। উদাহরণস্বরূপ, আপনি এগুলো আপনার শপিং কার্ট, ডাউনলোড বাটন, ফিচার বক্স, গিভওয়ে কন্টেস্ট এবং এমনকি ওয়ার্ডপ্রেস নেভিগেশন মেনুতে (Navigation menu) ব্যবহার করতে পারেন।

বেশ কয়েকটি ফ্রি এবং ওপেন-সোর্স Icon Font পাওয়া যায় যেখানে শত শত সুন্দর আইকন রয়েছে।

আসলে, প্রতিটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ফ্রি Dashicon Icon Font সেট সহ আসে। এই আইকনগুলি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন মেনু এবং ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এরিয়া অভ্যন্তরে অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হয়।

কিছু অন্যান্য জনপ্রিয় আইকন ফন্ট হলঃ

এই টিউটোরিয়ালে আপনাদের শিখাতে, আমরা ওয়ার্ডপ্রেসে Icon Font যুক্ত করার তিনটি উপায় কভার করতে যাচ্ছি। আপনি আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে এমন উপায়টি বেছে নিতে পারেন।

পদ্ধতি ০১ঃ প্লাগইন ব্যবহার করে ওয়ার্ডপ্রেসে আইকন ফন্ট যুক্ত করা।

আপনি যদি একজন নতুন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী হন এবং আপনার পোস্ট বা পেইজে কিছু আইকন যুক্ত করার চেষ্টা করছেন, তাহলে এই পদ্ধতিটি আপনার জন্য সবচেয়ে সহজ এবং উপযুক্ত। আপনাকে থিম ফাইলগুলি সংশোধন করতে হবে না এবং আপনি আপনার ওয়েবসাইটে সর্বত্র আইকন ফন্ট ব্যবহার করতে সক্ষম হবেন।

প্রথমে আপনাকে যা করতে হবে তা হল ওয়ার্ডপ্রেসের জন্য Fonts Awesome প্লাগইন Install এবং Activate করা। আরো বিস্তারিত জানার জন্য, কিভাবে একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন ইনস্টল করতে হয় তার ধাপে ধাপে নির্দেশিকা দেখুন।

Activate করার পরে, প্লাগইনটি আপনার থিমের জন্য Fonts Awesome এর আইকন সাপোর্ট করবে। আপনি এখন যে কোন ওয়ার্ডপ্রেস পোস্ট বা পেজ এডিট করতে পারেন এবং আইকন শর্টকোড (নিচে উল্লেখিত কোড) ব্যবহার করতে পারেনঃ

[icon name="rocket"]

আপনি এই শর্টকোডটি অন্য টেক্সটসহ বা নিজেই একটি ডেডিকেটেড শর্টকোড ব্লকে ব্যবহার করতে পারেন।

একবার শর্টকোডটি যুক্ত করা হলে, আপনি আপনার পোস্ট বা পেইজের পূর্বরূপ দেখতে পারেন যে একটি লাইভ সাইটে আইকনটি দেখতে কেমন হবে। আমাদের টেস্ট সাইটে এটি দেখতে কেমন ছিল তা এখানে দেখানো হলোঃ

Demo image | wpbeginner

আপনি নিজেই একটি Paragraph ব্লকের ভিতরে ফন্ট আইকন শর্টকোড যুক্ত করতে পারবেন যেখানে আপনি আইকনের আকার বাড়াতে ব্লক সেটিংস ব্যবহার করতে পারেন।

Resize | wpbeginner

আপনি টেক্সটের আকার বাড়ানোর সাথে সাথে এটি টেক্সট এডিটরের ভিতরে অদ্ভুত লাগতে পারে। কারণ শর্টকোডটি স্বয়ংক্রিয়ভাবে ব্লক এডিটরের ভিতরে একটি আইকন ফন্টে পরিবর্তিত হয় না।

আসল আইকনের আকার কেমন হবে তা দেখতে আপনার পোস্ট বা পেইজের প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে। যেমনঃ

Resize | wpbeginner

পদ্ধতি ০২ঃ কোড সহ ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেসে আইকন ফন্ট যুক্ত করা।

যেমনটি আমরা আগে উল্লেখ করেছি যে আইকন ফন্টগুলি কেবল ফন্ট এবং আপনার সাইটে যেকোনো আইকন ফন্ট যুক্ত করা যেতে পারে যেমন আপনি যে কোনও কাস্টম ফন্ট যুক্ত করতে পারেন।

Font Awesome আইকন ফন্ট ওয়েব জুড়ে CDN সার্ভার থেকে পাওয়া যায় এবং সরাসরি আপনার ওয়ার্ডপ্রেস থিম থেকে লিঙ্ক করা যায়।

আপনি আপনার ওয়ার্ডপ্রেস থিমের একটি ফোল্ডারে সম্পূর্ণ ফন্ট ডিরেক্টরি আপলোড করতে পারেন এবং তারপর আপনার স্টাইলশীটে সেই ফন্টগুলি ব্যবহার করতে পারেন।

যেহেতু আমরা এই টিউটোরিয়ালের জন্য Font Awesome ব্যবহার করছি, এই পদ্ধতি ০২ তে আরো দুটো পদ্ধতি ব্যবহার করে, আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি উভয় পদ্ধতি ব্যবহার করে এটি যোগ করতে পারেন।

পদ্ধতি ০১ঃ

এই ম্যানুয়াল পদ্ধতিটি বেশ সহজ।

প্রথমে, আপনাকে CDN Font Awesome ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং Embed Code পেতে আপনার ইমেল ঠিকানা লিখতে হবে।

Embed code

এখন আপনার এম্বেড কোড সহ Font Awesome থেকে একটি ইমেল যাবে তাই আপনার ইনবক্সটি চেক করুন। এই এম্বেড কোডটি কপি করুন এবং আপনার ওয়ার্ডপ্রেস থিমের header.php ফাইলে ট্যাগের ঠিক আগে পেস্ট করুন।

আপনার এম্বেড কোডটি হবে একটি একক লাইন যা সরাসরি তাদের CDN সার্ভার থেকে Font Awesome লাইব্রেরি নিয়ে আসবে। এটি দেখতে ঠিক এরকম হবেঃ

<script src="https://use.fontawesome.com/3418eb3e05.js"></script>

দ্রষ্টব্যঃ এই পদ্ধতিটি সবচেয়ে সহজ, তবে এটি অন্যান্য প্লাগইনগুলির সাথে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে।

বিল্ট-ইন এনকুইং মেকানিজম ব্যবহার করে ওয়ার্ডপ্রেসে জাভাস্ক্রিপ্ট সঠিকভাবে লোড করা একটি ভালো পন্থা হবে।

আপনার থিমের হেডার টেমপ্লেট থেকে স্টাইলশীটে লিঙ্ক করার পরিবর্তে, আপনি আপনার থিমের functions.php ফাইলে অথবা সাইট-নির্দিষ্ট প্লাগইন-এ নিম্নলিখিত কোড যোগ করতে পারেন।

function wpb_load_fa() {   wp_enqueue_script( 'wpb-fa', 'https://use.fontawesome.com/123456abc.js', array(), '1.0.0', true );   }   add_action( 'wp_enqueue_scripts', 'wpb_load_fa' );

পদ্ধতি ০২ঃ

দ্বিতীয় পদ্ধতিটি ওতোটা সহজ নয়, তবে এটি আপনাকে আপনার নিজস্ব ওয়েবসাইটে ফন্ট অসাধারণ আইকন ফন্টগুলি হোস্ট করার অনুমতি দেবে।

প্রথমে, আপনার কম্পিউটারে ফন্ট প্যাকেজ ডাউনলোড করতে আপনাকে Font Awesome ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।

download fonts

এখন শুধু আইকন ফন্ট ডাউনলোড করুন এবং প্যাকেজটি WinRar Software দিয়ে আনজিপ  করুন।

এখন, আপনাকে একটি FTP ক্লায়েন্ট ব্যবহার করে আপনার ওয়ার্ডপ্রেস হোস্টিং এর সাথে সংযোগ করতে হবে এবং আপনার ওয়ার্ডপ্রেস থিমের ডিরেক্টরিতে যেতে হবে।

আপনাকে সেখানে একটি নতুন ফোল্ডার তৈরি করতে হবে এবং এর নাম দিতে হবে ‘fonts। পরবর্তী, আপনাকে আপনার ওয়েব হোস্টিং সার্ভারে ফন্ট ডিরেক্টরিতে আইকন ফন্ট ফোল্ডারের বিষয়বস্তু আপলোড করতে হবে।

download fonts

এখন আপনি আপনার ওয়ার্ডপ্রেস থিমের আইকন ফন্ট লোড করার জন্য প্রস্তুত। কেবল আপনার থিমের functions.php ফাইলে অথবা সাইট-নির্দিষ্ট প্লাগইন-এ এই কোডটি যোগ করুন।

function wpb_load_fa() {   wp_enqueue_style( 'wpb-fa', get_stylesheet_directory_uri() . '/fonts/css/font-awesome.min.css' );   }   add_action( 'wp_enqueue_scripts', 'wpb_load_fa' );

অভিনন্দন! আপনি সফলভাবে আপনার ওয়ার্ডপ্রেস থিমে Font Awesome লোড করেছেন।

এখন সেই অংশটি আসে যেখানে আপনি আপনার ওয়ার্ডপ্রেস থিম, পোস্ট বা পেইজগুলোতে আইকন ফন্ট যুক্ত করবেন।

পদ্ধতি ০৩ঃ ওয়ার্ডপ্রেসে ম্যানুয়ালি আইকন ফন্ট প্রদর্শন করা।

এভেইলএবল সকল আইকনগুলোর সম্পূর্ণ তালিকা দেখতে Font Awesome ওয়েবসাইটে যান। আপনি যে আইকনটি ব্যবহার করতে চান তাতে ক্লিক করুন। এরপর আপনি আইকনটির নাম দেখতে পাবেন।

fonts gallery

আইকনের নাম কপি করুন এবং ওয়ার্ডপ্রেসে এটি ব্যবহার করুন। আইকনের নাম দেখতে হবে ঠিক এইরকমঃ

<i class="fab fa-wordpress"></i>

আপনি আপনার থিমের স্টাইলশীটে এই আইকনটি স্টাইল করতে পারেন। দেখতে হবে ঠিক এইরকমঃ

.fab fa-wordpress {  font-size:50px;  color:#FF6600;  }

আপনি বিভিন্ন আইকন একসাথে একত্রিত করতে পারেন এবং তাদের একবারে স্টাইল করতে পারেন। উদাহরণস্বরূপ, ধরুন আপনি তাদের পাশে আইকনগুলির সাথে লিঙ্কগুলির একটি তালিকা প্রদর্শন করতে চান। আপনি একটি নির্দিষ্ট শ্রেণীর সাথে এলিমেন্টের অধীনে তাদের Wrap করতে পারেন।

<div class="icons-group">   <a class="icons-group-item" href="#"><i class="fa fa-home fa-fw"></i>Home</a>   <a class="icons-group-item" href="#"><i class="fa fa-book fa-fw"></i>Library</a>   <a class="icons-group-item" href="#"><i class="fa fa-pencil fa-fw"></i>Applications</a>   <a class="icons-group-item" href="#"><i class="fa fa-cog fa-fw"></i>Settings</a> </div>

এখন আপনি তাদের আপনার থিমের স্টাইলশীটে এইভাবে স্টাইল করতে পারেন। দেখতে হবে এইরকমঃ

.icons-group-item i {  color: #333;  font-size: 50px;  }  .icons-group-item i:hover {  color: #FF6600 }

ট্রিকবিডিতে কোড এম্বেড করা যায়না বলে কোড এভাবে দিতে হয়েছে। কোড কপি করতে কোনো সমস্যা হলে বা কোডে কোনোপ্রকার ভুল থাকলে নিচের পোষ্ট থেকে কপি করতে পারবেনঃ

 

আমরা আশা করি এই টিউটোরিয়ালটি আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস থিম এ সহজে আইকন ফন্ট যুক্ত করা শিখতে সাহায্য করেছে।

The post কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস থিম এ সহজেই আইকন ফন্ট (Icon Font) যুক্ত করবেন appeared first on Trickbd.com.

নিয়ে নিন সবার জন্য 20x Spotify Premium Family Invitation …

Posted:

















কেমন আছেন বন্ধুরা ..? আশা করি সবাই ভালো আছেন । আজকে আপনাদের সাথে Spotify Premium Family Invitation শেয়ার করতে যাচ্ছি টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন । শুরু করার আগেই বলে নেই কিছু ভুল হলে ক্ষমা করবেন এবং ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন . মনে রাখবেন Support Me Got More & More 😔


আমরা কমবেশি সবাই Spotify ব্যবহার করে থাকি এটি একটি জনপ্রিয় Music App । এখানে সব ধরনের Music পাওয়া যায় । আর এখন যদি Spotify Premium পাওয়া যায় তাহলে কেমন হয় 😁 , সত্যি ভালো হয় 😁 । তো চলুন শুরু করি


1 ➜ Full Details And ( Requirements )


Spotify Premium Family Invitation




◉Duration : 30 Days
◉Type : Family Subscription
◉Ip : Luxembourg For Invitation Accept
◉Address : 152 Rte de Longwy, 4994 Dippach, Luxembourg


2 ➜ How to accept invitation


1 : First Connect Your Vpn ( Luxembourg Server )

2 : Login Your Spotify Account

3 : Now Click 3 Dot Menu And Click Account

4 : Now Click Edit Profile

5 : Now See ( Country or region )

6 : Now Select Your Country Luxembourg

7 : Now You Can Accept Invitation 😍

8 : Spotify Premium Tutorial

9 : Spotify Premium 4 Month


3 ➜ Spotify Premium Invitation Link Every Link For 5 Members


1 ➜ Spotify Premium Invitation Link


2 ➜ Spotify Premium Invitation Link


3 ➜ Spotify Premium Invitation Link


4 ➜ Spotify Premium Invitation Link


4 ➜ এখন কিভাবে Invitation Accept করবো 🤔 , আর আমি কেন পেলাম না..?


এটা আপনি নিজেই পারবেন 😁😁😁

যে কোনো সমস্যা বা না পেলে 😔 , বা আরো লাগলে এখানে আসতে পারেন Premium Spotify Store 😁


আজ এখানে শেষ । যেকোনো Premium Android or Pc Software , Account , Course , Bin , Premium Account , Netflix , Amazon Prime Other & WordPress , Blogger Tamplate , Bot Making Help লাগলে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন সবকিছু Free

PremiumNetworkCommunity Join Hear

The post নিয়ে নিন সবার জন্য 20x Spotify Premium Family Invitation … appeared first on Trickbd.com.

ষষ্ঠ শ্রেণির এর ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(19 th Week) [Java User Must See]

Posted:

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

আজকে হাজির হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আপনারারা জানেন যে আবার অ্যাসাইনমেন্ট টাস্ক চালু হয়েছে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির।
.
তো এই পোষ্টে আপনি ষষ্ঠ শ্রেণির এর ইসলাম ও নৈতিক শিক্ষা ১৯ তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ডাউনলোড করতে পারবেন।
.

Answer Of 1 Subject Of 6

ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.

ইসলাম ও নৈতিক শিক্ষা এর ১৯ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমধান
.
Download

বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।

এন্ড্রয়েড ইউসার হলে প্লে স্টোর এ সার্চ করুন text reader তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন এবং ট্রেক্সট গুলো পড়ুন। আবার কিছু এন্ড্রয়েডে টেক্সট সাপোর্ট করে যেমন আমার ফোনে করে।

.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.

Trickbd new update

ট্রিকবিডি তে নতুন আপডেট এসেছে তাই এই পোস্ট গুলো নন প্রফিট হিসাবে ধরা হয়েছে। তবে আমি আপনাদের কে অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আমি জাভা ইউজার দের জন্য এই অ্যাসাইনমেন্ট এর সমাধান গুলো দিয়ে থাকি। আমি জানি জাভা ইউজার দের জন্য কত কষ্ট এই সমাধান গুলো বের করতে। তাই অনেক দিন থেকে অ্যাসাইনমেন্ট এর সমাধান দিয়ে থাকি। আর ভবিষ্যতে ও দিয়ে থাকবো ইনশাআল্লাহ।

আরো পড়ুন

বাংলালিংক সিমে ১.৫ জিবি ফ্রী ইন্টারনেট পেতে Click করুন

Foodpanda থেকে অনলাইনে খাবার অর্ডার করবেন কিভাবে

তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাইটের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

খোদা হফেজ।

The post ষষ্ঠ শ্রেণির এর ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট এর সমাধান নিয়ে নিন .txt আকারে —(19 th Week) [Java User Must See] appeared first on Trickbd.com.

আল্লাহ তায়ালা এই দুই নামের আমল করলে ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ হবে।

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

আপনার মনের নেক আশা পূরণ হবে ইনশাআল্লাহ

রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর এই দুটি নাম পড়লে কখনো আপনার পকেট খালি থাকবে না। তথা আপনার অভাব দারিদ্রতা থাকবে না। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে সাথে সাথে তা দান করবেন ইনশাআল্লাহ। যদি আপনি চাকরি চান চাকরি পাবেন। যদি আপনি চাকরিতে প্রমোশন চান তাহলে প্রমোশন পাবেন। ব্যবসায় সফল হতে চাইলে ব্যবসায় সফল হবেন। যদি আপনি ধনী হতে চান ধনী হতে পারবেন। যদি আপনি বিবাহ করতে চান ইনশাআল্লাহ বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আপনি যদি ভালোবাসা চান তাহলে ভালোবাসা পাবেন। যদি আপনি বিদেশ যেতে চান বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ।

যদি আপনি রাতে ঘুমানোর আগে আল্লাহর দুটি নাম খাস দ্বীলে পাঠ করতে পারেন। যদি আপনি ভালো ফলাফল অর্জন করতে চান তবে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনি সুস্থতা চান তবে সুস্থতা আপনি অর্জন করতে পারবেন। যদি আপনি গুনাহ মাফের জন্য দোয়া করেন তবে গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর এই দুটি নাম এতো ফজিলত পূর্ণ! এত গুরুত্বপূর্ণ এত পাওয়ারফুল যে এই দুটি গুণবাচক নাম রাতে ঘুমানোর আগে পাঠ করে ঘুমালে আল্লাহ তায়ালা রহমতে আপনি সুস্থতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ।

এক কথায় আপনি দুনিয়াতে চলতে-ফিরতে উঠতে-বসতে বর্তমানে যা যা দরকার তাই আল্লাহ তায়ালা আপনাকে দান করবেন। আপনার দোয়া আল্লাহ তাআলা খুব দ্রুতগতিতে কবুল করবেন ইনশাআল্লাহ সাথে সাথে আপনি ভাল ফলাফল পেয়ে যাবেন। আল্লাহর এই দুটি নাম পাঠ করার উছিলায় ইনশাআল্লাহ। প্রিয় পাঠক আল্লাহর নামের মত শক্তিশালী আর কিছুই হতে পারে না। আমরা যদি আল্লাহ তায়ালাকে ডাকতে পারি, আল্লাহর নাম ধরে জিকির করতে পারি, তবে আল্লাহ তায়ালা আমাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলার 99 টি গুণবাচক নাম রয়েছে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি পড়তে পারবেন। আল্লাহ তায়ালা নির্দিষ্ট করে কোন নামের জিকির নির্ধারণ করে দেন নি যে আপনি এই নামটাই পড়তে পারবেন ওটা পড়তে পারবেন না। বরং পবিত্র কোরাআনে সূরা আরাফের আল্লাহ তায়ালা পরিষ্কার করে দিয়েছেন বিষয়টি। আল্লাহ তা’আলা বলেন →হে আমার বান্দারা আমারে ৯৯টি সুন্দর সুন্দর নাম রয়েছে যেটা তোমার পছন্দ হয় সেটা ধরে আমাকে ডাকো। ( সূরা আরাফ আয়াত ১৮০)

আপনার যদি “ইয়া রাহমানু” পড়তে ভালো লাগে আপনি ইয়া রাহমানু পড়বেন। আপনার যদি “ইয়া জালজালালি ওয়াল ইকরাম” এটি পড়তে ভালো লাগে আপনি তা পড়তে পারেন। আপনার যদি “ইয়া গফফারু পড়তে ভালো লাগে আপনি এটা পড়বেন। আপনার যদি “ইয়া ওয়াহাবু পড়তে ভালো লাগে আপনি সেটাই পড়তে পারেন। যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি পড়বেন। তো প্রিয় পাঠক আল্লাহ তায়ালা যে নামটা রাতে পাঠ করলে আপনার মনের আশাটা পূরণ হবে। আপনার দোয়ার সাথে সাথে কবুল হবে সে নামটা হচ্ছে “আল্লাহ্ হুছছামাদ”

প্রিয় পাঠক এই নামটি আল্লাহ্ তায়ালার একটা সিফাতি গুনবাচক নাম এবং এই নামটি সূরা ইখলাস এর মধ্যেও রয়েছে। অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআনের ১১২ নম্বর সূরাতে রয়েছে। প্রিয় পাঠক নামটির অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী বা আল্লাহ তায়ালা কারো মুখাপেক্ষী নন বরং সবাই তাঁর মুখাপেক্ষী। তিনি একক এবং তাঁর কোন শরীক নেই। সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। প্রিয় পাঠক আল্লাহ তায়ালা এই নামটি যে পদ্ধতিতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে রাতে ঘুমানোর পূর্বে পড়লে।

সেই নিয়মটি হচ্ছে আপনি যখন রাতে বিছানায় ঘুমাতে যাবেন, নামাজ খাওয়া-দাওয়া সব কাজ শেষ করে যখন আপনি বিছানায় শুতে যাবেন। তখন প্রথমে তিনবার দুরুদে ইব্রাহিম পড়বেন, দুরুদে ইব্রাহিম নামাজের শেষ বৈঠকে যে দুরুদ পড়া হয় সেই দুরুদ। অথবা সবচেয়ে ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও করতে পারেন। যাই হোক যে কোনো দুরুদ আপনি তিনবার পড়বেন। তারপর আল্লাহ তায়ালা গুণবাচক নাম “ইয়া সামাদু” অথবা “আল্লাহ্ হুচ্ছামাদ” একশত একবার পাঠ করবেন বা তার বেশি পড়তে পারেন। তারপর আবার দূরুদে ইব্রাহীম অথবা যে কোন দরুদ তিনবার পড়বেন।

তারপর আপনার মনের যে আশা-আকাঙ্ক্ষা সেটি আল্লাহ তায়ালাকে বলবেন, যে হে আল্লাহ আমার অমুক আশা অমুক ইচ্ছে পূরণ করে দিন। অথবা আমার এটা দরকার আপনি আমাকে তা দান করুন অথবা আমার যে ঋণ হয়েছে সেই ঋণ পরিশোধ করার যথার্থ উপায় বের করে দিন এবং আমাকে দারিদ্রতা থেকে।বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। এভাবে আল্লাহ তায়ালা নাম পাঠ করে আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন। এখন আপনি চাইলে আরেকটি নামের জিকির করতে পারেন সেটা হলো “ইয়া সামিয়ু”।

এই নামটি পাঠ করা খুবই সহজ। এই নামটির অর্থ হলো হে শ্রবণকারী বা যিনি মানুষের দুঃখ, মানুষের কষ্ট মানুষের সব কথা মানুষের সব চাওয়া সবকিছু শুনে থাকেন দেখে থাকেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকেন। আল্লাহ তায়ালার এই নামটি যদি আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে ১১ বার অথবা একশত একবার পড়তে পারেন তবে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবেই ইনশাআল্লাহ। আপনি যদি পারেন আপনার পক্ষে যদি সম্ভব হয় আল্লাহ তাআলার এই গুণবাচক নামটিও পাঠ করতে পারেন।

এই (অর্থাৎ “ইয়া সামিয়ু এবং ইয়া সামদু বা আল্লাহ্ হুচ্ছমাদু) নামগুলো বিজোড় সংখ্যায় সর্বনিম্ন তিনবার করে পাঠ করবেন আর সময় থাকলে ১০১ বার বা তার বেশি পাঠ করবেন এবং তার আগে পরেই তিনবার করে সর্ব মোট ছয়বার দুরুদে ইব্রাহীম পাঠ করবেন অথবা যে কোন দুরুদ পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে যা কিছু চাইবেন আল্লাহ তায়ালা আপনাকে তাই দান করবেন এবং তাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ে মধ্যে। তবে আপনি যেটা আল্লাহর কাছে চান না কেন সেটা হালাল হতে হবে বৈধ হতে হবে।

আপনার অবৈধ কোনো আশা অবৈধ কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না এবং আপনার জন্য যেটা কল্যাণকর হবে সেটাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এবং মনে রাখতে হবে অবশ্য সেই আশাটা জায়েজ আশা হতে হবে ইসলাম-সমর্থিত হতে হবে এবং রাতে ঘুমানোর আগে আল্লাহর দুটি নাম পাঠ করে উপকার পাওয়ার জন্য, ফল পাওয়ার জন্য শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই নামাজী হতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে এবং পুর্ণ একিনের সাথে আপনি রাতের এশার নামাজ পড়ার পর বাজে গল্প গুজব না করে অজু অবস্থায় উক্ত নামের আমল যদি করতে পারেন এবং সূরা ইখলাস তিনবার সূরা ফালাক একবার এবং সূরা নাস একবার আয়তুল কুরসী একবার পড়ে যদি আপনি রাতে ঘুমান।

তাহলে সারারাত আপনাকে ফেরেশতারা পাহারা দিবে এবং শয়তান আপনার কোন ক্ষতি করতে পারবে না। শয়তান আপনাকে কোন খারাপ স্বপ্ন দেখাবে না। ঘুমের মধ্যে আপনাকে বোবায় ধরবে না। আপনার ঘুমের মধ্যে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা কমে যাবে ইনশাআল্লাহ। ( তথ্য সূত্রঃ বুখারী হাদিস নাম্বার ২৩১১,৫০১৭, মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার ৪৮৭৯, আবু দাউদ হাদিস নাম্বার ৫০৪২,৪৮৫৬)

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

The post আল্লাহ তায়ালা এই দুই নামের আমল করলে ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ হবে। appeared first on Trickbd.com.

জেনে নিন জুমুআর দিনের কিছু গুরুত্বপূণ কাজ সম্পকে

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না । সরাসরি পোস্টের কথাতে আসতে চাই ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে জুমআর দিনের কিছু গুরুত্বপূণ কাজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্টটি পড়বেন । ভালো লাগলে কমেন্ট করবেন ।

জুমুআর দিনের গুরুত্বপূণ কাজ সমূহ :-

আমরা জানি যে প্রতি সপ্তাহের শুক্রবারকে জুমুআর দিন বলা হয় । জুমুআর দিনের গুরুত্বপূণ কাজসমূহের ভিতর একটি হলো এই দিনে রোজা রাখা । মহানবি (স) প্রতি শুক্রবার রোজা রাখতেন । এর কারণে তিনি বলতেন এই দিনে জান্নাতের দরজা খুলে রাখা হয় এবং এটি একটি রহমত ও বরকতের দিন ।মহানবি (স) শুধুমাত্র শুক্রবার রোজা রাখতেন না । সপ্তাহের সোমবারও রোজা রাখতেন । এর কারণ হলো সোমবার তাঁর জন্মদিন । এছাড়া তাঁর রোজার রাখার অনেক হাদিস পাওয়া যায় । যেমন কিছু বণনায় পাওয়া গিয়েছে যে যেদিন মহানবি হযরত মোহাম্মদ (স) এর খাবার খেতে ভালো লাগত না সেদিন তিনি রোজা রাখতেন । জুমুআর দিন মহানবি (স) কখনোই রোজা ছাড়তেন না । মহানবি (স) জুমুআর দিন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেতে আদেশ দিতেন । তিনি শুক্রবার জুমুআর নামাযে তাঁর প্রিয় নাতি হাসান এবং হুসাইনকে সাথে নিয়ে যেতেন ।

শুক্রবার অথাৎ জুমুআর দিনের আরও একটি গুরুত্বপূণ ইবাদত হলো জুমুআর দুই রাকাত ফরজ সালাত আদায় করা এবং জুমুআর দিন দ্রুত মসজিদে যাওয়া । হাদিসে এসেছে যে জুমুআর নামায আদায়ের জন্য যে সবপ্রথম মসজিদে হাজির হবে সে একটি উট কুরবানী দেওয়ার সমান সওয়াব লাভ করবে । যে দ্বিতীয় মসজিদে হাজির হবে সে একটি মহিষ কুরবানী দেওয়ার সমান সওয়াব লাভ করবে । এভাবে পযায়ক্রমে একেকজন একেক রকম সওয়াব লাভ করবে । জুমুআর নামাযের আগে আতর ব্যাবহার করা সুন্নাত । মহানবি হযরত মোহাম্মদ (স) প্রতি শুক্রবার জুমুআর নামাযের জন্য রওয়ানা হওয়ার আগে আতর ব্যাবহার করতেন । জুমুআর নামাযে ২রাকাত ফরজ সালাত ছাড়াও আরও ৮রাকাত সুন্নাত নামায রয়েছে । এই নামাযগুলো মহানবি হযরত মোহাম্মদ (স) কখনোই ছাড়তেন না । প্রতি শুক্রবার জুমুআর নামাযে এই ৮রাকাত নামায আদায় করতেন ।

আগের মানুষের জীবন ছিল অনেক বছরের । প্রায় হাজার বছরের সমান । আর এখনকার মানুষের জীবন খুব বেশি হলেও শত বছরের বেশি ওঠে না । তাদের ইবাদতের তুলনায় আমাদের ইবাদত খুবই কম । তাই কম ইবাদতে সওয়াব বাড়ানোর জন্য আল্লাহ তায়ালা বিভিন্ন দিন নিধারণ করে দিয়েছেন । সেই দিনগুলোতে ইবাদত করলে সওয়াব বেশি পাওয়া যায় । এরকমই একটি দিন হলো জুমুআর দিন । এই দিনে ইবাদত করলে সওয়াব বেশি পাওয়া যায় । সুতরাং আমরা এই দিনে বেশি বেশি ইবাদত করব ।

তো এই ছিল আমার আজকের আলোচনা । ভালো লাগলে কমেন্ট করবেন । ভূল হলে ক্ষমা করবেন ও কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন ।

The post জেনে নিন জুমুআর দিনের কিছু গুরুত্বপূণ কাজ সম্পকে appeared first on Trickbd.com.

অ্যান্ড্রয়েড ফোনের ডিলিট হয়ে যাওয়া ফোটো ও ভিডিও রিকভার 100%

Posted:

আগে যখন সাধারণ মানুষের হাতে ফিচার ফোন ছিল তখন তাদের কন্ট‍্যাক্ট নিয়ে যথেষ্ট চিন্তিত থাকতেন। কোনো ভাবেই যেন কন্ট‍্যাক্ট ডিলিট না হয়ে যায়। কিন্তু এখন মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে এবং প্রত‍্যেকে তাদের সব ধরনের ডেটা নিয়েই সতর্ক থাকেন। এর মধ‍্যে কন্ট‍্যাক্ট, ম‍্যাসেজ ও হোয়াটস‌অ্যাপ ছাড়াও ফোটো ও ভিডিওও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ এখন অবশ্য কন্ট‍্যাক্ট ও হোয়াটস‌অ্যাপ নিয়ে বেশি চিন্তিত থাকেন না। কারণ এর ব‍্যাক‌আপ গুগলে থেকেই যায়। তবে ফোটো ও ভিডিও ডিলিট হয়ে গেলে সমস‍্যায় পড়তে হয়। অ্যান্ড্রয়েড ফোনে ফোটো ও ভিডিও ব‍্যাক‌আপের জন্য গুগল ফোটো অ্যাপের অপশন দেওয়া হলেও লোকজন এতে ব‍্যাক‌আপ করেন না কারণ এতে ইন্টারনেট যথেষ্ট পরিমাণে খরচ হয়। এমন অবস্থায় কোনো জরুরি ফোটো ডিলিট হলে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে।

তবে কিছু উপায় আছে যার মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া ফোটো রিকভার করা সম্ভব। আমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফোটো রিকভার করার পদ্ধতি জানালাম।

 

সমাধান 1

অ্যান্ড্রয়েড ফোনের গ‍্যালারি বা গুগল ফোটো অ্যাপ থেকে ফোটো দেখা যায় এবং ডিলিট করা যায় এবং এখান থেকে ফোটো রিকভার করা খুব সহজ। গুগল ফোটো অ্যাপ থেকে ডিলিট করা ফোটো রিকভার করার জন্য
1. গুগল ফোটো অ্যাপ খুলুন।
2. বাঁদিকে ওপরে মেনু অপশন আছে এতে ক্লিক করূন।
3. একটু নিচে বিন আপশন দেখা যাবে এতে ক্লিক। সমস্ত ডিলিট ফোটো এখানে দেখা যাবে।
4. যেইসব ফোটো রিকভার করতে চান সেগুলি সিলেক্ট করে রিস্টোর করে দিন। ফোটো আপনার গ‍্যালারিতে ফিরে আসবে

 

সমাধান 2

যদি আপনি গুগল ফোটোর বদলে গ‍্যালারি থেকে ফোটো ডিলিট করে থাকেন এবং অনেক দিন হয়ে গিয়ে থাকে তবে সেই ফোটো রিকভারের পদ্ধতি আলাদা। এর জন্য থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে। ডিলিট ফোটো রিকভারের জন্য ডিস্কডিগার ফোটো রিকভারি (DiskDigger Photo Recovery) যথেষ্ট উল্লেখযোগ্য একটি অ্যাপ এবং এর ব‍্যবহার অত‍্যন্ত সহজ। এই অ্যাপের মাধ্যমে ফোটো রিকভারের জন্য
1. সবার আগে নিচের লিঙ্ক থেকে পেইড আপ্পস টি নামিয়ে নিন।

DOWNLOAD অ্যাপ ইনস্টল করুন।

2. অ্যাপ ইনস্টল হয়ে গেলে সেটি ওপেন করুন।
3. এখানে দুটি অপশন পাওয়া যাবে। একটি রুট ফোনের জন্য এবং একটি আনরুট ফোনের জন্য। প্রথমেই আনরুট ফোনের অপশন দেখা যাবে এতে ক্লিক করুন।
4. ক্লিক করে স্ক‍্যান শুরু করলে অ্যাপটি ইমেজ ও মিডিয়া ফাইলের অনুমতি চাইবে। এটি অ্যালাউ করলে স্ক‍্যান শুরু হয়ে যাবে এবং ফোনের সমস্ত ডিলিট ফোটো স্ক্রিনে চলে আসবে।
5. এখান থেকে ফোটো সিলেক্ট করে মেমরি কার্ড বা ফোন মেমরিতে ট্রান্সফার করতে পারবেন।

 

কিভাবে ভিডিও রিকভার করবেন?
অ্যান্ড্রয়েড ফোনে ডিস্কডিগার ছাড়া মোবিসেভার অ্যাপের সাহায্য নিতে পারেন। এই অ্যাপটি ফোটোর সঙ্গে সঙ্গে ভিডিও রিকভার করতেও সক্ষম। ডিলিট ভিডিও রিকভারের জন্য এটি বেস্ট অ্যাপ। এর জন্য

1. নিচের লিঙ্ক থেকে এই আপ্পস টি নামান ।

 

EaseUS MobiSaver PRO অ্যাপ ডাউনলোড করুন।

2. এতে নিচের দিকে ফোটো ও ভিডিওর অপশন দেখা যাবে এর ওপর ক্লিক করুন। এরপর স্ক‍্যান শুরু হয়ে যাবে এবং সমস্ত ডেটা স্ক্রিনে চলে আসবে।
3. ডিলিট ফোটো সিলেক্ট করে রিকভার করে নিন।

যদি আপনি ফ‍্যাক্টরী ডেটা রিসেট বা মেমরি কার্ড ফরম্যাট করে থাকেন তবে এক্ষেত্রে রিকভার করতে সমস্যা হবে।

The post অ্যান্ড্রয়েড ফোনের ডিলিট হয়ে যাওয়া ফোটো ও ভিডিও রিকভার 100% appeared first on Trickbd.com.

ওপেরা মিনির ফাইল আপলোডিং স্পিড বাড়ানোর উপায়

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি কথা বেশি বাড়াতে চাই না । সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ওপেরা মিনির ফাইল আপলোডিং স্পিড বাড়াতোর ট্রিকটি আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে কমেন্ট করবেন ।

ওপেরা মিনির ফাইল আপলোডিং স্পিড বাড়ানোর উপায় :-

আপনি শুধুমাত্র ওপেরা মিনি ৪.২০/৪.২১/বঙ্গবন্ধু ব্রাউজারে এই ট্রিকটি সম্পন্ন করতে পারেন ।

এটি করার জন্য আপনাকে ওপেরা মিনিতে “http://” সাভার ব্যাবহার করতে হবে । “http://” সাভার ব্যাবহার করার জন্য নিচের লেখাগুলো অনুসরণ করুন ।

» প্রথমে ওপেরা মিনিতে প্রবেশ করুন ।
» প্রথমে # ও পরে 8 -এ ক্লিক করে নেটওয়াক অপশনে ক্লিক করুন ।

» তারপর নেটওয়াকে “http://” সাভার ব্যাবহার করুন ।

আমি ওপেরা মিনির “http://” সাভারের লিস্ট তৈরি করেছি । আপনারা নিচের থেকে সাভার লিস্ট দেখতে পারেন ।

“Opera mini server list”

লিস্টটি টেক্সট ফাইল আকারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

যে কোন প্রয়োজনে আমাকে ইমেইল করুন ।
My email:-muhitstudent62@gmail.com

The post ওপেরা মিনির ফাইল আপলোডিং স্পিড বাড়ানোর উপায় appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments