Search box..

HSC 2023 Short Syllabus [Crash Course] Promo Codes – 10 Minute School

HSC 2023 Short Syllabus [Crash Course] Promo Codes – 10 Minute School


HSC 2023 Short Syllabus [Crash Course] Promo Codes – 10 Minute School

Posted:

🌟 ২০২২ সালের এইচ এস সি পরীক্ষার্থী বন্ধুদের জন্য বোর্ড কর্তৃক দেওয়া হয়েছে নতুন শর্ট সিলেবাস। স্বল্প সময়েই ঘরে বসে শর্ট সিলেবাসের সেরা প্রস্তুতি নিশ্চিত করতে তোমাদের জন্য টেন মিনিট স্কুল নিয়ে এলো ‘HSC 2023 Short Syllabus Crash Course।’ 🔥 

 কোর্সে তোমার জন্য থাকছে:

📖 ৮ টি বিষয়

▶ ৪০০ টি লাইভ ক্লাস

📜 ৪০০ টি লেকচার শিট

✏ ৮ টি মডেল টেস্ট

🗒৮টি সলভ ক্লাস

📌 ৮টি সলভ শিট

Special Promo code for HSC 2023 Crash Course:

Promo code for HSC 2023 Crash Course: 23SPECIAL

নিচের লিংকে গিয়ে কোর্স টি Enroll করো এবং উপরের স্পেশাল প্রোমো কোড টি দিয়ে জিতে নাও নিশ্চিত ২০০ টাকা ডিস্কাউন্ট!!

https://10ms.io/EwPhHh

The post HSC 2023 Short Syllabus [Crash Course] Promo Codes – 10 Minute School appeared first on Trickbd.com.

আপনি কি মোবাইল ফোনে আসক্ত?কোনো সমাধান খুজে পাচ্ছেন না বা আসক্তি কমাতে পারছেন না? তবে এই পোস্টটি আপনারই জন্য!

Posted:

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এই আর্টিকেলটিতে আমি আপনাদেরকে ভিন্ন উপায়ে মোবাইল আসক্তি থেকে মুক্তি দেওয়ার উপায় দিবো।

সম্পূর্ণ পোস্টটি না পড়ে কমেন্ট করবেন না। আগে মনোযোগ দিয়ে পুরো পোস্টটি পড়ুন এরপর কমেন্ট করবেন।

প্রথমেই বলে দিতে চাই, এক এক মানুষের জন্যে এক এক পদ্ধতি কাজে লাগে আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্যে। আমার দেওয়া উপায় অনেকেরই কাজে না লাগতে পারে। আমি 100% Guarantee দিতে পারবো না যে এটি আপনাকে কাজে দিবে।

তবে হ্যাঁ, আমার কাছে এটি ভিন্ন ও সহজ উপায় মনে হয়েছে তাই এটি সবার সাথে শেয়ার করছি। তো, চলুন আর কথা না বাড়িয়ে আসল টপিক শুরু করা যাক।

আমরা কিছু Apps ব্যবহার করে আমাদের এই সমাধানটি নিয়ে আসবো। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারেন যে এক আসক্তি থেকে মুক্তি পেতে আবার আরেক আসক্তিতে চলে যাওয়ার উপায় দিয়ে দিচ্ছি।

মোটেই এমনটি নয়। দেখুন, আপনি সারাদিন যতই চান কিন্তু মোবাইল আপনাকে ধরতেই হচ্ছে আর তার সেই আসক্তি থেকে মুক্তি পাচ্ছেন না। বিষয়টা এমন যে, আপনি বৃষ্টির সময় গাছে পানি দিচ্ছেন। এতে লাভের লাভ কিছুই হচ্ছে না।

এটাকে কাটা দিয়ে কাটা তোলার মতন অবস্থা বলতে পারেন। তবে যে Apps গুলো দিবো সেগুলো অনেকেরই উপকারে এসেছে এবং আমার কাছে প্রচন্ড কাজের মনে হয়েছে তাই আমি এগুলো সম্পর্কে লিখছি।

আপনারা আমার আগের ৯৩ টি পোস্ট দেখলেই বুঝতে পারবেন যে আমি নিজে যা Experience করি, নিজের অভিজ্ঞতা থেকে পোস্ট লিখি। আমি আগে নিজে Test করে যাচাই বাছাই করে ভালো মনে হলে তবেই সেটি নিয়ে পোস্ট লিখি। তাই আশা করছি এ নিয়ে কোনো বাজে মন্তব্য পাবো না।

আমি মোট 7 টি Apps নিয়ে লিখবো। যেগুলো আপনার কাছে ঠিক মনে হবে সেগুলোই আপনি Install করে রেখে দিবেন। 1 No. এর টা অবশ্যই Install করবেন। কারন সবচেয়ে Effective App টি আমি ১ নম্বরেই দিয়েছি। তাই সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্যে অনুরোধ রইলো।

 

7) App Name : Iron Will : Quit Your Addiction

App Developer : Emerald Isle Studio

App Size : 900 KB

Required OS : 5.0+

এই App টি প্রত্যেকের জন্যেই Recommended থাকবে। কারন এই App টির সাহায্যে আপনি আপনার Addiction কে কতদিন ধরে ছাড়তে পেরেছেন সেটি Track করে রাখতে পারবেন। প্রথমেই বলে দিই App টির সাইজ 1 MB এরও কম। তাই আশা করছি সবাই ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না।

প্লে-স্টোরে এই App টি ৫ লক্ষাধিক বারেরও বেশিবার ডাউনলোড হয়েছে। App টির রিভিউ সংখ্যা ১৬ হাজার+ এবং এর রেটিং 4.7 ★। রেটিং দেখেই হয়তোবা বুঝতে পারছেন App টি কতটা কাজের।

App টি ব্যবহার করাও প্রচন্ড সহজ। আপনি শুধু App টি Open করবেন এবং Start Now তে ক্লিক করবেন। এবং ঐ সময় থেকে আপনার সময় Automatic Count করা শুরু করে দিবে। আপনি App টি Force Stop করে বন্ধও করে দেন তবেও কোনো সমস্যা নেই App তার নিজের কাজ করে যেতে থাকবে।

এছাড়াও আপনি যদি ১ দিন, ৩ দিন, ৫ দিন, ৭ দিন, ১০ দিন, ১৪ দিন, ২১ দিন, ৩০ দিন, ৬০ দিন, ৯০ দিন, ১২০ দিন, ১৫০ দিন, ১৮০ দিন, ২৪০ দিন, ৩০০ দিন, ৩৬৫ দিন, ৫০০ দিন আপনার ঐ আসক্তি থেকে মুক্ত থাকতে পারেন তবে আপনাকে বিভিন্ন Rank/Medal/Badge দিবে।

যেমনঃ Scout, Private, Corporal, Sergeant, Master Sergeant, Knight, Knight Lieutenant, Knight Captain, Knight Champion, Champion of the light, commander, conqueror, marshal, field marshal, grand marshal, high overlord, the immortal এগুলো।

এছাড়াও App টিতে আছে Dark Theme। আপনি যদি সেই আসক্তিটিতে পুনরায় ফিরে যান তবে আপনাকে পুনরায় আবার চালু করতে হবে এই App টির Time।

এর জন্যে আপনাকে Time টি App এ ঢুকে Reset করতে হবে। এবং এই Reset করার সময় কিছু নোটও লিখে রাখতে পারেন যে কেন আপনি সেই আসক্তিতে পুনরায় ফিরে গিয়েছেন।

আর সেগুলো History তে গিয়ে দেখতে পারবেন যে কি ভুলের জন্যে আপনি সেই আসক্তিতে পুনরায় ফিরে গিয়েছেন এবং আপনার নিজের সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন।

নিচে App টির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

6) App Name : Minimalist Phone

App Developer : QQ Labs

App Size : 5.2 MB

Required OS : 6.0+

এটি মূলত একটি Launcher। কিন্তু এই Launcher টি আপনাকে অনেক সাহায্য করবে। নামের মতোই Launcher টিও খুবই Minimalistic। প্লে-স্টোরে এপ্লিকেশনটি ডাউনলোড করা হয়েছে ১ লক্ষাধিকবারেরও বেশি।

এপ্লিকেশনটিতে আপনি যেসব Features পাবেন সেগুলো নিচে দেওয়া হলোঃ

👍 User interface that supports mindful phone use – avoid mindless scrolling through your apps and opening apps you actually didn’t want to open. Fight your phone addiction.

👍 Notification filter – move unimportant notifications out of your sight for improved productivity

👍 Customizable color theme, font and font size

👍 Hide apps you want to use less and increase your happiness.

👍 Rename apps

👍 Supports work profile apps (install minimalist phone from non-work profile first)

👍 Monochrome mode – view selected apps in black and white (requires activation on pc)

কোনো App খুজতে হলে আপনাকে Search করে অথবা একবারে Scroll করে খুজে নিতে হবে। এই একটু কষ্ট করার কারনেই আপনি হয়তোবা App open করতে চাইবেন না। আসলে আমাদের Mind খুবই অলস। আমরা সহজ কাজটিই সবার আগে করতে চাই। যে কাজে আমাদের প্রচুর শ্রম দিতে হয় আমরা সে কাজ গুলোকে Avoid করে চলি।

তাই এভাবে আপনার কষ্ট হতে হতে অভ্যাস হয়ে যাবে। আর এই Launcher টি আপনাকে কাজে Focus করতেও সাহায্য করবে। তাই আমি Recommend করবো একবার হলেও App টি ব্যবহার করতে।

আপনি নিজে ব্যবহার করলেই বুঝতে পারবেন। শুরুতেই আপনাকে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। এখানে আপনি বিভিন্ন ফিচার পাবেন যা আপনাকে সাহায্য করবে। যেমনঃ Gestures, Notification, Notification Filter, Monochrome Mode ইত্যাদি।

নিচে App টির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

5) App Name : AntiSocial : Phone Addiction

App Developer : Zafty Intelligence Pty Limited

App Size : 5.1 MB

Required OS : 5.0+

এটি একটি Tracking App। আপনি কোন কোন App কতক্ষন সময় ধরে ব্যবহার করছেন সেগুলো আপনাকে দেখাবে। এছাড়াও বিভিন্ন Apps গুলোকে বিশেষ করে Social Media Apps গুলোকে Block করে রাখতে পারবেন।

শুধু তাই নয়, আপনি যেকোনো App ই Block করে রাখতে পারবেন। এর জন্যে আলাদা একটি Restricted Mode ও দেওয়া আছে। এছাড়াও আপনি Pin Set Up ও করতে পারবেন। সাথে Time Saving Tips ও পাবেন।

প্লে-স্টোরে এপ্লিকেশনটি ডাউনলোড করা হয়েছে ৫ লক্ষাধিকবারেরও বেশি এবং ৮ হাজার+ রিভিউ করা হয়েছে।

নিচে স্ক্রিনশট দেওয়া হলো এপটিরঃ

4) App Name : Quality Time

App Developer : MobidaysApps

App Size : 18 MB

Required OS : 5.1+

এটিও একটি Tracking App। তবে App টি যেভাবে সবকিছু Track করতে পারে সেটি বেশ ভালো। সবকিছু অনেক সুন্দরভাবে Graph Chart আকারে আপনাকে দেখিয়ে দিবে।

শুধু আজ না, ১০ দিন আগের Tracking Data হলেও আপনাকে দেখাতে সক্ষম এই App টি। এছাড়াও এখানে Daily Alerts, Tracking, Add a Profile, Notification এর বিভিন্ন Customization Options আপনি পেয়ে যাবেন।

App টি প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশি। প্লে-স্টোরে এপ্লিকেশনটির রিভিউ রয়েছে ২০ হাজারেরও অধিক এবং রেটিং দাড়িয়েছে 4.3 off

App টির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

3) App Name : Stay Focused

App Developer : Innoxapps

App Size : 6.4 MB

Required OS : 4.4+

এটি একটি অসাধারন Tracking App। এখানে আপনি Varieties পাবেন Tracking এর জন্যে। শুরুতেই এর ফিচারগুলো দিয়ে দিচ্ছি। দেখে নিবেন সময় থাকলে।

Features:

✔ Block apps or sites using the app blocker – block your email too & keep your reminders and notifications off

✔ Block keywords using the website blocker – filter the urls for unwanted keywords

✔ Set a screen time tracker limit during your offtime and organize your quality time

✔ Activate Strict Mode to lock your profile and thus improve self-control. Always stay productive and focused with our app blocker!

✔ Disable alerts and set usage timer to help you focus and be more productive: Improve your productivity through time management and a phone detox!

✔ block apps or website by using the stay focused app blocker app tracker self-control app

✔ Set limitations on your phone, reduce your phone addiction and increase self control

✔ Block your email & keep your email notifications off temporarily

✔ Using Stay Focused App Blocker website blocker set limit on social media apps

✔ Strict mode helps you follow the limitation if you have weak self control

✔ App Blocker helps you focus on your work or studies

✔ Stay Focused helps you increase Study time

✔ AppBlock helps you spend quality time with your family

✔ Stay Focused App Block is the Best tool to increase productivity and concentration

✔ Stay Focused App Block help reduce mobile phone usage, control phone addiction and increase quality time

✔ AppBlock help Block apps you spend the most time to reduce the usage

✔ Stay Focused App Blocker block distracting apps and reduce distractions/limit distractions

✔ Block app and Increase self control

✔ Stay Focused App Blocker – stop procrastinating/phubbing

✔ Stay Focused App Block – keep track of your usage history

✔ Stay Focused website blocker helps track time spent browsing the internet

✔ App Blocker helps you to be less anti social

✔ AppBlock helps you with digital wellbeing

✔App blocker is the best blocksite and app blocker

এখানে ফিচারগুলোকে আপনি যদি নিজে ভালোভাবে ব্যবহার করতে পারেন তবে আপনি নিজের সাহায্য নিজেই করতে পারবেন।

কেননা কোনো জিনিসের সঠিক ব্যবহার জানলে ও তা সঠিকভাবে ব্যবহার করতে পারলেই সেই জিনিসটির সঠিক ব্যবহার হয়।

তাই আপনাকে সবার আগে ব্যবহার সম্পর্কে সঠিক ধারনা থাকতে হবে। আপনি আস্তে আস্তে শিখে যাবেন। তবে থেমে গেলে চলবে না।

নিচে App টির কিছু স্ক্রিনশট নিচে দেওয়া হলোঃ

2) App Name : Action Dash

App Developer : Action Dash

App Size : 5.5 MB

Required OS : 5.0+

এটি আমার দেখা সবচেয়ে ভালো Tracking App। অন্যান্য সকল Tracking App এর থেকে এটি সবচেয়ে ভালো এবং কার্যকরী।

✔ এটি আপনাকে সম্পূর্ণ Screen Time ( Daily, Weekly, Hourly) ভাবে দেখাবে।

✔ আপনি কোন কোন App কতক্ষন সময় ধরে ব্যবহার করছেন তা দেখাবে।

✔ Daily + Weekly App Tracking Activities দেখাবে Graph Chart আকারে।

✔ কতবার আপনি App Launch করেছেন সাপ্তাহিত বা একদিনের ভিতরে এসব দেখাবে।

✔ কোন কোন App এ কতবার ঢুকেছেন তা-ও দেখাবে Accurate ভাবে।

✔ কোন কোন App থেকে কতগুলো Notification এসেছে তা-ও দেখাবে।

✔ আপনি আপনার ফোনকে সারাদিনে এবং সারা সপ্তাহে কতবার Unlock করেছেন সেটিও দেখাবে।

এছাড়াও আরো যেসব ফিচারগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছেঃ
✔ Focus Mode

✔ Sleep Mode

✔ Paused Apps

✔ App usage limits

✔ App Session Limits

✔ App Usage Inforcer

✔ App Exclusions

✔ Fresh Start

✔ Biometric Authentication

✔ Backup & Restore

এটি একটি Ultimate Application যদি আপনি এর ব্যবহার বুঝতে পারেন তবে এটি আপনাকে অনেক সহায়তা করবে।

নিচে এপ্লিকেশনটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

1) App Name : Detox

App Developer : For innovation

App Size :

Required OS : 4.1+

এটি হচ্ছে সবচেয়ে বেশি Effective App। আপনি যদি মোবাইল আসক্তির এমন পর্যায়ে চলে যান যেখানে আপনি কোনোভাবেই নিজের আসক্তি ছাড়তে পারছেন না তবে এই এপ্লিকেশনটি আপনাকে সাহায্য করবেই।

এই এপ্লিকেশনটির কাজ খুবই সামান্য তবে অনেক বৃহৎ যদি আপনি এর ব্যবহার বুঝতে পারেন ও সঠিক ভাবে এর ব্যবহার করতে পারেন।

App এ ঢোকার পর আপনি একটি নির্দিষ্ট Time Set করে দিবেন। এবং Start করার সাথে সাথে আপনার ফোনটি Lock হয়ে যাবে। আপনি কোনোভাবেই সেই Lock টি Unlock করতে পারবেন না যতক্ষন না Timer টি 0 তে আসছে।

এখন অনেকেই বলতে পারেন যে আমার যদি জরুরি কোনো কল দেওয়ার প্রয়োজন পড়ে তবে? হ্যাঁ আপনি শুধু কাউকে ফোন দিতে ও রিসিভ করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না।

তবে Notification এর Access নিতে পারবেন। কিন্তু Settings এ যেতে পারবেন না।

তাই আপনি যদি পড়াশোনায় মনোযোগ দিতে চান বা অন্য কোন কাজে আর তখন আপনি চান যে আপনি যে করেই হোক ফোন ধরবেন না তবে এই এপ্লিকেশনটিতে টাইমার সেট করে রাখবেন আর কিছুই করতে হবে না। আপনার টাইমার শেষ হলে আপনি পুনরায় ফোনটি ব্যবহার করতে পারবেন।

আর যদি একান্তই Emergency Situation এসে পড়ে এবং আপনাকে জরুরী মূহুর্তে অন্যান্য এপ্লিকেশন ব্যবহার করতে হয় তখন আপনি ফোনটি Reboot/Restart করে পুনরায় Access নিতে পারবেন।

নিচে স্ক্রিনশট দেওয়া হলো এপ্লিকেশনটিরঃ

তো এবার সবকিছু বুঝিয়ে বলি। আমি বেশিরভাগই Tracking Apps দিয়েছি। কারন এসব Apps এর মাধ্যমে আপনি আপনার Addiction কে Track করে রাখতে পারবেন। এতে আপনি নিজের আসক্তি সম্পর্কে ভালো ধারনা পাবেন এবং এসব আসক্তি থেকে আপনি কতটুকু কমিয়ে নিতে পারছেন প্রতিদিন বা কতটুকু বাড়িয়ে নিচ্ছেন এসবই বুঝতে পারবেন খুবই সহজেই।

বাকীটা আপনি নিজে নিজেই করে নিতে পারবেন। পোস্টের শুরুতেই বলেছি আসক্তি থেকে বাচার প্রচুর উপায় আছে। আমি শুধু আপনাকে পথটি দেখিয়ে দিয়েছি। বাকীটা আপনি নিজেই করে নিন।

আজকের মতো এখানেই আসি।
ধন্যবাদ।
ট্রিকবিডির সাথেই থাকুন।
This is 4HS4N
Logging Out….

The post আপনি কি মোবাইল ফোনে আসক্ত?কোনো সমাধান খুজে পাচ্ছেন না বা আসক্তি কমাতে পারছেন না? তবে এই পোস্টটি আপনারই জন্য! appeared first on Trickbd.com.

AdSense Approval Ninja Tips Earn Monthly 300-500$

Posted:

AdSense Approval Ninja Tips পর্বে AI-Based WordPress ওয়েবসাইট বানানোর টিউটোরিয়াল শেয়ার করবো। 


AdSense Approval Ninja Tips

AdSense Approval Ninja Tips এর আগেও কিছু পর্ব শেয়ার করা হয়েছিলো।

তাই যদি আপনি নতুন হয়ে থাকেন তবে প্রথম পর্ব থেকে শুরু করার অনুরোধ রইলো।

আপনি যদি সকল পর্ব পড়ে থাকেন তবে আশা করি একটা ব্যাসিক ধারনা এর মধ্যে পেয়ে গিয়েছেন। 
Business Idea সিরিজ টিতে নানা ধরনের আয় করার মাধ্যম কিংবা টিপস শেয়ার করার জন্য মেক করা হচ্ছে। 
সো চলুন দেরী না করে আমাদের AdSense Approval Ninja Tips বা আমাদের মেইন টপিকের দিকে অগ্রসর হওয়া যাক।
 
AdSense Approval Ninja Tips

 

AdSense:

এটা একটা আর্ন করার মাধ্যম ধরে নিতে পারেন যা কিনা গুগল দ্বারা নিয়ন্ত্রিত।
আর আশা করি এটা নিয়ে কম বেশী সবাই জানেন।
তারপরেও ছোট করে বলি আপনার ওয়েবসাইটে গুগল বিজ্ঞাপন দেখাবে আর সেই বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে দেখিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। 
এটা জাস্ট একটা মাধ্যম গুগল ছাড়াও অনেক মাধ্যম যদিও রয়েছে তারপরেও গুগল এখন পর্যন্ত আমার পছন্দের শীর্ষে।
AdSense Approval Ninja Tips

 

কিভাবে শুরু করবেন?
 
প্রথমত গুগল এডসেন্স এপুভাল এর জন্য ইউনিক ২০ টা কপি মুক্ত পোষ্ট ,
রেসপন্সিভ ডিজাইন আর কিছু পেজ তৈরী করতে হবে জাস্ট। 
প্রতিটি পোষ্ট ১০০০+ ওয়ার্ড করা আবশ্যক
এছাড়াও আপনার ওয়েবসাইটে ভিজিটর দরকার হবে।
 

 

ভিজিটর যদি না থাকে তাহলে গুগল কাকে বিজ্ঞাপন দেখাবে তাই নয় কি?

ধরে নিলাম আপনি সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি তাই আপনার ভিজিটর নিয়ে সমস্যা হবেনা।
তারপরেও একটা ঝামেলা থেকেই যায় আর তা হলো কন্টেন্ট আপনার সাইটে যদি কন্টেন্ট না থাকে তাহলে ভিজিটর দিয়ে কিছু হবেনা।
 

 

তো আমাদের প্রথম কাজ হলো একটা ওয়েবসাইট তৈরী করা ।
সেখানে সর্বনিম্ন ২০ টা পোষ্ট করা এবং এডসেন্স এর জন্য আবেদন করার জন্য সাইট টা সুন্দর ভাবে তৈরী করা।
 
আর পাশাপাশি ওয়েবসাইট টি সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হবে। এস এই ও করতে হবে। 
 
আস্তে আস্তে আমরা সকল কাজ গুলোই করবো এখন কথা হলো আপনি যদি নিজেই পোষ্ট করেন তাহলে সেটা AI-Based কিভাবে হবে?
 
আর নিজেই যদি সব করেন তাহলে আর নিনজা ট্রিক কি কাজে আসবে।
 
বলছি তবে আগে ব্যাসিক জেনে নিন এবং এডসেন্স পেয়ে আপনি কি করবেন সেটা জেনে নিন।
 
আপনি চাইলে নিজেই ব্যবহার করতে পারেন অথবা চাইলে এডসেন্স এপ্রুভাল হয়ে গেলে সেল করে দিতে পারেন।
সদ্য এডসেন্স এপ্রুভাল সাইট এর দাম ৫ হাজার থেকে ১০ হাজার পর্যন্ত সেল হয়ে থাকে।
পিন ভেরিফাই এডসেন্স ১৫-২০+ হাজার টাকায় সেল করা সম্ভব। 
এছাড়াও মার্কেটপ্লেসে এটার চাহিদা রয়েছে যেমনঃ Fiverr, upwork, freelancer etc
 
তাহলে বুঝতেই পারছেন ট্রিক টি দিয়ে আপনি কি করতে পারবেন।
যদি আপনি বুঝতে না পারেন তবে এই পোষ্টের কোন ভ্যালু নেই আপনার কাছে।
আর যদি বুঝতে পারেন তবে আপনি ভবিষ্যতে জানিয়েন আমাকে অপেক্ষা করবো।
 
 
যারা আজকে ট্রিক ফলো করবেন তারা পর্ব ৭-৮ না দেখে এডসেন্স এর জন্য এপ্লাই করবেন না।
তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন।
তবে এটুকু সাবধানতা অবলম্বন করবেন ১৫ দিনের আগে কেউ এডসেন্স এপ্রুভাল এর জন্য এপ্লাই করবেন না ।
এই ১৫ দিন জাস্ট পোষ্ট এর লিংক যতটা সম্ভব শেয়ার করবেন অন্যদের কাছে।
 
তাহলে চলুন আজ বানিয়ে ফেলি একটি AI-Based/ Automatic ওয়েবসাইট যা একবার বানিয়ে রেখে দিলেই হবে।
এবং এই সাইট যদি সেল না করেন তবে এটা থেকে ১০০-৫০০+ ডলার মাসে প্যাসিভ ইনকাম করা পসিবল।
 
তাহলে চলুন বানিয়ে ফেলা যাক একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিচের ভিডিও ফলো করে ।
 

ভিডিওতে যে সব Theme এবং প্লাগিন্স ব্যবহার করা হয়েছে তা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন। 
 
 
আর কিছু Feed Link 

 

News:
==================
https://www.thecipherbrief.com/feed
https://www.rt.com/rss/news/
LifeStyle:
===================
https://www.luxuo.com/feed
https://www.lovehappensmag.com/blog/feed/
https://www.jomashop.com/blog/rss/
Business:
====================
https://www.noobpreneur.com/feed/
https://learn.g2.com/rss.xml
https://www.sage.com/en-gb/blog/feed/
https://joinhomebase.com/feed/
https://www.jeffbullas.com/feed/
https://www.sidehustlenation.com/feed/
Tv Shows:
=====================
https://www.monstersandcritics.com/feed/
https://www.iheartbritishtv.com/feed/
Travel
=============================
https://solotrekker4u.com/feed/
https://www.thebarefootnomad.com/feed/
Banned Word:\
=================
404 error
503
Error
unathentic

 

 
আশা করি বাকীটা আপনার গুছিয়ে নিবেন ইনশাআল্লাহ্‌ দেখা হচ্ছে পরবর্তী পর্বে।
তাহলে আজকের মত বিদায় দেখা হচ্ছে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
 
লেখকঃ Cyber Prince

The post AdSense Approval Ninja Tips Earn Monthly 300-500$ appeared first on Trickbd.com.

৩,০০০ টাকার কমে কিনুন এই Portable Printer, যখন খুশি করা যাবে ফোনের সাথে কানেক্ট

Posted:

এই আধুনিক যুগে এমনও প্রিন্টার রয়েছে যা আপনার পকেটে থাকবে এবং আপনি ইচ্ছেমত ব্যবহার করতে পারবেন। এর মধ্যে একটি হল Paperang P1 নামের পোর্টেবল Bluetooth প্রিন্টার।

 

অফিস সংক্রান্ত কাজের জন্য হোক কিংবা বাড়ির পড়ুয়া সদস্যর প্রোজেক্টের জন্য হোক, বর্তমান সময়ে প্রিন্টার প্রায়ই প্রয়োজন হয়। কিন্তু প্রিন্টার সাধারণত এমন একটি মেশিন যা ব্যবহারের জন্য অনেক জায়গার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে একটি প্রিন্টারের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং আপনার পক্ষে সেটি রাখার জন্য তত বেশি জায়গার ব্যবস্থা করা সম্ভব না হয়, তাহলেও কুছ পরোয়া নেই! আসলে এই মুহূর্তে বাজারে অনেক ছোটো আকারের প্রিন্টার ডিভাইস উপলব্ধ রয়েছে। ডিভাইসগুলি এত ছোট যে কেউ চাইলে পকেটেও এগুলি বহন করতে পারে। সোজা ভাষায় বললে, এই আধুনিক যুগে এমনও প্রিন্টার রয়েছে যা আপনার পকেটে থাকবে এবং যেটিকে ফোনের সাথে কানেক্ট করে আপনি ইচ্ছেমত ব্যবহার করতে পারবেন।

বিকল্প হিসেবে বেছে নিতে পারেন Paperang-এর পোর্টেবল প্রিন্টার

ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon)-এ পোর্টেবল প্রিন্টারের জন্য অনেকগুলি বিকল্প উপলব্ধ রয়েছে। এর মধ্যে পেপার‌্যাং (Paperang) ব্র্যান্ডের পোর্টেবল প্রিন্টার ক্রেতাদের দারুণ ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করবে। আসলে এই প্রিন্টারকে স্মার্টফোন, উইন্ডোজ পিসি, ম্যাকবুকের সাথে কানেক্ট করে সহজেই ব্যবহার করা যাবে। আবার এটির জন্য আলাদা বিদ্যুতের প্রয়োজন হবে না, কারণ এতে ১০,০০০ এমএএইচ রিচার্জেবল ব্যাটারি বিদ্যমান হবে। শুধু তাই নয়, পেপার‌্যাং পোর্টেবল প্রিন্টারের ওজন হবে মাত্র ১৬০ গ্রাম।

best-portable-printer-for-student-and-office-project-get-it-under-3000-rs

Paperang P1 প্রিন্টারের অন্যান্য বিবরণ এবং দাম

পেপার‌্যাং পি১ (Paperang P1) নামের পোর্টেবল ব্লুটুথ প্রিন্টারটি কালিবিহীন প্রিন্টার, এতে প্রায় চার হাজার টাকার বাজেটে আপনি অনেক ব্যক্তিগত রঙিন কপি প্রিন্ট করতে পারেন। এটি অ্যামাজন ইন্ডিয়ায় ২,৭৯৯ টাকার বিনিময়ে পাওয়া যাবে। তবে এইচএসবিসি ব্যাংকের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে দামের ওপর ৫% ছাড় পাওয়া যাবে। তবে মনে রাখবেন এতে আম প্রিন্টারের যাবতীয় ফিচার মিলবে না।

কিভাবে Paperang P1 প্রিন্টার ব্যবহার করবেন?

এই প্রিন্টার ব্যবহার করতে আগ্রহীদের পেপার‌্যাং অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপটি অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর উভয় প্ল্যাটফর্মেই উপলব্ধ। সেক্ষেত্রে এই অ্যাপে অনেক ধরনের ফন্ট, ফিল্টার, থিম, টেমপ্লেট এবং অন্যান্য অপশন পাওয়া যাবে। এদিকে প্রোডাক্টের রিটেল বক্সে একটি ইউএসবি সি কেবল, প্রিন্টার এবং একটি ইউজার গাইড থাকবে।

 

The post ৩,০০০ টাকার কমে কিনুন এই Portable Printer, যখন খুশি করা যাবে ফোনের সাথে কানেক্ট appeared first on Trickbd.com.

Garena Free Fire today diamond redeem codes 17 April: আজকের ফ্রি ফায়ার ডায়মন্ড রিডিম কোড দেখে নিন

Posted:

Collected From Tech

garena-free-fire-today-redeem-codes-17-4-april-2022-latest-free-diamond-reward-codes

Garena Free Fire today redeem codes 17 April: নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে গত ফেব্রুয়ারি মাসে ভারতে ব্যান করা হয়েছে Garena Free Fire গেমটি। তবে আশার কথা, এখনো পর্যন্ত যাদের মোবাইলে গেমটি ডাউনলোড করা আছে তারা অনেকেই গেমটির মজা নিতে পারছেন। এমনকি আগের মত গেম প্রস্তুতকারী সংস্থার তরফে এখনো প্রতিদিন রিলিজ করা হচ্ছে ফ্রি রিডিম কোড। যার মাধ্যমে গেমাররা বিনামূল্যে পেয়ে যাচ্ছেন বিভিন্ন আইটেম। চলুন দেখে নেওয়া যাক আজকের ফ্রি ফায়ার রিডিম কোডগুলি।

Garena Free Fire redeem codes for 17 April 2022 (গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড ১৭ এপ্রিল ২০২২)

FX3G-H27U-457T

Y5VH-CS57-6T4G

5Y0H-9G87-6S54

QED2-FG34-JRTG

F485-T76T-RFXG

BQN2-M34K-5YOH

I8UF-7DY6-S5A4

RQED-1F23-J4RK

TGOB-I98V-7C6X

TSRF-WEVB-4N5M

6YUL-JON0-9B8F

D7YS-6TWF-V45B

N6YM-HLOB-V98C

7X6Z-54EA-QD12

V34R-5TYI-GTR4

Free Fire redeem codes for today 17 April 2022 (ফ্রি ফায়ার রিডিম কোড আজ ১৭ এপ্রিল ২০২২)

FV76-C5XT-RSFE

BRN5-T6KY-OH98

B7V6-C5S4-RE9W

F45B-6YOH-G9CU

FH87-6TG5-YHOB

765S-4AED-Q1VB

23OR-9G87-6TDR

SF4V-B3N4-5KLT

6YOH-IJTM-YH9B

8V76-CX5R-ADQF

V1B2-JU3E-7RDF

6C5X-E5SF-EV2N

R4M5-T6LY-OH9B

8V76-DTEF-GB4N

5MYY-HLO7-9V87

Free Fire redeem code for 17 April 2022: How to redeem (ফ্রি ফায়ার রিডিম কোড ১৭ এপ্রিল, ২০২২ কীভাবে রিডিম করবেন)

• প্রথমেই গ্যারিনার অফিশিয়াল ওয়েবসাইটে যান (https://reward.ff.garena.com/en)।

• এবার Google, Facebook, Twitter, Apple Id, HUAWEI ID বা VK অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন ।

• উপরের একটি রিডিম কোড কপি করে সেটি টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে 'Confirm' বাটনে ক্লিক করুন।

• এরপর আপনার স্ক্রিনে পপ আপ আসবে চেক করার জন্য। এবার 'ok' বাটনে ক্লিক করুন।

আপনার ফ্রি কোড রিডিম প্রক্রিয়াটি সম্পন্ন হল। এরপর ইনগেম মেইল সেকশনে রিওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। কোনও কারণে যদি কোড রিডিম না হয়, তাহলে গ্যারেনার তরফে একটি ইমেল পাঠিয়ে দেওয়া হবে। নচেৎ ২৪ ঘন্টার মধ্যে রিওয়ার্ড পেয়ে যাবেন।

The post Garena Free Fire today diamond redeem codes 17 April: আজকের ফ্রি ফায়ার ডায়মন্ড রিডিম কোড দেখে নিন appeared first on Trickbd.com.

যেভাবে আপওয়ার্ক মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলবেন

Posted:

বর্তমানে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আপওয়ার্ক। আর এ কারণে মার্কেটপ্লেসটিতে কাজ পেতে প্রতিযোগিতাও করতে হয় অনেক বেশি। আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার আগে বেশ কিছু বিষয় নজর দেওয়া প্রয়োজন। একটা বিষয় মনে রাখতে হবে, মার্কেটপ্লেসে কাজ করার দক্ষতা অর্জন করলেই কেবল অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ, অ্যাকাউন্ট খোলার পর কোনো কাজ না পেলে বা কাজ না করলে আপনার অ্যাকাউন্টটি প্রাইভেট হয়ে যাবে এবং প্রোফাইল নিয়ে অহেতুক ঝামেলায় পড়তে হবে।

আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি

 

অ্যাকাউন্ট খুলবেন যেভাবে

আপওয়ার্ক মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই আপনার ই-মেইল ঠিকানার প্রয়োজন হবে। ই-মেইল ঠিকানা দেওয়ার পর আপনার নাম (জাতীয় পরিচয়পত্রে থাকা নাম), পাসওয়ার্ড লিখে আপনি একজন ফ্রিল্যান্সর হিসেবে কাজ করতে চান তা নির্বাচন করতে হবে। এবার আপওয়ার্কের নীতিমালা অপশনে টিক চিহ্ন দিয়ে 'ক্রিয়েট মাই অ্যাকাউন্ট'-এ ক্লিক করতে হবে। এবার আপনার দেওয়া ই-মেইল ঠিকানা যাচাই করতে আপওয়ার্ক একটি ই-মেইল পাঠাবে। আপওয়ার্কের পাঠানো ই-মেইল বার্তায় ক্লিক করলেই আপনার দেওয়া ই–মেইল ঠিকানা যাচাই হয়ে যাবে।

ই–মেইল ঠিকানা যাচাইয়ের পর আপওয়ার্কে আপনার কাজ করার উদ্দেশ্য জানাতে বেশ কিছু তথ্য পূরণ করতে হবে।

আপওয়ার্কে আপনি যে ধরনের কাজ করতে চান, তার ওপর ভিত্তি করে আপনাকে জব টাইটেল লিখতে হবে। অর্থাৎ আপনি যদি লোগো ডিজাইনার হন, তবে লিখতে হবে 'এক্সপার্ট ইন লোগো ডিজাইন', ওয়েব ডিজাইনার হলে 'ক্রিয়েটিভ ওয়েব ডিজাইনার' বা 'প্রফেশনাল ওয়েব ডিজাইনার'। মনে রাখতে হবে, আপনার প্রোফাইলে কেউ প্রবেশ করলে সবার আগে জব টাইটেল অপশন দেখা যাবে। আর তাই জব টাইটেলের কাজের অভিজ্ঞতা বিভাগে কোনো ভুল তথ্য দেবেন না।

শিক্ষা বিভাগে আপনার শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য জানাতে হবে। পাশাপাশি
ফ্রিল্যান্স কাজের জন্য আপনার কোন কোন বিষয়ে দক্ষতা রয়েছে তা নির্বাচন করতে হবে। যে কাজের জন্য আপওয়ার্কে প্রোফাইল খুলবেন, সেটির সঙ্গে সম্পর্কযুক্ত ১০ থেকে ১৫টি বিষয়ে আপনার দক্ষতা যুক্ত করে দিলে ভালো হয়। যেমন কেউ যদি ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ হিসেবে অ্যাকাউন্ট খোলেন তবে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডওয়ার্ড ইত্যাদি বিষয়ক জ্ঞান বাড়তি দক্ষতা হিসেবে যুক্ত করতে পারেন।

আপওয়ার্ক মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খোলার জন্য জীবনী বিভাগটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ক্লায়েন্টরা আপনার প্রোফাইলে প্রবেশ করে আপনার সম্পর্কে কিছু জানতে এই বিভাগে প্রবেশ করবে। আর তাই আপনার নিজের সম্পর্কে, কাজ সম্পর্কে, আপনার অভিজ্ঞতা সম্পর্কে সব তথ্য ভালোভাবে লিখতে হবে। এ জন্য বিভাগটিতে আপনার কাজের দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ক্লায়েন্টরা কেন আপনাকে তাদের কাজের জন্য নিয়োগ দেবে, তার একটি বিবরণ লিখতে হবে।

বিভাগ নির্বাচনের সময় আপনি যে বিভাগে কাজ করতে আগ্রহী, তার পাশাপাশি সহায়ক বিভিন্ন বিভাগ নির্বাচন করতে হবে। এরপর আপনি ঘণ্টাপ্রতি কত ডলারে কাজ করবেন তা নির্বাচন করতে হবে। এ জন্য আপনার কাছাকাছি দক্ষ ব্যক্তিরা মার্কেটপ্লেসে কত ডলারে কাজ করেন, সে বিষয়ে ধারণা থাকতে হবে। এরপর আপনার ঠিকানা, ছবি, টেলিফোন নম্বরসহ বেশ কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে। পাসপোর্ট আকারের, সাধারণ ভঙ্গি ও বাঁকাভাবে দাঁড়ানো ছবি দেওয়ার বদলে ফ্রন্ট ফেসিং বা সামনে থেকে পুরো চেহারা ভালোভাবে দেখা যাওয়া ছবি দিতে হবে।

সব তথ্য জমা দেওয়ার পর আপনি আপনার সম্ভাব্য প্রোফাইলের প্রিভিউ দেখতে পারবেন। ফলে চাইলে কোনো তথ্য মুছে ফেলার পাশাপাশি যুক্তও করা যাবে। সব তথ্য ঠিক থাকলে সাবমিট অপশন নির্বাচন করলেই আপনার প্রোফাইল পাবলিশ হয়ে যাবে। তবে প্রোফাইল পাবলিশ হওয়ার পর ১০০ শতাংশ সম্পন্ন না হওয়ার বার্তা দেখা যাবে। প্রোফাইলে প্রবেশ করে পোর্টফোলিও, ভিডিও ইন্ট্রোডাকশন (অপশনাল) ইত্যাদি তথ্যযুক্ত করলেই এ সমস্যার সমাধান হবে।

The post যেভাবে আপওয়ার্ক মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলবেন appeared first on Trickbd.com.

আপওয়ার্ক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস পরিচিতি

Posted:

আপওয়ার্ক মার্কেটপ্লেস

 

ফ্রিল্যান্স আউটসোর্সিং। এই মুক্ত পেশায় তরুণ প্রজন্মের আগ্রহ বেশি। ঘরে বসে বিদেশের তথ্যপ্রযুক্তির নানা কাজ করে আয় করেন ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবীরা। কিন্তু শুরুটা কীভাবে করতে হবে, ফ্রিল্যান্সার হতে কী জানতে হবে—এ নিয়ে দ্বিধা অনেকের। অনেকে সঠিক দিকনির্দেশনাও পান না।

আমাদের দেশে যখন ফ্রিল্যান্স কাজের সুযোগ চালু হয়, তখন মার্কেটপ্লেস হিসেবে চাহিদার শীর্ষে ছিল oDesk, Elance এবং Freelancer. com। পরে oDesk এবং Elance এক হয়ে আপওয়ার্ক নামে কার্যক্রম শুরু করে। মার্কেটপ্লেসে কাজ পাওয়ার জন্য সাধারণত ক্লায়েন্টদের পোস্ট করা কাজ অন্যদের সঙ্গে বিড বা প্রতিযোগিতা করে সংগ্রহ হয়। তবে Fiverr মার্কেটপ্লেস গিগ বেজড মডেল নিয়ে কাজ করায় বিড না করেও নিজের তৈরি বিভিন্ন কাজ বা সেবা বিক্রি করার সুযোগ মিলে থাকে। আজ আমরা আপওয়ার্ক মার্কেটপ্লেসের বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব।

দীর্ঘমেয়াদি কাজের সুযোগ থাকায় বেশির ভাগ ফ্রিল্যান্সারই আপওয়ার্ক মার্কেটপ্লেসে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন। অনেক ধরনের কাজের সুযোগের পাশাপাশি প্ল্যাটফর্মটিতে ঘণ্টাভিত্তিক বা নির্দিষ্ট অর্থের বিনিময়ে কাজের সুযোগ রয়েছে। বর্তমানে ফাইভারের আদলে প্রজেক্ট ক্যাটালগ সার্ভিসও চালু করেছে আপওয়ার্ক। ফলে নিজের তৈরি করা বিভিন্ন কাজ বা সেবা ক্লায়েন্টের কাছে সরাসরি বিক্রি করা যায় প্ল্যাটফর্মটিতে। ফলে ফ্রিল্যান্সারদের কাজের জন্য বিড করতে হয় না; বরং ক্লায়েন্টরাই ফ্রিল্যান্সারদের তৈরি করা সেবা কিনে থাকে। আপওয়ার্কে ক্লায়েন্টের অর্ডারের জন্য বসে না থেকে নিজেই নিজের দক্ষতা অনুযায়ী কাজ খুঁজে আবেদন করা যায়।

আপওয়ার্কে কাজ করার সুবিধা

১. ঘণ্টাভিত্তিক কাজ করার যায় আপওয়ার্কে। অর্থাৎ আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণের পারিশ্রমিক পাবেন। পারিশ্রমিক পাওয়া নিয়েও চিন্তা নেই, ক্লায়েন্টের কাছ থেকে সংগ্রহ করে আপনার পারিশ্রমিক পরিশোধ করবে প্ল্যাটফর্মটি।

২. নিজের পছন্দমতো কাজ খুঁজে সরাসরি বিড করা যায়।

৩. ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের জন্য আপওয়ার্কে সরাসরি বার্তা বিনিময়ের পাশাপাশি ভয়েস এবং ভিডিও কলও করা যায়। সম্প্রতি ক্রেতাদের সঙ্গে স্বচ্ছন্দে কথা বলার সুযোগ দিতে জুম সেবা ব্যবহারের সুযোগ চালু করেছে মার্কেটপ্লেসটি।

৪. বায়ার বা ফ্রিল্যান্সারদের যেকোনো সমস্যার সমাধান দিতে খুবই ভালো সেবা দিয়ে থাকে আপওয়ার্ক। মার্কেটপ্লেসটির লাইভ সাপোর্ট চ্যাট সুবিধা কাজে লাগিয়ে বিভিন্ন তথ্য জানা যায়। সাধারণত এক থেকে দুই মিনিটের মধ্যেই লাইভ সাপোর্ট চ্যাটে বিভিন্ন সমস্যার সমাধান বা পরামর্শ দিয়ে থাকে আপওয়ার্ক।

৫. সরাসরি ফ্রিল্যান্সারদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকেআপওয়ার্ক। Wire Transfer, Payoneer, US Bank Account, Wise এর মাধ্যমে ডলার পাঠিয়ে থাকে মার্কেটপ্লেসটি।

৬. আপওয়ার্কে প্রোফাইল সাজানোর জন্য পোর্টফোলিও বিভাগের সহায়তা নেওয়ার পাশাপাশি সার্টিফিকেট সেকশনের মাধ্যমে নিজের দক্ষতা ভালোভাবে উপস্থাপন করা যায়। শুধু তাই নয়, মার্কেটপ্লেসটিতে দক্ষতাবিষয়ক বেশ কয়েকটি পরীক্ষা দেওয়ার সুযোগ মিলে থাকে। পরীক্ষার ফলাফল নিজেদের প্রোফাইলে যুক্ত করে ক্লায়েন্টদের কাছে নিজেদের দক্ষতা ভালোভাবে তুলে ধরা যায়।

৭. আপওয়ার্কে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কিল উপস্থাপনের জন্য একাধিক স্কিল প্রোফাইল যুক্ত করা যায়। পাশাপাশি ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার উভয়েই একে অন্যকে রেটিং দিতে পারেন।

৮. আপওয়ার্কে বিভিন্ন প্রতিষ্ঠান একাধিক কর্মীর সমন্বয়ে দল তৈরি করে কাজ করতে পারে। শুধু তাই নয়, আপওয়ার্কের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা ক্লায়েন্টের সংখ্যা বেশি থাকায় তারা সাধারণত পুরোনো ফ্রিল্যান্সারদের খুঁজে কাজ দিয়ে থাকেন। আর তাই দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করে কাজ করার জন্য আপওয়ার্ক খুবই ভালো মার্কেটপ্লেস।

৯. আপওয়ার্কে ট্যালেন্ট স্কাউট নামের একটি ফিচার রয়েছে, যা ফ্রিল্যান্সারদের দক্ষতা বিবেচনা করে তাদের উপযোগী কাজগুলো নিয়মিত প্রদর্শন করে থাকে। এ ছাড়া অভিজ্ঞতা এবং যোগ্যতা অনুসারে ফ্রিল্যান্সারদের টপ রেটেড, টপ রেটেড প্লাস, আপওয়ার্ক সার্টিফায়েড নামেও পরিচিত করে মার্কেটপ্লেসটি। ফলে ক্লায়েন্টদের কাছে নিজেদের দক্ষতা প্রমাণের জন্য বাড়তি কষ্ট করতে হয় না।

১০. আপওয়ার্কে কোনো ক্লায়েন্টের কাছ থেকে ৫০০ ডলারের বেশি আয় করলে ১০ শতাংশ সার্ভিস চার্জ দিতে হয়। তবে আয়ের পরিমাণ ১০ হাজার ডলারের বেশি হলে সার্ভিস চার্জ দিতে হয় মাত্র ৫ শতাংশ। ফলে যাঁরা দীর্ঘদিন ধরে একই ক্লায়েন্টের কাজ করেন, তাঁরা কম সার্ভিস চার্জের বিনিময়ে নিজেদের পারিশ্রমিক সংগ্রহ করতে পারেন।

 

অনেক সুবিধার পাশাপাশি বেশ কিছু অভিযোগও রয়েছে আপওয়ার্কের বিরুদ্ধে। অনেকেই অভিযোগ করেন, একসঙ্গে অনেক বেশি আবেদন করার পর কাজ না পেলে অ্যাকাউন্ট বাতিল করে দেয় মার্কেটপ্লেসটি। সাধারণত নতুন অ্যাকাউন্ট খোলা ব্যক্তিরা এ ধরনের সমস্যার মুখোমুখি হন। অভিযোগটি একদিকে যেমন সত্য অন্যদিকে সত্য নয়। বেশির ভাগ সময় দেখা যায়, যোগ্যতা না থাকলেও ক্লায়েন্টদের কাজ করার আবেদন করেন অনেকে। এমনকি কাজের ধরন না বুঝেও আবেদন করেন কেউ কেউ। ফলে ক্লায়েন্টরা বিরক্ত হয়ে মার্কেটপ্লেসের মাধ্যমে কাজ করানোর আগ্রহ হারিয়ে ফেলেন। আর তাই ক্লায়েন্ট এবং দক্ষ ফ্রিল্যান্সারদের সহায়তা করতেই এমন কঠোর পদক্ষেপ নিয়ে থাকে আপওয়ার্ক। তবে যারা নিয়ম মেনে কাজের আবেদন করেন, তাঁদের জন্য আপওয়ার্ক খুবই ভালো।

 

আপওয়ার্কে কাজ করার জন্য ভার্চু৵য়াল মুদ্রা 'কানেক্ট' কিনতে হয়। আপওয়ার্কের কানেক্ট মুদ্রা ব্যবহার করেই ফ্রিল্যান্সারদের কাজের জন্য বিড করতে হয়। সাধারণত বিড করতে কাজ ভেদে দুই থেকে ছয় কানেক্ট খরচ হয়। কাজে বিড করার জন্য অ্যাকাউন্ট খোলার সময়ই ৫০টি কানেক্ট বিনা মূল্যে দিয়ে থাকে মার্কেটপ্লেসটি। সব কানেক্ট খরচ হয়ে গেলে ১৫ সেন্টের বিনিময়ে এক কানেক্ট কিনতে হয়। তবে ক্লায়েন্ট বা ট্যালেন্ট স্কাউট যদি কাউকে কাজ করার আমন্ত্রণ জানায়, তবে কাজ করার জন্য কোনো কানেক্ট খরচ হয় না।

লেখক: আপওয়ার্ক টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার

The post আপওয়ার্ক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস পরিচিতি appeared first on Trickbd.com.

এন্ড্রয়েড ফোনের জন্য সেরা ৪ টি ফুটবল গেম

Posted:

হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের কে আমাদের এই সাইটে আমার পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের পোস্ট এ আমি আপনাদের সাথে এন্ড্রয়েড ফোনের জন্য সেরা ৪ টি ফুটবল গেম এই বিষয় টি নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে পোস্ট টি শুরু করে দেওয়া যাক।

বর্তমানে এন্ড্রয়েড গেম গুলোর মধ্য অন্যতম জনপ্রিয় গেমিং ক্যাটাগরি হলো ফুটবল গেমস এর৷ কয়েক বছর আগে পর্যন্ত এন্ড্রয়েড ফুটবল গেম বলতে কোনো গেমই ছিলো না। ছিলো জাভা, সিম্বিয়ান, ব্ল্যাকবেরি ইত্যাদি গেম যা হাই কোয়ালিটি ছিলো না। কিন্তু বর্তমানে প্রযুক্তির কল্যাণে আমাদের হাতে রয়েছে এন্ড্রয়েড নামক স্মার্ট ডিভাইস। যার জন্য কোটি কোটি গেম ও এপ তৈরি করা হয়েছে। আর তার মধ্য থেকে নানা ফুটবল গেম ও তৈরি করা হয়েছে। এখন অনলাইনে এত ফুটবল গেম রয়েছে যে আমরা বুঝতেই পারি না যে কোনটা খেলবো। তো এর জন্য আমি আজকে ৪ টি সেরা এন্ড্রয়েড ফুটবল গেম এর রিভিউ আপনাদের জন্য নিয়ে এসেছি৷ আশা করি আপনাদের ভালো লাগবে।

এন্ড্রয়েড এর জন্য সেরা ৪ টি ফুটবল গেম

নিচে ৪ টি সেরা এন্ড্রয়েড ফুটবল গেম এর বিস্তারিত তথ্য দেওয়া হলো।

Dream League Soccer 2022

ব্যক্তিগতভাবে, আমি DLS 22 এর একজন আসক্ত অনুরাগী ছিলাম, কারণ এটি এত সুন্দর গেম যে যে কোনো ফুটবল প্রেমি এটাকে পছন্দ করবে। ড্রিম লিগ সকার অ্যান্ড্রয়েডে সবচেয়ে বেশি ডাউনলোড করা এবং সবচেয়ে বেশি খেলা অফলাইন ফুটবল গেমগুলির মধ্যে একটি।

গেম টি অত্যাধিক জনপ্রিয় হওয়ার কারণ, এই গেম টি তে যে কোনো প্লেয়ারকে কাস্টমাইজ করা যায় এবং নিজের দলকে অনেক ভালো ভাবে পরিচালনা করা যায়। এরই সাথে প্রশিক্ষণ সেশনের আয়োজন করতে পারে, খেলোয়াড় কিনতে পারে, স্টেডিয়াম আপগ্রেড করতে পারে, সেট গঠন করতে পারে, জার্সি ডিজাইন করতে পারে এবং সেইসাথে প্রতিযোগিতামূলক ম্যাচে যাওয়ার আগে অনুশীলনের জন্য বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারে।

আপনারা চাইলে এই গেম টি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।

First Touch Soccer 2022

FTS 22 নামেও পরিচিত, ফার্স্ট টাচ সকার হল আরেকটি জনপ্রিয় অফলাইন ফুটবল গেম যেটিকে ড্রিম লিগ সকারের সাথে তুলনা করা হয় কারণ উভয় গেমের মধ্যে অনেক মিল রয়েছে। এই গেমটিতে, ব্যবহারকারীরা পয়েন্ট অর্জনের জন্য ম্যাচ জিততে পারে যা উচ্চ বিভাগে যোগ্যতা অর্জনের জন্য তাদের স্টেডিয়ামগুলি আপগ্রেড করতে ব্যবহার করা যেতে পারে।

আপনি যত বেশি ম্যাচ জিতবেন, আপনার দল তত বেশি শক্তি পাবে সেইসাথে একটি ভারসাম্যপূর্ণ টিম কেমিস্ট্রি এবং ব্যক্তিগত পারফরম্যান্স। FTS 22-এর অন্যতম সেরা বৈশিষ্ট্য হল যে 300mb ফাইল ডাউনলোডের আকারের নীচে থাকা সত্ত্বেও গ্রাফিক্সগুলি আশ্চর্যজনক।

ফার্স্ট টাচ সকারে আশ্চর্যজনক টিম কিট, বুট, স্টেডিয়াম, খেলোয়াড় এবং সামগ্রিক রিয়েল-টাইম ফুটবল পরিবেশ রয়েছে।

আপনারা চাইলে এই গেম টি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।

আরো পড়ুনঃ আজকের ফ্রি ফায়ার রেডিম কোড, লেটেস্ট গারেনা ফ্রি ফায়ার রেডিম কোড 

Pro Evolution Soccer 2022

যদিও PES 20 গেমপ্লের 80% অনলাইন, তবুও অফলাইনে আপনি খেলার সাথে মিলে যাচ্ছেন। 2020 সালে, কোনামি গেমটিকে পুনরায় ব্র্যান্ড করে এবং এর নামকরণ করে "efootball 2022"। আপনি যদি এই অংশটি পড়ার একজন সত্যিকারের গেমার হন তবে আপনি আমার সাথে একমত হবেন যে প্রো ইভোলিউশন সকার এবং ফিফা হল মোবাইল, পিসি, প্লেস্টেশন এবং কনসোল উভয় ক্ষেত্রেই সেরা ফুটবল গেম তাই উভয়ের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে, গেমাররা ফিফার চেয়ে PES পছন্দ করেছে কারণ PES-এর বেশিরভাগ সংস্করণ Android ব্যবহারকারীদের জন্য অফলাইন বৈশিষ্ট্যগুলি অফার করে এবং 2022 সংস্করণ তাদের মধ্যে একটি। প্রকৃতপক্ষে, কিছু বিকাশকারী 2021-এর জন্য PES-এর একটি পরিবর্তিত সংস্করণের পাশাপাশি এর ISO ফাইলগুলি তৈরি করতে এগিয়ে গেছে।

Konami দ্বারা তৈরি, PES আপনাকে নেশনস কাপ, বিশ্বকাপ, লীগ কাপ, চ্যাম্পিয়ন্স লীগ এবং আরও অনেক কিছুতে ফিচার করার অনুমতি দেয়।

এই তালিকায় উল্লিখিত সমস্ত ফুটবল গেমগুলির মধ্যে, PES-তে সেরা গ্রাফিক্স রয়েছে এবং ঠিক যেমন, FIFA 2020 , PES-এর অত্যাশ্চর্য ডিজাইন এবং স্বজ্ঞাত গেমপ্লে রয়েছে যা এই অফলাইন ফুটবল গেমটিকে যেকোন অ্যান্ড্রয়েড ডিভাইসে এতটাই আসক্ত করে তোলে।

নিয়ন্ত্রণগুলি ব্যবহার করা এবং বোঝার জন্য বেশ সহজ। গেমটিতে 10,000 টিরও বেশি খেলোয়াড় রয়েছে যা আপনি নিজের পছন্দ অনুসারে কাস্টমাইজ করতে পারেন। এই গেমটির আরেকটি উচ্চ পয়েন্ট হল আপনি আপনার দলকে অতীতের কিংবদন্তি খেলোয়াড় এবং বর্তমান সময়ের সেরা খেলোয়াড়দের সমন্বয়ে তৈরি করতে পারেন।

আপনারা চাইলে এই গেম টি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।

Fifa Mobile Soccer

নাম থেকে বোঝা যায়, এটি জনপ্রিয় ফিফা ফুটবল গেমের মোবাইল সংস্করণ যা এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ডাউনলোড এবং খেলার জন্য গুগল প্লে স্টোরে উপলব্ধ।

FIFA হল PES (Pro Evolution Soccer) এর সরাসরি প্রতিদ্বন্দ্বী। যদিও কিছু গেমার ফিফা পছন্দ করে, অন্যরা PES পছন্দ করে। তবুও, ফিফা মোবাইল সকার হল 2022 সালে অ্যান্ড্রয়েডের জন্য সবচেয়ে সেরা অফলাইন ফুটবল গেমগুলির মধ্যে একটি৷ যদি আমাদের সেই বিতর্কে যেতে হয় যেটি ফিফা এবং পিইএসের মধ্যে ভাল, আপনি লক্ষ্য করবেন যে এটি একটি সমানভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক হবে কারণ উভয় গেমিং প্ল্যাটফর্মের বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিশাল ভক্ত রয়েছে।

এই গেমটিতে চমৎকার গ্রাফিক্স রয়েছে এবং গেমপ্লেটি চমকে দেওয়ার মতো। আপনি যদি রাশিয়ায় ফিফা বিশ্বকাপ অনুসরণ করেন, এবং আপনি রোমাঞ্চ অনুভব করতে চান, আপনার সেরা বাজি হল ফিফা মোবাইল সকার 2020৷ বৈশিষ্ট্যযুক্ত ফুটবল সুপারস্টারদের মধ্যে রয়েছে ইডেন হ্যাজার্ড, মো সালাহ, মেসি, আগুয়েরো, সি রোনালদো, ডিবালা , সানচেজ, কান্তে, কেন এবং আরও অনেক কিছু।

এই গেমটিতে, আপনি গ্র্যান্ড টুর্নামেন্টের জন্য 32টি যোগ্য দলের অংশ হতে পারেন। আপনি যতবার চান ততবার আপনার পছন্দ অনুযায়ী আপনার দলকে পরিবর্তন করতে পারেন।

আপনারা চাইলে এই গেম টি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।

তো বন্ধুরা আশা করি পোস্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পোস্ট পেতে প্রতিদিন ভিজিট করতে থাকুন আমাদের  ShopTips24.CoM সাইট টি। আবার দেখা হবে পরবর্তী কোনো পোস্ট এ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

The post এন্ড্রয়েড ফোনের জন্য সেরা ৪ টি ফুটবল গেম appeared first on Trickbd.com.

ডিজিটাল পদ্ধতিতে সহজে ৯টি বিদেশী ভাষা শেখার সরকারি অ্যাপ “ভাষাগুরু” (পর্ব-০২)।

Posted:

ডিজিটাল পদ্ধতিতে সহজে ৯টি বিদেশী ভাষা শেখার সরকারি অ্যাপ “ভাষাগুরু” নিয়ে আজকে আমি দ্বিতীয় পর্বের পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হয়তো আপনারা দেখে থাকবেন এই বিষয়ের উপর এর আগে আমি পোস্ট করেছি। সেখানে আমি বলেছিলাম যে, এই বিষয়টি নিয়ে আমি কয়েকটি পর্বে পোস্ট করব। কারণ আপনাদের যদি অ্যাপটির ব্যবহার সম্পর্কে বিস্তারিতভাবে বোঝাতে যাই। তাহলে এক পোস্টের মাধ্যমে বুঝতে গেলে পোস্টটি অনেক বড় হয়ে যাবে। হয়তো এতে আপনাদের অনীহা চলে আসতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পোস্টের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক।

পর্বের তালিকা:
>> এই বিষয়ের উপর আমার প্রথম পর্বের পোস্ট – ডিজিটাল পদ্ধতিতে সহজে ৯টি বিদেশী ভাষা শেখার সরকারি অ্যাপ “ভাষাগুরু” (পর্ব-০১)।

গত পোস্টে আমরা অ্যাপটির ফিচার বা মেনুবার নিয়ে আলোচনা করেছিলাম। উপরের স্ক্রিনশটের মত মেনুবারের একদম প্রথমে রয়েছে প্রোফাইল এডিট অপশন। এখানে আপনারা চাইলে আপনার প্রোফাইলটি এডিট করতে পারেন। তারপর দ্বিতীয়ত রয়েছে “ভাষা”। তো ভাষা অপশনের কি কাজ তা আমরা এখন দেখবো। তাই ভাষা অপশনটি ক্লিক করব।

ভাষা অপশনটি ক্লিক করার পর উপরের স্ক্রিনশটের মত আসবে। এখানে আপনি অ্যাপটি ওপেন করার পর যে ভাষাটি শিখতে চান, এখানে গিয়ে সে ভাষাটি সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখানে ইংলিশ শিখবো। তাই ইংরেজি সিলেক্ট করলাম।

ইংরেজি বা যেকোন ভাষা সিলেক্ট করার পর উপরের স্ক্রিনশটের মত আসবে। এখন আপনি কি ভাষাটিই শিখতে চান কিনা তার জন্য নিশ্চিত হয়ে হ্যাঁ বাটনে ক্লিক করুন। আর যদি ভুলবশত ভাষা সিলেক্ট হয়ে থাকে তাহলে না বাটনে ক্লিক করুন এবং নতুন আরেকটি ভাষা সিলেক্ট করুন।

ভাষা সিলেক্ট করার পর উপরের স্ক্রিনশটের মত আমরা এখন মেনুবারের “পাঠ” অপশনটি সিলেক্ট করব।

পাঠ অপশনটি সিলেক্ট করার পর উপরের স্ক্রিনশটের মত শব্দ, কথোপকথন ও বোধগম্যতা নামক অপশনের ড্যাশবোর্ড আসবে। এখান থেকে প্রথমে আমরা শব্দ অপশনটি দেখবো। তাই শব্দ অপশনে ক্লিক করলাম।

শব্দ অপশনে ক্লিক করার পর উপরের স্ক্রিনশটের মত লেভেলের অপশন আসবে। এখান থেকে আমরা একটি একটি করে লেভেল দেখবো এবং শিখবো। তাই আমি এখানে প্রথম লেভেলটি সিলেক্ট করলাম।

প্রথম লেভেলটি সিলেক্ট করার পর উপরের স্ক্রিনশটের মত মানুষের সাথে যোগাযোগ করার কয়েকটি ভাগ করা ক্যাটাগরির ড্যাশবোর্ড দেখতে পাবো। এখান থেকে আমরা প্রথমটি সিলেক্ট করব।

প্রথমটি সিলেক্ট করার পর উপরের স্ক্রিনশটের মত আপনি যে ভাষাটি শিখতে চান, তার কতগুলো শব্দ এবং তার বাংলা অর্থ ও উচ্চারণের অডিও প্লে বাটন দেখতে পাবো। এখান থেকে এখন আমাদের কাজ হলো এগুলো শিখে নেওয়া। এইভাবে প্রতিটি লেভেলের প্রতিটি ক্যাটাগরির শব্দগুলো আমরা জেনে নিব।

তারপর শব্দগুলো শেখার পরে আমরা পাঠ অপশনের শব্দ অপশনের পরের অপশন কথোপকথনে ক্লিক করব। পূর্বের অপশনের ন্যায় এখানে কতগুলো লেভেল এবং ক্যাটাগরি দেখতে পাবো এবং পূর্বের ন্যায় আমরা প্রতিটি লেভেল এবং ক্যাটেগরি একে একে শিখে নিব। যেমন কথোপকথন অপশনের একটি লেভেলের একটি ক্যাটাগরি সিলেক্ট করার পর ঠিক উপরের স্ক্রিনশটের মত আসবে। এখানে দেখুন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হওয়া কিছু বাক্য অর্থ এবং উচ্চারণের অডিও সহ দেওয়া আছে। আমরা এগুলো শিখে নিব।

এইবার আমরা পাঠ অপশনের শব্দ এবং কথোপকথন অপশন শেখার পরে বোধগম্যতা অপশনে ক্লিক করব। উপরের স্ক্রিনশটের মত কিছু আর্টিকেলের নাম দেখতে পাবো। এখান থেকে আমরা এখন প্রথম আর্টিকেল Green টি সিলেক্ট করব।

গ্রিন আর্টিকেলটি সিলেক্ট করার পর উপরের স্ক্রিনশটের মত একটা আর্টিকেল দেখতে পাবো। এখানেই মূলত আমাদের বোধগম্যতা যাচাই হবে। অর্থাৎ এটি পড়ার পর আমরা এতোদিন যে পড়ালেখা করেছি বা শিখেছি তা কতটুকু বুঝেছি। তো তার জন্য এটি পুরোটি পড়বো এবং নিচের Take Exam on this Comprehension বাটনে ক্লিক করব।

তারপর দেখবেন উপরের স্ক্রিনশটের মত উক্ত আর্টিকেল থেকে আপনাকে প্রশ্ন করা হবে। এখানে থেকে আপনাকে সঠিক উত্তরটি দিতে হবে। সঠিক উত্তরটি সিলেক্ট করে নিচে দেখুন জমা বাটন রয়েছে সেটিতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন আরেকটি ডায়ালগ বক্স আসবে যে, উত্তরটি কি জমা দিবেন কিনা। জমা দিলে ঠিকাছে বাটনে ক্লিক করুন। এইভাবে মোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।

উত্তর দেওয়ার পর উপরের স্ক্রিনশটের মত আপনার ফলাফল দেখতে পারবেন। এখানে কয়টি সঠিক বা কয়টি ভুল দিয়েছেন। এইভাবেই আপনি কতটুকু ভাষা আয়ত্ত করলেন তা বোধগম্য অপশনের মাধ্যমে যাচাই করে নিতে পারবেন।

তো আজকে এখানেই পোস্টটি শেষ করলাম। এই বিষয়ের উপর আগামী পোস্টে অনুশীলন অপশনের উপর আলোচনা করব। পোস্টটি দেখতে সাথেই থাকুন।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post ডিজিটাল পদ্ধতিতে সহজে ৯টি বিদেশী ভাষা শেখার সরকারি অ্যাপ “ভাষাগুরু” (পর্ব-০২)। appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments