হার্ট এটার্কের ১০ টি লক্ষণ। |
- হার্ট এটার্কের ১০ টি লক্ষণ।
- [Short post Maybe Update] আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ
- আপনার জিমেইল হ্যাক হলে কি করবেন এবং কিভাবে সুরক্ষিত করবেন জেনে নিন
- স্টুডেন্ট ব্যাংক একাউন্ট কিভাবে খুলবেন? এর সুবিধা এবং অসুবিধা গুলো জেনে নিন
- মাহে রমজানে করণীয়!!
Posted: 31 Mar 2022 04:56 AM PDT আসসালামুআলাইকুম। আজকের টপিক দেখে হয়তো বুঝে গেছেন আজকের আর্টিকেলটা কোন বিষয়ের? না বুঝে থাকলেও কোন সমস্যা নেই। আশাকরি আর্টিকেলের শেষ পর্যন্ত থাকবেন। চলুন শুরু করা যাক। সুস্থ্য সবল লোকটা হার্ট এটার্ক এ মারা গেলো এমন কথাতো আমরা প্রায়ই শুনি। কারণ ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের মতে বাংলাদেশের প্রতি ৬ জনের ১জন হৃদরোগে মারা যায়। তাই আজকের আর্টিকেলে আমি আপনাদের জানাবো হার্টের ১০ টি লক্ষণ সম্পর্কে।যা থেকে আপনি এবং আপনার প্রিয়জন সাবধান হতে পারেন এবং যথা সময়ে হার্টের অসুখের চিকৎসা নিতে পারেন। হার্টের অসুখের কিছু ক্লাসিক্যাল রিস্ক ফ্যাকটর রয়েছে। যেগুলো থাকলে আপনার আক্রান্ত হওয়ার ঝুকি নেড়ে যায়। যেমন:- এগুলোর যেকোনো দুটি লক্ষণ থাকলে হার্টের অসুখের বিষয়ে সাবধান হয়ে যান। এবং এই ১০ টি লক্ষণ মনোযোগ দিয়ে পড়ুন। ১. বুকে ব্যাথা অনুভব করা। ২. বমি-বমি ভাব ও অরুচি। হার্ট ফাংশন দুর্বল হয়ে পড়লে আপনার ডায়জেস্টিস সিস্টেমে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌছায় না। এর কারণে আপনার হজমে সমস্যা ,বুকে জালাপোড়া ভাব হবে এবং এর কারণে আপনার খাবার খেতে অরুচি এবং কিছু খেতে গেলে বমিবমি ভাব দেখা দিতে পারে। ৩. এনার্জির অভাব। ৪. ঝিমুনি ভাব। ৫. অল্পতেই হাঁপিয়ে যাওয়া। ৬. নাক ডাকা ও নিশ্বাস বন্ধ হয়ে আসা। ঘুমের মধ্যে অল্প নাক ডাকা অস্বাভাবিক কিছু না। কিন্তু আপনি যদি অনেক জোরে নাক ডাকেন এবং দম বন্ধ হয়ে যাওয়ার কারণ যদি আপনার ঘুম ভাঙে যায় তাহলে এটা হার্টের অসুখের কারণে হতে পারে। কারণ আপনার ফুসফুস যথাযথ ভাবে অক্সিজেন সাপ্লাই করলেও আপনার হার্টে তা পৌছাতে পারে না। ৭. হঠাৎ ঘেমে যাওয়া। ৮. পায়ে পানি চলে আসা। ৯. অকারণে বুক ধড়ফড় করা। ১০. দীর্ঘ দিন ধরে কাশি। হর্টের অসুখ অতিমাত্রাই ধারণ করে যখন আপনি দীর্ঘ দিন ধরে এই লক্ষণ গুলো অবহেলা করেণ এবং ডাক্তারের পরামর্শ এড়িয়ে চলেন। The post হার্ট এটার্কের ১০ টি লক্ষণ। appeared first on Trickbd.com. |
[Short post Maybe Update] আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ Posted: আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ!
দক্ষিণ আফ্রিকায় তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের সাম্প্রতিক সাদা বলের সাফল্য টাইগারদের আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠতে সক্ষম করেছে এবং এর ফলে, লাল-সবুজের পুরুষরা পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে।
93.05 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ, পাকিস্তানের চেয়ে সামান্য এগিয়ে আছে, যাদের 92.5 পয়েন্ট রয়েছে।মঙ্গলবার আপডেট করা সর্বশেষ র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা এখন টাইগারদের (102) থেকে পঞ্চম স্থানে রয়েছে, যেখানে নিউজিল্যান্ড 121 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
টাইগাররা, যারা তাদের নিজেদের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে অভূতপূর্ব 2-1 ওয়ানডে সিরিজ জিতেছে, তারা ডারবানে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের মুখোমুখি হবে। The post [Short post Maybe Update] আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ appeared first on Trickbd.com. |
আপনার জিমেইল হ্যাক হলে কি করবেন এবং কিভাবে সুরক্ষিত করবেন জেনে নিন Posted: বর্তমানে জিমেইল হ্যাক অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যেসব জিমেইলে ইউটিউব চ্যানেল, ফেসবুক অ্যাকাউন্ট ইত্যাদি যুক্ত আছে সেসব জিমেইল গুলো বেশি হ্যাক হচ্ছে। এছাড়া আমরা আমাদের জিমেইল এর মাধ্যমে অনেক পার্সোনাল তথ্য আদান প্রদান করি। আমাদের জিমেইল যদি হ্যাক হয়, সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে চলুন জিমেইলকে কিভাবে সুরক্ষিত রাখবেন জেনে নিই… • জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না কিভাবে বুঝবেন: কিভাবে ব্যবহার করবেন: এছাড়া কোন কোন ওয়েবসাইট থেকে আপনার ই-মেইলটি হ্যাক হয়েছে সেটাও জানিয়ে দিবে। আপনার যদি গুগল ক্রোমের এই এক্সটেনশনটি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি চাইলে “Have I Been Pwned” ওয়েবসাইট থেকেও আপনার ইমেইল হ্যাক হয়েছে কিনা জানতে পারবেন। তবে আমার মতে গুগলই বেস্ট। • জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হলে কী করবেন: ইউটিউবে অবশ্যই আলাদা একটি ইমেইল যুক্ত করে, সেটা দিয়ে ইউটিউব চ্যানেল ম্যানেজ করবেন। ইউটিউব একাউন্ট এর মূল ইমেইলটি সব সময় লুকিয়ে রাখবেন। এতে করে আপনার ইউটিউব চ্যানেল যদি হ্যাক হয়, সেক্ষেত্রে আপনার এডমিন ইমেইলটি হ্যাকার সরাতে একদিন সময় লাগবে। ওই একদিনের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টের পারমিশন নিজের হাতে নিয়ে নিতে পারবেন। আশা করি আজকের পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ফেসবুক পেজকে জনপ্রিয় করার কয়েকটি উপায়The post আপনার জিমেইল হ্যাক হলে কি করবেন এবং কিভাবে সুরক্ষিত করবেন জেনে নিন appeared first on Trickbd.com. |
স্টুডেন্ট ব্যাংক একাউন্ট কিভাবে খুলবেন? এর সুবিধা এবং অসুবিধা গুলো জেনে নিন Posted: পৃথিবীর সকল দেশেই স্টুডেন্টদের জন্য আলাদা ব্যাংকিং সিস্টেম রয়েছে। ঠিক তেমনি বাংলাদেশেও স্টুডেন্টদের জন্য এই সুবিধা অনেক ব্যাংক প্রোভাইড করে। সেভিংস একাউন্ট থেকে স্টুডেন্ট ব্যাংক একাউন্টে অনেক সুবিধা থাকায় এই ব্যাংক একাউন্ট শিক্ষার্থীদের মাঝে খুবই জনপ্রিয়। তবে এই ব্যাংক একাউন্টের কিছু অসুবিধাও আছে। তাহলে চলুন বিস্তারিত জেনে আসি… • স্টুডেন্ট ব্যাংক একাউন্ট খুলতে যা যা লাগবে: • স্টুডেন্ট একাউন্ট কিভাবে খুলবেন: • স্টুডেন্ট একাউন্ট এর সুবিধা: এছাড়া আরো অনেক ধরনের সুবিধা স্টুডেন্ট একাউন্ট এর রয়েছে, সেটা সম্পূর্ণ ব্যাংকের উপর নির্ভরশীল। যে ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলবেন, সে ব্যাংক থেকে অবশ্যই বিস্তারিত জেনে নিবেন। • স্টুডেন্ট একাউন্ট এর অসুবিধা: • কোন ব্যাংক থেকে স্টুডেন্ট একাউন্ট করবেন: তবে বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট একাউন্ট ব্যবহৃত হয় ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের। কারণ এ দুটি ব্যাংকের অনেক এটিএম বুথ আছে। যার ফলে আপনি যেকোন জায়গা থেকে এটিএম এ টাকা উঠাতে পারবেন। আপনার যাতায়াতের সুবিধা অনুযায়ী আপনি ব্যাংক নির্ধারণ করুন। পরিশেষে, একজন শিক্ষার্থীর জন্য স্টুডেন্ট একাউন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্টুডেন্ট একাউন্ট এ কোন ধরনের চার্জ না থাকায়, আপনি ফ্রিতে একাউন্টের লেনদেন সহ বিভিন্ন সুবিধা পাবেন। তাই আপনি চাইলে স্টুডেন্ট একাউন্ট করতে পারেন। তবে স্টুডেন্ট একাউন্ট এর লিমিট এ আমার মনে হয় কোন সমস্যা হবে না। কারন বেশি ভাগ ব্যাংক স্টুডেন্ট একাউন্টে প্রতি মাসে ১ লক্ষ টাকা লেনদেন করতে দেয়। আর একজন স্টুডেন্ট এর জন্য প্রতি মাসে ১ লক্ষ টাকা লেনদেন যথেষ্ঠ বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
পেওনিয়ার একাউন্ট খোলার নিয়ম 2022The post স্টুডেন্ট ব্যাংক একাউন্ট কিভাবে খুলবেন? এর সুবিধা এবং অসুবিধা গুলো জেনে নিন appeared first on Trickbd.com. |
Posted: আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি বাসী। কেমন আছেন সবাই। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহাদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তাই চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। তো শুরু করা যাক। আগামী কিছুদিনের মধ্যেই আসতে চলেছে পবিত্র মাহে রমজান। রমজান মাস হল বিশ্বের প্রতিটি মুসলিম বান্দাদের জন্য, আত্ম সংযম এবং রহমতের মাস। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন রমজান মাসে। যদি কোন ব্যক্তি ত্রিশটি রমজানের 30 টি রোজা সম্পূর্ণভাবে করতে পারে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদা লাভ করবে। রমজান মাসে আমাদের বিভিন্ন করণীয় দিক রয়েছে। রমজান মাসে মানুষ এবাদত-বন্দেগি বেশি করে। তবুও দেখা যায় এইসব ব্যাপারে ইবাদত বন্দেগী এর মধ্যে কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। আজকে আমি বলব কিভাবে আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করবেন এবং তার আদেশ-নিষেধ মেনে চলবেন রমজান মাসে। প্রথমতঃ বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। এই দোয়াটি পড়লে আল্লাহতালা বেশি খুশি হন। “আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম” রমজান মাসে যে ব্যক্তি যত বেশি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তা’আলা তার জন্য রোজা সহজ করে দিবেন। এটা আমাদের সকল মুমিন বান্দাদের জন্য একটি অশেষ নিয়ামত। দ্বিতীয়তঃ রমজান মাসে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন। আল্লাহ তা’আলা শুধু রমজান মাসে সালাত আদায় করতে বলেননি, আল্লাহ তা’আলা সকল মুসলিম বান্দা এবং বন্দিদের জন্য নামাজ ফরজ হিসেবে গণ্য করেছেন। তাই আমাদের সকলের উচিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা। রমজান মাসে তারাবি নামাজ অবশ্যই পড়তে হবে। তৃতীয়তঃ রমজান মাসে রোজা থাকার জন্য সবাইকে উৎসাহিত করতে হবে। আল্লাহ তা’য়ালা বলেছেনঃ “যে ব্যক্তি রমজানের দাওয়াত দিবেন আল্লাহ তাআলা তাকে রোজা থাকার সমপরিমাণ সওয়াব দান করবেন” সুতরাং আমাদের সকলকে রমজান মাসে রোজা থাকার জন্য,, উদ্বুদ্ধ করতে হবে। চতুর্থতঃ রোযাদার ব্যক্তিকে ইফতার এবং সেহরি করাতে হবে। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন যখন কোন রোজাদার অপর রোজাদার ব্যক্তিকে ইফতার এবং সেহরি করান। তখন আল্লাহ তাআলা এতটাই খুশি থাকেন বান্দার ওপর,, যাকে ইফতার এবং সেহেরী করানো হয়েছে যদি সেই রোজাদার ব্যক্তি, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার নিকট, হাত তুলে দোয়া করেন আল্লাহ তাআলা সেই দোয়াটি কখনো ফিরিয়ে দেন না। পঞ্চমতঃ রোজার মাসে কখনো কাউকে কষ্ট দিয়ে কিছু করা যাবে না, বা বলা যাবেনা যাতে সেই ব্যক্তি কষ্ট পায়। কারণ রোজার মাস হল রহমতের মাস। যথাসম্ভব গরীব দুস্থ ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করতে হবে। তো বন্ধুরা এই ছিল রোজার মাসের সকল ফজিলত এবং নেয়ামত সমূহ। আল্লাহতালা সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন। এই বলে আজকের পোস্টটি এখানে শেষ করছি। সবাই ভাল থাকুন। সুস্থ থাকুন। এবং ট্রিকবিডি এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। যদি আমার পোস্টের কোথাও ভুল ত্রুটি থাকে ধরিয়ে দেবেন শুধরে নেওয়ার চেষ্টা করব। যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকেThe post মাহে রমজানে করণীয়!! appeared first on Trickbd.com. |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments