Search box..

আমার অনলাইন টাকা ইনকামের প্রমাণ দেখুন

আমার অনলাইন টাকা ইনকামের প্রমাণ দেখুন


আমার অনলাইন টাকা ইনকামের প্রমাণ দেখুন

Posted:

এখনো যারা নতুন অনেকে বিশ্বাস করেন না, SEO ও ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইন থেকে ইনকাম করা যায়। তাদের উদ্দেশ্যে আমি প্রমাণ সহকারে অনলাইন ইনকাম বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। 

প্রথমে আমার সম্পর্কে জেনে নিন, আমি গত তিন বছর ধরে ওয়াডপ্রেস ও এসইও  ইত্যাদি স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করি। আমার ব্র্যান্ডিং নাম websoriful 

এসইও বা ডিজিটাল মার্কেটিং শেখে আপনি ২ ভাবে অনলাইন  ইনকাম করতে পারেন। 

  •  ব্যবসার মাধ্যমে 
  • মার্কেটপ্লেসের ক্লায়েন্টের সাথে কাজ করে। 

ব্যবসার মাধ্যমে ইনকাম

এসইও শিখে ব্যবসার মাধ্যমে ইনকাম বলতে আমি বুঝিয়েছি অনলাইন ব্যবসার মাধ্যমে ইনকাম করবেন অর্থাৎ ecommerce  ব্যবসা

এছাড়াও  ব্লগিং এবং অ্যাফিলিয়েট এর মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তবে এর জন্য আপনার ব্লগিং ওয়েবসাইট  ভিজিটর আনতে হবে। ভিজিটর আনার জন্য অবশ্যই আপনার এসইও ও ডিজিটাল মার্কেটিং স্কিল ব্যবহার করুন, তাহলে খুব দ্রুতই আপনি আপনার ব্লগ ওয়েবসাইডে ভিজিটর আনতে পারবেন

এফিলিয়েট বা ব্লগিং করে অনলাইন ইনকাম আপনি যদি ইনকাম বিশ্বাস করতে না পারেন, তাহলে আপনি  ইউটিউবে গিয়ে সার্চ দেন “ব্লগিং করে অনলাইনে ইনকাম প্রমান”, তাহলে অনেক ইনকাম প্রমাণ দেখতে পারবেন।

যদিও আমি কিছুদিন আগে ব্লগিং শুরু করেছি। নিচে আমার ওয়েবসাইটের 30 দিনে ইনকাম দেখতে পারবেন। আমি একটি ওয়েবসাইটের লিঙ্ক  hide করিনি, যাতে আপনাদের বিশ্বাস হয়, আমি মিথ্যা কথা বলতেছি না।

ফ্রিল্যান্সিং করে ইনকাম

এসইও এবং ডিজিটাল মার্কেটিং কাজ ভাল করে শিখে আপনি ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস থেকে অনেক ইনকাম করতে পারবেন। তবে এর জন্য আপনাকে শেখার মত করে শিখতে হবে। ধারণা নিয়ে যদি আপনি ফ্রীল্যান্কিং মার্কেটপ্লেসে কাজ করতে চান, তাহলে অবশ্যই কাজ পাবেন না।

আমি আপনাদের আগেই বলেছি আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আমি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করি। আমার কাজের অনেক প্রমান আমার ইউটিউব চ্যানেল খুঁজে পাবেন। 

তবে আজ মার্কেটপ্লেস এর বাইরে আমি SEO একটি পার্মানেন্ট  কাজ পেয়েছি। কাজটি ঘন্টা হিসেবে এবং সপ্তাহে ১০ ঘন্টা।

আমার ক্লাইন্ট এর পাঠানো উপরের চিত্রটি দেখুন:  seo কাজের জন্য ক্লায়েন্ট এর কাজে অগ্রিম চার্জ করেছি।

কাজটি মার্কেটপ্লেসের বাইরে। আপনি যদি ভেবে থাকে এটা আমার প্রথম মার্কেটপ্লেসের  বাইরে কাজ, তাহলে আপনি ভুল। মার্কেটপ্লেস এর বাইরে আমি অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করি। এখনো মার্কেটপ্লেসের বাইরে অনেক ক্লায়েন্টের সাথে কাজ করি 

উপরের চিত্রটি দেখেছেন, এটা আমার ফাইবার মার্কেটপ্লেসএর একটি একাউন্ট এর কাজ। এছাড়াও আমি upwork  মার্কেটপ্লেসে এগুলার কাজ করি। 

কিছু মানুষ অভিযোগ করবে আমার তো আইডি কার্ড হয়নি, আমি তো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে পারবো ইত্যাদি।  

আরে ভাই আমিও আইডি কার্ড ছাড়া মার্কেটপ্লেসে কাজ করেছি তিন বছর। এখনো অরিজিনাল কার্ড পাইনি, গত কিছুদিন আগে অনলাইন কপি আইডি কার্ড পাইলাম। সুতরাং এরকম অভিযোগ করার কোন মানেই হয়না।

যাদের কম্পিউটার নাই, তাতে কি হইসে, স্মার্টফোন তো আছে? স্মার্টফোন ব্যবহার করে কিভাবে ইনকাম করা যায়, শীঘ্রই আমি এই বিষয়ে একটি ফ্রি কোর্স পাবলিশ করব। প্রায় 80 পার্সেন্ট বানানো শেষ। শীঘ্রই তা প্রকাশ করা হবে। 

সতর্কতাঃ

এই আর্টিকেল দেওয়ার মাধ্যমে আমি পেইড অনলাইন কোর্স সেল করব ইত্যাদি যদি আপনার মনে হয় থাকে,  তাহলে আপনি ভুল। 

এই আর্টিকেলটি দেয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যেন এই আর্টিকেলটি পড়ে উৎসাহিত হন, এবং অনলাইন ইনকাম কাজ করার জন্য কাজ শেখা শুরু করেন।

আর্টিকেলটি সম্পন্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম রেগুলার অনলাইনে ইনকাম টিপস পেতে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। 

আপনার যদি কোন প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আবারো ধন্যবাদ

The post আমার অনলাইন টাকা ইনকামের প্রমাণ দেখুন appeared first on Trickbd.com.

আপনি নিজে নিজেই Telegram Bot তৈরি করুন! ভিডিও Edit করুন Telegram Bot এর সাহায্যে! এমন প্রচুর ফিচারে ভরা মোট ৫ টি অসাধারন Telegram bot (Part-15)

Posted:

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি টপ ৫ টি টেলিগ্রাম বট নিয়ে। প্রত্যেকটা বটই ইউনিক। আশা করি আপনাদের কাজে আসবে।
শুরু করার আগে একটা কথা বলতে চাই। কোনো কিছুকে সঠিক ভাবে ব্যবহার করতে না জানলে বা ব্যবহার করতে না পারলে সেটা Useless ই থেকে যায়। তাই আপনি যদি কোনো কিছু সঠিক ভাবে ব্যবহার করতে পারেন তবেই সেটি আপনার উপকারে আসবে। আগের কিছু পোস্টে নেগেটিভ কিছু কমেন্ট পাওয়ার কারনে এ কথাটি বলতে হচ্ছে। অনেকে বলে এটা ভালো না ঐতা কোনো কাজের না এটা useless ঐটা useless এসব কথার জবাব এই একটাই। আপনি যদি সঠিক ব্যবহার না জানেন তবে সেটা আপনার কাছে Useless ই থেকে যাবে। তাই ব্যবহার সম্পর্কে জানুন প্রথমে। পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন তারপর আপনি নিজে ব্যবহার করে Decide করুন আদৌ যে জিনিসটি আপনাকে recommend করছি সেটি useful নাকি useless
দিনশেষে সবই আপনার নিজের চিন্তাভাবনা ও মনমানসিকতার উপর নির্ভর করবে যে আপনি কোনটা কিভাবে চাচ্ছেন এবং যে জিনিসটির কথা আমি বলছি সেটি আপনাকে কোন দিক দিয়ে কিভাবে সাহায্য করতে পারছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার মূল আর্টিকেলে ফিরে যাই

 

5) 🔥 Bot Name : Telegram to Notion Bot

🔥 Bot username : @ToNotionBot

যারা Notion ব্যবহার করেন তাদের জন্যে এই বটটি। এই বটটির মাধ্যমে আপনারা টেলিগ্রাম থেকেই আপনাদের Notion Account টি Manage করতে পারবেন। কি কি করতে পারবেন তার একটি লিস্ট দিয়ে দিচ্ছিঃ

1) Example sub page

2) Sub page

3) movie list

4) yearly goals

5) Travel plans

6) recipes

7) media

8) quick note

9) journal

10) reading list

11) getting started on

12) personal home

13) task list

Notion এর সাথে এই বটটিকে Sync করে ব্যবহার করতে পারবেন। আপনার ইচ্ছামতো note বা page তৈরি করতে পারবেন। পুরো account কে এই বটটির মাধ্যমে manage করতে পারবেন।
যারা Notion ব্যবহার করে তাদের কথা চিন্তা কিরে বটটি লিস্টে রেখেছি।

বটিটির কিছু স্ক্রিনশটসঃ

4) 🔥 Bot name : Ascii Art Bot

🔥 Bot username : @asciiart_bot

দেখতে সাধারন মনে হলেও ব্যবহার করার পর বুঝতে পারবেন কতটা অসাধারন এই বট। আপনি যেকোনো ছবি এই বটকে পাঠাবেন আর বট সেই ছবিটিকে Ascii code এ রূপান্তর করে আপনাকে পাঠাবে। যে ছবিটি আপনাকে পাঠাবে সেটি দূর থেকে কিছুই বুঝতে পারবেন না। কিন্তু যখন zoom in করবেন তখনই বুঝতে পারবেন আমি কিসের কথা বলছি।
নিজে ব্যবহার না করলে বুঝতে পারবেন না। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি কেমন দেখায় ছবিটি। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে বটটি তাই শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।

বটিটির কিছু স্ক্রিনশটসঃ

 

3) 🔥 Bot name : Youtube Search

🔥 Bot username : @YTSZBot

আমি জানি অনেকেই নাম দেখে বিভ্রান্ত হয়ে যাবেন। কিন্তু এই বট তার নামের চেয়েও বেশি কাজ করতে সক্ষম।
এই বটের মাধ্যমে আপনারা যেকোনো YouTube Channel এর সকল ভিডিওর লিংক একবারে Generate করতে পারবেন। এছাড়াও সম্পূর্ণ Playlist এর সব লিংকও একসাথে Generate করতে পারবেন। এক এক করে আর Playlist থেকে link গুলো generate করতে হবে না এখন থেকে। এটি অনেক পাওয়ারফুল একটি বট যদি আপনি এর ব্যবহার বুঝতে পারেন।
বটটি ব্যবহার করতে হলে প্রথমে /start command দিয়ে বটটি চালু করুন। এরপর যেকোনো ইনবক্সে গিয়ে @YTSZBot টাইপ করে একটি স্পেস দিন। এরপর আপনার কাঙ্খিত লিংকটি এখানে পেস্ট করে দিন আর এভাবেই বটটিকে ব্যবহার করুন।

বটিটির কিছু স্ক্রিনশটসঃ

 

2) 🔥 Bot name : Renamer Bot

🔥 Bot username : @renamer_cbot

নাম শুনে কেউ তুচ্ছতাচ্ছিল্য করবেন না। এই বটের কার্যকারিতা ব্যাপক।
এই বটের মাধ্যমে আপনারা ভিডিও Editor এর প্রায় প্রচুর কাজ করতে পারবেন। এক এক করে সবগুলো কাজের বিস্তারিত বলছি।

1) Audio & Subtitle :

আপনি যেকোনো ভিডিওর audio আর subtitle দুটিই customize করতে পারবেন। এমন কি ভিডিও থেকে Audio তে convert ও করতে পারবেন।

2) Video Trimmer :

যেকোনো ভিডিও trim করতে পারবেন ইচ্ছামতো।

3) Video Merge :

আপনার যতগুলো ইচ্ছা ভিডিও একসাথে merge করতে পারবেন।

4) Remove audio :

আপনি চাইলে যেকোনো ভিডিও থেকে অডিও remove করতে পারবেন।

5) merge video and audio :

আপনি ভিডিওর সাথে audio merge করতে পারবেন একসাথে।

6) Video to gif :

ভিডিও থেকে gif এ convert করতে পারবেন।

7) Compress video :

ভিডিও compress করতে পারবেন এই tool টির সাহায্যে।

8) Screenshots :

ভিডিও থেকে স্ক্রিনশট বের করতে পারবেন।

9) Manual screenshots :

আপনার ইচ্ছামতো ভিডিও থেকে স্ক্রিনশটস বের করতে পারবেন।

10) Generate sample :

Sample generate করতে পারবেন ভিডিওটির।

11) Video to audio :

ভিডিও থেকে অডিও বের করতে পারবেন।

12) Video converter :

Video convert করতে পারবেন।

13) Video renamer :

ভিডিওটি rename করতে পারবেন।

14) Video to mp4 :

ভিডিওর ফরমেট যদি mp4 না হয়ে থাকে তবে সে ভিডিওটির ফরমেট চেঞ্জ করে mp4 এ নিয়ে আসতে পারবেন।

15) Video information :

ভিডিওটির সকল information আপনারা এই কমান্ডের মাধ্যমে বের করতে পারবেন।

এই ১৫ টি Tool আপনারা মাত্র ১ টি বটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। কারো না কারো উপকারে অবশ্যই আসবে। যদি কাজে আসে তবে অবশ্যই জানাবেন।

বটিটির কিছু স্ক্রিনশটসঃ

 

1) 🔥 Bot name : Bot Father

🔥 Bot username : @BotFather

আপনি Telegram User আর এই বট সম্পর্কে না জানলে আপনি কিছুই জানেন না। এ কথা কেন বলছি তা এখনই বুঝতে পারবেন।
আপনি কি নিজে নিজে বট তৈরি করতে চান? তবে এই বটটি আপনার সে কাজটি করতে সাহায্য করবে।
টেলিগ্রামে যত বট দেখেন তার অনেক বটই এই বটের সাহায্যে তৈরি করা হয়। আপনি চাইলে এই বট দিয়ে Game ও তৈরি করতে পারবেন।আপনি যদি নিজের তৈরি করা কোনো বট delete করতে চান তবে সেটিও করতে পারবেন। আপনার তৈরি করা বট ও game এর লিস্টও পেয়ে যাবেন একটি কমান্ড ব্যবহারের মাধ্যমে যা আপনারা মেনুতেই পেয়ে যাবেন। এই বটের মাধ্যমে আপনারা প্রচুর কাজ করতে পারবেন। একটি বট A-Z পর্যন্ত তৈরি করতে ও সেই বট Manage করতে যা যা করা যায় সব এই বটের মাধ্যমে আপনারা করতে পারবেন। Privacy set করতে পারবেন। Command লিস্ট Set করতে পারবেন। inline settings change করতে পারবেন। description change করতে পারবেন। বটের সমস্ত information set ও change করতে পারবেন।
আপনি যদি নিজে নিজে কোনো বট তৈরি করতে চান তবে এই বটটি আপনাকে Must Try করতেই হবে।
প্রতিদিনই টেলিগ্রামে প্রচুর বট তৈরি করে এড করছে অনেক মানুষ। অনেকদিন আগে আমি নিজেও একটি বট তৈরি করেছিলাম এই বটের সাহায্যেই। কিন্তু তারপর বটটি ডিলিট করে দিই। এ কথা এ কারনে বলছি কারন এই বটটি সত্যিই কাজ করে। আশা করছি আপনারাদের কাজে দিবে। উপকারে আসলে জানাবেন।

বটিটির কিছু স্ক্রিনশটসঃ

 

অবশেষে বলবো, যদি বটগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার প্রয়োজন নেই। আর কোনো বট যদি ভবিষ্যতে কাজ না করে তবে এতে আমাকে দোষারুপ করতে পারবেন না। কারন এগুলোর owner আমি নই। বলে রাখা ভালো, আমি সবগুলো বটের যে লিস্ট আপনাদেরকে দিই সেগুলো আমি শুধু ক্রমিক নাম্বার অনুসারে সাজাই। কোনটা বেস্ট কোনটা খারাপ এভাবে আমি নাম্বারের হিসাব করিনা আর এভাবে লিখিও না। আমার কাছ সবগুলোই বেস্ট। তাই আপনারা এটা ভাববেন না যে ৫ নাম্বারের বটটা ১ নাম্বারের বটের চেয়ে খারাপ। একদমই না। কোনটা খারাপ কোনটা ভালো সেটা আপনার ব্যবহারের উপর এবং আপনার কতটা কাজে আসে সেটার উপর নির্ভর করবে।
ধন্যবাদ।
ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের পোস্টে
This is 4HS4N
Logging Out…..

The post আপনি নিজে নিজেই Telegram Bot তৈরি করুন! ভিডিও Edit করুন Telegram Bot এর সাহায্যে! এমন প্রচুর ফিচারে ভরা মোট ৫ টি অসাধারন Telegram bot (Part-15) appeared first on Trickbd.com.

(পর্ব-১৪) ৫টি Best উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-14)

Posted:

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি টপ ৫ টি টেলিগ্রাম বট নিয়ে। প্রত্যেকটা বটই ইউনিক। আশা করি আপনাদের কাজে আসবে।

শুরু করার আগে একটা কথা বলতে চাই। কোনো কিছুকে সঠিক ভাবে ব্যবহার করতে না জানলে বা ব্যবহার করতে না পারলে সেটা Useless ই থেকে যায়।

তাই আপনি যদি কোনো কিছু সঠিক ভাবে ব্যবহার করতে পারেন তবেই সেটি আপনার উপকারে আসবে। আগের কিছু পোস্টে নেগেটিভ কিছু কমেন্ট পাওয়ার কারনে এ কথাটি বলতে হচ্ছে।

অনেকে বলে এটা ভালো না ঐতা কোনো কাজের না এটা useless ঐটা useless এসব কথার জবাব এই একটাই। আপনি যদি সঠিক ব্যবহার না জানেন তবে সেটা আপনার কাছে Useless ই থেকে যাবে। তাই ব্যবহার সম্পর্কে জানুন প্রথমে।

পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন তারপর আপনি নিজে ব্যবহার করে Decide করুন আদৌ যে জিনিসটি আপনাকে recommend করছি সেটি useful নাকি useless
দিনশেষে সবই আপনার নিজের চিন্তাভাবনা ও মনমানসিকতার উপর নির্ভর করবে যে আপনি কোনটা কিভাবে চাচ্ছেন এবং যে জিনিসটির কথা আমি বলছি সেটি আপনাকে কোন দিক দিয়ে কিভাবে সাহায্য করতে পারছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার মূল আর্টিকেলে ফিরে যাই

 

5) 🔥 Bot name : Archiver Bot

🔥 Bot username : @ArchiverProBot

এই বটের কাজ হচ্ছে Zip/7z/rar এ ধরনের ফাইলকে Extract করা। এর আগেও হয়তো এ নিয়ে একটি বট নিয়ে লিখেছিলাম।যাই হোক, যারা জানেন না তারা এটা ব্যবহার করতে পারেন। আর যারা জানেন তারা Alternative হিসেবে রেখে দিতে পারেন।

আপনারা যেকোনো লিংক থেকে বা internal storage বা memory card থেকে যেকোনো zip/7z/rar ফাইল এক্সট্রাক্ট করতে পারবেন।

আপনি চাইলে zip/7z/rar ফাইল তৈরিও করতে পারবেন। Password Protected file গুলোও extract করতে পারবেন।
কারো না কারো উপকারে আসবে আশা করছি। কাজে দিলে অবশ্যই জানাবেন।

বটিটির কিছু স্ক্রিনশটসঃ

4) 🔥 Bot name : Youtube downloader

🔥 Bot username : @ProYTZBot

এটি একটি ইউটিউব ভিডিও ডাউনলোডিং বট। আমি জানি আমি এ নিয়ে আগেও অনেক বট দিয়েছি। কিন্তু এই বটটি Alternative হিসেবে দেওয়া। এই বটের একটি বিশেষত্ব হচ্ছে এখানে আপনারা Playlist ডাউনলোড করতে পারবেন লিমিট ছাড়া।

এমনকি Playlist এর প্রত্যেকটি ভিডিও কোন কোন Quality তে ডাউনলোড করতে চান সেটা Manually Select করতে পারবেন। একারনেই আমার কাছে এই বটটি অনেক ভালো লেগেছে। যদি কারো কাজে দেয় তবে অবশ্যই জানাবেন। আমার কাজে দিয়েছে তাই শেয়ার করলাম আপনাদের সাথে।

বটিটির কিছু স্ক্রিনশটসঃ

3) 🔥 Bot name : English Dictionary

🔥 Bot username : @thewatbot

এই বটটি হচ্ছে একটি Dictionary bot. এই বটের মাধ্যমে আপনারা dictionary এর যেকোনো word এর exclamation, noun, verb, combining form, adjective ইত্যাদি সব কিছুই জানতে পারবেন। স্টুডেন্টদের জন্যে কাজে দিবে।

বটটি চালু করতে /start command দিন। এরপর যেকোনো ইনবক্সে গিয়ে @thewatbot লিখে একটি স্পেস দিন। এরপর আপনার যে word ইচ্ছা সেই word টি টাইপ করুন। বট আপনাকে সে word এর noun, verb ইত্যাদি সব কিছু দেখিয়ে দিবে। তার সাথে সে word related যতগুলো শব্দ আছে সেগুলোও দেখাবে। আশা করি স্টুডেন্টদের কাজে দিবে। উপকারে আসলে অবশ্যই জানাবেন।

বটিটির কিছু স্ক্রিনশটসঃ

2) 🔥 Bot name : Ebooks Downloader Bot

🔥 Bot username : @eBooksdlsbot

এই বটের কাজ হচ্ছে ইবুক ডাউনলোড করা। এই বটের মাধ্যমে Epub ও ডাইনলোড করতে পারবেন।

বটটি ব্যবহার করতে হলে প্রথমে /start command এ ক্লিক করে বটটি start করতে হবে। এরপর আপনি যেকোনো ইনবক্সে গিয়ে @eBooksdlsbot টাইপ করে একটি space দেওয়ার সাথে সাথে একটি search bar open হয়ে যাবে।

এই search bar এ আপনি যে ইবুক বা ইপাবটি চান সেটির নাম লিখবেন আর সাথে সাথে আপনাকে সে রিলেটেড সব ইবুক আর ইপাবগুলো দেখিয়ে দিবে।

এখন আপনি যেটি চান সেটি ডাউনলোড করে নিন। এ নিয়ে একটি বট আগেও দিয়েছি। কিন্তু সেটা যদি কাজ করা বন্ধ করে দেয় তবে সেটার Alternative হিসেবে এটি ব্যবহার করতে পারেন।

বটিটির কিছু স্ক্রিনশটসঃ

1) 🔥 Bot name : Search Location Bot

🔥 Bot username : @SearchLocationnBot

এই বটের কাজ হচ্ছে Location search করা। তবে এটি Google Maps এর মতোই কাজ করে।

Telegram এর সাহায্যে আপনি Map এ Zoom In/ Zoom out সহ Google maps এর মতো সবকিছুই করতে পারবেন। এছাড়াও Traffic condition view করতে পারবেন।

আপনি চাইলে save as adress এর মাধ্যমে আপনার view করা map টি save ও করতে পারবেন। Latitude and longitude যেকোনো location এর।

Category অনুযায়ী search করতে পারবেন। যেসব Category অনুযায়ী search করতে পারবেন তার একটি লিস্ট দিয়ে দিচ্ছিঃ

1) Everyday Stuff
2) Restaurant
3) Take it home
4) Hotel
5) Bank
6) SPBU
7) Parking Lot
8) Pharmacy
9) Post Office
10) Hospital

এমন বিভিন্ন ধরনের Location যা অনেকেরই প্রয়োজন পড়ে যায় সেগুলো খুব সহজেই search করতে পারবেন Category অনুযায়ী।

এই বটের সাহায্যে Ip এর location ও খোজা যায়। এছাড়াও আপনি চাইলে কোনো rute খুজতে এই বটকে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে আপনার নিজের Address ও Set করে রাখতে পারবেন। এরপর আপনার নিজের Address টি View করতে পারবেন।

প্রত্যেকটি কাজের জন্য আলাদা আলাদা Command ব্যবহার করতে হবে যা আপনারা Menu তে গেলেই পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন।

 

বটিটির কিছু স্ক্রিনশটসঃ

 

অবশেষে বলবো, যদি বটগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার প্রয়োজন নেই।

আর কোনো বট যদি ভবিষ্যতে কাজ না করে তবে এতে আমাকে দোষারুপ করতে পারবেন না। কারন এগুলোর owner আমি নই। বলে রাখা ভালো, আমি সবগুলো বটের যে লিস্ট আপনাদেরকে দিই সেগুলো আমি শুধু ক্রমিক নাম্বার অনুসারে সাজাই।

কোনটা বেস্ট কোনটা খারাপ এভাবে আমি নাম্বারের হিসাব করিনা আর এভাবে লিখিও না। আমার কাছ সবগুলোই বেস্ট। তাই আপনারা এটা ভাববেন না যে ৫ নাম্বারের বটটা ১ নাম্বারের বটের চেয়ে খারাপ। একদমই না। কোনটা খারাপ কোনটা ভালো সেটা আপনার ব্যবহারের উপর এবং আপনার কতটা কাজে আসে সেটার উপর নির্ভর করবে।
ধন্যবাদ।
ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের পোস্টে
This is 4HS4N
Logging Out…..

 

The post (পর্ব-১৪) ৫টি Best উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-14) appeared first on Trickbd.com.

Udemy এর সব ফ্রি কোর্সগুলো সবার আগে Enrooll করুন এবং একজায়গাতেই পেয়ে যান সব ফ্রি Course! এমন প্রচুর ফিচারে ভরা মোট ৫ টি উপকারী Telegram bot (Part-13)

Posted:

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি টপ ৫ টি টেলিগ্রাম বট নিয়ে। প্রত্যেকটা বটই ইউনিক। আশা করি আপনাদের কাজে আসবে।
শুরু করার আগে একটা কথা বলতে চাই। কোনো কিছুকে সঠিক ভাবে ব্যবহার করতে না জানলে বা ব্যবহার করতে না পারলে সেটা Useless ই থেকে যায়। তাই আপনি যদি কোনো কিছু সঠিক ভাবে ব্যবহার করতে পারেন তবেই সেটি আপনার উপকারে আসবে। আগের কিছু পোস্টে নেগেটিভ কিছু কমেন্ট পাওয়ার কারনে এ কথাটি বলতে হচ্ছে। অনেকে বলে এটা ভালো না ঐতা কোনো কাজের না এটা useless ঐটা useless এসব কথার জবাব এই একটাই। আপনি যদি সঠিক ব্যবহার না জানেন তবে সেটা আপনার কাছে Useless ই থেকে যাবে। তাই ব্যবহার সম্পর্কে জানুন প্রথমে। পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন তারপর আপনি নিজে ব্যবহার করে Decide করুন আদৌ যে জিনিসটি আপনাকে recommend করছি সেটি useful নাকি useless
দিনশেষে সবই আপনার নিজের চিন্তাভাবনা ও মনমানসিকতার উপর নির্ভর করবে যে আপনি কোনটা কিভাবে চাচ্ছেন এবং যে জিনিসটির কথা আমি বলছি সেটি আপনাকে কোন দিক দিয়ে কিভাবে সাহায্য করতে পারছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার মূল আর্টিকেলে ফিরে যাই

 

5) 🔥 Bot Name : Youtube Downloader

🔥 Bot username : @Utubebot_2_bot

এই বটের কাজ হচ্ছে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা। আমি জানি অনেকেই বলবে এমন বট আগেও দিয়েছি। হ্যাঁ, আমি জানি আমি দিয়েছি। ঐগুলো যদি কখনো কাজ না করে তার Alternative হিসেবে এই বটটি দিচ্ছি। তবে এই বটে একটি এক্সট্রা ফিচার আছে যা অন্যগুলোতে নেই। এখানে আপনারা ভিডিও Cut করে ডাউনলোড করতে পারবেন আপনাদের ইচ্ছামতো। এছাড়াও এখানে 144p,240p,360p,480p,1080p,2k, 4k পর্যন্ত (যতটুকু ভিডিওর Original Resolution Support করবে) ভিডিও ডাউনলোড করতে পারবেন। তার সাথে একই Quality এর অনেকগুলো লিংক পাবেন। বিভিন্ন Variety পাচ্ছেন যা অন্যান্য বটগুলোতে খুব কম পাওয়া যায়। আশা করছি কাজে দিবে। কাজে দিলে অবশ্যই জানাবেন।

বটিটির কিছু স্ক্রিনশটসঃ

 

4) 🔥 Bot name : Shortner Url Bot

🔥 Bot username : @ShortenerUrlBot

এই বটের কাজ হচ্ছে লিংক শর্ট করা। আমি জানি এ নিয়েও এর আগে পোস্ট দিয়েছি। সেগুলোর Alternative হিসেবে এটি ব্যবহার করতে পারেন যদি অন্যগুলো কখনো সমস্যা দেখা দেয়। এই বটটি অন্যগুলোর মতো করে কাজ করে না। এই বটটি অন্যগুলোর থেকে ভালো কাজ করে। কেন আর কিভাবে সেট বুঝিয়ে বলছি।

এই বটটি আপনি যেকারো ইনবক্সে ব্যবহার করতে পারবেন। গ্রুপ বা চ্যানেলেও ব্যবহার করতে পারবেন। প্রথমে বটটিকে /start command দিয়ে চালু করুন। এরপর যেকোনো ইনবক্সে গিয়ে @ShortenerUrlBot লিখে একটি Space দিন। এরপর আপনি যে লিংকটি short করতে চান সেটি Type করুন বা কপি পেস্ট করুন। আর সাথে সাথে বট সেই লিংকটিকে short করে দিবে। আপনি সেন্ড করার সাথে সাথে লিংকটি short হয়ে যাবে। আপনাকে বটে গিয়ে লিংক short করে তারপর কপি করে পাঠাতে তবে হবে না। আরো সহজ হয়ে গেলো কাজটি।

বটিটির কিছু স্ক্রিনশটসঃ

3) 🔥 Bot name : Udemy Course Scrapper

🔥 Bot username : @UdemyScrapperZBot

এই বটটি অনেকেরই কাজে দিবে বলে ধারনা করছি। যারা Udemy এর ফ্রি কোর্সগুলো সম্পর্কে সবার আগে জানতে চান তাদের জন্য এই বটটি। Udemy থেকে যখনই কোনো Course ফ্রিতে দিবে তখনই আপনাকে এই বট দেখাবে সেই কোর্সটি ফ্রি হয়েছে আর Enroll করার লিংকও পাবেন। প্রচুর Course পেয়ে যাবেন। এ নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে। এছাড়াও এখানে বিভিন্ন Category এর Course পাবেন। যেমনঃ

1) Disc Udemy

2) Tutorialbar

3) IDC

4) Freebies

5) RDisc

এছাড়াও এখানে আপনারা Udemy এর কোনো Course এর Discount দিলে সেটিও পেয়ে যাবেন সব একসাথেই। যারা Udemy এর Course খুজেন ফ্রি তে পাওয়ার জন্য তাদের কাজে দিবে বলে আশা করছি। উপকারে আসলে অবশ্যই জানাবেন।

বটিটির কিছু স্ক্রিনশটসঃ

2) 🔥 Bot name : Magnet Link Download Bot

🔥 Bot username : @MagnetLinkDLBot

নাম শুনেই বুঝতে পারছেন হয়তো এই বটের কাজ কি। এই বটের কাজ হচ্ছে Magnet লিংক থেকে ফাইল ডাউনলোড করা। আপনি যেকোনো magnet link বটকে দিবেন। বট সে লিংকটি নিজের ক্লাউড স্টোরেজে ডাউনলোড করবে এরপর সেই ডাউনলোড লিংকটি আপনার কাছে আপলোড করে পাঠাবে সরাসরি। আপনি সরাসরি ফাইলটি পেয়ে যাবেন। যেমনঃ আমি Spiderman No Way Home এর Magnet লিংকটি কপি করে পেস্ট করলাম আর বটকে পাঠালাম। বট সেই লিংকটি থেকে ফাইলটি ডাউনলোড করে আমাকে পাঠিয়ে দিলো। আমি নিচে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি প্রমানসহ। আশাকরি অনেকেরই কাজে দিবে আর যদি কাজে দেয় তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।

বটিটির কিছু স্ক্রিনশটসঃ

1) 🔥 Bot name : Text Canvas

🔥 Bot username : @textcanvas_bot

এই বটের মাধ্যমে আপনারা যেকোনো ছবিতে আপনাদের ইচ্ছামতো Text বসিয়ে ছবি Edit করতে পারবেন। এটি একটি Photo editor এর কাজও করে। এছাড়াও এখানে যেসব ফিচার আছে সেগুলো সম্পর্কে বলি।

1) Theme :

এখানে বিভিন্ন Theme আছে। যেটা আপনার ইচ্ছা আপনি সেটা ব্যবহার করতে পারবেন। Light, Dark, Lemon, Violet এ চার ধরনের Theme আপনারা পেয়ে যাবেন।

2) Font :

আপনারা চাইলে বিভিন্ন ধরনের Font ব্যবহার করতে পারবেন। Rubik, Sacramento, Roboto, STIXtwo, Ephesis, Architect’s daughter এমন আজব আজব নামের Font আপনারা পেয়ে যাবেন। সবগুলোই একে অন্যের থেকে আলাদা। আর Font গুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে।

3) Font size :

যে Font টি দিয়ে লিখছেন সে Font এর Size বাড়াবে এবং কমাতে পারবেন।

4) Font colour :

যে Font টি দিয়ে লিখছেন সে Font এর Colour পাল্টাতে পারবেন। Black, White, Red, Pink, Purple, Yellow, Indigo, Blue, Green, Cyan, Lime, Orange এসব Colour আপনাদের ইচ্ছামতো করে পাল্টাতে পারবেন।

5) Text allign :

text Left নাকি Right নাকি Middle কোথায় রাখবেন সেটি Set করতে পারবেন।

6) Aspect Ratio :

ছবির Aspect Ratio আপনার ইচ্ছামতো Change করতে পারবেন।

7) Background :

Black, White, Red, Pink, Purple, Yellow, Indigo, Blue, Green, Cyan, Lime, Orange মোট ১২ টি Colour এর Background আপনারা পেয়ে যাবেন Default ভাবে। এছাড়াও আপনারা চাইলে নিজেদের ইচ্ছামতো Gallary থেকে ছবি বাছাই করে সে ছবিটি Background হিসেবে Set করে সেখানে Text দিয়ে Design করতে পারবেন।

অসাধারন একটি বট। খুব কম সময়ের মধ্যে যারা Photo Edit করতে চান বা Photo এর উপর Text বসাতে চান তবে এই বটটি তাদের জন্যে সাজেস্ট করবো। আর Quality খুবই ভালো হয় ছবির। আশা করছি কারো না কারো কাজে দিবে। উপকারে আসলে অবিশ্যই জানাবেন।

বটিটির কিছু স্ক্রিনশটসঃ

অবশেষে বলবো, যদি বটগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার প্রয়োজন নেই। আর কোনো বট যদি ভবিষ্যতে কাজ না করে তবে এতে আমাকে দোষারুপ করতে পারবেন না। কারন এগুলোর owner আমি নই। বলে রাখা ভালো, আমি সবগুলো বটের যে লিস্ট আপনাদেরকে দিই সেগুলো আমি শুধু ক্রমিক নাম্বার অনুসারে সাজাই। কোনটা বেস্ট কোনটা খারাপ এভাবে আমি নাম্বারের হিসাব করিনা আর এভাবে লিখিও না। আমার কাছ সবগুলোই বেস্ট। তাই আপনারা এটা ভাববেন না যে ৫ নাম্বারের বটটা ১ নাম্বারের বটের চেয়ে খারাপ। একদমই না। কোনটা খারাপ কোনটা ভালো সেটা আপনার ব্যবহারের উপর এবং আপনার কতটা কাজে আসে সেটার উপর নির্ভর করবে।
ধন্যবাদ।
ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের পোস্টে
This is 4HS4N
Logging Out…..

The post Udemy এর সব ফ্রি কোর্সগুলো সবার আগে Enrooll করুন এবং একজায়গাতেই পেয়ে যান সব ফ্রি Course! এমন প্রচুর ফিচারে ভরা মোট ৫ টি উপকারী Telegram bot (Part-13) appeared first on Trickbd.com.

আমানত কী ও আমানত রক্ষার গুরুত্ব

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে আমানত সম্পকে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।


আমানত কী?

আমানত আরবি শব্দ । এর অথ গচ্ছিত রাখা বা নিরাপদ রাখা । সাধারণত কারও কাছে নিজের অথ সম্পদ নিদিষ্ট বা কিছু সময়ের জন্য জমা রাখাকে আমানত বলে । একজনের সম্পদ যেমন অন্যের কাছে আমানত । ঠিক তেমনই অন্যের সম্মান এমনকি অন্যের কথা রাখাও আমানত । যিনি গচ্ছিত সম্পদ যথাযথভাবে সংরক্ষণ করেন এবং তা প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেন তাকে বলা হয় আমিন বা আমানতদার ।

আমানতের বিপরীত হলো খিয়ানত । খিয়ানত অথ হলো ভঙ্গ করা,ক্ষতি করা বা আত্মসাৎ করা । জমাকৃত দ্রব্য বা বিষয় যথাযথভাবে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে না দিয়ে ক্ষতি করা বা আত্মসাৎ করাকে খিয়ানত বলে । যে ব্যাক্তি গচ্ছিত জিনিসের খিয়ানত করে তাকে খায়িন বলা হয় ।

আমানত রক্ষার গুরুত্ব :-

আমানত রক্ষা করা ভালো চরিত্রের অন্যতম গুরুত্বপূণ দিক । আমানত রক্ষা করা আল্লাহর নিদেশ । আল্লাহ তায়ালা বলেছেন, “নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার মালিকের নিকট প্রত্যপণ করতে ।” (সূরা নিসা,আয়াত ৫৮)

আমানত রক্ষা করা একজন মুমিনের জন্য আবশ্যক । প্রকৃত মুমিন ব্যাক্তি কোন অবস্থাতেই আমানতের খিয়ানত করে না । এ প্রসঙ্গে মহানবি (স) বলেন, “যার মধ্যে আমানতদারী নেই তার মধ্যে ইমানদারি নেই ।” (মুসনাদে আহমদ)
মহানবি (স) এর এই বাক্য দ্বারা বোঝা যায়, যে আমানতের খিয়ানত করে সে প্রকৃত মুমিন হতে পারে না ।

আমানত রক্ষা করা ইমানের অঙ্গস্বরুপ । আমানতের খিয়ানত করা মুনাফিকের চিহ্ন । ঘোর শত্রুরাও তাঁকে আমানত রক্ষাকারী হিসেবে চিনত । তাই সকলে তাঁকে আল-আমিন বলে ডাকত ।

আমানতের ক্ষেত্র অত্যন্ত ব্যাপক । মহানবি (স) বলেছেন, “যখন কোন লোক কথা বলে প্রস্থান করে,তখন সে কথাও আমানত ।”
নিচে কিছু আমানতের বণনা দেওয়া হলো :-

১। পিতামাতার নিকট সন্তান আমানত । সন্তানদের দেখাশোনা করা পিতামাতার দায়িত্ব ।
২। সন্তানের নিকট পিতামাতা আমানত ।
৩। সরকারের নিকট জণগন আমানত । জণগনের কল্যানের জন্য কাজ করা সরকারের দায়িত্ব ।
৪। দেশের সকল সম্পদ জণগনের নিকট আমানত ।

তো আজ আমার পক্ষ থেকে এতটুকুই ছিল । সবাইকে ধন্যবাদ আমার আজকের আটিকেলটি পড়ার জন্য ।

The post আমানত কী ও আমানত রক্ষার গুরুত্ব appeared first on Trickbd.com.

ইউটিউবের যেকোনো গান শুনুন ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে বা স্ক্রীন লক করে।

Posted:

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন, আজ আমি আপনাদের জানাতে চলেছি যে কীভাবে আপনারা ইউটিউবের যেকোনো গান ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে বা স্ক্রিন অফ/লক করেও শুনতে পারবেন।
তো চলুন আজকের পোস্ট শুরু করি।।

➡➡➡➡➡ Let’S StarT⬅⬅⬅⬅⬅ গুগলের মালিকানাধীন স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে গান শুনতে অনেকেই পছন্দ করেন। কিন্তু স্ক্রিন বন্ধ হলেই থেমে যায় ইউটিউবের গান! তবে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব থেকে গান শোনার সুবিধাও আছে। ছোট্ট একটি পদ্ধতি জানলেই অ্যানড্রয়েড ফোনে স্ক্রিন বন্ধ করেও শোনা যাবে গান-

যেভাবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনবেন

★ প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ম্যাসেজিং অ্যাপ 'টেলিগ্রাম' ডাউনলোড করুন।

★ এবার ইউটিউব থেকে যে গানটি শুনতে চাচ্ছেন সেই গানের 'লিংক' টেলিগ্রামের নিজের সঙ্গে চ্যাট অথবা বন্ধুর কাছে শেয়ার করুন।

★ এখন সেই লিংকে ক্লিক করলে দেখবেন নিচের দিকে 'পিকচার-ইন-পিকচার' মুড অপশনে ক্লিক করুন।

★ এবার পপ-আপ উইন্ডোতে 'পিকচার-ইন-পিকচার মুড' সেটিংস দেখাবে। সেটিংসে ক্লিক করলে 'ডিসপ্লে ওভার আদার অ্যাপ' অপশনটি অন করে দিন।

★ এবার আবা‌রো টেলিগ্রাম থেকে ইউটিউব ভিডিওটি প্লে করে 'পিকচার-ইন-পিকচার' মুডে ক্লিক করুন।

★ এবার গানটি বাজলে ফোনের স্ক্রিন লক করে দিন। ব্যাস ব্যাকগ্রাউন্ডেই ইউটিউব থেকে গান শুনতে পারবেন।

বর্তমানে সারা বিশ্বে প্রায় ২ বিলিয়নেরও বেশি মানুষ প্রতিদিন ইউটিউব ব্যবহার করেন। দুনিয়ার এমন কিছু নেই যা আপনি ইউটিউবে পাবেন না।
তো আমি আর কথা বাড়াবো না,, আজকের মূল বিষয় যেটা ছিল, সেটা আপনাদের আমি শিখিয়ে দিয়েছি।
তাই আর কথা না বাড়িয়ে আজকের পোস্ট এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন,

সুস্থ থাকবেন,
এবং TrickBD এর সাথেই থাকবেন।

নমস্কার

The post ইউটিউবের যেকোনো গান শুনুন ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে বা স্ক্রীন লক করে। appeared first on Trickbd.com.

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম | Payoneer to bKash

Posted:

আজকের ব্লগ পোস্টে আপনাদের সাথে আলোচনা করবো "পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম" সম্পর্কে । কিভাবে খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করবো । তাহলে চলুন শুরু করা যাক ।

ফ্রিল্যান্সিং এর জন্য ব্যাংক একাউন্ট
বাংলাদেশের ফ্রিল্যান্সাররা অনেক ষ্ট্রাগল করে তাদের কষ্টার্জিত টাকা এদেশে আনার জন্য । অনেক ফ্রিল্যান্সিং এর বিকাশ একাউন্টও আছে আবার পেওনিয়ার একাউন্টও আছে । বতমানে ফ্রিল্যান্সিং এর জন্য বাড়তি ব্যাংক একাউন্ট এর দরকার নেই । তারা তাদের অর্থ বা টাকা বিকাশের মধ্যমেই দেশে আনতে পারবে ।

বর্তমান সময়ে পেওনিয়ার এবং বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠাত বিকাশ তাদের মধ্যে চুক্তি সম্পাদন করে এবং পেওনিয়ার এ থাকা ডলার খুব সহজেই বিকাশের মাধ্যমে সেই ডলার বা টাকা এদেশে নিয়ে আসতে পারবে পেওনিয়ার ও বিকাশের গ্রাহকেরা । এটি আমাদের দেশের ফ্রিল্যান্সারদের জন্য একটি সুসংবাদই বটে ।

পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার নিয়ম
অতি সম্প্রতি বিকাশ ঘোষনা করে যে দেশের বাইরে থেকে পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনা যাবে । বিষয়টি এর মধ্যে অনেকেই অবগত হয়েছেন । আবার অনেকেই জানেন না । যারা জানেন না তারা জেনে নিন "পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার নিয়ম" সম্পর্কে । নিম্নে আলোচনা করা হলো ——

০১। সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপ এ লগইন করুন।

০২। এরপর আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে সেখানে "More" বা "আরও" অপশনে ক্লিক করুন ।

০৩। পরবর্তীতে সেবাসমূহ থেকে রেমিটেন্স অপশন সিলেক্ট করুন ।

০৪। এখন পেওনিয়ার অপশন সিলেক্ট করুন

০৫। পেওনিয়ার একাউন্ট খোলা না থাকলে আপনি একাউন্ট খুলতে পারবেন ।

০৬। অন্যদিকে একাউন্ট খোলা থাকলে আপনার পেওনিয়ার একাউন্টে লগইন করুন অপশনে ক্লিক ।

০৭। পরে দেখতে পাবেন নতুন পেজে আপনার লগইন ডিটেইলস লিংক চলে এসেছে ।
০৮। আপনার পেওনিয়ার একাউন্ট লগ ইন ডিটেলস দিয়ে লগইন করুন ।

ফ্রিল্যান্সিংয়ের টাকা বিকাশে আনুন

ফ্রিল্যান্সারদের প্রতি লেনদেনে ২% বোনাস । বিকাশ গ্রাহক পেওনিয়ার থেকে বিকাশ একাউন্টে টাকা টান্সফার করলে প্রতি লেনদেনে ফ্ল্যাট টু পার্সেন্ট ইনস্ট্যান্ট বোনাস পাবে। কিন্তু অফারটি চলবে ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ ২০২২ পর্যন্ত। অন্যদিকে অফার চলাকালীন লেনদেনের কোন লিমিট নেই ।

প্রতি লেনদেনে ২% বোনাস অফারের বিস্তারিত
বিকাশ গ্রাহক পেওনিয়ার থেকে বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করলে প্রতি লেনদেনে ফ্ল্যাট ২% ইনস্ট্যান্ট বোনাস পাবেন ।
অফারটি চলবে ১০ ফেব্রুয়ারি-১০ মার্চ, ২০২২ পর্যন্ত ।
অফার চলাকালীন লেনদেনের কোনো লিমিট নেই ।
চ্যানেল: বিকাশ অ্যাপ ।
পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার শর্তাবলী
আপনি যদি পেওনিয়ার থেকে বিকাশে টাকা গ্রহনের জন্য এবং বিকাশের এই অফারে আপনি কিভাবে অংশগ্রহন করবেন, এই অফার কতদিন চলবে, এই অফার থেকে কি কি পেতে পারেন, এই অফারের সুবিধা-অসুবিধা, পেওনিয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানতে বিকাশ এর অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন ।
পেওনিয়ার থেকে বিকাশ-এ টাকা উত্তোলনের লিমিট

পেওনিয়ার থেকে বিকাশ-এ টাকা লেনদেনের প্রশ্ন-উত্তর
১। প্রশ্নঃ পেওনিয়ার কী?

উত্তরঃ Payoneer Inc. হচ্ছে একটি আমেরিকান আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠান অনলাইন লেনদেন এবং ডিজিটাল পেমেন্ট সেবা প্রদান করে থাকে ।

২। প্রশ্নঃ যেকোনো বিকাশ গ্রাহকই কি এই সার্ভিসটি ব্যবহার করতে পারবেন?
উত্তরঃ না। শুধুমাত্র সচল একাউন্ট স্ট্যাটাস থাকা সাপেক্ষে ট্রাস্ট লেভেল-৩ এর বিকাশ গ্রাহকেরা সার্ভিসটি ব্যবহার করতে পারবেন ।
৩। প্রশ্নঃ বিকাশ অ্যাপের কোথায় আমি সার্ভিসটি খুঁজে পেতে পারি?

উত্তরঃ আপনি সার্ভিসটি বিকাশ অ্যাপের হোমপেজের আরও অপশনে প্রথমে ক্লিক করুন । এরপর রেমিটেন্স আইকনে ক্লিক করে পেওনিয়ার বাটনে ক্লিক করুন ।

৪। প্রশ্নঃ বিকাশ অ্যাপের মাধ্যমে কি আমি পেওনিয়ার একাউন্ট খুলতে পারবো?

উত্তরঃ হ্যাঁ, বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি পেওনিয়ার একাউন্ট খুলতে পারবেন ।

৫। প্রশ্নঃ আমি কীভাবে আমার পেওনিয়ার একাউন্টকে বিকাশ একাউন্টের সাথে লিংক করতে পারি?

উত্তরঃ বিকাশ একাউন্টের সাথে পেওনিয়ার একাউন্ট লিংক করতে "রেমিটেন্স" আইকনে ক্লিক করুন > "পেওনিয়ার" ক্লিক করুন > "পেওনিয়ার একাউন্ট লিঙ্ক করুন" ক্লিক করুন । এরপর আপনাকে পেওনিয়ার হোস্টেড একটি পেইজে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনাকে আপনার পেওনিয়ার ইমেইল/ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দিতে হবে । যদি ইমেইল/ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড সঠিক হয় তাহলে আপনি পেওনিয়ারে নিবন্ধিত আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন । ওটিপি প্রবেশ করালে পেওনিয়ার একাউন্ট বিকাশ একাউন্টের সাথে লিংক হয়ে যাবে ।

৬। প্রশ্নঃ টাকা উত্তোলনের কি কোনো লিমিট আছে?

উত্তরঃ সর্বনিম্ন টাকা উত্তোলনের লিমিট ১০০০ টাকা এবং সর্বোচ্চ উত্তোলনের লিমিট প্রতিদিন ১,২৫,০০০ টাকা ৷

৭। প্রশ্নঃ টাকা উত্তোলনের পরে একটি ফান্ড ট্রান্সফার হতে কতক্ষণ সময় লাগে?

উত্তরঃ ফান্ড ট্রান্সফার রিকোয়েস্ট তাৎক্ষনিক সময়ের মধ্যে হয়ে যাবে । তবে কোনো করনে সমস্যা হলে সর্বোচ্চ ১৫ মিনিট সময় নিতে পারে ।

বন্ধুরা আশা করি আজকের “পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম | Payoneer to bKash” আলোচনা আপনাদের ভালো লেগেছে
আরও পড়ুন: ট্রাস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং

The post পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম | Payoneer to bKash appeared first on Trickbd.com.

“ফেসবুকে বেশি বেশি স্টিকার কমেন্ট করুন আইডি হ্যাক হবেনা” এই ঝোঁক কি সত্যি নাকি শুধুই গুজব । জেনে নিন এই পোস্ট থেকেে। ��

Posted:

হ্যালো বন্ধুরা,,

সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক। পরিবার, বন্ধুসহ সবার সাথে যোগাযোগের জন্য ফেসবুকে যোগাযোগের বিকল্প নেই।

তবে এই ফেসবুক নিয়েও যেন আতংকের শেষ নেই। সামান্য অসাবধানতার কারণে যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে আপনার ফেসবুক একাউন্ট।

সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীদের কিছু পোস্ট বা কমেন্টে দেখা যাচ্ছে, ফেসবুকে ঝুঁকিতে রয়েছে, বেশি বেশি স্টিকার কমেন্ট করুন। এই আসলে কী বোঝানো হয়েছে। স্টিকার কমেন্ট ফেসবুক হ্যাক থেকে বাঁচাতে পারে?

ফেসবুক বিষয়ক জটিলতায় বিভিন্ন সাধারণ মানুষের বিভিন্ন সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম বিভাগ। সিটিটিসির একজন দায়িত্বশীল কর্মকর্তা ডেপুটি কমিশনার (ডিসি) আলীমুজ্জামান সাইবার ক্রাইমের নানা বিষয় নিয়ে কাজ করছেন।

ফেসবুকে স্টিকার কমেন্ট কি আইডি বাঁচাতে পারে কিনা, এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন তিনি। তিনি জানান, স্টিকার কমেন্ট কখনো আইডি হ্যাকের হাত থেকে সুরক্ষা দেয় না। এ ধরনের স্ট্যাটাস শুধুমাত্র ফেসবুকে সংযোগ বাড়াতে পারে।

বাংলাদেশে ফেসবুক নিয়ে কাজ করে ইউল্যাবের একটি টিম 'ফ্যাক্ট ওয়াচ'। তারা জানিয়েছে, ফেসবুকে এ ধরনের কমেন্ট এখন বেশি লক্ষ্য করা যাচ্ছে। ফেসবুকের সঙ্গে এসব কমেন্টের কোনো সম্পর্ক নেই। ফেসবুক এভাবে কখনোই কাজ করে না।

বিদ্রঃ পোস্টটি আমার ব্যাস্ততার মধ্যেই করেছি, তাই একটু ছোট হয়েছে।
তাই যদি কোনো ভুল থাকে তাহলে দয়া করে কমেন্টে জানিয়ে দেবেন। আমি ঠিক করে দেবো। 🙏🙏
নমস্কার”

The post “ফেসবুকে বেশি বেশি স্টিকার কমেন্ট করুন আইডি হ্যাক হবেনা” এই ঝোঁক কি সত্যি নাকি শুধুই গুজব । জেনে নিন এই পোস্ট থেকেে। 📱 appeared first on Trickbd.com.

ক্রিপ্টোকারেন্সি বা গুপ্ত মুদ্রা কি?

Posted:

ক্রিপ্টোকারেন্সি বা গুপ্ত মুদ্রা কি?

ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশসহ সারাবিশ্বে খুবই জনপ্রিয় একটি কারেন্সি। আমরা হয়তো অনেকেই এনাম শুনে থাকতে পারেন। কিন্তু এ বিষয়ে সঠিক তথ্য নাও জানতে পারে অনেকে। সুতরাং আজকে আমি ক্রিপ্টোকারেন্সি বা গুপ্তমুদ্রা
কি? এর কাজ ও ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে! সুতরাং কথা না বাড়িয়ে চলুন এবার আমরা মূল পয়েন্টে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বিস্তারিত জেনে আসি।

প্রথমত আমাদের এটাই ধারণা থাকতে হবে যে, গুপ্তলিখনভিত্তিক ডিজিটাল ইলেকট্রনীয় মুদ্রা যার কোনও কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা নেই। তবে এর ব্যবহার দিন দিন প্রচুর পরিমাণ বৃদ্ধি হয় অথচ আমরা অনেকেই এ বিষয়ে কোনো ধারণা রাখার চেষ্টাও করি না।

ক্রিপ্টোকারেন্সি কি?

ক্রিপ্টোকারেন্সিঃ গুপ্তমুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি হল বাইনারি উপাত্তের একটি সংকলন যা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতেই বিদ্যমান। এটি ব্যবহার করে লেনদেন শুধু অনলাইনেই সম্ভব যার পুরো কার্যক্রম গুপ্তলিখন নামক একটি সুরক্ষিত প্রক্রিয়ায় সম্পন্ন হয়। ২০১৭ সাল থেকে এটি একটি উঠতি বাজারে পরিণত হয়েছে।

যদিও শুরুতে অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি বাজারে নতুন নতুন আসছে তার কোনো মূল্য পাওয়া যেত না। এবং অনেকের মাঝে ধারণা ছিল যে এটা বাজারে নিয়ে আসে কোন লাভ হবে না। কিন্তু আস্তে আস্তে ক্রিপ্টোকারেন্সি অনলাইন জগতের সবচেয়ে বড় একটি কারেন্সি হয়ে দাঁড়ালো। এবং দিন দিন এর চাহিদা এবং ব্যবহারের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে।

ক্রিপ্টোকারেন্সিঃ লেনদেন করার জন্য ক্রিপ্টোকারেন্সি অনলাইন জগতে সবচেয়ে সেরা একটি নেটওয়ার্ক। এমনকি প্রায় বেশিরভাগ সংস্থা প্রতিষ্ঠানগুলো এই কারেন্সি সাপোর্ট করে থাকে। এবং দিন দিন ক্রিপ্টো কারেন্সি অনলাইন জগতের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হওয়ার সম্ভাবনা দিনে দিনে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে।

ক্রিপ্টোকারেন্সি এর ইতিহাস?

ক্রিপ্টোকারেন্সি অনলাইন জগতে আমরা অনেকেই প্রচুর তিন বছর আগেই দেখে আসছি। তবে ক্রিপ্টোকারেন্সি গুপ্ত মুদ্রা এর ইতিহাস অনেকে আমরা জানি না। কিন্তু সত্যিকার অর্থেই এই বর্তমান অনলাইন প্রযুক্তির যুগে ক্রিপ্টোকারেন্সি এর ইতিহাস জানা খুবই জরুরী। কারণ এই কারেন্সি সাধারণত অনলাইনে সবচেয়ে বেশি জনপ্রিয় অন্যতম,

১৯৮৩ সালে মার্কিন গুপ্তলিখনবিদ ডেভিড চৌম গুপ্তলৈখিক পদ্ধতিতে ডিজিটাল উপায়ে টাকা আদান প্রদানের বিষয়টি নিয়ে কাজ শুরু করেন। যার নাম দেন ই-ক্যাশ। ১৯৯৫ সালে, তিনি ডিজিক্যাশের মাধ্যমে এটি একটি গুপ্তলৈখিক ইলেকট্রনীয় (বৈদ্যুতিন) মূল্য পরিশোধ ব্যবস্থার একটি প্রাথমিক রূপ বাস্তবায়নের দিকে এগুতে থাকেন।

এবং পরবর্তীতে সফটওয়ারে নির্দিষ্ট গুপ্তায়িত চাবিগুলি প্রবেশের পর প্রাপক প্রেরণকারীর অর্থ পান। তবে এই অর্থ কোনও রাষ্ট্রে পরিচালিত মুদ্রার (টাকা, ডলার, পাউন্ড, দিনার) মত নয়। সম্পূর্ণ অস্তিত্বহীন পয়েন্ট। তবে সাতোশি নাকামোতো (কোন ব্যক্তি বা গ্রুপ) সফলভাবে কেন্দ্রীয় সংস্থাবিহীন ডিজিটাল নকগদ অর্থে মূল্য পরিশোধ ব্যবস্থা চালু করেন, যা বিটকয়েন নামে পরিচিত।

বর্তমানে প্রযুক্তির যুগে সকল লেনদেন এখন অনলাইনে হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এখন থেকে কয়েকটি দেশে চালু হয়েছে শুধুমাত্র অনলাইনেই টাকার লেনদেন চলবে। হাতে হাতে টাকা-পয়সা আর থাকবে না শুধুমাত্র অনলাইনে মাধ্যমেই সব জায়গা থেকে টাকার লেনদেন করতে হবে।

বুঝতে পারছেন ক্রিপ্টোকারেন্সি যাতা জিনিস নয় এর বিষয়ে অনেক কারণ বিদ্যমান। অনলাইনের জগতে একটু কারেন্সির গুরুত্ব বর্তমান সময়ে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে আছে । এমনকি অনেক জায়গায় লেনদেনের জন্য শুধুমাত্র অনলাইন কে প্রাধান্য দিয়ে, লেনদেন করার জন্য ক্রিপ্টোকারেন্সি কে বেছে নিচ্ছে অনেকেই।

ক্রিপ্টোকারেন্সি বা গুপ্তমুদ্রার তালিকা

ক্রিপ্টোকারেন্সি এর তালিকা সারাবিশ্বে প্রচুর পরিমাণে পাওয়া যায়। সাধারণত বর্তমান এই সারা পৃথিবীতে প্রায় হাজারেরও উপরে গুপ্তমুদ্রা রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে__ • বিটকয়েন • ইথেরিয়াম • লাইটকয়েন • রিপল • মোনেরো • ড্যাশ • বাইটকয়েন • ডোজকয়েন ইত্যাদি।

যদিও অনলাইনে আরো অনেক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা গুপ্ত মুদ্রার তালিকা প্রচুর পরিমাণে রয়েছে। তবে সবচেয়ে জনপ্রিয় এবং মানুষের ব্যবহৃত এবং বর্তমানে সবচেয়ে উপযোগী কারেন্সি গুলো নিয়েই আপনাদেরকে বলা হলো। উপরোক্ত কারেন্সির ভিতরে বর্তমান সময়ের সবচেয়ে বিটকয়েন সবার পূর্বসূরী ও সবচেয়ে পরিচিত। মূলত এর সফলতার কারণেই আরো প্রতিদ্বন্দ্বী গুপ্তমুদ্রার জন্ম হয়।

ক্রিপ্টোকারেন্সি এর পদ্ধতিঃ ক্রিপ্টোকারেন্সি বা গুপ্তমুদ্রা যেহেতু অস্তিত্বহীন মুদ্রা। পিয়ার টু পিয়ার ব্যবস্থার মাধ্যমে প্রেরক থেকে সরাসরি প্রাপকের কাছে যায়। সেহেতু এর বিনিময় পদ্ধতিও আলাদা। যে কেউ চাইলেই কোন এক কারেন্সি তে ভেরিফাইড একাউন্ট তৈরি করে চালাতে পারে। তবে এ ধরনের কোন ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট তৈরি করতে অবশ্যই কমপক্ষে 18 বছর থাকতে হবে।

ওয়ালেট ক্রিপ্টোকারেন্সিঃ ওয়ালেট অনলাইন মানিব্যাগ। যা অনলাইন ও অফলাইন, এই দুই ধরনের হয়। এই ওয়ালেট থেকে প্রেরণকারী অর্থ পাঠাতে পারে। আর গ্রহণকারী নিজের ওয়ালেটে ভর্তে পারে। প্রতিটি ওয়ালেটের এক একটি নিদির্ষ্ট এনক্রিপ্টেড ঠিকানা থাকে।

যদিও এটি একদিকে সুবিধা হলেও অন্যদিকে আর একটু অসুবিধা হয় বটে। তার কারণ এই কারেন্সি টাকায় রূপান্তর অন করে হাতে নেওয়া যাবে না আর কয়েক বছরের মধ্যে। 5 থেকে 10 বছরের ভিতর কাগজের আর কোন টাকা থাকবে না মনে হয়। সকল লেনদেন অনলাইনের মাধ্যমে করা হবে বলে জানা যায়।

ব্লকচেইন ক্রিপ্টোকারেন্সিঃ এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় ক্রিপ্টোকারেন্সি পাঠাতে তা এনক্রিপটেড লেজার বা উন্মুক্ত খতিয়ানে রেকর্ড হয়ে যায়। যাকে ব্লকচেইন বলে। এখানে জমা থাকা তথ্য পৃথিবী যে কোন স্থান থেকে দেখা সম্ভব। এই কারেন্সি বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশেই চালানো সম্ভব। এমনকি আপনি চাইলেই বাংলাদেশ থেকেও এই ব্লকচেইন ক্রিপ্টোকারেন্সি একটি ভেরিফাইড একাউন্ট তৈরি করে চালাতে পারবেন। তবে অবশ্যই তাদের প্রতিষ্ঠান গাইডলাইন মেনে আপনাকে একাউন্টে টিকিয়ে রাখতে হবে।

খনন ক্রিপ্টোকারেন্সিঃ ব্লকচেইনে লিপিবদ্ধ প্রতিটি লেনদেনের বৈধতা নির্ণয়করণকে বলা হয় খনন (মাইনিং)। আর এ কাজ যারা করেন তাদেরকে বলা হয় খননকারী (মাইনার)। ফলে কোনও ধরনের প্রতারণার সম্ভাবনা থাকে না। পরিচয় গোপন থাকে উভয় পক্ষেরই। অনলাইনে হয়তো অনেকেই মাইনিং এর কথা শুনেছেন,,, তাছাড়া অনেক প্ল্যাটফর্ম শুধুমাত্র মাইনিং করে কিছু পরিমাণ ডলার দিয়ে থাকে।

আস্তে আস্তে আপনারা এই প্রতিষ্ঠান গুলোর মাধ্যমে মাইনিং করে মোটামুটি ভালই আর্নিং করতে সক্ষম হবেন। মাইনিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি খনন ক্রিপ্টোকারেন্সি নামে পরিচিত। আপনারা এই সম্পর্কে ইউটিউবে কিংবা গুগলে আরো অনেক মাইনিং সাইট পেয়ে যাবেন। বিশ্বস্ত কোন ওয়েবসাইটে গিয়ে আপনার ইচ্ছামত মাইনিং করে মোটামুটি প্রতিদিন বেশ ভালই আর্নিং করতে পারেন।

অপব্যবহার ক্রিপ্টোকারেন্সিঃ ক্রিপ্টোকারেন্সি বা গুপ্তমুদ্রা সংরক্ষণের জন্য কোন সংরক্ষণাগার নেই। তাই ব্যাকআপ না থাকলে কম্পিউটার ক্রাশের মাধ্যমে মুছে যেতে পারে তথ্য উপাত্ত। হ্যাকিং ও ম্যালওয়্যার আক্রমণের হুমকিও রয়েছে। রয়েছে ডিজিটাল অর্থ চুরির আশংকাও। ৩৪ বছরের ইতিহাসে এ পর্যন্ত ৪০টিরও বেশি চুরির শিকার হয়েছে বিটকয়েন।

আরো অন্যান্য কারেন্সি এর ঝুঁকিপূর্ণ অবস্থায় অনেক সময় পাওয়া যায়। নিজের একাউন্ট নিজে টিকিয়ে রাখা প্রায় অসম্ভব এর মত হয়ে গিয়েছে অনেকের কাছে। প্রায় 10 থেকে 20 বছরের মধ্যে ক্রিপ্টোকারেন্সি অপব্যবহার প্রচুর পরিমাণে হয়েছে। তবে কিছু বছরের ভিতর আশা করা যায় এই জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি আরো কঠোর হবে। যেহেতু অনলাইনে তার জনপ্রিয়তা দিনে দিনে খুশির পরিমাণে বৃদ্ধি হচ্ছে এ কারণে এই ক্রিপ্টোকারেন্সি ঝুঁকিপূর্ণ থাকবেনা আশা করা যায়।

জনপ্রিয়তা ক্রিপ্টোকারেন্সিঃ বিশ্বের বহুদেশে অনলাইন বিকিকিনির জন্য গুপ্তমুদ্রা বেশ জনপ্রিয়। উইকিপিডিয়া, ওয়ার্ডপ্রেস, মাইক্রোসফটের মত প্রায় ৩০ হাজারের বেশি প্রতিষ্ঠান গুপ্তমুদ্রা গ্রহণ করে। শুধু মাত্র এগুলোই নয় আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে এই ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করে থাকে। আপনারা একটু গুগলে কিংবা ইউটিউব এ বিষয়ে অনুসন্ধান করলে আরও অনেক তথ্য জানতে পারবেন এ বিষয়ে।

এই আর্টিকেলটি সর্বপ্রথম এই ওয়েবসাইটে পাবলিশ করা হয় ShopTips24.Com

প্রিয় বন্ধুগণ আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ নির্ভুল সঠিক তথ্য দিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তাই আশা করব কেউ বাজে বা খারাপ কোন মন্তব্য কমেন্ট করবেন না। এ ধরণের আরো নতুন নতুন খবর খবর প্রয়োজনীয় আর্টিকেলটিতে এই ওয়েবসাইটের পাশেই থাকবেন। আশা করি পরবর্তীতে আরো ভালো ভালো আর্টিকেল আপনাদেরকে উপহার দিতে পারব। ভাল থাকুন সুস্থ থাকুন আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

The post ক্রিপ্টোকারেন্সি বা গুপ্ত মুদ্রা কি? appeared first on Trickbd.com.

BNCC কী?BNCC সম্পর্কে সব কিছু।

Posted:

BNCC কি?

উত্তরঃ

BNCC হচ্ছে সেনা, নৌ ও বিমানবাহিনী ক্যাডেটদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় সারির, আধাসামরিক, সেচ্ছাসেবী বাহিনী। এটি সামরিক বাহিনীর কর্মকর্তা, জেসিও, এনসিও, বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত।

এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর– বিএনসিসি হলো সেকেন্ড লাইন ডিফেন্স ফোর্স৷ “Knowledge & Discipline, The Volunteers” এই মূলমন্ত্রকে ধারণ করে চলা বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক এই সংগঠনটির রয়েছে অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস৷ এটি মূলত তিনটি উইংয়ে বিভক্ত৷ যথা– আর্মি উইং, নেভি উইং এবং এয়ার উইং৷

BNCC মিনিংস কি?

উত্তরঃ&

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর– (Bangladesh National Cadet Corps)

BNCC উদ্দেশ্য কি ?

উত্তর :

সৎ দক্ষ দেশ প্রেমিক, যোগ্য নেতৃত্ব তৈরি করার মহান উদ্দেশ্যে, বিএনসিসি প্রতিষ্ঠা করা হয়।

BNCC করতে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে ?

উত্তর :

শিক্ষাগত যোগ্যতা এসএসসি (SSC) পাস এবং বাকি যোগ্যতা সেনাবাহিনীর মত।

BNCC সাংগঠনিক কাঠামো কি?

উত্তর:

এই সংগঠন একটি আধা সামরিক সে্চ্ছাসেবী সংগঠন, যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, জনকল্যান মূলক কাজ করে থাকে, যেমন বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্ত দান, এই ছাড়াও যুদ্ধ কালিন সময়ে সামরিক বাহিনী কে সাহায্য করা।

BNCC মনোগ্রাম টি ত্রিভুজের মত কেন ?

উত্তর:

(1) লাল চেনাশোনা- গঠন চিহ্নের বাইরের লাল বৃত্ত আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের প্রতীক।

(2) কালো বৃত্ত – কালো অভ্যন্তরীণ বৃত্ত কালি, জ্ঞানের উত্স প্রতীক।জ্ঞান ও শৃঙ্খলা- BNCC এর নীতিমালা কালো বৃত্তের উপর স্থাপিত।

(3) গোল্ডেন সার্কেল – গোল্ডেন সার্কেল শোনার বাংলা প্রতিনিধিত্ব করে।পিরামিড – কেন্দ্রে পিরামিড জীবনের সংগ্রামের সাথে প্রতীকী, সবসময় যাওয়া কঠিন এবং চ্যালেঞ্জিং।

ক্যাডেটদের এটা পাঠ করা উচিত।পিরামিডের রঙ- ত্রি রঙীন পিরামিড সেনাবাহিনী, নৌ ও বায়ুকে প্রতিনিধিত্ব করে যা ভবিষ্যতে নেতৃত্বের জন্য BNCC ক্যাডেটদের ট্রেন এবং ঘরে রাখে।

স্বেচ্ছাসেবক – মানুষের ভিত্তি এবং মৌলিক কোনও ভয় বা অনুগ্রহ ছাড়াই স্বেচ্ছাসেবক হিসাবে সেবা করা হয়। যেমন BNCC এর sprit হয় ‘ভলান্টিয়ার্স’।

তারা-তারাগুলি আলোকিত করে এবং অন্যদের আলোকিত করে। যেমন ক্যাডেট অনুপ্রাণিত এবং তাদের স্বপ্ন কর্মজীবনের একটি
তারকা হয়ে প্রেরিত করা উচিত।

BNCC কয়টি শাখা ?

উত্তর :

BNCC রয়েছে ৩টি শাখা। এগুলো হলোঃ

১. সেনা শাখা
২. নৌ শাখা
৩. বিমান শাখা

BNCC রেজিমেন্ট সেনা শাখার অধিনে কয়টি রেজিমেন্ট?

উত্তর :

রয়েছে ৫ টি এগুলো হলোঃ

১. রমনা রেজিমেন্ট
২. ময়নামতি রেজিমেন্ট
৩. কর্ণফূলি রেজিমেন্ট
৪. মহাস্থান রেজিমেন্ট
৫. সুন্দরবন রেজিমেন্ট

BNCC প্রশিক্ষণ কি কি ?

উত্তর :
১। ড্রিল
২। অস্ত্র প্রশিক্ষণ
৩। মাঠ নৈপুণ্য এবং শারীরিক প্রশিক্ষণ
৪। সংস্থা
৫। ক্ষুদ্র ও রণকৌশল
৬। সামরিক ইতিহাস
৭। সামরিক বিজ্ঞান
৮। রীতিবিরুদ্ধ যুদ্ধবিগ্রহ
৯। ম্যাপ পড়া
১০। প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন
১১। কমান্ড এবং নেতৃত্ব

BNCC পদবী কি কি ?

উত্তর:
ক্যাডেট পদবী হলো –
(1) ক্যাডেট
(2) ক্যাডেট ল্যান্স কর্পোরাল
(3) ক্যাডেট কর্পোরাল
(4) ক্যাডেট সার্জেন্ট
(5) ক্যাডেট আন্ডার অফিসার

বিএনসিসিও পদবী
(1) পিইউও/টিইউও
(2) লেফটেন্যান্ট
(3) ক্যাপ্টেন
(4) মেজর
(5)লেফটেন্যান্ট কর্নেল

ক্যাডেট ট্রেইনিং

একজন সফল ক্যাডেট হিসেবে গড়ে উঠতে বিএনসিসি ক্যাডেটদের বিভিন্ন ট্রেইনিং দেয়া হয়৷ এগুলো হলো –

মিলিটারি ট্রেইনিং:

1.ড্রিল
2.অস্ত্র সম্পর্কিত ট্রেইনিং
3.ফিল্ড ক্রাফট
4.ফিজিক্যাল ট্রেইনিং
5.অরগানাইজেশন
6.মাইনর ট্যাকটিক্স
7.মিলিটারি হিস্ট্রি
8.মিলিটারি সায়েন্স 9.আনকনভেনশনাল ওয়ারফেয়ার
10.ম্যাপ রিডিং
11.হাইজিন এন্ড স্যানিটেশন
12.কমান্ড এন্ড লিডারশীপ 13.প্লাটুন লেভেল ট্রাক্টিং
14.উইন্টার কালেক্টিভ ট্রেইনিং।

ক্যাম্পিং:

1.ক্যাপসুল ক্যাম্প: এ ক্যাম্প সাধারণত 7-10 তিন স্থায়ী হয় 2.বার্ষিক/অ্যানুয়ান ক্যাম্প: এ ক্যাম্প সাধারণত 15-17 তিন স্থায়ী হয়।
3.সেন্ট্রাল ক্যাম্প: 2-3 সপ্তাহ ধরে চলা এই ক্যাম্পটি ঢাকার সাভারে অনুষ্ঠিত হয়।
4.উইন্টার ক্যাম্প: এ ক্যাম্পটি শীতকালে অনুষ্ঠিত হয়৷ একে বিএনসিসির সবচেয়ে মজাদার ক্যাম্প হিসেবে বিবেচনা করা হয়। 5.রুটিন ট্রেইনিং: নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বছরে 120 পিরিয়ড হিসেবে রুটিন ট্রেইনিং সম্পন্ন করা হয়

স্পেশালাইজড ট্রেইনিং:

1.লিডারশীপ
2.আনআর্মড কমব্যাট
3.Rappling
4.ফার্স্ট এইড এন্ড রেসকিউ
5.ডিসেস্টার ম্যানেজমেন্ট
6.ন্যাশনাল প্যারেড
7.কম্পিউটার ট্রেইনিং
8.ব্যান্ড প্লাটুন ট্রেইনিং

BNCC সুবিধাবলি কি ?

উত্তর :

BNCC মাধ্যমে ছাত্র-ছাত্রীগণ সহজেই সামরিক বাহিনীগুলোতে যোগ দিতে পারেন। তারা সামরিক বাহিনীগুলোর মতো শারীরিক ও মানসিক প্রশিক্ষণপ্রাপ্ত হন। সামরিক বাহিনীগুলোতে যোগ দেওয়ার সময় তাদের লিখিত,মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা দিতে হয়না।

এবং নির্বাচিত ক্যাডেটরা সরাসরি ISSB (আইএসএসবি)পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে এবং BNCC ক্যাডেটরা অনেক সুযোগ-সুবিধা ভোগ করে৷ প্রতি ক্যাম্প শেষে তাদেরকে উপযুক্ত সম্মানী দেয়া হয়৷ তাছাড়া বিএনসিসির সার্টিফিকেট উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনেও বিশেষ সহায়তা করে।

দেশের সংকটকালীন পরিস্থিতিতে ক্যাডেটরা ইন্সট্রাক্টর হিসেবে কাজ করে অর্থাৎ সাধারণ মানুষদের সামরিক প্রশিক্ষণ দিয়ে থাকে৷ এভাবে তারা স্থানীয় প্রতিরক্ষা ফোর্স বা Territorial Force গঠনে ভূমিকা পালন করে৷ যদি সামরিক বাহিনী থেকে নির্দেশ আসে তবে তারা সম্মুখ যুদ্ধেও অংশগ্রহণ করতে পারে৷

সামরিক বাহিনীতে জয়েনের সময় BNCC সার্টিফিকেট থাকলে কিছুটা সুবিধা পাওয়া যায়৷ এক্ষেত্রে সামরিক বাহিনীর রিটেন পরীক্ষায় তাদের অংশগ্রহণ না করলেও চলে৷ বিএনসিসি ক্যাডেটদের পারফর্মেন্স অনুযায়ী তাদেরকে মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত ইত্যাদি দেশে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভিজিটের সুযোগও দেয়া হয়৷

প্রতি বছর অনেক বিএনসিসি ক্যাডেট দিল্লীতে ভারতের স্বাধীনতা দিবস প্যারেডে অংশগ্রহণ করে৷ বিএনসিসি ক্যাডেটরা সর্বদা দেশের কল্যাণের জন্য কাজ করে৷ বিএনসিসির মাধ্যমে ছাত্রদের দেশসেবার মনমানসিকতা জেগে ওঠে এবং চারিত্রিক বৈশিষ্ট্য সমুন্নত হয়৷ এভাবেই বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর–বিএনসিসি দেশের উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছে৷

BNCC (বিএনসিসির) ইতিহাস:

ব্রিটিশ সরকার ১৯২০ সালে ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠন করেন “ইউনিভার্সিটি কোর।” ১৯২৩ সালে ভারতীয় দেশরক্ষা বাহিনী আইন-১৯২৩ অনুসারে এর নাম পরিবর্তন করে রাখা হয় “ইউনিভার্সিটি ট্রেণিং কোর বা ইউটিসি।”

একই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউটিসি চালু করা হয়। ১৯২৭ সালের নভেম্বর মাসে ক্যাপ্টেন ই. গ্রুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষক ও ১০০ জন ছাত্রকে প্রথম সাহায্যকারী কোরের সামরিক প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করেন। ১৯২৮ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে একে কোম্পানিতে উন্নীত করা হয়। এটি ইউটিসি’র ১২ টি ইউনিটের মধ্যে একটি ছিল। এর নাম দেয়া হয় “১২ ঢাকা কোম্পানি।”

১৯৪২ সালে একে একটি একক কোম্পানিতে উন্নীত করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. মাহমুদ হাসানকে অবৈতনিক লে. কর্ণেল পদবী দিয়ে কোম্পানির ভার দেয়া হয়। ১৯৪৩ সালে এর নাম দেয়া হয় “ইউনিভার্সিটি অফিসার্স ট্রেণিং কোর।” ১৯৪৬ সালে শিলং-এ এর প্রথম বার্ষিক অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হয়।

১৯৫০ সালে ৬২৫ ক্যাডেট এবং ৪০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে একে একটি ব্যাটালিয়নে উন্নীত করা হয়। পাকিস্তান সরকার ১৯৫৩ সালের ৩০শে জানুয়ারি ইউটিসি’র কার্যক্রমকে নিষিদ্ধ করে। কিন্তু ছাত্রবিক্ষোভের পর ১৯৬৬ সালে পুনরায় এর কার্যক্রম শুরু হয়।

একই সালে এর নামকরণ করা হয় “পাকিস্তান ক্যাডেট কোর বা পিসিসি” এবং স্কুল-কলেজের ছাত্রদের জন্য “জুনিয়র ক্যাডেট কোর বা জেসিসি” গঠন করা হয়। ১৯৭১ সালে পিসিসি ও জেসিসি’র ক্যাডেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ২২ জন ক্যাডেট শহীদ হন। স্বাধীনতার পর “পাকিস্তান ক্যাডেট কোর” নামটির স্থলে “বাংলাদেশ ক্যাডেট কোর” নামটি প্রতিস্থাপিত হয়।

৩১ শে মার্চ, ১৯৭৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ক্যাডেট কোরের তিনটি পদাতিক ডিভিশন প্রতিষ্ঠা করা হয়। ২৩ শে মার্চ, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি সরকারি আদেশ বিসিসি, জেসিসি কে সংগঠিত করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি প্রতিষ্ঠা করেন।


নিত্যনতুন টিপস পেতে PieTune.xyz ভিজিট করুন

আমাদের সঙ্গে যুক্ত থাকতে জয়েন করুন টেলিগ্রাম গ্রুপ এবং নিত্যনতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল।

The post BNCC কী?BNCC সম্পর্কে সব কিছু। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments