৫ টি মজার ও শিক্ষনীয় সাইট যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো মজাদার করে তুলবে! (Part-3) |
- ৫ টি মজার ও শিক্ষনীয় সাইট যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো মজাদার করে তুলবে! (Part-3)
- ৫ টি মজার ও শিক্ষনীয় সাইট যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো মজাদার করে তুলবে! (Part-2)
- ৫ টি মজার ও শিক্ষনীয় সাইট যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো মজাদার করে তুলবে! (Part-1)
- আমার জীবনে দেখা সেরা কিছু শিক্ষক । যাদেরকে আমি কখনোই ভুলতে পারবো না ।
- নতুনদের জন্য অনলাইন ইনকাম কি সম্ভব?
- মাদানি সুরার সংখ্যা ও এর বৈশিষ্ট্য
- BuzzSpot Premium Blogger Template
- অ্যাপ দিয়ে ফ্রি ইন্টারনেট
- আজকাল এর ব্লগিং যেন “গাছে কাঁঠাল গোফে তেল”।ব্যর্থতা এবং সফলতা (New Blogger Must See)
- [বাংলা ব্যকারণ]জেনে নিন কিছু ভুল বা অশুদ্ধ বাংলা বাক্য।যা সকল শিক্ষার্থীর জন্য জানা জরুরি!
৫ টি মজার ও শিক্ষনীয় সাইট যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো মজাদার করে তুলবে! (Part-3) Posted: Hello everyone, 5) Site Name : The Useless Web Site lInk : https://theuselessweb.com/ এই সাইটটির কোনো কাজ নেই। এখানেই সমাপ্ত। এটা বলার জন্যে পোস্ট লিখিনি। Useless নাম হলেও আসলে ঠিক ১০০ ভাগ Useless না। দাড়ান! যাবেন না এখনই। বাকী ওয়েবসাইটগুলো এমন না। শিক্ষনীয় ওয়েবসাইটও দিয়েছি যা আপনার কাজে দিবে বিশেষ করে ইন্টারনেটের কালো জগৎকে বুঝতে। তাই ১ নাম্বার পর্যন্ত দেখুন। 4) Site Name : Staggering Beauty Site link : http://www.staggeringbeauty.com/ এটি সত্যি একটি মজা করার ওয়েবসাইট। আপনার বন্ধুবান্ধবদের সাথে মজা করার মতো সত্যিই মজার একটি ওয়েবসাইট। বিঃদ্রঃ অনেকেই ভয় পেতে পারে হঠাৎ করে এমন কিছু দেখতে পেলে। তাই এটা আপনার নিজ দায়িত্বে ব্যবহার করবেন। এখন মজা কিভাবে করবেন এটাকে নিয়ে? আপনার সাথে কেউ থাকলে তার হাতে এই ওয়েবসাইটটি খুলে তাকে বলবেন ঐ কার্টুনটাকে একটু নাড়াতে আর মোবাইলের ভলিউম টা ম্যাক্সে দিয়ে দিবেন (ইয়ারফোন থাকলে ভালো হয়)। আর কিছুই করতে হবে না আপনার। বাকী মজা বুঝে যাবেন। এছাড়াও কোনো বন্ধুবান্ধব কে লিংকটি সেন্ড করে বলবেন character টাকে হাত দিয়ে চাপ দিয়ে ধরে ঝাকাতে। এরপর যদি ভয় পেয়ে আপনাকে ব্লক করে দেয় তবে আমার উপর দোষ দিবেন না। সবার ক্ষেত্রে কাজ নাও করতে পারে। তবে একটু ভীতু টাইপের লোকেদের সমস্যা হতে পারে। আমি আমার কিছু বন্ধুবান্ধবদের সাথে এটা নিয়ে মজা করেছি। আপনারাও চাইলে করতে পারেন। তবে কোনো সমস্যা হলে এর দায়িত্ব আমি নিবো না 3) Site Name : The Auction Game Site Link : https://neal.fun/auction-game/ এটি হচ্ছে একটি গেম। যেটি একটি নিলাম নিয়ে তৈরি করা গেম। এই গেমের মাধ্যমে আপনারা বিভিন্ন আর্টের দাম সম্পর্কে অনেক ভালো ধারনা পাবেন। যে আর্টের মূল্য আপনার কাছে ১০০ টাকাও না সেই আর্ট নিলামে ১০০ কোটি টাকার উপরেও উঠে যায় এবং বিক্রিও হয়। আপনি এই সাইটে গেলে যেসব আর্ট ও সেগুলোর দাম দেখতে পারবেন সেগুলো আপনার নিজেরও বিশ্বাস হবে না। আসলে নিলামের কাজটা আপনারই করতে হবে। মূলত Guess করাই হচ্ছে আপনার কাজ। কোন আর্টটির কত দাম সেটি আপনাকে Guess করতে হবে। যত কাছাকাছি Guess করতে পারবেন ততই আপনি Point পাবেন। বর্তমান বিশ্বে যে NFT এর Concept টা চলছে সেটাও আপনারা ভালো করেই বুঝতে পারবেন। আমাদের কাছে যে আর্টের তেমন কোনো মূল্যই নেই সে আর্ট বর্তমানে মানুষ বিক্রি করে কোটিপতি হয়ে যাচ্ছে। এ বিষয়টা আমার কাছেও কেমন জানি একটা লাগে। মানে এগুলো তো সেই সাজিয়েই রাখবে। এত টাকা দিয়ে কিনার লাভটা কি? যাই হোক, কেউ জানলে এই প্রশ্নের উত্তরটা দিবেন আশা করি। আর বাকীদের জন্য এই সাইটটি সাজেস্ট করবো একবার ঘুরে আসার জন্য। 2) Site Name : Ambient Chaos Site link : https://neal.fun/ambient-chaos/ আপনার কি বৃষ্টি, আগুন, বাতাস, ঠান্ডা হাওয়া, সমুদ্রের ঢেউ কিংবা Lofi Beats এর মত Relaxing Sound শুনতে ভালো লাগে? তবে এই সাইটটি আপনারই জন্যে। এই সাইটের মাধ্যমে আপনারা মোট ৩০ রকমের বিভিন্ন জায়গা, স্থান, জিনিস, আবহাওয়া ইত্যাদির শব্দ শুনতে পারবেন। যারা রাতের বেলা চোখ বন্ধ করে ইয়ারফোন কানে দিয়ে শান্ত পরিবেশে বৃষ্টি কিংবা ঠান্ডা হাওয়া কিংবা Lofi beats শুনতে ভালোবাসেন তাদের জন্যে এই সাইটটি। এতে যেসব Sound আপনারা পেয়ে যাবেন সেগুলো হচ্ছেঃ 1) Rain আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক মজার মজার sound fx ও আপনারা পাবেন যা আপনাকে ভিন্ন ধরনের শব্দ শুনার এক আলাদা experience দিবে। আপনি চাইলে প্রত্যেকটি শব্দের Volume আলাদা আলাদা ভাবে বাড়াতে ও কমাতে পারবেন। চাইলে সারাদিন ওয়েবসাইটটি খোলা রাখতে পারেন আর শব্দগুলো যতক্ষন না পর্যন্ত আপনি ভলিউম কমাচ্ছেন একেবারে বা ওয়েবসাইটটির পেজটি একেবারেই বন্ধ করে দিচ্ছেন ততক্ষন ওয়েবসাইটটি চলতেই থাকবে। তাই কোনো সাউন্ড যে থেমে যাবে এ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। অনেক সময় বৃষ্টির শব্দ কিংবা বাতাসের শব্দ, কিংবা Lofi sound, কিংবা Campfire এর হাল্কা শব্দগুলো অনেক Relaxing লাগে শুনতে আর এতে ঘুমও ভালো হয়। এটা আসলেই বিজ্ঞান দ্বারা প্রমানিত। আপনারা চাইলে একটু Research করে দেখতে পারেন। বর্তমানে অন্যান্য দেশে এসব Relaxing music অনেক জনপ্রিয়। YouTube এ গিয়ে আপনি যদি সার্চ দেন relaxing music কিংবা asmr music দিয়ে তাহলেই বুঝতে পারবেন। এসব শব্দের সাহায্যে অনেকেই পড়াতে মনোযোগ দিতে পারে। অনেকেই কাজে মনোযোগ দিতে পারে। অনেকেই দ্রুত ঘুমাতে যাওয়ার জন্যে এই সব শব্দকে ব্যবহার করে। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। কাজে দিলে আমাকে অবশ্যই জানাবেন। 1) Site Name : Dark Patterns Site Link : https://neal.fun/dark-patterns/ ইন্টারনেটে ওয়েবসাইটগুলো আপনাকে বিভিন্নভাবে ফাদে ফেলছে। যেমন ধরুনঃ আপনি কোনো একটি ফাইল কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে গেলেন। তখন একসাথে ৫-৬ টা ডাউনলোড বাটন পেয়ে যাবেন যা বোঝা মুশকিল যে আসল ডাউনলোড বাটন কোনটা। কিংবা ধরুন আপনাকে কোনো Spam Mail বা Spam Message কিংবা Spam Notifications পাঠানো হচ্ছে। আপনি ফাদে ফেলে ক্লিক করলেই আপনার সমস্ত ইনফরমেশন সেসব হ্যাকারের কাছে চলে যাবে যা আপনাকে এভাবে ফাদে ফেলেছে আর আপনি সে ফাদে পা দিয়ে দিয়েছেন। এরপর ধরুন কোনো Survey করার জন্যে আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে যাওয়া হলো কিংবা কেউ আপনাকে বললো যে সে এত টাকা এই Survey টা করে আয় করেছে আর আপনাকেও আয় করতে হলে এই Survey টা করতে হবে। তখন আপনি আপনার নিজের সব গুরুত্বপূর্ণ তথ্য সে ওয়েবসাইটকে দিয়ে দিলেন কিংবা তাদের দেওয়া কোনো লিংকে ক্লিক করলেন আর সাথে সাথে তাদের ফাদে পা দিয়ে দিলেন। এরপর আসে আরেকধরনের Spam যাকে বলে Contact Spam! তো এ থেকে বাচার উপায় কি? এই ওয়েবসাইটটি আমি মজার কারনে দিচ্ছি না। সবাইকে সতর্ক করার জন্যে দিচ্ছি। আপনি চাইলে আপনার বন্ধুবান্ধব কিংবা পরিচিত কাউকে এ কথাগুলো জানাতে পারেন যেন তারাও সাবধান হয়ে যেতে পারে। ইন্টারনেটে প্রতিদিনই আমাদের বিভিন্ন তথ্য leak হয়ে যায় যা সম্পর্কে আমরা বুঝতেও পারি না। তথ্য leak হওয়ার একটি বড় উদাহারন হচ্ছে আপনার location based ও Interest based ads show হওয়া। বাকীটা আপনাদের নিজেদের হাতে। মনে রাখবেন, আপনার information অন্য একটি কোম্পানির আয়! অবশেষে বলবো, আপনারা চাইলে ওয়েবসাইটগুলোতে ভিসিট করতেও পারেন আবার না-ও করতে পারনে। আমার এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমার এ ধরনের ইন্টারেস্টিং টপিক গুলো নিয়ে লিখতে ভালো লাগে। যারা জানতে চায় বা নতুন কিছু শিখতে চায় তাদের জন্যেই আমি লিখি। অনেকেই বলতে পারেন, ভাই আপনি প্রত্যেকটা ওয়েবসাইটের স্ক্রিনশট দিতেন তাহলে বুঝতে সুবিধা হতো। আমি জেনে শুনেই স্ক্রিনশট দেইনি। কারন আমি জানি স্ক্রিনশট দিলে বেশিরভাগ মানুষই সাইটে ঢুকে দেখবে না। যার ফলে আমার পোস্ট লেখাটা সার্থক হবে না। এত কষ্ট করে পোস্ট লিখে যদি কেউ পোস্টের গুরুত্বই না বুঝে তাহলে কিভাবে হবে বলেন? তাই আপনারা নিজেরা প্রত্যেকটা সাইটে গিয়ে দেখে আসুন। এতে আপনারা নিজেরা নিজেরাই প্রত্যেকটি সাইট সম্পর্কে ধারনা পাবেন। আমি তো আপনাদেরকে একটু ধারনা দিলামই সাইটগুলো কি সম্পর্কে বানানো। এখন বাকিটা আপনারা নিজেরাই explore করুন। ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য The post ৫ টি মজার ও শিক্ষনীয় সাইট যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো মজাদার করে তুলবে! (Part-3) appeared first on Trickbd.com. |
৫ টি মজার ও শিক্ষনীয় সাইট যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো মজাদার করে তুলবে! (Part-2) Posted: Hello everyone, 5) Site Name : Let’s Settle This Site link : https://neal.fun/lets-settle-this/ ইন্টারনেটে প্রচুর তর্ক বিতর্ক চলে প্রতিদিনই। কিন্তু আপনি কি জানেন ইন্টারনেটে সবচেয়ে বেশি যে তর্ক বিতর্কগুলো চলেছে যে বিষয়গুলো নিয়ে সে বিষয়গুলোর আসল ফলাফল কি ছিল? আপনি কি জানেন ইন্টারনেটে ডিম আগে না মুরগী আগে এ তর্কের বেশিরভাগই মুরগী আগে এসেছিল এ পক্ষ নিয়েছে? অথবা আপনি কি এটা জানেন পেপসি নাকি কোক এ দুটির মধ্যে কোককেই মানুষ বেশি প্রাধান্য দেয়? এমন সব চাঞ্জল্যকর ও ইন্টারেস্টিং Debate নিয়ে নানান রকমের তথ্য আপনারা এই সাইটে পেয়ে যাবেন। 4) Site name : Life Checklist Site link : https://neal.fun/life-checklist/ এটি একটি মজার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জীবনের কতগুলো লক্ষ্য পূরন করতে পেরেছেন বা জীবনের একটি Checklist দিয়ে দিবে। এখানে আপনি আপনার জীবনের কতগুলো চেকলিস্ট পূরন করতে পেরেছেন বা কতগুলো চেকলিস্ট আপনার পূরন করা উচিত তা দেখতে পাবেন। এখানে থাকা সমস্ত চেকলিস্টগুলোই যে আপনাকে পূরন করতে হবে এমন কোনো কথা না। তবে এখানে যে চেকলিস্ট গুলো দেওয়া আছে তা তেমন বড় মহৎ কিছু না যে আর ৫ টা সাধারন মানুষের পক্ষে সম্ভব না। এখানে সবকিছু অনেক সাধারন ভাবেই দেওয়া আছে। আমার কাছে খুবই ভালো লেগেছে লক্ষ্যগুলো। জীবনে থাকা যেসব লক্ষ্যগুলো আপনার পূরন করলেই নয় এমন সব লক্ষ্যগুলোই চেকলিস্টে দেওয়া আছে। আপনারা চেক করে দেখতে পারেন এগুলোর ভিতরে মোট কতগুলো লক্ষ্য আপনারা আপনাদের জীবনে পূরন করতে পেরেছেন। চেক না করে কমেন্টে এসে কথা বলবেন না। 3) Site name : 10 Years Ago Site Link : https://neal.fun/ten-years-ago/ কেমন ছিল আজ থেকে ১০ বছর আগের ইন্টারনেট? কেমন দেখতে ছিল আজকের সেসব জনপ্রিয় ওয়েবসাইটগুলো ১০ বছর আগে? 1) Apple 2) CNN 3) BBC 4) The New York Times 5) Reddit 6) Fox news 7) Amazon 8) YouTube 9) ESPN 10) Cnet 11) imdb 12) IGN 13) Steam 14) Goodreads আপনারা নিজেরাই এক এক করে ভিসিট করে দেখতে পারবেন ১০ বছর আগে সাইটগুলো দেখতে কেমন ছিল আজকের তুলনায়। 2) Site name : Universe Forcast Site link : মহাবিশ্ব নিয়ে মানুষের কৌতুহল অনেক। মহাবিশ্বে কখন কি হচ্ছে না হচ্ছে এ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এই সাইটটি তাদের জন্যেই যারা মহাবিশ্ব নিয়ে জ্ঞান অর্জন করতে চায় এবং তাদের জ্ঞানের সীমানাটাকে বাড়াতে চায়। তবে এক্ষেত্রে এই সাইটটি একটু ব্যাতিক্রম। মহাবিশ্বে আজ বা অতীতে যা ঘটছে এ নিয়ে এই সাইটটিকে বানানো হয়নি। এই সাইটটিকে বানানো হয়েছে ভবিষ্যতে মহাবিশ্বে কি ঘটতে চলেছে সে বিষয় সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। আমি জানি কেউই বলতে পারবে না কাল কি হতে পারে। তবে বিজ্ঞানীরা যেভাবে বিভিন্ন বিচার বিশ্লেষনের মাধ্যমে আমাদের ভবিষ্যতের আবহাওয়া সম্পর্কে ধারনা দেন তেমনই ভাবে তারা ভবিষ্যতের মহাকাশ ও মহাকাশে কি কি ঘটতে চলেছে সে সম্পর্কেও ধারনা দেন। এসব ভবিষ্যতের ধারনা নিয়েই সাইটটিকে তৈরি করা হয়েছে। আপনি কি জানেন ২০৬১ সালে হ্যালির ধূমকেতু আবারো দেখা যাবে? কিংবা আজ থেকে ১০ লক্ষ বছর পর ইউরেনাসের দুটি চাঁদ একে অপরের সাথে সংঘর্ষ হবে? এমন বিভিন্ন তথ্য দিয়ে ভরা এই সাইটটি। আপনি অনেক কিছুই জেনে অবাক হবেন। আমি নিজেও হয়েছি। অসাধারন একটি সাইট। অনেক কিছুই শেখার আছে। 1) Site name : The Deap Sea Site link : https://neal.fun/deep-sea/ এই সাইটটি একটি খুবই ইন্টারেস্টিং শিক্ষনীয় সাইট। পৃথিবীতে সমুদ্রের অস্তিত্ব সম্পর্কে সবাই জানে। কিন্তু এই গভীর সুমদ্রে থাকা প্রাণী সম্পর্কে আপনার জ্ঞানের সীমানা কতটুকু? মানুষ এ পর্যন্ত সমুদ্র সম্পর্কে যেসকল প্রানীর কথা জেনেছে ও তারা সমুদ্রের কোন স্থানে বা কতটুকু নীচে কোথায় আছে এসব তথ্য আপনারা জানতে পারবেন। যেমনঃ আপনি কি জানেন সমুদ্রের ৭৬৮ মিটার নিচে দানব আকৃতির এক ধরনের অক্টোপাস পাওয়া যায় যার নাম Giant Pacific Octopus? আপনারা এমন বিভিন্ন প্রানী সম্পর্কে ছবিসহ প্রচুর তথ্য এখানে পেয়ে যাবেন। সমুদ্রের তলদেশে কোথায় কোন প্রানী আছে এসব তথ্য আপনারা জানতে পারবেন তা তো বুঝতেই পারছেন, তার সাথে আপনারা আপনাদের জ্ঞানের সীমানাটুকু অনেকটাই বাড়াতে পারবেন। যারা জ্ঞানপিপাসু মানুষ আছেন তারা অবশ্যই সাইটটিতে একবার হলেও ভিসিট করে দেখবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে সাইটটি। অনেক কিছু সম্পর্কেই আমি জানতে পেরেছি যা আমি আগে জানতাম না। এ কারনেই আপনাদেরকেও Recommend করছি সাইটটিকে। অবশেষে বলবো, আপনারা চাইলে ওয়েবসাইটগুলোতে ভিসিট করতেও পারেন আবার না-ও করতে পারনে। আমার এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমার এ ধরনের ইন্টারেস্টিং টপিক গুলো নিয়ে লিখতে ভালো লাগে। যারা জানতে চায় বা নতুন কিছু শিখতে চায় তাদের জন্যেই আমি লিখি। আর এখানে যে সাইটগুলো ৫ থেকে ১ পর্যন্ত সাজিয়েছি সেগুলো ক্রমিক নাম্বারানুসারে সাজিয়েছি। এমন নয় যে ৫ নাম্বারের সাইটটি খারাপ আর ১ নাম্বারের সাইটটি সবথেকে ভালো। আমার কাছে সবগুলো সাইটই খুবই ভালো লেগেছে। আমি শুধু ক্রমিক নাম্বার অনুসারে সাজিয়েছি। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আপনারা Decide করবেন। অনেকেই বলতে পারেন, ভাই আপনি প্রত্যেকটা ওয়েবসাইটের স্ক্রিনশট দিতেন তাহলে বুঝতে সুবিধা হতো। আমি জেনে শুনেই স্ক্রিনশট দেইনি। কারন আমি জানি স্ক্রিনশট দিলে বেশিরভাগ মানুষই সাইটে ঢুকে দেখবে না। যার ফলে আমার পোস্ট লেখাটা সার্থক হবে না। এত কষ্ট করে পোস্ট লিখে যদি কেউ পোস্টের গুরুত্বই না বুঝে তাহলে কিভাবে হবে বলেন? তাই আপনারা নিজেরা প্রত্যেকটা সাইটে গিয়ে দেখে আসুন। এতে আপনারা নিজেরা নিজেরাই প্রত্যেকটি সাইট সম্পর্কে ধারনা পাবেন। আমি তো আপনাদেরকে একটু ধারনা দিলামই সাইটগুলো কি সম্পর্কে বানানো। এখন বাকিটা আপনারা নিজেরাই explore করুন। ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য The post ৫ টি মজার ও শিক্ষনীয় সাইট যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো মজাদার করে তুলবে! (Part-2) appeared first on Trickbd.com. |
৫ টি মজার ও শিক্ষনীয় সাইট যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো মজাদার করে তুলবে! (Part-1) Posted: Hello everyone, 5) Site name : Spend Bill gate’s money Site link : https://neal.fun/spend আপনি কি একজন বিলিওনিয়ার হতে যান? বা আপনার কি প্রচুর পরিমানের টাকা কামানোর ইচ্ছা বা স্বপ্ন আছে? আপনি কি জানতে চান একজন বিলিওনিয়ার হলে আপনি কি কি দামী দামী জিনিসপত্র কিনতে পারবেন? নামটি শুনে বুঝতেই পারছেন সাইটটির কাজ কি। এই সাইটটিকে বিনোদোনের জন্যে তৈরি করা হয়েছে। এই সাইটে আপনারা বিল গেইটসের সব টাকা বিভিন্ন জিনিসপত্রের উপর খরচ করতে পারবেন। অবশ্য সত্যিকারের টাকা না । আপনারা একটি ধারনা পেতে পারেন যে বিল গেইটসের টাকা কোথায় কোথায় কি পরিমানে জিনিস কিনলে কত টাকা শেষ বা খরচ করা যাবে। এখানে খরচ করার মতো প্রচুর জিনিস ও তার দাম দিয়ে দেওয়া হয়েছে। যেমনঃ 1) Big mac (burger) এখানে সবচেয়ে কমদামী জিনিস থেকে পৃথিবীর সব দামি দামি জিনিসপত্রের কালেকশন আছে। আপনি যেখানে ইচ্ছা টাকা খরচ করে বুঝতে পারবেন একজন বিলিওনিয়ার হওয়ায় আপনার কাছে কি পরিমানের সম্পদ থাকতে পারে আর বিল গেইটসের কাছেই কি পরিমানের সম্পদ আছে। এই মজার ওয়েবসাইটটি আপনাকে বিভিন্ন জিনিসের দাম সম্পর্কেও একটু ধারনা দিতে পারবে। আমার কাছে একটু শিক্ষনীয়ও মনে হয়েছে। কিন্তু মজার লেগেছে সাইটটি অনেক। ভিসিট করে দেখতে পারেন। 4) Site name : Life Stats Site link : https://neal.fun/life-stats/ এটি একটি ইন্টারেস্টিং একটি ওয়েবসাইট। সাইটটিতে ভিসিট করার পর আপনাদের জন্মসাল সম্পর্কে জানতে চাইবে। আপনি আপনার জন্মসালটি দিবেন। এরপর আপনাকে আপনার জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত আপনার নিজের সাথে ও সারা পৃথিবীতে যা যা হয়েছে সবকিছু সম্পর্কে ধারনা পাবেন। যেমনঃ আমি আমার জন্মসালটি দেওয়ার পর আমি এ পর্যন্ত কতদিন ধরে বেচে আছি, আমার হার্ট কতবার পাম্প হয়েছে , আমার শরীরে কতবার Red blood cell তৈরি হয়েছে, আমি কতবার শ্বাস নিয়েছি বা নিচ্ছি, কতদিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, আমার আশেপাশের পৃথিবীতে কি কি পরিবর্তন হয়েছে যেমনঃ আমার জন্মসাল থেকে আজ পর্যম্ত ১,৩৬০,৭৯০,৪০১ মানুষ জন্মগ্রহন করেছে, বাতাসে কার্বন-ডাইঅক্সাইডের পরিমান বেড়েছে ১০%, ডলারের দাম বেড়েছে ১.৪%, পৃথিবী সূর্যকে কতবার কেন্দ্র করে ঘুরেছে, চাঁদ পৃথিবী থেকে ৭২ সেন্টিমিটার দূরে সরে গিয়েছে, পৃথিবীতে দারিদ্র সীমা কমেছে ৫৯%, পৃথিবীতে শিক্ষার হার বেড়েছে ৮৫-৮৬%, এমনকি আমি যে সালে জন্মগ্রহন করেছি তার ৫% মানুষ ২০২২ পর্যন্ত বেচে থাকতে পারেনি। এমন প্রচুর সুন্দর সুন্দর তথ্য পেতে পারবেন এই মজার সাইটটি থেকে। বিঃদ্রঃ এখানে দেওয়া তথ্য ১০০% সত্য নয় অবশ্যই। যেমনঃ আপনি কতবার চোখের পলক ফেলেছেন তা এই সাইট বলে দিলেও তা ১০০% সত্য হবে না। এটা শুধুমাত্র একটি ধারনা মাত্র। শুধুই ধারনা। দুবার বললাম কারন অনেকেই কমেন্ট বক্সে এসে উলটা পালটা কথা বলতে পারেন। তাই বলে দিলাম। তবুও এখানে অনেজ তথ্যই Research এর উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। যেমনঃ চাঁদ পৃথিবী থেকে কত বছরে কতটুকু দূরে সরে গিয়েছে ইত্যাদি। ইন্টারেস্টিং লেগেছে বলেই Recommend করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে জানাবেন অবশ্যই। 3) Site name : Who Was Alive Site link : https://neal.fun/who-was-alive/ প্রথমে সাইটটিতে ভিসিট করে ভেবেছিলাম সাইটটি মজার ছলে বানানো। কিন্তু পরে যখন একটু research করা শুরু করলাম তখন দেখি সাইটটিতে সকল তথ্য শতভাগ সঠিক। নাম শুনেই হয়তো বুঝতে পারছেন সাইটটি কি নিয়ে বানানো হয়েছে। এই সাইটে আপনারা ২০০০ সালের আগে থেকে যত পূর্বে আপনারা যেতে পারেন তত আগে পর্যন্ত পৃথিবীতে আসা সকল জ্ঞানী, মনিষী, বিশ্বখ্যাত, পৃথিবীর ইতিহাসে যেসব মানুষের জ্ঞান ও অবদান দুটিই অতুলনীয় প্রত্যেকটি মানুষের জন্মসাল দেখতে পাবেন। যেমনঃ আমি যদি ৫৭০ সালে যাই তাহলে আমাকে দেখাবে আমাদের প্রিয়নবী হযরত মুহম্মদ (সাঃ) এর জন্মসাল। তার সাথে আরো যেসব মনীষিরা একই সালে একই দিনে জন্মগ্রহন করেছিলেন বা যাদের জন্ম হওয়ার পর তাদের বয়স কত ছিল সব দেখিয়ে দিবে। এছাড়াও আপনারা বিখ্যাত মনিষীদের ছবি দেখতে পাবেন। কিন্তু মহানবীর ছবি আপনারা পাবেন না। এটাই স্বাভাবিক। তার ছবি সারা পৃথিবীর কোথাও নেই, অথচ তার আগে আসা প্রচুর মানুষ যারা ইতিহাসের পাতায় এখনো সোনার কালিতে নাম আছে তাদের ছবি আপনারা উইকিপেডিয়াতে গেলেই পেয়ে যাবেন। কিন্তু মহানবীর ছবি আপনারা কোথাও পাবেন না। এটাও আল্লাহর এক নিদর্শন। যাই হোক, বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম। না হলে অনেকে অনেক কিছু বলতে পারেন। এ পর্যন্ত collect করা সকল গবেষনার উপর ভিত্তি করেই ছবিগুলো দেওয়া হয়েছে। শিক্ষনীয় অনেক কিছুই আছে এই সাইটে। একবার হলেও ভিসিট করে দেখতে বলবো। আপনাকে শুধু সালটি লিখতে হবে আর এই ওয়েবসাইট আপনাকে সেই সালে নিয়ে যাবে। আর সেই সালে থাকে সেসব মানুষদের সম্পর্কে জানাবে যাদের অবদান পৃথিবীর ইতিহাসে অতুলনীয়। 2) Site name : Progress Site link : https://neal.fun/progress/ এই সাইটের মাধ্যমে আপনারা চলতে থাকা সময় ও কখন কি আসতে চলেছে মানে এই সময় হতে কতটুকু সময় পর ১ মিনিট হতে চলেছে, এক ঘন্টা হতে চলেছে, ১ দিন হতে চলেছে, এক মাস কতটুকু সময় পর আসবে, ১ বছর কত সময় পর আসবে, পরের ভ্যালেন্টাইন্স ডে কবে আসতে চলেছে, কতদিন পর saint patrick’s day আসতে চলেছে, easter আসতে চলেছে, বিশ্ব বাবা দিবস কিংবা বিশ্ব মা দিবস কতদিন বা সময় পর আসতে চলেছে, পরের halloween, thanksgiving, chrismas আসতে চলেছে, এমনকি আপনি কতটুকু স্ক্রল করছেন ওয়েবসাইটটির এই পেজটি সেটিও কখন শেষ হতে চলেছে, Next New Moon কত সময় পর আসতে চলেছে, পরের পূর্নিমা কবে আসতে চলেছে, পরের দশক কত সময় পর আসবে, পরের শত বছর কত বছরের মধ্যে আসবে, Halley’s Comet আবার কত বছর পরে আবার দেখা যাবে, আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি এন্ড্রোমিডা গ্যালাক্সির সাথে সংঘর্ষ হতে চলেছে, সূর্য কবে শেষ হয়ে যাবে এমন প্রচুর খবরাখবর এই সাইটে অতি সুক্ষভাবে Research করে calculation করে দেওয়া হয়েছে। 1) Site Name : The Size Of Space Site link : https://neal.fun/size-of-space/ এই সাইটের কাজ হচ্ছে Space এর আকৃতি কতটুকু বড় সে সম্বন্ধে ধারনা দেওয়া। আমার কাছে শিক্ষনীয় সাইট মনে হয়েছে এটিকে। কেননা এখান থেকে শিখার অনেক কিছুই আছে। উদাহারন দিয়েই দিয়ে বুঝাচ্ছি। একজন নভোচারী থেকে Hubble Telescope (মানুষের তারা তৈরি) অনেক বড় দেখায়। এর থেকে বড় Space Shuttle সেটিও মানুষের দ্বারা তৈরি। এর থেকে বড় Space Station. এর থেকে বড় Saturn B Rocket. এর থেকে বড় একটি Asteroid যার নাম Bennu. এর থেকে বড় মঙ্গলের একটি চাঁদ যার নাম Deimos. এর থেকে বড় আরো একটি Asteroid যার নাম 243 ida. এর চেয়েও বড় আরো একটি Asteroid যার নাম 4 Vesta. এর থেকে বড় একটি Dwarf Planet. এর থেকে বড় আরো একটি Dwarf Planet. এর থেকে বড় Pluto. এর থেকে বড় বৃহস্পতি গ্রহের চাঁদ ইউরোপা। এরপর এর থেকে বড় আমাদের পৃথিবীর চাঁদ আর এর থেকে বড় বৃহস্পতি গ্রহের চাঁদ lo। এর থেকে আরো বড় বুধগ্রহটি। এর থেকে বড় Titan নামক গ্রহটি। এরপর এর থেকেও বড় আরো একটি গ্রহ যাকে আমরা মঙ্গল নামে চিনি। এরপর এর চেয়ে আরো অনেক বড় একটি Dwarf planet আছে। এরপর এর থেকেও বড় আরো একটি গ্রহ যাকে আমরা শুক্র বলে জানি। এই শুক্র গ্রহ থেকে বড় আমাদের পৃথিবী। আমি তো মাত্র কয়েকটা গ্রহের কথা বললাম পৃথিবী পর্যন্ত আসতে আসতে। এছাড়াও আরো প্রচুর গ্রহ, ধুমকেতু,নক্ষত্র,গ্যালাক্সি আরো কত কিছু যে আমাদের এই ছোট্ট গ্রহ থেকে বিশাল দানব আকৃতির সে সম্বন্ধে আমাদের ধারনাও নেই। এই সাইটের মাধ্যমে আপনারা সে ধারনা পাবেন। মানুষ এ পর্যন্ত সমস্ত মহাবিশ্ব সম্পর্কে যা যা জানতে পেরেছে সে সম্পর্কে একটু ধারনা আপনারা পাবেন। শিক্ষনীয় কেন বলছি। এই বড় বড় গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ধূমকেতু ইত্যাদি গুলো দেখে বুঝতে পারবেন আমরা এ মহাবিশ্বে কতটা ছোট। সামান্য গ্রহও কত প্রকান্ড। একটা সময় আমাদের এই পৃথিবীটাকেই আমাদের কাছে কত বড় মনে হতো। আর এখন এত কিছু জানতে পেরে আমাদের এই গ্রহটাকে খুব ছোট মনে হয়। কিন্তু যখন ঘর থেকে বের হই তখনই রাস্তা দিয়ে তৈরি হওয়া কত উঁচু উঁচু বড় বড় বিল্ডিং, ইমারত, পাহাড়-পর্বত, আরো বড় আসমান এর চেয়েও বড় আরো কত কি আমরা দেখতে পাই। এসবের তুলনায় আমরা নিতান্তই পিপড়ার সমান। তবুও আমরা নিজেদেরকে কতটা বড় মনে করি। আমাদের অহংকারের শেষ নেই। আমার এটা আছে, ঐটা আছে আরো কত কি! নিজেদেরকে এতটাই বড় মনে করি যে আমাদের থেকেও যে আরো বড় কত কিছু আছে সেটা আমরা একেবারেই ভুলে যাই। অথচ আমরা আমাদের থেকে বড় বড় জিনিসগুলো প্রতিদিনই দেখতে পাই। তবুও কেন জানিনা সব কিছুই ভুলে যাই একেবারে। এছাড়াও প্রতিদিনই নেগেটিভিটি তো আছেই। তাকে খুচা মারা। এর সম্বন্ধে খারাপ কথা বলা, ও কে নিয়ে গীবত করা আরো কত কি। অন্যের পিছু লাগা যেন আমাদের স্বভাবে পরিনত হয়েছে। সামান্য জীবের প্রতি দয়াটাও আমরা করি না। আমাদের থেকে যারা একটু সামান্য পর্যায়ের মানুষজন আছে তাদেরকে আমরা সাহায্য করি না। দিনরাত শুধু টাকার পিছনে ছোটাছুটি। টাকার কথা না-ই বললাম। বিশাল এ জগতে আমাদের অস্তিত্ব খুবই নগন্য। তবুও ধনীরা নিজেদেরকে আরো ধনী করে তুলছে। ক্ষমতাবানরা আরো ক্ষমতা দখলে নিচ্ছে। আর যারা ছোট শ্রেনীতে আছে তারা আরো ছোটই হয়ে থাকছে। যাই হোক, এসব নিয়ে বলতে গেলে আমাকে আবার মানুষ আরো জ্ঞান দিতে চলে আসবে। অথচ এসবই একটা সময় শেষ হয়ে যাবে। এই বড় বড় গ্রহ এমনকি আমাদের নিজেদের গ্যালাক্সিটিও একটা সময় শেষ হয়ে যাবে বলে বিজ্ঞানীরা ধারনা করছেন। এসব বলার পিছনে কারন একটাই, শিক্ষা। যারা এ বিষয়টাকে উপলব্ধি করতে পারবেন তারা মহান সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কে একটু হলেও চিন্তাভাবনা করে দেখবেন আসা করি। কেননা দিনশেষে আপনাকে একবার না একবার সেই সৃষ্টিকর্তার দিকে ফিরে যেতেই হবে, হয়তোবা আজ না। কিন্তু কোনো একদিন। সে সৃষ্টিকর্তা যিনি আপনাকে, আমাকে আর এই বিশাল জগৎকে সৃষ্টি করেছেন। আর তাছাড়া এত কিছু সম্বন্ধে ধারনা পাওয়ার পর আশা করছি আপনারা একটু Open minded হতে পারবেন। অবশেষে বলবো, আপনারা চাইলে ওয়েবসাইটগুলোতে ভিসিট করতেও পারেন আবার না-ও করতে পারনে। আমার এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমার এ ধরনের ইন্টারেস্টিং টপিক গুলো নিয়ে লিখতে ভালো লাগে। যারা জানতে চায় বা নতুন কিছু শিখতে চায় তাদের জন্যেই আমি লিখি। অনেকেই বলতে পারেন, ভাই আপনি প্রত্যেকটা ওয়েবসাইটের স্ক্রিনশট দিতেন তাহলে বুঝতে সুবিধা হতো। আমি জেনে শুনেই স্ক্রিনশট দেইনি। কারন আমি জানি স্ক্রিনশট দিলে বেশিরভাগ মানুষই সাইটে ঢুকে দেখবে না। যার ফলে আমার পোস্ট লেখাটা সার্থক হবে না। এত কষ্ট করে পোস্ট লিখে যদি কেউ পোস্টের গুরুত্বই না বুঝে তাহলে কিভাবে হবে বলেন? তাই আপনারা নিজেরা প্রত্যেকটা সাইটে গিয়ে দেখে আসুন। এতে আপনারা নিজেরা নিজেরাই প্রত্যেকটি সাইট সম্পর্কে ধারনা পাবেন। আমি তো আপনাদেরকে একটু ধারনা দিলামই সাইটগুলো কি সম্পর্কে বানানো। এখন বাকিটা আপনারা নিজেরাই explore করুন। ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য The post ৫ টি মজার ও শিক্ষনীয় সাইট যা আপনার ইন্টারনেটের বোরিং সময়কে আরো মজাদার করে তুলবে! (Part-1) appeared first on Trickbd.com. |
আমার জীবনে দেখা সেরা কিছু শিক্ষক । যাদেরকে আমি কখনোই ভুলতে পারবো না । Posted: প্রত্যেকটা মানুষের জীবনেই কখনো না কখনো ভালো একজন শিক্ষক থাকে । আমার জীবনে আমার বাবা-মা, পরিবার আমার জীবনের শ্রেষ্ট শিক্ষক । এবং তার পর আমার স্কুল জীবনের শিক্ষক গুলোই ছিলো আমার সেরা শিক্ষক । একটা সময় ছিলো যখন স্কুলে যেতে ততোটা ভালো লাগতো না । কিভাবে স্কুল ফাকি দেওয়া যায় সেই চিন্তা গুলোই মাথাই বেশি ঘুরপাক খেতো । যখন একটু বড় হলাম স্কুলটাকে ভালো লাগা শুরু হলো শিক্ষক গুলোর বকা গুলো কে ভালোবসা মনে হওয়া শুরু হলো ঠিক এমন সময় করোণা নামক রোগাটি এসে সব ভালোবাসা থেকে বঞ্চিত করলো । সত্যি স্কুল লাইফের জীবনটাই সর্ণ যুগ ছিলো । এখন মনে হচ্ছে ওল্ড ইজ গোল্ড বাক্যটি হয়তো কোনো স্কুল জীবন মিস করা ছাত্রই প্রথম উচ্চারণ করেছিলো । সময়টা অল্প ছিলো না প্রিয় শিক্ষক গুলোর সাথেই অনেকটা বছরই কেটেছে কিন্ত তা আজ তা বড়ই অল্প মনে হচ্ছে । মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কোনো ভালো সপ্ন দেখছিলাম হঠাত সেই সপ্নটি ভেঙ্গে গেলো । আমার জীবনে আজ সত্যিই স্কুল লাইফটাকে খুবই মিস করছি । বিশেষ করে সেই সকল শিক্ষক গুলোকে কখনোই ভুলতে পারবো না যারা সব সময় আমাদের ভালোর জন্য নানান রকম রূপ ধারণ করেছে । কখনো বা আমাদের বন্ধু, কখনো বা ভয়ানক, কখনো বা ভালোবাসে আমাদেরকে উপদেশ দিয়েছে , চিনিয়েছে জীবনে সফল হওয়ার সঠিক পথটি । প্রত্যেকটা শিক্ষককেই অনেক মনে পড়ে কিন্ত প্রত্যেকটা মানুষের কাছে কিছু প্রিয় শিক্ষক থাকে , আমার জীবনেও ছিল । এবং …
১। সম্মানীয় নাজমুল কবির স্যারঃ ( Nazmul Kobir )
২। সম্মানীয় কাজল মাহমুদ স্যারঃ ( Kajal Mahmud )
৩। সম্মানীয় সাদিকুল ইসলাম স্যারঃ ( Md Sadikul Islam ) প্রথমেই বলে নেই স্যার খুবই যুবক ফ্রেন্ডলী একজন শিক্ষক । শুধু শিক্ষকতাই নয় , স্যার পাশা-পাশি আরো অনেক রকম পেশাই সঙ্গে যুক্ত আছে । বলা যায় সাদিক স্যার হচ্ছে একের ভেতর সব । ভার্সুয়াল জগতে স্যারের সাথে পরিচয় তারপর স্যারের সাথে দেখা করার সুযোগ ও আমার হয়েছে । আমাদের স্যার একজন কলেজের শিক্ষক পাশা-পাশি একজন বড় ইউটিউবার । শুধু তাই নয় স্যারের অনলাইনে অনেকগুলো ওয়েবসাইট ও আছে । যেখানে স্যার নানান ধরণের কন্টেন্ট আপলোড করে থাকে । স্যার কে সেলিব্রেটিও বলা যায় কারণ স্যার তার ফেসবুক পেজেও যদি কখনো লাইভে আসে তাহলে তার লাইভ ভিউ সংখা ৫০ হাজার অতিক্রম করে ফেলে । স্যারের সাথে আমার খুব অল্পই কথা হয়েছে কিন্ত যেটুকুই কথা হোক না কেনো স্যারের প্রত্যকেটা কথাই ছিলো একেকটা জ্ঞান । কিছুদিন আগেও স্যার আমাকে একটা কথা বললো যে,
সত্যি সাদিক স্যারের প্রত্যেকটা কথা একেকটা জ্ঞান, অনুপ্রেরণা । তো এই ছিলো আমার প্রিয় কিছু শিক্ষকের লিস্ট, আরো অনেক শিক্ষকই আছে যদি লিখতে শুরু করি তাহলে আমার কম্পিঊটারের কিবোর্ড হয়তো ভেঙ্গে যাবে কিন্ত স্যারদের সংখ্যা শেষ হবে না । প্রত্যেকটা মানুষের থেকেই শিক্ষা অর্জন করা যায় এটাও আমার কোনো একজন শিক্ষকই বলেছে । আমার মনে হয় সবারই কম বেশি লাইফে কিছু প্রিয় শিক্ষক থাকে । কমেন্টে আপনারাও আপনার প্রিয় শিক্ষকের বিষয় শেয়ার করতে পারেন । আর হ্যা এই পুরো লেখাটা অভ্র দিয়ে লেখা তাই কোনো বানান ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । The post আমার জীবনে দেখা সেরা কিছু শিক্ষক । যাদেরকে আমি কখনোই ভুলতে পারবো না । appeared first on Trickbd.com. |
নতুনদের জন্য অনলাইন ইনকাম কি সম্ভব? Posted: 17 Feb 2022 07:21 AM PST প্রশ্ন দেখে কি মনে হচ্ছে? সত্যিকারঅর্থে নতুনদের জন্য অনলাইন ইনকাম কি সম্ভব! হ্যাঁ সম্ভব শুধু দরকার আপনার কাজ করার মানসিকতা ও মনোবল স্থির করা। নিজের প্রতি আস্থা বাড়ানো সাথে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ শিখুন। দৃঢ়ভাবে বিশ্বাস করি বিধাতা যদি সহায় থাকেন তাহলে একজন মানুষ চাইলে সে তার পরিশ্রম দিয়ে ভাগ্য কে পরিবর্তন করতে পারে। বর্তমান এই যুগে আপনার কর্মদক্ষতাকে অনলাইনে কাজে লাগান। আপনি যদি প্রোগামিং, ডিজিটাল মার্কেটিং, এসইও ইত্যাদি কাজের যে কোন একটি যদি পারেন তাহলেই যথেষ্ট। এবং কি আপনার যদি লেখালেখি ভাল লাগে তা লেখেও ইনকাম করতে পারেন। আপনি কি অনলাইনে ইনকাম করতে চান? অনলাইন হচ্ছে একটি মুক্ত প্লাটফর্ম যেখানে যে কেউ তার কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবে। নিচে কিছু ইনকামের সাইট নিয়ে আলোচনা করা হলো যেখান থেকে আপনি ১০০% গ্যারান্টি ইনকাম করতে পারবেন। FlexJobsফ্রিল্যান্সারদের জন্য এটি একটি খুবই জনপ্রিয় মার্কেটপ্লেস যেখানে নতুনরাও কাজর সুযোগ পায়। আপনি নতুন কাজ শিখেছেন কোন সমস্যা নাই। এখানে একটা একাউন্ট করে সাথে আপনার কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে গিগ তৈরি করুন। আপনি যদি প্রথম কাজটা ঠিক টাইমে সাবমিট করতে পারেন তাহলে পরবর্তীতে আর কাজের অভাব পড়বে না। কাজের অগ্রগতি ভাল থাকলে FlexJobs কর্তৃপক্ষ আপনার গিগে ভাল মানের ক্লায়েন্ট পাঠাবে। এবং কি যে বায়ার বা ক্লায়েন্ট আপনার কাজে সন্তুষ্ট হবে পরবর্তীতে আপনাকেই খুজবে। FIverrবর্তমানে ফাইভার খুবই একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস । এই মার্কেটপ্লেসের সবচেয়ে বড় সুবিধা হলো; এখানে নতুন ফ্রিল্যান্সারও প্রথম অবস্থায় একাউন্ট করে কাজ পেতে পারে। নতুন নতুন ফ্রিল্যান্সারও এখানে গ্রহনযোগ্যতা পায়। অনলাইন ইনকাম করতে পারে যদি সে কাজটি ভালভাবে করে সঠিক সময়ে ক্লায়েন্টকে সাবমিট করতে পারে। Upworkআপওয়ার্ক একটি বহুল পরিচিত আমেরিকান বেস ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যার পূর্বের নাম ছিল ওডেক্স ২০০৩ সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এই স্বনামধন্য প্রতিষ্ঠানটির কাজ হলো কোন কাজ দাতা ও গ্রহিতার মাঝে সমন্বয় করে দেওয়া। এক কথায় আপনার যদি কোন কাজ থাকে তা অনলাইনের মধ্যমে করিয়ে নেওয়া। আপনি যদি কোন কাজে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি সেই ধরনের কাজ আপওয়ার্কের মাধ্যমে পেতে পারেন। যদি আপনি বাংলা বা ইংরেজি আর্টিকেল ব্লগ লিখেতে পারেন তাহলে একজন রাইটার হিসেবে একাউন্ট করে কাজ পেতে পারেন। কিন্তু এই মার্কেটপ্লেসে নিজেকে সফল করেতে চাইলে আগে যে কাজটা পারেন সে সম্পর্কে প্রচুর ধারন অর্জন করুন। তারপর কাজ শুরু করুন। 99designsএই সাইটি তাদের জন্য বেশি প্রযোজ্য যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন। আপনি কি গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন? যদি জানেন তাহলে আর দেরি কেন। 99designs এ শুরু হোক আপনার বাড়তি অনলাইন ইনকাম করার মাধ্যম। এই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনি অনেক ধরনের দেশী বিদেশী ক্লায়েন্ট পাবেন। আপনার যদি কাজের দক্ষতা থাকে তাহলে অনেক কাজ পাবেন। তয় বিদেশী ক্লায়েন্টের সাতে যোগাযোগ করার ক্ষেত্রে কমিউনিকেশন ইংলিশ জানতে হবে। Freelancer.comফ্রিল্যান্সার.কম একটি অস্ট্রেলিয়ান অনলাইন প্রতিষ্ঠান যেখানে হাজার হাজার ফ্রিল্যান্সার বিভিন্ন পেসায় কাজ করতেছে। এটি একটি মুক্ত মাকের্টপ্লেস আপনি চাইলে আপনার দক্ষতা অনুসারে নিজেকে সফল করতে পারেন। আপনি যদি নতুন হয়ে থাকেন কোন সমস্যা নাই। একটা বায়ারের কাজ ঠিকমত ঠিকটাইমে সাবমিট করতে পারলেই দ্বিতীয়বার বায়ার আপনাকে খোজবে । তাই বলছি আপনার স্কিল ডেভেলপ করুন কাজের অভাব পড়বে না। শেষ কথাকিছু কথা না বল্লেই নয়। আপনি যখন অনলাইন ইনকাম করার কথা চিন্তা করবেন তার আগে কিছু জিনিস আপনার ব্যত্তিগতভাবে ডেভেলপ করতে হবে। কেননা, আজকাল যোগ্যতা ছাড়া কোথাও দাম নাই তা আমরা সকলেই জানি। তাই বলছি নির্দিষ্ট কোন কাজের উপর ফোকাস করে নিজেকে ডেভেলপ করুন তারপর বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ শুরু করুন। নতুনদের জন্য অনলাইন ইনকাম কি সম্ভব না সম্ভব তা হয়ত কিছুটা বুঝতে পারছেন। আপনার স্কিল ভাল থাকলে শুধু নির্দিষ্ট ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নয়, Dribbble এন্ড Behance থেকেও আপনি কাজ পাবেন। যত পড়বেন তত শিখবেন; পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। অনলাইন ইনকামের আরো নতুন নতুন টিপ্স সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ, মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য। The post নতুনদের জন্য অনলাইন ইনকাম কি সম্ভব? appeared first on Trickbd.com. |
মাদানি সুরার সংখ্যা ও এর বৈশিষ্ট্য Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে মাদনি সূরার সংখ্যা ও মাদানি সূরার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন । আল কুরআন মোট ৩০টি অংশে বিভক্ত । এক একটি অংশকে পারা বলা হয় । এর আয়াত সংখ্যা ৬২৩৬টি অথবা ৬৬৬৬টি । এর সুরার সংখ্যা ১১৪টি । অবতরণের সময় বিবেচনায় সূরাগুলো ২টি অংশে বিভক্ত । যথা :- মাক্কি ও মাদানি । মাদানি সুরার সংখ্যা :-মাক্কি সুরার সংখ্যা ৮৬টি । আর মাদানি সুরার সংখ্যা ২৮টি । সাধারণভাবে বলা যায়,পবিত্র মদিনাতে যে সুরাগুলো নাযিল হয়েছে সেগুলো মাদানি সুরা । তবে প্রসিদ্ধ মত অনুযায়ী,মহানবি (স) এর মক্কা থেকে মদিনায় হিজরতের পর নাজিল হওয়া সকল সুরাকে মাদানি সুরা হিসেবে আখ্যায়িত করা হয় । ইয়াহিয়া ইবনে সালাম বলেন,”মহানবি (স) এর মদিনায় হিজরতের মদিনার বাইরে সফরে থাকা অবস্থায় যে সুরা সমুহ নাযিল হয়েছে সেগুলো মাদানি সূরা।” অতএব বলা যায় যে,মহানবি (স) এর হিজরতের পর নাজিল হওয়া সকল সুরাই মাদানি সুরা । মাদানি সুরার বৈশিষ্ট্য :-১। মাদানি সুরাসমূহে আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিষ্টানদের প্রতি ইসলামের আহবান জানানো হয়েছে । ২। এ সুরাসমূহে নিফাকের পরিচয় ও মুনাফিকদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে । ৩। এতে আহলে কিতাবের পথভ্রষ্টতা ও তাদের কিতাব বিকৃতির কথা বণনা করা হয়েছে । ৪। ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তজাতিক, শিক্ষা ও সংস্কৃতির নীতিমালা বণিত করা হয়েছে । ৫। পারস্পারিক লেনদেন,উত্তরাধিকার আইন, ব্যাবসা-বাণিজ্য,যাবতীয় অথনৈতিক কমকান্ডের বিধি বিধান বণনা করা হয়েছে । ৬। বিচার ব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে । ৭। ইবাদতের রীতিনীতি, সালাত,যাকাত,হজ, সাওম ইত্যাদি বিষয় বিবৃত হয়েছে । ৮। শরিয়তের বিধি বিধান,ফরজ, ওয়াজিব, হালাল-হারাম ইত্যাদির সুস্পষ্ট বণনা করা রয়েছে । ৯। এ সুরার আয়াত সংখ্যা ও আয়াত বড় । তো আজ এতটুকুই ছিল । সবাইকে ধন্যবাদ । The post মাদানি সুরার সংখ্যা ও এর বৈশিষ্ট্য appeared first on Trickbd.com. |
BuzzSpot Premium Blogger Template Posted: BuzzSpot Premium Blogger Template for your Professional Blogger Site.Buzzspot Premium Blogger Template টি simple, neat, minimalist এবং নিঃসন্দেহে একটি extraodinary blogger template । Buzzspot Blogger টেমপ্লেটটি রেসপন্সিভ, মোবাইল ফ্রেন্ডলী, এবং seo ফ্রেন্ডলী একটি টেমপ্লেট। BuzzSpot ব্লগার টেমপ্লেট টি একটি প্রফেশনাল ব্লগার টেমপ্লেট,যেটি আপনি আপনার ব্লগার সাইটে ব্যবহার করতে পারেন।সাথে পাবেন ফাস্ট লোডিং স্পীড।যেটি আপনার সাইটের স্পীড অনেক গুনে বাড়িয়ে দিবে। BuzzSpot টেমপ্লেটটি আপনি technology, tutorial, android news, sports, news magazine, educational and personal blogs ইত্যাদি যেকোনো ধরনের ব্লগার জন্য ইউজ করতে পারেন।টেমপ্লেটটির layout ও অনেক সুন্দর এবং সিম্পল।যেটি আপনি সহজেই আপনার ব্লগার সাইটের জন্য কাস্টোমাইজ করতে পারবেন। BuzzSpot Premium Blogger Template টির কিছু বৈশিষ্ট নিম্নরূপ – Features Of Buzzspot Premium Blogger Template
Adsense Friendlyআপনি আপনার ব্লগটি সার্চ ইঞ্জিনে রেঙ্ক করানো প্রয়োজন? সুতরাং আপনার ব্লগে এই বৈশিষ্ট্যগুলি পেতে আপনাকে কেবল BuzzSpot ব্লগার টেমপ্লেটটি ব্যবহার করতে হবে।SEO Optimization এর জন্য টেমপ্লেট কোডগুলিতে কোনও অতিরিক্ত কোড অ্যাড করতে হবে না। আপনাকে কেবল গুগল এসইও ফ্রেন্ডলী পোস্টগুলি লিখতে হবে এবং তাদের প্রকাশ করার পর Buzzspot আপনার জন্য বাকি SEO এর কাজ গুলো করবে। SEO FriendlyBuzzSpot Template টি একটি অ্যাডসেন্স ফ্রেন্ডলী ব্লগার টেমপ্লেট, যেটিতে রয়েছে ডিফল্ট অনেক অ্যাড-স্লট।যা আপনার ইনকাম অনেক বাড়িয়ে দিতে সক্ষম।হেডার লোগো এর উপরে অনেক কম সংখ্যক ব্লগার টেমপ্লেট এর অ্যাড স্লট রয়েছে।আপনি সেই ফিচার টি পেয়ে যাবেন BuzzSpot Premium Blogger টেম্পলেটটিতে। আরো রয়েছে Feed অ্যাড স্লট।যেটি আপনার পোস্ট গুলোর লিস্ট এর মাঝে থাকবে।পোস্ট অ্যাড স্লট তো থাকছেই।আরো রয়েছে ফুটার অ্যাড। Best Color CustomizedBuzzSpot Premium Blogger Template টির color আপনার অবশ্যই পছন্দ হবে।এর color customization জাস্ট ওয়াও। Table of ContentsTable of Contents (TOC) শুধুমাত্র BuzzSpot Premium Template এ রয়েছে। BuzzSpot Premium Template টির অটোমেটিক Table of Contents দেখতে অনেক সুন্দর এবং আপনার ব্লগের জন্য অনেক কার্যকরী। ডেমো দেখতে এখানে ক্লিক করুন। নিত্যনতুন টিপস পেতে PieTune.xyz ভিজিট করুন আমাদের সঙ্গে যুক্ত থাকতে জয়েন করুন টেলিগ্রাম গ্রুপ এবং নিত্যনতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল। The post BuzzSpot Premium Blogger Template appeared first on Trickbd.com. |
Posted: অ্যাপ দিয়ে ফ্রি ইন্টারনেটবর্তমান সময়ে আমরা অনেকেই ফ্রি ইন্টারনেট চালানোর জন্য অনেক উৎসাহিত। যদিও অনেক মাধ্যম কাজে লাগিয়ে ফ্রি ইন্টারনেট চালানো যায়। আজকে আমরা একটি এপ্লিকেশন নিয়ে আলোচনা করব যেখানে আপনারা, এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ফ্রি ইন্টারনেট খুব সহজে চালাতে পারবেন। তবে এটি কোন আনলিমিটেড কাজ নয় যেটা সর্তকতা আগে করতে চাই। কারণ এপ্লিকেশন দিয়ে আপনি কমপক্ষে ফ্রী ইন্টারনেট চালাতে সক্ষম হবেন কিন্তু সেটা সীমিত সময়ের জন্য। তবে আর্টিকেলটি তাদের জন্য উপকার বেশি হবে যারা শুধুমাত্র আগ্রহী ফ্রি ইন্টারনেট চালানোর জন্য। তো বন্ধুরা শুরুতেই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার বিশেষ অনুরোধ রইল। কারণ আর্টিকেলটি মনোযোগ সহকারে না পড়লে আপনি হয়তো কোন কিছু মিস করবেন এবং অ্যাপ্লিকেশনটিতে সঠিকভাবে ফ্রী ইন্টারনেট কানেকশন চালু করতে পারবেন না। ফ্রি ইন্টারনেট যে কেউ চাইলে চালাতে পারবে?অবশ্যই যে কেউ চাইলেই ফ্রী ইন্টারনেট চালাতে পারবেন। তবে যেকোনো ফোন হলেই হবেনা আপনার ফোনটি অবশ্যই অ্যান্ড্রয়েড হতে হবে। কারণ এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনাকে একটি এপ্লিকেশন ইন্সটল করতে হবে। যত ভালো ফোন হবে ততই আপনি ফ্রি ইন্টারনেট উপভোগ করতে সক্ষম হবেন। অ্যাপ্লিকেশনটি আপনারা সরাসরি প্লে স্টোরে পেয়ে যাবেন। মাত্র কয়েক মেগাবাইট খরচ করে এই এপ্লিকেশনটি ইন্সটল করবেন এবং প্রতিদিন বেশ ভালো পরিমাণে কম হলেও অনলাইনে ফ্রি ইন্টারনেট চালিয়ে উপভোগ করতে পারবেন।বন্ধুরা এখন চলুন আমরা অ্যাপ্লিকেশনটির নাম কি এবং কিভাবে কানেকশন চালু করতে হয় ফ্রিতে ইন্টারনেট চালানোর জন্য বিস্তারিত জানার চেষ্টা করি। অ্যাপ দিয়ে ফ্রি ইন্টারনেট চালানোর জন্য যে অ্যাপ ইন্সটল করতে হয়?যদিও আপনি যদি একটু বলে কিংবা ইউটিউবে এ বিষয়টি নিয়ে অনুসন্ধান করেন তাহলে হাজার রকম উপায় পাওয়া যায়। তবে আমার জানামতে প্লে স্টোরে পাওয়া যায় এরকম একটি অ্যাপ্লিকেশন দিয়ে ফ্রি ইন্টারনেট চালানো সম্ভব। যদিও আরো অন্যান্য অ্যাপ দিয়ে ফ্রি ইন্টারনেট চালানো যায় তবে আমার জানামতে, যে এপ্লিকেশন দিয়ে ফ্রি ইন্টারনেট চালানো যায় এই অ্যাপটির নাম হল ড্রয়েড ভিপিএন (Droid VPN) নিশ্চয় হয়তো এই অ্যাপ্লিকেশনটি নাম আপনারা এর আগে অনেকেই জানতেন তাই না! হ্যাঁ আমরা অনেক সময় এই অ্যাপ্লিকেশন বিভিন্ন প্রয়োজনে নিজের ফোনে ইন্সটল করার প্রয়োজন মনে করি! এমনকি এই এপ্লিকেশন দিয়ে আপনি একটু বুদ্ধি খাটিয়ে ফ্রি ইন্টারনেট সেটিও ব্যবহার করতে পারবেন। তবে ফ্রি ইন্টারনেট চালানোর জন্য এই অ্যাপ্লিকেশনটি প্রথমত প্লে স্টোর থেকে ইন্সটল করে নিতে হবে। আশাকরি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি অনুসন্ধান করে ইনস্টল করে নিতে পারবেন সবাই। এই অ্যাপ দিয়ে ফ্রি ইন্টারনেট চালানোর উপায়?অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ইন্সটল করলে আপনি কিন্তু ফ্রী ইন্টারনেট চালাতে কখনো পারবেন না। ফ্রি ইন্টারনেট কানেকশন একটিভ করার জন্য আপনার অবশ্যই কিছু নিয়ম-নীতি মানতে হবে। শুরুতেই এই অ্যাপ্লিকেশনে আপনাকে প্রথমত রেজিস্ট্রেশন করে নিতে হবে বা একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই অ্যাপ্লিকেশনে ফ্রি ইন্টারনেট কানেকশন চালু করার জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করবেন সঠিকভাবে। তাই প্রথমত এই অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট (Acount) খুলতে হলে আপনাকে Menu তে গিয়ে Account Select করবেন। Account থাকলে Log in দিবেন, না থাকলে SIGNUP FOR FREE তে Select করবেন। যে কোন একটি Browser Select করবেন। একটি Account Page আসবে। সেখানে আপনি একটি Yourusername দিবেন যেটি আগে কেউ দেয়নি। মনে রাখবেন, ইউজারনেম এ কখনও স্পেস থাকে না। তারপর আপনার ইচ্ছেমত একটি Password দিয়ে দিবেন। তারপর আপনি আপনার Email Address দিবেন। যে ইমেইল একাউন্ট আপনার একটিভ রয়েছে ওই ইমেইল একাউন্ট এখানে দিবেন। এককথায় যে যে তথ্যগুলো অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রয়োজন হবে সেগুলো সঠিক নিয়মে নির্ভুলভাবে দিবেন। আর আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে একাউন্টে নিশ্চিত করতে হবে। নিশ্চিত করার জন্য আপনার ইমেইল এড্রেস একটি এসএমএস যাবে যেটাতে আপনার একাউন্টটি একটিভ হবে। আশা করি এই কাজগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। আর এখন তৈরি করার একেবারে শেষের দিকে ক্যাপচা পূরণ করতে হবে অবশ্যই। ক্যাপচা পূরণ করার জন্য যা চাইবে সেগুলো টিকমার্ক দিয়ে আইএম নোট এ রোবট টিক মার্ক উঠিয়ে একাউন্ট তৈরি করবেন। ফ্রী ইন্টার্নেট কানেকশন অ্যাপ্লিকেশন কিভাবে সেটআপ করবেন?সঠিক নিয়মে আপনি এই ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করার পর, আপনাকে আবার অ্যাপ্লিকেশনে ফিরে আসতে হবে, আপনি DroidVPN app ওপেন করবেন এবং একাউন্টের এখানে গিয়ে আপনার yoursername and password সঠিকভাবে দিবেন এটি হলো আপনার প্রথমত কাজ। দ্বিতীয় কাজটি করতে আপনাকে Menu তে গিয়ে Setting এ যেতে হবে। Setting এ গিয়ে আপনই দেখতে পাবেন যে অনেক গুলো অপশন, তো এই অপশনে উল্টোপাল্টা কাজ করা থেকে বিরত থাকবেন কারণ আপনি এখন ফ্রি ইন্টারনেট কানেকশন সেটআপ করছেন। তাই এগুলো অবশ্যই সঠিক ভাবে নিয়ম মেনে করবেন তার জন্য নিজের ছবি গুলো লক্ষ্য করুন। Photo Dekho 1 Photo Dekho 2 Photo Dekho 3 Photo Dekho 4 Photo Dekho 5 Load Configuration file আর হ্যাঁ এটা অবশ্যই আপনার মনে রাখা জরুরী যে, Load Configuration file এ আপনাকে কোন কাজ করতে হবে না। আর এটা জরুরি না তাই না করলে কোন সমস্যা হবে না। সর্বশেষে আপনাকে আরো একটি কাজ করতে হবে। আপনি কি শুনি দুইটি অপশন পাবেন সেটি হচ্ছে যে, UDP Settings ICMP Setting UDP Setting এ গিয়ে আপনাকে যে কাজটি করতে হবে তা হল, Remote UDP Port এ 8080 লিখবেন। Local UDP Port এ গিয়ে 0 লিখবেন। Choose UDP Mode এ গিয়ে Mode 1 দিয়ে Ok করতে হবে। TCount গিয়ে আপনাকে 500 লিখতে হবে ওকে করতে হবে। RCount এ গিয়ে আপনাকে 34 লিখে ওকে করতে হবে। আশা করি উপরোক্ত ফটোগুলো সহ আর্টিকেল এ বিষয়টিকে বুঝতে সক্ষম হয়েছেন। তার জন্য আর একটি স্ক্রিনশট নিচে দেওয়া হল। Photo Dekho 6 PDP Setting এর কাজ শেষ। ICMP Settings এ গিয়ে Choose ICMP Mode এ ভিতরে গিয়ে Static Seq Number সিলেক্ট করতে হবে। আশা করি আপনারা এগুলো নিজেরাই করে নিতে সক্ষম হবেন এবার নিচের দিকে লক্ষ করে ছবিটি ভালভাবে দেখুন। আরে ভাই ফ্রি ইন্টারনেট চালানো এতই সোজা নাকি। আর একটু ধৈর্য ধরুন কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে একেবারে। Photo Dekho 7 DroidVPN first page এ চলে আসবেন। UDP Select করে Free Server 1, Free Server 3, or Free Server 5 ব্যবহার করুন। কারণ এগুলোতে সবচেয়ে ভালো স্পিড পাওয়া যায়। তাছাড়া আপনি প্রতিটা একটি একটি করে টেস্ট করতে পারেন যেটা আপনার পছন্দ সেটা আপনি করবেন কোন সমস্যা নেই। যাইহোক এতক্ষণ কিন্তু আপনি যদি ধৈর্য সহকারে বিষয়টি ভালোভাবে পড়ে থাকেন তাহলে, আপনি কিন্তু ফ্রি ইন্টারনেট চালানোর প্রক্রিয়া বিস্তারিত শিখে ফেলেছেন। এখন আপনাদের উদ্দেশ্যে এই অ্যাপ্লিকেশনটি বিষয়ে আরেকটু কথা না বললেই নয়। কারণ এই অ্যাপ্লিকেশনটি আপনি আনলিমিটেড ফ্রী ইন্টারনেট চালাতে পারবেন না যেটা আমি আগেই বলেছিলাম। ফ্রি ইন্টারনেট চালানোর জন্য একটু সতর্ক হোন?যেহেতু এতক্ষণ ধৈর্য ধরে আপনি পুরো বিষয়টি লক্ষ্য করলে ফ্রি ইন্টারনেট চালানোর প্রক্রিয়া আশাকরি বিস্তারিত বুঝতে সক্ষম হয়েছেন! এখন আপনার একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে এই App আপনি প্রতিদিন সর্বোচ্চ ১০০ এম বি পর্যন্ত ইউজ করতে পারেন। তবে আমরা আপনাকে এমন একটি টেকনিক শিখিয়ে দেব যাতে আপনি ১০০ এমবিরও বেশি ব্যবহার করতে পারেন। টেকনিকটা একবার আপনি যদি শিখে যান তাহলে আমি এই ভিপিএন দিয়ে ফ্রি ইন্টারনেট চালাতে পারবেন আনলিমিটেড। আপনি শুধুমাত্র একটি একাউন্ট না খুলে একাধিক একাউন্ট খুলুন। এই আর্টিকেলটি সর্বপ্রথম এই ওয়েবসাইটে পাবলিশ করা হয় ShopTips24.Com কারন প্রতিটা অ্যাকাউন্টের জন্য দৈনিক 100 এমবি পর্যন্ত ব্যবহার করা যায়। ঠিক এ কারণেই আপনাকে এই টেকনিক করতে হবে তার জন্য আপনি, এক্ষেত্রে আপনি একটি একাউন্ট এর দেওয়া ১০০ এমবি ব্যবহার করে লগ আউট করে আবার আরেকটি একাউন্ট এ লগিন করবেন ব্যাস এটাই হলো আপনার টেকনিক। প্রিয় বন্ধু আশা করি আপনারা পুরো আর্টিকেলটি পড়ে একটু হলেও উপকৃত হয়েছেন। সুতরাং সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন, ফ্রি ইন্টারনেট চালানোর প্রক্রিয়া আর্টিকেলটি আশা করি আপনারা সবাই ভাল ভাবে উপভোগ করেছেন। ভাল লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে উৎসাহ দিন সবাইকে ধন্যবাদ আর্টিকেলটি পড়ার জন্য। The post অ্যাপ দিয়ে ফ্রি ইন্টারনেট appeared first on Trickbd.com. |
আজকাল এর ব্লগিং যেন “গাছে কাঁঠাল গোফে তেল”।ব্যর্থতা এবং সফলতা (New Blogger Must See) Posted: আসসালামু আলাইকুম ও আদাবকেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি।আজ আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো।টাইটেলটা দেখে হয়তোবা বুঝেই গেছেন কি নিয়ে কথা বলবো।আজ আমি নতুন যারা ব্লগিং শুরু করবেন কিংবা শুরু করেছেন।তাদের উদ্দেশ্যে আমার পূর্ব অভিজ্ঞা থেকে কিছু বলবো।আশা করছি বিষয়গুলো পসিটিভ ভাবে নিবেন।আর হা ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকাল ফোন নিয়েছে দুইদিনও হয়নি কিংবা ফোন নেয়ই নাই এমন ব্লগার এর অভাব নেই।আজ কাল যে কেউ ফেসবুক কিংবা সামাজিক মাধ্যমগুলোতে নিজের নাম এভাবে দেয় ব্লগার অমুক,ডেভোলপার অমুক,ডিজাইনার অমুক ইত্যাদি ইত্যাদি……..।আরে ভাই তুই ব্লগার ভালা কথা ওটা আবার তোর নামের সামনে লাগাইতে হবে কেন?কারো এই রকম দেখে আরো একজন এই রকম লাগাইতেছে।এভাবেই বাংলায় ব্লোগার তৈরি হচ্ছে।তারপর এরা গুগল/ইউটিউবে ব্লোগিং এর বিষয়ে সার্চ দেয়।তারপর সার্চ রেজাল্ট থেকে কিছু ইউটিউবার/ব্লোগ রাইটার দের তেল মারা কিছু কথা শুনে তাদের মাথার পোকা নড়ে যায়।ভাবতে শুরু করে হাজার হাজার টাকা ইনকাম করবে।আচ্ছা ভাই একটু ভাইবা দেখ এই কাজ যদি এতোই সহজ হইতে তাইলে বাংলার এতো ফ্রিল্যান্সার কাজের অভাবে আজ ….।যেকোনো একটা বিষয়ে প্রোপার জ্ঞান না থাকলে এই কম্পিটিশনের যুগে কিছুই সম্ভব না।শুধু সময় নষ্ট।এখন কেউ বলতে পারেন অমুক , তমুক এত টাকা কামাচ্ছে।হাজার হাজার টাকা ইনকাম করছে।আচ্ছা তুমি তার কাছ থেকে ভালো করে শুনে দেখিও সে কতটুকু জানে।তাকে কত কষ্ট করতে হয়েছে এর জন্য।যদি এত সহজ হতো তাইলে আজ হাজার ট্রিকবিডি তৈরি হতো।যেকোনো একটা বিষয়ে সফলতা চাইলে একটা অধ্যাবস্যায় করা লাগে।শুধু গাছের কাঠাল দেখে গোফে তেল দিলেই হবে না।নামের সামনে এটা সেটা লাগিয়ে কিছু তেল মারা কথা শুনে হয়ে গেলেন ব্লগার বিষয়টা বুঝেন?আজ এসইও বুঝেন না আর নিজেকে ব্লগার দাবি করেন। যেভাবে সাইট খোলেএকটা ইউটিউব ভিডিও কিংবা টিউটোরিয়াল দেখে কিংবা শিখে এরা সাইট খোলে।হয়তো ব্লগারে খোলে এবং ৭শ-৮শ টাকার একটা ডোমেইন কেনে যা পরে পুরাটাই লস।না হলে বেশি সুবিধা আছে(ইউটিউব থেকে যানছে) এটা যেনে যে ওয়ার্ডপ্রেস ইন্সটল দিয়ে একটা সাইট খোলে।আর হা ইউটিউবে তেল কিংবা কোথাও থেকে এত টাকাই এত জিবি সাথে ডোমেইন ফ্রি এটা যেনে একটা থার্ডক্লাস সাইট থেকে হোষ্টিং নেয়।তার পরে কিছু দিন পর দেখে ভিজিটর নেই(SEO করা নেই)।সাইট মাঝে মাঝেই ডাউন হয়ে যায় (hosting Problem)।আরে ভাই একটা সাইট মেইনটেইন করতে হলে কত্ত কিছু জানতে হয়।একজন ব্লগার হতে হলে অনেকটা যানতে হয়।ইউটিউবার রা তেল মারবেই ওটাই তাদের কাজ।তাই বলে আপনি না ভালো করে যেনে টাকা , সময় নষ্ট করবেন।এটাতো পাগলামি।দিনশেষে আপনি ব্যার্থ। এরপর সাইট বাচানোর চেষ্টাযখন দেখতেছে যে সাইট সফলতা পাচ্ছে না।তখন বিভিন্ন সোসাল মাধ্যমে উরাধুরা সেয়ার।কন্টেন্ট যখন দেখা যাচ্ছে আর লিখতে পারছে না।তখন বিভিন্ন ফেসবুক গ্রুপে বলতেছে।কন্টেন্ট রাইটার লাগবে প্রতি পোষ্ট ১০টাকা,পুরষ্কার আছে ব্লা ব্লা….।আরে ভাই আপনার যেখানে ভিত্তি ঠিক নেই।ব্লোগ লিখতে পারেন না।এসইও পারেন না।সেখানে ব্লোগ রাইটার নিয়ে কি করবেন?আগে বিষয়টা যানুন বুঝুন তারপর কাজ করুন।তারপর দেখা যাবে উরাধুরা কপি পোষ্ট।তারপর এডসেন্স এপ্লাই ফলাফল রিজেক্ট।তারপর আর কি হোষ্টিং/ডোমেইন এর মেয়াদ শেষ সাইটের বিদায়। আচ্ছা তাহলে কি ব্লগিং করা যাবে না?যাবে না কেন অবশ্যই যাবে।আগে বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করুন বুঝুন।কি কি যানতে হবে তা যানুন।তারপর কাজ শুরু করুন।আসলে বিষয়টা যে খুব কঠিন তাও না এবং খুব সহজ তাও না।কপি পোষ্ট,মানহীন কনটেন্ট,এসইও etc ছাড়া যদি সারা জীবন চেষ্টা করলেও সফল হবেন না।এ পর্যন্ত যারাই ব্লগিং করে ইনকাম করছে তাদের থেকে শুনে দেখবেন অভিজ্ঞা অর্জন করবেন।আচ্ছা, ভাবুন তো অনেক সাইট এলো আবার চলেও গেলো কিন্তু ট্রিকবিডি এখনও আছে কেন?কারন তারা সব কিছু মেইনটেইন করছে।আপনার মান ভালো হলে ভিজিটর খুজতে হবে না ভিজিটরই আপনাকে খুজবে।দুই চারটা কোড ইডিট করে,একটা ক্রাক করা থিম নেট থেকে ডাউনলোড করে আপলোড করলেন ব্লগিং সাইট হয়ে গেল এটা কিন্তু এত্ত সহজ না।সম্পুর্ন জ্ঞান অর্জন করে কাজ করুন দিনশেষে দেখবেন আপনি সফল। ধন্যবাদThe post আজকাল এর ব্লগিং যেন "গাছে কাঁঠাল গোফে তেল"।ব্যর্থতা এবং সফলতা (New Blogger Must See) appeared first on Trickbd.com. |
[বাংলা ব্যকারণ]জেনে নিন কিছু ভুল বা অশুদ্ধ বাংলা বাক্য।যা সকল শিক্ষার্থীর জন্য জানা জরুরি! Posted: আসসালামুয়ালাইকুম।কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শব্দ ও ভাষার শুদ্ধ প্রয়োগ
অশুদ্ধ:আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনবেন। অশুদ্ধ:সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়। অশুদ্ধ:আমি অপমান হয়েছি। অশুদ্ধ:বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে। অশুদ্ধ:শুধু মাত্র এই কটা টাকা দিলে? অশুদ্ধ:রবীন্দ্রনাথ ঠাকুর ভয়ংকর কবি ছিলেন। অশুদ্ধ:তারা একত্রে গমন করল। অশুদ্ধ:পরবর্তিতে আপনি এলে ভালো হবে। অশুদ্ধ:আপনি স্বপরিবারে আমন্ত্রিত। অশুদ্ধ:গিতাঞ্জালী পড়েছ কি? অশুদ্ধ:নদীর জল হ্রাস হয়েছে। অশুদ্ধ:বাড়ির মালিক যে চিঠি প্রদর্শন করেছিল,তা নয়। আজ এখানেই শেষ। দেখা হবে অন্য কোন দিন। The post [বাংলা ব্যকারণ]জেনে নিন কিছু ভুল বা অশুদ্ধ বাংলা বাক্য।যা সকল শিক্ষার্থীর জন্য জানা জরুরি! appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments