Search box..

বিকাশ নাম্বার দিয়ে নাম বের করুন খুব সহজেই।

বিকাশ নাম্বার দিয়ে নাম বের করুন খুব সহজেই।


বিকাশ নাম্বার দিয়ে নাম বের করুন খুব সহজেই।

Posted:

বিকাশ নাম্বার দিয়ে প্রতারকের নাম বের করুন খুব সহজেই।

বিকাশ নাম্বার দিয়ে নাম বের করুন খুব সহজেই।
বিকাশ নাম্বার দিয়ে নাম বের করুন খুব সহজেই।

 

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশাকরি সবাই ভালো আছেন। আমি মোঃ রজ্জব আলী আছি আপনাদের সাথে। বর্তমানে বিকাশে ভুল করে টাকা পাঠানো বা বিকাশ প্রতারকদের ধরতে প্রয়োজন হয় তার নাম জানতে। কিন্তু বিকাশ নাম্বার দিয়ে নাম জানা যেতো না।

তবে বর্তমানে আপনি খুব সহজেই বিকাশ নাম্বার দিয়ে গ্রাহক এর নামটি জানতে পারবেন। এর জন্য প্রয়োজন আপনার একটি ইসলামী বাংকের ডিজিটাল ওয়ালেট সেলফিন অ্যাকাউন্টের। প্রথমেই সেলফিন অ্যাপ এখান থেকে ডাউনলোড করে নিন। আগে ডাউনলোড করা থাকলে অ্যাপটি আপডেট করে নিন। পরে অ্যাকাউন্ট না থাকলে একটি অ্যাকাউন্ট করে নিন। তারপরে লগইন করে সেলফিন অ্যাকাউন্টে চলে যান। অ্যাকাউন্টে লগইন করে আসার পরে Fund Transfer এ প্রবেশ করুন।

বিকাশ নাম্বার দিয়ে নাম বের করুন খুব সহজেই।

 

এবং সবার নিচে দেখুন বিকাশ নামে একটি অপশন আছে। বিকাশ লোগোর উপর ক্লিক করে বিতরে যান।

বিকাশ নাম্বার দিয়ে নাম বের করুন খুব সহজেই।

তারপরে আপনার কাঙ্খিত বিকাশ নাম্বারটি দিয়ে Next বাটনে ক্লিক করুন।

বিকাশ নাম্বার দিয়ে নাম বের করুন খুব সহজেই।

এখন নিচেই দেখুন আপনার দেওয়া বিকাশ নাম্বারটি চলে আসছে। এবং যার নামে বিকাশ অ্যাকাউন্টি রেজিষ্ট্রেশন করা হইছে তার নামটি নিচে চলে আসছে।🥰

বিকাশ নাম্বার দিয়ে নাম বের করুন খুব সহজেই।

এই উপায় টি ফলো করে আপনি সেলফিন থেকে বিকাশে খুব সহজেই টাকা পাঠাতে পারবেন। এখানে ক্লিক করে দেখে নিন কিভাবে সেলফিন থেকে বিকাশে Fund Transfer করবেন।

পোস্ট প্রথম প্রকাশিত হয় : https://www.rajjabali.com ভিজিট করতে পারেন।

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।  যেকোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করুন আমার ফেইসবুক পেইজে। আল্লাহ হাফেজ। 🥰

The post বিকাশ নাম্বার দিয়ে নাম বের করুন খুব সহজেই। appeared first on Trickbd.com.

শিরকের পরিচয়, প্রকারভেদ, কুফল ও শিরক থেকে বাঁচার উপায়

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে শিরকের পরিচয়, প্রকারভেদ, কুফল ও প্রতিকার নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।


শিরকের পরিচয় :-


শিরক শব্দের অথ অংশীদার সাব্যস্ত করা,একাধিক স্রষ্টায় বিশ্বাস করা । ইসলামি শরিয়তের পরিভাষায় মহান আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা বা তাঁর সমতুল্য অন্য কাউকে মনে করাকে শিরক বলে । যে ব্যাক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক । আর শিরকের বিপরীত হলো তাওহিদ । আল্লাহ তায়ালা কুরআন মজিদের অনেক জায়গাতে শিরকের ধারণা দিয়েছেন । যেমন :-

**সূরা ইখলাসের ১নং আয়াত || নবি আপনি বলুন ! আল্লাহ এক ও অদ্বিতীয় ।

**সূরা আশ্-শুরার ১১নং আয়াত || কোন কিছুই আল্লাহর সদৃশ নয় ।

**সূরা আম্বিয়ার ২২নং আয়াত || যদি আল্লাহ ব্যাতীত অন্য কোন ইলাহ থাকত তবে উভয়ই ধ্বংস হতে যেত ।

এই আয়াতটি দ্বারা বোঝানো হচ্ছে যে দুজন সৃষ্টিকতা থাকলে একেক জন একেক রকম চাইত । তারা ক্ষমতার বড়াই করত ও ধ্বংস হয়ে যেত ।


শিরকের প্রকারভেদ :-


আল্লাহর সাথে শিরক ৪ধরনের হতে পারে ।

১। আল্লাহর অস্তিত্বে শিরক করা । যেমন ঈসা (আ) কে আল্লাহর পুত্র মনে করা ।

২। আল্লাহ তায়ালার গুণাবলিতে শিরক করা । যেমন : আল্লাহ তায়ালার পাশাপাশি অন্যকাউকে সৃষ্টিকতা হিসেবে মনে করা ।
৩। জগতের পরিচালনায় অন্য কাউকে আল্লাহর সাথে শরিক করা । যেমন :- ফেরেশতাদেরকে জগত পরিচালনাকারী হিসেবে মনে করা ।

৪। আল্লাহ তায়ালা ব্যাতীত অন্য কাউকে ইবাদতের ক্ষেত্রে শরিক করা । যেমন মুতির জন্য নামায পড়া,মুতির কাছে চাওয়া ইত্যাদি ।


শিরকের কুফল :-


শিরক অত্যন্ত জঘন্য অপরাধ । আলাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই শিরক চরম জুলুম ।” (সুরা লুকমান আয়াত ১৩)

আল্লাহ তায়ালা সকল অপরাধ ক্ষমা করেন । কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করেন না । আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শিরকের অপরাধ ক্ষমা করে না । অন্যান্য সকল অপরাধ ক্ষমা করে দেন ।”

আল্লাহ তায়ালা মুনাফিকদের শাস্তি সম্পকে বলেন, “মুনাফিকগণ কখনোই জান্নাতে প্রবেশ করবে না এবং জাহান্নাম হবে তাদের আবাস ।”

শিরক থেকে বাঁচতে আমরা প্রতিনিয়ত নামায আদায় করব । শিরকের শাস্তির কথা মনে রাখব ।

তো আজ এতটুকুই ছিল । সবাইকে ধন্যবাদ ।

The post শিরকের পরিচয়, প্রকারভেদ, কুফল ও শিরক থেকে বাঁচার উপায় appeared first on Trickbd.com.

সিনেমা ডাউনলোড করার জন্য পাঁচটি বেস্ট download সাইট,,!!

Posted:

আসসালামুয়ালাইকুম

আমি 🇹 🇷 🇮 🇨 🇰 🇧 🇩 তে একদম নতুন।

নিজের ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের কিছু জানাতে এসেছি।

এবং এর মাঝেই আমার সামান্য টিপস আপনাদের জানানোর চেষ্টা করবো।

পোস্ট এ কোনো ভুল হলে দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না।

আমি কথা বেশি বাড়াবো না।

সরাসরি মূল কথায় আসি।

আমরা সকলেই সিনেমা দেখতে পছন্দ করি।

কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ সিনেমাগুলো ওটিটি প্ল্যাটফর্মগুলোতে হয়।

এজন্য আমরা চাইলেও সেগুলো দেখতে পারিনা।

এগুলোর জন্য ওটিতে প্ল্যাটফর্ম গুলোর সাবস্ক্রিপশন করতে হয়।

কিন্তু আমরা বাঙালিরা সব সময় ফ্রি জিনিস খুঁজে থাকি।

তাই তো আমরা সব সময় অনলাইনে সিনেমাগুলো বা

সিরিজগুলো খুঁজতে থাকি।

কিন্তু আমরা চাইলেও সব সময় সেগুলো খুজে পাইনা।

অনেক ওয়েবসাইট ঘাটাঘাটি করলেও,

আমরা আমাদের কাঙ্খিত সিনেমা বা সিরিজ গুলো খুঁজে পায় না এইজন্য আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি।

চিন্তার কোন কারণ নেই আজকে আমি আপনাদের সঙ্গে পরিচয়

করিয়ে দেব পাঁচটি বেস্ট ডাউনলোড সাইট সম্পর্কে।

যেগুলো থেকে আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত সিনেমা

বা মুভি গুলো পেতে পারেন।

1. MLWBD (.)mobi = জনপ্রিয় একটি মুভি ডাউনলোড সাইট।

প্রায় সব ধরনের মুভি পায় যায়।

Dual Audio, Hindi Dubbed, Bangla Subtitles মুক্তি পাওয়া যায়।

ডাউনলোড স্পিড অনেক ভালো।

2. www (.) 9xflix (.) com =

এই সাইটেও প্রায় সব ধরনের মুভি ডাউনলোড করা যায়।

ডাউনলোড স্পিড খুব বেশি না হলেও একেবারে কম না।

প্রায় পছন্দ মতো ভাষায় আর ডাবিং করা মুভি ডাউনলোড করা যায়।

3. mp4moviez (.)in = এই ওয়েবসাইটেও প্রায় সব মুভি পাওয়া যায়।

এবং এই সাইটের ডাউনলোড স্পিড খুব ভালো।

এবং অ্যাডের ঝামেলা নেই। খুব সহজেই ডাউনলোড করা যায়।

4. mkvmoviesking (.)net =

এই ওয়েবসাইট খুব বেশি ডিজাইন করা হয় নি।

তাই এখানে কোনো ফোল্ডার অথবা ক্যাটাগরি নেই।

মুভি ডাউনলোড করতে হলে সার্চ করতে হবে।

এবং এই সাইটের ডাউনলোড স্পিড এ কোনো ঝামেলা নেই।

5. puretoons (.) com =

যারা কার্টুন দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই ওয়েবসাইট।

যেমনঃ Doreamon, Ben 10, Dragon Ball, Spider Man, Avengers Assemble, Batman, Superman ইত্যাদি অনেক কার্টুন, অ্যানিমেশন আছে।

যা হিন্দি ডাবিং এ পাওয়া যায়।

এখানে 240p, 360p, 480p, 720p রেজ্যুলেশনে Direct Download করা যায়।

কার্টনের মভি পাওয়া যায়।

সরাসরি লিঙ্ক দিতে পারলাম না এজন্য আন্তরিকভাবে দুঃখিত।

কষ্ট করে ওয়েবসাইট গুলোর নাম গুলো গুগলে সার্চ করে

আপনার কাঙ্খিত সিনেমা গুলো খুঁজে নিন।

ধন্যবাদ সবাইকে এবং পোস্টের কোথাও যদি ভুল হয় কমেন্টে জানাবেন।

ভুলত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করব।

ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।

এবং trickbd এর সঙ্গেই থাকবেন।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

পোস্ট ক্রেডিট: MD.Sohag Uddin

The post সিনেমা ডাউনলোড করার জন্য পাঁচটি বেস্ট download সাইট,,!! appeared first on Trickbd.com.

ক্ল্যাম্প মিটার এবং মাল্টিমিটার এর মধ্যে পার্থক্য

Posted:

ক্ল্যাম্প মিটার এবং মাল্টিমিটার এর মধ্যে পার্থক্য। একটি ক্ল্যাম্প মিটার প্রাথমিকভাবে কারেন্ট (বা অ্যাম্পেরেজ) পরিমাপের জন্য তৈরি করা হয়, যখন একটি মাল্টিমিটার সাধারণত ভোল্টেজ, রেজিস্টেন্স, কন্টিনিউটি এবং কখনও কখনও লো-কারেন্ট পরিমাপ করে। আজকাল, কিছু ক্ল্যাম্পে মৌলিক মাল্টিমিটারের পরিমাপের ক্ষমতাও অন্তর্ভুক্ত থাকে এবং একইভাবে, কিছু পরীক্ষা মিটার একটি amp ক্ল্যাম্প (যেমন Fluke Iflex) সংযুক্ত করতে দেয়।

প্রধান ক্ল্যাম্প মিটার এবং মাল্টিমিটারের পার্থক্য হল যে তারা উচ্চ কারেন্ট পরিমাপ করতে পারে, যখন মাল্টিমিটারের উচ্চ নির্ভুলতা এবং ভাল রেজোলিউশন থাকে। যাইহোক, একটি amp ক্ল্যাম্প মাল্টিমিটার কিছুটা এই সাধারণীকরণকে বাধা দেয় যে তারা ভোল্টেজ এবং প্রতিরোধের উপর বেশ ভাল নির্ভুলতা আসতে পারে।

আপনার পদচারণা যদি ইলেকট্রনিক্স এর মধ্যে থাকে, তাহলে DMM আপনি অজানা, যেহেতু একটি ভাল রেজোলিউশন বা নির্ভুলতা আপনাকে মিলি ওহমস, মিলিভোল্ট এবং এমনকি মাইক্রো-এম্পস স্তরে মিনিট পরিবর্তন দেখতে দেয়। একটি amp ক্ল্যাম্পের সাহায্যে, আপনি হাজার এবং মিলিয়নের বিপরীতে একটি ইউনিটের শতম বা দশমাংশে নামতে পারেন। কিন্তু অনেক বৈদ্যুতিক কাজের সাথে, আগেরটি ঠিক থাকবে।

কিছু উদাহরণ:

  • Amprobe AMP-220
  • 600A পর্যন্ত AC এবং DC পরিমাপ করে
  • কমপাস ফিল্টার সহ True-RMS
  • এছাড়াও ভোল্টেজ, প্রতিরোধ, ধারাবাহিকতা, ক্যাপাসিট্যান্স, ফ্রিকোয়েন্সি পরিমাপ করে

ফ্লুক 323 ক্ল্যাম্প মিটার

  • 400A এ এসি অ্যাম্পেরেজ
  • True-RMS প্রতিক্রিয়াশীলতা
  • এছাড়াও AC & DC ভোল্টেজ, রেজিস্ট্যান্স পরিমাপ করে
  • Fluke-এর সস্তা মডেলগুলির মধ্যে একটি৷

ইলেক্ট্রিক্যাল মাল্টিমিটার

  • ক্লেইন টুলস mm200
  • এগুলি একটি ডায়াল এবং ডিসপ্লে নিয়ে গঠিত এবং হয় স্বয়ংক্রিয়- বা ম্যানুয়াল-রেঞ্জিং। ক্ল্যাম্প মিটারের মতো, বেশিরভাগই আজকাল ডিজিটাল, তবে সাধারণত আরও অনেক ব্র্যান্ডে পাওয়া যায়।

কিছু উদাহরণ:

  • Mastech MS8229
  • একটি সস্তা মাল্টিমিটারের জন্য বৈশিষ্ট্য ভাল পরিসীমা
  • ক্যাপাসিট্যান্স অন্তর্ভুক্ত
  • একটু ধীর

এক্সটেক EX363

  • একটি শালীন মেক থেকে ভাল বিল্ড মানের
  • তাপমাত্রা ইনপুট এবং একটি মাইক্রো-amps পরিসীমা অন্তর্ভুক্ত
  • HVAC ইঞ্জিনিয়ারদের জন্যও ভালো
  • ভোল্টেজ সনাক্তকরণ

শ্রেণীর পার্থক্য

বেসিক ক্ল্যাম্প মিটার : Clamp Meter শুধুমাত্র উচ্চতর এসি অ্যাম্পেরেজ পরিমাপ করে এবং অন্যান্য পরিমাপের মানদণ্ড ছাড়াই।

উন্নত : এছাড়াও অন্যান্য ফাংশন আছে, অথবা সম্ভবত লুপ/ইনরাশ বর্তমান বৈশিষ্ট্য আছে। কেউ কেউ ওয়্যারলেস কানেক্টিভিটি নিয়ে গর্ব করেন বা একটি নন কন্টাক্ট ডিসপ্লে থাকে।

বেসিক মাল্টিমিটার : ভোল্টেজ, রেজিস্ট্যান্স, নির্ভুলতার বিভিন্ন ডিগ্রীর ধারাবাহিকতা পরিমাপ করতে পারে।

উন্নত : আরও বৈশিষ্ট্য এবং কার্যকারিতা (যেমন সর্বনিম্ন/সর্বোচ্চ রেকর্ডিং), ভাল নির্ভরযোগ্যতা, উচ্চ নির্ভুলতা এবং রেজোলিউশন, দ্রুত ধারাবাহিকতা পরীক্ষা/স্বয়ংক্রিয় রেঞ্জিং, এবং নিরাপদ (উচ্চ CAT রেটিং)।

বাতা

  • সার্কিট ভেঙ্গে আপনাকে কারেন্ট পরিমাপ করতে দেয়
  • বর্তমান ইন-সিটু সমস্যা সমাধানের জন্য আদর্শ
  • দ্বৈত-উদ্দেশ্য পরিমাপের জন্য ভাল, যেমন একটি মেশিনের গতির পাশাপাশি বর্তমান টানা
  • সাধারণত কম নির্ভুলতা এবং রেজোলিউশন
  • শক্তভাবে বস্তাবন্দী ট্রাঙ্কিংয়ে চোয়াল খুলতে লড়াই করতে পারে

বেসিক মাল্টিমিটার

  • আরও পরিমাপের মানদণ্ড, যেমন ভোল্টেজ, ক্যাপাসিট্যান্স এবং ফ্রিকোয়েন্সি
  • উচ্চতর রেজোলিউশনে বৈদ্যুতিক সিস্টেমগুলি পরিমাপ করুন
  • ইলেকট্রনিক্স কাজের জন্য ভালো
  • উচ্চ amps এর উপর ব্লউস ফিউজ

উপসংহার

স্ট্রর্ক ক্ল্যাম্প মিটারের সাথে Digital Multimeter এর পার্থক্য ছিল, একটি ক্ল্যাম্প প্রাথমিকভাবে অ্যাম্পেরেজ পরিমাপ করার জন্য নির্মিত এবং ভোল্টেজ, রেজিস্টেন্স এবং ধারাবাহিকতা প্রতিষ্ঠার জন্য একটি মাল্টিমিটার কারেন্টের উপর কম ফোকাস রাখে। একটি ভাল মডেলের সরঞ্জাম একজন ইলেকট্রিশিয়ানের কাজের সবচাইতে ভালো বন্ধু হতে পারে। যাদের আরও নির্ভুলতা প্রয়োজন তাদের ভারী কাজের জন্য একটি পৃথক, উচ্চ মানের মাল্টিমিটার এবং একটি amp ক্ল্যাম্প সহ ভাল হবে।

The post ক্ল্যাম্প মিটার এবং মাল্টিমিটার এর মধ্যে পার্থক্য appeared first on Trickbd.com.

Nagad Account থেকে ১৫ টাকা মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ১৫ টাকা ক্যাশব্যাক সময় খুব কম তাড়াতাড়ি করুন.!

Posted:

নগদ একাউন্ট থেকে নিজের নাম্বার (যে নাম্বার এ একাউন্ট খুলা আছে) ১৫ টাকা মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ১০০% ক্যাশব্যাক অর্থাৎ ১৫ টাকা ক্যাশব্যাক তার আবার মোবাইল রিচার্জ করার সাথে সাথে ক্যাশব্যাক পাবেন।।

অফারটি শুধু মাত্র সে সকল গ্রাহক পাবে যে সকল গ্রাহক গত ফেব্রুয়ারি মাসে কোনো লেনদেন করেনি তারাই শুধু মোবাইল রিচার্জ এ ১০০% ক্যাশব্যাক পাবে।

আপনি গত ফেব্রুয়ারি মাসে কোনো লেনদেন করেছেন কি না তা জানতে নগদ অ্যাপ এ ঢুকে লেনদেন অপশন চেক করুন অথবা *১৬৭# ডায়াল করে My Nagad অপশন সিলেষ্ট করে তার পর Mini statement অপশন সিলেষ্ট করে আপনার একাউন্ট এর পিন দিয়ে লেনদেন দেখে নিন

অফারটি নিতে পারবেন নগর অ্যাপ অথবা USSD কোড ডায়াল করে এবং অফার টি চলবে আগামী ২০শে মার্চ পর্যন্ত।

মোবাইল রিচার্জ করতে নগদ অ্যাপ বা *167# ডায়াল করে মোবাইল রিচার্জ অপশন সিলেষ্ট করে মোবাইল রিচার্জ করে নিন

মোবাইল রিচার্জ করার সাথে সাথে ক্যাশব্যাক পেয়ে যাবেন

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

The post Nagad Account থেকে ১৫ টাকা মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ১৫ টাকা ক্যাশব্যাক সময় খুব কম তাড়াতাড়ি করুন.! appeared first on Trickbd.com.

TIDAL HI-FI PLUS প্রিমিয়াম মিউজিক এবং PLEX PASS একসাথে একদম বিনামূল্যে নিন।

Posted:

আস্সালামুআলাইকুম। 🙂

.

আমি নাহিদুল ইসলাম সাগর। আশা করি সবাই ভালো আছেন। 🙂

.

যদিও সময়টা ভালো যাচ্ছে না, তবুও আল্লাহ তায়ালার কাছে এটাই চাওয়া সবাই যেন সুস্থ এবং নিরাপদে থাকে এই মহামারী থেকে।

.

তো মূল পোস্টে আসা যাক। 🙂

.

আজ আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে PLEX PASS এবং TIDAL HI-FI PLUS একসাথে একদম বিনামূল্যে নিবেন। এ দুটো অবশ্যই প্রিমিয়াম।😉

What is Plex? : Click Here 

What is Tidal? : Click Here

নোট : আমি যেভাবে স্ক্রিনশোটে দেখাবো সেভাবে করবেন। বেশি বুঝলে কিন্তু পাবেন না আগেই বলে দিচ্ছি।

.

আর অবশ্যই এক্ষেত্রে VPN লাগবে। Paid VPN হলে ভালো হয়। ফ্রী ভিপিএন দিয়েও হতে পারে। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। VPN Country অবশ্যই United States Select করবেন।🙂

VPN Connect করে প্রথমে Tidal.Com তে যান। এবং START FREE TRIAL তে ক্লিক করুন।

এরপর জিমেইল দিন। অবশ্যই নিজের Gmail দিবেন। Temp Mail দিয়ে কাজ হবে না। 🙄

এরপর Password and Birthday Date দিন। এবং Agree তে টিক দিয়ে SignUP এ ক্লিক করুন।

এবার FREE অপশন Select করুন। এবং Continue তে ক্লিক করুন।

NOW Go HERE

এবার Screenshot এ দেখানো ডান দিকের বাটনে ক্লিক করুন

এবার উপরে GMAIL ADDRESS এবং নিচে PASSWORD দিন। Continue করুন।

এবার Browser এর NEW TAB OPEN করুন। এবং এই সাইটে যান।

এবং এই কোড কপি করুন : 53915054175xxxxx

এবার প্রথম বক্সে পেস্ট করুন। Quantity ইচ্ছামতো বসান। এবং GENERATE ক্লিক করুন। ডান দিকের বক্সে অনেক কোড আসবে। যেকোনো একটা নিতে হবে আপনাকে।

কোডের সিকুয়েন্স উদাহরন :

5391505417552704 | 02 | 2025 | 826

বিন কোড | মাস | বছর | CVV কোড

.

এখন আগের ট্যাবে যান এবং নিচের Screenshot এর মতো পর্যায়ক্রমে কোড, মাস, বছর ও
CVV কোড বসান। Postal CODE : 10080 অথবা 10081 হবে। Country United States. এবার Continue ক্লিক করুন।

যদি এই কোড কাজ না করে অন্য কোড দিয়ে ট্রাই করুন।🥱

আবার Continue :

ব্যাস দেখুন : আপনি পেতে যাচ্ছেন TIDAL HIFI-PLUS


প্রিমিয়াম সাবস্ক্রিপশন
😍 সাথে পাচ্ছেন PLEX Stream প্রিমিয়াম সাবস্ক্রিপশন 😎

এবার : Tidal.Com অথবা https://listen.tidal.com/ তে যান।

CONGRATULATIONS 😍 WE HAVE GOT IT.

You Can Play With Song Lyrics Also😉

Hi-Fi অথবা Hi-Fi Plus সিলেক্ট করুন প্রিমিয়াম কোয়ালিটির মিউজিক শুনতে। 🥰

যত খুশি একাউন্ট বানাতে পারবেন। 😁 তবে প্রতিটি একাউন্ট এর মেয়াদ ১ মাস।

র্সবশেষে একটাই কথা বলবো অফারটি আজ আছে, কাল নাও থাকতে পারে। তাই সময় থাকতে নিয়ে নিন।

.

মোবাইল, পিসি সব ডিভাইজে চলবে শুধু এ্যাপ ডাউনলোড করতে হবে। 😍
.
অফারটি সীমিত সময়ের জন্য হতে পারে তাই দ্রুত নিয়ে নিন। 😉
.

তো আজকের পোস্ট এখানেই শেষ করছি। আশা করি কমেন্টে জানাবেন কেমন লাগেলো। 🥰

.
সবাইকে আমার নতুন সাইট ভিজিট করার অনুরোধ রইলো। 😃
.
আমার সাইট : TipsFCBD.Blogspot.Com 🙂





The post TIDAL HI-FI PLUS প্রিমিয়াম মিউজিক এবং PLEX PASS একসাথে একদম বিনামূল্যে নিন। appeared first on Trickbd.com.

সমাজের সবোত্তম ব্যাক্তি সম্পকিত দুটি হাদিস

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে সবোত্তম মানুষ সম্পকিত দুইটি হাদিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

প্রথম হাদিস :-

রাসুল হযরত মোহাম্মদ (স) বলেন, “আমি কি তোমাদের ভালো লোকদের সম্পকে অবহিত করব না? উত্তরে সাহাবিগণ বলেন, হে আল্লাহর রাসুল! হ্যাঁ,বলে দিন । রাসুল (স) বলেন- তোমাদের মধ্যে ভালো লোক তারা, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় ।” (ইবনে মাজাহ)

দ্বিতীয় হাদিস :-

মহানবি হযরত মোহাম্মদ (স) বলেন, “তোমাদের মধ্যে সেই ব্যাক্তি সবচেয়ে উত্তম যে কুরআন মজিদ শেখে এবং অন্যকে শেখায় ।”
(সহিহ বুখারি ও মুসলিম)

***প্রথম ও দ্বিতীয় হাদিসে রাসুল (স) উত্তম মানুষের বৈশিষ্ট বণনা করেছেন । প্রথম হাদিস দ্বারা প্রকাশ পায় যে বস্তুত সবোত্তম মানুষ হলেন তাঁরা,যাঁদের দেখলে আল্লাহ তায়ালা কথা স্মরণ হয় । এরকম লোকের কথা বাতা, চাল চলন ইত্যাদি সকল বিষয় হয় ইসলাম কেন্দ্রিক । তাঁর কখোনই অন্যায় ও শিরকে লিপ্ত হয় না । এরুপ লোকদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয় । মানুষদের মধ্যে এরুপ লোকই সবোত্তম ।

আমাদের সমাজে আমরা বহু লোকদেরকে দেখে থাকি । তাদেরকে দেখলে আমাদের আল্লাহর কথা মনে আসে না । এরুপ লোকদের সাথে আমাদের বন্ধুত্ব করা উচিত নয় । তাদেরকে এড়িয়ে চলা উচিত ।

প্রথম হাদিসটি থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারি । এগুলো হলো :-

১। আল্লাহ তায়ালার স্মরণ করাই হলো সবত্তোম কাজ ।

২। যাঁদেরকে দেখলে আল্লাহর কথা মনে আসে তাঁরাই হলো আমাদের সমাজের সবোত্তম ব্যাক্তি ।

৩। মানুষের মযাদা ধন-দৌলত, শিক্ষা বা ক্ষমতার উপর নিভরশীল নয় । বরং দীন পালনের মাধ্যমেই মানুষের মযাদা প্রকাশ পায় ।

***দ্বিতীয় হাদিসে বলা হয়েছে কুরআন শিক্ষকের কথা । কুরআন শিক্ষকদেরকে দেখলেও আল্লাহর কথা মনে হয় । তাই তাদেরকেও সবোত্তম ব্যাক্তি বলা যায় । তাছাড়া শিক্ষকদেরকে একটি বিশেষভাবে মযাদা দেওয়ার জন্য এই হাদিসটি বণিত হয়েছে । আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা যা জানি তা সবাইকে শেখানোর চেষ্টা করব । কারণ শিক্ষকরাই হলো জাতির শ্রেষ্ঠ ব্যাক্তি ।


তো আজ এতটুকুই ছিল আমার পক্ষ থেকে আপনাদের জন্য । সবাইকে আমার আজকের এই পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।


The post সমাজের সবোত্তম ব্যাক্তি সম্পকিত দুটি হাদিস appeared first on Trickbd.com.

ইউটিউব চ্যানেল হ্যাকিং থেকে বাঁচানোর উপায় গুলো জেনে নিন / ইউটিউব চ্যানেল এর সুরক্ষা

Posted:

বর্তমানে ইউটিউব পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররা তাদের নিজস্ব কনটেন্ট ব্যবহার করে ইউটিউব এর মাধ্যমে ভালো পরিমাণ আয় করতে পারে এবং জনপ্রিয় হতে পারে। ইউটিউব চ্যানেল যত বেশি জনপ্রিয় হয়, সেটা হ্যাক হওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যায়। তাই চলুন জেনে নেই কিভাবে আপনার চ্যানেলটি হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারবেন…

• কঠিন পাসওয়ার্ড এর ব্যবহার:
আপনার ইউটিউব চ্যানেলটি যে জিমেইল দ্বারা পরিচালিত হয়, সেই জিমেইল এর পাসওয়ার্ডটি সবসময় কঠিন দেওয়ার চেষ্টা করবেন। তবে এমন পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ড আপনি মনে রাখতে পারবেন বা কোথাও লিখে রাখবেন।

• টু-স্টেপ ভেরিফিকেশন এর ব্যবহার:
আপনার জিমেইলে টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখবেন। এতে করে আপনার পাসওয়ার্ড হ্যাক হলেও, আপনার ফোনের টেক্সট মেসেজের পিন ছাড়া কেউ আপনার জিমেইলে প্রবেশ করতে পারবে না। এতে আপনার ইউটিউব চ্যানেল সুরক্ষিত থাকবে।

• অন্য ই-মেইল দিয়ে ইউটিউব চ্যানেল এ প্রবেশ:
আপনার ইউটিউব চ্যানেল এর মূল ইমেইলটি সব সময় লুকিয়ে রাখবেন, এটা কাউকে দেখাবেন না। আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলে ম্যানেজার হিসেবে নতুন আরেকটি ইমেইল যুক্ত করতে পারেন, সেই ইমেইলটির মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেল এর সকল কিছু পরিচালনা করতে পারবেন।

এতে করে আপনার মূল ইমেইলটি সুরক্ষিত থাকবে। আর যদি কোন কারণে আপনার ম্যানেজার ইমেইলটি হ্যাক ও হয়, সেক্ষেত্রে আপনার মূল ইমেইলটি সরাতে একদিন সময় লাগবে। আর ওই একদিনের মধ্যে আপনি আপনার ঐ ইউটিউব চ্যানেলটি ফিরে পেতে পারবেন।

• ব্র্যান্ড একাউন্টে রূপান্তর:
আপনাকে ইউটিউব চ্যানেলটিকে ব্র্যান্ড একাউন্টে রূপান্তর করে, সেটাতে অন্য আরেকটি ইমেইল যুক্ত করে নিন। এবং সেই ইমেইল দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ম্যানেজ করুন। যেটা আমি একটু আগে বলেছিলাম।

• অন্য ডিভাইসে লগ ইন:
আপনার ইউটিউব চ্যানেলটি অন্য ডিভাইসে বা অন্য জনের ডিভাইসে লগ ইন করা থেকে বিরত থাকুন। আর যদি লগইন করা লাগেই, সে ক্ষেত্রে আপনি “ইনকগনিটো মোড” এ ইউটিউব চ্যানেল লগইন করবেন। এতে করে আপনার লগইন ইনফর্মেশন সেইভ থাকবে না।

• অজানা লিংকে প্রবেশ:
আপনি অনলাইনে বিভিন্ন ভাবে অনেক লিংক পাবেন, সেসব লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকুন। আর যদি প্রবেশ করাই লাগে, সেক্ষেত্রে অন্য কোন ডিভাইস দিয়ে লিঙ্কে প্রবেশ করুন। যে ডিভাইসে আপনার ইউটিউব চ্যানেল লগইন নেই, সেই ডিভাইস দিয়ে প্রবেশ করার চেষ্টা করবেন।

লিংকে প্রবেশ করার আগে অবশ্যই লিংকটা ভেরিফাই করে নেবেন।

আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

আমার ফেসবুক প্রোফাইল
আমার ফেসবুক পেইজ

The post ইউটিউব চ্যানেল হ্যাকিং থেকে বাঁচানোর উপায় গুলো জেনে নিন / ইউটিউব চ্যানেল এর সুরক্ষা appeared first on Trickbd.com.

নিজের ফেসবুক একাউন্ট বা প্রোফাইলকে সুরক্ষিত রাখার উপায়গুলো জেনে নিন

Posted:

ফেসবুক দিন দিন তাদের সিকিউরিটি আপডেট করে যাচ্ছে। কিন্তু হ্যাকাররা বিভিন্নভাবে অনেক সময় আমাদের ফেসবুক প্রোফাইল হ্যাক করে, আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নেয়। তাই আমাদের ফেসবুক প্রোফাইলকে সুরক্ষিত রাখা খুবই জরুরি। চলুন জেনে নিই কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখবেন…

• নিজের সঠিক তথ্য ব্যবহার করুন:
অনেকেই ফেসবুকে ফেক তথ্য দিয়ে একাউন্ট করেন, পরে যখন আপনার ঐ ফেসবুক আইডিটি ডিজেবল হয়ে যায়, তখন সে আইডিটি আর ফেরত আনা যায় না।

তাই ফেসবুকে সব সময় চেষ্টা করবেন সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট খোলার। অবশ্যই সেটা যেন আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল থাকে। এতে করে যখন আপনার আইডি ডিজেবল হয়ে যাবে, আপনি আপনার আইডি কার্ডের মাধ্যমে ফেসবুকের কাছে আইডি ফেরত আনার জন্য আপিল করতে পারবেন।

• ফেসবুক লগইন:
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বন্ধুদের মোবাইলে আমাদের ফেসবুক লগইন করি, কিন্তু পরে আর সেটা লগআউট করতে ভুলে যাই। এই কারণেও কিন্তু আপনার ফেসবুক আইডিটি হ্যাক হতে পারে। তাই সব সময় অন্যের মোবাইলে ফেসবুক ব্যবহার করে, সেটা সাথে সাথে লগআউট করুন। পারলে সেই ডিভাইস থেকে রিমুভ করে দিন।

আর যদি লগইন করতে ভুলে যান, সেক্ষেত্রে আপনার ফেসবুকের সেটিং থেকে ডিভাইস লগইন অপশন এ গিয়ে, যেই ডিভাইস থেকে লগইন করতে ভুলে গেছেন ওই ডিভাইসকে রিমুভ করে দিন। তাহলে ওই ডিভাইসে লগ আউট হয়ে যাবে।

• লিংকে প্রবেশ করা:
ফেসবুকের মধ্যে স্ক্রল করার সময় অনেক লিংক পাওয়া যায়। অথবা বিভিন্ন সময় মেসেঞ্জারে আমাদেরকে অনেকেই অনেক ধরনের লিঙ্ক মেসেজ করে। তাই না জেনে কোন লিংকে প্রবেশ করবেন না, এতে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে।

• টু স্টেপ ভেরিফিকেশন:
ফেসবুকে অতিরিক্ত সিকিউরিটির জন্য সব সময় টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন। এতে করে কেউ আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড জানলেও, আপনার মোবাইলে পাঠানো টেক্সট মেসেজের পিন ছাড়া আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।

• কঠিন পাসওয়ার্ডের ব্যবহার:
ফেসবুক আইডি রক্ষার জন্য পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। তাই সব সময় চেষ্টা করবেন যতটা কঠিন পারেন ততটা কঠিন পাসওয়ার্ড ব্যবহার করার। তবে আবার বেশি কঠিন ব্যবহার করতে গিয়ে নিজে ভুলে যাবেন না। পাসওয়ার্ডে সবসময় শব্দ, সংখ্যা ও বিভিন্ন ক্যারেক্টার ব্যবহার করবেন।

• পাসওয়ার্ড শেয়ার করা:
আপনার ফেসবুক পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবেন না। যদি কঠিন পাসওয়ার্ড দিয়ে থাকেন, সেক্ষেত্রে এমন এক জায়গায় লিখে রাখবেন যেখান থেকে কেউ যেন আপনার পাসওয়ার্ড দেখতে না পারে।

• Incognito Mode এর ব্যবহার:
অন্য কারো ডিভাইসে ফেসবুক ব্যবহার করলে সব সময় Incognito Mode এ ব্যবহার করবেন। এতে করে আপনার ফেসবুকের লগইন ইনফর্মেশনস সেইভ থাকবে না।

• প্রোফাইলের তথ্য লুকানো:
প্রোফাইলের গুরুত্বপূর্ণ তথ্য গুলো লুকিয়ে রাখার চেষ্টা করবেন (যেমন: জন্ম তারিখ, জন্ম সাল, ইমেইল ও ফোন নাম্বার)। কারণ এইগুলো দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা অনেকটা সহজ হয়ে যায়।

• প্রযুক্তির সাথে আপডেট থাকুন:
ফেসবুকসহ টেকনোলজি বিষয়ক সকল কোম্পানিগুলো বারবার আপডেট হয়। তাই সব সময় নিজেকে আপডেট রাখার চেষ্টা করবেন। এতে করে ফেসবুকের যদি নতুন কোন আপডেট আসে, সেটা আপনি সহজেই জেনে যাবেন।

• ধর্মীয় ও রাজনৈতিক পোস্ট:
ফেসবুকে ধর্ম ও রাজনীতি নিয়ে উল্টাপাল্টা কোন পোস্ট করতে যাবেন না। এতে করে কিন্তু আপনার ফেসবুক একাউন্ট ডিজেবল হয়ে যেতে পারে। তবে পোস্টের মধ্যে যদি শেখার কিছু থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন। তবে হিংসা জন্মাবে, এই ধরনের কোন পোস্ট করবেন না।

• রাষ্ট্রীয় আইন:
ফেসবুকে রাষ্ট্রীয় আইনের বিপক্ষে যায়, এই ধরনের কোন পোস্ট করতে যাবেন না। এতে করে আপনার ফেসবুক একাউন্ট তো ডিজেবল হবেই, সাথে আপনার জেল ও পারে।

এই গুলো মানলে আপনি ফেসবুকে অনেকটাই সুরক্ষিত থাকবেন।

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

আমার ফেসবুক প্রোফাইল
আমার ফেসবুক পেইজ

The post নিজের ফেসবুক একাউন্ট বা প্রোফাইলকে সুরক্ষিত রাখার উপায়গুলো জেনে নিন appeared first on Trickbd.com.

আসুস নিয়ে এলো গেমারদের জন্য ১৮ জিবি র‍্যামের গেমিং ফোন

Posted:

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে আসুস রগ এর ১৮ জিবি র‍্যাম এর গেমিং ফোন এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

গেমিং এর জন্য বেস্ট স্মার্টফোনে‌র নাম জিজ্ঞেস করা হলে সবচেয়ে উপরে ROG অর্থাৎ Republic Of Gamers আসে। টেক কোম্পানি ASUS ঊই সিরিজকে বিশেষ করে গেমিঙের জন‍্য‌ই বানিয়েছে। ROG Phone 5 এর সফলতার পরে আজকে কোম্পানি আরো দুটি নতুন Gaming Phone লঞ্চ করেছে যা ASUS ROG Phone 5S আর ASUS ROG Phone 5s Pro নামের সাথে মার্কেটে এন্ট্রি নিয়েছে। এই দুটি ফোন আপাতত তাইবানে লঞ্চ হয়েছে যা 18GB RAM, 512GB Storage, snapdragon 888+ চিপসেট আর 6,000mAh Battery সাপোর্ট করে।

ASUS ROG Phone 5S আর 5s Pro এর সম্পূর্ণ স্পেসিফিকেশন্স

নিম্নে দুইটি ফোন এর ই স্পেসিফিকেশন্স দেওয়া হলো।

ডিসপ্লে

ASUS ROG Phone 5s কে 20.4:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 2448 × 1080 পিক্সেল রেজল্যুশন এর 6.78 ইঞ্চির ফুল‌এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লে সাপোর্ট করে। আবার 5s Pro তে ROG Vision Color PMOLED ডিসপ্লে প‍্যানেল দেওয়া আছে। দুটি মডেল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের 144 হার্টস রিফ্রেশরেট এবং 300 হার্টস টাচ স‍্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ফোনটি 111% DCI-P3, sRGB : 150.89%, 1000,000:1 কন্ট্রাস্ট রেশিও 10-bit HDR আর 1200nits ব্রাইটনেসের মতো ফিচার যুক্ত এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেক্টেড।

আরো পড়ুনঃ Xiaomi Redmi Note 11S Price in Bangladesh Official/Unofficial 2022

প্রসেসর

ASUS ROG Phone 5S আর 5s Pro কে অ্যান্ড্রয়েড 11 ওএস এ লঞ্চ করা হয়েছে যা আর‌ওজি ইউআই এর সাথে কাজ করে। আবার প্রসেসিং এর জন্য এই ফোনে 3 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসরে‌র সাথে 5 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকমের শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 888প্লাস দেওয়া আছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 660 জিপিইউ সাপোর্ট করে। এই ফোনটি‌কে LPDDR5 RAM আর UFS 3.1 Storage টেকনিকে‌র সাথে বাজারে আনা হয়েছে।

ফোটোগ্রাফি

ফোটোগ্রাফির জন্য এই নতুন আসুস ফোন ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি লাইটের সাথে এফ/1.8 অ্যাপার্চারের 64 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX686 সেন্সর দেওয়া আছে যার সাথে এফ/2.4 অ্যাপার্চারের 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর এফ/2.0 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেলের ম‍্যাক্রো সেন্সর আছে। সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য ASUS ROG Phone 5S আর 5s Pro এফ/2.0 অ্যাপার্চারের 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

ব‍্যাটারী

ASUS ROG Phone 5S আর 5s Pro স্মার্টফোনকে কোম্পানির পক্ষ থেকে 6,000 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারীর সাথে বাজারে আনা হয়েছে। বড়ো ব‍্যাটারীকে দ্রুত চার্জ করার জন্য এই ফোনটি‌কে 65W HyperCharge ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত করা হয়েছে। এই ব‍্যাটারী up to 30W QC4.0 / PD3.0 ডায়রেক্ট চার্জ অ্যাডাপ্টারের সাথে কাজ করতে সক্ষম।

ASUS ROG Phone 5S and 5s Pro Price in bangladesh

ASUS ROG Phone 5s এর বেস ভেরিয়েন্ট 16 জিবি র‍্যাম মেমোরি‌র সাথে 256 জিবি স্টোরেজ সাপোর্ট করে যার দাম NT$ 29,990 অর্থাৎ প্রায় 79,990 টাকা। এইভাবেই ফোনের বড়ো ভেরিয়েন্ট NT$ 33,990 অর্থাৎ প্রায় 90,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে যার মধ্যে 18 জিবি র‍্যাম আর 512 জিবি স্টোরেজ দেওয়া আছে। আবার 5S Pro মডেলকে 18 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের সাথে NT$ 37,990 (প্রায় 1 লাখ টাকা) এর দামে লঞ্চ করা হয়েছে।

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ছোট্ট ShopTips24.CoM ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ রইলো। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

The post আসুস নিয়ে এলো গেমারদের জন্য ১৮ জিবি র‍্যামের গেমিং ফোন appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments