Search box..

ইসলামে মানুষ বা কোনো প্রাণিকে পানি পান করানোর তাৎপর্য :এসো সহীহ হাদীস শিখি পর্ব-০১

ইসলামে মানুষ বা কোনো প্রাণিকে পানি পান করানোর তাৎপর্য :এসো সহীহ হাদীস শিখি পর্ব-০১


ইসলামে মানুষ বা কোনো প্রাণিকে পানি পান করানোর তাৎপর্য :এসো সহীহ হাদীস শিখি পর্ব-০১

Posted:

আসসালামু আলাইকুম প্রিয় ট্রিকবিডিবাসী

আশা করি সবাই ভালো আছেন। আমরা সবসময় তো ট্রিকবিডি হতে অনেক কিছুই জানতে পারি।বরাবরের মতো আজকে আমরা

সহীহ হাদীসের আলোকে কাউকে পানি পান করানোর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে জানবো।

ইসলামে প্রতিটি ভালো কাজেরই ফজিলত রয়েছে।ইসলাম সবাইকে উত্তম কাজ করতে উৎসাহিত করে।এমনই একটি ভালো কাজ হচ্ছে মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করা।আর এর মধ্যে খুব সহজ একটা উত্তম কাজ হচ্ছে কোনো তৃষ্ণার্ত মানুষ বা পশুপাখিকে পান করিয়ে তার তৃষ্ণা নিবারন করানো।

আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানুষকে পানি পান করাতে উৎসাহিত করেছেন। এ সম্পর্কে আমরা নিচে কয়েকটা সহীহ হাদীস যোনে নিই –

একদা সা'দ বিন উবাদাহ (রাঃ) নবী করীম (সাঃ)-এর নিকট এসে বললেন, আপনার নিকট কোন ছাদাক্বা সর্বাধিক পছন্দনীয়? তিনি বললেন, পানি পান করানো' (আবুদাঊদ হা/১৬৭৯)

[img id=751909]

অন্য বর্ণনায় এসেছে, রাসূল (সাঃ) বলেন, পানি পান করানো অপেক্ষা অধিক সওয়াবপূর্ণ ছাদাক্বা আর নেই' (বায়হাক্বী,সহীহ আত-তারগীব হা/৯৬০)।

পানি পান করানোটা যদিও খুবই সহজ ও সামান্য কাজ কিন্তু ইসলামে এটাকে সর্বোত্তম সাদকা হিসেবে বলা হয়েছে।এমনকি হাজার হাজার টাকা সাদকা করার চেয়ে পানি পান করানোটাকে উত্তম বলেছের রাসূল (সা.)।


সহিহ বুখারীর বর্ণিত একটা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, রাসূল (সা.) বলেছেন, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর ফলে এক অনেক পাপী মানুষকেও আল্লাহ তায়া'লা মাফ করে দিয়েছেন।

তাই আসুন ছোট ছোট কাজ করার মাধ্যমে আল্লাহর প্রিয় ব্যক্তি হয়ে উঠি।সব সময় ভালো কাজ করার চেষ্টা করি ও খারাপ সমুহকে বর্জন করি। আর কখনো যদি সুযোগ পাই কাউকে পানি পান করানোর সেটা যেনো হাত ছাড়া না করি।এমনি আমাদের পরিবারের কেউও যদি তৃষ্ণার্ত অনুভব করে তাহলে আমরা এক গ্লাস পানি এগিয়ে দিয়ে অনেক বেশি সওয়াবের ভাগিদার হতে পারি।

[/b]আজকের মতো এখানেই, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।[/b]

The post ইসলামে মানুষ বা কোনো প্রাণিকে পানি পান করানোর তাৎপর্য :এসো সহীহ হাদীস শিখি পর্ব-০১ appeared first on Trickbd.com.

ডাউনলোড করুন ড. জাফর ইকবালের বিখ্যাত কিশোর উপন্যাস “দিপু নাম্বার টু” এর পিডিএফ ফাইল

Posted:

আসসালামু আলাইকুম প্রিয় ট্রিকবিডি বাসী😍


আশাকরি মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আজকে আপনাদের মাঝে শেয়ার করবো ড. জাফর ইকবালের লেখা বিখ্যাত কিশোর উপন্যাস “দিপু নাম্বার টু ” এর পিডিএফ ফাইল ডাউনলোড লিংক।

উপন্যাসটি মূলতো দিপু নামের একটা ছেলের স্কুল জীবন নিয়ে লিখা।দিপুর বাবা প্রতিবছর নিজের জায়গা বদলি করেন তাই দিপুকেও তার বাবার সাথে প্রতিবছর অন্য জায়গায় যেতে হয়। কিন্তু এটা দিপুর একদম ভালো লাগে না।কারণ সে তার বন্ধু বান্ধবদের সাথে এক বছরের বেশি থাকতে পারেনা তার উপরে আবার প্রতিবছর নতুন বন্ধু তৈরি করা একটা বিরক্তিকর কাজ।

এবারো দিপু তার বাবার সাথে নতুন জায়গায় এসেছে প্রতি বছররের ন্যায়।নতুন স্কুলে ভর্তি হয়েছে। তারপর এক পর্যায়ে দিপুর তারিক নামে একটা ছেলের সাথে স্কুলে শত্রুতা শুরু হয়। তারিক অনেকটা গুন্ডা টাইপের ছেলে, তারিকসহ আরো দুইজন মিলে একবার দিপুকে ধরে ইচ্ছামতো মাইরও দেয় কিন্তু শেষ পর্যায়ে দিপুর সাথে তারিকের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়। এবং তারিক দিপু ও তাদের বন্ধুরা মিলে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক সম্ভব স্মাগলারদের কে খুব কৌশলের সাথে পুলিশের কাছে ধরিয়ে দেয়।এবং তারা এর জন্য সরকার থেকেও পুরস্কার পায়।আর বাকীটা আপনারা পড়লেই বুঝবেন।

পুরো উপন্যাসটার শেষ অংশটা ছিলো মূলতো সবচেয়ে বেশি রোমাঞ্চকর। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

ডাউনলোড লিংক :Download Dipu Number Two

ফেসবুকে আমি-

The post ডাউনলোড করুন ড. জাফর ইকবালের বিখ্যাত কিশোর উপন্যাস "দিপু নাম্বার টু" এর পিডিএফ ফাইল appeared first on Trickbd.com.

মধু খাওয়ার উপকারিতা

Posted:

মধু নামক খাবার টি এর সাথে আমরা সকলেই প্রায় পরিচিত। কিন্তু আপনারা কি জানেন মধু খেলে আমাদের কী কী উপকার বা লাভ হতে পারে। যদি জেনে থাকেন তো খুবই ভালো আর না জানলে এই পোস্ট পড়ে নিন তাহলেই সমস্ত টা জানতে পারবেন।

মধু খাওয়ার উপকারিতা

মধু খেতে যেমন টা উপাদেয়, তেমন ভাবেই এর গুণ এর কথা ও বলে শেষ করা যাবে না। এছাড়াও সুস্বাস্থ্য এর জন্য মধু অনেক উপকারি একটি খাদ্য। নিজের ওজন কে নিয়ন্ত্রণ এ রাখতে অনেকেই খালি পেটে লেবুর রস এর সাথে মধু মিশিয়ে খেয়ে থাকে। এছাড়া রক্তশূন্যতায়, শক্তি বর্ধনে, রূপচর্চায়, অনিদ্রায়, এছাড়াও আমাদের লিভার কে পরিষ্কার রাখতে মধু উপকারি ভূমিকা পালন করে। পুষ্টিগত গুণ এবং উপাদেয় তার দিক টি বিবেচনা করে আমরা যদি খাবার এর একটি তালিকা তৈরি করি তবে, সে তালিকার প্রথম সারিতে এ যে নাম থাকবে সেটি হলো 'মধু'র নাম।

মধু খাওয়ার উপকারিতা ও অপকারিতা মধু খাওয়ার উপকারিতা কি বাসি পেটে মধু খাওয়ার উপকারিতা কাঁচা হলুদ ও মধু খাওয়ার উপকারিতা প্রতিদিন মধু খাওয়ার উপকারিতা মধু খাওয়ার উপকারিতা ও নিয়ম মধু খাওয়ার উপকারিতা কি কি গরম পানি লেবু মধু খাওয়ার উপকারিতা মধু খাওয়ার উপকারিতা ভিডিও রাতে ঘুমানোর আগে মধু খাওয়ার উপকারিতা রাতে মধু খাওয়ার উপকারিতা pdf রাতে মধু খাওয়ার উপকারিতা কি খালি পেটে মধু খাওয়ার উপকারিতা মধু খাওয়ার উপকারিতা কী গরম পানি দিয়ে মধু খাওয়ার উপকারিতা শীতকালে মধু খাওয়ার উপকারিতা দৈনিক মধু খাওয়ার উপকারিতা রাতে মধু খাওয়ার উপকারিতা শীতে মধু খাওয়ার উপকারিতা

মধুর উপাদান

মধু তে অনেক রকমের উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীরকে সুস্থ্য রাখতে সাহায্য করে। এতে রয়েছে ৪৫ টি খাদ্য এর উপাদান। ফুলের পরাগ এর মধু তে রয়েছে ২৫% থেকে ৩৭% গ্লুকোজ; ৩৪% থেকে ৪৩% ফ্রুক্টোজ। এছাড়াও এতে আছে ০.৫ শতাংশ থেকে ৩.০ শতাংশ সুক্রোজ এবং ৫ শতাংশ থেকে ১২ শতাংশ মন্টোজ। মধুতে আরো থাকে ২২% অ্যামাইনো অ্যাসিড; ২৮% খনিজ লবণ আর ১১% এনকাইম। এতে কোনো চর্বি বা প্রোটিন নেই। প্রতি ১০০ গ্রাম মধুতে উপস্থিত থাকে ২৮৮ ক্যালরি।

মধুর উপকারিতা

মধু খাওয়ার উপরকারিতা বলে শেষ করা সম্ভব নয়৷ তাও আমি কয়েকটি উপকারিতা আপনাদের সাথে শেয়ার করছি।

হজমে সহায়তা

এতে যে শর্করা থাকে, তা সহজেই হজম হয়। কারণ, এতে যে ডেক্সট্রিন থাকে, তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে। পেটরোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী।

রক্তশূন্যতায়

মধু রক্ত এর হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে বলে এই মধু রক্তশূন্যতায় বেশ ফলদায়ক একটি ওষুধ বলে বিবেচনা করা হয়। কারণ, এতে রয়েছে অনেজ বেশি পরিমাণে কপার, লৌহ এবং ম্যাঙ্গানিজ।

আরো পড়ুনঃ কাজু বাদাম খাওয়ার উপকারিতা ও কাজু বাদাম খাওয়ার নিয়ম (Kaju Badam)

ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময়ে

বলা হয়, ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী। যদি একজন অ্যাজমা (শ্বাসকষ্ট) রোগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয়, তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবে।

অনিদ্রায়

মধু অনিদ্রা এর জন্য অনেক ভালো ওষুধ। রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানির সাথে দুই চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুমের দেশে যাওয়ার কাজ করে।

প্রশান্তিদায়ক পানীয়

হালকা গরম দুধের সাথে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয়।

মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষায়

মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহৃত হয়। এটা দাঁতের ওপর ব্যবহার করলে দাঁতের ক্ষয়রোধ করে। দাঁতে পাথর জমাট বাঁধা রোধ করে এবং দাঁত পড়ে যাওয়াকে বিলম্বিত করে। মধু রক্তনালিকে সম্প্রসারিত করে দাঁতের মাড়ির স্বাস্থ্য রক্ষা করে। যদি মুখের ঘায়ের জন্য গর্ত হয়, এটি সেই গর্ত ভরাট করতে সাহায্য করে এবং সেখানে পুঁজ জমতে দেয় না। মধু মিশ্রিত পানি দিয়ে গড়গড়া করলে মাড়ির প্রদাহ দূর হয়।

পাকস্থলীর সুস্থতায়

মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে। এর ব্যবহার হাইড্রোক্রলিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি, বমিভাব, বুকজ্বালা এগুলো দূর করা সম্ভব হয়।

তাপ উৎপাদনে

শীতের সময় আমরা চাই শরীরকে গরম রাখতে। আর এটা করতে এই মধু আমাদের সাহায্য করে। শরীর কে গরম রাখতে মধু আপনাকে সাহায্য করবে। এক অথবা দুই চামচ মধু এক কাপ ফুটানো পানির সাথে খেলে শরীর ঝরঝরে এবং তাজা থাকে।

পানিশূন্যতায়

যদি আপনার ডায়রিয়া হয়, তাহলে এক লিটার পানির সাথে ৫০ মিলি লিটার মধু মিক্স করে খেলে দেহের পানিশূন্যতা রোধ করা যায়।

রূপচর্চায়

মেয়েদের রূপচর্চার জন্য মাস্ক নাকম একটি ফেসিয়াল করা হয়। আর এই মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয়। মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধি করার জন্যও মধু ব্যবহার করা হয়।

ওজন কমাতে

মধুতে কোনো প্রকার চর্বি বা প্রোটন নেই। এটি পেট পরিষ্কার করে এবং চর্বি কমায় যার ফলে আমাদের ওজন কমে।

হজমে সহায়তা

প্রাকৃতি গত ভাবেই মধু বেশ মিষ্টি। তাই মধু অনেক সহজেই হজম হয়ে যায় এবং অন্যান্য সব খাবারকে হজম হতে সহায়তা করে।

গলার স্বর

গলার স্বর সুন্দর ও মধুর করতে এই মধুর গুরুত্ব অপরিসীম। আপনি যদি একজন ভালো গায়ক ও কণ্ঠশিল্পী হতে চান তাহলে এটি প্রতিদিন খাওয়ার অভ্যাস করুন।

হাড় ও দাঁত গঠনে

মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম। ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত রাখে, নখের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, ভঙ্গুরতা রোধ করে।

উচ্চ রক্তচাপ কমায়

দুই চামচ মধুর সঙ্গে এক চামচ রসুনের রস মেশান। সকাল-সন্ধ্যা দুইবার এই মিশ্রণ খান। প্রতিনিয়ত এটার ব্যবহার উচ্চ রক্তচাপ কমায়। প্রতিদিন সকালে খাওয়ার এক ঘণ্টা আগে খাওয়া উচিত।

রক্ত পরিষ্কারক

এক গ্লাস গরম পানির সঙ্গে এক বা দুই চামচ মধু ও এক চামচ লেবুর রস মেশান। পেট খালি করার আগে প্রতিদিন এই মিশ্রণ খান। এটা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। তা ছাড়া রক্তনালিগুলোও পরিষ্কার করে।

রক্ত উৎপাদনে সহায়তা

রক্ত উৎপাদনকারী উপকরণ আয়রন রয়েছে মধুতে। আয়রন রক্তের উপাদানকে (আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট) অধিক কার্যকর ও শক্তিশালী করে।

রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়

মধু শরীর এর রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং শরীর এর ভেতর এ এবং বাইর এর যেকোনো ব্যাকটেরিয়ার আক্রমণ হতে আমাদের রক্ষা করার ক্ষমতার ও জোগান দেয়। মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান, যা আমাদের দেহের ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে বাচায়।

তো প্রিয় ভিজিটর আশা করছি আপনাদের কাছে আজকের এই পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমাদের সাইটে এরকম আরো অনেক হেল্পফুল পোস্ট রয়েছে সেগুলো পড়তে চাইলে আমাদের ShopTips24.CoM সাইটটি একবার ভিজিট করুন। আর আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।

The post মধু খাওয়ার উপকারিতা appeared first on Trickbd.com.

সিম নাম্বার দিয়ে যে কারো পরিচয় বের করুন

Posted:

হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাকে আমার পক্ষ থেকে আবারো স্বাগতম আমাদের প্রিয় সাইট TrickBd.com এ। আজকের পোস্টে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর আজকের পোস্টের বিষয়টি হলো ফোন নাম্বার দিয়ে নাম্বারের মালিক এর পরিচয় বা তথ্য বের করা। তো চলুন, আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের পোস্টটি।

আমাদের ফোনে প্রায়ই অনেক সময় অচেনা সিম নাম্বার থেকে মিস কল বা কল এসে থাকে। আর, এই সকল কলের জন্যই অনেক সময় আমাদের মাথাব্যথার সৃষ্টি হয়ে থাকে। প্রতিদিন বিভিন্ন অচেনা নাম্বার থেকে কল আসতে থাকলে কার-না মাথা ব্যাথা সৃষ্টি হবে না বলুন তো! আর এই সমস্যাটি যে শুধু মাত্র দুই বা একজন এর সাথে ঘটেছে তা নয় কিন্তু। প্রতিদিন হাজার হাজার মানুষের সাথে এই সমস্যাটি হয়ে আসছে।

আমাদের সবাই কেই কখনো না কখনো, এই অচেনা সিম নাম্বার থেকে কল আসা নিয়ে হয়রানি হয়েছে। একটি গবেষণায় জানা গেছে যে এই বিষয়টা পৃথিবীর প্রায় ৭০ ভাগ মানুষের ক্ষেত্রেই ঘটেছে, যে যাই বলুক না কেন!

কিন্তু এখন, সেই আগকার দিনের মতো বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বর্তমান তথ্য ও প্রযুক্তির কল্যাণে আমরা কিন্তু চাইলেই সেই কলকারী এর পরিচয় মূহুর্তের মধ্যই বের করে নিতে পারি। যার ফলে আমাদের আর সেই আগকার দিনের মতো হয়রানি এর শিকার হতে হবে না।

তো আজকে, আমরা আলোচনা করবো কিভাবে আপনারা, আপনাদের মোবাইলে অচেনার কারোর নাম্বার দিয়ে তাদের পরিচয় বের করবেন। আশা করছি, এই পোস্টটি আপনার অনেক কাজে লাগবে। আর ভালোভাবে কাজটি করতে পুরো পোস্ট টি ভালো করে পড়ুন।

এখনকার সময়ে সিম নাম্বার দিয়ে পরিচয় বের করার জন্য অনেক এপ এবং ওয়েবসাইট আছে। কিন্তু আজকে আমি আপনাদের সাথে, TrueCaller নামক এপ এবং ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো।

TRUECALLER APP

ট্র্যাকিং করার জন্য সবথেকে ভালো ও জনপ্রিয় জনপ্রিয় এপ হলো True Caller। আপনি হতো কখনো এই অ্যাপটির নাম বা সম্পর্কে শুনে থাকবেন। আর এই এপটি গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।

আপনার ফোন এ যদি এই এপটি ইন্সটল করা থাকে, তাহলে আপনার মোবাইলে কল আসার সাথে সাথেই আপনার ফোনে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন কলকারী সম্পর্কে ওই এপটি থেকে। আর এই নোটিফিকেশনে লেখা থাকবে কে আপনাকে কল করেছে, কোন সিম নাম্বার থেকে কল এসেছে, যদি সেই সিম নাম্বারটি আপনার ফোনে সেভ করা না থাকে। সিম নাম্বার সেভ থাকলে সেটা চেনা নাম্বার মনে করবে সেই এপ টি তাই সেভ করা নাম্বারের কল আশার সময় কোনো নোটিফিকেশন আসবে না। এটা আমার আছে অনেকটা ভালো লেগেছে। কিন্তু এখানে একটি বিষয় আপনার মনে রাখতে হবে যে, সেটি হলোঃ

এই অ্যাপটি কিন্তু আপনার ফোনের ডাটা বা ওয়াইফাই এর সাথে কাজ করে। আর তাই আপনাকে সবসময় নেট কানেকশন বা ওয়াইফাই কানেকশন অন করে রাখতে হবে এই এপটি থেকে এই সেবা টি পাওয়ার জন্য।

TrueCaller ওয়েবসাইট

আপনারা এতক্ষন যেটি জানলেন সেটি হলো একটি অ্যাপ ব্যবহার করে কিভাবে মোবাইল নাম্বার থেকে পরিচয় বের করা যায় সেটা সম্পর্কে। তো এবার চলুন একটু জেনে আশা যাক, আপনি যদি এই অ্যাপটি ইন্সটল না চান সেক্ষেত্রে কি করবেন?

সেক্ষেত্রে আপনি চাইলেই TrueCaller এর ওয়েবসাইট টি ব্যবহার করতে পারেন। এর জন্য আপনি নিচের স্টেপগুলো অনুসরণ করুনঃ

প্রথমেই আপনি TrueCaller এই ওয়েবসাইটে চলে যান।

এবার, আপনাকে যে নাম্বারটি দিয়ে কেউ কল বা মিস কল করে বিরক্ত করছে সেই সিম নাম্বারটি কপি করে নিন।

এবার আপনি TrueCaller এর ওয়েব সাইট টি তে চলে যান। সাইটের লিংক কিন্তু আমি উপরেই দিয়ে রেখেছি।

সেখানে যাওয়ার পর একটি ইন্টারফেস পাবেন আপনি। সেখানে একটি বক্স দেখতে পাবেন। বক্স টি হলো Look Up Any Number । তো দেরি না করে যে নাম্বারটি কপি করেছিলেন সেই নাম্বারটি সেখানে পেস্ট করে দিন।

এরপর আপনি এবার বক্সের পাশের সার্চ আইকনের উপরে ক্লিক দিন। এরপর আপনাকে আপনার ই-মেইল দিয়ে সাইন ইন করতে বলবে। তো আপনি সেখানে আপনার জিমেইল দিয়ে সাইন আপ করে নিবেন।

সাইন আপ করার পরে আপনাকে TrueCaller এর ইন্টারফেসে আবারো নিয়ে আসবে। সেখানে আপনি যে নাম্বারটি আপনি সার্চ করেছিলেন সেই সম্পর্কে কিছু তথ্য যানাবে।

তো পোস্ট টি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর সবসময় TrickBd.com এর সাথেই থাকবেন।

The post সিম নাম্বার দিয়ে যে কারো পরিচয় বের করুন appeared first on Trickbd.com.

ক্রিপ্টো ভেঞ্চার ও এঞ্জেল ইনভেস্টর কি ও কিভাবে কাজ করে?

Posted:

আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেনচার কেপিটাল কি, কিভাবে ইহা কাজ করে এবং কিভাবে আমরা ভেনচার ক্যাপিটাল থেকে লাভবান হতে পারি। ক্রিপ্টো মার্কেট এ ইনভেস্ট করা খুবই ঝুঁকিপূর্ণ, তাই ইনভেস্ট এর আগে আপনি নিজে রিসার্চ ও এনালাইসিস করে নিবেন। আপনার কোনো লাভ কিংবা লসের ভাগীদার আমি কিংবা ট্রিকবিডি নই।

ক্রিপ্টো ভেঞ্চার হচ্ছে একধরনের প্রাইভেট ইকুইটি (equity) (প্রজেক্ট এর মার্কেট ভ্যালু এর শেয়ার %) হোল্ডার ও স্টার্টআপ বুস্টার যেখানে তারা নতুন ও ছোট ছোট প্রজেক্ট এ ইনভেস্ট করে লং টার্মের প্রফিট এর উদ্দেশ্যে৷

আর এঞ্জেল ইনভেস্টর হচ্ছে রিচ প্রাইভেট ইনভেস্টর যারা নিজেরাই ছোট ছোট প্রজেক্ট এ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করে প্রজেক্ট এর কিছু ownership শেয়ার নেয় ও পরবর্তীতে কোন সেল এ (ICO, IPO) প্রফিট নিয়ে বেরিয়ে যায়। এরা ছোট ছোট ভেঞ্চারদের ও সাহায্য করে থাকে।

ক্রিপ্টো ভেঞ্চার কিভাবে কাজ করে?

ক্রিপ্টো ভেঞ্চার গুলো মূলত একটা কোম্পানি বা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর নিয়ে দলগত টিম বানিয়ে ভেঞ্চার ক্রিয়েট করে। একটা ভেঞ্চারে সাধারণত ২-৪৮ জন্য ইনভেস্টর যুক্ত থাকতে পারে। তারা সাধারণত কিছু ইনভেস্টিং প্ল্যাটফর্ম এর মাধ্যমে প্রজেক্ট সম্পর্কে কন্সেপ্ট টা জানে, টিম ডিটেইলস ও হাবিজাবি জিনিষ জেনে নেয় ইনভেস্টের আগে।

জানার পরে ইনভেস্ট ও টোকেন এলোকেশন/একুয়িটি এর হিসেব নিকেশ এর পালা। ভালো প্রজেক্টে যত বেশি ইকুয়িটি বা কম দামে টোকেন কিনা যায় সেটাই লাভ। এক্ষেত্রে ভেঞ্চার যে টাকাটা প্রজেক্ট এ দিবে সেটা পারফর্মেন্স এর উপর নির্ভর করে ভেস্টিং পেরিওডে ও হতে পারে।

প্রফিট এলোকেশন কিভাবে হয়?

একটা ভেঞ্চার ৫-১০ বছরের ইনভেস্ট প্ল্যান নিয়ে মাঠে নামে৷ পরবর্তীতে সেটা ভাগ্য নির্ধারণ হয়। ইনভেস্টে এমনিতে প্রতি বছরে প্রফিট এনালাইসিস করা হয় ও সেই হিসেবে প্রফিট ভাগাভাগি হয়। এইখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে!!!!

ভেঞ্চারে একজন ম্যানেজার থাকে যে ফান্ড ম্যানেজ ও ইনভেস্টর থেকে প্রজেক্টে ফান্ড ইনভেস্ট করে। তার প্রফিট আলাদা থাকে ও সেই প্রফিট বলা চলে।

তো ম্যানেজার এর প্রফিট কিভাবে গননা হয়?

যেহেতু ফান্ড ম্যানেজার অলমোস্ট সবকিছু ম্যানেজ করে সেহেতু সে এক্সট্রা বেনেফিট পায়।

প্রফিট শেয়ার এর শর্ত ফান্ড ম্যানাজার ও ইনভেস্টরদের মধ্যে এররকম থাকে যে, আপনি যদি ইনভেস্ট করে একটা পার্সেন্টেজ এর বেশি প্রফিট করেন তাহলে প্রফিট টা দুই ভাগে ভাগ হবে। এক ভাগ নিবে ফান্ড ম্যানেজার ও বাকি ভাগ সকল ইনভেস্টর। ধরে নিই, শর্ত অনুযায়ী গ্রস প্রফিট ১০%। অর্থাৎ ফান্ড ম্যানেজার যদি একবছরে ইনভেস্ট করে ১০% এর বেশি রিটার্ন নিয়ে আসে, ২০% ধরি। তাহলে, প্রথম ১০% ইনভেস্টর রা ভাগ করে নিবে। বাকি ১০% এর ৫% ফান্ড ম্যানেজার নিবে ও বাকি ৫% আবার ইনভেস্টর রা ভাগাভাগি করে নিবে। প্রফিট ১০% এর কম বা নিচে হলে ফান্ড ম্যানেজার কিছু পাবেনা।

একটা ভেঞ্চার হলেই কি যেকোন প্রজেক্ট এ ইনভেস্ট করা যায়?

উত্তরটা হ্যা ও আবার না ও। ভেঞ্চারদের মধ্যেও অনেক কম্পিটিশন চলে। ১০ টা ভেঞ্চারের মধ্যে আপনি পার্টনার হতে হলে অবশ্যই টাকা ছাড়াও আরো কিছু করতে হবে। সেটা হতে পারে আপনি প্রজেক্ট কে কানেকশন বা ইন্ডাস্ট্রি সম্পর্কে সাহায্য করলেন। বা প্রজেক্ট এর মার্কেটিং ও পাবলিক রিলেশন এর ডিপার্টমেন্ট দেখলেন বা পার্টনারশিপ এ হেল্প করলেন। নতুন ভেঞ্চার হলে টাকার পাশাপাশি এইসব সুবিধা দেখাতে হয়।

লিগ্যাল ইস্যু কেমন? 

লিগ্যাল ইস্যু নিয়ে ঘাটাঘাটি করে তেমন কিছুই পেলাম না। বলা চলে, আপনার টোকেন ICO থেকে কেনার পার্মিশন, ইনভেস্টরদের সাইন ও প্রজেক্ট এ ইনভেস্ট এর সময় এগ্রিমেন্ট করে নিলেই হয়।

ক্রিপ্টোতে লিডিং ভেঞ্চার কোনগুলো? 

আমার জানামতে Coinbase venture, Alameda Reseach, DAO, Binance Research etc are most famous. কয়েনবেসের নিজস্ব পেজ আছে যেখানে আপনি তাদের ইনভেস্ট করা প্রজেক্ট লিস্ট পেয়ে যাবেন।

ভেঞ্চারের মাধ্যমে ইনভেস্ট এর রিস্ক ও প্রফিট রেশিও কেমন?

এটা পুরোটাই ডিপেন্ড করবে ইনভেস্ট করা প্রজেক্ট গুলোর উপর। ভালো প্রজেক্ট এ ইনভেস্ট করলে খুবই ভালো প্রফিট সম্ভব। অন্যদিকে, খারাপ প্রজেক্ট এ করলে পুরোটাই লসের সম্ভাবনা থাকে।

আপনার কি ভেঞ্চার ক্যাপ্টালিস্ট হিসেবে ইনভেস্ট করা উচিত? 

হ্যা, কেন নয়? যদি লেজিট কোন ভেঞ্চারের সাথে যুক্ত হতে পারেন ও আপনার ভালো এমাউন্ট ইনভেস্ট করার মতো থাকে তাহলে জয়েন হয়ে নিন। এখানে ভালো এমাউন্ট বলতে আমি ১-২ মিলিয়ন বুঝিয়েছি কম পক্ষে যদি ছোট ভেঞ্চারের সাথেও জয়েন হতে চান।

ভাই আমার অত টাকা নাই, কি করা যায়?

যদি আপনার ওতো টাকা না থাকে তাহলে বেস্ট কোন ভেঞ্চারে জয়েন না করে টাকা গুলা লসের থেকে বাচানো। ভেঞ্চারের পরেই আসে IPO/ IDO অফারিং এর অপশন যেটায় আপনার যাওয়া উচিত”!!!

IPO / IDO নিয়ে বিস্তারিত পরবর্তী পোস্ট এ লিখার চেষ্টা করবো। ভূল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রাকিবুল ভাইয়ের পোস্ট থেকে সংকলিত ও পরিমার্জিত।

আপনি চাইলে আপনার টেলিগ্রাম গ্রুপটেলিগ্রাম চ্যানেল এ জয়েন হয়ে থাকতে পারেন। সেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো কারেন্সি মার্কেট আপডেট ও আর্নিং টিপস্ – ট্রিকস, airdrop শেয়ার করে থাকি। ধন্যবাদ।

The post ক্রিপ্টো ভেঞ্চার ও এঞ্জেল ইনভেস্টর কি ও কিভাবে কাজ করে? appeared first on Trickbd.com.

জীবনে সফল হতে এই কাজগুলো করুন

Posted:

জীবনে সুখী হতে গেলে কি করতে হয় জানেন ? আপনাদের হয়তো মনে হতে পারে, যার কাছে যত টাকা আছে সে ততো বেশি সুখী ।

কিন্তু একটা জিনিস কি জানেন, সুখ টাকার বিনিময়ে কেনা যায় না । কিন্তু জীবনে যদি ছোট্ট ছোট্ট কয়েকটি নিয়ম মেনে চলেন, তাহলে দেখবেন আপনার মত সুখী মানুষ জীবনে আর একজন ও নাই ।

চলুন আজকে আপনাকে কয়েকটি নিয়ম বলে দিই, যেগুলো মেনে চললে আপনার জীবন টাকে আরো বেশি সুন্দর করে সাজাতে পারবেন ।

১। আপনার কাছে এখন যত টুকুই আছে, তার মধ্যে সুখ, শান্তি খুঁজে নিন । তারমানে আমি এটা বলছি না, যে বড় কিছু করার স্বপ্ন দেখা ছেড়ে দিন । সফল হওয়ার জন্য বড় বড় স্বপ্ন দেখা জরুরি । আমি বারণ করছি আফসোস করতে । কারণ আপনি যদি ভাবতে থাকেন আমার কাছেই এটা নেই ওটা নেই এটা করতে পারিনি, তাহলে স্বপ্ন পূরণ করার জন্য লড়াইটা করবেন কখন ।

২। কোন কাজ করার আগে অতিরিক্ত ভাববেন না । যেমন আমি যদি হেরে যাই তাহলে কি হবে ? আমি যদি ব্যর্থ হই ? মানে লড়াই করার জন্য ময়দানে না নেমেই ভয় পাওয়া । কাজ করার আগে এত কিছুই ভেবে যদি সময় নষ্ট করেন তাহলে কাজ করবেন বা কখন, আর জিতবেন বা কখন ।

৩। সময় জীবনে ঘটে যাওয়া সকল ক্ষত এর উপর প্রলেপ দিয়ে যায় । তাই জীবনের আচমকা কোন দূর্ঘটনা ঘটলে বা খারাপ কিছু ঘটলে সেটাকে ফেস করতে শিখুন । সময়কে সময় দিন অর্থাৎ খারাপ সময় কে এড়িয়ে যাবেন না । কারণ ভালো সময় একদিনে আসে না, কিন্তু একদিন ঠিকই আছে । আরেকটু খেয়াল করে দেখবেন, খারাপ সময়ে আপনার প্রকৃত বন্ধু খুঁজে পাবেন ।

৪। নেগেটিভ মানুষদের থেকে সবসময় নিজেকে দূরে রাখুন। যে সকল মানুষের নিজস্ব একটা লক্ষ্য আছে জীবনে, চেষ্টা করুন সব সময় তাদের সাথে মিশতে। চেষ্টা করুন সেই সকল মানুষের সাথে মিশতে, যারা হেরে যাওয়ার পরও যে তার স্বপ্ন দেখে। কিন্তু ভুলেও নেগেটিভ মানুষের সাথে বন্ধুত্ব রাখবেন না। তাহলে নেগেটিভ কথা বলে বলে আপনাকে যেকোন কাজে ডিমোটিভেট করে দিবে।

৫। আপনার আশেপাশের লোকজন আপনাকে নিয়ে কি ভাবছে কি বলছে কখনোই পাত্তা দিবেন না । কারণ আপনার আশেপাশের লোকজনের মুখ কখনো আপনি বন্ধ করতে পারবেন না।‌‌ ওদের যা বলার বলতে দিন, যা ভাবার ভাবতে দিন, আপনি শুধু আপনার টার্গেট সামনে রেখে মন দিয়ে কাজ করতে থাকুন। আপনাকে নিয়ে লোকে কি ভাবছে বাকি বলছে, এটা ভাবতে ভাবতে আপনার লক্ষ্য থেকে কখনো পিছিয়ে যাবেন । আপনি এটাই ধরে নিবেন নিশ্চয়ই ভালো কিছু করছেন, এইজন্য অন্যেরা আপনাকে নিয়ে ভাবছে ।

৬। ইনকাম করুন, খরচ ও করুন । তবে তার মধ্যে সঞ্চয় করুন । অর্থাৎ ভবিষ্যতের জন্য কিছু বাঁচিয়ে রাখুন। হয়তো আপনার আশেপাশে এমন কিছু লোক দেখবেন বা শুনে থাকবেন জীবনে প্রচুর টাকা ইনকাম করেছে, শুধু ঠিকমতো সঞ্চয় করেনি বলে একটা সময় অর্থ কষ্টে কেটেছে ।

৭। নিজের জীবনে অতীতে ঘটে যাওয়া যত দুঃখ যন্ত্রণা কষ্ট হয়েছে, সে গুলোকে অতীতের হাতেই ছেড়ে দিন । কারণ অতীতে আপনার কন্ট্রোলে নাই । কিন্তু আপনার কাছে রয়েছে বর্তমান, যা আপনার ভবিষ্যৎ করে দিবে । তাই অতীত কে ভুলে বর্তমানে এমন কিছু করতে হবে যাতে ভবিষ্যতে সময়টা খুব ভালো যায় । তাই নিজেকে অতীতের সাথে জড়িয়ে পেঁচিয়ে আটকে রাখবেন না ।

৮। এটা জীবনে চলার জন্য খুবই গুরুত্বপূর্ণ । যে কাজটা করতে আপনার ইচ্ছা করে না, অথবা আপনি খুশি না সেই কাজটা কখনো নিজের পেশা হিসেবে নিবেন না। কাজটা করে আপনি সফল হবেন নাকি ব্যর্থ এটা নিয়ে ভাববেন না। যে কাজটা আপনি পেশা হিসেবে নিচ্ছেন তারা যদি আপনার মন থেকে করতে ইচ্ছে না করে তাহলে কখনই আপনি সাকসেস হতে পারবেন না। প্রত্যেকটা মানুষের কোন না কোন ক্রিটিভিটি থাকে, আপনাকে তা খুঁজে বের করতে হবে।

আরো পড়ুনঃ টাকা ছাড়া ফ্রিতে ফোনে আনলিমিটেড কথা বলুন

মন থেকে যে কাজটা করতে ভালো লাগে তাই নিজের পেশা হিসেবে নিতে হবে, তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন।

এই পয়েন্ট গুলো আপনার জীবনে প্রয়োগ করলে অবশ্যই ভালো কিছু পাবেন ।।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ .

The post জীবনে সফল হতে এই কাজগুলো করুন appeared first on Trickbd.com.

২২ শে শ্রাবন: কলকাতার ক্রাইম/ থ্রিলার মুভি যা পুরো ভারতীয় ইন্ড্রাস্ট্রির অন্যতম সেরা ক্রাইম, থ্রিলার মুভি হিসেবে বিবেচনা করা হয়!

Posted:

২২শে শ্রাবণ(২০১১)

পরিচালকঃসৃজিত মুখোপাধ্যায়

জনরাঃDrama, Mystery, Thriller

অভিনয়েঃপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন

IMDB rating:8.1/10

personal rating:8.5/10

Screenshot





অনেক দিন ধরে এই মুভিটা লিস্টে রাখা কিন্তু দেখা হয়ে উঠেনি। অনেক রিভিউ ও দেখেছি এই মুভি নিয়ে। তারপর আজ দেখলাম এই মুভিটা। অনেক দিন পর অসম্ভব ভালো একটি বাঙলা থ্রিলার মুভি দেখলাম যদি ও মুভিটা অনেক আগে বের হইছে।

সাধারণ ঘটনাকে অসাধারন ভাবে পরিচালক ক্যামেরার সামনে তুলে ধরেছেন। মুভি দেখার সময় সবকিছু নরমাল মনে হলেও শেষের ধাক্কার জন্য আমি মোটে অ প্রস্তুত ছিলাম না। আহ,বাংলা সাহিত্যকে নিয়ে এইরকম একটা সিরিয়াল কিলিং মুভি -সত্যিই খুব ভালো লাগলো।

মুভির প্লট

মুভিটি মুলত সিরিয়াল কিলিং নিয়ে । কোলকাতায় হঠাত করেই কিছু খুন হওয়া শুরু করে। ১১ সেপ্টেম্বর , ২২ অক্টোবর , ১১ ডিসেম্বর , ২৩ মার্চ , ১৩ মে।

এই সকল দিন এ খুন করা হয় এবং প্রত্যেকটি খুন কোনো না কোনো কবির মৃতুর তারিখে পাগল,গুন্ডা,ফকির,বেশ্যা,ভিখারিদের কে। আস্তে আস্তে পুলিশ খুনিকে ধরতে উঠে পরে লাগে।

কিন্তু কিছুতেই কোন কুল কিনারা পায় না। হত্যার মধ্যে তারা কিছু মিল খুজে পায়। সবার মৃত দেহের পাশেই পরে ছিল সুকুমার রায় , জীবনানন্দ দাস , বিনয় মজুমদার , শক্তি চট্টপধ্যায় এর কবিতার লাইন। আর কবিতার লাইন এর সাথে খুনের ধরনের মিল খুজে পাওয়া যায়।

পরবর্তীতে তারা খুনিকে ধরতে সাহায্য নেয় বহিষ্কৃত পুলিশ অফিসার প্রবীর রায় চৌধুরীর (প্রসেঞ্জিত চ্যাটার্জি) । প্রবীর আর অভিজিৎ (পরম্ব্রত চ্যাটার্জি) মিলে খুনি কে ধরতে অনেক ফন্দি আঁটতে থাকে।

এদিকে আভিজিতের বান্ধবি অমৃতা মুখার্জি (রাইমা সেন) ও সূর্য সিনহা (আবির চ্যাটার্জি) হল একটি নিউজ চ্যানেল এর রিপোর্টার । তারা সিরিয়াল কিলিং এর উপর একটা প্রোগ্রাম করার চিন্তা করে । তারা সিরিয়াল কিলিং নিয়ে নানা রকম পড়ালেখা শুরু করে। আস্তে আস্তে বের হয়ে আসতে থাকে অনেক ঘটনা ।

শেষ পর্যন্ত কি খুনি ধরা পরে ? পরলে কেই বা সে?নিবারন চক্রবর্তী , নাকি তারই আড়ালে লুকিয়ে থাকা অন্য কেও ??

কেনই বা করতো খুন ? পরবর্তী খুন কবে হবে?
এইসকল প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই দেখতে হবে ২২ শে শ্রাবণ।।

মুভিটি আমার কাছে ভালো লাগার কারন হলো অসাধারণ গল্প, স্ক্রিন প্লে আর ডায়লগের জন্য।কবিতার লাইনগুলো মুভিতে অন্য একটি মাত্রা যোগ করেছে। আর মুভির গানগুলো ও ছিল অসাধারণ।

দেখতে পারেন মুভিটি,ভালো লাগবে।

Link: Baishe Srabon Full Movie

The post ২২ শে শ্রাবন: কলকাতার ক্রাইম/ থ্রিলার মুভি যা পুরো ভারতীয় ইন্ড্রাস্ট্রির অন্যতম সেরা ক্রাইম, থ্রিলার মুভি হিসেবে বিবেচনা করা হয়! appeared first on Trickbd.com.

চমৎকার Keyboard App।ইচ্ছে মতো customization সুবিধা।(না দেখলে মিস করবেন )

Posted:

মুসলিম ভাইদের প্রতি সালাম আর অন্যান্য ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের পোস্ট টি শুরু করছি।

আজ আপনাদের মাঝে একটি সুন্দর stylish keyboard শেয়ার করবো।এ্যাপ টির নাম Betele keyboard কীবোর্ড টি আপনারা নিজেদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন।

কীবোর্ড টিতে যে যে সুবিধা থাকছে :


*নিজের ইচ্ছে মতো background

*কীবোর্ডের বাটন এর সাইজ নিজের মন মতো কাস্টোমাইজ

*লেখার ফন্ট স্টাইল পরিবর্তন

*সবথেকে চমকপ্রদ হচ্ছে লেখার সময় sound effect

এ্যাপ টির ডাউনলোড লিংক:

1.Drive download link

2.Telegram download link

কীবোর্ড টি নিচের পদক্ষেপ অনুসরণ করে set up করে নিন:

এ্যাপ টি ওপেন করলে এমন ইন্টারফেস দেখতে পাবেন।

তারপর mark করা জায়গায় ক্লিক করুন।

এখানে কীবোর্ড পারমিশন দিয়ে দিন।

তারপর Go now এ ক্লিক করুন।

উক্ত কীবোর্ড টি সিলেক্ট করে নিন। এখন আমাদের কাজ শেষ।

এবার আসি কীবোর্ডের customization এ:

নিচের মার্ক করা জায়গায় press করুন।

এখান থেকে ইচ্ছে মতো wallpaper দিতে পারবেন।

এখানে থেকে কীবোর্ডের বাটনের design এবং shape customize করতে পারবেন।

এরপর রয়েছে কীবোর্ডের ফন্ট স্টাইল চেঞ্জ সিস্টেম।

এবার আসি সব থেকে চমকপ্রদ বিষয় টিউন এ। এখানে থেকে নিজের মন মতো টিউন select করতে পারবেন।যেই ধরণের টিউন select করবেন। পড়বর্তীতে কীবোর্ড এ লেখার সময় ওই ধরণের সাউন্ড হবে। যেমন টা ডায়াল প্যাড এ কল দেওয়ার সময় শোনা যায় আরকি।

আশা করি পোস্ট টি ভালোই লেগেছে। পোস্ট টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ইনশাআল্লাহ।

ফেসবুকে আমি:For any problem

অথবা যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন:
Telegram Channel

The post চমৎকার Keyboard App।ইচ্ছে মতো customization সুবিধা।(না দেখলে মিস করবেন ) appeared first on Trickbd.com.

ফেসবুকে music & lyrics সহ story শেয়ার করুন ।

Posted:

আমাকে রিকোয়েস্ট করা হয়েছে যেন আমি ফেসবুকে স্টরিতে মিউজিক অপশন শো করে না এটা নিয়ে পোস্ট করতে। তাই আমি এটা নিয়ে কিছুটা ঘাটা ঘাটি করে দেখলাম যে কিভাবে এটা চালু করা যায়।
প্রথমে কিছু কথা বলে নেই। এই যে অপশন টা আছে এটা বাংলাদেশ সার্ভারের জন্য এভেইলেবল না। বাংলাদেশ সার্ভার ছাড়া অন্যন্য অনেক সার্ভারে এই মিউজিক অপশন টি দিয়েছে ফেইসবুক। আশা করি বাংলাদেশেও যোগ করে দিবে।
এখন ফেসবুকের অন্য সারভারের ফিচার আমরা নিতে উপভোগ করতে চাচ্ছি তাই অন্য সার্ভারের লোকেশন দিয়ে আইডি তে যেতে হবে। কিভাবে যাবো তা দেখে নেই।

ফেসবুক স্টোরিতে মিউজিক সহ ছবি পোস্ট করার আমি ২ টি সিস্টেম দেখাবো।

প্রথম টি প্রথমে আপনারা চেক করবেন না হলে দ্বিতীয় টি।

তো চলুন দেখি কিভাবে করবো।

প্রথমে দেখিয়ে নেই যে আমার এখানে ফেইসবুক স্টরিতে মিউজিক অপশন আছে কি না।




তো আপনারা দেখতে পারলেন যে এখানে মিউজিক অপশন নাই কোন।

১ম সিস্টেম

প্রথম কাজ হবে আপনি আপনার ফেসবুক আইডিটি লগ-আউট করবেন।


এরপর একটা ভিপি এন লাগবে turbo vpn ডাউনলোড করে নিবেন

এর পর এটাতে us সার্ভারে কানেক্ট করবেন।



কানেক্ট হয়ে গেলে আপনারা আবার ফেসবুকে যাবেন তারপর আইডি লগইন করবেন এর পর create story

আপনার ছবি সিলেক্ট করবেন এর পর স্টিকার এর উপর ক্লিক করবেন

এই যে দেখুন মিউজিক অপশন


২য় সিস্টেম

উপরের সিস্টেমেও যদি আপনাদের মিউজিক অপশন না আসে তাহলে আপনারা এভাবে করতে পারেন।
প্রথম আপনারা vpn থাকা অবস্থায় instagram অপেন করবেন।

এখানে আপনার ফেইসবুক আইডি দিয়ে লগইন করবেন।।
এরপর story তে ক্লিক করুন

এরপর এখানে ক্লিক করে ইমেইজ সিলেক্ট,করুন

এরপর স্টিকারে ক্লিক করুন

এরপর মিউজিক দেখতে পাবেন এটায় ক্লিক

এরপর যেকোন গান সিলেক্ট করুন

এরপর

এখন ফেসবুকে ক্লিক করুন

confirm & share

এইযে দেখুন স্টোরি

তো আজ এই পর্যন্তই।

আমার ফেসবুক আইডিঃ Tawhid Hridoy

লেখালেখি করে জিতে নিন পুরস্কারঃ BDBoighor.com

আমাদের ইউটিউব চ্যানেলঃ TipTop BD

যেকোন ধরনের Thumbnail, Logo, Photo Editing, Wapkiz Web design ইত্যাদি করাতে চাইলে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে।

The post ফেসবুকে music & lyrics সহ story শেয়ার করুন । appeared first on Trickbd.com.

আপনার Rooted এন্ড্রয়েড ফোনটিতে ফেসবুক এর ইমোজি ইনস্টল করুন এবং ফেসবুক মেসেঞ্জারের মতো সব জায়গায় ফেসবুকের স্টাইলিশ ইমোজি উপভোগ করুন।[Facebook Emoji 4.0]

Posted:

আসসালামু আলাইকুম,


আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলই অনেক ভালো আছেন।
আজকে আপনাদের মাঝে Facebook Emoji 4.0 শেয়ার করবো। যা ইনস্টল করলে আপনার রুটেট ডিভাইসে সব খানে ফেসবুক মেসেঞ্জারের মতো ইমোজিগুলো শো করবে।
এই পোস্টটি বিষেষ করে তাদের জন্য যাদের ফোনের এন্ড্রয়েড ভারশন ১০এর নিচে। কারণ Android 10 এর উপরের ভাশনের ফোন গুলোতে ডিফল্ট ইমোজিই অনেক সুন্দর থাকে।

ইমোজি ফন্টটি আপনার ফোনে ইনস্ট্ল করার জন্য অবশ্যই ফোনটি রুটেট এবং Android 5+ হতে হবে। এবং ভূল ভাল কমান্ড দেওয়ার ফলে যদি ফোন ব্রিক করে তাহলে আমি দায়ি থাকবো না 😁, তবে সঠিক কমান্ড দিতে পারলে ১০০% কাজ করবে ইনশাআল্লাহ।

প্রথমে ডাউনলোড বাটন এ ক্লিক করে ইমোজ ফন্টটি ডাউনলোড করে নিন। Download Facebook Emoji 4.0

তারপর নিচের স্ক্রিনশট ও নির্দেশনা অনুসরণ করুন-

নিচের স্ক্রিনশট এর মতো যেকোনো রুট ব্রাউজার ওপেন করুন আমি Zarchiver অ্যাপটির মাধ্যমে করবো,
রুট ব্রাউজার / ফাইল মেনেজার এ ঢুকে System>Fonts ফল্ডারটিতে প্রবেশ করুন।

তারপর NotoColorEmoji.ttf নামের ফাইলটি বের করুন এবং এটির রিনেম করে NotoColorEmoji.ttf.backup লিখে দিন যাতে পরে রিস্টোর করতে পারেন ডিফল্ট ইমোজি ফাইলটি।

এর পরে ফেসবুক ইমোজি এর রিনেম করুন NotoColorEmoji.ttf এবং এটি System> Fonts ফোল্ডারে পেস্ট করুন।

এবার ইমোজি ফাইলটির উপরে হোল্ড করে ধরুন তারপর নিচের মতো Permission নামের অপশন পাবেন,

পারমিশন 644 লিখে দিয়ে Apply তে ক্লিক করে ফোনটা রিবুট করুন।

এখন আপনার ফোনের ইমোজি চেক করে দেখুন সব জায়গায় ফেসবুক ইমোজি শো করতেছে।

উপভোগ করুন ফেসবুক ইমোজি

The post আপনার Rooted এন্ড্রয়েড ফোনটিতে ফেসবুক এর ইমোজি ইনস্টল করুন এবং ফেসবুক মেসেঞ্জারের মতো সব জায়গায় ফেসবুকের স্টাইলিশ ইমোজি উপভোগ করুন।[Facebook Emoji 4.0] appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments