Search box..

সু-স্বাস্থ্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ খাবার।

সু-স্বাস্থ্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ খাবার।


সু-স্বাস্থ্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ খাবার।

Posted:

আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি আজ আপনাদের সামনে কিছু কথা তুলে ধরেছি। এই কথা গুলো হয়তো আপনার জীবণে কাজে লাগতে পারে। তাই এই পোস্ট টা আমি আজ করলাম। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাওয়া যাক।
আপনার শরীরকে সুস্থ রাখতে দিনে 10 বার খেতে হবে
একটি স্বাস্থ্যকর খাদ্য একটি বিকল্প হওয়া উচিত নয়, এটি একটি দৈনন্দিন অভ্যাস হওয়া উচিত – আপনার একটি সুষম খাদ্য খাওয়া উচিত যাতে পুষ্টি সহ আপনার প্রয়োজনীয় সমস্ত খাবার অন্তর্ভুক্ত থাকে।
OnlyMeHealth রিপোর্ট অনুসারে, পরবর্তী প্রতিবেদনে আমরা আপনার প্রতিদিন খাওয়া উচিত শীর্ষ 10টি খাবার তুলে ধরব।
আমি প্রতিদিন কি খাওয়া উচিত?

1. রাস্পবেরি পদ্ধতি

ব্লুবেরি, স্ট্রবেরি এবং রাস্পবেরি সহ বিভিন্ন ধরণের বেরি রয়েছে। এই ছোট ফলের অনেক উপকারিতা রয়েছে – লাল রঙের কারণে এগুলিতে অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে – সঠিক অনুপাতে প্রতিদিন এক মুঠো বেরি যথেষ্ট। শক্তিশালী খাবার। বেরি খাওয়া হার্টের স্বাস্থ্যের সাথেও যুক্ত।
2. Lagus দ্বারা গান

এর মধ্যে রয়েছে লেবু, সয়াবিন, মসুর ডাল, মসুর ডাল- সব ধরনের স্বাস্থ্যকর ও অনন্য খাবার প্রতিদিন খেতে হবে। বিভিন্ন শস্যের বিভিন্ন বৈশিষ্ট্য এবং উপকারিতা রয়েছে। উদাহরণস্বরূপ, সয়াবিন ইস্ট্রোজেন সমৃদ্ধ এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে কার্যকর। স্তন ক্যান্সার. চিনাবাদাম কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ এবং হরমোনের ভারসাম্যের জন্যও ভালো। কখন
3. নিউট

বাদাম বেশ দামি হতে পারে, তবে এগুলো আপনার স্বাস্থ্যের জন্য ভালো। বাদাম, কাজু, পেস্তো, ​​হ্যাজেলনাট, আখরোট, আখরোট, এই বাদামগুলি ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য দুরারোগ্য রোগ প্রতিরোধে কার্যকর। , এবং এটি খারাপ কোলেস্টেরল বা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। বাদামে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের আকারে ভালো চর্বিও রয়েছে যা ওজন বৃদ্ধি রোধ করতে সাহায্য করে।
4. শণের বীজ

গবেষণায় দেখা গেছে যে তেঁতুলের বীজে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কোন খাবারে নেই: আপনি এটি অনেক খাবার থেকে পেতে পারেন, তাই দিনে মাত্র এক টেবিল চামচ তেঁতুলের বীজ (পুরো বা মাটি) খাওয়া খুব উপকারী হতে পারে। নিম্ন রক্তচাপ, স্ট্রোকের ঝুঁকি।
5. উৎপাদন তারিখ:/b]

মুক্তাগুলিতে সর্বোচ্চ কিন্তু সর্বনিম্ন গ্লাইসেমিক সূচক রয়েছে, যা এগুলিকে শক্তি, পলিফেনল, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলির জন্য একটি সুপার ফুড করে তোলে।
[b]6. ক্রিস্টাল সবজি

ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, বীট, গাজর এবং অন্যান্য শাকসবজি ক্রুসিফেরাস সবুজ শাকসবজির মতো স্বাস্থ্যকর কারণ এতে অনেক পুষ্টি রয়েছে যা বিভিন্ন রোগে সহায়তা করে।

এই সবজিতে রয়েছে সালফোরাফেন, যা দৃষ্টিশক্তি, পূর্বাভাস, অকাল বার্ধক্য এবং এমনকি ক্যান্সারের সুরক্ষায় কার্যকর হতে পারে। শুধু তাই নয়, এই সবজির সাহায্যে আপনি হৃদরোগও এড়াতে পারেন।

7. জল পান করুন

এই তালিকা জল ছাড়া সম্পূর্ণ হয় না. সর্বোপরি, এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। আমরা জল ছাড়া বাঁচতে পারি না কারণ আমাদের দেহ জল দিয়ে তৈরি। ওজন কমানো থেকে শুরু করে হজম ভালো হওয়া পর্যন্ত প্রতিদিন প্রচুর পানি পান করার অনেক উপকারিতা রয়েছে। মূত্রথলি এবং কিডনির সংক্রমণ সারাতে সুন্দর ত্বকের জন্য জল অপরিহার্য। ডিহাইড্রেশন প্রতিরোধ করতে প্রতিদিন 8-10 গ্লাস জল পান করুন।
সবশেষে একটাই কথা আমার আর্টিকেল টি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। বিদায়। আল্লাহ হাফেজ।

The post সু-স্বাস্থ্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ খাবার। appeared first on Trickbd.com.

জাভা ফোনের অপেরা মিনি দিয়ে কিভাবে txt  open করতে পারবেন এবং এডিট করতে পারবেন l এবং কিভাবে আপনার যেকোনো লেখা আপনি txt আকারে সেভ করে রাখতে পারেন l

Posted:

হেই গাইজ, ওয়েলকাম সবাইকে, আমার আজকের নতুন একটা টিউটোরিয়ালে । আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আর ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । তাহলে প্রত্যেকের নিজ নিজ সৃষ্টিকর্তার নাম নিয়ে চলুন আমরা পোস্টটি শুরু করি।

পোষ্টের থাম্বনেইল এবং পোস্টের টাইটেল দেখে আপনারা হয়তোবা অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে পোস্টটি আমি কি নিয়ে করব।
তো, আজকে আমি এই পোষ্টে  আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের জাভা ফোনের bangabundhu browser বা, opera 4.21 বা, opera 4.20 ‍দিয়ে .txt আকারে বই তৈরী করবেন। তাছাড়া এই ট্রিক টি দিয়ে আপনি আপনার ফোন থেকে যেকোন লেখা এই txt ফাইলে সেইভ করে রাখতে পারবেন,  বা যেকোন txt ফাইল সহজেই পড়তে পারবেন অর্থাত ওপেন করতে পারবেন। তাছাড়া এই পোষ্টটা ‍যদি আপনি ভালো করে বোঝেন, তাহলে আপনি যেকোন কপি করা লেখা আপনার প্রয়োজনে এখানে সেইভ করে রাখতে পারবেন, অর্থাত আমি বলতে চাইছি যে আপনি যেকোন লেখা কপি করে এই ফাইলে পেষ্ট করে সংরক্ষন  করে রাখতে পারবেন।

   অনেকেই বিশয়টা জানেন, আবার অনেকেই জানেন না। তাই যারা জানেন তারা দয়া করে এই পোষ্ট হতে ১০০ গজ দুরে থাকবেন।

তো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

১. তাহলে,  প্রথমথ আপনি আপনার উল্লিখিত ব্রাউজারটা  ওপেন করবেন ( স্ক্রিনশটে আমি bangabundhu browser use করেছি )।
২. তারপরে আপনি google search করে অথবা আমার সাইট থেকে যেকোন একটা txt file download করে নেবেন। ( নিচে আমার সাইট লিঙ্ক দেওয়া আছে ) ।
৩. তারপর menu>go to>file manager তে যাবেন, নিচের স্ক্রিনশটের মতো।


৪. তারপর আপনি আপনার ড্রাইভ এ প্রবেশ করবেন। (যেমন আমি স্ক্রিনশটে E drive তে প্রবেশ করেছি)

৫. তারপর, আপনি আপনার ফোল্ডার সিলেক্ট করে আপনার ডাওনলোডকৃত txt ফাইলটি খুজে বের করবেন।
এরপর txt file টির উপর সিলেকশান পয়েন্ট রেখে  (যেভাবে আমি স্ক্রিনশটে রেখেছি) আপনার ফোনের মাঝে যে ok button টা থাকে ওটাতে ক্লিক করবেন।

৬. ফলে দেখবেন আপনার txt file টা ওপেন হয়ে গেছে।

৭. txt file open হবার পর হয়ত আপনার ওপেন করা ফাইলে অনেক লেখা দেখবেন বা নাও দেখতে পারেন। যেমন আমার স্কিনশটে কোন লেখা না থাকায় সাদা দেখা যাচ্ছে।

৮. তাহলে এবার আপনি menu>edit>text:page এ ক্লিক করবেন

এবং আপনি আপনার চিরপরিচিত MULTI-CLIPBORD page দেখতে পারবেন।(যে বক্সটার উপরে এন্টার টেক্সট লেখা থাকবে)।

৯. তাহলে এবার আপনি আগের লেখাটি মুছে(যদি আগে থেকে কোন কিছু লেখা থাকে ), আপনার লেখাটি এখানে লিখুন অথবা কপি-পেষ্ট করে ‍দিন।

*(পেস্ট করার জন্য menu>multi-clipbord>যে লেখাটি পেষ্ট করতে চান তার উপর সিলেকশান পয়েন্ট রাখুন>menu>ok )
*(ক্লিয়ার করার জন্য menu>clear)
*(নতুন কিছু লিখতে আপনার ফোনের মাঝখানের ok বাটনটাতে ক্লিক করবেন )




১০. এরপর ওকে অপশানে যান(যেমন: আমি ok option এ যাবার পর  স্কিনশটের মতো এসেছে।) এবং দেখে নিন আপনার লেখাটা ঠিক আছে কিনা। ঠিক না থাকলে আবার আগের মতো multi clipbord page এ গিয়ে ঠিক করে নিন।(multi-clipbord পেজের স্ক্রিনশট নেয়া যায় না বলে আন্তরিকভাবে দুখিত)

১১. এবার সেইভ করার পালা। সেইভ করতে আপনি menu>save দিন।

১২. ফাইলটি সেইভ হয়ে গেল। এবার ক্লোজ অপশনে যেয়ে ক্লোজ করে ‍দিন।


তাহলে তৈরি হয়ে গেল আপনার টিএক্সটি ফাইল।

এখন আপনি যেকোন সময় আপনার লেখাগুলো দেখতে পারবেন বা আপনার লেখা বইটি যেকোন সাইটে আপলোড করে নিতে পারবেন।

তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই।
 

মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর একটা সুযোগ করে ‍দিয়েন।

পোস্টটা কেমন হল তা আমাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন l

আর  ( Java game,super browser,3gp হিন্দি ও বাংলা movie and natok,java book,code) এর জন্য আমার সাইট ভিজিট করুন। asphnky.wapkiz.com


আর কোনো বিষয়ে যদি আমার সাহায্য চান তাহলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন l “facebook id link”

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি l ধন্যবাদ সবাইকে l 



The post জাভা ফোনের অপেরা মিনি দিয়ে কিভাবে txt  open করতে পারবেন এবং এডিট করতে পারবেন l এবং কিভাবে আপনার যেকোনো লেখা আপনি txt আকারে সেভ করে রাখতে পারেন l appeared first on Trickbd.com.

ব্যাকলিংক কি? ফ্রিতেই ব্যাকলিংক নেওয়ার উপায় জেনে নিন!

Posted:

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই। আশা করি সবাই ভাল আছেন আমিও ভাল আছি। চলুন আর্টিকেল শুরু করা যাক।

ব্যাকলিংক কি

ব্যাকলিংক কি ওয়েবমাস্টারদের প্রায় সকলেই এটি  স  সম্পর্কে জেনে থাকি। তো যারা জানেন না তাদের জন্য আমি আবারও বলতেছি ব্যাকলিংক হলো আপনার ওয়েবসাইটের লিংক অন্য কোন ওয়েবসাইটের সাথে জড়িয়ে দেওয়া। এটিকে আমরা সহজ ভাষায় ব্যাকলিংক বলে থাকি। ধরুন আপনার একটি ওয়েবসাইট রয়েছে এবং আপনার বন্ধুর আরো একটি ওয়েবসাইট রয়েছে এখন আপনার ওয়েব সাইটের লিংকটি আপনার বন্ধুর ওয়েবসাইটের সাথে সংযুক্ত করেলেন। যে কোন অংশে বা কনটেন্ট এর মাঝে তাহলেই আপনি আপনার বন্ধুর ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পেলেন। ব্যাকলিংক কি এবং কিভাবে আপনারা ব্যাকলিংক নিবেন তার একটি ছোট্ট ধারণা আপনাদের মাঝে তুলে ধরলাম এখন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো  যা আপনাদের অবশ্যই সাহায্য করবে ব্যাকলিংক সম্পর্কে।

  ব্যাকলিংক কত প্রকার ও কি কি

ইতিমধ্যে যারা ব্যাক লিংক সম্পর্কে জানেন না তাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে ব্যাকলিংক কত প্রকার ও কি কি আমরা নিচে ব্যাংকের প্রকারভেদ তুলে ধরলাম ব্যাকলিংক মূলত দুই প্রকার:

  • নো ফলো
  • ডু  ফলো
  •  

নো ফলো ব্যাকলিংলক 

এর আগেই আমরা বলে দিয়েছি ব্যাকলিংক দুই প্রকার তো এখন আমরা ব্যাকলিংক এর একটি প্রকার নিয়ে আলোচনা করব। নো ফলো ব্যাক লিংক সম্পর্কে সহজ ভাষায় বলতে গেলে আপনি যেকোনো একটি ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিলেন কিন্তু সেখানে শুধু ভিজিটর আপনার ব্যাকলিংক এ ক্লিক করে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে কিন্তু সার্চ ইঞ্জিন সেই লিংকটি ভিজিট করতে পারবে না তো এটি হলো নো ফলো ব্যাক লিংক।

ডু ফলো ব্যাকলিংক

ব্যাকলিংক নেওয়ার উপায় এর আগে আমরা আলোচনা করলাম নো ফলো ব্যাক লিঙ্ক নিয়ে এখন আমার কথা বলব ডু ফলো ব্যাক লিংক নিয়ে। সহজ ভাষায় ডুফলো ব্যাকলিংক সম্পর্কে যদি আপনাদের মাঝে আলোচনা করি তাহলে বলতে হবে যে ব্যাকলিংক গুলোতে নো  ফলো ব্যাকলিংক থাকে না সেইসব ব্যাকলিংকে ডুফলো ব্যাকলিংক বলা হয়। এই ডু ফলো ব্যাক লিংক সার্চ ইঞ্জিন এবং ভিজিটর উভয় ভিজিট করতে পারে। তা আপনি যদি কখনো ব্যাকলিংক নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো ডুফলো ব্যাকলিংক নিতে কেননা এখানে আপনারা সার্চ ইঞ্জিন থেকেও ভালো সুবিধা পাবেন। ডুফলো ব্যাকলিংক এর জন্য আশা করি সফল এবং নোফলো ব্যাকলিংক সম্পর্কে আপনারা যথেষ্ট ধারণা পেয়েছেন!

যেভাবে ফ্রি ব্যাকলিংক নেবেন।

আরো পড়ুনঃ এসইও(SEO) শিখে যেসকল উপায়ে আয় বা ক্যারিয়ার গড়া যায়!

এতক্ষণে হয়তো আপনারা ব্যাকলিংক এর গুরুত্ব বুঝে গেছেন এখন আমি আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজেই ব্যাকলিংক নিবেন আপনার ওয়েবসাইটের জন্য আমরা সবাই চাই ব্যাকলিংক নিতে কিন্তু ব্যাকলিংক নেওয়ার আগে আপনাকে কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে আপনাকে প্রথমে আপনার ওয়েবসাইটের নিস অনুযায়ী ওয়েবসাইট খুঁজে বের করতে হবে কেননা রিলেটেড ওয়েবসাইট না হলে আপনারা যথেষ্ট ভিজিটর পাবেন না এরপর আপনাকে বিশ্বস্ত এবং বড় একটি ওয়েবসাইট নির্ধারণ করতে হবে কেননা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ভালো ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিলে সেটি আলাদা প্রাধান্য দেওয়া হয় এজন্য আপনাকে ভালো ওয়েবসাইট খুঁজে বের করতে হবে। তারপর আপনারা নিচে দেওয়া কয়েকটি নিয়ম খাটিয়ে ব্যাকলিংক নিতে পারবেন নিচে আলোচনা করা হলো যেভাবে আপনারা ব্যাকলিংক নিবেন!!

১. গেস্ট ব্লগিং নতুন ব্লগারদের জন্য খুবই একটি জনপ্রিয় মাধ্যম হল গেস্ট ব্লগিং। একজন নতুন ব্লগার গেস্ট ব্লগিংয়ের মাধ্যমে খুব সহজেই তার ওয়েবসাইটের জন্য ব্যাক লিঙ্ক নিতে পারে। যারা নতুন ব্লগার রয়েছে তাদের জন্য আমি সাজেস্ট করবো গেস্ট ব্লগিং করা। গেস্ট ব্লগিং সম্পর্কে যারা জানেন না তাদের একটু বলে নেই যে গেস্ট ব্লগিং হলো আপনি অন্যের সাইটের কনটেন্ট লিখে দিয়ে সেখান থেকে ব্যাকলিংক নিতে পারার উপায়ই হলো গেস্ট ব্লগিং। গেস্ট ব্লগিং করার আগে আপনার যে ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিতে চান সেই ওয়েবসাইটটিকে ভালোভাবে লক্ষ্য করুন এবং সেই ওয়েবসাইটে স্কোর ভালোভাবে যাচাই করুন। তাহলেই আপনারা গেস্ট ব্লগিং থেকে ভালো ফলাফল পেতে পারেন।

২. প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে হয়তো আপনারা অনেকেই লক্ষ্য করবেন বর্তমানে ইন্টারনেট জগতে অনেকগুলো প্রশ্ন উত্তর ওয়েবসাইট রয়েছে। যেখানে নানা রকম প্রশ্ন প্রতিনিয়ত করা হয় তা আপনারা চাইলে সেখান থেকে ভালো পরিমাণে ব্যাকলিংক নিতে পারবেন। ধরুন একটি বিষয়ে একটি প্রশ্ন-উত্তর ওয়েবসাইটে প্রশ্ন করেছি সেখানে আপনি আপনার সাধ্যমত সেই প্রশ্নটি যথাযথ উত্তর দিয়ে। নিচে আপনারা রেফারেন্স হিসেবে আপনার ওয়েবসাইটের লিংক যুক্ত করে উপরে বলে দিলেন যে আরও তথ্যের জন্য নিচের ওয়েব সাইটটি ভিজিট করতে পারেন। তাহলে কিন্তু সেখান থেকে আপনারা ভালো পরিমাণে ভিজিটর পাবেন এবং আপনার ব্যাকলিংক খুবই কার্যকর হবে। বর্তমানে এটি একটি খুবই জনপ্রিয় মাধ্যম ব্যাকলিংক নেওয়ার জন্য!!

তো উপরের দুটি নিয়ম দিয়ে আপনারা চাইলে ফ্রীতেই ব্যাকলিংক নিতে পারেন।

যেকোনো ট্রিক এর জন্য ভিসিট করুন BoiBik.com

তো আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই ওয়েবসাইটটির সঙ্গেই থাকুন এবং আপনারা জানেন প্রতিনিয়ত ট্রিগবিটিতে নানারকম আর্টিকেল পোস্ট করা হয় আপনাদের জানার জন্য। অনুরোধ করবো ট্রিকবিডি সাথেই থাকুন আল্লাহ হাফেজ।

** Ignore my mistakes **

The post ব্যাকলিংক কি? ফ্রিতেই ব্যাকলিংক নেওয়ার উপায় জেনে নিন! appeared first on Trickbd.com.

নিয়ে নিন SmartPanel v4 স্ক্রিপ্ট এবং নিজেই বানান প্রফেশনাল মানের এসএমএম প্যানেল(SMM Panel) ওয়েবসাইট

Posted:

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন।
গত ১লা জুন একটা পোষ্ট করেছিলাম কিভাবে ডোমাইন হোস্টিং স্ক্রিপ্ট ছাড়াই এসএমএম প্যানেল (SMM Panel) ওয়াবসাইট ফ্রীতেই বানাবেন
কিন্তু Socpanel বিভিন্ন সমস্যার কথা অনেকে আমাকে ফেসবুকে জানিয়েছে এবং PHP তে কিভাবে বানানো যাবে সেটি পোষ্ট করতে বলেছে। তাদের জন্য আজকের এই পোষ্ট।


SmartPanel কি:

SmartPanel হলো এসএমএম প্যানেলের জন্য জনপ্রিয় একটি স্ক্রিপ্ট। এটি একটি নুলেড স্ক্রিপ্ট। যার অরিজিনাল মূল্য ৩৯ ডলার। SmartPanel স্ক্রিপ্ট ব্যবহার করার জন্য অবশ্যই ডোমাইন এবং হোস্টিং থাকা লাগবে। ফ্রি হোস্টিং নাও হতে পারে।

SmartPanel এ যা যা পাবেন:

SmartPanel নুলেড ভার্সনে যা কাজ করে নাঃ

যেহেতু এটি নুলেড স্ক্রিপ্ট এজন্য এটাতে বাগ থাকা স্বাভাবিক।
এপর্যন্ত আমি একটি সমস্যা পাইছি সেটি হলো ই-মেইল সেটিং কাজ করে না। এজন্য ইমেইল সেটিং অফ রাখতে হয়।

SmartPanel স্ক্রিপ্ট ডাউনলোড:

স্ক্রিপ্ট লিংকঃ গুগল ড্রাইভ

ডেটাবেসঃ গুগল ড্রাইভ

SmartPanel ইন্সটল:

প্রথমে আপনার হোস্টিং প্যানেল থেকে একটি ডেটাবেস, ইউজার খুলে & এক্সেস দিয়ে নিবেন।
তারপর PhpMyAdmin থেকে সেই ডেটাবেসে ডাউনলোড করা sql ফাইলটি ইমপোর্ট করবেন।

এবার File Manager গিয়ে public_html অথবা যে ফোল্ডারে সাইট বানাতে চান সেখানে ডাউনলোড করা স্ক্রিপটি অপলোড করে Extract করুন।

আনজিপ ফাইলে app>config.php ফাইল পাবেন সেটা এডিট করে ডেটাবেস নেম, ইউজার নেম & পার্সওয়ার্ড দিয়ে সেভ করলেই সাইট রেডি।
সাইট ভিজিট করলে এমন দেখতে পারবেব।

এডমিন লগইনঃ
email: admin@admin.com
pass: 123456

লগো, নাম, টাইটেল,ডিফল্ট সেটিং,মেনুয়াল পেমেন্ট সেটা করার নিয়ম:

সাইটে গিয়ে এডমিন লগইন করুন(email: admin@admin.com & pass: 123456)।
লগইন করার পর ইউজার লিস্ট দেখতে পাবেন, সেখান থেকে মেনু আইকনে ক্লিক করলে এডমিন কন্ট্রোল সব দেখতে পাবেন।
মেনু > সেটিং> লগো সেটিং থেকে লগো পরিবর্তন করতে পারবেন।
Manual Payments থেকে পেমেন্ট সংক্রান্ত তথ্য যোগ করতে পারবেন।

Api যোগ করবেন যেভাবেঃ

SMM Panel ওয়েবসাইটের সার্ভিস এড করার জন্য api প্রয়জন, Smart Panel এ প্রায় সকল সাইটের api কানেক্ট করা যায়।
গত পোষ্টের মত আবারও SMMBD.TOP থেকে api নিয়ে কানেক্ট করে দেখাবো। SMMBD.top মাত্র ২০ টাকা ডিপোজিট করা যায় এবং ৮ টাকার কমে ১ হাজার ফেসবুক ফলোয়ার পাওয়া যায়। smmbd api নেওয়ার জন্য এখানে গিয়ে একাউন্ট খোলা না থাকলে একাউন্ট খুলে api অপশন থেকে api & api url পাবেন।
সাইটে api এড করা জন্য Menu>Api Provider>Add New গেলে এমন দেখতে পাবেন
প্রথম বক্সে নাম, ২য় বক্সে api url & ৩য় বক্সে api key দিয়ে সেভ দিলেই api আপডেট হয়ে যাবে।api এড হলে api সাইটের ব্যালেন্স ও দেখতে পাবেন

সার্ভিস এড করার নিয়মঃ

সার্ভিস এড করার জন্য Menu>Services>Import>choice provider ( এখানে আপনার এড করা api নেম সিলেক্ট কিরবেন) > Bulk Import Service >
প্রথম বক্সে কত পার্সেন্ট লাভ রাখতে চান সেটি সেলেক্ট করবেন এবং ২য় বক্সে all দিবেন। তাহলে api সাইটের সব সার্ভিস এড হয়ে যাবে।
সার্ভিস নেম/প্রাইস কম বেশি করতে চাইলে Menu>Services গিয়ে সেই সার্ভিস এডিট করতে পারবেন।

ইউজার ব্যালেন্স Add fund করবেন যেভাবেঃ

ইউজার টাকা পাঠালে তার একাউন্টে টাকা যোগ করার জন্য Menu>Users> three don Add fund Amount এ কত ডলার দিতে চান সেটি দিয়ে তার নিচের বক্সে এডমিন পার্সওয়ার্ড দিয়ে সেভ দিলে ব্যালেন্স যোগ হয়ে যাবে।

Cron Job কমান্ড এডঃ

ক্রন (cron) হচ্ছে ইউনিক্স-সদৃশ অপারেটিং সিস্টেমের টাস্ক শিডিউলার প্রোগ্রাম। এর কাজ হচ্ছে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট কাজ করা, ভালো করে বললে নির্দিষ্ট কোনো প্রোগ্রাম বা কমান্ড বা স্ক্রিপ্ট এক্সিকিউট করা। এটি এড না করলে অর্ডার api সাইটে ট্রান্সফার হবে না।
Cron Job এড করার জন্য হোস্টিং সিপ্যানেল থেকে Cron Job যেতে হবে অথবা সার্চ দিলেও পাবেন
Cron Job গিয়ে Common Settings এ Once per Minute দিবেন এবং Command এ

wget --spider -O - https://yourwebsite.com/cron/order >/dev/null 2>&1

https://yourwebsite.com আপনার সাইট এড্রেস দিয়ে Add New Cron Job ক্লিক করবেন।
একই ভাবে আরো তিনটি Cron job এড করবেন, Command গুলো নিচে দেওয়া হলো
wget --spider -O - http://yourwebsite.com/cron/multiple_status &gt;/dev/null 2&gt;&amp;1<br /><br /> 

wget --spider -O - http://yourwebsite.com/cron/dripfeed &gt;/dev/null 2&gt;&amp;1

wget --spider -O - http://yourwebsite.com/cron/subscriptions &gt;/dev/null 2&gt;&amp;1


এবার টেষ্ট করার পালাঃ

অন্য ব্রাউজার গিয়ে অথবা একই ব্রাউজারের Incognito Mode গিয়ে নতুন একাউন্ট করে এডমিন প্যানেল থেকে কিছু ডলার যোগ করে একটা টেষ্ট অর্ডার করে দেখুন।
অর্ডার করার পর এডমিন প্যানেল থেকে Menu>Orders গিয়ে যদি নিচের মত অর্ডার নম্বারের নিচে একটু ছোট করে আরেকটা অর্ডার আইডি(api order id) থাকে তাহলে আপনার অর্ডার api সাইটে ট্রান্সফার হয়েছে।

Api Provider নিয়ে কিছু কথাঃ

বর্তমানে অনেক বাংলাদেশি api provider সাইট পাবেন, কিন্তু এগুলোর বেশির ভাগ কম দামে সার্ভিস দেওয়ার নাম করে প্রতারনা করতিছে।
এসব সাইট চেনার উপায় হচ্ছে, এগুলোতে মিনিমাম ১০-৫০ ডলার ডিপোজিট করতে হয়।
যেগুলো ট্রাস্টেড সাইট এগুলোতে ১-৫ ডলার ডিপোজিট করা যায়। তাই এসব থেকে সাবধান থাকাই ভালো।
আমার সাজেস্ট থাকবে smmbd.top ব্যবহার করার, এখানে মাত্র ২০ টাকা ও ডিপোজিট করা যায়।

যেকোন সমস্যা হলে কমেন্ট করুন।
অথবা ফেসবুকে মেসেজ করতে পারেন Parves Akando

The post নিয়ে নিন SmartPanel v4 স্ক্রিপ্ট এবং নিজেই বানান প্রফেশনাল মানের এসএমএম প্যানেল(SMM Panel) ওয়েবসাইট appeared first on Trickbd.com.

সেন্সর এ ২বার নিষিদ্ধ হওয়া অর্ষার সাহস) ওয়েব সিরিজ টি রিলিজ করে সাহস এর প্রমান দিয়েছে সাহস | Sahosh (2022) Bengali Chorki web Series Review

Posted:


আচ্ছা আপনার জীবনে করার সবচেয়ে সাহসী কাজ কনটি ? হয়তো একা ঘরে কোন ভুতের সিনেমা দেখেছেন।
কিংবা রাস্তায় বন্ধুদের হাত ছেড়ে হুট করে একাই পার হয়ে গেছেন , কিংবা বাসে অশ্লীল দৃষ্টিতে আপনার দিকে তাকানো কোন যুবকের বিরুদ্ধে গলা উঁচিয়ে প্রতিবাদ করেছেন।

এর মধ্যে যেকোনো একটি হতে পারে আপনার সাহসের গল্প কিন্তু পরিবার সমাজের বিরুদ্ধে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কখনো?
তাহলে সেটি ই আপনার প্রকৃত সাহসের গল্প।

কথা বলছিলাম web film সাহস নিয়ে।

১৬ ই জুন ওটিটি তে মুক্তি পেয়েছে সাজ্জাদ খান পরিচালিত সিনেমা সাহস, চলুন আজ সাহস করে কথা বলি সাহস নিয়ে। প্রথমেই আমরা গল্প নিয়ে কথা বলবো বাগেরহাট শহরের নীলা ও রায়হান দুজন দুজনকে দীর্ঘদিন ধরে ভালোবাসে স্বপ্ন দেখে একসাথে ঘর বাঁধার কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়ায় এলাকায় একদল প্রভাবশালী মস্তান।

গল্প টা শুনতে হয়তো খুবই সহজ মনে হচ্ছে তবে ততটাই কিন্তু জটিল , ট্রেলারে আমরা দেখেছি একটি ধর্ষণের গল্প একটি সাহসের গল্প সাহস। হয়তো এমন গল্প আপনি হরহামেশাই শুনেছেন। খবরের কাগজে পড়েছেন টেলিভিশনে দেখেছেন। স্ক্রিনে দেখেছেন, কিন্তু উপলব্ধি করেন নি কখনো। সাহস আপনাকে সেই উপলব্ধি করাবে।

বাগেরহাটে যে গল্পটা দেখানো হয়েছে, হয়তো আপনারা এই গল্পটি দেখছেন অথবা টেলিভিশনে দেখছেন, যেটা বলছিলাম কিন্তু এরকম অনেক নীলার ই গল্প আছে যেগুলি আমরা জানতে পারিনা।
তো এই সিনেমাটার মাধ্যমে এই গল্পটার মাধ্যমে যদি আমাদের দেশের একটা নীলা ও সাহস দেখায় তাহলে হয়তো সেখানেই হবে এই সিনেমার সার্থকতা।

এবার একটু স্ক্রিন প্লে নিয়ে কথা বলি।

গল্পের সঙ্গে মিল রেখে স্ক্রিনপ্লে করা হয়েছে, খুব বেশি লেন্ডি করা হয়নি।
যার কারণে একটুও বোরিং লাগবে না আপনার। ক্যামেরার কাজ ও খুবই সাবলীল লেগেছে।
ন্যাচারাল লেগেছে, অতিরঞ্জিত কিছু দেখানো হয়নি।
তবে গল্পের শেষের দিকটায় এসে হয়তো দর্শক এর এক্সপেক্টেশন বেড়ে যাবে।
কারণ যেহেতু টাইটেলে আমরা দেখেছি সাহস।

কিন্তু কিছুটা তাড়াহুড়ো করে হয়তো এখানে ইতি টানা হয়েছে গল্পের। তবে নিঃসন্দেহ সাহসের যারা গল্পকার যিনি।
অনুপম দাস ও চিত্রনাট্যকার হাসান তারা অবশ্যই নিজেদের জায়গায় নিজেদের জায়গাটা দেখিয়েছেন।

এবার আমরা একটু সাউন্ড নিয়ে কথা বলি।

সাউন্ড এ ব্যাপারটা আমাদের দেশীয় কনটেন্টে কিছুটা কিন্তু গোলমেলে থাকে।
এখানেও সাউন্ডের অস্বাভাবিক ওঠানামা। চরিত্র রা যখন কথা বলছে।
তখন একটু আপডাউন এর ব্যাপারটা বোঝা গেল।

কিন্তু এখানে গানগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, বিশেষ করে প্রেমের একটা গান আছে যেটা খুবই সুন্দর।

এবার আমরা ডায়লগ নিয়ে কথা বলবো।
এছাড়াও এই সিনেমার ডায়লগ নিয়ে আলাদা করে কথা বলব কারণ পুরো সিনেমায় একটা আঞ্চলিক ভাষা দিয়ে নির্মিত হয়েছে।

দক্ষিণবঙ্গের বাগেরহাটের ভাষায় নির্মিত হয়েছে *সাহস*
যারা দক্ষিণবঙ্গের তারা হয়তো দেখলেই সহজেই বুঝতে পারবেন।
রি লাইট করতে পারবেন।
যে কারণে অধিকাংশ আর্টিস্ট তারা, সেখানকার স্থানীয় বাগেরহাটের থিয়েটারকর্মী নিয়েছেন।

সবার ভাষাতেই মোটামুটি বিশ্বাসযোগ্য হয়ে দাঁড়িয়েছে গল্প কারণ আমাদের দেশীয় কন্টাক্ট এ যে কাজটি হয় যে একটি আঞ্চলিক নির্মিত হলে আর্টিস্টরা অধিকাংশ সময় ই ভাষাটা খুব একটা রপ্ত করতে পারে না।


এখানে খুব দারুণ আধিপত্য যেটা বলছিলাম মুন্সিয়ানা দেখিয়েছেন আর্টিস্টরা, তবে কিছুটা পিছিয়ে গিয়েছেন অভিনেত্রী অর্ষা।
কোন কোন জায়গায় আঞ্চলিকতা ছেড়ে শুদ্ধ ভাষায় ভাষায় কথা বলতে শোনা যায় অভিনেত্রী অর্ষার।
তবে পুরোপুরি না হলেও কিছুটা হলো গুরু জঙ্গলে দোষ এখানে ধরা পড়ে অভিনেত্রীর।

যদিও বলতে যদি তার শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার স্থান নিয়ে স্পষ্ট করে কিছু বলা হত। তাহলে কিছু একটা যুক্তি দাঁড় করানো যেত।

আরেকটি বিষয় বলে রাখা ভালো যে গল্পে পছুর আঞ্চলিক গালিগালাজ ব্যবহার করা হয়েছে, যা হয়তো খুবই ন্যাচারাল।

এবং আরো একটি বিষয় বলে রাখতে চাই এই গল্পের ডায়লগ লেখার সঙ্গে কিন্তু জড়িত ছিলেন খোদ অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।

আমরা সবশেষ অভিনয় নিয়ে কথা বলতে চাই।
এককথায় অভিনয় নিয়ে কিছু বলতে হলে বলতে হবে, একদম পারফেক্ট প্রত্যেকটি চরিত্রের স্ক্রিন প্রেজেন্ট চোখে লাগার মত।

মোস্তাফিজুর ইমরানকে পর্দায় অভিনয় করতে দেখা একটা প্রিভিলেজ।
কেন এই মেধা আরো কাজে আসেনি। সেটা ভাববার বিষয়।

এছাড়া ওরসা বরাবরের মতই খুবই সাবলীল ছিলেন দুর্দান্ত অভিনয় করেছেন তবে, আলাদাভাবে নজর কেড়েছেন নীতি বাচক চরিত্রে কাজ করা তরুণ অভিনেতারা।
এত ভালো কাজ করেছেন যে এক মিনিটের জন্য ও স্ক্রিন থেকে কিন্তু আপনার চোখ সরবে না।

এমনকি ছোট ছোট চরিত্রে কাজ করা। রায়হানের চাচা নীলার বাবা তারাও মনে রাখার মত পারফরমেন্স দিয়েছেন।

তবে অপ্রয়োজনীয় জন্য লেগেছে। কিছূ টা অপ্রয়োজনীয় বলবো।
খাইরুল বাশার এর চরিত্র অভিনেতা তিনি খুবই ভালো এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে তার স্ক্রীন পেজেন্ট খুবই কম।
এমনকি হার্ডলি একটা কি দুইটা ডায়লগ আছে।

তবে আমরা যদি তাকে গেস্ট হিসেবে ভাবি তাহলে জিনিসটা খুবই সুন্দর দাঁড়ায়।
কিন্তু এত ছোট চরিত্রের প্রচারণায়। তার ছবি বা নাম এত বিশাল আকার এ কেন ব্যবহার করা হয়েছে।
তার এক্সপ্লেনেশন নির্মাতাই দিতে পারবেন।

হয়তো তাকে কিছুটা সারপ্রাইজ হিসেবে রাখলে ই আরো অনেক ভালো লাগবে।

সবশেষ বলতে চাই তরুণ নির্মাতা সাজ্জাদ খান এর প্রথম সিনেমায় আসলেই সাহসের পরিচয় দিয়েছেন নির্মাতা।
তবে তার কাছে সামনে আরো প্রত্যাশা থাকবে দর্শকের।

আমরা রিভিউ এর একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
এবং আমাদের বিচারে আজকে *সাহস* পাচ্ছে ১০ এর মধ্যে ৮।

সেইসাথে আজকের মত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ঠিক আগামীকাল।
সে পর্যন্ত ট্রিকবিডির সঙ্গেই থাকুন।
ও হ্যাঁ, আমার একটা

হিপহপ

আইডি আছে টাকার অভাবে বিক্রি করবো।🥺 দাম মাত্র ৫ হাজার! কোন বড়লোক বান্দা যদি কিনতে চাও তাহলে
https://www.facebook.com/toune.raihan এই লিংকে ক্লিক করে আমার ফেসবুকে মেসেজ দিও ❤
থুক্কু আমার ফেসবুক আইডিতে মেসেজ দিও কারণ ফেসবুক তো মার্ক জুকারবার্গ এর আমার নয় 😫

আমার কাছে নরমাল আইডি ও আছে কম টাকায় প্যারা নাই চিল নক দিও 😃

আজকের মত এ পর্যন্তই পরবর্তী পোস্টে দেখা হবে আজকের মত আল্লাহ হাফেজ ❤❤

The post সেন্সর এ ২বার নিষিদ্ধ হওয়া অর্ষার সাহস) ওয়েব সিরিজ টি রিলিজ করে সাহস এর প্রমান দিয়েছে সাহস | Sahosh (2022) Bengali Chorki web Series Review appeared first on Trickbd.com.

সিলেট বাসিরা imo তে ফী তে ৩০০ মেগাবাইট নিয়ে নিন।

Posted:

সিলেট বাসিরা imo তে ফী তে ৩০০ মেগাবাইট নিয়ে নিন।
১মে আপনার imo এপসে ঢুকুন।
তারপর আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করুন।

নিচের pray for sylhet এ যান

এরপর ক্লেইম করুন

ধন্যবাদ সবাইকে।

The post সিলেট বাসিরা imo তে ফী তে ৩০০ মেগাবাইট নিয়ে নিন। appeared first on Trickbd.com.

imo থেকে দিচ্ছে ৪০ লক্ষ্য টাকার ফ্রী ইন্টারনেট দেখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

Posted:

আসসালামু আলাইকুম হ্যালো ট্রিকবিডি বাসী আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আমি খুব ভালোবাসি তাই আজকে আপনাদের সামনে আরো একটি চমৎকার আর্টিকেল নিয়ে হাজির হলাম আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইমু থেকে দিচ্ছে ৪০ লক্ষ টাকার ফ্রি ইন্টারনেট কিভাবে ইন্টারনেট নিবেন এবং কে কে এই ইন্টারনেট উপভোগ করতে বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো আর্টিকেলটি পড়বেন।

আমার মনে হয় বর্তমান সময়ে আমরা বেশিরভাগ মানুষ মোবাইল ফোনে ইমু ব্যবহার করে থাকি বর্তমান সময়ে আমরা আরও একটি বিষয় সকলেই জানি সেটি হচ্ছে সিলেটের বন্যাকালীন অবস্থা খুবই দুঃখজনক একটি বিষয় সেখানে অনেক মানুষ ত্রাণ দিচ্ছে সাহায্য করতেছে যদিও ইমু কিন্তু বাংলাদেশে কোন কোম্পানির নয় তারপরও এখানে ইমো তাদের সাধ্যমতো 40 লক্ষ টাকার ইন্টারনেট ফ্রি দিচ্ছে।

40 লক্ষ টাকার ইন্টারনেট কারা পাবে। ?

আগেই বলে দিতে চাই এই ইন্টারনেট শুধুমাত্র সিলেট এর অধিবাসী অর্থাৎ যাদের লোকেশন সিলেট রয়েছে তারা কিন্তু এই ইন্টারনেট গুলো নিতে পারবেন তাছাড়া অন্য কোন জেলা থেকে বা অঞ্চল থেকে আপনি ইন্টারনেট নিতে পারবেন না শুধুমাত্র সিলেটে বন্যা মুখিদের জন্য এই ব্যবস্থাটি করেছে ইমু।

সিলেট এর যেকোনো স্থান থেকে আপনি এই ইন্টারনেট উপভোগ করতে পারবেন কিভাবে ইন্টারনেট নিতে হবে সম্পূর্ণ বিষয়ে আপনাদের সাথে স্ক্রিনশট এর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো।

সিলেটের বাহিরে কিন্তু কেউ নিতে পারবেন না অবশ্যই আপনাকে তাদের কিছু শর্ত মানতে হবে যখন আপনাদের শর্তগুলো মানবেন অটোমেটিকভাবে আপনার লোকেশন কিন্তু তাদের কাছে চলে যাবে অর্থাৎ আমাদেরকে ইন্টারনেট নিতে হলে অবশ্যই মোবাইল ফোনের লোকেশন চালু করতে হবে তা না হলে কিন্তু আমরা নিতে পারবো না এই ফ্রি ইন্টারনেট গুলি।

সর্বপ্রথম আপনি যদি সিলেটের অধিবাসী হয়ে থাকেন বা আপনার লোকেশন সিলেট হয়ে থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে এখনই আপনার ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিন যাদের আপডেট করা নেই তারা কিন্তু নতুন অপশনটি দেখতে পারবেন না অবশ্যই আপনাকে ইমো অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে তাহলে নতুন একটি অপশন দেখতে পারবেন আপনার ইমু একাউন্ট এর ভিতর।

গুগল প্লে স্টোর থেকে ইমু অ্যাপ্লিকেশনটি আপডেট করার পর আপনি ইমু অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন আপনাকে ইমো অ্যাপ্লিকেশন এর সেটিং এ প্রবেশ করতে হবে যেটি আমি স্ক্রিনশট এর মাধ্যমে সহজে বোঝানোর চেষ্টা করব নিচের স্ক্রিনশটটি রয়েছে এবং এখানে চিহ্নিত করা হয়েছে এখানে ক্লিক করুন।

এখানে ক্লিক করে আপনার ইমু একাউন্ট সেটিং এ চলে যেতে হবে এরপর আমাদের কাজ হচ্ছে কিভাবে ফ্রিতে ইন্টারনেট নিবেন।

তো এখন যে স্ক্রিনশটটি রয়েছে এখানে দেখুন নতুন একটি অপশন চলে এসেছে আমাদের অবশ্যই আপনাকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে যদি আপনি আপডেট না করেন তাহলে কিন্তু এই অপশনটি দেখতে পারবেন না এই অপশনটি গত 22 তারিখে যুক্ত করা হয়েছে ইমোর ভিতর।

এখান থেকে কিন্তু শুধুমাত্র সিলেটবাসী ফ্রিতে ইন্টারনেট নিতে পারবেন তো এর জন্য এখানে ক্লিক করবেন তারপর আমাদের যে কাজগুলো করতে হবে আমি আপনাদেরকে সহজে বুঝার জন্য স্ক্রিনশট শেয়ার করতেছি আশাকরি সকলে খুব দ্রুত সময় বুঝে যাবেন কিভাবে ইন্টারনেট গুলি নিতে হয়।

তো এখানে দেখতেছেন ফ্রি ইন্টারনেট রয়েছে যদিও আজকে আমি খুব কম দেখেছি ইন্টারনেট পরিমাণ গতকালকে অর্থাৎ ২৩জুন এখানে ইন্টারনেট এর পরিমাণ ছিল 1 জিবি আজকে একদম কমিয়ে দিয়েছে এর জন্য আমি খুবই দুঃখিত যদি আমি ২৩ জুন করতে চেয়েছিলাম সময় না থাকার কারণে করতে পারিনি আমাদেরকে ইন্টারনেট নিতে হলে।

এ কিছু শর্ত রয়েছে যেটি আমি দেখিয়ে দিচ্ছি অথবা আপনি যদি সর্বশেষ থাকা active rules এরপর ক্লিক করেন তাহলে দেখতে পারবেন তাদের শর্তগুলি এবং কি কি সিমে আপনি এই ফ্রি ইন্টারনেট নিতে পারবেন আমি বলে দিচ্ছি বাংলালিঙ্ক, গ্রামীণ, রবি, এয়ারটেল , এ সিম গুলোতে আপনি ইন্টারনেট নিতে পারব।

অবশ্যই শর্তগুলো আগে দেখে নিবেন এরপর আমাদের কাজ হচ্ছে এখানে যে claim অপশন রয়েছে এখানে ক্লিক করবেন

তারপর এরকম আসবে এখান থেকে আপনাকে GO ক্লিক করে দিয়ে পরবর্তী কাজগুলি করতে হবে তো আমাদের পরবর্তী পৃষ্ঠায় ঢোকার সময় আমাদের কাছে পারমিশন চাইবে অর্থাৎ লোকেশন চালু করতে হবে আমাদেরকে তো অবশ্যই পারমিশন চাবে লোকেশনের তখন আপনি লোকেশন টা চালু করে দিবেন।

এখানে লোকেশন চাওয়ার কারণ হচ্ছে যদি তারা দেখতে পারে আপনি সিলেটের লোকেশন রয়েছেন তাহলে কিন্তু ইন্টারনেট আপনাকে দিবে আর যদি আপনি বাংলাদেশে সিলেটের না হয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু আপনি ফ্রি ইন্টারনেট পাবেন না।

লোকেশন দেওয়ার পর আপনি নিচ থেকে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দেবেন অর্থাৎ এখানে কিন্তু দেশের নাম চাইবে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন।

তো যখন আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তারপর অটোমেটিক ভাবে আপনার জেলা সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি দিয়ে দিবেন সেলেক্ট যদি আপনি সিলেট লোকেশন থাকেন।

এরপর আমাদের অটোমেটিকভাবে আবার আগের পেজে চলে আসবে এবং সেখান থেকে আপনাকে ক্লিক করতে হবে claim data আপনি এখানে ট্যাপ করে দিবেন সাথে সাথে আপনার সামনে নতুন একটি পেজ চলে আসবে সেখানে লেখা থাকবে আপনার ইন্টারনেটে সাকসেসফুল ভাবে চালু হয়ে গেছে এবং আপনাকে সেটি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

নিচে দুটি স্ক্রিনশট দিচ্ছি এ দুটি স্ক্রিনশট আমার নয় কেননা আমি কিন্তু সিলেট-এর লোকেশনে থাকি না আমি সংরক্ষণ করে স্ক্রিনশট দুটি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনি যখন claim ডাটা টাইপ করবেন তারপর দেখতে পারবেন এরকম আসবে।

এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং আপনি কিন্তু ইন্টারনেট প্যাকেজ টি পেয়ে যাবেন অবশ্যই আপনাকে ফ্রি ইন্টারনেট নিতে হলে ছেলেদের লোকেশনে থাকতে হবে তাহলেই আপনি এই ফ্রি ইন্টারনেট উপভোগ করতে পারবেন ইমু থেকে।

আরও পড়ুন:

উপায় অ্যাকাউন্ট খোলার নিয়ম ২০২২৷ কিভাবে উপায় অ্যাকাউন্ট তৈরি করবেন বিস্তারিত৷

আশা করি বুঝে গিয়েছেন যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কোন প্রকার বানান ভুল হয়ে থাকে এজন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে যে বানানটি ভুল মনে হবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভাবে বোঝানোর চেষ্টা করেছি স্ক্রিনশট এর মাধ্যমে আশাকরি কারো কোন প্রকার সমস্যা হবে না।

ট্রিকবিডির মত আমার একটি ওয়েবসাইট রয়েছে সেখানে আমি চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় গুলি তুলে ধরার জন্য এবং এখানে বিভিন্ন ধরনের আর্টিকেল পাবেন যে আর্টিকেলগুলো আপনার অতি প্রয়োজনীয় চাইলে আপনি আমার ওয়েব সাইটটি ভিজিট করে আসতে পারেন ওয়েবসাইটের লিংক : TECNICALBD.COM

ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত নতুন বিষয়গুলি জানার জন্য নতুন বিষয়গুলো শিখার জন্য ট্রিকবিডি এর সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে।

The post imo থেকে দিচ্ছে ৪০ লক্ষ্য টাকার ফ্রী ইন্টারনেট দেখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। appeared first on Trickbd.com.

Microsoft Edge কি Google Chrome থেকেও ভালো?

Posted:

আসসালামু আলাইকুম। 

প্রায় চার বছর পর ট্রিকবিডি তে ফেরত আসা 🥰

আজকে কথা বলবো এজ ব্রাউজার এর কিছু ফিচার নিয়ে এবং কেনো আমার কাছে মনে হয়েছে Microsoft Edge Google Chrome এর থেকে সবদিক দিয়ে না হলেও কিছু দিক দিয়ে অবশ্যই ভালো।

আমরা সবাই জানি ক্রোম একটি গুগল এর ব্রাউজার যা বর্তমানে সবচেয়ে পপুলার । হোক সেটা অ্যান্ড্রয়েড ফোন কিংবা উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ম্যাক ইউজার রা সাধারনতSafari ব্রাউজার ব্যাবহার করে কিন্তু কিছু Extention এবং সাপোর্ট এর জন্য তাদেরকেও ক্রোম ব্যাবহার করতে হয়।

 এক সময় এজ এ সব ধরনের এক্সটেনশন সাপোর্ট পাওয়া যেতো না । কিন্তু ২০২০ এর পর এজ কে মাইক্রোসফট পুরো নতুন করে তৈরী করেছে। এখন সব ধরনের এক্সটেনশন যা ক্রোম এর জন্য চলে, তা অবশ্যই এজ এর জন্য ও চলবে। কারন এজ এখন গুগল এর ক্রোমিয়াম বেজড ওপেন সোর্স প্রোজেক্ট দিয়ে তৈরী যা দিয়ে ক্রোম কে তৈরি করা হয়েছে ।

তাহলে এখন আপনার অবশ্যই মনে হতে পারে একই সোর্স কোড দিয়ে তৈরী তাহলে কেনো ক্রোম থেকে এজ বেশী ভালো হতে যাবে?

এজ এর কিছু ভালো এবং নতুন ফিচার রয়েছে। যার কারনে তা ক্রোম থেকে বেটার অপশন বলে আমার মনে হয়েছে। সেটা নিয়েই আজকে পোস্ট । 

 ফিচার ১ঃ PRIVACY

প্রাইভেসি এর ব্যাপারে এজ অনেক টা এগিয়ে । আমরা জানি ক্রোম আমাদের সার্চ ক্যাটাগরি বা প্রিফারেন্স এর উপর মনিটরিং করে বিভিন্ন জিনিস, প্রোডাক্ট, সার্ভিস সাজেস্ট করে । এটা অবশ্যই ভালো ফিচার ।যখন আপনি দেখবেন আপনার মত মত জিনিস আগেই আপনার জন্য রেডি করে রেখেছে, তাহলে অবশ্যই খুশি হবেন।

কিন্তু Microsoft Edge এর পলিসি অন্যরকম । তারা সিকিউরিটির ব্যাপারে আপনাকে বিল্ট ইন কিছু ফ্লেক্সিবিলিটি দিয়েছে। আপনি বিল্ট ইন ভাবে ট্রাকার বা মনিটরিং লেভেল কমিয়ে দিতে পারেন।

**এর জণ্য আপনার এজ এর সেটিংস থেকে প্রাইভেসি এবং সার্ভিসেস এ যেতে হবে । সেখানে দেখবেন Tracking Protection নামে একটি অপশন রয়েছে ।

**এখানে Basic, Balanced এবং Strict মোড রয়েছে। এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ি মোড সিলেক্ট করে নিবেন।

**Blocked ট্রাকার থেকে দেখতে পারবেন কোন কোন ট্রাকার ব্লক করা হয়েছে ।

**এছাড়া আপনি Exception থেকে আপনি যে সাইট এ ট্রাকার বন্ধ করতে চান না তা সিল্টেক্ত করে দিতে পারেন । কারন অনেক সময় স্ট্রিক্ট মোড সিলেক্ট করলে ওয়েবসাইট এর অনেক কনটেন্ট লোড হতে সমস্যা হয়। আপনি আপনার এসব প্রয়োজনিয় সাইট এখানে অ্যাড করে দিলে, সেটির জন্য ট্রাকার প্রোটেকশন বন্ধ হয়ে যাবে ।

ফিচার ২ঃ Vertical Tabs & Sleeping Tabs

এজ এর সবচেয়ে ভালো ফিচার হলো এর ভার্টিকাল ট্যাব । আপনার মনিটর যদি ওয়াইড হয় তাহলে এর পুরো ফেসিলিটি আপনি আরো ভালো ভাবে নিতে পারবেন। আমরা যখন অনেক গুলো ট্যাব অন করি, তখন এগুলোর নাম দেখা যায় না বা হিজিবিজি লাগে ।তখন কোন ট্যাব এ ই আছে তা খুজতে অসুবিধা হয়।

তখন ভার্টিকাল ট্যাব নামে একটি অপশন রয়েছে যা দিয়ে আপনি ট্যাব গুলো ভার্টিকালি সাজাতে পারবেন । তখন ট্যাব গুলো দেখতে সুবিধা হবে এবং টাইটেল গুলো দেখতে পারবেন। 

edge vs chrome

**যদি আপনার এই অপশন টি না থাকে তাহলে সেটিংস থেকে Appearence এবং সেখান থেকে Customize Toolbar সেকশন এর Show Virtual Tab Button অপশন টি এনাবল করে দিবেন।

edge vs chrome

**এছাড়াও স্লিপিং ট্যাব নামে অপশন আছে যা আপনার ইন্যাকটিভ ট্যাব গুলোকে স্লিপ করে দিবে । অর্থাত এগুলো রিসোর্স খাবেনা । মাইক্রোসফট এর দাবী এই অপশন আপনার মেমোরি আর সি পি ইউ  Usage Upto ৩০ % কমায় দিয়ে Better পার্ফরমেন্স নিশ্চিত করবে।

edge vs chrome

 **এটি আপনি ম্যানুয়ালি সেট করতে পারবেন আপনার মত ।

**এর জন্য আপনাকে এজ এর সেটিং থেকে সিস্টেম অপশন এ গিয়ে Save Resources সেকশন এর স্লিপিং ট্যাব অপশন টি এনাবল করতে হবে । এখানে আপনি কতক্ষন পর ট্যাব গুলো অটোস্লিপ হবে তা নির্ধারন করে দিতে পারবেন। আবার এখানে আপনি যেসব সাইট চান না যে কখনোই স্লিপ এ যাক তা নির্ধারন করে দিতে পারবেন।

ফিচার ৩ঃ Multitasking

 আমরা সাধারনত অনেক গুলো ইউন্ডো ওপেন করে থাকলে Alt + Tab প্রেস করে দ্রত উইন্ডোজ সুইচ করি। কিন্তু ব্রাউজার এর ট্যাব চেঞ্জ ক্ষেত্রে Ctrl + Tab চাপতে হয় যা অনেক সময় বিরক্তকর হতে পারে কারন একেক সময় একেকটা করতে হয়। কিন্তু এজ এ আপনি অল্টার আর ট্যাব চাপলে আপনার ট্যাব গুলো ও উইন্ডো আকারে দেখাবে। এটিও আপনি নিজের মত সেটিং করে নিতে পারেন।

edge vs chrome

edge vs chrome

**এর জন্য আপনি এজ এর সেটিং নয়, উইন্ডজ এর সেটিংস এ যাবেন এবং Multitasking অপশন এ যাবেন।

 

edge vs chrome

**এবং এখান থেকে আপনি আপনার মনমত সেটিং করে নিতে পারবেন। ডিফল্ট ভাবে এজ এর লাস্ট ৫ টি ট্যাব এবং বাকি উইন্ডো থাকে । আপনি চাইলে Only Window সিলেক্ট করে দিতে পারেন যদি ট্যাব সুইচিং এর ফিচার টি না চান। এটি আপনার ব্যাক্তিগত প্রিফারেন্স এর উপর নির্ভর করবে।

 

edge vs chrome

ফিচার ৪ঃIMMERSIVE READER

আপনি যদি রেগুলার ব্লগ রিডার হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য অনেক উপকারী হবে। আপনি সাইট গুলো তে গিয়ে ইমারসিভ রিডার অপশন টি অন করলে অথবা F9 চাপলে এটি শুধু টেক্সট এবং ছবি বাদ দিয়ে বাকি সব কনটেন্ট সরিয়ে দেবে । এবং আপনি তখন আপনার ইচ্ছা মত টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড থিম দিয়ে ইজিলি পড়তে পারবেন  ।

**মনে রাখবেন সব সাইট এ এই ফিচার দেয়া নাই। যেসব সাইট এ আপনি ইমারসিভ রিডার এর লোগো পাবেন সেগুলোতে এই ফিচার ব্যাবহার করতে পারবেন।

 

ফিচার ৫ঃ Read Aloud 

 এটি অনেক ভালো ফিচার যা আমি রেগুলার ইউজ করি । অনেক সাইট এর কনটেন্ট পড়তে না ইচ্ছা হলে আপনি এই অপশন দিয়ে অডিও শুনতে পারবেন লেখা গুলো। এই অডিও আপনি আপনার ইচ্ছামত স্পিড এবং ভয়েস এ কাস্টমাইজ করে নিতে পারবেন। আপাতত ইংরেজী তেই এটি সবচেয়ে বেশি সুইটেবল বলে আমি মনে করি। বাকি ভাষাও খুব দ্রুত অ্যাড হবে বলে আশা করা যাচ্ছে। [Sample ভিডিও তে দেয়া আছে] 

লেখা বুঝতে অসুবিধা হলে ভিডিও টি অবশ্যই দেখে আসুন 😍

তো এই ছিলো আমার ৫ টি ভালো লাগার কারন। এর মানে এই না যে ক্রোম ভালো ব্রাউজার না। অবশ্যই ভালো । কিন্তু উইন্ডজ এর বিল্ট ইন ব্রাউজার হিসেবে আমরা এটাকে এখনো ডায়নোসর যুগের  Internet Explorer এর মতই মনে করি। সেটাপ দিয়ে ক্রোম ডাউনলোড করা ছাড়া আর  কিছু করি না। কিন্তু না এজ এখন অনেক অপটিমাইজড এবং তুলনামূলক র‍্যাম ইউজ করে ক্রোম এর থেকে। তবে এটা সত্যি যে ক্রোম এর Sync করা অর্থাৎ ফোন এর Chrome এবং পিসি এর Chrome একই অ্যাকাউন্ট দিয়ে লগিন করা থাকলে রিসেন্ট সার্চ, হিস্টোরি [History], বুকমার্ক [Bookmark] সহ আরো অনেক কিছু দুই ডিভাইস এই অ্যাক্সেস করা যায় যা অনেক প্রসংশনীয় ফিচার। এজ এর ক্ষেত্রে মাইক্রোসট অ্যাকাউন্ট দিয়ে Sync হয় কিন্তু আমরা তা খুবই কম ব্যাবহার করি করি বলে এটি খুব একটা উপকারী না । 

দিনশেষে ব্রাউজার জিনিসটা আপনার কমফোর্ট এবং ব্যাক্তিগত পছন্দের জিনিস। আমি ভিডিও এর মাধ্যমে কোনো ব্রাউজার কে ছোট করতে চাই নি। ফিচার এর দিক দিয়ে যার যেটাকে বেশি এগিয়ে রাখতে এবং ব্যাবহার করতে ইচ্ছা করবে তারা তা ব্যাবহার করেন। 

ফেসবুক এ আমি

আপনারা কে কোন ব্রাউজার ব্যাবহার করেন তা অবশ্যই কমেন্ট এ জানান ।

আজকের মত বিদায়। সবাই ভালো থাকবেন । আল্লাহ হাফেজ। 

The post Microsoft Edge কি Google Chrome থেকেও ভালো? appeared first on Trickbd.com.

ইমু এর ৫টি লুকানো সেটিং | আপনার জানা আছে তো?

Posted:

Assalamu alaikum
বন্ধুরা বাংলাদেশী ইমু জনপ্রিয়তা নতুন করে বলার কিছু নেই। আজকে ইমু একাউন্ট এর পাঁচটি গোপন সেটিংস শেখাবো যেগুলো প্রত্যেক ইমো ব্যবহারকারীদের জন্য জানা খুবই জরুরী।

কারণ আমরা প্রতিনিয়তই ইমো ব্যবহার করি ঠিকই, তো ইমুরের কিছু হিডেনস সেটিংস রয়েছে যেগুলো আমরা জানলে ইমো ব্যবহারকে আরও বেশি সহজ ও সুবিধাজনক ভাবে ব্যবহার করতে পারব।

১ নাম্বার সর্বপ্রথমেই প্লে স্টোর থেকে ইমো অ্যাপটি আপডেট করে নেবো যদি ইমো অ্যাপটি আপডেট চাই।

প্রথম সেটিংসটি হচ্ছে সর্ব প্রথমে আমি আমার ইমো একাউন্টে চলে যাচ্ছি। ইমো একাউন্ট এ যাওয়ার পর

যে কোন একটা চ্যার্ট লিস্ট ওপেন করব আমি আমার একটা বন্ধুর চ্যাট লিস্ট ওপেন করলাম। ওপেন করার পর এবার এখানে একটা দেখুন উনি আমাকে একটা ভয়েস পাঠিয়েছে তো আমি চাচ্ছি যে এই ভয়েস টি না শুনে সে কি বলেছে ভয়েজে সেটা পড়তে।

অনেক সময় আমরা বিভিন্ন পাবলিক প্লেসে থাকি অফিস-আদালতে থাকতে পারি কিংবা অনেক সময় আমাদের আশেপাশে অনেক লোকজন থাকতে পারে। তখন কেউ যদি আপনাকে একটা সিক্রেট ভয়েস মেসেজ পাঠাই তখন তো তাদের সামনে সেই পোষ্টটি প্লে করে সোনা

পসিবল না তাই না? তো আপনি এখন থেকে খুব সহজেই কিন্তু যে কোন ভয়েস না শুনেও সে কি কি পাঠিয়েছে ভয়েসে কি বলছে সেটা আপনি দেখতে পারবেন।

এটা রিসেন্টলি ইমোতে কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে। তো ধরুন এই যে একটা ভয়েস এই ভয়েসটি তে কি পাঠিয়েছে আমি কিন্তু না শোনাও বলতে পারবো কি কি হয়েছে পাঠিয়েছে। এর জন্য আপনার যে কাজটি করবেন সর্বপ্রথম সেই ভয়েজের উপরে ট্যাপ করে ধরে রাখবেন।

ধরে রাখার পর তারপর দেখতে পাবেন একটা অপশন আসবে সে অপশনটি হলো ভয়েস টু টেক্সট, তারপর ভয়েস টু টেক্স এর উপরে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন ভয়েস টি এখানে বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে। তো এইভাবে আপনি যেকোন ভয়েজ এর উপর ক্লিক করে ধরে রেখে এভাবে কিন্তু খুব সহজেই এটা দেখতে পারবেন যে কি ভয়েস পাঠিয়েছেন আপনাকে।

পরবর্তীতে এটা যদি হাইড করতে চান হাইড করতে পারবেন। তো এই ভয়েজ টি আমি আপনাদেরকে আবার প্লে করে শোনাই যে আসলেই এই ভয়েস ম্যাসেজ টাই কিনা।

আমাদের লিস্টে ২ নাম্বার সেটিংটি হচ্ছে iBubble এর  উপর। iBubble অপশনটা যদি আরো আগে এসেছে তো যারা বিষয়টা জানেন না তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অপশন।

এজন্য আপনি আপনার ইমো তে আসি তারপর আপনার প্রোফাইল এর উপর ক্লিক করবেন এবার নিচে দেখতে পারবেন iBubble নামের একটা অপশন এখানে নতুনভাবে যুক্ত রয়েছে।

তারপর তার উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে iBubble অপশন টা যদি আপনার অফ থাকে অন করে দিবেন আর যদি এটা অন থেকে চাইলে অফ করে দিতে পারেন। আর এটা সুবিধা হচ্ছে যখন আপনি ইমুর বাইরে থাকবেন

তখন একটা পপপ এখানে দেখতে পারেন একটা পপপ শো করবে। তখন আপনি তার প্রোফাইল এর উপর ক্লিক করে আপনি কিন্তু ইমোর বাইরে থেকেও কনভারসেশন দেখতে পারবেন।

তো উদাহরণ স্বরূপ আমরা মেসেঞ্জারে যেরকম ভাবে চ্যাটিং করি যখন আমরা মেসেঞ্জারে বাইরে থাকি তখন সে যখন মেসেজ করে তার ক্লিক করে আমরা কিন্তু কনভার্শন করি। তো সেরকম ইমোতে আপনিও কিন্তু করতে পারবেন

এই iBubble অপশনের মাধ্যমে, এটা যদি অন করে রাখেন তাহলে এ রকম চ্যাটিং করতে পারবেন।

আমাদের লিস্টের ৩ নাম্বার চেয়ে সেটিংসটা যে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস।

তো এই সেটিংস টা হচ্ছে আমাদের ভাই-বোনদেরকে অনেক সময় অনেকেই অনেক ভাবে বিরক্ত করে। অনেকেই অনেক অজানা নাম্বার থেকে কল দেয়।

তো ব্লক করে দেওয়ার পর সে আবার অন্য নাম্বার থেকে কল করে। তো এই রকম সমস্যা কিন্তু আমাদের অনেকেরই হয়েছে বা হয়। এখন আপনি জাস্ট একটা সেটিং করে রাখবেন তাহলে আপনার ফোনে যে নাম্বার গুলো সেভ করা থাকবে

শুধু মাত্র তারাই আপনাকে কল করতে পারবে অন্য কেউ কল করতে পারবে না। এই সেটিংস টা করার জন্য উপরে প্রোফাইলের উপরে ক্লিক করবেন। তারপর সেটিংস অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে।

সেই অপশন এর উপর ক্লিক করবেন তারপর দেখতে পারবেন Who can call me এর উপর ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এভরিওয়ান এবং মাই কন্টাক্ট এই দুইটা অপশন আসবে।

এভরিওয়ান অপশনটা সবারই একটিভ করা থাকে আপনি এখানে মাই কন্টাক্ট সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর ব্যাক চলে আসবেন তাহলে এটা মাই কন্টাক্ট হিসেবে সেভ হয়ে যাবে।

এবার আপনার ফোনে যে নাম্বার গুলো সেভ করা রয়েছে সেগুলো থেকেই শুধুমাত্র কল আসবে অন্য কোন কেউ কিন্তু বিরক্ত করতে পারবে না।

এবার কথা হলো চতুর্থ নম্বর সেটিংস নিয়ে, চতুর্থ নম্বরে দুইটা সেটিংস নিয়ে আলোচনা করব।

এখানে দেখতে পারবেন লাস্ট সিন এই অপশনে যদি ক্লিক করে দেন এখানে আমাদের সকলেরই মাই কন্টাক্ট সিলেক্ট করা থাকে।

আপনি যদি চান যে আপনি ইমোতে আছেন তো আপনি কাউকে দেখাবেন না যে আমি ইমুতে একটিভ আছি। অনেক সময় আমাদের ডাটা কানেকশন অন থাকে কিন্তু আমরা ইমু ব্যবহার করিনা তো সে ক্ষেত্রে ইমোতে কিন্তু আমাদেরকে অ্যাক্টিভ দেখায়।

তো আপনি যদি অ্যাক্টিভিটি হাইড করে রাখতে চান শের এক্ষেত্রে আপনি এখান থেকে নবডি টা সিলেক্ট করে রাখবেন তাহলে আপনি ইমোতে কখন একটিভ আছেন কখন এক্টিভ নাই এটা কেউ বুঝতে পারবে না।
এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস।

তারপরে যে বিষয়টা হচ্ছে রিড রিসিপ্টস । এই অপশনে যদি ক্লিক করেন এটাও কিন্তু মাই কন্টাক্ট হিসেবে সেট করা থাকে। অর্থাৎ আপনি অনেক সময় আমাদেরকে অনেকেই অনেক গুরুত্বপূর্ণ মেসেজ পাঠায় সিন করে সাথে সাথেই রিপ্লাই দিতে পারি না।

ব্যস্ততায় থাকতে পারি কিংবা একটু ভেবেচিন্তে যদি সেই ম্যাসেজটার উত্তর দিতে হয় সেক্ষেত্রে আমরা তো অনেক লেট করে উত্তর দেই। তো সে ক্ষেত্রে আপনি যদি এখান থেকে নবডি টা সিলেক্ট করে রাখেন তাহলে মূলত সে যতই মেসেজ করুক আপনি যে মেসেজ টা দেখেছেন

বা সিন করেছেন সেটা সে বুঝতে পারবে না। আর যদি মাই কন্টাক্ট টা সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে আপনার কন্টাক্ট সে তারা শুধু এটা দেখতে পারবে আর যদি এভরিওয়ান সিলেক্ট করেন তাহলে সবাই এরকমটা দেখতে পারবে।

আর যদি নো বডি সিলেক্ট করে রাখেন তাহলে কেউ দেখতে পাবে না আপনি যদি কোন মেসেজ সিন করেন তাহলে কেউ বুঝতে পারবেনা।

আমাদের লিস্টের পঞ্চম এবং ফাইনালি যে সেটিংস টার কথা উল্লেখ করব সেটা হল ইমো সিকিউরিটি নিয়ে।

তো এই ইমো সিকিউরিটি নিয়ে আমি দুইটা সেটিংস এর কথা বলব। এই দুইটা সেটিংস যদি আপনারা অন করে রাখেন বা চালু করে রাখেন

তাহলে আপনার ইমো কখনোই হ্যাক হবে না হান্ডেট পার্সেন্ট নিরাপদ থাকবে। প্রথম সেটিংসটা করার জন্য আপনি প্রথমে 3 লাইনে ক্লিক করবেন। তারপর এখানে সেটিংস অপশনএ ক্লিক করে দেখতে পারবেন

একাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে তারপর এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস এই অপশনে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ইমু একাউন্টে যদি অন্য কোন ফোনে লগইন থাকে বা

অন্য কেউ চালায় সে ক্ষেত্রে আপনি এখান থেকে বুঝতে পারবেন। যেমন আমার এখানে একটা ডিভাইস শো করছে তারমানে আমার ইমো একাউন্ট একটা ফোনেই লগইন রয়েছে।

কিন্তু আপনার এক্ষেত্রে এখানে আরো অন্যান্য ডিভাইস দেখায় তাহলে বুঝবেন সেই ডিভাইসে আপনার ইমো অ্যাকাউন্ট লগইন আছে। এবং আপনি এখান থেকে খুব সহজে লগআউট করে দিতে পারবেন বা ডিলিট করে দিতে পারেন।
ও হ্যাঁ, আমার একটা

হিপহপ

আইডি আছে টাকার অভাবে বিক্রি করবো।🥺 দাম মাত্র ৫ হাজার! কোন বড়লোক বান্দা যদি কিনতে চাও তাহলে
https://www.facebook.com/toune.raihan এই লিংকে ক্লিক করে আমার ফেসবুকে মেসেজ দিও ❤
থুক্কু আমার ফেসবুক আইডিতে মেসেজ দিও কারণ ফেসবুক তো মার্ক জুকারবার্গ এর আমার নয় 😫

আমার কাছে নরমাল আইডি ও আছে কম টাকায় প্যারা নাই চিল নক দিও 😃

আজকের মত এ পর্যন্তই পরবর্তী পোস্টে দেখা হবে আজকের মত আল্লাহ হাফেজ ❤❤

The post ইমু এর ৫টি লুকানো সেটিং | আপনার জানা আছে তো? appeared first on Trickbd.com.

লগ ইন কোড ছাড়াই যেভাবে ফেইসবুকে লগ ইন করবেন জেনে নিন!!

Posted:

আসসালামুআলাইকুম প্রিয় মেম্বার গণ।

কেমন আছেন সবাই।

আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে

আপনার ফেসবুক এর লগ ইন কোড ছাড়াই

ফেসবুক আইডি লগ ইন

করবেন।

বর্তমানে আমরা অনেকেই

নিরাপত্তার স্বার্থে আমাদের ফেইসবুকে টু ফ্যাক্টর

সিস্টেম চালু করে রাখি।

এরফলে ফেসবুক আইডি হ্যাক হওয়ার

সম্ভাবনা কমে।

আইডি লগ ইন করতে হলে

ফোনে এসএমএস আসতে হয়, তারপর

সেটি দিয়ে লগ ইন করতে হয়।

কিন্তু দেখা যায় অনেক সময় যেই সিমে

আমাদের এসএমএস যাবে সেই সিম

আমরা হারিয়ে ফেলি বা আমাদের কাছে তখন থাকে না

তাই আমরা আমাদের আইডি লগ ইন

করতে পারিনা

হয়তো এই রকম

সমস্যা তে আমরা অনেকেই পড়েছি,

কি বলবো আপনাদের আমি নিজে এই সমস্যা এর জন্য

আমার ২ টা ফেসবুক আইডি হারিয়ে ফেলেছি।

যায় হোক কাজের কথায় আশা যাক।

আমি ফেসবুক লাইট ইউজ করি তাই

আমি ফেসবুক লাইট থেকে দেখাবো।

প্রথমে ফেসবুক লাইট অ্যাপ এ ঢুকে যাবেন

এই রকম ইন্টারফেস দেখতে পাবেন।

এই ____ ৩ ডটে ক্লিক করবেন।

এরপর নিচে এসে সেটিংস এ ক্লিক করবেন

তারপর আপনি পাসওয়ার্ড ও নিরাপত্তা লেখাতে

ক্লিক করবেন।

তারপর আপনি

২ ধাপ বিশিষ্ট যাচাইকরণ এ ক্লিক করুন।

এরপর আপনাদের পাসওয়ার্ড চাইতে পারে।

আমার পাসওয়ার্ড চাই নি

এরপর নিচে এসে দেখতে পারবেন লেখা আছে

রিকভারি কোড।

এটাই ক্লিক করুন

তারপর দেখতে পারবেন অনেক কোড

চলে এসেছে।

এই কোড থেকে যেকোনো একটা দিলে আপনি

পরবর্তী সময়ে লগ ইন কোড ছাড়াই

ঢুকতে পারবেন আইডি তে।

তাই স্ক্রিনশট নিয়ে ভালো করে রেখে দিবেন ।

যাতে অন্য ফোনে লগ ইন করার সময়

ঝামেলা না হয়।

এই ছিল বিস্তারিত।

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।

আল্লাহ্ হাফেজ সবাইকে।

The post লগ ইন কোড ছাড়াই যেভাবে ফেইসবুকে লগ ইন করবেন জেনে নিন!! appeared first on Trickbd.com.

Post a Comment

0 Comments