২টি App এর মাধ্যমে আপনার Notification Panel কে নিচে নিয়ে আসুন (Customization লাভাররা ও যাদের বড় স্ক্রিনের মোবাইল আছে তারা অবশ্যই দেখবেন) |
- ২টি App এর মাধ্যমে আপনার Notification Panel কে নিচে নিয়ে আসুন (Customization লাভাররা ও যাদের বড় স্ক্রিনের মোবাইল আছে তারা অবশ্যই দেখবেন)
- যাদের Strong Alarm এর অভাবে সকালে ঘুম থেকে উঠতে সমস্যা তাদের জন্যে নিয়ে আসলাম Ultimate Alarm App!
- আপনার চোখকে মোবাইলের ক্ষতিকারক Blue Light থেকে রক্ষা করুন এই App এর সাহায্যে!
- FREE FIRE MOD SPECIAL AUTO KILL | ফ্রিতে অটোকিল+ফ্লাই হ্যাক মুড মেনু
- রেল ভ্রমণকারীদের জন্য একটি প্রয়োজনীয় এপস
- কম্পিউটারের ইতিহাস সম্পর্কে বিস্তারিত সকল তথ্য এই পোস্ট থেকে জানতে পারবেন। History of Computer.
- আপওয়ার্ক মার্কেটপ্লেস সম্পর্কে বিস্তারিত সবকিছু এবং আপওয়ার্কে কাজ করার কিছু টিপস।
- দেখে নিন পড়ালেখা মনে রাখার সহজ কয়েকটি উপায়
- গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরি থেকে আয় করুন
- Earn from Telegram Sponsored Ads | টেলিগ্রাম স্পন্সরড অ্যাডস থেকে ইনকাম করুন।
Posted: আসসালামু আলাইকুম, এটা কেন করবেন? যারা বড় স্ক্রিনের মোবাইল ব্যবহার করেন এবং যখন এক হাতে মোবাইলটি ব্যবহার করেন তখন আপনার বারবার মোবাইলের নোটিফিকেশন প্যানেলে পৌছাতে সমস্যা হতে পারে। অনেক সময় মোবাইল পিছলেও যায়। যারা এক হাতে মোবাইল ব্যবহার করে অভ্যস্ত কিন্তু বড় স্ক্রিনের কারনে বারবার নোটিফিকেশন প্যানেলে পৌছাতে সমস্যা হয় তাদের জন্যে এই ২টি এপ্লিকেশন সাজেস্ট করবো। তাছাড়া এই দুটি এপ্লিকেশনের মাধ্যমে আপনারা যারা Customization প্রেমী আছেন তাদের কাছেও ভালোলাগবে আশা করছি। কারন এতে মোবাইলে একটি cool look দেওয়া যায়। আর কথা না বাড়িয়ে চলে যাই আসল টপিকে।
এই App টি অনেক Customization settings offer করে। আপনারা আপনাদের নিজের মতো করে App টিকে সাজিয়ে নিতে পারবেন। যেমনঃ ১) নোটিফিকেশন প্যানেলে কোন কোন Tools গুলো আপনার প্রয়োজন সেগুলো Add করে রাখতে পারবেন। ২) আপনি চাইলে নোটিফিকেশন প্যানেলে কোনো url বা কোনো App অথবা কোনো shortcut add করে রাখতে পারবেন। ৩) যাদের ফোন Root করা আছে তাদের জন্যে এক্সট্রা অনেক ফিচার এই এপ্লিকেশনে দেওয়া আছে। ৪) কিছু সুন্দর সুন্দর Theme ও Colour Change করারও Options রয়েছে। ৫) আপনি চাইলে Background blur ও করতে পারবেন। ৬) আপনি চাইলে নিজে নিজে সব Customize করতে পারবেন। ৭) আপনি চাইলে Notch এর মতো করে নিচে Battery percentage, সময়, wifi/data এগুলোর status bar এ enable করতে পারবেন। দেখলে সুন্দর দেখা যায়। ৮) আপনি যখন keyboard ব্যবহার করবেন তখন এটা hide ও করে রাখতে পারবেন ৯) চাইলে নোটিফিকেশন বার যেটা উপরে Default এ আছে সেটাকে Disable করে দিতে পারবেন। তবে এর জন্যে আপনার Device rooted হতে হবে। ১০) আপনি চাইলে icon গুলোকে ৬ ভাবে change করতে পারবেন। এছাড়াও আরো অনেক ভালো ভালো customization settings আছে এই এপ্লিকেশনটিতে। আপনি এক এক করে নিজে নিজে দেখে নিতে পারেন। যা যা বললাম সেগুলোর স্ক্রিনশটসঃ
আগের এপটির মতো একই রকমের হলেও এখানে আপনারা Xiaomi এর নোটিফিকেশনের লুকটা পাবেন। যাদের Xiaomi এর নোটিফিকেশন প্যানেলটা ভালো লাগে তারা এই App টি try করে দেখতে পারেন। বলে রাখা ভালো, আগের App টির মতো এই App টিতেও আপনারা প্রচুর customization এর option পাবেন। তাই সেগুলো repeat করে আর বলছি না। নীচে কিছু স্ক্রিনশটস এর মাধ্যমে দেখানো হলো এপটি কেমনঃ অবশেষে বলবো, App দুটি আপনাদের পছন্দ হতেও পারে না-ও হতে পারে। কিন্তু একবার হলেও ইন্সটল করে দেখবেন আশা করি। The post ২টি App এর মাধ্যমে আপনার Notification Panel কে নিচে নিয়ে আসুন (Customization লাভাররা ও যাদের বড় স্ক্রিনের মোবাইল আছে তারা অবশ্যই দেখবেন) appeared first on Trickbd.com. |
যাদের Strong Alarm এর অভাবে সকালে ঘুম থেকে উঠতে সমস্যা তাদের জন্যে নিয়ে আসলাম Ultimate Alarm App! Posted: আসসালামু আলাইকুম, আপনার কি সকালে ঘুম থেকে দেরি করে উঠা অভাস আছে? আপনি কি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চান? মোবাইলে হাজারটা Alarm দিয়েও আপনার সমস্যার সমাধান হচ্ছে না? তবে এই পোস্টটি আপনার জন্যেই। মনোযোগ দিয়ে পোস্টটি দেখুন আর এই সমস্যার একটি আধুনিক সমাধান নিয়ে নিন। আজকে আমি এমন একটি App এর কথা বলবো যার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের পুরাতন Alarm কে ভুলে যাবেন। এই Alarm আপনাকে ঘুম থেকে উঠাবেই। কারন এই Alarm এতটাই ভালোভাবে কাজ করে। আমি নিজে ব্যবহার করে বলছি। যাদের কোনো Alarm এই ঘুম ভাঙে না তাদের জন্যে এই পোস্টটি লিখছি। তো চলুন, শুরু করা যাক।
এই App এ যেসব ফিচার আছে তা আপনাকে ঘুম থেকে উঠতে বাধ্য করবে। তাই আমি সাজেস্ট করবো এই App টিকে একবার হলেও ব্যবহার করে দেখতে। App এর ফিচারগুলো সম্পর্কে আলোচনা করা হলোঃ
যা যা বললাম তার প্রমানসাপেক্ষে কিছু স্ক্রিনশটসঃ অবশেষে বলবো, যারা ভালো alarm App খুজছিলেন তাদের জন্যে আশা করি এটা কাজে দিবে। কাজে না দিলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। The post যাদের Strong Alarm এর অভাবে সকালে ঘুম থেকে উঠতে সমস্যা তাদের জন্যে নিয়ে আসলাম Ultimate Alarm App! appeared first on Trickbd.com. |
আপনার চোখকে মোবাইলের ক্ষতিকারক Blue Light থেকে রক্ষা করুন এই App এর সাহায্যে! Posted: আসসালামু আলাইকুম, এখন আসি আজকের টপিকে। এই Application টি আমি গত ৩ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করছি। আপনারা যারা রাতজাগা পেচা মানে যারা সারারাত জেগে থাকেন আর মোবাইল ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানেন রাতের বেলায় চোখ ব্যথা করে অনেক্ষন মোবাইল ব্যবহার করার কারনে। অনেকের হয়তো এই অভ্যাসের কারনে অনেক সমস্যাতে পড়তে হয়েছে। আমি চোখের সমস্যার কথা বলছি। অনেকেই আছেন যারা মোবাইলের ক্ষতিকারক নীল রশ্মির কারনে চোখে ব্যথা বা চোখা জালাপোড়া বা চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যার সম্মুখীন হয়েছেন। আমি কোনো ডাক্তার নেই। তবে আমি আমার Experience থেকেই কথাগুলো বলছি। ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। কিন্তু আমি যা বলার চেষ্টা করছি তা হচ্ছে বর্তমান সময়ে মানুষ মোবাইল ছাড়া একদিনও ভালোভাবে চলতে পারে না। সারাদিন কোনো না কোনো কাজে মোবাইল লাগেই। তবে দীর্ঘক্ষন সময় ধরে মোবাইল ব্যবহার করতে করতে অনেকেই চোখের সমস্যায় পড়ে যান। আমিও পড়েছি। এই পোস্ট যারা দেখছেন তাদের মধ্যে অনেকেরই হয়তোবা চোখের সমস্যা আছে অনেকের হয়তোবা নেই। তবে হতে কতক্ষন? সমস্যা কি বলে আসে? তাই চোখের এই নীল রশ্মি থেকে রক্ষা পাওয়ার উপায় হিসেবে এই এপ্লিকেশনটি নিয়ে এসেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্যে। এ নিয়ে পূর্বে কোনো পোস্ট ট্রিকবিডিতে থাকলে আমি এটাই বলবো, যারা জানে না তাদের জানানোর জন্যে এই পোস্ট। এই এপ্লিকেশনটি যে কাজ করে তা বিজ্ঞান দ্বারা স্বীকৃত। আপনি চাইলে এ নিয়ে Research করে দেখতে পারেন। বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছেন বা যারা বিজ্ঞান সম্পর্কে ধারনা আছে তারা বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি। মোবাইলের নীল রশ্মি যে আমাদের চোখের ক্ষতি করে তা নিশ্চয়ই আপনাদের অজানা নয়। এ থেকে পরিত্রান পাওয়ার জন্যেই এই এপ্লিকেশনটি আপনাদের মাঝে শেয়ার করছি। নোটঃ এই এপ্লিকেশনটির যে ফিচার আছে মানে Blue light কে filter করা সেটি বর্তমানে অনেক মোবাইলেই ইনবিল্ট দেওয়া থাকে। যাদের ফোনে আছে তারা সেই সেটিংসটি অন করে নিবেন তাহলেই হবে। আর যাদের নেই তাদের জন্যে এই পোস্ট। চলুন, শুরু করা যাক। App Name : Blue light filter App Link : Playstore এই App এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ১) এই App ব্যবহারের মাধ্যমে আপনারা যারা বিশেষ করে রাতের বেলায় মোবাইল ব্যবহার করেন তারা চোখে আরাম পাবেন আর সুন্দর ঘুম পেতেও সাহায্য করবে। ২) অনেকে বলতে পারে, এই এপ্লিকেশনটির দরকারকি? ডার্ক মোড অন করে রাখলেই তো হয়। তাদের উদ্দেশ্যে বলছি, কিছুদিন আগে কোথায় যেন পড়েছিলাম ডার্ক মোড আসলে খুব বেশি উপকার করে না। সোর্স টার লিংক দিতে পাচ্ছি না কারন সেটি সেভ করিনি। কিন্তু যারা ডার্ক মোড ব্যবহারে অভ্যস্ত তারাও হয়তোবা এটা লক্ষ্য করেছেন যে ডার্ক মোড ব্যবহারের করেও অনেক সময় আপনার চোখ ও মাথা ব্যথা করছে। আমার সাথে এমনটা হয়েছে। তাই আমি ডার্ক মোড ব্যবহার করা ছেড়ে দিয়েছি। আমার জানাশোনা অনেকের সাথেও এমনটা হয়েছে। তাই আমি বলবো যারা ডার্ক মোড ছাড়া চলতেই পারেন না তারা ডার্ক মোডের সাথে এই এপটি অন করে রাখবেন। আশা করি ক্ষতিকারক Blue light থেকে মুক্তি পাবেন। ৩) যারা রাতের বেলায় মোবাইলে পড়া লেখা করেন তাদের জন্যে উপকারে আসবে বলে আশা করছি। ৪) এটি Blue light reduce করে মানে কমিয়ে দেয়। ৫) আপনি আপনার পছন্দমতো অনেক রকমের ফিল্টারের মাধ্যমে এই এপটিকে Customize করতে পারবেন। ৬) যেহেতু এটি ব্লু-লাইট কমিয়ে দেয় সেহেতু এটি আপনার মোবাইলের পাওয়ার সেভ করতে ভূমিকা পালন করে। তাই এটিও একটি পজিটিভ দিক। ৭) এটি ব্যবহার করা খুবই সহজ। শুধু আপনাকে এপটিকে ইন্সটল করার পর পারমিশন গুলো দিয়ে অন করে দিতে হবে। তাহলেই হবে। ৮) আপনি চাইলে একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন এই এপটি তার কাজে অটোমেটিক অন হয়ে যাবে এমনভাবে সেট করে রাখতে পারবেন। যেমন ধরুনঃ আমি চাই এই এপটি প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত নিজে নিজেই অন হয়ে যাক যার ফলে আমাকে একে প্রতিদিন অন করতে হবে না। আপনি এই সময়টিকে Schedule করে রাখতে পারবেন আপনার পছন্দ মতো। এতে আপনি ভুলে গেল কোনো সমস্যা হবে না। এপ নিজে নিজেই অন হয়ে যাবে। দুটি এক্সট্রা টিপসঃ ১) যখন কোনো এপ্লিকেশন ইন্সটল করবেন তখন এই এপটিকে Pause করে নিবেন। না হলে এপ্লিকেশনটি ইন্সটল হবে না। ২) স্ক্রিনশট নেওয়ার সময়ও এই কাজটি করে নিবেন। অবশেষে বলতে চাই, আপনার চোখের খেয়াল আপনাকে নিজেরই রাখতে হবে। সামান্য কিছু মেগা বাইট খরচ করে আপনার চোখকে অনেক বড় সমস্যার হাত থেকে বাচাতে কেন কৃপণতা করবেন? এপ্লিকেশনটি ভালো লাগলে বলবেন। নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। The post আপনার চোখকে মোবাইলের ক্ষতিকারক Blue Light থেকে রক্ষা করুন এই App এর সাহায্যে! appeared first on Trickbd.com. |
FREE FIRE MOD SPECIAL AUTO KILL | ফ্রিতে অটোকিল+ফ্লাই হ্যাক মুড মেনু Posted: আসসালামু আলাইকুম |
রেল ভ্রমণকারীদের জন্য একটি প্রয়োজনীয় এপস Posted: 05 Feb 2022 11:13 PM PST আসসালামু-আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের এমন একটি এপস এর সাথে পরিচয় করিয়ে দিব যেটি ব্যবহার করলে আপনাদের রেল জার্নি হবে আরো সহজ এবং ঝামেলাবিহীন। এই এপস ব্যবহারে আপনি নামমাত্র মূল্যে (২০ বার ফ্রি) ট্রেনের অবস্থান নির্ণয় করতে পারবেন। এছাড়াও জেনে নিতে পারবেন ট্রেনের সময়সূচী এবং চলাচলের রাউট। তো চলুন শুরু করা যাক, আজ যেই অ্যাপস এর সাথে পরিচয় করাবো সেটি হচ্ছে BR Explorer এপস। প্রথমেই এক নজরে দেখে নেই এই এপস এর মাধ্যমে আপনি কি কি ধরনের সুবিধা উপভোগ করতে পারবেন।
[ ****** এন আইডি কার্ড লাগবে না ********* ] কার্যপদ্ধতিঃ [ ******রেফার কোড না দিলে ফ্রি ক্রেডিট পাবেন না********* ] রেফার কোডঃ IUQWZ36812 প্রথমে প্লে স্টোর থেকে এপসটি ডাউনলোড করে নিবেনঃ ডাউনলোড করতে এখানে চাপ দিন।
এরপর এপসটি ওপেন করে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন। ১. ওয়েলকাম মেসেজ থেকে ক্লোজ বাটনে চাপ দিন। ২. সাইন-আপ করতে এখানে ক্লিক করুন। ৩. ফোন নাম্বার – ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন- আপ করুন এখানে রেফার কোড দিনঃ IUQWZ36812
[ ******রেজিস্ট্রেশন করতে এন-আইডি লাগবে না। এন আইডি না থাকলে স্থানটি খালি রাখুন ********* ] ৪. এন-আইডি ছাড়া আপনি টিকিট কাটতে পারবেন না। এই বার্তাটিতে সম্মতি দিন । অন্যথায় এন আইডি প্রদান করুন। ৫. আপনি একজন ডাক্তার হলে হ্যা দিন অন্যথায় না বাটনে চাপ দিন। ৬. লগইন এর স্থানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিন এবং ৭. লগইন বাটনে চাপ দিন।
৮.আপনার মোবাইলে আসা ওটিপি প্রদান করুন।
৯. রেল ট্রেক করতে সার্চ বাটনে চাপ দিন। ১০. এখান থেকে শুরুর স্টেশন থেকে গন্তব্যর স্টেশন সিলেক্ট করে রেল ট্র্যাক করতে পারবেন , এছাড়াও ডান পাশের ট্যাব থেকে ট্রেনের নাম অনুসারে ট্র্যাক করতে পারবেন।
১১. এখান থেকে সিলেক্ট ট্রেন বাটনে চাপ দিন। ১২. নাম অনুসারে ট্রেন সিলেক্ট করুন। ১৩.। ট্রেন সিলেক্ট করার পর ট্রেনের রাউট দেখতে পারবেন। বর্তমান অবস্থান জানতে Locate Train বাটনে চাপ দিন । ১৪. চার্জ এপ্লাই এর স্থানে হ্যা বাটনে চাপ দিন। উল্লেখ্য , এটি আপনার ফোনের ব্যালান্স কাটবে না , বরং এপসে থাকা ক্রেডিট থেকে কাটবে। যা, রেফার কোডে জয়েন করার জন্য ২০ টি ফ্রি পাওয়া যায়। এর পরের স্ক্রিনশট কপিরাইট পলিসির কারনে দেখাতে পারতেছি না। তবে বর্তমানে রেলের অবস্থান , বিলম্ব, কোচ সংখ্যা এবং কোচের অবস্থান শুরুতে নাকি শেষে সেটি নির্ণয় করতে পারবেন। ক্রেডিট চেক করতে Homepage থেকে My Account অপশনে চাপ দিন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন , ভাল থাকবেন । আল্লাহ হাফেজ। The post রেল ভ্রমণকারীদের জন্য একটি প্রয়োজনীয় এপস appeared first on Trickbd.com. |
কম্পিউটারের ইতিহাস সম্পর্কে বিস্তারিত সকল তথ্য এই পোস্ট থেকে জানতে পারবেন। History of Computer. Posted: 05 Feb 2022 11:02 PM PST আসসালামু আলাইকুম। কম্পিউটারের ইতিহাস সম্পর্কে বিস্তারিত পোস্ট।
মেরিল্যান্ডের ব্যালিস্টিক রিসার্চ ল্যাব ১৯৪৩ সালে ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার মূর স্কুল অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক জন মশলী (John Mauchly) এবং তার প্রকৌশলী জে. প্রেসপার ইকার্ট (J. Presper Eckert) কে এ কাজের জন্য নিয়োজিত করে। এ প্রকল্প থেকেই জন্ম নেয় ENIAC (Electrical Numerical Integrator And Calculator) কম্পিউটার। এ ENIAC কম্পিউটার নির্মাণকাজ শেষ হয় ১৯৪৫ সালের নভেম্বর মাসে। ত্রিশ টন ওজনের ENIAC কম্পিউটারটি প্রতি সেকেে ৫০০০টি যোগ, ৩৫৭টি গুণ করতে সক্ষম ছিল। এক হাজার বর্গফুট জায়গা দখলকারী এ কম্পিউটার চালানোর জন্য ১৩০ থেকে ১৪০ কিলোওয়াট বিদ্যুৎশক্তির প্রয়োজন হতো। ১৯৪৪ সালে আমেরিকার চারজন প্রকৌশলীর সহযোগিতায় Mark-1 নামে একটি স্বয়ংক্রিয় ডিজিটাল কম্পিউটার তৈরি হয়। এটি ছিল ৫১ ফুট লম্বা এবং ৮ ফুট উঁচু। ১৯৪৬ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মরিস উইলকিস EDSAC (Electronic Delay Storage Automatic Computer) নামক স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার প্রস্তুত করেন। রেমিংটন ব্যান্ড নামক কোম্পানি ১৯৫১ সালে ইউনিভ্যাক-১ নামে কম্পিউটার তৈরি করেন। এটি প্রথম বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত হয়। এ কম্পিউটারে ক্রিস্টাল ডায়োডের সুইচ ও ভ্যাকুয়াম টিউব সার্কিট ব্যবহার করা হয়। এটি একই সাথে তথ্য পড়া, গণনা ও লেখার কাজ করতে পারতো। ট্রানজিস্টর আবিষ্কৃত হওয়ার পর কম্পিউটার আকারে ছোট হয়ে যেতে শুরু করে। IC ব্যবহারে কম্পিউটার এর আকার আরো ছোট হতে থাকে। কম্পিউটারের সবচেয়ে বড় বিপ্লব ঘটে মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে। ১৯৭১ সালে সর্বপ্রথম আমেরিকার ইন্টেল কোম্পানি মাইক্রোপ্রসেসর তৈরি করে। এটি আবিষ্কারের ফলে কম্পিউটার একটি বক্সের মতো ছোট আকার ধারণ করে এবং কাজের গতি বৃদ্ধি পায়। বর্তমানে বাজারে 3.0 GHz এর অধিক ক্ষমতাসম্পন্ন মাইক্রোপ্রসেসর পাওয়া যায়। High Speed প্রসেসর সম্বলিত কম্পিউটারের সাহায্যে দ্রুত ইন্টারনেট ও নেটওয়ার্কের কাজ অতি সহজে করা যাচ্ছে। The post কম্পিউটারের ইতিহাস সম্পর্কে বিস্তারিত সকল তথ্য এই পোস্ট থেকে জানতে পারবেন। History of Computer. appeared first on Trickbd.com. |
আপওয়ার্ক মার্কেটপ্লেস সম্পর্কে বিস্তারিত সবকিছু এবং আপওয়ার্কে কাজ করার কিছু টিপস। Posted: 05 Feb 2022 11:02 PM PST আসসালামু আলাইকুম। আপওয়ার্ক একটি বিশ্বব্যাপী চাকরির বাজারভিত্তিক কোম্পানি, যার লক্ষ্য হলো বিভিন্ন শ্রেণির কাজে দূরবর্তী কর্মীদের ভাড়া করে সেই কাজগুলো করিয়ে নেয়া। ২০০৩ সালে ওডেস্ক (রেড উড সিটি, সি এ) প্রতিষ্ঠা করেছিলেন গ্রিসের ব্যবসায়িক ঠিকাদার অডিসিয়াস সাতালস এবং স্রাতিস কারামানলাকিস। আপওয়ার্ক হচ্ছে একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, যেখানে সারা পৃথিবী থেকে প্রায় ১ কোটি ফ্রিল্যান্সার কাজ করছে। এ মুহূর্তে আপওয়ার্কে ৪ লক্ষের উপর কাজ রয়েছে। সাইটটিতে প্রতিটি প্রজেক্টের জন্য "একটি নির্দিষ্ট পরিমাণ মূল্য" হিসেবে অথবা 'প্রতি ঘণ্টা কাজের জন্য অর্থ' উভয় প্রকারের কাজ পাওয়া যায়। আপওয়ার্ক মূলত আউটসোর্সিং- এর একটি প্রাযুক্তিক ধারণা, যা স্বাধীনভাবে চুক্তিবদ্ধ কাজ অফার করে। আপওয়ার্ক হচ্ছে ইল্যান্স, ফ্রিল্যান্সার, গুরু এবং ভিওয়ারকার (প্রাক্তন 'রেন্ট আ কোডার) এর মতো একটি কোম্পানি, যেখানে একজন চাকরিদাতা এবং একজন ফ্রিল্যান্সার একে অপরের সাথে চুক্তি করে থাকেন। আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করার কয়েকটি নিয়ম রয়েছে, যেমন—
আপওয়ার্কে কাজ করার কিছু টিপসঃ |
দেখে নিন পড়ালেখা মনে রাখার সহজ কয়েকটি উপায় Posted: আসসালামু আলাইকুম । আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা অসাধারণ বিষয়। বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে পড়া মনে রাখব। আমাদের মধ্যে অনেকই পড়া মনে রাখতে পারে না। আমরা কিভাবে পড়া মনে রাখব আমি আজ তা নিয়ে লিখব। শুরু করা যাক। →→ ১. যা পড়েছি তা অন্যকে শেখানো: ২. পর্যাপ্ত পরিমাণে ঘুমানো: ৪. লিখে লিখে বা ছবি এঁকে পড়ার অভ্যাস করা: ৫. কালারিং বা মার্কার পেন ব্যবহার করে দাগিয়ে পড়া: এই পোস্টটি প্রথম প্রকাশিত হয় আমার এই ওয়েবসাইটে আর এই ওয়েব সাইটে প্রতিদিনই নতুন কিছু শেয়ার করা হয় চাইলে আপনি ঘুরে আসতে পারেন আমার আরো অন্যান্য পোস্ট দেখে নিন ইউটিউবে ভিডিও ভাইরাল করার উপায় দেখে নিনি সেনাবাহিনীর কোন পদের বেতন কত টাকা নতুন কিছু পেতে trickbd এর সাথেই থাকবেন। ~আল্লাহ হাফিজ ~ The post দেখে নিন পড়ালেখা মনে রাখার সহজ কয়েকটি উপায় appeared first on Trickbd.com. |
গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরি থেকে আয় করুন Posted: হ্যালো বন্ধুরা! আশা করি সকলে ভালো আছেন। আপনাদের কে স্বাগত জানাই। আজকের পোস্টে আমি আপনাদের সাথে গ্রাফিক্স ডিজাইন করে আয় করার টিপস নিয়ে আলচনা করবো। তো চলুন শুরু করা যাক। গ্রাফিক্স ডিজাইন কি?গ্রাফিক্স ডিজাইন হল কোন একটি ডিজাইন বা কোন আকৃতি কম্পিউটারের মাধ্যমে রূপ দেয়া। সহজ ভাষায় বলতে গেলে কোনো বিজ্ঞাপন, ব্যানার, টি শার্ট ডিজাইন, ফার্নিচার ডিজাইন, ফ্যাশন ডিজাইন, এবং প্রোডাক্ট ডিজাইন এসব কাজগুলো কম্পিউটারের মাধ্যমে নিখুঁতভাবে ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে নিত্যনতুন ডিজাইন করার নামই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনে আপনাকে কি কি শিখতে হবে?এখন সব থেকে প্রথমেই যে কথা টি সকলের মনে আসে সেটা হলো গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য কি কি লাগে। তো একজন গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য আপনার সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো সৃজনশীল বুদ্ধি এবং ধৈর্য ধারণ। কোন কিছু আকার করার মন মানসিকতা, এবং আপনার অঙ্কন করা বা ডিজাইন করার কোন ফরমেট কে কম্পিউটারাইজড করার জন্য কিছু সফটওয়্যার এর মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন শেখার মূল উদ্দেশ্য। এজন্য আপনাকে বেশ কিছু সফটওয়্যার এর সাহায্য নিতে হবে। গ্রাফিক্স ডিজাইন কোথায় থেকে শিখবেন?আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাইলে, দুইভাবে শিখতে পারবেন। নিম্নে সেগুলো দেওয়া হলোঃ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শিখাআপনি চাইলে গ্রাফিক্স ডিজাইন ঘরে বসেই গুগল এবং ইউটিউব এর সাহায্য নিয়ে বিভিন্ন কুয়েরী লিখে সার্চ করে শিখতে পারবেন গ্রাফিক্স ডিজাইন। বর্তমানে গুগল এবং ইউটিউব এ অসংখ্য গ্রাফিক্স ডিজাইনারের ফ্রি কোর্স রয়েছে আপনি চাইলে যেকোনো একটি কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। এবং কয়েক লক্ষ ভিডিও রয়েছে যেগুলো দেখে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন। টাকা খরচ করে গ্রাফিক্স ডিজাইন শিখাআপনি চাইলেই আপনার আশে পাশের কোনো একটি গ্রাফিক্স ডিজাইন ট্রেইনিং সেন্টার থেকে গ্রাফিক্স ডিজাইন এর কোর্স নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ৫০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকার মতো মাসিক বেতন দিতে হতে পারে। তারপরও পুরোপুরি শিখতে পারবেন না। পরবর্তীতে সময়ের সাথে তাল মিলিয়ে নিত্য নতুন অনেক কিছু শিখতে হবে। এখন পুরোটাই আপনার ইচ্ছা আপনি কিভাবে শিখবেন। গ্রাফিক্স ডিজাইন এর জনপ্রিয় ক্যাটাগরিএখন আমরা আলোচনা করবো সেই সব গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরিত সম্পর্কে যেগুলো প্রথম দিকে সহজ হলেও পরবর্তী কঠিন এবং লাভজনক হতে থাকবে। নিচে আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি,,, 1. লোগো ডিজাইনযেকোনো একটি কোম্পানির বা কোন প্রোডাক্টের পরিচয় বহন করে একটি লোগো। তাহলে বুঝতে পারছেন লোগোর গুরুত্ব আমাদের পৃথিবীতে কতটা রয়েছে। এবং তারা এ সমস্ত লোক গুলো অনলাইন বিভিন্ন মার্কেটপ্লেসে এবং অফলাইন কিছু সংখ্যক দক্ষ গ্রাফিক্স ডিজাইনার দাড়া করিয়ে নিয়ে থাকে। এবং এর জন্য তারা প্রতিটি পরিবর্তে 50 ডলার থেকে শুরু করে 2000 ডলার পর্যন্ত পেমেন্ট করে থাকে। 2. ফন্ট ডিজাইন করে আয়আপনি যদি খুব ভালো করে কোনো ফন্ট ডিজাইন করতে পারেন তাহলে আপনি একটি ফন্ট ডিজাইন করে কম্পিউটারাইজ করে ফন্ট আকারে বের করে নিয়ে সেটা অনলাইনে বিক্রি করে খুব ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। 3. টি-শার্টি ডিজাইন করে আয়যদি আপনি খুব ভালো ডিজাইন করতে পারেন। তাহলে আপনি টি-শার্ট ডিজইনের কাজ শিখতে বা করতে পারেন। বর্তমানে বিভিন্ন ধরনের ডিজাইনের লক্ষ লক্ষ টি-শার্ট অনলাইন বা অফলাইন মার্কেটপ্লেস এ বিক্রি হচ্ছে। তাই এই কাজ করে আপনি খুব ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। 4. স্টক গ্রাফিক্স ডিজাইন থেকে আয়আপনি চাইলে স্টপ ডিজাইন করেও অনেক ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন বর্তমানে অনলাইনে বেশকিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে। যেখানে আপনি চাইলে আপনার ভিডিওগুলো বা স্টক ক্লিপ, ক্লিপ আর্ট, ভেক্টর ডিজাইন লোগোসহ আরো বিভিন্ন ধরনের গ্রাফিক্স স্টক বিক্রি করে অর্থ উপার্জন করতে পারেন। 5. ভিডিও টিউটোরিয়াল বিক্রিআপনি যদি ভাল ডিজাইনার হউন এবং দক্ষ ডিজাইনার হওয়া বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ আইডিয়া থাকে এবং আপনার ক্রিয়েটিভ আইডিয়া কে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ভিডিও কোর্স / টিউটোরিয়াল বানিয়ে সেই ভিডিওগুলোকে আপনি অনলাইনে বিক্রয় করতে পারেন। একটু সময় পেলে ভিজিট করতে পারেন আমার সাইটটি। পোস্ট টি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত ভিজিট করবেন এই সাইটটি। তো ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। The post গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরি থেকে আয় করুন appeared first on Trickbd.com. |
Earn from Telegram Sponsored Ads | টেলিগ্রাম স্পন্সরড অ্যাডস থেকে ইনকাম করুন। Posted: Earn from Telegram Sponsored Ads | টেলিগ্রাম স্পন্সরড অ্যাড থেকে ইনকামহেই,কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন।তো আজকের আলোচনার টপিকটি হলো টেলিগ্রাম থেকে ইনকাম করা নিয়ে।আপনারা অনেকেই টেলিগ্রাম থেকে ইনকাম করার ব্যাপারে জানেন,অনেকে টেলিগ্রাম থেকে ইনকাম ও করে থাকেন।টেলিগ্রাম থেকে ইনকাম করার উপায় হলো টেলিগ্রাম বট।টেলিগ্রাম বট থেকে প্রাপ্ত এয়ারড্রপ থেকে ইনকাম করা যায়।টেলিগ্রাম বটে কিছু কাজ দেয়া থাকে,সেগুলো করলে সেখান থেকে এয়ারড্রপ এর মাধ্যমে ইনকাম করা যায়। কিন্তু আমার আজকের আলোচনা বিষয় টেলিগ্রাম বট অথবা এয়ারড্রপ না।হয়তো কিছুসংখ্যক মানুষ এই ব্যাপারে জানেন যে টেলিগ্রাম তাদের স্পন্সরড অ্যাড রিলিজ করতে যাচ্ছে।অলরেডী কিছু কিছু চ্যানেলে টেস্ট মোড চলতেছে।
এখন অনেকে বলতে পারেন যে টেলিগ্রাম থেকে এরকম কোনো নিউজ পাবলিশ হয়নি। জ্বী,টেলিগ্রাম থেকে কোনো নিউজ পাবলিশ হয়নি,কিন্তু এই নিউজটি টেলিগ্রাম এর প্রোডাক্ট ম্যানেজার/ সিইও/ ফাউন্ডার Durov নিজেই তার টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন। তিনি তার চ্যানেলে এই নিউজটি November 18 2021 এ জানিয়েছেন।চ্যানেল লিংক : Durov’s Channel Durov তার চ্যানেলে যে মেসেজটির মাধ্যমে টেলিগ্রাম স্পন্সরড অ্যাড এর কথা জানিয়েছে,সেই নিচে দিলাম,দেখুন…
আশা করি আপনারা বিশ্বাস করেছেন।আরো প্রুফ চাইলে সরাসরি চলে যান Durov এর টেলিগ্রাম চ্যানেলে। এবারে কথা হচ্ছে,আপনারা যদি ইনকাম করতে চান টেলিগ্রাম চ্যানেল থেকে,তবে অবশ্যই একটি টেলিগ্রাম চ্যানেলে খুলুন।যাদের অলরেডী চ্যানেল রয়েছে,তাদের তো হয়েই গেলো। আর যাদের চ্যানেলে অ্যাডস শো করবে সাধারণত তাদেরকে এই অ্যাডস থেকে কিছু রেভিনিউ দেয়া হবে। তো,আজকের মত এতটুকুই।ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ। নিত্যনতুন টিপস পেতে PieTune.xyz ভিজিট করুন আমাদের সঙ্গে যুক্ত থাকতে জয়েন করুন টেলিগ্রাম গ্রুপ এবং নিত্যনতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল। The post Earn from Telegram Sponsored Ads | টেলিগ্রাম স্পন্সরড অ্যাডস থেকে ইনকাম করুন। appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments