ডাউনলোড করে নিন James Bond সিরিজের নতুন মুভি No Time To Die এর অরিজিনাল হিন্দি ডাব |
- ডাউনলোড করে নিন James Bond সিরিজের নতুন মুভি No Time To Die এর অরিজিনাল হিন্দি ডাব
- (Recharge Giveway) Vote করুন আমার লেখা ট্রিকবিডির সেরা কিছু আর্টিকেলে এবং ৫০ রিচার্জ জিতুন
- ১০ টি অসাধারন Android Tips, Tricks & Hacks যা আপনার Android ব্যবহারের অভিজ্ঞতাকে আরো মজাদার করে তুলবে!
- আপনার ব্যাংক একাউন্টটি নিরাপদ? কিভাবে হ্যাকার আপনার ব্যাংক একাউন্ট হ্যাক করতে পারে,বিস্তারিত,
- HTML শিখুন ও Practice করুন আপনার মোবাইল দিয়েই (কোনো Pc বা Laptop লাগবে না)
- ICT নিয়ে যারা সমস্যায় ভুগছেন তারা এই পোস্টটি দেখুন (বিশেষ করে HSC শিক্ষার্থীরা)
- “নামায আদায়ের নিয়মাবলি” ডাউনলোড করে নিন যার আকারে (জাভা অ্যাপ) এবং টেক্সট আকারে [java user must see]
- Download Redrum (2022) Bangla Movie
- Help Post
- পিপল পার আওয়ার থেকে টাকা ইনকাম যেভাবে করবেন?
ডাউনলোড করে নিন James Bond সিরিজের নতুন মুভি No Time To Die এর অরিজিনাল হিন্দি ডাব Posted: Movie : No time to die (2021) Genre : Action Runtime : 2 h 43 m IMDB : 7.5/10 Rotten Tomatoes : 84% Movie Review:Spoiler Alertভালোবাসার জন্য কি করতে পারবেন? জীবন দিতে পারবেন? সত্যিই ক’জনে দিতে পারে? Download Link720p Download Link: Click Here To Download 1080p Download Link: Click Here To Download 4K Download Link: Click Here To Download আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংকঃ Telegram Channel Join Link The post ডাউনলোড করে নিন James Bond সিরিজের নতুন মুভি No Time To Die এর অরিজিনাল হিন্দি ডাব appeared first on Trickbd.com. |
(Recharge Giveway) Vote করুন আমার লেখা ট্রিকবিডির সেরা কিছু আর্টিকেলে এবং ৫০ রিচার্জ জিতুন Posted: আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন, আমিও ভালো আছি, বেস্তাতার কারনে আর আগের মতো পোস্ট লিখা হয় না, আর লেখা হবে কিনা জানিনা আগের মতো, তাই ইচ্ছা হলো আপনাদের জন্যে একটি Giveway এর আয়োজন করি, প্রথম ২০ জন পাবেন ৫০ টাকা করে – মোবাইল রিচার্জ-এবং বাকি থাকবেন যারা তাদের জন্য থাকবে বিশাল অফার, আমার লিখা অনেক হ্যাকিং রিলেটেড, মোবাইল রিভিও,মুভি রিভিও, সহ আরও কিছু পোস্ট আছে, ত আমি কিছু পোস্ট এর লিনক দিয়ে দিব এখানে, আর আপনারা এখানে Vote করবেন যারা কমেন্ট করতে পারবেন কমেন্ট করবেন এবং অনেকের ট্রিকবিডি একাউন্ট নেই তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে Vote করতে পারেন, vote করে আমার টেলিগ্রাম গ্রুপে নাম্বার দিয়ে রাখবেন হ্যাকিং টিউটোরিয়াল১) [Mega Trick]এক ক্লিকে কম্পিউটার অফ করে চমকে দিন আপনার বন্ধুকে। ২) Mega Post]WIFITE দিয়ে Wi-Fi (WEP & WPA) হ্যাক করুন। (Kali Linux)। পচ ৪)[MegaPost]আমার দেখা সেরা হ্যাকিং লিনাক্স অপারেটিং সিস্টেম জা হ্যাকিং এর পথ শুরু করে
গেমিং টিউটোরিয়ালফেইসবুক টিপসস্মার্টফোন রিভিও১) গেমিং ফোনের জগতে আলোড়ন সৃষ্টি করতে চলে এল Black Shark 3 এবং 3 প্র ২) ১৩ হাজারের কমে এই স্মার্টফোন গুলিতে মিলবে বিশাল ব্যাটারি সাথে গেমিং পারফরম্যান্স রিপিয়ার ট্রিক১) (Repair Trick) CPU চালু হয় কিন্তু মনিটর আসে না? ৫ মিনিটে ঘরে বসেই সমস্যা সমাধান করুন
এইসব পোস্ট আরও আছে পোস্ট বেশি বড় করতে চাইনা তাই অল্পতেই শেষ করতে হলো -, প্রথম ২০ জন বিজয়ী হবেন Vote করতে কমেন্টে করতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপে অফারআমি আপনাকে ১০০ টাকা মোবাইল রিচার্জ দিব এবং আপনি আমাকে ৫০ টাকা ব্যাক করে দিবেন – নগদবা বিকাশে এতে আপনার ৫০ টাকা লাভ হবে প্রতি নাম্বার থেকে, NOTE: অবস্যই মনে রাখবেন এক নাম্বারে একবার ই ১০০ টাকা রিচার্জ যাবে, আবার নিতে চাইলে আরেকটি নাম্বার দিতে হবে, আসা করি বুজতে পারছেন, প্রতারনা করবেন না, রিচার্জ পাওয়ার পরেই আপনি আমাকে টাকা দিবেন, ধন্যবাদ। অফারটি থাকবে এই সপ্তাহের ২০ তারিখ সকাল ৯ টা থেকে রাত ৯ টা – আবার শুরু হবে ২৪ তারিখ থেকে ৩ দিন, জলদি করুন আজকের জন্য বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন ফেইবুকে আমি The post (Recharge Giveway) Vote করুন আমার লেখা ট্রিকবিডির সেরা কিছু আর্টিকেলে এবং ৫০ রিচার্জ জিতুন 🔥 appeared first on Trickbd.com. |
Posted: আসসালামু আলাইকুম, আমরা সবাই জানি Android এ ব্যবহার করার জন্য প্রচুর Tricks আছে। সেটা যে কারনেই ব্যবহার করা হোক না কেন। Android এ যেসব Features আছে তা নিয়ে নিয়ে বই লেখা যাবে তবুও শেষ করা যাবে না।
10) Chrome Flags : আপনি যদি Google chrome/brave/kiwi এসব browser এর search bar এ গিয়ে chrome://flags এই লিখাটা টাইপ করেন তবে আপনি কিছু Experimental features পাবেন যার মাধ্যমে আপনারা আপনাদের chrome/brave/kiwi type এর ব্রাউজারগুলো আরো বেশি ফিচারের নিয়ে ব্যবহার করতে পারবেন। কয়েকটি Chrome flags এর নাম ও তাদের কাজ বলছি। আপনারা চাইলে আমি এ নিয়ে আলাদা একটি পোস্ট লিখতে পারি যেখানে এরকম আরো অনেকগুলো Chrome flags নিয়ে বিস্তারিত বলতে পারবো আর তাদের কাজগুলো সম্পর্কেও আপনাদের সুন্দর ধারনা দিতে পারবো। আমি অনেকগুলো Chrome flags on করে রেখে ব্রাউজার ব্যবহার করি। আর এতে ব্রাউজিং করার আসল মজাটা উপভোগ করতে পারি। আপনারাও চাইলে ব্যবহার করে দেখতে পারেন Chrome এর এই ফিচারটি। কিছু Chrome flags এর বর্ননাঃ #1) parallel downloading : এই flags টি enable করলে আপনারা আপনাদের ডাউনলোড স্পিড বাড়াতে পারবেন। এর কথা তো অনেকেই শুনেছেন। তাই না? যারা জানেন না তারা এই flags টি enable করে দেখতে পারেন। #2) Smooth scrolling : যারা scroll করার সময় একটু ঝামেলা অনুভব করেন তাদের জন্য এই ফিচারটি। যদি scroll করার সময় একটু laggy অনুভব হয় তারা এই flags টি enable করে দেখতে পারেন। আমি ব্যবহার করি। আমার কাছে scrolling এ এখন সেই lag টা অনুভব হয় না। #3) incognito screenshot : এই flags টির মাধ্যমে আপনারা incognito mode এ গিয়েও screenshot তুলতে পারবেন। #4) Playback speed button : অনেকেই chrome এ এই ফিচারটিকে অনেক প্রয়োজনীয় মনে করেন কিন্তু এটা default ভাবে দেওয়া থাকে না। এই Flags টি enable করার মাধ্যমে আপনারা যখনই কোনো ভিডিও স্ট্রিমিং করবেন তখনই স্পিড বাড়ানো কমানোর option পাবেন যা সচরাচর সব ওয়েবসাইটে পাওয়া যায় না এছাড়াও এমন প্রচুর flags আছে যা আপনাকে ব্রাউজিং করার ক্ষেত্রে ভিন্ন রকমের স্বাদ দিবে।
৯) Assistant Menu : এটা বেশিরভাগ Samsung Phone এই আপনারা পেয়ে যাবেন Default ভাবে। Settings এ গিয়ে Assistant Menu লিখে search দিলেই পেয়ে যাবেন। নয়তোবা Settings এ গিয়ে Accessibility তে যান। এরপর Dexterity and interaction এ যান। এরপরই Assistant Menu পেয়ে যাবেন। এই Assistant Menu এর কাজ কি? এটি মূলত একটি Floating bar। এমন অনেক App ও Playstore এ আছে। Floating apps বা Floating Window লিখে search দিলেই পেয়ে যাবেন। বেশিরভাগ মানুষই Assistive Touch App টি ব্যবহার করে। কিন্তু বেশিরভাগ মানুষই জানে না Samsung এর Android Phone গুলোতে এটা Default ভাবেই দেওয়া থাকে। এই Assistant Menu এর মাধ্যমে আপনারা অনেক কাজই সহজেই করতে পারবেন। কি কি সুবিধা পাবেন? ১) আপনারা এখানে Cursor অথবা Mouse এর Option পাবে যার মাধ্যমে আপনারা আলাদা একটি mousepad ও cursor পাবেন। আপনার যদি বড় ফোন বা ট্যাব হয় তবে আপনি আপনার ফোনকে কম্পিউটার এর মতো করে ব্যবহার করতে পারবেন Curson ও mousepad এর মাধ্যমে। ২) Screenshots তুলতে পারবেন যা Samsung এর Device গুলোতে দেওয়া থাকে না। বিশেষ করে পুরোনো J5,J2,J7 এরকম Device গুলোতে। আপনাকে স্ক্রিনশট তোলার জন্য বার বার Power key ও Home key চেপে ধরে রাখতে হবে না। এই Floating window তেই পেয়ে যাবেন সে option ৩) আপনার মোবাইলের যদি Back/Recent/Volume button/Home button কিংবা Power button নষ্ট হয়ে যায় তবে এই Floating bar টি আপনাকে অনেক সাহায্য করবে এই কাজগুলো করতে। বুঝতেই পারছেন দারুন একটা ট্রিক। এটা সবাই জানে না। আপনি জানলে অন্যদেরকে জানতে সাহায্য করুন। Third Party Apps থেকে বিরত থাকুন যতক্ষন আপনার ফোনেই Third party apps এর feature গুলো Default ভাবেই দেওয়া আছে।
৮) Answering and Ending calls with home key or power key : সবার ফোনেই এই Option টা আছে কি না জানি না। তবে অনেক ফোনেই এই Option টা আমি পেয়েছি। একটু বিস্তারিত বলি। এই Option টির কাজ হচ্ছে আপনার ফোনের Home button কিংবা Power Button এ Click করে কোনো Call আসলে তা Receive করতে পারবেন। অনেকে তাড়াহুড়োর সময় কল ধরতে দিয়ে অনেক সময় কলটি কেটে দেন এবং এতে অনেক সমস্যা দেখা দেয়। এই দুটির মধ্যে যেকোনো একটি কিংবা দুটি Option ই যদি আপনি On করে দেন তবে সে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কল আসলে আপনার Power button কিংবা home button টিতে একটি চাপ দিবেন আর সাথে সাথে কলটি Receive হয়ে যাবে। Call end করার জন্যেও এই দুটি button কে ব্যবহার করে দেখতে পারেন। তবে এর জন্যে সে Option টি settings থেকে On করতে হবে। যাদের এই Option টি ফোনে নেই তারা এমন App Playstore এ পেয়ে যাবেন।
৭) High Contrast Fonts : এটা সব Android এই দেওয়া থাকে Default ভাবে। আপনি Settings এ গিয়ে Accessibility তে গেলেই পেয়ে যাবেন। অনেক সময় এটা Developer options এও দেওয়া থাকে। Developer option টি পাওয়ার জন্য আপনার Settings এ গিয়ে About Phone e গিয়ে Build Number এ ১০ বারের মতো একসাথে ক্লিক করলেই পেয়ে যাবেন। প্রত্যেক ফোনে আলাদা আলাদা জায়গায় দেওয়া থাকে। যাই হোক, এই Option টি তারা ব্যবহার করবেন যাদের চোখে একটু সমস্যা আছে বা চশমা ছাড়া চোখে লিখাগুলো ঝাপসা বোঝা যায়। আপনার যদি এমন সমস্যা না থাকে তবে আপনার চেনা জানা কেউ (হতে পারে আপনার বাবা-মা কিংবা কাছের কেউ) থাকলে তাদেরকে এই Option টি enable করে দিবেন। তারা লিখাগুলো স্পষ্ট ভাবে বুঝতে পারবে।
৬) Magnification Gestures : আমি জানি অনেকেই আমার মতো ছোটবেলায় এই Option টি Enable করে অনেক সমস্যায় হয়তো ভুগেছেন । কিন্তু এর আসল কাজ কি? তার আগে বলে দেই এই Option টির কাজ কি। এর কাজ হচ্ছে স্ক্রিনের যেকোনো অংশে দুইবার ট্যাপ করলে জুম করা। আবার দুইবার ট্যাপ করলে জুম হওয়া হতে বেরিয়ে আসা। অনেক সময় এমন Apps আমরা ব্যবহার করি যেগুলোতে জুম করার ফিচারটি নেই। কিংবা অনেক সময় ছোট লিখা বুঝা যায় না। এই Option টি Enable করার মাধ্যমে আপনারা স্ক্রিনের যেকোনো স্থানে জুম করতে পারবেন। এটি পাবেন Accessibility তে।
৫) App Permissions : আমি জানি অনেকেই এই বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামান না। যেকোনো App ইন্সটল করার আগেই কোনো কিছু না দেখে না শুনে যা যা Permission চায় সব Enable করে দেন। এটি করা মোটেই উচিত না। কারন আপনার Microphone কিংবা Camera এর permission নিয়ে যেকোনো App আপনার কথাবার্তা কিংবা আপনার ভিডিও করে গোপনে এসব তথু কালেক্ট করে নেয়। তাই যেন তেন App কে আপনার Permission দিতে বিরত থাকুন। আপনি যেসব App কে যে যে Permission গুলো দিয়েছেন এটা দেখতে আপনি Settings এ গিয়ে App permissions কিংবা permission লিখে search দিন। এরপর যেসব Apps এ আপনার মনে হয় এই এই permission গুলোর কোনোই প্রয়োজন নেই সেগুলো disable করে দিন। যেমনঃ camera, location, microphone ইত্যাদি।
৪) Owner Information : আচ্ছা মনে করুন আপনি কোনো এক দূর্ঘটনায় পড়লেন কিংবা আপনার ফোনটি রাস্তায় কোথাও হারিয়ে গেল। সে মূহূর্তে যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি যদি আপনার ফোনটি আপনাকে ফেরত দিতে চায় তবে সে আপনার ঠিকানা কিভাবে পাবে। এই Setting টির মাধ্যমে আপনি আপনার Home screen কিংবা Lockscreen এ ছোট্ট করে আপনার নাম, নাম্বার ও ঠিকানাটি লিখে রাখবেন। যদি এমন কোনো সমস্যায় পড়ে যান তবে যদি ভাগ্য ভালো থাকে তবে আপনার এই ছোট্ট ইনফরমেনশনটি আপনার জীবন বাচিয়ে দিতে কিংবা আপনার হারানো ফোনটি পেতে আপনাকে সাহায্য করবে। Settings এ গিয়ে আপনি Owner information লিখে search দিলেই পেয়ে যাবেন এই Option টি।
৩) Cached Data : অনেকেই দেখবেন আপনার ফোনের স্টোরেজ কোনো কারন ছাড়াই ফুল হয়ে যাচ্ছে। আপনি কোনো কিছু ডাউনলোড না করা সত্তেও এমনটা হচ্ছে। আপনি যদি Storage এ গিয়ে Cached Data তে যান তবেই বুঝতে পারবেন আপনার ফোনের স্টোরেজ কেন বা কোথা থেকে ফুল হচ্ছে। এর সমাধান কি? এর সমাধান হচ্ছে আপনি Cached Data clear করে দিন। আবার পুনরায় Cached Data জমলে আবার clear করে দিবেন। চিন্তা করবেন না এতে আপনার গুরুত্বপূর্ণ কোনো ডেটাই লস হবে না। বেশি সন্দেহ থাকলে আপনার ডেটা কোনো মেমোরি কার্ড বা কোনো ক্লাউড স্টোরেজ যেমনঃ Google Drive, Mega তে রেখে দিতে পারেন।
৩) Developer options : আমি জানি এ নিয়ে অনেক পোস্ট আছে। আর এ নিয়ে আলাদা একটি পোস্টও লেখা যাবে। তবে যে Option গুলো Enable না করলেই নয় সেগুলোর কথাই আমি বলছি। #1) Running services : এখানে গিয়ে দেখতে পারবেন আপনার ফোনের Background এ কতটি App চলছে। আর সেগুলো আপনি নিজে নিজে এক এক করে বন্ধও করতে পারবেন। #2) Animation scale : আপনি একসাথে এমন তিনটি Option পাবেন যাদের নামঃ Window animation scale, Transition Animation Scale, Animator duration scale. আমি যতবারই কোনো নতুন ফোন সেটআপ দিই তখনই এই তিনটি Option এই 0.5x দিয়ে রাখি যা default ভাবে 1x দেওয়া থাকে। তবে এর কাজ কি? এর কাজ হচ্ছে আপনার ফোনে কোনো নতুন App বা window যখন আপনি Open করেন তখনই একটি animation Effect দেখতে পান না? যেটি একটি ধীরগতির মনে হয়। আপনি যখন 0.5x দিয়ে দিবেন তখনই পার্থক্যটা বুঝতে পারবেন। অনেকেই চাইলে এটা off ও করে রাখতে পারবেন। 0.5x কিংবা off করে রাখার কারন হল এতে Animation গুলো খুবই দ্রুতভাবে কাজ করে। আমি জানি অনেকেই এই সেটিংটি সম্পর্কে জানে। তবুও যারা জানেন না তাদের জন্যেই বলছি।
#3) limit background processes : আপনি চাইলে আপনার ফোনের বেকগ্রাউন্ডে কতটি এপ্লিকেশন সর্বোচ্চ চলতে পারবে সেটির একটি লিমিট সেট করে দিতে পারবেন এই অপশনটির মাধ্যমে। যাদের Ram কম ফোনে তাদের উপকারে আসবে আশা করছি। তবে যারা heavy user বা যাদের ফোন ভালো তাদেরকে পরামর্শ দিবো এই অপশনটি না অন করতে।
১) Google Translate Conversation : আমি জানি না অনেকেই জানে কি না যে গুগল ট্রান্সলেটে একটা ফিচার আছে যা আপনাকে অনেক সাহায্য করবে আপনার নিজের ভাষা ছাড়াও অন্য ভাষাকে বুঝতে। আমি একটু বিস্তারিত বলছি। Google Translate open করার পর নিচে একটি Option দেখতে পাবেন যেখানে একটি microphone দেওয়া আছে। এখানে ক্লিক করে আপনি আপনার নিজের ভাষায় যা বলবেন তা-ই লিখা হয়ে যাবে এবং তা অন্য যেকোনো ভাষায় আপনি চাইলে Translate ও করতে পারবেন। অনেকেই হয়তোবা জানেন আবার অনেকেই হয়তোবা জানেন না। যারা জানেন না তাদের জন্যে বলছি। আপনি যদি অলস স্বভাবের মানুষ হয়ে থাকেন বেশি লিখলে হাত ব্যথা করে বা এমন কিছু তবে আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারেন। এতে আপনার বিদেশি ভাষায় কথা বলার দক্ষতাও অনেকটাই উন্নত হবে এবং আপনি সঠিকভাবে উচ্চারন করতে পারছেন কি না সেটিও সুন্দরভাবে বুঝতে পারবেন।
তো এই হচ্ছে ১০ টি টিপস & ট্রিকস। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি এই ১০ টির মধ্যে ১ টিও ভালো লেগে থাকে তবে আমাকে অবশ্যই জানাবেন। এই পোস্টটি লিখতে অনেক সময় লেগেছে আর হাত ব্যথা হয়ে গিয়েছে। তাই কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ করছি। আশা করছি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। এমন আরো পোস্ট চাইলে জানাতে পারেন কিংবা পরের পোস্টটি কি বিষয়ে দেখতে চান সেটিও জানাতে পারেন। The post ১০ টি অসাধারন Android Tips, Tricks & Hacks যা আপনার Android ব্যবহারের অভিজ্ঞতাকে আরো মজাদার করে তুলবে! appeared first on Trickbd.com. |
আপনার ব্যাংক একাউন্টটি নিরাপদ? কিভাবে হ্যাকার আপনার ব্যাংক একাউন্ট হ্যাক করতে পারে,বিস্তারিত, Posted:
ডিজিটাল এই যুগে কোন কিছুই নিরাপদ নয়। প্রতিদিন হ্যাকারদের অ্যাটাক কিংবা তাদের দ্বারা ক্ষতিগ্রস্থ হয়েছে এমন খবর ভাইরাল হয়ে থাকে। আমাদের কম বেশী অনেক লেনদেন যেমন অনলাইনের কারনে সোজা হয়ে গিয়েছে। টিক তেমনি Black Hat হ্যাকার এর সংখ্যা দিন দিন বেড়ে চলছে। আপনার থেকে লেনদেন করার একাউন্ট কেড়ে নেওয়ার জন্য। তবে Hacker রা আলাদা কোন কৌশল কাজে লাগাচ্ছেনা। বরং আগে থেকে চলে আসছে এমন কৌশল ব্যবহার করে ভিক্টিম কে ফাদে ফেলছে! একাউন্ট হ্যাক করার জন্য অনেক গুলো পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। আর আপনি যদি অনলাইন ব্যাংকিং এর সাথে জড়িত থাকেন তবে আপনার অবশ্যই জানা দরকার।
আজকে আমি আলোচনা করবো কিভাবে ব্যাংক একাউন্ট হাইজেকিং করা হয় অথবা আপনার একাউন্টি কিভাবে হ্যাক হতে পারে, ১)Banking Trojans (Smartphones) হ্যাকাররা কিছু Malicious Apps ব্যবহার করে থাকে আপনার একাউন্টের তথ্য চুরি করার জন্য। আর তারা এই কাজটি করার জন্য একটি Clone কিংবা Duplicate App তৈরী করে। যা দেখতে হুবহু আপনার ব্যাংকিং App এর মত হবে। আর পরবর্তীতে তারা সেই App টি বিভিন Third Part App Store এ আপলোড করে দেয়। আর আপনি যদি ভুলবশত সেই App ডাউনলোড করে বসেন তাহলেই সর্বনাশ। যখন আপনি সেই App দিয়ে ব্যাংকিং সিস্টেম এ লগিন করবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে যাবে হ্যাকারদের হাতে। ২)App Hijacking কিছু হ্যাকার বানিয়ে থাকে Trojan যুক্ত Banking App. যখন আপনি এই App মোবাইলে ইন্সটল করবেন খেলা শুরু হয়ে যাবে। App টি Silent Mode এ আপনার মোবাইলের Background এ চলতে থাকবে। আর সাথে Scan করতে থাকবে মোবাইলে কোন প্রকার ব্যাংকিং এর তথ্য কিংবা App রয়েছে কিনা। আর যখন এই Trojan কোন প্রকার ব্যাংকিং App খুঁজে পাবে সে তার কার্যক্রম শুরু করে দিবে। হুবহু আপনার ব্যাংকিং App এর লগিন পেজ এর মত Fake Login Page দেখাবে আর লগিন করতে বলবে। আর আপনি যদি লগিন করে বসেন তবে খেলা শেষ আপনি জানতেও পারবেন না কিভাবে কি হয়েছে আর এটাকেই App Hijacking বলা হয়। ৩)Smishing Smishing হলো Phishing এর আওতাধীন একটি এসএমএস সংস্করণ। আর এটা এমন একটি Scam যা Email Template SMS কিংবা Mail এর মাধ্যমে সরবরাহ করা হয়। আর এসএমএস করা নাম্বার কিংবা মেইল আপনার জানাশোনা কারো হতে পারে আবার নাও হতে পারে। Smishing কৌশলের মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনি কোন প্রকার লটারী পেয়েছেন কিংবা কোন কোম্পানী অথবা ব্যক্তি আপনাকে উপহার দিতে আগ্রহী জাস্ট উদাহরন হিসাবে ধরে নিন। আর আপনার কাছে আসা লিংকটি যখন কোন ব্রাউজার থেকে ওপেন করবেন আপনার কাছে ক্রেডিট কার্ড ইনফরমেশন চাইবে আর আপনিও হয়তো খুশীর ঠেলায় দিয়ে দিবেন। ব্যস আপনার দৌড় এখানেই সমাপ্ত আপনার একাউন্ট খালি করে মজা নিবে হ্যাকার। ৪)Keyloggers Keyloggers অনেক জনপ্রিয় হ্যাকিং কৌশল। Keylogger দুই ধরনের হতে পারে Software অথবা Hardware. Software হলে আপনাকে তা ইন্সটল করতে হবে আর যখনি ইন্সটল করা হয়ে যাবে আপনার Key Board এ Type করা সকল তথ্য চলে যাবে হ্যাকার ভাই/সিস্টারের কাছে আংকেল হলেও দোষের কিছু দেখছিনা। আর Hardware Keyloggers এর ক্ষেত্রে আপনাকে তা Device এর সাথে সংযুক্ত করতে হবে। যা Device এর Keyboard এর প্রতিটি লাইনের সাথে সংযুক্ত হয়ে যাবে এবং Hardware এর সাথে যোগাযোগ স্থাপন করবে। আর সংযুক্ত হয়ে গেলে তা Software Keylogger এর ভূমিকা পালন করবে। ৫)SIM Swapping Sim Swapping অনেক জটিল কৌশল যা আপনার ব্যাংক একাউন্ট চুরির কাজে ব্যবহার করা হয়ে থাকে। আর এর জন্য হ্যাকার সাহেব আপনার টেলিকম কোম্পানীর সাথে যোগাযোগ করে এবং দাবী করে যে আপনার ব্যবহার করা নাম্বার টি তার কিংবা হারিয়ে ফেলেছে কিংবা তার ক্লোন করতে চায়। আর তারা টেলিকম কোম্পানীকে Convince করা একটি নতুন সিম কার্ড হাতিয়ে নেয়। আর তারা যদি সফল হয়ে যায় তবে আপনার মোবাইলে আসা Incoming, Outgoing Call, SMS সম্পর্কে জানতে পারবে কারন দুটো সিম একই কাজ করবে। আর এটা করতে পারলে বুঝতেই পারছেন কি হতে পারে আপনার সব কিছু সে জানতে পারবে এমনকি আপনার এই নাম্বার ব্যবহার করে সে আপনার অনলাইন সকল কিছু নিজের দখলে নিয়ে নিতে পারবে। ৬)Man-in-the-middle attack The man-in-the-middle attack একটি বিপদজনক হ্যাকিং কৌশল যা হ্যাকার সাহেব ব্যবহার করে থাকে। যখন দুই পার্টি Conversation করায় ব্যস্ত তখন হ্যাকার নিজেকে সেই Converstion এ যুক্ত করে থাকে। এখানে দুই পার্টি বলতে বোঝাতে চাচ্ছি আপনি এবং ব্যাংকের কর্মকর্তা বা অন্য কেউ। আর এই প্রফেশনাল মানের কৌশলে monitoring করে insecure server থেকে ডাটা সংগ্রহ করা হয়। আর এই কৌশলের মাধ্যমে হ্যাকার হাতিয়ে নেয় banking credentials, credit card details, etc. আশা করি আপনারা এবার আপনাদের একাউন্টের সর্বোচ্চ দিতে প্রস্তুত আমি প্রতি সপ্তাহে কুইজের মাধ্যমে কিছু গিভোয়ে দিয়ে থাকি কম দামে টেক নিউজ কম দামে মোবাইল ডেটা এবং রিচার্জ নিতে জয়েন করুন আমার টেলিগ্রাম The post আপনার ব্যাংক একাউন্টটি নিরাপদ? কিভাবে হ্যাকার আপনার ব্যাংক একাউন্ট হ্যাক করতে পারে,বিস্তারিত, appeared first on Trickbd.com. |
HTML শিখুন ও Practice করুন আপনার মোবাইল দিয়েই (কোনো Pc বা Laptop লাগবে না) Posted: আসসালামু আলাইকুম, আমি মোট ৫টি App এর কথা বলবো। আপনাদের যেটি ইচ্ছা সেটি দিয়েই শুরু করে দিতে পারেন Practising. তো চলুন শুরু করা যাক। 5) Learn HTML – Playstore https://play.google.com/store/apps/details?id=html.programming.learn.web.html5.website.development এই App টির মাধ্যমে আপনারা Basic থেকে সবকিছু শুরু করতে পারবেন কারন এখানে সবকিছু Basic থেকে Advanced পর্যন্ত আপনাকে হাতে কলমে শিখিয়ে দিবে। এখানে আপনি বিভিন্ন Quiz এর মাধ্যমে শিখতে পারবেন। এতে আপনার Memory Power ও বাড়বে। App টিকে Dark mode ও আছে যেন আপনারা রাতের বেলায় ব্যবহার করতে গেলে আপনাদের চোখে যেন সমস্যা না হয়। এখানে সবকিছুই এত সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে যে আপনার বুঝতে অসুবিধা হবে না। এছাড়াও এখানে Speech এর System ও আছে। এর মানে আপনাকে সবকিছু মুখে বলে শুনিয়ে দিবে যেন আপনাকে পড়ে পড়ে সবকিছু করতে না হয়। যারা পড়তে ভালোবাসেন না তাদের জন্যেও ভালো হবে বলে আশা করছি। প্রত্যেকিটি Attribute, Tags, Format, Style, Paragraph ইত্যাদি সব আলাদা ভাবে Category করেও বুঝিয়ে দেওয়া হয়েছে আলাদা আলাদা করে। যেন আপনার বুঝতে অসুবিধা না হয়। মানে একসাথে খিচুরি যেন না হয়ে যায়। ধীরে ধীরে সবকিছু শিখবেন। একসাথে সবকিছু শিখতে চাইলে কিছুদিন পরেই আর সে বিষয়টি শিখতে মনে চায় না। এটা আমার সাথেও অনেক হয়েছে। তাই আমি এখন যা ই শিখি ধীরে ধীরে শিখতে চাই। 4) Trebedit – Playstore https://play.google.com/store/apps/details?id=com.teejay.trebedit এটি একটি HTML practice করার App. এখানে আপনারা যা যা শিখছেন তা Practically করে দেখতে পারবেন। যেসব Tag, attribute দরকার তা এখানে আগে থেকেই দেওয়া আছে। আপনাকে শুধু দেখে দেখে Click করে নিতে হবে। তাহলে আর বারে বারে keyboard থেকে tap করে সবকিছু Select করতে হবে না। 3) Solo Learn – Playstore https://play.google.com/store/apps/details?id=com.sololearn এটি একটি Coding, HTML, CSS সব একসাথে শেখার App. এখানে আপনারা Game এর মতো করে শিখতে পারবেন। আপনাকে বিভিন্ন Level দেওয়া হবে শিখার জন্য। আপনি যত শিখবেন তত Level Unlock করতে পারবেন। এভাবেই আস্তে আস্তে শিখতে পারবেন। এখানে খুব সহজ ভাবেই Explain শিখানো হয়। এছাড়াও এখানে বিভিন্ন Challenges ও পাবেন পূরন করার জন্যে। মজার ব্যাপার হচ্ছে এখানে আপনারা একসাথে শিখতে ও প্র্যাকটিস করতে পারবেন। এখানে প্রথমে আপনাকে বিস্তারিত বলবে। এরপর আপনাকে প্র্যাকটিস করার জন্য আলাদা ভাবে অন্য একটি পেজে নিয়ে যাবে শিখানোর জন্য। সেখানে ভুল হলেও সঠিক করে দিবে। তাই আপনি ভুল করলেও কোনো সমস্যা নেই। যে বিষয়টি আমার ভালো লাগে সেটি হচ্ছে এখানে যখন প্র্যাকটিস করানোর জন্য নিয়ে যায় অন্য একটি পেজে, তখন সে পেজে যা যা দরকার ঐ নির্দিষ্ট কাজটি শেখার জন্য শুধুমাত্র সে Tags, attribute ইত্যাদি প্রয়োজনীয় জিনিসগুলোই দেওয়া থাকে। যেন আপনার কোনো অসুবিধা না হয়। 2) Mimo : Playstore https://play.google.com/store/apps/details?id=com.getmimo প্রথমেই বলে রাখি এই App এর সাহায্যে আপনারা Python, SQL ও Web development তিনটিই আলাদা ভাবে শিখতে পারবেন যা আপনাকে App টি ইন্সটল করার পর শুরুতেই দেখিয়ে দিবে। আপনি ৫ মিনিট, ১০ মিনিট নাকি ২০ মিনিট কতক্ষনের জন্যে শিখতে চাচ্ছেন সেটি সম্পর্কে আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইবে। আপনি আপনার মনমতো সিলেক্ট করে নিবেন। এরপর এই App আপনাকে প্রতিদিন Reminder দিয়ে মনে করিয়ে দিবে আপনার যখন শেখার সময় হয়ে যাবে। আপনি আপনার ইচ্ছামতো সময় বেছে নিয়ে Reminder টি সেট করে নিবেন এবং প্রতিদিন ৫/১০/২০ মিনিটের মত সময় দিয়ে আস্তে আস্তে একটু একটু করে শিখা শুরু করে দিবেন। এখানে মূলত বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনি শিখতে পারবেন। অনেকটা Game এর মতো করেই শেখার ব্যবস্থা আছে এই App টিতে। তাই যারা খেলার ছলে HTML শিখতে চান তারা Must দেখবেন আশা করি। 1) anWriter – Playstore https://play.google.com/store/apps/details?id=com.ansm.anwriter আমার কাছে HTML ও CSS Practice করার সেরা App বলে মনে হয় এটিকে। এখানে সবকিছু এত সুন্দর ভাবে সাজিয়ে দেওয়া আছে যে আপনি অনেক সহজেই Practice করতে পারবেন। আপনি চাইলে যেকোনো HTML page বা website এর page এই App এর মাধ্যমে view করে দেখতে পারবেন। এছাড়াও সেগুলো নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন। আর এখানে Tags থেকে শুরু করে সবকিছুই অনেক সুন্দর কাজে সাজানো আছে। আর প্রচুর Shortcut পাবেন তাড়াতাড়ি লিখার জন্য। আপনি Practice করতে করতে আয়ত্তে নিয়ে আসতে পারবেন সবকিছু। এছাড়াও এখানে Default ভাবে Copy/Paste এর Option দেওয়া আছে। এছাড়াও এখানে FTP এর Option ও আছে। আপনি চাইলে যেকোনো FTP তে ফাইল সেন্ড করতে পারবেন কিংবা FTP থেকে Open করতে পারবেন। আর এখানে Tools ও পাবেন আপনার কাজকে সহজ করে দেওয়ার জন্য। আর প্রত্যেকটি কাজের জন্য আলাদা আলাদা Page খুলে নিতে পারবেন। অন্যান্য App গুলোর তুলনায় আমার এই App টি পছন্দ কারন এটি একদমই Free! আর এতে কোনো Ad আমি পাইনি। গত কয়েক বছর ধরে আমি এই App টি দিয়ে HTML Practice করে যাচ্ছি। আমি satisfied এই App টির সাথে। কেন এ কথা বলছি তা Playstore এর rating আর review দেখেই বুঝতে পারবেন। সবগুলো App এর মধ্যে আমার এই App টি favourite. আমি আপনাকে অন্যগুলো না Download করে দেখলেও এই App টিকে একবার হলেও অবশ্যই Install করে দেখতে বলবো। যারা শুধু Practice এর জন্যে ভালো একটি App খুজছেন তারা এর চেয়ে ভালো App পাবেন না। কারন এই App এ Ads এর ঝামেলা নেই আর অন্যান্য App এর তুলনায় অনেক Lite & Fast. অবশেষে বলবো, শিক্ষা বা জ্ঞান যা ই বলুন অর্জন করতে সময় লাগেই। আপনি আপনার মাতৃভাষা একদিনে শিখতে পারেননি। সময় লেগেছে। আপনি ইংরেজী কিংবা বাংলা যে ভাষাই বলুন মুখে বলা বা খাতায় লিখতে পারা দুটি শিখতেই আপনার সময় লেগেছে অবশ্যই। ভেবে দেখুন। অনেক লম্বা একটা সময় লেগেছে। ইংরেজী শিখতে প্রথমে A,B,C,D বাংলা শিখতে প্রথমে অ,আ,ই,ঈ কিংবা ক,খ,গ,ঘ অংক শিখতে প্রথমে ১,২,৩,৪,৫ এভাবে এক এক করে সবকিছু শিখতে হয়েছে। এভাবেই যেকোনো বিষয় শিখতে আপনাকে এক এক করে সিড়ি পাড় করে উপরে উঠে উঠে শিখতে হয়। একদিন আপনি সবগুলো সিড়ি পাড় হয়ে অবশ্যই উপরে উঠে যেতে পারবেন। যদি না আপনি মাঝপথে সিড়ি দিয়ে উঠা ছেড়ে দেন। আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। যতই বিপদ আসুক কিংবা আপনি যতই Fail হোন না কেন কখনোই হাল ছাড়বেন না। ছোটবেলা থেকে আপনি যা ই শিখেছেন তার পিছনে আপনাকে শ্রম ও সময় দুটিই ব্যয় করতে হয়েছে। প্রোগ্রামিং বলুন কিংবা কোডিং কিংবা HTML যা ই বলুন শিখতে সময় লাগবেই। শিখতে হলে একটা জিনিস যা সবারই প্রয়োজন হয় তা হচ্ছে ধৈর্য্য। এই ধৈর্য্যের অভাবে অনেকেই মাঝপথে অনেক কিছুই ছেড়ে দেন। যার ফলে পরে গিয়ে পস্তান। তাই বলছি কোনো কিছু শিখতে চাইলে এক এক করে আস্তে আস্তে ধীরে ধীরে শিখুন। তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করে শিখতে গেলে শিখাটা হবে তো না ই, আপনার পরিশ্রম ও সময় দুটিই বৃথা যাবে। দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো পোস্টে। The post HTML শিখুন ও Practice করুন আপনার মোবাইল দিয়েই (কোনো Pc বা Laptop লাগবে না) appeared first on Trickbd.com. |
ICT নিয়ে যারা সমস্যায় ভুগছেন তারা এই পোস্টটি দেখুন (বিশেষ করে HSC শিক্ষার্থীরা) Posted: আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এই পোস্টে আমি এমন একটি এপ্লিকেশনের কথা বলবো যার মাধ্যমে আশা করছি যারা এইচ.এস.সি পরীক্ষার্থীরা রয়েছে বা যারা একাদশ শ্রেনীতে ভর্তি হয়েছে তাদের উপকার হবে। আপনারা সবাই জানেন ICT এমন একটি সাব্জেক্ট যা আমাদের সবার জন্যেই অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। এই ICT সাব্জেক্টটি নিয়ে অনেক ছাত্র-ছাত্রীই অনেক টেনশনে ভোগে। কারন প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আইসিটিতে যেসব বিষয়গুলো নতুন করে অন্তর্ভুক্ত করা হচ্ছে সেসব বিষয়ে অনেকেই অনেক কিছুই জানে না অথবা এসব বিষয়ে খুবই নতুন। যেমনঃ প্রোগ্রামিং, কোডিং, ডেটাবেজ ম্যানেজমেন্ট, সংখ্যা পদ্ধতি সহ অনেক বিষয় সম্পর্কেই অনেক ছাত্র-ছাত্রীই জানে না। এ কারনে তারা এসব বিষয়ে বইয়ে পড়লেও বুঝতে পারে না। কারন তারা এসব বিষয়ে খুবই নতুন। তাছাড়া প্রচলিত এ শিক্ষাব্যবস্থায় পুরাতন যেসব শিক্ষক-শিক্ষিকা রয়েছেন তারাও এসব বিষয়ে ভালো জ্ঞান না থাকায় তারাও ঠিকভাবে বুঝাতে পারেন না ছাত্র-ছাত্রীদেরকে। আমি সবার কথা বলছি না। আমার কথায় কেউ খারাপ কিছু মনে করবেন না। আমি শুধু সত্যটা তুলে ধরছি। ভবিষ্যতে আইসিটি একটি গুরুত্বপূর্ণ ও বাধ্যতামূলক সাব্জেক্ট হিসেবে পরিচিতি লাভ করবে সেটা আমরা সবাই জানি। তাই এ বিষয়ে আগে থেকেই জ্ঞান অর্জন না করতে পারলে ও তা বাস্তবিক জীবনে সঠিকভাবে প্রয়োগ না করতে পারলে একটা সময় আমরা দেশ হিসেবে ও জাতি হিসেবেও অনেকটাই পিছিয়ে পড়বো কেননা এ যুগ আইসিটির যুগ। আমরা যদি নিজেরা আইসিটি নিয়ে এগিয়ে থাকতে পারি তবে আমরা দেশ ও জাতি হিসেবে পৃথিবীতে একটি সুন্দর স্থান হিসেবে জায়গা করে নিতে পারবো। এখনই সময় আমাদের দেশকে সবার সামনে রিপ্রেজেন্ট করা। আমরাও যে কারো থেকে কম নই তা দেখিয়ে দেওয়া। এই পোস্ট করার পিছনে আমার দুটু উদ্দেশ্য রয়েছে। ১) যারা ICT সাব্জেক্ট টা কে অবহেলার চোখে দেখে তাদেরকে এর গুরুত্ব নিয়ে বলা। ২) প্রচলিত শিক্ষাব্যবস্থায় বই ছাড়াও অন্যান্য উপায় বের করে দেওয়া যার মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই আইসিটি বিষয়ক জ্ঞান পেতে পারে। প্রথম পয়েন্ট নিয়ে তো কথা বললামই। এবার আমি ২য় পয়েন্টটি নিয়ে কথা বলছি। এ বিষয়গুলো আপনারা যেসব জায়গা থেকে শিখতে পারবেন তার জন্যই এই পোস্ট। ১) App এর মাধ্যমেঃ Google Playstore এ এমন অনেক App ই পাবেন যার মাধ্যমে আপনারা বই ছাড়াই পড়ালেখা করতে পারবেন। বইয়ের সবকিছুই এসব App এ পেয়ে যাবেন এবং খুবই সহজ ও Practical ভাবেই দেওয়া আছে। আমি এমন কিছু App এর লিংক দিয়ে দিচ্ছি। এর বড় সুবিধা হলো আপনি যেখানেই ইচ্ছা বই সাথে না নিয়ে গিয়েও পড়তে বা শিখতে পারবেন। যারা বই নিয়ে বসলেই ঘুমিয়ে পড়েন তাদের কাজে দিবে বলে আশা করছি। #1) ICTclass – Playstore https://play.google.com/store/apps/details?id=com.amaderdesign.ictclass #2) Interactive ICT – Playstore https://play.google.com/store/apps/details?id=team.shunno.interactiveict #3) https://play.google.com/store/apps/details?id=com.exa.ictboss #4) Hsc Ict book app – Playstore https://play.google.com/store/apps/details?id=com.crossappers.ictpathshala #5) HSC ict book – Playstore https://play.google.com/store/apps/details?id=com.megamind.hscictbook যে ৫ টি App দিলাম সে App গুলোতে আপনারা ICT বই, বিভিন্ন কুইজ, প্রশ্নের সমাধান ইত্যাদি সব পেয়ে যাবেন। ২) YouTube এর মাধ্যমেঃ আমি জানি না ট্রিকবিডিতে অন্যের চ্যানেলের লিংক দেওয়া Allowed কি না। তাই আমি কিছু ভালো ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি যেখান থেকে আমি কলেজে থাকতে ICT বিষয়ক অনেক কিছুই শিখেছিলাম খুব সহজেই। আশা করছি আপনাদেরকেও সাহায্য করবে। 1) 10 minute school 2) Technique Easy Education 3) Amader School 4) Naba Tech World 5) Saiful Learning Point 6) Azad Sir educare আমি ইনাদের ভিডিওগুলো দেখে দেখে দেখে অনেক কিছুই শিখেছি ও পরীক্ষা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালোই মার্কস পেয়েছি। তাই আমি ইনাদের চ্যানেলগুলো সাজেস্ট করলাম। তবে যেহেতু বাংলাদেশে বাংলা ভাষায় এসব শিখার চ্যানেল ও সোর্স কম তাই আমি আরো একটি পদ্ধতির কথা বলছি তবে এটা হবে শুধুই তাদের জন্য যারা ইংরেজী ভালো বুঝে। 3) Website : বিভিন্ন HTML, Programming, Coding related প্রচুর ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন সহজেই শিখার জন্যে। এছাড়াও এসব রিলেটেড আলাদা আলাদা App ও আপনারা Playstore এ পেয়ে যাবেন। যেমনঃ Programming Hub, Programming Hero, Decoder, Code editor, Mimo, Sololearn, Grasshopper, Enki, Learn HTML ইত্যাদি। যেগুলোর নাম বললাম সেগুলো প্লেস্টোরের সবচেয়ে ভালো Apps গুলো। এছাড়াও আপনারা এসব রিলেটেড প্রচুর ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। অনেকেই এগুলো বিষয়ে জানে। কিন্তু জেনেও অলসতা করে আর এগুলো শিখতে চায় না। আবার অনেকেই এগুলো নিয়ে খুব একটা জানে না। সবাই কিন্তু সবকিছু জানে না। আবার অনেকেই জেনেও না জেনে থাকে বা তা পালন করে না বাস্তবে। পরের পোস্টে আমি কথা বলবো এমন App নিয়ে যার মাধ্যমে আপনারা HTML Practice করতে পারবেন কোনো PC ছাড়া। আপনাদের মোবাইল দিয়েই। তাই ঐ পোস্টটি পড়ার জন্যে আমন্ত্রন রইলো। যদি এই পোস্টটি ভালো লেগে থাকে তবে জানাবেন। আর আমি জানি এ বিষয়গুলো নিয়ে অনেকেই জানে। তবুও যারা জানে না তাদের সাথে শেয়ার করার জন্যে অনুরোধ করছি। কারন আমি যখন HSC দিয়েছি তখন আমার আশেপাশে এমন অনেক শিক্ষার্থী দেখেছি যারা জানেনি না কম্পিউটার কিভাবে ব্যবহার করতে হয় বা প্রোগ্রামিং কি বা কোডিং কি। এসব বিষয়ে ধারনা তো দূর সারা বছর এগুলো নিয়ে অনেক কোচিং এ দৌড়াতে দেখেছি কিন্তু পরীক্ষার আগে তারা কিছুই শিখতে পারেনি। শুধু সময় ও টাকা দুটিই নষ্ট করে গিয়েছে। আবার অনেককে তো এগুলো নিয়ে প্রচুর ভয় পেতেও দেখেছি। তাই আমি এই পোস্টটি ঐসব শিক্ষার্থীদের উদ্দেশ্যেই লিখেছি যাদের প্রয়োজন আছে এ বিষয়টি সম্পর্কে জানার। আশা করছি কাজে দিবে। The post ICT নিয়ে যারা সমস্যায় ভুগছেন তারা এই পোস্টটি দেখুন (বিশেষ করে HSC শিক্ষার্থীরা) appeared first on Trickbd.com. |
“নামায আদায়ের নিয়মাবলি” ডাউনলোড করে নিন যার আকারে (জাভা অ্যাপ) এবং টেক্সট আকারে [java user must see] Posted: আসসালামু আলাইকুম । অনেকেই হয়তো অ্যাপ রিভিউ :-» আমি যে জাভা ই-বুকটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার সাইয মাত্র ৭১ কেবি । স্ক্রিন বা ডিসপ্লে সাইয ২৪০*৩২০ অথাৎ সকল জাভা ফোনেই ই-বুকটি সাপোট করবে । ই-বুকটির টেক্সট ফাইল ও আপনারা নিতে পারবেন । পোস্টের শেষে ডাউনলোড লিংক দেওয়া হবে । ই-বুকটির মাধ্যমে নামায আদায়ের নিয়মাবলি পুরোপুরি দেওয়া হয়েছে । জাভা ই-বুকটি পড়বেন যেভাবে :-অন্যানা জাভা অ্যাপের মতো এই অ্যাপটিও ওপেন করবেন । তারপর নিচের ছবির মতো “read”অপশনে ক্লিক করে পড়তে পারবেন । তো এই ছিল আমার আজকের পোস্ট । আমি পরবতী পোস্টে আরও ভালো ভালো জাভা ই-বুক দেওয়ার জন্য সবোচ্চ চেষ্টা করব ।এবার অ্যাপগুলোর ডাউনলোড লিংক দেওয়া হলো :- নামাজের সঠিক নিয়ম টেক্সট অ্যাপ The post "নামায আদায়ের নিয়মাবলি" ডাউনলোড করে নিন যার আকারে (জাভা অ্যাপ) এবং টেক্সট আকারে [java user must see] appeared first on Trickbd.com. |
Download Redrum (2022) Bangla Movie Posted: বছরের শুরুর দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকির অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমানের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর একটি ছবি প্রকাশ করে। যেখানে দেখা যায় তিনি সাদা শাড়ি পরে কারাগারে বসে আছেন। এমন ছবি প্রকাশের পর বেশ আলোচনা শুরু হয় দর্শক মহলে। তখনই দর্শক মহলে আলোচনা হয় নতুন কি আনছে চরকি? এরই মধ্যে আপনারা জেনে গেছেন ভালোবাসার এই মাসে ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ভিকি জাহেদ পরিচালিত রোমান্টিক থ্রিলারধর্মী এই সিনেমা। এর মধ্য দিয়ে মেহজাবীন চরকিতে তার যাত্রা শুরু করলেন। এ নিয়ে তিনি বলেন, 'রেডরামে কাজের এক্সপেরিয়েন্স ডেফিনেটলি খুব ভালো। ভিকি ভাইয়ার গল্প বরাবরই আমার ভালো লাগে। রেডরামের গল্পটা পড়ার পর মনে হয়েছে এই গল্প আমার ডেব্যু ফিল্ম হতে পারে। তারপর তো একের পর এক সিদ্ধান্ত নেয়া হয়। আমাদের পুরো টিম চমৎকার ছিল।' রেডরাম ফিল্মে নিজের চরিত্র নিয়ে আফরান নিশো বলেন, 'এখানে আমি একজন ডিবি অফিসারের চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রের জন্য আমার লুক, কথা বলার ধরন, হাঁটা-চলা সব কিছুতে পরিবর্তন আনতে হয়েছে। প্রায় ১-২ মাস এটার জন্য আমরা মানে রেডরামের পুরো টিম বেশ পড়াশোনাও করেছে। চরকিতে আর কিছুদিন পরেই আসছে রেডরাম। আপনারা দেখে জানাবেন কেমন লাগলো।' REDRUM Bangla Web Series এ অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো,মনোজ ,সালহা নাদিয়া ,নাছির উদ্দিন, আজিজুল হাকিম,সহ আরো অনেকে। আপনারা Chroki তে ৪০% ছাড়ে আজ থেকে ৭ দিন টিকেট কাটতে পারবেন। কী ভাবে কাটবেন সেটা নিয়ে নিচে আলোচনা করা হবে। কীভাবে ব্যবহার করবেন ডিসকাউন্ট প্রোমো কোড: চরকির যেকোনো প্যাকেজ সাবস্ক্রিপশন করার সময় পেমেন্ট করার আগে প্রোমো কোডটি এপ্লাই করলে পাওয়া যাবে ৪০% ডিস্কাউন্ট। অফারটি লুফে নিতে হলে ওয়েব ব্রাউজার বা এন্ড্রয়েড অ্যাপ দিয়ে লগইন করতে হবে আগামী ৭ দিনের মধ্যে। Prmocode : MANOJ40 আর ফ্রিতে ডাউনলোড করে দেখতে পারেন
আর বিভিন্ন ধরনের মুভি ওয়েব সিরিজ পেতে ভিজিট করুন SkyMoviesHd.Click , MlsBD.Buzz এবং SouthFreak.Buzz এ আর আপনার পছন্দের মুভি এর জন্য Telegram এ Join হন The post Download Redrum (2022) Bangla Movie appeared first on Trickbd.com. |
Posted: আমার ফেইসবুকে ডুকতে গেলে এই লিখাটি আসে, প্লিজ কেউ জানলে বলেন। The post Help Post appeared first on Trickbd.com. |
পিপল পার আওয়ার থেকে টাকা ইনকাম যেভাবে করবেন? Posted: পিপল পার আওয়ার থেকে টাকা ইনকাম যেভাবে করবেন?বর্তমান অনলাইনের যুগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অনেকে নিজের ক্যারিয়ার গঠন করছে শুধুমাত্র অনলাইনে। হ্যা বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন অনলাইনে নিজের ক্যারিয়ার গঠন করে নেওয়ার সুযোগ সুবিধা বর্তমান সময়ে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। নিজের একটু বিবেক বুদ্ধি খাটিয়ে যে কেউ অনলাইনের জগতে এসে কোন একটি পেশাকে কাজে লাগিয়ে চাইলেই অনলাইনে ক্যারিয়ার গড়ে নেওয়া সম্ভব। বর্তমানে পিপল পার আওয়ার বড় একটি প্রতিষ্ঠান হয়তোবা অনেকেই নাম শুনে থাকতে পারেন ওয়েবসাইটের। এই ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং করার জন্য জনপ্রিয় অন্যতম একটি ওয়েবসাইট হিসেবে ধরা যায়। আমি আপনি চাইলেই এই প্রতিষ্ঠানে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফ্রিল্যান্সিং অথবা আনসারদের সাথে নিজের চাহিদা মেটাতে খুব সহজেই পারি। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করার পূর্বে ফ্রিল্যান্সিং সম্পর্কে অবশ্যই আপনার পুরোপুরি নলেজ থাকা জরুরি। পিপল পার আওয়ার ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার বিষয়টিও অনেক হয়তো বা আমরা জানি না। কিন্তু আজকের এই আর্টিকেলে আমরা পিপল পার আওয়ার ওয়েবসাইটের বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরব, যেখানে আপনারা অতি সহজে ওয়েবসাইট সম্পর্কে জানা অজানা অনেক তথ্য সঠিক পাবেন আশা করি। পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার জন্য প্রথমত?বন্ধুরা আপনি যদি পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার, কয়েকটি বিষয় ক্লিয়ার ধারণা থাকা জরুরি যে, এই ওয়েবসাইটটি মূলত ফ্রিল্যান্সারদের জন্য যারা নিজেরা ফ্রিল্যান্সিং করতে চাই বা আগ্রহী তারাই এই ওয়েবসাইট থেকে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট খুঁজে ইনকাম করতে পারবে। অন্যান্য ওয়েব সাইটের মত এই পিপল পার আওয়ার ওয়েবসাইটে দৈনিক প্রচুর পরিমাণে ভিজিটর আসে যেখানে ক্লায়েন্ট খুঁজে নেওয়া একেবারেই সহজ একটি ব্যাপার। এমনকি ফ্রিল্যান্সারগণ এখানে দৈনিক যে পরিমাণে আসে যেখানে ক্লায়েন্টের কাজ অতি সহজে দ্রুত হয়ে যাওয়া সম্ভব। যাইহোক বন্ধুরা যদি আপনার উদ্দেশ্য থাকে পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার তাহলে অবশ্যই আপনার ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা যথাসম্ভব থাকতে হবে। তাছাড়া এদিকে আপনি ক্লায়েন্ট হয়েও পিপল পার আওয়ার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তাহলে আপনার কাজ খুবই দ্রুত সার্ভিসটি কমপ্লিট হবে আশা করা যায়। পিপল পার আওয়ার ওয়েবসাইটে যে কেউ চাইলে টাকা ইনকাম করতে পারবে?না যে কেউ চাইলে পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করতে কখনোই পারবে না। পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনার ফ্রিল্যান্সিং এর কাজের দক্ষতা অবশ্যই প্রয়োজন। বিভিন্ন কোর্সের মাধ্যমে বর্তমান বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই ফ্রিল্যান্সিং শেখানো হয়। যেকোর্সগুলো সাহায্যে এক থেকে ছয় মাসের ভিতরে একজন নতুন লানসিং জন্ম নেওয়া কোন ব্যাপারই না। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আসলে ফ্রিল্যান্সিং ব্যতীত পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করা সম্ভব একেবারেই অক্ষম। তাছাড়া বিভিন্ন কাজের দক্ষতা নিয়েও আপনি চাইলে পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করতে পারবেন। এখন কথা হল সেই দক্ষতাগুলো কি কি যে কেউ চাইলেই কি ওই দক্ষতা কাজে লাগিয়ে পিপল পার আওয়ার ইনকাম করতে সক্ষম হবে। অবশ্যই যে কেউ চাইলেই বেশকিছু দক্ষতা কাজে লাগিয়ে কি ফুল পাওয়ার ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন আশা করা যায়। পিপল পার আওয়ার ওয়েবসাইট টাকা ইনকাম করার জন্য সাধারণত?বন্ধুরা যেহেতু পিপল পার আওয়ার ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার জন্য গ্লান্সিং জানতে হবে অন্যথায় বেশকিছু দক্ষতা থাকতে হবে। সেহেতু আমাদের উচিত যারা মূলত ফ্রিল্যান্সার তারা তো এমনিতেই এই পিপল পার আওয়ার ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবে। এখন আসল প্রশ্ন হল যে কি কি দক্ষতা কাজে লাগিয়ে যে কেউ পিপল পার আওয়ার ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে পারবে তাই না! আচ্ছা তো এই বিষয়টি পুরোপুরি বুঝতে হলে প্রথমত জানতে হবে পিপল পাড়ার ওয়েবসাইটে কি কি ক্যাটাগরির কাজ রয়েছে! যেই ক্যাটাগরিগুলো ওয়েবসাইটে থাকবে ওই ক্যাটাগরির দুঃখ যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করতে তখনই সক্ষম হবেন। আশা করি আপনারা একটু হলেও ধারণা এসে গেছে আসলে পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম কিভাবে করা সম্ভব হয়। যাইহোক অনেক কথা হল শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্যই কথা গুলো একটু খুলে বললাম। এখন মূল পয়েন্ট কী হল কী কী ক্যাটাগরির কাজ রয়েছে পিপল পার আওয়ার ওয়েবসাইটে তাইতো। ওকে বন্ধুরা এখন আমরা মূলত পিপল পার আওয়ার ওয়েবসাইটে কি ক্যাটাগরির কাজ রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানব ইনশাল্লাহ। পিপলপারআওয়ার ওয়েবসাইটের কাজের ক্যাটাগরিসমূহ হলোঃমূলত পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার জন্য অনেক ধরনের ক্যাটাগরি হয়েছে ।যে ক্যাটাগরি কাজে লাগিয়ে আপনারা এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে সক্ষম হবেন। তো চলুন বন্ধুরা পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার ক্যাটাগরি জেনে নেওয়া যাক। টেকনোলজি ও প্রোগ্রামিং যদিও প্রত্যেকটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে এই ধরনের সহ আরো অনেক ক্যাটাগরি থাকে। কিন্তু এই পিপল পার আওয়ার ওয়েবসাইটেও কয়েকটি জনপ্রিয় ক্যাটাগরি নিয়েই বললাম। এই ক্যাটাগরিগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সহজে করার জন্য উপযোগী ক্যাটাগরি। আপনারা চাইলেই উপরোক্ত ক্যাটাগরি সহ পিপল পার আওয়ার ওয়েবসাইটে আরো বেশ কিছু অন্যরকম ক্যাটাগরি পাবেন। যাইহোক বন্ধুরা উপরের ক্যাটাগরি সহ বেশকিছু ক্যাটাগরির দুঃখ যদি আপনি হয়ে যান তাহলে মূলত এই পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। পিপল পার আওয়ার ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার সঠিক নিয়ম?বন্ধুরা এতক্ষণে আমরা পিপল পার আওয়ার ওয়েব সাইটের বিভিন্ন বিষয় নিয়ে সঠিক তথ্য দেওয়ার যথাসম্ভব দিয়ে চেষ্টা করেছি। এখন আসল কথা হল পিপল পাড়ার ওয়েবসাইটে কিভাবে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়। তো চলুন এখন এই প্রসেস টি আমরা ভালভাবে দেখে নি যে পিপল পার আওয়ার ওয়েবসাইটে কিভাবে একাউন্ট তৈরি করতে হয় সঠিক নিয়মে। প্রথমত পিপলপারআওয়ার এর রেজিস্ট্রেশন পেজে প্রবেশ করুন "I want to work as a freelancer" এ ক্লিক করুন এরপর নিচে থাকা "Sign up with Facebook" বা "Sign up with email" অপশন সিলেক্ট করুন "Sign up with email" সিলেক্ট করলে সেক্ষেত্রে নাম, ইমেইল ও পাসওয়ার্ড প্রদান করে Sign Up বাটনে ক্লিক করুন। যদিও অ্যাকাউন্ট খোলা তেমন একটি কঠিন ব্যাপার নয় যে কেউ খুব সহজে ট্রিপল পাড়ার ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারবে। এখন অ্যাকাউন্ট ও তৈরি করা হয়ে গেল এবার নিশ্চয় আপনি আপনি ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্সার হলে আপনার উদ্দেশ্য থাকবে ইনকামের তাই না। তবে একাউন্ট রেজিস্ট্রেশন করলেই কি আপনি এই ওয়েবসাইটের সার্ভিস গুলো উপভোগ করতে সক্ষম হবেন! মোটেও নয় আপনি পিপল পার আওয়ার ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করলেই ওয়েব সাইটের সকল কাজকর্ম শুরু করতে পারেন না। আপনি যে অ্যাকাউন্ট তৈরি করলেন এই অ্যাকাউন্টটি পুরোপুরি সেটআপ করে আপনার একাউন্টে উপযোগী হবে ওয়েবসাইটে। সুতরাং চলুন বন্ধুরা এখন আমরা পিপল পার আওয়ার এর সাইটে নিজের অ্যাকাউন্ট কাস্টমাইজেশনের বিষয়টি নিয়ে আলোচনা করি। পিপল পার আওয়ার ওয়েবসাইটে নিজের একাউন্ট কাস্টমাইজনিজের অ্যাকাউন্ট পিপল পার আওয়ার ওয়েবসাইটে কাস্টমাইজেশন না করে কোন লাভ হবে না। যদি আপনি পিপল পার আওয়ার ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভিটি রিয়েল ভাবে রাখতে চান তাহলে অবশ্যই আপনার নিজের অ্যাকাউন্ট কাস্টমাইজেশন করা জরুরি। হতে পারে আপনি এই ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং করবেন না হয় ক্লায়েন্ট হযে যারা ফ্রিল্যান্স তাদের কিছু কাজ দিবেন। তাছাড়া আপনার উদ্দেশ্য যেটাই হোক না কেন ওয়েবসাইটের কাজকর্ম করার জন্য আপনার অবশ্যই অ্যাকাউন্টটি কাস্টমাইজেশন করেই টিকিয়ে রাখতে হবে। তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি করে কোন লাভ হবে না। এই প্রতিষ্ঠানে একাউন্ট কাস্টমাইজেশন করলেই লাভ হবে তা না হলে কিছুই হয়নি আপনার একাউন্ট রেজিস্ট্রেশন করে। এখন একটি বিষয় আপনার জানানো খুবই জরুরি বলে মনে করছি যে, প্রোফাইল বিল্ডিং কাজ পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বায়াররা যাতে ফ্রিল্যান্সারকে সহজে খুঁজে পেতে পারে সে উদ্দেশ্যে প্রোফাইল কাস্টমাইজেশনকে বলা হচ্ছে প্রোফাইল বিল্ডিং। একটি প্রোফাইল বিল্ড করতে বা গড়ে তুলতে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সম্পর্কিত যত বিস্তারিত তথ্য আছে, তা আপনার প্রোফাইলে তুলে ধরুন। বায়ারকে কাজ প্রদানে আগ্রহী করে তুলতে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। একটি সম্পূর্ণ প্রোফাইলে প্রোফাইল পিকচার, বায়ো ডেসক্রিপশন, কাজের ক্যাটাগরি, আগের প্রজেক্টসমূহ, এভারেজ সেলিং প্রাইস, ইত্যাদি বিষয়ের উল্লেখ থাকা একান্ত জরুরি। র্যাংকিং এলগরিদম ব্যবহার করে পিপলপারআওয়ার সাইটে ফ্রিল্যান্সারদের প্রোফাইল র্যাংক হয়। তাই প্রোফাইল যত সমৃদ্ধ হবে, র্যাংকিং ততো ভালো হবে। ফলাফলস্বরুপ বায়ারগণ সহজে প্রোফাইল খুঁজে পাবেন ও সুযোগ অফার করতে আগ্রহী হবেন। আশা করি আপনারা পুরোপুরি বিষয়টি একটু হলেও নিজের ভেতরে সঠিক ধারণা এ রূপান্তরিত করার সঠিক নিয়ম নিজেই বুঝতে পেরেছেন। যাইহোক বন্ধুরা এতক্ষণ কিন্তু আমরা পিপল পার আওয়ার ওয়েবসাইট সম্পর্কে অনেক জানা-অজানা তথ্য কিংবা, ফ্রিল্যান্সিং সম্পর্কে এবং পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার ব্যাপারে অনেক কিছু শিখতে পেরেছি। আপনাদের সাথে অনেক কথা হলো আর্টিকেল এর মাধ্যমে আর্টিকেল এর শেষ পর্যায়ে একেবারেই আমরা চলে এসেছি। সুতরাং আপনাদের আর কষ্ট দেয়া হবে না মূলত আর্টিকেলটি কিছুক্ষনের ভিতরেই শেষ করে দিব। শেষ করে দেওয়ার আগে আপনাদেরকে আর একটু পরামর্শ দিয়েই আর্টিকেলটি সমাপ্ত করার পরিকল্পনা রয়েছে। এখন চলুন পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার বিষয়ে একটু জেনে আসা যাক। পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করা বিষয় শেষ পরামর্শ?পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার পরামর্শটি থাকবে। তার প্রথমত একটি হলো আপনার অবশ্যই নিজের পরিশ্রম ধৈর্য এবং ফ্রিল্যান্সিং-এ বিষয়বস্তু বিস্তারিত পুরোপুরি নলেজ থাকা খুবই জরুরী। শুধুমাত্র পিপল পার আওয়ার ওয়েবসাইটে এসে অ্যাকাউন্ট তৈরি করলেই হবে না। নিজের দক্ষতা এই ওয়েবসাইটে কাজে লাগানোর মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব। এমনকি ধৈর্য ধারণ এবং পরিশ্রমী না হয়ে এই ওয়েবসাইটে আসা আপনার একেবারেই সময় অপচয়। সময় অপচয় না করে সঠিক সময় কে কাজে লাগানোর জন্য আপনারা চাইলেই পিপল পার আওয়ার ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। তবে যে কথা আমি আবার বলছি সেটা হল নিজের দক্ষতা ব্যতীত পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করা একেবারেই সম্ভব না। এর জন্য আপনার ক্লাইন্ট অথবা ফ্রিল্যান্সার কোন একটি হতেই হবে। সর্বশেষে শেষ পরামর্শ হিসেবে আপনাদেরকে বলতে চাই সকল কাজে নিজের ধৈর্য সততা এবং পরিশ্রমী অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে আবার আপনি পিপল পার আওয়ার ওয়েবসাইটে ধৈর্য সততা এবং পরিশ্রমী না হয়ে কাজ করলে কোন লাভ হবে না। সকল ক্ষেত্রেই আপনার পরিশ্রম সততা এবং ধৈর্য থাকতেই হবে। এই আর্টিকেলটি সর্বপ্রথম এই ওয়েবসাইটে পাবলিশ করা হয় ShopTips24.Com সংক্ষিপ্ত আকারে হলেও আপনাদের পিপল পার আওয়ার ওয়েবসাইটের বিষয়ে পরিপূর্ণতা সঠিক তথ্য সঠিকভাবে উপস্থাপন করার যথাসম্ভব দিয়ে চেষ্টা করেছি। আশা করি আপনারা আজকের এই আর্টিকেল থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। মোটামুটি আজকের আর্টিকেলটি এ পর্যন্তই পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার পুরো বিষয় জেনে আপনি যদি উপকৃত হন তাহলে নিজেকে ধন্য মনে করব। আজকের আর্টিকেলটি এ পর্যন্তই সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন আর্টিকেল সম্পর্কিত কোন প্রশ্ন অথবা মন্তব্য থাকলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের এই পিপল পার আওয়ার ওয়েবসাইটে টাকা ইনকাম করার বিষয়ে আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। The post পিপল পার আওয়ার থেকে টাকা ইনকাম যেভাবে করবেন? appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments