Search box..

হার্ট এটার্কের ১০ টি লক্ষণ।

হার্ট এটার্কের ১০ টি লক্ষণ।


হার্ট এটার্কের ১০ টি লক্ষণ।

Posted: 31 Mar 2022 04:56 AM PDT

আসসালামুআলাইকুম। আজকের টপিক দেখে হয়তো বুঝে গেছেন আজকের আর্টিকেলটা কোন বিষয়ের? না বুঝে থাকলেও কোন সমস্যা নেই। আশাকরি আর্টিকেলের শেষ পর্যন্ত থাকবেন। চলুন শুরু করা যাক।

সুস্থ্য সবল লোকটা হার্ট এটার্ক এ মারা গেলো এমন কথাতো আমরা প্রায়ই শুনি। কারণ ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের মতে বাংলাদেশের প্রতি ৬ জনের ১জন হৃদরোগে মারা যায়। তাই আজকের আর্টিকেলে আমি আপনাদের জানাবো হার্টের ১০ টি লক্ষণ সম্পর্কে।যা থেকে আপনি এবং আপনার প্রিয়জন সাবধান হতে পারেন এবং যথা সময়ে হার্টের অসুখের চিকৎসা নিতে পারেন। হার্টের অসুখের কিছু ক্লাসিক্যাল রিস্ক ফ্যাকটর রয়েছে। যেগুলো থাকলে আপনার আক্রান্ত হওয়ার ঝুকি নেড়ে যায়। যেমন:-
১. ৫০ বছরের বেশি বয়স।
২. অনিয়ন্ত্রিত ডায়াবেটিস।
৩. রক্তে হাই কোলেস্ট্রল।
৪. বাড়তি ওজন।
৫‌. উচ্চ রক্তচাপ।
৬. ফ্যামিলিতে হর্টের অসুখের হিস্টোরি।

এগুলোর যেকোনো দুটি লক্ষণ থাকলে হার্টের অসুখের বিষয়ে সাবধান হয়ে যান। এবং এই ১০ টি লক্ষণ মনোযোগ দিয়ে পড়ুন।

১. বুকে ব্যাথা অনুভব করা।
সিনেমায় যেমন দেখা যায় হঠাৎ বুকে ব্যাথা নিয়ে মাটিতে পড়ে যায়। বাস্তবে এমনটা সবসময় ঘটে না। আর বুকে ব্যাথা করা মানেই যে হর্টের অসুখ তাও না। হর্টের অসুখের ব্যাথা হলে বুকের নির্দিষ্ট এক জায়গায় না হয়ে ,সাধারণত পুরো বুক জুড়ে ফিল করবে। এটি কয়েক মিনিট পর্যন্ত থাকতে পারে। এই বুকে ব্যাথা একটু বসে থাকলে কিংবা হাটা চলা করলে থেমে যাবে না। আপনার বুকে যদি তীর্ব ব্যাথার সাথে নিশ্বাস চেপে আসে যা বুকে চাপ লাগছে অনুভব হয়, ব্যাথা হাড়ে কাধে ও শরীরের বাম হাতে ছড়িয়ে যায় এবং শরীর ঘেমে যায় তাহলে হর্টের সমস্যার লক্ষণ হওয়ার সম্ভাবনা বেশি। এই অবস্থা ফিল করলে জরুরি ভিত্তিতে হাসপাতালে চলে যান।

২. বমি-বমি ভাব ও অরুচি।

হার্ট ফাংশন দুর্বল হয়ে পড়লে আপনার ডায়জেস্টিস সিস্টেমে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌছায় না। এর কারণে আপনার হজমে সমস্যা ,বুকে জালাপোড়া ভাব হবে এবং এর কারণে আপনার খাবার খেতে অরুচি এবং কিছু খেতে গেলে বমিবমি ভাব দেখা দিতে পারে।

৩. এনার্জির অভাব।
শরীরে রক্ত সঞ্চালন কমে গেলে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ও ক্যলরি পৌছাতে পারে না। তাই হার্ট দুর্বলতার নুন্য তম লক্ষণ হচ্ছে এনার্জির অভাব ফিল করা।

৪. ঝিমুনি ভাব।
হার্ট দুর্বল হয়ে পড়লে ব্রেণে ব্লাড সাপ্লাই কমে যায়। এর কারণে আমাদের ব্রেণ ফুল ফাংশন করার মতো শক্তি হারিয়ে ফেলে।ব্রেণ অত্যান্ত দুর্বল অবস্থায় থেকে শরীরের ব্যাসিক ফাংশন গুলো চালু রাখার চেষ্টা করে। এই কারণে আপনি পর্যাপ্ত বিশ্রাম ও ভালো ঘুম হওয়ার পরও সারাদিন ঝিমুনি ভাব ফিল করেন।

৫. অল্পতেই হাঁপিয়ে যাওয়া।
শরীরিক পরিশ্রম করতে গেলে হর্টে বেশি পরিমান রক্ত সঞ্চালন করতে হয়। তাই দুর্বল হর্টের আরো একটি লক্ষণ হলো অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া। যদি আপনি দেখেন সমন্য একটু হাঁটা কিংবা সিঁড়ি দিয়ে ওঠার পর আাপনি হাঁপিয়ে যাচ্ছেন এবং মুখ হা করে নিশ্বাস নিতে হচ্ছে তাহলে দেরি না করে একজন ডাক্তারের পরামর্শ নিন।

৬. নাক ডাকা ও নিশ্বাস বন্ধ হয়ে আসা।

ঘুমের মধ্যে অল্প নাক ডাকা অস্বাভাবিক কিছু না। কিন্তু আপনি যদি অনেক জোরে নাক ডাকেন এবং দম বন্ধ হয়ে যাওয়ার কারণ যদি আপনার ঘুম ভাঙে যায় তাহলে এটা হার্টের অসুখের কারণে হতে পারে। কারণ আপনার ফুসফুস যথাযথ ভাবে অক্সিজেন সাপ্লাই করলেও আপনার হার্টে তা পৌছাতে পারে না।

৭. হঠাৎ ঘেমে যাওয়া।
শারীরিক কিংবা মানসিক পরিশ্রম এবং গরমের কারণে ঘাম হতেই পারে। কিন্তু বিনা পরিশ্রমে এবং স্বাভাবিক তাপমাত্রাই আপনি যদি হঠাৎ অনেক ঘেমে যান তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন। তবে ঘামের সাথে যদি দম আটকে আসার মতো অনুভুতি এবং বুকে ব্যাথা থাকে তাহলে জরুরি ভিত্তিতে হাসপাতালে চলে যান, কারণ এটা হার্ট এটার্কের লক্ষণ।

৮. পায়ে পানি চলে আসা।
আমাদের শরীর থেকে টক্সিন পরিষ্কার করার জন্য কাজ করে কিডনি। কিন্তু যদি আমার হার্ট দুর্বল হয়ে যায় তাহলে কিডনি পুরো ফাংশন করতে পারে না। এই অবস্থাই শরীরে ফ্লুইড বেড়ে যায়। যার দরুণ পয়ের পাতা ফুলে যাওয়া এবং হঠাৎ ওজন বেড়ে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে। এমন অবস্থায় ১ দিনে ২ থেকে ৩ কেজি ওজন বেড়ে যেতে পারে।

৯. অকারণে বুক ধড়ফড় করা।
আমাদের শরীরের কার্যক্রম অনুযায়ী আমাদের হার্ট বিট কম বেশি হওয়ার কথা। কিন্তু হার্ট দুর্বল হয়ে পড়লে আপনি বিনা কারণে এমনকি বসে কিংবা শুয়ে থাকা অবস্থায় দেখবেন আপনার হার্ট বিট হঠাৎ বেড়ে যাচ্ছে।

১০. দীর্ঘ দিন ধরে কাশি।
তিন সপ্তাহ কিংবা তার বেশি কাশি হলে যক্ষা পরীক্ষা করা উচিত। যদি এরকম কিছু ধরা না পড়া সত্তেও আপনার দীর্ঘ দিন ধরে কাশি থাকে এবং কফের রং সাদা বা হালকা গোলাপি হয় তাহলে এটি হার্টের সমস্যার লক্ষণ হতে পারে।

হর্টের অসুখ অতিমাত্রাই ধারণ করে যখন আপনি দীর্ঘ দিন ধরে এই লক্ষণ গুলো অবহেলা করেণ এবং ডাক্তারের পরামর্শ এড়িয়ে চলেন।
আজ এই পর্যন্তই ।আজকের আর্টিকেলটি পড়ার পর আপনি আপনার এবং আপনার প্রিয়জনের খেয়াল রাখতে পারবেন। আর আর্টিকেলটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে আমাদের উৎসহিত করুণ । ধন্যবাদ।

The post হার্ট এটার্কের ১০ টি লক্ষণ। appeared first on Trickbd.com.

[Short post Maybe Update] আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ

Posted:

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ!

 

 

দক্ষিণ আফ্রিকায় তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের সাম্প্রতিক সাদা বলের সাফল্য টাইগারদের আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠতে সক্ষম করেছে এবং এর ফলে, লাল-সবুজের পুরুষরা পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে।

 

 

93.05 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ, পাকিস্তানের চেয়ে সামান্য এগিয়ে আছে, যাদের 92.5 পয়েন্ট রয়েছে।মঙ্গলবার আপডেট করা সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা এখন টাইগারদের (102) থেকে পঞ্চম স্থানে রয়েছে, যেখানে নিউজিল্যান্ড 121 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

 

 

টাইগাররা, যারা তাদের নিজেদের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে অভূতপূর্ব 2-1 ওয়ানডে সিরিজ জিতেছে, তারা ডারবানে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের মুখোমুখি হবে।

The post [Short post Maybe Update] আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ appeared first on Trickbd.com.

আপনার জিমেইল হ্যাক হলে কি করবেন এবং কিভাবে সুরক্ষিত করবেন জেনে নিন

Posted:

বর্তমানে জিমেইল হ্যাক অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যেসব জিমেইলে ইউটিউব চ্যানেল, ফেসবুক অ্যাকাউন্ট ইত্যাদি যুক্ত আছে সেসব জিমেইল গুলো বেশি হ্যাক হচ্ছে।

এছাড়া আমরা আমাদের জিমেইল এর মাধ্যমে অনেক পার্সোনাল তথ্য আদান প্রদান করি। আমাদের জিমেইল যদি হ্যাক হয়, সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে চলুন জিমেইলকে কিভাবে সুরক্ষিত রাখবেন জেনে নিই…

• জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না কিভাবে বুঝবেন:
২০১৯ সালের অক্টোবরে গুগল তাদের ক্রোম ওয়েব স্টোর এ লঞ্চ করেছিল “Google Password Checkup” অ্যাড-অন। আপনি চাইলে এই টুল ব্যবহার করে জেনে নিতে পারেন আপনার ইমেল কখনও হ্যাক হয়েছে কি না।

কিভাবে ব্যবহার করবেন:
১. প্রথমে আপনি ক্রোম ওয়েব স্টোর থেকে গুগল পাসওয়ার্ড চেক আপ এক্সটেনশনটি ডাউনলোড করে নিন।
২. আপনার ব্রাউজার এর মধ্যে যদি আপনার জিমেইল অলরেডি লগইন থাকে, তাহলে সেটা টুলস এর মধ্যে অটোমেটিক লগইন হয়ে যাবে। আর যদি লগইন না থাকে তাহলে আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
৩. যদি আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড গুগলের ডাটাবেজে থাকা ৪০০ থেকে ৫০০ কোটি হ্যাক হওয়া ইমেইলের সাথে মিল থাকে, তাহলে এক্সটেনশনটি আপনাকে সতর্ক করে দেবে।

এছাড়া কোন কোন ওয়েবসাইট থেকে আপনার ই-মেইলটি হ্যাক হয়েছে সেটাও জানিয়ে দিবে।

আপনার যদি গুগল ক্রোমের এই এক্সটেনশনটি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি চাইলে “Have I Been Pwned” ওয়েবসাইট থেকেও আপনার ইমেইল হ্যাক হয়েছে কিনা জানতে পারবেন। তবে আমার মতে গুগলই বেস্ট।

• জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হলে কী করবেন:
১. আপনার ইউজারনেম, পাসওয়ার্ড অথবা ইমেইল এর নাম যদি হ্যাক হওয়া ব্যক্তিদের মধ্যে মিল পাওয়া যায়, তাহলে দ্রুত জিমেইল এর পাসওয়ার্ড পাল্টে ফেলুন।
২. শুধুমাত্র জিমেইল নয়, আপনার ওই জিমেইলটি যে যে জায়গায় যুক্ত করা হয়েছে, সে সব জায়গার পাসওয়ার্ড গুলোও পাল্টে ফেলুন।
৩. আপনার জিমেইলে অবশ্যই কোনো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। জিমেইল এর মধ্যে ব্যবহারকৃত পাসওয়ার্ডটি অন্য কোথাও ব্যবহার করবেন না।
৪. এছাড়া জিমেইল এর মধ্যে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করে দিন। এতে করে আপনার জিমেইলে অতিরিক্ত সুরক্ষা থাকবে।
৫. আপনার জিমেইল এর মধ্যে একটি রিকভারি মোবাইল নম্বর বা ইমেইল যুক্ত করুন। সেটা কাউকে বলবেন না।

ইউটিউবে অবশ্যই আলাদা একটি ইমেইল যুক্ত করে, সেটা দিয়ে ইউটিউব চ্যানেল ম্যানেজ করবেন। ইউটিউব একাউন্ট এর মূল ইমেইলটি সব সময় লুকিয়ে রাখবেন। এতে করে আপনার ইউটিউব চ্যানেল যদি হ্যাক হয়, সেক্ষেত্রে আপনার এডমিন ইমেইলটি হ্যাকার সরাতে একদিন সময় লাগবে।

ওই একদিনের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টের পারমিশন নিজের হাতে নিয়ে নিতে পারবেন।

আশা করি আজকের পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

 

ফেসবুক পেজকে জনপ্রিয় করার কয়েকটি উপায়

আমার ফেসবুক প্রোফাইল

The post আপনার জিমেইল হ্যাক হলে কি করবেন এবং কিভাবে সুরক্ষিত করবেন জেনে নিন appeared first on Trickbd.com.

স্টুডেন্ট ব্যাংক একাউন্ট কিভাবে খুলবেন? এর সুবিধা এবং অসুবিধা গুলো জেনে নিন

Posted:

পৃথিবীর সকল দেশেই স্টুডেন্টদের জন্য আলাদা ব্যাংকিং সিস্টেম রয়েছে। ঠিক তেমনি বাংলাদেশেও স্টুডেন্টদের জন্য এই সুবিধা অনেক ব্যাংক প্রোভাইড করে।

সেভিংস একাউন্ট থেকে স্টুডেন্ট ব্যাংক একাউন্টে অনেক সুবিধা থাকায় এই ব্যাংক একাউন্ট শিক্ষার্থীদের মাঝে খুবই জনপ্রিয়। তবে এই ব্যাংক একাউন্টের কিছু অসুবিধাও আছে। তাহলে চলুন বিস্তারিত জেনে আসি…

• স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খুলতে যা যা লাগবে:
১. যেকোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান আইডি কার্ডের ফটোকপি।
২. শিক্ষার্থীর একাডেমিক মাকশিট বা ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি।
৩. জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)। যদি জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয় পত্র না থাকে, সেক্ষেত্রে আপনি অন্য কারো নামে অ্যাকাউন্টটি করতে হবে। যার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র আছে।
৪. পাসপোর্ট সাইজের ছবি এক বা দুই কপি।
৫. নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং এককপি ছবি (আপনার অবর্তমানে যে ব্যক্তি আপনার অ্যাকাউন্টের দায়িত্ব নেবে)।
৬. ১০০ টাকা থেকে ৫০০ টাকা জমা দিতে হবে (ব্যাংকের উপর নির্ভরশীল)। তবে আপনি ইসলামী ব্যাংকে ১০০ টাকা দিয়ে একাউন্ট খুলতে পারবেন। কিন্তু অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে ৫০০ টাকা লাগবে।

• স্টুডেন্ট একাউন্ট কিভাবে খুলবেন:
স্টুডেন্ট একাউন্ট খোলা একেবারে সহজ। উপরের যেসব কাগজপত্র গুলো রয়েছে, সেগুলো নিয়ে ব্যাংকে যাবেন। সেখানে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আপনি যদি স্টুডেন্ট একাউন্ট খোলার কথা বলেন, তাহলে তারা আপনাকে একটি ফরম দিবে। সেটা আপনি সঠিকভাবে পূরণ করে জমা দিলেই আপনার একটি স্টুডেন্ট একাউন্ট খোলা হয়ে যাবে।

• স্টুডেন্ট একাউন্ট এর সুবিধা:
১. স্টুডেন্ট ব্যাংক একাউন্ট এর কোন ধরনের চার্জ না থাকায়, সম্পূর্ণ ফ্রিতেই ব্যাংকিং করা যায়।
২. অল্প কিছু টাকা জমা করে একাউন্ট একটিভ করা যায়।
৩. ফ্রিতে এটিএম কার্ড ব্যবহার করা যায়। তবে কিছু কিছু ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এ এটিএম কার্ড প্রোভাইড করে না, কিন্তু চেক পাবেন।
৪. বাৎসরিক কোন সার্ভিস চার্জ দিতে হয় না।
৫. আপনি একটি স্টুডেন্ট একাউন্ট থেকে প্রায় ২৫,০০০ টাকা ফ্রিতে উত্তোলন করতে পারবেন (ব্যাংকের উপর নির্ভরশীল)।
৬. শিক্ষার্থীর উপবৃত্তির টাকা উত্তোলন করতে পারবেন।
৭. শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ফি প্রদান করতে পারবেন।
৮. গুগল এডসেন্স এর টাকা উত্তোলন করতে পারবেন।
৯. যেকোনো ধরনের রেমিটেন্স আনতে পারবেন।
১০. কেনাকাটার বিল প্রদান করতে পারবেন।
১১. অনলাইন ব্যাংকিং ফ্রিতে পাবেন (ব্যাংকের উপর নির্ভরশীল)।
১২. স্টুডেন্ট একাউন্ট থেকে পরবর্তীতে সেভিং একাউন্টে রূপান্তর করতে পারবেন।

এছাড়া আরো অনেক ধরনের সুবিধা স্টুডেন্ট একাউন্ট এর রয়েছে, সেটা সম্পূর্ণ ব্যাংকের উপর নির্ভরশীল। যে ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলবেন, সে ব্যাংক থেকে অবশ্যই বিস্তারিত জেনে নিবেন।

• স্টুডেন্ট একাউন্ট এর অসুবিধা:
১. স্টুডেন্ট একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকার বেশি উত্তোলন করতে পারবেন না।
২. স্টুডেন্ট একাউন্ট এ লেনদেনের পরিমাণ সর্বোচ্চ ১ লক্ষ টাকা (ব্যাংকের উপর নির্ভরশীল)।
৩. কিছু ব্যাংকে এটিএম কার্ড অথবা চেক পাবেন না।
৪. স্টুডেন্ট একাউন্ট এর একটি নির্দিষ্ট মেয়াদ থাকবে। সেটা আপনার শিক্ষা প্রতিষ্ঠান আইডি কার্ডের মেয়াদ অনুযায়ী।

• কোন ব্যাংক থেকে স্টুডেন্ট একাউন্ট করবেন:
বাংলাদেশের যে কোন বাণিজ্যিক ব্যাংক থেকেই আপনি স্টুডেন্ট একাউন্ট করতে পারবেন। বাংলাদেশ সরকারের অধিভুক্ত প্রায় ৫০টি ব্যাংক রয়েছে। যেমন: ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক ইত্যাদি।

তবে বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট একাউন্ট ব্যবহৃত হয় ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের। কারণ এ দুটি ব্যাংকের অনেক এটিএম বুথ আছে। যার ফলে আপনি যেকোন জায়গা থেকে এটিএম এ টাকা উঠাতে পারবেন।

আপনার যাতায়াতের সুবিধা অনুযায়ী আপনি ব্যাংক নির্ধারণ করুন।

পরিশেষে, একজন শিক্ষার্থীর জন্য স্টুডেন্ট একাউন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্টুডেন্ট একাউন্ট এ কোন ধরনের চার্জ না থাকায়, আপনি ফ্রিতে একাউন্টের লেনদেন সহ বিভিন্ন সুবিধা পাবেন। তাই আপনি চাইলে স্টুডেন্ট একাউন্ট করতে পারেন।

তবে স্টুডেন্ট একাউন্ট এর লিমিট এ আমার মনে হয় কোন সমস্যা হবে না। কারন বেশি ভাগ ব্যাংক স্টুডেন্ট একাউন্টে প্রতি মাসে ১ লক্ষ টাকা লেনদেন করতে দেয়। আর একজন স্টুডেন্ট এর জন্য প্রতি মাসে ১ লক্ষ টাকা লেনদেন যথেষ্ঠ বলে আমি মনে করি।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

 

পেওনিয়ার একাউন্ট খোলার নিয়ম 2022

আমার ফেসবুক প্রোফাইল

The post স্টুডেন্ট ব্যাংক একাউন্ট কিভাবে খুলবেন? এর সুবিধা এবং অসুবিধা গুলো জেনে নিন appeared first on Trickbd.com.

মাহে রমজানে করণীয়!!

Posted:

আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি বাসী।

কেমন আছেন সবাই।

আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন।

আলহাদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

তাই চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে।

তো শুরু করা যাক।

আগামী কিছুদিনের মধ্যেই আসতে চলেছে পবিত্র মাহে রমজান।

রমজান মাস হল বিশ্বের প্রতিটি মুসলিম বান্দাদের জন্য,

আত্ম সংযম এবং রহমতের মাস।

আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন রমজান মাসে।

যদি কোন ব্যক্তি ত্রিশটি রমজানের 30 টি রোজা সম্পূর্ণভাবে

করতে পারে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বিশেষ

মর্যাদা লাভ করবে।

রমজান মাসে আমাদের বিভিন্ন করণীয় দিক রয়েছে।

রমজান মাসে মানুষ এবাদত-বন্দেগি বেশি করে।

তবুও দেখা যায় এইসব ব্যাপারে ইবাদত বন্দেগী এর মধ্যে কিছু ত্রুটি

লক্ষ্য করা যায়।

আজকে আমি বলব কিভাবে আল্লাহতালার কাছে শুকরিয়া

আদায় করবেন এবং তার

আদেশ-নিষেধ মেনে চলবেন রমজান মাসে।

প্রথমতঃ

বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে।

এই দোয়াটি পড়লে আল্লাহতালা বেশি খুশি হন।

“আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম”

রমজান মাসে যে ব্যক্তি যত বেশি ইস্তেগফার পাঠ করবে

আল্লাহ তা’আলা তার জন্য রোজা সহজ করে দিবেন।

এটা আমাদের সকল মুমিন বান্দাদের জন্য একটি অশেষ নিয়ামত।

দ্বিতীয়তঃ

রমজান মাসে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন।

আল্লাহ তা’আলা শুধু রমজান মাসে সালাত আদায় করতে বলেননি,

আল্লাহ তা’আলা সকল মুসলিম বান্দা এবং বন্দিদের জন্য

নামাজ ফরজ হিসেবে গণ্য করেছেন।

তাই আমাদের সকলের উচিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা।

রমজান মাসে তারাবি নামাজ অবশ্যই পড়তে হবে।

তৃতীয়তঃ

রমজান মাসে রোজা থাকার জন্য সবাইকে উৎসাহিত করতে হবে।

আল্লাহ তা’য়ালা বলেছেনঃ “যে ব্যক্তি রমজানের দাওয়াত দিবেন

আল্লাহ তাআলা তাকে রোজা থাকার সমপরিমাণ সওয়াব দান করবেন”

সুতরাং আমাদের সকলকে রমজান মাসে রোজা থাকার জন্য,,

উদ্বুদ্ধ করতে হবে।

চতুর্থতঃ

রোযাদার ব্যক্তিকে ইফতার এবং সেহরি করাতে হবে।

আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন যখন কোন রোজাদার

অপর রোজাদার ব্যক্তিকে ইফতার এবং সেহরি করান।

তখন আল্লাহ তাআলা এতটাই খুশি থাকেন বান্দার ওপর,,

যাকে ইফতার এবং সেহেরী করানো হয়েছে

যদি সেই রোজাদার ব্যক্তি, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার

নিকট, হাত তুলে দোয়া করেন আল্লাহ তাআলা সেই দোয়াটি

কখনো ফিরিয়ে দেন না।

পঞ্চমতঃ

রোজার মাসে কখনো কাউকে কষ্ট দিয়ে কিছু করা যাবে না,

বা বলা যাবেনা যাতে সেই ব্যক্তি কষ্ট পায়।

কারণ রোজার মাস হল রহমতের মাস।

যথাসম্ভব গরীব দুস্থ ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করতে হবে।

তো বন্ধুরা এই ছিল রোজার মাসের সকল ফজিলত এবং

নেয়ামত সমূহ।

আল্লাহতালা সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন।

এই বলে আজকের পোস্টটি এখানে শেষ করছি।

সবাই ভাল থাকুন।

সুস্থ থাকুন।

এবং ট্রিকবিডি এর সঙ্গেই থাকুন।

ধন্যবাদ সবাইকে।

যদি আমার পোস্টের কোথাও ভুল ত্রুটি থাকে ধরিয়ে দেবেন শুধরে নেওয়ার চেষ্টা করব।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

The post মাহে রমজানে করণীয়!! appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments