Search box..

কম্পিউটারের সফটওয়্যার ও ফার্মওয়্যার সম্পর্কে বিস্তারিত সবকিকিছু এক পোস্টেই।

কম্পিউটারের সফটওয়্যার ও ফার্মওয়্যার সম্পর্কে বিস্তারিত সবকিকিছু এক পোস্টেই।


কম্পিউটারের সফটওয়্যার ও ফার্মওয়্যার সম্পর্কে বিস্তারিত সবকিকিছু এক পোস্টেই।

Posted:

আসসালামু আলাইকুম। 
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন।
প্রতিদিনের মতো আপনাদের সামনে আমি আবারও নতুন একটি পোস্ট নিয়ে হাঁজির হয়েছি। আমরা আপনাদের কথা মাথায় রেখেই নিত্যনতুন পোস্ট নিয়ে আসি। আজকেও ব্যতিক্রম নয়। আমার এই পোস্ট গুলো পড়লে আপনি কম্পিউটার সম্পর্কে সকল কিছু জানতে পারবেন। কম্পিউটারের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সম্যক ভাবে জানতে পরবেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল পোস্টে চলে যায়।
আজকে এই পোস্টের মাধ্যমে আমরা কম্পিউটারের সফটওয়্যার ও ফার্মওয়্যার সম্পর্কে আলোচনা করবো।

সফটওয়্যার ও ফার্মওয়্যার (Define software & firmware) 

সফটওয়্যার (Software) : কম্পিউটারের ভাষায় ‘Soft’ শব্দের অর্থ নরম অর্থাৎ হাত দ্বারা ছোঁয়া যায় না; আর 'Ware’ শব্দের ‘ অর্থ সূক্ষ্ম। কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত সুশৃঙ্খল কতকগুলো নির্দেশের সমষ্টিকে সফ্টওয়্যার বলে। সংকীর্ণ অর্থে, সফ্টওয়্যার (Software)-এর বিকল্প নাম প্রোগ্রাম (Program)। হার্ডওয়্যার (Hardware)-সমৃদ্ধ কোনো কম্পিউটার (Computer)-এ যদি সফ্টওয়্যার (Software) রান করানো না হয় বা করানো না যায়, তাহলে উক্ত কম্পিউটারকে কেবল লোহার বাক্স বলা চলে। আর প্রোগ্রাম সঠিকতার উপর নির্ভর করে সঠিক আউটপুট (Output) প্রাপ্তি। তাই বলা যায়, প্রোগ্রামই কম্পিউটারের প্রশংসার ধারক এবং বাহক। আর ব্যাপক অর্থে, কতিপয় প্রোগ্রামের সমষ্টি হলো সফ্টওয়্যার (software)।  সময়ের চাহিদা মেটাতে সফ্টওয়্যার মডিফাই (Software modify) করা যায়।
ফার্মওয়্যার (Firmware) : ফার্মওয়্যার হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যাকে কম্পিউটার তৈরির সময়ে কম্পিউটারের মেমরিতে রম-এ স্থায়ীভাবে ধারণ করে দেয়া হয়। এ জাতীয় প্রোগ্রাম কেবলমাত্র কম্পিউটার-এর পর্দায় দেখা যায়। কম্পিউটার ব্যবহারকারী কর্তৃক এ জাতীয় প্রোগ্রাম-কে কোনোরূপ পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকে না। যেমন- কম্পিউটার রান করালে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের মনিটরে বেশকিছু তথ্য দেখা যায়। এগুলো ফার্মওয়্যারের আউটপুট। ফার্মওয়্যার যে-সব কাজ করে থাকে, সেগুলো হলো:-
  •  (ক) কম্পিউটার মেমরি প্রদর্শন করে, 
  •  (খ) নির্দেশনাবলি বা ডাটা লোড করে, 
  •  (গ) প্রোগ্রাম রান করে।

 সফটওয়্যারের প্রকারভেদ (Classify software) :

সফ্টওয়্যার মূলত দুই ধরনেরঃ 
  • (i) সিস্টেম সফ্টওয়্যার (System Software/Operating System)
  • (ii) অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার (Application Software) 

অ্যাপ্লিকেশন সফটওয়্যার আবার কয়েক প্রকারের হতে পারেঃ

■ কাস্টমাইজড সফ্টওয়্যার (Customized Software)
■ মাল্টিমিডিয়া সফটওয়্যার (Multimedia Software)
■ গ্রাফিক্যাল সফ্টওয়্যার (Graphical Software)
■ ইন্টারনেট-বেইসড সফটওয়্যার (Internet-Based Software) ইত্যাদি।

(i) সিস্টেম সফ্টওয়্যার (System Software/ Operating System)

যে সফ্টওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারকে সচল করে ও পরিচালনায় সাহায্য করে, সেই সফ্টওয়্যারকে সিস্টেম সফ্টওয়্যার (System Software) বলে। এই সফ্টওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যার ও অন্যান্য সফ্টওয়্যার এর সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। সিস্টেম সফ্টওয়্যার (System Software) এর মধ্যে বিভিন্ন শ্রেণিবিভাগ রয়েছে। অপারেটিং সিস্টেম (Operating System) ও সিস্টেম ইউটিলিটি প্রোগ্রাম হলো সিস্টেম সফ্টওয়্যার (System Software) এর অংশ। সিস্টেম ইউটিলিটি প্রোগ্রাম দ্বারা কম্পিউটারের Repair এর কাজ করা যায় ।

(ii) অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার (Application Software):

যে সফ্টওয়্যার ব্যবহারকারীর ব্যবহারিক কাজের নিমিত্তে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করা হয়, তাকে অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার (Application Software) বলে। এটি ব্যবহারকারীর নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়। একে অ্যাপ্লিকেশন প্যাকেজ (Application Package)-ও বলা যেতে পারে।
■ কাস্টমাইজড সফ্টওয়্যার (Customized Software) : এই সফ্টওয়্যার বিভিন্ন জাতীয় বিনোদনমূলক সফ্টওয়্যার, যেমন- Game, Fun ইত্যাদি ।
■ মাল্টিমিডিয়া সফটওয়্যার (Multimedia Software) :  যে সফ্টওয়্যার এর মাধ্যমে অডিও ও ভিডিও গান শুনতে পাই, তা হলো মাল্টিমিডিয়া সফ্টওয়্যার। যেমন- JetAudio, Superdecoder, Xingplayer ইত্যাদি।
■ গ্রাফিক্যাল সফ্টওয়্যার (Graphical Software) : যে সফ্টওয়্যার Graphics এর কাজ করতে সাহায্য করে, তাকে গ্রাফিক্যাল সফটওয়্যার (Graphical Software) বলে। যেমনঃ Illustrator, Photoshop, ইত্যাদি।
ইন্টারনেট বেইসড সফটওয়্যার (Internet Based Software): যে সফটওয়্যার এর মাধ্যমে ইন্টারনেটের কাজ করা হয় তাকে ইন্টরনেট বলে। বেসড সফটওয়্যার (Internet based software) বলে। যেমনঃ Internet Explorer, Netscap, Firefox, Navigator ইত্যাদি।

অপারেটিং সিস্টেম-এর বর্ণনা এবং সিস্টেম সফট্ওয়্যার-এর প্রয়োজনীয়তা (Describe operating system (OS) and the importance of system software)

সিস্টেম সফ্টওয়্যারের প্রয়োজনীয়তা (Importance of system software):
সিস্টেম সফটওয়্যার (System software) : কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারকে কার্যকর করার নিমিত্তে ব্যবহৃত সাহায্যকারী প্রোগ্রামসমূহকে বলে সিস্টেম সফ্টওয়্যার। সিস্টেম সফ্টওয়্যারের সাহায্যে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারকে নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও পরিচালনা করা যায়। সিস্টেম সফ্টওয়্যার কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর সাথে সম্পর্ক রক্ষা করে। সিস্টেম সফটওয়্যারের সাহায্যে কম্পিউটার পরিচালিত হয়।
সিস্টেম সফ্টওয়্যারকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায়, যথাঃ
  • (ক) অপারেটিং সিস্টেম সফ্টওয়্যার (Operating System Software)
  • (খ) ইউটিলিটি সফ্টওয়্যার (Utility Software)
  • (গ) ট্রান্সলেটর বা অনুবাদক সফ্টওয়্যার (Translator software)
  • (ঘ) গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সফ্টওয়্যার (Graphical user interface software)। 

অপারেটিং সিস্টেম সফ্টওয়্যার (Operating system or OS)

অপারেটিং সিস্টেম কতিপয় প্রোগ্রামের সমষ্টি, যা কোনো কম্পিউটার সিস্টেমের রিসোর্সসমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে। অপারেটিং সিস্টেম কম্পিউটারের হার্ডওয়্যার (Hardware)-কে সচল করে। যদি কোনো কম্পিউটারে কোনো অপারেটিং সিস্টেম না থাকে তাহলে সেই কম্পিউটারে কোনো কাজ করা সম্ভব নয়। তাই কম্পিউটার চালাতে হলে কোনো না কোনো অপারেটিং সিস্টেম থাকতে হবে।
বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে, যেমনঃ
  • ডস (DOS or Disk Operating System)
  • ম্যাকওএস (MacOS)
  • লিনাক্স (Linux)
  • ইউনিক্স (Unix)
  • উইন্ডোজ ৯৫ (Windows-95)
  • উইন্ডোজ ৯৮ (Windows – 98)
  • উইন্ডোজ ২০০০ (Windows-2000)
  • উইন্ডোজ-মিলেনিয়াম (Windows Millennium)
  • উইন্ডোজ এক্সপি (Windows XP )
  • উইন্ডোজ ৭ (Windows 7 )
  • উইন্ডোজ ভিস্তা (Windows Vista)
  • উইন্ডোজ ৮ (Windows 8)
  • উইন্ডোজ ১০ (Windows 10)
যে-কোনো একটি অপারেটিং সিস্টেম থাকলে প্রায় সব ধরনের কাজ করা যায়। অর্থাৎ কাজ করার জন্য যে কোন একটি অপারেটিং সিস্টেম থাকলেই চলবে।
অপারেটিং সিস্টেমের প্রকারভেদঃ
অপারেটিং সিস্টেমের অধীনে যে সমস্ত প্রোগ্রাম রয়েছে তা দুই প্রকার, যথাঃ
  •  (i) ব্যাচ অপারেটিং সিস্টেম (Batch Operating System) ও
  • (iii) রিয়েল টাইম অপারেটিং সিস্টেম (Real Time Operating System)
ব্যাংক কাস্টমারের (Bank Customers) বা লেনদেনকারীর হিসাবে (Account) টাকার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানার জন্য রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এবং দিনের শেষে হিসাবসমূহের টাকার পরিমাণ আধুনিকীকরণের (Up to date) জন্য ব্যাচ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়।
বিভিন্নভাবে উপাত্ত প্রক্রিয়াকরণের প্রয়োজনে অনেক অপারেটিং সিস্টেমের উদ্ভব হয়েছে। ব্যাচ অপারেটিং সিস্টেমের কাজকে আরও গতিশীল করার লক্ষ্যে তার অধীনে আরও ছয়টি অপারেটিং সিস্টেম কাজ করে থাকে।
  • (i) ব্যাচ মোড অপারেটিং সিস্টেম (Batch Mode Operating System) 
  • (ii) রিয়েল টাইম অপারেটিং সিস্টেম (Real Time Operating System)
  • (iii) মাল্টি-প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম (Multi-Programming Operating System)
  • (iv) টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম (Time Sharing Operating System)
  • (v) ভার্চুয়াল স্টোরেজ অপারেটিং সিস্টেম (Virtual Storage Operating System)
  • (vi) মাল্টি-প্রসেসিং অপারেটিং সিস্টেম (Multi-Processing Operating System)
তো আজ এই পর্যন্তই। 
উপরের আমার এই পোস্টটি লিখতে অনেক নথির এবং ওয়েসাইটের সাহায্য নিতে হয়েছে। যাদের কৃতজ্ঞতা স্বীকার না করলেই নয়। 
সহায়ক,
মোঃ কামরুল হাসান।
1. Wikipedia.com
2. hpe.com
3. history-computer.com
4. chessprogramming
তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।

ধন্যবাদ।

The post কম্পিউটারের সফটওয়্যার ও ফার্মওয়্যার সম্পর্কে বিস্তারিত সবকিকিছু এক পোস্টেই। appeared first on Trickbd.com.

একাদশ শ্রেনিতে ভর্তির ১ম পর্যায়ের আবেদন শুরু হয়েছে আছ রাত ৮টার শেষ সময় বিস্তারিত পোস্ট

Posted:

একাদশ শ্রেনিতে ভর্তির ১ম পর্যায়ের আবেদন শেষ হয়ে গত মাসে এবং আবেদন এর রেজাল্ট বের হয়েছে গত ২৯শে জানুয়ারীতে এবং ২য় পর্যায়ের আবেদন শুরু হয়েছে এবং আছকেই রাত ৮ টা পর্যন্ত আবেদন এর শেষ সময়

যারা ১ম পর্যায়ের আবেদন আবেদন করেননি তাদেরকে নতুন করে আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে এছাড়া যারা কলেজে নির্বাচিত হয়েও নিশ্চায়ন করেনি তাদেরকে নতুন করে আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে।

আর যারা প্রথম পর্যায়ে আবেদন করেছেন কিন্তু কোন কলেজে নির্বাচিত হননি তাদের আর আবেদন করতে হবে না শুধু মাত্র আগে আবেদন টা সংশোধন করতে হবে এর জন্য কোনো ফি জমা দিতে হবে না

২য় পর্যায়ের আবেদন ফিঃ

বিকাশ
নগদ
রকেট
শিওরক্যাশ

এছাড়াও টেলিটক সিম ও সোনালী ব্যাংক এর মাধ্যমে ফি জমা দিয়া যাবে..!!

আবেদন ফি দিয়ার নিয়ম জানতে এখানে ক্লিক করুন.!

এছাড়া একাদশ শ্রেনিতে ২য় পর্যায়ের আবেদন কি ভাবে করবে তা জানতে এখানে ক্লিক করুন.!

আবেদন করতে বা আবেদন করতে যে কোনো সমস্যা হলে ফেসবুক এ আমাকে Message দিন।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

ধন্যবাদ

The post একাদশ শ্রেনিতে ভর্তির ১ম পর্যায়ের আবেদন শুরু হয়েছে আছ রাত ৮টার শেষ সময় বিস্তারিত পোস্ট appeared first on Trickbd.com.

১০ টি Interesting ও মজার Website যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো আনন্দময় করে তুলবে

Posted:

Hello everyone,
কেমন আছেন সবাই? যারা যারা পোস্টটি দেখছেন তারা সবাই আশা করছি ভালো আছেন।
যে পোস্টটি এখন দেখছন এমন আরো একটি পোস্ট আমি আগেও দিয়েছি। আপনারা যারা সে পোস্টটি দেখেননি চেক করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে যাই।
আজ আমি এমন ১০টি ওয়েবসাইটের কথা বলবো যেগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং আর খুবই মজার লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি না লাগে তবে নেগেটিভ কমেন্টের কোনো প্রয়োজন নেই।

🔥10) site link : https://www.boredpanda.com

আচ্ছা আপনি কি প্রতিদিনই ইন্টারনেটে একই কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন? মানে আপনি কি প্রতিদিনই ফেসবুক,ইন্সটাগ্রাম,ইউটিউব,টুইটার,টিকটক এই টাইপের সোশ্যাল মিডিয়া এপ্লিকেশনগুলোতে স্ক্রল করতে করতে বোরিং অনুভব করতে শুরু করেছেন?
তবে আমি একটা সাইটের নাম বলছি যেখানে আপনি প্রতিদিন এমন এমন সব টপিক দেখতে পাবেন যা দেখে আপনার সেই বোরিং ফিলিংস টা কেটে যাবে বলে আশা করছি।
যদিও সাইটের নাম বোরিং পান্ডা তবুও সাইটটি সত্যি বলতে এতটা বোরিং নয়। সাইটটি আপনার সোশ্যাল মিডিয়ার মতই কাজ করে। যেখানে আপনি হাজার হাজার এমন সব আর্টিকেল দেখতে পাবেন যা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে 😅😅। যাই হোক, আমি যদি এই সাইটটিকে এক শব্দে প্রকাশ করতে চাই তবে আমি বলবো, সাইটটি খুব ইন্টারেস্টিং। হ্যাঁ,  এখানে আপনারা Photography, animals, Funny, Travel,Illustration, Comics,DIY, Parenting, Challenge, Social issues, Nature, People, Fashion, Food, Body art, entertainment, Weird, History, Design, Advertising, Recycling, Relationships, Movies & Tv, Celebrities, Beauty, Creepy, Occasions, Vintage, Climate, Quotes, Recipies, Reviews  এ সব ধরনের বিষয়ের উপর প্রচুর আর্টিকেল পাবেন। যারা নিজের জ্ঞানের রাজ্যকে একটু বাড়াতে চান বা প্রতিদিন একই সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে একটু বেশিই বিরক্ত তারা বিকল্প কিছু হিসেবে এই ওয়েবসাইটটি Try করে দেখতে পারেন।

🔥9) Site link : https://www.rainymood.com

আপনার কি বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগে? মনে শান্তি অনুভব হয় যখনই আপনি বৃষ্টির শব্দ শুনেন? নাকি ঘুম ভালো হয় আপনার বৃষ্টির শব্দ শুনে ঘুমাতে গেলে?
কারন যা-ই হোক না কেন আপনি তো আর বছরের ৩৬৫ টা দিন বৃষ্টির শব্দ শুনতে পারবেন না। তাই না? তাছাড়া ইউটিউবেও তো এমন অনেক ভিডিও আছে বৃষ্টির শব্দের। শুনুন, সেগুলো নিয়ে আমার কোনো আপত্তি নেই। ইউটিউবে এমন অনেক ধরনের শব্দের রিল্যাক্সিং সাউন্ডগুলো আপনি পাবেন। কিন্তু আপনি যদি একজন মোবাইল ডেটা ইউজার হোন তবে সেটা একটু সমস্যার হতে পারে। কারন ইউটিউবে আপনি যদি সেই কয়েক ঘন্টার ভিডিও শুনে ঘুমিয়েও পড়েন, তবুও কিন্তু আপনার ডেটা চার্জ ঠিকই কাটবে।
যদি এই সমস্যা থেকে আপনি বাচতে চান তবে এই ওয়েবসাইটটি আপনার সমাধান দিয়ে দিবে। এখানে অনেক কম পরিমানে ডেটা চার্জ কাটে। আপনি খুবই অল্প পরিমানের ডেটা চার্জে বৃষ্টির শব্দ শুনতে পারেন ঘন্টার পর ঘন্টা। যদি কারো কাজে লাগে তবে অবশ্যই জানাবেন। আর যদি কাজে না-ও লাগে তবে আপনি পরের ওয়েবসাইটটিকে দেখতে পারেন।

🔥8) Site link : https://pointerpointer.com

এটা সত্যিই একটি মজার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের বিশেষত্ব হলো আপনি এই ওয়েবসাইট ওপেন করার পর স্ক্রিনের যেখানেই টাচ করবেন সেখানেই কোনো লোক বা বস্তু সেখানে Point করে আছে এমন ছবি আপনাকে দেখাবে। আমি আবারো বলছি, যেকোনো point এ টাচ করার সাথে সাথে সে স্থানেই point করা একটি ছবি দেখতে পারবেন। সাইটটি প্রথমে দেখে আমার অনেক ইন্টারেস্টিং লেগেছে। তাই শেয়ার করলাম। খারাপ লাগলে গালি দিয়েন না।

🔥7) Site link : http://www.shadyurl.com

এই সাইটটি মজার ও আপনার অনেক উপকারেও আসতে পারে।
কিভাবে সেটা বলছি।
ধরুন, আপনার কোনো প্রয়োজনীয় কোনো ফাইল আপনি ক্লাউড স্টোরেজ বা কোনো জায়গায় সেভ করে রেখেছেন। এরপর আপনি সেই লিংকটি কপি করলেন যেখানে ফাইলটি আছে। এখন আপনি চান না কেউ সেই লিংকে ঢুকুক বা সেই লিংকটি কি বিষয়ে আছে সেটা কেউ বুঝতে পারুক।
এ ক্ষেত্রে আপনি কি করতে পারেন?
আপনি বলতে পারেন, আমি লিংকটিকে Bitly বা tinyurl এর মতো কোনো link shortner দিয়ে short করে নিবো যাতে কেউ বুঝতে না পারে যে সে লিংকটি আসলে কোন বিষয়ে। ঠিক আছে।  মেনে নিলাম। কিন্তু এই লিংক short করাটার একটি upgraded বুদ্ধি আমি আপনাকে দিই?

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যেকোনো লিংককে short তো করতে পারবেনই তার সাথে সেই লিংকটিকে এমনভাবে short করতে পারবেন যে কোনো মানুষ যে টেকনোলোজি সম্পর্কে হাল্কা জ্ঞানও আছে সে-ও সেই লিংকে টাচ করতে দুবার ভাববে। কেন?

আমি https://www.facebook.com লিংকটাকে এই ওয়েবসাইটের মাধ্যমে short করছি।

short করার পর লিংকটি হচ্ছে এটিঃ
http://www.5z8.info/nsfw_i7v3md_d0ntf0ll0wthisl1nk

কি? লিংকটি দেখতে কেমন লাগছে? একটু suspicious লাগছে তাই না?

আমার কাছে এমন কোনো লিংক কেউ পাঠালে আমি সেই লিংকে ক্লিক তো করতাম-ই না বরং সে লোকটাকে সাবধান করে দিতাম ২য় বার যেন এমন লিংক আমাকে না পাঠায়।

সত্যি কথা বলতে কি আমি যে কাজের কথা বললাম আসলে এ কাজের জন্যে এই ওয়েবসাইটটি ব্যবহার করা হয় না। এই সাইটটি মূলত বন্ধুদের সাথে মজা করার জন্যেই বেশি ব্যবহার করা হয়। আমার মাথায় এই ট্রিকটা আসলো তাই ভাবলাম একটু শেয়ার করি।
যেভাবেই ব্যবহার করুন না কেন, সেটা সম্পূর্ণ আপনার নিজের উপর। কোনো সমস্যা হলে আমার উপর দোষ দিতে আসবেন না যেন 😁😁

🔥6) Site link : https://musclewiki.com

এই সাইটটি বিভিন্ন ধরনের মানুষের কাজে লাগতে পারে। যেমনঃ যারা বডি বিল্ডিং করে বা করতে শুরু করতে চাচ্ছে অথবা যারা বিজ্ঞানের ছাত্র এবং মানুষের বডি নিয়ে পড়াশোনা করছে বা জানতে ইচ্ছুক অথবা যারা মানব দেহের বিভিন্ন অংগপ্রত্যংগ সম্পর্কে ধারনা নিতে চায় অথবা শিখতে চায়। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি একটি স্কেচে করা আর্ট এর ছবি দেখাবে একজন পুরুষ অথবা মহিলার body muscle গুলো সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্যে। সেই ড্রইং-য়ে থাকা যেকোনো muscle  এর উপর ট্যাপ করলে আপনাকে সেই muscle সম্পর্কে যা যা জানা দরকার বা যা যা জানার রয়েছে সব বিস্তারিত আপনাকে দিয়ে দিবে। এটি মূলত যারা ব্যায়াম বা শরীর চর্চা করে তাদের জন্যে বানানো। তাই আপনি যদি ব্যায়াম বা শরীর চর্চা করে থাকেন তবে আপনার শরীরের muscle গুলো ও তাদের কাজগুলো সম্পর্কে ধারনা পেতে হলে এই ওয়েবসাইটে একবার হলেও ঘুরে আসা উচিত। আর যারা বডি বিল্ডিং করতে চাচ্ছেন তাদের জন্য তো বলবো MUST দেখা উচিত।

🔥5) Site link : https://zoomquilt.org

এটি একটি ইন্টারেস্টিং ওয়েবসাইট। আপনি যখন সাইটটিতে ভিসিট করবেন তখন দেখতে পারবেন সাইটের ভিতরে একটি Picture zoom হচ্ছে। যেটি zoom হতেই আছে তো হতেই আছে। শেষ হওয়ার নামই নেই!
আসলেই এটি হচ্ছে একটি পেইনটিং। কি অবাক হচ্ছেন? শুনে আরো অবাক হবেন, এই পেইনটিংটা মূলত ২০০৪ সালের বারলিনের একজন আর্টিস্ট যার নাম Nikolaus Baumgarten ও একদল illustrators রা বানিয়েছিল যেটির ভিতরে অনেকগুলো পেইনটিংকে একসাথে করে একে infinitive বা endless zooming picture এ রূপ দিয়েছে।
আমার কাছে এই সাইটটি খুবই ইন্টারেস্টিং লেগেছে। এ ধরনের সাইট সচরাচর দেখা যায় না। তাছাড়া খুব মানুষই এ ধরনের সাইট সম্পর্কে জানে। তাই ভাবলাম আপনাদেরকে জানাই এ সাইট সম্পর্কে। ভালো লাগলে বলবেন।

🔥4) site link : https://apod.nasa.gov/apod/astropix.html

এটিও একটি অনেক ইন্টারেস্টিং একটি ওয়েবসাইট। যারা astronomy lover আছেন তাদের জন্যে বানানো বলা যায়। এই ওয়েবসাইটের কাজ হলো আপনাকে প্রতিদিনের মহাকাশে ঘটে যাওয়া কোনো ঐতিহাসিক বিষয় সম্পর্কে জানানো। যেমন ধরুন, আজ যখন আমি এই পোস্টটি লিখছি তখন ৭ জানুয়ারি, ২০২২ এই দিনে মহাকাশ নিয়ে আমরা যা জেনেছিলাম সে সম্পর্কে ছবি ও বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে দেওয়া আছে।

নিচে স্ক্রিনশট দিয়ে দিলাম কি দেওয়া আছেঃ

আপনি যদি প্রতিদিনই মহাকাশ সম্পর্কে কিছু না কিছু জানতে চান তবে এই ওয়েবসাইটটি প্রতিদিন একবার হলেও ভিসিট করতে উপদেশ দিবো আপনাকে।

🔥3) Site link : https://www.whatshouldireadnext.com

আচ্ছা আপনি কি বুক লাভার? বই পড়তে খুবই ভালোবাসেন? অনেক বই পড়ে ফেলেছেন বলে নতুন কি ভালো বই পড়া যায় সেরকম কোনো বইয়ের নামই খুজে পাচ্ছেন না? বা আপনি বই পড়া শুরু করতে চান কিন্তু ভালো বই খুজে পাচ্ছেন না? তবে এই সাইটটি আপনাকে সাহায্য করতে পারে এ বিষয়ে। কিভাবে?
এই সাইটটি মূলত একটি book recommendation site. এই সাইটের ভিতরে আপনাদের যে genre এর বই পছন্দ সে genre এর অনেক ভালো ভালো বই আপনারা recommendation পাবেন। বইয়ের নাম, লেখক, কেনার লিংকসহ সবকিছুর বিস্তারিত আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন।
এছাড়াও এই ওয়েবসাইটে Quotes ও পাবেন। এখানে Science fiction,  Human alien encounters, Adventure stories, Fantasy Fictions, Time Travel ইত্যাদি এর মতো অনেক ধরনের বইয়ের recommendation list আপনারা পেয়ে যাবেন। আলাদা ভাবে সব categorize করাই আছে। আর ওয়েবসাইটের ডিজাইনটাও সিম্পলের ভিতরে খুবই ভালো লেগেছে আমার।

🔥2) Site link : https://sleepyti.me

আচ্ছা আপনার কি ঘুমাতে অসুবিধা? বা আপনার রাতে ঘুম ভালো না হওয়ার কারনে বা ঘুম একেবারেই না হওয়ার কারনে সকালে উঠতে সমস্যা হচ্ছে? বা অনেক দেরি করে উঠার কারনে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে আপনার sleeping schedule এ?
(দাড়ান আমি কোনো এলার্মের কথা বলছি না)
তবে এই ওয়েবসাইটটি আপনার জন্যই। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনার sleeping schedule কে calculate করতে পারবেন। আপনি কখন ঘুমান, কখন ঘুম থেকে উঠতে চান এ বিষয়গুলো সেকেন্ডের মধ্যে অতি সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে calculate করতে পারবেন। যারা আমার মতো একটু অলস স্বভাবের মানুষ তাদের জন্যে আশা করছি ওয়েবসাইটটি একটু হলেও কাজে দিবে।

🔥1) site link : https://www.incredibox.com

শেষে আমি এই লিস্টে থাকা আমার কাছে পছন্দ হয়েছে সবচেয়ে বেস্ট যে ওয়েবসাইটটি সেটির কথাই বলছি।
যাদের beatboxing বা music/sound making পছন্দ বা গরিবের Dj Desi Alan walker/marshmello 😂😂 হওয়ার শখ আছে তাদের জন্যে এই ওয়েবসাইটটি।

(বিঃদ্রঃ Alan walker এবং marshmello দুজনই আমার favourite dj, মজা করেছি কেউ সিরিয়াসলি নিবেন না)

মূল কথায় ফিরে আসি। এই ওয়েবসাইটের আসল কাজ দেখতে হলে আপনি এই ওয়েবসাইটটিকে প্রথমে Google chrome/brave/kiwi এ ধরনের ব্রাউজারে ওপেন করুন। তারপর Menu তে গিয়ে Add to Home screen এ ক্লিক করুন। আপনার Homescreen এ যান এবং দেখুন ওয়েবসাইটটির একটি আইকন সমৃদ্ধ আলাদা লোগো তৈরি হয়ে গিয়েছে। সেটাকে ক্লিক করুন আর ওপেন করুন।
এবার দেখতে পারবেন এই ওয়েবসাইটের আসল কাজ।  এটাকে একটি গেমও বলা যায়।
অবশ্য Playstore এ এটার একটি App ও আছে। তবুও যারা Mb খরচ করে ডাউনলোড করতে চান না তাদের জন্যে demo project একটি দেওয়া আছে এই ওয়েবসাইটে। তাই চাইলে আপনারা প্লেস্টোর থেকে এর App টা ডাউনলোড করে নিতে পারেন।
app টিতে বিভিন্ন instrument play করার সুযোগ আপনাকে দিবে। তবে একটি ভিন্ন স্টাইলে। এখানে instrument গুলো বিভিন্ন cartoon character রা বাজাবে। আর প্রত্যেকটি character এর instrument ভিন্ন। কেউ করে beatboxing নয়তোবা কেউ বাজায় সানাই। আমার কাছে মজা আর ইন্টারেস্টিং দুটিই লেগেছে। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।

অবশেষে বলবো, আপনারা চাইলে ওয়েবসাইটগুলোতে ভিসিট করতেও পারেন আবার না-ও করতে পারনে। আমার এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমার এ ধরনের ইন্টারেস্টিং টপিক গুলো নিয়ে লিখতে ভালো লাগে। যারা জানতে চায় বা নতুন কিছু শিখতে চায় তাদের জন্যেই আমি লিখি।

অনেকেই বলতে পারেন, ভাই আপনি প্রত্যেকটা ওয়েবসাইটের স্ক্রিনশট দিতেন তাহলে বুঝতে সুবিধা হতো। আমি জেনে শুনেই স্ক্রিনশট দেইনি। কারন আমি জানি স্ক্রিনশট দিলে বেশিরভাগ মানুষই সাইটে ঢুকে দেখবে না। যার ফলে আমার পোস্ট লেখাটা সার্থক হবে না। এত কষ্ট করে পোস্ট লিখে যদি কেউ পোস্টের গুরুত্বই না বুঝে তাহলে কিভাবে হবে বলেন? তাই আপনারা নিজেরা প্রত্যেকটা সাইটে গিয়ে দেখে আসুন। এতে আপনারা নিজেরা নিজেরাই প্রত্যেকটি সাইট সম্পর্কে ধারনা পাবেন। আমি তো আপনাদেরকে একটু ধারনা দিলামই সাইটগুলো কি সম্পর্কে বানানো। এখন বাকিটা আপনারা নিজেরাই explore করুন।

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য
This is 4HS4N
Logging Out….

The post ১০ টি Interesting ও মজার Website যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো আনন্দময় করে তুলবে appeared first on Trickbd.com.

YouTube এর সম্পূর্ণ Playlist Download করুন এক ক্লিকে! এমন প্রচুর ফিচারে ভরা মোট ৫ টি উপকারী Telegram bot (Part-6)

Posted:

আসসালামু আলাইকুম,

এই পোস্টে আমি যেগুলো বট দিবো আশা করি প্রত্যেকটা বটই আপনাদের ভালো লাগবে। কেননা প্রত্যেকটা বট আমি নিজে ব্যবহার করে দেখেছে এবং প্রত্যেকটা বটই আমার কাছে প্রচুর ভালো লেগেছে। আমার Telegram bot series এর সেরা বটগুলোর লিস্ট মনে হয় এই পোস্টে দিচ্ছি। কেননা এই বটগুলোর কাজ এতই ভালো যে তা বলে প্রকাশ করা যাবে না।
আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।

5) 🔥 Bot name : Youtube playlist downloader

🔥 Bot username : @YoutubePlaylistDLBot

এই বটটি আমি যে পরিমানে খুজেছি পরীক্ষা দেওয়ার পর প্রশ্নের উত্তরও আমি তত খুজি নাই 😅😅। অনেক খোজাখোজির পর এই বটকে আমি পেয়েছি। হ্যাঁ, এই বটের কাজ হচ্ছে Youtube এর যেকোনো playlist কে একেবারে একসাথে ডাউনলোড করা।

তবে ছোট্ট একটি সমস্যা আছে। আর তা হচ্ছেঃ আপনি max 100 টি ভিডিও আছে এমন playlist Download করতে পারবেন। 100 টির বেশি video আছে এমন playlist ডাউনলোড করতে পারবে না এই বটটি। বেশি মানুষ ব্যবহার করায় একটু সমস্যা হচ্ছে তাই ১০০ টির বেশি সাপোর্ট করতে পারছে না।
তবুও আমি জানি এই বট অনেক মানুষেরই কাজে লাগবে।

কাজ কিছুই না। আপনাকে শুধু /start কমান্ড দিয়ে বটকে আপনার কাংখিত playlist এর লিংকটি পাঠাতে হবে। আর বট নিজে নিজে সে playlist এ থাকা সকল ভিডিও নিজে নিজে ডাউনলোড করে আপনাকে মেসেজে পাঠিয়ে দিবে।

কি? বিশ্বাস হচ্ছে না?

তবে এই নিন স্ক্রিনশট সহ প্রমানঃ

4)🔥 Bot name : Audio Converter Bot

🔥 Bot username : @AudioConverter_cbot

এই বট অনেক কাজের। কেন কাজের তা বলছি। এই বট কি কি কাজ করতে পারে সেটা বললেই বুঝে যাবেন কেন এটিকে কেন অনেক কাজের বলছি।

1) Audio merger – আপনি যেকোনো অডিও ফাইলকে merge করতে পারবেন।

2) Audio trimmer – আপনি যেকোনো অডিও ফাইলকে trim করতে পারবেন।

3) Audio Renamer – আপনি যেকোনো অডিও ফাইলকে rename করতে পারবেন।

4) Audio converter – আপনি যেকোনো ভিডিও ফাইলকে অডিওতে convert করতে পারবেন।

5) Audio compressor – আপনি যেকোনো অডিও ফাইলকে compress করতে পারবেন।

6) Audio and video merger – আপনি যেকোনো অডিও ফাইলকে ও ভিডিও ফাইলকে merge করতে পারবেন।

7).Audio Tag editor – অডিও এর tag edit করতে পারবেন।

8).Audio speed changer – আপনি যেকোনো অডিও ফাইলের স্পিড পাল্টাতে পারবেন।

9).Audio volume changer – আপনি যেকোনো অডিও ফাইলের volume change করতে পারবেন।

10).media info (audio bit-rate) – media info পাল্টাতে পারবেন। audio এর bit rate পাল্টাতে পারবেন।

11).video to audio converter – ভিডিওকে অডিওতে convert করতে পারবেন।

12).various audio file ( wav,flac,m4a etc) converter (8-320 kbps) – আপনি mp3 ফাইল ছাড়াও বিভিন্ন ধরনের ফাইলকে নিয়ে কাজ করতে পারবেন। যেমনঃ wav,flac,m4a ইত্যাদি।

বুঝতেই তো পারছেন এটি একটি ultimate bot!

কাজের নমুনা হিসেবে নিচে স্ক্রিনশট দিয়ে দিচ্ছিঃ

3) 🔥Bot name : Book Quote Bot
🔥Bot username : @BookQuoteBot

যাদের উদ্ধৃতি বা উক্তি পছন্দ তাদের জন্যে এই বটটি লিস্টে রাখলাম। এই বটের কাজ হচ্ছে বিভিন্ন বই থেকে উক্তি বের করে নিয়ে আপনাকে পাঠানো। আপনাকে প্রতিদিন এই বট বিভিন্ন বই থেকে সুন্দর সুন্দর উদ্ধৃতি পাঠাবে। শুধু তাই নয়, সাথে কোন বই থেকে নেওয়া হয়েছে সেটিও বলে দিবে। তার সাথে বইটি কেনার লিংকসহ আপনাকে পাঠাবে। এবং এর সাথে বইটির author এর নাম তো দিবেই।

বটটির কাজ সম্পর্কে বলি।

১) আপনি চাইলে বটটিকে যেকোনো গ্রুপে Add করতে পারবেন।

২) আপনি চাইলে কারো ইনবক্সেও বটটি ব্যবহার করতে পারবেন।

৩) আপনি চাইলে /quote কমান্ডটির মাধ্যমে এখনি instant একটি quote বটের কাছ থেকে গ্রহন করতে পারবেন। শুধু একবারই না, যতবার আপনার ইচ্ছা!

৪) /naval কমান্ডের মাধ্যমে আপনি স্বাস্থ্য কিংবা সম্পদ নিয়ে quote নিতে পারবেন এই বটটির মাধ্যমে।

এছাড়াও /features কমান্ডের মাধ্যমে বটের সকল feature আপনি একসাথে পেয়ে যাবেন।

2) ❤ Bot name : Bismillah Bot
❤ Bot username : @BismillahBot

মুসলিম ভাই ও বোনেদের জন্যে অনেক উপকারী একটি বট এটি।
যারা কুরআন নিয়ে গবেষনা করছেন বা করতে চান বা করতে ভালোবাসেন বা যারা কোরআনকে আরো জানতে চান ইত্যাদি তাদের জন্যে এই বটটা অবশ্যই সাজেস্টেড থাকবে। এই বটের কাজ হচ্ছে আপনাকে কোরআনের যেকোনো সূরার যেকোনো আয়াতের অর্থ বের করে দেওয়া। আপনাকে শুধু সূরাটি ও আয়াতের সংখ্যাটি টাইপ করে সেন্ড করতে হবে আর বট সেটি এক সেকেন্ডের মধ্যে আপনাকে সেই আয়াতের ইংরেজী অর্থটি পাঠিয়ে দিবে। যেমনঃ আমি চাচ্ছি সূরা ফাতিহার ৩য় আয়াতের অর্থ। এক্ষেত্রে আমাকে লিখতে হবেঃ 1:3
নিচে উদাহারনটি স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছিঃ

বিঃদ্রঃ আপনি শুধু ইংরেজী অর্থটাই পাবেন। তাই যারা ইংরেজী একটু ভালো বোঝেন তারাসহ যারা ইংরেজী বুঝেন ও না তারা শুধু অর্থটা ট্রান্সলেট করে নিতে পারেন। তবে এ ক্ষেত্রে একটা কথা বলে দিতে চাই, সবসময় ইন্টারনেটের ট্রান্সলেশন ১০০% Accurate থাকে না। তাই একটু বুঝেশুনে ব্যবহার করবেন। কারন Quran এর সঠিক অর্থ জানাটা খুবই গুরুত্বপূর্ণ।

এছাড়াও আপনি চাইলে যে আয়াতটির অর্থ আপনি বের করেছেন সেটির তাফসির ও আরবী অডিওটিও পেতে পারেন। এখানে সেটিরও অপশন দেওয়া আছে। এছাড়াও পরের আয়াতটির অডিও যদি চান তবে বারে বারে টাইপ না করে Next এ ক্লিক করলেই আপনাকে পরের অডিওটি পাঠিয়ে দিবে।

আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এই বটটি। অবশ্যই ব্যবহার করার পরামর্শ আমি আপনাকে দিবো।

 

1) ❤ Bot Name : Quran Bot
❤ Bot username : @QuranBot

মুসলিম ভাই-বোনদের জন্যে এই বটটি আমি Recommend করবো একবার হলেও ব্যবহার করে দেখতে।
আমার দেখা সেরা বটগুলোর মধ্যে একটি।
কিভাবে ব্যবহার করতে হবে, ফিচার কি কি আছে সব বুঝিয়ে দিচ্ছি।

তার আগে বলে দেই বটটির কাজগুলো কি কি।

এই বটটির মাধ্যমে আপনারা কোরআন পড়তে ও শুনতে পারবেন।
এছাড়াও এই বটটির সাহায্যে আপনারা দুয়া ও জিয়ারত এবং রমজানের ৩০ টি রোজার দোয়াগুলোও পেয়ে যাবেন text অথবা audio যেভাবেই আপনি চান ঠিক সেভাবে।

 

বটটির ব্যবহারবিধিঃ

১) প্রথমে /start কমান্ড দিয়ে বটটি শুরু করুন।

২) এরপর আপনি যদি Quran এর সূরা শুনতে চান তবে Quran বট সিলেক্ট করুন। অথবা অন্যগুলোতে প্রবেশ করতে চাইলে সে কমান্ডটি দিন।

৩) Quran এর কমান্ডটি আমি দিলাম। এরপর আমাকে ১১৪টি সূরার যেকোনো একটি সিলেক্ট করতে বলছে। আমি যেকোনো একটি সিলেক্ট করলাম।

৪) আমি সূরা নিসা সিলেক্ট করলাম। আমাকে এই সূরার আয়াত, কতগুলো শব্দ, কতগুলো অক্ষর ইত্যাদি বলে দিবে এবং কোন ভাষায় আমি সূরাটি পড়তে বা শুনতে চাই সেটি সিলেক্ট করতে বলবে।

৫) এরপর আমি সূরাটি কিভাবে (পড়তে বা শুনতে) নিতে চাই সেটা সিলেক্ট করতে বলবে। মানে আমি সূরাটি text আকারে না audio আকারে চাই সেটি সিলেক্ট করতে হবে।

৬) আমি অডিও টাইপ সিলেক্ট করলাম আর আমাকে সাথে সাথে ১ সেকেন্ডের মধ্যে সেই অডিও ফাইলটির ডাউনলোড লিংক পাঠিয়ে দিয়েছে।

যা যা বললাম তার স্ক্রিনশটগুলো প্রমান সহকারে দেখানো হলোঃ

 

এরকম আরো একটি বট দিয়ে দিচ্ছি।
Bot username : @AlQuran_TamilBot

 

 

আশা করছি বটগুলো আপনাদের কাজে দিবে। ভালো লাগলে বলবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। কারন আমি নেগেটিভিটি সহ্য করতে পারি না।
ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের পোস্টে।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post YouTube এর সম্পূর্ণ Playlist Download করুন এক ক্লিকে! এমন প্রচুর ফিচারে ভরা মোট ৫ টি উপকারী Telegram bot (Part-6) appeared first on Trickbd.com.

(পর্ব-৫) ৫টি উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-5)

Posted:

আসসালামু আলাইকুম,

কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।
আপনাদের মাঝে আবারো নিয়ে এসেছি ৫ টি এমন Telegram bot যা আপনাদের উপকারে আসবে বলে আশা করছি। অনেকের উপকারে আসতে পারে আবার অনেকের উপকারে না-ও আসতে পারে। এটা সম্পূর্ণই নির্ভর করে আপনার নিজের উপর আপনি কিভাবে ব্যবহার করছেন। যাই হোক, আর কথা বাড়াবো না। চলুন, শুরু করা যাক main topic.

5) 🔥 Bot name : URL shortner

🔥 bot username : @LinkShort_Unshort_cbot

এই বটটি তাদের উপকারে আসবে যারা link short করে কাজ করে। আপনি শুধু বটকে আপনার কাংখিত লিংকটি সেন্ড করবেন আর লিংক শর্ট করার কমান্ড দিবেন। আর বট সাথে সাথে আপনাকে লিংকটি শর্ট করে দিয়ে দিবে।
এছাড়াও এই বটটি কোনো শর্ট করা লিংককে আনশর্টও করতে পারে।
এক ঢিলে দুই নিশানা বলা যায় আরকি 😅

4) 🔥 Bot name : File to link generator

🔥 Bot username : @FileToLinkGen_cBot

এই বটের কাজ হচ্ছে Direct file generate করতে পারা। আপনি যেকোনো ফাইলের লিংক generate করতে পারবেন এই বটের সাহায্যে। শুধু বটকে সেই ফাইলটা সেন্ড/ফরওয়ার্ড করে পাঠান আর বট সেকেন্ডের ভিতরেই আপনাকে ফাইলটির ডিরেক্ট লিংক দিয়ে দিবে।
অনেকের কাজে লাগতে পারে বলে লিস্টে রেখেছি বটটাকে।

প্রমানসহ স্কিনশট দিয়ে দিলাম।

3) 🔥 Bot name : Multi purpose Bot
🔥 Bot username : @BHMultiBot

বটের নাম দেখেই বুঝতে পারছেন এটি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায়। বটটি আমার খুবই ভালো লেগেছে কারন অনেক কিছুই করা যায় মাত্র একটি বটের মাধ্যমে।

বটের মাধ্যমে কি কি কাজ আপনারা করতে পারবেন তার একটি লিস্ট দিচ্ছিঃ

1) Song search
2) Text To Speech
3) Wallpaper search
4) Weather
5) Webshot
6) YouTube Search
7) Anime search
8) Decode text
9) Deezer
10) Encode text
11) Font generator
12) GIF Search
13) Github search
14) Google Search
15) imdb search
16) Lyrics
17) Pypl search
18) QR generator

আমি স্ক্রিনশটের মাধ্যমে একটি কাজের উদাহারন হিসেবে দেখাচ্ছিঃ

 

2) 🔥 Bot name : Unzip Bot

🔥 Bot username : @Unzipper_Robot

এই বটকে খুজে না এমন টেলিগ্রাম বট লাভার খুজে পাওয়া যাবে না 😅😅। In fact, আমি নিজেও এই বটকে ১ বছরেরও বেশি সময় ধরে খুজেছি। অবশেষে এই বটকে আমি পেয়েছি। এই বট আমাকে যা সাহায্য করেছে তা আমি বলে বুঝাতে পারবো না। টেলিগ্রামের সেরা বটগুলোর মধ্যে একটি জায়গা করে নেওয়ার সামর্থ্য রাখে এই বট।
বটটা আসলে zarchiever এর মতো কাজ করে। কিন্তু একটু ব্যতিক্তম।
আপনি যেকোনো zip/zar type এর ফাইল বটকে সেন্ড/ফরওয়ার্ড করার সাথে সাথে বট সেই ফাইলটাকে সম্পূর্ণভাবে unzip করে দিবে। আরো একটি স্পেশালিটি আছে। বট পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইলগুলোকেও পাসওয়ার্ড টাইপ করার মাধ্যমে unzip করতে পারবে।

প্রমানসহ স্কিনশট দিয়ে দিলাম।

 

1) 🔥Bot Name : Youtube download Bot

🔥 Bot username : @YtbDownBot

নাম দেখেই বুঝতে পারছেন এর প্রধান কাজই হচ্ছে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা।
কিন্তু এই বটের আরো বিশেষত্ব আছে। এই বট শুধু ইউটিউবের ভিডিও ডাউনলোডই নয়, আরো অনেক কিছু করতে সক্ষম।

কি কি করতে পারে তা বলছি।

1) আপনি চাইলে এই বটের সাহায্যে যেকোনো ইউটিউব ভিডিওর thumbnail high quality তে ডাউনলোড করতে পারবেন।

2) এই বটের সাহায্যে আপনারা ভিডিও থেকে অডিও আলাদা করে ডাউনলোড করতে পারবেন।

3) এই বটের মজার একটি ফিচার আছে। তা হচ্ছে যেকোনো ভিডিওর সবচেয়ে খারাপ Quality টা ডাউনলোড করতে পারার সক্ষমতা 😄😄

4) আরো একটি cool feature হচ্ছে আপনি ভিডিওর যেকোনো টাইমের স্ক্রিনশট নিতে পারবেন এই বটের সাহায্যে। আপনাকে শুধু Time stamp টা দিয়ে দিতে হবে ভিডিওর যে সময়ের স্ক্রিনশটটা আপনি নিতে চান। বট সেটির স্ক্রিনশট আপনাকে পাঠিয়ে দিবে।

আমার কাছে এই বটের এই ফিচার গুলো অত্যাধিক ভালো লেগেছে তাই আমি লিস্টে এই বটটিকে রেখেছি।

প্রমানসহ স্কিনশট দিয়ে দিলাম।

 

আশা করছি বটগুলো আপনাদের কাজে দিবে। ভালো লাগলে বলবেন। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। কারন আমি নেগেটিভিটি সহ্য করতে পারি না।
ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের পোস্টে।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post (পর্ব-৫) ৫টি উপকারী Telegram Bots। 5 Useful Telegram Bots (Part-5) appeared first on Trickbd.com.

Daraz থেকে যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ১৫% ক্যাশব্যাক.!

Posted:

দারাজ থেকে যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করলেই পাবেন ক্যাশব্যাক । রিচার্জ এর জন পেমেন্ট করতে হবে বিকাশ দিয়ে। বিকাশ দিয়ে পেমেন্ট করলে মোবাইল রিচার্জ এ ১৫% ক্যাশব্যাক।

আপনার ইচ্ছা করলে যে কোনো পরিমাণ এর রিচার্জ করতে পারবেন। যে পরিমাণ এর রিচার্জ করবেন তার ১৫% ক্যাশব্যাক পাবেন।

মোবাইল রিচার্জ জন্য বিকাশ দিয়ে পেমেন্ট করলে সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাবেন, এবং অফার চলাকালীন সর্বমোট ৩০০ টাকা ক্যাশব্যাক পাবেন।

অফারটি চলবে ৭/০২/২০২২ হতে ২২/০২/২০২২ পর্যন্ত।

মোবাইল রিচার্জ করতে প্রথম এ এখানে ক্লিক করুন.!

তার পর Top-Up এ ক্লিক করুন।

যে নাম্বার এ মোবাইল রিচার্জ করবেন সে নাম্বার বসে দিয়ে অপারেটর সিলেষ্ট করে দিন।

টাকার পরিমাণ সিলেষ্ট করে দিন।

এখন Top-Up Now তে ক্লিক করুন

আপনার দারাজ একাউন্ট এ বিকাশ একাউন্ট অ্যাড না করা থাকলে বিকাশ একাউন্ট অ্যাড করে দিয়ে বিকাশ সিলেষ্ট করে দিন।

তার পর আপনার বিকাশ একাউন্ট এ পিন দিয়ে লেনদেন সম্পন্ন করে নিন।

তার পর ক্যাশব্যাক পেয়ে যাবেন

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post Daraz থেকে যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ১৫% ক্যাশব্যাক.! appeared first on Trickbd.com.

পার্সোনাল কম্পিউটার এবং ল্যাপটপের বিভিন্ন হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত আলোচনা।

Posted:


আসসালামু আলাইকুম। 

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন।
প্রতিদিনের মতো আপনাদের সামনে আমি আবারও নতুন একটি পোস্ট নিয়ে হাঁজির হয়েছি। আমরা আপনাদের কথা মাথায় রেখেই নিত্যনতুন পোস্ট নিয়ে আসি। আজকেও ব্যতিক্রম নয়। আমার এই পোস্ট গুলো পড়লে আপনি কম্পিউটার সম্পর্কে সকল কিছু জানতে পারবেন। কম্পিউটারের অভ্যন্তরীণ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সম্যক জানতে পরবেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল পোস্টে চলে যায়।
আজকে এই পোস্টের মাধ্যমে পার্সোনাল কম্পিউটার ও ল্যাপটপের বিভিন্ন হার্ডওয়্যার সম্পর্কে আলোচনা করবো।

হার্ডওয়্যার (Hardware): হার্ডওয়্যার মূলত একটি ইংরেজি শব্দ। এর বাংলা প্রতিশব্দ হিসেবে আমরা সচরাচর লোহালক্কড়কে বুঝে থাকি। কম্পিউটারের ক্ষেত্রে যে-সমস্ত উপাদানের সমন্বয়ে কম্পিউটার তৈরি, যেগুলো স্পর্শ করা যায়, সে সব উপাদানকে হার্ডওয়্যার বলে। কী-বোর্ড, প্রিন্টার, ডিস্ক ড্রাইভ, মনিটর, মাউস এবং সিস্টেম ইউনিটের যন্ত্রাংশসমূহের সমষ্টি হলো কোনো কম্পিউটারের হার্ডওয়্যার।

■ মাইক্রোপ্রসেসরের উপর ভিত্তি করে বহুল প্রচলিত মাইক্রোকম্পিউটারকে দুই শ্রেণিতে ভাগ করা হয়ঃ

    (ক) অ্যাপল মাইক্রোকম্পিউটার (Apple Microcomputer): এ সকল কম্পিউটারের প্রস্তুতকারক অ্যাপল কর্পোরেশন। এগুলোতে মটোরোলা (Motorola) কোম্পানির তৈরি মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়। মটোরোলার তৈরি মাইক্রোপ্রসেসরের সিরিজ হলো- 6800, 68000, 68040, 68100 ইত্যাদি। বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশনার কাজে এ সকল কম্পিউটার ব্যবহৃত হয়। Apple II, Apple Machintosh, Classic ইত্যাদি হলো এ ধরনের কম্পিউটারের উদাহরণ।

    (খ) আইবিএম বা আইবিএম কম্পাটিবল মাইক্রোকম্পিউটার (IBM or IBM Compatible Computer): আশির দশকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের আইবিএম কর্পোরেশন (IBM Corporation) ইন্টেলের 8086 মাইক্রোপ্রসেসর -ভিত্তিক আইবিএম পিসি (IBM PC) ও আইবিএম পিসি/এক্সটি (XT) মাইক্রোকম্পিউটার নামে বাজারজাত করে (এখানে XT বলতে Extended Technology বুঝানো হয়েছে)। পরবর্তীতে আইবিএম ইন্টেলের 80286, 80386, 80486 মাইক্রোপ্রসেসরগুলো ব্যবহার করে আইবিএম/এটি (IBM/AT Advanced Technology) নামে আরও কতকগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার বাজারজাত করে। ইন্টেল ছাড়াও এএমডি (AMD Advanced Micro Devices), সাইরিক্স (Cyrix), ডিইসি (DEC-Digital Equipment Corporation) ইত্যাদি কোম্পানিগুলো মাইক্রোপ্রসেসর তৈরি করে থাকে। বর্তমানে ইন্টেল বা অন্যান্য কোম্পানির তৈরিকৃত অনুরূপ মাইক্রোপ্রসেসর ব্যবহার করে COMPAQ-AMT, Dwil, AST, Hewlett Packard, EPSON ইত্যাদি আরও অনেক কোম্পানি তাদের নিজস্ব নামে আইবিএম-এর অনুরূপ মাইক্রোকম্পিউটার বাজারজাত করছে। এ সকল মাইক্রোকম্পিউটার আইবিএম-এর ন্যায় আচরণ করে বলে এদেরকে কম্পাটিবল (IBM Compatible) বা আইবিএম কোলন (IBM Colone) বলা হয় ।

    গঠন ও আকৃতিভেদে মাইক্রোকম্পিউটারকে আবার কয়েক শ্রেণিতে ভাগ করা যায়, যথাঃ

    হার্ডওয়্যার (Define hardware)

    পার্সোনাল কম্পিউটার এবং ল্যাপটপের বিভিন্ন অংশ (List and demonstrate different parts of a personal computer and laptop)

    (ক) অ্যাপল মাইক্রোকম্পিউটার এবং
    (খ) আইবিএম বা আইবিএম কম্পাটিবল মাইক্রোকম্পিউটার।

    • ডেস্কটপ কম্পিউটার (Desktop Computer)
    • ল্যাপটপ কম্পিউটার (Laptop Computer)
    • পামটপ কম্পিউটার (Palmtop Computer)
    •  নোটবুক কম্পিউটার (Notebook Computer)
    • পকেট কম্পিউটার (Pocket Computer)

    ডেস্কটপ কম্পিউটার (Desktop Computer)

    আমরা সচরাচর অফিস, বাসা, ব্যবসার কাজে যে-সকল কম্পিউটার ব্যবহার করে থাকি, সেগুলোকে বলে ডেস্কটপ কম্পিউটার। সাধারণত ডেস্কে রেখে কাজ করা হয় বলে এ জাতীয় কম্পিউটারকে বলে ডেস্কটপ কম্পিউটার।

    চিত্রঃ ডেস্কটপ কম্পিউটার

    ল্যাপটপ কম্পিউটার (Laptop Computer): 

    Laptop অর্থ কোলের উপর। যাত্রাপথে কোলের উপর রেখে এ কম্পিউটার ব্যবহার করা যায় বলে সম্ভবত এর বৈজ্ঞানিক নাম ল্যাপটপ (Laptop) হয়েছে। ডেস্কটপ কম্পিউটারের সকল সুবিধা সম্বলিত এ কম্পিউটার আকারে ব্রিফকেসের মতো। তাই সহজে এটাকে স্থানান্তর করা যায়। এটা ডিসি কারেন্ট অর্থাৎ ব্যাটারিতেও চলে। এই জাতীয় কম্পিউটারের Display এলসিডি (LCD) ধরনের এবং কী-বোর্ডে ৮২টি কী আছে।
    চিত্রঃ ল্যাপটপ কম্পিউটার

    পামটপ কম্পিউটার (Palmtop Computer):

    কাজের ক্ষমতা ও স্মৃতি (Memory) শক্তি কম সম্বলিত ক্ষুদে কম্পিউটারকে পামটপ কম্পিউটার বলে। এ ধরনের কম্পিউটার হাতের তালুতে রেখে ক্যালকুলেটর মতো ব্যবহার করা যায়।

    নোটবুক কম্পিউটার (Notebook Computer)

     নোটবুকের ন্যায় ছোট ও সহজে বহনযোগ্য এ ধরনের কম্পিউটারকে বলে নোটবুক কম্পিউটার। এ সমস্ত কম্পিউটারকে নোটবুকের মতো হাতে রেখে কাজ করা যায়।

    পকেট কম্পিউটার (Pocket Computer)

    দেখতে অনেকটা ক্যালকুলেটরের ন্যায় ছোট সাইজের কম্পিউটারকে পকেট কম্পিউটার বলে। এ ধরনের কম্পিউটার পকেটে নিয়ে একস্থান থেকে অন্যত্র সহজে বহন করা যায়।

    মাইক্রোকম্পিউটারের বিভিন্ন অংশঃ

    কম্পিউটার একটি বিস্তৃত পদ্ধতি। এটি অসংখ্য ইলেকট্রনিক উপাদান দিয়ে তৈরি। এ ছাড়া এর মধ্যে আরো অনেক তড়িৎ-চুম্বক এবং তড়িৎ-যান্ত্রিক ও অন্যান্য ভৌত সামগ্রী আছে। এগুলোকে সামগ্রিকভাবে কম্পিউটার হার্ডওয়্যার বলা হয়। একটি আধুনিক কম্পিউটার পদ্ধতি পাঁচটি প্রধান অংশ নিয়ে গঠিত। এগুলো হলোঃ
    (i) প্রধান মেমরি (Main Memory)
    (ii) গাণিতিক যৌক্তিক ইউনিট (Arithematic Logic Unit or ALU)
    (iii) ইনপুট ডিভাইস (Input Device)
    (iv) আউটপুট ডিভাইস (Output Device)
    (v) নিয়ন্ত্রণ ইউনিট (Control Unit)।
     উপরোক্ত ছবিতে পাঁচটি অংশ নিয়ে আধুনিক কম্পিউটার পদ্ধতির সংগঠন দেখানো হয়েছে। কম্পিউটারের ভিতর ভিন্ন ইউনিটের মধ্যে উপাত্ত আদান বা প্রদানের পথ মোটা রেখা দ্বারা এবং নিয়ন্ত্রণ ইউনিট কর্তৃক বিভিন্ন ইউনিটের নিয়ন্ত্রণ ভগ্ন রেখা দ্বারা দেখানো হয়েছে। প্রধান মেমরি, গাণিতিক-যুক্তি এবং নিয়ন্ত্রণ ইউনিট— এই তিনটি অংশকে একত্রে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সংক্ষেপে সিপিইউ (CPU) বলা হয়। প্রকৃতপক্ষে, সিপিইউ’র সাথে অন্যান্য ইনপুট/আউটপুট ডিভাইস (সংক্ষেপে আই/ও) পোর্টের মাধ্যমে সংযুক্ত করে কম্পিউটার সিস্টেম গঠন করা হয়। 
    তো আজ এই পর্যন্তই। 
    উপরের আমার এই পোস্টটি লিখতে অনেক নথির এবং ওয়েসাইটের সাহায্য নিতে হয়েছে। যাদের কৃতজ্ঞতা স্বীকার না করলেই নয়। 
    সহায়ক,
    মোঃ কামরুল হাসান।
    1. Wikipedia.com
    2. hpe.com
    3. history-computer.com
    4. chessprogramming
    তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।

    ধন্যবাদ।




    The post পার্সোনাল কম্পিউটার এবং ল্যাপটপের বিভিন্ন হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত আলোচনা। appeared first on Trickbd.com.

    ডাউনলোড করেনিন চঞ্চল চৌধু ওয়েব সিরিজ (Boli) বলি

    Posted:

    Boli (2021) Country : Bangladesh
    Season 01 – Episode 07

     

    সিরিজটা দেখে মনে হচ্ছে একটা খিচুরী বানায় ফেলসে। খিচুরী ভালো জিনিষ কিন্তু সেটা যদি লবন ছাড়া হয় তাহলে ভালো লাগবে ?? মনে হচ্ছিলো বিভিন্ন মুভি আর সিরিজ থেকে ছোট ছোট কাহানী নিয়ে সেট করে বানিয়ে গেলছে। সিরিজের গল্পটার মধ্যে তেমন কোন আকর্ষন ছিল না। কলকাতার স্টাইলে বানাতে গিয়ে মনে হচ্ছে এলোমেলো করেই ফেলসে। এটা কে কি ধরনের সিরিজ বলা যেতে পারে?? ক্রাইম নাকি ক্রাইম- ড্রামা?? যদি বলি শুধু ক্রাইম তাহলে এটা অনেক দূর্বল ক্রাইম আর যদি বলি ক্রাইম ড্রামা তাহলে ড্রামা ও ক্রাইমের মিশ্রন ভালো হয় নি।

    **চঞ্চল চৌধুরীর অভিনয় বেশ ভালো ছিলো সেই সাথে তার সোহরাব চরিত্রটাকেও উনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তার লুক মুটামুটি ছিলো, বিশেষ করে পাটা খুরানো গ্লাসটা তেমন ভালো দেখায় নি। পলাশ ছেলেটার অভিনয় ভালো হলেও অভার রেটেড লুকিং ছিলো।

    ** সোহান সাবা তার অভিনয়ের মধ্যে কিছু জায়গায় সিরিয়াস ভাব ছিলো না। তবে উনি ভাল অভিনয় করেন জানি। বডি ফিটনেস ও দেখতে ভালো হলেও এই সিরিজে উনার মধ্যে গ্লামারস ছিলো না। তার লুকিং এ আকর্ষন ক্ষমতা কম ছিলো বরং রাজকাহানী মুভিতে ঋতুপর্না চোখে মুখে ও বডিতে ভালই গ্লামারস ছিলো। উনার জায়গার অভিনেত্রী মমকে দিলেও আরো ভালো হতো।

    ** সালাউদ্দিন লাভলুর মুজিদ কম্পনীর রোলটা বেশ ছিলো। উনাকে আর জর্জ সাহেবকে একদম রিয়েল গ্যনাংস্টার লাগছিলো। আমার কাছে চঞ্চল চৌধুরি থেকেও তাদের বেশ ভালো লেগেছে। চঞ্চল ও সালাউদ্দিন লাভলু মানে দুই গ্যাংস্টারেরকে নিয়ে মূল গল্পটা হলে বেশ জমে যেতো। এই সিরিজটাকে পুরোপুরি গ্যংস্টার সিরিজ বলাও যায় না। বেশ কিছু চরিত্র ডেভেলপমেন্ট হয় নাই। বাবা, মেয়ে ও ছেলের কাহানীর মধ্যে গরিবের টুইস্ট ছিলো। সিরিজে আধিপত্যতা দেখালেও পাইন্সা আধিপত্য জোড়ালো ছিলো। সিরিজে সালাউদ্দিন লাভলুর মুজিদ কোম্পনীর রোলটা আর স্ট্রং হওয়া উচিত ছিলো। সোহরাবের সাথে সমানে সমানে পাল্লা দেওয়া উচিত ছিলো। শক্তিশালী পুলিশের চরিত্র দরকার ছিলো। কাহানীও অনেকটা এলোমেলো ।

    ** হুজুরের চরিত্রে ইরেশ জাকেরকে আমার কাছে মানায় নি যদিও অভিনয় খারাপ হয় নি। এই প্রথম মনে হলো সাফা কবির একটু হলেও অভিনয় পারে। সিরিজে সোহরাব কে মৃত দেখাতে পারতো । সোহরাবের মৃত্যুর পর তার মেয়ে দায়িত্ব নিয়েছে এমনটা হলে কেমন হতো?? হৈ চৈ তে সিরিজটা পাওয়া যাচ্ছে।

    সিরিজে কি সোহরাব রুস্তমের নতুন ভার্শন দেখানো হলো তাহলে?? ভালো ব্যকগ্রাউন্ড মিউজিক দরকার ছিলো। ইউরোপ আমেরিকার সিরিজের মত এডাল্ট ডায়লগ ছিলো কিন্তু গল্প ডিরেকশন ভালো হলে ঐ ডায়লগ পাবলিক হজম করে নিতে পারতো। লোকেশন ভালো ছিলো। গোলাগুলির দৃশ্য তেমন ভালো হয় নি। মনে হচ্ছে পোলাপাইন পিস্তল দিয়ে খেলেছে। রুস্তমের এগ্রেসিভ চরিত্র অনুযায়ী ঠিক ছিলো।

    ০৬/১০

    সিরিজটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

    The post ডাউনলোড করেনিন চঞ্চল চৌধু ওয়েব সিরিজ (Boli) বলি appeared first on Trickbd.com.

    Post a Comment

    0 Comments