BDIX Connected Hosting কি? কি কারনে এতো ফাস্ট BDIX Web Hosting? বিস্তারিত জেনে নিন। |
- BDIX Connected Hosting কি? কি কারনে এতো ফাস্ট BDIX Web Hosting? বিস্তারিত জেনে নিন।
- ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality) কি? এবং এটি কিভাবে কাজ করে
- ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করার জন্য কি কি প্রয়োজন জেনে নিন
- জাভা ফোনেই ওয়াপকিজ সাইট গুগলে সাবমিট করা শিখুন
- [hot post]জাভা ইউজাররা নিয়ে নিন অসাধারন একটি ভুতুরে একশন গেম।
- Download করে নিন Bin ব্যাবহার করার সে App CCXEN Tools
BDIX Connected Hosting কি? কি কারনে এতো ফাস্ট BDIX Web Hosting? বিস্তারিত জেনে নিন। Posted: আমরা যারা ওয়েবসাইট বা ওয়েব এ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি তারা বিভিন্ন ধরনের ওয়েব হোস্টিং এর নাম শুনে থাকি। যেমন শেয়ার্ড হোস্টিং, রিসেলার হোস্টিং, ক্লাউড হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, ডেডিকেটেড সার্ভার হোস্টিং ইত্যাদি। তবে এর পাশাপাশি আরেকটি নাম হয়তো আপনি শুনেছেন সেটি হলো BDIX Connected Hosting সার্ভিস। আপনি জানেন কি এই BDIX Web Hosting আসলে কি আর কেনই বা এমন নাম করণ? আর এই BDIX Web Hosting কে কেনো বলা হয় এতো দ্রুতগতি সম্পন্ন? জাননেনা তো! তাহলে পুরো লিখাটি পড়ুন এবং জেনে নিন। কারণ আজকে আমি আপনাদেরকে জানাবো BDIX Web Hosting এর আদ্যোপান্ত। BDIX Connected Hosting কি জানার আগে আমাদেরকে জানতে হবে BDIX কি এবং এটি কিভাবে কাজ করে। BDIX কি? BDIX এর পূর্ন অর্থ হলো Bangladesh Internet Exchange । যেটি কিনা বাংলাদেশের অনেক গুলো ISP বা Internet Service Provider মিলে তৈরি করা হয়েছে। এর প্রধান কাজ হলো, সব ISP এর User দের মধ্যে ডাটা শেয়ার করা। সব ISP বলতে, যেসব ISP , BDIX এর সদস্য তাদের মধ্য দ্রুত গতির ডাটা শেয়ার করার একটি মাধ্যম । এখানে ডাটা শেয়ার বলতে বুঝায় ফাইল ডাউনলোড, ভিডিও স্ট্রিমিং, ফাইল শেয়ার ইত্যাদি। সহজ ভাষায় বলতে, BDIX একটি IXP (Internet Exchange point) যেখানে আইএসপি গুলো সংযুক্ত হয়ে, একে অন্যের সাথে রাউটিং তথ্য শেয়ার করতে পারে। BDIX এ কানেক্টেড আছে দেশের প্রায় ৩৫০০+ আইএসপি। BDIX এর কাজ কি? BDIX এর কাজ কী, সেটি জানার জন্য আপনাকে প্রথমে জানতে হবে ,পৃথিবীর অনান্য সার্ভার কিভাবে কাজ করে। ধরুন সেটি , Youtube এর সার্ভার । এখন আপনি, যখন Youtube এ কোন ভিডিও প্লে করতে চান । তখন আপনাকে ওই ভিডিও এর উপর ক্লিক করতে হয়। আপনি যখন ওই ভিডিওতে ক্লিক করেন, তখন আপনার ওই Request টি আমারেকিায় থাকা Youtube এর সার্ভার এর কাছে যায়। যেটি কিনা বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলো মিটার এর থেকেও অনেক বেশি হয়ে থাকে। আর ওই Request টি, যে সরাসরি Youtube এর সার্ভার এর কাছে যায়, তেমন কিন্তু নয়। প্রথমে আপনার Request টি, আপনার wifi router থেকে Fiber cable দিয়ে আপনার Local ISP এর কাছ যাবে। এরপর আপনার ISP যেখান থেকে মূল সংযোগ এনেছে , সেই ISP এর কাছে যাবে ,ধরুন BTCL এর কাছে, এরপর BTCL এর সার্ভার ওই Request টি ফাইবার ক্যাবল এর সাহায্যে আমেরিকায় থাকা Youtube server এর কাছে পাঠাবে। এরপর যখন, Youtube এর সার্ভার ওই Request টি Accept করবে, তখন ওই সিগন্যালটি আবার Youtube এর সার্ভার থেকে আপনার ডিভাইস পযর্ন্ত আসবে। এরপর আপনার ওই Youtube Video টি প্লে হবে। তাহলে, BDIX Web Hosting কি? আগেই জেনেছেন যে BDIX এক ধরনের ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করে যার মাধ্যমে আপনি খুব সহজেই তাদের সার্ভার থেকে যে কোন ফাইল অনেক কম সময় অনেক দ্রুত গতিতে ডাউনলোড করতে পারবেন। এই নেটওয়ার্কের আওতাভুক্ত সার্ভারকেই BDIX Hosting বলা হয়। BDIX Hosting এর সুবিধা কি? ১। বাংলাদেশের ISP নেটওয়ার্ক ব্যবহারকারীরা ২০০ গুণ বেশি দ্রুতগতিতে ব্রাউজ করতে পারবে। ২। লেটেন্সি কম থাকে বিধায় খুব দ্রুত ট্রাফিক রাউটিং হয়। ৩। প্রতিটা ইন্টারনেট প্রভাইডার এমনকি মোবাইল অপারেটর গুলিতে ও বিডিআইএক্স এর এক্সট্রা Bandwidth Speed থাকে যার ফলে আপনি সর্বোচ্চ গ্রাহকের কাছে পৌছাতে পারবেন সাইটের স্পিড ধরে রেখে। ৪। গ্লোবাল নেটওয়ার্ক স্পিড ১০০ এমবিপিএস থাকলে ও বিডিআইএক্স ১জিবিপিএস পর্যন্ত থাকে। যেই জন্য খুব দ্রুত ওয়েবসাইট লোড হয়। ৫। গ্লোবাল ইন্টারনেট যেকোনো কারনে সমস্যা হলেও বিডিআইএক্স হোস্টিং এ রাখা আপনার সাইট স্বাভাবিক থাকবে। স্বাভাবিক স্পীডেই ভিজিট হবে। BDIX হোস্টিং কাদের জন্য? খুব সহজে বললে, আপনার টার্গেট যদি বাংলাদেশি ভিজিটর হয় তবে আপনার BDIX হোস্টিং নেওয়া উচিত। যেমন বাংলাদেশ ভিত্তিক ই-কমার্স, ব্লগ বা নিউজ পেপার, বিভিন্ন ধরনের সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান। BDIX সার্ভারে সাইট হোস্ট করলে বিশ্বের অন্য যেকোনো দেশ থেকে স্বাভাবিক ভাবেই সবাই ব্রাউজ করতে পারবে তাই এ বিষয়ে অতিরক্ত চিন্তার কারণ নেই।
বিডিআইএক্স হোস্টিংয়ের অসুবিধাঃ আপনার ওয়েব সাইটের টার্গেটেড ভিজিটর যদি ইন্টারন্যাশনাল হয় তাহলে BDIX Hosting ব্যবহার করা উচিত নয়। কারণ বাংলাদেশি কোন ভিজিটর যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা সার্ভার ভিজিট করে তাহলে তার জন্য সার্ভারের ল্যাটেন্সি বেশি হবে, ঠিক তেমনি BDIX Server এ হোস্ট করা কোন সাইট মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ভিজিটরের জন্য ল্যাটেন্সি আরও বেশি হবে। কোন কোম্পানি থেকে আপনি BDIX Hosting নিবেন? আমি আপনাকে এখানে সাজেস্ট করবো BDIXWebHosting.Com থেকে BDIX কানেক্টেড Shared, Reseller, VPS বা ডেডিকেটেড সার্ভিস নেওয়ার জন্য। কারণ BDIXWebHosting এর আছে ঢাকা ও চট্টগ্রামে নিজস্ব ডাটাসেন্টার এবং দক্ষ সাপোর্ট ও টেকনিক্যাল টিম। এছাড়া BDIXWebHosting.Com এর রয়েছে ১০জিবিপিএস+ নেটওয়ার্ক ক্যাপাসিটি । BDIXWebHosting সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে BDIX কানেক্টেড ওয়েব হোস্টিং সার্ভিস দিচ্ছে একারণে আপনি আপনার পছন্দ মতো হোস্টিং প্যাকেজ সাজিয়ে নিতে পারবেন। The post BDIX Connected Hosting কি? কি কারনে এতো ফাস্ট BDIX Web Hosting? বিস্তারিত জেনে নিন। appeared first on Trickbd.com. |
ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality) কি? এবং এটি কিভাবে কাজ করে Posted: ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে অনেকেই শুনেছেন। ভার্চুয়াল রিয়েলিটি বর্তমানে খুব জনপ্রিয় একটি প্রযুক্তি। বিভিন্ন এ্যানিমেশন থেকে শুরু করে মুভি এবং ভিডিও গেমেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। আসুন তাহলে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে বিস্তারিত জানি… • ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality) কি? এটি 3D এবং 5D প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে এমনভাবে তৈরি করা হয়, যেটা আপনি ফিজিক্যালি এবং মেন্টালি দুইভাবেই অনুভব করতে। • ভার্চুয়াল রিয়েলিটির প্রকারভেদ: Fully Immersive: এই প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল জগত তৈরি করলে, আপনি মনে করবেন আপনি অন্য একটি জগত রয়েছেন। Semi Immersive: এই প্রযুক্তি বেশিরভাগ বিভিন্ন ভিডিও গেমে ব্যবহৃত হয়। Non Immersive: বিভিন্ন ধরনের কার্টুন এবং ভিডিও গেম তৈরিতে এই প্রযুক্তি ব্যবহৃত হয়। Augmented Reality: উদাহরণস্বরূপ, বিভিন্ন হোম ডেকোরেটররা এই প্রযুক্তি ব্যবহার করে আপনার বাসা কেমন হবে সেটা দেখাতে পারবে। যেমন আপনার ঘরের কোন স্থানে শোবার খাট রাখলে সেটা সুন্দর লাগবে, তিনি এই প্রযুক্তি ব্যবহার করে আপনাকে অনুধাবন করাতে পারবেন। Collaborative VR: • ভার্চুয়াল রিয়েলিটি কি কি কাজে ব্যবহৃত হয়: এছাড়া আরো অনেক কাজে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। • ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা: আশা করি আজকের পোস্ট এর মাধ্যমে আপনারা কিছু জানতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। The post ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality) কি? এবং এটি কিভাবে কাজ করে appeared first on Trickbd.com. |
ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করার জন্য কি কি প্রয়োজন জেনে নিন Posted: বর্তমানে যুব সমাজের মধ্যে বেশিরভাগ মানুষই ফ্রিল্যান্সিং করতে চায়। কিন্তু তারা সঠিক পরামর্শ না পাওয়ার কারণে ফ্রীলান্সিং জগতের ঢুকার কিছুদিন পরেই হারিয়ে যায়। ফ্রিল্যান্সিং জগৎ মানুষ যতটা সহজ মনে করে, তার থেকে অন্তত তিন থেকে চার গুণ কঠিন। ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করার আগে অবশ্যই আপনার বেশ কিছু জিনিস জানা প্রয়োজন। তাহলে চলুন সেই বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি… • সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা: অনেকে একটা ভুল করে থাকেন সেটা হলো ফ্রিল্যান্সিংকে ফুলটাইম নেওয়া। আপনি যদি পড়ালেখা অথবা চাকরি করে থাকেন, তাহলে কখনোই ফ্রিল্যান্সিংকে ফুলটাইম হিসেবে নিবেন না। এতে আপনার সবচেয়ে বেশি ক্ষতি হবে, কারণ ফ্রিল্যান্সিং জগতে কাজ পেতে অনেক সময় বছর লেগে যায়। আর যদি আপনার কোন ধরনের কাজ না থাকে, সেক্ষেত্রে আপনি ফ্রিলেন্সিংকে ফুলটাইম হিসেবে নিতে পারেন। অবশ্যই কোন একটি বিষয় নিয়ে ফ্রীলান্সিং শুরু করবেন। প্রথম অবস্থায় একের অধিক বিষয় নিয়ে কাজ না করাই উত্তম। • কৌশল: আর যদি কৌশলে সর্টকাটে না করেন, তাহলে আপনার ওই কাজ করতে অনেক সময় লেগে যাবে। এ ছাড়া কোন কিছু সম্পর্কে না জানলে সেটা কিভাবে গুগল বা ইউটিউবে সার্চ করে বের করতে হয়, সেটাও জানা খুবই জরুরী। • ইংরেজির দক্ষতা: এতে করে আপনার অর্ডার ক্যান্সেল হতে পারে, অথবা আপনার প্রোফাইলের মধ্যে ব্যাড রেটিং চলে আসবে। যেটা আপনার আইডির জন্য অনেক খারাপ হতে পারে। যদি আপনি ইংরেজি একটুও না জানেন, সেক্ষেত্রে আগে ইংরেজিটা শিখে নেন। তারপরে ফিলান্সিং জগতে প্রবেশ করুন। বর্তমানে কিন্তু গুগল ট্রান্সলেটের সাহায্য নিয়েও অনেকে ফ্রীলান্সিং করছে। • জ্ঞান ও দক্ষতা: আর যদি কাজও পান, তাহলেও আপনি সঠিকভাবে সেই কাজ করতে পারবেন না। এতে করে আপনার একাউন্টে বেড রেটিং চলে আসবে। • কম্পিউটার বা ল্যাপটপ: প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে হলে অবশ্যই একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে। • ইন্টারনেট কানেকশন: ফ্রীলান্সিং না প্রথমাবস্থায় কেউই এত টাকা খরচ করতে চাইবে না। • ধৈর্য: আপনি যদি ধৈর্য হারিয়ে এই সেক্টর থেকে চলে যান, তাহলে আপনি কখনো ফ্রীলান্সার হতে পারবেন না। পরিশেষে, অযথা কোনো কাজ না শিখে এবং ইংরেজি না জেনে, ফিলান্সিং জগতে কখনো প্রবেশ করবেন না। এতে করে আপনি কোন কাজ পাবেন না, শুধু সময় এবং টাকা নষ্ট হবে। আশা করি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ফেসবুক পেজকে জনপ্রিয় করার কয়েকটি উপায়The post ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করার জন্য কি কি প্রয়োজন জেনে নিন appeared first on Trickbd.com. |
জাভা ফোনেই ওয়াপকিজ সাইট গুগলে সাবমিট করা শিখুন Posted: আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় । অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে Wapkiz site গুগলে Submit করা শেখাতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন । তো চলুন আমরা জাভাতেই Wapkiz site গুগলে সাবমিট করা শিখি । ট্রিকবিডিতে এটা সম্পকে কিছু লেখা দেওয়া রয়েছে । তবে আবারও আমার দেওয়ার কারণ নতুনদেরকে শেখানো ও পোস্টে ব্যাখ্যা দিয়ে উপস্থাপন করা যাতে আরও অনেক লোক শিখতে পারে । আমরা অনেকেই হয়তো জানিনা যে জাভা মোবাইলেই ওয়াপকিজ সাইট গুগলে সাবমিট করা যায় । হ্যাঁ আসলে এটা সত্য । তবে কিছু সুনিদিষ্ট নিয়ম অনুসরণ করতে হয় । আপনাদেরকে বললে হয়তো বিশ্বাস নাও করতে পারেন তবুও বলছি । আমার বাড়িতে কোন এন্ড্রয়েড ফোন নাই । জাভাতেই সব কাজ সারি । আমার ওয়াপকিজ www.242.wapkiz.com সাইটটি জাভা মোবাইল দিয়েই গুগলে সাবমিট করা । আপনারা গুগলে সাচ দিয়ে দেখতে পারেন । তো গুগলে সাইট সাবমিট করার জন্য প্রথমে সাইটের panel mod এ যান । তারপর Submit to google অপশনে ক্লিক করুন ।
এখন আবার পেছনে এসে Webmaster tool verified by upload file অপশনে ক্লিক করুন ও ডাউনলোড করা ফাইলটি ছবিতে দেখানো নিয়ম অনুসারে আপলোড করুন । তারপর আবার Submit to google অপশনে ক্লিক করে নিচের দেওয়া ছবির মতো লিংকটিতে ক্লিক করুন ।
যদিও ক্লিক করার পর Internal 500 error দেখাবে । তবুও আশাহত না হয়ে অপেক্ষায় থাকবেন ও প্রতিদিন আপনার সাইট গুগলে সাচ দিবেন ও চেক করে নিবেন । কারণ এই পদ্ধতি অনুসরণ করলে একটু দেরি হবে । কারণ ওয়াপকিজের লোক সাইটের সবকিছু চেক করে গুগলে ব্যাবহারের অনুমতি দিবে । কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন । The post জাভা ফোনেই ওয়াপকিজ সাইট গুগলে সাবমিট করা শিখুন appeared first on Trickbd.com. |
[hot post]জাভা ইউজাররা নিয়ে নিন অসাধারন একটি ভুতুরে একশন গেম। Posted: Trickbdর সকল ইউজার এবং ভিজিটরদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।Trickbdতে সকলে নতুন কিছু শেখার জন্য আসে।তো চলুন আজকেও আমরা নতুন কিছু সম্পর্কে জেনে আসি। আজকের এই ভূতুরে গেমটির নাম Lego Batman।যদিও এই গেমটির ব্যাকগ্রাউন্ট সেইরকম ভুতুরে নয়।তবে এই গেমটিতে যে মেইন অর্থাৎ আপনাকে দেখতে একটু ভুতুরে হবে।এই গেমটি অনেক ভালো,,কিন্তু ট্রিকবিডিতে দেখলাম এরকম একটি ভালো গেম নিয়ে কেউ পোস্ট করেনি.,তাই পোস্টটি করলাম।আপনারা হয়তো জানেন মানুষ মাত্রই ভুল হয়।আর আমিও একজন মানুষ আমার পোষ্টে যদি কোন ভুল ক্রুটি হয়।তাহলে কমেন্টে গালা গালি না করে ভুলটা ধরিয়ে দিবেন। যেভাবে খেলবেন:খেলা শুরু হওয়ার আগে আপনাকে কিছু দিকনির্দেশনা দিবে.. এগুলো আপনাকে ঠিকভাবে মানতে হবে।আমি প্রথমেই বলেছি এটি একটি একশন গেম।এই গেমে আপনার কাজ হল, শত্রুকে মারা এবং বোনাস নেওয়া।আপনাকে আপনার চারপাশের শত্রু এবং বোনাস এর ওপর নজর রাখতে হবে।সামনে যদি শত্রু আসে তাহলে আপনাকে 1 প্রেস কর শত্রুকে মারতে হবে।আবার আপনি যদি শত্রু থেকে সেভ মোডে যেতে চান তাহলে আপনাকে 3 প্রেস করতে হবে।আবার জাম্পিং করার জন্য আপনাকে 2 প্রেস করতে হবে।আপনি যদি জাম্পিং করে এগিয়ে যেতে চান তাহলে আপনাকে 2 প্রেস করতে হবে দুইবার।আপনি যদি ওপরের সারিতে থাকা কোনো শত্রুকে মারতে চান তাহলে আপনাকে 5 প্রেস করতে হবে। আশা করি গেমটি আপনাদের ভালোই লেগেছে।তো আপনারা গেমটি খেলতে থাকুন।গেমটিতে অনেক লেভেল আছে।গেমটি একটি রানার গেম এবং অনেক মজার গেম।তাই ভাবলাম আপনাদের সাথেও গেমটা শেয়ার করি। তাহলে গেমটা ডাউনলোড করে খেলতে থাকুন।নিচে ডাউনলোড লিঙ্ক দেয়া হল:- Download Game The post [hot post]জাভা ইউজাররা নিয়ে নিন অসাধারন একটি ভুতুরে একশন গেম। appeared first on Trickbd.com. |
Download করে নিন Bin ব্যাবহার করার সে App CCXEN Tools Posted: আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।আপনারা বিভিন্ন সাইটে Trial নিবার জন্য বিন ব্যাবহার করে থাকেন!আচ্ছা কেমন হয় যদি BIN ব্যাবহার করার করার জন্য সব প্রয়োজনীয় জিনিস এক App এই পাওয়া যায়..?কি বুঝলেন নাতো..? চলুন দেখে নেওয়া যাক
lINK 1 : যদি আপনার ফোনে Install করার সময় Play Protect Warning দেখায় তাহলে Install Anyway করে Install করে নিবেন। ( App টি Play Store এ না থাকায় এমন হতে পারে) |
You are subscribed to email updates from Trickbd.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google, 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 Comments