Search box..

নিয়ে নিন বিভিন্ন পেইড ওয়েবসাইট এর একাউন্ট ক্র্যাক করার জন্যে তথ্যবহুল paid Ebook!

নিয়ে নিন বিভিন্ন পেইড ওয়েবসাইট এর একাউন্ট ক্র্যাক করার জন্যে তথ্যবহুল paid Ebook!


নিয়ে নিন বিভিন্ন পেইড ওয়েবসাইট এর একাউন্ট ক্র্যাক করার জন্যে তথ্যবহুল paid Ebook!

Posted:

Hi There Trickbd Users! আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মত আজকে হাজির হলাম নতুন আরেকটি পোস্ট নিয়ে।আশা করি আপনাদের ভালো লাগবে।

 

আপনারা অনেকেই হয়ত এর মধ্যেই cracking সম্মন্ধে জেনেছেন। যারা জানেন না তাদের বলি cracking হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো পেইড ওয়েবসাইট কিংবা যেকোনো ওয়েবসাইট এর username বা ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এর তথ্য গুলি পাওয়া যায়। পরবর্তীতে ঐ তথ্য গুলো ব্যাবহার করে আপনি সেই ওয়েবসাইট এর পেইড সুবিধা গুলো নিতে পারবেন।

 

আমরা অনেকেই টেলিগ্রাম ও বিভিন্ন ফেসবুক গ্রুপ বিভিন্ন পেইড ওয়েবসাইট এর একাউন্ট giveaway করতে দেখি। এইগুলো মূলত সব cracked account।

 

অনেকেই এই একাউন্ট গুলো কিভাবে ক্র্যাক করে সেই সম্পর্কে জানতে চাই। তো তাদের জন্যই আমার আজকের পোস্ট। এই পোস্ট এ আমি একটি পেইড ইবুক এর লিংক দিবো যার মাধ্যমে আপনি cracking এর basic গুলো আর কিভাবে cracking করে, এটি করতে কি কি প্রয়োজন সে সম্পর্কে জানতে পারবেন।

 

তবে সবার আগে জেনে নিন cracking একটি একটি দণ্ডনীয় অপরাধ। আমি মূলত শুধুমাত্র শিক্ষার উদ্দেশে পোস্ট টি করছি যাতে করে মানুষ তাদের একাউন্ট এর পাসওয়ার্ড সম্পর্কে যথেষ্ট সচেতন হতে পারে এবং এটি প্রতিরোধ করতে পারে। আশা করি এটি কেও অসৎ কাজে ব্যাবহার করবেন না। আর যদি করে থাকেন তাহলে আমি কিংবা Trickbd দায়ী থাকবো না।

নিচে ইবুক এর কিছু ছবি দিয়ে দিচ্ছি। সেইখানে সূচিপত্রে দেখতে পারবেন যে এই বইটিতে কি কি আলোচনা করা হয়েছে। এই বই টি সম্পূর্ণ ইংরেজিতে লেখা। এই বইটি অনুশীলনের পর আশা করি আপনি cracking সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করবেন।

Screenshots:-

 

এটি সম্পুর্ণ পড়লে আপনি NETFLIX,SPOTIFY,AMAZON PRIME এইগুলো কিভাবে ক্র্যাক হয় সে সম্পর্কে জানতে পারবেন।

DOWNLOAD LINK- 1 (Gdrive)

Download Link – 2 (Private,)

 

পোস্টটি যদিও ছোট ছিল, তবুও আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগল লাইক কমেন্ট করবেন। আর আপনার মূল্যবান মতামত জানাত ভুলবেন না।

আমার করা অন্যান্য পোস্ট সমূহ:-

প্রতি মাসে ইনকাম করুন ৫ থেকে ১৫ হাজার টাকা। 10 minute school Affiliation থেকে!

10 minute school affiliate দের জন্যে গুরুত্বপূর্ণ নোটিশ! আপনি যদি অ্যাফিলিয়েট হয়ে থাকেন তবে এটি দেখা অত্যন্ত জরুরি।

মোবাইল ফোন এর স্ক্রীনলক থাকা অবস্থায় কিভাবে ছবি বা ভিডিও করবেন।

The post নিয়ে নিন বিভিন্ন পেইড ওয়েবসাইট এর একাউন্ট ক্র্যাক করার জন্যে তথ্যবহুল paid Ebook! appeared first on Trickbd.com.

বুখারি শরিফের বণনায় যিকির ও এর গুরুত্ব

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে বুখারি শরিফের হাদিস অনুযায়ী একটি যিকির নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।


হাদিস :-


মহানবি হযরত মোহাম্মদ (স) বলেন, “দুটি বাক্য এমন রয়েছে যা দয়াময় আল্লাহর নিকট খুবই প্রিয়,উচ্চারণ করতে খুবই সহজ ও দাঁড়িপাল্লায় খুবই ভারী । বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান্নাল্লাহিল আযিম ।” (সহিহ বুখারি শরিফ)

এই হাদিস বা বাণী দ্বারা মহানবি (স) উম্মতকে দুটি অত্যন্ত ফজিলতপূণ বাক্য শিক্ষা দিয়েছেন । এগুলো নিয়ে নিচে আলোচনা করা হলো :-


প্রথম বাক্য : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

অথ: আল্লাহ মহাপবিত্র সকল প্রসংশা তাদেরই জন্য ।

দ্বিতীয় বাক্য:- সুবহান্নাহিল আযিম ।

অথ: মহাপবিত্র আল্লাহ ও তিনি মহামহিম


»»মহানবি (স) ছিলেন উম্মতের জন্য সবাধিক কল্যানকামী মানুষ । এই হাদিসটি দ্বারা দুটি যিকিরের শিক্ষা এবং এর ফজিলত বণনা করেছেন ।


প্রথমত, এই বাক্যগুলো আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় । কেননা এতে মহান আল্লাহর পবিত্রতা,মহিমা ও প্রশংসা বণনা করা হয়েছে ।


দ্বিতীয়ত, আমরা বাংলা ভাষার মানুষ । আরবি আমাদের মাতৃভাষা নয় । তথাপি এই বাক্য সুন্দর ও সাবলীল । এগুলো আমরা উচ্চারণ করতে পারি এবং সহজে মুখস্ত করতে পারি । এগুলো উচ্চারণে আমাদের কোনরূপ কষ্ট হয় না । বস্তুত এটি সরল ও সুন্দর বাক্য ।


তৃতীয়ত, এ বাক্যগুলো মিযানে খুবই ভারী হবে । কিয়ামতের দিন সকল কাজকম মিযানে ওজন করা হবে । নেকির পাল্লা ভারী হলে জান্নাত লাভ করা যাবে । নেকির পাল্লা হালকা হলে জাহান্নাম পাবে । এই বাক্যগুলো নেকির পাল্লা ভারী করবে ।


এই বাক্যগুলো দ্বারা যিকির করার নিদেশ দিচ্ছেন যা মানুষের নেকির পাল্লা ভারী করে ।


এই হাদিসটি থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারি । এগুলো হলো :-

১। আল্লাহ অতি মহান । তাঁর সাথে অন্য কারোর তুলনা করা যায় না ।

২। এই হাদিসটি আল্লাহর খুবই প্রিয় ।

৩। এই ধরনের হাদিস হাশরের ময়দানে মিযানের পাল্লা ভারি করবে ।


আজ এ পযন্ত । দেখা হবে পরবতী আটিকেলে । সবাইকে ধন্যবাদ ।

The post বুখারি শরিফের বণনায় যিকির ও এর গুরুত্ব appeared first on Trickbd.com.

Daraz থেকে নির্দিষ্ট পরিমাণ মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ৭% ডিসকাউন্ট.!

Posted:

দারাজ থেকে নির্দিষ্ট পরিমাণ মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ৭% ডিসকাউন্ট.!

এখন দারাজ অ্যাপ বা দারাজ ওয়েবসাইট থেকে যে কোনো সিমে নির্দিষ্ট পরিমাণ মোবাইল রিচার্জ করলে পাচ্ছে ৭% ডিসকাউন্ট অফারটি দারাজ এর সকল গ্রাহক পাবে.!

পরিমাণ মোবাইল রিচার্জ হচ্ছে..

  • ৩০৯ টাকা রিচার্জ
  • ৩৩৯ টাকা রিচার্জ
  • ১০৯ টাকা রিচার্জ
  • ১১৭ টাকা রিচার্জ
  • ২৯৮ টাকা রিচার্জ
  • ২৩৩ টাকা রিচার্জ
  • ২০৯ টাকা রিচার্জ
  • ১০৮ টাকা রিচার্জ
  • ২০৭ টাকা রিচার্জ
  • ৩৯৮ টাকা রিচার্জ
  • ১৫৮ টাকা রিচার্জ
  • ১৪৭ টাকা রিচার্জ
  • ১৫৯ টাকা রিচার্জ
  • ১২৯ টাকা রিচার্জ
  • ২৮৯ টাকা রিচার্জ
  • ১৯৯ টাকা রিচার্জ

এর বাহিরে কোনো রিচার্জ করলে কিন্তু ডিসকাউন্ট পাবেন এবং একজন গ্রাহক একবার ৭% ডিসকাউন্ট পাবে।

মোবাইল রিচার্জ করতে এখানে ক্লিক করুন.!

তার পর যে নাম্বার এ মোবাইল রিচার্জ করবেন সে নাম্বার এখানে প্রদান করুন।

তার পর নির্দিষ্ট পরিমাণ মোবাইল রিচার্জ সিলেষ্ট করে দিয়ে Top Up Now তে ক্লিক করুন

তার পর Enter Voucher Code এর স্থানে লিখবেন POWERUP তার পর Apply তে ক্লিক করবেন।

তার পর Proceed to pay তে ক্লিক করুন।

তার পর কিসের মাধ্যমে পেমেন্ট প্রদান করবেন তা সিলেষ্ট করে দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করে নিন (পেমেন্ট করা যাবে বিকাশ, রকেট এবং কাড এর মাধ্যমে)

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ

The post Daraz থেকে নির্দিষ্ট পরিমাণ মোবাইল রিচার্জ করে নিয়ে নিন ৭% ডিসকাউন্ট.! appeared first on Trickbd.com.

eSIM কি? eSIM কিভাবে কাজ করে?

Posted:

কেমন হতো বিষয়টা যদি আপনাকে বলা হয় যে, এখন থেকে আপনার মোবাইলে আর সিম কার্ড আলাদাভাবে লাগাতে হবে না। মোবাইলের ভিতর আগে থেকেই একটি সিম কার্ড লাগানো থাকবে। কিন্তু প্রাথমিক অবস্থায় উক্ত সিমের কোন নাম্বার থাকবে না। তারপর আপনি দোকান থেকে একটি সিম কার্ড কিনে আনবেন। কিন্তু কোন ফিজিক্যাল সিমকার্ড নয়, সিম কার্ড হিসেবে থাকবে একটি কিউআর কোড। উক্ত কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমেই আপনার ফোনে ইতিমধ্যে থাকা সিম কার্ডের মধ্যে আপনি আপনার কিনে আনা সিমের নাম্বারটি সেট করে দিতে পারবেন। অর্থাৎ, সিমকার্ড খোলা বা লাগানোর কোন ঝামেলা থাকছে না, শুধু একটি কিউআর কোড স্ক্যান করেই আপনি আপনার ফোনে সিম কার্ড সেট করতে পারছেন। ঠিক এই বিষয়টাকেই বলা হচ্ছে eSIM।

eSIM কি? eSIM কিভাবে কাজ করে?

এখন আপনাদের মনে eSIM নিয়ে নানা ধরনের প্রশ্ন থাকতে পারে। তাই আপনাদের সে সকল প্রশ্নের উত্তর নিয়েই আজকের টপিকটি সাজানো হয়েছে। তার সাথে eSIM এর সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করা হবে আজকের টপিকে। তাহলে চলুন মূল টপকে যাওয়া যাক।

eSIM এর পূর্ণরূপ এবং অর্থ কি (What is eSIM)?

eSIM এর পূর্ণরূপ হলো embedded-SIM। এটি একটি ছোট চিপ (Chip) যেটি কিনা মোবাইলের ভিতরে মোবাইলের মাদারবোর্ডে লাগানো থাকে। এই চিপ এর মধ্যে থাকা তথ্য পরিবর্তনযোগ্য, অর্থাৎ আপনি চাইলে আপনার সিমের অপারেটর পরিবর্তন করতে পারবেন।

 

eSIM এর ইতিহাস (History of eSIM)?

পৃথিবীতে একদম প্রথম দিকে যে সকল সিম কার্ড গুলো ছিল সেগুলোর সাইজ ছিল এখনের সময়ের ক্রেডিট কার্ডের সাইজ এর সমান। এবং এতে স্টোরেজ ছিল সর্বোচ্চ ১২৮ কিলোবাইট। তারপর ১৯৯৬ সালে প্রথমবারের মতো বাজারে আসে মিনি সিম কার্ড। যখন সিম কার্ডের সাইজ ছিল ক্রেডিট কার্ডের সাইজ এর সমান, তখন ব্যবহারকারীরা চাইলেই এক মোবাইল থেকে অন্য মোবাইলে সিম লাগাতে পারত না। মিনি সিম কার্ড আসার পরেই এক মোবাইল থেকে অন্য মোবাইলে সিম কার্ড লাগানো সম্ভব হয়েছে। সিম কার্ড পরিবর্তনের এই বিষয়টি সিম কার্ডের ইতিহাসের একটি বিপ্লব ঘটায়। এরপর থেকে স্মার্টফোনের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেতে থাকে এবং স্মার্টফোনগুলোতে যুক্ত হতে থাকে নতুন নতুন ফিচার। স্মার্টফোনগুলোকে স্লিম রাখার জন্য ২০০৩ সালে মিনি সিম কার্ডের চেয়েও ছোট মাইক্রো সিম বাজারে আসে। তারই ধারাবাহিকতায় মাইক্রো সিম কার্ড এর চেয়েও আরও ছোট নেনো সিম বাজারে আসে ২০১২ সালে। যেগুলো আমরা বর্তমানে প্রায় সকল স্মার্টফোনে দেখতে পাই। তারপর ২০১৬ সালে বাজারে আসে সেই কাঙ্খিত eSIM যা নেনো সিম কার্ডের চেয়েও ১৮ ভাগ ছোট। ২০১৬ সালে স্যামসাংয়ের একটি স্মার্টওয়াচে সর্বপ্রথম eSIM ইমপ্লিমেন্ট করা হয়।

eSIM কিভাবে কাজ করে (How Does an eSIM Work)?

সাধারণত eSIM সুবিধা আপনি সকল স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন না। যে সকল স্মার্টফোন অথবা স্মার্টওয়াচ eSIM সাপোর্টেড শুধু সে সকল স্মার্টফোনে এটি ব্যবহার করতে পারবেন। eSIM সাপোর্টেড ডিভাইসে একটি সিম চিপ লাগানো থাকে। আপনি যখন একটি সিম কার্ড কিনে আনবেন তখন সিম কার্ডের কীটে একটি কিউআর কোড দেওয়া থাকবে। কিউআর কোডটি স্ক্যান করলেই আপনার ডিভাইসের মডেল অনুযায়ী eSIM সিম ব্যবহারের জন্য প্রয়োজনীয় ধাপ গুলি দেখতে পারবেন। নতুন একটি eSIM আপনার স্মার্টফোনে সেটআপ করার জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে একটি সিম কার্ড ক্রয় করতে হবে অথবা আপনার ক্রয়কৃত কোন সিম রিপ্লেস করে eSIM করা যাবে। তারপর আপনার eSIM সাপোর্টেড স্মার্টফোনের ইন্টারনেট কানেকশন অন করে সিম কীটের সাথে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করতে হবে। তারপর আপনার স্মার্টফোনে কিছু ধাপ দেখানো হবে সেগুলো ফলো করলেই আপনার ফোনে সিম সেট হয়ে যাবে।

 

বাংলাদেশে eSIM (eSIM in Bangladesh):

২০২২ সালের ৭ই মার্চ গ্রামীণফোন প্রথমবারের মতো বাংলাদেশে eSIM সুবিধা চালু করে। eSIM সাপোর্টেড স্মার্টফোন ব্যবহারকারীরা চাইলে গ্রামীণফোনের অনলাইন স্টোর অথবা ফিজিক্যাল স্টোর থেকে নতুন eSIM  ক্রয় করে তাদের স্মার্টফোনের ব্যবহার করতে পারবে। অথবা তাদের বর্তমান সিমকে eSIM রিপ্লেস করেও ব্যবহার করতে পারবে।  এবং আশা করা যায় অন্য সিম অপারেটর গুলো খুব শীঘ্রই বাংলাদেশের eSIM সুবিধা চালু করবে।

 

eSIM এর সুবিধা (Advantage of eSIM):

গতানুগতিক সিমের তুলনার eSIM এর সিমের সুবিধা অনেক। প্রথমত আপনাকে সিম ব্যবহার করার জন্য এখন আর একটি ফিজিক্যাল সিম ক্যারি করতে হচ্ছে না।  এবং শুধুমাত্র একটি কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে খুব সহজে আপনি আপনার সিমের অপারেটর পরিবর্তন করতে পারছেন।  তারপর আসে eSIM এর সাইজের বিষয়টি। eSIM এর সাইজ গতানুগতিক সিমের সাইজের তুলনায় অনেক ছোট হয়ে থাকে।  যার ফলে এটি স্মার্টফোনকে অনেক বেশি  স্লিম করতে পারে। স্মার্টফোনের বাইরেও যেসকল স্মার্ট ডিভাইস রয়েছে যেমনঃ স্মার্টওয়াচ, যাতে ফিজিক্যাল সিম লাগানো অনেকটা কষ্টকর। কিন্তু চাইলেই এসকল ডিভাইসে eSIM এর সাহায্যে সিম ব্যবহার করা যেতে পারে যেহেতু eSIM এর সাইজ অনেক ছোট। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে সর্বপ্রথম eSIM ইম্প্লেমেন্ট করা হয়েছিল একটি স্মার্টওয়াচে। তাছাড়া eSIM পরিবেশবান্ধব। যেহেতু কোন প্লাস্টিকের সিম কার্ড ব্যবহার করা হচ্ছে না, তাই এটি পরিবেশের জন্য অনেক ভালো।

eSIM এর অসুবিধা (Disadvantage of eSIM):

এতসব সুবিধার পাশাপাশি eSIM এর কিছু অসুবিধাও রয়েছে। তার মধ্যে প্রধান সমস্যাটি হচ্ছে বর্তমানে অধিকাংশ স্মার্টফোনেই eSIM সাপোর্ট করে না। তাই আপনি চাইলেই আপনার eSIM টি যেকোনো স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন না। কিন্তু, আপনি চাইলে আপনার eSIM টি পুনরায় ফিজিক্যাল সিমে রিপ্লেস করে নিতে পারবেন।

 

আশা করি eSIM নিয়ে আপনার মনে জমে থাকা অধিকাংশ প্রশ্নের উত্তরই আজকের আর্টিকেলটির মাধ্যমে পেয়ে গেছেন। কিন্তু, তারপরেও আপনার যদি eSIM নিয়ে আরো কিছু জানার থাকে তাহলে এই আর্টিকেলটির কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন  এবং এরকম আরো নিত্য নতুন প্রযুক্তির আপডেট সম্পর্কে জানতে আমাদের ব্লগ টি নিয়মিত ভিজিট করতে পারেন।

 

This article was originally published on www.PriyoTrick.com

The post eSIM কি? eSIM কিভাবে কাজ করে? appeared first on Trickbd.com.

পশু পাখির সেবা করার সুফল সম্পকিত হাদিস

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পকিত একটি হাদিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।


হাদিস :-


মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পকে মহানবি হযরত মোহাম্মদ (স) বলেন, “সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন । সুতরাং আল্লাহর নিকট সবাধিক প্রিয় ঐ ব্যাক্তি যে তাঁর পরিজনের প্রতি অনুগ্রহ করে ।” (বায়হাকি)

আল্লাহ তায়ালা সকল কিছুরই স্রষ্টা । এজন্য তাঁর একটি নাম খালিক । তিনি ব্যাতীত অন্য সকল কিছুই তাঁর সৃষ্টি বা মাখলুক । তাঁর মধ্যে মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব । আল্লাহ শুধু মানুষের স্রষ্টা নন । এ বিশাল জগতের ক্ষুদ্র পদাথ থেকে নক্ষত্র সবই তাঁরই সৃষ্টি ।

আল্লাহ তায়ালা নিজেই সবকিছুর সৃষ্টি করেছেন । তিনি সকল কিছুর পালনকতা,রিযিকদাতা ও নিয়ন্ত্রক । তিনি সব কিছুকে একই রকম করে সৃষ্টি করেন নি । মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে পাঠিয়েছে । মানুষকে পরীক্ষা করার জন্য । সুতরাং সকল মানুষের উচিত আল্লাহর সকল সৃষ্টির প্রতি সদাচারণ করা । পশু পাখি ও অন্যান্য জীবজন্তুর প্রতি অনুগ্রহ করা । এদের প্রতি আচরণ করতে আল্লাহ খুশি হন ।


একটি সত্য ঘটনা :-


হযরত মূসা (আ) এর সময় একজন মহিলা জিনা ও শিরকে লিপ্ত ছিল । তিনি একদিন পথে হাঁটছিলেন । হঠাৎ পথের ধারে তিনি এক পিপাসাত কুকুর দেখতে পেলেন । তার কুকুরের প্রতি দয়া হলো । পাশের একটি কুয়ো থেকে পানি এনে কুকুরটিকে পানি পান করালেন । কুকুরটি বেঁচে গেল । মহিলাকে আল্লাহ জান্না দান করলেন ।

এই থেকে আমরা কিছু গুরুত্বপূণ শিক্ষা গ্রহণ করতে পারি । এগুলো হলো :-
১। সকল সৃষ্টিই আল্লাহর পরিজন ।

২। এদের প্রতি ভালোবাসা প্রদশন ও সদাচারণ করা ইসলামের আদশ ।

৩। জীবজন্তুর প্রতি ভালোভাষা প্রদশন ও সদাচরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় । এমনকি জান্নাতও লাভ করা যায় ।

৪। পশুপাখির সাথে ভালো ব্যাবহার করা আমাদের কতব্য ।

তো আজ আমার পক্ষ থেকে আপনাদের জন্য এতটুকুই ছিল । সবাইকে ধন্যবাদ । কোনকিছু ভূল হলে ক্ষমার চোখে দেখবেন ।

The post পশু পাখির সেবা করার সুফল সম্পকিত হাদিস appeared first on Trickbd.com.

ইন্সট্রাগ্রাম থেকে টাকা ইনকামের ৫ টি উপায়

Posted:

হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সকল কে আবারো TrickBd.com এ স্বাগতম জানাচ্ছি।

আজকের পোস্ট টি খুবই অসাধারণ একটি পোস্ট হতে যাচ্ছে তাদের জন্য যারা অনলাইন থেকে কিছু টাকা ইনকাম করতে চান। তো আশা করবো আপনারা পুড়ো পোস্ট টি মনযোগ দিয়ে পড়বেন। এবং পোস্ট টি পড়ার পর কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন।

আজকে আমি আপনাদের সাথে ইন্সটাগ্রাম থেকে ইনকাম করার ৫ টি উপায় নিয়ে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক।

ইন্সটাগ্রাম থেকে ইনকামের কথা শুনে অনেকে হয়তো অবাক হয়েছেন। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে ইন্সটাগ্রাম থেকে ইনকাম করাও খুব সহজ। শুধু এর জন্য দরকার একটু দক্ষতা। তো চলুন আমরা জেনে নেই ইন্সটাগ্রাম থেকে ইনকাম করার উপায় গুলো। কিভাবে টাকা উপার্জন করবেন ইনসটাগ্রাম থেকে?

১.আফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)

অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কি? affiliate মার্কেটিং কিভাবে করে টাকা আয় করতে হয়?
যেকোনো কোম্পানির প্রডাক্ট আপনার মাধ্যমে সেল বা বিক্রি করলে, প্রতি সেল বা বিক্রির জন্য কিছু পরিমান অর্থ আপনাকে সেই কোম্পানি দিবে। আর এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং।
আশা করি বুঝতে পেরেছেন।

ইন্সটাগ্রামের মাধ্যমে কোন কোম্পানির প্রডাক্ট সেল বা বিক্রি করে আপনি affiliate marketing করতে পারেন। এতে আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন। তবে এর জন্য আপনার ইনস্টাগ্রামের প্রোফাইল বা পেজে অনেক ফলোয়ার থাকা দরকার হবে। এতে করে কোম্পানিরা তাদের প্রোডাক্ট আপনাকে দিতে আগ্রহী হবে।

২. অন্যের ইনস্টাগ্রাম account প্রমোট করে

আপনি অন্যের Instagram account প্রোমোট করে টাকা উপার্জন করতে পারবেন। অনেকেই নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিজের ফলোয়ার বাড়ানোর জন্য জনপ্রিয় সকল ইনস্টাগ্রামারকে টাকা দিয়ে তাদের একাউন্ট প্রমোশন করায়।

সেক্ষেত্রে আপনার যদি ইন্সটাগ্রামের একাউন্ট বা পেজে অনেক পরিমাণ (৫ হাজার থেকে আনলিমিটেড) ফলোয়ার থেকে তবে আপনি অন্যদের একাউন্ট প্রোমোট করতে পারেন। এজন্য আপনাকে লক্ষ রাখতে হবে যে কারা নিজের একাউন্টের ফলোয়ার টাকার বিনিময়ে বাড়াতেও রাজি। তাদের সাথে কথা বলে টাকার পরিমাণ ফিক্সড করে আপনি তার একাউন্ট প্রমোট করে টাকা আয় করতে পারেন। এভাবে আপনার অনেক টাকা ইনকাম হবে।

৩.নিজের প্রোডাক্ট sell করে

যদি আপনি ইনস্টাগ্রামে বেশ পপুলার বা জনপ্রিয় হন, তাহলে আপনি খুব সহজেই নিজের প্রোডাক্ট আপনার ইনস্টাগ্রামের মাধ্যমে সেল বা বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবেন। প্রোডাক্ট বিভিন্ন ধরনের হতে পারে, যেমনঃ- ঘড়ি, জুতো ইত্যাদি।

৪.রিসেলিং বিজনেস (reselling business)
রিসেলিং বিজনেস কি ?

আপনারা অনেকেই হয়তো জানেন না reselling business কি?
যেকোনো রিসেলিং এপস বা ওয়েবসাইটে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। তারপর তাদের প্রডাক্ট বা জিনিসগুকো গুলো আপনি আপনার ইনস্টাগ্রাম পেইজের বা একাউন্টের মাধ্যমে নিজের ইচ্ছামত রেখে দিতে পারেন।

রিসেলিং অ্যাপস প্রচুর পরিমাণে রয়েছে। যেমনঃ-Meesho, Shop 101 ইত্যাদি। আপনারা এখান থেকে যে কোন প্রডাক্টের ছবি ও লিংক কপি করে নিজের ইনস্টাগ্রাম পেজ বা একাউন্টে প্রতিদিন আপলোড করতে পারেন এবং আপনারা ইচ্ছামত মার্জিন রেখে সেল করতে পারবেন।

৫.নিজের তোলা ফটো বিক্রি করে আয়

আপনি নিজের তোলা high quality ফটো ইনস্টাগ্রামে আপলোড করে টাকা উপার্জন করতে পারবেন। আপনি প্রতিদিন সুন্দর সুন্দর ও ভালো ফটো আপনার ইনস্টাগ্রাম পেজ এ আপলোড করবেন, চাইলে সেখান থেকে যে কেউ কিনে নিতে পারবে।

আর আপনারা শুধু ইন্সটাগ্রামে না চাইলে বিভিন্ন ওয়েবসাইট বা যে কোনো সোশাল মিডিয়াতেও সেগুলো শেয়ার করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। আর চাইলে আপনারা আপনাদের ইন্সটাগ্রাম পেজ এ ভালো ফলোয়ার থাকলে সেটা বিক্রি করেও ইনকাম করতে পারবেন।

তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইন্সটাগ্রাম থেকে টাকা উপার্জন করতে হয়। আর পোস্ট টি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

The post ইন্সট্রাগ্রাম থেকে টাকা ইনকামের ৫ টি উপায় appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments