Search box..

ফটো এডিটিং এর সেরা ৭ টি অ্যাপ [বিস্তারিত]

ফটো এডিটিং এর সেরা ৭ টি অ্যাপ [বিস্তারিত]


পোস্টটি দেখার জন্য ধন্যবাদ । ভালো লাখলে কমেন্ট করবেন ।

ফেসবুকে আমি
ফেসবুক গ্রুপ

The post নিয়ে নিন অসাধারণ একটি ডাউনলোড সাইট থিম [Didarbd site theme, review+link] appeared first on Trickbd.com.

ফটো এডিটিং এর সেরা ৭ টি অ্যাপ [বিস্তারিত]

Posted:

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো?আশা করি ভালোই আছো।প্রতিদিনের মতো আজকে আমি হাজির হলাম নতুন একটি ট্রিক নিয়ে।

আমরা এখন অনেকেই আছি যারা বেশির ভাগই মোবাইলে ছবি তুলে থাকি।এটি বর্তমান সময় আমাদের একটি শখে পরিণত হয়েছে যা জড়িত করে ফেলেছি। আর সেসব এর আমাদের আধুনিক যুগে আরও উন্নত পরিবেশ গড়ে তুলতে সক্ষম হচ্ছে। আমরা অনেক সুন্দর ভাবে ছবি তুলে সেগুলোকে নানা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে থাকি এবং সেই সম্পর্কে আরও নানা মানুষ সেই ছবি গুলো পেয়ে থাকে এবং এতে তাদের মন্তব্য পেশ করে থাকে। এই যে ছবি গুলো যে প্রতিনিয়ত তুলে থাকি তা বেশিভাগ সময় আমাদেরকে আরও উন্নত করে তুলতে হয় আর এই জন্য আমাদের ফোনের কিছু অ্যাপের সাহায্য নেওয়া হয়ে থাকে।যার মাধ্যমে আমরা সেই ছবি গুলোকে আরও সুন্দর করে বানাতে পারি।এটি করতে গেলে আমাদের ভালো মানের অ্যাপের সাহায্য লাগতে পারে।সেইসব অ্যাপের মাধ্যমে আমরা আমাদের ছবি গুলো কে আরও উন্নত করে ফেলি। তাই ফোনের যে সব গুরুত্বপূর্ণ ফটো এডিটিংয়ের সেরা অ্যাপ রয়েছে আমারা অনেকেই আছি যারা এইসবের সাথে একদম পরিচিত নই।

তাই এখন আমরা আজকের এই পোষ্টে আপনাদের সেই সকল অ্যাপগুলোর সাথে পরিচয় করিয়ে দিবো যেগুলো দ্বারা আপনি ভালো মানের ফটো এডিটিং যা আমাদের ফটো এডিটিংয়ের কাজে অনেক বেশি সহায়তা করে থাকে।আমাদের তোলা ছবি গুলো কে আরও ভালো মানের ছবি হিসাবে প্রদান করে থাকে এবং আমরা আমাদের ইচ্ছ মতন খুশি মতন এডিটিং করে নিতে পারি।তাই চলুন যেনে নেই এসব সেই সেরা অ্যাপ গুলো সম্পর্কে।

মোবাইলের ফটো এডিটিংয়ের মধ্যে যেগুলো থেকে আমরা অনেক ভালো এডিটিং করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করা হল:

PicsArt


বর্তমান সময় আমাদের ফটো এডিটিং অ্যাপ গুলোর মধ্যে অনেক ভালো মানের একটি অ্যাপ হচ্ছে PicsArt এই অ্যপটি। এটি আমাদের দেশে অনেক জনপ্রিয় হয়ে গেছে আর জনপ্রিয় হয়ে উঠার অন্যতম কারন হচ্ছে এটি যে সব সার্ভিস প্রদান করে থাকে তা সত্যি অনেক অসাধারন।এই অ্যাপে প্রায় তিন হাজারের বেশি টুল রয়েছে যেগুলো মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফটোকে অনেক বেশি আকর্ষনীয় ও অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন। ছোট খাটো ফটো এডিটিং থেকে শুরু করে হাই ফটো গুলোর এডিটিং করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। বিশেষ করে এই অ্যাপের ফিল্টারগুলি অনেক সুন্দর এবং অনেক আকর্ষনীয়।এখানে শুধু ফটো এডিটরই হয়ে থাকে না তাছাড়া যেমন ফটো এডিটর,ভিডিও এডিটর, ফটো ড্রয়িং, ড্রয়িং টুলস।মোবাইল ফটো এডিটিংয়ের জগতে এটি গুগল প্লে স্টোরে Grossing in Photography জায়গা দখল করে আছে। এই অ্যাপের এতই জনপ্রিয়তা যে এই অ্যাপ টি ৫০০ মিলিয়নেরও বেশি বার ইনস্টল হয়েছে।

Snapseed


এই অ্যাপটি দেখতে অনেকটা সিম্পল ইন্টারফেস কিন্তু এটি অনেক পাওয়ারফুল একটি ফটো এডিটিং অ্যাপ। এই অ্যাপটি অনেকেই ব্যবহার করে থাকে এবং তারা এটি ব্যবহার করে অনেক খুশি হয়ে থাকেন।ছবির ব্রাইটনেস বাড়ানো কমানো থেকে শুরু করে একদম প্রিমিয়ার হাই কোয়ালিটির ছবি এডিট করার জন্য স্ন্যাপডিসের জুড়ি নেই একদমই। এই অ্যাপটির ফিল্টারের পাশাপাশি ২৯ টি টুলস থাকে, যার মাধ্যমে একটি ছবি বিভিন্ন আইটেমে এডিটিং করা সহজ হয়ে থাকে।এটি তে ২৯ টি টুলসের মধ্যে থাকে সিলেকশন টুলস যেটির সাহায্যে ফটোর নির্দিষ্ট অংশ মার্ক করে এডিট করা যায়। গুগলের ডেভলপ করা এই অ্যাপটি একদম ফ্রি অর্থাৎ এটার কোন প্রিমিয়ার ভার্সন নেই। এটি সাধারনত ১০০ মিলিয়নের বেশি ইনস্টল হয়েছে।

Lightroom


ফটো এডিটিং জগতে সেরা অ্যাপের কথা বলতে গেলে এই অ্যাপটিকে বাদ দিয়ে তো কথাই বলা যাবে না। এটি অনেক মান সম্মত একটি ভালোমানের অ্যাপ হয়ে থাকে। মূলত Adobe Lightroom CC এর মোবাইল ভার্সন হচ্ছে এই Lightroom এই অ্যপটি। নামের সাথে সাধারনত এর ফিচারের মিল রয়েছে, এই অ্যাপে ফটোর আলো নিয়ে খেলা হয়ে থাকে।বিশেষ করে এই অ্যাপটির যে সমস্ত প্রিসেট গুলো রয়েছে তা আমাদের মধ্যে অনেক তরুনদের মধ্যে জনপ্রিয় হয়ে থাকে। এতে “র” (raw) ফাইল এডিট করা যাবে বলে এই অ্যাপের এডিটিং কোয়ালিটি লস থাকে না। এই অ্যপের যে ফিচারগুলো মানুষের মধ্যে বেশি ব্যবহার করতে দেখা যায় সেটি হল প্রিসেট, হিলিং টুল, সিলেকটিভ, নয়েস রিডাকশন টুল ইত্যাদি।বিশেষ করে আমাদের মধ্যে যারা ফটো গ্রাফি করে থাকে তাদের তো একটি ফটো মধ্যে অসংখ্য কালার টুল ব্যবহার করা প্রয়োজনীয় হয়ে যায় তাদের এই অ্যাপটি বিশেষ দরকার হয়ে থাকে।

Pixellab


মোবাইলের ফটো এডিটিং ও ফটো তে লেখালেখি করতে যে অ্যাপটির চাহিদা দিন দিন বেড়েই চলছে সেটি হলো Pixellab ফটো এডিটিং অ্যাপ।ব্যাক্তিগত ভাবে এই অ্যাপটি মানুষের অনেক প্রিয় হয়ে থাকে।আমরা যদি সেরা মোবাইল ফটো এডিটিং অ্যাপের কথা ভাবি তাহলে আমাদের কাছে এটির নাম আসবেই।বিশেষ করে ব্লগে যেসব ব্যানার পোস্ট থাম্বনেইন দেখেন সেগুলো বেশিভাগই এই অ্যাপের দ্বারা বানানো হয়ে থাকে।তবে এখান থেকে আপনি সিম্পল ক্যালার গ্রেডিং ,ক্রপ সাইজ, এগুলো খুব ভালোভাবেই করা যাবে।এই অ্যাপের মাধ্যমে সাধারন টেক্স থেকে শুরু করে লেগো ডিজাইন, ব্যানার ডিজাইন, আরও অনেক কাজই হয়ে থাকে।এটি ৫০ মিলিয়নের বেশি মানুষ ইনেসটল করে থাকে।এটি আমাদের ফটো এডিটিংয়ের কাজকে অনেক বেশি ভালো মানের করে দেয়।

B162


মোবাইলের সেরা সেরা ফোটো এডিটিংয়ের কাজ করতে গেলে এই অ্যাপটি নামের কথা আমাদের জানা উচিত। তবে এটির মাধ্যমে আপনি আপনার তোলা সেল্ফিকে অতি দ্রুত এডিট করতে পারবেন।এটিতে রয়েছে প্রায় শতাধিক আকর্ষনীয় ফিল্টার ও এডিটিং টুলস।আর সবথেকে বড় কথা যে এটির সাহায্যে আপনি রিয়েলটাইম বিউটি ইফেক্ট এ ছবি তোলা যায় আর এই ছবি হয়ে ওঠে প্রায় প্রাণবন্ত। এছাড়া গ্যালারি যেকোন ফটো আপনি বিউটি ইফেক্ট ব্যবহার করে এডিট করতে পারবেন।এই অ্যাপটি সাধারনত মেয়েদের কাছে খুব বেশি জনপ্রিয় হয়ে থাকে এতে রয়েছে ইনস্ট্যান্ট মেকাপ সুবিধা। তাছাড়াও এখানে রয়েছে হাজারো টুলস স্টিকার সহ আরও অনেক কিছু। এটির প্রায় ৫০০ মিলিয়নের বেশি মানুষ ইনস্টল করে থাকে।

AirBrush : Easy photo editor


আপনি যদি আপনার ছবিকে আকর্ষনীয় ও সুন্দর করে এডিট করতে চান তাহলে এই সেরা অ্যাপটির কথা তো ভূলে গেলে চলবে না।এটিতে আপনি অনেক ধরনের টুলস পাবেন যা দ্বারা আপনি আপনার ফটোকে খুব ভালোভাবে আপনি আপনার ইচ্ছে মতন সাজিয়ে নিতে পারবেন। এটি এখন অনেক মানুষই ব্যবহার করে আসছে।এটিতে আপনি যে সমস্ত টুলস পাবেন সেগুলো হলো:পারফেক্ট এসমুথ স্কিন,ওয়াইট টেনথ, ব্রাইটনেস সহ আরও বেশ কিছু।

PhotoDirector


বর্তমান যদি আমরা আমাদের ফটো এডিটিং অ্যাপ সম্পর্কে আলোচনা করে থাকি তাহলে এই অ্যাপটির কথাও উঠে আসবে। এটিও মোবাইল ফটো এডিটিং জগতের অনেক ভালো মানের একটি অ্যাপ।এটি দিয়ে আমরা আমাদের ফটো সমূহকে অনেক ভালো ভাবে সুন্দর করে সাজিয়ে নিতে পারবো। আমাদের ফটো এডিটিং কে অনেক আকর্ষনীয় করে তুলতে পারে এই অ্যাপটি। এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ও ভালো মানের ফটো এডিটিং অ্যাপ।এটিতে অসংখ্যা টুলস রয়েছে যেমন; ফিল্টার, লাইট ফিল্টার ইফেক্ট, ব্রাইটেন পিকচার,
ক্যালার এডিটিং , এইচডিআর লেয়ার সেটিং সহ আরও অনেক কিছু আছে।আর এজন্য এটি আমাদের ফটো এডিটিংয়ের জগতে সেরা অ্যাপের তালিকায় হয়ে থাকে।

এই সময় মোবাইল আমাদের জীবনে অধিক প্রয়োজনীয় একটি জিনিস হয়ে থাকে।বর্তমান সময় আমরা কম বেশি প্রত্যেকে মোবাইল ব্যাবহার করে থাকি।

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

The post ফটো এডিটিং এর সেরা ৭ টি অ্যাপ [বিস্তারিত] appeared first on Trickbd.com.

Free Fire গেইমে screen Record এ ফোন ল্যাগ করে? দেখে নিন কিভাবে ল্যাগ ছাড়া স্ক্রিন রেকর্ড করবেন।

Posted:

আমরা অনেকেই আছি কম র‍্যাম এর ডিভাইস চালাই। আবার বেশি র‍্যাম এর ফোন ও চালাই কিন্তু ফ্রি ফায়ার অনেক ক্ষন যাবত খেলার কারনে স্ক্রীন রেকর্ডে অনেক ল্যাগ করে ল্যাগের কারনে ভালো ভাবে খেলা যায় না। বলতে গেলে হ্যাং হয়ে যায়।

তাদের জন্য সহজ একটা পদ্ধতি দিয়েছে ফ্রি ফায়ার।
তো চলুন দেখি কিভাবে করবো।
Screenshot. অনুযায়ী করুন।



তারপর এই অপশন টি অন করুন।

এখন যেকোন একটি মোডের গেইম খেলুন।
গেইমের শেষে এই সেইভে ক্লিক করুন।

এখন আবার আগের জায়গায় দেখুন ভিডিও সেইভ হয়ে আছে।


এখান থেকে প্লে করুন।
প্লে করে স্ক্রিন রেকর্ড করে নিন।

দেখুন।

এখানে আপনি চাইলে স্পীড বাড়িয়েও দেখতে পারবেন রেকর্ড করতে পারবেন

আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট।
আর কম দামে wapkiz সাইট বানাতে চাইলে আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিতে পারেন 🥰

Our FaceBook Page

BDBoighor.com

Our Youtube Channel

The post Free Fire গেইমে screen Record এ ফোন ল্যাগ করে? দেখে নিন কিভাবে ল্যাগ ছাড়া স্ক্রিন রেকর্ড করবেন। appeared first on Trickbd.com.

নিয়ে নিন অসাধারণ একটি ডাউনলোড সাইট থিম [Didarbd site theme, review+link]

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াবো না সরাসরি পোস্টের কথাতে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে আপনাদের উদ্দেশ্যে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে www.didarbd .wapkiz.com ওয়াপকিজ সাইটটির থিম শেয়ার করতে যাচ্ছি ।

আমি আগেই বলেছি যে আজ আমি আপনাদেরকে www.didarbd. wapkiz.com ওয়াপকিজ সাইটটির পুরাতন থিম শেয়ার করতে যাচ্ছি । থিমটি আমি .wapkiztpl আকারেই আপনাদেরকে দিব । থিমটির লাইভ ডেমো দেখতে নিচের লেখা লাইভ ডেমো অপশনে ক্লিক করুন ।

Live demo

ট্রিকবিডিতে এই থিমটির রিভিউ দেওয়ার আগে কিছু কথা বলে রাখি । এই থিমটি দেখলে যে কেউ নিতে চাইবে । আপনারা কেউ এই থিমটি নিয়ে ব্যাবসা করবেন না । আমি এই থিমটি একজনের কাছ থেকে কিনেছিলাম । এখন আমি এই থিমটি আপনাদেরকে ফ্রিতে দিলাম । এখন অনেকেই আছে মানুষকে সাহায্য করতে চাই না । তাই তাদের উদ্দেশ্যে আমি আজকে কথাটি বললাম । আপনারা দয়া করে থিমটি বিনামূল্যে দিবেন ।

থিম রিভিউ :-

থিমটিতে অসাধারণ Header & Footer স্ক্রিপট ব্যাবহার করা হয়েছে । থিমটিতে অসাধারণ CSS ব্যাবহার করা রয়েছে । শুধু তাই নয় লেটেস্ট আপডেটেও রয়েছে নানা পরিবতন । ডাউনলোড পেজেও কিছু পরিবতন রয়েছে । ডাউনলোড পেজেও রয়েছে কিছু পরিবতন । এছাড়া সাইটদের ইউজারদের জন্য লগ আউট সিস্টেম রাখা হয়েছে যা সব সাইটে পাওয়া যায় না । সবোপরি এটি একটি ডাউনলোড সাইটের জন্য সেরা একটি থিম । আপনারা যার ওয়াপকিজ সাইট ডিজাইন করতে পারেন তারা এই থিমটি নিয়ে রাখতে পারেন । কারণ আপনারা নানা ফিচার যুক্ত করতে পারবেন । আবার এখান থেকে কিছু গুরুত্বপূণ কোড রাখতে পারেন । সাইটির লাইভ ডেমো দেখলেই আপনারা বুঝতে পারবেন । আর সাইটটির ছবি আমি নিচে দিলাম । আপনারা দেখতে পারেন । সাইটটির থিম পোস্টের শেষে দেওয়া হবে । থিম সাইয মাত্র ২৪কেবি ।

Download the theme now

Robi axita ltd অর্থাৎ রবি সিম কোম্পানির Robi Alpha অ্যাপে প্রতি রেফারে দিচ্ছে ২৫ টাকা বোনাস। শুধু Robi এবং Airtel সিমের জন্য। Don’t miss

Posted:

আসসালামুআলাইকুম বন্ধুরা ।
কেমন আছেন সবাই?
আশা করি সকলেই অনেক অনেক ভাল আছেন । স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন পোস্টে।

রবি আলফা এটা হচ্ছে আমাদের সবার প্রিয় রবি সিম কোম্পানির একটি অ্যাপ্লিকেশন,প্রথমেই বলে রাখি এটা কোন ফেক অ্যাপ না । যেহেতু এটি রবি কোম্পানি নিজে লঞ্চ করেছে সো এপ্লিকেশন টি কখনো ফেক হতে পারে না। দেখে নিন প্লে স্টোরে এর প্রমাণ

রবি কোম্পানির এই অ্যাপে একটি অফার করেছে।
প্রতি রেফারে আপনি 10 টাকা করে পাবেন এবং সে যদি না নিজের একাউন্টে ব্যালেন্স এড করে মানে বিকাশ বা নগদ বা অন্য যেকোনো অ্যাকাউন্ট থেকে নিজের আলফা ওয়ালেটে ব্যালেন্স এড করে তাহলে আপনি আরও 15 টাকা পাবেন ।
অর্থাৎ একটি রেফার করলেই 25 টাকা পর্যন্ত ইনকাম করে নিতে পারবেন। যেহেতু অ্যাপটি রবি কোম্পানির তাই এখান থেকে হান্ডেট পার্সেন্ট পেমেন্ট এর নিশ্চয়তা থাকছে । এখন বাকিটা আপনার ইচ্ছা আপনি অ্যাপটি তে রেফার করবেন কি করবেন না








এবার আসি কাজের কথায় ।

আপনার ফোনে থাকা প্লে স্টোর ওপেন করুন এবং সার্চ করুন Robi Alpha লিখে ।

ইনস্টল করা হয়ে গেলে আপনি ওপেন করুন । ওপেন করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে ক্রিয়েট নিউ একাউন্ট এর উপর ক্লিক করুন।

এবার আপনার মোবাইল নাম্বারটা দিন এবং গেট ওটিপি লেখার উপর ক্লিক করুন (এখানে আপনি শুধুমাত্র রবি এবং এয়ারটেল নাম্বার ব্যবহার করতে পারবেন)

আপনার মোবাইলে ওটিপি কোড আসবে আপনি ছয় সংখ্যার কোড বসিয়ে সাবমিটে ক্লিক করে ভেরিফাই করে নিবেন।

আমার রেফার কোড wlfasz









এটি ভালোভাবে পড়ে নিন






এবার আসি আপনি কিভাবে রেফার করবেন

প্রথমেই মেনুতে ক্লিক করে মাই প্রোফাইলে ক্লিক করুন । এখানে আপনি আপনার রেফারেল কোডটি পেয়ে যাবেন, এবং কয়টা রেফার করেছেন সেটিও দেখতে পাবেন।

বিশেষ দ্রষ্টব্য:আপনি যতগুলো রেফার করবেন সবগুলো রেফারের টাকা আপনার একাউন্টে 5 থেকে 15 ডিসেম্বরের মধ্যে এড হয়ে যাবে ।এই টাকা আপনি চাইলে যে কাউকে ফ্লেক্সিলোড করে দিতে পারবেন কিংবা আপনি আপনার নিজের অ্যাকাউন্টে ফ্লেক্সিলোড হিসেবে নিতে পারবেন ।

সো আজকে এই পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।

The post Robi axita ltd অর্থাৎ রবি সিম কোম্পানির Robi Alpha অ্যাপে প্রতি রেফারে দিচ্ছে ২৫ টাকা বোনাস। শুধু Robi এবং Airtel সিমের জন্য। Don't miss appeared first on Trickbd.com.

ইউটিউব চ্যানেল থেকে আয় করার দুটি সেরা উপায় (সবসময়ের জন্য)

Posted:

অনকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয়
নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে কিভাবে আপনারা ইউটিউব থেকে ইনকাম করবেন । সম্পূণ পোস্টটি পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবেন । আশা করি সকলে বুঝতে পারবেন এবং সম্পূণ পোস্টটি পড়বেন ।

ইউটিউব থেকে ইনকাম করার উপায় সমূহ :-

ইউটিউব থেকে ইনকাম করার জন্য আপনাকে একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে । আর ইউটিউব চ্যানেলে প্রচুর “subscribe” থাকতে হবে । প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করতে হবে ।প্রতিদিনের ভিডিওতে লাইক,ভিউজ,কমেন্ট বাড়াতে হবে । তাহলে আপনি সহজেই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন । আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও অবশ্যয় কপি মুক্ত হতে হবে । কোন ফেসবুকের ভিডিও,ইউটিউবের ভিডিও ডাউনলোড করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিলে তা কপি হয়ে যাবে এবং গুগল কপি ধরবে । ইউটিউব থেকে ২টি উপায়ে ইনকাম করার ট্রিক বলব আজকের পোস্টে । এই দুটি উপায় হলো :-গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা আয় এবং পন্য বিক্রি করে টাকা আয় । এই দুটি উপায়েই বেশির ভাগ ইউটিউবাররা ইনকাম করে থাকে । এ ব্যাপারে বিস্তারিত নিচে দেওয়া হলো :-

পন্য বিক্রিয় করে ইউটিউব থেকে আয় :-

ইউটিউব থেকে ইনকামের একটি উপায় হলো পন্য বিক্রি করে আয় । এটির প্রচলন খুবই কম । যেমন আপনি ইউটিউবের ভিডিওতে কোন পন্য বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিলেন এবং তা কেনার জন্য যোগাযোগের ঠিকানা দিলেন । এতে করে যদি কেউ পন্যটি কিনতে চায় তবে তা আপনি সহজে বিক্রি করে দিতে পারবেন । এতে আপনার লাভও থাকতে পারে । এছাড়া অন্যের পন্যও এভাবে বিক্রি করে দিতে পারবেন । তবে এতে পন্য বিক্রি হতেও পারে আবার নাও হতে পারে কারণ সবার পন্যটি পছন্দ নাও হতে পারে । তাই বিশ্বাসের সাথে এবং মানবতার সাথে কাজটি করতে হবে ।

গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইউটিউব থেকে টাকা ইনকাম :-

ইউটিউব থেকে টাকা আয় করার সবোৎকৃষ্ট উপায় হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আয় । গুগল এডসেন্সের মাধ্যমেই আমাদের দেশের বেশির ভাগ লোক ইনকাম করে থেকে । গুগল যখন ইউটিউবকে কিনে নেয় তখন এই সিস্টেম চালু করা হয় । এখনও এই ব্যাবস্থাটি চালু রয়েছে । গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আপনি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন । এতে আপনার বেশি কষ্টও হবে না আর লসও হবে না । গুগল থেকে ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্স নিতে আপনার করণীয় কিন্তু কম নয় । কপি মুক্ত ভিডিও এবং সাইটের ভিজিটর বাড়ানোর কোন বিকল্প নেই । গুগল অ্যাডসেন্সের থেকে টাকা ইনকাম হবে গুগল থেকে দেওয়া এডের ক্লিকের মাধ্যমে এবং এডে ভিউয়ের মাধ্যমে । ইউটিউব থেকে ইনকামের টাকা আপনারা গুগলে এডসেন্স একাউন্টে জমা হবে । ১০ডলার হলে আপনি টাকা ব্যাংক একাউন্টে নিতে পারবেন । ১০০ ডলার হলে অটোমেটিক আপনার ব্যাক একাউন্টে ট্রান্সফার হয়ে যাবে ।

তো জেনে গেলেন ইউটিউব থেকে ইনকাম করার টিপসটি । আশা করি আপনার পোস্টটি ভালো লেগেছে । আপনার ভালো লাগলে কমেন্ট করবেন ।

The post ইউটিউব চ্যানেল থেকে আয় করার দুটি সেরা উপায় (সবসময়ের জন্য) appeared first on Trickbd.com.

breaking bad সর্বকালের সেরা টিভি সিরিজ রিভিউ (এইচডি ডাউনলোড লিঙ্ক)

Posted:

-নো স্পয়লার –
🚫টোটাল সিজন:৫
🚫টোটাল এপিসোড:৬২
🚫আইএমডিবি রেটিং:
🚫পার্সোনাল রেটিং:❣💯/১০

রাস্তা দিয়ে একটি গাড়ি এলোপাতাড়ি চলছে।আর এই গাড়ির মধ্যে চারজনের মাস্ক পরিহিত‌।গাড়িটি হঠাৎ এক রাস্তার পাশে একটা জায়গায় গিয়ে থামলো। তারপর গাড়ি থেকে বেড়িয়ে আসে এক লোক,যার পরনে একটি শার্ট আর আন্ডারওয়্যার। গাড়ি থেকে বেড়িয়ে মাস্ক খুলে রাস্তায় গিয়ে একটা গুলি নিয়ে দাঁড়িয়ে থাকলো সে ।
ব্যস!এভাবেই শুরু হয়েছিল ওয়ান অফ দা গ্ৰ্যাটেস্ট ও বেস্ট ও সাড়া জাগানো ওয়েব সিরিজ (Breaking Bad)ব্রেকিং ব্যাড এর।
এই সিরিজটি নিয়ে যতই বলব বা আলোচনা করব ততই কম হবে। একটা সিরিজ এতোটা নিখুঁত কেমনে হয়।
সিনেমাটোগ্রাফি,স্কিনপ্লে, বিজিএম,স্টোরি ও অভিনয় সবকিছুই প্রশংসার দাবিদার।আর সবচেয়ে ভালো লাগার অংশটা হচ্ছে সিরিজটির এন্ডিং, আমার দেখা অনেক সিরিজেরই এন্ডিং ছিল হতাশাজনক। কিন্তু এই ওয়েব সিরিজটির এন্ডিংটা ছিল অনেক তৃপ্তিময়।

আর এই ওয়েব সিরিজটির চরিত্রে নিয়ে কথা না বললেই নয়।প্রত্যেকটি চরিত্র আমার মনে গেঁথে গেছে।আর এর মধ্যে আমার পছন্দের কয়েকটা চরিত্র নিয়ে নিচে আলোচনা করবো:

(১)ওয়াল্টার হোয়াইট(Walter Whites):BB ওয়েব সিরিজের প্রানবিন্দু ওয়াল্টার হোয়াইট(Walter Whites)। যাকে ছাড়া ফিকে ছিল ব্রেকিং ব্যাড। আমি এই পর্যন্ত যতটা ওয়েব সিরিজ দেখেছি তার এর মধ্যে সবচেয়ে সেরার লিস্টে থাকবেন ওয়াল্টার হোয়াইট(Walter Whites)।

(২)জেসি পিঙ্কম্যান(Jesse Pinkman): আবেগ,ভালোবাসা,রাগ,ক্ষোভ সব মিলিয়েই জেসি পিঙ্কম্যান(Jesse Pinkman) চরিত্রটি।জেসি ছাড়াও অসম্ভব ছিল ব্রেকিং ব্যাড।

(৩)হ্যাংক শ্রেডার (Hank Schrader):ওয়াল্টার এর ব্রাদার ইন ল। আমার কাছে এই সিরিজের সবচেয়ে পারফেক্ট একটা চরিত্র। একজন পুলিশ অফিসার কতটা ভালো হতে পারে আপনারা এই ওয়েব সিরিজটি দেখলে বুঝতে পারবেন,এমনকি নিশ্চিত মৃত্যু জেনেও শত্রুর সামনে মাথা নত করেনি হ্যাংক।

(৪)সল গুডম্যান(Saul Goodman):কথাবার্তায় জোকার মনে হলেও ধূর্ত এক আইনজীবী।তার প্রতিটা উক্তি ছিল ইমপ্যাক্টফুল।

(৫) গুস্তাভো ফ্রিং(Gustavo/Gus fring): অতি চালাক চতুর এই ব্যাক্তিটি। প্রথম দেখার পর মনে মনে হতে পারে তার মতো সহজ সরল মানুষ অনেক কম। কিন্তু যত সময় যাবে বুঝতে পারবেন গুস্তাভো ফ্রিং(Gustavo/Gus fring) কী ধরনের মানুষ।

(6)মাইক আরমেনট্রাঊট(Mike Ehmantraut): অনেক ভালো লেগেছে এই কারেক্টারটা।ঠান্ডা মাথার খুনী। কয়েকটি অ্যাকশন দৃশ্যে তার অভিনয় দেখে আমি মুগ্ধ।

এই ছিল ব্রেকিং ব্যাড (Breaking Bad) ওয়েব সিরিজ আমার পছন্দের কয়েকটা চরিত্রের লিস্ট।

এই সিরিজটির প্লট নিয়ে আমি কিছুই আলোচনা করবো না। একটা কথাই বলবো যারা এখনো দেখেননি, অতি শীঘ্রই দেখে নিন।
সর্বশেষ,এই সিরিজটি দেখে একটা শিক্ষনীয় বিষয় জানতে পারলাম যেটা আমার খুব ভালো লেগেছে তা হলো।
আর তা হলো মিথ্যা কখনো চাপা থাকেনা।আর একটা মিথ্যাকে সত্য দিয়ে ঢাকতে হলে হাজারটা মিথ্যার জন্ম দিতে হয়। যা দিনশেষে এক ভয়ানক পরিস্থিতিতে পরিনত হয়।

এই সিরিজের ডাউনলোড লিঙ্কঃ

season 1

season 2

season 3

season 4

season 5

যারা ইংরেজি কম বুঝেন তাদের জন্য সব এপিসোডের বাংলা সাবটাইটেল Breaking Bad Bangla Subtitle

লেখা শেষ করব সিরিজটিতে ব্যাবহার করা পছন্দের একটা লাইন দিয়ে:
"I am not in danger. I am the danger.

The post breaking bad সর্বকালের সেরা টিভি সিরিজ রিভিউ (এইচডি ডাউনলোড লিঙ্ক) appeared first on Trickbd.com.

ইউটিউব থেকে আয় ২০২২ ( ৮ টি উপায়ে )

Posted: 23 Nov 2021 06:30 AM PST

ইউটিউব থেকে আয় নিয়ে আমাদের অনেকের বিভ্রান্তি আছে। আমাদের মধ্যে অনেকেই জানেনা কিভাবে ইউটিউব থেকে আয় করতে হয়। আজ আমি আপনাদের এই বিভ্রান্তি গুলো দুর করার চেষ্টা করবো। আজ আমি আলোচনা করবো কিভাবে ইউটিউব থেকে আয় করা যায়। তো বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করি

ইউটিউব থেকে আয়

১. গুগল এডসেন্স

অনেকে মনে করে ইউটিউব ভিডিওতে শুধু ভিউ আসলেই আয়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। ইউটিউব থেকে বেশিরভাগ আয় হয় গুগল এডসেন্সের মাধ্যমে। গুগল আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখাবে এবং সেই বিজ্ঞাপনের উপর যত ক্লিক পড়বে তত আয় হবে। তবে গুগল এডসেন্স পেতে হলে আপনাকে ইউটিউব থেকে মনিটাইজেশন পেতে হবে। মনিটাইজেশন পাওয়ার জন্য আবার ইউটিউবের কিছু শর্ত আছে। চলুন ইউটিউবের মনিটাইজেশন শর্ত গুলো দেখে নিই।

ইউটিউবের মনিটাইজেশন শর্ত:-

  • প্রথমে আপনার চ্যানেলে কমপক্ষে ১০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে।
  • এরপর ৪০০০ ঘন্টা ওয়াচটাইম আপনাকে পুরন করা লাগবে।
  • আপনার ভিডিও গুলো ইউটিউবের মনিটাইজেশন পলিসি অনুযায়ী হতে হবে।

এই শর্ত গুলো আপনি পুরন করতে পারলে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। এরপর ইউটিউব আপনার চ্যানেল রিভিউ করবে এবং মনিটাইজেশন পাওয়ার মতো হলে দিয়ে দেবে। মনিটাইজেশন পাওয়ার পর ইউটিউব আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখাবে এবং সেই বিজ্ঞাপনে ক্লিক ও ইম্প্রেশনের উপর ভিত্তি করে আপনার এডসেন্স একাউন্টে অর্থ জমা হবে। তবে মনিটাইজেশন পাওয়ার পরেই আপনি টাকা পেয়ে যাবেন তা কিন্তু নয়। প্রথমে আপনার এডসেন্স একাউন্টে দশ ডলার পুর্ন হওয়ার উপর আপনার পোস্ট অফিসের ঠিকানাই ইউটিউব একটি এড্রেস ভেরিফিকেশন পিন পাঠাবে। পোস্ট অফিসের এড্রেস আপনাকে দেওয়া লাগবে। সেই কোড আপনার এডসেন্স একাউন্টে বসিয়ে এড্রেস ভেরিফাই করতে হবে। এরপর আপনার একাউন্টে একশ ডলার পুর্ন হলে তারপর আপনি ব্যাঙ্ক একাউন্ট অ্যাড করতে পারবেন এবং সেই একাউন্টে ইউটিউব টাকা পাঠিয়ে দেবে। তবে এমন ব্যাঙ্ক একাউন্ট হতে হবে যার মাধ্যমে ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার করা যায়। পরবর্তীতে প্রত্যেক মাসে ইউটিউব অটোমেটিক আপনার একাউন্টে টাকা পাঠিয়ে দেবে। এভাবেই ইউটিউব থেকে এডসেন্সের মাধ্যমে আয় হয়। আশাকরি আপনাদের বিভ্রান্তি কিছুটা দুর করতে পেরেছি।

২. স্পন্সর

গুগল এডসেন্সের পরে ইউটিউব থেকে আয়ের আরেকটি উপায় হলো স্পন্সর নিয়ে আয়। কিছু ছোট বড় কোম্পানি যাদের পন্য এখনো প্রচার হয়নি তারা তাদের পন্য প্রচারের জন্য বিজ্ঞাপন অথবা স্পন্সর দিয়ে থাকে। তবে স্পন্সর দেওয়ার মাধ্যমে পন্যের প্রচার অনেক বেশি হয়। তবে এর জন্য আপনার চ্যানেলের কন্টেন্ট অনেক জনপ্রিয় হতে হবে। কারন জনপ্রিয় না হলে কেউ আপনাকে স্পন্সর দেবে না। আবার যে কোম্পানি স্পন্সর দেবে সেই কোম্পানি যেনো আপনার সাথে যোগাযোগ করতে পারে তার একটি সিস্টেম থাকতে হবে। স্পন্সর পেলে একসাথে অনেক ভালো পরিমাণে আয় হয়।

৩. আফিলিয়েট মার্কেটিং

ইউটিউব থেকে বর্তমানে আফিলিয়েট মার্কেটিং করে অনেকেই আয় করছে। যাদের চ্যানেলে প্রচুর ভিউ এবং সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু মনিটাইজেশন পায়নি তারা সাধারণত আফিলিয়েট মার্কেটিং করে আয় করে। বর্তমানে এমাজন আফিলিয়েট মার্কেটিং নেটওয়ার্কের মধ্যে সবথেকে জনপ্রিয়। এখন প্রশ্ন হলো আফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আয় হয়? প্রথমে আপনাকে এমাজন আফিলিয়েট মার্কেটিং এ সাইন আপ করতে হবে। এরপর প্রতিটা পন্যের একটি আফিলিয়েট লিংক আপনাকে দেওয়া হবে। সেই লিংক থেকে যদি কেও পন্য কিনে তাহলে আপনি সেই পন্যের উপর নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন। যদি চ্যানেল অনেক জনপ্রিয় হয় তাহলে আফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনেক টাকা আয় করা যায়।

৪. নিজস্ব বিজনেস প্রমোশন

আপনার যদি ছোট খাটো ব্যবসা থাকে এবং সাথে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেলের মাধ্যমে নিজের ব্যবসা প্রচার করতে পারেন। ব্যবসা অনলাইন ভিত্তিক হলে সবথেকে ভালো হয়। নিজস্ব ব্যবসা আপনি আপনার চ্যানেলের প্রচার করতে পারেন এবং সেই ব্যবসা থেকে আয় করতে পারবেন। অনেকে আছে যারা ছোট খাটো অনলাইন ভিত্তিক ব্যবসা শুরু করে নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করে। যদি ভালো প্রচার হয় তাহলে আপনার ব্যবসা আস্তে আস্তে বড় হবে এবং পরবর্তীতে ব্যবসাটি প্রতিষ্ঠিত হয়ে যাবে। তবে প্রচারের পাশাপাশি ভালো সার্ভিস না দিলে আপনার ব্যবসা বেশিদিন টিকতে পারবেন। অতএব ভালো সার্ভিস নিজের ছোট্ট অনলাইন ভিত্তিক বিজনেস ইউটিউবের মাধ্যমে প্রচার করুন এবং মুনাফা আয় করুন।

৫. সুপার চ্যাট

বর্তমানে এটি বাংলাদেশে ব্যবহার যোগ্য না। তবে আশা করা যায় একদিন বাংলাদেশ থেকেও সুপার চ্যাটের মাধ্যমে আয় করা যাবে। যারা লাইভস্ট্রিম করে তাদের জন্য ইউটিউব সুপার চ্যাটের মাধ্যমে আয় করার সুযোগ করে দিয়েছে। প্রশ্ন হতে পারে সুপার চ্যাট কি? যখন লাইভস্ট্রিম করা হয় তখন বহু লোক লাইভ চ্যাট করে। একসাথে অনেক মানুষ চ্যাট করার কারনে যে লাইভস্ট্রিম করে সে সবার চ্যাটের রিপ্লাই দিতে পারে না। তবে সুপার চ্যাটের মাধ্যমে একজন ভিজিটর কিছু টাকা দিয়ে নিজের কমেন্ট লিখতে পারে যা সরাসরি লাইভস্ট্রিমারের কাছে পৌছায়। ভিজিটর যত টাকা দিয়ে কমেন্ট করবে তার মতামত ততক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে এবং সেই কমেন্ট ইউটিউব অন্য কালারে ও হাইলাইট করে রাখবে। সাধারণত যারা গেম লাইভস্ট্রিম করে তারা এভাবে আয় করে। সুপার চ্যাট থেকে আশা অর্থের বেশিরভাগ চ্যানেল কর্তৃপক্ষ পায় এবং কিছু অংশ ইউটিউব রেখে দেই। তবে দুঃখের বিষয় হলো এটি বাংলাদেশে এখনো চালু হয়নি। তবে বাংলাদেশে পেইপাল যেহেতু চালু হবে তাই সুপার চ্যাট চালু হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

৬. ইউটিউব শর্টস্

ইউটিউবের সাম্প্রতিক সময়ের বড় আপডেটের মধ্যে ইউটিউব শর্টস্ অন্যতম। আমরা অনেকেই টিকটক দেখতে পছন্দ করি। আমরা যেমন টিকটকে কম দৈর্ঘ্যের ভিডিও দেখি ঠিক তেমনি ইউটিউব শর্টস্ এ কম দৈর্ঘ্যের ভিডিও দেখা যায়। ইউটিউব শর্টস্ এর মাধ্যমেও আয় করা যায়। তবে এই ফিচারটি বাংলাদেশে ব্যবহার যোগ্য নয়। আপনার চ্যানেলে শুন্য সাবস্ক্রাইবার থাকলেও আপনি ইউটিউব শর্টস্ এর মাধ্যমে আয় করতে পারবেন। এমনকি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন না থাকলেও। এখন প্রশ্ন হলো ইউটিউব শর্টস্ এর মাধ্যমে কিভাবে আয় হয়? আপনি যদি ইউটিউবে শর্টস্ ভিডিও আপলোড দেন তাহলে মাস শেষে আপনার ভিডিওর ভিউ অনুযায়ী আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে। তবে ভিডিওতে যত ভিউ পাবেন আপনার রিওয়ার্ডের অর্থের পরিমাণ তত বাড়বে। রিওয়ার্ড হিসেবে সর্বোচ্চ সাত লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। বর্তমানে অনেক বড় বড় চ্যানেল পর্যন্ত ইউটিউবে শর্টস্ আপলোড করছে। এর জন্য শুধু কপিরাইট মুক্ত নিজের কন্টেন্ট হলেই চলবে। আবার আপনাকে কষ্ট করে বড় বড় ভিডিও তৈরি করা লাগছে না। টিকটকের মতো ইউটিউব শর্টস্ এ শর্ট ভিডিও আপলোড করে এভাবে আয় করতে পারবেন। এখন রিওয়ার্ড হিসেবে ইউটিউব আপনাকে যে টাকা দেবে সেটা হাতে পাবেন কিভাবে? যখন আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে সেটা ইমেইলের মাধ্যমে ইউটিউব আপনাকে জানিয়ে দেবে। এরপর সেটি আপনাকে ক্লেইম করতে হবে। ক্লেইম করার পর আপনার এডসেন্স একাউন্টে সেটি জমা হবে। যদি এডসেন্স একাউন্টে না থাকে তাহলে ইউটিউব এডসেন্স একাউ খুলতে বলবে। পরে আপনি এডসেন্স থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

৭. শর্টলিংক

নতুন চ্যানেলের ক্ষেত্রে এটি ইউটিউব থেকে আয়ের একটি পদ্ধতি হতে পারে। বর্তমানে অনেক লেজিট শর্টলিংক সাইট আছে যার লিংকে ক্লিক পড়লে তার জন্য টাকা দেই। এখন প্রশ্ন হতে পারে শর্টলিংক সাইট কি? শর্টলিংক সাইট হলো এমন এক প্রকারের সাইট যেখানে বড় বড় লিংক ছোট করা হয়। আমরা যখন কোনো ওয়েবসাইটের লিংক কপি করি তখন সেটা অনেক বড় দেখাই এবং দেখতে খারাপ লাগে। তাই এসব সাইটের মাধ্যমে লিংক ছোট করা হয়। কিছু সাইট আছে যেগুলো সেই সাইট থেকে ছোট করা লিংকে ক্লিক করলে আপনাকে টাকা দেবে। এরকম সাইট থেকে সাধারণত খুব বেশি আয় হয় না। তবে পার্শ্ব আয় হিসেবে শর্টলিংকের মাধ্যমে আয় করতে পারেন।

৮. রেফার

বর্তমানে অনেক অ্যাপ বা ওয়েবসাইট আছে যেখানে রেফার করার মাধ্যমে আয় করা যায়। রেফার করার মাধ্যমে সাধারণত অনেক বেশি আয় হয়। রেফার এবং আফিলিয়েট মার্কেটিং প্রায় একই কিন্তু আফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে কেও একজন যখন পন্য কিনবে তার উপর কমিশন দেওয়া হয়। তবে রেফার করার ক্ষেত্রে শুধু লিংকে ক্লিক করে সাইন আপ করলেই আপনি কমিশন পাবেন। বর্তমানে এটি অনেক জনপ্রিয় পদ্ধতি। বিশেষ করে যাদের অনলাইন আয় বিষয়ক চ্যানেল আছে তারা এভাবে আয় করে। আপনিও যদি অনলাইন আয় বিষয়ক টিপস শেয়ার করে থাকেন তাহলে এভাবে আয় করতে পারেন।

এই ছিল আমাদের আজকের আলোচনা। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো।

ধন্যবাদ সবাইকে

The post ইউটিউব থেকে আয় ২০২২ ( ৮ টি উপায়ে ) appeared first on Trickbd.com.

এখন Robi-Airtel সিমে Free Facebook চালান কোনো ধরনের MB ছাড়া সাথে discoverapp এর জন্য প্রতিদিন 15 MB Free.!!

Posted:

এখন Robi-Airtel সিমে ডেটা শেষ হয়ে গেলেও আপনি টেক্সট-অনলি ফেসবুক ইউজ করতে পারবেন যতক্ষণ না আপনি আবার ডেটা ক্রয় করেন৷ যখন আপনার ডেটা ব্যালেন্স থাকে, তখন আপনি স্ট্যান্ডার্ড রেটে আপনার ডেটা ব্যবহার করার সময় নিয়মিত Facebook-এ ফটো এবং ভিডিও দেখতে পাবেন। আপনার ডেটা ফুরিয়ে গেলে, আপনি স্বয়ংক্রিয়ভাবে টেক্সট-অনলি ফেসবুকে চলে যাবেন যা আপনাকে আপনার ডেটা ব্যবহার না করেই ফেসবুকে পোস্ট, মন্তব্য, লাইক এবং যেকোনো টেক্সট দেখতে দিবে

ওয়েব এবং অ্যান্ড্রয়েড অ্যাপ যেটি দিয়ে Robi-Airtel থেকে প্রতিদিনের ডেটা ব্যালেন্স ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। ডিসকভার শুধুমাত্র কম ব্যান্ডউইথ ফিচার সমর্থন করে যেমন টেক্সট এবং আইকন ডেটা ব্যবহার করে। এটি 0.discoverapp.com মোবাইল ওয়েব এবং অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যাবে। আপনি কোনো ডেটা চার্জ ছাড়াই প্রতিদিন ১৫ এমবি পর্যন্ত এবং মাসে ১৫০ এমবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
এখানে ক্লিক করে discoverapp ডাউনলোড করুন

Facebook, Facebook Lite অ্যাপ বা মোবাইল ওয়েব ব্রাউজার দিয়ে ফ্রি ফেসবুক চালাতে পারবেন।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post এখন Robi-Airtel সিমে Free Facebook চালান কোনো ধরনের MB ছাড়া সাথে discoverapp এর জন্য প্রতিদিন 15 MB Free.!! appeared first on Trickbd.com.

২৩ ডলারের .co ডোমেইন মাত্র ২.৯৮ ডলারে তাও Namecheap থেকে

Posted:

আমরা সবাই জানি .co ডোমেইন হচ্ছে com একটি বহুল জনপ্রিয় টপ লেভেল ডোমেইন এবং ব্লগিং, র‍্যাংকিং, এডসেন্স এর জন্য উপযোগী টপ লেভেল ডোমেইন। মূলত এই ডোমেইনের রেগুলার মূল্য ২৩ ডলার। কিন্তু প্রায়ই অফার থাকে তাই ৮-১০ ডলারে পাওয়া যায়। কিন্তু আগামী ৪ দিন .co ডোমেইন পাচ্ছেন ২৫০ টাকার কমে মানে ৩ ডলারের কমে। এর জন্য আপনাকে একটি স্পেশাল কুপন ব্যবহার করতে হবে।
আমি আজকে ২ টি .co ডোমেইন কিনেছি এই দামে। তাই আমি আপনাদের সাথে সেয়ার করছি কিভাবে কি করতে হয় আর কুপন দিয়ে কিভাবে দাম কমাবেন।

তার জন্য আমি আমার পছন্দের ২ টি ডোমেইন সিলেক্ট করে নিলাম। দেখুন ১৬ ডলারের মতো দেখাচ্ছে এবং প্রতিট ডোমেইন এর দাম ৮ ডলারের মতো দেখাচ্ছে।


এখন দেখুন সাবটোটাল ১৬ ডলারের মতো দেখাচ্ছে।

এখন স্ক্রিনশট এ দেওয়া কোপন দিলাম এবং সাথে সাথে দাম কমে ৫.৯৬ ডলার হয়ে গেল।

এবার সবকিছু ওকে করে পেমেন্ট করে দিলাম এবং আমার পেমেন্ট সম্পন্ন হওয়ায় পেমেন্ট রিসিট ও পেয়ে গেলাম।



আলহামদুলিল্লাহ সব ভালোভাবে কাজ শেষ। এখন আমি আমার দুইটা ডোমেইন এর এক্সেস পেয়ে গেলাম। স্ক্রিনশট এ দেখানো হলো।

আর যদি কেউ namecheap থেকে ডোমেইন নিতে চান কিন্তু ডলার পাচ্ছেন না, তবে আমাকে ইনবক্স করতে পারেন। খুব দ্রুততার সাথে নেইমচিপ একাউন্টে ডলার লোড করে দিতে পারব ইনশাআল্লাহ।

ফেইসবুক আমি Rayhan

The post ২৩ ডলারের .co ডোমেইন মাত্র ২.৯৮ ডলারে তাও Namecheap থেকে appeared first on Trickbd.com.

ডাউনলোড করে নিন Newspeed নিউজপিড প্রিমিয়াম wapaxo থিম একদম বিনামূল্যে premium wapaxo theme

Posted:

 আজকে আমি আপনাদের সামনে আরো একটি wapaxo থিম নিয়ে এলাম।

যদিও আমি প্রায় ১দিন পরে লিখতে বসলাম। 

থিমটি বানাতে, কাষ্টমাইজ করতে আমার দিন সময় লেগেছে। আর আজকে থিমটির সকল কাজ শেষ হয়েছে তাই থিমটি আপনাদের জন্য নিয়ে আসলাম।

আসা করছি থিমটি আপনকদের ভালো লাগবে।

কারন থিমটি একটি রেস্পন্সিব থিম যেখানে মোবাইল ও ডেস্কটপ ভার্সন দুটোই আছে।

Newspeed premium wapaxo theme
Theme Thumbnail

থিমটি দেখতে ব্লগার টেমপ্লেট newspeed এর মতো থিমটিতে ইউনিক ডিজাইন দেওয়া হয়েছেযা দেখতে একেবারে ব্লগার টেমপ্লেট এর মতো।

থিমটির বর্তমান ভার্সন হচ্ছে v1 তবে সময়ের সাথে প্রয়োজনের তাগিদে থিমটির আরো সুন্দর সুন্দর ডিজাইন করা হবে।

সাথে যুক্ত করা হবে নতুন ও আধুনিক সকল ফিচার। 

আর থিমটির আপডেট যাদে চ্যাক করতে পারেন সে জন্য থিমে দেওয়া হবে আলাদা একটি পেইজ অথবা আমাদের এই সাইটে পোষ্ট এর মাধ্যমে জানানো হবে।

থিমে ইন্টারনালভাবে ফুটার অ্যাড হাইড বা রিমুভ করা হয়েছে এর জন্য আপনার সাইটের কোনো ক্ষতি হবে না।

আর আপনি যদি চান তবে থিমটি ব্যবহার করে অ্যাডসেন্স পেতে পারেন।

কারন থিমটি রেস্পন্সিব ডিজাইনের পারফেক্ট wapaxo থিম। 

আমি মনে করি আপনি এই পর্যন্ত যত ব্লগিং টেমপ্লেট ব্যবহার করেছেন সবগুলোর থেকে এই থিমটিই হবে সেরা।

বন্ধুরা থিম সম্পর্কে তো অনেক কথাই বললাম এবার থিমের কিছু বৈশিষ্ট দেখুন।

থিমের বৈশিষ্টঃ

  • সম্পূর্ণ রেস্পন্সিব ডিজাইন যেটিতে মোবাইল ও পিসি ভার্সন আছে।
  • কোনো ফুটার অ্যাড নাই।
  • সম্পূর্ণ মোবাইল ফ্রেন্ডলি।
  • সহজে কাষ্টমাইজেবল থিম।
  • নতুন ডিজাইনের লিষ্ট ক্যাটাগরি ও ক্লাউড ক্যাটাগরি সিষ্টেম।
  • রিলেটেড সিষ্টেম।
  • জনপ্রিয় পোষ্ট সিষ্টেম।
  • সোস্যাইল সিডিয়া সেয়ারিং সিষ্টেম।
  • কাষ্টম বাংলা ফন্ট ইনস্টলেড।
  • সুন্দর লেআউট দেখতে ব্লগার থিমের মতো।

পরবর্তী আপডেটে কী কী যুক্ত হবেঃ

থিমটির বর্তমান ভার্সন v1 সময়ের সাথে থিমটি আরো আপডেট করা হবে।

তবে পরবর্তি আপডেটে কী কী থাকছেঃ

  • কমেন্ট সিষ্টেম।
  • অথর সিষ্টেম।
  • অথর পোষ্ট সিষ্টেম
  • ব্রেকিং নিউজ সিষ্টেম।

থিম ডাউনলোড করতে পারবেন একদম বিনামূল্যে।

আমি কষ্টকরে থিমটি বানিয়ে আপনাদেরকে বিনামূল্যেই দিবো যাতে আপনাদের কিছু উপকার হয়।

গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিনঃ

সতর্কতাঃ

থিমটি আপনাদের আমি বিনামূল্যে দিচ্ছি।

তাই আপনারা থিমটি আপনাদের সাইটে ডাউনলোড করার জন্য আপলোড করবেন না।

কারন এটি সম্পূর্ণ আমার নিজের তৈরি।

আপনারা যতি এটি আপনার সাইটে আপলোড করেন তবে এটি বৈআইনি হবে এবং আপনি কপিরাইট আইনে বিবেচনাদিন হতে পারেন।

থিমের ডেমো দেখুনঃ

হেডারঃ

হেডারটি দেখতে অসাধারন ডিজাইনের যা আপনার অনেক পচন্দ হবে।

Header bar is look like this

পিসি ভার্সনঃ

পিসি ভার্সনটি শুধু কম্পিউটার বা পিসিতে দেখা যাবে।

Pc Version Post body

Latest Posts system look like this

মোবাইলঃ

Latest Post mobile version

Mobile version post body

থিমটি আপনাদের কোমন লাগলো তা আমি জানিনা তবে এমন নতুন নতুন wapaxo থিম পেতে সবসময় আমাদের সাথেই থাকবেন।

কারন আমি আপনাকে ভালো ভালো থিম দিতে চেষ্টা করবো।

অথবা আপনার যদি কোনো থিম দরকার হয় তবে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনার কাঙ্কিত থিমটি দিতে চেষ্টা করবো।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। 

পরবর্তি পোষ্টে আবার নতুন কিছু নিয়ে কথা হবে।

The post ডাউনলোড করে নিন Newspeed নিউজপিড প্রিমিয়াম wapaxo থিম একদম বিনামূল্যে premium wapaxo theme appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments