Search box..

সত্যিই কি আপনার ফেসবুক একাউন্ট টি লক হয়ে যাবে? two-factor authentication কি, কেনো, কিভাবে কাজ করে?

সত্যিই কি আপনার ফেসবুক একাউন্ট টি লক হয়ে যাবে? two-factor authentication কি, কেনো, কিভাবে কাজ করে?


সত্যিই কি আপনার ফেসবুক একাউন্ট টি লক হয়ে যাবে? two-factor authentication কি, কেনো, কিভাবে কাজ করে?

Posted:

Two factor authentication

সত্যিই কি আপনার ফেসবুক একাউন্ট টি লক হয়ে যাবে?

উত্তরঃ না

আসুন জেনে নেয়া যাক…..

সম্প্রতি ফেসবুকে একটি গুজব ছড়িয়ে পড়ে, তা হলো আগামী ২৮ তারিখের মধ্যে ফেসবুক একাউন্টে two-factor authentication চালু না করলে একাউন্ট টি লক হয়ে যাবে। যা সম্পূর্ণ একটি গুজব। আর এই গুজবের জন্য two-factor authentication চালু করা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পরেছেন।

Two-factor Authentication কি ও কেনো ব্যবহার করা হয়? 

Two-factor Authentication (2FA), কখনও কখনও two-step verification ও dual-factor authentication হিসাবে উল্লেখ করা হয়। এটি একটি নিরাপত্তা প্রক্রিয়া। যেখানে ব্যবহারকারীরা নিজেদের যাচাই করার জন্য দুটি ভিন্ন ভিন্ন নিরাপত্তা প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়।

Two-factor Authentication  না থাকলে ব্যাবহারকারী একটি পাসওয়ার্ড বা পাসকোড এর মাধ্যমে সম্পূর্ণ অ্যাক্সেস পায়।

Two-factor Authentication পদ্ধতি সুরক্ষার একটি উচ্চ স্তরের উপর নির্ভর করে, যা দুই টি ধাপে সম্পূর্ণ হয়। প্রথম ধাপে ব্যাবহারকারীরা পাসওয়ার্ড বা পাসকোড প্রদান করে এবং দ্বিতীয় ধাপে ব্যবহারকারীর Security Token হিসেবে আঙুলের ছাপ, মুখের স্ক্যান, One time password (OTP) প্রদান করতে হয়।

Two-factor authentication প্রক্রিয়ায় নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যোগ করে। আক্রমণকারীদের জন্য কোনও ব্যক্তির ডিভাইস বা অনলাইন অ্যাকাউন্টগুলিতে অ্যাক্সেস নেয়া কঠিন করে তোলে। এমনকি যদি ভুক্তভোগীর পাসওয়ার্ড হ্যাক করা হয়, তবে সম্পূর্ণ অ্যাক্সেস নেয়ার জন্য শুধুমাত্র একটি পাসওয়ার্ড যথেষ্ট নয়।

অধিক নিরাপত্তা এবং ডেটা অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে Two-factor authentication দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। অনলাইন পরিষেবা সরবরাহকারীরা ক্রমবর্ধমানভাবে, তাদের ব্যবহারকারীদের প্রমাণপত্রাদি হ্যাকারদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য Two-factor authentication ব্যবহার করে থাকে।

কাদের জন্য Two-factor authentication?

ফেসবুক কতৃপক্ষ কিছু নির্দিষ্ট গুরুত্বপূর্ণ ব্যাবহারকারীদের Two-factor authentication চালু করার জন্য বলেছে। যেমনঃ ফেসবুক সেলিব্রিটি, উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ আরও অনেক।

আপনার Two-factor authentication চালু করা কতোটা জরুরী?

Two-factor authentication চালু করলে একাউন্ট অনেক বেশি নিরাপদ থাকবে। আবার চালু না করলে যে লক হয়ে যাবে এমনটাও নয়। আপনি যদি মনে করেন যে আপনার একাউন্ট টি হ্যাক হওয়া বা ঝুকিপূর্ণ, তাহলে Two-factor authentication চালু করে রাখতে পারেন।

অত্যন্ত সহজ ভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। তারপরও না বুঝলে কমেন করে জানাবেন। আশাকরি বোঝাতে পারবো।


বিজ্ঞাপন দেখে দৈনিক শত শত টাকা আয় করুন, ২০ টাকা হলেই উইথড্র । [ পেমেন্ট প্রুফ + সহজে কাজ করার পদ্ধতি ]

এই সাইট টি দীর্ঘদিন ধরে পেমেন্ট করে আসছে। চাইলে চাজ করতে পারেন।


The post সত্যিই কি আপনার ফেসবুক একাউন্ট টি লক হয়ে যাবে? two-factor authentication কি, কেনো, কিভাবে কাজ করে? appeared first on Trickbd.com.

ভাইবার লেন্স, বাংলাদেশে নতুন Service আনলো Rokuten Viber Company

Posted:

দেশে ভাইবার লেন্সের ঘোষণা দেওয়া হয় আজ বৃহস্পতিবার

Pic Source – Prothom Alo

 

ভাইবার লেন্সের প্রথম ব্যাচের সঙ্গে ইন-অ্যাপ ক্যামেরায় অগমেনটেড রিয়েলিটি সুবিধা দিতে স্ন্যাপ ইনকরপোরেশনের সঙ্গে যুক্ত হয়েছে রাকুতেন ভাইবার। এই সুবিধায় ৩০টির বেশি ফিল্টার রয়েছে। এর মধ্যে রয়েছে অ্যানিমেল মাস্ক, ফ্যান্টাসি ইফেক্ট এবং ব্যবহারকারীদের পছন্দের ভাইবার চরিত্র। ব্যবহারকারীরা ভাইবার ক্যামেরা চালু করার পর পছন্দের ফিল্টার বাছাই করে ছবি তুলে তাৎক্ষণিকভাবে তা পাঠাতে পারবেন। লেন্সের মাধ্যমে ডিসপ্লেতে দেখানো স্টিকার যুক্ত করে বা রং বদলে কাস্টমাইজ করার সুযোগও পাবেন ব্যবহারকারীরা।

যোগাযোগের অ্যাপ রাকুতেন ভাইবার সম্প্রতি দেশে ভাইবার লেন্স চালু করেছে। অ্যাপের ক্যামেরায় অগমেনটেড রিয়েলিটি প্রযুক্তির সুবিধাটি কথোপকথনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে ভাইবার লেন্স চালু উপলক্ষে আজ বৃহস্পতিবার আয়োজিত ভার্চ্যুয়াল অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবহারকারীরা এখন ভাইবার লেন্স ব্যবহার করে নিয়মিত কথোপকথনকে আরও উপভোগ্য ও বিনোদনমূলক করে তুলতে পারবেন।

 

See the source image

এ ছাড়া বিভিন্ন সহযোগী যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড, ফুটবল ক্লাব বার্সেলোনা ইত্যাদির ব্র্যান্ড লেন্স ব্যবহার করে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ বিষয় কিংবা তাদের পছন্দের দলের প্রতি সমর্থন প্রকাশ করতে পারবেন। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতি মাসে অন্তত বিশটি অতিরিক্ত লেন্স যুক্ত করার পরিকল্পনা করছে তারা।

 

 

 

ভাইবার লেন্স ব্যবহারকারীদের আরও সৃজনশীল এবং প্রাণবন্ত উপায়ে কথোপকথনে সাহায্য করবে বলে মনে করেন রাকুতেন ভাইবার এপিএসির জ্যেষ্ঠ পরিচালক ডেভিড সে। তিনি বলেন, 'আমাদের বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশেষ স্থানীয় লেন্স চালু করার কথা ভাবছি। বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য এসব ফিচার আনতে পেরে এবং আরও সৃজনশীল উপায়ে তাদের চিন্তাভাবনা এবং অনুভূতি প্রকাশ করার সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

 

 

Sincerely;
Maestro (M4357R0)🕵

The post ভাইবার লেন্স, বাংলাদেশে নতুন Service আনলো Rokuten Viber Company appeared first on Trickbd.com.

অসাধারণ Funny English Comics এ ভরপুর xKcd Site

Posted:

Comics পড়তে কারই না ভালো লাগে, ঠিক এরকম Comics Related Site হল xkcd: Unsolved Math Problems । এর বিস্তারিত Details নিম্নে আলোচনা করা হল।

 

আপনি যদি বিন্দু মাত্র humor  হয়ে থাকেন তবে এই Site আপনার জন্যই। এই Site এর প্রত্যেকটা Post খুবই Short + Humor সম্পূর্ণ।

 

যেসকল Content পাবেন এই Site এ :

  • Technology
  • Science
  • Mathematics
  • Relationships.

 

About Price

সম্পূর্ণ বিনামূল্যে আপনি Comicsগুলো পড়তে পারবেন। এই Site এর কোন Hiden Charge ও নেই।

Policy

এই Website এর Comicsগুলো আপনি যতখুশি Copy Paste করতে পারবেন [Copyright Free], তবে Credit সহ। বিস্তারিত

 

 

DEXTER
Signing OFF

The post অসাধারণ Funny English Comics এ ভরপুর xKcd Site appeared first on Trickbd.com.

ESET NOD32 ; 03 মাসের জন্য Free License Trial

Posted:

Howdy Everyone,

ESET NOD32 Internet Security হল এক প্রকার complex antiviruse, যা আপনাকে Protect করে viruses, hacker intrusions, the latest ransomware এবং অন্যান্য threats থেকে।

 

ESET NOD32 Internet Security এর Featuresসমূহ ঃ

 

Legendary antivirus technology

ransomware এবং অন্যান্য Virus হতে PC কে  Safe রাখে।Trusted by over 110 million users worldwide

 

Privacy protection

hackerদের থেকে Password / Files Safety রাখতে এবং online safely Browsing এর জন্য Eset অতুলনীয়

Anti-theft

identify এর Safetyরর জন্য Eset এর anti-theft features রয়েছে, যা আপনার Privacy রক্ষা করতে সক্ষম।

আরও রয়েছে ঃ
  • Legendary antivirus technology
  • Banking and privacy secured
  • Protect your IoT and webcam

 

 

⁙⁘Instruction⁘⁙

 

01. প্রথমে এই Trial Link এ প্রবেশ করুন

02. তারপর  Name // Email // Contact // Company Information  দিন

03. Get Free Trial এ Click করুন

04. Install Process + License Key Mail এ পাঠিয়ে দিবে।

 

 

⁙⁘Conclusion⁘⁙

এই Trial টি 03 মাসের জন্য, অর্থাৎ 90 দিন পর Application Subscription Expired হয়েে যাবে

 

 

Bye✌
Keep In Touch With Me Through 
 ✉Telegram  📺Youtube

The post ESET NOD32 ; 03 মাসের জন্য Free License Trial appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন BnWiki.Com এর Wapkiz Blog Theme ফ্রি ডাউনলোড

Posted:

আশাকরি সবাই ভালো আছেন।
আজকে যে wapkiz theme টা শেয়ার করতে যাচ্ছি, সেটা তিনবার
Adsene Approved পেয়েছে Wapkiz Site.
থিমটা ডিজাইন করেছেন গৌতম কুমার।
থিম বিস্তারিত,
১. Dark Mode (ডার্ক মোড)

২.Responsive (রেসপ্সিভ ডিজাইন)

৪. Seo all page 100% (সিইও)

৫.Page speed high (পেজ স্পিড হাই)

৬.Auto Picture Formatating(পিকচার অটো)

৭. User withdrawal cradit balance.(টাকা উঠানো সিস্টেম)

৮. cash out form( ক্যাশ আউট সিস্টেম)

৯.Multiple theme color drak mode or light mode.(কালার চেন্জ মোড)

১০.Auto Post Thumbnail

১১.Color code Gnarator.(কালার কোড জেনারেটর)

১২.User Create post editor (পোস্ট ইডিড সিস্টেম)

১৩. User Massage Chating System( চ্যাটিং ইউজার সিস্টেম)

১৪.AdSense Approved Guaranteed.(আডসেন্স আকটিভ)

১৫.File Type:Wapkiztpl
১৬.User Register and Login (ইউজার লগিন এবং সাইন আপ সিস্টেম)

যারা মনে করেন যে wapkiz দিয়ে অ্যাডসেন্সে পাওয়া যায় না আসলেই ভুল আমি অনেকবার অ্যাডসেন্সে পেয়েছি |

থিম ডেমো লিংক :Demo Link Theme

থিম ডাউনলোড লিংক :Download Now Wapkiz Theme

আশা করি যারা এডসেন্স নিয়ে কাজ করতে চান তারা ঐ থিম থেকে উপকৃত হবেন |

আমার মুভি সাইটে নিয়মিত ভিজিট করুুন।

The post ডাউনলোড করে নিন BnWiki.Com এর Wapkiz Blog Theme ফ্রি ডাউনলোড appeared first on Trickbd.com.

জুলভার্ন রচনাসমগ্র (Julvarn Roconasomogro) PDF Download

Posted:

জুলভার্ন রচনাসমগ্র বই রিভিউঃ

জুল ভার্ন, পৃথিবীর সর্বকালের সেরা কল্প-বিজ্ঞান লেখক। যার সাহিত্য চর্চা ও উপন্যাস শুধু মাত্র বিশ্ব সাহিত্য কেই নয় বরং বিদ্যমান বর্তমান বিজ্ঞান কেও করেছে সুদূর প্রসারী। কথায় আছে এক জন কল্প-বিজ্ঞান লেখকের ভিতরে একজন বিজ্ঞানীও বাস করে। কেননা একজন কল্প বৈজ্ঞানিক উপন্যাস / গল্প লেখক শুধু সাহিত্য এ চর্চা করেন না বরং আমরা দেখতে পাই তারা আগামি দিনের বৈজ্ঞানিক অবস্থা কেও ভবিষ্যৎ বানী করেন।

যা আমরা জুল ভার্ন এর মধ্যে দেখতে পাই। বস্তুত তার অনেক রচনার সারমর্ম ই আজকের বিজ্ঞানে বাস্তব হয়ে উঠেছে। যেমন শুরুতেই বলা যায় টুয়েন্টি থাউজ্যান্ড লিগস আন্ডার দ্য সি এর কথা, যেখানে জুল ভার্ন বর্ণিত সেই জলযানের কথা আছে যা পানির উপর দিয়ে নয় বরং পানির নিচ দিয়ে চলাচল করবে; যা আজকের দিনের ডুব জাহাজ / সাব মেরিন সাথে সঙ্গতি পূর্ণ।

লেখক তার মিস্টিরিয়াস আইল্যান্ড উপন্যাস টি তে অজানা কাহিনিতে সমাপ্ত করেছেন, যেখানে উঠে এসেছে এক ভাগ্য হত ভারতীয় যুবরাজের কথা যে ব্রিটিশ শাসনের কবল থেকে দেশ কে মুক্ত করার জন্য ১৮৫৭ সালে বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েন এবং পরে পলাতক হন। আরো একটি উল্লেখযোগ্য উপন্যাস হলো এরাউন্ড দ্য ওয়ার্ল্ড ইস এইটটি ডেজ যেখানে কাহিনির নায়ক ফিলিয়াস ফগ যিনি লন্ডনের একজন ভদ্রলোক, বন্ধু দের সাথে বাজি ধরে মাত্র ৮০ দিনে বিশ্ব পরিভ্রমণ করেছেন।

লেখক জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ উপন্যাসে পাতাল পুরী তে অভিযান কল্পনা করেছেন এবং পৃথিবীর অভভন্তরস্থ বিষয় কল্পিত বিবরণ পেশ করেছেন। লেখক আরেকটি উল্লেখজজ্ঞ উপন্যাস হল ফ্রম দি আর্থ টু দি মুন, যাতে লেখক একটি কামানের গোলার মাধ্যমে ৩ জন বাক্তির চাঁদে অভিযান বর্ণনা করেছেন। যেখানে অভিযান সম্পূর্ণই পরিচালিত হইছে আমেরিকান গান ক্লাব দ্বারা, সব থেকে মজার ব্যাপার হল লেখক এই উপন্যাস টি তে অভিযানার খরচ বাবদ দেখিয়েছেন তা ১৯৬৯ সালে নাসা কতৃক সংঘটিত “চন্দ্র বিজয়” অভিযানের খরচের পরিমানের কাছাকাছি। লেখকের প্রত্যেকটি উপন্যাস এ অপূর্ব থ্রিলিং এ বর্ণিত। বিশ্বসাহিত্য ভবন সবগুলো উপন্যাস কে একসাথে সমগ্র আকারে দিয়েছে। প্রত্যেকটি উপন্যাস ই পাঠক কে একটি আলাদা জগতে নিয়ে যাবে।

বইয়ের নামঃ জুলভার্ন রচনাসমগ্র
বইয়ের লেখকঃ জুল ভার্ন
পৃষ্ঠা সংখ্যাঃ ৬৬৪ টি।
বইয়ের ধরনঃ রচনাসমগ্র বই
পিডিএফ সাইজঃ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download

আরো পড়ুনঃ 👇

১। সাপ্তাহিক চাকরির খবর ১৫ অক্টোবর ২০২১ PDF

২। আজকের নেতা : সফল নেতৃত্বের শত কৌশল PDF

৩। ভালোবাসা নাও, হারিয়ে যেও না PDF

The post জুলভার্ন রচনাসমগ্র (Julvarn Roconasomogro) PDF Download appeared first on Trickbd.com.

সহবাসের সময় আজান দিলে কি করবেন অথবা স্বামী ডাকলে কি করবেন…?

Posted:

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

সহবাসের সময় আজান দিলে কি করবেন

প্রিয় পাঠক আমাদের আজকের আর্টিকেলের আলোচনার বিষয়ঃ সহবাসের সময় আজানের জবাব দেওয়া যাবে কিনা….? যদি এমনটি হয় আজানের সময় আজানের দোয়া জবাব দেওয়া হচ্ছে, এমন সময় স্ত্রীকে তার স্বামী ডাকলো অথবা ফোন কল আসলো তখন তার জন্য উত্তম কোনটা হবে….? আজানের জবাব দেওয়া নাকি স্বামীর ডাকে সাড়া দেওয়া…? এর উত্তর হলোঃ যদি মনে হয় স্বামীর কল ধরতে বিলম্ব হলে তিনি রাগ করবেন বা মন খারাপ করবেন তাহলেই আজানের জবাব বাদ দিয়ে তার সাথে কথা বলা জরুরী।

আর স্বামীর আশেপাশে থাকা অবস্থায় স্বামী ডাকলে তার ডাকে সাড়া দেওয়ার মধ্যেও আজানের জবাব দেওয়ার চেষ্টা করা ভালো যদি সম্ভব হয়। কারণ কারো সাথে টুকটাক কথা বলার ফাঁকে বা কাজ করা অবস্থায় মুখে আজানের জবাব দেওয়া সম্ভব। তবে মনে রাখতে হবে, আজানের জবাব দেওয়া ফরজ বা ওয়াজিব নয় বরং মুস্তাহাব। আর স্বামীর ডাকে সাড়া দেয়া ফরজ। সুতরাং স্বামীর হক আগেই। এ বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে।

আজান শ্রবণকারীও মৌখিকভাবে আজানের উত্তর দেওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম ইরশাদ করেন →যখন তোমরা আজান শুনবে এর জবাবে মুয়াজ্জিনের অনুরুপ তোমরাও বলবে। (সহিহ বুখারি হাদিস নাম্বারঃ ৬১১)

আজানের সময় চুপ থাকা সুন্নত। একান্ত প্রয়োজন না হলে সাধারণ দ্বিনি ও দুনিয়াবী কথা বা কাজে লিপ্ত থাকা অনুচিত। বক্তৃতা বা সেমিনার চলাকালীন আজান হলে সাময়িকভাবে স্থগিত রাখবে। ওয়াজ বা কোন দ্বীনি মাহফিল চলাকালেও সাময়িক বন্ধ রেখে সবাইকে আজানের জবাব দেওয়া উত্তম। মনে রাখতে হবে, একজন আজানের জবাব দিলে সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যায় না। কেননা আজানের জবাব দেওয়া শ্রবণকারী সব মুসলিমের জন্য সুন্নত। আরো আজানের জবাব দেওয়া সুন্নতে কেফায়া নয়। ( ফাতহুল কাদির ১/২৪৮, রদ্দুল মুহতার ১/৩৯৯, ফাতাওয়া মাহামুদিয়া ৫/৪২৭)।

আজানের পর দরুদ শরীফ ও দোয়া পাঠ করা সুন্নত। হাদীস শরীফে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন →যে ব্যক্তি আজানের পর আযানের দোয়া পাঠ করবে তার জন্য আখিরাতে আমার সুপারিশ অবধারিত।( বুখারি হাদিস নাম্বারঃ ৬১৪)

অন্য বর্ণনায় রয়েছে, তোমরা মোয়াজ্জিনের অনুরূপ শব্দে আজানের জবাব দাও, অতঃপর দরুদ পাঠ করো, এরপর আমার জন্য বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এর জন্য দোয়া করো, আশা করি আল্লাহ আমাকে সেই স্থান দান করবেন। যে ব্যক্তি এ দোয়া করবে তার জন্য আখিরাতে আমার সুপারিশ অবধারিত। ( মুসলিম হাদিস নাম্বার ৩৮৪)

কিন্তু এখন প্রশ্ন হলো সহবাসের সময় আজান দিলে করণীয় কি…? এক্ষেত্রে প্রথমেই বলে রাখা দরকার যে, স্বামী স্ত্রী মিলনের সময় আজানের জবাব দেওয়া ঠিক নয়, কারণ প্রস্রাব অথবা পায়খানা বা সহবাসে অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাহু সাল্লাম আল্লাহ রাব্বুল আলামীনের জিকির পছন্দ করতেন না। তবে সহবাসের আগে দোয়া পড়ার কথা বলেছেন।( বুখারী ৪৭৮৭, আবু দাউদ, তিরমিজি, আদাবুয যিফাক ৯৮ পৃঃ)

আর রাসূল (সাঃ) প্রস্রাব পায়খানার সময় প্রয়োজনে ছাড়া কথা বলা মাকরুহ বলেছেন। ( সূত্র আবু দাউদ হাদিস নাম্বার ১৪)

সহিহ মুসলিমের আরেকটি হাদীসে রাসূলে করীম সাল্লাহু সাল্লাম বলেছেন → ইস্তিঞ্জা করার সময় কোরআন তেলাওয়াত ও জিকির করা মাকরূহ। এবং আজানের উত্তর দেওয়াও এক প্রকার আল্লাহর জিকির।( সহিহ মুসলিম হাদিস নাম্বারঃ ৫৫৫)

সুতরাং এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নবওবী রহমতুল্লাহি বলেন →হাজত পূরণের জন্য অর্থাৎ (প্রস্রাব পায়খানার জন্য) বসা অবস্থায় কোন ধরনের আল্লাহর জিকির করা মাকরূহ অর্থাৎ অপছন্দনীয় কাজ। সুতরাং এ অবস্থায় তাসবিহ তাহলিল পাঠ করবে না, সালামের জবাব দিবেনা, হাঁচির জবাব দিবে না, হাঁচি দিলে আলহামদুলিল্লাহ পড়বেনা এবং মুয়াজ্জিনের অনুরূপ শব্দ উচ্চারণ করে আজানের জবাব দিবেনা। ফকিহগণ আরও বলেছেনঃ স্বামী স্ত্রী মিলনের সময়ও এসব জিকির-আজকার উচ্চারণ করবে না। তবে এই অবস্থায় হাঁচি দিলে মনে মনে আলহামদুলিল্লাহ পাঠ করবে।

কিন্তু জিহ্বা নেড়ে তা উচ্চারণ করবে না এবং প্রস্রাব পায়খানা ও সহবাসের সময় জিকির পাঠ করার যে মাকরূহ বা অপছন্দনীয় হওয়ার বিষয়টি উল্লেখ করা হলো এটি হলোঃ এটা মাকরূহে তানযিহী; মাকরূহে তাহরীমী নয়। সুতরাং কেউ যদি ভুলে এমনটি করেও ফেলেন তাতে সে গুনাহগার হবে না।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

The post সহবাসের সময় আজান দিলে কি করবেন অথবা স্বামী ডাকলে কি করবেন…? appeared first on Trickbd.com.

হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী – দেবের প্রযোজনায় অসাধারণ একটি মুভির রিভিউ + লিংক

Posted:

মুভি রিভিউ- হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী 

—————————-

হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী- সদ্য মুক্তি পেয়েছে সরাসরি টেলিভিশনে, জলসা মুভিজে। কোভিডকালীন পরিস্থিতিতে একটি ভাল উদ্যোগ। ছবিটি শুধুমাত্র রূপকথার সিনেমার নয়,বরং অনেক বেশি রাজনৈতিক আখ্যান। অবশ্যই সমসাময়িক। ছবিটি দেখলেই সহজেই বোঝা যায়এটি আসলে রূপকথার মোড়কে সমকালীন রাজনৈতিক পরিবেশকে তুলে ধরতে চাওয়ার প্রচেষ্টা।এই প্রচেষ্টা পুরোপুরি সফল। তা সত্ত্বেও কিছু কিছু জায়গা আছে,ভালোর দাবি রাখে। 

সিনেমাটি ছোটোদের জন্য বানানো হয়েছে। বোম্বাগড় একটি দেশ বা রাজ্য যেখানে সবাই সুখে থাকে। রাজা হবুচন্দ্র দয়ালু। মন্ত্রীও ভাল মনের মানুষ। এই রাজ্যে কেউ নিজের মত পোষণে ভয় পায় না। এই ভাবেই বোম্বাগড় নিজ মহিমায় বিরাজ করছে। গবুচন্দ্র সেখানে আসে, নানান কায়দায়, ছলে মন্ত্রী হয়। রাজ্যে বিষাদ ছড়িয়ে পড়ে। গবুর নেত্রীত্বে লুট শুরু হয়। শেষমেশ এর থেকে মুক্তিও ঘটে। এক্কেবারে সাদামাঠা একটা স্টোরিলাইন। গল্প হিসেবে দেখলে ঘটনার পুনরাবৃত্তি পরপর, একটু ফ্যাকাসে করছে। 

গল্পের প্রতিটি চরিত্র অন্ত্যমিল রেখে কথা বলে। অবশ্যই বাংলাতে কথা বলে। কিন্তু গবুচন্দ্র মাঝে মাঝে তার নিজের ভাষা হিন্দি বলে ফেলে। এবং হিন্দিকে উৎকৃষ্ট ভাষা বলে দাবি করে। এই অবধি বুঝে নিতে অসুবিধে হবে না কারও পরিচালক কী বোঝাতে চাইছেন। তবে সেদিকে নজর রাখা উচিত ছিল দু -তিনটে ইংরেজী শব্দের প্রয়োগ। এর কারনে বুঝতে পারলাম না।রাজনৈতিক বিষয়টা অনেকবেশি ফুটে উঠেছে। সহজে বোঝা যাবে। 

ভি এফ এক্স এর ব্যবহার আরও ভাল হতে পারত প্রথমে,একেবারে শুরুতে।বাকিটা সাবলীল। কিন্তু চরিত্রের লুকে কোথাও কোনো খামতি নেই। প্রত্যেকের অভিনয়, শ্বাশত, খরাজ, অর্পিতা, কাঞ্চন প্রত্যেকের অভিনয় নজর কাড়া। রাজমহল, তার চারপাশ দারুণ সেট তৈরি করা হয়েছে। অনেকগুলো ওয়াইড শট রয়েছে,তা থেকে বোঝাই যায়। সিনেমাটোগ্রাফি বেশ ভাল।এখানে গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক পরিস্থিতির সঙ্গে দারুণ ভাবে মিলে গেছে। কবীর সুমন অসাধারণ। 

হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী- Dev Entertainment Ventures এর একটিভাল প্রচেষ্টা।

রেটিং- 8/10 

ডাউনলোড লিংক: Click Here

The post হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী – দেবের প্রযোজনায় অসাধারণ একটি মুভির রিভিউ + লিংক appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments