Search box..

ডাউনলোড করে নিন WIZ2TRICK ওয়াপকিজ থিম বিনামূল্যে

ডাউনলোড করে নিন WIZ2TRICK ওয়াপকিজ থিম বিনামূল্যে


ডাউনলোড করে নিন WIZ2TRICK ওয়াপকিজ থিম বিনামূল্যে

Posted:

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াবো না সরাসরি পোস্টের কথাতে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে আপনাদের উদ্দেশ্যে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে www.wiz2trick .wapkiz.com ওয়াপকিজ সাইটটির থিম শেয়ার করতে যাচ্ছি ।

আমি আগেই বলেছি যে আজ আমি আপনাদেরকে www.wiz2trick. wapkiz.com ওয়াপকিজ সাইটটির থিম শেয়ার করতে যাচ্ছি । থিমটি আমি .wapkiztpl আকারেই আপনাদেরকে দিব । থিমটির লাইভ ডেমো দেখতে নিচের লেখা লাইভ ডেমো অপশনে ক্লিক করুন ।

Live demo

ট্রিকবিডিতে এই থিমটির রিভিউ দেওয়ার আগে কিছু কথা বলে রাখি । আপনারা কেউ এই থিমটি নিয়ে ব্যাবসা করবেন না । এখন অনেকেই আছে মানুষকে সাহায্য করতে চাই না । তাই তাদের উদ্দেশ্যে আমি আজকে কথাটি বললাম । আপনারা দয়া করে থিমটি বিনামূল্যে দিবেন ।

থিম রিভিউ :-

থিমটিতে অসাধারণ Header & Footer স্ক্রিপট ব্যাবহার করা হয়েছে । আপনারা প্রয়োজনে এডিট করতে পারবেন । থিমটিতে অসাধারণ Black style CSS ব্যাবহার করা রয়েছে । শুধু তাই নয় লেটেস্ট আপডেটেও রয়েছে নানা পরিবতন । ডাউনলোড পেজেও কিছু পরিবতন রয়েছে । এছাড়া সাইটদের ইউজারদের জন্য লগ আউট সিস্টেম রাখা হয়েছে যা সব সাইটে পাওয়া যায় না । সবোপরি এটি একটি ডাউনলোড সাইটের জন্য সেরা একটি থিম হতে পারে । আপনারা যার ওয়াপকিজ সাইট ডিজাইন করতে পারেন তারা এই থিমটি নিয়ে রাখতে পারেন । কারণ আপনারা নানা ফিচার যুক্ত করতে পারবেন । আবার এখান থেকে কিছু গুরুত্বপূণ কোড রাখতে পারেন । সাইটির লাইভ ডেমো দেখলেই আপনারা বুঝতে পারবেন । আর সাইটটির ছবি আমি নিচে দিলাম । আপনারা দেখতে পারেন । সাইটটির থিম পোস্টের শেষে দেওয়া হবে । থিম সাইয মাত্র ১৬ কেবি (প্রায়) ।


থিম ডাউনলোড :-

সাইটটির থিম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

পোস্টটি দেখার জন্য ধন্যবাদ । ভালো লাগলে কমেন্ট করবেন ।


আমি পরবতীতে আরও ভালো ভালো ডাউনলোড সাইটের থিম দেওয়ার চেষ্টা করব । সকলে ভালো থাকুন । ধন্যবাদ ।

The post ডাউনলোড করে নিন WIZ2TRICK ওয়াপকিজ থিম বিনামূল্যে appeared first on Trickbd.com.

[Bitcoin Mining] বর্তমানে সময়ে সেরা বিটকয়েন মাইনিং অ্যাপ কোন ইনভেস্টমেন্ট ছাড়াই সাথে থাকছে লাইভ পেমেন্ট প্রুফ।

Posted:

আসসালামু আলাইকুম
আশা করি আপনি ও আপনার ফ্যামিলির সকলেই ভালো আছেন। অনলাইন জ্ঞান অর্জনে ও বিতরণে ট্রিকবিডির সঙ্গেই থাকুন।

তো বন্ধুরা বরাবরের মতই আপনাদের সময় নষ্ট না করে মুল টপিকে চলে আসি।

বিটকয়েন মাইনিং করতে আমরা কে না চাই কিন্ত অনলাইনে ইনভেস্টমেন্ট ছাড়া বিটকয়েন মাইনিং করা তেমন কোন উপায় নেই বললেই চলে তার ভিতরে আবার রয়েছে অসংখ্য স্ক্যাম সাইট।

আজ আমি আপনাদের সাথে যে এপ টি শেয়ার করব সেটি হচ্ছে একটি চাইনিজ কম্পানি যারা বিটকয়েনের মত আরেক টি কয়েন BTCs উদ্ভোবন করেছে যা মাইনিং এর পাশাপাশি তার ইউজার দের প্রতিনিয়ত বিটকয়েন ফ্রিতে দিয়ে থাকে।

কি অবাক হচ্ছেন! হয়ত ভাবছেন চায়না বেশিদিন যায়না। এরকম টা আমিও মনে করেছিলাম কিন্ত এখান থেকে সকলেই পেমেন্ট পাচ্ছে। আমিও পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ধারনা করা হচ্ছে তাদের BTCs Coin বিটকয়েনের সাথে পাল্লা দিবে।

পোস্টের নিচে লাইভ পেমেন্ট প্রুফ দেওয়া আছে দেখে নিতে পারেন

তো এবার চলুন কিভাবে একাউন্ট খুলবেন ও একাউন্ট সেট আপ করবেন তা দেখে নেই।

প্রথমত নিচের লিংক থেকে একটি একাউন্ট খুলে নিন।
সরাসরি লিংক

রেফার লিংক

অনুগ্রহ করে স্ক্রিনশট গুলো ফলো করুন।

Register & Mining বাটনে ক্লিক করুন।


আপনার ইমেইল এড্রেস টি টাইপ করে Next বাটনে ক্লিক করুন।


তারপর একটি ক্যাপচা দেওয়া হবে সেটি টাইপ করে Next এ ক্লিক করুন।


এখানে আপনাকে আপনার ইমেইলে পাঠানো কোড টি টাইপ করতে হবে। তারপর Next এ ক্লিক করুন।


এখানে আপনার পাসওয়ার্ড দু’বার টাইপ করুন। অবশ্যই পাসওয়ার্ড টি শক্তিশালী করার চেষ্টা করবেন।


রেজিস্ট্রেশন সফল দেখালে আপনাকে তাদের এপটি ডাউনলোড করতে বলবে। তাদের এপ টি এখন প্লে স্টোরে পাবেন ঠিকই কিন্ত সেটিতে মাইনিং অপশন ডিসাবল করা আছে। তাই প্রথম অপশন থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন।

এখন আপনার একাউন্ট টি লগইন করে নিন।



মাইনিং অপশন চালু করার জন্য এখন আপনাকে ফেইস ভেরিফিকেশন পাস করতে হবে। ফেইস ভেরিফিকেশন প্রক্রিয়া টি খুবই জটিল অনুগ্রহ করে স্ক্রিনশট ফলো করুন।

Start Minig এ ক্লিক করুন।


এখানে আপনার NID Card অনুযায়ী নাম ও আইডি কার্ড এর নাম্বার টাইপ করে Start Verification এ ক্লিক করুন।

শুধু মাত্র আপনার মুখমন্ডলের ভিডিও ভেরিফিকেশন করতে হবে NID Card এর ছবির প্রয়োজন পড়বে না।


যদি ভেরিফিকেশন করতে গিয়ে ফেইল আসে তাহলে আবার চেষ্টা করুন।


সব কিছু ঠিকঠাক ভাবে হলে Confirm করুন আর যদি মনে হয় পরিবর্তন করার তাহলে Retry অপশনে ক্লিক করুন।

আপনার একাউন্টটি ভেরিফাইড হয়ে গেলে এরকম দেখাবে এখন আপনি প্রস্তত বিটকয়েন মাইনিং করার জন্য।


তারপর মাইনিং পেইজে চলে আসুন সেখান থেকে Start Mining এ ক্লিক করলেই মাইনিং শুরু হবে।


মাইনিং প্রক্রিয়াকরণে যা যা রয়েছে।

১. তাদের টোকেন BTCs এর মোট সাপ্লাই হলো ২.১ বিলিয়ন অর্থাৎ ২১ কোটি টোকেন। যার মধ্যে ৩২৬ মিলিয়ন মাইনিং হয়ে গেছে। বাকি ১.৭ বিলিয়ন মাইনিং হলেই টোকেন মার্কেটে লিস্ট হবে।

২. প্রতি ৯ মিনিট পরপর একাটি ব্লক তৈরি হয়। যার মাধ্যমে আপনার নির্দিষ্ট টোকেন এর এমাউন্ট একাউন্টে ট্রাঞ্জেকশন হয়ে থাকে।

৩. এখানে আপনি কত BTCs টোকেন মাইনিং করলেন তা দেখাবে।

৪. প্রতিদিন ফ্রি গিভোয়ে তে অংশ গ্রহন করে যে পরিমান বিটকয়েন পাবেন তা এখানে দেখাবে।

৫. প্রতি ৯ মিনিটে কি পরিমান BTCs টোকেন আপনার একাউন্টে মাইনিং হচ্ছে তা এখানে দেখাবে।

৬. প্রতিদিন এই অপশন থেকে BTC Giveaway তে অংশ নিতে পারেন।

৭. প্রতি ৯ মিনিট পর পর একটি ব্লক তৈরি হয়ে আপনার টোকেন এখানে জমা হতে থাকবে। ১৫০ ব্লক হয়ে গেলে মাইনিং বন্ধ হয়ে থাকবে। Recieve BTCs এ ক্লিক করলে আবার স্টার্ট হবে।

৮. ১৫০ ব্লক তৈরি হবার আগে ও পরে যত খুশি Recieve BTCs বাটনে ক্লিক করে টোকেন ব্যলেন্সে এড করে নিতে পারবেন।

লাইভ পেমেন্ট প্রুফ

পরবর্তী পোস্টে শেয়ার করব কিভাবে প্রতিদিন ফ্রি বিটিসি গিভওয়েতে জয়েন করে উইন হবেন।

অনলাইনে আর্নিং ও এয়ার্ড্রপের কাজ করতে যারা আগ্রহী তাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি।

The post [Bitcoin Mining] বর্তমানে সময়ে সেরা বিটকয়েন মাইনিং অ্যাপ কোন ইনভেস্টমেন্ট ছাড়াই সাথে থাকছে লাইভ পেমেন্ট প্রুফ। appeared first on Trickbd.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

How to add Sticky Bottom ad bar in Blogger? Blogger Tips 2022

Posted:

আপনি কি আপনার Blogger ওয়েবসাইটে Bottom Sticky Ads যোগ এবং AdSense-এ আয় বৃদ্ধি করতে চান? তাহলে এই পোষ্টটি আপনার জন্য অত্যন্ত সহায়ক হতে চলেছে।

কিন্তু, তার আগে, আপনাকে sticky ads কী, বিভিন্ন ধরনের sticky ads এবং এই বিজ্ঞাপনগুলির যথাযথ বাস্তবায়নের জন্য অ্যাডসেন্স টিমের দেওয়া guideline গুলি কী তা বুঝতে হবে।

 

What is a sticky Ad?

sticky Ad হল একটি fixed ad যা যখন একজন ব্যবহারকারী একটি আর্টিকেল পড়বে তখনও AD-টি ঠিক একই অবস্থানে দৃশ্যমান থাকবে। এগুলি সাধারণত হেডার, ফুটার, বাম/ডান বার, বাম এবং ডান সাইডবারে ব্যবহৃত হয়।

 

Types of Sticky Ads

Sticky Ads গুলিকে বিস্তৃতভাবে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন Horizontal & vertical.

Horizontal বিজ্ঞাপনগুলি সাধারণত একটি ওয়েবসাইটের শিরোনাম এবং ফুটারে স্থাপন করা হয় এবং এগুলি সাধারণত landscape পদ্ধতিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে।

অ্যাডসেন্সের “অটো অ্যাডস” বিভাগে আমরা যে অ্যাঙ্কর বিজ্ঞাপনগুলি পাই তা হল Horizontal sticky ad এর উদাহরণ।

Vertical sticky ad গুলি সাধারণত একটি ওয়েবসাইটের সাইডবারে এবং কিছু ক্ষেত্রে সাইডবারের বাইরে রাখা হয়। এগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ব্যবহারকারী page-টি scroll করলেও তা সাইডবারে আটকে থাকবে।

 

Benefits of using sticky ads in Blogger

sticky ad আপনার AdSense আয়কে বাড়ানোর একটি দুর্দান্ত উপায় কারণ এটি আপনার ওয়েবসাইটের সামগ্রিক ইম্প্রেশন এবং click-through-Rate [CTR] বাড়ায় এবং সেই সাথে সময়ের সাথে সাথে আপনার CPM মান উন্নত করে৷

এখানে কিছু পরিসংখ্যানগত তথ্য রয়েছে যা উপরের পয়েন্টটিকে প্রমাণ করে।

  • 40-60% বেশি CTR: সাধারণ প্রদর্শন বিজ্ঞাপনের তুলনায়
  • দর্শনযোগ্যতা উন্নত করুন: একই প্লেসমেন্টে অন্যান্য ফরম্যাটের তুলনায় 200% বেশি দর্শনযোগ্য।
  • 30-70% উচ্চতর CPM: বিজ্ঞাপনদাতারা এই বিজ্ঞাপনগুলির জন্য আরও বেশি করে।

আমরা ব্লগারে sticky ads রাখার নির্দেশিকা নিয়েও আলোচনা করব কিন্তু তার আগে আসুন জেনে নিই কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে sticky footer ads যোগ করতে পারেন।

নীচের Step গুলি নিয়ে এগিয়ে যাওয়ার আগে আপনার থিমের একটি ব্যাকআপ নেওয়া নিশ্চিত করুন, যাতে আপনি যদি কিছু ভুল করেন তবে আপনি সহজেই ব্যাকআপ ফাইল আপলোড করে আপনার ওয়েবসাইটটিকে তার আসল অবস্থানে পুনরুদ্ধার করতে পারেন৷

How to create Responsive Floating Bottom Sticky Ad in Blogger

ব্লগারে Bottom Sticky Ad যোগ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ-১: নিচের CSS কোডটি কপি করুন এবং এটিকে এই ]]></b:skin> কোডের ঠিক উপরে পেস্ট করুন অথবা আপনার থিমের Additional CSS বিভাগে পেস্ট করুন।

Copy the Below CSS code

.sticky-ads{ position: fixed; bottom: 0; left: 0; width: 100%; min-height: 70px; max-height: 200px; padding: 5px 0; box-shadow: 0 -6px 18px 0 rgba(9,32,76,.1); -webkit-transition: all .1s ease-in; transition: all .1s ease-in; display: flex; align-items: center; justify-content: center; background-color: #fefefe; z-index: 20; } .sticky-ads-close { width: 30px; height: 30px; display: flex; align-items: center; justify-content: center; border-radius: 12px 0 0; position: absolute; right: 0; top: -30px; background-color: #fefefe; box-shadow: 0 -6px 18px 0 rgba(9,32,76,.08); } .sticky-ads .sticky-ads-close svg { width: 22px; height: 22px; fill: #000; } .sticky-ads .sticky-ads-content { overflow: hidden; display: block; position: relative; height: 70px; width: 100%; margin-right: 10px;
margin-left: 10px; }

 

এর জন্য Theme Section এ যান এবং কাস্টমাইজেশনে ক্লিক করুন। এখন অ্যাডভান্স ট্যাবে অ্যাড সিএসএস সেকশন সার্চ করুন। এখন CSS কোড পেস্ট করুন এবং আপনার থিম Save করুন।

ধাপ-২: এখন AdSense এ যান এবং একটি responsive display Ad unit তৈরি করুন।

এখন display Ad unit থেকে data-ad-client & data-ad-slot কোড কপি করুন।

ধাপ-৩: নিচের HTML কোডটি কপি করুন এবং আপনি উপরে যে দুটি কোড কপি করেছেন তা replace করুন।

HTML code for Sticky footer ad

<div class=’sticky-ads’ id=’sticky-ads’> <div class=’sticky-ads-close’ onclick=’document.getElementById(&quot;sticky-ads&quot;).style.display=&quot;none&quot;’><svg viewBox=’0 0 512 512′ xmlns=’http://www.w3.org/2000/svg’><path d=’M278.6 256l68.2-68.2c6.2-6.2 6.2-16.4 0-22.6-6.2-6.2-16.4-6.2-22.6 0L256 233.4l-68.2-68.2c-6.2-6.2-16.4-6.2-22.6 0-3.1 3.1-4.7 7.2-4.7 11.3 0 4.1 1.6 8.2 4.7 11.3l68.2 68.2-68.2 68.2c-3.1 3.1-4.7 7.2-4.7 11.3 0 4.1 1.6 8.2 4.7 11.3 6.2 6.2 16.4 6.2 22.6 0l68.2-68.2 68.2 68.2c6.2 6.2 16.4 6.2 22.6 0 6.2-6.2 6.2-16.4 0-22.6L278.6 256z’/></svg></div> <div class=’sticky-ads-content’> <ins class=”adsbygoogle” style=”display:inline-block;height:70px;width:100%;line-height:70px;” data-ad-client=”ca-pub-xxxxxxxxxxx” data-ad-slot=”xxxxxxxxxxx”></ins><script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> </div> </div>

 

ধাপ-৪: এখন আপনার থিমের </body> ট্যাগের ঠিক উপরে কোডটি পেস্ট করুন এবং এটি Save করুন।

এখন আপনি সফলভাবে ব্লগার সাইটে স্টিকি ফ্লোটিং বটম বিজ্ঞাপন যোগ করেছেন।

 

Conclusion

আমি আশা করি এই নির্দেশিকা আপনাকে ব্লগার ওয়েবসাইটে একটি Responsive bottom sticky ad যোগ করতে সাহায্য করবে। আপনি যদি এই Article টি পছন্দ করেন তবে আপনার বন্ধুদের সাথে এটি Share করতে ভুলবেন না
Thanks 😊

The post How to add Sticky Bottom ad bar in Blogger? Blogger Tips 2022 appeared first on Trickbd.com.

Spider-Man No Way Home (2021) Bengali Dubbed Full Movie Download করুন ফ্রীতে

Posted:

বিশ্বের অন্যতম জনপ্রিয় সুপারহিরো হিসাবে, “স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম”ও একটি বাণিজ্যিক সাফল্য হতে চলেছে। ছবিটি ইতিমধ্যেই $1.16 বিলিয়ন আয় করেছে। যদিও একটি সাধারণ স্পাইডি দুঃসাহসিক কাজ যেখানে একজন একেবারে নতুন ভিলেনের বৈশিষ্ট্য রয়েছে তা লাভজনক হবে, “নো ওয়ে হোম” পূর্ববর্তী স্পাইডার-ম্যান সিরিজের চার্টারগুলিতে বেশ কয়েকজন প্রাক্তন অভিনেতার একীকরণের জন্য প্রশংসিত হয়েছে৷

নতুন স্পাইডার-ম্যান চলচ্চিত্রটি সাধারণ মার্ভেল বিন্যাস অনুসরণ করে; গতিশীল অ্যাকশন-সিকোয়েন্স, চতুর ওয়ান-লাইনার এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অন্যান্য সিরিজের চরিত্র এবং ভিলেনের মধ্যে মিথস্ক্রিয়া। এই সূত্রটি MCU-এর জন্য অত্যন্ত সফল হয়েছে কারণ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত অ্যাভেঞ্জার্স মুভিতে নেতৃত্ব দিয়েছে। বেশ কয়েক বছর পরে, ব্লুপ্রিন্টটি শুকিয়ে গেছে এবং “নো ওয়ে হোম” এটিকে পুনরুজ্জীবিত করার জন্য একটি দুর্দান্ত ধারণা নিয়ে এসেছে।

অ্যান্ড্রু গারফিল্ড, টোবি ম্যাগুইরে, উইলেম ড্যাফো, আলফ্রেড মোলিনা এবং জেমি ফক্সের পছন্দকে তাদের পূর্বের ভূমিকাগুলি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই মুভিটিকে নতুন করে তোলে এবং এটি অত্যন্ত ভালভাবে সম্পন্ন হয়েছে৷ “নো ওয়ে হোম” একটি বিশিষ্ট এবং বিনোদনমূলক চলচ্চিত্র যা সহজেই 2021 সালের সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি।

অ্যাকশন সিকোয়েন্সগুলি উত্তেজনাপূর্ণ, এবং সিনেমাটোগ্রাফি অত্যাশ্চর্য-বিশেষত যখন দর্শকরা প্রথমবারের মতো তিনটি ভিন্ন স্পাইডার-ম্যানকে একসঙ্গে লড়াই করতে দেখেন। অভিনয় অসাধারণ। ড্যাফো তার বিভ্রান্ত মনোলোগ এবং বিভ্রান্ত হাসি দিয়ে নর্মান অসবর্ন হিসাবে শোটি চুরি করে। ম্যাগুয়ার একজন বয়স্ক, আরও পরিপক্ক পিটার পার্কারকে নিখুঁত ফ্যাশনে চিত্রিত করেছেন এবং গারফিল্ড একজন যুবককে চিত্রিত করেছেন যে তার ভুল থেকে শিখেছে এবং সেগুলিকে অতিক্রম করেছে। এই ছবির প্রতিটি অভিনয় তাদের চরিত্রের কাছে সত্য বলে মনে হয়।

চলচ্চিত্রের সেরা অংশগুলি সিনেমার বিপুল সংখ্যক অভিনেতাদের জন্য এই বৈচিত্র্যময় পারফরম্যান্স দেখতে পাচ্ছে। আমি নিজেকে সামগ্রিক প্লট এবং পরবর্তীতে কোন চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে সে সম্পর্কে আরও কিছুতে আগ্রহী ছিলাম না। আমি পিটারের (টম হল্যান্ড) এমজে (জেন্ডায়া), নেড (জ্যাকব ব্যাটালন) এবং আন্ট মে (মারিসা টোমেই) এর সাথে সম্পর্কের সাথে জড়িত ছিলাম না। আমি ম্যাগুইরেকে 19 বছর পর আবার ড্যাফোয়ের সাথে লড়াই করতে দেখতে আরও আগ্রহী ছিলাম।

যদিও মুভির এই অংশগুলি দেখতে এবং এতে জড়িত থাকার জন্য এটিকে সন্তোষজনক করে তোলে, বাকি মুভিটি – বেশিরভাগই চরম প্লট হোল এবং দৃশ্যকল্প – শুধুমাত্র এই সমস্ত প্রাক্তন চরিত্রগুলিকে আনার ন্যায্যতা দেওয়ার জন্য ভুগতে হয়৷

স্পাইডার-ম্যান হিসেবে পিটারের পরিচয় প্রকাশের পর, সে এবং তার বন্ধুরা এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি; এমআইটিতে গৃহীত হচ্ছে। পিটার, এমজে এবং নেডকে সুপারহিরো অ্যান্টিক্সের সাথে যুক্ত থাকার কারণে প্রত্যাখ্যান করার পরে, পিটার ডক্টর স্ট্রেঞ্জকে এমন কিছু অশ্লীল বানান করতে বলেন যা বিশ্বের সকলকে ভুলে যাবে যে পিটার স্পাইডার-ম্যান। ভবিষ্যদ্বাণী হিসাবে, এই বানান ভয়ানক ভুল হয়.

এটি গল্পের কেন্দ্রবিন্দু—তার বন্ধুদের মতো একই কলেজে না যাওয়া—পিটার আক্ষরিক অর্থেই স্পাইডার-ম্যান হওয়া সত্ত্বেও, তিনি ভিলেনদের ক্ষমতা নিরাময়ের জন্য বিচিত্র সূত্রগুলি তৈরি করতে পারেন, তিনি জ্যামিতিতে সত্যিই ভাল এবং তিনি খুব কাছাকাছি স্টার্ক ইন্ডাস্ট্রিজের পরিচালকের সাথে বন্ধুত্ব (যেখানে তিনি সম্ভবত ডিগ্রি ছাড়াই চাকরি পেতে পারেন)।

এই গল্পের সাথে আরেকটি সমস্যা হল যে শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি থেকে নির্বাচিত চরিত্রগুলি পুনরায় উপস্থিত হয়। যদি কেউ জানে যে পিটার পার্কার স্পাইডার-ম্যান, তাহলে আঙ্কেল বেন এবং আন্টি মে চরিত্রে অভিনয় করা বিভিন্ন অভিনেতা কোথায়? এমা স্টোন কোথায়? শকুন হিসাবে মাইকেল কিটন কোথায়? মেরি জেনের চরিত্রে ক্রিস্টেন ডানস্ট কোথায়? ভেনম হিসাবে টোফার গ্রেস কোথায়?

এই চরিত্রগুলির কোনওটিই উপস্থিত না থাকার কারণে এই সিনেমাটি ঠিক কী তা দেখায়: ফ্যান পরিষেবা৷ ফ্র্যাঞ্চাইজি থেকে ফিরে আসা অভিনেতাদের সাথে দৃশ্যগুলি হল ব্যান্টারে ভরা অ্যাকশন সিকোয়েন্স, এবং কিছু পুরানো প্লটলাইন সমাধান করে। “দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান 2”-এ ব্যর্থ হওয়ার পরে স্টোনকে ফিরে দেখতে এবং গারফিল্ডের দ্বারা উদ্ধার করা উত্তেজনাপূর্ণ হত৷ স্টোন প্রত্যাবর্তন না করে, সিরিজের অন্যান্য চরিত্রের মতো এই প্লট লাইনটি কখনই সমাধান করা হবে না।

এই সমস্ত নতুন ভিলেনকে নিরাময় করার চেষ্টা করার জন্য পিটারের অপরিণত শ্লীলতাহানি এবং অনুপ্রাণিত সিদ্ধান্ত এই সত্যের দ্বারা অনুপ্রাণিত যে যদি তারা তাদের নিজস্ব জগতে ফিরে আসে, তবে তারা মারা যাওয়ার সঠিক মুহুর্তে হবে – হ্যাঁ, আপনি সেই অশ্লীল প্লট পয়েন্টটি সঠিকভাবে পড়েছেন। এটি পিটারের প্রিয় ব্যক্তির মৃত্যুর দিকে নিয়ে যায় এবং ফিল্মটির একটি অস্পষ্ট সমাপ্তি ঘটে যা পিটারকে একটি নতুন পথে নিয়ে যায়।

এই সমস্ত অন্যান্য স্পাইডার-ম্যান এবং ভিলেনদের আগমনের সাথে, হল্যান্ডের পিটার পার্কার চরিত্রটির নায়ক হিসাবে অগ্রগতির সাথে ছিটকে গেছে। ম্যাগুইর এবং গারফিল্ডকে বেশ কয়েক বছর পর দেখে এবং তারা কীভাবে পুরুষ হিসাবে বেড়ে উঠেছে তা দেখে সন্তোষজনক, কিন্তু হল্যান্ডের ক্ষেত্রে তা নয়। এই নতুন মার্ভেল চলচ্চিত্রগুলির মধ্যে এটি একটি সমস্যা কারণ এটি একটি একক চরিত্রে শনাক্ত করা এবং বৃদ্ধি দেখা কঠিন এবং এই চলচ্চিত্রগুলি সবেমাত্র একজন অভিনেতা সালাদ হয়ে উঠেছে।

“স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম” একটি বিনোদনমূলক চলচ্চিত্র যা চমৎকার অভিনয়, নস্টালজিয়া, দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স এবং প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি চরিত্রগুলিকে আনতে একটি আশ্চর্যজনক ধারণা দিয়ে ভরা। এটি এমন কিছুই নয় যা আগে এমসিইউতে করা হয়েছিল, যদিও এই চরিত্রগুলির মধ্যে বেশ কয়েকটি অন্যান্য চলচ্চিত্রে চিত্রিত হয়েছে।

এই ফিল্মটি 2021 সালের সেরা এবং MCU-এর সেরাগুলির মধ্যে একটি৷ সমালোচকদের প্রশংসা এবং রেকর্ড-ব্রেকিং লাভ সত্ত্বেও, এই চলচ্চিত্রটি ডিজনি এবং মার্ভেলের জন্য একটি চ্যালেঞ্জ উপস্থাপন করে। তারা পরবর্তী কি করতে যাচ্ছে? তারা একটি অভিনব আদর্শ নিয়ে এসেছেন তাদের এখনকার নম্র সূত্রে একটি হিট করার জন্য। একই সমীকরণে ফিরে আসা ভক্ত এবং চলচ্চিত্র দর্শকদের প্রত্যাশা বেড়ে যাওয়ার পরে হতাশাজনক হবে। “স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম” এর পরে যা আসে তা হবে MCU এর ভবিষ্যতের সাফল্যের জন্য সত্যিকারের পরীক্ষা।

Movie Info:

Movie Name : Spider-Man No Way Home

Relase Date: December 17, 2021 (United States)

Staring : Tom Holland, Zendaya, Benedict Cumberbatch

Genre : Action, Adventure, Fantasy, Sci-Fi

Quality : BluRay

Language : Bengali

Download Server 1

Download Server 2

&

Online Watch

The post Spider-Man No Way Home (2021) Bengali Dubbed Full Movie Download করুন ফ্রীতে appeared first on Trickbd.com.

Envato Elements ডাউনলোড [পর্ব 19]

Posted:

Envato Elements ডাউনলোড সিরিজের আজকে 19 তম পর্ব। Envato Elements ডাউনলোড পর্ব চলবে আনলিমিটেড পর্ব পর্যন্ত । সুতরাং চিন্তা না করে ডাউনলোড করতে থাকুন আর শেয়ার করতে থাকুন । তাহলে চলুন শুর করা যাক। তার আগে জেনে নেওয়া যাক

Envato Elements কি?

Envato Elements হলো জনপ্রিয় একটি Tools শেয়ারিং সাইট । যেখানে Content Creator/Graphics Designer দের জন্য প্রয়োজনীয় Copyright Free Photos, Stock Videos, Music, Graphics Template সহ অন্যান্য সব টুলসের ভান্ডার রয়েছে ।

কিন্তু এটা প্রিমিয়াম ওয়েব সাইট তাই Subscription কিনে ইউজ করা লাগে। তাই অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও ইউজ করতে পারেন না। যারা গত পর্ব মিস করেছেন তারা নিম্নের লিংক থেকে দেখে নিতে পারেন।

গতপর্বের পোস্টঃ

Envato Elements ডাউনলোড [পর্ব 18]

1. Oppa – Personal Portfolio Elementor Template Kit

Oppa is a personal portfolio template kit that is designed for personal businesses who want to showcase their work, services, and professional way. This Template Kits support a responsive mobile view. For full information about this template kit, please visit the demo link and enjoy the design.

Templates:

  • Homepage 1
  • Homepage 2
  • About Me
  • Service
  • Portfolio
  • Portfolio Detail
  • Contact Me
  • Pricing
  • Testimonials
  • 404

Required Plugins installed with the kit:

  • Elementor
  • ElementsKit Lite
  • MetForm
  • Sticky Header Effect for Elementor

2. Orb Crystal Logo Reveal

Orb Crystal Logo Reveal

Attributes:

  • Length: 0:06
  • Resolution: 3840 x 2160
  • File Size: 150MB
  • Required Plugins: None required
  • Applications Supported: After Effects

3. Paris – Real Estate Elementor Template Kit

Introducing Paris Real Estate Elementor Kit. This kit is designed for your Real Estate Website. It is full of features that you need to sell or show your property online. Get this template kit to create your real estate website in minutes, no need to have basic IT Coding to have this kit, just install and drop your content inside the template.

Page Templates :

  • Homepage
  • About
  • Property Layout Page
  • Property Listing Page Style 1
  • Property Listing Page Style 2
  • Blog
  • Single Blog
  • Contact
  • Single 404
  • Single Search Result

Sections :

  • Header Style 1
  • Header Style 2
  • Property Listing Slide
  • Property Floor Plan / House Layout
  • Property Listing Tab Style
  • Pop Up Navigation Menu
  • Pop Up Video
  • Pop Up Floor Plan / House Layout
  • Testimonial Layout
  • Team Layout

Required Plugins (will be installed automatically) :

  • Elementor
  • Premium Addons for Elementor
  • Power Pack Lite for Elementor
  • Happy Addons for Elementor
  • ElementsKit Lite For Elementor

4. Pleased redhead woman student watches training webinar, has online video conference

Pleased redhead woman student watches training webinar, has online video conference, uses earphones, works on a business project, keeps transparent glasses in hand. Distance work via the internet.

5. Medical professional in a lab gown with a stethoscope holding a tablet in hand, side view shot.

Cropped shot of A medical professional in a lab gown with a stethoscope holding a tablet in hand, side view shot.

6. Silhouette young woman walking on beach during sunset

Silhouette portrait a young woman walking on the beach during sunset

7. Tatra National Park, Poland. Hiking Trails In Summer Tatra Mountains Landscape

Tatra National Park, Poland. Hiking Trails In Summer Tatra Mountains Forest Landscape. Beautiful Scenic View. European Nature. UNESCO's World Network of Biosphere Reserves

8. Autumn harvest. Vintage cart full with freshly picked vegetables

Autumn harvest. A vintage cart full of freshly picked vegetables

9. Hike in Utah

Hike in the Utah mountains. Hiking in unusual natural landscapes. Fantastic forms sandstone formations.

10. Blue office desk with notebook, pen, keyboard, mouse and a coffee

Blue office desk with notebook, pen, keyboard, mouse and a coffee. Top view concept

এগুলোই ছিলো আজকের মত। আরো অনেক থিম আছে, ইউটিউব অপেনার্স আছে, ইন্ট্রো আছে, আরো অনেক কিছু আছে । আগামীতে আপনার কোনটা লাগবে কমেন্টস করতে পারেন আমি আপলোড করে দেবো ।

ধন্যবাদ সবাই, আজকের মত বিদায় । আল্লাহ্‌ হাফেজ ।

Don't forget to connect with me with all of my social media:

Facebook

Instagram

Twitter

লিখেছেনঃ MH Mamun

The post Envato Elements ডাউনলোড [পর্ব 19] appeared first on Trickbd.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের জন্য আবেদন করার আগে জেনে নিন

Posted:

বর্তমানে ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটর দিন দিন বেড়ে যাচ্ছে। কনটেন্ট ক্রিয়েটর যত বেশি বাড়ছে ততবেশি ভুয়া কনটেন্ট ও তৈরি হচ্ছে। এসব কথা চিন্তা করে ইউটিউব তাদের মনিটাইজেশন সিস্টেমে অনেক নতুন নতুন কন্ডিশন যুক্ত করছে।

এই কন্ডিশন গুলো না মানলে একটি ইউটিউব চ্যানেল কখনোই অ্যাডসেন্স দ্বারা মনিটাইজ করা যাবে না। তাহলে চলুন আমরা সেই কন্ডিশন গুলো জেনে নিই…

• চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইব:
আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার জন্য গত ১ বছরে বা ১২ মাসে সর্বনিম্ন ১০০০ সাবস্ক্রাইব থাকতে হবে। এ সাবস্ক্রাইব গুলো কোন অবৈধ পন্থা (যেমন :sub4sub) অবলম্বন করে তৈরি করবেন না।

তাহলে কিন্তু মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

• ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম:
আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই গত ১ বছর বা ১২ মাসে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। অনেকেই এই ওয়াচ টাইম গুলো বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করে তৈরি করে।

অবৈধ পন্থা অবলম্বন করে যদি আপনি ওয়াচ টাইম তৈরি করেন, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না।

• ইউটিউব কমিউনিটি গাইডলাইন:
আমি সব সময় বলি ইউটিউব চ্যানেল খোলার আগে অবশ্যই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন গুলো জেনে নেবেন। কারণ আপনি যদি ইউটিউব এর কোন একটি কমিউনিটি গাইডলাইন অমান্য করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেল সাসপেন্ড করে দেওয়া হবে।

এছাড়া কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে আপনার চ্যানেলের মনিটাইজেশন পাবেন না। আর যদি মনিটাইজেশন থাকেও, সেটা বন্ধ হয়ে যাবে।

• কপিরাইট স্ট্রাইক:
আপনার ভিডিওতে যদি কপিরাইট ক্লেইম থাকে, তাহলে মনিটাইজেশন এ আপনার সমস্যা হবে না। তবে মনিটাইজেশন পাওয়ার আগে কোন কপি ভিডিও না দেওয়াই উত্তম।

আর যদি আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক থাকে, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না।

• ভিডিও ডিসক্রিপশনে লিংক এর ব্যবহার:
অনেকেই ভিডিও ডিসক্রিপশনে লিংক এর ব্যবহার করেন। কিন্তু আপনি যদি ভিডিও ডিসক্রিপশন এ বিভিন্ন রিডাইরেক্ট লিংক (যেমন এডভেটাইজিং লিংক) ব্যবহার করেন তাহলেও আপনি মনিটাইজেশন পাবেন না।

তবে আপনি ডাইরেক্ট লিংক ব্যবহার করতে পারবেন। যে লিংকে ক্লিক করলে কোন রকম ঝামেলা ছাড়াই মূল জায়গায় প্রবেশ করা যাবে, সেগুলো শেয়ার করতে পারবেন।

• ভিডিও ডিসক্রিপশনে ট্যাগ এর ব্যবহার:
অনেকেই অযথা ভিডিও ডিসক্রিপশন এ অনেক পরিমাণে ট্যাগ ব্যবহার করেন। এটা কিন্তু করা যাবে না। আপনি চাইলে সুন্দরভাবে একটি ডিসক্রিপশন লিখতে পারেন এবং সেটার মধ্যে বিভিন্ন ট্যাগ ব্যবহার করতে পারেন।

কিন্তু অযথা বেশি পরিমাণে ট্যাগ ব্যবহার করতে পারবেন না।

• ভিডিও ডিসক্রিপশন এ হ্যাশট্যাগ এর ব্যবহার:
ভিডিও ডিসক্রিপশন এ আপনি বেশি পরিমাণে হ্যাশট্যাগ ও ব্যবহার করতে পারবেন না। একটি ভিডিওর ডিসক্রিপশন এর সর্বোচ্চ ১২-১৪ তা হ্যাশট্যাগ ব্যবহার করা ভালো। এর বেশি করতে যাবেন না। এটাও কিন্তু মনিটাইজেশন এর জন্য ঝামেলা করে।

• কপি ভিডিও বা ইমেজের ব্যবহার:
আপনার ভিডিওতে যদি কোন প্রকার কপি ভিডিও বা ইমেজ থাকে তাহলে সেটা সরিয়ে ফেলুন। আপনি বিভিন্ন ওয়েবসাইট (যেমন: pixabay, pixels ইত্যাদি) থেকে কপি ফ্রি ভিডিও বা ইমেজ ব্যবহার করতে পারেন। সেটাতে সমস্যা হবে না।

• থাম্বনেইল কপি:
অনেকেই ভিডিওতে বেশি ভিউ পাওয়ার জন্য বিভিন্ন ইউটিউবের ভিডিওর থাম্বনেইল কপি করেন। এটাও কিন্তু ইউটিউব এর পলিসির বিরুদ্ধে। আপনার ভিডিওতে যদি এরকম কিছু থাকে তাহলেও সেটা সরিয়ে ফেলুন।

• কফি সাউন্ড বা গানের ব্যবহার:
ইন্টারনেটের কোথাও থেকে যদি কোন কপি সাউন্ড বা গান নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। আপনি চাইলেই ইউটিউব এর মিউজিক লাইব্রেরি থেকে সাউন্ড বা গান ব্যবহার করতে পারেন।

এছাড়াও অনেক ফ্রি ওয়েবসাইট আছে যারা কপি ফ্রী সাউন্ড বা গান প্রোভাইড করে। সেগুলো ও ব্যবহার করতে পারেন, তবে যাদের গান বা সাউন্ড নিবেন তাদেরকে ভিডিও ডিসক্রিপশনে ক্রেডিট দিয়ে দিবেন।

• লো কোয়ালিটি ভিডিও আপলোড না করা:
অনেকেই বিভিন্ন লো কোয়ালিটির ভিডিও আপলোড করেন। সব সময় চেষ্টা করবেন অন্তত 720p কোয়ালিটির ভিডিও আপলোড করতে। আপনার ভিডিও যদি লো কোয়ালিটির হয়, তাহলেও আপনার মনিটাইজেশন পেতে সমস্যা হবে।

পরিশেষে বলব, অন্যের ভিডিও কপি করা থেকে বিরত থাকুন, নিজের কন্টেন্ট তৈরি করে ভিডিও আপলোড করতে থাকুন। আপনার চ্যানেল জনপ্রিয় হলে ইউটিউব মনিটাইজেশন লাগবে না। আপনার চ্যানেল বিভিন্ন স্পনসর্শিপ ও এফিলিয়েট এর মাধ্যমেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।

বড় বড় ইউটিউবারদের বেশিরভাগ ইনকাম ই আসে স্পনসর্শিপ ও অ্যাফিলিয়েট এর মাধ্যমে। আর সব সময় ইউটিউব এর কমিউনিটি গাইডলাইন ও কপিরাইট গাইডলাইন মেনে চলবেন। তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশন তাড়াতাড়ি পাবেন।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

 

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট কিভাবে চেক করবেন

আমার ফেসবুক প্রোফাইল

The post ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের জন্য আবেদন করার আগে জেনে নিন appeared first on Trickbd.com.

ইউটিউব চ্যানেলের এসইও (SEO) কি? এবং ইউটিউব চ্যানেল এসইও (SEO) কিভাবে করবেন

Posted:

আমাদের মধ্যে অনেকেরই ইউটিউব চ্যানেল আছে। অনেকে অনেক ভাল ভাল কনটেন্ট তৈরি করেও ইউটিউব চ্যানেলকে রেংকিং করাতে পারছেন না। একটা ইউটিউব চ্যানেল কে তাড়াতাড়ি এবং সহজে রেংক করাতে হলে সেটার সঠিক এসইও (SEO) করা খুবই জরুরী। ইউটিউব চ্যানেল এসইও করার আগে জেনে নিতে হবে এসইও কি।

• এসইও (SEO) কি?
SEO সম্পূর্ণ অর্থ হল “SEARCH ENGINE OPTIMISATION”। এসইও করার মাধ্যমে মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে গুগল এবং ইউটিউবে ভালোভাবে রেংকিং করাতে পারবেন।

• ইউটিউব এর ভিডিও এসইও করা কেন জরুরি:
আপনি যখন কোনো একটি বিষয়ে গুগল বা ইউটিউবে সার্চ করেন, তখন দেখবেন কিছু ভিডিও সাজেশন করতেছে। এই ভিডিওগুলো কিন্তু এসইও করা। তাই সেগুলো গুগোল সাজেস্ট করতেছে। আপনি যদি সঠিকভাবে এসইও করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিডিও সার্চ রেজাল্টের প্রথম পেজেই থাকবে।

ইউটিউব এর ভিডিও কিভাবে এসইও এবং ভিডিও রেংকিং এ আনবেন:

• চাহিদা সম্পন্ন ভিডিও তৈরি করা:
আপনি যে ভিডিওটি তৈরি করছেন সে ভিডিওটি ইউটিউবে বর্তমানে চাহিদা আছে কিনা সেটা সবসময় খেয়াল রাখবেন। ইউটিউবে চাহিদা নেই এ ধরনের ভিডিও না করাই ভালো। চাহিদা আছে এমন ভিডিও করলে আপনার ভিডিও তাড়াতাড়ি রেংকিং এ আসবে।

তা না হলে আপনি ভিডিও করেই যাবেন কিন্তু ভিডিওতে ভিউ হবে না।

• কিওয়ার্ড রিচার্জ করা:
ইউটিউবে কোন কিওয়ার্ডটি বেশি জনপ্রিয় এবং ব্যবহৃত হয় সেটা অনলাইনে রিচার্জ করতে পারেন। আপনি যদি কম্পিউটার ইউজার হন সেক্ষেত্রে “keyword everywhere”এক্সটেনশন ব্যবহার করতে পারেন। আর যদি মোবাইল ইউজার হন সেক্ষেত্রে “keyword.io” ওয়েবসাইট টা ব্যবহার করতে পারেন।

এছাড়া আপনারা গুগলের কিওয়ার্ড রিসার্চ ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

প্রথমে আপনি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন সেটা সিলেক্ট করুন। তারপর সেই কী-ওয়ার্ডটি বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুলস দিয়ে চেক করে নিন। যদি সেই কিওয়ার্ড এর রেঙ্কিং ভালো থাকে সেক্ষেত্রে সেটা নিয়ে কাজ করুন।

• ভিডিওর টপিক বাছাই:
আপনি ভিডিও করার আগে আপনার ভিডিওর টপিকের উপর কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ টুলস এর মাধ্যমে চেক করে নিন। সেই কিবোর্ড এর মাসিক সার্চ যদি ১০০০ এর বেশি থাকে সেক্ষেত্রে সে কিওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন। এর কম থাকলে সেটা ব্যবহার না করাই উত্তম।

• ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশন:
আপনার ভিডিওর মূল কিওয়ার্ডটি যেন আপনার ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশন এ থাকে। ভিডিও টাইটেল আকর্ষণীয় ভাবে লিখবেন। তবে ভিডিওর সাথে মিলিয়ে লিখবেন, উল্টাপাল্টা কোন টাইটেল দিতে যাবেন না। তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল সাসপেন্ড হতে পারে।

আপনার ভিডিওর মূল কিওয়ার্ডটির সাথে মিলিয়ে একটা সুন্দর ডিসক্রিপশন লিখবেন। সেখানে আপনার মূল কী-ওয়ার্ডটি কয়েকবার মেনশন করবেন। ভিডিওর মধ্যে হ্যাস-ট্যাগ ব্যবহার করবেন। আপনার ভিডিও ডিস্ক্রিপশন মিনিমাম ২৫০-৩০০ শব্দের দিবেন।

তবে ভিডিও ডিসক্রিপশন এ অযথা ট্যাগ ব্যবহার করবেন না।

• ভিডিও থাম্বনেইল:
ভিডিওর থাম্বনেইলকে আকর্ষণীয় করে তুলবেন, তবে ভিডিওর সাথে যেন মিল থাকে। ভিডিওর থাম্বনেইলের উপর সময় দেবেন। সেটাকে সুন্দরভাবে ডিজাইন করবেন। এ বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখতে পারেন।

• ভিডিওর ট্যাগ:
আপনার ভিডিওতে অবশ্যই ট্যাগ ব্যবহার করবেন। ট্যাগ ও কিন্তু ভিডিওকে এসইও করতে সাহায্য করে। আপনার ভিডিওর সাথে সম্পর্কযুক্ত এমন ট্যাগ ব্যবহার করবেন। ট্যাগ ব্যবহার করার আগে সেটা কিওয়ার্ড রিসার্চ টুলস দিয়ে চেক করে নিবেন।

• ভিডিওর ফাইলের নাম:
ভিডিও আপলোড করার আগেই ভিডিওর ফাইল এর নাম আপনার ইউটিউব এর টাইটেল এর সাথে মিলিয়ে লিখুন। এটাও এসইওর জন্য গুরুত্বপূর্ণ।

• ভিডিওর মধ্যে যথেষ্ট আলোচনা:
আপনি যে বিষয় ভিডিও তৈরি করবেন ওই বিষয়টা ভিডিওতে ভালোভাবে আলোচনা করবেন। অল্প একটু আলোচনা করে ছেড়ে দিবেন না। আপনার অডিয়েন্সকে ভিডিওতে ধরে রাখার জন্য ভিডিওর মধ্যে কিছুক্ষণ পরপর আকর্ষণীয় কিছু করতে পারেন।

মনে রাখবেন, আপনার ভিডিওর ওয়াচ টাইম আপনার ভিডিওর এসইওর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইউটিউব ভালো ওয়াচ টাইম আছে এমন ভিডিও গুলো তাড়াতাড়ি রেংকিং করে।

আমার কিছু কথা:
ইউটিউবে চ্যানেল তৈরি করার আগে অবশ্যই ইউটিউবের নিয়ম কানুন গুলো ভালভাবে জেনে নেবেন। কারো ভিডিও কপি করার চেষ্টা করবেন না। এমনকি কারো ভিডিওর থাম্বনেইল ও কপি করবেন না।

কারণ কপি ভিডিওগুলো ইউটিউব কখনোই পছন্দ করেনা।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

 

বর্তমানে সেরা ১০টি ডিলারশিপ বিজনেস আইডিয়া সম্পর্কে জেনে নিন

 

আমার ফেসবুক প্রোফাইল

The post ইউটিউব চ্যানেলের এসইও (SEO) কি? এবং ইউটিউব চ্যানেল এসইও (SEO) কিভাবে করবেন appeared first on Trickbd.com.

[Hall Print]ডাউনলোড করেন নিন বহুল অপেক্ষাকৃত মুভি “রাধ্যে শ্যাম” এর হিন্দি ডাবিং সাথে আমার রিভিউ।

Posted:

 

রাধে শ্যাম বহুল অপেক্ষাকৃত ভারতীয়  চলচ্চিত্র। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন রাধাকৃষ্ণ কুমার এবং ইউভি কৃশন্স ও টি-সিরিজের ব্যানারে প্রযোজনা করেছেন বংশী কৃষ্ণ রেড্ডি, প্রমোদ উপ্পলাপতি ও ভূষণ কুমার।এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভাস ও পূজা হেগড়ে। চলচ্চিত্রটি তেলুগু ও হিন্দিতে একসাথে চিত্রিত করা হয়, সঙ্গে তামিল ও মালয়ালম ভাষা ডাবিং সংস্করণ মুক্তি পেয়েছে।

মুভির স্ক্রিনশটঃ

মুক্তি পেল দক্ষিণী সুপারস্টার প্রভাস (Prabhas) খ্যাত ছবি রাধে শ্যাম (Radhe Shyam)। সাহো-র পর আবারো বড়পর্দায় আত্মপ্রকাশে নয়া স্টাইল, নয়া চরিত্রে বাহুবলি, না কোনও অংশেই এই চরিত্রের সঙ্গে বাহুবলিকে গুলিয়ে ফেলার উপায় নেই। পর্দায় রোম্যান্স আছে, স্বপ্ন আছে, ভালোলাগা-ভালোবাসার সমীকরণ আছে, আচ্ছে পাল্লা দিয়ে সাসপেন্স, সব মিলিয়ে এ যেন এক অন্য প্রভাস, যাঁকে দেখে আবারও প্রেমে পড়ল শত শত মহিলা ভক্ত। তবে এই রোম্যান্স ফ্রেমে বন্দি সেলেবের প্রতিটা ধাপে জড়িয়ে থাকে সিনেম্যাটোগ্রাফি, যা এই ছবিকে দৃশ্যায়ণের ক্ষেত্রে বেশ কিছুটা অন্য স্বাদের উপস্থাপনার সুযোগ করে দিয়েছে, তবে সেক্ষেত্রে ছিল একাধিক চ্যালেঞ্জ, ছবির প্রমোশনে একাধিকবার এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন প্রভাস।

 

তাঁর কথায় করোনা পরিস্থিতির মধ্যে শ্যুট, তাই ছবির পর্দায় জনগণ দেখানো, ক্রাউড তৈরি করাটাই ছিল মূল চ্যালেঞ্জের বিষয়। তবে কোথাও গিয়ে যেন সেই ছন্দেপতন ঘটার সম্ভাবনা ছিল পূর্ণ, বর্তমানের শহরকে ১৯৭০-এর ধাঁচে সাজানো মানে বেশ কঠিন বিষয়। তবে প্রভাসের কথায়, প্রতিটা পদে প্রতিটা ধাঁচে খুব যত্নের সঙ্গে সিনেম্যাটোগ্রাফির কাজ করা হয়েছে। যদিও সেক্ষেত্রে ইউরোপের বেশ কিছু পুরোনো আর্কিটেক ভিষণরকমভাবে সাহায্য করেছে। তবে পুরোনো গাড়ি, পুরোনো ফ্যাশন, সবটাই তৈরি করা, এমন কি গ্রীনস্ক্রিনের কাজও বেশ যত্নের সঙ্গে করা হয়েছে।

 

আমার রিভিউঃ

সব মিলিয়ে দেখার মতো ছিলো।এক মিনিটের জন্যও বিরক্ত লাগেনি।

গোটা ছবি জুড়ে প্রভাসের মুখে একটাই সংলাপ। তাঁর হাতে নাকি কোনও লাভ লাইন নেই। রেলিশনশিপে বিশ্বাসীই নন, ফ্লার্টেশনশিপেই তাঁর আগ্রহ। এত কিছুর পরও বিক্রম প্রেমে পড়েন ডা. প্রেরণার (Pooja Hegde)। জীবনের এক কঠিন লড়াই লড়ছেন প্রেরণা। এখানেই নাকি কাহানি মেঁ ট্যুইস্ট! প্রেরণার হাতের রেখা বলছে তাঁর নাকি উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু বাস্তব অন্য ইঙ্গিত দিচ্ছে।

 

এই ছবির জ্ঞানের বাণী কী? কোনও বিজ্ঞানই ১০০ শতাংশ অ্যাকিউরেট হয় না। গীতার বাণী আল্টিমেট। কর্ম মানুষের ভাগ্য বদলে দিতে পারে। প্রয়োজনের অতিরিক্ত দীর্ঘ রান টাইম, জাস্ট ভাবুন ১৪০ মিনিট! কিন্তু গল্প আর তীরে পৌঁছাল কই! মোদ্দা কথা, উপকরণ ছিল এ-ক্লাস, কিন্তু রান্নাটা জাস্ট আধ কাঁচা করেই রেখে দেওয়া হলো।

বেশি কথা বাড়াবোনা।আপনারাই দেখে নিন।নিচে ডাউনলোড লিংক দিয়ে দিলাম।

 

ডাউনলোড লিংকঃ

ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ

 

ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ

 

ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ

 

 

সব গুলো লিংক একটি আলাদা পেজ এ দেওয়া হলো।

লিংক ক্রেডিট MLWBD.

 

এটার পুরোটা একসাথে দেখুনঃ এখানে ক্লিক করুন

যেকোনো তুর্কি মুভি বা ইসলামিক সিরিজ দেখতে ভিজিট করতে পারেনঃ এই সাইটে

 

 

The post [Hall Print]ডাউনলোড করেন নিন বহুল অপেক্ষাকৃত মুভি “রাধ্যে শ্যাম” এর হিন্দি ডাবিং সাথে আমার রিভিউ। appeared first on Trickbd.com.

Envato Elements ডাউনলোড [পর্ব 18]

Posted:

Envato Elements ডাউনলোড সিরিজের আজকে 18 তম পর্ব। Envato Elements ডাউনলোড পর্ব চলবে আনলিমিটেড পর্ব পর্যন্ত । সুতরাং চিন্তা না করে ডাউনলোড করতে থাকুন আর শেয়ার করতে থাকুন । তাহলে চলুন শুর করা যাক। তার আগে জেনে নেওয়া যাক

Envato Elements কি?

Envato Elements হলো জনপ্রিয় একটি Tools শেয়ারিং সাইট । যেখানে Content Creator/Graphics Designer দের জন্য প্রয়োজনীয় Copyright Free Photos, Stock Videos, Music, Graphics Template সহ অন্যান্য সব টুলসের ভান্ডার রয়েছে ।

কিন্তু এটা প্রিমিয়াম ওয়েব সাইট তাই Subscription কিনে ইউজ করা লাগে। তাই অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও ইউজ করতে পারেন না। যারা গত পর্ব মিস করেছেন তারা নিম্নের লিংক থেকে দেখে নিতে পারেন।

গতপর্বের পোস্টঃ

Envato Elements ডাউনলোড [পর্ব 17]

1. Medicate – Health & Medical Elementor Template Kit

Medicate is an Elementor template kit that comes with 18 pre-defined templates. By using Medicate, your health and medical website will be ready in no time.

All the pages and section in Medicate is professionally designed by our talented designer. We love the template kit so much as I'm sure so will you.

You will need to use Elementor Pro to import some of the pages and sections from Medicate.

  1. Global Kit Styles
  2. Homepage
  3. Global Header
  4. Global Footer
  5. Single Post
  6. Single Page
  7. Blog Archive
  8. Our Service
  9. 404 Page
  10. Section: Our Doctors
  11. Section: Book Appointment
  12. Section: Careers
  13. Section: Testimonials
  14. Section: FAQ
  15. Section: Contact
  16. Section: Coming Soon
  17. Section: About Us
  18. Section: Our Services
  19. Section: Hero Section

Regular License: $29

2. Mobdev – Creative Portfolio & Resume Elementor Template Kit

Mobdev is a creative portfolio template kit. Clean and creative designed template for showcasing a personal portfolio. This template is packed with 10 different pages for your portfolio website.

  1. Home Page
  2. About Page
  3. Service page
  4. Portfolio Page
  5. Portfolio Page v2
  6. Portfolio Detail Page
  7. Team Page
  8. Pricing Page
  9. FAQ Page
  10. Contact Page

Regular License: $22

3. Munfarid – A WordPress Theme For Blog & Shop

Munfarid Blog is minimalist trendy and modern WordPress Theme for Blog and shop. It is formulated considering all requirements and needs to design a scenic website.

Munfarid theme is Gutenberg ready. Gutenberg is a new WordPress editor that will be default WordPress editor in WordPress 5.0. Munfarid all elements based on Gutenberg.

Theme Features

  • Powerful & Easy-to-Use Powerful Admin Interface
  • WordPress Gutenberg editor
  • Gutenberg editor footer builder
  • Valid HTML5 / CSS3 pages
  • Fully responsive
  • Highly Customizable
  • No coding knowledge required
  • One-Click Demo Content Import
  • Stander Blog list
  • Card Blog list
  • Seven Customizable Header Types
  • Each web page can have a different header style
  • Customization options for each header type
  • Full-Screen Menu option
  • Customizable Title Area
  • Side Menu Area
  • Interactive Link Showcase shortcode
  • Video
  • Call to Action element
  • Team element
  • Images element
  • Catalogs/Product List
  • Banner element
  • Separate logo versions for Dark and Light Header skins
  • Optionally set different logos on each page
  • Optional Header Top area
  • Integrated search functionality
  • Choose icon pack for search icon
  • Customizable Footer
  • Footer Top and Footer Bottom areas
  • Responsive video
  • Instagram feed widget
  • Image or Text Logo
  • Blog List widget
  • Customizable Shop pages
  • Variable grid size
  • Smooth Page transitions
  • Multiple Blog List Layouts
  • Blog Standard Layout
  • Custom Post Formats: Standard, Gallery, Quote, Video, Audio
  • WooCommerce compatible
  • Retina Ready
  • Create multiple custom sidebars
  • Mobile Nav
  • 800+ Google Fonts
  • Font Awesome
  • WPML Plugin Compatibility
  • Translation Ready
  • SEO Optimized
  • Child Theme Included

4. Mybags – Modern Commerce Elementor Template Kit

Mybags Elementor Template Kit is a collection of layouts for the Elementor page builder WordPress plugin, designed for use with WooCommerce for a clean and trendy online store. It works with most themes and is optimized for use with the free Hello Elementor theme.

Page Templates Included :

  • Home
  • Our Craft
  • About Us
  • Contact Us
  • FAQ
  • Single Product
  • Shop All
  • Archive Product
  • ETC.

Custom Block Included :

  • Hero Block 1
  • Hero Block 2
  • Product Block 1
  • Product Block 2
  • Testimonial

Required Plugins

  • Elementor ( installed with kit)
  • Elementor PRO (upgrade not included)
  • ElementsKit Lite
  • Woocommerce( installed with kit)
  • Woolentor( installed with kit)

Regular License: $20

5. Neon Glitch Logo Reveal

6. Newsprk – Newspaper WordPress Theme

Newsprk – Newspaper WordPress Theme is an attractive & trendy theme for any News & Magazine website built with WordPress technology. Newsprk – Newspaper WordPress Theme is perfect for any News/Magazine or any specific business matched with the following category like Blogs, Sports, Fashion, Science, Soccer, Politics, Videos, Travel, Style, Beauty, Health Magazine sites, etc.

FEATURES :

  • Header Footer Builder
  • Mega Menu Builder
  • 50+ Premium Elementor Widgets
  • Bootstrap Based (4.x) Latest
  • Elementor Page Builder
  • Live Customizer
  • Clean and Unique Design
  • Post Count
  • Breaking News Feed
  • Post Formats – Audio, Video, Gallery
  • 100% Responsive
  • Google Fonts Used
  • 5000+ Font Icon Included
  • Very Smooth Transition Effects
  • Super Easy To Customize
  • Well Commented Code
  • W3C 100% Valid Code
  • Extensive Documentation
  • Top Notch Support
  • Working Contact form
  • Well Commented Code
  • Ipad and Iphone friendly
  • Cross-browser Compatible with Edge, IE11+, Firefox, Safari, Opera, Chrome
  • Extensive Documentation
  • Dedicated Support

FILE INCLUDED :

  • HTML Files
  • Included Drone Icon Pack With Documentation
  • Supporting CSS, JS files
  • Documentation in HTML

7. Next Arch – Creative Architecture WordPress

Next Arch – Creative Responsive Architecture WordPress is perfect if you like a minimal, clean and modern design. This theme is ideal for architecture companies, interior studio, construction, furniture and those who need an easy, attractive and effective way to share their work with clients.

FEATURES

  • +WordPress 5.0
  • Easy setup with Demo Content.
  • Unlimited Color Styles
  • Blog Single Page
  • Animate any Elements
  • Responsive layout
  • Retina Ready
  • Unique design
  • Single Page Project
  • Contact Form 7
  • jQuery Enhanced
  • Easy Setup
  • Very Clearly Documentation (Step by Step)
  • Support 24/7

Regular License: $99

8. Noise Textures

9. Crypton – Cryptocurrency PowerPoint Template

Introducing Crypton – Cryptocurrency & Blockchain PowerPoint Template

This Presentation Template can be used for any variety of purposes, such as: Cryptocurrency, Blockchain, Bitcoin, Bank, Financial Technology, Pitch Deck, Company Profile, Corporate, and also can be used for Business Portfolio.

This Presentation Template contains Modern, Elegant, creative, Professional and unique layouts.

FEATURES

  • Total Slides: 45 Slides
  • All graphics resizable and editable
  • Used and recommended free web fonts
  • Based on Master Slides
  • Picture Placeholder
  • Just Drag and Drop!
  • Easily Editable!
  • 16:9 Wide Screen Ratio (If your screen resolution is 1920×1080 it will be the same like your screen)

FILES INCLUDED

  • PowerPoint .PPTX & PPT file
  • Documentation File

10. Oblo – Portfolio Agency WordPress Theme

Oblo – Portfolio Agency WordPress Theme is best suited for Creative Agency, Digital Agency, Portfolio, Minimalist Portfolio, Showcase Portfolio, Photography, Artist, etc. Modern, clean portfolio WordPress theme with a stunning and minimal look. We crafted it with minimalistic design so its look stylish and attractive. Includes: 30+ Pre-built pages5+ Pre-Built Demos, Beautiful animated sliders, Powerful portfolio with filters, Header & Footer BuilderDark & Light versions, WooCommerce Support, One Click Demo ImportPowerful Portfolio, Parallax effects, Elementor Page Builder – No coding skills needed.

Features:

  • Visual Drag & Drop Elementor Page builder
  • 5+ Pre-Built Demos
  • 35+ Custom Elementor Widgets
  • 30+ Pre-Built Pages
  • 10+ Homepage slider variants
  • Dark & Light Versions
  • WooCommerce Support
  • Unlimited Header & Footer Elementor Builder
  • Modern & Creative Design
  • Compatible with WordPress 5.8
  • Powerful Portfolio with Filters
  • Different Layouts for Portfolio
  • 7+ Custom Elementor widgets for Single Portfolio Page
  • Powerful Blog
  • Advanced Theme options
  • Easy Customization / One Click Install
  • WebGL Animation / Parallax Effects / Scrolling Animation
  • Fully Responsive
  • Showcase Sliders / Carousel / Lightbox Gallery
  • Retina Ready
  • Font Awesome Fonts Icons
  • Google Fonts
  • One Click Demo Import
  • Contact Form 7 Plugin
  • Contact Form 7 MailChimp
  • ACF Pro Plugin Included (Save $25)
  • Import Demo Data
  • Based on Bootstrap 5
  • Multi Languages Supported / Compatible with WPML & Polylang
  • Localization Support (Included .pot file) / Compatible with Loco Translate
  • Child themes support
  • Widgets ready
  • Clean code
  • Regular Updates
  • 24/7 Support
  • Documentation included
  • and more features coming soon!

Regular License: $39

এগুলোই ছিলো আজকের মত। আরো অনেক থিম আছে, ইউটিউব অপেনার্স আছে, ইন্ট্রো আছে, আরো অনেক কিছু আছে । আগামীতে আপনার কোনটা লাগবে কমেন্টস করতে পারেন আমি আপলোড করে দেবো ।

ধন্যবাদ সবাই, আজকের মত বিদায় । আল্লাহ্‌ হাফেজ ।

Don't forget to connect with me with all of my social media:

Facebook

Instagram

Twitter

লিখেছেনঃ MH Mamun

The post Envato Elements ডাউনলোড [পর্ব 18] appeared first on Trickbd.com.

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? জেনে নিন

Posted: 11 Mar 2022 07:23 AM PST

Social Media Marketing

সোশ্যাল মিডিয়া মার্কেটিং

বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং হলো একটি জনপ্রিয় দক্ষতা। এই ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই বিষয়ে ফাইভার, আপওয়ার্ক ইত্যাদি মার্কেটপ্লেস এও অনেক কাজ পাওয়া যায়।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি?

এটি হলো বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহার করে নিজের ব্যবসার কিংবা পণ্যের প্রচার করা।

এই মার্কেটিং কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে কত যেতে পারে?

এটি সব সামাজিক যোগাযোগ মাধ্যমে করা যায়। যেমন: ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিংকডইন, পিন্টারেস্ট, ইউটিউব ইত্যাদি।

এই গুরুত্বপূর্ণ স্কিলটি কিভাবে শিখবেন?

অনলাইনে এই বিষয়ে অনেক কোর্স পাওয়া যায়। বিভিন্ন প্রতিষ্ঠান এই বিষয়ে কোর্স প্রদান করে থাকে। আবার ইউটিউবেও এই বিষয়ে অনেক ভিডিও পাওয়া যায়। তাই এটি ফ্রী বা পেইড যেকোনো উপায়েই সহজে শেখা যেতে পারে।

এটি কেন শিখবেন?

এই কাজটি শিখে আপনি নিজের ব্যবসাকে সহজেই প্রতিষ্ঠিত করতে পারবেন। এমনকি, বিভিন্ন মার্কেটপ্লেস এ এই স্কিল টি নিয়ে ফ্রিল্যান্সিং ও করতে পারবেন। এই স্কিল টি সহজেই শিখে অনেক মানুষ ব্যবসা অথবা ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হচ্ছে।

এই কাজটির একটি আকর্ষণীয় বিষয় হলো, আপনাকে সকল সামাজিক যোগযোগ মাধ্যম এর কাজ না শিখলেও চলবে। যেকোনো একটি সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহারে পারদর্শী হলেও আপনি এইটুকু স্কিল নিয়েই কাজ করতে পারবেন।

অনেক কোম্পানি এই বিষয়েও চাকরি দিয়ে থাকে। ফলে, পড়ালেখার পাশাপাশি এই বিষয়ে দক্ষ হলে আপনি ক্যারিয়ার এর দিক থেকেও অন্যদের থেকে এগিয়ে থাকবেন।

এর মাধ্যমে আপনি আপনার ব্যবসা বা ফ্রিল্যান্সিং এর পাশাপাশি নিজের কন্টেন্ট এরও প্রচার করতে পারেন।
অনেকে এজেন্সি হিসেবেও এই কাজটি করছে।

এই কাজটি শেখার জন্য আপনার কি কি লাগবে?

এই কাজটি শেখার এবং করার জন্য আপনার একটি মোবাইল ডিভাইস এবং ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে। অনেকে মনে করেন, এই কাজটি কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া করা যাবে না। কিন্তু এটি সঠিক নয়। আপনার একটি মোবাইল ফোন এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সবচেয়ে গুরত্বপূর্ণ প্রয়োজনীয়তা হলো এটি শেখার জন্য আপনার আগ্রহ এবং অধ্যবসায়।

সবচেয়ে বেশি ব্যবহৃত কয়েকটি সামাজিক যোগাযোগ সাইট

সক্রিয় ব্যবহারকারী ( মিলিয়ন )

  • ফেসবুক – ২৮৯৫
  • ইউটিউব – ২২৯১
  • হোয়াটসঅ্যাপ – ২০০০
  • ইনস্টাগ্রাম – ১৩৯৩
  • ফেসবুক মেসেঞ্জার – ১৩০০

বি. দ্রঃ এই পরিসংখ্যান এর তথ্যসূত্রঃ
www.statista.com । উল্লেখ্য যে প্রতিনিয়তই এই সামাজিক সাইট গুলোতে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে চলছে।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে সফল হওয়ার কিছু টিপস

  • যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করবেন, সেই প্ল্যাটফর্মের সব ফিচার ব্যবহার করতে জানতে হবে।
  • প্রতিদিন বেশি বেশি রিসার্চ করে নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে হবে।
  • প্রতিদিন শিখতে হবে এবং প্র্যাক্টিস করতে হবে। অলসতা করা যাবে না।
  • বিভিন্ন যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যালগরিদম থাকে। সেই অ্যালগরিদম গুলো জানতে হবে, সেই অনুযায়ী কাজ করতে লাগবে।
  • আপনার একটি মার্কেটিং স্ট্র্যাটেজি থাকতে হবে।
  • টার্গেট অডিয়েন্স এর উপর কাজ করতে হবে।
  • কন্টেন্ট স্ট্র্যাটেজি থাকতে হবে।
  • মার্কেটিং করে আপনি কি করতে চান, তার একটি লক্ষ্য থাকতে হবে।
  • এই বিষয়ে কোনো কাজ পেলে ক্লায়েন্ট কে সবসময় সত্য কথা বলতে হবে। আপনি যতটুকু পারেন, ততটুকুই বলবেন। বেশি বলতে গিয়ে বিভ্রান্তিতে পড়তে পারেন।
  • সফলতা আসতে একটু সময় লাগলে ধৈর্য ধরতে হবে। অধৈর্য হলে চলবে না।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাহায্যে অ্যাফিলিয়েট মার্কেটিংও সহজেই করা যায়।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ

  • কন্টেন্ট মার্কেটিং
  • অ্যাডভারটাইজিং
  • ইনফ্লুয়েন্সার মার্কেটিং
  • সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
  • পেইড ক্যাম্পেইন

কিছু কথা ( উপসংহার )

সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক বড় একটি বিষয়। একটি আর্টিকেলে এর সকল বিষয় সম্পর্কে লেখা সম্ভব নয়। আমি এই বিষয়ে কিছু ধারণা দিলাম মাত্র।

মনে রাখবেন, ভাইরাল হওয়াটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর শুধুমাত্র একটি অংশ। আপনার কোনো কন্টেন্ট ভাইরাল না হলে হতাশ হবেন না। ধৈর্য নিয়ে কাজ করবেন। চেষ্টা ছাড়া কখনোই কেউ কোনো ফল পায়না। চেষ্টা করলে ফল পাবেন, ইন শা আল্লাহ্।

কেউ কেউ সোশ্যাল মিডিয়া নিছক সময় কাটানোর জন্য ব্যবহার করে। আবার কেউ কেউ এটি ব্যবহার করে স্কিল ডেভেলপ করে স্বাবলম্বি হয়। আপনি কোন দলে থাকলে আপনি উপকৃত হবেন সেটা অবশ্যই বুঝে গিয়েছেন। একটা কথা মনে রাখতে হবে, কখনোই এতে আসক্ত হওয়া যাবেনা। প্রিয়জনকে সময় দিতে হবে এবং পাশাপাশি পড়ালেখাও ঠিক মত চালিয়ে যেতে হবে।

এ বিষয়ে আর যেকোনো ধরনের প্রশ্ন থাকলে সেটি কমেন্টে করতে পারেন। এবং পরবর্তীতে কি নিয়ে জানতে আপনি ইচ্ছুক তাও জানাতে ভুলবেন না।

The post সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? জেনে নিন appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments