Search box..

যেভাবে বাফরলেস আইপি টিভি এপ ইউজ করবেন [New App For iptv With bufferless Experience]

যেভাবে বাফরলেস আইপি টিভি এপ ইউজ করবেন [New App For iptv With bufferless Experience]


যেভাবে বাফরলেস আইপি টিভি এপ ইউজ করবেন [New App For iptv With bufferless Experience]

Posted:

আজকে দেখাবো কিভাবে ফ্রি আইপি টিভি এপস ইউজ করবেন।
এবং বাফার ছাড়া লাইভ টিভি দেখবেন ।

তো চলুন শুরু করি।

ফার্স্ট এ নিচের দেওয়া লিংক এ ক্লিক করে এপসটি ডাউনলোড করে নিন।

এপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এরপর এপসটি ওপেন করুন।
এমন একটি লগিন পেজ পাবেন।

সব ইনফো দিয়ে লগিন বাটন এ ক্লিক।

এবার কিছু সময় অপেক্ষা করুন আপনার একাউন্ট টি এপ্রুভ হওয়ার জন্য।

দেখুন আমার একাউন্ট এর কনফার্মেশন মেসেজ এসে গিয়েছে।

এখন জাস্ট এপ এ লগিন করুন আর ইঞ্জয় করুন লাইভ টিভি বাফারলেস।

কোন চ্যানেল এ প্রবলেম করলে বা নতুন চ্যানেল এড করার প্রয়োজন হলে টেলিগ্রাম গ্রুপ এ বলতে পারেন।

টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ লিংক: এখানে ক্লিক করুন
আমাদের টেলিগ্রাম মিরর গ্রুপ লিংক: এখানে ক্লিক করুন

সম্পূর্ন পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

The post যেভাবে বাফরলেস আইপি টিভি এপ ইউজ করবেন [New App For iptv With bufferless Experience] appeared first on Trickbd.com.

মোবাইলে বাংলায় ভয়েস টাইপিং করার নিয়ম

Posted:

 বর্তমানে তথ্য প্রযুক্তি এতটাই এগিয়ে গেছে যে এখন আর কষ্ট করে বাংলায় টাইপিং করতে হয় না।

আগে এমন সময় ছিল যখন একজন মানুষ টাইপিং করতে করতে রিতিমতো ক্লান্ত হয়ে পড়তো কিন্তু এখন প্রযুক্তির উন্নয়নের ফলে আগের এই কঠিন কষ্ট উঠে গেছে।

এখন আপনি মুখে যা বলবেন তা সরাসরি বাংলা সহ ইংলিশে লিখা হয়ে যাবে।

Voice keybord bangla

একটি চমৎকার ট্রিক্স আপনাদেরকে দেখাতে চলেছি। তো স্বাগতম আপনাকে আমার আরো একটি নতুন পোষ্টে।

পোষ্টের পুরো বিষয় বোঝার জন্য পুরো পোষ্টটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়তে থাকুন

বাংলা ভয়েস টাইপিং এর সুবিধাঃ

বাংলা ভয়েস টাইপিং বলতে আপনারা নিশ্চয় বোঝে গেছেন যে আপনারা মুখে যা বলবেন তাই সঠিকভাবে বাংলায় লেখা হয়ে যাবে।

মুখে বলে লিখবেন বলে আপনাকে আর টাইপিং করতে করতে ক্লান্ত হতে হবে না।

ফলে আপনি টাইপিং করতে আরো স্বাচ্ছন্দবোধ করবেন কারন এতে আপনার কোনো কষ্টই হবে না।

ভয়েস টাইপিংয়ে লিখলে আপনার সময় ও শ্রম দুটোই কমবে যেহেতু আপনি মুখে বলে লিখবেন তাই আপনার লিখা হবে দ্রুত ও নির্ভুল। 

আপনার ফোনে যদি ফুল নেটওয়ার্ক থাকে তবে আপনি বলার সাথে সাথেই লিখা জয়ে যাবে এটি নির্ভর করবে মোবাইলের নেটওয়ার্কের উপর।

বাংলায় ভয়েস টাইপিং করার নিয়মঃ

আমি আপনাকে কীভাবে বাংলায় ভয়েস টাইপিং করবেন সেটি দেখাচ্ছি,

তারজন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে। 

সেখান থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিন।

প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন

তার পর অ্যাপটি অপেন করুন। 

অপেন করার পর নিচের মতো ইন্টারফেস আসবে এবং এখানে দেখবেন Enable Keybord নামে একটি বাটন পাবেন।

এই বাটনে ক্লিক করে সেটিংস থেকে অন করে দিবেন।

তারপর দেখুন একটি বাটনে লিখা আছে৷ select Keyboard এই বাটনে ক্লিক করে যে কিবোর্ডটি আপনি ইনস্টল করেছেন সেটি সেটি সিলেক্ট করবেন।

যেমন দেখুন Bangali voice keybord সিলেক্ট করেছি।

তারপর আরো একটি ইন্টারফেস আসবে এখানে এখানে বাংলা সিলেক্ট করুন।

ব্যাস আপনার কিবোর্ড সেটআপ কাজ শেষ এবার দেখুন কীভাবে ভয়েস দিয়ে লিখবেন।

প্রথমে আপনি কোনো কিছু লিখতে যান।

তারপর কিবোর্ডের উপরে বাম পাশে দেখুন একটি মাইক্রোফোন আইকন আছে এটিতে ক্লিক করুন এবং মাইক্রোফোন অ্যাকসেস এলাও করে দিন।

এবার আপনি যা বলবেন তাই সরাসরি বাংলায় লিখা হয়ে যাবে।

আর আপনি যদি ভয়েস দিয়ে ইংলিশে লিখতে চান তবে কিবোর্ড ইংলিশ করে নিবেন।

ভয়েস দিয়ে টাইপিং করতে আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন চালু রাখতে হবে।

তো আমার আজকের টিউটোরিয়ালটা আপনার কেমন লাগলো।

The post মোবাইলে বাংলায় ভয়েস টাইপিং করার নিয়ম appeared first on Trickbd.com.

একটি ওয়েবসাইট থাকার সুবিধাসমূহ

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ওয়েবসাইট থাকার কিছু সুবিধা নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।

একটি ওয়েবসাইট থাকার সুবিধাসমূহ :-



১। খুব কম খরচে যে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান,ওয়েবসাইট ব্যাবহার করে তাদের ব্যবসার প্রসার করতে পারে ।

২। যে কেউ যে কোন স্থান থেকে ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন তথ্য যে কোন সময় দেখতে পারে ।

৩। নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে ওয়েবসাইটে তাৎক্ষনিক তথ্য প্রকাশ করা যায় ।

৪। ওয়েবসাইটে লেখা,
অডিও, ভিডিও, স্থির
চিত্র, অ্যানিমেশন ইত্যাদি যুক্ত করা সহ এছাড়াও আরও অনেক কাজ করা যায়।

৫। ওয়েবসাইট থেকে
প্রয়োজনীয় তথ্য
( যেমনঃ বিভিন্ন ছবি,
অডিও, ভিডিও,
পিডিএফ ফাইল )
ডাউনলোড করা যায় ।

৬। সাধারনত প্রিন্ট
মিডিয়ার চেয়ে অনেক
কম খরচে আকর্ষণীয় ও
ইউজার ফ্রেন্ডলি
ওয়েবসাইট তৈরি করা
যায় ।

৭। বড় বড় কর্পোরেশন
ও আর্থিক প্রতিষ্ঠান
গুলো
আন্তর্জাতিকভাবে
তাদের ব্যবসায়িক
লেনদেনের ও
পরিচিতি লাভের জন্য
ওয়েবসাইটকে তাদের
গুরুত্বপূর্ণ মাধ্যম
হিসেবে ব্যবহার করে
থাকে।

৮। একটি ওয়েবসাইটের
মাধ্যমে খুব দ্রুত ও
সহজেই যেকোন ব্যবসা
মানুষের কাছে
পরিচিতি পাচ্ছে ও
আস্থা গড়ে তুলতে
সক্ষম হচ্ছে।

৯। বিভিন্ন সরকারি
ওয়েবসাইট থাকার ফলে
আমরা সহজেই
প্রয়োজনীয় তথ্য
সংগ্রহ ও জানতে পারি ।
যেমনঃ বিভিন্ন
পাবলিক পরীক্ষার
রেজাল্ট, জমি-
জমা সংক্রান্ত তথ্য,
নিয়োগ বিজ্ঞপ্তি
ইত্যাদি।

১০। আজ ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপন ব্যাবহার করা সম্ভব হচ্ছে এবং অনেকের কাছে বিজ্ঞাপনের বিশেষায়িত্ব তুলে ধরা হচ্ছে ।

১১। নিজেস্ব সাইটে যে কেউ তার প্রয়োজনীয় জিনিসপত্র ফাইল আকারে রেখে দিতে পারছে এবং তা যেকোন প্রয়োজনে ব্যাবহার করতে সক্ষম হচ্ছে ।

১২ । ওয়েবসাইট থেকে অনেকে নিজের প্রয়োজনীয় খরচ খরচার টাকা উপাজন করতে সক্ষম হচ্ছে ।

তো এই ছিল আমার আজকের পোস্ট । যে কোন প্রয়োজনে ফেসবুকে আমি ।

The post একটি ওয়েবসাইট থাকার সুবিধাসমূহ appeared first on Trickbd.com.

আপনাকে ফলোয়ার হিসেবে ঝুলিয়ে রেখেছে পাব্লিক আপনি যাদের কে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠিয়েছেন এখনি সব রিকুয়েষ্ট বাতিল করে দিন

Posted:

আসসালামুআলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন কারন ভালো থাকলে আপনারা ট্রিকবিডি ভিজিট করে থাকেন ইনশাল্লাহ আমিও খুব ভালো রয়েছি আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম যদিও পোস্ট টির টপিক অনেক পুরনো এই টপিক নিয়ে হয়তো ট্রিকবিডিতে অনেক আগে পোস্ট করা হয়েছে কিন্তু এখনও অনেকেই জানেন না এবং অনেকেই ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে‌ অন্যের ফলোয়ার হয়ে ঝুলে আছেন আমরা ফেসবুকে বিভিন্ন মানুষকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে থাকি অনেকেই আছেন যারা একসেপ্ট করেন না তার কিনতুক আপনি ফলো হয়ে ঝুলে রইলেন যে পর্যন্ত না সে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করতেছে ততক্ষণ আপনি তার ফলোয়ার হিসাবে থাকবেন এবং তার একটি ফলোয়ার বেড়ে যাবে যদি আপনি একদিনে 50 টা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান এবং শুধু 30 জন একসেপ্ট করে বাকি 20 জনকে আপনার খুঁজে পাবেন না

আরও পড়ুনঃ

কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে সিকিউরিটি রাখবেন এবং দেখে নিন কিভাবে বর্তমান সময় ফ্রি ফেসবুক ব্যবহার করবেন বিস্তারিত ২০২১

কারন ফেসবুক অফিশিয়াল অ্যাপ থেকে আপনি সরাসরি এ ধরনের কোন অপশন পাবেন না যে আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তাদেরকে কিভাবে আবার ফ্রেন্ড রিকুয়েস্ট বাতিল করে দিবেন এর জন্য আপনাকে যা করতে হবে যদি আপনি ফেসবুক অফিশিয়াল ফেসবুক অ্যাপ টি ব্যবহার করে থাকেন তাহলে একটিতে এই লিংকটি কপি করে সার্চ করুন অথবা আপনি যদি ফেসবুক লাইট ব্যবহার করে থাকেন এক্ষেত্রে আপনার এই লিংকটিতে ক্লিক করার পর একটি ব্রাউজার এ যাবে সেটি ক্রোম ব্রাউজার হতে পারে সেখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন থাকা লাগবে তারপর নিচের লিঙ্কটিতে ক্লিক করুন

https://facebook.com/friends/center/requests/outgoing

আগে আইডি থেকে দেখতে চাচ্ছেন যে আপনি কতজনের ফলোয়ার হিসেবে ঝুলে রয়েছে অর্থাৎ কতজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এখন পর্যন্ত একসেপ্ট করেনি দুপুরের দিকে যাওয়ার পর নিচের মত দেখতে পারবেন

এখানে যতজনকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছেন সবাইকে দেখতে পারবেন যারা আপনাকে ফলোয়ার হিসেবে তাদের আইডিতে ঝুলিয়ে রেখেছে এবং এখান থেকে আপনি সবগুলো রিকোয়েস্ট ক্যানসেল করে দিতে পারেন এতে করে আপনি আর সেই লোকের ফলোয়ার হিসাবে আর থাকবে না

আরও পড়ুনঃ

কিভাবে সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করবেন এবং কিভাবে কাজ করলে আপনার ওয়েবসাইটটিতে সফলতা পাবেন দেখে নিন সেরা কিছু টিপ্স এবং গুগল এডসেন্স নিয়ে কিছু ধারনা ২০২১

আশাকরি আপনার কাছে ভালো লেগেছে যদি এ বিষয়ে আগে থেকে আপনার জানা থাকে তাহলে পোস্টটি ইগনোর করে যাবেন এবং কেউ খারাপ ভাষায় গালি করবেন না কারণ অনেকেই রয়েছে যে ট্রিকবিডিতে পুরনো পোস্ট থাকলে নতুন যদি কেউ এই পোস্টটি রিভিউ করে বা নতুন আপডেট নিয়ে আসে তার কমেন্ট বক্সে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করে থাকে দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডির মত আমার একটি ওয়েবসাইট রয়েছে দয়া করে সবাই আমার ওয়েবসাইটটি দেখে আসবেন লিংক

Shekhobd.Com

তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ট্রিকবিডি এর সাথেই থাকুন ধন্যবাদ

The post আপনাকে ফলোয়ার হিসেবে ঝুলিয়ে রেখেছে পাব্লিক আপনি যাদের কে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠিয়েছেন এখনি সব রিকুয়েষ্ট বাতিল করে দিন appeared first on Trickbd.com.

Google দ্বারা সাইন ইন করা অ্যাপগুলোকে গুগল অ্যাকাউন্ট থেকে ডিস্কানেক্ট করার নিয়ম

Posted:

 আজকে আমি আবারো আপনাদের কাছে একটি পোষ্ট নিয়ে এসেছি কীভাবে গুগল দ্বারা সাইন ইন করা অ্যাপ বা ওয়েবসাইটকে গুগল অ্যাকাউন্ট থেকে ডিসকানেক্ট করবেন।

disconnect App that signed with google

আজকে আমি ভেবে দেখলাম আসলে আমরা সকলেই গুগল দ্বারা অ্যাপে বা ওয়েবসাইটে লগইন করি কিন্তু গুগল অ্যাকাউন্ট থেকে সেগুলোকে সাইন আউট বা ডিসকানেক্ট করতে পারি না।

যার ফলে কোনো অ্যাপ বা ওয়েবসাইট সারা জীবন আপনার অ্যাকাউন্টের সকল তথ্য তাদের কাছে থেকে যাবে।

অপর দিকে ফেসবুক থেকে কোনো অ্যাপে লগইন করলে সেগুলো আমরা ফেসবুক অ্যাপে ডুকে তা রিমুভ করতে পারি।

কিন্তু কথা হচ্ছে কীভাবে গুগল থেকে অ্যাপগুলোকে সরাবেন।

তো পুরো বিষযটি ভালোভাবে বোঝার জন্য সম্পূর্ণ পোষ্টটা মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

আমরা প্রত্যক সময় যখন কোনো নতুন অ্যাপে অ্যাকাউন্ট করি তখন আমরা গুগল দ্বারা অ্যাকাউন্ট করি মানে Sign in with google করি।

তারমানে অ্যাকাউন্ট করতে যত তথ্য লাগবে সকল তথ্য তারা আপনার গুগল অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করে।

যেমন ধরুন আপনি একটি গেইমে প্রবেশ করলেন তখন সেখানে লেখা আসলো সাইন ইন উইথ গুগল তখন আপনি এটিতে ক্লিক করে ১ মিনিটেই অ্যাকাউন্ট করে ফেললেন।

কিন্তু আপনি যদি সে অ্যাপ থেকে সাইট আউন করেন তবে কিন্তু আপনার আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায় নি।

আপনাকে ডিলিট করতে হলে আপনাকে Google Play Service এ ডুকে তারপর আপনাকে গেইমটিকে গুগল থেকে রিমুভ করতে হবে।

আর কীভাবে রিমুভ করবেন সেটিই দেখাতে চলেছি এই পোষ্টে।

গুগল থেকে অ্যাপটিকে ডিস্কানেক্ট করার সুবিধাঃ

  • আপনার গুগল অ্যাকাউন্ট নিরাপদ থাকবে।
  • আপনার অ্যাকাউন্টের পারসোনাল তথ্য সংরক্ষিত থাকবে।

কীভাবে ডিসকানেক্ট করবেন?

গুগলে সাইন ইন করা অ্যাপগুলো ডিসকানেক্ট করা মুটামোটি একটু কঠিন কাজ তবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে আমি নিশ্চিত আপনি এই কাজটি সহজেই করতে পারবেন।

তকর জন্য প্রথমে আপনি আপনার ফোনের Google Play Service অ্যাপটিতে যান।

যদি অ্যাপটি আপনার ফোনের হোম স্ক্রিনে না থাতে তবে আপনি আপনার ফোনের সেটিংসে Google নামে একটি অপশন পাবেন সেটিতে যান।

তারপর দেখুন আপনার সকল তথ্য ম্যানেজ করার জন্য দেখাচ্ছে।

এখন আপনি আপনার ফোনে Setting for google apps এটিতে ক্লিক করুন।

তারপর দেখুন এখানে আরো অপশন দেখাচ্ছে তারপর Connected Apps এখানে ক্লিক করবেন।

তারপর দেখুন আপনি যতগুলো অ্যাপসে গুগল দ্বারা সাইন ইন করেছেন সেগুলো দেখাচ্ছে।

এবার আপনি যে অ্যাপটিকে বা ওয়েবসাইটটিকে রিমূভ করতে চান সেটিতে ক্লিক করুন। 

ক্লিক করার পর দেখুন অ্যাপটির তথ্য দেখাচ্ছে এবার নিচে দেখুন Disconnect নামে একটি বাটন আছে এটিকে ক্লিক করুন।

তারপর আরেকটি উইন্ডো দেখাচ্ছে আপনি কী সত্যিই অ্যাপটিকে ডিসকানেক্ট করতে চান।

তাহলে OK দিন।

এভাবে আপনি আপনার অ্যাকাউন্টে থাকা সকল অ্যাপকে ডিসকানেক্ট করতে পারবেন।

খেয়াল রাখবেনঃকখনো Device নামে অপশনটিকে ডিসকানেক্ট করবেন নাকারন এটি আপনার ফোনের ডিভাইস,এটিকে ডিসকানেক্ট করলে আপনাকে আবার সাইন ইন করতে হবে।alert-warning

উপসংহারঃ

পোষ্টটি আপনার কেসন লাগলো।

নিশ্চয় ভালো লেগেছে।

পরবর্তি পোষ্টে আমি দেখাবো কীভাবে ফেসবুক দ্বারা লগইন করার অ্যাপগুলোকে কীভাবে সরাবেন।

পোষ্টটি পেতে আমাদের সাথেই থাকুন।

The post Google দ্বারা সাইন ইন করা অ্যাপগুলোকে গুগল অ্যাকাউন্ট থেকে ডিস্কানেক্ট করার নিয়ম appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments