Search box..

ট্রেডিং করে মাসে ১/২লক্ষ টাকা ইনকাম করুন। চলুন জানি বিস্তারিত (সত্য নাকি মিথ্যা?)

ট্রেডিং করে মাসে ১/২লক্ষ টাকা ইনকাম করুন। চলুন জানি বিস্তারিত (সত্য নাকি মিথ্যা?)


ট্রেডিং করে মাসে ১/২লক্ষ টাকা ইনকাম করুন। চলুন জানি বিস্তারিত (সত্য নাকি মিথ্যা?)

Posted:

আসসালামুআলাইকুম,,,,

আশা করি সকলেই ভালে আছেন। 

আজকে আমরা আলোচনা করবো বর্তমানে অনলাইনের সবচেয়ে ভাইরাল একটি একটি টপিক নিয়ে। মূলত বিটকয়েন এর প্রাইস বাড়ার সাথে সাথে পুরো পৃথিবীতে এটি আলোড়ন সৃষ্টি করে ফেলে এমনকি আমাদের দেশেও প্রচুর মানুষ এরপর থেকে ট্রেডিং এ নতুন যুক্ত হয়েছেন এবং অনেকেই হতে চাচ্ছেন। তো আমরা আজকে ট্রেডিং করে আসলেই কি ইনকাম করা যায়? আর গেলেও কত টাকা ইনকাম করা যায় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো।      


ট্রেডিং কি এবং এটা কিভাবে কাজ করে?

যদি সহজ ভাষায় বলা হয় তাহলে ট্রেডিং হলো কোন কিছু কেনা-বেচা। চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ধরুন আপনি আজকে ১০কেজি আলু কিনলেন ২০টাকা দরে। তাহলে আপনার ২০টাকা দরে ১০কেজি আলুর দাম হবে ২০০ টাকা। এখন কিছুদিন পরে আলুর দাম বেড়ে প্রতি কেজি  আলু ২৫টাকা হয়ে গেলো। এখন আপনার ১০কেজি আলুর দাম হবে ২৫০টাকা। আপনি কিনলেন ১০কেজি আলু ২০০টাকায় কিন্তু, কিছুদিন পর বিক্রি করলে  ২৫০টাকায়। এখন আপনার প্রফিট কতো হলো ৫০টাকা? ট্রেডিং ঠিক এভাবে কাজ করে। আপনি আজকে কোন কয়েন কিনলেন ১০টাকা করে কিছুদিন পর এর দাম বেড়ে হয়ে গেল ১৫টা।। তাহলে ৫টাকা হবে আপনার প্রফিট।

ট্রেডিং কত ধরনের এবং কি কি?

ট্রেডিং মুলত ২ধরনের। একটা হলো Spot Trading এবং অন্যটা হলো Future Trading. তবে এই ২টা ছাড়াও Margin Trading নামের আরেকটি ট্রেড আছে। সেটাও কিছুটা Future Trading এর মতো। তবে কিছুটা পার্থক্য রয়েছে।

ট্রেডিং কোথায় এবং কিভাবে করা হয়?    

ট্রেডিং মুলত করা হয় কোন একটা Crypto Exchange এ। যার মধ্যে Binance হলো সবচেয়ে বড় এবং বিখ্যাত প্লাটফর্ম। আর আপনাকে ট্রডিং করতে হলে ডলার কিনে তারপর ট্রেডিং করতে হবে।

ট্রেডিং করতে হলে কি কি শিখতে হবে এবং কোথায় এগুলো শিখতে পারবো?

ট্রেডিং করতে হলে আপনাকে সর্বপ্রথম T.A(Technical Analysis) শিখতে হবে। এরপর আপনাকে F.A(Fundamental Analysis) শিখতে হবে।

মুলত T.A দিয়ে আপনি কখন মার্কেট Up-Down হবে সেটা বুঝতে পারবেন। এছাড়াও মার্কেটে কোন News খুবই বড় একটা ব্যাপার মার্কেট Up-Down এর জন্য। এর এই নিউজ এবং কয়েন এর Team,Developer,Future,Roadmap ইত্যাদি জানতে হলে F.A শিখতে হবে।

আপনি T.A এবং F.A চাইলে YouTube দিয়ে শিখতে পারবেন।

ট্রেডিং এ কিরকম প্রফিট এবং লস হয়?

ট্রেডিং এ প্রফিট এবং লস ২টা বিষয়ই রয়েছে। আপনি যদি T.A এবং F.A ভালোভাবে শিখে ট্রেড করেন তাহলে ভালে একটা প্রফিট হবে। যেমন আপনি যত ডলার দিয়ে ট্রেড করবেন তার ২০০%-৩০০% মাসিক প্রফিট করতে পারবেন। এখন ধরুন কেউ যদি ৫০০$ দিয়ে ট্রেড করে। তাহলে সে মাসে ১০০০$ প্রফিট করতে পারবে। আবার তার লসও হয়ে যেতে পারে ভালেভাবে মিয়ম মেনে ট্রেড না করলে।

যেমন: আমি প্রায় ২মাস আগে Shiba inu কয়েন Buy করেছিলাম প্রায় ৭০০$(প্রায় ৬৩হাজার টাকা) দিয়ে এখন সেই ৭০০$ এর কয়েন ৬৪৫৬$ (প্রায় ৫লক্ষ ৮০হাজার টাকা। এছাড়াও কিছুদিন  আগে এই কয়েনের দাম প্রায় ১২৭০০$ (প্রায় ১১লক্ষ ৪০হাজার টাকা) হয়েছিলো। একবার চিন্তা করে দেখুন ৬৩হাজার টাকার কয়েন ১১লক্ষ ৪০হাজার টাকা পযন্ত গিয়েছিলো। তাহলে একবার ভেবে দেখুন ২মাসে ৬৩হাজার টাকা থেকে ১১লক্ষ ৪০হাজার টাকা প্রায় ১৮গুন প্রফিট। 

ট্রেডিং করে আসলেই কি মাসে ১/২লক্ষ টাকা ইনকাম করা যায়?

হ্যা,অবশ্যই যায় মাসে ১/২লক্ষ টাকা ইনকাম করা। চলুন এবার সেটার হিসাব মিলাই। ধরুন আপনি প্রতিমাসে আপনার ইনভেস্ট এর ১০০% প্রফিট এর টার্গেট রাখলেন। এখন যদি আপনি ১লক্ষ টাকা দিয়ে ট্রেড করেন তাহলে আপনার প্রফিট কত হবে? আবশ্যই ১লক্ষ টাকার ১০০% প্রফিট মানে আপনার ১লক্ষ টাকা প্রফিট হবে। এভাবেই যদি আপনি ১০হাজার টাকা দিয়প ট্রেড করেন তাহলে ১০হাজার টাকা হবে ১০০% টার্গেটে। আবার কেউ ৫লক্ষ টাকা দিয়ে করলে তার হবে ৫লক্ষ টাকা প্রফিট।

আমাদের বাঙালিদের একটা রোগ আছে সেটা হলো নিজে ১০হাজার টাকা ইনকাম না করতে পারলেই মনে হয় যে আমি ১০হাজার টাকা ইনকাম করতে পারলাম না। আরেকজন কিভাবে মাসে ১/২লক্ষ টাকা ইনকাম করে? এবং তারা এটা বিশ্বাস করে না যে আরেকজন তার থেকে বেশি ইনকাম করতে পারে।

সবসময় এটা মনে রাখবেন এই সেক্টরে আপনার ইনভেস্ট যেমন হবে প্রফিটও তেমন হবে।

যাই হোক আজকে এতোটুকুই। যদি আপনাদের কাছে পোস্ট এর বিষয়ে কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। আর যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে পরবর্তীতে আরো কিছু পোস্ট করবো আপনাদের রেসপন্স পেলে।

আমার একটা ছোট টেলিগ্রাম চ্যানেল আছে ট্রেডিং রিলেটেড এবং এখানে মার্কেট আপডেট দেয়া হয়। আপনিও চাইলে জয়েন করতে পারেন নিচের লিংক দিয়ে 👇👇👇


Telegram Channel লিংক

The post ট্রেডিং করে মাসে ১/২লক্ষ টাকা ইনকাম করুন। চলুন জানি বিস্তারিত (সত্য নাকি মিথ্যা?) appeared first on Trickbd.com.

মোবাইল দিয়ে কিউআর QR Code তৈরি করার নিয়ম

Posted:

 আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে মোবাইল দিয়ে নিজে নিজের QR কিউ আর কোড বানাবেন একদম সহজেই।

বন্ধুরা আমরা সবাই যেকোনো জিনিস কেনার সময় প্যাকেটের গায়ে কিউআর কোড দেওয়া থাকে।

হয়তো আপনিও মনে করেন যদি আমিও নিজের জন্য কিউআর কোড বানাতে পারতাম তাহলে খুবই ভালো হতো।

হ্যা আপনিও বানাতে পারবেন আপনার নিজের কিউআর কোড খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল দিয়েই।

কিউআর কোড তৈরির নিয়ম
QR Code 

এমনকী আপনি আপনার ফোন দিয়ে যেকোনো কিউআর কোড স্ক্যান করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই।

আপনি যদি আপনার ফোনের আয়তন বাচাতে চান তবে অবশ্যই কিউআর কোড ব্যবহার করবেন কারন কিউআর কোড এর মাধ্যমে অনেক বড় বড় তথ্য কম্প্রেস করে ছোট আয়তনে রাখা যায়।

যেমন ধরুন আপনার একটি ডকুমেন্ট এর আয়তন হচ্ছে ৩এমবি কিন্তু আপনি ইচ্ছে করলে কিউআর কোড বানিয়ে ডকুমেন্টটির আয়তন একটি ইমেইজের আয়তনে রুপান্তর করতে পারবেন।

এতে আপনার ফোনের স্টোরেজ এর উপর চাপ কমবে।

কিউআর কোড কী?

কিউআর কোড হচ্ছে দ্বিমাত্রিক বারকোড।

সাধারন কোনো প্রতিষ্ঠান তাদের পন্যের নানান তথ্য যে ছোট্ট একটি ইমেইজের মাধ্যমে প্রকাশ করে সেটিই হচ্ছে কিউআর কোড।

কিউআর কোড সাধারন কোনো কোম্পানি তাদের প্রতিষ্ঠানের তথ্য ছোট করে নানান তথ্য সংরক্ষন করার জন্য ব্যবহার করে।

কীভাবে মোবাইল দিয়ে কিউআর কোড তৈরি করবেন?

আপনি যদি নিজে কিউআর কোড বানাতে চান বা কোনো কিউআর কোড স্ক্যান করতে চান তবে আপনাকে কিউআর কোড স্ক্যানার অ্যাপ ডাউনলোড করতে হবে।

আপনি ইচ্ছে করলে আমি যে অ্যাপটি ব্যবহার করি আপনিও সেটি ব্যবহার করতে পারেন।

প্রথমে আপনি প্লে স্টোরে চলে যান।

তারপর এই অ্যাপটি ইনস্টল করে অপেন করুন।

প্লে স্টোর থেকে ইনস্টল করুন

ইনস্টল করতে পারবেন একদম বিনামূল্যে।

অপেন করার পর অ্যাপটি দেখুন স্ক্যান করছে এখন যদি আপনি কোনো কোড স্ক্যান করতে চান তাহলে সেকোডটি আপনার ফোনের ক্যামেরায় ধরুন।

দেখবেন কিউআর কোডটি স্ক্যান হয়ে গেছে।

নিজে নিজে কিউআর কোড তৈরি করার জন্য অ্যাপটি অপেন করার সময় দেখুন অ্যাপটির উপরে বাম কোনায় দেখুন থ্রি ডটম বা নেবভার আছে এটিতে ক্লিক করুন।

ক্লিক করার পর দেখুন এখানে অনেক অপশন আছে। 

যেহেতু আপনি নিজে কিউআর কোড বানাবেন সেহেতু আপনি Create QR code অপশনটিতে ক্লিক করুন।

Create QR কোড অপশনে ক্লিক করুন

তারপর দেখুন অনেকগুলো অপশন আছে এণানে আপনি যেটি বানাতে চান সেটিতে ক্লিক করুন।

আপনি যদি কোনো ডকুমেন্ট দিয়ে কিউআর কোড বানাতে চান তবে Text এ ক্লিক করবেন।

আমি এখন আপনাদের কে ওয়েবসাইট দিয়ে বানিয়ে দেখাবো।

সেজন্য প্রথমে URL অপশনটি সিলেক্ট করতে হবে।

URL অপশনে ক্লিক করুন

তারপর দেখুন একটি বক্স এসেছে বক্সে আপনি আপনার ওয়েবসাইট এর ইউআরএল দিন তারপর ওকে ক্লিক করুন।

আপনার ওয়েবসাইটের UrL দিন

দেখুন আপনার QR Code তৈরি হয়ে গেছে।

এবং Save লেখায় ক্লিক করে কিউআর কোডটি সেভ করে নিন।

শেষের কথাঃ

আপনি এই অ্যাপটি দিয়ে বারকোড স্ক্যান করতে পারবেন এ বানাতে পারবেন।

আপনি কিউআর কোড স্ক্যান করতে কোনো ইন্টারনেট এর প্রয়োজন হবে না।

কারন এটি কিউআর কোড এটির সাথে ইন্টারনেট এর কোনো সম্পর্ক নেই।

তাই আপনি নিশ্চিন্তে সকল কাজ করতে পারেন কোনো নেট কানেকশন ছাড়াই।

বন্ধুরা আপনাদের অ্যাপটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।আপনাদের একটু অনুপ্রেরনা আমাদের এগিয়ে যাওয়ার আর্শিবাদ।

The post মোবাইল দিয়ে কিউআর QR Code তৈরি করার নিয়ম appeared first on Trickbd.com.

Messenger দিয়ে কিভাবে avatar তৈরি করা যায়।কোন প্রকার অ্যাপস ছাড়া

Posted:

আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি দেখাবো messenger দিয়ে কিভাবে avatar বানাবো যায়।  এই টুলসটা আগে ছিলো না রিসেন্ট কিছু দিন আগে add হইছে।  অনেক হয়তো দেখে নাই এইজন্য পোস্ট টা করা। যা জানেন তারা পোস্টটা  না দেখলেও চলবে যেহেতু এসেই পরছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

তো বেশি কথা না বলে কাজে আশা যাক।

প্রথমে messenger চলে যাবো।

Messenger ওপেন হলে প্রোফাইলে ক্লিক করবো।

এখন avatar নামে একটা অপশন পেয়ে যাবেন । এখন avatar এ ক্লিক করবো ।

 

এখন make you avatar ক্লিক করবো।  আর হ্যাঁ এখানে আপনার মতো সেইম avatar create করতে পারবেন আশা করছি।

এখন আপনার মনে মতো করে skin সিলেক্ট করে নিবেন।  যদি আপনি male হন তাহলে male character skin সিলেক্ট করবেন।  female হলে female character skin সিলেক্ট করবেন।

যেহেতু আমি ছেলে তাই আমি male character টা সিলেক্ট করলাম।

এখন আপনার পছন্দের মতো hair style করতে পারবেন। অনেক গুলো hair style দেওয়া আছে।

এখন hair কালার ও করতে পারবেন।  অনেক গুলো কালার দেওয়া আছে ।

এখনে আছে face shape আপনার পছন্দের মতো face shape করে নিতে পারবেন।

এখানে আছে complexion । আপনার মতো করে complexion choose করে নিবেন ।

এখন আচ্ছে lines। আপনার মতো lines choose করে নিবেন।

এখন eye shape করে নিবেন  আপনার ইচ্ছে মতো ।

Eye color choose করে নিবেন আপনার মতো ।

Eyebrows পছন্দের মতো choose করে নিবেন।

Eyebrows color আছে ইচ্ছে মতো করে নিতে পারবেন।

Eyewear করে নিবেন।

Eyewear color

Nose আছে অনেক গুলো পছন্দের মতো choose করে নিবেন।

Mouth পছন্দের মতো add করে নিবেন।

Mouth color এইটা অবশ্যই মেয়েরা করে।  ছেলেদের তেমন দেখি না।

Facial hair অনেক গুলো দেওয়া আছে । ইচ্ছে মতো লাগিয়ে নিবেন।

Facial hair color অনেকে স্টাইল করার জন্য কালার করে তাদের জন্য কিছু কালার দেওয়া আছে।

Body shape আপনার মতো করে body choose করবেন ।

Body shape এর সাথে যদি রঙিন কালার কিছু পরা যায় তাহলে তো জাকা নাকা লাগবে তাই  কিছু outfit দেওয়া আছে।

 

Headwear শীতের দিন যদি headwear না পরি কেমন দেখায় বলুন তো তাই আপনার যেটা ইচ্ছে পরে নিবেন একদম ফ্রী।

কিছু accessories দেওয়া আছে যেমন :

Earring

Nose ring

Bindi

তো nose ring টা দেখে আশা যাক।

Bindi কি দোষ করলো । bindi দেখে আশা যাক

তো এই হলো messenger দিয়ে avatar তৈরি accessories

এই avatar টা আমার মতো করে বানিয়েছি ।

তো আজ এই পর্যন্তই লেখায় কোন ভুলক্রটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

YouTube

Facebook

The post Messenger দিয়ে কিভাবে avatar তৈরি করা যায়।কোন প্রকার অ্যাপস ছাড়া appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments