Search box..

ওয়াইফাই এর পাসওয়ার্ড ঠিক থাকা সত্ত্বেও এবং ব্লক না হওয়া সত্ত্বেও ওয়াইফাই কানেক্ট হচ্ছে না? নিয়ে নিন সমাধান।

ওয়াইফাই এর পাসওয়ার্ড ঠিক থাকা সত্ত্বেও এবং ব্লক না হওয়া সত্ত্বেও ওয়াইফাই কানেক্ট হচ্ছে না? নিয়ে নিন সমাধান।


ওয়াইফাই এর পাসওয়ার্ড ঠিক থাকা সত্ত্বেও এবং ব্লক না হওয়া সত্ত্বেও ওয়াইফাই কানেক্ট হচ্ছে না? নিয়ে নিন সমাধান।

Posted:

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। চলুন শুরু করা যাক।

অনেক সময় দেখা যায় যে আপনার ফোনে কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড ঠিক থাকা সত্ত্বেও এবং আপনার ডিভাইসটিকে ওয়াইফাই এডমিন ব্লক না করা সত্বেও আপনার ফোনে সেটি ডিসকানেক্টেড অথবা ডিজেবল দেখাচ্ছে বা অথোনিকেটিং দেখাচ্ছে l আজকের পোস্টে আমি আপনাদেরকে এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব l এই সমস্যার অনেক ভাবে সমাধান করা যায় l এক এক ফোনে এক একটা কাজ করে । আমি আপনাদেরকে সম্ভাব্য  ট্রিকগুলো দেখাবো l

মেথড 1: এটি খুবই সিম্পল একটা মেথড । এই ক্ষেত্রে আপনি আপনার ফোনটি জাস্ট রিস্টার্ট করবেন এবং আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড ফরগেট দিয়ে সেটি আবার এন্টার করবেন। বেশিরভাগ অনেক ক্ষেত্রেই এই ট্রিকটি কাজ করে l

মেথড 2 : এই ক্ষেত্রে ওয়াইফাই অটো ব্লক হয়ে যায় আপনার ফোনে l এক্ষেত্রে আপনি প্রথমে আপনার ওয়াইফাই এর অপশন টি ওপেন করবেন এক্ষেত্রে ওয়াইফাই এর নিচে সেট অথবা ডিজেবল লেখাটি দেখাবে l এবার আপনি নিচের স্ক্রীনশট এর মত সেটিংস অপশনে ক্লিক করুন l

এবার অ্যাডভান্সড অপশনে ক্লিক করুন l

এবার এই লেখা টিতে ক্লিক করুন এবং ড্রপডাউন মেনু থেকে আপনার ফোনের জন্য যেটা সিলেক্ট করা আছে সেটি বাদ দিয়ে অপরটি সিলেক্ট করুন। যেমন : আমার ফোনে random mac সিলেক্ট করা আছে, আমি এটি বদলিয়ে device mac করে দিলাম ।

এবার যদি ওয়াইফাই এর পাসওয়ার্ড চায় তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিন। দেখুন আপনার ফোনটি এবার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যাবে। আর এরকম ভাবে যদি আপনি সেটিংস অপশন খুজে না পান তাহলে wi-fi টি একবার ফরগট দিন এরপর পাসওয়ার্ড দেওয়ার নিচে দেখবেন একই রকম অ্যাডভান্সড অপশন আছে এখান থেকে এইরকম ডিভাইস ম্যাক এড্রেস সিলেক্ট করুন এবং পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিন । আশা করি এবার ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে l

মেথড থ্রী: এই মেথড টা হুবহু মেথড টু এর মতই এ ফোর টু তে যেমন ডিভাইস ম্যাক এড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম তিন্নি এর উপরে একটি অপশন পাবেন যেখানে স্ট্যাটিক এবং DHCP নামের দুটি অপশন থাকে আপনি চাইলে এই দুটি অপশন এর মাঝে চেঞ্জ করে দেখতে পারেন কাজ করে কিনা ।

মেথড ফোর( ওয়াইফাই রিসেট):  প্রথমে আপনার ফোনের সেটিংস এ চলে যান তারপর সেটিংস থেকে সার্চ করুন রিসেট লিখে নিচের স্ক্রীনশটএর মত ।
এবার রিসেট নেটওয়ার্ক সেটিং এ ক্লিক করুন ।

আবার রিসেট নেটওয়ার্ক সেটিংস এ ক্লিক করুন।

আবার রিসেট সেটিংস এ ক্লিক করুন।

এইবার আশা করি wifi পাসওয়ার্ড নতুন করে দিলে কাজ করবে l

তো তাহলে আমার আজকের পোস্ট আমি এখানেই শেষ করছি। আশা করছি পোস্টটি আপনার বিন্দুমাত্র হলেও উপকার করবে। সবাইকে ধন্যবাদ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।

মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।
কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে তা জানিয়ে দেবে যেন আমি আরো নতুন নতুন পোস্ট করার উৎসাহ পাই।

আর এরকম নিত্যনতুন আরো তথ্য জানতে এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনি আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন হতে পারেন l

আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।


The post ওয়াইফাই এর পাসওয়ার্ড ঠিক থাকা সত্ত্বেও এবং ব্লক না হওয়া সত্ত্বেও ওয়াইফাই কানেক্ট হচ্ছে না? নিয়ে নিন সমাধান। appeared first on Trickbd.com.

নিয়ে নিন 2 প্রকার Captcha img কোড ডেমো সহ!

Posted:

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমি আজ 2 প্রকার ক্যাপচা ইমেজ কোড শেয়ার করবো আপনাদের মাঝে যা আপনাদের ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।

যেমন ক্যাপচা ট্রিকবিডির রেজিস্টেশনে আছে তার মতো দুই প্রকার ক্যাপচা কোড কিন্তু ট্রিকবিডির সেই ক্যাপচা কোড আমি শেয়ার করছি না।
আমি আলাদা কিছু ক্যাপচা কোড শেয়ার করবো ।ওয়াপকিজ এবং Dedomil.net এর ক্যাপচা ইমেজ শেয়ার করবো।
তো বেশি কথা না বলে শুরু করা যাক।

ক্লিক করার সাথে ইমেজ চেন্জ হয় সেই ক্যাপচা শেয়ার করবো আপনাদের মাঝে।এবং আপনাদের মাঝে ডেমো সহ দিতে চলেছি।
1. Dedomil.net img captcha code

Demo:

2. Wapkiz.com captcha img code

Demo:

যদি পোষ্টি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন।
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।

The post নিয়ে নিন 2 প্রকার Captcha img কোড ডেমো সহ! appeared first on Trickbd.com.

প্যারাসিটামল কত টুকু ক্ষতিকর? কখন খাওয়া উচিত।

Posted:

হ্যালো ভাই ব্রাদার্স 😍

কেমন আছেন সবাই?
আশা করি ভালো আছেন!

আমাদের দেশের জাতীয় ঔষধের যদি কোন খেতাব দেওয়া যাতো তাহলে মনে হয় প্যারাসিটামলই পাইত।😁
অথচ আমরা এই প্যারাসিটামল সম্পর্কে আরো অনেক কিছু জানি না।আজকের পোস্টে চেস্টা করবো মুটামুটি তুলে ধরার। ত চলোন মূল টপিক এ আসা যাক।
আমাদের শরীরে যদি জ্বর বা ব্যাথা অনুভব হয় তখন সাধারণত আমরা ২বেলা প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। এমন কি যারা সারাদিন কাজ করে শরীরের বিভিন্ন অংশ ব্যাথা অনুভব না হওয়ার জন্য ও প্যারাসিটামল খায়। যাতে পরবর্তী দিন কাজ করতে কোন সমস্যা না হয়।আমাদের শরীরে হালকা তাপমাত্রা বা সর্দি হলে ও আমরা প্যারাসিটামল খায়৷ কারণ প্যারসিটামল একটি নিরাপদ ঔষধ।
কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে যখন আমাদের শরীরে জ্বরের মাত্রা ১০১° ফারেনহাইটে না পৌছায় ততক্ষণ কোন ধরনের ঔষধ না খাওয়ায় ভালো।
এই রকম জ্বর গুলা কে ভাইরাল ফিভার বলে।ভাইরাল ফিভাল আপনা আপনি টিক হয়ে যায়। এর জন্য যথেষ্ট পরিমাণ বিশ্রাম আর তরল জাতীয় খাবার খেতে হবে। শরীরের তাপমাত্রা হালকা বাড়লে প্যারাসিটামল খাওয়ার অভ্যাসটা খুবই বিপজ্জনক।

শরীরের যে কোন ব্যাথা উপশমের জন্য সাধারণত প্যারাসিটামল ব্যাবহৃত হয়।মাথাব্যথা, গলা ব্যথা, মাংসপেশীতে ব্যথা, দাঁতের ব্যথা, পিরিয়ড ক্র্যাম্প ইত্যাদিতে প্যারাসিটামল খুবই কার্যকর। এটি একটি ওটিসি(Over-the-counter drug) ড্রাগ।তাই এটি ডাক্তারের পরামর্শ ছাড়া যে কেউ বিক্রি করতে পারে বা কিনতে পারে। প্রাপ্তবয়স্কদের জন্য ৫০০ মিলিগ্রামের একটি ট্যাবলেট, কখনো প্রয়োজনে দুটিও খেতে হতে পারে।তাই বলে চিকিৎসকের পরামর্শ ছাড়া প্যারাসিটামল খাওয়া একবারেই উচিৎ নয়।

২৪ ঘণ্টায় চিকিৎসকরা তিন থেকে চারবার প্যারাসিটামল খাওয়ার পরামর্শই দেন। কিন্তু মনে রাখতে হবে, ২৪ ঘণ্টায় ৪ গ্রাম বা ৪০০০ মিলিগ্রামের বেশি প্যারাসিটামল খাওয়া যাবে না।এর বেশি খায়লে কিডনি ও লিভার মারাত্মক ক্ষতির ঝুকিতে থাকে।

শরীর ব্যথা বা জ্বরের জন্য তিন দিন পর্যন্ত প্যারাসিটামল খাওয়া যায় কিন্তু শরীর ব্যথা বা জ্বর তিনি দিনের বেশি থেকে যায় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি।

প্যারাসিটামলের সাইড ইফেক্ট তেমন গুরুতর নয়। মাঝে মাঝে যাদের এলার্জি আছে তাদের সমস্যা করে।
তবে ইনজেকশনের মাধ্যমে প্যারাসিটামল দিলে রক্তপাচ কমে যেতে পারে।শিশুদের বয়স অনুযায়ী প্যারাসিটামল খাওয়াতে হয়। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের প্যারাসিটামল খাওয়ানো উচিত নয়।



গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া মাত্রাতিরিক্ত প্যারাসিটামল খেলে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাকটিভিটি ডিসর্ডার (ADHD) বা অ্যটিস্টিক স্পেকট্রাম ডিসর্ডার (ASD)-এর মতো মারাত্মক স্নায়ুরোগ দেখা দিতে পারে বলে মনে করেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

দীর্ঘদিন প্যারাসিটামল খেলে লিভার ড্যামেজ, কিডনীর সমস্যা, হার্টের সমস্যা ইত্যাদি বিভিন্ন সমস্যা হতে পারে তাই দরকার ছাড়া নিজে নিজে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ না খাওয়াই উচিত।

কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

JABER

আমি চাই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে জানাবেন l ভাল লাগলে
একটা লাইক দিয়ে কমেন্ট
করবেন।



The post প্যারাসিটামল কত টুকু ক্ষতিকর? কখন খাওয়া উচিত। appeared first on Trickbd.com.

ওয়াপকিজে এখন তৈরি করুন Php Style Website!

Posted:

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমি আজ দেখাবো কিভাবে ওয়াপকিজ পিএসপি ডিজাইন ওয়েবসাইট তৈরি করবেন। যা মোবাইল ভিউ অন থাকলে একরকম দেখায় আর মোবাইল ভিউ অফ থাকলে আরেক রকম দেখায়। যা পিএসপি ওয়েবসাইটে হয়ে থাকে বা ওয়াপকা থে প্রথম ওয়েবসাইট তৈরি করলে যেরকম পিএসপি লাগে তার মতো।
তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

প্রথমে আপনি wapkiz.com/wapaxo.com লগইন বা রেজিস্টেশন করুন।
এরপর আপনার ওয়েবসাইট তৈরি না থাকলে তৈরি করে নেবেন।

এখন আপনার সাইটের এডমিন পেনেলে যান।এরপর Setting এ যান।

এখন একটু নিচে এরকম আছে।

এখানে যে লিংক দেওয়া হলো কোডের কোডতা কপি করে বসিয়ে দিন।
Code

এরপর নিচের Save বাটনে ক্লিক করুন।

এখন আপনার ওয়েবসাইট ভিজিট করলেই দেখবেন তা পিএসপি এর মতো হয়েছে।

নিচে ডেমো দেওয়া হলো:

আগের অবস্থা >

পরের অবস্থা


আর যদি আগের অবস্থা ফিরে যে হয় তাহলে নিচের লিংক থেকে কোড কপি করে বসিয়ে দিলেই হবে।
Code

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।

The post ওয়াপকিজে এখন তৈরি করুন Php Style Website! appeared first on Trickbd.com.

আপনার WordPress Site এর যে কোন Post বা Page এর কিছু অংশ শুধুমাত্র নির্দিষ্ট Users দের দেখান অথবা নির্দিষ্ট Users এর জন্য Hide করে রাখুন।

Posted:

আসসালামু ওয়ালাইকুম।
আশা করি আল্লাহ্‌ সকলকে ভালো রেখেছেন।


আজকের পোষ্ট এ আপনাদের দেখাবো কিভাবে আপনার WordPress Site এর যে কোন Post বা Page অথবা Post এর বা Page এর কিছু অংশ শুধুমাত্র নির্দিষ্ট Users দের দেখান অথবা নির্দিষ্ট Users এর জন্য Hide করে রাখবেন।


এর জন্য আপনার প্রয়োজন হবে Private content নামের একটি Plugin

Download Link : এখানে ক্লিক করে Private content Plugin ডাউনলোড করে ফেলুন

Click Here To Download Private content plugin


প্রথমে Admin Account এ লগিন করার পর Plugin মেনুতে থাকা Add Plugin এ ক্লিক করুন।

এখন Upload Plugin এ ক্লিক করার পর Choose File এ ক্লিক করুন।

এখন আপনার স্টোরেজ থেকে Private content ফাইল টি সেলেক্ট করে Install Now এ ক্লিক করুন।

এখন ২০/৩০ সেকেন্ড সময় লাগবে ফাইল টি Upload হতে।
File Upload কমপ্লিট হলে Active Plugin লিখাতে ক্লিক করুন।

Private content Plugin টি একটিভ করার পর আপনি যে পেইজ বা পষ্ট এর যে অংশ টুকু hide বা show করতে চাচ্ছেন তা নিচের নিয়মে লিখতে হবে এবং অবশ্যই আপনার পেইজ বা পোষ্ট এর ফরমেট html করে নিতে হবে।

ধরুন আপনি একটি পেইজ এর একট অংশ শুধু ভিসিটর দের দেখাতে চাচ্ছেন তবে নিচের মত করে লিখবেন।

ধরুন আপনি একটি পেইজ এর একটি অংশ শুধু লগিন করা ব্যবহারকারীদেএ দেখাতে চাচ্ছেন তবে নিচের মত করে লিখবেন।

ধরুন আপনি একটি পেইজ এর একটি অংশ শুধু Author দের দেখাতে চাচ্ছেন তবে নিচের মত করে লিখবেন।

এমনি ভাবে কোন ফরমেট এ লিখলে কিভাবে বা কোন ব্যবহারকারী দেখতে পাবে তার সব গুলো নিয়ম এখানে ক্লিক করেতাদের অফিসিয়াল github blog থেকে দেখে নিতে পারেন।

আশা করি পোষ্ট টি আপনার ভালো লেগেছে এবং Plugin টি আপনার উপকারে আসবে।

ধন্যবাদ।

The post আপনার WordPress Site এর যে কোন Post বা Page এর কিছু অংশ শুধুমাত্র নির্দিষ্ট Users দের দেখান অথবা নির্দিষ্ট Users এর জন্য Hide করে রাখুন। appeared first on Trickbd.com.

আপনার WordPress Site এর প্রতিটি পোষ্টে বা পেইজে Share Button যোগ করুন খুব সহজেই।

Posted:

আসসালামু ওয়ালাইকুম।
আশা করি আল্লাহ্‌ সকলকে ভালো রেখেছেন।


আজকের পোষ্ট এ আপনাদের দেখাবো কিভাবে আপনার WordPress সাইট এর প্রতিটি পোষ্টে বা পেইজে Share Button যোগ করবেন।


কোন ব্যক্তি পোষ্ট টি পড়ার সময় পোষ্ট এর নিচে Share Button গুলো দেখতে পাবে।


এর জন্য আপনার প্রয়োজন হবে AddToAny Share Buttons নামের একটি Plugin

Download Link : এখানে ক্লিক করে AddToAny Share Buttons Plugin ডাউনলোড করে ফেলুন

Click Here To Download AddToAny Share Buttons


এখন আপনার সাইটে Share Button যোগ করতে Admin Account এ লগিন করার পর Plugin মেনুতে থাকা Add Plugin এ ক্লিক করুন।

এখন Upload Plugin এ ক্লিক করার পর Choose File এ ক্লিক করুন।

এখন আপনার স্টোরেজ থেকে AddToAny Share Buttons ফাইল টি সেলেক্ট করে Install Now এ ক্লিক করুন।

এখন ২০/৩০ সেকেন্ড সময় লাগবে ফাইল টি Upload হতে।
File Upload কমপ্লিট হলে Active Plugin লিখাতে ক্লিক করুন।

AddToAny Share Buttons Plugin টি একটিভ করার পর Plugin লিস্ট এ যেয়ে AddToAny Share Buttons এর সেটিং এ ক্লিক করুন।

এখন সেটিং থেকে Add/Remove এ ক্লিক করে আপনি যে মাধ্যম গুলো শেয়ার এর জন্য রাখতে চান, সেগুলো সিলেক্ট করুন।

এখন নিচের দিকে Placement সেটিং এ আপনি শেয়ার বাটন গুলো পোষ্ট এর কোথায় দেখাতে চান তা সিলেক্ট করুন।

কাজ শেষ, এখন Save এ ক্লিক করুন।

আশা করি পোষ্ট টি আপনার ভালো লেগেছে এবং Plugin টি আপনার উপকারে আসবে।

ধন্যবাদ।

The post আপনার WordPress Site এর প্রতিটি পোষ্টে বা পেইজে Share Button যোগ করুন খুব সহজেই। appeared first on Trickbd.com.

সাইবার বুলিং থেকে রক্ষা পাওয়ার উপায়!!

Posted:

আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি এর সকল মেম্বারগন।

কেমন আছেন সবাই।

আশা করি সকলে ভালো আছেন।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

তাই আজকে আবার চলে আসলাম নতুন একটি পোস্ট নিয়ে

পোষ্টের বিষয়বস্তু হচ্ছে

“সাইবার বুলিং”

বর্তমান সময়টা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ।

বর্তমানে সব কিছু দিন দিন পরিবর্তন হচ্ছে

এজন্য মানুষ বর্তমানে ভার্চুয়াল যোগাযোগ ব্যবস্থা

এর প্রতি ঝুঁকে পড়ছে।

এটি একদিক দিয়ে যেমন ভালো তেমনি

এটির ক্ষতিকর দিক রয়েছে।

বর্তমানে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের

বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করছে।

মাঝে মাঝে শোনা যায় এগুলোতে অনেকে হেনস্তা হচ্ছেন,

মূলত এটি সাইবার ক্রাইম এর মধ্যে পড়ে।

মানুষকে যেমন বাস্তব জীবনে হুমকি-ধামকি দেয়া হয়

ঠিক তেমনি সোশ্যাল মিডিয়া অথবা অনলাইনে

এইসব হুমকি-ধামকি বা অশালীন মন্তব্য করা

সাইবার বুলিং এর মধ্যে পড়ে।

বিশেষ করে মেয়েরা এই সমস্যা তে বেশি পড়ে থাকে।

সাইবার বুলিং কে রোধ করার জন্য বাংলাদেশ থেকে

কঠোর আইন প্রণয়ন করা হয়েছে।

যখন আপনি সাইবার বুলিং এর শিকার হবেন

তখন আপনি কি করবেন?

প্রথমত যে ব্যক্তি আপনাকে হেনস্থা করছে তাকে

শান্তশিষ্ট ভাবে নিষেধ করুন।

যদি এরপরেও না শুনে তাহলে আপনি

(BTRC) তে অভিযোগ করবেন।

তারা 24 ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে।

কিভাবে অভিযোগ করবেন:

বিটিআরসিতে অভিযোগ করার জন্য সর্বপ্রথমে

+88029611111

এ কল করে অভিযোগ করতে পারেন।

চাইলে তাদেরকে জিমেইল করে

আপনার অভিযোগটি জানাতে পারেন। জিমেইল

করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে

এছাড়াও আপনি চাইলে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে

অভিযোগ করতে পারেন অভিযোগ করার নাম্বার

+8801766678888

তাহলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিবে।

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত।

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য

The post সাইবার বুলিং থেকে রক্ষা পাওয়ার উপায়!! appeared first on Trickbd.com.

প্রশ্নের উওর ওয়েবসাইট সেই লাইক বাটন কোড নিন ফ্রিতে!

Posted:

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমি আজ প্রশ্নের উওর সাইটের লাইক বাটনের কোডটি শেয়ার করবো আপনাদের মাঝে।
আর আমি যে কোডটি শেয়ার করবো সেই কোড আমি তৈরি করি নি তার ফুল ক্রিডিট likebtn.com আর সব লাইক কোড আমার কাছে আছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম।আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

এই লাইক কোড আপনারা আপনাদের wapkiz.com,wapaxo.com,waphosts.com etc html ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন।
কিভাবে কোড ব্যবহার করবেন। প্রথমে নিচের লিংক এ গিয়ে কোড কপি করুন।আর আমি এই কোড ট্রিকবিডিতে দিতে পারছি না কারন ট্রিকবিডিতে Script কাজ করে না বা textarea এর ভেতরে দিলেও কাজ করে না তাই আমি আমার ওয়েবসাইটে সুন্দর করে আপনাদের জন্য কোড এবং উদাহরন সহ রাখা হয়েছে।
Link click now
আর হ্যা আপনাদের যদি কোনো রকম লাইক বাটন কোড লাগে তাহলে আমাকে বলবেন আমি দেবো। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।আর ট্রিকবিডির সাথে থাকবেন।

The post প্রশ্নের উওর ওয়েবসাইট সেই লাইক বাটন কোড নিন ফ্রিতে! appeared first on Trickbd.com.

[Hot] ফেসবুকের মতো এখন ওয়াপকিজ এও ক্লিক করার সাথে সাথে লাইক সিস্টেম করুন।

Posted:

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।মনে হয় আপনি টাইটেল দেখে বুঝে গেছেন আমি কি নিয়ে এই পোষ্ট করতে যাচ্ছি।তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।

আমি আজ কথা বলতে চলেছি ফেসবুকের ডিরেক্ট লাইক কোড নিয়ে।
আমরা সবাই বেশি ফেসবুক ব্যবহার করি। আর মেছেনজার এ গেলে লাইক ক্লিক করলে লাইক হয় তা সবাই যানে কিন্তু সেই কোড পাওয়া যায় না।

তাই আমি সেই কোড নিয়ে এসেছি আপনাদের জন্য।এই কোড কাজ করবে wapkiz.com,wapaxo.com,waphosts.com etc.

এই কোড কি কাজ করবে তার প্রমান দেখে নিন।


এভাবে ক্লিক করলেই লাইক হবে ।

নিচে আমি কোডটি যেকানে পাবেন লিংক দিচ্ছি।এই কোড কাজ করছে না এখানে তাই। Link
এর পর আমি ফেসবুকের স্টিকার সেন্ট করার কোড শেয়ার করবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।#

The post [Hot] ফেসবুকের মতো এখন ওয়াপকিজ এও ক্লিক করার সাথে সাথে লাইক সিস্টেম করুন। appeared first on Trickbd.com.

জিপি সিমে নিয়ে নিন 512mb একদম ফ্রি, প্রতিবার 512mb করে পাবেন imo থেকে ।

Posted:

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভাল আছেন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন পোস্টে আজকের পোস্টের মূল বিষয় অবশ্যই হেডলাইন দেখে বুঝতে পেরেছেন, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

ইমো নতুন একটি অফার চালু করেছে । এটি হচ্ছে আপনি আপনার ইমো একাউন্ট থেকে আপনার বন্ধুকে ইনভাইট করে প্রতি জনকে ইনভাইট এ 512mb করে পাবেন । অফারটি পেতে হলে কিছু শর্ত রয়েছে সেগুলো দেখে নিন

১. অবশ্যই ইমো একাউন্ট টি নতুন হতে হবে । পূর্বে অ্যাকাউন্ট খোলা হয়েছে এমন সিম গ্রহণযোগ্য নয় ।

২. আপনার রেফার একটিভ করে নিতে হবে

২. অবশ্য একটি ইনভাইটেশন কোড দিয়ে একটিভ করে নিতে হবে, নতুবা আপনার রেফারেল একটিভ হবে না আর আপনি রেফার করলেও এমবি পাবেন না ।

৩.একি ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট রেফারের উদ্দেশ্যে খোলা যাবে না

৪. এটি শুধুমাত্র ইমো থেকেই করতে হবে,imo lite, imo beta বা এই ধরনের যেগুলো আছে এগুলা দিয়ে হবে না

৫.আপনার বন্ধু আপনার ইনভাইটেশন কোড ব্যবহার করার সাথে সাথে আপনার নাম্বারে 512 এমবি পাঠিয়ে দিবে যার মেয়াদ থাকবে ৩ দিন ।

৬. ইমো টিম যেকোনো সময় অফারটি বন্ধ করে দিতে পারে এজন্য আমাকে বা ট্রিকবিডি টিমকে কোনো দোষারোপ করবেন না ।

এবার চলুন প্রসেসটি দেখে নেয়া যাক,

প্রথমে,
এখান Get IMO on Google Play থেকে
ইমু ডাউনলোড করে নিন।
এবার স্ক্রিন সর্ট গুলো ফলো করতে থাকুন ।

প্লে স্টোর থেকে ইন্সটল করা হয়ে গেলে ওপেন করুন, আশা করি সবাই ইমো একাউন্ট খুলতে জানেন।
অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেলে প্রোফাইলে ক্লিক করুন, এখানে

এবার গেট্ ফ্রি ডাটা তে ক্লিক করুন

এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে প্রথমে আপনার রেফারেল টা একটিভ করে নিতে হবে, এর জন্য ইন্টার ইনভাইটেশন কোড এ ক্লিক করুন

এখানে আমার রেফার আইডি ব্যবহার করতে পারেন আমার রেফারেল আইডি এটা খালি বক্সে পেস্ট করে ওকে করে দিন ।

ব্যাস হয়ে গেল আপনার রেফারেল আইডি একটিভ

আপনার রেফারেল আইডি পেতে এখানে ক্লিক করুন,

এবার আপনার বন্ধুদের নতুন সিমে নতুন অ্যাকাউন্ট খুলে দিয়ে আপনার এই রেফারেল আইডি ব্যবহার করে প্রতিবার রেফারে পেয়ে যান 512mb করে একদম ফ্রি তিন দিন মেয়াদে

Proof
রেফার ক্লেইম করলাম

সাথে সাথে আপনার ফোনে ২৮ টাকা রিচার্জ করে দিবে ।

২৮ টাকা রিচার্জ হওয়ার সাথে সাথে অটোমেটিক 512mb পেয়ে যাবেন ।

আপনাকে ইমোতে একটি নোটিফিকেশন দিয়ে দিবে,

(অনেক আবাল হয়তো বলবে 28 টাকা রিচার্জ করে 512mb পেয়েছি,তাদের উদ্দেশ্যে বলি আপনি চাইলে 28 টাকা ফ্লেক্সিলোড নিয়ে দেখেন 28 টাকায় 512 এমবি আপনাকে দিবে না, আর হ্যাঁ স্ক্রিনশটে claim করার টাইম গুলো ও ইমু নোটিফিকেশন এর টাইম গুলো দেখে নিলে বুঝতে পারবেনা)

আজকের পব শেলে পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।

The post জিপি সিমে নিয়ে নিন 512mb একদম ফ্রি, প্রতিবার 512mb করে পাবেন imo থেকে । appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments