Search box..

বিকৃতি থেকে কুরআনের সুরক্ষা

বিকৃতি থেকে কুরআনের সুরক্ষা


বিকৃতি থেকে কুরআনের সুরক্ষা

Posted:

আসসালামু আলাইকুম
আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কুরআন এর প্রকৃতির সুরক্ষা নিয়ে, চলুন শুরু করা যাক :

আল্লাহ তাআলা নবিদের উপর ছোট ছোট এবং পূর্ণাঙ্গ বহু কিতাব অবতীর্ণ করেছেন। যেমন- হজরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত, হজরত ইসা আলাইহিস সালামের উপর ইঞ্জিল এবং হজরত দাউদ আলাইহিস সালামের উপর যাবুর নাজিল করেন। আর কুরআন আল্লাহর এমন কিতাব, যার পর আর কোনো কিতাব নাজিল হবে না- তা আমাদের প্রিয়নবি হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নাজিল করা হয়েছে। যার পরে আর কোনো নবি নেই। তিনিই শেষ নবি। কুরআন সর্বশেষ আসমানী গ্রন্থ। যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত পবিত্র কুরআন অবিকৃত অবস্থায় টিকে থাকবে। তার একটি হরকত কিংবা সাকিনও পরিবর্তন হবে না যা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর আল্লাহ তাআলা পবিত্র কুরআনের হিফাজতের দায়িত্ব নিজেই নিয়েছেন। তিনি ইরশাদ করেন, "আমিই পবিত্র স্মারকগ্রন্থ (কুরআন) অবতীর্ণ করেছি আর আমি নিজেই তা সংরক্ষণ করবো” (হিজর-৯)। আল্লাহ তাআলা ইরশাদ করেন, "আল্লাহর বাণীতে কোনো রকম পরিবর্তন, পরিবর্ধন আসে না” (ইউনুস-৬৪)। ইরশাদ হচ্ছে, "আর এটা সম্মানিত কিতাব যার সামনের দিক থেকে কিংবা পিছনের দিক থেকে বাতিল প্রবেশ করতে পারে না। প্রশংসিত প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ” (ফুসসিলাত-৪২)। কুরআন সম্পর্কে ঐশী গুরুত্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে-যেহেতু কুরআন তার প্রতিপক্ষ কাফের মুশরিকদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ইরশাদ হচ্ছে, "আমি আমার প্রিয় বন্ধুর প্রতি যা অবতীর্ণ করেছি সে ব্যাপারে যদি তোমরা দ্বিধা-দ্বন্দ্বে নিমজ্জিত থাক, তবে তার (কুরআনের) সাদৃশ্য একটি মাত্র সুরা তোমরা প্রস্তুত কর। আর (এ কাজের জন্য) তোমরা আল্লাহ ছাড়া তোমাদের অন্যান্য সহযোগিদের আহবান কর, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাক। আর যদি তোমরা তা করতে না পার। আর তোমরা তো তা কস্মিণকালেও করতে পারবে না” (বাকারা ২৩-২৪)। অতএব, কুরআন কালোত্তীর্ণ, চিরন্তন, চির নতুন। কালের আবর্তনে তার নতুনত্ব পুরাতন হয় না। মানুষকে অন্ধকার থেকে আলোতে এনে সত্যের দিশা দিতে এবং সঠিক পথে চালাতে মহান আল্লাহ তা নাজিল করেন। সে কারণে পবিত্র কুরআন আঁকড়ে ধরার বিকল্প নেই। যেমনটি তিনি বলেছেন, "এটা আপনার জন্য নসিহত এবং আপনার সম্প্রদায়ের জন্য যা তারা অচিরেই বুঝতে পারবে” (যুখরুফ ৪৪)। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, "আমি তোমাদের মাঝে দু’টি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনও পথভ্রষ্ট হবে না। আর তা হচ্ছে আল্লাহর কিতাব এবং তাঁর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ” (মুয়াত্তা মালেক, জামিয়ূল উসুল ফী আহাদিসুর রসুল)।

The post বিকৃতি থেকে কুরআনের সুরক্ষা appeared first on Trickbd.com.

Tense নিয়ে যারা দুর্বল তাদের জন্য ‌?(গঠন প্রণালি সহ)

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় বন্ধুরা পূর্বের আর্টিকেলে আমরা Tense কাকে বলে ও টেন্স কত প্রকার কি কি? এবং শেষের দিকে আমরা শিখেছিলাম টেন্স এর প্রকারভেদ অর্থাৎ, present tense past tense and future tense প্রত্যেকটি টেন্স আবার চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। যদিও কি কি বিষয় নিয়ে আগের আর্টিকেলে বলে দিয়েছিলাম বিস্তারিত। আজকে আমরা টেন্স এর পরবর্তী অংশটুকু অর্থাৎ টেন্স এর ফুল অংশ শেষ করে দিব। আজকের আর্টিকেলটি যদি আপনি মনোযোগ সহকারে পড়েন তাহলে আশা করা যায়, আপনি টেন্স শেষ করতে পারবেন সংক্ষিপ্তভাবে। বিস্তারিত ভাবে বললে হয়তো বা আপনার বুঝতে একটু অসুবিধা হতে পারে। তবে আপনার বোঝার ক্ষেত্রে খুবই সহজ ভাবে আর্টিকেলটি শেষ করার চেষ্টা করব। আগের আর্টিকেলটি এবং আজকের আর্টিকেলটি আপনি মনোযোগ সহকারে শেষপর্যন্ত যদি করে থাকেন তাহলে, অবশ্যই টেন্স এর পুরো বিষয় সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। চলুন আজকের অংশটুকু নিয়ে বিস্তারিত জেনে নিন। Present Tense চার ভাগে বিভক্ত করা হয়েছে। চলুন এই চার ভাগে বিভক্ত গুলোর বিস্তারিত ভাবে সংক্ষিপ্ত আকারে জেনে নিই।

1. Simple present/present indefinite tense কাকে বলেঃ যে টিম তারা বর্তমানে কোন কাজ করা, অভ্যাস বা চিরসত্য ইত্যাদি বোঝায় তাকে সাধারণত simple present/present indefinite tense বলা হয়ে থাকে।

যেমনঃ
**He sleeps. অর্থাৎ সে ঘুমায়।

**He reads a novel. অর্থাৎ তিনি একটি উপন্যাস পড়েন।

Simple present/present indefinite tense গঠন করার নিয়ম?

গঠনঃ Sub+V¹+Object.

বাক্যের শুরুতেই সাবজেক্ট বসবে। তারপর ভার্ব বা ক্রিয়া এর এক নম্বর রূপ এবং শেষে সাবজেক্ট বসবে। তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে, থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার ( he, she, it ও যে কোন ব্যক্তি, বস্তু) ইত্যাদি হলে verb-এর শেষে অর্থাৎ ক্রিয়া এর শেষে, s/es যোগ করতে হয়। অন্যদিকে verb-এর শেষে যদি y থাকে এবং y এর আগে কনসোনেন্ট( a,e,I,o,u) এই 5 টি অক্ষরের কোন একটি অক্ষর থাকলে, y এর পরিবর্তে ies বসে।

উদাহরণঃ
** The boy play football.
Ans: the boy plays football.

** He always carry an umbrella with him.
Ans: he always carries an umbrella with him.

2. Present continuous tense কাকে বলেঃ যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ চলছে বোঝায় তাকে present continuous tense বলা হয়ে থাকে।

যেমনঃ
** I am reading a novel. অর্থাৎ আমি একটি উপন্যাস পড়ছি।

Present continuous tense গঠন করার নিয়ম?

গঠনঃ Sub+am/is/are+V¹+ing+Object.

বাক্যের শুরুতে সাবজেক্ট বসবে। তারপর নাম্বার ও পারসন অনুযায়ী be verb( am,is,are) বসবে। তারপর verb-এর এক নম্বর রূপের শেষে ing বসবে। তবে এখানে মনে রাখা দরকার যে I এরপরে am বসবে। এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ( He,She,it etc) এরপরে is বসবে। এবং we, you,they ও পুরুলিয়ার সাবজেক্ট এর পর are বসবে।

উদাহরণঃ
** I am eating race. অর্থাৎ আমি ভাত খাচ্ছি।

** He is reading book. অর্থাৎ সে বই পড়িতেছে।

Present perfect tense কাকে বলেঃ যে টেন্স দ্বারা কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান, এরূপ অর্থ প্রকাশ করে থাকে সাধারণত present perfect tense বলা হয়ে থাকে।

Present perfect tense গঠন করার নিয়ম?

গঠনঃ Sub+ Have/has+V³+Object.

বাক্যের শুরুতে সাবজেক্ট বসাতে হবে। তারপর have/has বসাতে হবে নিয়ম অনুযায়ী। তারপরে মূল verb-এর past participle অর্থাৎ ভার্বের তিন নম্বর রূপ। এবং শেষে অবজেক্ট বসাতে হবে। তবে এখানে মনে রাখবেন যে he, she, it, ও অন্যসব সিঙ্গুলার নাম্বার যুক্ত থার্ড পারসন এরপর has বসবে। I, we, you, they ও পুরুলার সাবজেক্ট এর পর have বসবে।

উদাহরণঃ
**I have learnt English. অর্থাৎ আমি ইংরেজি শিখিয়াছি।

**I have done the work. অর্থাৎ আমি কাজটি করিয়াছি।

4. Present perfect continuous tense কাকে বলেঃ যে টেন্স দ্বারা কোন কাজ আগে শুরু হয়ে বর্তমানে চলছে বোঝাই সাধারণত তাকে present perfect continuous tense বলা হয়ে থাকে।

Perfect continuous tense গঠন করার নিয়ম?

গঠনঃ Sub+ have been/has been+ V¹+ing+Object.

বাক্যে শুরুতে সাবজেক্ট বসাতে হবে। তারপর have been/has been বসাতে হবে নিয়ম অনুযায়ী। তারপর ভার্ব বা ক্রিয়া এর এক নম্বর রুম এর সাথে ing বসাতে হবে। এবং শেষে অবজেক্ট বসাতে হবে। তবে এখানে একটু মনে রাখবেন যে, I, we, you, they ও পুরুলার সাবজেক্ট এর পর have been বসবে অবশ্যই। আর সব ক্ষেত্রে has been বসবে।

উদাহরণঃ
** School has been providing an idea and standard teaching science 1999. অর্থাৎ ১৯৯৯ সালে থেকে বিশ্ববিদ্যালয়গুলো আদর্শ ও গুণগত শিক্ষা দিচ্ছে।

আর্টিকেলের শেষ কথা?

প্রিয় বন্ধুরা, টেন্স এর তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স। এই তিনটি প্রকার আবার চার ভাগে বিভক্ত করা হয়েছে। যেটি আমরা প্রথমটি অর্থাৎ প্রেজেন্ট টেন্স এর চার প্রকার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছি। অন্যান্য দুইটি টেন্স নিয়েও আজকে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম তবে, প্রথমটি পড়তে গিয়ে অন্যটি ভূলে যাওয়ার কারণে। আজকে আমরা একটি নিয়ে আলোচনা করেছি। তাই আন্তরিকভাবে দুঃখিত তবে আপনাদের সুবিধার্তে আর্টিকেলটি করা।

আশা করি বাকি দুটি খুব শীঘ্রই পাবলিশ করা হবে। তবে তার পূর্বে আজকের এই অংশটুকু প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখুন নিজের কাছে। আর্টিকেলটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কোন বিষয়ে শিখতে বা জানতে চান সেটা কমেন্ট করুন। আশাকরি শিক্ষা বিষয়ক নানা ধরনের আর্টিকেল আমরা খুব শীঘ্রই পাবলিশ করব আরও অনেক। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post Tense নিয়ে যারা দুর্বল তাদের জন্য ‌?(গঠন প্রণালি সহ) appeared first on Trickbd.com.

Email Marketing করার সঠিক গাইড 2021

Posted:

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইমেইল মার্কেটিং সম্পর্কে আমরা অনেকেই ভুল ধারণা রাখি। আজকে আমরা ইমেইল মার্কেটিং সম্পর্কে সঠিক গাইড নিয়ে আলোচনা করবো বিস্তারিত। যদিও অনলাইন জগতের ইমেল মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, মার্কেটিং এর জন্য। আপনার যদি নিচের কোন ভাল ব্যবসা থাকে তাহলে, আপনি কিন্তু চাইলেই এই ব্যবসা অতি সহজে মার্কেটিংয়ের মাধ্যমে প্রচার করতে পারেন।

যদিও বর্তমান সময়ে ইমেল মার্কেটিং খুবই জনপ্রিয় একটি পদ্ধতি অনলাইন জগতে। অতি খুবই দ্রুত সময়ে আপনার যে কোন ব্যবসা ভাইরাল ও মানুষের কাছে দ্রুত পৌঁছানোর জন্য, খুবই গুরুত্বপূর্ণ ইমেইল মার্কেটিং করা। যারা ইমেইল মার্কেটিং সম্পর্কে জানেন তাদের জন্য আজকের পোস্টটি নয়। সুতরাং আশা করবো যার মার্কেটিং সম্পর্কে ভাল জানেন তারা খারাপ মন্তব্য করবেন না। যারা ইমেইল মার্কেটিং সম্পর্কে জানেন না তাদের জন্যই আমাদের আজকের এই আর্টিকেল। তো চলুন শুরু করি ইমেইল মার্কেটিং করার সঠিক গাইড 2021?

ইমেইল মার্কেটিং আসলে কিঃ ইমেইল মার্কেটিং কি বিষয়টি একেবারেই সহজ। ধরুন আপনার কোনো একটি বিজনেস রয়েছে। আপনি কিন্তু আপনার এই বিজনেসটা এডভাইজার এর মাধ্যমে, আপনার ইমেইল দিয়ে সেটি প্রচার করতে পারেন সহজেই। আপনার ব্যবসায়িক গ্রুপ ও মানুষের কাছে জনপ্রিয় করার জন্যই, আপনার থাকায় ইমেইল দিয়ে অন্যদের কাছে মেইল করা। তবে সেগুলোর সঠিক গাইড নিয়ম-নীতি মেনে।

সঠিক গাইড নিয়ম-নীতি মেনে ইমেল মার্কেটিং করলে, সহজে আপনি দ্রুত সময়ে আপনার যে কোন ব্যবস্থা দ্রুত সময়ে প্রচার করতে পারবেন নির্দিষ্ট গ্রাহকের কাছে। এমনিতে ইমেইল মার্কেটিং আপনারা চাইলে, এফিলিয়েট এর মাধ্যমেও করতে পারেন যেখানে আরো বেশি ইনকাম করা সম্ভব। যাইহোক আপনারা ইমেল মার্কেটিং বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, দ্রুত সময়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনি চাইলেই ইমেইল মার্কেটিং করে অনলাইনে প্রচুর পরিমাণে টাকা আয় করতে পারবেন অনেক মাধ্যম কাজে লাগিয়ে।

ইমেইল মার্কেটিং করে অনলাইনে লাভবান হওয়ার উপায়?

ইমেইল মার্কেটিংঃ অনলাইনে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সহজে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে লাভবান হওয়া যায়। প্রথমত আপনি আপনার ব্যবসাকে প্রচার করতে পারেন ইমেইল এর সাহায্যে। আপনার এ থাকা একটি ইমেইল দিয়ে আপনি লক্ষাধিক গ্রাহকের কাছে আপনার ব্যবসা প্রচার করতে পারেন। অন্যদিকে আপনি চাইলে অনলাইনে আরো অনেক পদ্ধতি অবলম্বন করে লাভবান হতে পারেন। যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে প্রচুর পরিমাণে টাকা আয় করা সম্ভব।

তাই আপনারা চাইলেই এফিলিয়েট মার্কেটিং করে ইমেইলের মাধ্যমে ইনকাম বা লাভবান হওয়া যায়। যদিও অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আগে বিস্তারিত একটি আর্টিকেল পাবলিশ করা হয়েছে। এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে আগে পাবলিশ করা আর্টিকেল পড়তে পারেন। এদিকে আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলেও কিন্তু, আপনি এই ইউটিউব চ্যানেল প্রচার করে ই-মেইল এর মাধ্যমে দ্রুত লাভবান হতে পারেন। তো চলুন বন্ধুরা, কিভাবে অনলাইনে ইমেইল মার্কেটিং করে টাকা আয় করা যায়? এ বিষয়টা নিয়ে একটু আমরা সংক্ষিপ্ত আকারে বিস্তারিত জানার চেষ্টা করি।

ইমেইল মার্কেটিং করে টাকা ইনকাম করার সহজ উপায়?

নিজের ব্যবসাঃ বেশিরভাগ লোকই এখন বর্তমান সময়ে ব্যবসা করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এমনিতে আগে থেকেও ব্যবসা বেশিরভাগ লোকই পছন্দ করে থাকে। আপনি আপনার ব্যবসা প্রসারের জন্য সহজে সহযোগিতা নিতে পারেন, ইমেল মার্কেটিং এর। আপনার থাকা মাত্র একটি জিমেইল এর সাহায্যে আপনারা, কম সময়ে অধিক গ্রাহকের কাছে আপনার ব্যবসা প্রচার করতে পারেন। অনলাইনে বিভিন্ন টুল অবলম্বন করে, মিনিটে লক্ষাধিক গ্রাহকের কাছে ইমেইল পাঠানো সম্ভব।

আপনার যদি ইউটিউব গুগোল এ বিষয়ে একটু রিসার্চ করেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আর অনলাইন জগতের অনেকেই নিজের ব্যবসা প্রচার করে প্রচুর পরিমানে আয় করতে পারে। একবার যদি আপনার ব্যবসা অনলাইন জগতে ভাইরাল হয়ে যায়, তাহলে আপনার কাছে দ্রুত অর্ডার আসবে এবং আপনি আপনার ব্যবসা আরো বেশি গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারবেন। অন্যদিকে আপনার ব্যবসার ইনকাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। ইমেইল মার্কেটিং করে অনলাইনে সহজে প্রচুর পরিমাণে টাকা আয় করা অস্বাভাবিক কিছু নয়। কেননা অনলাইন জগতে অনেকেই ইমেইল মার্কেটিং করে লক্ষাধিক টাকা আয় করতে সক্ষম হয়েছে।

ইউটিউব চ্যানেলঃ আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আপনি চাইলেই, আপনার ইউটিউব চ্যানেলের সার্ভিস বা ভিডিও গুলো প্রচার করতে পারেন ইমেইল মার্কেটিং এর সাহায্যে। আমরা হয়তো সকলেই জানি ইউটিউব চ্যানেলের ভিডিওতে, যত বেশী ভিউজ আসবে তত বেশি ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা চাইলেই একটি ইউটিউব চ্যানেল প্রচার করে সহজে টাকা আয় করতে পারবেন প্রচুর পরিমাণে। নিজের ইউটিউব চ্যানেল না থাকলেও আপনি কিন্তু, অন্যদের ইউটিউব চ্যানেলে প্রচার করতে পারেন।

হ্যাঁ অনেকেই তাদের ইউটিউব চ্যানেল প্রচার করার জন্য বিভিন্ন ধরনের লোক খুঁজে। আপনিও ঠিক এমন একটি চ্যানেল নিয়ে অনলাইনে প্রচার করতে পারেন ইমেইল মার্কেটিং এর সাহায্যে। কারণ দ্রুত সময়ে আপনি ইমেইল মার্কেটিং করে আপনার বা অন্য কারোর ইউটিউব চ্যানেল ভিউজ বাড়িয়ে নিতে পারবেন সহজেই। আর আপনি যত ভালোভাবে মানুষের কাছে ইমেল মার্কেটিং অর্থাৎ প্রচার করতে পারবেন সার্ভিসটি ততো বেশি ইনকাম হবে।আপনার ইউটিউব চ্যানেলের ভিউজ যত বেশি বাড়বে ততই আপনার ইউটিউব চ্যানেলের ইনকাম বেশি হবে।

অ্যাফিলিয়েট মার্কেটিংঃ আপনারা হয়তো জানেন অনলাইন জগতে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম হলো এফিলিয়েট মার্কেটিং। যে কেউ চাইলে অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রচুর পরিমানে আয় করতে পারে। আর আপনারা এদিকে ইমেইল মার্কেটিং এর সাহায্যে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে আরো বেশি গ্রাহকের কাছে সার্ভিস প্রচার করতে পারেন। আপনি যদি কোনো পণ্য বা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে,

ইমেইল মার্কেটিং এর সাহায্যে খুব দ্রুত একটি ইমেইল এর সাহায্যে কয়েক মিনিটের ভিতরে, অর্থাৎ মিনিটে মিনিটে লক্ষাধিক ইমেইল নির্দিষ্ট গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া খুবই সহজ। এই বিষয়গুলি নিয়ে আপনার যদি গুগলের সার্চ দেন তাহলে আরো বেশি বিস্তারিত জানতে পারবেন। বিভিন্ন টুলস অবলম্বন করে, খুবই দ্রুত সময়ে লক্ষাধিক ইমেইল পাঠানো সম্ভব হয়। প্রযুক্তি যত উন্নত হচ্ছে অনলাইনের চাহিদা মানুষ যতই উপভোগ করছে। তাছাড়া আফিলিয়েট মারকেটিং করে, ইমেইল মার্কেটিং এর সাহায্যে নির্দিষ্ট গ্রাহকের কাছে প্রডাক্ট পণ্য পৌঁছে দিয়ে প্রচুর পরিমানে আয় করতে সক্ষম হবেন।

যে কেউ চাইলেই মার্কেটিং করতে পারবে কিনা?

ইমেইল মার্কেটিংঃ অনলাইনে ইমেইল মার্কেটিং খুবই জনপ্রিয় একটি পদ্ধতি, মার্কেটিং এ জগতে। এখন প্রশ্ন হলো যে কেউ চাইলে ইমেইল মার্কেটিং করতে পারবে কি? যদিও ইমেইল মার্কেটিং করার জন্য কোন ভিডিওবার্তার সাহায্যে, কিংবা নিজের মুখ না দেখিয়ে প্রচার করা যাবেনা এরকম কিন্তু নয়। শুধুমাত্র আপনার ই মেইলের জন্মতারিখ দেওয়া থাকে। এখন সাধারণত ইমেল মার্কেটিং করার জন্য, তেমন কোনো বয়স কিংবা যোগ্যতার প্রয়োজন হয় না। আপনি ইমেইল মার্কেটিং সম্পর্কে আরো বেশি দ্রুত নলেজ অর্জন করে,

সহজে কিন্তু ইমেইল মার্কেটিং করতে পারবেন। যেটা আপনাকে যে বয়স কিংবা যোগ্যতা হতে হবে এরকম নয়। তবে কমপক্ষে 18 বছরের জন্মতারিখ ইমেইলের মাধ্যমে, থাকা অবশ্যই উচিত। কিন্তু যেহেতু ইমেইল মার্কেটিং করার জন্য কোন যোগ্যতা বা দক্ষতা কিংবা বয়সের প্রয়োজন নেই, তাই যে কেউ চাইলে অনলাইনে ইমেইল মার্কেটিং করতে পারবে। আপনারা আরও দ্রুত সময়ে বেশি লাভবান হতে পারেন ইমেইল মার্কেটিং এর মাধ্যমে। যাইহোক আপনারা যে কেউ চাইলে অনলাইন ইমেইল মার্কেটিং করতে পারবেন নিঃসন্দেহে।

আর্টিকেল সম্পর্কিত শেষ কথা?

আজকে আমরা ইমেইল মার্কেটিং সম্পর্কে আলোচনা করলাম বিস্তারিত। যদিও ইমেইল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত বল অনেক সময়ের ব্যাপার।তবুও সংক্ষিপ্ত আকারে হলেও বিস্তারিত জানানোর চেষ্টা করেছি আজকের এই আর্টিকেলে। যারা ইমেইল মার্কেটিং সম্পর্কে আগে থেকেই অনেক বেশি নলেজ অর্জন করে রেখেছেন, তাদের জন্য আমাদের আর্টিকেলটি না। তাই আশা করব কেউ ভিজিট করলে খারাপ মন্তব্য করবেন না।

আশা করি আপনারা আজকের এই আর্টিকেলটিতে একটু হলেও উপকৃত হয়েছেন। যারা আর্টিকেল সম্পর্কিত কোনো প্রশ্ন অথবা মন্তব্য করতে চান তারা কমেন্ট করবেন। আর আর্টিকেলটিতে লাইক দিয়ে একটু উৎসাহ দিন দয়া করে যদি ভালো লাগে আর্টিকেলটি। আপনাদের কোন ধরণের বিষয় সম্পর্কে জানা প্রয়োজন সেটা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। বরাবরের মত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। দেখা হবে আবার অন্য কোন আর্টিকেলে, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post Email Marketing করার সঠিক গাইড 2021 appeared first on Trickbd.com.

বিকাশ থেকে ২০ টাকা রিচার্জ করলেই ২১ টাকা সাথে সাথেই ক্যাশব্যাক! বছরের শেষ ধামাকা

Posted:

আসসালামু আলাইকুম

আপনি বিকাশ অ্যাপ হতে ২০ টাকা মোবাইল রিচার্জ করলেই পাচ্ছেন ২১ টাকা ইনস্ট্যান্ট ক্যাশ ব্যাক।
• যেকোন নাম্বারে মোবাইল রিচার্জ করা যাবে।
• অফার চলাকালীন ১ বার কাশ ব্যাক পাবেন।
• ক্যাশ ব্যাকটি মোবাইল রিচার্জ করার সাথে সাথেই পেয়ে যাবেন।
অফারটি চলবে ১/১২/২০২১ তারিখ হতে ১১/১২/২০২১ তারিখ পর্যন্ত।

প্রুফ

ট্রিকবিডির সাথেই থাকুন

The post বিকাশ থেকে ২০ টাকা রিচার্জ করলেই ২১ টাকা সাথে সাথেই ক্যাশব্যাক! বছরের শেষ ধামাকা appeared first on Trickbd.com.

সাইটম্যাপ কি? কেন সাইটম্যাপ তৈরি করবেন? কিভাবে wapkiz,wapaxo & Q2A সাইটে সাইটম্যাপ তৈরি করবেন?

Posted: 30 Nov 2021 09:04 AM PST

আসসালামুওলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অন্য একটি টপিক ? সাইটম্যাপ কি? কেন সাইটম্যাপ তৈরি করবেন? ওয়াপকিজে সাইটম্যাপ কিভাবে তৈরি করবেন বিস্তারিত এই আর্টিকেল এ আপনাদের বলব তো আর দেরি কিসের শুরু করা যাক আমাদের আজকের টপিক?

সাইটম্যাপ (sitemap) কি?

সাইটম্যাপ হলো একটি ওয়েবসাইট এর মানচিএ। যার মাধ্যমে গুগল রোবট আপনার ওয়েবসাইটের কোথায় কি আছে তা সহজেই খুজে নিতে পারবে? তারজন্য সাইটম্যাপ তৈরি করে গুগল ওয়েবমাস্টার (webmaster) এ সাবমিট করতে হবে। তাহলে গুগল আপনার ওয়েবসাইটের যেখানে যা আছে । তা তারাতারি Index করে ফেলতে পারবে।

সাইটম্যাপ (sitemap) কেন তৈরি করবেন?

সাইটম্যাপ তৈরি করার অনেক উপকারিতা আছে যেমন সাইটম্যাপ তৈরি করলে আপনার ওয়েবসাইটের কনটেন্ট (content) তারাতারি গুগলে Index হবে। আর সবকিছু “Index” হলে অনেকে গুগলে অনেক কিছু সার্চ করে থাকে যদি ওই সার্চ করা কনটেন্ট টি আপনার ওয়েবসাইটটে থেকে থাকে তাহলে গুগল আপনার ওয়েবসাইট টি ওখানে সো করাবে এবং ওখানে সো করালে যে ওই বিষয়টি নিয়ে সার্চ করল সে আপনার ওয়েবসাইটটে কনটেন্ট টি দেখার জন্য ঢুকল আর আপনি এভাবেই সাইটম্যাপ এর মাধ্যামে ভিজিটটর ও পাবেন।

কিভাবে ওয়াপকিজ সাইটে সাইটম্যাপ তৈরি করবেন?

Step-1: প্রথমে Wapkiz.com বা Wapkiz.Mobi তে জান তারপর আপনি যেই সাইটে সাইটম্যাপ তৈরি করবেন সেই সাইটের প্যানেল মোডে যান।

Step-2: তারপর “System” এর একটু নিচে আসলে Sitemap অপশন পাবেন ওখানে ক্লিক করুন
তারপর

Step-3: কোডটা কপি করে Sitemap অপশন ক্লিক করে পেস্ট করে দিন।

wapaxo তে কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন?

Step-1: প্রথমে Wapaxo.com বা
Wapninja.com তে জান তারপর আপনি যেই সাইটে সাইটম্যাপ তৈরি করবেন সেই সাইটের প্যানেল মোডে যান।

Step-2: তারপর “System” এর একটু নিচে আসলে Sitemap অপশন পাবেন ওখানে ক্লিক করুন তারপর

Step-3: কোডটা কপি করে Sitemap অপশন ক্লিক করে পেস্ট করে দিন।

Q2A সাইটে কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন?

Step-1: প্রথমে Q2A সাইটের এডমিন প্যানেল এ যান তারপর প্লাগিন অপশন এ যান তারপর Sitemap.Xml Plugin Active করুন তারপর পেজ অপশনে গিয়ে সাইটম্যাপ অপশন এড করে নিন ব্যাস হয়ে গেছে?

প্রতিদিন নতুন নতুন জাভা গেম অ্যাপ পেতে আমার এই ছোট ওয়েবসাইটটি ভিজিট করুন=- Axofile.xyz

তো বন্ধুরা আজকে এখানেই শেষ দেখা হবে অন্য কোনো আর্টিকেল এ ততখন আমাদের সাথে থাকুন।

The post সাইটম্যাপ কি? কেন সাইটম্যাপ তৈরি করবেন? কিভাবে wapkiz,wapaxo & Q2A সাইটে সাইটম্যাপ তৈরি করবেন? appeared first on Trickbd.com.

[java Hot Post] এখন থেকে আপনার Opera Mini 4.21 দিয়ে আনলিমিটেড Screeshoot নিন। Save Bmp & Java Lange Erorr আসবেনা।

Posted: 30 Nov 2021 08:08 AM PST

আসসালামুওলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন কেউ ভালো না থাকলে ট্রিকবিডি ভিজিট করে না। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এটা আমার ট্রিকবিডিতে প্রথম পোস্ট তাই পোস্টে কোন ভুল হলে ছোট ভাই মনে করে খমা করে দেবেন।আমি আগেই বলে রাখি যারা এই পোস্ট সম্পর্কে যানেন তার এই পোস্ট থেকে দূরে থাকুন। আর হ্যা প্লিজ কেউ খারাপ কমেন্ট করবেন না।যাইহোক অনেক বক বক করে ফেললাম এবার কাজের কথায় আসি

আজকের টপিকঃ

যে কিভাবে অপেরা মিনি ৪.২১ দিয়ে আনলিমিটেড S.S নিবেন.। আগে আমার ফোনে S.S নিতে গেলে Save as bmp বা Java Lang Eroor আসত এটা বেশী Itel মোবাইলে হয়। আমি এই ট্রিক ব্যাবহার করে এখন আমার Itel It 5081 মোবাইলে আনলিমিটেড S.S নিতে পারি।প্রথমে আপনাকে BD Opera ডাউনলোড করতে হবে এই অপেরাটা অপেরা মিনি ৪.২১ এটা মোড করে নাম রাখা হয়েছে বিডি অপেরা । প্রথমে অপেরা টা ডাউনলোড করুন Download operaডাউনলোড করা হলে অপের অপেন করুননিচের মতো।

তারপর Menu তে ক্লিক করুন। মেনু টুলস সেটিং তারপর তারপর তারপর তারপর তারপর তারপর তারপর তারপর তারপর ক্লিয়ার লেখায় ক্লিক করে ক্লিয়ার করুন। তারপর Yes চেপে ক্লিয়ার করুন
আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে ভিজিট করুন LOVERBD100.ML তো বন্ধুরা আজকে এখানেই শেষ পরের পোস্টে আবার দেখা হবে।ততখন ট্রিকবিডিএর সাথে থাকুন ভালো থাকুন ধন্যবাদ আপনাকে।

The post [java Hot Post] এখন থেকে আপনার Opera Mini 4.21 দিয়ে আনলিমিটেড Screeshoot নিন। Save Bmp & Java Lange Erorr আসবেনা। appeared first on Trickbd.com.

ফেইসবুকের মতো চলে আসলো বাংলাদেশী অ্যাপস linkeei।

Posted:

আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম বাংলাদেশের তৈরি linkeei যেটা নাকি ফেইসবুক এর মতো কাজ করে।  তো কি কি আছে কি কি করা যায় একটু দেখে আশা যাক।

অ্যাপসটি বানিয়েছে big bang group

App download

প্রথমে আমরা play store চলে যাবো then search করবো linkeei ।

তারপর অ্যাপসটি ইনস্টল করে নিবো।  তারপর ওপেন করবো।

ওপেন করলে নিচের মতো একটা ইন্টার পেইজ দেখতে পাবো।  যেহেতু আমরা নতুন তাই আমাদের একটা account তৈরি করতে হবে তাই create a new account or register ক্লিক করবো।

তারপর নিচের মতো ইন্টার পেইজ দেখতে পাবো।

First name, last name e-amil, password, confirm password, gender সব কিছু ফিলাপ করে নিবেন তারপর terms &use ক্লিক করে let’s go তে ক্লিক করলেই account হয়ে যাবে।  আপনি যেই মেইল দিবেন সেই মেইলে একটা মেইল যাবে account টা activa করার জন্য করে নিবে ।

 

নিচের মতো একটা মেইল আসবে activation করে নিবেন।

Login করার পর এইরকম ইন্টার পেইজ দেখতে পাবেন। ইনফরমেশনদিয়ে ফিলআপ। করে নিবেন।

তারপর এই রকম দেখতে পারেন। চাইলে আপনি ছবি দিতে পারেন। যদি না দিতে চায় তাহলে skip this step for now ক্লিক করবেন।

 

এখানে আপনি post করতে পারবেন।  লাইক , কমেন্ট,শেয়ার করতে পারবেন।  আর একটা সুবিধা হলো আপনি যদি শুরু ছবি দেখতে চায় সেটাও পারবেন ওপরে photos নামে একটা অপশন আছে। এখানে শুরু ছবি আসবে অন্য কিছু না।  যদি আপনি text দেন তাহলে শুরু text এই আসবে।  all.দিলে photo,text দুইটাই আসবে।

এখানে ফেইসবুকের মতো friend request পাঠাতে পারবেন চ্যাট করতে পারবেন audio, video এখানে নোটিফিকেশন ও থাকবে।

আমি জানি না আমি যেই গুলোর মার্ক করছি তাদের আইকন কেন সো করে না।  তারা আর একটু ভালো developed করতে পারবো।

 

এখানে আপনি পেয়ে যাচ্ছেন advertising,privacy setting, general setting, invite, Night mode।  সাথে থাকছে ইনকাম করার উপায়।

তাদের থেকে ইনকাম করার উপায় টা কি কি?

লাইক , কমেন্ট, নতুন পোস্ট, new blog প্রত্যেক টির জন্য ভিন্ন ভিন্ন পয়েন্ট দেয়।  ১০০ পয়েন্ট ১ টাকা।

মোট কথা হচ্ছে অ্যাপস মোটামোটি চলে কিন্তু আর একটু developed করলে ভালো হতো। তারা  ইনকাম সিস্টেম রাখতে এটাই অনেক কিছু।

তো আজ এই পর্যন্ত কোন ভুলক্রটি হলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন।  বানান ভুলে হলে কমেন্ট করে জানিয়ে দিবেন।

The post ফেইসবুকের মতো চলে আসলো বাংলাদেশী অ্যাপস linkeei। appeared first on Trickbd.com.

ওপেরা মিনির হোমপেজে ব্যাকগ্রাউন্ডে ছবি সেট করার উপায়

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে “opera mini 4.21” -এর হোমপেজের ব্যাকগ্রাউন্ডে ছবি সেট করা শেখাব । আশা করি সকলে আমার আজকের পোস্টটি পড়বেন । ভালো লাগলে কমেন্ট করবেন ।

তো ওপেরা মিনি ৪.২১-এ ব্যাকগ্রাউন্ডে ছবি সেট করার জন্য প্রথমে ওপেরা মিনিতে প্রবেশ করুন ।

তারপর ফোনের মেনু বাটনে ক্লিক করুন । তারপর যথাক্রমে Tools, setting, general অপশনে ক্লিক করুন ।

তারপর একটু নিচের দিকে এসে “speed dial at home page” অপশনে টিক চিহ্ন দিন ।

তারপর “background at home page” অপশনে টিক চিহ্ন দিন ।

তারপর “background at home page” -এর নিচে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার একটি অপশন পাবেন । যেমন নিচের ছবিতে দেখিয়েছি । ওখানে ক্লিক করে মেমোরি কাড থেকে একটি ছবি দিন ।

তারপর সেভ অপশনে ক্লিক করুন । আর তারপরেই দেখতে পারবেন হোমপেজে ছবিটি সেভ হয়ে গেছে । যেমনটি নিচের ছবিতে দেখিয়েছি ।

তো এই ছিল আমার আজকের পোস্ট । ভালো লাগলে কমেন্ট করবেন । এই পোস্টটি হয়তো ট্রিকবিডিতে থাকতে পারে । অনেকেই ফেসবুকে আমাকে মেসেজ দেয় এগুলো নিয়ে । আমি তাদেরকে বলি ট্রিকবিডিতে আছে । কিন্তু তারা বলে যে নেয় । তাই এটা লিখে রাখলাম । ভূল হলে ক্ষমা প্রাথী ।

The post ওপেরা মিনির হোমপেজে ব্যাকগ্রাউন্ডে ছবি সেট করার উপায় appeared first on Trickbd.com.

English Tense নিয়ে যারা দুর্বল !

Posted:

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Tense টেন্স খুবই গুরুত্বপূর্ণ পড়ালেখার জন্য। টেন্স সাধারণত ক্লাস সিক্স থেকে শুরু করে, পরবর্তী ক্লাসে খুবই দরকারি হয়ে থাকে। টেন্স ছাড়া কোন গ্রামার প্রায় অসম্ভব। বাংলাতে আমরা টেন্স আছে জানি যেটা অবশ্যই প্রয়োজনীয়। তবে ইংরেজি নিয়েই যত সব আমরা দুর্বল হয়ে থাকি অনেকে। তাই আজকে আমরা ইংলিশ গ্রামারের টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। গ্রামারের Tense গুরুত্বপূর্ণ অন্যান্য গ্রামার জানার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে আমরা টেন্স সম্পর্কে বেশিরভাগ লোকই জানি, তবে যারা এই বিষয়ে দুর্বল তাদের জন্য আজকে আমরা খুবই সংক্ষিপ্ত এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। টেন্স কি? টেন্স কিভাবে করতে হয়? (বিস্তারিত) যদিও টেন্স সম্পর্কে বিস্তারিত বলা অনেক শ্রম এর ব্যাপার এমনকি আর্টিকেলটি অনেক বড় হতে পারে।

(Tense) টেন্স কিঃ টেন্স শব্দের অর্থ ভার্ব বা ক্রিয়া। ইংরেজিতে যেমন টেন্স রয়েছে তেমনি ভাবে বাংলাতেও টেন্স রয়েছে। তবে বাংলা এবং ইংরেজি টেন্স এক রকম নয়। কিছুটা ক্ষেত্রে হলেও আমরা ভিন্নতা পেয়ে থাকি। টেন্স এর প্রকারভেদ বাংলাতে অন্যরকম এবং ইংরেজিতে আলাদা।

(Tense) টেন্স কাকে বলে?

টেন্স শব্দের অর্থ ক্রিয়া বা কাজ। ক্রিয়া এর কোন কাজ সম্পন্ন হওয়ার সময়কে সাধারণত টেন্স বলা হয়। টেন্স কে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। আমরা কিন্তু ইংলিশ টেন্স নিয়ে আলোচনা করছি যেটা অবশ্যই মনে রাখা দরকার।

Tense তিন প্রকার তা নিচে দেওয়া হলঃ

1. Present Tense.

2. Past Tense.

3. Future Tense.

গ্রামারে আমরা যখন টেন্স সম্পর্কে নলেজ অর্জন করতে যাব তখন, আমাদের অবশ্যই এই তিনটি টেন্স সম্পর্কে নলেজ থাকা জরুরি। প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স খুবই গুরুত্বপূর্ণ। তাই চলুন এখন আমরা এই তিনটি টেন্স সম্পর্কে অর্থাৎ এই তিনটি টেন্স কাকে বলে এই বিষয়ে একটু ধারনা নিয়ে আসি।

1.
Present tense কাকে বলেঃ প্রেজেন্ট টেন্স সাধারণত বর্তমানকাল কে বোঝানো হয়। অর্থাৎ প্রেজেন্ট টেন্স অর্থ হলো বর্তমান কাল। ক্রিয়ার কাজ যখন বর্তমান সময়কে সাধারণত নির্দেশ করে তখন তাকে present tense বলা হয়ে থাকে।

2.
Past tense কাকে বলেঃ পাস্ট টেন্স সাধারণত অতীতকাল কে বোজানো হয়। অর্থাৎ পাস্ট টেন্স অর্থ হলো অতীত কাল। ক্রিয়ার কাল যখন অতীত সময় কে নির্দেশ করে তাকে পাস্ট টেন্স বলা হয়ে থাকে।

3.
Future tense কাকে বলেঃ ফিউচার টেন্স সাধারণত ভবিষ্যৎ কাল কে বোঝানো হয়। অর্থাৎ ফিউচার টেন্স অর্থ হল ভবিষ্যৎ কাল। ক্রিয়ার কাল যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তখন তাকে ফিউচার টেন্স বলা হয়ে থাকে।

বন্ধুরা, Tense এই তিন প্রকার সাধারণত চার ভাগে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ এই ফিউচার টেন্স আবার চার প্রকার। আবার পাস্ট টেন্স চার প্রকার। অন্যদিকে প্রেজেন্ট টেন্সও চার প্রকার। এখন আমরা যদি এই চার প্রকার সহ উপরোক্ত বিষয় নিয়ে বিস্তারিত নলেজ অর্জন করতে পারি। তাহলে আমরা টেন্স এর এ টু জেড নিঃসন্দেহে বলতে পারব। তো এখন চলুন আমরা, এই তিনটি টেন্স চারটি ভাগে বিভক্ত করা হয়েছে কি কি? এই বিষয় নিয়ে একটু আলোচনা করি ও বিস্তারিত জানি।

Present tense সাধারণত চার ভাগে বিভক্ত করা হয়েছে। যেমনঃ

1. simple present/ present indefinite tense.

2. Present Continuous tense.

3. Present Perfect tense.

4. Present Perfect continuous tense.

Future tense সাধারণত চার ভাগে বিভক্ত করা হয়েছে। যেমনঃ

1. Simple past/ past indefinite tense.

2. Past Continuous tense.

3. Past perfect tense.

4. Past perfect continuous tense.

Past tense সাধারণত চার ভাগে বিভক্ত করা হয়েছে। যেমনঃ

1. Simple future/ future indefinite tense.

2. Future continuous tense.

3. Future perfect tense.

4. Future perfect continuous tense.

তো বন্ধুরা, আপনারা উপরোক্ত Tense এর তিন প্রকারের চারটি বিভক্ত গুলো ভালোভাবে বুঝে শুনে বোঝা ও জানার চেষ্টা করুন। প্রয়োজনে আর্টিকেলটি আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। সুন্দরভাবে আপনারা আজকে tense-এর এই প্রকারভেদ গুলো ও বিভক্ত গুলো ভালোভাবে পড়ার চেষ্টা করুন। টেন্স শেষ করার জন্য আরেকটু মাত্র বাকি রয়েছে, তবে আমি চাচ্ছি একদিনে সকল বিষয়ে না দেওয়ার জন্য। যারা একেবারে নতুন তাদের জন্য আজকে এতোটুকুই পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে বা শেখার জন্য অনুরোধ করা হলো।

আপনারা প্যাকটিকালে এগুলো নিজের মত করে খাতায় লিখে মুখস্ত করতে পারেন। আরেকটু যেটুকু সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদের জন্য পোস্ট তৈরী করবো আরেকটি। সেখানে একটু কঠিন রয়েছে বুঝতে অসুবিধা হতে পারে বিধায় সেটুকু দিচ্ছে না। আজকে শুধু এটুকু মুখস্ত করুন যেন, সম্পূর্ণ টেন্স গুলো দেখে আপনার পড়ার ইচ্ছা না থাকে বা আপনি পড়তে চাইবেন না। কিংবা আপনার কঠিন মনে হওয়ার কারণে বাকিটুকু আমরা পরবর্তী আর্টিকেলে ধরার চেষ্টা করব।

মাত্র কিছু অংশ বাকি রয়েছে টেন্স টি শেষ করার জন্য। বাকি অংশটুকু এবং আজকের এই অংশটুকু আপনারা ভালোভাবে মুখস্ত করে রাখতে পারলেই, যেকোনো ধরনের টেন্স আপনি সহজে বলতে পারবেন। বাকি অংশটুকু আমরা আগামীতে ট্রিকবিডিতে পাবলিশ করার চেষ্টা করব। আশা করি যারা ইংলিশে দুর্বল তারা নিঃসন্দেহে আমাদের কাছে, যেকোনো ধরনের হেল্প সম্পর্কে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে ইংলিশ দুর্বল থেকে সঠিক বানানোর চেষ্টায় আগ্রহী। আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

The post English Tense নিয়ে যারা দুর্বল ! appeared first on Trickbd.com.

ফ্রিল্যান্সিং কি কিভাবে করে Freelancing করার জনপ্রিয় কিছু ওয়েবসাইট part-2

Posted:

হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করবো। এটা মূলত এই বিষয়ে আমার করা ২য় পার্ট। আগের পার্ট টি এই সাইটেই করা আছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তাও আমি আপনাদের সুবিধার জন্য নিচে লিংক দিয়ে দিচ্ছি।

আরও পড়ুনঃ Freelancing কি? পার্ট ১

তো চলুন এবার দেখে নেওয়া যাক ২য় পার্ট টি। আজকের পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো জনপ্রিয় কয়েকটি ফ্রিল্যান্সিং করার ওয়েবসাইট।

সর্বাধিক আয় করার জন্য পৃথিবীব্যাপি জনপ্রিয় ৭টি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলো

১. আপওয়ার্ক

যদি কোন পেশাদার ফ্রীল্যান্সারের কাছে জানতে চাওয়া হয় যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট কোনটি? তবে নিঃসন্দেহে তিনি বলবেন 'আপওয়ার্ক'। সর্বপ্রথম এটি ওডেস্ক নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০১৫ সালে এটি ওডেস্ক নাম পরিবর্তন করে আপওয়ার্ক নাম নেয়। একইসময় জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম  'ইল্যান্স' আপওয়ার্কের সাথে যুক্ত হয়।

আপওয়ার্কে আপনি ফিক্সড এবং ঘন্টা ভিত্তিক রেটে কাজ পাবেন। এই সাইট থেকে আপনারা পেওনিয়ার বা ব্যাংক ট্র্যান্সফার কিংবা পেপাল এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

২. ফাইভার

পূর্বে ফাইভারে শুধু ৫ ডলারের কাজ পাওয়া যেত। কিন্তু এখন এখানে ৫ ডলার থেকে শুরু করে অনেক ভাল অ্যামাউন্টের কাজ পাওয়া যায়। একই সাইটের উল্লেখযোগ্য ও জনপ্রিয় ক্যাটাগরি হলোঃ আর্টিকেল লেখা, লোগো ডিজাইন, ভয়েস রেকোর্ডিং ইত্যাদি। এছাড়াও এখানে আরো অন্যান্য ছোট ছোট কাজও পাওয়া যাবে।

এখানে ফ্রিল্যান্সারদের যেমন বিড করার সুযোগ আছে তেমনি, বায়াররা সরাসরি ফ্রিল্যান্সার সার্চ করেও প্রজেক্ট অফার করে থাকেন। ফাইভারে ঘণ্টা ভিত্তিক(আওয়ারলি) কোনো জব নেই। এখানে সবই ফিক্সড প্রাইসের প্রজেক্ট। এই সাইট থেকে আপনারা পেওনিয়ার বা ব্যাংক ট্র্যান্সফার কিংবা পেপাল এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

৩. ফ্রিল্যান্সার

ফ্রিল্যান্সার ডটকম একটি প্রথম সারির অনলাইন ভিত্তিক জব মার্কেটপ্লেস। এখানে ফিক্সড প্রাইস প্রজেক্টের পাশাপাশি আওয়ারলি রেটের প্রজেক্ট পাওয়া যায়। এখানে প্রায় সব ধরণের অনলাইন জব রয়েছে, এবং প্রচুর ফ্রিল্যান্সার এখানে কাজ করে।

জনপ্রিয় এই ফ্রিল্যান্সিং কোম্পানিটির হেডঅফিস অস্ট্রেলিয়ায় অবস্থিত। এই সাইট থেকে আপনারা পেওনিয়ার বা ব্যাংক ট্র্যান্সফার কিংবা পেপাল এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

৪. পিপল পার আওয়ার

অনলাইনে আয় করার অন্যতম জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হলো পিপল পার আওয়ার। এটি লন্ডন, যুক্তরাজ্য ভিত্তিক ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান। এখানে ও আওয়ারলি রেটের পাশাপাশি ফিক্সড প্রাইস প্রজেক্ট পাওয়া যায়। এই সাইট থেকে আপনারা পেওনিয়ার বা ব্যাংক ট্র্যান্সফার কিংবা পেপাল এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

৫. নাইনটি নাইন ডিজাইনস

আপনি যদি ডিজাইন করতে ভালোবাসেন এবং ডিজাইনে দক্ষ হয়ে থাকেন , তাহলে 99designs আপনার জন্য খুব ভালো একটি কাজের জায়গা। ফ্রিল্যান্সিং ওয়েবসাইট-এ বিভিন্ন দেশের বায়াররা প্রজেক্ট অফার করে থাকেন। তাঁরা পেশাদার গ্রাফিক্স ডিজাইনারদের থেকে কিছু অর্থের বিনিময়ে নিজের লোগো, ওয়েবসাইট ও অন্যান্য গ্রাফিক্স ডিজাইনের কাজ করিয়ে থাকেন।

এটি যুক্তরাষ্ট্রের সান ফ্র্যানসিস্কো ভিত্তিক একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, যারা অনলাইন ডিজাইনের জন্য সরবাধিক পরিচিত। 99ডিজাইন সাইট টি থেকে পেওনিয়ার এবং পেপাল এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

৬. গুরু

গুরু ডটকম একটি অ্যামেরিকান ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। এখানে ফিক্সড প্রোজেক্টের পাশাপাশি এবং আওয়ারলি  প্রজেক্ট পাওয়া যায়। এই সাইট থেকে আপনারা পেওনিয়ার বা ব্যাংক ট্র্যান্সফার কিংবা পেপাল এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

৭. বিল্যান্সার

বিল্যান্সার বাংলাদেশি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। এখানে বিভিন্ন ধরণের দেশি প্রজেক্ট পাওয়া যায়।দেশের পাশাপাশি এটি এখন বিদেশ থেকেও  ক্ল্যায়েন্ট ও ফ্রিল্যান্সার আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছে।

বিল্যান্সার ডটকমে আপনি যেমন ছোট আকারের (১০০ টাকা) প্রজেক্ট পাবেন তেমনি অনেক বড় অ্যামাউন্টের প্রজেক্টও পাবেন। এই মার্কেটপ্লেসে শুধু ফিক্সড প্রাইস প্রোজেক্ট পাওয়া যায়। আপনি চাইলেই আপনার ফ্রিল্যান্সার ক্যারিয়ার নিজের দেশের সাইট থেকেই শুরু করতে পারেন। বিল্যান্সার থেকে আপনারা বিকাশ, ব্যাংক ট্রান্সফার কিংবা সরাসরি বিল্যান্সারের অফিসে গিয়ে পেমেন্ট নিতে পারবেন।

তো এই ছিলো পৃথিবিব্যাপী জনপ্রিয় সেরা ৭টি ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলো। এছাড়াও আরও অনেক ফ্রিল্যান্সিং মারকেটপ্লেস রয়েছে। আপনি আপনার সুবিধামতো যেকোন একটিতে কাজ শুরু করতে পারেন। তবে এই সাতটি ওয়েবসাইট থেকে যে কোনো একটি সাইট বেছে নিয়ে সেটাতে কাজ শুরু করাই হবে বুদ্ধিমানের কাজ। আশা করি লেখাটি আপনাদের উপকারে আসবে।

আজকের পোস্ট এই পর্যন্তই। পোস্ট ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে আমার পোস্ট করার উৎসাহ বাড়ে। পরের পার্ট না আসা পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ্য থাকুন।

The post ফ্রিল্যান্সিং কি কিভাবে করে Freelancing করার জনপ্রিয় কিছু ওয়েবসাইট part-2 appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments